সীবলী ব্রত কথা || জুসি বড়ুয়া || shiboli broto kotha ||

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • সীবলী ব্রত কথা,সীবলী স্থবিরের ভূমিকা,
    siboli broto kotha
    রচনায়- বিশুদ্ধাচার স্থবির
    -------------- --------------
    সীবলী ব্রত কথা-
    পরিবেশনায়- জুসি বড়ুয়া
    ===========
    শুন শুন সর্বজন অপূর্ব কাহিনী,
    যাহা প্রচারিলো মুখে প্রভু মহামুনি।
    সীবলী চরিত কথা অমৃত সমান,
    যাহার শ্রবণে নর লভে দিব্যজ্ঞান।
    সীবলীর গুনগাথা যে করে পঠন
    হবে গ্রহদোষ শান্তি অন্যথা না হন।
    ধূপ দ্বীপ আদি বহু উপচারে
    ভক্তি চিত্তে যেই জন পূজে সীবলীরে।
    অরহত শ্রী সীবলী মহাতেজবান
    মহাজ্ঞানী মহালাভী মহাপূন্যবান।
    তাহার প্রভাবে দুঃখ রবে না কখন,
    সীবলীর ব্রত সদা যে করে পালন।
    খাদ্য বস্ত্র অভাবেতে আছে যত নর
    সীবলী চরিত কথা অহরহ স্মর।
    দরিদ্র লভিবে বিত্ত ধনী মহাধন,
    সীবলীর ব্রত যেবা করয়ে পালন।
    ধনের কামনা করি ভবে নরগন,
    কাল্পনিক দেবদেবী করিয়া সৃজন।
    করে নিত্য পূজা তারা ধনলাভ তরে
    কিন্তু সীবলীর পূজা বহুগুন ধরে।
    লঙ্কা ব্রক্ষা শ্যাম চীন তিব্বত জাপান
    সীবলী পূজাতে তারা অতি নিষ্ঠাবান।
    এসব দেশেতে যারা ধনী জমিদার
    কিংবা ব্যবসাতে যারা আছে অনির্বার।
    তাদের গৃহেতে নিত্য সীবলীর পূজা,
    করে কায় মন বাক্যে রাজা মহারাজা।
    তাহাতে অভীষ্টসিদ্ধি যদি না হইতো
    কোটি কোটি লোক ইহা কভু না করিত।
    তাই বলি বঙ্গবাসী হিন্দু বৌদ্ধ গণ
    যতনে সীবলী ব্রত করে আচরণ।
    ঘুচিবে অভাব দুঃখ নাহি রবে ব্যাথা,
    যেইজন শুনে সীবলীর ব্রত কথা।
    অমিত্র হইবে মিত্র ঘুচিবে শত্রুতা,
    জলে স্থলে রক্ষা করে যতেক দেবতা।
    বুদ্ধ পুত্র শ্রী সীবলী মহাপূন্যবান
    তারও পূন্যতেজে সদা পাবে পরিত্রান।
    যাত্রাকালে সীবলীরে করহ স্মরণ,
    যথাতথা নির্ভয়েতে কর বিচরন।
    যক্ষ রক্ষ নাগ আদি মিত্র হবে সবে,
    সীবলীর গুণকথা যে জন স্মরিবে।
    সপ্ত বর্ষ বয়ঃকালে এই বুদ্ধ সূত,
    সর্বক্লেশ ক্ষয় করি হলো অরহত।
    অতীব আশ্চর্য ইহা অদ্ভূত কাহিনী,
    সপ্তবর্ষ গর্ভে বাস করেছিলো তিনি।
    তথাপি সুকৃতি হেতু না হলো মরণ,
    বিচিত্র কর্মের গতি কে করে খন্ডন।
    সাধু-সাধু-সাধু

КОМЕНТАРІ • 373