Ahare Jibon | আহারে জীবন | Chirkutt | DOOB(ডুব)

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • Song: "Ahare Jibon"
    Band: Chirkutt
    Lyrics: Sharmin Sultana Shumi
    Tune: Pavel Areen & Sharmin Sultana Shumi
    Vocal: Sharmin Sultana Sumi
    Guitar: Emon Chowdhury
    Music Production, Drums, Purcussion: Pavel Areen
    Keys & Kaju: Jahid Nirob
    Rhythm Guitar: Rayhan Islam Shuvro
    Bass: Mehedi Hassan Tamjid
    Movie: Doob(No Bed Of Roses)
    Director: Mostofa Sarwar Farooki
    #Chirkutt #Live #Gaanbangla

КОМЕНТАРІ • 4,6 тис.

  • @mahedihasen4804
    @mahedihasen4804 3 роки тому +4140

    দোকানে টেইলরি শিখলাম ৫/৬ মাস ৫ টাকা বাঁচানোর জন্য অনেকটা পথ হাঁটলাম আবার অন্য কাকার দোকানে ফার্মেসি শিখলাম ২/৩ মাস অনেকটা পথ হেটেই যেতাম সাথে অপমানতো আছেই কোনো জায়গায় মনটাকে স্থির করতে পারলাম না কি করলে যে একটু শান্তি মেলবে একটু আল্লাহ ই জানে আাহারে জীবন ঠিক যেন জলে বেজা পদ্মা ফুলে মতোই কষ্ট গুলা কারো কাছে বলতে পারি না তাই পছন্দের গান গুলোর কমেন্টই লিখে রাখি কোনো এক সময়ে ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হব তখন কমেন্ট গুলো পরে মুচকি মুচকি হাসবো

    • @princesuvo5820
      @princesuvo5820 3 роки тому +55

      All the best brother

    • @SaidulIslamFahim
      @SaidulIslamFahim 3 роки тому +39

      Allah apnar moner Asa Puron koruk

    • @farahflora8067
      @farahflora8067 3 роки тому +62

      জীবনে চলার পথ টা সহজ হোক। সব স্বপ্ন পূরন হোক। দোয়া করি, আল্লাহ আপনার সহায় হোক।

    • @riponroy7472
      @riponroy7472 3 роки тому +17

      Apanar jonne onek vlobasa o suvokamona, chasta koren success asbei.

    • @zobydarahman914
      @zobydarahman914 3 роки тому +19

      অনেক অনেক দোয়া রইল ভাই আপনার জন্য।

  • @sadiaafroz2094
    @sadiaafroz2094 3 роки тому +632

    জীবন কখনোই ফেয়ার না,কারো জন্যই নাহ।হয়তো এটাই প্রকৃতির নিয়ম,প্রকৃতি নিজের নিয়মে সবকিছুর ভারসাম্য রক্ষা করে। কেউ হয়তো ভাববে সমাজে শুধু দরিদ্র লোকেরই কষ্ট, অথচ কষ্ট কোনো শ্রেণী বিন্যাস দেখে আসেনা,এক এক জনের জীবনে কষ্ট একেক রকম কিন্তু থাকে সবারই।একজন আরেকজনের কষ্ট অনুমান করতে পারে কেবল,সমবেদনা জানায়,কিন্তু অনুভব করতে পারেনা কখনোই। যার টা সেই বয়ে চলে প্রতিটি মুহুর্তে।

  • @MD.BORHANUDDINRANA
    @MD.BORHANUDDINRANA 3 місяці тому +13

    এই পৃথিবীতে সবচেয়ে
    দামি জিনিস হচ্ছে সুখ
    যার ক্রেতা সবাই
    কিন্তু বিক্রেতা একজনই মহান আল্লাহতালা

  • @shiulirani3383
    @shiulirani3383 3 місяці тому +7

    ছোট্ট এই জীবনটা কতনা কষ্ট, অভিমান, অভিযোগ সত্যিই জলে ভাসা পদ্মের মতো ভাসতে ভাসতে একদিন ফুরিয়ে যাবে সৃষ্টিকর্তার দেওয়া জীবনের গোনা দিনগুলো 😢😢😢😢

  • @Subro_Bhai
    @Subro_Bhai 2 роки тому +9

    চিরকুটকে চিনতাম না ঠিকমতো, ২০২০ সালে রাজশাহীতে প্রথম এই ব্যান্ডের সাথে পরিচয় কলেজ ফাংশনে। কি এক অনবদ্য কনসার্ট, কি এক অনবদ্য শিল্পী সুমি আপু। এই গানটা যখন গাইছিলো তখন থেকে প্রিয় গানগুলোর জায়গায় এই গানটা আজীবনের জন্য ঠাই করে নিয়েছে,আহারে জীবন!

  • @sbsakal5101
    @sbsakal5101 3 роки тому +13

    বর্তমান সময়ের প্রজন্ম এইগান গুলো মর্ম দিতে জানেনা।
    এই গানটার শুনলে শরীরে কাটা দিয়ে উঠে।
    জীবন উপলব্ধি করতে গানটাই যথেষ্ট।

  • @Tawkeed.khan2.20
    @Tawkeed.khan2.20 4 місяці тому +12

    তোফাজ্জল ভাই এই গানে সাথে স্মৃতি রেখে গেল😢😢

  • @bangtanbd146
    @bangtanbd146 Рік тому +17

    বেকরত্বে যারা ভুগছে আমার মতো তারা এই গানের লাইন গুলা নিখুঁত ভাবে বুঝবে। শুধু প্রেম ভালোবাসাই মানুষ এর জীবনের একমাত্র কষ্ট হয়না। বেকারত্ব অনেক সময় আপন মানুষের আসল রুপ বের করে। প্রতি মূহুর্তে মনে হয় এরাই কি সত্যি আমার বাবা মা

    • @md.nazmulhossainhridoy5713
      @md.nazmulhossainhridoy5713 Рік тому

      যদি করোনা না আসতো তাহলে হয়তো,এই আপন মানুষগুলোকে এত নিখুঁত ভাবে চিনতাম না💔

  • @thepatriot8681
    @thepatriot8681 2 роки тому +47

    কমেন্টটি করে রাখলাম। যাতে কমেন্টটিতে কেউ লাইক করলে, নোটিফিকেশন পেয়ে গানটি বছরের পর বছর শোনে যেতে পারি🖤
    আহা, অমৃত

  • @movewithrajib5203
    @movewithrajib5203 2 роки тому +13

    এই পৃথিবীর কষ্টগুলো বড়ই বৈচিত্র্যময়। একেক মানুষের একেক রকম কষ্ট। কারো বাবা, মা হারানোর কষ্ট, কারো বেকারত্বের কষ্ট, কারো আবার জীবন সঙ্গিনীর ধোকা খাওয়ার কষ্ট । কিছু কিছু হতভাগাদের কষ্ট পাওয়ার আবার একের অধিক কারন থাকে। আমিও সেই হতভাগাদের দলে। কষ্ট ভিন্ন ধরনের হলেও যন্ত্রণা গুলো প্রায় একই রকম। হয়তো বেঁচে আছি তবে জীবিত মানুষের মতো করে বেঁচে নেই। আহারে জীবন, আহা জীবন।

  • @DebasmitaGhosh-xu3vn
    @DebasmitaGhosh-xu3vn 7 годин тому

    অনেক ধন্যবাদ, এত সুন্দর গান উপহার দেওয়ার জন্য, মনে মেঘ জমলে ঘন্টার পর শুনি। প্রতিবেশি দেশ থেকে ভালোবাসা রইলো।

  • @hellobangladesh8693
    @hellobangladesh8693 2 роки тому +7

    মন ছুয়ে গেলো। এতো অসাধারণ গান। সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য। গান টা জীবনের কথা বলে.............

  • @mdobidurrahman5059
    @mdobidurrahman5059 2 роки тому +20

    রাত 01:36
    বিশাল এক খোলা মাঠ
    কানে হেডফোন, ফুল সাউন্ড এ আহারে জীবন সাথে, তোমার অপছন্দ করা সিগারেট। আর কিছু পুরানো সৃতি! অদ্ভুত অনুভূতি 🙂
    তোমাকে না হারালে হয়তো এই অনুভূতি অনুভব করা হতো না।
    ধন্যবাদ প্রিয়💔

  • @shahanasultanaasst.teacher7486
    @shahanasultanaasst.teacher7486 3 роки тому +5

    আহারে জীবন! আহা জীবন -এই কথা গুলোর মাঝে যেমন খুঁজে পাওয়া যায় ভালোলাগা আর ভালোবাসার মায়াবী প্রশান্তি ঠিক তেমনি একাকিত্ব আর বিরহ যন্ত্রণার করুন হাহাকার।মায়াবী সুরেলা গায়কী, অপুর্ব সুর কথা আর চমৎকার মিউজিক সব মিলে একটি অসাধারণ পরিবেশনা।

  • @RumanaAkter-gj1ck
    @RumanaAkter-gj1ck 8 днів тому +13

    ২৮/০১/২০২৫ গানটা আজ অনেক বার শুনতেছি। কারণ আজকে আমার মনটা একটুও ভালো নেই। নোটিফিকেশন পাওয়া মাত্রই আবার শুনতে চলে আসবো ☺️

    • @neofrost9202
      @neofrost9202 8 днів тому +1

      আসুন একসাথে শুনি

    • @RumanaAkter-gj1ck
      @RumanaAkter-gj1ck 8 днів тому +1

      @@neofrost9202 Thank you so much. chole aslam sunte

    • @neofrost9202
      @neofrost9202 7 днів тому +1

      @RumanaAkter-gj1ck ধন্যবাদ,

    • @RumanaAkter-gj1ck
      @RumanaAkter-gj1ck 7 днів тому

      @@neofrost9202 ❤️❤️

  • @mariumsultanatamanna
    @mariumsultanatamanna Рік тому +10

    সুখের সন্ধানে ছুটে বেড়ানো সবচেয়ে বড়ো মরীচিকা। দিনশেষে দেখা যায় যেটার সন্ধানে এতদূর ছুটে আসা,ঘুরেফিরে সেই আগের জায়গায় ই আছি

    • @nahiduddin7805
      @nahiduddin7805 Рік тому

      আপনার লেখা অসম্ভব দারুণ♥️
      আপনার লেখাটা কপি করে ফেসবুকে স্টাটাস দিতে পারি?🙏

  • @taniasarkar6449
    @taniasarkar6449 3 роки тому +7

    এটা গান নয়,এটা জীবনের কথা।।। একদম।।ধন্যবাদ আপ্পি প্রতিদিন শুনি একবার।।।

  • @mdshahparan6198
    @mdshahparan6198 8 місяців тому +5

    আহারে জীবন
    জীবন নিয়ে ক্লান্ত হয়ে মধ্যরাতে চোখের পানির খোরাক এই গান৷
    এই জীবন বুঝতে গেলে হয়তো অনেক জীবন প্রয়োজন ৷
    সত্যিই জীবন জলে ভাসা পদ্ম ৷

  • @Forgotten-Frames-EU
    @Forgotten-Frames-EU 3 роки тому +7

    আহা সংশয়, যা হবার হয়
    বোঝেনা হৃদয় কত অপচয়
    কংক্রিট মন, মিছে আলাপন
    বিসর্জনে ক্লান্ত ভীষণ

  • @mamunhossain6320
    @mamunhossain6320 Рік тому +7

    চুড়ান্ত মৃত্যুর আগে মানুষ অনেকবার মরে যায়,কিন্তুু তারপরেও বারংবার বাঁচার চেষ্টা করে। তারপরেও মরেই যায়। আহারে জীবন!!!! আহা জীবন!!!! বেঁচে থাকার লড়াই করার নাম জীবন!!!!!

  • @Rofi412
    @Rofi412 3 місяці тому +12

    আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক অদ্বিতীয় তার কোন শরিক নেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল ❤

    • @sharifmkutubuddin4155
      @sharifmkutubuddin4155 3 місяці тому +1

      সাক্ষ্য বানান শুদ্ধ করেন।

  • @anikarani795
    @anikarani795 2 роки тому +9

    অভিমান জমে জমে আমি ব্যথাহীন...❤আহারে জীবন, আহা জীবন
    জলে ভাসা পদ্ম যেমন...
    আহারে জীবন, আহা জীবন
    আহা পারতাম যদি পারতাম আঙ্গুল গুলো ছুঁয়ে থাকতাম.....

  • @BoishakhiFariha
    @BoishakhiFariha 16 днів тому +3

    আহা সংশয়, যা হবারই হয়
    বোঝেনা হৃদয় কত অপচয়
    কনক্রিট মন,মিছে আলাপন
    বিসর্জনে ক্লান্ত ভীষণ 3:45

  • @tirtharoy4898
    @tirtharoy4898 2 роки тому +6

    জীবনে আসলে অনেক কিছুই হওয়ার বা করার কথা থাকে। অনেক প্রতিজ্ঞা, কথা দেওয়া, একসাথে পথচলা আরো কতো কি ! কিন্তু দিনশেষে রাতের আঁধারে সব যেন কোথায় একটা হারিয়ে যায়। হারিয়ে যায় মানুষ, ছেড়ে যায় অনেকেই, কেউবা ইচ্ছে করেই দূরত্ব সৃষ্টি করে। কোনটাই আসলে মেনে নেওয়া যায়না। তবে দিন শেষে ভালোবাসার মানুষ ভালো থাকুক। অপূর্ণতা আমার হোক, সবাই পূর্ণতা পাক, সবাই খুব ভালো থাকুক। খুব ভালো থাকুক। যে যেখানে ভালো থাকে, যে যেভাবে ভালো থাকে!

  • @saidurrahaman5058
    @saidurrahaman5058 2 роки тому +10

    সময়ের স্রোতে জীবন কোথায় গিয়ে দাঁড়াবে জানিনা,তবে একটা কমেন্টস রেখে গেলাম শতশত বছরের জন্য, আর কমেন্টস পড়তে এসে ব্যর্থতার কাফনে মুড়ানো মানুষ গুলোর অনুভূতির মাঝে নিজেকে হারিয়ে গেলাম।

  • @nayeemjr2267
    @nayeemjr2267 2 роки тому +9

    এই ধরনের গান যারা শুনে, তারাও একধরনের বিশেষ মানুষ! কিন্তু সমস্যা হলো গান টা শেষ হয়ে যায় 🙏

  • @96.abusayed
    @96.abusayed Рік тому +7

    একটা ভালো জব হাজার সমস্যার সমাধান। একটা ভালো জবের আশায় কত যে অপেক্ষা,কত দাঁড়িয়ে থাকা তীর্থের কাকের মত বসে থাকা। আহা জীবন🙂

  • @Moniakter3760
    @Moniakter3760 2 роки тому +10

    আহারে জীবন,আহা জীবন
    কমেন্ট টা রেখে গেলাম, আমাদের ২য় ৩য় প্রজন্ম রা গান টা শুনে বলতে পারবে আমাদের যৌবনের সংগীত শিল্পী গান গুলো কত ভয়ংকর সুন্দর ছিল❤️

  • @fahimaakter987
    @fahimaakter987 3 роки тому +8

    গানটি যে কতবার শুনেছি বলতে পারব না।যতবার শুনি ততবারই ভালো লাগে। এক ঘেয়ে লাগে না। হৃদয়ে স্পর্শই করে বারবার।

  • @mr.mehedi01
    @mr.mehedi01 3 роки тому +16

    জীবনটা এমন কেন.? আমরা কি চাই আর কি পাই.? এমন কেন হয় আমাদের সাথে। প্রকৃতির রিভেঞ্জ এমন কেন। আমরা যা চাই তা কেন পাইনা। এত কষ্ট, এত হতাশা,এত ক্লান্তি এর শেষ কোথায়। এ জীবনটা কি কোনদিন সুখের মুখ দেখবেনা।কবে একটু সস্তির নিশ্বাস নিবো।কবে দুচোখ ভরে পৃথিবী দেখবো। জল শুকিয়ে গেলে কি হবে এ পদ্মপাতার। একটু দোয়া চাই সবার কাছে। একটু শান্তি কামনা করি।

    • @khairunnahar1714
      @khairunnahar1714 3 роки тому

      আমি ভেবেছিলাম আমি কষ্টে আছি,এখন দেখছি অনেকে জীবন নিয়ে হতাশা ভোগ করছে,কেন এত কষ্ট, যন্ত্রণা এর মুক্তি কোথাও পাবনা আর পাচ্ছি না,,।

  • @mdnaimislam1339
    @mdnaimislam1339 3 місяці тому +6

    -কাউকে ভালোবাসলে তাকে ছেড়ে আসা যায়.!💔
    -কিন্তু কারো মায়ায় পড়লে নিজেকে ছেড়ে আসতে হয়..!🌸🥀💔
    তাই গান টা অনেক কিছু মনে করিয়ে দেয়

  • @afrozaasha4066
    @afrozaasha4066 3 роки тому +29

    গানের প্রতিটি কথা অসাধারণ,এই গানের কথা যে লিখেছে,যে গেয়েছে আর যারা বাদ্যযন্ত্র বাজিয়েছে প্রত্যেকেই খুব সুন্দর করে সব প্রকাশ করেছে💗

  • @fahimchowdhury3153
    @fahimchowdhury3153 9 місяців тому +18

    কার্নিশে ভুল, অবেলা বকুল
    থাকো ছুঁয়ে একুল ওকুল
    থাকো ছুঁয়ে, শহুরে বাতাস
    ছুঁয়ে থাকো নিয়ন আকাশ
    আবছায়া চলে যায় হিজলের দিন
    অভিমান জমে জমে আমি ব্যথাহীন
    আবছায়া চলে যায় হিজলের দিন
    অভিমান জমে জমে আমি ব্যথাহীন
    আহারে জীবন, আহা জীবন
    জলে ভাসা পদ্ম যেমন
    আহারে জীবন, আহা জীবন
    জলে ভাসা পদ্ম জীবন।
    আহা পারতাম, যদি পারতাম
    আঙুলগুলো ছুঁয়ে থাকতাম
    বিষাদেরই জাল টালমাটাল
    এ কোন দেয়াল, এ কোন আড়াল
    ছাই হয় গোধূলি কারে যে বলি
    এ কোন শ্রাবণ আজ বয়ে চলি।
    আহারে জীবন, আহা জীবন
    জলে ভাসা পদ্ম যেমন
    আহারে জীবন, আহা জীবন
    জলে ভাসা পদ্ম জীবন।
    আহা সংশয়, যা হবার হয়
    বোঝেনা হৃদয় কত অপচয়
    কংক্রিট মন, মিছে আলাপন
    বিসর্জনে ক্লান্ত ভীষণ
    মেঘে মেঘে জমে আজ বেদনার বাঁধ
    ঢেউয়ে ঢেউয়ে থেকে থেকে জলের নিনাদ।
    আহারে জীবন, আহা জীবন
    জলে ভাসা পদ্ম যেমন
    আহারে জীবন, আহা জীবন
    জলে ভাসা পদ্ম জীবন..
    আহারে জীবন, আহা জীবন
    জলে ভাসা পদ্ম যেমন
    আহারে জীবন, আহা জীবন
    জলে ভাসা পদ্ম জীবন..

  • @mohammadjihad9163
    @mohammadjihad9163 Рік тому +5

    গানটার মায়ায় পরে গিয়েছি।।আসলে জীবন কেমন যেন কোথাও কেও শান্তিতে নেই।যেদিন জীবন থেকে রুহ টা চলে যাবে সেদিন এর কোনো ক্লান্তি থাকবে নাহ, থাকবে নাহ ছুটে চলা

  • @saifurfahadipi
    @saifurfahadipi 3 місяці тому +7

    প্রায় সাত-আট বছর আগে এই গানটি শুনছিলাম হঠাৎ করে আজকে গানের সুরটা মনে হলো, কিন্তু কোন মুভির গান বা গানের প্রথম লাইনটা কি তাও ভুলে গেছি, পরে ইউটিউব ঘাটতে ঘাটতে দীর্ঘ এক ঘন্টা পরে খুঁজে পেলাম।

  • @shawonjahan2568
    @shawonjahan2568 3 роки тому +9

    থাকো ছুয়ে শহুরে বাতাস
    ছুয়ে থাকো নিয়ন আকাশ 💔
    অভিমান জমে জমে আমি ব্যাথাহীন!
    আহা..

  • @sagorchowdhury7827
    @sagorchowdhury7827 4 місяці тому +17

    ভাত খাইতে পারতেসিনা।
    ভাত খাইতে গেলেই একজনের ভাত খাওয়ার ছবি চোখে ভাসতেসে!💔
    ভাত + মূল্য = জীবন
    " তোফাজ্জল "

  • @mamunhossain6320
    @mamunhossain6320 Рік тому +11

    প্রতিটা মানুষের কিছু ব্যক্তিগত কষ্ট থাকে যা কখনো কাউকে বলা যায় না😢😢😢 ব্যক্তিগত কষ্টগুলো একদিন লাশের সাথে মাটিতে মিশে যাবে খুব স্বাভাবিক ভাবে😢😢😢

  • @mdimranhossen4835
    @mdimranhossen4835 Рік тому +7

    অভিমান জমে জমে আমি ব্যথাহীন। আহারে জীবন আহা জীবন। জলে বাসা পদ্ম যেমন।

  • @starvai9977
    @starvai9977 3 роки тому +8

    আহারে জীবন!🙂
    কয়েক বছর যাবে যুগের পর যুগ আসবে কিন্তু এই গানের ফিলিংস নেওয়াটা শেষ হবে না!🥀

  • @mdnijam3096
    @mdnijam3096 10 місяців тому +2

    জীবন্ত লাশ হয়ে এখনো এই দুনিয়াতে রয়ে গেলাম।
    কবে যে একটা শান্তির গুম দিবো।

  • @kmkader8678
    @kmkader8678 2 роки тому +10

    কার্নিশে ভুল, অবেলা বকুল
    থাকো ছুঁয়ে একুল ওকুল
    থাকো ছুঁয়ে, শহুরে বাতাস
    ছুঁয়ে থাকো নিয়ন আকাশ
    আবছায়া চলে যায় হিজলের দিন
    অভিমান জমে জমে আমি ব্যথাহীন।
    আহারে জীবন, আহা জীবন
    জলে ভাসা পদ্ম যেমন
    আহারে জীবন, আহা জীবন
    জলে ভাসা পদ্ম জীবন।
    আহা পারতাম, যদি পারতাম
    আঙুলগুলো ছুঁয়ে থাকতাম
    বিষাদেরই জাল টালমাটাল
    এ কোন দেয়াল, এ কোন আড়াল
    ছাই হয় গোধূলি কারে যে বলি
    এ কোন শ্রাবণ আজ বয়ে চলি।!!

  • @nayonchowdhury7411
    @nayonchowdhury7411 3 місяці тому +9

    জীবটা যেন চলছেই না! চাকরি খুঁজতে খুঁজতে ব্যার্থ হয়ে সার্টিফিকেট টাও ছিড়ে ফেল্লাম তার কিছুক্ষন পরেই চাকরির ওফার আসলো হয়েও গেলো আহারে জীবন যেন মৃত্যু থেকে বেঁচে ফিরলাম

  • @BDLemon
    @BDLemon Рік тому +3

    শারমিন সুলতানা আবেগের কন্ঠে এই গানটি পরিবেশন করার জন্যই বার বার শুনতে ভালো লাগে।সামনে বসে গানটি শুনার সুযোগের অপেক্ষায় থাকলাম।

  • @mdisrafilhossain7385
    @mdisrafilhossain7385 Рік тому +7

    যতদিন না প্রতিষ্ঠিত হয় প্রতিদিন এই গানটা একবার করে শুনবো কারন মনটা অনেক ভালো হয়ে যায়

  • @latifaakter1674
    @latifaakter1674 3 роки тому +8

    জীবন টা সত্যিই ভাসা পদ্মের মতো।কথা গুলো হৃদয় নিংড়ানো।

  • @Sonya-rv4xe
    @Sonya-rv4xe Рік тому +7

    জাফর তুমি চলে গেছো আমাকে ছেরে শুধু টাকার জন্য যানো জাফর এখন আমার অনেক টাকা আছে কিন্তুু তোমার সেই অবহেলা গুলো যখন মনে পড়ে তখন আমার মুচকি হাসি পায় তবে তোমাকে অনেক ধন্যবাদ প্রিয় ❤❤❤

  • @sadia.tasnim.4030
    @sadia.tasnim.4030 4 місяці тому +17

    20 September, 2024
    তোফাজ্জেল = আহারে জীবন! 🥺

  • @ahmedrabbil9743
    @ahmedrabbil9743 2 роки тому +5

    গান টা আমার জীবনের সাথে একদম মিলে গেছে, প্রতিদিন কম হলেও ১০ বার শুনি। আগামী প্রজন্ম এই গান গুলো শুনে বুঝবে আমরা কত মাস্টারপিস গান শুনতাম। ২০৩০ সালের জন্য কমেন্ট করে গেলাম। আহারে জীবন আহা জীবন জ্বলে ভাসা পদ্ম জীবন।

  • @abdullahrafi7367
    @abdullahrafi7367 Рік тому +19

    রাত ৩:৪৩ বাজে নেশার জন্য ঘুমাতে পারছি না,যত কষ্টই হোক আমি আর নেশা করব না।গানটা শুনে অনুপ্রাণিত হচ্ছি,যদি সম্পুর্ন সুস্থ হতে পারি,তখন কমেন্ট টা দেখব গানটাও শুনব

    • @azizripon1993
      @azizripon1993 Рік тому

      আপনি গান শুনে অনুপ্রেরণা না নিয়ে, তাহাজ্জুদ নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে অনুপ্রেরণা কামনা করেন।।।

    • @Hamim_Ahmed_69
      @Hamim_Ahmed_69 10 місяців тому +1

      ভাই সুস্থ হইছেন-?😅

  • @ri_liton.inshallah
    @ri_liton.inshallah 3 роки тому +8

    ক্ষুদ্র অভিমানে যে মানুষটা টুপ করে কেঁদে ফেলে, একদিন হাজার অবহেলাতেও সে আর কাঁদেনা!!
    আহারে জীবন, আহা জীবন
    জলে ভাসা পদ্ম জীবন।🥀🥀🥀🥀🥀🥀🥀🥀

  • @sharminrimi-gr2uv
    @sharminrimi-gr2uv 4 місяці тому +2

    দুইদিন ধরে শুনছি
    শুনতেই আছি যেন এই গানের নেশা ধরে গেছে।
    কি কথা! কি সুর!

  • @hridoyahmed742
    @hridoyahmed742 3 роки тому +6

    দিনশেষে গল্পগুলোই বেঁচে থাকে,
    গল্পকার হারিয়ে যায় অন্ধকারে।

  • @MRS.BORSHA
    @MRS.BORSHA Місяць тому +6

    বোঝেনা হৃদয় কত অপচয়.....আহারে জীবন। আহ্ আমার জীবন😢

  • @RussellTalukder
    @RussellTalukder 3 роки тому +19

    কার্নিশে ভুল, অবেলা বকুল Crack in cornice-untimely bloomed 'Bokul'
    থাকো ছুঁয়ে একুল ওকুল Hang in blossom, touching both the edges
    থাকো ছুঁয়ে, শহুরে বাতাস Hang in blossom, blowing in the urban winds
    ছুঁয়ে থাকো নিয়ন আকাশ Hang in blossom, touching the neon sky
    আবছায়া চলে যায় হিজলের দিন The blossoms of ‘Hijol’ lost in vagueness
    অভিমান জমে জমে আমি ব্যথাহীন। Layers of pains 've made me painless
    আহারে জীবন, আহা জীবন Oh my life , Oh life
    জলে ভাসা পদ্ম যেমন Like the lotus floating in water
    আহারে জীবন, আহা জীবন Oh my life , Oh life
    জলে ভাসা পদ্ম জীবন। - Life of a floating lotus!
    আহা পারতাম, যদি পারতাম Oh I could , if I could
    আঙুলগুলো ছুঁয়ে থাকতাম- I could hang, touching your fingers
    বিষাদেরই জাল টালমাটাল The web of tears , shaking it wild
    এ কোন দেয়াল, এ কোন আড়াল Why this wall , why this partisan
    ছাই হয় গোধূলি কারে যে বলি , whom to complain for the ashy evening
    এ কোন শ্রাবণ আজ বয়ে চলি। ‘What a rain I am carrying !
    আহারে জীবন, আহা জীবন Oh my life , Oh life
    জলে ভাসা পদ্ম যেমন Like the lotus floating in water
    আহারে জীবন, আহা জীবন Oh my life , Oh life
    জলে ভাসা পদ্ম জীবন। - Life of a floating lotus!
    আহা সংশয়, যা হবার হয় Oh the doubts , let there be
    বোঝেনা হৃদয় কত অপচয় Tons of misuses , the heart denies
    কংক্রিট মন, মিছে আলাপন concrete mind-useless talks
    বিসর্জনে ক্লান্ত ভীষণ Tired of sacrifices- heavily failed
    মেঘে মেঘে জমে আজ বেদনার বাঁধ Patches of clouds building my pains
    ঢেউয়ে ঢেউয়ে থেকে থেকে জলের নিনাদ। Waves of water clash in intervals
    আহারে জীবন, আহা জীবন, Oh my life , Oh life
    জলে ভাসা পদ্ম যেমন Like the lotus floating in water
    আহারে জীবন, আহা জীবন Oh my life , Oh life
    জলে ভাসা পদ্ম জীবন.. Life of a floating lotus!

  • @taslimarahaman3500
    @taslimarahaman3500 2 роки тому +8

    শুনি আর দুচোখ দিয়ে পানি গড়িয়ে যায়,,,,আহারে জীবন আহা জীবন,,
    অভিমান জমে জমে আমি ব্যথাহীন,,

    • @mstsumona4830
      @mstsumona4830 2 роки тому +1

      Same❤💔

    • @arifnasir1340
      @arifnasir1340 2 роки тому +1

      আমি তাকে অসম্ভব ভালোবাসি, সেও ভালোবাসে আমকে।
      দুঃখ একটা এত ভালোবাসার পরেও বার বার পরীক্ষা দিতে হয়😪😪।

  • @mdkowsarahamed5444
    @mdkowsarahamed5444 2 місяці тому +7

    >নভে'ম্বরের বিষন্ন সন্ধ্যায় মৃদু ঠান্ডা বাতাসটা মনে করিয়ে দেয় এক জীবনে সবকিছু পেতে হয় না..!!😌💜

  • @bipultarafder458
    @bipultarafder458 4 місяці тому +4

    জীবন এতই সস্তা আমাদের এই ‌প্রিয় মাতৃভূমিতে.......

  • @Abdurrahim-eu4de
    @Abdurrahim-eu4de Рік тому +6

    কতো কষ্ট করছি পরীবারের জন্যই, তবুও মন পাইনা পরীবারের কারোই,,,,কতো হতাশার মাঝে জীবন কাটতেছে, আহা জীবন

  • @yeasinahammad7535
    @yeasinahammad7535 Рік тому +10

    সৌদি আরব আছি আজ প্রায় ১ বছর ৩ মাস, সারাদিন হাড়ভাঙা খাটুনি খাটে এসে রাতে যখন বাসায় আসি গান গুলো শুনি, নিজের অজান্তে চোখের কোণে জল জমে যায়!
    চোখ মুছে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি 🙂🙂

  • @mdlikhonali-c3z
    @mdlikhonali-c3z 11 місяців тому +2

    রাত গভীর হলে চার দেয়ালের আতুর ঘরে শূন্যতার দাপটে তোলপাড় হওয়ার হাত থেকে রক্ষা করে চিরকুটের এই আয়োজন। অগোছালো, অসহায় জীবনের যত্ন নেয় চিরকুটের গান গুলো।

  • @ByTheWay-ob4bs
    @ByTheWay-ob4bs 10 місяців тому +151

    সবাই কিন্তু গলায় দড়ি দিয়েই আত্মহত্যা করে না। আত্মহত্যা করার উপায় সবার আলাদা আলাদা। কেউ পছন্দের খাবার ছেড়ে দেয়, কেউ কথা বলা ছেড়ে দেয়, কেউ বিশ্বাস করা ছেড়ে দেয়, কেউ গান গাওয়া ছেড়ে দেয়, কেউ ছবি তোলা, ছবি আঁকা, কেউ লেখা, কেউ স্বপ্ন দেখা, কেউ ভালোবাসা, কেউ কেউ ভালোবাসা স্বীকার করা ছেড়ে দেয়।

    • @khalidsgallery621
      @khalidsgallery621 10 місяців тому +3

      ❤❤

    • @Munni-x1l
      @Munni-x1l 10 місяців тому +1

      এটা বেসট লেখা ছিল

    • @sohagsarker103
      @sohagsarker103 9 місяців тому +1

      কত সুন্দর লিখা৷ আল্লাহ মানুষকে অনেক প্রতিভা দিছে৷ খুব সুন্দর।

    • @ByTheWay-ob4bs
      @ByTheWay-ob4bs 9 місяців тому

      @@sohagsarker103 thank you

    • @ByTheWay-ob4bs
      @ByTheWay-ob4bs 9 місяців тому +1

      @@khalidsgallery621 💓💓

  • @nahiduddin7805
    @nahiduddin7805 Рік тому +5

    ১:৫৫ সেকেন্ড থেকে ২:১৮ সেকেন্ড পর্যন্ত যে সুরটা দেওয়া হয়েছে এটা শুনলে কেমন যেনো গা টা শিউরে উঠে।♥️
    আহ্! এত সুন্দর কেন🥺

  • @banglargaan1457
    @banglargaan1457 Рік тому +2

    কতবার শুনলাম আর বেঁচে থাকলে কতবার শুনবো জানিনা, শুধু জানি এমন গানের সৃষ্টি সংখ্যা খুবই কম, এ গান জীবনের কথা বলে, ব্যাথিত মনের খোরাক যোগায়।

  • @Fahamida7705
    @Fahamida7705 3 місяці тому +6

    চার বছর আগের গান অথচ ২৪ এ এসে শুনলাম
    Mind relaxing... ❤

  • @tauhidkhan8497
    @tauhidkhan8497 2 роки тому +6

    আহারে জিবন, এত কষ্ট কেন জীবনে, কেন মানুষ সতি্কারের ভালো বাসার মুল্যয়ন করেনা, খুব পছন্দের একটা গান আমার, জিবনের সাথে মিল আছে আমার এই গানের

  • @mdtanviranjumrifat8158
    @mdtanviranjumrifat8158 Рік тому +10

    স্মৃতি রেখে গেলাম কমেন্ট এ লাইক পড়লে আবার গানটি শুনতে আসবো। নতুন প্রজন্মরা একদিন বুঝতে পারবে আমরা কোন গানের পাগল ছিলাম ❤️🌺

  • @TanjinJahan-l5g
    @TanjinJahan-l5g Рік тому +3

    অভিমান জমে জমে সত্যি আমি ব্যাথাহীন।আকাশ সমান কষ্টগুলো এখন আর কষ্ট দিতে পারে না।গানের প্রতিটা কথা আমার জিবনের অব্যক্ত কথা।

  • @afrinnadia5751
    @afrinnadia5751 2 роки тому +6

    এমনও কিছু ব্যাথা থাকে যা কোন ভাষাতেই প্রকাশ করা যায় না।।। নিরবে নিভৃতে শুধু কাঁদায়।

  • @reshmehassan6298
    @reshmehassan6298 2 роки тому +6

    অভিমান জমে জমে আমি ব্যাথাহীন।❣️💔wow

  • @BiddutKhan-i1z
    @BiddutKhan-i1z 4 місяці тому +1

    জীবন সুন্দর থেকে সুন্দরতম। চোখ বন্ধ করে পাহাড়ের প্রকৃতির সান্নিধ্যে এসে এই গানটি প্লে করে অনুভব করা। আহ!

  • @sagorchowdhury7827
    @sagorchowdhury7827 4 місяці тому +8

    ১৯ ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
    জীবন= আসলেই জলে ভাসা পদ্ম মতন।

  • @খোলাজানালা-tr3sk
    @খোলাজানালা-tr3sk 3 роки тому +23

    কার্নিশে ভুল, অবেলা বকুল
    থাকো ছুঁয়ে একুল ওকুল
    থাকো ছুঁয়ে, শহুরে বাতাস
    ছুঁয়ে থাকো নিয়ন আকাশ
    আবছায়া চলে যায় হিজলের দিন
    অভিমান জমে জমে আমি ব্যথাহীন।
    আহারে জীবন, আহা জীবন
    জলে ভাসা পদ্ম যেমন
    আহারে জীবন, আহা জীবন
    জলে ভাসা পদ্ম জীবন।
    আহা পারতাম, যদি পারতাম
    আঙুলগুলো ছুঁয়ে থাকতাম
    বিষাদেরই জাল টালমাটাল
    এ কোন দেয়াল, এ কোন আড়াল
    ছাই হয় গোধূলি কারে যে বলি
    এ কোন শ্রাবণ আজ বয়ে চলি।
    আহারে জীবন, আহা জীবন
    জলে ভাসা পদ্ম যেমন
    আহারে জীবন, আহা জীবন
    জলে ভাসা পদ্ম জীবন।
    আহা সংশয়, যা হবার হয়
    বোঝেনা হৃদয় কত অপচয়
    কংক্রিট মন, মিছে আলাপন
    বিসর্জনে ক্লান্ত ভীষণ
    মেঘে মেঘে জমে আজ বেদনার বাঁধ
    ঢেউয়ে ঢেউয়ে থেকে থেকে জলের নিনাদ।
    আহারে জীবন, আহা জীবন
    জলে ভাসা পদ্ম যেমন
    আহারে জীবন, আহা জীবন
    জলে ভাসা পদ্ম জীবন..

    • @lovelysworld2426
      @lovelysworld2426 3 роки тому +1

      Onek onek dhonnobad lyrics ta deuar jonno.ami ganta shekhar jonno lyrics ta khujsilam valoi holo.

    • @jubaidanahar8729
      @jubaidanahar8729 3 роки тому +1

      Thx

  • @fatematujjohora7628
    @fatematujjohora7628 2 роки тому +7

    সারাটা জীবন গেলো কষ্ট আর অবহেলা পেতে পেতেই। জীবনের মানেই কি কষ্ট। এই জীবনের প্রতি আমার এক বুক অভিমান 🥺

    • @mdrakibulislam8684
      @mdrakibulislam8684 2 роки тому +1

      হয়তো জীবন মানেই সময় ক্ষেপণ। আমরা পৃথিবীকে কতটুকু দিতে পারলাম, পৃথিবীতে কি পেলাম এটা গুরুত্বপূর্ণ নয়। অপেক্ষা করতে হবে এর গন্তব্য কোথায় গিয়ে দাঁড়ায়। জীবন ছোট কিন্তু পরিকল্পনা অনেক বড়।

  • @ArishaBintesayed
    @ArishaBintesayed 2 місяці тому +4

    আহারে জীবন। তবে জীবন কারো জন্য থেমে থাকে না। হৃদয় ছোঁয়া একটা গান। আহারে জীবন আহা জীবন

    • @RoksanaAkter-y2z
      @RoksanaAkter-y2z Місяць тому

      থেমে থাকেনা ঠিক কিন্তু চলে যাওয়া দিনগুলো একেক টা দিন কি কোন দিন ভোলা যায়😢

  • @zinniazafrinnidra5100
    @zinniazafrinnidra5100 3 роки тому +11

    অভিমান জমে জমে আমি ব্যাথাহীন😊

  • @arnobdas7768
    @arnobdas7768 Рік тому +15

    Lyrics
    কার্নিশে ভুল, অবেলা বকুল
    থাকো ছুঁয়ে একুল ওকুল
    থাকো ছুঁয়ে, শহুরে বাতাস
    ছুঁয়ে থাকো নিয়ন আকাশ
    আবছায়া চলে যায় হিজলের দিন
    অভিমান জমে জমে আমি ব্যথাহীন।
    আহারে জীবন, আহা জীবন
    জলে ভাসা পদ্ম যেমন
    আহারে জীবন, আহা জীবন
    জলে ভাসা পদ্ম জীবন।
    আহা পারতাম, যদি পারতাম
    আঙুলগুলো ছুঁয়ে থাকতাম
    বিষাদেরই জাল টালমাটাল
    এ কোন দেয়াল, এ কোন আড়াল
    ছাই হয় গোধূলি কারে যে বলি
    এ কোন শ্রাবণ আজ বয়ে চলি।
    আহারে জীবন, আহা জীবন
    জলে ভাসা পদ্ম যেমন
    আহারে জীবন, আহা জীবন
    জলে ভাসা পদ্ম জীবন।
    আহা সংশয়, যা হবার হয়
    বোঝেনা হৃদয় কত অপচয়
    কংক্রিট মন, মিছে আলাপন
    বিসর্জনে ক্লান্ত ভীষণ
    মেঘে মেঘে জমে আজ বেদনার বাঁধ
    ঢেউয়ে ঢেউয়ে থেকে থেকে জলের নিনাদ।
    আহারে জীবন, আহা জীবন
    জলে ভাসা পদ্ম যেমন
    আহারে জীবন, আহা জীবন
    জলে ভাসা পদ্ম জীবন..

  • @jahidmunia5894
    @jahidmunia5894 Рік тому +6

    জীবন মানে বেঁচে থাকা তাই মনে হয় বেঁচে আছি 🥹🥹
    আলহামদুলিল্লাহ

  • @mdmasumrana4307
    @mdmasumrana4307 3 місяці тому +5

    আহারে জীবন....
    আহা জীবন..
    জলে ভাসা পদ্ম যেমন 😢

  • @Tamim_gmr_live
    @Tamim_gmr_live 3 роки тому +7

    গানটা যতবারই শুনি তার কথা খুব করে মনে পড়ে😣 এমনই কোনো এক সন্ধ্যেবেলায় কিছু অপ্রত্যাশিত আর তুচ্ছ অজুহাত দেখিয়েই সে আমাকে ছেড়ে গেলো😇

  • @AthounRakhine
    @AthounRakhine Рік тому +10

    ঠিক ৭ বা ৮ বছর আমার বয়স, কষ্ট কী জিনিস বুজতাম না, রাত্রে মাকে বলাম ভাত দিতে মা বলল আমি খেয়েছি তুমি খেতে নিও কিন্তু তরকারি নেই দুপুরে ভাত একটু লবণ দিয়ে গরম করছি আমি রাগে মাকে বলাম লবণ দিয়ে কী ভাত খাওয়া যায়। তবুও আমি অল্প খেয়েছি। রাতে ১০ দিকে আমার ঘুম ভেঙ্গে যায়, মাকে দেখি চোখে জল মুছে মুছে আমার খাওয়া বেচে যাওয়া ভাত খাইতেছে।
    আসলে জীবন,,,
    কিন্তু এখন আমি কোটিপতি না সুখি ❤❤

  • @MdMoman-c2i
    @MdMoman-c2i 7 місяців тому +4

    এই গান টা আমার ভীষণ প্রিয়, একসময় প্রতিদিন শুনতাম,সালটা ছিল ২০-২১ এর মাঝামাঝি, এখন আবার এক‌ই জায়গায় এসে পৌঁছেছি, আমার জীবন টা আবার বিষাদময় হয়ে গেছে,তাই কমেন্ট করে রেখে গেলাম স্মৃতি,যদি কোন দিন আবার জীবনে আনন্দ খুঁজে পায় সেদিন আবার এই কমেন্ট টা খুঁজতে আসব...

  • @marjannur8981
    @marjannur8981 2 роки тому +9

    দিন শেষ এ শূন্যতাই মানুষের সঙ্গী

  • @smsharminmalek8223
    @smsharminmalek8223 6 місяців тому +7

    বাবাকে হারিয়েছি প্রায় ২৩বছর হয়ে গেছে. তখন আমার বয়স ৪-৫ বছর।প্রিয়জন হারানোর কষ্ট কতটুকু তখন আমি বুঝতেছি। আমি সবসময় চাই আমার পরিবারের কারো মৃত্যু হওয়ার আগে আল্লাহপাক যেন আমাকে দুনিয়া থেকে নিয়ে যায়, কেননা তাদের হারানোর যন্ত্রণাটা মৃত্যুর চেয়ে বোধ হয় বেশি হবে। আহারে জীবন চোখে পানি এসে পড়ছে

  • @Barsat0852
    @Barsat0852 4 місяці тому +4

    কিছু গান আমাদের কান্নার গল্প বলে যায় সুরে সুরে, হাজারো জমানো কষ্ট বুকে নিয়েও পথ চলতে হয়,থেমে যাওয়ার সুযোগ নেই।

  • @MohammadOsmanGoniRana
    @MohammadOsmanGoniRana Рік тому +8

    জীবনের ২৭ টা বসন্ত পার করেছি।
    অনেকের কাছে অনেক ভাবেই অপমানিত হয়েছি। রাস্তায়, পাড়ায়, বন্ধু বান্ধব ছাড়াও কাছের আত্মীয়া স্বজন তো আছেই। তারপরেও নিজের ইচ্ছেমতোই পথ চলতে শিখেছি। অনেক জায়গায় চাকরীর ইন্টারভিউ দিয়েছি। কোনো কাজ হয় নাই। হয়তো আল্লাহ ভাল কিছু রেখেছিল জীবনে। তাইতো এখন নিজেকে প্রতিষ্ঠিত করার ধারপ্রান্তে চলে আসছি। হয়তো আর কিছুদিন সময় লাগবে। ইনশাআল্লাহ একদিন একদিন প্রতিষ্ঠিত হবো। কিন্তু এখন পিছনের কথা ভেবে খুব হাসি পায়, কিছু বেইমান মানুষের কথা মনে হলে আরো বেশি হাসি পায়, যারা অবহেলা করেছে তারাও এখন সাহায্যের জন্য পিছনে পড়ে থাকে। আমার এই পথ চলায় সবচেয়ে বেশী সহযোগীতা করেছে আমার বাবা ও আমার স্ত্রী। ইনশাআল্লাহ সময় খুব নিকটে।

  • @jarifandjarin6122
    @jarifandjarin6122 3 роки тому +6

    জীবনের প্রিয় মানুষকে একবার হারালে আর কোন দিন দেখবো না।।
    যদি পারতাম আঙ্গুল গুলো ছুঁয়ে দেখতাম।।।
    আহা জীবন।।।
    অনেক মনে পড়ে তোমাকে মা😭😭😭

  • @mahedihassan4701
    @mahedihassan4701 3 роки тому +11

    প্রতিবার যখন গানটা শুনি,
    মনে হয় ভিতরে কিছু একটা বারবার ভেংগে চৌচির হয়ে যায়। 💙

    • @mdabdurrouf7204
      @mdabdurrouf7204 3 роки тому

      এতোটা ইমোশনালী নিয়েন না please 😐😐😐😐😐😐

  • @vehiclelight7570
    @vehiclelight7570 5 місяців тому +4

    আমার বয়স ২৬ বছর। এই বয়সে যতগুলো গান শুনছি তার মধ্যে এটা আমার কাছে অনেক মূল্যবান। কিন্তুু কেন জানিনা!🥰🥰🥰🥰

  • @missionthehundred1704
    @missionthehundred1704 4 місяці тому +6

    জীবন নাটকের চেয়ে নাটকীয়... কল্পনার চেয়েও দ্রুত রং বদলায় এই পৃথিবী এই জীবন!! একটা ছোট ফুল একটা জীবন বিকশিত হওয়ার আগে শেষ করে দেয়!! কান্না করতে করতে শেষ হয়ে গেলেও যেন ভুলের মাশুল শেষ হয় না!! ছটফট করতে হয় সারাটা জীবন!! হয়তো একটা সময় সবকিছু সব ঠিক হয়ে যায় বা যাবে কিন্তু কোথাও যেন একটা হাহাকার থেকে যায়!! মানুষকে বিশ্বাস করা ভালো তবে সেটা মুখে মুখে!! মানুষ বড়ই স্বার্থপর ও বেইমান!! মানুষ বড়ই অকৃতজ্ঞ!! তবে ভাগ্য বলেও একটা জিনিস আছে.. হয়তো ভাগ্য নিজের ধ্বংস দেখাকেই সায় দেয়!! তবু আমি বলি সবাই ভালো থাকুক,সবার মুখে হাসি ফুটুক,,

  • @mdjhirulislim3286
    @mdjhirulislim3286 4 місяці тому +16

    তোফাজ্জেল ভাই মারা যাওয়ার পর গানটা শুনতাছি 😅২০২৪ /২০/৯ মাস ১ টাহ ২ বাজে রাতে কমেন্ট করলাম 🥺

  • @MnNoyantalukdar
    @MnNoyantalukdar Рік тому +9

    আহারে জীবন সাত বছর চলে গেল এখনো মা বাবা কাউকে সরাসরি দেখতে পারিনি কবে যে দেখব আল্লাহ জানে এটাই বুঝি জীবন প্রবাস জীবন

  • @Munnislifestyle02_vlog02
    @Munnislifestyle02_vlog02 10 місяців тому +3

    আহা জীবন,, এই জীবন নিয়ে অভিযোগ এর শেষ নেই। তবুও বেঁচে আছি। কারণ ভাগ্য তো আল্লাহ লিখেন সবই দেখেন তিনি। এ জীবন থাকার চেয়ে আল্লাহ তুমি নিয়ে যাও 🙂💔

  • @KHAN-uz4kd
    @KHAN-uz4kd 10 місяців тому +5

    সবাই ভাবে আমি কতো সুখী, কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে এই গান শুনি💔

  • @arifmahmud4858
    @arifmahmud4858 3 роки тому +12

    যেমন সুর তেমন লিরিক। সত্যি অসাধারণ। আপুর মুখে এই গানটা কলাবাগান মাঠে সরাসরি শুনছি।

  • @soniaakter6354
    @soniaakter6354 3 роки тому +11

    প্রতিটি লাইন এর সাথে জীবনের মর্মস্পর্শী মিল.... অদ্ভুত সুন্দর ❤️

  • @ranasayan6056
    @ranasayan6056 4 місяці тому +3

    আহারে জীবন,,,, আহারে জীবন কি দিয়ে যে তোরে করি বিশ্লেষণ,,,,,প্রতিটা মূহুর্তে কষ্টকে সাথে নিয়ে বাঁচার কথা ভাবতে হয় ,, সব কিছু থাকার পরেও ,, না থাকার মত এমন জীবন তো চাইনি

  • @rubelhasan1370
    @rubelhasan1370 2 місяці тому +10

    সত্যি আহারে জীবন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব তারাতাড়ি সফলতা অর্জন করতে পারি। বেকার জীবন সত্যি অনেক কষ্টের হয়।যা প্রতি মুহূর্তে অনুভব করি। 😔😔

  • @romanha9071
    @romanha9071 3 роки тому +6

    কাল্পনিক :
    ধন‍্যবাদ চিরকুট.... গানটি আমাকে উৎসর্গ করার জন‍্য 😁 👍

  • @creativehappiness.537
    @creativehappiness.537 3 місяці тому +3

    কত না বলা কথা। হয়ত কেউ জানবে না। জীবনটা আসলে একটা আলো ছায়ার খেলা।