ডলার এন্ডোর্সমেন্ট করার নিয়ম/Latest Rules for Dollar Endorsement in Passport 2023.

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • ডলার এন্ডোর্সমেন্ট করার নিয়ম/Latest Rules for Dollar Endorsement in Passport 2023
    আজকাল পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট আমাদের দৈনন্দিন জীবনের জন্য খুবই প্রয়োজনীয়। উদাহরণস্বরূপ, আমাদের বিদেশে ভ্রমণের জন্য ডলার অনুমোদন করতে হলে। এছাড়াও আমাদের গ্লোবাল স্টোর ওয়েবসাইট বা পোর্টাল যেমন AliBaba.com, Aliexpress, Amazon, ইত্যাদি থেকে বিভিন্ন পণ্য ক্রয় করতে হলে। এছাড়াও আমরা সাধারণত Netflix, Amazon prime ইত্যাদির সাবস্ক্রিপশন ক্রয় করি। আমাদের বিভিন্ন আবেদন ফি, ভিসা প্রসেসিং ফি এবং ভর্তি ফি দিতে হয় ।
    উপরের সমস্ত কার্যকলাপের জন্য বৈদেশিক মুদ্রার লেনদেন প্রয়োজন এবং যার জন্য অবশ্যই আমাদের পাসপোর্টে ডলারের এন্ডোর্সমেন্ট প্রয়োজন।
    ডলার এন্ডোর্সমেন্ট করার নিয়ম
    This video shows you all the following parameters of dollar endorsement:
    *what is passport endorsement?
    *dollar endorsement in Bangladesh.
    *maximum dollar endorsement limit
    *dollar endorsement validity
    *dollar endorsement types
    *dollar endorsement correction or cancellation
    So that Please visit my channel and subscribe.
    @bankinggyaan4u
    it’s a great appreciation
    Please don’t miss any future video
    Thanks and regards
    Md. Riaj Hossain Nayan
    Banker, Private Commercial Bank
    #bankinggyaan4u
    #bankingrule
    #dollars
    #dollarsendorsementrules
    #dollarendorsementlimit
    #dollarendorsementvalidity
    #dollarendorsementpolicy
    #passportendorsement
    #dollarendorsementcancellation

КОМЕНТАРІ • 260

  • @DreamEuro
    @DreamEuro 10 місяців тому +1

    ভাই, আমি সার্বিয়া যেতে চাচ্ছি কাজের উদ্দেশে, এখন আমি ডুয়েল কারেনসি ডেবিট কার্ড নিতে চাচ্ছি যাতে ঐখান হতে ব্যবহার করতে পারি।
    কোন ব্যাংক কার্ড ভাল হবে।
    ঐ দেশ বুথ থেকে সর্বোচ্চ কত টাকা তুলতে পারব??

  • @Creativeventures-1976
    @Creativeventures-1976 4 місяці тому

    ধন্যবাদ, একটি তথ্যবহুল ভিডিও করার জন্য। কিন্তু এখনো কিছু বিষয় পরিষ্কার হয়নি। বিষয়গুলো হলো, ১. বর্তমানে ব্যাংকে ডলার নেই, আমি ইবিএল থেকে এন্ডর্সমেন্ট করতে গিয়েছিলাম সেখানে কর্ডে এন্ডর্সমেন্ট করে দিলেও ক্যাশে ৫০০$ এর বেশি ক্যাশ এন্ডর্সমেন্ট করে দিতে পারে নি।
    ২. মানিএক্সচেঞ্জে ১০০০$ এর বেশী ক্যাশ এন্ডর্সমেন্ট করে দিতে পারে নি।
    ৩. কার্ডে এন্ডর্সমেন্ট করে নিলেও আবার ক্যাশ উঠানো যাবে না।
    তাহলে একজন ট্রাভেলার ১২০০০$ কিভাবে ক্যাশ এন্ডর্সমেন্ট করে নিবে? আবার এন্ডর্সমেন্ট ছাড়া সাথে নিতেও পারবে না। এর সমাধান কি?

  • @hanve
    @hanve 11 місяців тому +1

    অসংখ্য ধন্যবাদ এরকম বিস্তারিত ভিডিও বানানোর জন্য।

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  11 місяців тому +1

      Thanks for your valuable appreciation

    • @farukmiya-hg7wd
      @farukmiya-hg7wd 10 місяців тому

      ​@@bankinggyaan4uআসসালামু আলাইকুম ভাই টুরিস্ট ভিসার জন্য আবেদন করলে ডলার লন্ডোসমেন্ট করলে ভিসা না হলে এন্ডোসমেন্টের টাকা কি ভাবে তুলব?? জানালে উপকৃত হতাম।

  • @UttamRoy-o7s
    @UttamRoy-o7s Місяць тому

    আমার ১ টা ব্যাংকে ১২ হাজার ডলার এন্ডর্সমেন্ট করা আছে, কিন্তু আমি ২ টা ব্যাংকে ৬ হাজার ডলার করে এন্ডর্সমেন্ট করতে চাই,, আমি কি করতে পারবো?

  • @KamrulHasan-oy9jq
    @KamrulHasan-oy9jq 2 місяці тому

    এনডোরসমেন্ট করার সময় যে পরিমাণ করবো ওই পরিমাণ টাকা কি একাউন্টে থাকা লাগবে??আর ধরুন আমার একাউন্টে আছে এক লক্ষ টাকা আমার এন্ডোর্সমেন্ট করা আছে ৩০০ ডলার তাহলে আমি এখন কত টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে পারব?? ওই ৩০০ ডলারের সমপরিমাণ টাকা কি আমার একাউন্ট থেকে সেপারেট করা হবে??

  • @Arif-bt2rb
    @Arif-bt2rb 3 місяці тому

    একটি পাসপোর্টে কয়টি কার্ড এন্ড্রোসমেন্ট করা যাবে...?

  • @ridoyridoy5291
    @ridoyridoy5291 8 місяців тому

    আমি ভারত যাবো আগামী মাসে আমি এবার কার্ডে ৫০০ ডলার এন্ডোর্সমেন্ট করবো, এখন আমি এ বছরের শেষে আমেরিকা যাবো তখন কার্ডে কি ৫০০০ ডলার এন্ডোর্স করতে পারবো?
    মানে একই বছর দুইবার কি করা যাবে
    সেক্ষেত্রে করার নিয়ম এবং কি কোনো সমস্যা হতে পারে ভিসা সংকান্ত/ ইমিগ্রেশনে???

  • @mssojib3125
    @mssojib3125 Місяць тому

    ভাইয়া ব্যাংক থেকে ২ বছরের জন্য ১০০০ ডলার এন্ডোর্স করার পরে যদি ২ বছরের আগে আমার ১০০০ ডলার খরচ করে ফেলি তাহলে কি আমি এই ২ বছরের মধ্যে আর ডলার এন্ডোর্স করতে পারো

  • @fahimfarhan2931
    @fahimfarhan2931 11 місяців тому +1

    ভাই একটা বিষয় জানার ছিল-
    আমি প্রথমে ভিসা করার জন্য ২০০ ডলার ইন্ডোজ করেছি, এখন আমার প্রয়োজন ডুয়েল কারেন্সি কার্ডে ২০০০ হাজার ডলার ইন্ডোজ করার , এখন তো ২ টা চিল থাকবে পাসপোর্টে এ , কোন সমস্যা আছে কি ? জানালে উপকৃত হতাম।

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  11 місяців тому

      না কোনো সমস্যা নাই । সীল দুইটাই লাগবে ।

  • @azzaro7689
    @azzaro7689 Рік тому +1

    ধন্যবাদ ভাই। এমন ভিডিও আরও বানাবেন। সবসময় আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। সময়ের সাথে অবস্থা পরিবর্তন ডলার ক্রাইসিস ও ব্যাংকের হঠকারী সিদ্ধান্ত ইত্যাদি নিয়েও আপডেট ভিডিও বানাবেন।। কোন কোন মানি এক্সচেন্জ সবচেয়ে ভাল সার্ভিস দেয় সেগুলো নিয়েও ভিডিও বানাবেন আশা করি।

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому +2

      SURE BHAI APNAR TOPIC GULA NIYE VIDEO BANABO INSALLAH

  • @Information.vandar
    @Information.vandar Рік тому +2

    ভাইয়া আমি যদি ১ বছরের লিমিট হিসেবে ২০০০ ডলার এন্ডোরস করি, কিন্তু আমি ১ বছরে সেটা খরচ করতে পারলাম না, বা ১০০-২০০ ডলার খরচ করলাম মাত্র, তাহলে বাকি ১৮০০ ডলার এর জন্য কোনো চার্জ দিতে হবে? ওটার নিয়ম কি? পরের বছর কি আবার ২০০০ ডলার লিমিট হবে নাকি ১৮০০ ডলার?

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому

      Baki 1800 dollar er keno charge thakbe endorsement er e kono charge nai
      Porer bosor abar 2000 paben . Every year renew hoy auto

  • @mhr500
    @mhr500 Рік тому +4

    ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক বেশী ছিল

  • @NurIslam-yx7qs
    @NurIslam-yx7qs Рік тому +1

    ধরুন আমি ডুয়েল কারেন্সি কার্ড এক বছরের মেয়াদে নিলাম কিন্তু আমি ডলার এনডোর্স করে খরচ করলাম না তো সেই পরিমাণ টাকা কি আমার একাউন্টে রয়ে যাবে নাকি আবার ব্যাংকে গিয়ে যোগাযোগ করে সেটা ডলার থেকে আবার টাকায় পরিণত করতে হবে এ বিষয়ে বিস্তারিত জানালে উপকৃত হতাম

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому

      . ভাই এখন আমাদের দেশের ব্যাংক গুলিতে দুই ধরণের dual currency card আছে. কোনো কোনো ব্যাংক এ CARD এর টাকা রিয়েল টাইম EXCHANGE করে. রিয়েল টাইম এর DIFFICULTY হলো যেই টাইম এ ডলার খরচের দরকার ওই টাইম এর রেট এ TRANSACTION করতে হয় আর কোনো কোনো ব্যাংক এর কনভার্ট করে ডলার খরচ করতে হয় CARD এ তাদের DIFFICULTY হলো ব্যাংক এ CONTACT করে ডলার খরচ করতে হয়. তবে এই CARD এর সুবিধা হচ্ছে back daté রেট এ অনেক দিন ডলার use করা যায়

  • @upohar96
    @upohar96 9 місяців тому

    আমার ই-পাসপোর্ট দিয়ে ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ডে ডলার এন্ডোর্সমেন্ট করেছি, ফেসবুকে বুস্ট করার জন্য।
    বিদেশে যেতে, ভিসা পাব কি না।খুব চিন্তা হচ্ছে। দয়া করে যদি জানাতেন চিন্তা মুক্ত থাকতে পারতাম।ধন্যবাদ

  • @SolaimanKhorasani
    @SolaimanKhorasani 5 місяців тому

    আমার $ শেষ হয়ে গেলে। আবার কি এনডোর্সমেন্ট করতে হবে , না শুধু ব্যাঙ্ক এ টাকা দিয়ে বললেই হবে আমার টাকা গুলো $ করে দিন , প্রসেস
    টা বলবেন

  • @Mullarabbizjussh
    @Mullarabbizjussh Рік тому +1

    ধন্যবাদ

  • @debprosadadhikary4840
    @debprosadadhikary4840 10 місяців тому

    Thanks for nice video.
    আমি কোন বিদেশ যাবো না, শুধু অনলাইন purchase করার জন্য কি passport এ dollar endorsed করতে পারবো?পরে যদি দেশের বাইরে যাই তখন কী আগে passport e endorsed করার সীল থাকার কারণে ভিসা পেতে কোনো problem হবে?জানাবেন প্লিজ

  • @farukmiya-hg7wd
    @farukmiya-hg7wd 10 місяців тому

    টুরিস্ট ভিসার জন্য আবেদন করলে ডলার লন্ডোসমেন্ট করলে ভিসা না হলে এন্ডোসমেন্টের টাকা কি ভাবে তুলব?? কেউ জানলে জানাবেন উপকৃত হব।

  • @Mohammadmasum2001
    @Mohammadmasum2001 9 місяців тому

    ভাইয়া বিদেশ থেকে যদি আমার ক্রেডিট কাড এ কেউ ৩০০০ ডলার পাঠায় তাহলে কি এই টাকা তুলতে গেলে কোনো রকম ঝামেলা হবে বা কোনো রকম ডকুমেন্ট চাইবে টাকা তুলতে গেলে দয়া করে আমাকে জানান ভাইয়া

  • @romanahmed9104
    @romanahmed9104 10 місяців тому

    ভাই আমি কি বিদেশি ব্যাংক থেকে ডলার এন্ডোসমেন্ট করতে পারবো পারবো,কার্ড হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের ইন্টারন্যাশনাল কার্ড জানাবেন ভাইয়া

  • @muradmeer1329
    @muradmeer1329 Рік тому +2

    Very useful information...

  • @mrroni.official
    @mrroni.official 10 місяців тому

    ডলার এন্ডোস করলে পরবর্তীতে পাসপোর্টে সমস্যা হবে কি?? বাহিরে গেলে বা ভিসার ক্ষেত্রে?

  • @shaifulislam6683
    @shaifulislam6683 Рік тому +1

    Thanks...

  • @md.kamrujjaman5672
    @md.kamrujjaman5672 2 місяці тому

    Nice and informative video. Amar akta duel currency visa credit card a 6k endorse kora ache. Ami goto 18 june passport a aro 1000 usd cash dollar endorse kore 7 diner jonno indiate ghure ashi. Ami abar agami August masha India jete chai. Amak ki abar Passport a cash dollar endorse korte hobe? Naki ager endorse diei hobe. Janaben pls.

  • @mahbubmursheddibbo285
    @mahbubmursheddibbo285 Рік тому +2

    আচ্ছা যদি 12000 ডলার এর বেশি প্রয়োজন পরে চিকিৎসা অথবা অনেক দেশ ঘুরার জন্য তাহলে কি 12000 এর বেশি endorsement করা যাই?

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому

      Treatment এর জন্য বাংলাদেশ ব্যাংক থেকে special permission নিয়ে আপনি ১২০০০ ডলার এর বেশি endorsement করতে পারবেন । রিলীভেণ্ট DOCUMENTS দিয়ে ব্যাংক এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক বরাবর আবেদন করতে হবে । কিন্তু ট্রাভেল এর জন্য ১২০০০ এর উপরে আপনি ENDORSE করতে পারবেন নাহ। আশা করি উত্তর পেয়েছেন

    • @mahbubmursheddibbo285
      @mahbubmursheddibbo285 Рік тому

      @@bankinggyaan4u ধন্যবাদ, sir.

  • @Jonyraja-gp2uh
    @Jonyraja-gp2uh 5 місяців тому

    helpful video

  • @MDRobiuL-rd6qo
    @MDRobiuL-rd6qo Рік тому +1

    UCB bank ডুয়েল কারেনসি পিপেট কাট আমি নিয়েছি ডলার এন্ডোর্সমেন্ট করেছি কিন্তু ভাই আমাকে কি ডলার লোড দিতে হবে না বাংলা টাকা লোড করলে আমি ইন্ডিয়াতে যে রুপি তুলতে পারব

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому

      বাংলা টাকা লোড দিবেন ডলার এর দামে আর কল সেন্টার এ কল করে বলবেন ডলার লোড করতে. ডলার লোড হয়ে যাবে. তারপর ইন্ডিয়া গিয়ে বুথ থেকে রুপি তুলতে পারেন ডলার আর রুপি এর দামে

  • @englishliteratureforhonours
    @englishliteratureforhonours Рік тому +1

    Husband এর Dual Currency Card দিয়ে ডলার এন্ডোসমেন্ট করে Wife এর ভিসার জন্য ও কি আবেদন করা যাবে?

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому

      নাহ যাবে নাহ ভাই

    • @englishliteratureforhonours
      @englishliteratureforhonours Рік тому

      @@bankinggyaan4u একসাথে Apply করলে, Husband এর সব ডকুমেন্টস ই তো Wife এর Application এ ব্যবহার করা হয়। তাহলে কেন হবে না? আপনি নিশ্চিত?

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому +1

      Currently amak husband and wife er indivitually endorsement korte hoy visa er jonno. Ar endorsement is a recording je koto manush koto amount er foreign money khoroch korche othoba khoroch er jonno plan korche eijonno bhai

  • @biplobvlogs9004
    @biplobvlogs9004 Рік тому +1

    ভাই আমার পাসপোর্টে একটি ব্যাংকের ভিসা কার্ডের মাধ্যমে ডলার এন্ডোসমেনট করেছি ১৮/৯/২২। ওখানে লিখে দিয়েছে ১০০০ ডলার টু ২০২২। এখন ২০২৩ সালে মেয়াদ থাকবে?

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому

      এখন কিন্তু মেয়াদ থাকে পাসপোর্ট এর মেয়াদ এর সমান ।কিন্তু যদি ২০২২ পর্যন্ত মেয়াদ দিয়ে থাকে তাহলে ২০২৩ এ আবার RENEW করে নিতে হবে ।

    • @biplobvlogs9004
      @biplobvlogs9004 Рік тому

      @@bankinggyaan4u ধন্যবাদ।

  • @samiurrahman9162
    @samiurrahman9162 10 місяців тому

    Credit / Debit card ar against a endorsement kora ki cash dollar carry kora jai, without cash dollar endorsement.

  • @TDGamePIay
    @TDGamePIay Рік тому +1

    আমি ভারতে যাবো, ডলার এন্ডোসমেন্ট কোন ব্যাংকে করবো ,সর্বোচ্চ কত ডলার এন্ডোসমেন্ট করা যাবে ,ডলার রেট কত টাকা ,, আমি নতুন প্লিজ রিপ্লাই দিবেন 🙏

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому

      যেইব্যাংক এ আপ্নার একাউন্ট আছে অথবা dual currency card আছে ওই ব্যাংক থেকে endorsemenť করবেন, highest endorsement অনেক করা যায়, যদি dual currency debit carď এর বিপরীতে endorsement করেন তাহলে 12000/ US Dollar korate parben ar যদি credit card এর বিপরীতে endorsemenť করেন তাহলে credit card এর full limit এর সমান endorsemenť করতে parben. Ar যদি ক্যাশ ডলার endorsemenť koren তাহলে highest 5000/ US Dollar পর্যন্ত endorsement korte parben তবে কোন ব্যাংক ই এখন cash ডলার দিতে পারছে নাহ world Economic crisis এর কারণে তবে Card এর বিপরীতে shob ব্যাংক endorsement korche. Ar ডলার রেট ব্যাংক to ব্যাংক vary করছে তবে average 107 theke 108 Tk rate ekhon cholche এখন ব্যাংক গুলিতে

    • @TDGamePIay
      @TDGamePIay Рік тому

      আমার তো কোনো ব্যাংক একাউন্ট নেই ,এখন কি করব

  • @rupalibdvlog4600
    @rupalibdvlog4600 Рік тому +1

    আসসালামু আলাইকুম ভাই আমি কয়েকটি মানি এক্সচেঞ্জ এবং কয়েকটি ব্যাংকে যোগাযোগ করেছি সব জায়গায় 1000 ডলারের বেশি এনডোর্সমেন্ট করা যাবে না তারা সবাই একই কথা বলে এখন আমি কি 1000 ডলার এনডোর্সমেন্ট করিয়ে এক্সট্রা আরো 5000 ডলার নিতে পারব কিনা প্লিজ একটু জানাবেন

  • @nafisanajnin7045
    @nafisanajnin7045 6 місяців тому

    ভাইয়া পাসপোর্ট এর মেয়াদ অনুযায়ী endorsement করা আছে কিন্তু পাসপোর্ট এর মেয়াদ শেষ হবে বিদেশ থেকে পাসপোর্ট রিনিউ করবো তাহলে endorsement extends কিভাবে করবো?

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  6 місяців тому +1

      Endorsement to deshe eshei korte hobe

  • @md.abutalha7073
    @md.abutalha7073 Рік тому

    আমি গত বছরে ডলার ক্রয় করে ভারতে গিয়েছিলাম। প্যাকেজ টুরে যাওয়ায় টু,র কোম্পানিকে টাকা পরিশোধ করি তাই ডলার খরচ না করে ফেরৎ নিয়ে আসি, আমার প্রশ্ন সেই এনডোসে কি আমি সেই ডলার এখন ভারতে নিয়ে যেতে পারবো?

  • @sabbirahmad6869
    @sabbirahmad6869 Рік тому +1

    ভাই আমি ভারত ঘুরতে যেতে চাচ্ছি
    কিন্তু আমার ব্যাংক একাউন্ট নেই
    এখন আমি ডলার এন্ডোর্স করবো কিভাবে

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому

      Bangladesh Bank er website গিয়ে Money Exchangers এর লিস্ট থেকে একটা ভালো Exchanger choose করে সেখান থেকে ও ডলার Endorsement করতে parben

  • @zaidtanim4163
    @zaidtanim4163 9 місяців тому

    Hello Vaiya,
    City Bank ar Brac bank er moddhe kontar service vlo hobe? Jekhane vlo e-mail,app support pabo?
    For E-commerce online transaction. Visa dual currency debit card nibo.
    EbL er nisilam but eder service kharap kore felse khub. Ar Dollar endorsement o off kore dise only for debit cards..

  • @mosharofhosain2985
    @mosharofhosain2985 Рік тому

    .বক্তব্য অসম্পূর্ণ,মানি এক্সচেঞ্জ থেকেও ডলার কেনা ও এন্ডোর্স করা যায়।তারপরেও একটি প্রশ্ন করার আছে,ধরা যাক আমি ২০০ ডলার এন্ডোর্স করিয়েছি,কিন্তু পরে দেখা গেলো আরো ২০০ ডলার লাগবে,সেক্ষেত্রে দুইবার এন্ডোর্স করানো যাবে কি?উল্লেখ্য,মানি এক্সচেঞ্জ থেকে ডলার কিনে এন্ডোর্স করার সময় মেয়াদ ৩মাস উল্লেখ আছে,এটা কি বিধিসম্মত?

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому

      1) Money exchange theke cash dollar endorse kora jay etar upor alada videos o ache
      2) 200 dollar er por abar 200 dollar endorse kora jay ager ta kete 400 er endorse korte hoy
      3) Endorsement circular bole endorsement er validity passport validity porjonto , 3 months maintain hoy bole thik Amar jana nai .
      Search in google as Latest circular of dollar endorsement in bangladesh

  • @abidrahman326
    @abidrahman326 Рік тому

    ভাইয়া বাংলাদেশ ব্যাংক এর ডলার এনডোর্সমেন্ট সম্পর্কিত সর্বশেষ সার্কুলার তার লিংক একটু দিতে পারবেন?
    ব্র্যাক ব্যাংক এখন ও ম্যাক্সিমাম ২ বছর এর এনডোর্সমেন্ট করে,পাসপোর্ট এর মেয়াদ যতদিন ততদিন করতে চাই না বা করে না। এই জন্যে সার্কুলার টা প্রয়োজন ।

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому

      Release of foreign exchange for private travel abroad - Bangladesh Bank www.bb.org.bd/mediaroom/circulars/fepd/sep232021fepd30e.pdf

  • @raihanchowdhury820
    @raihanchowdhury820 9 місяців тому

    ভাইয়া, ডলার এন্ড্রোস এর জন্য কি ব্যাংক একাউন্ট লাগবে?

  • @swapnodigital6291
    @swapnodigital6291 Рік тому

    ভারতীয় ভিসার জন্য কোথায় গিয়ে ডলার ইনডোসমেনট করবো ? আর কি কি সাথে নিয়ে যেতে হবে? প্লিজ একটু বলবেন।

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому

      Apnar Bank, Mony exchangers, gele shate passport , visa, shaatte dollar, eigulay lage indiar jonno

  • @discoverworldofnature2104
    @discoverworldofnature2104 Рік тому +1

    ধন্যবাদ ভাই।
    আমার ২০ ডলার দরকার কার্ডে,কিন্তু ব্যাংক ১০০ ডলারের নিচে এনডোর্স করবে না। এখন আমি যদি ১০০ ডলার করি তাহলে কি ৮০ ডলার ক্যাশ বাংলা টাকা তুলতে পারবো? প্লিজ ভাই হেল্প মি

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому

      ভাই কিছু কিছু Card এ ডলার endorsemenť করার পর টাকা থেকে ডলার খরচ করা যায় আর কোনো কোনো ব্যাংক এ ডলার কনভার্ট করে খরচ করতে হয়. ওই card গুলা তে 100 ডলার endorsemenť করা মানে আপনাকে 100 ডলার e খরচ করতে হবে or আবার টাকায় কনভার্ট পরে করে নিতে হবে

    • @কালামানিকমকবুল
      @কালামানিকমকবুল Рік тому

      ​@@bankinggyaan4u আমার স্ত্রী এবং বাচ্চারা বিদেশ ঘুরতে যাবে এখন কি আলাদা করে তাদের ডলার এনডোর্স করতে হবে না আমার স্ত্রীর পাসপোর্টে এনডোর্স করালেই হবে,দয়া করে যানাবেন।

  • @R17-l6o
    @R17-l6o Рік тому +1

    Thnks for the info👍👍

  • @mallikaRani-zq3ev
    @mallikaRani-zq3ev 2 місяці тому

    Cash dolors endorsement kore ki visa apply kora jabe

  • @tapassaha-ec4kh
    @tapassaha-ec4kh Рік тому

    ভারতে যাওয়ার জন্য Credit Card endorsement করার পর নগদ ডলার নিয়ে যাওয়া যাবে? নাকি নগদ ডলার এর জন্য আলাদা করে endorsement করতে হবে?

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому +1

      Card e endorsement a cash dollar nite parben nah cash er jonno alada endorsement lagbe

  • @entertainhub11.00
    @entertainhub11.00 Рік тому

    sir পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্ট করতে কি ব্যাংক একাউন্ট থাকা লাগবে।ব্যাংক একাউন্ট না থাকলে কি করতে হবে?
    জানালে অনেক উপকৃত হতাম।ধন্যবাদ

  • @faridaparvein5232
    @faridaparvein5232 Рік тому

    Assalamulikum ….
    Endorsement cancel korte caile kotodin lagte pare (DBBL) theke????

  • @tanishahossainmedha1563
    @tanishahossainmedha1563 Рік тому

    এখন যেহেতু ডলারের খুবই সংকট, আমি আমার কাছে থাকা ডলার দিয়ে কি ব্যাংক থেকে এনডোরস করাতে পারবো? ঐ বিকিকিনি করে আরকি। মানি exchange থেকে ডলার এনডোরস করা যায় কি?

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому

      Nah apnar dollar agei endorsed abar kivhabe endorse korben. Apnar kache dollar ache means apni bedesh theke eshechen or exchange policy te kinechen so apni to endorsement neccessary noy ar jadi validity shesh hoy then oi same endorsement renew korate hobe

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому

      Money exchange organisations Bangladesh Bank অনুমোদিত থাকলে endorsement korate parben dollar kono problem nai

  • @mohammedakterhossain7116
    @mohammedakterhossain7116 Рік тому

    দাদা চমৎকার ভিডিও। ক্রেডিট কার্ড দিলে করলে লাভ। নাকি নগদ ক্রয় করলে লাভ, একটু জানাবেন।

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому

      ভাই ডলার এর যেই দাম সেই অনুযায়ী কার্ড এ দাম টা বেশ কম ।আর ক্যাশ MAXIMUM ৫০০০/- ডলার কিনতে পারবেন কিন্তু কার্ড এ পুরাটা লীমীট ১২০০০/ ডলার আপনি ব্যাবহার করতে পারবেন।

  • @ZHRAJU
    @ZHRAJU Рік тому +1

    ফেসবুক কিংবা ইউটিউব থেকে যে ডলার আয় হয় এটার এন্ডোরমেন্ট কিবাবে হয়। যানাবেন।

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому +1

      Remittance এর কোনো endorsement লাগে নাহ ভাই

  • @BibekRoy-wg2yn
    @BibekRoy-wg2yn Рік тому

    ভাই কার্ড একজনের আর পাসপোর্ট আরেক জনের তাহলে কি ডলার ইন্ডোর্সমেন্ট করা যাবে কি? Ans quickly

  • @zahirsarker-t5p
    @zahirsarker-t5p Рік тому +1

    আমি এনডোর্সমেনট করতে চাই। আপনার ঠিকানা & মোবাইল নম্বর দিলে উপকৃত হবো

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому

      Ami right now ei kaj ta korchi nah ami Relation Manager (BBD-SME)
      Apni jei bank a account or card niyechen okhane gelei kore dibe

  • @eyasinarafat1378
    @eyasinarafat1378 Рік тому +2

    এন্ডোস্মেন্ট করালে কি নগদ টাকা সাথে করে নিয়ে জাওয়া লাগবে??

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому +1

      যদি ক্যাশ dollar endorsement করেন তাহলে ডলার এর সমান টাকা সাথে করে নিতে হয় or টাকা টা একাউন্ট এ থাকতে হবে.
      তবে dual currency card এর বিপরীতে endorsemenť করালে টাকা থাকা mandatory নয়

    • @eyasinarafat1378
      @eyasinarafat1378 Рік тому +1

      @@bankinggyaan4u এখন যদি আমি ৫০০০ ডলার এন্ডোসমেন্ট করি তাহলে প্রতি বছর আমি কি ৫ হাজার ডলার ই ব্যাবহার করতে পারবো নাকি ৫হাজার এর বেশি ব্যাবহার করতে পারবো??

    • @btg0005
      @btg0005 Рік тому

      @@bankinggyaan4u sir jodi card a endusment kori coto moto kono payment korar jonno. taile ki passport er upor sil marbe😥. please janaben amk. j card a endusment korle passport er photocopy dile hobe naki

    • @suyan.6469
      @suyan.6469 Рік тому

      @@btg0005 endorse korle passport a seal thakbei
      photocopy dile hoy na
      main tay lage

  • @mainulislamniloy1138
    @mainulislamniloy1138 Рік тому

    ভাইয়া আমি কাল ডলার এন্টজমেন্ট করতে দিছি...এখনো ম্যাচেজ পাইনাই...এখন কি কোন ভাবে চেক করতে পারবো?

  • @lipsonmorol1257
    @lipsonmorol1257 11 місяців тому

    ভাই আমার ভাইয়ের কার্ডে ইন্ডোসমেন্ট করা আছে। এই কার্ড কি আমি বাহিরের দেশে ব্যবহার করতে পারবো?

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  11 місяців тому

      Parben bhai er kach theke password niye

  • @nurmohammadhasan001
    @nurmohammadhasan001 Рік тому +1

    আমার ১০০০ ডলার এন্ডোস করা ছিল।এখন আমার আরো বেশি লাগবে এখন কি করতে হবে😢

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому +1

      Aro dollar endorse korte parben kono problem nai

    • @nurmohammadhasan001
      @nurmohammadhasan001 Рік тому

      @@bankinggyaan4u ami to india te kibhabe korbo Islami Bank er atm card e

  • @nazrulahsan9701
    @nazrulahsan9701 Рік тому

    কার্ডে ৩০০০ ডলার এন্ডোসমেন্ট করা হয়েছে সাথে এন্ডোসমেন্ট ছাড়া ক্যাশ ডলার
    ১৫০০ নেয়া যাবে কি?

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому

      Jabe tobe immigration a cash dollar ta dekhano jabe nah.

  • @tasnimhasan2704
    @tasnimhasan2704 Рік тому

    Vaia bd theke overseas single transaction e 300 dollar er beshi pay korte gele ki procedures ache segulo niye kindly video banaben.karon bivinno educational course fee,exam fees (doctor der jonno plab,usmle exam) egulo 300 dollar theke onek beshi amount..but single transaction e normally pathano jay na dekhe onek voganti te porte hoi.

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому

      Okay banabo ar apnar jadi 300 dollar er upore transaction korte hoy tahole supporting documents jekhane purpose show korbe collect kore apnar bank a application korte hoy oi specific transactions korer permission Bangladesh bank dei

  • @lipsonmorol1257
    @lipsonmorol1257 11 місяців тому

    ভাই আমার ১২০০০ইন্ডোসমেন্ট করা আছে যার মেয়াদ দেয়া আছে ২৩ সাল।এখন কি আগামি বছর আবার করাতে হবে নাকি অটো হবে?

  • @mujiburrahman7249
    @mujiburrahman7249 Рік тому

    ভাই আমার পার্সপোর্ট অফিসে জমা আছে নিজ খরচের জন্য ৫০০ ডলার ক্যাশ আছে,ট্যাভেল কার্ড সাথে আছে আমি সুদু সিম রুমিং ও অনলাইনে ব্যাবহারের জন্য কার্ডে ১০০ ডলার প্রয়োজন সেটা কোথা থেকে কিভাবে নিব?

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому

      পাসপোর্ট টা লাগবে যদি পাসপোর্ট জমা দেয়ার আগে আপনার Card এর 100 ডলার এর endorsement না করিয়ে থাকেন. ভাই যেকোনো ডলার legally ব্যবহার এর জন্য ই পাসপোর্ট a endorsement লাগবে.

  • @hotelgrandmostafasylhet3970
    @hotelgrandmostafasylhet3970 Рік тому +1

    Bhai Amar credit card ar maddome total 5000 endorsement ase. Ami December 2022 endorsement Korechi. Valid till passport expired date 2027. Ami already ekbar India ghure aschi January te. Akon ki Ami Abar endorsement korte hobe?
    Thank you

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому

      নাহ করতে হবে নাহ যদি আপনি 5,000 খরচ না করে ফেলেন. যতো দিন আপনার 5000 না খরচ হচ্ছে ততদিন apnak endorsement করতে হবে নাহ

    • @hotelgrandmostafasylhet3970
      @hotelgrandmostafasylhet3970 Рік тому

      @@bankinggyaan4u Thank you brother. So I don't face any problem in airport

  • @mdmahamudul6972
    @mdmahamudul6972 Рік тому

    ভাই আমার ভিসা কাড আছে ডুয়েল কারেন্সি ইসলামি ব্যাংক থেকে নেওয়া এখন সমস্যা হলো আমি ওয়ান লাইনে কোন কিছু পারসেস করতে পারছিনা শুধু একটা লেখা দেখায় pls endrose passport কিন্তু আমার তো কোন পাসপোট বা ভিসা নেই এখন আমার কি করা উচিৎ একটু বলবেন

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому

      ভাই পাসপোর্ট করে endorsement না করা পর্যন্ত আপনি ডলার use করতে parben নাহ. আগে passport রেডি করে endorsemenť ta করিয়ে নিন তারপর dual currency Card use করুন

  • @freefiregamer3104
    @freefiregamer3104 Рік тому +1

    ami akjon chuto youtiber ami subscribe korlam...

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому

      অনেক অনেক ধন্যবাদ ভাই.

  • @iqbalbhuiyan1892
    @iqbalbhuiyan1892 10 місяців тому

    Apnar contac pls, amar endorsment dorker, r markup charge bisoye bistarito jante chai

  • @jhonyzaman7197
    @jhonyzaman7197 Рік тому

    ভাই আমি নেপাল যাবো এ জন্য একটা মানি এক্সচেঞ্জ থেকে 200 ডলার এন্ডোর্স করিয়েছি পাসপোর্ট এ .. বলেছিলাম 300 করতে কিন্তু তারা বললো ক্যাশ ডলার আপনি মিনিমাম 200 করলেই হবে সাথে আরো 100 ডলার নিয়ে যেতে চাই 200 ডলার পাসপোর্ট এর এন্ডোর্স এ কোনো প্রব্লেম হবে কি ?? জানালে উপকৃত হবো

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому

      Extra dollar dekhale niye nibe customs

    • @jhonyzaman7197
      @jhonyzaman7197 Рік тому

      @@bankinggyaan4u ওকে ভাইয়া লুকিয়ে নিয়ে যাবো তাহলে আর নেক্সট টাইম থেকে ব্যাঙ্ক থেকে পরিমান মতো ডলার এন্ডোর্স করবো ইনশাল্লাহ

  • @islamjindabhad5135
    @islamjindabhad5135 Рік тому

    আমি অনলাইন থেকে কেনাকাটা করতে চাই ভাই আমার পাসপোর্ট নাই ভিসা কার্ড আছে তাতে কি ডলার এন্ডোরস করা যাবে? জানাবেন প্লিজ 😊

  • @LamAbidVlogs
    @LamAbidVlogs Рік тому +1

    ভাই আমি যদি 12 হাজার ডলার এন্ডোর্স করি তাতে কি কোন সমস্যা আছে কিন্তু আমি খরচ করলাম 2000 ডলার

  • @sirajulhoque9330
    @sirajulhoque9330 Рік тому

    Good information

  • @htproduction99
    @htproduction99 8 місяців тому

    ডলার এন্ডরুজ শ্বামীর পাসপোর্টে করা থাকলে স্ত্রীর পাসপোর্টেও কি লাগবে

  • @Humayunkabir-hm2jh
    @Humayunkabir-hm2jh Рік тому

    Assalamualaykum Vai, আমার একটা কথা জানার ছিল যে আমি যদি ডেবিট কার্ড এ ডলার endorsement করি তাহলে কি এ পাসপোর্ট দিয়ে ইন্ডিয়ান ভিসা আবেদন করতে পারবো?আমার ব্যাংক অ্যাকাউন্ট নতুন ।তাই ব্যাংক স্টেটমেন্ট নাই ।

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому

      আপনার ডেবিট কার্ড যদি ডুয়েল CURRENCY হয় তাহলে APPLY করতে পারবেন । তা নাহলে প্রবলেম হতে পারে ।

  • @JagrataChatraSamajNarayanganj
    @JagrataChatraSamajNarayanganj 8 місяців тому

    dual currency card e dollar load kivabe korbo

  • @tanvir8965
    @tanvir8965 Рік тому

    Dollar endorsement per year Auto renew process kon kon bank a available?
    Sob Bank a ata nai maybe

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому

      Eta Central Bank er order bhai so shober jonno same

  • @niyamulvaistudio2023
    @niyamulvaistudio2023 11 місяців тому

    Hello..
    আমি প্রতিদিন ১০০০ ডলার কার্ড এ নিতে চাই।
    বংক থেকে। নিতে পারবো কি? কোন ব্যাংক থেকে করবো। ১০০ ডলার USDT/Trc20
    প্রতিদিন ১০০০ লাগবে কি কবরো। দয়া করে যানাবেন😢😮❤

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  11 місяців тому

      যা নিবেন এক বারে নিতে হবে । আর ডলার নেয়ার হাইস্ট লিমিট ১২০০০ ডলার । যা আপনাকে একবারে নিতে হবে

  • @manirmazumder467
    @manirmazumder467 Рік тому

    ধন্যবাদ ভাই, ডেভিড কার্ড দিয়ে ভারতের অগ্রীম ট্রেনের টিকেট, হাসপাতালের এপোয়েন্ট নেওয়া যাবে,? জানালে উপকৃত হবো

  • @mhmithu-nx3uo
    @mhmithu-nx3uo Рік тому +1

    ভাই এটা কেমন ভিডিও বানাইলেন যে আপনার কথা শুনবো নাকি মিউজিক শোনবো কোনটি ?

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому +1

      Bhai ektu lomba video dekhar jonno music lage bhai tanahole manush er ghum chole ashte pare , besides UA-cam suggestion hocche background music thakle video optimised hoy. So jei platform kaj korbo shetar suggestion nitei hoy I hope you understand

    • @shahinnazir5830
      @shahinnazir5830 Рік тому

      ​@@bankinggyaan4u ভাই আমাকে ইসলামী ব্যাংক থেকে ভিসা কার্ড দিয়ে পাসপোর্টে ছিল দিয়ে দিল আমি সৌদি আরব আছি।এখান থেকে কি ভাবে ডলার এনডওস করবো

  • @colcegarijatrabari3849
    @colcegarijatrabari3849 Рік тому

    ভাইয়া আমি জানতে চাচ্ছি আমার কাছে ৫০০ ডলার আছে এখন আমি চাইলে কি ১০ হাজার ডলার এন্ডস করতে পাড়বো??

  • @UDOY999
    @UDOY999 Рік тому +1

    Thank you bai

  • @fifthaxiom6736
    @fifthaxiom6736 Рік тому

    আমি যদি ডলার কিনে রাখি ইনভেস্টমেন্ট হিসাবে। পরে কি আবার ডলার ভাঙিয়ে সমমান টাকা পাব

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому

      Ji paben but 5000 er upor a rakhte parben nah 5000 er upore allowed nah

  • @MDShakilAhmed-sj3lk
    @MDShakilAhmed-sj3lk Рік тому

    ভাইয়া আমার কথার রিপ্লে দিবেন বেং থেকে ডলার ইন্ডোর্স করলে ডলার প্রতি কতো টাকা কাটবি বলবেন ভাই

  • @mdbiplob2034
    @mdbiplob2034 Рік тому +1

    Vai ami sudia arab thaki amar chele herat preblem india te niye jabo akhon ami jodi sudia arob theke 3000 dollar niye jai sei dollar ki india niye jete parbo endorsment chara

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому

      Parben, india te jadi 1 month er moddhe jan ta nahole apnak immigration a appointment letter, job card show korte hobe

    • @mdbiplob2034
      @mdbiplob2034 Рік тому

      Vai saudi arab theke asar somoy dollar anle airporte declaeation diye ana jabe ki r jodi jai sei dollar indiai chikitsar jonno niye jawa jabe ki

  • @HABIB-naogaon
    @HABIB-naogaon Рік тому +1

    যদি ডলার বেঁচে যায় তাহলে কি আবার দেশে ফিরে ডলার ভেংগে টাকা বের করতে পারবো

  • @alrafath4746
    @alrafath4746 Рік тому

    আমি ৫০০ ক্যাশ ডলার এন্ডডোরস করেছি, এখন আমি কি ২০০ ডলার সাথে করে নিয়ে যেতে পারবো। বাকি ৩০০ ডলারের জন্য কি কোন সমস্যা হতে পারে।

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому

      Nah প্রবলেম hobe nah, ইমিগ্রেশন a bolben baki 300 dollar shate আনেন নাই

    • @timecomfort6.02
      @timecomfort6.02 Рік тому

      ভাইয় কোন জায়গা থেকে করছেন

  • @manirmazumder467
    @manirmazumder467 Рік тому

    ডলার এন্ড্রোসএর সমপরিমাণ টাকা আমার একাউন্ট থেকে কেটে নিবে। নাকি নগদ ক্যাশ দিতে হবে দয়া করে একটু জানাবেন

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому

      Cash Bangla Tk joma dite hoy beshir bhaag bank a

  • @jewelrana1686
    @jewelrana1686 Рік тому

    ভাই আমি ডেবিট কার্ড দিয়ে ভালো করে না বুঝেই বার হাজার ডলার ইনডোরস করে ফেলেছি, ইন্ডিয়া যাওয়ার সময় চেকপোস্টে আটকিয়ে দিবে নাকি

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому

      Keno atkabe , apni card holder so endorsement kortei paren

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому

      Tobe hate time thakle 12000 cancel kore komiye nin tahole kono tension e thaklo nah

  • @shariatullahriyad
    @shariatullahriyad 9 місяців тому

    ভাই, ইন্ডিয়ান ভিসার জন্য State bank of india কার্ডে ১৫০ ডলার এন্ডোর্সমেন্ট করছিলাম। কিন্তু ভিসা হয় নাই। আর যেতেও চাচ্ছি না।
    এখন অই টাকা বাংলাদেশের কোথা থেকে তুলব??

  • @Tajulshah09
    @Tajulshah09 Рік тому

    আসসালামু আলাইকুম, স্যার ; আমি প্রথম বারের মতো টুরিস্ট ভিসা ইন্ডিয়া যাবো, সেক্ষেত্রে আমার পাসপোর্টে কতো ডলার ইনডোরসমেনট করতে পারবো, এবং কার্ড করলে ভালো হবে, না-কি,, ক্যাশ নিলে ভালো হবে,, প্লিজ একটু হেল্প করবেন

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому

      500 dollar korate parben
      Card a endorsement korate parle better

    • @Tajulshah09
      @Tajulshah09 Рік тому

      @@bankinggyaan4u আসসালামু আলাইকুম,
      আমার মেসেজের রিপ্লাই উত্তর দেওয়ার জন্য,, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই,

    • @bethiakter9470
      @bethiakter9470 Рік тому

      Debit card Endorsment korar por ki kono document o collect korte hobe naki only bank seal thaklei hobe ?

  • @tuhinhossain8009
    @tuhinhossain8009 Рік тому +1

    ami jodi 500 doller indosment kori oi tk ki amk sathe paye korta hobe

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому

      JADI CASH DOLLAR ENDORSEMENT KOREN TAHOLE PAY KORTE HOBE BUT JADI CARD ER AGAINST ENDORSEMENT KOREN TAHOLE CARD E TK NA LOAD KORLEO CHOLBE

  • @rkpriest6614
    @rkpriest6614 Рік тому

    ভাই , আমার কার্ডে ৫০০০ ডলার অলরেডী এন্ডোর্স করা আছে, কিন্তু ভারতে সব মেশিনে কার্ড চলে না, তাই নিরাপত্তার জন্য সাথে করে নগদ কিছু নিয়ে যেতে চাচ্ছি । আমি মেডিকেল ভিসায় যাচ্ছি । এক্ষেত্রে আমি নগদ সর্বোচ্চ কত নিতে পারব এবং সেটা পাসপোর্ট এ আলাদা এন্ডোর্স করানো লাগবে কি । জানালে উপকৃত হব ।

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому

      ক্যাশ USD5000 নিতে পড়বেন আরো নিয়মে. এর বেশি লাগলে, মেডিকেল ডকুমেন্ট দিয়ে আপনার ব্যাংক এর মাধ্যমেই বাংলাদেশ ব্যাংক এ কাছে আবেদন করতে হবে. Approval পেলে ক্যাশ carry করতে parben.
      আর নিয়ম অনুযায়ী 5000cash ar 7000card এ endorsement করতে পারছেন er বেশি লাগলে স্পেশাল permission lagbe ভাই

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому

      আর card and cash দুইটার jonnoi seal থাকতে হবে পাসপোর্ট এ

    • @rkpriest6614
      @rkpriest6614 Рік тому

      @@bankinggyaan4u অসংখ্য ধন্যবাদ ভাই ।

  • @shuvodebnath7143
    @shuvodebnath7143 Рік тому +1

    ভাই ডলার ভাঙবো কিভাবে

  • @ahnakshahrear4980
    @ahnakshahrear4980 Рік тому

    Ami amar dual currency card er against e passport endorsement korar por jodi bidesh e jai, shathe ki dollar carry korte parbo?

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому

      Nah cash carry korte hobe nah card a load korlei hobe

  • @variationjoyvines8991
    @variationjoyvines8991 Рік тому

    ভাইয়া ভারতীয় ভিসার জন্য সর্বনিম্ন কতো ডলার এন্ডোসমেন্ট করা যায় প্লিজ একটু বলবেন

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому

      100 dollar bhai sorry for late reply

    • @variationjoyvines8991
      @variationjoyvines8991 Рік тому

      @@bankinggyaan4u নো প্রবলেম ভাইয়া আরেকটা প্রশ্ন ছিলো আমার কাছে সব ডকুমেন্ট আছে শুধু মা বাবার নামে একদুই অক্ষর ভুল আছে জন্মনিবন্ধনে ত আমি ওইটা ফেইক ভাবে যমা দিলে তারা কি চেক করবে ডকুমেন্টস গুলো?

  • @farhaaalin2293
    @farhaaalin2293 Рік тому +1

    👍👍

  • @mozammelhossain8479
    @mozammelhossain8479 Рік тому

    আসসালামু আলাইকুম, প্রতিবার বিদেশ যেতেই কি ডলার এনডোর্স করতে হয়?

  • @md.mahedihasanshaikat7589
    @md.mahedihasanshaikat7589 Рік тому

    যে কয় ডলার এন্ডর্সমেন্ট করতে চাই সেই এমাউন্টের টাকা কি ব্যাংক একাউন্টে থাকা জরুরী নাকি কম এমাউন্ট থাকলেও চলবে? আমি ভ্রমনের আগে একাউন্টে প্রয়োজন মতো টাকা এড করে নিলাম

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому

      জরুরি নাহ আপনি jaoyer আগে প্রয়োজন মতো লোড করে যেতে পারবেন

  • @mohammedakterhossain7116
    @mohammedakterhossain7116 Рік тому

    দাদা নগদ ক্রয়কৃত ডলার যদি ব্যাবহার প্রয়োজন না তাহলে কি ক্যাশ করতে হয় একটু জানাবেন।

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому

      জী সেল করে দিতে হয় । বাংলাদেশ ব্যাংক এর এখন নিয়ম হচ্ছে আপনি যদি ক্যাশ ডলার কিনেন সেটা অবশ্যই বিদেশ ভ্রমণ অথবা চিকিৎসা এর জন্য কিনেছেন । সুতরাং যদি ক্রয়কৃত ডলার দেশে ফিরে এসে । ARRIVAL ভিসা এর ৩০ দিনের মধ্যে আপনাকে ডলার গুলা সেল করে দিতে হবে ।যদি ৩০ দিন শেষ হোয়ে যায় আপনি আর বৈধভাবে ঐ ডলার সেল করতে পারবেন নাহ।
      আর CARD এর LOAD করা ডলার আপনি যতদিন ইচ্ছে রেখে দিতে পারবেন ।কোন বাধা নাই কারণ কার্ড এর ডলার অনেক দিন পর CONVERT করলেও কোন বাড়তি RATE ব্যাংক গুলা দেয় নাহ । আশা করি উত্তর পেয়েছেন

    • @mohammedakterhossain7116
      @mohammedakterhossain7116 Рік тому

      অসংখ্য ধন্যবাদ

  • @ayatrahmansajib8930
    @ayatrahmansajib8930 Рік тому

    Bhaia debit card a dollar endorsement limit er sathe ki tax or other kono critical issue ache? Ektu kindly janaben please.
    Thanks is advance ❤️

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому

      No kono Tax or other issues endorsement limit er shate related nah

  • @MRana-eb4zo
    @MRana-eb4zo Рік тому

    সর্বনিম্ন কত ডলার এনডোর্স করা যায়??

  • @mashumtech2.233
    @mashumtech2.233 Рік тому

    আসসালামু আলাইকুম ভাই
    আমার পাসপোর্টে ডলার এনড্রোসমেন্ট করা আছে এবং
    ইসলামি ব্যাংকের ডুয়াল কারেন্সি কার্ড আছে।
    এখন আমি বিশ্বের সব দেশের এটিএম থেকে ক্যাশ তুলতে পারব কি?..

    • @soykotali7846
      @soykotali7846 Рік тому

      আমারও জানার ছিলো

    • @mashumtech2.233
      @mashumtech2.233 Рік тому

      @@soykotali7846 আমার অন্য ভিডিও তে উত্তর দিয়েছে।
      বিশ্বের সব এটিএম থেকে ক্যাশ তোলা যাবে।

    • @bankinggyaan4u
      @bankinggyaan4u  Рік тому

      Ji shob desh theke tulte parben apnar card jei brand I mean visa or master or others supporting booth gula theke

  • @smfmusicstation6016
    @smfmusicstation6016 Рік тому

    সর্বনিম্ন কতো টাকা ডলার এন্ডোর্সমেন্ট করতে হয়?

  • @rubayethossain3250
    @rubayethossain3250 Рік тому

    Ami jodi endorse korar por use na kori, setay ki kono shomossha ache?

  • @mdyeamin8026
    @mdyeamin8026 11 днів тому

    Hello brother