রবীন্দ্রনাথ ও বিবেকানন্দ : সাক্ষাৎকার / Rabindranath and Swami Vivekananda : Story of Meeting

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • This is about the story of meeting between Rabindranath Tagore and Swami Vivekananda ( রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দ : সাক্ষাৎকার গল্প). Why they were separated from each other (কেন তাঁরা পরস্পর থেকে বিচ্ছিন্ন ছিলেন? ) is really a big question to all of us.
    রবীন্দ্রনাথ ও স্বামী বিবেকানন্দকে নিয়ে অনেক আগে থেকেই আমার মনে কয়েকটি প্রশ্ন ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এটাই যে, রবীন্দ্রনাথের সঙ্গে স্বামী বিবেকানন্দের আদৌ কোনো সাক্ষাৎকার হয়েছিল কিনা!
    আরেকটি প্রশ্ন ছিল যে, রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সুবিশাল সাহিত্যকর্মে বিবেকানন্দ সম্পর্কে কোন মহৎ সৃষ্টি রেখে গেলেন না কেন? অথবা বিবেকানন্দই বা তার জীবদ্দশায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ কোথাও আনলেন না কেন?
    সমসাময়িক হওয়া সত্বেও দুজনের মধ্যে কি সম্পর্কের কোন অভাব ছিল? আন্তরিক সম্পর্কের সেতুবন্ধন কি তৈরি হয়নি?
    এসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে যেসব তথ্যের নাগাল পেয়েছি, আমার মনে হয়েছে তা দিয়ে একটা ভিডিও তৈরি করে আপনাদের সঙ্গে সেই তথ্যাবলী শেয়ার করা যায়।
    সেই উদ্দেশ্য নিয়েই এই ভিডিও তৈরি করা। কতটুকু কি উপস্থিত করতে পেরেছি, তা আপনারাই বলতে পারবেন। কমেন্টে নিশ্চয়ই ফিড ব্যাক পাব।
    For making of this video I am grateful to:
    তথ্যসূত্র:
    ১) প্রবন্ধ পঞ্চাশৎ: প্রসঙ্গ রবীন্দ্রনাথ
    By অমিত্রসূদন ভট্টাচার্য
    ২) রবীন্দ্রনাথ
    By সুপ্রিয় ঠাকুর
    ৩) দেশ পত্রিকা
    ৪) উইকিপিডিয়া
    Now please watch this video and express your views in the comment section below.
    #rabindranath #vivekananda #রবীন্দ্রনাথ #বিবেকানন্দ
    Thanks a lot.
    yours faithfully
    The Galposalpo
    Blog: thegalposalpo.b...
    Facebook: / thegalposalpo
    Instagram: / thegalposalpo
    Twitter : De...
    Note: The images are taken from internet only for educational purposes. I am grateful to the creators of the images. There are no similarities between the facts and the images. If anything is found wrong in the video, please inform me. I must edit the video or delete it. Please, don’t give copyright strike.

КОМЕНТАРІ • 356

  • @sudarsanpatra5916
    @sudarsanpatra5916 2 роки тому +39

    আমার মনে হয় ঘটনা যা ঘটেছিল তা মোটেই বিস্ময়কর কিছু ছিল না---
    একজন ছিলেন সংসারী অন্যদিকে ছিলেন সন্নাসী এবং সন্ন্যাসিনী।
    একদিকে ভোগে ত্যাগ অন্যদিকে ত্যাগে ভোগ।
    একদিকে জনতার মাঝে নির্জন অন্যদিকে নির্জনতার মাঝে জনগণ।
    একদিকে ঐশ্বর্য্যের পাহাড় অন্যদিকে অর্ধাহার-অনাহার।
    দুয়ে অনেক ফারাক। তাইতো--
    ঠাকুর রামকৃষ্ণের দৃষ্টিতে আমাদের সাহিত্য সম্রাট ছিলেন একজন শকুন মাত্র।
    তাই এরূপ ঘটনাকে কোন উদ্দেশ্যপ্রণোদিত না ভেবে অনিবার্য ভাবাই যুক্তিযুক্ত
    এখানে ব্যক্তিত্বের কোন প্রশ্নই ওঠে না
    ভাবনাকে এই স্তর থেকে শুরু করে এ বিষয়ে একটি ছোটখাটো গ্রন্থও লিখে ফেলা যেতে পারে।
    রচয়িতার সাথে রচনাকে এক করে দেখা অনেক ক্ষেত্রে ঠিক নয় তাই মাইকেল মধুসূদন দত্তের ভাবনা থেকে বেরিয়ে আসে ব্রজাঙ্গনা যাতে অনেক বৈষ্ণব ভক্ত পদকর্তাও আপ্লুত হয় আর নজরুল হয়ে ওঠেন রামপ্রসাদ।
    আমাদের স্থান অনেক নিচে তাই উঁচু দিকে তাকিয়ে পার্থক্য বুঝতে পারি না

  • @rahulstarrs
    @rahulstarrs Рік тому +24

    যদি ভারতবর্ষকে জানতে চাও স্বামী বিবেকানন্দকে জানো - কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 🖤

  • @kalyanchatterjee1617
    @kalyanchatterjee1617 2 роки тому +36

    আমার জ্ঞান ও বিদ্যা খুবই কম। তাই যদি কিছু ভূল বলে ফেলি, সকলের কাছে অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি।
    ঠাকুর শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে আসার কিছু আগে থেকেই একান্ত ভাবে ঈশ্বর অনুরাগী শ্রী যুক্ত নরেন্দ্র নাথ দত্ত ব্রাহ্ম সমাজে যাতায়াত করতেন এবং নিজের গুনে সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন।
    কিন্তু সেখানে তাঁর নিজের ঈশ্বরকে জানার তৃষ্ণা মেটে নি। সেই জন্যই তো দেখছি প্রথম সাক্ষাৎকারেই যুবক নরেন্দ্র নাথ দক্ষিণেশ্বরের পূজারী ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে আপনি কি ঈশ্বর দর্শন করেছেন?
    তার পরের কথা তো প্রায় সকলেরই জানা আছে।
    ১৮৮৩ সালের ২রা মে, বুধবার সন্ধ্যা বেলায় নিমন্ত্রীত হয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নন্দনবাগান ব্রাহ্মসমাজে রাখাল, মাষ্টার মশাই ইত্যাদি ভক্তদের সঙ্গে আগমন করেছিলেন। উক্ত অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর ও অন্যান্য ঠাকুর বংশীয় ব্রাহ্ম ভক্তরাও এসেছিলেন। কিন্তু গৃহস্বামীরা রবীঠাকুর সহিত আহুত সকল ব্রাহ্ম ও অন্যান্য সংসারী ভক্তদের খাতির করিতে অধিকতর ব্যাস্ত হয়ে ছিলেন বলে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ও তাঁর সঙ্গী ভক্তদের যথাযোগ্য মর্যাদা প্রদান করতে পারেন নি।
    উক্ত অনুষ্ঠানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বয়সে ছোট হয়েও নিজে শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সঙ্গে দেখা করেন নি। যদি করতেন তাহলে মাষ্টার মশাই অবশ্যই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে তার উল্লেখ করে যেতেন। কোন দিন ই কোন শিষ্য ছিলেন তাঁর গুরুর প্রতি অবজ্ঞাকারী কে মনথেকে সন্মান করতে ও ভালোবাসতে পারেননা।
    আমার মনে হয় দ্বিতীয় কারণটীও খুব গুরুত্বপূর্ণ। শিকাগো ধর্ম মহাসমাবেশে ও পরবর্তী অনেক অনুষ্ঠানে যোগদান করে তত্কালীন ব্রাহ্ম সমাজের প্রতিনিধি শ্রী যুক্ত প্রতাপ চন্দ্র মজুমদার মহাশয় নিজ মুখে স্বামী বিবেকানন্দের চরিত্র নিয়ে ও সমগ্র ভাবে হিন্দু ধর্মের প্রতি যে রকম হীন শব্দ ব্যবহার করে ছিলেন তা কখনও স্বামীজি কি ভূলে যেতে পারেন। তাই অত্যন্ত স্বাভাবিক ভাবেই স্বামী বিবেকানন্দ জীবিত অবস্থায় রবীন্দ্রনাথ ঠাকুর ও অন্যান্য সমমনষ্কো ব্রাহ্ম সমাজের ব্যাক্তিদের মনথেকে ভালোবাসতে পারেননি। ঠিক সেই কারনেই একমাত্র স্বামীজি দেহ রাখবার পরেই রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ সম্বন্ধে তাঁর বক্তব্য রাখেন। তাঁর জীবিত অবস্থায় রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দের থেকে দূরে সরে থাকতেন।
    তাই আমার মনে হয় সমসাময়িক উজ্জ্বল জ্যোতিষ্ক হলেও তাঁরা ছিলেন দুজন দুই ভিন্ন মেরুর মানুষ। একজন সর্বস্ব ত্যাগী সন্ন্যাসী ও অপরজন ভোগী‌ গৃহী। তাঁদের মধ্যে
    সখ্যতার খুব বেশি প্রমান আমরা পাই না।
    ইতিহাস কে মেনে নিতে হবে।

    • @tapasdutta2989
      @tapasdutta2989 2 роки тому

      কবিগুরুর কবিতা, সৃষ্টি ছিল আধ্যাত্মিকতায় মোড়া। কিন্তু বাস্তবে, ব্রাহ্মসমাজ ছিল ভ্রান্তির পথ। ওরা নাকি কিছুই মানে না, অথচ ওঙ্কার মন্ত্রে ধ্যান করা চাই। এ তো ভাবের ঘরে চুরি! ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব ওদের ঠাট্টা করে বলেছিলেন, "তোদের তো চোখ বুজলেই অন্ধকার।"

    • @debrajpal9367
      @debrajpal9367 2 роки тому

      তারমানে আপনি বলতে চাইছেন স্বামী বিবেকানন্দ দ্বিতীয় রিপুর থেকে মুক্ত হতে পারেননি!!! ষড়রিপুকে জয় করতে না পারলে সত‍্যিকারের সংসার ত‍্যাগী সাধক হতে পারা যায় কি???

    • @partha8949
      @partha8949 2 роки тому

      আমি যতদূর জানি আপনি কোনও ভুল বলেননি। রামকৃষ্ণ ও বিবেকানন্দ ছিলেন পৌত্তলিকতাবাদী আর অন্যদিকে বিদ্যাসাগর, রামমোহন, রবীন্দ্রনাথ ছিলেন তদান্তিন বিজ্ঞানভিত্তিক ব্রাম্ভসমাজের পথিকৃৎ ফলে দুপক্ষের সম্পর্ক মোটেই ভালো ছিলো না। আপনারা যদি আরও জানতে চান তবে শ্রী শৈলীন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রী রচিত "তপভুমি নর্মদা" এর "দক্ষিণতট" এ রবীন্দ্রনাথের পৌত্রের সৌমেন্দ্রোনাথ ঠাকুরের লেখা কটি পত্রে ব্রাম্ভসমাজ ও বিবেকানন্দ এর সম্পর্কের অবনতি কতটা ঘটে ছিল জানতে পারবেন।
      তবে এও বলে রাখি আজকের topic টা বেশ শক্ত এবং সত্য জানতে হলে বুকে সৎ-সাহসের ও পক্ষপাতিত্ব ব্যাতি রেখে খুঁজতে হবে, কারণ যুযুধান দুপক্ষই সমান শিক্ষিত ও আদরণীয় বা পূজনীয়।

    • @g.mustafa8751
      @g.mustafa8751 Рік тому

      আপনি রবীন্দ্রনাথকে “ভোগী গৃহী” বলায় বুঝা গেল যে আপনি তাকে কতটুকু জানেন।

    • @Panchugopal-u9u
      @Panchugopal-u9u 10 місяців тому +3

      কে বলে আপনার জ্ঞান কম আপনি যথার্থ কথা লিখেছেন নির্মল সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আপনি অনেক ধন্যবাদ এবং প্রকৃত সত্য উদঘাটন এর দুবার আপনাকে ধন্যবাদ দিলাম

  • @sukantaghosh6711
    @sukantaghosh6711 2 роки тому +30

    "যদি ভারতকে জানতে চাও,তবে বিবেকানন্দকে জানো" রবি ঠাকুরের এই বিশেষ উক্তিটি স্বামীজির সম্মন্ধে এটাও তো আমরা জানি।

    • @souvikmitra9995
      @souvikmitra9995 2 роки тому +1

      সেটা বিবেকানন্দর ভালো দিকটা জানার কথা বলেছেন নাকি খারাপ দিকটা সেটাও গবেষণা দরকার।

    • @partha8949
      @partha8949 2 роки тому +1

      রামকৃষ্ণ ও বিবেকানন্দ ছিলেন পৌত্তলিকতাবাদী আর অন্যদিকে বিদ্যাসাগর, রামমোহন, রবীন্দ্রনাথ ছিলেন তদান্তিন বিজ্ঞানভিত্তিক ব্রাম্ভসমাজের পথিকৃৎ ফলে দুপক্ষের সম্পর্ক মোটেই ভালো ছিলো না। আপনারা যদি আরও জানতে চান তবে শ্রী শৈলীন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রী রচিত "তপভুমি নর্মদা" এর "দক্ষিণতট" এ রবীন্দ্রনাথের পৌত্রের সৌমেন্দ্রোনাথ ঠাকুরের লেখা কটি পত্রে ব্রাম্ভসমাজ ও বিবেকানন্দ এর সম্পর্কের অবনতি কতটা ঘটে ছিল জানতে পারবেন।
      তবে এও বলে রাখি আজকের topic টা বেশ শক্ত এবং সত্য জানতে হলে বুকে সৎ-সাহসের ও পক্ষপাতিত্ব ব্যাতি রেখে খুঁজতে হবে, কারণ যুযুধান দুপক্ষই সমান শিক্ষিত ও আদরণীয় বা পূজনীয়।

  • @zamanmemory5362
    @zamanmemory5362 2 роки тому +3

    "রবীন্দ্রনাথ ঠাকুর ও কাদম্বরী দেবী" এই শিরোনামে একটি ভিডিও দেখতে চাই। তুমি ভাই সঠিক তথ্য দিয়েই সব ভিডিও বানাও।তাই তোমার কাছে এই অনুরোধ।
    নিরন্তর শুভকামনা আর ভালোবাসা অনেক।

  • @subhenduchowdhury2324
    @subhenduchowdhury2324 2 роки тому +14

    খুব সুন্দর এবং সম্পূর্ণ আলোচনা। আপনার সকল আলোচ্যই ভাল লাগে। তবে এক্ষেত্রে একটি কথা না বলে পারছি না। ভগিনী নিবেদিতা এসেছিলেন পাশ্চাত্যের বৈভব আকর্ষণ ত্যাগ করে। গুরু হিসাবে ঠাকুর বাড়ির বৈভব ও পার্থিব প্রাচুর্যতার সংস্পর্শ থেকে নিবেদিতাকে দুরে রাখা স্বামীজির কর্তব্য ছিল। এসব নিয়ে অন্য ভাবা অর্থহীন। ধন্যবাদ। সত্যিই আপনার দৃষ্টিভঙ্গি অনেক স্বচ্ছ। তাই কৃতজ্ঞতা ও শুভেচ্ছা রইল।

    • @tapasdutta2989
      @tapasdutta2989 2 роки тому +5

      ঠিকই বলেছেন। তাছাড়াও কবিগুরুর পরিবার ছিল ব্রাহ্মসমাজের অন্তর্গত। এতে নিবেদিতার সাধনার ক্ষতি হলেও হতে পারত।

    • @debrajpal9367
      @debrajpal9367 2 роки тому

      ভোগ বিলাসের মধ্যে থেকে তিনি যদি ত‍্যাগী না হতে পারেন তাহলে তিনি মহান কিভাবে? সেই হিসাবে তো পৃথিবীর সকল হতদরিদ্র মানুষই মহা ত‍্যাগী। বরং সত‍্যিকারের মহা ত‍্যাগী হলেন ঈশ্বর চন্দ্র বিদ‍্যাসাগর। বিলাসবহুল জীবনযাপন করার বদলে নিজের সমস্ত অর্থ ও শ্রম বাংলার মানুষের কল্যাণের জন্য খরচ করে গেছেন। এই বিষয়টা একটু স্বাধীন নিরপেক্ষ চিন্তাশক্তি দিয়ে ভেবে দেখবেন।

  • @tsamanta7063
    @tsamanta7063 2 роки тому +3

    খুব ভালো লাগলো , একটা নতূন দিক খুলেদিলেন ,এই দূরত্ব সবার মনেই আছে ছিলো 🙏🙏👍👍

  • @rashedjalal7347
    @rashedjalal7347 2 роки тому +4

    আপনার ভিডিও দেখতে দেখতে ওশো রজনীশজি কথিত কিছু কথা মনে পড়লো।উনি বলেছিলেন যে,একবার সন্ত কবীর আর বাবা শেখ ফরিদ একই স্থানে উপস্থিত ছিলেন। দুই মহাপুরুষের অনুরাগীদেরই অনেক প্রত্যাশা ছিল এই মহামিলন নিয়ে।কিন্তু শিষ্যদের আকাঙ্খায় জল ঢেলে দুই মহাপুরুষ পরস্পরের সাথে কোন বার্তালাপ করেননি।ওশো বলেছিলেন যে, এটাই স্বাভাবিক হয়েছে।কারণ দুজনেই পূর্ণজ্ঞানী।দুজনেই পরস্পরকে সম্পূর্ণভাবে বুঝতে পারছিলেন।বাক্যালাপ তাই নিস্প্রোয়জন ছিল।স্বামীজি আর রবিঠাকুর দুজনকেই আন্তরিক প্রণাম।আর বিষয়বস্তুটির এমন সুন্দর উপস্থাপনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও নমস্কার।🇧🇩

  • @bappadityaguha3542
    @bappadityaguha3542 2 роки тому

    আমার খুব আগ্রহের বিষয় নিয়ে আপনার এই পরিবেশন। অনেক অনেক আন্তরিক ধন্যবাদ।

  • @gopalchattopadhyay1234
    @gopalchattopadhyay1234 2 роки тому +3

    Swamiji Shiv .Rabindranath rakta manner manus.

  • @sgkbp
    @sgkbp 2 роки тому +3

    দাদা, আমি ভবানীপুরে সাউথ সাবার্বান স্কুলে পড়ার সময় মাস্টার মশাই দের কাছে শুনেছিলাম যে , স্কুলে যে দেবব্রত মেমোরিয়াল হল আছে সেখানে স্বামী বিবেকানন্দ দেহত্যাগের পর তার চিতা ভস্ম নিয়ে এসে এক স্মরণ সভা হয়েছিল, সেই সভায় এসে ছিলেন বিখ্যাত মানুষেরা এবং রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সেই সভায়। সাউথ সাবার্বান স্কুল স্থাপিত হয়েছিল ১৮৭৪ সালে।

    • @partha8949
      @partha8949 2 роки тому

      রামকৃষ্ণ ও বিবেকানন্দ ছিলেন পৌত্তলিকতাবাদী আর অন্যদিকে বিদ্যাসাগর, রামমোহন, রবীন্দ্রনাথ ছিলেন তদান্তিন বিজ্ঞানভিত্তিক ব্রাম্ভসমাজের পথিকৃৎ ফলে দুপক্ষের সম্পর্ক মোটেই ভালো ছিলো না। আপনারা যদি আরও জানতে চান তবে শ্রী শৈলীন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রী রচিত "তপভুমি নর্মদা" এর "দক্ষিণতট" এ রবীন্দ্রনাথের পৌত্রের সৌমেন্দ্রোনাথ ঠাকুরের লেখা কটি পত্রে ব্রাম্ভসমাজ ও বিবেকানন্দ এর সম্পর্কের অবনতি কতটা ঘটে ছিল জানতে পারবেন।
      তবে এও বলে রাখি আজকের topic টা বেশ শক্ত এবং সত্য জানতে হলে বুকে সৎ-সাহসের ও পক্ষপাতিত্ব ব্যাতি রেখে খুঁজতে হবে, কারণ যুযুধান দুপক্ষই সমান শিক্ষিত ও আদরণীয় বা পূজনীয়।

  • @bholanathbera4876
    @bholanathbera4876 2 роки тому +23

    আপনার এই তত্বানুসন্ধানের শ্রমকে আন্তরিক সাধুবাদ জানাই। আপনার পরিবেশিত তথ্যের মাধ্যমে আমরা ভীষণ ভাবে সমৃদ্ধ হচ্ছি। আপনি ভালো থাকুন । আর এভাবে অজানাকে আমাদের মনের দুয়ারে রাখুন। ধন্যবাদ 🙏

  • @nirupamdutta4029
    @nirupamdutta4029 Рік тому +4

    নরেন্দ্রনাথ ও রবীন্দ্রনাথ ভিন্য পৃথিবীর মানুষ ছিলেন।

  • @harinarayanmondal4674
    @harinarayanmondal4674 2 роки тому

    তথ্য নিষ্ঠ প্রতিবেদনে মনে আর কোন দ্বিধা নেই। খুব ভালো লাগলো, ধন্যবাদ।

  • @mahfuzurrahman3690
    @mahfuzurrahman3690 Рік тому +1

    Daroon
    I read purbo poscim a wonderful book. I love sunil for his marvelous creations.

  • @chandandutta6463
    @chandandutta6463 2 роки тому +9

    When Swami Vivekananda in America and badly needed an attestation from India for representing Hindu Dharma, Rabindranath Tagore could easily help Swami Ji but Tagore did not . Only a single line from Rabindranath Tagore could have wiped out Swami Ji's embarrassment but Tagore was silent ! Ultimately Swami Ji was recognized first in America and then in the rest of the world as an angle of God !

    • @rakhimukerji7937
      @rakhimukerji7937 2 роки тому +2

      Vivekanand could not associate with Brmha samaj though he was previously a visiter in bramho samar.Also as an Irish she had sympathy for young Bengalies who were doing subversive activities.Both vivekanand and Tagore.did not approve this.Police watched all three.Nivedita 's guru wanted her to work for the oppressed poor espcially Indian women which Nivedita did.In.so called Basties in.Cholera.Unfortunately she had to wash her own plates because even in Basties she was.untouchable.Shr died of blood dysentry most probably the result of negligence to food hygrine because of her.committment to India's poor.

    • @sharmilabandopadhay7720
      @sharmilabandopadhay7720 2 роки тому

      Apni sasrodhyo namoshkar neben.

    • @sanatkumarpaul4917
      @sanatkumarpaul4917 2 роки тому

      Candan Dutta. I agree with your point. I do not agree with the findings of the anchor. He is just misguided completely.

    • @chandandutta6463
      @chandandutta6463 2 роки тому

      @@sanatkumarpaul4917 I have just told the truth. My heart became heavy when I first knew this. And definitely even today I can't bear this when I think this over again ! Only I want to forget this as there is no remedy for my inner wound !

    • @sanatkumarpaul4917
      @sanatkumarpaul4917 2 роки тому

      @@chandandutta6463 Sir, this anchor does not know anything. He just mislead us. U will get only some stories coming out from his head.

  • @tapankumardas2980
    @tapankumardas2980 2 роки тому +6

    আমাদের অনেক অজানা তথ্য জানা গেলো। তথ্য বিশ্লেষণ সাধরান দৃষ্টিতে স্বাঠিক। তবে বিবেকানন্দের ব্যাপারে কিছু বলা আমাদের বিচারে একটু কঠিন। কারণ তিনি কোনো সাধারণ মানুষ তো নন। উনি কতটা প্রকাশ করবেন সেটার ওপরে একজন যোগী হিসেবে ওনার বিচার আমাদের থেকে অনেকটাই আলাদা হওয়াটাই স্বাভাবিক।

    • @debrajpal9367
      @debrajpal9367 2 роки тому

      লে হালুয়া! আমরা যদি গৌতম বুদ্ধ, যিশু খৃষ্ট, হজরত মহম্মদের সমালোচনা করতে পারি তাহলে রামকৃষ্ণ বা স্বামী বিবেকানন্দের সমালোচনা কেন করতে পারবোনা???

    • @partha8949
      @partha8949 2 роки тому

      রামকৃষ্ণ ও বিবেকানন্দ ছিলেন পৌত্তলিকতাবাদী আর অন্যদিকে বিদ্যাসাগর, রামমোহন, রবীন্দ্রনাথ ছিলেন তদান্তিন বিজ্ঞানভিত্তিক ব্রাম্ভসমাজের পথিকৃৎ ফলে দুপক্ষের সম্পর্ক মোটেই ভালো ছিলো না। আপনারা যদি আরও জানতে চান তবে শ্রী শৈলীন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রী রচিত "তপভুমি নর্মদা" এর "দক্ষিণতট" এ রবীন্দ্রনাথের পৌত্রের সৌমেন্দ্রোনাথ ঠাকুরের লেখা কটি পত্রে ব্রাম্ভসমাজ ও বিবেকানন্দ এর সম্পর্কের অবনতি কতটা ঘটে ছিল জানতে পারবেন।
      তবে এও বলে রাখি আজকের topic টা বেশ শক্ত এবং সত্য জানতে হলে বুকে সৎ-সাহসের ও পক্ষপাতিত্ব ব্যাতি রেখে খুঁজতে হবে, কারণ যুযুধান দুপক্ষই সমান শিক্ষিত ও আদরণীয় বা পূজনীয়।

  • @sohomchakraborty4658
    @sohomchakraborty4658 2 роки тому +1

    Ei vedio tar jonno onek din opekkha kprchilam oboseshe pelam.dhonobad dada.🙏🙏🙏

  • @Fokrey1955
    @Fokrey1955 2 роки тому +11

    নরেন্দ্রনাথ কবীগুরুর যে গানগুলি গাইতেন সেগুলি ব্রাহ্মদের উপাসনা সঙ্গীত হিসাবে ওদের সমাজে যাতায়াতের সুবাদে, কিন্তু সেই অর্থে সেগুলি তখনও রবীন্দ্রসঙ্গীত হিসাবে পরিচিতি পায়নি।

    • @debrajpal9367
      @debrajpal9367 2 роки тому

      এখন তো পেয়েছে।

    • @Fokrey1955
      @Fokrey1955 2 роки тому

      @@debrajpal9367 আমি কি mean করেছি আপনি বুঝতেই পারলেন না।

  • @arupkundu8317
    @arupkundu8317 2 роки тому +5

    এ বিষয়ে আমার কিছু অনুমান আছে,শুধুমাত্র অনুমান। সেই সময়ে ঠাকুর বাড়ির অন্দরমহলে ইংরেজ বিরোধী একটি আন্দোলন শুরু হয়েছিল, এবং নিবেদিতা সেই আন্দোলনে প্রতক্ষ যোগাযোগ রাখতেন, যা বিবেকানন্দ কোনও দিনই মেনে নিতে পারেন নি। সম্ভবত এর কারণ সেই সময়ে বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন নির্মাণ কার্য এ ব্যস্ত ছিলেন। এবং তিন মনে করেন নিবেদিতা র এই ইংরেজ বিরোধীতা তাঁর রামকৃষ্ণ মিশন নির্মাণ এ বাধা হয়ে দাড়বে।অনুমান এর তথ্য সূত্র, শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো উপন্যাস।

    • @rakhimukerji7937
      @rakhimukerji7937 2 роки тому

      NIVEDITA WAS SYMPATHETIC TO INDIA s freedom movement.Some people think Tagore,s GORA was conceived on her character.Like Gora she accepted every thing of hindu dharma.Tagore understood her loyalty to India but he also believed that you can not bring any good by compromising.with superstition and blind faith .

    • @partha8949
      @partha8949 2 роки тому

      রামকৃষ্ণ ও বিবেকানন্দ ছিলেন পৌত্তলিকতাবাদী আর অন্যদিকে বিদ্যাসাগর, রামমোহন, রবীন্দ্রনাথ ছিলেন তদান্তিন বিজ্ঞানভিত্তিক ব্রাম্ভসমাজের পথিকৃৎ ফলে দুপক্ষের সম্পর্ক মোটেই ভালো ছিলো না। আপনারা যদি আরও জানতে চান তবে শ্রী শৈলীন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রী রচিত "তপভুমি নর্মদা" এর "দক্ষিণতট" এ রবীন্দ্রনাথের পৌত্রের সৌমেন্দ্রোনাথ ঠাকুরের লেখা কটি পত্রে ব্রাম্ভসমাজ ও বিবেকানন্দ এর সম্পর্কের অবনতি কতটা ঘটে ছিল জানতে পারবেন।
      তবে এও বলে রাখি আজকের topic টা বেশ শক্ত এবং সত্য জানতে হলে বুকে সৎ-সাহসের ও পক্ষপাতিত্ব ব্যাতি রেখে খুঁজতে হবে, কারণ যুযুধান দুপক্ষই সমান শিক্ষিত ও আদরণীয় বা পূজনীয়।

  • @arunachatterjee8428
    @arunachatterjee8428 2 роки тому +10

    ঠাকুর বাড়ীতো ভোগের প্রতিক। স্বয়ং কবি ও।তাই কী করে পাঠাবেন বিবেকানন্দ ভগিনী কে সেখানে।

  • @mukulikachatterjee8192
    @mukulikachatterjee8192 2 роки тому

    চমৎকার তথ্য দিলেন অজানাকে জানালেন।ধন্যবাদ আবার অপেক্ষা য় র ইলাম

  • @debiprasadsarkar205
    @debiprasadsarkar205 2 роки тому +2

    Rabindranath bramha chhilen.putul pujar birodhi chilen.bibeka Nanda bramha savay jeten abong sanatan dharme kono Gyan chilo na.kintu jakhon bibekananda ramkrishna Deb er sista hoye gelen takhon rabi Thakur unake eriye jeten.aro anek bramhobadi ramkrishna Deb er kache chole asen.rabindranath hindu dharmer prashar channi ulte prachur samalochana korechen.kintu ishlam dharma murti puja support Kare na tai kono din hindu dharmer mato samalochana Karen ni.kintu nijer chokhe hindu der upar mushlimder atyachar dekhechen.khub dukkher.uni tar biruddhe sarob chlen na.

  • @avijitdutta8512
    @avijitdutta8512 Рік тому +2

    স্বামীজির সবথেকে প্রিয় গান ছিল ' মন চল নিজ নিকেতনে ' যেটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।।

    • @souvikchowdhury4842
      @souvikchowdhury4842 Рік тому +2

      এটি গিরিশ্চণদ্র ঘোসের লেখা

    • @souhardya947
      @souhardya947 Рік тому +3

      Na eta rabindranath er lekha noy...

    • @Heaven351
      @Heaven351 2 місяці тому

      Oi Gaan ta Swami Vivekananda er Nijer lekha and Sur tini nijei diyechilen

  • @souravdas3995
    @souravdas3995 2 роки тому +3

    Great video . Rabindranath didn't like Vivekananda only for his pouttolikota and Sanyas . Vivekananda wasn't interested in relationship with Rabindranath Tagore . He wanted that only religious songs would be written by Rabindranath Tagore .Gora character was written on Vivekananda .

    • @biplabdey1975
      @biplabdey1975 2 роки тому +2

      How can it be possible we know Vivekananda was such a personality Beyond all sorts of Worldly narrowness and He was a Brahmoggo purush and so He cannot have such Egoistic Complexity with such a great man like Rabindranath Tagore.

    • @souravdas3995
      @souravdas3995 2 роки тому +1

      @@biplabdey1975 You can read Prothom Alo novel .

    • @mayhost7466
      @mayhost7466 2 роки тому +1

      Where r u from?

    • @souravdas3995
      @souravdas3995 2 роки тому +1

      @@mayhost7466 Kolkata

    • @VitthalGucci
      @VitthalGucci 2 роки тому

      @@batauri speaking from personal experience? Pray expand on your comment.

  • @bimangupta8691
    @bimangupta8691 Рік тому +1

    পুরোনো কাসুন্দি না ঘেঁটে বরং বর্তমানে আমরা যে সকল সমস্যা নিয়ে ব্যতিবস্ত তাই নিয়ে চিন্তা করলে ভালো হয়, সময় নষ্ট করে বোকামি না করা ই বুদ্দির কাজ।

  • @arindamlahiri541
    @arindamlahiri541 2 роки тому +18

    Rabindranath tagore was a genius literary person with extreme attachment with nature.Wheras , swami vivekananda was a scientific spiritualist, a religious and social reformer and a nation builder.

    • @rakhimukerji7937
      @rakhimukerji7937 2 роки тому

      TAGORE REPRESENTED MODERN INDIA VIVEKANANDA REPRESENTED THE TRADITIONAL

    • @partha8949
      @partha8949 2 роки тому

      রামকৃষ্ণ ও বিবেকানন্দ ছিলেন পৌত্তলিকতাবাদী আর অন্যদিকে বিদ্যাসাগর, রামমোহন, রবীন্দ্রনাথ ছিলেন তদান্তিন বিজ্ঞানভিত্তিক ব্রাম্ভসমাজের পথিকৃৎ ফলে দুপক্ষের সম্পর্ক মোটেই ভালো ছিলো না। আপনারা যদি আরও জানতে চান তবে শ্রী শৈলীন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রী রচিত "তপভুমি নর্মদা" এর "দক্ষিণতট" এ রবীন্দ্রনাথের পৌত্রের সৌমেন্দ্রোনাথ ঠাকুরের লেখা কটি পত্রে ব্রাম্ভসমাজ ও বিবেকানন্দ এর সম্পর্কের অবনতি কতটা ঘটে ছিল জানতে পারবেন।

    • @subhrasengupta400
      @subhrasengupta400 2 роки тому

      @@rakhimukerji7937 ঋৃ

    • @tarunghatak2109
      @tarunghatak2109 2 роки тому +2

      @@rakhimukerji7937 Absolutely erroneous opinion. Swamji was the first, after Rammohan and Vidyasagar, to preach the ideals of modern philosophy that " to serve human being in true sense of god without caste, creed and religion " is the noblest idea that India required to transform from the state of traditionality to modern India. Rabindranath did not allow the culture of touching the sacred feet of a lower cast teacher by a upper caste student in the so called famous Shantinikatan.................. How is this thought be treated as a symbol of modern mind?

    • @arnabdeb3889
      @arnabdeb3889 2 роки тому

      ​@@rakhimukerji7937

  • @souravdas3995
    @souravdas3995 Рік тому +2

    Gora character was written by inspiration of Swami Vivekananda .

  • @amalrishi3781
    @amalrishi3781 Рік тому

    নমস্কার, আপনার আলোচনা থেকে অনেক কিছু জানতে পেরেছি... ধন্যবাদ

  • @swarupdatta9263
    @swarupdatta9263 2 роки тому +1

    Swami vivekananda wrote to Miss Margaret, that don't mix with tagores because they have flooded bengal with erotic venom.

  • @soumyadiptamajumder8795
    @soumyadiptamajumder8795 2 роки тому +3

    Requesting you to make a video on the following topics:
    1. Protap Chandra Mazumdar
    2. Direct Action Day in Bengal
    3. Battle of Plassey
    4. Benoy, Badal and Dinesh

  • @srideepchakraborty
    @srideepchakraborty 2 роки тому +4

    ঠাকুর শ্রী রামকৃষ্ণের সঙ্গে কি আর্য সমাজের প্রতিষ্ঠাতা মহর্ষি দয়ানন্দস্বরস্বতীর কোনোদিন কি সাক্ষাৎ হয়েছিল কি?? এ বিষয় একটি video বানান

  • @anjankumarroy1609
    @anjankumarroy1609 2 роки тому +1

    Regarding low closeness between the two great personalities, as stated here, I think there was nothing more than the difference of their paths.

  • @sunilchouni309
    @sunilchouni309 2 роки тому

    Your research type lecture are unique analysis. Thanks for uploade.

  • @utpalmondal2086
    @utpalmondal2086 2 роки тому +3

    দারুণ...আপনার মাধ্যমে ইতিহাস ও বাঙালি দুই বিশ্ব মনীষি কে আরো ভাল করে জানতে পারলাম। ধন্যবাদ, প্রণাম নিবেন।

  • @hemantakrdas8211
    @hemantakrdas8211 2 роки тому

    THANKS DADA FOR REAL STORY

  • @bangaliyogi
    @bangaliyogi 4 місяці тому

    রবি ঠাকুরের চোখে স্বামী বিবেকানন্দ | Swami Vivekananda | Rabindranath Thakur | BGDG Live............ua-cam.com/users/liveWThH9AtLfVU?si=SALySu9bZd6C_bTh

  • @arupkar9423
    @arupkar9423 7 місяців тому

    দারুন

  • @AISHRONSQUAD
    @AISHRONSQUAD 2 роки тому +1

    Apni keno bikhyato Vivekananda -Nivedita researcher prayato Sankari Prasad er ullekh korlen na, jini oi Tea Party sambandhe onek beshi alok path korechilen.Nivedita likhechen alpo samyer moddhei oi party sesh hoy , party seshe Vivekanda ke birakto dekha gechilo.Karon jana nei. Anuman, murti puja birodhi Rabindranath Ma Kali r puja (Ja Vivekanander satwar sathe avinno bhabe jukto chilo -tnar Khir Bhabani te khir diye puja archana smaraniyo) sambandhe birup montabya Vivekananda nite paren ni.Ero agey Rabindranath Ramakrishner zoo te singho (lion) dekhe samadhisto howar ghatonate birup mantabya karaye Girish Chandra Rabindranath er kathor samalochana korechilen.

  • @bholanathmukhopadhyay9617
    @bholanathmukhopadhyay9617 2 роки тому +1

    উপস্থাপনা আসাধারন !🙏

  • @nilangshubhusangupta4288
    @nilangshubhusangupta4288 2 роки тому +4

    এই দুই অসীম চরিত্রকে বোঝা আমাদের মত সাধারণ লোকের ধারণার বাইরে।মহাজাগতিক দুই ব্যক্তিত্বের একে অপরের প্রতি অত্যন্ত সৌজন্য এবং শ্রদ্ধা ছিল।দুজনেই এত কর্মকান্ডের মধ্যে লিপ্ত ছিলেন যে মুখোমুখি দেখা খুব কম হয়েছিল।

  • @gautamroy7255
    @gautamroy7255 2 роки тому

    দাদা ভাই, খুব সুন্দর ঘটনা জানতে পারলাম, ধন্যবাদ দাদা ভাই..

  • @udaydas2195
    @udaydas2195 2 роки тому

    খুব সুন্দর লাগলো। ধন্যবাদ আপনাকে।

  • @bangaliyogi
    @bangaliyogi 4 місяці тому

    ua-cam.com/video/AEPGJHMHBC0/v-deo.htmlsi=a5P47hKz2uRNmxVf.................................বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ | Swami Ishatmananda | Vivekananda And Rabindranath | Bengali

  • @sanjoychakrabarty6464
    @sanjoychakrabarty6464 2 роки тому +1

    Congratulations.
    Well researched and very well presented.

  • @saramajana8139
    @saramajana8139 Рік тому +1

    রবীন্দ্রনাথ ও স্বামীজি সম্পর্কে যদি কোন আলোচনা বই থাকে নাম বলুন

    • @arpitamitrasarkar5676
      @arpitamitrasarkar5676 6 місяців тому

      Kabi o s 2:59 annayasi by Amitava Choudhury ,but eta out of print

  • @mrc8249
    @mrc8249 2 роки тому

    Asadharon laglo

  • @bhaskardebnath324
    @bhaskardebnath324 Рік тому +2

    আপনার পড়াশোনা আমাদেরকে সমৃদ্ধ করছে, অনেক অনেক ধন্যবাদ।

  • @binoyroy1320
    @binoyroy1320 2 роки тому +7

    কৃতজ্ঞতা প্রকাশ করছি দাদা। ❤❤❤

  • @tarunkumarkar7214
    @tarunkumarkar7214 2 роки тому +1

    Nice explanation. Thanks

  • @neelarghasarkar
    @neelarghasarkar 2 роки тому +2

    অসাধারণ

    • @pritammukherjee5910
      @pritammukherjee5910 2 роки тому

      ত্যাগ ও বৈরাগ্য ছিল স্বামীজির সংক্ষিপ্ত জীবনের মূলমন্ত্র,ভগিনী নিবেদিতা কেও সেই পথেই চালিত করেছিলেন, আর একটু এগিয়েই বলছি, ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজেও তৎকালীন সময়ে দেশের ধনী অভিজাত ব্যক্তিবর্গকে এড়িয়েই চলতেন ,যারা তাঁর সান্নিধ্যে এসে ছেন তারা সকলেই তাঁর ভক্ত শিষ্য ছিলেন। তাদের রচিত পুস্তক বিক্রির অর্থে বেলুড় মঠের জমিক্রয় ও মঠ নির্মান হয়েছিল।

  • @manjumajie8027
    @manjumajie8027 2 місяці тому

    🙏🏻🙏🙏 কোনো সমালোচনা শুধু ভালো লাগা ও ভালবাসা। স্বামীজি আমাদের বীর সেনাপতি স্বামীজি ।।।👍🌹🌹🪔🪔🌻👣🙏🏻🙏🏻🙏🙏🏻 কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি ।💐💐💐💐💮🍦🍦🌷👍🌹🪔🌻🕉️

  • @basude4330
    @basude4330 2 роки тому

    অপূর্ব উপস্থাপনা।

  • @ekante59
    @ekante59 2 роки тому

    কৃতজ্ঞতা জানাই এই তথ্য সবার কাছে নিয়ে আসবার জন্য

  • @saraseva7930
    @saraseva7930 8 місяців тому +1

    স্বামী বিবেকানন্দের ভারত ভাবনা,যার উপরে দাঁড়িয়ে আছে রবীন্দ্র রচনাবলী। দ্বিতীয় কথা স্বামীজি তখন নরেন ছিলেন।যখন ব্রাহ্মসমাজের দাপট/প্রভাব যাই বলুন সেটা ছিল।ঐ সময় নরেন জীবনের দিশা চাই ছিলেন। ব্রাহ্ম সমাজের গুরু মহান পন্ডিত দেবেন্দ্র জী(রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা) জীবিত। উনি নরেন কে ধরে রাখতে পারেননি , নিয়মিত ওখানে যাতায়াত ছিল নরেনের। ধরে রাখতে পেরেছিলেন পাগল ঠাকুর শ্রীরামকৃষ্ণ।

  • @manasbanerjee259
    @manasbanerjee259 2 роки тому +4

    এসব জানার দরকার নেই।গভীরভাবে গবেষনা করে দেখবেন,বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ পরস্পরের পরিপুরক।

    • @debrajpal9367
      @debrajpal9367 2 роки тому

      লে হালুয়া! গভীর ভাবে জানতে গেলে তো এসব জানতেই হবে। ওপর ওপর জানলেই কি গভীর ভাবে জানা যায় নাকি???

    • @mallikadas2857
      @mallikadas2857 Рік тому

      একদম ঠিক বলেছেন ❤❤

  • @prosenjitdey328
    @prosenjitdey328 2 роки тому +1

    শঙ্কর এর লেখা পড়ুন, স্বামী জি শেষ দি নে কলকাতার কোনো doctor visit করতে চাই নি, গুরু ভাইয়েরা অনেক কষ্টে একজন doctor পেয়েছিলেন অনেক বেশি visit দিয়ে, সেই সময়ের কলকাতার কোনো famous লোক including TAGORE সাহায্য করতে আছে নি, দুজনের মধ্যে ego clash ছিল

    • @arpitamitrasarkar5676
      @arpitamitrasarkar5676 6 місяців тому

      Ami jatadu Jani swamiji shesh din dhyane Bose দেহত্যাগ করেন আকস্মিক ,তখন তো মোবাইল আর আধুনিক প্রযুক্তির কোনো বার্তা প্রেরন করার সুবিধা ছিলনা ত অন্যারা দূরে থেকে জানবেন কি করে?

  • @ranajoymukherjeeunityawareness
    @ranajoymukherjeeunityawareness 2 роки тому

    Khub bhalo uposthapona

  • @kpbiswas3238
    @kpbiswas3238 2 роки тому

    খুবই ভালো লাগল নমস্কার

  • @asokray4760
    @asokray4760 2 роки тому +2

    অসাধারণ তত্ত্বানুসন্ধান। নিরলস গবেষণার জন্য আন্তরিক অভিনন্দন। আপনার কর্মের বিস্তার হোক।

  • @Vijaykumar-ex7vs
    @Vijaykumar-ex7vs 2 роки тому +1

    দেখুন জানুয়ারী ১৮৯৯ দুজনের দেখা হবার পর সামিজী আবার আমেরিকায় গেলেন এবং ১৯০১ ভারতে এলেন ও বেলুড় মঠে ছিলেন ,তারপর ৪ জুলাই ১৯০২ রামকৃষনলোকে চলে যান।

  • @ramaprasadchakraborty764
    @ramaprasadchakraborty764 2 роки тому +3

    খুব ভালো হয়েছে বিষয়টির উপস্থাপনা । ধন‍্যবাদ ।

  • @sabyasachichakraborty8600
    @sabyasachichakraborty8600 2 роки тому

    দাদা, এককথায় অপূর্ব.....

  • @dikshitmukherjee8731
    @dikshitmukherjee8731 2 роки тому +1

    apnake ashonkho dhonyobad ei karone je srotamatroi anuman korte paren apni vdo guli banabar karone anek porisrom koren ar chittakorshok bhabe ta poribeshon koren.akekjon ke dekhi koto fanki diye ,koto sohoje vdo toiri kore hattali kuron.apni egiye cholun.ishwar apnar kolyan korun. m mukherjee.

  • @simaraha9874
    @simaraha9874 2 роки тому

    Asadharon 🙏

  • @uttamghosh9836
    @uttamghosh9836 2 роки тому +1

    Rabindranath Tagore once wrote in Karna kunti Sambad ''Lakshya lakshya trina bakshe(bakkhe)bakshe leen dui vanaspati madhye madhye raakhe ghor byabadhan'' might be the reason behind that.

  • @anadikundu1508
    @anadikundu1508 Рік тому

    Where is the documental evidence of the meeting between Tagore and Vivekananda.

  • @dip8096
    @dip8096 2 роки тому +1

    Sir স্বামীজী ও বাবাসাহেব আম্বেদকর এর মধ্যে কোনো relation জানা থাকলে একটা video করবেন please

  • @kajaldutta9096
    @kajaldutta9096 2 роки тому +3

    আজকের বিষয়টি খুবই সুন্দর। এটি একটি গবেষণামূলক আলোচনাও বলা যায়। উপস্থাপনা দুর্দান্ত। তবে একটি জায়গায় মুখে বলা সংখ্যা পর্দায় লেখা সংখ্যার মধ্যে পার্থক্য রয়েছে। আমাদের দুই মহাপুরুষের সাক্ষাৎকারের বিষয়টি অনবদ্য ও গবেষণা মূলক হয়েছে।

    • @shyamalpandey5938
      @shyamalpandey5938 2 роки тому

      Bhul.hoyechilo.taiporday.diyechilo.1883.1885.3.batshor.bolechilen.2.batshoe

    • @partha8949
      @partha8949 2 роки тому

      রামকৃষ্ণ ও বিবেকানন্দ ছিলেন পৌত্তলিকতাবাদী আর অন্যদিকে বিদ্যাসাগর, রামমোহন, রবীন্দ্রনাথ ছিলেন তদান্তিন বিজ্ঞানভিত্তিক ব্রাম্ভসমাজের পথিকৃৎ ফলে দুপক্ষের সম্পর্ক মোটেই ভালো ছিলো না। আপনারা যদি আরও জানতে চান তবে শ্রী শৈলীন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রী রচিত "তপভুমি নর্মদা" এর "দক্ষিণতট" এ রবীন্দ্রনাথের পৌত্রের সৌমেন্দ্রোনাথ ঠাকুরের লেখা কটি পত্রে ব্রাম্ভসমাজ ও বিবেকানন্দ এর সম্পর্কের অবনতি কতটা ঘটে ছিল জানতে পারবেন।
      তবে এও বলে রাখি আজকের topic টা বেশ শক্ত এবং সত্য জানতে হলে বুকে সৎ-সাহসের ও পক্ষপাতিত্ব ব্যাতি রেখে খুঁজতে হবে, কারণ যুযুধান দুপক্ষই সমান শিক্ষিত ও আদরণীয় বা পূজনীয়।

  • @mahadevdutta9637
    @mahadevdutta9637 Рік тому

    অপুর্ব।

  • @ranjanabiswas3780
    @ranjanabiswas3780 2 роки тому +2

    জীবনের অন্তিম সাড়ে ছয় বছর কেন নিবেদিতা গুরুদেব রবীন্দ্রনাথের সঙ্গে বাক্যালাপ থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিলেন - সে বিষয়ে যদি একটু আলোকপাত করেন তবে বাধিত হব। সতর্কীকরনের কারণ এর মধ্যে নিহীত থাকতে পারে।🙏🙏

  • @sutapabasubbcollege201
    @sutapabasubbcollege201 2 роки тому

    Apurbo bhai. Enriched

  • @rakeshrana8008
    @rakeshrana8008 2 роки тому +2

    দারুন গবেষণার বিষয়।।আমি লাইব্রেরি তে একটা প্রবন্ধ পড়েছিলাম যেটা তার আগের একটি সমালোচনার প্রত্যুত্তর।।খুব সম্ভবত নাম ছিল রবীন্দ্রনাথ চাইলেও বিবেকানন্দ মেশেন নি

    • @partha8949
      @partha8949 2 роки тому +1

      রামকৃষ্ণ ও বিবেকানন্দ ছিলেন পৌত্তলিকতাবাদী আর অন্যদিকে বিদ্যাসাগর, রামমোহন, রবীন্দ্রনাথ ছিলেন তদান্তিন বিজ্ঞানভিত্তিক ব্রাম্ভসমাজের পথিকৃৎ ফলে দুপক্ষের সম্পর্ক মোটেই ভালো ছিলো না। আপনারা যদি আরও জানতে চান তবে শ্রী শৈলীন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রী রচিত "তপভুমি নর্মদা" এর "দক্ষিণতট" এ রবীন্দ্রনাথের পৌত্রের সৌমেন্দ্রোনাথ ঠাকুরের লেখা কটি পত্রে ব্রাম্ভসমাজ ও বিবেকানন্দ এর সম্পর্কের অবনতি কতটা ঘটে ছিল জানতে পারবেন।
      তবে এও বলে রাখি আজকের topic টা বেশ শক্ত এবং সত্য জানতে হলে বুকে সৎ-সাহসের ও পক্ষপাতিত্ব ব্যাতি রেখে খুঁজতে হবে, কারণ যুযুধান দুপক্ষই সমান শিক্ষিত ও আদরণীয় বা পূজনীয়।

  • @sanjaybiswas6287
    @sanjaybiswas6287 Рік тому +1

    Noob

  • @gopalmahapatra6634
    @gopalmahapatra6634 2 роки тому

    Khub sundor

  • @ranjansarkar955
    @ranjansarkar955 2 роки тому +1

    আপনার এই অনুমান ভিত্তিক বক্তব্যটিতে আমরা আস্থা রাখতেই পারি।আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @dipankardatta7649
    @dipankardatta7649 2 роки тому +2

    Great Vivekananda

  • @nitnit2013
    @nitnit2013 2 роки тому +1

    আপনাকে আর একটু তথ্য দিচ্ছি। একটু খোঁজ নিয়ে যে স্কুলটার কথা বলা হলো (এই লেখায়) সেখান থেকে আরো তথ্য হয়তো পাবেন -- যা চিত্তাকর্ষক হতে পারে শ্রোতাদের কাছে।.. হয়তো আপনাকে আর একটা ভিডিও করতে হবে। এবং "জয়ী" কবিতাটা আবৃত্তি করে নিবেদন করতে হবে।
    কি ব্যাপার? এই--
    বেশ কয়েক বছর আগে ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে একটা পুরোনো উদ্বোধন পত্রিকার খোঁজ পেয়েছিলাম। সেখানে পড়লাম (স্মৃতি থেকে):- ১৯৩৫এর ১লা এপ্রিল, শ্যামবাজার অঞ্চলের একটা বিবেকানন্দ নামাংকিত একটি স্কুল থেকে কয়েকজন শিক্ষক শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের কাছে গিয়ে অনুরোধ করেছিলেন একটা কবিতার জন্য, বিবেকানন্দ কে নিয়ে।
    রবীন্দ্রনাথ ভেতরের ঘরে গিয়ে কিছুক্ষণ পর বেরিয়ে এলেন। সংগে তাঁর কবিতা *জয়ী*। এই কবিতাটা "বীথিকা"য় আছে। ....
    *জয়ী (jayee)*
    [ রবীন্দ্রনাথ ঠাকুর, ১৮ই চৈত্র (April 1, 1935)]
    রূপহীন, বর্ণহীন, চিরস্তব্ধ, নাই শব্দ সুর,
    মহাতৃষ্ণা মরুতলে মেলিয়াছে আসন মৃত্যুর;
    সে মহানৈঃশব্দ-মাঝে বেজে ওঠে মানবের বাণী
    "বাধা নাহি মানি'।
    আস্ফালিছে লক্ষ লোল ফেনজিহ্বা নিষ্ঠুর নীলিমা--
    তরঙ্গতাণ্ডবী মৃত্যু, কোথা তার নাহি হেরি সীমা;
    সে রুদ্র সমুদ্রতটে ধ্বনিতেছে মানবের বাণী
    "বাধা নাহি মানি'।
    আদিতম যুগ হতে অন্তহীন অন্ধকার পথে
    আবর্তিছে বহ্নিচক্র কোটি কোটি নক্ষত্রের রথে;
    দুর্গম রহস্য ভেদি সেথা উঠে মানবের বাণী
    "বাধা নাহি মানি'।
    অণুতম অণুকণা আকাশে আকাশে নিত্যকাল
    বর্ষিয়া বিদ্যুৎবিন্দু রচিছে রূপের ইন্দ্রজাল;
    নিরুদ্ধ প্রবেশদ্বারে উঠে সেথা মানবের বাণী
    "বাধা নাহি মানি'।
    চিত্তের গহনে যেথা দুরন্ত কামনা লোভ ক্রোধ
    আত্মঘাতী মত্ততায় করিছে মুক্তির দ্বার রোধ
    অন্ধতার অন্ধকারে উঠে সেথা মানবের বাণী
    "বাধা নাহি মানি'

    • @souravdas3995
      @souravdas3995 Рік тому

      Koto saler kon sonkhya bolben please .

  • @Panchugopal-u9u
    @Panchugopal-u9u 10 місяців тому

    হয় চা চক্র না হয় টি পাটি চা পার্টিটাভালোশোনালো না

  • @kuntalbhattacharyya1737
    @kuntalbhattacharyya1737 2 роки тому +1

    অসাধারণ । এই রকম ভিডিও উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।🙏

  • @animeshpal6775
    @animeshpal6775 Рік тому

    Bhul kotha... Rabindra nath brahmasangit 1883 sale orthat taar age jokhon 20-22 bochor tokhon rochona karen ni.. Er pore rochona korechilen....

    • @thegalposalpo
      @thegalposalpo  Рік тому

      না, কোন ভুল হয় নি। ভিডিওর শেষে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে যে সোর্স দেওয়া আছে, সেগুলো একবার পড়ে দেখুন।

  • @parthamukherjee277
    @parthamukherjee277 2 роки тому +1

    Vivekananda experimented with brahmo samaj for a while but was soon disillusioned

  • @ksenabarnali
    @ksenabarnali Рік тому

    আমার এখানে একটা প্রশ্ন আছে আর সেটা হলো যে, রবীন্দ্রনাথ ঠাকুর পিয়ালী ব্রাম্ভন ছিলেন বলে কি স্বামী বিবেকানন্দের কোনও আপত্তি থাকতে পারে ভগিনী নিবেদিতা কে ঠাকুরবাড়িতে যেতে দিতে?

  • @santoshchakraborty536
    @santoshchakraborty536 2 роки тому

    Very Nice

  • @anadikundu1508
    @anadikundu1508 Рік тому

    Shree Mo is not dependable .

  • @bibekranjanmahata2327
    @bibekranjanmahata2327 2 роки тому +2

    অসংখ্য ধন্যবাদ

  • @Dr.Farhad
    @Dr.Farhad 2 роки тому +5

    কোথায় স্বামী বিবেকানন্দ আর কোথায় রবিন্দ্রনাথ! স্বামী বিবেকানন্দের মত একজন মহান শুদ্ধ যোগী ঋষির সংগে রবিন্দ্রনাথকে আনা চলে না। আর স্বামীজী কখনোই রবিন্দ্রনাথ দ্বারা আধ্যাত্মিক চেতনায় উদ্ভুদ্ধ হননি। বরং তিনি বরাবরই ধর্ম ও কুসংস্কার বিরোধী ছিলেন। শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সান্নিধ্যে তিনি আধ্যাত্মিকতা প্রাপ্ত হন। রবিন্দ্রনাথের ভক্তি মূলক গান তিনি আধ্যাত্মিকতার চেতনায় গাইতেন। তার মানে এই নয় যে তিনি রবিন্দ্রনাথের দ্বারাই আধ্যাত্মিক চেতনায় উদ্ভুদ্ধ। বরং রবিন্দ্রনাথ শুধু সাহিত্যের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন কিন্তু স্বামী বিবেকানন্দ জগত ও জীবনের মৌলিকত্ব নিয়েই কাজ করে গেছেন। দিয়েছেন মানুষকে মুক্তির পথ। স্বামীজী আজ ঘরে ঘরে মন্দিরে পূজনীয়। তাই অযথা বিভ্রান্তিকর তথ্য দিয়ে চ্যানেলের ভিউ বাড়ানোর চেষ্টা করবেননা।

    • @souvikmitra9995
      @souvikmitra9995 2 роки тому

      রবীন্দ্রনাথের সঙ্গে বিবেকানন্দর তুলনা করছেন?? মনে রাখবেন "ধর্মের বেশে মোহ যারে এসে ধরে অন্ধ সে জন মারে আর শুধু মরে" এইধরণের কথা রবীন্দ্রনাথই বলতে পেরেছেন বিবেকানন্দ নয়।

    • @partha8949
      @partha8949 2 роки тому

      রামকৃষ্ণ ও বিবেকানন্দ ছিলেন পৌত্তলিকতাবাদী আর অন্যদিকে বিদ্যাসাগর, রামমোহন, রবীন্দ্রনাথ ছিলেন তদান্তিন বিজ্ঞানভিত্তিক ব্রাম্ভসমাজের পথিকৃৎ ফলে দুপক্ষের সম্পর্ক মোটেই ভালো ছিলো না। আপনারা যদি আরও জানতে চান তবে শ্রী শৈলীন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রী রচিত "তপভুমি নর্মদা" এর "দক্ষিণতট" এ রবীন্দ্রনাথের পৌত্রের সৌমেন্দ্রোনাথ ঠাকুরের লেখা কটি পত্রে ব্রাম্ভসমাজ ও বিবেকানন্দ এর সম্পর্কের অবনতি কতটা ঘটে ছিল জানতে পারবেন।
      তবে এও বলে রাখি আজকের topic টা বেশ শক্ত এবং সত্য জানতে হলে বুকে সৎ-সাহসের ও পক্ষপাতিত্ব ব্যাতি রেখে খুঁজতে হবে, কারণ যুযুধান দুপক্ষই সমান শিক্ষিত ও আদরণীয় বা পূজনীয়।

  • @sdm712
    @sdm712 Рік тому

    Thanks for making such a nice informative video....💐

  • @SordarSordar-z9e
    @SordarSordar-z9e 11 місяців тому

    কত শনের পেট আর কত শনে গাঁলে, বা

  • @narasinghapaira8549
    @narasinghapaira8549 2 роки тому +2

    দুই যুগপুরুষের মধ্যে সম্পর্কের টানাপোড়েন থাকতে পারে মানতে কষ্ট হয়। যাইহোক আপনার গবেষণামূলক আলোচনা শুনে সমৃদ্ধ হলাম স্যার।🙏

    • @niloybasuroy4107
      @niloybasuroy4107 2 роки тому +2

      মানতে কষ্ট হলেও এটা সত্যি যে বিবেকানন্দ নিবেদিতা কে রবীন্দ্রনাথ কে এড়িয়ে চলতে বলেছিলেন I স্থানাভাবে সব রেফারেন্স দাওয়া সম্ভব নয় I

    • @partha8949
      @partha8949 2 роки тому

      রামকৃষ্ণ ও বিবেকানন্দ ছিলেন পৌত্তলিকতাবাদী আর অন্যদিকে বিদ্যাসাগর, রামমোহন, রবীন্দ্রনাথ ছিলেন তদান্তিন বিজ্ঞানভিত্তিক ব্রাম্ভসমাজের পথিকৃৎ ফলে দুপক্ষের সম্পর্ক মোটেই ভালো ছিলো না। আপনারা যদি আরও জানতে চান তবে শ্রী শৈলীন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রী রচিত "তপভুমি নর্মদা" এর "দক্ষিণতট" এ রবীন্দ্রনাথের পৌত্রের সৌমেন্দ্রোনাথ ঠাকুরের লেখা কটি পত্রে ব্রাম্ভসমাজ ও বিবেকানন্দ এর সম্পর্কের অবনতি কতটা ঘটে ছিল জানতে পারবেন।
      তবে এও বলে রাখি আজকের topic টা বেশ শক্ত এবং সত্য জানতে হলে বুকে সৎ-সাহসের ও পক্ষপাতিত্ব ব্যাতি রেখে খুঁজতে হবে, কারণ যুযুধান দুপক্ষই সমান শিক্ষিত ও আদরণীয় বা পূজনীয়।

  • @mewithmyhen2871
    @mewithmyhen2871 Рік тому

    Nibe dita and swamivivekananda niya akta video banan plzz

  • @somenathghosh293
    @somenathghosh293 2 роки тому

    FROM SNG , THERE WAS A BIG MORAL DIFFERENCE BETWEEN CULTURE OF JORASAKO TAGORE FAMILY AND THAT OF SRI NARENDRA NATH DUTTA, ALSO HAD RELIGION CONCEPTS IN CALLED A GREAT DIFFERENCE .H

  • @chandraditya4276
    @chandraditya4276 8 місяців тому

    Vivekananda is himalaya..

  • @sushitalgupta6731
    @sushitalgupta6731 2 роки тому +1

    excellent talk.namasker

  • @bholanathdolui3619
    @bholanathdolui3619 Рік тому

    বাংলা র হৃত গৌরব সবরনকরবার জন্য বা ফিরিয়ে আনা র পচেযটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ । আপনার অনুসন্ধান। গবেষণা পড়াশোনা য় অপনি অনেকটাই সফল। পশ্চিম বঙ্গে বাসি সমৃদ্ধ হচেছ ন ।আরো পড়াশোনা করে উন্নত হন । শুভকামনা রইল ।

  • @bhaskarghoshroy3946
    @bhaskarghoshroy3946 2 роки тому

    একজন হিন্দু , একজন ব্রাহ্ম। এটা একটা বিষয়। দ্বিতীয়ত ঠাকুর বাড়ির বৈভব ও কিছু মনোরঞ্জন, স্বামিজীর পছন্দ ছিলনা। আবার এর পর ও সত্য রবীন্দ্রনাথ, রোমারোলাকে বলেছিলেন ঐ কথা - If you want to know India . . . . দুজনকে ই প্রনাম।

  • @mdlalukhan5057
    @mdlalukhan5057 2 роки тому

    একটা ধূম্রজালে ফেলে দিলেন..! না আপনাকে জানাতে পারবো না মুখ দিয়ে প্রকাশ করতে পার বো..!!!

  • @ckbanerjee5872
    @ckbanerjee5872 Рік тому

    Pl enlighten us with more productive details Many many thanks Sir

  • @saikatmukherjee4046
    @saikatmukherjee4046 Рік тому

    Onobodyo...khb e Somridhdho holam..ank ank Suvecha ebong sadhubaad janai apnake.

  • @kaliprosadbiswas2247
    @kaliprosadbiswas2247 Рік тому

    APURBA..