সম্পত্তি সংক্রান্ত এবং পারিবারিক সমস্যা বিষয়ের প্রশ্ন উত্তর পর্ব :- ০২

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024

КОМЕНТАРІ •

  • @arkanvlog26
    @arkanvlog26 Рік тому

    খুব ই সুন্দর উপস্থাপনা,
    সব কিছু সুন্দর ভাবে বুঝতে পেরেছি
    অনেক ধন্যবাদ আপু
    লাভ ফ্রম চট্রগ্রাম ❤️🇧🇩

  • @amirhamza482
    @amirhamza482 Рік тому

    আপু জমির রেইনট সুট এর কাগজের সমস্ত তথ্য এবং কীভাবে ওঠাবো এ বিস্তারিত একটি ভিডিও তৈরী করুন প্লিজ।

  • @JahidulIslam-ln5cw
    @JahidulIslam-ln5cw Рік тому

    ম্যাম আমার বাবা ২০০০ সালে একটা জমি কিনেছে।কিন্তু জমিটার নামজারি করেনি। এখন নামজারি করতে গিয়ে দেখে যে জমিটার দাগ নাম্বার ভুল। যে দাগে জমি কিনেছে সে দাগে ৭শতাংশ আর বাকি ৬ শতাংশ অন্য দাগে উঠেছে এখন এটা আমি কীভাবে বৈধ করবো।

  • @mdfahadislamofficial6645
    @mdfahadislamofficial6645 Рік тому

    আপু,,, 👏 আমার দাদারা দুই ভাই। 1922 সালে একটি জমি ক্রয়ের সময় আমার দাদার ভাই জমিটি তার নামে নিছে। কিন্তু পরবর্তীতে সকল রেকর্ড /খতিয়ানে আমার দাদার নাম আছে দখলও আছে । এখন দাদার নামের অংশের জমিটি বিক্রয় করা যাবে?

  • @zadidsultan
    @zadidsultan Рік тому

    আসসালামু আলাইকুম মেডাম.. আমার বাপ চাচারা ৫ ভাই আমার পুপিরা যতটুকু সম্পত্তির মালিক ছিলো তা নেওয়ার পরেও পিতার ও মাতার সম্পত্তির থেকে ৫ ডিসিম উপবৃত্ত বিক্রি করে নিয়েছে.. তার পরেও তারা মাতার সম্পত্তির ২ ডিসিম অন্য এক ভাইয়ের কাছে বিক্রি করে দিয়েছে যা তাদের পাওয়ার কথা ছিলে না. এখন আমার করনীয় কি.???

  • @kawsherahmed9707
    @kawsherahmed9707 Рік тому

    স্যার আমি একটা বড় ধরনের সমস্যা পড়েছি যদি একটু সাহায্য করতেন। আমি ৪.৬৬ শতাংশ একটা জমি কিনেছিলাম যায় ঐ দাগে মোট জমি ছিলো ৭ শতাংশ ৬ ভাই। আমরা ছোট ৪ ভাইয়ের অংশ কিনছি এখন যানতে পারলাম জমির ওপর হাই কোটের নিষিদ্ধাগা আছে ১ বছর ছিলো এখন আরও ১ বছর বাড়িয়েছে।তার কারণ জানতে পারলাম ৬ ভাইয়ের অংশ বড় ২ ভাই সাফ কাবলা দলিলে ১৯৮৬ সালে বিক্রি করে দেয় বাকি ৪ জনকে না জানিয়ে (তখন জমিটি বন্টন করা হয়নি)। যাদের নামে দলিল করে দেয় তাদের নামে খারিজ হয় এবং তাড়া কোটকে ১২ বছরের দখল দেখার ।এসব বিষয়ে মামলা হয় নিম্ন আদালতে আদালত যাদের কাছ থেকে ক্রয় কয়েছি তাদের নামে রায় দেয়। পরে যাদের নামে সাফ কাবলা দলিল করে দেয় তারা হাই কোট রিট পিটিশন করে। এখন আমি কি করতে পারি প্লিজ স্যার জানাবেন এটা নিয়ে পারিবারিক ভাবে অনেক সমস্যা আছি।
    প্লিজ প্লিজ প্লিজ স্যার

  • @mohiuddinkhanmohin213
    @mohiuddinkhanmohin213 Рік тому

    Police rastai hoirani korle ki koronio

  • @ABDULALIM-ft3wx
    @ABDULALIM-ft3wx Рік тому

    ❤আস সালামু আলাইকুম ❤ম্যাম আমার বাবার নামে এস. এ ও আর এস দুটি রেকর্ড হয়েছে❤ এবং আমার দাদা সি এস এর পরে ক্রয় ও পত্তন নেন❤ সেই দলিল ও পত্তন মূলে বাবার নামে রেকর্ড হয়❤ কিন্তু খতিয়ান টি যৌথ ভাবে হয়❤ আর যার যার হিস্যা করে দিয়েছে❤ আমার বাবা একজনের কাছে মৌখিক বন্দক দিয়ে ছিল❤ কিন্তু এখন ঐ লোকে দখল ছাড়ছে না❤ বার বার মিথ্যা মামলা দিতেছে❤ এখন আমার করনিয় কি ? ❤

    • @limaanjuman4591
      @limaanjuman4591  Рік тому

      Follow my next video I will try to give your answers

    • @ShikaAkter-pg3vt
      @ShikaAkter-pg3vt 6 місяців тому

      আসসালামালাইকুম আপু ভালো আছেন আপু আপনার সাথে কথা বলতে চাই আপনার ফোন নাম্বারটা ভিডিওতে দিবেন

  • @OmritoLal-vj2od
    @OmritoLal-vj2od 4 місяці тому

    ম্যাম কেমন আছেন ফোন নামবার দেন