শ্রমিকের রক্তে লেখা ১লা মে, জানুন সেই প্রতিবাদী কাহিনী ||Durbin |

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • ১লা মে দিবস বা শ্রমিক দিবস
    আন্তর্জাতিক শ্রমিক দিবস যা সচরাচর মে দিবস নামে অভিহিত, প্রতি বছর ১লা মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয় এই দিনটি।বুড়ো থেকে শুরু করে শিশু শ্রমিক পর্যন্ত প্রত্যেকের জন্যই বছরের একটি দিন ‘বিশেষ দিন’ হিসেবে উদযাপিত হয়ে আসছে আর সেটি হলো পহেলা মে। বিশ্বের অনেক দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনগুলো রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে।এই মে দিবসের পিছনে রয়েছে বিশাল গুরুত্বপুর্ন্য ইতিহাস। ১৮৮৬ সালের ১লা মে।যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে ৮ঘণ্টা শ্রমদিবসের দাবিতে আন্দোলনরত শ্রমিকের ওপর গুলি চালানো হলে ১১ জন শহীদ হয়। বলতে গেলে এই থেকেই উদয় হয় মে দিবসের।

КОМЕНТАРІ • 1