বিস্ময়কর চাইনিজ কমলার বাগান ও নাচতে না জানলে উঠান বাকা

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024
  • বিস্ময়কর চাইনিজ কমলার বাগান ও নাচতে না জানলে উঠান বাকা-
    অসাধারণ চাইনিজ মিষ্টি কমলার বাগান যেই ভিডিওতে এর পরিচর্যা সম্পর্কে স্পষ্ট করে নির্দেশনা দেয়া ছিল।
    এই ভিডিওগুলোই আগে দেখানো হয়েছে যেখানে কমলা ছিলে দেখানো হয়েছিল এর রস এবং ডিজিটাল মেশিনে এর মিষ্টতা দেখানো হয়েছিল। সব ছোট কমলা ই কিন্তু মিষ্টি কমলা না তাই সঠিক জাত নির্বাচনটা অত্যন্ত জরুরী। আবার সঠিক জাত হলেই হবে না, কমলা যেহেতু অত্যন্ত সেন্সেটিভ তাই এর মাটি ও সার ব্যবস্থাপনা, সেচ, পরিচর্যা, মনিটরিং না জানলে ও মানলে কাঙ্খিত মানের কমলা পাওয়া যাবে না।
    এই চমৎকার কমলা বাগানের জনপ্রিয়তা দেখে অনেক নার্সারী ব্যবসায়ি বুঝে/না বুঝে অন্যজাতের ছোট কমলার চারা সংগ্রহ করা এবং মাতৃগাছ লাগানোর উদ্যোগ নেন। আবার কেউ কেউ সঠিক জাতের চারা পেলেও পরিচর্যার বিষয়টা আমলে না নিয়ে নিজের ইচ্ছামত সার, সেচ ও পরিচর্যা করে ভাল ফলাফল পাননি। যদিও প্রথম দুইবছর ফল না নিতে পরামর্শ দেয়া হয় সবসময়।
    এর পর সেই নার্সারীওয়ালা শুধুমাত্র টাকার প্রলোভনে আরেক লোভী ও মিথ্যাবাদী ইউটিউবারের খপ্পরে পরে নিজেকে কৃষক পরিচয় দিয়ে যদি নিজের বিজাত টক কমলার গাছ কেটে ফেলে......আর দোষ দেয় এই ভিডিওতে দেখানো বাগানমালিক কে আর কৃষি বায়োস্কোপ কে তাহলে কেমন লাগে বলেন তো?
    দেশের অধিকাংশ প্রথম সারির টিভি চ্যনেল ও পত্রিকায় এই চাইনিজ ছোট কমলার সফলতা প্রচার হলেও লোকাল কয়েকটা পত্রিকায় গাছ কাটার সেই রিপোর্ট ছাপিয়ে, ভুয়া কৃষকের স্বাক্ষর দিয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ দাখিল করে ...কেমন লাগে বলেনতো?
    নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গের চেষ্টা করা এই অবুঝদের ভবিষ্যৎ কি?
    আবেগ না, মাথা কাজে লাগান। যতনে রতন মেলে।।
    কৃষিই সমৃদ্ধি।

КОМЕНТАРІ • 263