Satyajit Ray On Creativity | ** ক্রিয়েটিভিটির আনন্দের জন্যেও কাজ করা যায় **। Rj Nilanjan |
Вставка
- Опубліковано 5 лют 2025
- ক্রিয়েটিভিটির আনন্দের জন্যেও কাজ করা যায়…
যাতে হাত দিয়েছেন, সাফল্য পেয়েছেন…এই যে ক্রমাগত সাফল্য, এর পিছনের কারনটা কি কখনও অ্যানালিসিস করেছেন সত্যজিৎ রায়?
প্রশ্নকর্তার উত্তরে সত্যজিৎ বাবু তার জিন কে, তার পরিবারের সমৃদ্ধ ইতিহাসের প্রসঙ্গ তুলেছিলেন। মা এর পরিবারের তরফ থেকে সঙ্গীতচর্চা করার ইতিহাসের কথা মনে করিয়েছিলেন।অতুলপ্রসাদ সেন তার মামা হন, কালীনারায়ন গুপ্তর পরিবারের সঙ্গে যোগসূত্র, এমনকি ঠাকুরদাদার প্রতিভার কথা, মানে বেহালা বাজানো পাখোয়াজ বাজানো বাঁশি কিংবা সেতার বাজানোর কথাও বলেছিলেন।”ছোটদের লেখার যে আশ্চর্য ক্ষমতা যেটা বাবাও পেয়েছিলেন, সেটা আমিও পাবো এর মধ্যে তো আশ্চর্য ব্যাপার কিছু নেই” সাংবাদিককে বলেছিলেন সত্যজিৎ রায়।
কিন্তু জিন আর ফ্যামিলি ইনফ্লুয়েন্স ছাড়াও একটা জিনিস থাকে, যেটা চালিয়ে নিয়ে যায় সেটা কী?
সত্যজিৎ বলেছিলেন আনন্দের কথা। যেটা সত্যজিতের মতে বড় লোভনীয়, “...আমি যখন গল্প লিখে দেখলাম লোকে পছন্দ করছে লোকে ভালো বলছে এবং আমিও নিজে পড়ে, আমার মনে হচ্ছে জিনিসটা বেশ গোছানো হয়েছে। জিনিসটা বেশ পরিষ্কার হয়েছে।ভাষা মোটামুটি ঝরঝরে হয়েছে, সেটাতেও একটা ক্রিয়েটিভ আনন্দ রয়েছে।এই ক্রিয়েটিভ আনন্দ টা বড় লোভনীয় ব্যাপার একটা কাজ করে এটা পেলে বার বার পেতে ইচ্ছে করে”
কাজের সূত্রে বহু মানুষের সাথে কথা বলার সুযোগ হয়,সফল নামী।বহু মানুষের ইন্টারভিউ দেখার বা পড়ারও। বেশিরভাগ ক্ষেত্রে নিজেকা জাহির করার, “আমি যা করেছি তার পিছনের অমুক তমুক” বলে আসলে নিজেকেই বারংবার পুনঃপ্রতিষ্ঠা করার তাগিদটাও দেখা যায়।সত্যজিৎ রায়ের ইন্টারভিউ টা পড়তে পড়তে বার বার মনে হয়, অমন ঐশ্বরিক প্রতিভা নিয়েও, অমন বিশ্বজোড়া খ্যাতি পেয়েও আমিত্ত্বে না ডুবতে পারাটাই বোধহয় সবচেয়ে বড় শিক্ষা। যেখানে তিনি ক্রমাগত মনে করিয়ে যান, তার পারিপার্শ্বিক কে, তাদের বিশালত্ত্ব বা মহানতা কে, দেখিয়ে যান ক্রিয়েটিভিটির অফুরান আনন্দ কে। আমার পরিশ্রম, আমার স্ট্রাগল, আমার ট্যালেন্ট সেটা আলাদা করে দেখিয়ে দিতে হয় না, মার্কেটিং করতে হয় না তাদের, যারা অমর হবার জন্য জন্মেছেন…
*************
More Tags
motivation in bengali,oxygen motivation,bangla motivational video,bengali motivation,motivational video,bong motivation,bangla motivation,motivation,bangla motivational speech,motivational speech,powerful bengali motivation,bangla motivational channel,motivation video,bangla inspirational video,sandeep maheshwari bangla,sandeep maheshwari inspirational quotes,bengali inspirational video,success tips,bangla quotes,bangla,best speech of sandeep maheshwari
Khub bhalo laaglo
কী অসাধারণ!! 👌👌👌👌 আমার গুরুদেবের জন্মদিনে তাঁকে জানাই সশ্রদ্ধ প্রণাম 🙏🙏🙏🙏 আর নীলাঞ্জন দা, এরকম একটা ভিডিওর জন্য তোমাকে অনেকটা ভালোবাসা 💖💖💖💖
আমার এই চ্যানেলেও তাঁকে নিয়ে করা একটা কাজ রয়েছে... সত্যিই, ক্রিয়েটিভিটির আনন্দটাই আসল... 😇😇😇😍😍😍
~ সবর্ণা ব্রহ্মচারী
ক্রিয়েটিভিটি অনেক কিছু নিঙড়ে নেয় ঠিকই, অনেক পরীক্ষার সামনে দাঁড় করায়, কিন্তু এর মধ্যে যে আনন্দ টা আছে সেটা প্রকাশ করা যায়না