Upay prepaid card How to Dollar endorsement। কিভাবে উপায় প্রিপেইড কার্ডে ডলার এন্ডোর্সমেন্ট করবো?

Поділитися
Вставка
  • Опубліковано 1 тра 2024
  • Upay prepaid card How to Dollar endorsement। কিভাবে উপায় প্রিপেইড কার্ডে ডলার এন্ডোর্সমেন্ট করবো?
    সবার প্রশ্নের উত্তর একসাথে দেওয়ার চেষ্টা করলাম। কোনো কিছু জানার থাকলে জিজ্ঞেস করবেন। কোনো ভুল হলে আমাকে বলবেন।
    আমার সাথে যোগাযোগ করতে আমাকে ইমেল করুন অথবা হোয়াটসঅ্যাপে নক করুন।
    Email: aakrajbd@gmail.com
    WhatsApp: +8801611816694
    Thanks for subscribe my channel
    Gin tech BD ‪@GinTechBD15‬
    ডুয়েল কারেন্সি “উপায় ইউসিবি প্রিপেইড কার্ড”, ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই সহজে আপনার ঘরে পৌছে যাবে কার্ড।
    উপায় (Upay)প্রিপেইড কার্ড কিভাবে পেলাম? | Best Dual currency card in Bangladesh | upay dual currency cardUpay Card Review
    দেশে ও বিদেশে এটিএম থেকে টাকা উঠানো, অনলাইনে কেনাকাটা বা পেমেন্ট করার মতো গ্রাহকদের নানান সুবিধা দিতে নতুন ডুয়েল কারেন্সি সুবিধা সহ প্রিপেইড কার্ড নিয়ে এলো উপায় এর সাথে ইউসিবি ব্যাংক। এটিই হচ্ছে বাংলাদেশের প্রথম এমএফএস কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড।
    MFS (Mobile Financial Services) co-branded prepaid card
    Dual currency UCB-Upay Prepaid Card
    ডুয়েল কারেন্সি এই কার্ড মূলত কাদের জন্য ও কেন প্রয়োজন?
    প্রয়োজন ও চাহিদা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা উপভোগ করতে দিন দিন অনলাইনে ডিজিটাল লেনদেনের পরিমাণ বাড়ছে। নগদ টাকা বহন করার ঝুঁকি এড়াতে অনেকে কার্ড বা মোবাইল ব্যাংকিং ব্যবহার করে থাকে। অনেকে বাংলাদেশে বসে নিজেদের পাসপোর্টে ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে ডলার এনডোর্স করে বিদেশের বিভিন্ন অনলাইন সার্ভিস নিতে বা কেনাকাটার প্রয়োজনে ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করে থাকে। যেমনঃ ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশনের পেমেন্ট, গুগল বা ফেইসবুকে বিজ্ঞাপণ দিতে পেমেন্ট দেওয়ার জন্য এই কার্ড ব্যবহার করতে পারেন। এছাড়া বিদেশে এটিএম থেকে নগদ টাকা উত্তোলন করা যায় বলে নগদ টাকা দেশ থেকে বহন না করে কার্ড ব্যবহার করে থাকে।
    ডেবিট বা ক্রেডিট কার্ডের পরিবর্তে প্রিপেইড কার্ড কেন ও মূলত কাদের জন্য
    বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডের পাশাপাশি প্রিপেইড কার্ডও জনপ্রিয় হচ্ছে। সমস্ত ডেবিট কার্ড দেশে ব্যবহার করা যায়। কিন্তু কিছু কিছু ব্যাংক ডেবিট কার্ড ইন্টারন্যাশনাল বা ডুয়েল কারেন্সি ব্যবহার করার সুবিধা দিলেও অনেক ব্যাংক ডুয়েল কারেন্সি ডেবিট কার্ডের সুবিধা দেয় না। ক্রেডিট কার্ড নেওয়ার জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করা তুলনামূলক কঠিন বলে সবার জন্য এটি নেওয়া সম্ভব হয় না। যেমনঃ চাকরি হলে নির্দিষ্ট মাসিক বেতনের সীমা রয়েছে বা মাসিক আয় অনুযায়ী কার্ড পাওয়ার যোগ্যতা নির্ধারণ করা হয়ে থাকে বলে অনেকের জন্য এটি নেওয়া সহজ নাও হতে পারে। এছাড়া নির্ধারিত সময়ে কার্ডের বিল পেমেন্ট না করলে অতিরিক্ত চার্জ দিতে হয়।
    ডেবিট ও ক্রেডিট কার্ডের বিপরীতে প্রিপেইড কার্ড তুলনামূলক সহজ। প্রিপেইড কার্ড হচ্ছে প্রিপেইড মোবাইল সিম কার্ড বা মোবাইল ব্যাংকিং বিকাশ, নগদ, উপায় ইত্যাদি ব্যবহার করার মতো। অর্থাৎ প্রিপেইড কার্ডে শুরুতে আপনাকে টাকা জমা করে নিতে হবে। তারপর প্রয়োজন অনুযায়ী আগে থেকে জমা করে রাখা টাকা বিভিন্ন উপায়ে খরচ বা ব্যবহার করতে পারবেন।
    ইউসিবি-উপায় প্রিপেইড কার্ড খুব সহজেই নেওয়া যায়। কোনো ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই, এমনকি এই কার্ডের আবেদন করতে গ্রাহককে কোনো ব্যাংকের ব্রাঞ্চে যেতে হবে না।
    গ্রাহকরা সহজেই নিজের উপায় অ্যাপ অথবা নির্দিষ্ট উপায় এজেন্ট থেকে এই কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড পেতে পারবেন।
    **এই কার্ডের গ্রাহকগণ নিজের উপায় অ্যাপ থেকেই কার্ডের তথ্য, বর্তমান ব্যালেন্স এবং লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য দেখতে পারবেন।
    ডুয়েল কারেন্সি (Dual Currency) সুবিধার কারনে এই কার্ডের মাধ্যমে দেশে কিংবা বিদেশে ভিসা অনুমোদিত POS মার্চেন্টে কেনাকাটা, অনলাইন কেনাকাটা এবং এটিএম থেকে টাকা উত্তোলনের সুবিধা উপভোগ করতে পারবেন।
    বিদেশ ভ্রমণে থাকাকালীন অবস্থায় আপনি প্রয়োজনে দেশে কারোর মাধ্যমে যেকোন উপায় এজেন্ট থেকে টাকা লোড করে বিদেশে লেনদেন করতে পারবেন
    **সংক্ষেপে এই কার্ডের বৈশিষ্ট্যসমূহ:
    ভিসা ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড (পাসপোর্ট এন্ডোর্সমেন্ট প্রয়োজন)
    Dual Currency EMV Secured Prepaid Card
    কনট্যাক্টলেস ভিসা প্রিপেইড কার্ড
    আন্তর্জাতিক এবং স্থানীয় কেনাকাটা
    International and local shopping
    দেশে বা বিদেশের যেকোনো ভিসা এটিএম থেকে টাকা উত্তোলন
    ATM Withdrawal (Globally)
    ট্রানজেকশন এলার্ট
    উপায় অ্যাপ থেকে সহজেই কার্ড ব্যালেন্স চেক
    কার্ডে ন্যূনতম কোনো ব্যালান্স প্রয়োজন নেই
    নিয়মিত কার্ড ব্যবহারকারীর জন্য অটো নবায়নযোগ্য
    **কার্ড অ্যাক্টিভেশন এবং অন্যান্য সকল মেইনটেন্যান্স ইউসিবি কল সেন্টার (16419) এর মাধ্যমে
    কার্ড লোড করতে কোনও চার্জ নেই
    **কোনো অ্যাকাউন্ট না খুলে, ঘরে বসে খুব সহজে এই ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড পাওয়া খুবই ভালো সুযোগ। কার্ড ব্যবহারের বিভিন্ন সুবিধা, কার্ডের খরচ ও লিমিট ইত্যাদি বিবেচনা করে ব্যক্তিগতভাবে আপনি নিজেই প্রয়োজনে আরও বিস্তারিত জেনে বুঝে এই কার্ড নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন।
    Upay prepaid card review
    Upay card features
    How to use Upay prepaid card
    Upay card benefits
    Upay card fees
    Upay card tutorial
    Upay card activation
    Upay card limits
    Upay card security
    Upay card pros and cons
    Upay card comparison
    Upay card vs other prepaid cards
    Upay card customer service
    Upay card reload options
    Upay card acceptance
    Upay prepaid card
    2. Prepaid card review
    3. Online payment
    4. Banking
    5. Finance
    6. Digital transactions
    7. Money management
    8. Online shopping
    9. Personal finance
    10. Payment methods
    11. Financial services
    12. Digital wallet
    13. Cashless payments
    14. Secure transactions
    15. Financial technology (FinTech)
    #banglareview , #upay #prepaidcard #ঘরেবসেঅর্ডারকরুন #aliexpress উপায় প্রিপেইড কার্ড, #dualcurrencycardbangladesh #dualcurrencyvisacard
  • Наука та технологія

КОМЕНТАРІ • 46

  • @shortsforrespect9361
    @shortsforrespect9361 14 годин тому

    ভাইয়া পাসপোর্ট দিয়ে করব কোন resk নাই তো ,আর পাসপোর্ট এর কী কী ইনফরমেশন দেওয়া লাগে কাইন্ডলি যদি বলতেন 😢

  • @shortsforrespect9361
    @shortsforrespect9361 16 годин тому

    ভাই আমি যেহেতু আমার আব্বুর পাসপোর্ট দিয়ে
    prepaid card খুলব সেহেতু nid information গুলো কী আমার আব্বুর দিব না আম্মুর দিব plz kindly যদি বলতেন 😢

  • @MisTonni-tu5fl
    @MisTonni-tu5fl 17 годин тому

    ভাই এ্যানড্রোসমেন্ট করতে টাকা লাগে নাকি আমাকে জানাবেন,,,

  • @leomxbmonirkhan7649
    @leomxbmonirkhan7649 14 днів тому +2

    Ami peyechi

    • @GinTechBD15
      @GinTechBD15  6 днів тому

      এখন শুধু উপায় অ্যাপ দিয়ে লোড করবেন আর ইউজ করবেন।

    • @rakibnraz4838
      @rakibnraz4838 3 дні тому

      ডেলিভারি কিভাবে দিয়েছে?

  • @FreeFire-yt9tt
    @FreeFire-yt9tt 6 днів тому +1

    Vai doller endorsement korte ki bank a tk joma dite hoi nki account a tk dhukalei automatic oita doller a convert hoye jabe

    • @GinTechBD15
      @GinTechBD15  5 днів тому

      না ভাই এন্ড্রোসমেন্ট করতে ব্যাংকে কোন টাকা-পয়সা জমা দিতে হয় না। আর কার্ডে ডলার লোড করতে ব্যাংকে যেতে হয় না উপায় একাউন্ট থেকে ব্যালেন্স ট্রান্সফার করে কার্ডে লোড দেয়া যায়। আর আপনার ব্যালেন্সটা টাকাতেই টাকাতেই থাকবে সেটা আপনি ডলারেও ইউজ করতে পারবেন আবার ইউজ করতে পারবেন আপনার ডলার টা দেখতে পারবেন না ব্যালেন্সে। ডলার টা আপনাকে ডলার ইউএস এর কারেন্সি তে হিসাব করে নিতে হবে।

  • @ksislamiccenter
    @ksislamiccenter 4 дні тому +2

    ভাই আমার এই কার্ডটি আছে। আমি জানতে চাই, আমি কি নিজের ইচ্ছা অনুযায়ী ১২হাজার ডলারের মধ্যে যে কোন পরিমাণ ডলার এনডোসমেন্ট করতে পারবো? ধরেন আমি যদি ৫হাজার ডলার এনডোসমেন্ট করি তাহলে এর সুবিধা কি বা যদি ১০হাজার ডলার এনডোসমেন্ট করি এর সুবিধা কি? শুধু কি যে পরিমাণ ডলার এনডোসমেন্ট করবো সে পরিমাণ ডলার ই খরচ করতে পারবো নাকি এমাউন্টের উপর নির্ভর করে আরো সুযোগ সুবিধা আছে? আমার কথা হচ্ছে একজন ব্যাক্তি যদি সর্বোচ্চ ১২হাজার ডলার এনডোসমেন্ট করতে পারে তাহলে সে কম টাকা এনডোসমেন্ট করবে কেন? সর্বোচ্চটাই তো করতে পারে। কম করলে লাভ লস কি? এখানে কি কম বেশি করার উপরে কি কোন চার্জ আছে নাকি? দয়া করে আমার উত্তর গুলা দিবেন প্লিজ।

    • @GinTechBD15
      @GinTechBD15  2 дні тому

      ভাই আপনি জানতে চেয়েছেন যে আপনি যদি ১২০০০ ডলার থেকে। ৫০০০ ডলার এন্ডর্সমেন্ট করেন তাহলে সুবিধা আর অসুবিধা কি।
      আসলে ১২০০০ ডলার প্রতি বছরে আপনি খরচ করতে পারবেন। এখন এর থেকে যদি আপনি কম নেন মানে আপনার কম খরচ হয় তাহলে আপনার কম দেওয়াই ভালো।
      মনে করেন আপনি তিনটা কার্ডে পাসপোর্ট অ্যান্ড্রোজমেন্ট করবেন । তিনটা কার্ড মিলিয়ে আপনি ১২০০০ ডলার এনগেজমেন্ট করতে পারবেন। তাহলে আপনি যদি এই উপায় কার্ডে ৫০০০ ডলার অ্যান্ড্রোজমেন্ট করেন। বাকি অন্যান্য কার্ডে আর ৫০০০ ডলার আপনি অ্যান্ড্রোজমেন্ট করতে পারবেন।
      আশা করি বুঝতে পেরেছেন। আরো কোন তথ্য লাগলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন।

  • @adibapower-jsr
    @adibapower-jsr 5 днів тому +2

    আমি আমার কার্ডে ৬০০০ ডলার ইনডোস করেছি এবং ইডোসের মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত, এখন কথা হলো এই ৬০০০ডলার কী আমার লিমিট নাকি এই ৬০০০ডলার আমি ২০২৯ সাল পর্যন্ত ব্যবহার করতে পারবো

    • @GinTechBD15
      @GinTechBD15  5 днів тому

      প্রতি বছর আপনি ৬০০০ ডলার ইউজ করতে পারবেন।

    • @shahirantalukdar2387
      @shahirantalukdar2387 16 годин тому

      ভাই কার্ডে কি CVV /CVC কোড লিখা থাকে?

  • @ratul3694
    @ratul3694 Місяць тому +2

    উপায় ডুয়েল কারেন্সি কার্ড এপ্লাই করার পর ভেরিফাই এর জন্য কল করে কি? কল করে অ্যাড্রেস পোস্টাল কোড হোল্ডিং নাম্বার এগুলো কি জানতে চায়?

    • @GinTechBD15
      @GinTechBD15  Місяць тому

      না এগুলা কিছু জানতে চায় না।

  • @kumarsuronjon6053
    @kumarsuronjon6053 Місяць тому +2

    আমিও করেছি ১৫ দিন সময় দিয়েছে

    • @GinTechBD15
      @GinTechBD15  Місяць тому

      হ্যা ভাই ১৫ দিন টাইম নেয়।

  • @AMSSlowLofi
    @AMSSlowLofi 19 днів тому +1

    Dollar chara Bangladeshi taka diye ki facebook a video boost korte parbo???

    • @GinTechBD15
      @GinTechBD15  19 днів тому +1

      মুল কথা হলো passport Endorsement
      করতে হবে বুস্ট করতে হলে। ভাই। এছাড়া কার্ডের টাকা দিয়ে বাংলাদেশের যেকোনো প্লাটফর্ম থেকে কেনাকাটা করতে পারবেন সেক্ষেত্রে
      Endorsement না করলেও হবে।

  • @zeromotionbyemon7274
    @zeromotionbyemon7274 10 днів тому +1

    এন্ড্রস করতে কি কি নিয়ে যেতে হবে ব্যাংক এ

    • @GinTechBD15
      @GinTechBD15  9 днів тому

      শুধু কার্ড আর পাসপোর্ট। 🥰

  • @Fighters35
    @Fighters35 Місяць тому +1

    doller invesment korte ki tk lage plz reply

    • @GinTechBD15
      @GinTechBD15  29 днів тому

      ক্লিয়ার করে বলুন। ডলার ইনভেস্টমেন্ট বলতে কি বুঝাতে চেয়েছেন

    • @rokanbhai1808
      @rokanbhai1808 13 днів тому +1

      ​​​@@GinTechBD15অর্থাৎ দুয়েল কারেন্সি করতে পাসপোর্ট সাথে অন্য কোনো টাকা দিতে হবে কিনা, ডলার যত পরিমাণ এনডোস করবো ততো পরিমাণ টাকা তখন জমা দিতে হবে কিনা। একটু জানাবেন প্লিজ।

  • @Cartoon_Golpo_BD
    @Cartoon_Golpo_BD 10 днів тому +1

    একজনের কার্ডে অন্য জনের পাসপোর্ট এর মাধ্যমে কী ডলার লোড করতে পারবো??

  • @rakibnraz4838
    @rakibnraz4838 4 дні тому +1

    ভাই কার্ড কিসের মাধ্যমে ডেলিভারি দিবে?

    • @GinTechBD15
      @GinTechBD15  2 дні тому +1

      কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেয় ভাই। আপনি ফরম ফিলাপের সময় যে এড্রেসটা দিয়েছেন ডেলিভারি অ্যাড্রেস। সেই অ্যাড্রেসে এসে আপনাকে কল করে আপনার কার্ডটি দিয়ে যাবে।

  • @shihabsalihin5215
    @shihabsalihin5215 10 днів тому +1

    ভাই 575 যে পেমেন্ট করব সেটি পরবর্তীতে গানটি রিচার্জ করা থাকবে না???

    • @GinTechBD15
      @GinTechBD15  9 днів тому

      এটি কার্ডের ফি।

  • @MdRakib-qi2es
    @MdRakib-qi2es 7 днів тому +1

    ভাই আমার পাসপোর্ট নেই, আমি কি এই কার্ড আ্যাকটিভ করে শুধু বাংলাদেশে ব্যবহার করতে পারবো❤❤

    • @GinTechBD15
      @GinTechBD15  6 днів тому

      ডুয়েল কারেন্সি মানে আপনি বাংলাদেশের টাকা এবং বিদেশের ডলার ব্যবহার করতেই শুধু পাসপোর্টে এনরোজমেন্ট করতে হবে এই কার্ডের আন্ডারে। আদারওয়াইজ আপনি যদি বাংলাদেশের মেথডে পেমেন্ট করেন অথবা বাংলাদেশের যে কোন এটিএম বুথ থেকে আপনি টাকা উত্তোলন করতে চান অথবা আপনি বাংলাদেশের যেকোনো প্লাটফর্ম এর কেনাকাটা করতে চান তাহলে এই কার্ড টি ব্যবহার করতে পারবেন।

  • @kdprinceofficial5380
    @kdprinceofficial5380 Місяць тому +1

    ভাইয়া আপনি কত দিনে Card হাতে পাইলেন..?

    • @GinTechBD15
      @GinTechBD15  Місяць тому +1

      আমার ১৩ দিন লাগছিলো ভাই

  • @mryasin007
    @mryasin007 14 днів тому +1

    Vai ami ki ai card diye ki Steam, Epic Games, Fortnite, Play Store a dollar kinte parbo naki?

    • @GinTechBD15
      @GinTechBD15  6 днів тому

      জ্বি পারবেন

  • @user-rs7cz9cu8c
    @user-rs7cz9cu8c Місяць тому +1

    আমি আবেদন করেছি আমাকে ১৫ দিনের মধ্যে কার্ড দেওয়া হবে আমার পাসপোর্ট আছে আমি কি কার্ড ব্যবহার করতে পারব।

    • @GinTechBD15
      @GinTechBD15  Місяць тому +1

      জ্বি ভাই। ১৫ দিনের মধ্যে পেয়ে যাবেন। পাসপোর্ট থাকলে এন্ডোসমেন্ট করে নিতে হবে ভাই। যদি আপনি ডলার ইউজ করেন।

    • @user-rs7cz9cu8c
      @user-rs7cz9cu8c Місяць тому

      @@GinTechBD15 ধন্যবাদ জানানোর জন্য।

    • @jubayarhossainjitu
      @jubayarhossainjitu 29 днів тому

      পাসপোর্ট এন্ডসমেন্ট করতে কি টাকা লাগে?

  • @techjakaria1420
    @techjakaria1420 18 днів тому +1

    ভাই টাকা কিভাবে ডলারে কনভার্ট করবো?

    • @GinTechBD15
      @GinTechBD15  16 днів тому +1

      Passport দিয়ে কার্ড endressment করা থাকলে। টাকা লোড দিলে Auto ডলারে কনভার্ট হয়। আলাদা ভাবে কিচ্ছু করতে হবে না। 🥰

  • @MDShamimOsman10
    @MDShamimOsman10 Місяць тому +2

    যেকোনো কারো পাসপোর্ট নিলেই হবে

    • @GinTechBD15
      @GinTechBD15  Місяць тому +1

      যার আইডি কার্ড দিয়ে উপায় Apps থেকে কার্ড এর জন্য এপ্লাই করবে তার পাসপোর্ট লাগবে।

    • @MDShamimOsman10
      @MDShamimOsman10 Місяць тому

      @@GinTechBD15 Tnx