গান - যার স্বপ্নে কাটিয়ে দিলাম গোটা একটা জীবন। সেই ছোট্টো বেলা থেকে তাল - সুর - ছন্দ - লয়ের অবাধ যাতায়াত দেখেছি আমাদের বাড়িতে। তারপর একে একে 'ছোটো বোন', 'কফি হাউস'... আরো কতজন এলো আমার হাত ধরে। মানা কাকু (মান্না দে), হেমন্ত কাকু (হেমন্ত মুখোপাধ্যায়), সন্ধ্যা পিসি (সন্ধ্যা মুখোপাধ্যায়), নির্মলা পিসিরা (নির্মলা মিশ্র) স্বস্নেহে আপন করে নিয়েছে তাদের। সময় বয়ে চলেছে তার নিজের গতিতে... আজও 'মাঝরাতে ঘুম ভেঙে যায়' - সুরের জানলায় উঁকি দেয় 'অবুঝ মন'। এবারে পালা জয়তীর (জয়তী চক্রবর্তী)। কি অসীম মমতায় কাছে টেনে নিয়েছে 'ওরে অবুঝ মন'কে। আমার সুরারোপিত প্রতিটি গানই আমার কন্যাসম। এ মেয়েকে মনের মতো করে সাজাতে এবারে আমার দোসর বাপ্পা (তন্ময় চ্যাটার্জী) এবং গৌতম (গৌতম দেবনাথ, কুসুম ষ্টুডিও)। প্রাণ ঢেলে সাজিয়েছে ওরা। নিজের মতো করে। সাজসজ্জায় রাখেনি এতটুকু ত্রুটি। আমরা সবাই মিলে অনেক যত্ন করে 'অবুঝ মন'কে সাজিয়েছি আপনাদের জন্য। রানার ক্যামেরা তাকে নিয়ে গিয়েছে আপনাদের কাছে। আশা করি ভালো লাগবে...
খুব ভালো লাগলো, খুব সুন্দর সুর, তেমনই কথা,যথাযথ আবহ মিউজিক,দৃশ্যায়ন । শিল্পী জয়তী দির কথা আর নতুন করে কিছু বলার নেই,সব ধরণের গান পরম মমতায় তাঁর কন্ঠে প্রাণ পায়।
অপেক্ষার প্রহর শেষ হলো। নতুন বছরের নতুন আমেজ। সনধ্যার আসরটা চায়ের চুমুকে একবারে জমে গেল। প্রশংসার করার ভাষা খুঁজে পাওয়া বিরল। গানের কণ্ঠ কথা সুর ফটোগ্রাফি ভিডিও সব মিলে একাকার। হৃদয় ছুঁইয়ে গেল ম্যাম।এইভাবেই আপনার গান সবাইকে সুস্থ করে দেয় ম্যাম। সব বাস্তবতা রূপ নিলো,একটু আবেগপ্রবণ হয়ে গেলাম। আপনি একটা মানুষ আললাহ পাক পাঠালেন যার মাঝে এতো সুন্দর সৃষ্টি। কুর্ণিশ ম্যাম।🙏🙏🙏🙏🙏💜💜💜💜💜💜
এক কথায় অসাধারণ একটি পরিবেশনা! গানটি শুনতে শুনতে হারিয়ে গিয়েছিলাম একটি ভিন্ন আবেশে, যেন বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম বর্তমান থেকে ........ নিয়ে গিয়েছিল আরেক জগতে, যেখানে জীবনদর্শন এবং মৃত্যুর মতো কঠিন সত্যকে উপলব্ধি করার জন্য গানের কথাগুলো ইথারে ভেসে বেড়াচ্ছিল, অনুরণন অনুভব করছিলাম অন্তরের গভীরে। যেমন সুন্দর ছিল মৈত্রেয়ীর গানের কথাগুলো, তেমনি ছিল কালজয়ী গানের সুরস্রষ্টা সুপর্ন কান্তি ঘোষের অসাধারণ সংগীতায়োজন, আর বহতা নদীর মতো সুরেলা কণ্ঠে তা প্রাণ পেলো জয়তী চক্রবর্তীর ভীষণ সুন্দর কন্ঠ এবং গায়কীতে। গতানুগতিক বৃত্তের বাইরে একটি ভিন্নধর্মী আধুনিক গান শুনতে পেলাম, মন ছুঁয়ে গেলো। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
জীবন যখন গনতান্ত্রিকতার বিধি নিষেধের বেড়াজালে আবদ্ধ হয়ে যায়, তখন আপনার অনুভূতি কি ভাবে মনকে আচ্ছন্ন করে শান্তি এনে দেয়। কেঁদে ওঠে মন। কাঁদার মধ্যে ও যে এত শান্তি, সেটা আপনার গান রোজ মনে করিয়ে দেয়। শুভেচ্ছা অফুরান। ঈশ্বর আপনার মঙ্গল করুন।🙏
Amar sasuri maa apnar khub prosongsa korten. 21st December uni sei ochin deshe pari diyechen. Apnar gaan suni r onake mone kori. Apnar notun gaan gulo uni sunte pelen na bole akkhep hoche. Maa aaj nei kintu sei ghor tay apnar r maa r chobi ta roye geche. Amar sasuri maa - Debjani Ganguly.
মন ভরে গেল শুধু নয়, মন ভেসে গেল সুরের নরম স্রোতে। জীবনের পরম সত্য। কথা, সুর, সঙ্গীতায়োজন অসাধারণ। বাঁশি এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে এই গানকে। আর জয়তী? অনন্য। কি পরম যত্নে কথার উপর সুরের যাদু বুলিয়ে গেলেন। এমন নতুন নতুন গানের অপেক্ষায় রইলাম ♥️
Er chaite sotti ar ki hote pare. Achin desher jatri amra sakole.He bandhu bichhed nae Milan hok amader sakoler lokhho.sudhu valobasa die bole jai ami sakolere basi valo.sakoler sukhe sukhi amra sakoler dukhe dukhi.joyguru.
Kiii bhalo composition ....❤ Bheshe gelam tomar shure Didi .....❤😊🙏 Chorus part kii bhalo 😊 Ranar kotha notun kore ki r boli bhai .......❤ Kudos to the entire team ...🙏
গান - যার স্বপ্নে কাটিয়ে দিলাম গোটা একটা জীবন। সেই ছোট্টো বেলা থেকে তাল - সুর - ছন্দ - লয়ের অবাধ যাতায়াত দেখেছি আমাদের বাড়িতে। তারপর একে একে 'ছোটো বোন', 'কফি হাউস'... আরো কতজন এলো আমার হাত ধরে। মানা কাকু (মান্না দে), হেমন্ত কাকু (হেমন্ত মুখোপাধ্যায়), সন্ধ্যা পিসি (সন্ধ্যা মুখোপাধ্যায়), নির্মলা পিসিরা (নির্মলা মিশ্র) স্বস্নেহে আপন করে নিয়েছে তাদের। সময় বয়ে চলেছে তার নিজের গতিতে... আজও 'মাঝরাতে ঘুম ভেঙে যায়' - সুরের জানলায় উঁকি দেয় 'অবুঝ মন'। এবারে পালা জয়তীর (জয়তী চক্রবর্তী)। কি অসীম মমতায় কাছে টেনে নিয়েছে 'ওরে অবুঝ মন'কে। আমার সুরারোপিত প্রতিটি গানই আমার কন্যাসম। এ মেয়েকে মনের মতো করে সাজাতে এবারে আমার দোসর বাপ্পা (তন্ময় চ্যাটার্জী) এবং গৌতম (গৌতম দেবনাথ, কুসুম ষ্টুডিও)। প্রাণ ঢেলে সাজিয়েছে ওরা। নিজের মতো করে। সাজসজ্জায় রাখেনি এতটুকু ত্রুটি। আমরা সবাই মিলে অনেক যত্ন করে 'অবুঝ মন'কে সাজিয়েছি আপনাদের জন্য। রানার ক্যামেরা তাকে নিয়ে গিয়েছে আপনাদের কাছে। আশা করি ভালো লাগবে...
এই অমর সৃষ্টি আপনার পক্ষেই সম্ভব স্যার।
অপূর্ব 🙏
খুব ভালো লাগলো, খুব সুন্দর সুর, তেমনই কথা,যথাযথ আবহ মিউজিক,দৃশ্যায়ন । শিল্পী জয়তী দির কথা আর নতুন করে কিছু বলার নেই,সব ধরণের গান পরম মমতায় তাঁর কন্ঠে প্রাণ পায়।
আমার ভীষণ পছন্দের একজন শিল্পী। আমার প্রতিটি দিন শুরু হয় জয়তী দিল গান শুনে।
Pranam. Shree. Sraddhyeo. Natiketaghosh. Onader. Tanaysri. Suparnakantighosh. Babukeo. Pranam. Jayatike. Anekvalobasa. O. Suvechha. Baki. Jara. Upan. Sabaike. Antarik. Namaskar.
দিদির মিষ্টি কন্ঠে খুবই মনোমুগ্ধকর হয়ে গেছি। দিদির জন্য আর্শীবাদ করছি এই কন্ঠ যেন সব সময় আমাদের মাঝে বিলিয়ে দিতে পারে।
গানের কথা, সুর, গায়কী সব মিলিয়ে গানটি অপূর্ব!!! আবারো শুনলাম।
অসাধারণ গান!! মানুষের চৈতন্য হোক!! দারুণ গেয়েছেন!!
অসাধারণ জয়তী ম্যাডাম।মনে হয় বিদেশে গেছেন গান যাপনে।ভারী সুন্দর একটা পোষ্ট দিয়েছেন ফেস বুকে। গানটি খুব খুব ভাল লাগলো।আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।🙏
tumi dekhi nodi theke sagarer jale aj... asadharan Jayati pronam tomae...
আহা,,,,,
অচিন দেশে আছে তোর একটা বাড়ি,৷৷
অসাধারণ গানের কথা, সুর, গায়কী,,,,,,,
সবটা সবটা অসাধারণ,,,
অনেক শুভকামনা,,,,, সকলের জন্যে।।
Osadharon maam , outstanding mon juriye gelo , apurbo 🎉🎉🎉💞💞💞🍫🍫🍫🍫🍫🍫🍫💞💞💞💞💞💞💐💐💐💐💐💐💐
গানের মাঝে থাকে যে মনের ভাষা, সুরের সাথে তাল মেলায় ভালোবাসা,,
কন্ঠ যেই বাজে সুরে
পাগলপারা হয় যে হিয়া,
জয়তী দি র লোকোগানে
মন যে হয় মরমিয়া,,,
সকলের সুন্দর যত্নে, অসাধারণ উপহার।
সকলের প্রতি রইল অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
শুনি,কিন্ত সব সময় কিছু বলা হয়ে উঠে না। তবে মাঝে মধ্যে খুব বলতে ইচ্ছে করে দিদি অসাধারণ ❤️
Osadharon laglo. r #jayati-r konthe just osadharon. Onek dhonnyobad erokom ekta gaan sonanor jonnyo _/\_
APURBO APURBO. JAYATI CHAKRABARTY AMAR BARTOMAN E SRESTO SHILPI
কি অপূর্ব সুন্দর কন্ঠস্বর, প্রাণকাড়া গান ❤❤
অপূর্ব, চমৎকার। ভাষায় প্রকাশ করতে পারছি না।ঠাকুর মঙ্গল করুন।
অসাধারণ অসাধারণ একটি প্রাণ ছুঁয়ে যাওয়া গলার সুর
"ওরে অবুঝ মন রে তুই,ভেবে দেখ না একটিবার!
কোন তরীতে বৈতরণী হবি পারাপার..."
এ তো গান নয়,জীবনদর্শন...🙏
এত সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো তা বুঝতেই পারছি না।
গানটা খুবই ভাল লাগল কিন্ত আধুনিক গানের মতো কোথাও মনে হলো না।অনেকটাই দেহতত্ব বা গ্রাম বাংলার গানের ছোঁয়া পেলাম। 🙏
এটা দেহ তত্ত্বের গান। একদম ঠিক বলেছেন।
Osadharon.. jemon suur, temon kotha.. puro nirbaak hoye gelam gaan ta shune..
Pranam mam..🙏🙏..
Asadharon...joler dheu er moto akhono dola dichche...🥰🥰🥰🙏🙏🙏💐💐💐💐💐
অপুর্ব অপুর্ব আহা। সব দিক থেকে শেষ কথা হয়েছে। বড় ভালো লাগলো। খিদে আরো বাড়ল।
Anobaddyo composition r jemon sundor lyrics temon valo geyechen jayoti Chakraborty.
অপেক্ষার প্রহর শেষ হলো। নতুন বছরের নতুন আমেজ। সনধ্যার আসরটা চায়ের চুমুকে একবারে জমে গেল। প্রশংসার করার ভাষা খুঁজে পাওয়া বিরল। গানের কণ্ঠ কথা সুর ফটোগ্রাফি ভিডিও সব মিলে একাকার। হৃদয় ছুঁইয়ে গেল ম্যাম।এইভাবেই আপনার গান সবাইকে সুস্থ করে দেয় ম্যাম।
সব বাস্তবতা রূপ নিলো,একটু আবেগপ্রবণ হয়ে গেলাম। আপনি একটা মানুষ আললাহ পাক পাঠালেন যার মাঝে এতো সুন্দর সৃষ্টি। কুর্ণিশ ম্যাম।🙏🙏🙏🙏🙏💜💜💜💜💜💜
আমি গানটি শেয়ার করেছি। সরি না বলে শেয়ার করার জন্য। সরি ম্যাম সরি।
আর কেন জানি মনে হচ্ছে এ-ই গানটি একদিন film এ শুনতে পাবো।
Dibhai khuv vlo gaan joy guru 🙏
এক কথায় অসাধারণ একটি পরিবেশনা! গানটি শুনতে শুনতে হারিয়ে গিয়েছিলাম একটি ভিন্ন আবেশে, যেন বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম বর্তমান থেকে ........ নিয়ে গিয়েছিল আরেক জগতে, যেখানে জীবনদর্শন এবং মৃত্যুর মতো কঠিন সত্যকে উপলব্ধি করার জন্য গানের কথাগুলো ইথারে ভেসে বেড়াচ্ছিল, অনুরণন অনুভব করছিলাম অন্তরের গভীরে। যেমন সুন্দর ছিল মৈত্রেয়ীর গানের কথাগুলো, তেমনি ছিল কালজয়ী গানের সুরস্রষ্টা সুপর্ন কান্তি ঘোষের অসাধারণ সংগীতায়োজন, আর বহতা নদীর মতো সুরেলা কণ্ঠে তা প্রাণ পেলো জয়তী চক্রবর্তীর ভীষণ সুন্দর কন্ঠ এবং গায়কীতে। গতানুগতিক বৃত্তের বাইরে একটি ভিন্নধর্মী আধুনিক গান শুনতে পেলাম, মন ছুঁয়ে গেলো। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
কী যে গাইলেন দিদি ,,, !!!
মোহিত হয়ে গেছি,,,,
কথা, সুর , যন্ত্রসঙ্গীত , দৃশ্যায়ন আর আপনার মোহনীয় কণ্ঠ....... একাকার করেছে।
মন ছুঁয়ে যাওয়া অনন্য কথার এ গান সুরের এমন গায়কীতে আকুলতা ভরা এক সুমধুর ভাব পরশ জাগাবে মানব হৃদয়ে !
🙏🙏💗 গানের তরী বেয়ে নিয়ে গেল কোন সে পরী, কোথায় দেব, কাকে দেব মোর পারের কড়ি? কড়ি দিয়ে যায় কি কেনা, মনে র কোনায় ভালোবাসার আনাগোনা?
দারুণ দারুণ 👌👌👌👌 ভিষন ভলো লাগল 🙏🙏🙏🙏🙏
Khub valo laglo.ei ganta.... apnar gan Ami khub Suni...khub valo lage👌👌❤️❤️❤️❤️
গানটি চিরকালের জন্য মানুষের মনে লিপিবদ্ধ থাকবে। এই গান ভোলার নয়। অসাধারণ কথা ও সুর !!
আমার প্রিয় শিল্পীর কণ্ঠে গানটি দারুন উপভোগ করলাম, সাথে গীতিকারের দাদাভাই হিসাবে গর্ববোধ হচ্ছে।
গানের তরীতে ভেসে গেলাম ,যেমন দরদী উপস্থাপনা তেমন গানটির কথা ও সুর।👌👌
Really heart touching song ! Mam's all song I like !
আরো একটি কালজয়ী গানের সৃষ্টি হলো❤️❤️
Bhisan basthb sangeet ati jebaner sarmormo jayati madamer ami akjan bhako. Onar gaane pran ache. Onak amar pronam janai🙏🙏🙏🙏
অসাধারণ কথা ও সুর, গানটির। আর শিল্পী তার সুললিত কণ্ঠে পরিবেশন করলেন....অপূর্ব।
হৃদয় স্পর্শ করল। বারবার শুনছি।
অসাধারণ সুন্দর। খুব দরদ দিয়েগাইলেন দিদি। 💐💐
ভালো লাগল।
Apni amar ka6e sawang Ma Saraswati ❤😇🙏... Pronam neben❤🙏
Aha.... mon chuye gelo....osadharon....🙏
কী অসাধারণ গাইলেন দিদি । মন ভরে গেল , জল এসে গেল চোখে ।
খুব ভালো থাকুন দিদি ।❤❤❤❤
এত সুন্দর গান উপস্থাপনা করার জন্য অনেক ধন্যবাদ জানাই। এই গান শুনে মন ছুঁয়ে গেল। ......
জীবন যখন গনতান্ত্রিকতার বিধি নিষেধের বেড়াজালে আবদ্ধ হয়ে যায়, তখন আপনার অনুভূতি কি ভাবে মনকে আচ্ছন্ন করে শান্তি এনে দেয়। কেঁদে ওঠে মন। কাঁদার মধ্যে ও যে এত শান্তি, সেটা আপনার গান রোজ মনে করিয়ে দেয়। শুভেচ্ছা অফুরান।
ঈশ্বর আপনার মঙ্গল করুন।🙏
বিমুগ্ধ চিত্তে পরম প্রশান্তিতে অসীম তৃপ্তিলাভ।
মনমুগ্ধকর পরিবেশনা কে রইলো বিনম্র শুভেচ্ছা।
যদিও গানটি প্রথম শুনলাম।তবুও খুব সহজেই সুর তুলতে সক্ষম হলাম নিজের গলায়।কারণ আমাদের এলাকায় এই টাইপের সুরে বিয়ে হলেই গীত গায়তে শুনেছি ছোট বেলায়।
ভীষন ভালো লাগলো আপনার আর সব গানের মতোই,প্রানখোলা,মন ছুঁয়ে যাওয়া ❤️❤️❤️
হৃদয় স্পর্শ করা অসাধারণ একটি গান উপহার পেলাম..... 👌👌👌
Asadharon khub sundor
অপূর্ব।বার বার শুনছি তাও মন ভরছে না।❤️❤️
কতদিন পর গান শুনে ভেসে গেলাম...
অপূর্ব ! কথা,সুর,গায়কী ভীষণ ভালো আবেশ তৈরি করলো।
অপূর্ব অপূর্ব ❤️❤️
অসাধারণ গায়কী! আর মন ছুঁয়ে যাওয়া এ হৃদয়স্পর্শী গানে ঐ বহুগুণে গুনান্বিত মর্মস্পর্শী সুমধুর সুরের নিবেদনে-ই অসীম মুগ্ধতা পেলাম, শ্রদ্ধেয়া-^🌹🙏🏽🌹❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩👌👌
দারুন ❤️
Over Whelming Wonderful N Peaceful Rendition With Mind Blowing Presentation ,,,,, 👌👌 🎶🎶🎶🎶
🌟 JOY MAA DURGA 🌟
🙏👣🙏
অপূর্ব, অপূর্ব, অপূর্ব সুন্দর
Speechless!!!
খুব ভালো লাগলো। শুভকামনা রইল।
Jayati's voice is always a source of joy and peace . Tomar joy hok didibhai .
মুগ্ধতা একরাশ ❤️❤️❤️ প্রণাম নেবেন ম্যাম 🙏🏻🙏🏻🙏🏻
Oshadharon.... 🙏🙏🙏
Amar sasuri maa apnar khub prosongsa korten. 21st December uni sei ochin deshe pari diyechen. Apnar gaan suni r onake mone kori. Apnar notun gaan gulo uni sunte pelen na bole akkhep hoche. Maa aaj nei kintu sei ghor tay apnar r maa r chobi ta roye geche. Amar sasuri maa - Debjani Ganguly.
কী অপূর্ব সুন্দর করে গানের ভাব প্রকাশ করেছে। অসাধারণ 👏👏👌👌❤
মন ভরে গেল শুধু নয়, মন ভেসে গেল সুরের নরম স্রোতে। জীবনের পরম সত্য। কথা, সুর, সঙ্গীতায়োজন অসাধারণ। বাঁশি এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে এই গানকে। আর জয়তী? অনন্য। কি পরম যত্নে কথার উপর সুরের যাদু বুলিয়ে গেলেন। এমন নতুন নতুন গানের অপেক্ষায় রইলাম ♥️
আমাদের সকলের সেরা দিদিমণি, আমাদের সকল দেশের সেরা 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏
Oshadharon 😊😊😊
অপূর্ব।।।
অসাধারণ। ধন্যবাদ।
অনবদ্য
অপূর্ব পরিবেশনা দিদি।
কথা গুলো তো খুবই সুন্দর আর আপনার গলায় গান টা ধরা পড়ে আরো সুন্দর হয়ে উঠেছে।।
কোনো কথা হবেনা।💐💐💐👌
মনোমুগ্ধকর... অসাধারণ সুন্দর কণ্ঠের যাদুতে মুহূর্তেই তৈরী হলো মোহময় আবেশ হৃদয়ের মণিকোঠায় রয়ে গেলো । শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই 🙏
খুব সুন্দর!💐💐💐
অসাধারণ ❤️❤️ খুব খুব খুব ভালো লাগলো, আজকের বিকালটা স্বার্থক হয়ে গেল ❤️❤️
দারুন👍👍👍👍
Ufffffff ki darun!!!!!!
মন মুগ্ধ করার জন্য যথেষ্ট ।
Darun geyechen didi
Osadharon❤❤❤❤❤
অপেক্ষায় রইলাম দিদি
Ki apurbo💕💕
মন ভরে গেল...অপূর্ব গায়কী, অসাধারণ কথা ও সুর 👌💕🙏🏻😇
আমার বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা এই কাজটির সাথে জড়িত সবাইকে..
বেশ লাগলো
পরান খুস হ'লো ❤️❤️
So peaceful and melodious.Beautiful arrangement and awesome presentation.
অসাধারণ 🙏🙏🙏
দারুন 👌
আহা!! ❤️❤️❤️
Er chaite sotti ar ki hote pare. Achin desher jatri amra sakole.He bandhu bichhed nae Milan hok amader sakoler lokhho.sudhu valobasa die bole jai ami sakolere basi valo.sakoler sukhe sukhi amra sakoler dukhe dukhi.joyguru.
দারুন
আহা অসাধারণ
আহা!! অসাধারণ দিদি 🙏🥰💐
Khub valo laglo
দিদি অসাধারণ লাগলো 🙏🙏
Darun.....
Beautiful
Waiting
Kiii bhalo composition ....❤
Bheshe gelam tomar shure Didi .....❤😊🙏
Chorus part kii bhalo 😊
Ranar kotha notun kore ki r boli bhai .......❤
Kudos to the entire team ...🙏