আমার দেখা সবচেয়ে ইউনিক কমেন্ট বক্স👌.....যেখানে কোনো নির্দিষ্ট প্রাপক নেই,তবু বেনামী খামে জুড়ে আছে হাজারো চিঠি,হাজারো অনুভূতি,হাজারো স্মৃতি...যেন অনেকগুলো গল্পের সমাহার!!❣
১৬ই ডিসেম্বর,২০১৬। দিনটি ছিল শুক্রবার। এর ১ মাস আগে আমি ঘুরতে গিয়েছিলাম কক্সবাজারে। আমি সেখানেই ছিলাম। ১৬ ডিসেম্বর রাতে আমার বাস। সকাল ১১ টা নাগাদ তার সাথে আমার কথা হয় মুঠোফোনে। তার শেষ কথাটি ছিল "১ মাসের অপেক্ষা শেষ। অনেক তাড়াতাড়ি আমাদের দেখা হতে যাচ্ছে আবার। ভালোয় ভালোয় ফিরে আসো।আল্লাহ হাফেজ।" এর পর টানা ৪ দিন তার কোনো খবর পাইনি। অতপর ২০ ডিসেম্বরে তার বাড়ির সিকিউরিটি গার্ডের কাছে শুনতে পাই সে ১৬ ডিসেম্বরে দুপুর ১২ টা নাগাদ ট্রাকের সাথে এক্সিডেন্ট করে না ফেরার দেশে চলে গেছে। আজ প্রায় ৫ বছর হয়ে গেল।তার জন্য কেনা স্টনের নীল মালা খানা এখনো আমাকে কাদায়। হয়তো দুর থেকে সে দেখছে আমি ভালোয় ভালোয় ফিরে এসেছি। গানটি শুনে তার সব স্মৃতি চোখের সামনে ভেসে উঠতে শুরু করল। হয়তো দুর থেকে সে আমাকে এই গানের কথা গুলোই বলছে।
আমি কখনো প্রেম করি নাই... এইসব বিষয়ে আমার তেমন জ্ঞান নাই.... কখনো প্রেম বিষয়ে কাদি নাই... তবে আজ কমেন্ট গুলো চেক করে কান্না আটকাতে পারিনি। ভালো থাকুক অসমাপ্ত ভালোবাসা 💗
অনেক আগে থেকেই এই গান টা শুনতাম আর কমেন্ট পড়ে কাদতাম।ভাবতাম মানুষের জীবনে এমন হারানোর ব্যথা।এই ব্যথা যে আমাকেও সহ্য করে জীবন চালাতে হবে ভাবিনি কখনোই। ১০ সেপ্টেম্বর, ২০২৪ রাতে হুট করেই ম্যাসেঞ্জারে ম্যাসেজ আসলো "আমি আর পারলাম না,আমাকে ক্ষমা করে দিও" আমিও উওরে বলেছিলাম আক্ষেপ নাই,ভালো থেকো। সমাজ,সমাজব্যবস্থার কাছে হেরে গেলো আমার ৯ বছর ৪ মাস ১৬ দিনের ভালোবাসা। আজ তোমার বিয়ের এক মাস পূর্ন হলো আজ ও তোমাকে দেখি,ভালোবাসি তোমায় অনেক বেশি। শুনেছি অনেক সুখে আছো,দোয়াই রাখি যাতে আল্লাহ যাতে অনেক সুখি রাখে তোমায়। ভালো থেকো।
Aamar dehokhan -Odd Signature (official). Ai gan tar comment section a aktu ghure aasun . Jodio otar theke ai gan ta aamar beshi prio . Tobei "aamar dehokhan" ar comments section r o hridoybidarok
সেদিন হঠাৎই তোমার সাথে দেখা।আমাদের সম্পর্কের ইতি টানা হয়ে গেছে তখন প্রায় ৪ বছর। এই ৪ বছরে আমাদের মাঝে কোনো যোগাযোগ ছিলো না।আমি এখন নেভিতে ভালো একটি পোস্ট এ আছি।হয়তো তোমার ফ্যামিলিতে প্রপোজাল দেয়ার মতো যৌগ্যতা আমার আছে এখন।কথায় বলেনা,বেকার ছেলেটাও একদিন চাকরি পেয়ে যাবে কিন্তু ফিরে পাবে না চাকরির অভাবে হারিয়ে ফেলা তার বেলা কে।আমিও সেইদিন তোমাকে হারিয়েছিলাম এইভাবে।পুরাতন কথা মনে করে আর মনটাকে ভারী করতে চাচ্ছিনা।তো,সেইদিন তোমাকে দেখার পর আবারো সেই প্রথম দিনের মতো চোখটা আটকে গেছিলো তোমাতে।হাজার চেষ্টা করেও নিজেকে তোমার চোখের আড়াল করতে পারিনি।সেই তুমি আমাকে দেখেই ফেললে।তার পর তোমার সে টোল পরা গালে একটা হাসি দিয়ে আমার দিকে এলে।আর তোমার সাথে হেটে আসছিলো তোমার পিচ্চি।বেশ দেখতে হয়েছে।তুমি এসে জিজ্ঞেস করলে,"কেমন আছো?"আমি বললাম,"এইতো যেমনটা দেখছ।"তারপর তুমি বললে,"ঘুরিয়ে কথা বলার অভ্যাসটা আজও রয়ে গেছে!"আমি মুচকি হেসে বললাম,"আমার ভুল সংশোধন করা মানুষটা যে আজ অন্যের মন ভালো করতে ব্যস্ত।"তুমি আর কথা বাড়ালে না।আমি হাটুগেড়ে তোমার মেয়ের দিকে তাকিয়ে এক গাল হাসি দিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম,"মামনি, তোমার নাম কি?"উত্তরটা শোনে আমি খানিকক্ষণ চুপ করে রইলাম।তার নাম রেখেছিলে তুমি 'নির্ঝরা'।নামটা ধরে অসংখ্যবার ডেকেছিলাম প্রিয় মানুষটাকে।তখনই তোমার বাচ্চার বাবা এসে ডাক দিলো।তুমি চলে গেলে আর বলে গেলে সেই বিষ মখানো কথাটি।"ভালো থেকো।"আমিও মুখ ফিরিয়ে চলে এসেছিলাম।বিশ্বাস কর,আমি অই দিনও তোমার চোখে আমার জন্য ভালোবাসাটা দেখতে পেয়েছিলাম।নিষিদ্ধ করা হোক পরিবারের অজুহাত দিয়ে একটি সম্পর্কের সমাপ্তি ঘটানো।বেঁচে থাক ভালোবাসা। 🌸
একটি চিঠি আর দেয়া হয় নি!আমার চাকরির চিঠি!তোমার প্রিয় বেলী ফুল দিয়ে মুড়িয়েছিলাম!তুমি ক্যান্সার এর সাথে লড়ছিলে!আর ২০ মিনিট লড়তে পারো নি!হাস্পাতাল পৌছে আড়াল থেকেই তোমার বাবা মায়ের কান্না দেখে চলে এসেছি!আমি আজও বেচে আছি!একা!প্রিয় তুমিও তহ কবরে একা!💔
'এরপর আর দেখা হবেনা!' শেষ! খুব ছোট একটা লাইন,একটা বড় দীর্ঘনিঃশ্বাস! 'অভ্যাসে' পরিনত হয়ে যাওয়া মানুষ টার বিদায়! যাকে দেখে শান্তি লাগতো সেই মানুষ টা কেই আর দেখা হবেনা! শহরে হাজারো মানুষ চোখের সামনে থাকবে অথচ সেই প্রিয় মুখ টাই সেখানে আর থাকবে না! 'সুন্দর স্মৃতি' হয়ে থাকা জায়গা গুলোতে আবারো যাওয়া হবে, কিন্তু সেই মানুষ টা থাকবে না! দীর্ঘনিঃশ্বাস এসে ভর করবে,সেটা তাকে জানানো যাবে না! সব কিছু থেকেও 'খালি খালি' লাগবে, কারন আর দেখা হবে না, আর দেখা হবেনা!🖤
একটা সময় অনেক কনফিউশনে ছিলাম প্রিয় মানুৃষটাকে পাবো কি পাবো না! হাজারো অনিশ্চয়তা ছিলো তখন। গানটা বার বার শুনতাম মন খারাপ হলে৷ আজ ৮ মাস ১০ দিন আমাদের বিয়ের। আলহামদুলিল্লাহ
৭ বছরের সমপর্ক আমাদের আর বিয়ের বয়স সাড়ে তিন বছর।। 🥰❣️ বাড়ি থেকে এখনও মেনে নেয়নি।তারপরেও দুইজন এখনও একসাথে আছি। আলহামদুলিল্লাহ।। ইনশআললাহ সারা জীবন এভাবে যেন থাকি।।❣️🥰
আম্মু চলে গেছেন আজ ৪ বছর হবে. শেষ মুহূর্তে আম্মু খুব অসুস্থ ICU তে হালকা কথা বলতে পারে. আমার একটা সরকারি চকারীর পরীক্ষা আম্মু কাছে নিয়ে কানে কানে বললো চিন্তা করিস না বাবা আমাকে নিয়ে মন দিয়ে পড়. অনেক বড়ো হবি তুই, আজ আমার অনেক টাকা বড়ো চাকরি করি মা তুমি নেই মা আমি এই খুশির খবর টা কাকে দেই মা??? তুমি চলে গেলে মুমুর্স অবস্থায় তুমি এতটা ভালোবাসা দিয়ে গেলে মা
গতকাল আমার মেয়ে এই গানটা শুনছিল। আমি ও মন দিয়ে শুনছিলাম। হঠাৎ করে অতীত নাড়া দিয়েছে আমার মনে। ১৯৮৫ সালের কথা আমার বড় ভাইয়ের শালী ছিলে তুমি। বড় ভাইয়ের বিয়ের পর তোমাদের বাড়িতে আসা যাওয়ার মধ্যে কখন যে মনে বসে গেছ বুঝতে পারি নি।ভালোবাসা কখন হয়ে গেল তুমি আমি কেউই বুঝতে পারি নি।১৯৯২ সালে চাকরি পেলাম খবর টা দিতে তোমার কাছে গেলাম।তোমাকে বললাম তোমার ঐ হাসিতে বুঝেছিলাম তুমি কতোটা খুশি হয়েছ।ঐ রাতে চলে গেলাম আবার চাকরিতে।তখন মোবাইল ব্যবহার করতাম না। তোমার কোনো খোঁজ খবর পেতাম না। ৫-৬ মাস হয়ে গেল। না হয় তোমার সাথে কথা, না হয় দেখা।জাহাজে তখন আমার ডিউটি।জাহাজের ঐ উঁচু টাওয়ারে উঠেছি ইচ্ছে করে।ঐখান থেকে লাফ দিয়ে পড়লাম সাগরে সবাই হাক ডাক করে আমাকে তুলল। অফিসার এসে বলল এখনি হাসপাতালে ভর্তি করাও ওকে। আমি বললাম স্যার আমাকে কয়েকদিনের ছুটি দেন।এবং সেই ছুটিতে গেলাম তোমার কাছে।তুমি বললে বাড়িতে তোমার বিয়ের জন্য সবাই উঠে পড়ে লেগেছে।আমি কিছু না বলে চলে আসলাম আমার বাড়ি।এসে আমার বড় আপাকে বললাম যেমনে হোক আব্বা কে রাজি করাতে।কিন্তু আব্বা রাজি হয়লো না।একবাড়িতে ২ ছেলে কে বিয়ে করাবে না। সেদিন রাতে আর ঘুম হয়লো না। পরদিন সকালে তোমার কাছে গিয়ে বললাম তোমার বাড়িতে গিয়ে আমার কথা বল কিন্তু তুমি বললে আমার বাড়িতে এই প্রস্তাব মেনে নিবে না। রাগে তোমাকে একটা থাপ্পড় দিলাম। দিয়ে যে এই আসলাম আর তোমার সাথে দেখাও নাই।কথাও নাই। ২০২১ সালে আমার বড় ভাইয়ের মেয়ের বিয়েতে তোমাকে দেখলাম। দেখলাম তোমার চোখে আমার প্রতি হাজার হাজার অভিমান অভিযোগ। আমার চোখে কি ছিল তা কি জানো??? তোমার ছেলে মেয়ে আমার সাথে এসে কথা বলল। তোমার স্বামী ও, একমাএ তুমি এসে কথা বললে না। তোমার কথা আমার মেয়েকে আমি বলেছি। তোমার সাথে কোন গাছের নিচে দাড়িয়ে কথা বলতাম তা ও দেখিয়েছি। জীবনের গতিতে জীবন চলছে। তবে তোমার প্রতি আমার ভালোবাসা সত্য ছিল।তাই আজও গানগুলো শুনে দীর্ঘ শ্বাস পড়ে।চোখ ছলছল করে।যেখানে থাকো যেভাবে থাকো।ভালো থেকো।
দেখতে দেখতে গানটির কমেন্ট বক্সে যোগ হয়েছে প্রায় ৩ হাজার মন ভাঙ্গার গল্প। এগুলো আই লাভ ইউ বাবু টাইপের প্রেমের গল্প না ভাই। এগুলো ভালবাসার গল্প,এগুলো বুকপোড়া ভালবাসা নিয়ে বেঁচে থাকার গল্প❤
জানিনা, ঈশান কেমন আছো, কোথায় আছো! শুধু যেখানেই থাকো ভাল থাকো❤ ৫ বছর সম্পর্কে তোমায় খুব ভালবেসে ফেলেছিলাম। তোমার সাথে দেখা করতে যাওয়ার সময় প্রায়ই আমি শাড়ি আর তুমি পাঞ্জাবি পরে আসতে। আমার আজও মনে আছে সেইদিনে কথা। সেদিন তুমি আমার দেওয়া নীল পাঞ্জাবিটাই পরেছিলে। সত্যি তোমাকে খুব ভাল দেখাচ্ছিল! আমরা সেদিন কত আনন্দে কাটিয়েছিলাম তাই না ঈশান? একসাথে বসে চটপটি খেয়েছিলাম, রিকশা করে ঘুরেছিলাম। তুমি একটা বেলি ফুলের মালাও এনেছিলে আমার জন্য। খোঁপায় বেঁধে দেবে বলে... সত্যিই দিনটা খুব সুন্দর ছিল, আবার অভিশপ্ত ও! 🥀 সন্ধ্যায় একে অপরকে বিদায় দেওয়ার সময় তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে। বলেছিলে, আমাকে ছেড়ে কখনো যাবে। আমিও একই কথা বলেছিলাম। আর বলেছিলাম আমি শুধু তোমার। আর কারও না❤ বিদায় দেওয়ার সময় তোমাকে যেন ছাড়তে মন চাইছিল না। মন চেয়েছিল তোমায় যেন আকড়ে ধরে বসে থাকি। সেদিনই যে তোমার সাথে শেষ কথা প্রিয়, আমি জানতাম নাহ! সেদিনের পর ৪ দিন তোমার কোন খোঁজ পাইনি। অবশেষে জানতে পারলাম, ঠিক সেই দিনই, যেদিন আমরা দেখা করতে গিয়েছিলাম, ফেরার পথে তুমি চলে গেছো না ফেরার দেশে। এক পিশাচ ট্রাক তোমাকে বাঁচতে দেয় নি! সেদিন আমার আত্মা কেঁপে ওঠে। অর্ধেক মৃত হয়ে যাই আমি। ঠিক যেমন জীবন্ত লাশ! হয়তো সেদিন তোমাকে ওভাবেই আকড়ে ধরে রাখলে ভাল হতো। 💔 আজ তুমি নেই ৭ বছর কেটে গেছে। জানো ঈশান, আমি বলেছিলাম না? আমি শুধু তোমারই। আমি আজও অন্যকারো হয়নি ঈশান! এই ৭টা বছরে আমার অনেক বিয়ের প্রস্তাব এসেছে। আমি একে একে সবগুলোই প্রত্যাখ্যান করি। কারণ আমি তো শুধু তোমার, তাই না? আমি আজীবনই তোমারই থাকব। তোমার জায়গা আর কেউ নিতে পারবে না ঈশান। ❤ এই ৭টি বছরে অনেক কিছু বদলে গেছে, কিন্তু বদলায়নি তোমায় হারানোর ব্যাথা! আমি আজও অপেক্ষা করছি প্রিয়, পরকালে আমরা একসাথে থাকব। আমাকে তুমি তোমার কাছে নিয়ে যাও প্রিয়, কেন একা ফেলে গেলে আমায়? তুমি জানো না, আমি তোমায় ছাড়া ভাল নেই? 🖤
আসলে এসব অনুভূতি মনে অনেক শান্তি আনে,,একজন কে ভালোবেসে যাওয়া আজীবন,, একজন কে নিয়ে স্বপ্ন দেখা,,তাকে জীবনে পাই কিনা সেটা ব্যাপার না কিন্তু তাক নিয়ে সকল ভাবনা কল্পনা মনে অনেক প্রশান্তি আনে,, আপনার অনুভূতি সার্থক হোক
আমি ক্যান্সার রোগী আমার অনুরোধ আপনারা সবাই দোয়া করবেন Edit: কমেন্ট টা ছোট ভাই করেছিল। আজ চোখে পড়লো। সবকিছুই আছে। নাই শুধু শিহাব। ২৬-১০-২০ সময় ৩ টা বেজে ২৯ মিনিট "আচ্ছা আমার অনেক ঘুম পাচ্ছে। আমি এখন ঘুমাবো। গুড নাইট" অ্যান্ড কেমন জানি চুপ হয়ে গেলো। সবচুপ। ওর একটা কথা খুব মনে পরছে-"মানুষ মরে গেলে কি সবাই ভুলে যায়?"
তিন বছরের সম্পর্কের পর যখন সেই মানুষটার মুখে শুনলাম সে আর আমাকে ভালোবাসে না আর কাঁদতে ইচ্ছা হয়নি আর কান্না টাও আসেনি। কত অপমান,অবহেলা, অসম্মান ,চরিত্রহীনের দাগ, সহ্য করেছি কতবার নিজের চরিত্রের প্রমাণ দিয়েছি ,তোমার পায়ে পড়ে কতবার অনুরোধ করেছিলাম শুধুমাত্র আমার সাথে থাকার জন্য তুমি শোনোনি। বিশ্বাস করো শেষে গিয়ে আর পারিনি মনে হয়েছিল যে বিশ্বাস করতে চায় যে বুঝতে চায় তাকে বোঝানো যায় যে আগে থেকেই বুঝতে চায় না তাকে বোঝানো সম্ভব না।কত রাত দম বন্ধ হয়ে যাওয়ার মতন কেঁদেছি তোমার দেওয়া কষ্ট ভুলতে ওষুধ খেয়েছি, কিন্তু যখন তুমি বললে যে তুমি আর আমাকে ভালোবাসো না বিশ্বাস করো ঠিক তার পরম মুহূর্ত থেকে আমার মধ্যে কোন আর অনুভূতি বেঁচে ছিল না মনে হয়েছিল আর আমার কিছু পাওয়ার নেই আমার কিছু হারানোর ও নেই, এবার শুধুমাত্র ঘুরে দাঁড়ানোর লড়াই।শেষ দিনে যখন তোমায় জিজ্ঞাসা করেছিলাম যে তুমি আমার সাথে থাকতে চাও কিনা আমি চাই দুজনে মিলে আবার একসাথে সবটা শুরু করতে কিন্তু তুমি এক বাক্যে জানিয়ে ছিলে যে "না" তুমি আর থাকতে চাও না।তারপরেও তোমার কাছে অনুনয়-বিনয় করেছিলাম শুধুমাত্র তোমার সাথে থাকার লোভে তখন তুমি বলেছিলে তোমার দুদিন সময় লাগবে এটা ভাবার জন্য যে আমি থাকলে তোমার জীবনে ,তোমার পরিবারে, তোমার কেরিয়ারে, কি প্রভাব পড়বে😊কত অপমান সহ্য করেছি নেহাত ভালোবেসেছিলাম তাই কিন্তু যখন তুমি শেষ কথাটি বললে তখন আর পারিনি মনে হয়েছিল যে আমার এই তিন বছরের পুরোটাই মিথ্যা একটা মিথ্যে সম্পর্ক টানা থেকে সম্পর্ক না রাখা ভালো শিয়াল কুকুরের মতন মারামারি করে থাকার থেকে মানুষের মতন দূরে থাকা ভালো। আমি যাকে ভালোবেসেছিলাম সে তুমি নও সে মারা গেছে আজ বলতে কোন বাধা নেই আমি একটা ভুল মানুষকে ভালোবেসেছিলাম, কিন্তু জানো তো তোমাকে ভালোবেসে আমি পরিপূর্ণ আমি আমার সবটুকু দিয়েছিলাম যতটা দেওয়া যায় তুমি নিতে পারোনি আফসোস এটাই😊 যাই হোক ভালো থেকো প্রিয়❤....... সম্পর্কের ইতি টানলাম ঠিক যেমনটা তুমি চেয়েছিলে 😊 যদি কখনো কেউ এই লেখাটি পড়ো পারলে একটি লাইক দিয়ে যেও আবার এসে না হয় স্মৃতিচারণ করবো।😊
আম্মু লাইফ সাপোর্টে থাকার সময় খুব শুনতাম, এখন একাই বেঁচে আছি। আর শুনি না এই গান। শুনলে আর থাকতে পারি না। আম্মু যাবার ১.৫ বছর পর আবার শুনতে আসলাম, পুরোটা শুনবো না, চলে যাবো।
বাহিরে বৃষ্টি হচ্ছে, অন্ধকার রুমে একা, প্লেলিস্টে এই গান চলছে। আর মনে হাজারো স্মৃতি। পাশে কেউ নেই, খুব ইচ্ছে করছে কেউ একজন পাশে থাক, তার কোলে মাথা দেই সে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলুক সব ঠিক হয়ে যাবে। কিন্তু না "একা বাচতে শিখো"
হঠাৎ একদিন দেখা হলো আমাকে তার ভালো লাগল দীর্ঘ সময় আমার জন্য অপেক্ষা শেষে একদিন একবুক সাহস জমিয়ে কথাটি আমায় বলল নতুন পৃথিবীর আলো দেখালো কিন্তু আমি বুঝানোর চেষ্টা করি এটা সম্ভব না। এর পর তার চোখে ওই কষ্ট গুলো ছিল দুঃসহ আমিও এবার তাকে ভালোবাসতে শুরু করি প্রায় ১০ মাসের মাথায় সবাই সাজানো থেকে এলোমেলো হতে শুরু করে সে আমায় অবহেলা করতে শুরু করল একদিন হঠাৎ ই আমার কাছে অনাবশ্যক ছুটি চেয়ে বসল আমি অপেক্ষার প্রহর গুনি আইডিটা আনব্লক হল সে আমার কাছে মাফ চাইলে আমি বললাম যা ছিল তা অভিমান সব ভুলে গেছি, সে বলল,, যে চাকরি টার জন্য তোমায় ছারলাম সেই চাকরি টাই আমার রইল না, কিন্তু সেই দিন সে আমার আমার সে তার সাথে কথা বলা প্রথম মুহূর্তটাই ফিরিয়ে দিয়ে বলল,আমরা বন্ধু হতে পারি না তাকে দূরে সরাতে চাইনি বলে সে দাবিও মেনে নিতে হলো,সে বলল একা থাক ভালো থাকবে🖤💔 আমি এখন ও তার জন্যই অপেক্ষা করি ভালোবাসি কোন অতীত নেই এটার হবেওনা ইনশাআল্লাহ 🖤💔🥀 🖤একা বেঁচে থাকতে শিখো প্রিয়❤️💔
৮ হাজার কমেন্ট এর ভেতরে যে জীবন্ত লাশ গুলো বেচে আছে তাদের স্যলুট জানাই।আমার ৭ বছরের সম্পর্ক ঠিক এদের মত গল্প ছিল😥 তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই কিন্তু এক আকাশ সমান অভিমান জমে আছে! এটা সারা জীবন থাকবে।আসলে তোমার সাথে আমার না হওয়া একটা সংসার রয়ে গেল।💔 একা বেঁচে থাকতে শিখ প্রিয়।🥀🌸
সময়টা ছিল 2010 সালের ডিসেম্বরের 31 তারিখ। দিনটি ছিল শুক্রবার। আমার বয়স তখন ছয় বছর কিবা সাত বছর হবে। ক্লাস টু তে পড়ি আমি। আমার খুব ঘুরি উরানোর শখ ছিল । ঠিক সেদিন অন্যান্য দিনের মতো আমি সে দিন সকাল সাতটায় ঘুড়ি উড়াতে চলে গেলাম বিলে। ঠিক একটিবারের জন্যও বুঝতে পারিনি আমার জীবনে যে এত বড় একটি দুঃসংবাদ অপেক্ষা করছে। সময়টা 12:41 আমার ছোট খালা আমাকে গিয়ে বলল যে তোর মা অসুস্থ তাড়াতাড়ি বাড়িতে আয় । এর ভিতর যে তোমাকে হাসপাতালে নিয়ে গেছে মা আমি একটি বারের জন্যও বুঝতে পারিনি। যখন 12:47 বাজে আমি বাড়িতে আসার অর্ধেক পথে, তখনই শুনতে পেলাম মা তুমি আর এ পৃথিবীতে নেই। আমার বোনকে জন্ম দিতে গিয়ে তুমি পৃথিবী থেকে হারিয়ে গেছো। বিশ্বাস করবা আমি তখনও বুঝতে পারিনি যে তোমাকে হারানোর যন্ত্র টা এত কষ্টের হবে। আমি আর সবচেয়ে বেশি খারাপ লাগছে কি মা জানো , যখন শুনছি তুমি আমাকে একটি বারের জন্য দেখাতে সবার হাত পা ধরে আকুতি মিনতি করেছ। কিন্তু বেঁচে থাকতে সেদিন আর আমাকে একটু দেখনি। বিশ্বাস করো মা এখন আমার বয়স 18 চলে, তোমাকে ছাড়া আমার এই জীবনটা এতো বেমানা হয়ে গেছে। যে ভালোবাসা নামক শব্দটা আমার জীবন থেকে উঠে গেছে। সেই তোমার মত কেউ আর এখন আমাকে ভালবাসে না মা। মা তুমি তো চলে গেছো ওইপারে আমাকে কেন রেখে গেলে এইপারে। মা একদিনও বলতে পারেনি তোমাকে খুব ভালোবাসি মা।
Vai tor poti ta kotha jno amr moner kotha sob kisu tey onk mile gase Amr 2 yrs bosoy 1997 aaa amr ammajan notun ak othiti ane mane amr soto bon hobar somoy amader sobai k prithibite rekhe Cole gase. Ammajaner face taw cokee vase nah amr ..protiti muhurte protiti somoy aa miss kori ma k ...maj rat hole nijake r control korte pari nah ..Coker pani jol jol kore porte thake .. R ammajan cole jawya te ajo vlobasa bole kisu ase ata bealive hoina.vlobasa k mane nite pari nah ....Akhon doa sara r kisuy possible nah..doa kori Allaho tala jeno Tader k koborer ajab hote Maf koren..jannatul ferdos nosib koren...amin
প্রতিরাতে গুমথেকে উঠে তাহাজ্জত পড়ার অভ্যাসটা যে তোমায় চাইতে গিয়ে হয়েছে। শুক্রবারে জুম্মাটা না পড়ে যখন গুমাইতাম খুবকরে রাগ করতে, আলহামদুলিল্লাহ আজকে ৩বছর হয়েগেলো পারতে কখনো তাহাজ্জুতটা মিছ করিনি। তুমি আমার হলেনা হারিয়ে দিলে আমায় আসলেকি হেরেছি? না আমি পেয়েছি আল্লাহকে পেয়েছি রাসুলুল্লাহ সাঃ এর সুন্নত আলহামদুলিল্লাহ
এটাই বোধয় একমাএ গান,যার কমেন্ট বক্স আজীবন ইতিহাস হয়ে থাকবে।গানটা না যতটা মন ছুয়েছে তার থেকে অনেক বেশি কমেন্ট গুলো মনে দাগ কেঁটেছে।মানুষ প্রিয় মানুষকে হারিয়ে বেঁচে থাকে সত্যি কিন্তু কতটা অসহায় হয়ে বেঁচে থাকে,সেটা একমাত্র যে থাকে সেই জানে।
তুমি একবার ও বললে না তুমি না জানিয়েই বিয়ে করে ফেলছো৷ তোমার বিয়ের খবর শুনতে হয় তোমার প্রতিবেশির কাছ থেকে৷ তবুও অপেক্ষায় ছিলাম তুমি আমায় ডাকবে। ডাকলে না! বিয়ের ৩ মাস পর হঠাৎ ফোন দিয়ে বললে " অসুখ হলেই তোমার কথা অনেক মনে পড়ে ' আমি বললাম " আপনি এখন অন্য কারো বউ, এসব কথাবার্তা এখন আর মানায় না, আপনি যার উদ্দ্যেশে এসব কথা নিয়ে এসেছেন তিনি ৩ মাস আগেই মারা গিয়েছে ' 🙂
সময় ধরে রাখা যায় না, কিন্তু সময় মনে রাখা যায়..! 💔 প্রিয় মানুষ টাকে হারিয়েছি ১৯ দিন হয় এই গানটা সারাক্ষণ শুনি আর কান্না করি ভালো থাকুক প্রিয় মানুষটা এই কামনা করি আমার এই কমেন্ট টা রেখে গেলাম স্মৃতি হিসাবে। 05.01.2025 তার সাথে শেষ কথা ৯ টা বছর কাটিয়েছি মানুষ টার সাথে মানুষটা নাই কিন্তু তার স্মৃতি সারা জীবন বয়ে বেরাবো
2020 সালের 24 November......... যখন শুনলাম তুই কোলকাতা যাচ্ছিস আমার বিশ্বাস হয়নি কারন অন্য কেউ আমাকে বলেছিল কথাটা .... আমি ভেবেছিলাম তুই আমাকে না জানিয়ে যেতে পারিস না..... তবে আমি তোর থেকে শুনলে হয়তো একটু কম কষ্ট পেতাম ..... যদিও আমরা ছোটবেলার বন্ধু তবুও তুই আর আমি 2017-2020 এই 4 বছর আমরা বেশি কাছাকাছি ছিলাম...... একে অপরের সাথে সব কথা share করতাম, ঘুরতে যেতাম আরও কত কিছুই না করতাম ...... খুব মনে পড়ে সেই সব কথা.......... তারপর এলো আমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা....... পরীক্ষার পর আমরা বলেছিলাম যে কলেজে পড়বো একসাথে .... তারপর দুজনেই একই কলেজও ভর্তি হলাম ...... তারপর তোর হঠাৎ কি হলো জানিনা তুই আমাকে না বলেই অন্য একটা কলেজ ভর্তি হলি....... সেদিন খুব কষ্ট পেয়েছিলাম.........তারপর তোর আর আমার সম্পর্ক টা আগের মতো ছিল না .... তুই আমার সাথে একবারও কথা বলতিস না দেখাও করতিস না ...... তারপর এলো তোর কলকাতায় যাওয়ার দিন...... খুব খারাপ লেগেছিল সেই জন্যে আমি তোর সাথে শেষ বারের মত দেখা করতে গিয়েছিলাম....... তুই বললি "তুই আমাকে ভুলে যাবি না তো!" আমিও বললাম এরকম কোনোদিন হবেনা! তুই বললি "কলকাতা গিয়ে তোকে আমি রোজ ফোন করবো" আমি বললাম ঠিক আছে দেখবো কত করিস নতুন বান্ধবী পেয়ে আমাকে ভুলে যাবি! তুই হাসলি! তারপর তুই চলে গেলি................... সেদিন এর পর থেকে তুই আমার সাথে কোনো যোগাযোগ ই রাখলি না...... ফোন ও করতিস না ভাবলাম তুই হয়তো ব্যাস্ত তাই আমিই নিজে থেকে তোকে মেসেজ দিতাম তুই ঠিক করে উত্তর ও দিতিস না আর আমিও তোকে বার বার বিরক্ত করতে চাইতাম না ....... তারপর এলো আমার জন্মদিন ভাবলাম 1স্ট wish ta তুই করবি আগে যেমন করতিস সেদিন তোর কোনো ফোন বা মেসেজ এলো না খুব কষ্ট পেয়েছিলাম জানিস .................... তারপর তুই ছুটি তে বাড়িতে এলি তুই সবার সাথে দেখা করলি অথচ দেখ তোর আর আমার বাড়ি 5min এর রাস্তা তুই একবারও দেখা করতে এলি না ......আমি ভাবলাম না তুই যাওয়ার আগে একবার তো দেখা করতেই আসবি ........ কিন্তু তুই এলি না .........একটা সম্পর্ক টেকাতে হলে দুজনকেই সমান efforts দিতে হয়....... আমি ভেবেছিলাম অন্তত তুই আমার সাথে ওরকম করবিনা...........যাই হোক ভালো থাকিস , জীবনে তোর সব স্বপ্ন যেনো সত্যি হয় ........ comment টা রেখে দিলাম তুই হয়তো কোনোদিন দেখবি ।যখনই কেউ এখানে like করবে আর আমি notification পাবো তখন তোর কথা একবার হলেও মনে পড়বে আর আমার মনে হবে কাউকে এতটা ও ভালবাসা উচিত নয়!!!!....... " Best Friend forever" বলে কিছু exsist করে না আমার জীবনে ☺️ #ভালোথাকুকস্বার্থপরবন্ধুগুলো
আব্বু যখন অসুস্থ ছিল,প্রায় রাতে এই গানটা শুনতাম।আমার আব্বু আমাকে ছেড়ে চলে গেছে ঠিকই,কিন্তু এই গানটা আমায় আব্বুর স্মৃতিগুলোকে আকড়ে ধরতে শেখায়।আলাদা একটা প্রশান্তি দেয়🥰
পাশে কাজিন ফোনে কথা বলছে, লুকিয়ে লুকিয়ে আর কান্না করতে পারছি না মাঝে মাঝে ফোপাঁনোর শব্দ করে ফেলছি। অনেক গুলো কমেন্ট পড়লাম এত গুলো ভালবাসার মানুষের কষ্ট আর নিতে পারছি না। ভালবাসার মানুষ গুলো হারিয়ে যায় কিন্তু ভালবাসা রয়ে যায়।
একদম। মন ভাঙা মানুষ গুলো কিভাবে কিভাবে যেন পরষ্পরের আপন হয়ে যায়।ভালবাসার কষ্ট সবাইকে সমানভাবে পোড়ায়।নইলে সম্পূর্ণ অপরিচিত একজনের শেষ না হওয়া ভালবাসার গল্প শুনে তো চোখে পানি আসার কথা না।
বিয়ের ৬দিন আগে যখন বাবা,চাচা আর জেঠুসহ পরিবারের সবার সামনেই কল দিয়ে হাউমাউ কান্না করে বলেছিলাম "তোমার সাথে থাকতে চাই সিয়াম,প্লিজ কিছু করো,আমায় এরা জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে।" সেদিন তুমি সাড়া দাওনি,দাওনি ২বছরের সম্পর্ককে বিয়েতে রূপ দেয়ার আশ্বাস।তারপর জীবন থেকে ৮টা বছর চলে যেতে চললো,তুমিও আমার মত প্রতারিত হলে শেষমুহুর্তে,ভীড়তে চাইলে আবার আমার কাছে,জুড়তে চাইলে নতুন ভালোবাসা। কিন্তু আমি পারিনি আবার ঘেষতে তোমার কাছে।২বছরের ভালোবাসায় ৮বছরের যন্ত্রনা পেয়ে কিভাবে ৫বছরের বাচ্ছা ছেলেটাকে একা করে ছেড়ে যাই তোমার মতো বলো?তোমাকে ছাড়া আমি ভালো নেই যদিও,তবুও এখন পেতে চাইনা তোমার সঙ্গ। এবার একা বেঁচে থাকতে শিখো প্রিয়🙂
এই কমেন্টা করার জন্য ধন্যবাদ আপু আমাকে ছেড়ে চলে গিয়েছে ১বছর হয়েছে ৫বছরের সম্পর্ক ত্যাগ করে অন্যজনের সাথে সম্পর্ক হয়ে গেছে এখন আর আমি কি পরিমাণ যন্ত্রনায় আছি একমাত্র আল্লাহ জানে।
কোন এক ঈদের সকালে ,, তুমি আমার প্রথম ইনকামের ২৭০ টাকা রেখে দিয়ছিলে,,,সেই টাকা জন্য আমি তোমার সাথে ঝগড়া করেছিলাম ,,তুমি চুপিসারে কেঁদে ছিলে কিন্তু আমাকে বুঝতে দাও নি,,, আমায় নিয়ে তুমি অনেক স্বপ্ন দেখতে,, কিন্তু হঠাৎ এসএসসি পরীক্ষা পরীক্ষার আগে তুমি প্রথম স্টোকে না ফেরার দেশে চলে গেলে ,,তারপর থেকেই জীবন কে নতুন করে চিনা শুরু হলো,, প্রথমে ভেবেছিলাম পরীক্ষাটা দিব না কিন্তু তোমার স্বপ্ন পূরণ করতে দিয়েছিলাম তারপর থেকে দুইটা বছর আমি পরিবারের সাথে থাকতে পারিনি,, তুমি চলে যাওয়া আট বছর পূর্ণ হলো,, তোমার স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে এসে দাড়িয়েছিআমি,, বিশ্বাস করো মা এখন আমি তো নিজের ইনকামের টাকা দুহাতে উরাই কিন্তু তোমায় দিতে পারিনা ,,আজো আমি পরিবারে 10000 টাকা পাঠিয়েছি কিন্তু তবু আজও সেই পরিবারের বাইরে রয়ে গেছি,,, অনেকে হয়তো তোমায় ভুলে গেছি কিন্তু আমি কখনো ভুলতে পারিনি ,,আমার আব্বু সংসারে নতুন একজন কে পাইছে কিন্তু আমি কখনো তোমাকে পাইনি ,,কখনো আর পাবো না,,, কিন্তু কখনো তোমাকে ভুলতে পারব না,, দোয়া করি মা আল্লাহ যেন তোমার সকল দোষ ক্ষমা করে তোমাকে ওপারে ভালো রাখেন এবং জান্নাতুল ফেরদৌস দান করেন,, তোমাকে অনেক ভালবাসি মা কিন্তু বলতে পারিনা
আলহামদুলিল্লাহ দীর্ঘ ২ বছর রিলেশন শেষে অবশেষে অনেক জামেলা করে একা একা বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। এরকম বাংলার সোনামনি সবার ভাগ্য খুব কম জুটে। যাই হোক অনেক সুখে আছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য।
Ei kotha ta ekdomi vul . Poristhiti r poribesh r ma-baba,family er chinta ta o onek boro bishoy ekta mey er jonno. Ma baba jara take jonmo diyeche r ei dik e nijer valobasha. 2 tai volai onek boro bishoy onek.........ki korbe shei mey ta emon poristhiti te porle. Ahob kichu taka naaaaa..........
@@florenceripaadhikari6792 hae tomar Kotha gohulo soundor,, kinthu taka oi jodi sob Kichu na hotoh ta hole hoy toh amar vlo basa r Manus ti aj amake cere chole jeto na.😔💔
জুলাই ২০২৪ এ হঠাৎ করেই ৭ বছরের সম্পর্কের ইতি টেনে দিলে। কারণটা খুঁজতে যেয়ে তোমার বর্তমানের সাথে কথা হলো, ছেলেটার সাথে তোমার এক বছরের সম্পর্ক চলমান। এভাবে আমাকে ছুঁড়ে না ফেললে কি হতো না! আমার মায়ের বড্ডো আশা ভরসা আমায় নিয়ে, নইলে হয়তো আমি হারিয়ে যেতাম চির অন্ধকারে।
কেবল দুইটা একুইস্টিক গীটার দিয়ে কী মায়ায় জড়ায় দিলেন ভাই! নিঃসন্দেহে এই গানটা বাংলাদেশের সংগীতাঙ্গনে চিরকাল বেঁচে থাকা মাস্টারপিস গানগুলোর কাতারে নতুন সংযোজন ❤
"তুমি যখন ছেড়ে চলে যাচ্ছিলে,আমার বারবার মনে হচ্ছিলো তোমাকে ভুলে যাওয়ার চাইতে সহজ কিছু আর এই পৃথিবীতে নেই! অথচ ঘরে ফেরার পর দেখলাম আমার পুরো পৃথিবীটাকেই তুমি সাথে করে নিয়ে গেছো।"
তুমি যখন ছেড়ে চলে যাচ্চিলে,আমার বারবার মনে হচ্ছিলো তোমাকে ভুলে যাওয়ার চাইতে সহজ কিছু আর এই পৃথিবীতে নেই! অথচ ঘরে ফেরার পর দেখলাম আমার পুরো পৃথিবীটাকেই তুমি সাথে করে নিয়ে গেছো
Akdom tik vlobasle kawke bhula jaina bah take Cara akha taka jaina...kintu AI pritibite kicu cele meye ache jara past biye korve bole but majkane kono akta ojuhat dekiye cole jete cai...but ora knn ATO sarthopor hoy...jekono prblm tar vlobasar Manus ke niye slop Korte parena...jibone sotik manuske hariye Pele tai amder Bangladesh Manus vlobasahin hoy😭😭😭
গতকাল রাতে শুনলাম তার নাকি ফুটফুটে একটা ছেলে হয়েছে ❤ তারা ২ জনে আলহামদুলিল্লাহ ভাল আছে 🖤🖤🖤 ২০১৯ জুন ২১ তার বিয়ে হয়ে যাই,,, আজ ১ জুলাই ২০২৩ 😌,,,এখন ভালো বাসি প্রিয়,, অনেক চেষ্টা করছি তোমাকে ভুলার পারি না প্রিয়তমা। সব শেষে এটাই স্থির (ভালবাসতাম বলে কোন শব্দ হয় না) জানি না কমেন্ট টা কই থেকে কই হারাই যাবে,, অনুরোধ রইল কেও যদি আমার কমেন্ট টা পড়ে থাক একটা লাইক দিয়, একটা নোটিফিকেশন এ হয়ত আবার এখানে পৌঁছাবো 🥀
অনু!! এই গানটি যখন গুনগুন করে গাই কিংবা যখন শুনি আমার কলিজাটা তখন ভীষন শুন্য লাগে। মনে হয় যেন আমার অনু আমার মধ্যে নেই। সে কি মহাশুন্যতা। যেন কেউ এই মহাশুন্যতা কোনোদিন চাইনি কিংবা চাইবেও না। তোমার ছলনার কাছে আমি ভীষন পরাগ্রস্ত!! আমায় কোনোভাবে কি বাঁচাতে পারো তুমি অনন্যা? 😢😢😢
শুভকামনা ভাই। এই ব্যর্থ প্রেমিক এর দোয়া রইল আপনাদের সবার সাথে শুভ হোক আগামীর পথচলা। মনের মানুষকে নিজে পেলেও জতটা না খুশি হতাম তার চেয়ে বেশি খুশি হই অন্য কেউ তার মনের মানুষকে পেলে। ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা। ইতি, ব্যর্থ প্রেমিক।💔
সেদিন আমার ঘরে এসে তোমার মাথার নিচের বালিশটা দেখিয়ে বলেছিলে " এটা আমার বালিশ, যত্ন করে রেখো" ।বালিশটাকে আজও যত্ন করে রেখেছি কিন্তু তোমাকে পারিনি।।সারাজীবনের জন্য কষ্ট দিয়ে গেলে।
Amin.. Ei koshto ta j ki jontrona dey! Jodi jantam jake bhalobashi she hariye jabe ebhabe tahole hoyto etota bhalobashtamna 😢💔 The memories literally killling me from inside 💔
১৮ বছরের relationship আমাদের ছিলো।তিন বছর আগে আমাদের বিয়ে হয়।অনেক কষ্টে আমাদের বিয়েটি হয়।।।।।। বিয়ের দুই বছরের মাথায় আমাদের একটি ছেলে হয়।allah rohmota amra onk hpy chilm......কিন্তু এটা জানতাম না আমি অভাগীর কপালে এতো টা সুখ থাকবে। ২০২০ or hotat soril karap hoi......dhaka ty nya or treatment koraa hoi but যতো দিন যাচ্ছে or soril r karap hoccheee............R 16 August আমার জীবনে নেমে আসে কাল বৈশাখী ঝড় রাত ১ টা ৫৪ মিনিটের সময় আমাকে ছেড়ে চলে যায়। আমি তখন ও জানতাম সে বেচে আছে হঠাৎ আামাকে ঘুম থেকে উঠে ডাক দিবে কিন্তু তা তো আর কখনো হবে না।আমার একা ঘরে থাকতে ভয় হতো সে চলে যাওয়ার কদিন আগে ছেলেকে বলে ছিলো মাকে নিয়ে একা ঘরে থাকতে পারবে না, তখন আমি ওর দিকে একটু রাগ করে বলেছি যে এ সব কি কথা বলছো ও আমার দিকে চেয়ে একটু মৃদু হাসল।।।।।আমি জানি না বিধাতা আমার সাথে এ কেমন খেলা খেলতেছেন।।।।।আমি যেনো পরপারে গিয়ে তার বাকিটা জীবনের সঙ্গী হয়, এই জীবনে না ই বা হলাম 😔😔আমাদের 18 years relationship and 3 years married life এইভাবে পরিসমাপ্তি ঘটে। ।।।।।।। হে prio, দেখো আমি এখন একা থাকতে শিখো গেছি।।।।।।হাজার বছর বেচে থাকুক সকলের ভালোবাসার মানুষ আমি অভাগীর মতো কারো জীবনে এমন টা যেনো না হয়😊😊😊।।।।।।।৷৷
তুমি যাওয়ার আগে বলে গিয়েছিলে. হয়ত একদিন বৃদ্ধ বয়সে আবার দেখা হবে..টপটপ করে চোখের পানি পড়বে. তোমার জড়িয়ে ধরার ইচ্ছে হবে তোমার হাত ধরে শেষ নিশ্বাস ত্যাগ করার ইচ্ছে হবে. কিন্তু কোনটাই হবে না. চোখের পানি টা নিজেই মুছে পরকালে মিলনের অপেক্ষায় আবার হাটা শুরু করবো.. কিন্তু যতদিন বাচবো তোমার নাম নিয়ে বাচবো প্রিয় 💔
Thik bolchen ja ja sopno dekha hoyeche kichui r puron hbena...hoito atai neoti...atai mante hbe....ai prithibite R ak Howa hbena....hyto porokale ak HBO....hoito....sei icchatei hoito ai jibonta paar korte hbe....ekai bachte hbe...
তারে আমি পেয়ে খুব খুশি হয়েছিলাম। ফ্যামিলি মানবে না তারপরও একপর্যায়ে ফ্যামিলি মেনে নিল। কিন্তু সে অন্যের কাছে চলে গেল। এখন ফ্যামিলির কাছেও কিছু বলতে পারিনা যাই হোক ভালো থেকো প্রিয়। কমেন্ট টা রেখে গেলাম, যখন কেউ এটাতে লাইক করবে, তখন আবার আসব গানটা শুনতে😊
সবার মত আমারও শেষ চিঠিটা এখানে রেখে গেলাম প্রিয়😥 শুধু তোমার জন্য রাজশাহী শহরে গিয়েছিলাম পড়াশোনা করতে। বাবা-মা আমাকে ঢাকা তে পড়াশোনা করতে পাঠাতে চাইলে বিভিন্ন অজুহাত দেখিয়ে আমি রাজশাহীতেই যাই 🥺 কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস রাজশাহী গিয়ে তিন চার মাস পরেই তোমাকে হারিয়ে ফেলি চিরতরে 😥 10 তারিখ তোমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করি অনেক কিছু তুমি আমার সব কথা এড়িয়ে যাও কিছু উত্তর দাও না 😔 11 তারিখ রাতে তোমার এক বান্ধবী বলে তোমার বিয়ে হয়ে গেছে আজ 🥺 বুঝতে পারছিলাম না কি করবো, তিন বছর একসঙ্গে পথ চলা 😥 কি করে ভুলবো তোমায়?? অনেক কষ্টে নিজেকে সামলিয়ে নেই 🥺 লাল শাড়িটা পড়ে তো আমার পাশে বসানোর কথা ছিল কিন্তু কেন অন্য কেউ এখন?😥 জীবনের সবটুকু দিয়ে ভালোবেসে ছিলাম প্রিয় তোমাকে 😥আজও ভালোবাসি আর সারা জীবন হয়ত বাসবো😔 তুমি হয়তো অন্যের বুকে সুখে আছো কিন্তু আমিতো সুখে নেই ,আজও তোমার স্বপ্নগুলো বুকে লালন করে বেঁচে আছি 😔 কিন্তু তুমি তো কথা দিয়েছিলা, শেষ নিশ্বাস পর্যন্ত যাই হয়ে যাক না কেন আমার সঙ্গে থাকবে কই গেল তোমার প্রতিশ্রুতি ?😔 যে নগরীতে শুধু তোমার জন্য গিয়েছিলাম সেই নগরীতে আজ তুমি নেই, নগরী টা আজ বিষাক্ত লাগে প্রিয়🥺 প্রিয় আর কাউকে কোনদিন ভালোবাসবো না, বাবা-মা যাকে পছন্দ করে এনে দিবে চোখ বন্ধ করে মেনে নেব 🥺 আজও চিৎকার করে বলতে ইচ্ছে করে 😔 খোদা একটা মানুষই তো চেয়েছিলাম তাই না পুরো পৃথিবীতো আর চাইনি, কেন দিলানা?😥 জানি খুব কষ্ট হচ্ছে, তার পরেও একা বেঁচে থাকতে শিখতেছি প্রিয় 😥
প্রিয় "সূর্জানা" কমেন্ট করে গেলাম।দেখবি কিনা জানিনা হয়তো তোর যোগ্য নই। হয়তো ১০ বছর পরে তুই অন্য কারো হয়ে যাবি। কিন্ত আমার এই একমুখী ভালোবাসা গুলো দারুণভাবে তোকে মনে করাবে. ভালোবাসা অবিরাম।
শুধুমাত্র কমেন্ট গুলো পড়ার জন্য গানটা যে কত-শতবার শোনা হয়ে গেছে আল্লাহই জানেন। অবসর সময় চলে আসি এই গানের কমেন্ট বক্সে 🖤🖤 এই গানটার মধ্যে এত মানুষের মন ভাঙ্গার গল্প কমেন্টগুলো গুলো পড়ে চোখে পানি চলে আসে💔💔 আমায় নিয়ে আর ভেবো না, আরামপ্রিয় মনে স্বস্তি জেনো,শুধুই ফুর্তি মেনো দোলনচাঁপার মৌসুমে আমি টানছি ইতি এবার...🌼🌼 ( This line 🙂)
সময় টা ২০০৯ সাল থেকে ৩ বছর রিলেশনশিপ এর পর আল্লাহর রহমতে ২০১২ জানুয়ারি ২৭ তারিখে বিয়ে হয় আমাদের। আলহামদুলিল্লাহ ভালই আছি আমরা সবাই আমদের জন্য দোয়া করবেন।
কয়েক হাজার বেনামি বার্তা।। হাজারো কমেন্টগুলো যেন এক একজনের জীবন্ত গল্প।।যেগুলো মন থেকে অনুভব করা যায়।।হায়রে ভালবাসা, হায়রে মায়া।। মায়ার পৃথিবীতে এক একজন জীবিত জোনাকিপোকা।।
হাজারো কমেন্ট এর মধ্যে ।।।।। আপনার কমেন্ট পোরে।।।।।কেন জানি না খুবই ভাল লাগলো।।। শুভ কামনা রইল।।।।। যদি সময় পান আপনার প্রিয় মানুষটার নাম টা একবার বলে যাবেন খুবই জানার ইচ্ছা ছিলো।।। 🥺
তিন দিন ধরে কোন যোগাযোগ ছিলনা,আমি অস্থির হয়ে গেছিলাম। হঠাৎ তিন দিন পর এক অচেনা নাম্বার থেকে কল, আমি রিসিভ করে হ্যালো বললাম কিন্ত কোন উত্তর পেলাম না।কিছুক্ষন পর দীর্ঘশ্বাস শুনতে পেলাম বুঝে গেলাম এটা তুমি🖤। অনেক প্রশ্ন করলাম তোমায় তুমি শুধু বললে পারলে একবার আমার বাসার সামনে আসো।তোমার দেয়া সেই নীল শার্টটি পরে তোমার বাসার সামনে গেলাম,অনেক ঝকঝকে আলো জালানো ছিল তোমার বাসায়।হঠাৎ চোখ পরল একটা সাইনবোর্ডে,তোমার ছবি দিয়ে লেখা ছিল তোমার গায়ে হলুদের কথা।কিছুখনের জন্য আমার দম বন্ধ হয়ে গেছিল।বুঝতে পারলাম আজকের কথাই আমাদের শেষ কথা। মনের অজান্তেই চোখ থেকে অশ্রু ঝড়ছিল😭। বাসায় চলে গেলাম আমার রুমমেটরা হাজার চেষ্টা করেও আমার কান্না থামাতে পারেনি।🖤 একা থাকতে শিখে গেছি প্রিয় ভালো থেকো
একসাথে প্রাইমারি স্কুলে পড়েছি, ২০০৫ সালে ক্লাস ৫ম শ্রেনীর বার্ষিক পরীক্ষা শেষ হলে সে চলে যায় অন্য কোনো এক শহরে অন্য এক স্কুলে। আলহামদুলিল্লাহ ১৫ বছর পর ২০২১ সালে এসে তাকে আমার করে পেয়েছি, আগামী মাসেই আমাদের বিয়ে। প্রতিটি ভালোবাসায় পূর্নতা আসুক,সকল ভালোবাসার মানুষ গুলো অনেক ভালো থাকুক। #আপডেট ( ৩১ ডিসেম্বর ২০২১ আমাদের বিয়ে)
এই গানের নীচে একদিন নিজের গল্প লিখতে আসবো ভাবিনি। ভালোবেসে তার নাম রেখেছিলাম 'বিভাবরী'। আদর করে ডাকতাম বিভা বলে। লং ডিস্টেন্স সম্পর্কে সাড়ে তিন বছর তাকে চোখে না দেখেই ভালোবেসে গেছিলাম, bsc 1st year থেকে , graduation পাস করে চাকরি পেলাম, তার বাড়ির লোকের সাথে দেখা করলাম, আমাদের সম্পর্কের কথা সে জানালো , বাড়ি থেকে আপত্তিও এলোনা। সেও চাকরি পেলো খুব ভালো জায়গায় , ভেবেছিলাম আমার জীবনের এতখানি লড়াই, এবার বুঝি শেষ হলো। কিন্তু তারপরই সব বদলে গেল! সে জানিনা কেন আমার সাথে আর থাকতে চাইলো না, তার বাড়ির লোকও অস্বীকার করলো আমাদের সম্পর্ক। আজ তার সাথে সমস্ত যোগাযোগ ছিন্ন। সে থাকতে চায়নি, আমি তাকে রাখতে পারিনি। এখনও আমি তার মায়া কাটিয়ে উঠতে পারিনি, তাই একাই আছি লক্ষ্যহীন ভবঘুরে এক জীবনে। কমেন্ট রেখে গেলাম, যদি কোনোদিন এই গান শুনতে এসে এই কমেন্ট টা সে দেখতে পায়।
অনেক দিন থেকে শুনে আসছি গান টা, কখনো কমেন্ট করা হয় নি। আজ ৩১-১২-২০২৪...আর ৪ ঘন্টা পরে নতুন বছর শুরু হতে যাচ্ছে। সম্পর্ক ছিলো ৩ বছরের অভিশাপ বেকারত্ব। তাই আজ সে সম্পর্কের সকল বাধন ছিন্ন করে অন্যের ঘরে চলে গেলো। এখন সে সুখে থাক এইটাই চাই❤
শেষবার যখন কথা হয়েছিলো, বলেছিলে যখন চলে যাবে আর কখনো খুঁজে পাবো না তোমায়। ভেবেছিলাম আমার অভিমান হয়ত অনেক বেশি, তুমি পারবে না আমায় ছেড়ে থাকতে। আজ ৭ বছর হয়ে গেলো ঢাকার এমন কোনো গলি নাই যেখানে তোমাকে একবার দেখবো বলে পিছে তাকাই নি। কিন্তু তুমি সত্য, আজো তোমায় দেখি নি। ভালোবাসা কখনো মরে না, তুমি আছো আমার সারা শরীরে মিশে। যেখানেই থাকো ভালো থেকো অতন্দ্রিলা :)
@@meherunmahi4311 আমি বিয়ে করি নাই, করবো কিনা সেটাও ভাবিনি। আমি যখন তাকে প্রথম দেখায় ভালবেসেছিলাম তখন আমরা দুজন দশম শ্রেণী তে পড়তাম। এরপর যখন আমাদের মধ্যে ভালোবাসা হয় তখন আমরা দুইজন ইউনিভার্সিটির প্রথম বর্ষে পড়ি। ওই বছর ই উনি আমাকে ছেড়ে চলে যায়। ও কখনো বলেনি ব্রেকাপ। যেই বছর ও চলে যায় সেই বছরে আমার জন্মদিন এ এতো উপহার দিয়েছিলো যা আমার আনন্দ কে কয়েকশ গুন বাড়িয়ে দেয়। ঠিক এর দুই মাস পর ওর জন্মদিন ছিল আর আমি ওর মুখ টাও দেখতে পারি নি। আজো প্রতি বছর জুনের ১৮ তারিখ ওর জন্মদিন আমি পালন করি। তবে একা। ভালোবাসি আজো, তবে একা। সুখে থাকুক দোআ রইলো। শুনেছি বিয়েও করেছে। আমি এখনো ভালোবাসি ঠিক আগের মতো । ভালোবাসা কখনো হারায় না। এভাবেই বেঁচে থাকে আজীবন ।
এক ভাইয়ের মুখে গানটি শোনা। সেই সুত্র ধরে গানটি শুনতে আসি। গান চলছে হেড ফোনে আর কমেন্টে হাজারো মানুষের চেপে থাকা আর্তনাদগুলো অনুভব করছি। আর সেই অনুভুতি প্রকাশ করছি চোখের পানি দিয়ে।
মার্চের ৫ তারিখ তোমাকে শেষ দেখেছি 🙂 হাসবেন্ডের সাথে দাঁড়িয়ে ছবি তুলছিলে হাসি মুখে 🙂 আর আমি এক কোনায় দাঁড়িয়ে দেখছিলাম শুধু তোমায় 🙂 কালো সানগ্লাসটা তোমার দেয়াই ছিলো সেটা পরেই চোখের পানি কাউকে দেখতে দেইনি 🙂 পাথরের মত দাড়িয়ে ছিলাম 🙂 ভালো থেকো প্রিয় সবসময় 🙂🖤 এখনো কান্না করি প্রতি রাতে 🙂 ভালো থেকো 🖤
অপরিচিতা থেকে পরিচিতা, পরিচিতা থেকে প্রেয়সী, প্রেয়সী থেকে পরিণীতা হওয়ার যাত্রাই আবার ও অপরিচিতা হওয়ার পুরো যাত্রাটি নিদারুণ সুন্দর। সকল প্রণয় গপ্লের সমাপ্তি পরিণয় হয় না প্রিয়ো ☺🍂🌼
আমি তোমাকে আমার জীবন এর থেকেও বেশি ভালো বেসেছি প্রিয়, আমি বেচে না থাকলে আমার এই পছন্দে গানটা না বলা কথা গুলো নিয়ে বেচ প্রিয় তোমার ব্যার্থ প্রেমিক ....(সিফাত)...
2017 কলেজে উঠার পর প্রথম ভাললাগা তারপর ভালবাসা! আবার ৬৪ দিন পর ১১ ডিসেম্বর বিচ্ছেদ, তারপর তোমার বিয়ে হয়ে গেলো অন্য এক অপরিচিত মানুষের সাথে, আমি পাগল হয়ে গিয়েছিলাম মরতে চাচ্ছিলাম বারবার,কেননা ঠিক তখন তোমারো এক অচেনা চেহারা দেখেছিলাম, ব্যস কেটে গেলো ২ বছর এর বেশি সময় চাকরি পেলাম একটা, ভুলতে পারিনি তবে আমিও নিজেকে সামলিয়ে নিয়েছিলাম, কিন্তু আবার ২০২০ এ তোমার আবার একটা মেসেজ আমার ইনবক্সে আসবে ভাবিনি কখনো, তুমি বললে ক্ষমা করে দিও,আমি বললাম যেখানে তোমাকে অপরাধীই ভাবিনা তবে ক্ষমা করবো কেনো? তুমি কেদে দিলে, বললে নিয়ে চলো আমায়, ভালবাসি তোমাকে, খুব কান্না করছিলে তুমি! আমি বললাম সুখে থেকো
অনেক কমেন্ট দেখছি। আর কিছুদিন আগে হলে হয়তো আমিও এমন অনেক ছেড়ে যাওয়ার গল্প লিখতাম। স্কুলের প্রেম ভেঙেছে। কলেজের প্রেমও। এগুলোর পর অনেক কাঁদতাম এক সময়। এখন এতটা শক্ত হয়ে গেছি এসবের জন্য কোনো অনুভূতি আসেনা৷ যারা কষ্ট পায়, তাদের বলি... পৃথিবীটা অনেক বড়। অনেক সুন্দর। বিগত রাত্রি, দিন ফিরে আসেনা। সামনের উজ্জ্বল সকালে তাকাও। সারাটা দিন পড়ে আছে। দেখো কত মানুষ, কত রঙ, কত আনন্দ।... আর যে পৃথিবীতে এত অপূর্ব সব গান আছে.. সেই গানের সাথে সাথে মনকে শান্ত করে নাও আর শুরু করো নতুন পথ চলা। স্মৃতির মেদুরতা ভার হয়ে তোলা থাক সিন্দুকে, কিন্তু পকেটে করে ঘুরে বেড়িওনা। এগিয়ে চলো। আরোও অনেক স্মৃতি জমানো বাকি আছে যে..সেসব গল্পে হেঁটে দেখবেনা? 🌼 কলকাতা।। ১৭ ই অক্টোবর, ২০২০
আমার দেখা সবচেয়ে ইউনিক কমেন্ট বক্স👌.....যেখানে কোনো নির্দিষ্ট প্রাপক নেই,তবু বেনামী খামে জুড়ে আছে হাজারো চিঠি,হাজারো অনুভূতি,হাজারো স্মৃতি...যেন অনেকগুলো গল্পের সমাহার!!❣
আপনার নামের মতোই সেইম একটা মানুষ ছিল আমার,, সে হয়তো কখনোই এই গানটাও শুনবেনা।
@@sadiaferdousy4305 Same Amr ou Girlfriend or Nam Nayema Ferdousy🌚🖤
@@sadiaferdousy4305 হুম, একা বেচে থাকতে শেখো প্রিয়😭
Amner name to noy jeno national name
🌼🍂🍂🍂🌼🌺🌺🏵️🏵️🌸
১৬ই ডিসেম্বর,২০১৬।
দিনটি ছিল শুক্রবার। এর ১ মাস আগে আমি ঘুরতে গিয়েছিলাম কক্সবাজারে। আমি সেখানেই ছিলাম। ১৬ ডিসেম্বর রাতে আমার বাস। সকাল ১১ টা নাগাদ তার সাথে আমার কথা হয় মুঠোফোনে। তার শেষ কথাটি ছিল "১ মাসের অপেক্ষা শেষ। অনেক তাড়াতাড়ি আমাদের দেখা হতে যাচ্ছে আবার। ভালোয় ভালোয় ফিরে আসো।আল্লাহ হাফেজ।" এর পর টানা ৪ দিন তার কোনো খবর পাইনি। অতপর ২০ ডিসেম্বরে তার বাড়ির সিকিউরিটি গার্ডের কাছে শুনতে পাই সে ১৬ ডিসেম্বরে দুপুর ১২ টা নাগাদ ট্রাকের সাথে এক্সিডেন্ট করে না ফেরার দেশে চলে গেছে। আজ প্রায় ৫ বছর হয়ে গেল।তার জন্য কেনা স্টনের নীল মালা খানা এখনো আমাকে কাদায়। হয়তো দুর থেকে সে দেখছে আমি ভালোয় ভালোয় ফিরে এসেছি।
গানটি শুনে তার সব স্মৃতি চোখের সামনে ভেসে উঠতে শুরু করল। হয়তো দুর থেকে সে আমাকে এই গানের কথা গুলোই বলছে।
Bhai apner kotha ta shne amar language ta harai galo bhai
Khob sad story 😭😭
জানিনা ঘটনা টি সত্য কিনা, কিন্তু বুকের ভিতর কেমন যেনো করে উঠলো 💔
আহা জীবন 😢
😢😢
😔😔😔😔😭😭😭
আমি কখনো প্রেম করি নাই... এইসব বিষয়ে আমার তেমন জ্ঞান নাই.... কখনো প্রেম বিষয়ে কাদি নাই... তবে আজ কমেন্ট গুলো চেক করে কান্না আটকাতে পারিনি। ভালো থাকুক অসমাপ্ত ভালোবাসা 💗
প্রেম করোনা প্লিজ।
এটা কাঁদাবেই
😞🙂
@@sonarbangla1088 হ্যা ভাই এইসবে আমি নাই...কারন আমি দুর্বল
Vlo laglo vi
@@shadowshuvo6917 💗💗
অনেক আগে থেকেই এই গান টা শুনতাম আর কমেন্ট পড়ে কাদতাম।ভাবতাম মানুষের জীবনে এমন হারানোর ব্যথা।এই ব্যথা যে আমাকেও সহ্য করে জীবন চালাতে হবে ভাবিনি কখনোই।
১০ সেপ্টেম্বর, ২০২৪ রাতে হুট করেই ম্যাসেঞ্জারে ম্যাসেজ আসলো "আমি আর পারলাম না,আমাকে ক্ষমা করে দিও"
আমিও উওরে বলেছিলাম আক্ষেপ নাই,ভালো থেকো।
সমাজ,সমাজব্যবস্থার কাছে হেরে গেলো আমার ৯ বছর ৪ মাস ১৬ দিনের ভালোবাসা।
আজ তোমার বিয়ের এক মাস পূর্ন হলো আজ ও তোমাকে দেখি,ভালোবাসি তোমায় অনেক বেশি।
শুনেছি অনেক সুখে আছো,দোয়াই রাখি যাতে আল্লাহ যাতে অনেক সুখি রাখে তোমায়।
ভালো থেকো।
😢😢😢
আমার দেখা ইউটিউবের সবচেয়ে হৃদয় বিদারক কমেন্ট সেকশন 🙂...!
সবার হারানোর স্মৃতি দেখে আর কিছু লিখতে মন চাচ্ছে না 😔
Hmm vai
যথার্থ বলেছেন
Same😪😓
Asholei thik..ki r bolbo...tader onuvutir kotha dekhle buke onkk lage
Aamar dehokhan -Odd Signature (official).
Ai gan tar comment section a aktu ghure aasun .
Jodio otar theke ai gan ta aamar beshi prio .
Tobei "aamar dehokhan" ar comments section r o hridoybidarok
সেদিন হঠাৎই তোমার সাথে দেখা।আমাদের সম্পর্কের ইতি টানা হয়ে গেছে তখন প্রায় ৪ বছর। এই ৪ বছরে আমাদের মাঝে কোনো যোগাযোগ ছিলো না।আমি এখন নেভিতে ভালো একটি পোস্ট এ আছি।হয়তো তোমার ফ্যামিলিতে প্রপোজাল দেয়ার মতো যৌগ্যতা আমার আছে এখন।কথায় বলেনা,বেকার ছেলেটাও একদিন চাকরি পেয়ে যাবে কিন্তু ফিরে পাবে না চাকরির অভাবে হারিয়ে ফেলা তার বেলা কে।আমিও সেইদিন তোমাকে হারিয়েছিলাম এইভাবে।পুরাতন কথা মনে করে আর মনটাকে ভারী করতে চাচ্ছিনা।তো,সেইদিন তোমাকে দেখার পর আবারো সেই প্রথম দিনের মতো চোখটা আটকে গেছিলো তোমাতে।হাজার চেষ্টা করেও নিজেকে তোমার চোখের আড়াল করতে পারিনি।সেই তুমি আমাকে দেখেই ফেললে।তার পর তোমার সে টোল পরা গালে একটা হাসি দিয়ে আমার দিকে এলে।আর তোমার সাথে হেটে আসছিলো তোমার পিচ্চি।বেশ দেখতে হয়েছে।তুমি এসে জিজ্ঞেস করলে,"কেমন আছো?"আমি বললাম,"এইতো যেমনটা দেখছ।"তারপর তুমি বললে,"ঘুরিয়ে কথা বলার অভ্যাসটা আজও রয়ে গেছে!"আমি মুচকি হেসে বললাম,"আমার ভুল সংশোধন করা মানুষটা যে আজ অন্যের মন ভালো করতে ব্যস্ত।"তুমি আর কথা বাড়ালে না।আমি হাটুগেড়ে তোমার মেয়ের দিকে তাকিয়ে এক গাল হাসি দিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম,"মামনি, তোমার নাম কি?"উত্তরটা শোনে আমি খানিকক্ষণ চুপ করে রইলাম।তার নাম রেখেছিলে তুমি 'নির্ঝরা'।নামটা ধরে অসংখ্যবার ডেকেছিলাম প্রিয় মানুষটাকে।তখনই তোমার বাচ্চার বাবা এসে ডাক দিলো।তুমি চলে গেলে আর বলে গেলে সেই বিষ মখানো কথাটি।"ভালো থেকো।"আমিও মুখ ফিরিয়ে চলে এসেছিলাম।বিশ্বাস কর,আমি অই দিনও তোমার চোখে আমার জন্য ভালোবাসাটা দেখতে পেয়েছিলাম।নিষিদ্ধ করা হোক পরিবারের অজুহাত দিয়ে একটি সম্পর্কের সমাপ্তি ঘটানো।বেঁচে থাক ভালোবাসা। 🌸
We're also separated now for her family issue, hope someday I'll find her again :(
You are reall lover
eigolo ktha shunle bok ta fete jai
Heart Broken love..story 🙂💔🙁
❤
কারো এমন হয়েছে কি..?
গান চলছে কিন্তু, গানের লাইন গুলো থেকে ও কয়েকগুণ বেশি কমেন্ট গুলোর অর্তনাদ আপনার ভিতর টা ছুঁয়ে যাচ্ছে..?
Ji💔
আমার
Amar
Amar😒
@@montashazquad7994 😓
আম্মুকে হারানোর পর গান টা শুনি। গান টা যত বারই শুনি নিজেকে শান্তু রাখতে পারি না। মায়ের চেয়ে প্রিয় পৃথিবীতে কেউ হতে পারেনা
Allah borosha 😢
সৃষ্টিকর্তা কে বলবো।
যার জন্য যাকে তৈরী করোনি।
তার প্রতি তার ভালোবাসা দিওনা।💔😢
জ্বি ভাই 😪😪
akdom moner kotha bolchen love you bro😥😥😥
Thik💔
Ji vaia💜🖤
Thik but Allah e valo janen ,
একটি চিঠি আর দেয়া হয় নি!আমার চাকরির চিঠি!তোমার প্রিয় বেলী ফুল দিয়ে মুড়িয়েছিলাম!তুমি ক্যান্সার এর সাথে লড়ছিলে!আর ২০ মিনিট লড়তে পারো নি!হাস্পাতাল পৌছে আড়াল থেকেই তোমার বাবা মায়ের কান্না দেখে চলে এসেছি!আমি আজও বেচে আছি!একা!প্রিয় তুমিও তহ কবরে একা!💔
💔
💔
নিজেক ভালো রাখার চেষ্টা করুন 😑
উনি আপনাকে সুখী দেখলে শান্তি পাবেন😪
💔
খুব কান্না চলে আসলো
অকল্পনীয় বেদনা
'এরপর আর দেখা হবেনা!'
শেষ! খুব ছোট একটা লাইন,একটা বড় দীর্ঘনিঃশ্বাস!
'অভ্যাসে' পরিনত হয়ে যাওয়া মানুষ টার বিদায়! যাকে দেখে শান্তি লাগতো সেই মানুষ টা কেই আর দেখা হবেনা! শহরে হাজারো মানুষ চোখের সামনে থাকবে অথচ সেই প্রিয় মুখ টাই সেখানে আর থাকবে না!
'সুন্দর স্মৃতি' হয়ে থাকা জায়গা গুলোতে আবারো যাওয়া হবে, কিন্তু সেই মানুষ টা থাকবে না! দীর্ঘনিঃশ্বাস এসে ভর করবে,সেটা তাকে জানানো যাবে না!
সব কিছু থেকেও 'খালি খালি' লাগবে, কারন আর দেখা হবে না, আর দেখা হবেনা!🖤
৩ টে মূল্যবান জিনিস খুঁজে পেলাম হঠাৎ করেই.....
১.অসাধারণ একটি লেখা।
২. দামি একটি গায়ক।
৩.একটা পূর্ণ গল্প।
আর অনেক সাহস
একটা সময় অনেক কনফিউশনে ছিলাম প্রিয় মানুৃষটাকে পাবো কি পাবো না! হাজারো অনিশ্চয়তা ছিলো তখন। গানটা বার বার শুনতাম মন খারাপ হলে৷ আজ ৮ মাস ১০ দিন আমাদের বিয়ের। আলহামদুলিল্লাহ
অভিনন্দন ভাই। 🙏🌻
Alhamdulillah vhai. onk besi shukhe hon apnara.💖
এতোগুলা হাহাকার ভরা কমেন্ট এ এই একটা সুখকর লিখা পড়লাম। ভালোই লাগলো শুনে। দুজনেই অনেক সুখে থাকবেন 🌻
দোয়া রইলো আপনাদের জন্য।
Alhamdulillah
৭ বছরের সমপর্ক আমাদের আর বিয়ের বয়স সাড়ে তিন বছর।। 🥰❣️ বাড়ি থেকে এখনও মেনে নেয়নি।তারপরেও দুইজন এখনও একসাথে আছি। আলহামদুলিল্লাহ।। ইনশআললাহ সারা জীবন এভাবে যেন থাকি।।❣️🥰
❤️❤️❤️
Inshallah
@Md Tutul ধন্যবাদ ভাইয়া ❣️
Sm too
ভাই ভালোবাসার মানুষ টা কে কখনো কষ্ট দিয়েন না অফুরন্ত ভালোবাসা দিয়ে অাগলে রাখবেন।। হুম
আম্মু চলে গেছেন আজ ৪ বছর হবে. শেষ মুহূর্তে আম্মু খুব অসুস্থ ICU তে হালকা কথা বলতে পারে. আমার একটা সরকারি চকারীর পরীক্ষা আম্মু কাছে নিয়ে কানে কানে বললো চিন্তা করিস না বাবা আমাকে নিয়ে মন দিয়ে পড়. অনেক বড়ো হবি তুই, আজ আমার অনেক টাকা বড়ো চাকরি করি মা তুমি নেই মা আমি এই খুশির খবর টা কাকে দেই মা??? তুমি চলে গেলে মুমুর্স অবস্থায় তুমি এতটা ভালোবাসা দিয়ে গেলে মা
কমেন্ট বক্স টা দেখছি আর কান্না করেছি
অদ্ভুত এক শূন্যতা ঘিরে ধরে!!
আমার কমেন্ট এ কেউ নজরে আসলে একটা লাইক দিয়ে যাবেন, স্মৃতিচারণ করা যাবে!!
😢
এই সৃতির পাতা কখনোই শেষ হবার নয় 😥
Miss u
হ্যা , আমিও কমেন্ট বক্স দেখছি আর বোবা কান্না করছি😓💔
কি হয়েছে আপনার জিবনে
গতকাল আমার মেয়ে এই গানটা শুনছিল। আমি ও মন দিয়ে শুনছিলাম। হঠাৎ করে অতীত নাড়া দিয়েছে আমার মনে। ১৯৮৫ সালের কথা আমার বড় ভাইয়ের শালী ছিলে তুমি। বড় ভাইয়ের বিয়ের পর তোমাদের বাড়িতে আসা যাওয়ার মধ্যে কখন যে মনে বসে গেছ বুঝতে পারি নি।ভালোবাসা কখন হয়ে গেল তুমি আমি কেউই বুঝতে পারি নি।১৯৯২ সালে চাকরি পেলাম খবর টা দিতে তোমার কাছে গেলাম।তোমাকে বললাম তোমার ঐ হাসিতে বুঝেছিলাম তুমি কতোটা খুশি হয়েছ।ঐ রাতে চলে গেলাম আবার চাকরিতে।তখন মোবাইল ব্যবহার করতাম না। তোমার কোনো খোঁজ খবর পেতাম না। ৫-৬ মাস হয়ে গেল। না হয় তোমার সাথে কথা, না হয় দেখা।জাহাজে তখন আমার ডিউটি।জাহাজের ঐ উঁচু টাওয়ারে উঠেছি ইচ্ছে করে।ঐখান থেকে লাফ দিয়ে পড়লাম সাগরে সবাই হাক ডাক করে আমাকে তুলল। অফিসার এসে বলল এখনি হাসপাতালে ভর্তি করাও ওকে। আমি বললাম স্যার আমাকে কয়েকদিনের ছুটি দেন।এবং সেই ছুটিতে গেলাম তোমার কাছে।তুমি বললে বাড়িতে তোমার বিয়ের জন্য সবাই উঠে পড়ে লেগেছে।আমি কিছু না বলে চলে আসলাম আমার বাড়ি।এসে আমার বড় আপাকে বললাম যেমনে হোক আব্বা কে রাজি করাতে।কিন্তু আব্বা রাজি হয়লো না।একবাড়িতে ২ ছেলে কে বিয়ে করাবে না। সেদিন রাতে আর ঘুম হয়লো না। পরদিন সকালে তোমার কাছে গিয়ে বললাম তোমার বাড়িতে গিয়ে আমার কথা বল কিন্তু তুমি বললে আমার বাড়িতে এই প্রস্তাব মেনে নিবে না। রাগে তোমাকে একটা থাপ্পড় দিলাম। দিয়ে যে এই আসলাম আর তোমার সাথে দেখাও নাই।কথাও নাই। ২০২১ সালে আমার বড় ভাইয়ের মেয়ের বিয়েতে তোমাকে দেখলাম। দেখলাম তোমার চোখে আমার প্রতি হাজার হাজার অভিমান অভিযোগ। আমার চোখে কি ছিল তা কি জানো??? তোমার ছেলে মেয়ে আমার সাথে এসে কথা বলল। তোমার স্বামী ও, একমাএ তুমি এসে কথা বললে না।
তোমার কথা আমার মেয়েকে আমি বলেছি। তোমার সাথে কোন গাছের নিচে দাড়িয়ে কথা বলতাম তা ও দেখিয়েছি।
জীবনের গতিতে জীবন চলছে। তবে তোমার প্রতি আমার ভালোবাসা সত্য ছিল।তাই আজও গানগুলো শুনে দীর্ঘ শ্বাস পড়ে।চোখ ছলছল করে।যেখানে থাকো যেভাবে থাকো।ভালো থেকো।
Khub sundor laglo
আপনার কথা শুনে খুব ভালো রেগেছে 😇
Vison valo laglo
🤞🏻🤍
অনেক খারাপ লাগলো 🙂💔
বাবাকে হারিয়ে এ গানটা বেশি বেশি শুনি।
বাবা একান্ত প্রিয়, এমন প্রিয় আর হয় না।
বাবাকে ছাড়া একা বেঁচে আছি....
Bastobota amoni ,kicu korar ny ,duwa krn jno vlo thke uni ,atay Unar jnno vlo hbe onk
@@ronyislam2000 ha r kicui krar nai amader
😭😭😭😓😓😓
ভালো থাকুক ঔ পাড়ে
Allah unake jannat basi hisebe kobul koruk ... Baba mane onek boro ekta chad mathar upore 😓😓😓😓
গান শুনতে শুনতে কমেন্টস গুলো পরছিলাম, অর্ধেকটা গান শুনে চলে যাচ্ছি বাকি কমেন্টস গুলো পড়ার আর সাহস পেলাম না।
ভালো থাকুক একা বেচে থাকা মানুষ গুলো।😊
দেখতে দেখতে গানটির কমেন্ট বক্সে যোগ হয়েছে প্রায় ৩ হাজার মন ভাঙ্গার গল্প।
এগুলো আই লাভ ইউ বাবু টাইপের প্রেমের গল্প না ভাই।
এগুলো ভালবাসার গল্প,এগুলো বুকপোড়া ভালবাসা নিয়ে বেঁচে থাকার গল্প❤
Thik 🖤🖤
Hmm,
এগুলোই সত্যি
কারের ভালবাসা।যারা কখনোই শেয়ার করতে পারে নি ব্যথাগুলো।তাই কমেন্ট এ এসে শেয়ার করে কিছুটা হলেও শান্তি পেয়েছে।
Hmm vaiya🙂💔
সত্যিকারের ভালোবাসার গল্প সবাই সেয়ার করতে পারে না💔💔💔
জানিনা, ঈশান কেমন আছো, কোথায় আছো! শুধু যেখানেই থাকো ভাল থাকো❤
৫ বছর সম্পর্কে তোমায় খুব ভালবেসে ফেলেছিলাম। তোমার সাথে দেখা করতে যাওয়ার সময় প্রায়ই আমি শাড়ি আর তুমি পাঞ্জাবি পরে আসতে। আমার আজও মনে আছে সেইদিনে কথা। সেদিন তুমি আমার দেওয়া নীল পাঞ্জাবিটাই পরেছিলে। সত্যি তোমাকে খুব ভাল দেখাচ্ছিল! আমরা সেদিন কত আনন্দে কাটিয়েছিলাম তাই না ঈশান?
একসাথে বসে চটপটি খেয়েছিলাম, রিকশা করে ঘুরেছিলাম। তুমি একটা বেলি ফুলের মালাও এনেছিলে আমার জন্য। খোঁপায় বেঁধে দেবে বলে...
সত্যিই দিনটা খুব সুন্দর ছিল, আবার অভিশপ্ত ও! 🥀
সন্ধ্যায় একে অপরকে বিদায় দেওয়ার সময় তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে। বলেছিলে, আমাকে ছেড়ে কখনো যাবে। আমিও একই কথা বলেছিলাম। আর বলেছিলাম আমি শুধু তোমার। আর কারও না❤
বিদায় দেওয়ার সময় তোমাকে যেন ছাড়তে মন চাইছিল না। মন চেয়েছিল তোমায় যেন আকড়ে ধরে বসে থাকি।
সেদিনই যে তোমার সাথে শেষ কথা প্রিয়, আমি জানতাম নাহ!
সেদিনের পর ৪ দিন তোমার কোন খোঁজ পাইনি। অবশেষে জানতে পারলাম, ঠিক সেই দিনই, যেদিন আমরা দেখা করতে গিয়েছিলাম, ফেরার পথে তুমি চলে গেছো না ফেরার দেশে। এক পিশাচ ট্রাক তোমাকে বাঁচতে দেয় নি!
সেদিন আমার আত্মা কেঁপে ওঠে। অর্ধেক মৃত হয়ে যাই আমি। ঠিক যেমন জীবন্ত লাশ! হয়তো সেদিন তোমাকে ওভাবেই আকড়ে ধরে রাখলে ভাল হতো। 💔
আজ তুমি নেই ৭ বছর কেটে গেছে। জানো ঈশান, আমি বলেছিলাম না? আমি শুধু তোমারই। আমি আজও অন্যকারো হয়নি ঈশান!
এই ৭টা বছরে আমার অনেক বিয়ের প্রস্তাব এসেছে। আমি একে একে সবগুলোই প্রত্যাখ্যান করি। কারণ আমি তো শুধু তোমার, তাই না?
আমি আজীবনই তোমারই থাকব। তোমার জায়গা আর কেউ নিতে পারবে না ঈশান। ❤
এই ৭টি বছরে অনেক কিছু বদলে গেছে, কিন্তু বদলায়নি তোমায় হারানোর ব্যাথা!
আমি আজও অপেক্ষা করছি প্রিয়, পরকালে আমরা একসাথে থাকব।
আমাকে তুমি তোমার কাছে নিয়ে যাও প্রিয়, কেন একা ফেলে গেলে আমায়?
তুমি জানো না, আমি তোমায় ছাড়া ভাল নেই? 🖤
কান্না এসে গেলো 😭😭😭
@@angelpriyasha2296 ata ki Real story? Naki kalponik
Heartbroken story❤️
কেন শুধু নিজেকে এভাবে কষ্ট দিচ্ছেন??? আল্লাহ যা করেন ভালর জন্যই করেন,,
আসলে এসব অনুভূতি মনে অনেক শান্তি আনে,,একজন কে ভালোবেসে যাওয়া আজীবন,, একজন কে নিয়ে স্বপ্ন দেখা,,তাকে জীবনে পাই কিনা সেটা ব্যাপার না কিন্তু তাক নিয়ে সকল ভাবনা কল্পনা মনে অনেক প্রশান্তি আনে,,
আপনার অনুভূতি সার্থক হোক
2018 সালে বাবা কে হারিয়েছি :( আজ আমার জন্মদিন বাবা । তুমি যেখানেই আছো ভালো থেকো । দূর থেকে ভালোবাসা রইল :(
শুভ জন্মদিন আইসো পুরান ঢাকায় একপেলেট না বিরানি খাইলে ভাইয়ের থেকে❤️
Happy birthday broo
আমার বাবাকে ও ২০১৮ সালে হারিয়েছি ভাই 😑
😞😞😞😓
ভালোবাসার প্রতি যে অভিশাপ আমার মনে দাগ কেটেছিল...এই কমেন্ট বাক্স তা আজকে মুক্ত করে দিল...আজ বড় বিশ্বাস হচ্ছে সত্যিকারের ভালোবাসা এখনো বেঁচে আছে
🎉
❤❤❤❤❤❤🎉
আমি ক্যান্সার রোগী আমার অনুরোধ আপনারা সবাই দোয়া করবেন
Edit: কমেন্ট টা ছোট ভাই করেছিল। আজ চোখে পড়লো। সবকিছুই আছে। নাই শুধু শিহাব। ২৬-১০-২০ সময় ৩ টা বেজে ২৯ মিনিট "আচ্ছা আমার অনেক ঘুম পাচ্ছে। আমি এখন ঘুমাবো। গুড নাইট" অ্যান্ড কেমন জানি চুপ হয়ে গেলো। সবচুপ।
ওর একটা কথা খুব মনে পরছে-"মানুষ মরে গেলে কি সবাই ভুলে যায়?"
ভালো হয়ে উঠবেন। আশা রাখুন। প্রার্থনা রইলো।
দোয়া রইলো ভাই। আল্লাহ আপনাকে সুস্থ করে দেক।আবারো সুস্থ আলোয় ফিরে আসবেন
Dua kori bhai...Allah apnk sustho kore dek!
ভাইয়া ভালো হবেন আশা করি তারাতারি
বাচুন নিজের মত জা কদিন আছে,আমরা সবাই মারা জাব।মৃত্যু আমাদের শেষ সংগী।
আললাহকে ডাকুন
তিন বছরের সম্পর্কের পর যখন সেই মানুষটার মুখে শুনলাম সে আর আমাকে ভালোবাসে না আর কাঁদতে ইচ্ছা হয়নি আর কান্না টাও আসেনি। কত অপমান,অবহেলা, অসম্মান ,চরিত্রহীনের দাগ, সহ্য করেছি কতবার নিজের চরিত্রের প্রমাণ দিয়েছি ,তোমার পায়ে পড়ে কতবার অনুরোধ করেছিলাম শুধুমাত্র আমার সাথে থাকার জন্য তুমি শোনোনি। বিশ্বাস করো শেষে গিয়ে আর পারিনি মনে হয়েছিল যে বিশ্বাস করতে চায় যে বুঝতে চায় তাকে বোঝানো যায় যে আগে থেকেই বুঝতে চায় না তাকে বোঝানো সম্ভব না।কত রাত দম বন্ধ হয়ে যাওয়ার মতন কেঁদেছি তোমার দেওয়া কষ্ট ভুলতে ওষুধ খেয়েছি, কিন্তু যখন তুমি বললে যে তুমি আর আমাকে ভালোবাসো না বিশ্বাস করো ঠিক তার পরম মুহূর্ত থেকে আমার মধ্যে কোন আর অনুভূতি বেঁচে ছিল না মনে হয়েছিল আর আমার কিছু পাওয়ার নেই আমার কিছু হারানোর ও নেই, এবার শুধুমাত্র ঘুরে দাঁড়ানোর লড়াই।শেষ দিনে যখন তোমায় জিজ্ঞাসা করেছিলাম যে তুমি আমার সাথে থাকতে চাও কিনা আমি চাই দুজনে মিলে আবার একসাথে সবটা শুরু করতে কিন্তু তুমি এক বাক্যে জানিয়ে ছিলে যে "না" তুমি আর থাকতে চাও না।তারপরেও তোমার কাছে অনুনয়-বিনয় করেছিলাম শুধুমাত্র তোমার সাথে থাকার লোভে তখন তুমি বলেছিলে তোমার দুদিন সময় লাগবে এটা ভাবার জন্য যে আমি থাকলে তোমার জীবনে ,তোমার পরিবারে, তোমার কেরিয়ারে, কি প্রভাব পড়বে😊কত অপমান সহ্য করেছি নেহাত ভালোবেসেছিলাম তাই কিন্তু যখন তুমি শেষ কথাটি বললে তখন আর পারিনি মনে হয়েছিল যে আমার এই তিন বছরের পুরোটাই মিথ্যা একটা মিথ্যে সম্পর্ক টানা থেকে সম্পর্ক না রাখা ভালো শিয়াল কুকুরের মতন মারামারি করে থাকার থেকে মানুষের মতন দূরে থাকা ভালো। আমি যাকে ভালোবেসেছিলাম সে তুমি নও সে মারা গেছে আজ বলতে কোন বাধা নেই আমি একটা ভুল মানুষকে ভালোবেসেছিলাম, কিন্তু জানো তো তোমাকে ভালোবেসে আমি পরিপূর্ণ আমি আমার সবটুকু দিয়েছিলাম যতটা দেওয়া যায় তুমি নিতে পারোনি আফসোস এটাই😊 যাই হোক ভালো থেকো প্রিয়❤.......
সম্পর্কের ইতি টানলাম ঠিক যেমনটা তুমি চেয়েছিলে 😊
যদি কখনো কেউ এই লেখাটি পড়ো পারলে একটি লাইক দিয়ে যেও আবার এসে না হয় স্মৃতিচারণ করবো।😊
Same situation 😢😢
-· হ্যাঁ আমি ভীষণ ভাবে চাচ্ছি আপনি আবার এসে একটু স্মৃতিচারণ করে যাবেন।😇🤍
আরেকটা নতুন জীবনে ভালো থাকুন।
@@ashik630 😊
পুরো ঘটনা টা মিলে গেল
আম্মু লাইফ সাপোর্টে থাকার সময় খুব শুনতাম, এখন একাই বেঁচে আছি। আর শুনি না এই গান। শুনলে আর থাকতে পারি না। আম্মু যাবার ১.৫ বছর পর আবার শুনতে আসলাম, পুরোটা শুনবো না, চলে যাবো।
এত হারাম রিলেশনশিপ, প্রেম-ভালোবাসার গল্পের মধ্যে সত্যিকারের ভালোবাসার মানুষ কে হারানোর সত্য কাহিনি টা আপনি ই লিখলেন 🥺🥺। আল্লাহ আপনার আম্মুকে জান্নাতুল ফেরদৌস দান করুন৷
আমিন।
মন থেকে আপনার জন্য দোয়া🙂
আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমীন
আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌসে দান করুন। আপনিও ভালো থাকবেন। "একা বেঁচে থাকতে শেখ প্রিয় "
Valo bolsen khub e...gaan shune jototuk emotional na lage aituk pore er cheye beshi lagse..may god bless her..
😢😢😢
বাহিরে বৃষ্টি হচ্ছে, অন্ধকার রুমে একা, প্লেলিস্টে এই গান চলছে। আর মনে হাজারো স্মৃতি। পাশে কেউ নেই, খুব ইচ্ছে করছে কেউ একজন পাশে থাক, তার কোলে মাথা দেই সে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলুক সব ঠিক হয়ে যাবে। কিন্তু না "একা বাচতে শিখো"
একা বেচে থাকতে শেখো প্রিয়😅
Sotti ki aka baca Jai ?
এইটা কমেন্ট বক্স নয়,
এটা হাজারো জীবন্ত লাশের অসহায় আর্তনাদ 💔
❤️
হঠাৎ একদিন দেখা হলো আমাকে তার ভালো লাগল দীর্ঘ সময় আমার জন্য অপেক্ষা শেষে একদিন একবুক সাহস জমিয়ে কথাটি আমায় বলল নতুন পৃথিবীর আলো দেখালো কিন্তু আমি বুঝানোর চেষ্টা করি এটা সম্ভব না।
এর পর তার চোখে ওই কষ্ট গুলো ছিল দুঃসহ আমিও এবার তাকে ভালোবাসতে শুরু করি প্রায় ১০ মাসের মাথায় সবাই সাজানো থেকে এলোমেলো হতে শুরু করে সে আমায় অবহেলা করতে শুরু করল একদিন হঠাৎ ই আমার কাছে অনাবশ্যক ছুটি চেয়ে বসল আমি অপেক্ষার প্রহর গুনি আইডিটা আনব্লক হল সে আমার কাছে মাফ চাইলে আমি বললাম যা ছিল তা অভিমান সব ভুলে গেছি, সে বলল,, যে চাকরি টার জন্য তোমায় ছারলাম সেই চাকরি টাই আমার রইল না, কিন্তু সেই দিন সে আমার আমার সে তার সাথে কথা বলা প্রথম মুহূর্তটাই ফিরিয়ে দিয়ে বলল,আমরা বন্ধু হতে পারি না তাকে দূরে সরাতে চাইনি বলে সে দাবিও মেনে নিতে হলো,সে বলল একা থাক ভালো থাকবে🖤💔
আমি এখন ও তার জন্যই অপেক্ষা করি ভালোবাসি কোন অতীত নেই এটার হবেওনা ইনশাআল্লাহ 🖤💔🥀
🖤একা বেঁচে থাকতে শিখো প্রিয়❤️💔
৮ হাজার কমেন্ট এর ভেতরে যে জীবন্ত লাশ গুলো বেচে আছে তাদের স্যলুট জানাই।আমার ৭ বছরের সম্পর্ক ঠিক এদের মত গল্প ছিল😥
তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই কিন্তু এক আকাশ সমান অভিমান জমে আছে! এটা সারা জীবন থাকবে।আসলে তোমার সাথে আমার না হওয়া একটা সংসার রয়ে গেল।💔
একা বেঁচে থাকতে শিখ প্রিয়।🥀🌸
আমি,ও,জানতে পারলাম ২বছর পরে,সে আমাকে ভালোবাসেনা ,প্রথম ভালোবাসা,,দ্বিতীয় , ভালোবাসা ৭বছর পরে জানতে পারলাম সে,আমাকে,ভালোবাসে,না 😢😢😢😢
আমি ১০ বছর পরে জেনেছি 😥😥। ভালো থাকুক মানুষটা❤❤❤।
Amr 4 bochorer love ta o emn bari 8 hazar manusher motoi
Stay strong dear😊
Hmmm
সময়টা ছিল 2010 সালের ডিসেম্বরের 31 তারিখ। দিনটি ছিল শুক্রবার। আমার বয়স তখন ছয় বছর কিবা সাত বছর হবে। ক্লাস টু তে পড়ি আমি। আমার খুব ঘুরি উরানোর শখ ছিল । ঠিক সেদিন অন্যান্য দিনের মতো আমি সে দিন সকাল সাতটায় ঘুড়ি উড়াতে চলে গেলাম বিলে। ঠিক একটিবারের জন্যও বুঝতে পারিনি আমার জীবনে যে এত বড় একটি দুঃসংবাদ অপেক্ষা করছে। সময়টা 12:41 আমার ছোট খালা আমাকে গিয়ে বলল যে তোর মা অসুস্থ তাড়াতাড়ি বাড়িতে আয় । এর ভিতর যে তোমাকে হাসপাতালে নিয়ে গেছে মা আমি একটি বারের জন্যও বুঝতে পারিনি। যখন 12:47 বাজে আমি বাড়িতে আসার অর্ধেক পথে, তখনই শুনতে পেলাম মা তুমি আর এ পৃথিবীতে নেই। আমার বোনকে জন্ম দিতে গিয়ে তুমি পৃথিবী থেকে হারিয়ে গেছো। বিশ্বাস করবা আমি তখনও বুঝতে পারিনি যে তোমাকে হারানোর যন্ত্র টা এত কষ্টের হবে। আমি আর সবচেয়ে বেশি খারাপ লাগছে কি মা জানো , যখন শুনছি তুমি আমাকে একটি বারের জন্য দেখাতে সবার হাত পা ধরে আকুতি মিনতি করেছ। কিন্তু বেঁচে থাকতে সেদিন আর আমাকে একটু দেখনি। বিশ্বাস করো মা এখন আমার বয়স 18 চলে, তোমাকে ছাড়া আমার এই জীবনটা এতো বেমানা হয়ে গেছে। যে ভালোবাসা নামক শব্দটা আমার জীবন থেকে উঠে গেছে। সেই তোমার মত কেউ আর এখন আমাকে ভালবাসে না মা। মা তুমি তো চলে গেছো ওইপারে আমাকে কেন রেখে গেলে এইপারে। মা একদিনও বলতে পারেনি তোমাকে খুব ভালোবাসি মা।
Please মন খারাপ করবেন na😢🙏
Same to u 🙂
😔😔😔😔😔
Vai tor poti ta kotha jno amr moner kotha sob kisu tey onk mile gase
Amr 2 yrs bosoy 1997 aaa amr ammajan notun ak othiti ane mane amr soto bon hobar somoy amader sobai k prithibite rekhe Cole gase. Ammajaner face taw cokee vase nah amr ..protiti muhurte protiti somoy aa miss kori ma k ...maj rat hole nijake r control korte pari nah ..Coker pani jol jol kore porte thake .. R ammajan cole jawya te ajo vlobasa bole kisu ase ata bealive hoina.vlobasa k mane nite pari nah ....Akhon doa sara r kisuy possible nah..doa kori Allaho tala jeno
Tader k koborer ajab hote Maf koren..jannatul ferdos nosib koren...amin
😭😭😢😢
প্রতিটা কমেন্ট পড়ে চোখে জল চলে আসে।
তারপরও মনোযোগ দিয়ে পড়ি।
বার বার পড়তে আসি।
ভালো থাকুক সবার ভালোবাসার মানুষ গুলো।
প্রতিরাতে গুমথেকে উঠে তাহাজ্জত পড়ার অভ্যাসটা যে তোমায় চাইতে গিয়ে হয়েছে। শুক্রবারে জুম্মাটা না পড়ে যখন গুমাইতাম খুবকরে রাগ করতে, আলহামদুলিল্লাহ আজকে ৩বছর হয়েগেলো পারতে কখনো তাহাজ্জুতটা মিছ করিনি। তুমি আমার হলেনা হারিয়ে দিলে আমায় আসলেকি হেরেছি? না আমি পেয়েছি আল্লাহকে পেয়েছি রাসুলুল্লাহ সাঃ এর সুন্নত আলহামদুলিল্লাহ
বৃহস্পতিবার আমরা মোমো খাই
@@gargidas1111 মো মো টা কি??
অনেক দামি জিনিস পেয়ে গেছেন ভাই... দুয়া প্রার্থী
Allhamdulliha
ভাই আপনাকে কেনো ছাড়ে গেছে??
আপনি তাহাজ্জুদের নামাজ পড়তেন সে জন্য ?
সে কি মুসলিম ছিলো?
😰
এটাই বোধয় একমাএ গান,যার কমেন্ট বক্স আজীবন ইতিহাস হয়ে থাকবে।গানটা না যতটা মন ছুয়েছে তার থেকে অনেক বেশি কমেন্ট গুলো মনে দাগ কেঁটেছে।মানুষ প্রিয় মানুষকে হারিয়ে বেঁচে থাকে সত্যি কিন্তু কতটা অসহায় হয়ে বেঁচে থাকে,সেটা একমাত্র যে থাকে সেই জানে।
😢😢😢
এ কষ্টের কোনো তুলনা নেই...
Hmm
হুম
Haa😢
তুমি একবার ও বললে না তুমি না জানিয়েই বিয়ে করে ফেলছো৷ তোমার বিয়ের খবর শুনতে হয় তোমার প্রতিবেশির কাছ থেকে৷ তবুও অপেক্ষায় ছিলাম তুমি আমায় ডাকবে। ডাকলে না! বিয়ের ৩ মাস পর হঠাৎ ফোন দিয়ে বললে " অসুখ হলেই তোমার কথা অনেক মনে পড়ে '
আমি বললাম " আপনি এখন অন্য কারো বউ, এসব কথাবার্তা এখন আর মানায় না, আপনি যার উদ্দ্যেশে এসব কথা নিয়ে এসেছেন তিনি ৩ মাস আগেই মারা গিয়েছে ' 🙂
সে দিন ছিল ২৬শে মার্চ ২০১০😏
১৩ সেপ্টেম্বর ২০১৮
Vhai kotha gula khub koster ..aita niya ki kono book aache..thakle bolen naam ki book taar
🥺💔
১৭জুন,২০১৭💔
সময় ধরে রাখা যায় না, কিন্তু সময় মনে রাখা যায়..! 💔
প্রিয় মানুষ টাকে হারিয়েছি ১৯ দিন হয় এই গানটা সারাক্ষণ শুনি আর কান্না করি ভালো থাকুক প্রিয় মানুষটা এই কামনা করি আমার এই কমেন্ট টা রেখে গেলাম স্মৃতি হিসাবে।
05.01.2025 তার সাথে শেষ কথা
৯ টা বছর কাটিয়েছি মানুষ টার সাথে মানুষটা নাই কিন্তু তার স্মৃতি সারা জীবন বয়ে বেরাবো
আলহামদুলিল্লাহ নিজের ভালোবাসার মানুষ টাকে নিজের করে পেয়ে ফেলেছি আমাদের দুই পরিবার আমাদের মেনে নিয়েছে🥰🥰
congratulations bhaijan
কিভাবে হেন্ডল করলেন
আপনাদের উপরে আল্লাহর রহমত বর্ষন হওক,,,
Congratulations💕
ভালোথাকবেন ভাইজান সবার এই ভাগ্য হয় নাহ😊
2020 সালের 24 November......... যখন শুনলাম তুই কোলকাতা যাচ্ছিস আমার বিশ্বাস হয়নি কারন অন্য কেউ আমাকে বলেছিল কথাটা .... আমি ভেবেছিলাম তুই আমাকে না জানিয়ে যেতে পারিস না..... তবে আমি তোর থেকে শুনলে হয়তো একটু কম কষ্ট পেতাম ..... যদিও আমরা ছোটবেলার বন্ধু তবুও তুই আর আমি 2017-2020 এই 4 বছর আমরা বেশি কাছাকাছি ছিলাম...... একে অপরের সাথে সব কথা share করতাম, ঘুরতে যেতাম আরও কত কিছুই না করতাম ...... খুব মনে পড়ে সেই সব কথা.......... তারপর এলো আমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা....... পরীক্ষার পর আমরা বলেছিলাম যে কলেজে পড়বো একসাথে .... তারপর দুজনেই একই কলেজও ভর্তি হলাম ...... তারপর তোর হঠাৎ কি হলো জানিনা তুই আমাকে না বলেই অন্য একটা কলেজ ভর্তি হলি....... সেদিন খুব কষ্ট পেয়েছিলাম.........তারপর তোর আর আমার সম্পর্ক টা আগের মতো ছিল না .... তুই আমার সাথে একবারও কথা বলতিস না দেখাও করতিস না ...... তারপর এলো তোর কলকাতায় যাওয়ার দিন...... খুব খারাপ লেগেছিল সেই জন্যে আমি তোর সাথে শেষ বারের মত দেখা করতে গিয়েছিলাম....... তুই বললি "তুই আমাকে ভুলে যাবি না তো!" আমিও বললাম এরকম কোনোদিন হবেনা! তুই বললি "কলকাতা গিয়ে তোকে আমি রোজ ফোন করবো" আমি বললাম ঠিক আছে দেখবো কত করিস নতুন বান্ধবী পেয়ে আমাকে ভুলে যাবি! তুই হাসলি!
তারপর তুই চলে গেলি................... সেদিন এর পর থেকে তুই আমার সাথে কোনো যোগাযোগ ই রাখলি না...... ফোন ও করতিস না ভাবলাম তুই হয়তো ব্যাস্ত তাই আমিই নিজে থেকে তোকে মেসেজ দিতাম তুই ঠিক করে উত্তর ও দিতিস না আর আমিও তোকে বার বার বিরক্ত করতে চাইতাম না ....... তারপর এলো আমার জন্মদিন ভাবলাম 1স্ট wish ta তুই করবি আগে যেমন করতিস সেদিন তোর কোনো ফোন বা মেসেজ এলো না খুব কষ্ট পেয়েছিলাম জানিস .................... তারপর তুই ছুটি তে বাড়িতে এলি তুই সবার সাথে দেখা করলি অথচ দেখ তোর আর আমার বাড়ি 5min এর রাস্তা তুই একবারও দেখা করতে এলি না ......আমি ভাবলাম না তুই যাওয়ার আগে একবার তো দেখা করতেই আসবি ........ কিন্তু তুই এলি না .........একটা সম্পর্ক টেকাতে হলে দুজনকেই সমান efforts দিতে হয়....... আমি ভেবেছিলাম অন্তত তুই আমার সাথে ওরকম করবিনা...........যাই হোক ভালো থাকিস , জীবনে তোর সব স্বপ্ন যেনো সত্যি হয় ........ comment টা রেখে দিলাম তুই হয়তো কোনোদিন দেখবি ।যখনই কেউ এখানে like করবে আর আমি notification পাবো তখন তোর কথা একবার হলেও মনে পড়বে আর আমার মনে হবে কাউকে এতটা ও ভালবাসা উচিত নয়!!!!.......
" Best Friend forever" বলে কিছু exsist করে না আমার জীবনে ☺️
#ভালোথাকুকস্বার্থপরবন্ধুগুলো
ভাই এডি দেখলে মাইনষের জন্য কিছু করতে ইচ্ছে হয় না, মন চায় সবগুলারে ছাইড়া চলে যাই, এই বিবেকহীন সমাজের মানুষ গুলা অনেক হারামী।
😔
😥😥😥
😓🖤🥀..
Meye manus golo amon e hoi
কমেন্টগুলা পড়ে বুঝলাম সত্যিকারের ভালবাসা বলে দুনিয়াতে এখনও কিছু একটা আছে একেবারে বিলুপ্ত হয়ে যায়নি।
কমেন্ট রেখে গেলাম। অনেকবছর পর কেউ দেখবে হয়তো🙂🙂🙂
অনেক বছর পর কেন? এখনি দেখতে পারে আপনার ভুল ধারণা ভাইয়া।
❤️❤️❤️
সম্ভবত।
🙂💔
Sotti karer vlobasa asolei ace.... Kinto bertho vlobasar akjoner modde nai...😥😥
কি গান শোনালি'রে ভাই । একটা কবিতা আর তোমার কন্ঠের সুর এবং মিউজিক সবকিছু মিলিয়ে, অসম্ভব রকমের সুন্দর এক গানের জন্ম দিয়েছো তোমরা।
ভালোবাসার অবিরাম। ♥️
আব্বু যখন অসুস্থ ছিল,প্রায় রাতে এই গানটা শুনতাম।আমার আব্বু আমাকে ছেড়ে চলে গেছে ঠিকই,কিন্তু এই গানটা আমায় আব্বুর স্মৃতিগুলোকে আকড়ে ধরতে শেখায়।আলাদা একটা প্রশান্তি দেয়🥰
আমার বেস্ট ফ্রেন্ড মারা যাওয়ার পর আমি এই গানটা কে অনেক আপন করে নিয়েছি,চুরমার করে ফেলে ভিতরটা,তাও শুনি,শুনে যাবো....
জ্বী,ম্যাডাম....😐
@@miftahuljannat9192 kire tui hottun?aikhane khuje felcos amk🫣
Tumi acho jekhane ami achi sekhane😂
Its really good One.. Mind blowing song
পাশে কাজিন ফোনে কথা বলছে, লুকিয়ে লুকিয়ে আর কান্না করতে পারছি না মাঝে মাঝে ফোপাঁনোর শব্দ করে ফেলছি। অনেক গুলো কমেন্ট পড়লাম এত গুলো ভালবাসার মানুষের কষ্ট আর নিতে পারছি না। ভালবাসার মানুষ গুলো হারিয়ে যায় কিন্তু ভালবাসা রয়ে যায়।
Api 😥 amn golpo amr satao hoica hoyto tah likhta gela rat sas hoba😥
@@swarnagazi7775 যারা ভালবাসে সবাই নিজের জায়গায় ভিন্ন থাকে কিন্তু কোথাও একটা মিল থাকে সবার 😌😌
একদম। মন ভাঙা মানুষ গুলো কিভাবে কিভাবে যেন পরষ্পরের আপন হয়ে যায়।ভালবাসার কষ্ট সবাইকে সমানভাবে পোড়ায়।নইলে সম্পূর্ণ অপরিচিত একজনের শেষ না হওয়া ভালবাসার গল্প শুনে তো চোখে পানি আসার কথা না।
Apu apnar cousin youtube e eshe apnar comment ti to pore feleche. Eto lukiye lukiye kanna kore ki laav ta holo?
Same apu but
Pase Friend ra ase
ঘুমানো নিষেধ তবে জেগে থাকা অপরাধ 🙂
অনুমতি আছে মৃত্যুর তবে সেচ্ছায় মহাপাপ 💔🥀
হুম
হুম
ঘুমানো নিষেধ তবে জেগে থাকা অপরাধ অনুমতি আছে মৃত্যুর তবে সেচ্ছায় মহাপাপ 😥 আসলেই
❤️🥺💔
❤️
কমেন্ট বক্স পড়ে অজোরে কান্না....!
যে প্রকৃত ভালোবাসে সে হেরে যায় হয়তো বাস্তবতার কাছে,নয়তো তার ভালোবাসার মানুষের ভালোবাসা নামক অভিনয়ের কাছে!
আমি কাউকে ভালোবাসিনি কাউকে হারাইনি, তবুও আমি কেনো জানি কমেন্ট গুলো পড়লে আবেগি হয়ে চোঁখ দিয়ে পানি এসে পড়ে।
বিয়ের ৬দিন আগে যখন বাবা,চাচা আর জেঠুসহ পরিবারের সবার সামনেই কল দিয়ে হাউমাউ কান্না করে বলেছিলাম "তোমার সাথে থাকতে চাই সিয়াম,প্লিজ কিছু করো,আমায় এরা জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে।" সেদিন তুমি সাড়া দাওনি,দাওনি ২বছরের সম্পর্ককে বিয়েতে রূপ দেয়ার আশ্বাস।তারপর জীবন থেকে ৮টা বছর চলে যেতে চললো,তুমিও আমার মত প্রতারিত হলে শেষমুহুর্তে,ভীড়তে চাইলে আবার আমার কাছে,জুড়তে চাইলে নতুন ভালোবাসা।
কিন্তু আমি পারিনি আবার ঘেষতে তোমার কাছে।২বছরের ভালোবাসায় ৮বছরের যন্ত্রনা পেয়ে কিভাবে ৫বছরের বাচ্ছা ছেলেটাকে একা করে ছেড়ে যাই তোমার মতো বলো?তোমাকে ছাড়া আমি ভালো নেই যদিও,তবুও এখন পেতে চাইনা তোমার সঙ্গ।
এবার একা বেঁচে থাকতে শিখো প্রিয়🙂
😥😥
😢😢😔
এমন ভালবাসা আমাদের জীবনে কেন আসে না
এই কমেন্টা করার জন্য ধন্যবাদ আপু আমাকে ছেড়ে চলে গিয়েছে ১বছর হয়েছে ৫বছরের সম্পর্ক ত্যাগ করে অন্যজনের সাথে সম্পর্ক হয়ে গেছে এখন আর আমি কি পরিমাণ যন্ত্রনায় আছি একমাত্র আল্লাহ জানে।
@@asmedia6958 কষ্ট নিয়েন না. এটাই ভাগ্য মনে করেন
কমেন্ট পড়তে এসে আজ এক অন্যরকম অভিজ্ঞতা হলো। কষ্টে বুক যেন ফেটে যাওয়ার মতো অবস্থা।
এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।
Akdom... 😔
লাইফে এই প্রথম এরকম কোনো কমেন্ট বক্স দেখলাম..... মৃতরা হয়তো ভালোই আছে কিন্তু জীবিত গুলোও একেকটা জীবন্ত লাশ হয়ে বেঁচে আছে.....
কোন এক ঈদের সকালে ,, তুমি আমার প্রথম ইনকামের ২৭০ টাকা রেখে দিয়ছিলে,,,সেই টাকা জন্য আমি তোমার সাথে ঝগড়া করেছিলাম ,,তুমি চুপিসারে কেঁদে ছিলে কিন্তু আমাকে বুঝতে দাও নি,,, আমায় নিয়ে তুমি অনেক স্বপ্ন দেখতে,, কিন্তু হঠাৎ এসএসসি পরীক্ষা পরীক্ষার আগে তুমি প্রথম স্টোকে না ফেরার দেশে চলে গেলে ,,তারপর থেকেই জীবন কে নতুন করে চিনা শুরু হলো,, প্রথমে ভেবেছিলাম পরীক্ষাটা দিব না কিন্তু তোমার স্বপ্ন পূরণ করতে দিয়েছিলাম তারপর থেকে দুইটা বছর আমি পরিবারের সাথে থাকতে পারিনি,, তুমি চলে যাওয়া আট বছর পূর্ণ হলো,, তোমার স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে এসে দাড়িয়েছিআমি,, বিশ্বাস করো মা এখন আমি তো নিজের ইনকামের টাকা দুহাতে উরাই কিন্তু তোমায় দিতে পারিনা ,,আজো আমি পরিবারে 10000 টাকা পাঠিয়েছি কিন্তু তবু আজও সেই পরিবারের বাইরে রয়ে গেছি,,, অনেকে হয়তো তোমায় ভুলে গেছি কিন্তু আমি কখনো ভুলতে পারিনি ,,আমার আব্বু সংসারে নতুন একজন কে পাইছে কিন্তু আমি কখনো তোমাকে পাইনি ,,কখনো আর পাবো না,,, কিন্তু কখনো তোমাকে ভুলতে পারব না,, দোয়া করি মা আল্লাহ যেন তোমার সকল দোষ ক্ষমা করে তোমাকে ওপারে ভালো রাখেন এবং জান্নাতুল ফেরদৌস দান করেন,, তোমাকে অনেক ভালবাসি মা কিন্তু বলতে পারিনা
Nijer ojantei kede diyesi🖤
ভাই আপনার পোষ্ট টা দেখে কান্না ধরে রাখতে পারলাম না😭😭😭 কেনো এমন হয় ভাই কেনো কেনো কেনো😭😭😭😭
Prithibi te mayer moto apon Kew hoi na,,,apnr comment ta pore Vetor ta fete Kanna astiche😭
😭😭😭
🥲🥲
গল্প সবার জীবনেই থাকে৷ কেউ লিখে মন হালকা করছে, আর কেউ কমেন্ট গুলো পড়ে চুপচাপ কেঁদে চলে যাচ্ছে 🙂
Hmmm 😓
Hmm😭
🙂
Vhi ami 😭
Moner kotha bolecen vai❤️
কোনো আক্ষেপ নেই,আলহামদুলিল্লাহ, আপন করে পেয়েছি যাকে জীবনের থেকেও বেশি ভালোবেসেছিলাম। আজ ২ বছর সংসার জীবন। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি🥰
........... .. ...... ....
❣️
ভাই সত্যি কি আপনি শুখি???
আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ার পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি,আমার প্রিয়জনের দিক থেকে, লাখো কোটি শুকরিয়া 🥰
@@mabyfahim814 দোয়া চাই,সারাজীবন যেনো ঠিক এভাবেই তার সাথে কাটিয়ে দিতে পারি
মানুষের এত কষ্ট এত ব্যথা দেখে নিজের কষ্টের কথাই ভুলে গেছি।
এত মানুষের এত কষ্টের মাঝে আমার টা কিছুই না।🥺🥺
ভালোবাসাই কেনো এত কষ্ট 😅
টাকার অভাবে ভালোবাসা মরে যায়,কিন্তু টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না।
-হুমায়ুন আহমেদ
আলহামদুলিল্লাহ দীর্ঘ ২ বছর রিলেশন শেষে অবশেষে অনেক জামেলা করে একা একা বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। এরকম বাংলার সোনামনি সবার ভাগ্য খুব কম জুটে। যাই হোক অনেক সুখে আছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য।
❣️❣️
Stay happy always brother ❤️
ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদের
সুখী হবেন, সবার ভাগ্যে জুটে না :)
@@PritomPaul1920 ধন্যবাদ ভাই❤❤
আগে টাকা কামাও,
ভালোবেসো পরে।
গরীবের ভালোবাসা নিলাম হয়,
চৌরাস্তার মোড়ে!🖤
হুম
পাগলা খালি টাকা থাকলেই হয় না
ভাগ্যে থাকা লাগে
Ei kotha ta ekdomi vul .
Poristhiti r poribesh r ma-baba,family er chinta ta o onek boro bishoy ekta mey er jonno.
Ma baba jara take jonmo diyeche r ei dik e nijer valobasha. 2 tai volai onek boro bishoy onek.........ki korbe shei mey ta emon poristhiti te porle.
Ahob kichu taka naaaaa..........
@@florenceripaadhikari6792 hae tomar Kotha gohulo soundor,, kinthu taka oi jodi sob Kichu na hotoh ta hole hoy toh amar vlo basa r Manus ti aj amake cere chole jeto na.😔💔
@@sajjadahamed2072 ami r ki bolbo bolo.karor amar bishoy kichu ta emon bishoy related 😔.ami amar valobashar kache porajito.💔
জুলাই ২০২৪ এ হঠাৎ করেই ৭ বছরের সম্পর্কের ইতি টেনে দিলে। কারণটা খুঁজতে যেয়ে তোমার বর্তমানের সাথে কথা হলো, ছেলেটার সাথে তোমার এক বছরের সম্পর্ক চলমান। এভাবে আমাকে ছুঁড়ে না ফেললে কি হতো না!
আমার মায়ের বড্ডো আশা ভরসা আমায় নিয়ে, নইলে হয়তো আমি হারিয়ে যেতাম চির অন্ধকারে।
কেবল দুইটা একুইস্টিক গীটার দিয়ে কী মায়ায় জড়ায় দিলেন ভাই! নিঃসন্দেহে এই গানটা বাংলাদেশের সংগীতাঙ্গনে চিরকাল বেঁচে থাকা মাস্টারপিস গানগুলোর কাতারে নতুন সংযোজন ❤
জলের গানের মতো ব্যান্ড থেকে নিজেকে সরিয়ে নেয়া অনেক বড় একটা সাহসের বিষয়!! হয়তো তার বিনিময়ে আজ এই গান আমরা পেয়েছি। ভালোবাসা নিও আসির দা
joler gaan a chilen naki
হ্যাঁ
আসির ভাইয়ের কি কোন চ্যানেল নাই
Yes. This song will b a historical one i wish. I pray. আহা! "তোমায় কে দিয়েছে নিকষ কালো রাতের যোগান।"
R8
"তুমি যখন ছেড়ে চলে যাচ্ছিলে,আমার বারবার মনে হচ্ছিলো তোমাকে ভুলে যাওয়ার চাইতে সহজ কিছু আর এই পৃথিবীতে নেই!
অথচ ঘরে ফেরার পর দেখলাম আমার পুরো পৃথিবীটাকেই তুমি সাথে করে নিয়ে গেছো।"
Kotodin ager kotha bhai?
তুমি যখন ছেড়ে চলে যাচ্চিলে,আমার বারবার মনে হচ্ছিলো তোমাকে ভুলে যাওয়ার চাইতে সহজ কিছু আর এই পৃথিবীতে নেই!
অথচ ঘরে ফেরার পর দেখলাম আমার পুরো পৃথিবীটাকেই তুমি সাথে করে নিয়ে গেছো
Akdom tik vlobasle kawke bhula jaina bah take Cara akha taka jaina...kintu AI pritibite kicu cele meye ache jara past biye korve bole but majkane kono akta ojuhat dekiye cole jete cai...but ora knn ATO sarthopor hoy...jekono prblm tar vlobasar Manus ke niye slop Korte parena...jibone sotik manuske hariye Pele tai amder Bangladesh Manus vlobasahin hoy😭😭😭
😭
ভালোবাসার প্রকৃত স্বাদ বিচ্ছেদে।
বিচ্ছেদ না হলে জানতমই না একটা মানুষকে আমি এতো ভালোবাসতে পারি😊
গতকাল রাতে শুনলাম তার নাকি ফুটফুটে একটা ছেলে হয়েছে ❤
তারা ২ জনে আলহামদুলিল্লাহ ভাল আছে 🖤🖤🖤
২০১৯ জুন ২১ তার বিয়ে হয়ে যাই,,, আজ ১ জুলাই ২০২৩ 😌,,,এখন ভালো বাসি প্রিয়,,
অনেক চেষ্টা করছি তোমাকে ভুলার পারি না প্রিয়তমা। সব শেষে এটাই স্থির (ভালবাসতাম বলে কোন শব্দ হয় না)
জানি না কমেন্ট টা কই থেকে কই হারাই যাবে,, অনুরোধ রইল কেও যদি আমার কমেন্ট টা পড়ে থাক একটা লাইক দিয়, একটা নোটিফিকেশন এ হয়ত আবার এখানে পৌঁছাবো 🥀
😅, নারী মানে রহস্য রে ভাই, মনে কি যে জেগে ছিল, তাকে ভালোবেসে ছিল
akon o ki tar kotha apnar mona pora
@@EhteshamJohnnystiil love her and always be remembered 🖤🥀
Nodirpola kos ko mumin ato bhalobasha kothay peli kauke amone toh bhalo bhashte parlam nah
😅🥺🙂
প্রিয় মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি।
আল্লাহ আমাদের অনেক সুখি রেখেছেন। 🖤
শূন্য পকেটে 'ও' পাশে ছিলো। এখনো আছে।দোয়া করবেন সবাই আমাদের জন্য।
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Valo thakben apnra dowa Kori☺️🙂
Doa kori Valo thakben Inshallah
আগলে রাখুন আপনার ভালোবাসাকে , দোয়া করি
Allah vlo rakhun apnader🤲☺️
এইতো অই দিন ২য় বিবাহ বারষিকিতে সারাদিন রাত এক সাথে কত সুন্দর সময় কাটালাম দুইজন,,, ঘুম আসলাম একসাথে দুইজন,, আমার ঘুম সকালে ঠিকি ভাংলো অথচ তার ঘুম আর ভাংলো না,,,ওপারে ভালো থেক প্রিয়
কি হয়েছিল?
ঘুমের মধ্যে মারা গেছে,,,,পোস্টমর্টেম রিপোর্টে স্বাভাবিক মৃত্যু আসছে
😪😪😪😪😪
আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক।
আপনি ভালো থাকবেন।
😞😞😞
অনু!!
এই গানটি যখন গুনগুন করে গাই কিংবা যখন শুনি আমার কলিজাটা তখন ভীষন শুন্য লাগে। মনে হয় যেন আমার অনু আমার মধ্যে নেই। সে কি মহাশুন্যতা। যেন কেউ এই মহাশুন্যতা কোনোদিন চাইনি কিংবা চাইবেও না। তোমার ছলনার কাছে আমি ভীষন পরাগ্রস্ত!! আমায় কোনোভাবে কি বাঁচাতে পারো তুমি অনন্যা? 😢😢😢
আমার নাম ও অনন্যা।তবে আমিও এক পরাস্ত যোদ্ধা😢
আলহামদুলিল্লাহ.. সব কষ্টের অবসানের পর তাকে পেয়েছে..আল্লাহ্ দিয়েছেন...আমাদের এক করে...💞
শুভকামনা ভাই।
এই ব্যর্থ প্রেমিক এর দোয়া রইল আপনাদের সবার সাথে শুভ হোক আগামীর পথচলা। মনের মানুষকে নিজে পেলেও জতটা না খুশি হতাম তার চেয়ে বেশি খুশি হই অন্য কেউ তার মনের মানুষকে পেলে। ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা।
ইতি,
ব্যর্থ প্রেমিক।💔
সেদিন আমার ঘরে এসে তোমার মাথার নিচের বালিশটা দেখিয়ে বলেছিলে " এটা আমার বালিশ, যত্ন করে রেখো" ।বালিশটাকে আজও যত্ন করে রেখেছি কিন্তু তোমাকে পারিনি।।সারাজীবনের জন্য কষ্ট দিয়ে গেলে।
ভাই মনের কথা টা বলেছেন 😞
😂😂😂
Vallagche boss
হু হয়তোব😢😣💞
💔💔💔
যাদের তোমারা পাওনি, তাদের ভুলে যাবার ক্ষমতা তোমাদের হোক। কাউকে দূর থেকে মনে রাখার এই দীর্ঘ য'ন্ত্র'না থেকে সবার মুক্তি হোক।❤️
Amin.. Ei koshto ta j ki jontrona dey! Jodi jantam jake bhalobashi she hariye jabe ebhabe tahole hoyto etota bhalobashtamna 😢💔
The memories literally killling me from inside 💔
❤❤❤❤❤❤
@@isratsumia9787😅😅sbr bagge valobasha thake na😅
চাহিলে কি ভুলা সম্ভব
❤❤
রাত 4 টা বাজে এখন কোনো এক আকাশ পরিমাণ কষ্ট বুকে নিয়ে গান টি শুনতে আসছি যেইখানে রয়েছ ভালো থেকো প্রিয় নিশু।
১৮ বছরের relationship আমাদের ছিলো।তিন বছর আগে আমাদের বিয়ে হয়।অনেক কষ্টে আমাদের বিয়েটি হয়।।।।।। বিয়ের দুই বছরের মাথায় আমাদের একটি ছেলে হয়।allah rohmota amra onk hpy chilm......কিন্তু এটা জানতাম না আমি অভাগীর কপালে এতো টা সুখ থাকবে। ২০২০ or hotat soril karap hoi......dhaka ty nya or treatment koraa hoi but যতো দিন যাচ্ছে or soril r karap hoccheee............R 16 August আমার জীবনে নেমে আসে কাল বৈশাখী ঝড় রাত ১ টা ৫৪ মিনিটের সময় আমাকে ছেড়ে চলে যায়। আমি তখন ও জানতাম সে বেচে আছে হঠাৎ আামাকে ঘুম থেকে উঠে ডাক দিবে কিন্তু তা তো আর কখনো হবে না।আমার একা ঘরে থাকতে ভয় হতো সে চলে যাওয়ার কদিন আগে ছেলেকে বলে ছিলো মাকে নিয়ে একা ঘরে থাকতে পারবে না, তখন আমি ওর দিকে একটু রাগ করে বলেছি যে এ সব কি কথা বলছো ও আমার দিকে চেয়ে একটু মৃদু হাসল।।।।।আমি জানি না বিধাতা আমার সাথে এ কেমন খেলা খেলতেছেন।।।।।আমি যেনো পরপারে গিয়ে তার বাকিটা জীবনের সঙ্গী হয়, এই জীবনে না ই বা হলাম 😔😔আমাদের
18 years relationship and 3 years married life এইভাবে পরিসমাপ্তি ঘটে।
।।।।।।। হে prio, দেখো আমি এখন একা থাকতে শিখো গেছি।।।।।।হাজার বছর বেচে থাকুক সকলের ভালোবাসার মানুষ আমি অভাগীর মতো কারো জীবনে এমন টা যেনো না হয়😊😊😊।।।।।।।৷৷
khub kharap lagtese
১৮ বছর?কোন ক্লাস এ থাক্তে রিলেশন শুরু করেছিলেন আর বিয়ে করেছিলেন কবে??
#curious mind wants to know!
Vlo thakben....dua roilo...
vai jan tenshon koiren allah take valobashe tai nia jabe
অভাগী
তুমি যাওয়ার আগে বলে গিয়েছিলে.
হয়ত একদিন বৃদ্ধ বয়সে আবার দেখা হবে..টপটপ করে চোখের পানি পড়বে.
তোমার জড়িয়ে ধরার ইচ্ছে হবে
তোমার হাত ধরে শেষ নিশ্বাস ত্যাগ করার ইচ্ছে হবে.
কিন্তু কোনটাই হবে না.
চোখের পানি টা নিজেই মুছে
পরকালে মিলনের অপেক্ষায় আবার হাটা শুরু করবো..
কিন্তু যতদিন বাচবো
তোমার নাম নিয়ে বাচবো প্রিয় 💔
Ahaaa....💔
Serra
😑😑😑😑
Thik bolchen ja ja sopno dekha hoyeche kichui r puron hbena...hoito atai neoti...atai mante hbe....ai prithibite R ak Howa hbena....hyto porokale ak HBO....hoito....sei icchatei hoito ai jibonta paar korte hbe....ekai bachte hbe...
😭
"একা বেচে থাকা" জরুরি না হলেও
"একা বেচে থাকতে শেখা" টা অত্যন্ত জরুরি 💙💙💙
হুম
Apih perfectly said!😅
Right 💯
Hm
hoo apu thik kotha bolsan
তারে আমি পেয়ে খুব খুশি হয়েছিলাম। ফ্যামিলি মানবে না তারপরও একপর্যায়ে ফ্যামিলি মেনে নিল। কিন্তু সে অন্যের কাছে চলে গেল। এখন ফ্যামিলির কাছেও কিছু বলতে পারিনা যাই হোক ভালো থেকো প্রিয়। কমেন্ট টা রেখে গেলাম, যখন কেউ এটাতে লাইক করবে, তখন আবার আসব গানটা শুনতে😊
একসময় তোমাকে পাবার জন্য, তাহাজ্জুদ নামাজে কান্না করতাম, এখন তোমাকে ভুলতে তাহাজ্জদ নামাজ এ কান্না করি।🙂
😔💔
ধৈর্য হারা হতে নেই
😢
সবার মত আমারও শেষ চিঠিটা এখানে রেখে গেলাম প্রিয়😥
শুধু তোমার জন্য রাজশাহী শহরে গিয়েছিলাম পড়াশোনা করতে। বাবা-মা আমাকে ঢাকা তে পড়াশোনা করতে পাঠাতে চাইলে বিভিন্ন অজুহাত দেখিয়ে আমি রাজশাহীতেই যাই 🥺 কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস রাজশাহী গিয়ে তিন চার মাস পরেই তোমাকে হারিয়ে ফেলি চিরতরে 😥 10 তারিখ তোমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করি অনেক কিছু তুমি আমার সব কথা এড়িয়ে যাও কিছু উত্তর দাও না 😔 11 তারিখ রাতে তোমার এক বান্ধবী বলে তোমার বিয়ে হয়ে গেছে আজ 🥺 বুঝতে পারছিলাম না কি করবো, তিন বছর একসঙ্গে পথ চলা 😥 কি করে ভুলবো তোমায়?? অনেক কষ্টে নিজেকে সামলিয়ে নেই 🥺 লাল শাড়িটা পড়ে তো আমার পাশে বসানোর কথা ছিল কিন্তু কেন অন্য কেউ এখন?😥 জীবনের সবটুকু দিয়ে ভালোবেসে ছিলাম প্রিয় তোমাকে 😥আজও ভালোবাসি আর সারা জীবন হয়ত বাসবো😔 তুমি হয়তো অন্যের বুকে সুখে আছো কিন্তু আমিতো সুখে নেই ,আজও তোমার স্বপ্নগুলো বুকে লালন করে বেঁচে আছি 😔 কিন্তু তুমি তো কথা দিয়েছিলা, শেষ নিশ্বাস পর্যন্ত যাই হয়ে যাক না কেন আমার সঙ্গে থাকবে কই গেল তোমার প্রতিশ্রুতি ?😔
যে নগরীতে শুধু তোমার জন্য গিয়েছিলাম সেই নগরীতে আজ তুমি নেই, নগরী টা আজ বিষাক্ত লাগে প্রিয়🥺
প্রিয় আর কাউকে কোনদিন ভালোবাসবো না, বাবা-মা যাকে পছন্দ করে এনে দিবে চোখ বন্ধ করে মেনে নেব 🥺
আজও চিৎকার করে বলতে ইচ্ছে করে 😔 খোদা একটা মানুষই তো চেয়েছিলাম তাই না পুরো পৃথিবীতো আর চাইনি, কেন দিলানা?😥
জানি খুব কষ্ট হচ্ছে, তার পরেও একা বেঁচে থাকতে শিখতেছি প্রিয় 😥
aamin... allah kobul koruk
আজও মনে পড়ে
Alhamdulillah 🥰
আলহামদুলিল্লাহ ঈমানি ভাই !!🙏
যেখানেই তোমার বসবাস , 🌃
সেখানেই আমার সুপ্ত বিন্যাস 🎆
কবুল হইলো না তাহাজ্জুতের দোয়া? আস্তাগফিরুল্লাহ
ভাই আমি বৌদ্ধধর্মালম্বী,,আমিও আপনার মতো একজনকে পাবো বলে প্রার্থনা করতাম,পাইনি আফসোস নেই,,,ধর্মের পথে মন দিয়ে চলার চেষ্টা করতেছি,,,
Alhamdulillah vai.
Allah kobul kore nin🥰
- উপসংহারে যদি বিচ্ছেদই থাকে💔
- সূচনা কেন এত রঙিন🙂🥀
Wow❤️❤️
@@subonnajahan2252 😅😅😅
@Faheem Shahryar 🙃🙂🙃
মুখোশধারী মানুষ থাকে বলে
বাহ্ ভাই ❤❤
প্রিয় "সূর্জানা"
কমেন্ট করে গেলাম।দেখবি কিনা জানিনা
হয়তো তোর যোগ্য নই।
হয়তো ১০ বছর পরে তুই অন্য কারো হয়ে যাবি।
কিন্ত আমার এই একমুখী ভালোবাসা গুলো দারুণভাবে তোকে মনে করাবে.
ভালোবাসা অবিরাম।
মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে..অসহায়ের মতো কেঁদেছিলাম....
তার পরেও সে আমার হয়নি.. 😭
ভালো থাকুক ভালোবাসা
ভালো থাকুক ভালোবাসার মানুষ❤️🙂
শুধুমাত্র কমেন্ট গুলো পড়ার জন্য গানটা যে কত-শতবার শোনা হয়ে গেছে আল্লাহই জানেন। অবসর সময় চলে আসি এই গানের কমেন্ট বক্সে 🖤🖤
এই গানটার মধ্যে এত মানুষের মন ভাঙ্গার গল্প কমেন্টগুলো গুলো পড়ে চোখে পানি চলে আসে💔💔
আমায় নিয়ে আর ভেবো না, আরামপ্রিয়
মনে স্বস্তি জেনো,শুধুই ফুর্তি মেনো
দোলনচাঁপার মৌসুমে আমি টানছি ইতি এবার...🌼🌼
( This line 🙂)
😪😬
me to
Amio same😢 comment gulo porle bujte pari manush er life a koto kosto....
Same amaro
Same amar o 😭😭
সময় টা ২০০৯ সাল থেকে ৩ বছর রিলেশনশিপ এর পর আল্লাহর রহমতে
২০১২ জানুয়ারি ২৭ তারিখে বিয়ে হয় আমাদের। আলহামদুলিল্লাহ ভালই আছি আমরা সবাই আমদের জন্য দোয়া করবেন।
💙
কয়েক হাজার বেনামি বার্তা।। হাজারো কমেন্টগুলো যেন এক একজনের জীবন্ত গল্প।।যেগুলো মন থেকে অনুভব করা যায়।।হায়রে ভালবাসা, হায়রে মায়া।। মায়ার পৃথিবীতে এক একজন জীবিত জোনাকিপোকা।।
সৃষ্টিকর্তার কৃপায়,ভালোবাসা মানুষ টা কে খুব তাড়াতাড়ি কাছে পাবো।অনেক যুদ্ধ করে দুইপরিবারকে মানিয়ে নিতে পারছি আমরা।❤️❤️
apnader jonno valobasha r shuvokamna
হাজারো কমেন্ট এর মধ্যে ।।।।। আপনার কমেন্ট পোরে।।।।।কেন জানি না খুবই ভাল লাগলো।।। শুভ কামনা রইল।।।।। যদি সময় পান আপনার প্রিয় মানুষটার নাম টা একবার বলে যাবেন খুবই জানার ইচ্ছা ছিলো।।। 🥺
@@nadianahar2183 তার নাম শাওন।
শুভ কামনা রইল।।।।।। 🖤🖤
শুভকামনা আপনাদের জন্য দিদিভাই, দাদা।
তিন দিন ধরে কোন যোগাযোগ ছিলনা,আমি অস্থির হয়ে গেছিলাম।
হঠাৎ তিন দিন পর এক অচেনা নাম্বার থেকে কল, আমি রিসিভ করে হ্যালো বললাম কিন্ত কোন উত্তর পেলাম না।কিছুক্ষন পর দীর্ঘশ্বাস শুনতে পেলাম বুঝে গেলাম এটা তুমি🖤।
অনেক প্রশ্ন করলাম তোমায় তুমি শুধু বললে পারলে একবার আমার বাসার সামনে আসো।তোমার দেয়া সেই নীল শার্টটি পরে তোমার বাসার সামনে গেলাম,অনেক ঝকঝকে আলো জালানো ছিল তোমার বাসায়।হঠাৎ চোখ পরল একটা সাইনবোর্ডে,তোমার ছবি দিয়ে লেখা ছিল তোমার গায়ে হলুদের কথা।কিছুখনের জন্য আমার দম বন্ধ হয়ে গেছিল।বুঝতে পারলাম আজকের কথাই আমাদের শেষ কথা।
মনের অজান্তেই চোখ থেকে অশ্রু ঝড়ছিল😭।
বাসায় চলে গেলাম আমার রুমমেটরা হাজার চেষ্টা করেও আমার কান্না থামাতে পারেনি।🖤
একা থাকতে শিখে গেছি প্রিয় ভালো থেকো
☹️😓
@@jarinsultana6403 💔
@@iimtamim aita ki real
@@jarinsultana6403 mitthe bolar saddho nei je🙂
@@iimtamim amon no hoite pare😣😥😓
একসাথে প্রাইমারি স্কুলে পড়েছি, ২০০৫ সালে ক্লাস ৫ম শ্রেনীর বার্ষিক পরীক্ষা শেষ হলে সে চলে যায় অন্য কোনো এক শহরে অন্য এক স্কুলে। আলহামদুলিল্লাহ ১৫ বছর পর ২০২১ সালে এসে তাকে আমার করে পেয়েছি, আগামী মাসেই আমাদের বিয়ে। প্রতিটি ভালোবাসায় পূর্নতা আসুক,সকল ভালোবাসার মানুষ গুলো অনেক ভালো থাকুক।
#আপডেট ( ৩১ ডিসেম্বর ২০২১ আমাদের বিয়ে)
vai khub lucky apni.....amio valobsashi emon ekjon k se bujeni amak
same thing happened with me brother in 2019. ❣️
Congratulations bro
🥰🥰🥰
ভাগ্য সবার হয়না দাদা আপনার মতো🙂
2021 এ একাদশ বারের মতো শুনলাম।
অফলাইনে শতবারের উপরে শুনা হয়ছে।
২০২১ এ যারা শুনছেন তারা সাড়া দিন।
অনেক বার শুনলাম এই বছর ৪ বার
Ami🤗🤗
Shunchi🙂🙂
Roj Rat E Na Sunle Ghum Ase Na...😔😔😔💔 17/01/2021 2:34 AM
অনেক বার
এই গানের নীচে একদিন নিজের গল্প লিখতে আসবো ভাবিনি। ভালোবেসে তার নাম রেখেছিলাম 'বিভাবরী'। আদর করে ডাকতাম বিভা বলে। লং ডিস্টেন্স সম্পর্কে সাড়ে তিন বছর তাকে চোখে না দেখেই ভালোবেসে গেছিলাম, bsc 1st year থেকে , graduation পাস করে চাকরি পেলাম, তার বাড়ির লোকের সাথে দেখা করলাম, আমাদের সম্পর্কের কথা সে জানালো , বাড়ি থেকে আপত্তিও এলোনা। সেও চাকরি পেলো খুব ভালো জায়গায় , ভেবেছিলাম আমার জীবনের এতখানি লড়াই, এবার বুঝি শেষ হলো। কিন্তু তারপরই সব বদলে গেল! সে জানিনা কেন আমার সাথে আর থাকতে চাইলো না, তার বাড়ির লোকও অস্বীকার করলো আমাদের সম্পর্ক। আজ তার সাথে সমস্ত যোগাযোগ ছিন্ন। সে থাকতে চায়নি, আমি তাকে রাখতে পারিনি। এখনও আমি তার মায়া কাটিয়ে উঠতে পারিনি, তাই একাই আছি লক্ষ্যহীন ভবঘুরে এক জীবনে। কমেন্ট রেখে গেলাম, যদি কোনোদিন এই গান শুনতে এসে এই কমেন্ট টা সে দেখতে পায়।
😅
Dada,ekhon thik hoyeche sab????
সে এখন লেখক,,তার বই প্রকাশ পেয়েছে
vai onek koster kotha pukas korle onek vao lagol asakori apnar agami din gulo vlo katuk amin
মেয়েরা যে কখন কি চায় বোঝা অসম্ভব ভাই। ভালো থেকো ভাই ।
অনেক দিন থেকে শুনে আসছি গান টা, কখনো কমেন্ট করা হয় নি। আজ ৩১-১২-২০২৪...আর ৪ ঘন্টা পরে নতুন বছর শুরু হতে যাচ্ছে। সম্পর্ক ছিলো ৩ বছরের অভিশাপ বেকারত্ব। তাই আজ সে সম্পর্কের সকল বাধন ছিন্ন করে অন্যের ঘরে চলে গেলো। এখন সে সুখে থাক এইটাই চাই❤
শেষবার যখন কথা হয়েছিলো, বলেছিলে যখন চলে যাবে আর কখনো খুঁজে পাবো না তোমায়।
ভেবেছিলাম আমার অভিমান হয়ত অনেক বেশি, তুমি পারবে না আমায় ছেড়ে থাকতে।
আজ ৭ বছর হয়ে গেলো ঢাকার এমন কোনো গলি নাই যেখানে তোমাকে একবার দেখবো বলে পিছে তাকাই নি।
কিন্তু তুমি সত্য, আজো তোমায় দেখি নি।
ভালোবাসা কখনো মরে না, তুমি আছো আমার সারা শরীরে মিশে।
যেখানেই থাকো ভালো থেকো অতন্দ্রিলা :)
True love
Kuhje pele,,,janaiyen
আপনি এখনো বিয়ে করেন নাই?
vai apnr love story ta ektu bolben
@@meherunmahi4311
আমি বিয়ে করি নাই, করবো কিনা সেটাও ভাবিনি।
আমি যখন তাকে প্রথম দেখায় ভালবেসেছিলাম তখন আমরা দুজন দশম শ্রেণী তে পড়তাম।
এরপর যখন আমাদের মধ্যে ভালোবাসা হয় তখন আমরা দুইজন ইউনিভার্সিটির প্রথম বর্ষে পড়ি।
ওই বছর ই উনি আমাকে ছেড়ে চলে যায়।
ও কখনো বলেনি ব্রেকাপ।
যেই বছর ও চলে যায় সেই বছরে আমার জন্মদিন এ এতো উপহার দিয়েছিলো যা আমার আনন্দ কে কয়েকশ গুন বাড়িয়ে দেয়।
ঠিক এর দুই মাস পর ওর জন্মদিন ছিল আর আমি ওর মুখ টাও দেখতে পারি নি।
আজো প্রতি বছর জুনের ১৮ তারিখ ওর জন্মদিন আমি পালন করি।
তবে একা।
ভালোবাসি আজো, তবে একা।
সুখে থাকুক দোআ রইলো।
শুনেছি বিয়েও করেছে।
আমি এখনো ভালোবাসি ঠিক আগের মতো ।
ভালোবাসা কখনো হারায় না।
এভাবেই বেঁচে থাকে আজীবন ।
গানটি কখনো ডাউনলোড দেই না, কারন ডাউনলোড দিয়ে শুনতে গেলে এই জীবন্ত লাশগুলোর প্রাপকহীন চিটিগুলো পড়া হবেনা।
কমেন্ট গুলা পড়ার জন্য বার বার শুনি
Same
☹️😰🙁😕😟🥺
😥😢
গানটা শুনতে এসেছিলাম, এখনো শোনা হয়নি, কমেন্টস এর মধ্যে সবার কষ্টের আর্তনাদ গুলো, হৃদয় ছুঁয়ে যাচ্ছে যা খুবই নাড়া দিচ্ছে আমাকে। ভালো থাকুক সকলেই সেই প্রার্থনা করি।
এক ভাইয়ের মুখে গানটি শোনা। সেই সুত্র ধরে গানটি শুনতে আসি। গান চলছে হেড ফোনে আর কমেন্টে হাজারো মানুষের চেপে থাকা আর্তনাদগুলো অনুভব করছি। আর সেই অনুভুতি প্রকাশ করছি চোখের পানি দিয়ে।
🥴😶🌫️🫥😐😐
ঠিক কতোটা নির্লজ্জ হলে, ছেড়ে যাওয়া মানুষটাকেই আমরা মোনাজাতে চাই তা কেবল আল্লাহ'ই জানেন। 😊
Right
ভাই,দোয়া করতে থাকবেন।মন থেকে দোয়া করতে থাকবেন।আমি এটাই করি এখন।
কে বলেছে ভালোবাসা মিথ্যে?এই গান গুলোর কমেন্ট গুলো বুঝিয়ে দেয় ভালোবাসার সত্যতা!!🙂
There’s no love , only sex and loneliness.
Hmm 🙂
কমেন্ট পড়ি আর গানটা শুনি
@@MEMOUNAThell yeah brother
মানুষ থেকে "মানুসিক রোগী" বানানো মানুষ গুলোকে আমরা ভালবাসার মানুষ বলি😌
Moner kotha gulo shundor kore bolsen
vaii😇😇
@@eraera3915 মানুষিক না মানসিক হবে ভাই
R8
Aka aka rate kante raikha gese vai amgo 🙂
একই কন্ঠে একজন গেয়েছিলো কলেজে।তার কন্ঠের প্রেমে পড়ে শুনতে আসা,এসে দেখি হুবুহু কন্ঠ❤❤
মার্চের ৫ তারিখ তোমাকে শেষ দেখেছি 🙂 হাসবেন্ডের সাথে দাঁড়িয়ে ছবি তুলছিলে হাসি মুখে 🙂 আর আমি এক কোনায় দাঁড়িয়ে দেখছিলাম শুধু তোমায় 🙂 কালো সানগ্লাসটা তোমার দেয়াই ছিলো সেটা পরেই চোখের পানি কাউকে দেখতে দেইনি 🙂 পাথরের মত দাড়িয়ে ছিলাম 🙂 ভালো থেকো প্রিয় সবসময় 🙂🖤 এখনো কান্না করি প্রতি রাতে 🙂 ভালো থেকো 🖤
আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক ভাইয়া❤️
😊💔
🙂💔
May Allah bless you🙃
🙂🖤
অপরিচিতা থেকে পরিচিতা, পরিচিতা থেকে প্রেয়সী, প্রেয়সী থেকে পরিণীতা হওয়ার যাত্রাই আবার ও অপরিচিতা হওয়ার পুরো যাত্রাটি নিদারুণ সুন্দর। সকল প্রণয় গপ্লের সমাপ্তি পরিণয় হয় না প্রিয়ো ☺🍂🌼
Ha khub bhalo mato jani
Masaallah onk sondor liksan.
🙂🙂🙂🙂🙂
এটা কমেন্টবক্স নয়,
এটা পোস্টঅফিস।
এখানে জীবিত লাশেরা প্রিয়জনের জন্য চিঠি লিখে যায়।
Right,, bro
হয়তো তাই
Right 🙂
Yeah
🥺🥺🙂
আমি তোমাকে আমার জীবন এর থেকেও বেশি ভালো বেসেছি প্রিয়, আমি বেচে না থাকলে আমার এই পছন্দে গানটা না বলা কথা গুলো নিয়ে বেচ প্রিয় তোমার ব্যার্থ প্রেমিক
....(সিফাত)...
কাউকে মেরে ফেলা উচিত নয়! তাকে অনেক ভালবেসে একা ছেড়ে দিন! নিজ থেকেই মরে যাবে।💔🙂
R8
Right
ঠিক।
hum
Eta ki apner kotha???
2017 কলেজে উঠার পর প্রথম ভাললাগা তারপর ভালবাসা! আবার ৬৪ দিন পর ১১ ডিসেম্বর বিচ্ছেদ, তারপর তোমার বিয়ে হয়ে গেলো অন্য এক অপরিচিত মানুষের সাথে, আমি পাগল হয়ে গিয়েছিলাম মরতে চাচ্ছিলাম বারবার,কেননা ঠিক তখন তোমারো এক অচেনা চেহারা দেখেছিলাম, ব্যস কেটে গেলো ২ বছর এর বেশি সময় চাকরি পেলাম একটা, ভুলতে পারিনি তবে আমিও নিজেকে সামলিয়ে নিয়েছিলাম, কিন্তু আবার ২০২০ এ তোমার আবার একটা মেসেজ আমার ইনবক্সে আসবে ভাবিনি কখনো, তুমি বললে ক্ষমা করে দিও,আমি বললাম যেখানে তোমাকে অপরাধীই ভাবিনা তবে ক্ষমা করবো কেনো?
তুমি কেদে দিলে, বললে নিয়ে চলো আমায়, ভালবাসি তোমাকে, খুব কান্না করছিলে তুমি!
আমি বললাম সুখে থেকো
সচ্ছ ভালোবাসা গুলো সবসময় এমনই হয়,,, কখনওই অপূর্ণ থাকে না
কি অদ্ভুত, তাহার বরের নাম ও সুজন আলী
একা বেচে থাকতে শেখো প্রিয় ---😢😢😢
🥺
ভালোবাসা গুলো ভালো থাকুক এইটাই আমার চাওয়া
অনেক কমেন্ট দেখছি। আর কিছুদিন আগে হলে হয়তো আমিও এমন অনেক ছেড়ে যাওয়ার গল্প লিখতাম। স্কুলের প্রেম ভেঙেছে। কলেজের প্রেমও। এগুলোর পর অনেক কাঁদতাম এক সময়। এখন এতটা শক্ত হয়ে গেছি এসবের জন্য কোনো অনুভূতি আসেনা৷ যারা কষ্ট পায়, তাদের বলি... পৃথিবীটা অনেক বড়। অনেক সুন্দর। বিগত রাত্রি, দিন ফিরে আসেনা। সামনের উজ্জ্বল সকালে তাকাও। সারাটা দিন পড়ে আছে। দেখো কত মানুষ, কত রঙ, কত আনন্দ।... আর যে পৃথিবীতে এত অপূর্ব সব গান আছে.. সেই গানের সাথে সাথে মনকে শান্ত করে নাও আর শুরু করো নতুন পথ চলা। স্মৃতির মেদুরতা ভার হয়ে তোলা থাক সিন্দুকে, কিন্তু পকেটে করে ঘুরে বেড়িওনা। এগিয়ে চলো। আরোও অনেক স্মৃতি জমানো বাকি আছে যে..সেসব গল্পে হেঁটে দেখবেনা? 🌼
কলকাতা।। ১৭ ই অক্টোবর, ২০২০
@@anikaanjum2773 Be strong sister.
Everything will be fine🙂
Same story,😑😑
কোন দিক থেকে মনে হল আমি কাঁদছি? 😂 পুরোটা পড়ে এটলিস্ট কমেন্ট করুন @@tonmoysaha5204