Radha Gobinder (রাধাগোবিন্দের) | Parvathy Baul (পার্বতী বাউল) | Dhaka International FolkFest 2015

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2020
  • #FolkFest #DIFF2015 #ParvathyBaul #India
    Parvathy Baul is a practitioner, performer, storyteller, painter and teacher of the Baul tradition from Bengal, India. Parvathy Baul was born as Mousumi Parial, in a traditional Bengali Brahmin family in West Bengal. Her family was originally from Bangladesh, and migrated to West Bengal after the partition of India.
    She trained under Baul gurus, Sanatan Das Baul, Shashanko Goshai Baul in Bengal and performed in all over the world in many prestigious concert halls and music festivals. Parvathy is now creating a dedicated learning center for Baul tradition in Bengal.
    An initiative of Sun Foundation; ‘Dhaka International FolkFest’ is a celebration of sheer musical brilliance where myriads of folk artistes from home and abroad perform on a single platform.
    ভারতের বাউলশিল্পী পার্বতী বাউল বাংলা লোকসংগীতের একটি উজ্জ্বল নাম। ভিন্নধারার পরিবেশনা দিয়ে তিনি একজন বিখ্যাত বাউল সাধিকা এবং একজন সফল বাউল গায়িকা। তার আরো একটি বড় গুণ হল তিনি একজন গল্প কথক-ও বটে। পার্বতী বাউল এর শৈশবে নাম ছিল মৌসুমী পারিয়াল। তিনি পশ্চিমবঙ্গের এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। দেশভাগের আগে তাঁর পূর্বপুরুষদের বাস ছিল বাংলাদেশের রাউজানে।
    তিনি বাউল সাধিকা ফুলমালি দাসী, সনাতন দাস বাউল, শশাঙ্ক গোঁসাই - এই তিন জনের কাছ থেকে তিনি বাউল দীক্ষা নেন। ভিন্নধারার পরিবেশনা দিয়ে তিনি ৪০টিরও বেশি দেশের কনসার্টে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তার প্রতিটি গান, সুরে এবং পরিবেশনায় মিশে থাকে মাটি ও মানুষের কথা। বাউল সাধনা ও তত্ত্বকথা সবার মাঝে ছড়িয়ে দিতে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন।
    সান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’ লোকসংগীতের এক মিলনমেলা। এ উৎসবে বিশ্বের নানা প্রান্তের লোকসংগীত শিল্পীদের পরিবেশনায় অসাধারণ সব লোকগান শোনার সুযোগ পায় বাংলাদেশের মানুষ।
    Find us on:
    Facebook: / dhakainternationalfolk...
    Instagram: / dhaka.international.fo...
    Web: www.dhakainternationalfolkfes...

КОМЕНТАРІ • 17