জনাব এটা বারোমাসি ফল মিতুল্লা,আর আনার এর চেয়ে অপেক্ষাকৃত বড় একটু সাদা হয়,কিন্তু সেটা সিজনাল ফ্রুট।আর কান্ডারি লাল খয়েরী রঙের হয় তার দানাগুলো ও খয়েরী রঙের হয়ে থাকে, তবে দামের ক্ষেত্রে কান্ডারি আনার এবং মিতুল্লা থেকে দিগুণ হয়ে থাকে। আপনাদের জন্য দোয়া ও শুভকামনা।
দেশ প্রেমিক চাষী এবং দেশ প্রেমিক কৃষি কর্মকর্তা আপনাদের দুজনকেই জাতির পক্ষ থেকে সালাম। কৃষি কর্মকর্তার আমদানি নির্ভরতা কমানোর কথা শুনে আমি অনেক আনন্দিত হলাম। আমাদের দেশের সব সরকারি কর্মকর্তাদের মধ্যে যদি এমন দেশপ্রেম থাকতো তবে দেশ অনেক উন্নত হয়ে যেত।
@@MokaramHossain123 আসসালামুয়ালাইকুম, মুবারক ভাই একটা বিষয় জানার ছিল।আপনার কাছে কি কলমের চারা আছে? যদি থাকে দুই একটা নিতে পারব কিনা অনলাইন ডেলিভারি? জানালে উপকৃত হতাম। উত্তরে আপনাকে ফোন করবো।
@@MokaramHossain123 এই প্রজেক্টে চারার দাম কতো ধরা হয়েছে?(শুনেছি ৪০০ সঠিক জানিনা)।যারা পাইকারি কিনে খুচরা বেঁচবেন তারাইবা কতো বেঁচবেন? আমি সরকারি ভাবে চারা উৎপাদন করার কথা বলেছি তার মানে চারার সর্বচ্চ মূল্য হতেপারে ৫০-৬০ টাকার বেশি নয়।আর এই দামটা ৫০০-১০০০ বলার কারণ আপনার জানা আছে।বাংলাদেশে এটাই প্রথম নয় অনেক আগে থেকেই চারা বিক্রি হয় এই দামে।কোনো ছাদবাগানী বা যাদের কাছে এই গাছ আছে দামটা একটু শুনে দেখতে পারেন,বলে রাখা ভালো এই দাম দিয়ে কিনেও অনেকে প্রতারনার শিকার হয়েছেন।
স্যার আমি আবুধাবীতে আছি।মার্কেট থেকে আনার নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য কাশ্মীরী জাত বিশাল সাইজের লাল টকটকা খেতে দারুণ মিষ্টি।বিচি ফেলেছিলাম চারা হয়েছে দেশে নিয়ে আসলে ফল হবে? জানাবেন।
খুব ভালো লাগে আপনার ভিডিওগুলি । অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করেন , এবং খুবই উচু মানের তথ্য থাকে , তাও আবার বাংলায় । আপনাকে অনেক অনেক ধন্যবাদ । কি জাতের এই আনার বলবেন ? ভারতের ত্রিপুরায় কি করে পাবো এই জাতের আনার ? প্রণব চক্রবর্তি (আগরতলা থেকে)
Sir. Onek valo lage apnr video gulo. Romesh chandra kaka (mirpir upazilla krishi officer) amake apnr video link dan. Sir amr anar tree te ful sob e male ase female holeo onek kom r ful gulo pore jai ki korte pari jodi janaiten khub upokrito hotam. R sir amr barir bagan e avocado 🥑 rambutan theke suru kore onek gula gas plant koreci. Tader takecare er video dea help korben. Asha kori. Sustho thakben shabdhan e thakben doa roilo.
এই প্রথম বাংলাদেশে আনারের চাষ দেখলাম। খুব সুন্দর ফল। উদ্যোক্তার৷ সফলতা কামনা করচি। এই বাগান কোন জেলায় কোন জায়গায়? বাজার থেকে আনারের কলম গাছ কেনেচি ফলও ধরেচে কিন্তু একটু বড় হলে পেটে যায় ঝরে যায়।
আপনার ভিডিও দেখিনা কারণ আপনি তথ্য প্রদান করতে ব্যর্থ হন। এর কারন হচ্ছে,আপনি অন্য ইস্যু নিয়ে বেশি কথা বলেন। চাষের জন্য অনেকগুলো বিষয় গুরুত্বপূর্ণ। যেমন,কিভাবে মাটি প্রস্তুত করেছে,কত দিন পর পর খাবার দিয়েছে, কতদিন পর পর পুনিং করেছে, কি পরিমানে সার প্রয়োগ করছে ইত্যাদি আপনার ভিডিওতে অনপুস্থিত এর কারণ আপনি নিজে হয়তো চাষ করেন না
আসসালামুআলাইকুম স্যার। কাটিমন আম কেমন করে এক সাথে পাকাবো সেটার জন্য আপনাকে ইমেইল করছিলাম বাট এখনো কোন উত্তর পাইনি। দয়া করে আমার ইমেইলটা দেখবেন আর একটা প্রতিবেদন প্রকাশ করবেন।
বাগান পরিদর্শন বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন-
মোঃ মোকারম হোসেন
মোবাইল- 01956506031
আপনার চ্যানেল অনন্য...
এটা কোন প্রজাতির আনার ?
জনাব এটা বারোমাসি ফল মিতুল্লা,আর আনার এর চেয়ে অপেক্ষাকৃত বড় একটু সাদা হয়,কিন্তু সেটা সিজনাল ফ্রুট।আর কান্ডারি লাল খয়েরী রঙের হয় তার দানাগুলো ও খয়েরী রঙের হয়ে থাকে, তবে দামের ক্ষেত্রে কান্ডারি আনার এবং মিতুল্লা থেকে দিগুণ হয়ে থাকে। আপনাদের জন্য দোয়া ও শুভকামনা।
স্যার আমার করোসল ফল লাগবে। বাংলাদেশর কোথায় পাওয়া যাবে। একটু সেই জায়গার নাম সহ বিস্তারিত জানাবেন প্লিজ।
এই জাতের নাম কি?
মোকাররম ভাই খুবই ভালো মানুষ। আল্লাহ তায়ালা উনাকে উত্তর উত্তর আরো কামিয়াবি দান করুন।
দেশ প্রেমিক চাষী এবং দেশ প্রেমিক কৃষি কর্মকর্তা আপনাদের দুজনকেই জাতির পক্ষ থেকে সালাম।
কৃষি কর্মকর্তার আমদানি নির্ভরতা কমানোর কথা শুনে আমি অনেক আনন্দিত হলাম।
আমাদের দেশের সব সরকারি কর্মকর্তাদের মধ্যে যদি এমন দেশপ্রেম থাকতো তবে দেশ অনেক উন্নত হয়ে যেত।
একটি কলমের চারার খুচরা দাম ৫০০-১০০০ এটা কতটুকু যুক্তিযুক্ত?সরকারি ভাবে চারা উৎপাদন করে কৃষকদের কমদামে বিতরণের ও চাষের প্রশিক্ষনের প্রস্তাব জানাচ্ছি।
চারার দাম ৫০০-১০০০ টাকা এতো বেশি কে চাইলো এটা আমাদের জানা নেই
@@MokaramHossain123 আসসালামুয়ালাইকুম, মুবারক ভাই একটা বিষয় জানার ছিল।আপনার কাছে কি কলমের চারা আছে? যদি থাকে দুই একটা নিতে পারব কিনা অনলাইন ডেলিভারি? জানালে উপকৃত হতাম। উত্তরে আপনাকে ফোন করবো।
@@MokaramHossain123 what is price of any grafted plant?
@@MokaramHossain123 apnr ki mone hoy aitai 1st anaaar bagan Bangladesh a er aga kono anaar bagan silo na??
@@MokaramHossain123 এই প্রজেক্টে চারার দাম কতো ধরা হয়েছে?(শুনেছি ৪০০ সঠিক জানিনা)।যারা পাইকারি কিনে খুচরা বেঁচবেন তারাইবা কতো বেঁচবেন? আমি সরকারি ভাবে চারা উৎপাদন করার কথা বলেছি তার মানে চারার সর্বচ্চ মূল্য হতেপারে ৫০-৬০ টাকার বেশি নয়।আর এই দামটা ৫০০-১০০০ বলার কারণ আপনার জানা আছে।বাংলাদেশে এটাই প্রথম নয় অনেক আগে থেকেই চারা বিক্রি হয় এই দামে।কোনো ছাদবাগানী বা যাদের কাছে এই গাছ আছে দামটা একটু শুনে দেখতে পারেন,বলে রাখা ভালো এই দাম দিয়ে কিনেও অনেকে প্রতারনার শিকার হয়েছেন।
খুব সুন্দর একটি বাগান, দেখে খুব ভালো লাগলো,
অসাধারণ কাজ না বলে আল্লাহর অশেষ নেয়ামত বলা উচিৎ ছিলো আপনের
আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কৃষি পদক পাওয়ার জন্য
আনন্দের খবর কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে ইনশাআল্লাহ, ধন্যবাদ তালহা জূবায়ের স্যারকে।
একজন অমায়িক উৎদ্যোগতার সাথে একজন অনন্য কৃষি অফিসার তথা কৃষির বরপুত্র।
স্যার আমি আবুধাবীতে আছি।মার্কেট থেকে আনার নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য কাশ্মীরী জাত বিশাল সাইজের লাল টকটকা খেতে দারুণ মিষ্টি।বিচি ফেলেছিলাম চারা হয়েছে দেশে নিয়ে আসলে ফল হবে? জানাবেন।
কৃষি উদ্যোক্তা মোকাররম ও কৃষি তারকা কৃষিবিদ তালহা জুবাইর মাশরুর ভাইয়ের জন্য হৃদয়ের শুভকামনা।
এটি আল্লাহ তায়ালার বড় নেয়ামত,আমাদের বাংলাদেশীদের জন্য
Good news.. 👍👍🌿🌸
আমার আম্মু ছাদে লাগিয়েছিল।ছোট ছিল আনারগুলো।তবে মিষ্টি ছিল খাইতে 🥰
মোকাররম ভাই ও কৃষি বায়স্কোপ কে অনেক অনেক ধন্যবাদ আমাদের চুয়াডাঙ্গা জেলাকে সমৃদ্ধ করার জন্য এবং বিশ্ব দরবারে দেশকে তুলে ধরার জন্য!
, স্যার আপনার ভিডিও আমি সবগুলোই দেখি খুবই ভালো লাগে আমার,আরো ভালো ভালো ভিডিও আপনার কাছে প্রত্যাশা করি
মাশাআল্লাহ দারুণ ফলন ।
ব্রিকেট মেশিনে কি সব ধরনের সার গুটি করা যায়?এক গুটির ওজন কত গ্রাম?চমৎকার উপস্থাপনা। বহ্ খুব সুন্দর। 🇧🇩
খুব ভালো লাগে আপনার ভিডিওগুলি । অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করেন , এবং খুবই উচু মানের তথ্য থাকে , তাও আবার বাংলায় । আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
কি জাতের এই আনার বলবেন ? ভারতের ত্রিপুরায় কি করে পাবো এই জাতের আনার ?
প্রণব চক্রবর্তি (আগরতলা থেকে)
স্যার এই জাতের চারা পাওয়ার কী কোন উপায় আছে। আমি ছাদ বাগানের জন্য চারা চাই। এই চারা পাওয়ার কোন উপায় থাকলে জানাবেন
অনুগ্রহ করে।
আমরাও লাগিয়েছি ৬ মাস আগে। গাছ জলাবদ্ধতার জন্য একটু ক্ষতিগ্রস্ত হয়েছে তবে খুব সমস্যা হয়নি। বেনাপোল,যশোর- থেকে💝💝💝
💝💝
কোন জাতের চারা রোপণ করেছেন।
Fantastic presentation 👍👍👍
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাজাক আল্লাহ খায়রান।
🌹❤️🌹
সার আমি সিঙ্গাপুর থেকে দেখছি,আমি প্রায় আপনার সকল ভিডিও দেখে থাকি,আমি আপনার নিকট পলিহায়োজ নিয়ে একটি প্রতিবেদন দেখতে চাই,
এটা কোন জাতের আনার?
Ai anar gas ki horticulture center e paua jabe
স্যার আনারে ব্যগিং কোন বয়সে করতে হয়? এবং ব্যগি করার আগে কি কোন স্প্রে দিতে হয়।
আমার বাড়িত একটা বেদান গাছ আছে সাদা, বোধ করি এই বেদানা সারা বাংলাদেশে আর কোথাও নাই।
Sir. Onek valo lage apnr video gulo. Romesh chandra kaka (mirpir upazilla krishi officer) amake apnr video link dan. Sir amr anar tree te ful sob e male ase female holeo onek kom r ful gulo pore jai ki korte pari jodi janaiten khub upokrito hotam. R sir amr barir bagan e avocado 🥑 rambutan theke suru kore onek gula gas plant koreci. Tader takecare er video dea help korben. Asha kori. Sustho thakben shabdhan e thakben doa roilo.
গাছের কলম করার সব খুটিনাটি বিষয় নিয়ে একটা পর্ব করেন। যাতে কারো কোনো উত্তরই বাকি না থাকে।
কি জাত ভাই
Excellent
মাশাআল্লাহ ভাই অনেক ভালো লাগলো।
নাড়িকেল গাছের মাঝের পাতা ছোট হয়ে আসে কি ওষুধ দিতে হবে?
nice sharing.💕💕
সার ব্যবস্থাপনা সম্পর্কে একটু বলেন
বাগান কিভাবে সম্প্রসারণ হবে। কারণ প্রত্যেক বাগানি চারা বিক্রি করে কোটিপতি হতে চাই। চারার দাম এত বেশি চায় যে। জমি বিক্রি করে চারা কিনতে হবে। তাহলে গাছ লাগাবে কোথায়? চারার দাম সহনীয় রাখুন সবাই গাছ লাগাবে
আলহামদুলিল্লাহ্ ।
Alhamdulillah, Best of luck
masallah আমার ও খেতে ইচ্ছে হচ্ছে
ধন্যবাদ স্যার সুন্দর ভিডিও দেয়াড় জন্য
আনারের জাতের মধ্যে সবচেয়ে ভালো কোনটা
Sit eta ki jater anar?
Eta ki variety?
Good job sir Bangladeshi community from bahrain
এটা কোন জাত।
অভিনন্দন ও শুভকামনা রইলো ভাই
Wow so yummy
বেনাপোল- থেকে💖💖
কোন জাতের আনার?
এগিয়ে যাও আলোকিত চুয়াডাঙ্গা, মোকারম ভাই আমার কিছু চারা লাগবে দিতে পারবেন
This officer should be awarded Ekosay Podok!!!
এই প্রথম বাংলাদেশে আনারের চাষ দেখলাম। খুব সুন্দর ফল। উদ্যোক্তার৷ সফলতা কামনা করচি। এই বাগান কোন জেলায় কোন জায়গায়? বাজার থেকে আনারের কলম গাছ কেনেচি ফলও ধরেচে কিন্তু একটু বড় হলে পেটে যায় ঝরে যায়।
বরোন দিয়েন
কি জাতের আনার এটা
It's a real good news for us........
Alhamdulillah
এই আসল জাত টার চারা কোথায় পাওয়া যাবে? এবং কত করে দাম???
মাশাআল্লাহ্,,আলহামদুলিল্লাহ্।অসাধারণ
Nice video thanks,,dada 🇧🇩✌
গাছের বয়স কত হল?
এই জাত গুলা কিভাবে সংগ্রহ করবো
আপনাদের কথা শুনলে কৃষি কে কঠিন মনে হয়, সম্পূর্ণ ধারনা না দিলে তো দেশের চাষিরা বিপদে পরবে।
চারা বিক্রি করা যাবে?????
মাশাল্লাহ্
আল্লাহু আকবার।
স্যার এই আনারের কলম চারা বাগানি বিক্রিকরেন?
অসাধারন ভাইয়া
এটা কি জাত
কি জাতের ভাই?
আনারের ভালো মানের চারার নাম বলেন প্লিজ
Mexican . Australian. Super bhagwa .bhagwa .thai
আলহামদুলিল্লাহ।
Alhamdulilla
Export korte hobeba deshe bechen UAE te kg
2/3 dirham a pawa jai kintu deshe 300/400 taka kg.
So nice
প্রতিবেদক বেশি কথা বলে বাচ্চাদের মত, উনি কিছু বললে কথার মাঝে কথা বলে!
ইন্ডিয়ার সাথে করলে লাভের অংশ ইন্ডিয়া নিয়ে যাবে!
মাশাল্লাহ
Amazing
চমৎকার 🤎
মাশাআল্লাহ
Bagna malik ar satha kotha bolar way ase kono?onar number daya jabe?
আপনার ভিডিও দেখিনা কারণ আপনি তথ্য প্রদান করতে ব্যর্থ হন। এর কারন হচ্ছে,আপনি অন্য ইস্যু নিয়ে বেশি কথা বলেন। চাষের জন্য অনেকগুলো বিষয় গুরুত্বপূর্ণ। যেমন,কিভাবে মাটি প্রস্তুত করেছে,কত দিন পর পর খাবার দিয়েছে, কতদিন পর পর পুনিং করেছে, কি পরিমানে সার প্রয়োগ করছে ইত্যাদি আপনার ভিডিওতে অনপুস্থিত এর কারণ আপনি নিজে হয়তো চাষ করেন না
আনার ও ডালিমের মধ্যে পার্থক্য কি?
লাউ আর কদু
Nice
সবাই বলে সহযোগিতা করবে কিন্তু বাস্তবে কেউ প্রকৃত সহযোগিতা করে না এই বিষয়টি খেয়াল করেছি।
Nice ❤❤❤👏👏👏💗💗💗👌👌👌❤❤❤
বিষমুক্ত শাকসবজি ফলমূল উৎপাদনের জন্য সর্বাত্মক চেষ্টা করুন, টাকার জন্য মানুষদেরকে বিষাক্ত খাদ্যপণ্য খাওয়ানোর ঘৃণ্য কাজ থেকে বিরত থাকুন।
❤️❤️❤️❤️❤️👍
চারার দাম কত??
আমি ১০ পিস চারা নিতে চাই, দাম কেমন?
আসসালামুআলাইকুম স্যার। কাটিমন আম কেমন করে এক সাথে পাকাবো সেটার জন্য আপনাকে ইমেইল করছিলাম বাট এখনো কোন উত্তর পাইনি। দয়া করে আমার ইমেইলটা দেখবেন আর একটা প্রতিবেদন প্রকাশ করবেন।
এক্সপোর্ট কোয়ালিটি, এক্সপোর্ট কোয়ালিটি , এই এই আনার বলে সময় পার , জাত কি সেটা বললে হয় একবার ।
Super Bhagwa?
ফলন ঠিক আছে কিনা?
Subhanallah....only Allah can creat like this ..man just trying to hard....
চারা দাম কত
ভাই 64 জেলায় কি গবেষণা করা হয়েছে এই গাছটা ভালো ফলন দিবে কিনা
ডোবা জমি ব্যাতীতো আশা করি সব জায়গায় হবে,,আর আমাদের সাথে আছে সয়েল চারজার টেকনোলজি,, ইনশাল্লাহ সম্ভব হবে
Ami 1pic nite cai
Kivabe pavo??
❤️❤️❤️💗💖💖💗💗💗🇧🇩
আস সালামু আলাইকুম। ছাদবাগানে একটি আনার গাছের ক্ষেত্রে পরিচর্যার বিষয়ে জানলে উপকৃত হতাম, ধন্যবাদ।