#GoppoMirerThek

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • Mirvana presents
    Goppo Mir er Thek Episode 46 - ‘Dr. Jekyll and Mr. Hyde - Part 2- Final Part’ (Based on Robert Louis Stevenson’s novella)
    Directed by - Mir Afsar Ali
    Content Head: Godhuli Sharma
    Music Direction, Sound Design: Pradyut Chatterjea
    Adaptation: Shrayon Chanda
    Poster Design & Motion: Join The Dots
    Project Mentor: Anindita Chatterjee
    Strategy Consultant: Kay Ten
    Digital Media Intern: Souvik Jana
    Executive Producer: Saurav Bhattacharya
    Recording Studio: Gramophone Records Studio (Diganta Samana)
    Sound Recordist: Krishnendu Bhattacharjee
    Music Label: Mirvana Entertainment Pvt Ltd
    Special Thanks: Dr. Soma Bhattacharjee
    Starring
    Gabriel John Utterson - Sudip Mukherjee
    Narrator - Anujoy Chattopadhyay
    Dr Hastie Lanyon - Somak Ghosh
    Richard Enfield, Mr Guest & Sir Danvers Carew - Rounak Chakraborty
    Poole - Debdas Ghosh
    Inspector Newcomen - Souvik Jana
    Domestic Help - Krishnendu Bhattacharjee
    Chorus - Diganta Samana, Rounak Chakraborty, Souvik Jana & Aagniva Deb
    Dr. Henry Jekyll & Mr. Edward Hyde - Mir Afsar Ali

КОМЕНТАРІ • 846

  • @suimebiswas1414
    @suimebiswas1414 9 місяців тому +24

    "মানুষ আসলে অনেকগুলো স্বাধীন ব্যক্তিত্বের সমষ্টি" । কথাটা ভয়ানক সত্যির মধ্যে একটি । আমরা কেউ মানি আবার হয়তো নিজেদের সেই দ্বৈত সত্তা সম্পর্কে সরাসরি নিজেদেরকে জানাতে দিতে চাই না। আমরা সবসময় সেই দ্বৈত সত্ত্বার যেকোনো একটি বেছে নিই । হয়তো যেটি সবথেকে এই সমাজে গ্রহণযোগ্য । এই এত বাস্তব সত্যি টি লেখক কত সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আর গপ্পো মীরের ঠেক কে অসংখ্য ধন্যবাদ যে এতো সুন্দর শিক্ষণীয় গল্পটিকে শ্রোতাদের কাছে পৌছে দিয়ে আমাদের নিজেদের নিয়ে ভাবানোর জন্য । 🌻

  • @osimakhatun310
    @osimakhatun310 9 місяців тому +82

    মীর এর কন্ঠে দ্বী-মুখি জবানবন্দি শুনে,, মনের মাঝে ব্যাপক শান্তির হাওয়া বইছে যেন.. 🤗 দিব্যি করে বলছি মীর আফসার আলী,, এমন আন্তরিক গল্পের রসদ বইয়ের পাতা পড়েও পাবোনা.. আবার সিনেমা হলে গিয়েও অনুভবে আসবেনা.. 🙏✳️🙏✳️🙏✌️🌻✌️তোমার এই স্বর্গীয় কন্ঠস্বর-ই তোমার সাফল্যের জল~তরঙ্গ.. 👏🙏👏🙏👏🙏👏💐🌹💐🌹💐🌿🌷🌿

  • @alauddingharami436
    @alauddingharami436 9 місяців тому +37

    একি দেখলাম সরি, শুনলাম।
    এখনো পর্যন্ত যেন কানকে বিশ্বাস করতে পারিনা!
    কি অপূর্ব সৃষ্টি ,কি ভয়ঙ্কর কি সুন্দর কি অসাধারণ কথাভিনয়!
    নাহ !সত্যিই, মির স্যার এর দ্বারাই একমাত্র সম্ভব ছিল।

  • @osimakhatun310
    @osimakhatun310 9 місяців тому +91

    dr. Jekyll and mr. Hyde এর ভূমিকায়, mirafsaralir এমন কষ্টকর অভিনয় সারাজীবন মনের মাঝে বেঁচে থাকার খোরাক করে রাখবো.. 👏❤ 🎉🙏🙏🙏😘😘😘

    • @realmir
      @realmir  9 місяців тому +47

      তোমার গপ্পোটি ভালো লেগেছে দেখে খুব খুশি হলাম। শুনতে থেকো। ❤️

    • @osimakhatun310
      @osimakhatun310 9 місяців тому +7

      @@realmir এই এগারো মাসের মধ্যে সেরা গল্পের চরিত্র বিন্যাস মীর এর কন্ঠস্বর এটা..আমার কাছে 🤗👍🙏💐🙏💐 🙏

    • @harihordas9359
      @harihordas9359 9 місяців тому

      Awesome sala

    • @dipalidas56
      @dipalidas56 9 місяців тому +2

      @@realmir ডঃ নীহার রঞ্জন গুপ্ত রচিত ক্রিটিক্যাল ক্যারেকটর 'কালোভ্রমর' আপনার কণ্ঠে শুনতে চাই ।

    • @parthachakraborty5437
      @parthachakraborty5437 9 місяців тому

      Satyi asadharan

  • @indranilchowdhury8867
    @indranilchowdhury8867 9 місяців тому +43

    এই চরিত্র টা Mir Da ছাড়া আর কেউ ফুটিয়ে তুলতে পারতো না... অসাধারণ ❤️❤️❤️❤️

  • @osimakhatun310
    @osimakhatun310 9 місяців тому +17

    এমন সুন্দর মনোযোগ দিয়ে গল্প শোনাতে শোনাতে, মীর আফসার আলী দুই চরিত্র কে যে ভাবে ফুটিয়ে তুলছে.. 😮😮 সত্যি হতবাক হয়ে যাচ্ছি.. এই, আবেগ ঘন কন্ঠে জেকিল এর অনুভূতি,, পরক্ষণেই হাইড এর ঘৃণ্য চরিত্র প্রতিফলন বিদ্রুপ হাসি.. বিকট আর্তনাদ আক্রোশ.. ওহ ওহ, কি দুঃসহ অভিনয়.. 😮😮 হাজার হাজার শুভেচ্ছা ধন্যবাদ নমস্কার,, কিছুই অজস্র নয়.. 😢😢 তাই আমার তরফ হতে, ভালোবাসা আশীর্বাদ শ্রদ্ধা স্নেহ অনেক অনেক মীর আফসার আলী.. 🙏🌹🙏🌹🙏🌹🙏🤗💐🤗😢😢😢😢

  • @sougatadey30
    @sougatadey30 9 місяців тому +16

    Hats off মীর sir 🫡 জবানবন্দির সময় জাকেল এর হেড এর দ্বৈত কণ্ঠ শুনে মাঝে মাঝে গায়ে কাঁটা দিয়ে উঠছিলো..আপনি বলেই সম্ভব অন্য কেউ এর ধারের কাছেও যেতে পারবে না..💖🗣️

    • @anamotsk774
      @anamotsk774 4 місяці тому

      ❤❤❤❤p😊😊😊😊😊😊😊ⁿ😊

  • @iranibhattacharya9625
    @iranibhattacharya9625 9 місяців тому +28

    বিস্ময়ে অভিভূত!!! এমন কন্ঠ-অভিনয়ও হয়!!!!! .... অভিনেতা যখন one & only MIR AFSAR ALI, তখনই হয়.... জয়...মীরদা'র জয়... ❤ 🙏🏼

  • @sanjoyghoshal1339
    @sanjoyghoshal1339 9 місяців тому +13

    জেকিল এবং হাইড এই দ্বৈত চরিত্রে মীরের কন্ঠদান বাংলা শব্দ জগতে অবিস্মরণীয় হয়ে থাকলো। মীর সর্বকালের সেরা বাঙালি বাচিক শিল্পী। তোমার কাছে আমাদের প্রত্যাশা তো কম নয়, এই গল্পটির পর তা আরও বহুগুণ বেড়ে গেল। ভালো থাকো সুস্থ্য থাকো আর অনেক অনেক দিন তুমি তোমার সেরা শাব্দিক সত্ত্বাকে আমাদের কানের মধ্যে দিয়ে হৃদয়ে পৌঁছে দাও।

  • @arghya3005
    @arghya3005 9 місяців тому +106

    মির্চি বাংলায় শোনা The count of the Monti Cristo, The Three Musketeers এবং The man in the Iron Mask এর পরে Dr. Jekyll @ Mr. Hyde সত্যি আলাদা এক জায়গা অধিকার করে বসে গেল আমাদের মনে।
    সত্যি টিম ক্যাপ্টেন! আপনারা ধন্য।

    • @subhankarpal3982
      @subhankarpal3982 9 місяців тому +7

      Ami vabi.. 1886 e lekha stevenson er golpo ta... ki osadharon concept... achea... mary hill r lekha frankistine... bramstroker er lekha drakula.... koto advance concept chilo... mjhe mjhe vbi era vblo ki kre ato advance....

    • @soulstormer4798
      @soulstormer4798 9 місяців тому

      ​@@subhankarpal3982গল্প টা শুনে আমারও same মনে হয়েছিলো... ওই সময়ের একজন লেখক কী করে এই ধরনের বিজ্ঞান বিষয়ক গল্প লিখতে পারেন... সত্যিই hats off

    • @user-hr2tr4vk3t
      @user-hr2tr4vk3t 9 місяців тому +2

      And drakula❤

    • @arghya3005
      @arghya3005 9 місяців тому

      ​@@subhankarpal3982 আর ওই কনসেপ্ট টা আপনি marvel এর Banner এবং Hulk এর সাথেও দেখতে পাবেন।

    • @somnathsen8245
      @somnathsen8245 9 місяців тому +2

      সাথে the sign of four

  • @saimajahansoily9352
    @saimajahansoily9352 9 місяців тому +28

    Hello mir sir. I know that you never gonna read the commnets. But i wanna say you that you are the only person for 3 year who can give me some relief and a better sleep. Thank you sir for your voice. Its just not some story. It's like a medicine for my boring works, my tiredness, my depression and that bad thing, my sleep less night. Plz never stop making this

  • @sukritsingh9402
    @sukritsingh9402 7 місяців тому +2

    সত্যিই কত রকম Irony আর Imagery-তে ভর্তি এই গল্পটা। আমাদের সকলের মধ্যেই তো একজন Henry Jekyll আর একজন Edward Hyde লুকিয়ে আছে। এরকম Science Fiction আরও শুনতে চাই।❤

  • @moumitabagri4863
    @moumitabagri4863 9 місяців тому +9

    বহুদিন মনে রাখার মতো উপস্থাপনা ❤, ধন্যবাদ মীর দা 🎉। আপনি সেরা কন্ঠশিল্পী আছেন, থাকবেন ❤, সত্যি শিহরিত আমি ❤❤❤

  • @SabbihHossain
    @SabbihHossain 9 місяців тому +3

    সত্যি বলতে, এখনকার vfx, cgi visuals এর থেকেও শুধু অডিও যে এতটা দারুণ হতে পারে! কি যে অসাধারণ লাগলো! অসংখ্য ধন্যবাদ।

  • @osimakhatun310
    @osimakhatun310 9 місяців тому +9

    দীর্ঘ ছয় দিনের অপেক্ষার পর, অবশেষে সেই কন্ঠস্বর.. কি যে কষ্ট, এক কন্ঠে দু'টো বিস্ময়কর কন্ঠের বিহ্বলতা.. 😢🎉😢🙏🙏 আজ সেই রহস্যের সমাধান হবে মীর আফসার আলীর অদম্য অন্তরের প্রয়াসে,, আমরা সেটাই এবার জানবো..🤗 মীর,তোমায় নমস্কার.. 🙏 🙏 🙏 🎉❤🎉

  • @sawanaich4765
    @sawanaich4765 7 місяців тому +2

    Show me a better vocal artist than Mir in this modern era of storytelling. Just a brilliant artist. Thank you for such an exceptional presentation ❤🙏🏻

  • @haha..551
    @haha..551 8 місяців тому +8

    Ultra pro legend level voice acting by mir da. This has been by far best voice acting by anyone in Bengali audio story . Just outstanding 😮😮 🤟🤟🤟

  • @subratapaul3532
    @subratapaul3532 9 місяців тому +5

    দূর্দান্ত গল্প!! এটা কাল্পনিক হলেও এই গল্পটা দিয়ে অনেক কিছু শেখার আছে। ধন্যবাদ #গপ্প মীরের ঠেকের সবাই কে ❤

  • @osimakhatun310
    @osimakhatun310 9 місяців тому +3

    uffffff,, এই কন্ঠস্বর দিয়ে, এক এক করে বন্ধুদের কে চিঠি পড়ে শোনানো.. ভয়ঙ্কর কষ্ট মীর আফসার আলী.. মনটা দুমড়ে মুচড়ে খানখান হয়ে যাচ্ছে..😢😢 আর সোমক এর কন্ঠে, বন্ধুর জন্য ব্যাকুল কাতরতা অসাধারণ হৃদ্যতার ছোঁওয়া.. awesome 👍 🙏 🎉 🙏 মোটকথা, গপ্পো মীর এর ঠেক, যেন আমাদের পরশমণি হয়ে উঠেছে.. 🤗⭐🤗✳️✳️❤🎉❤ উফ, একই কন্ঠে হৃদয় বিদারক কান্নার রোল.. আবার সেই উদাত্ত কন্ঠেই , অসম্ভব বিদ্রুপ হাসি ঘৃণ্য আচরণের সাথে কষ্টের কান্না.. ওহ ওহ দূর্দান্ত কষ্ট.. 😢😢😢😢😢 আমার চোখ দিয়ে অনবরত জল ঝরেই যাচ্ছে.. 🎉😢🎉 🙏🙏

  • @gopalmondal9545
    @gopalmondal9545 9 місяців тому +23

    Captain আর মাত্র ৪ ঘন্টার অপেক্ষা! এখন সত্যিই বুঝতে পারছি না দীর্ঘ ৭ টা দিন কাটল কী ভাবে!
    অনেক ধন্যবাদ তোমাকে Captain! তুমি এতো সুন্দর সুন্দর গপ্প নিয়ে আসো যে অপেক্ষা করাটা ক্রমশ মুশকিল হয়ে যায়..🙏❤️

  • @jhilikghoshal9651
    @jhilikghoshal9651 9 місяців тому +4

    1 St থেকেই বুঝতে পারছিলাম সবটা , তবুও মনমুগ্ধভাবে শুনলাম....বেশ অন্যরকম , এরকম তো হতেই পারে প্রতিটা মানুষের মধ্যেই কিছু দ্বৈতস্বত্তা থাকেই... কল্পনায় বহুকিছুই ঘটিয়ে থাকে, তবুও মুখোশে ঢাকা সেই স্বত্তাগুলিকে নিজের আইডেন্টিটিতে প্রভাব বিস্তার করতে দেওয়া হয়না ❤

  • @saptakchattopadhyay7552
    @saptakchattopadhyay7552 9 місяців тому +2

    অবিস্মরণীয় এক কাল্পনিক আবিষ্কার এর কী করুন পরিণতি ঠিক মরু রহস্যের সাথে মিল পাওয়া যায় দুটোই সেরার সেরা। উফফ অসাধারন।

  • @prasantaroy6132
    @prasantaroy6132 9 місяців тому +2

    কি বলবো,কি লিখব বুঝতে পারছি না । অসাধারণের উপর যদি কিছু থাকে তার থেকেও অসাধারণ অভূতপূর্ব।

  • @bruklyn6748
    @bruklyn6748 9 місяців тому +7

    That letter part is just outstanding,,, cannot get over it till now... Superb Mir daaa...

  • @moumita29690
    @moumita29690 9 місяців тому +9

    Hats off 🙏🏼 Mir Da 🤩 গল্প-টা শুনতে শুনতে রোমহর্ষক শব্দের মানে টা আবার করে উপলব্ধি করছি ..... 👌🏼🙌🏼👍🏼 All thanks to your voice modulation 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼 great job done 🤩😃🤗

  • @srijapaul8803
    @srijapaul8803 9 місяців тому +3

    প্রত্যেকের মনের গভীরেই যে দ্বন্দ্বের সূত্রপাত হয় আবার থেমে যায়,এরকম এত সুন্দর প্লটে যে গল্প- উপন্যাস তৈরি করা যায় তা অনন্য সুন্দর💕
    আর মির দার অবিশ্বাস্য কণ্ঠে অদ্ভুত সুন্দর উপস্থাপনায় পুরোটাই সিনেমার মত চোখের সামনে দেখতে পেলাম।🧡

  • @bodhisatwapaul6661
    @bodhisatwapaul6661 9 місяців тому +12

    Epic story. Superbly narrated by Mir sir. It seems Edward Hyde and Dr Jekyll really existed🙏❤️😊

  • @Payel_db
    @Payel_db 9 місяців тому +27

    one of the best performances of Mirda ❤

  • @protyushabiswas592
    @protyushabiswas592 9 місяців тому +4

    এ এক চূড়ান্ত অভিনয়🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡 আপনি অনবদ্য স্যার 🙏🙏🙏🙏🙏 a huge respect 🙏

  • @nadiakhalek4841
    @nadiakhalek4841 9 місяців тому +3

    What a story!!! আর মীর দায়ের অনবদ্য অভিনয় 👌👌👌❤❤❤ এই গল্পটা মীরদার একটা মাস্টার পিস অডিও স্টোরি হয়ে থাকবে ❤ কুর্নিশ আপনাকে মীর দা ❤

  • @kajalrakshit5879
    @kajalrakshit5879 9 місяців тому +1

    কী অনবদ্য উপস্থাপনা! প্রশংসা করার আর নতুন কোনো ভাষা খুঁজে পাচ্ছিনা! মনে হলো যেনো চোখের সামনে পুরো ঘটনাটা দেখতে পাচ্ছি! আর ব্যাক গ্রাউন্ড মিউজিক অতীব প্রাসঙ্গিক! ❤❤❤❤❤
    সম্ভব হলে, শরৎচন্দ্রের চরিত্রহীন উপস্থাপনার অনুরোধ রইলো! ❤❤

  • @sourabhdas3
    @sourabhdas3 9 місяців тому +7

    সবাই তো মোটামুটি আছেন এই চ্যানেল এ মিস করছি সব্যসাচী চক্রবর্তী স্যার কে এবং জগন্নাথ বসু উনারা এলেই ফেলুদা সোনার কেল্লার মতো গল্প শুনার অপক্ষায় রইলাম মীর দা ❤

  • @shivsankaradhikary7196
    @shivsankaradhikary7196 9 місяців тому +2

    Performance er kotha bolchina, apni gurudev, kintu galpota boring, sara soptaho wait kore thaki, tai galpo ta na jomle monta venge jai. Khub valo ki6u asha kore roilam next week er jonno. 🙏🙏 Anek subheccha ❤❤

  • @amiyakrishnapanda9289
    @amiyakrishnapanda9289 8 місяців тому

    অসাধারণ অভিনয় মীর দা । আমি গল্পটা শোনা শুরু করার পর এটাই ভাবছিলাম মীর দা কেন নেই । তারপর বুঝলাম সব থেকে কঠিন চরিত্র মীর দা ছাড়া আর কেউ করতে পারবে না । Salute to Goppo Mir er thek team for this masterpiece.

  • @parash136
    @parash136 9 місяців тому +1

    @mir da দুর্ভাগ্য ক্রমে আগের সপ্তাহে প্রথম পার্ট টা শোনা হয়নি। আজ শুনলাম। কিন্তু মনে হচ্ছে আগের সপ্তাহে না শোনা টা সৌভাগ্য ছিল।না হলে এক সপ্তাহ কি ভাবে কাটাতাম কে জানে এত হাইপার suspance এর গল্প।।।❤❤

  • @anwesha6936
    @anwesha6936 9 місяців тому +11

    সত্যি গল্পের এতটাই নেশা হয়ে গেছে যে সামনে পরীক্ষা অথচ পড়ার মাঝে খালি মনে হচ্ছে কখন আসবে গল্পটা😅😅 অবশেষে অপেক্ষার অবসান হল, ধন্যবাদ স্যার এত সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য ❤❤❤❤

    • @DebdottaKundu
      @DebdottaKundu 9 місяців тому

      Sotti tai , amar to exam cholche , exam sesh hoye gele 2 to episode ekshathe shunbo .

    • @arnabde2362
      @arnabde2362 9 місяців тому

      Same as you my condition is girl

  • @bidyut_goswami
    @bidyut_goswami 9 місяців тому +5

    29:36 সম্ভবত 'ঠান্ডা মাথায়' না হয়ে 'ঠান্ডা চোখে' হতো। এরকম কিছু খট করে কানে লেগে, গল্পের তাল কেটে দেয়😢, নাহলে আর সব ঠিক আছে।

    • @SafwanAhmed-rg9up
      @SafwanAhmed-rg9up 9 місяців тому

      ঠান্ডা মাথায় বলতে মাথা ঠান্ডা রেখে তাকানোর কথা বলেছে

  • @sarmisthamunshi1364
    @sarmisthamunshi1364 9 місяців тому +2

    Tumi je koto talented ta bodhoy tumi nijeo janona ....onek salute tomay

  • @gamingarnaboficial
    @gamingarnaboficial 9 місяців тому +1

    Ak kothai.. Durdharsa..
    Mir afsar ali er dwiparshik kontho amar mon chuye6e

  • @chaitalighosh7188
    @chaitalighosh7188 9 місяців тому +7

    DR.JEKYLL AND MR.HYDE JUST অসাধারণ ❤❤❤❤🎉

  • @jayprakashmondal5385
    @jayprakashmondal5385 9 місяців тому +13

    I am such lucky that i can heard mir da till now ❤

  • @reach2raka
    @reach2raka 9 місяців тому +1

    Durdhorsho Mir ... constantly changing voice... and acting...mind blowing...bhabtei parchina ...

  • @abhinandanmajumder8146
    @abhinandanmajumder8146 9 місяців тому +15

    One of Mir da's bests! Unbelievable! The way you oscillated between the two characters, and your voice modulations, I don't have words to describe it.....thank you, sir!

    • @reach2raka
      @reach2raka 9 місяців тому +1

      TRUE... my mind is still in that part...ufff

    • @spofficialpage
      @spofficialpage 9 місяців тому

      🙏🙏🙏❤❤❤❤

  • @zakiatasnimmoon4512
    @zakiatasnimmoon4512 9 місяців тому +3

    আপনিই সত্যিই প্রতিভাবান, মীর। আর কিছু বলার ভাষা নেই।

  • @choti9749
    @choti9749 9 місяців тому +2

    এমন অসাধারণ, অনবদ্য অভিনয় সিনেমাতেও হয় না।
    Hat's off you captain ❤you are the best 😇

  • @pritam827
    @pritam827 9 місяців тому +2

    আমি কি বলবো বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছিনা আমাদের ক্যাপটেন মির স্যার কে এটা মির দা ছাড়া আর কারো সম্ভব নই এই জন্যই আমরা সবাই বলে থাকি sunday saspend voice off god captain mir 🙏🙏🙏❤️❤️❤️

  • @moumita29690
    @moumita29690 9 місяців тому

    এও ভাবছি যে কতো খানি practice করতে হয় , কী পরিমাণে অধ্যবসায় থাকতে হয় ক্রমাগত ভালো কাজ করে যাওয়ার জন্য , এভাবে বছর এর পর বছর ধরে আমাদের entertain করে যাওয়ার জন্য once again - THANK YOU , Thanks a lot 💝💐💖

  • @subhadipb867
    @subhadipb867 9 місяців тому

    মীর আপনি অসাধারণ, আসামান্য। আপনি ক্ষণজন্মা এক প্রতিভা।
    আমাদের বিশেষ সৌভাগ্য যে আমরা সেই বিশেষ সময়ে জন্মেছি যে সময়ে মীর তার প্রতিভার চরমতম বিন্দুতে থাকবেন।
    ধন্যবাদ স্যার।

  • @niveditamahanta633
    @niveditamahanta633 9 місяців тому +1

    শুধু কণ্ঠ দিয়ে এমন ভয় ধরানো অভিনয় করা যাই!!!!!!!! উফফ মীর তুমি অন্যন ❤❤❤❤❤❤

  • @priyanka-ms8tr
    @priyanka-ms8tr 9 місяців тому +1

    দারুণ.....দুর্ধর্ষ.....অভূতপূর্ব!!!!......অসাধারণ মীর আফসার আলি.......bravo!! 👏👏👏👏👏👏👍👍👍👍👍❤❤❤❤❤❤

  • @paromitasen5919
    @paromitasen5919 9 місяців тому +1

    আপনার পাঠ ও অভিনয় অনবদ্য সে আর বলার অপেক্ষা রাখে না। আমাদের বড় হয়ে ওঠা যে সব গল্প পড়ে তার পাঠ আমার বয়স যেন পঞ্চাশ বছর পিছিয়ে যায়।
    কাঁটায় কাঁটায় সিরিজের আর ব্যোমকেশ/ কিরীটী শোনালে খুব ভালো লাগবে।

  • @debasishgoswami8450
    @debasishgoswami8450 9 місяців тому +1

    সত্যি মির দা কি বলবো বুঝতে পারছি না,এমন কিছু তোমার দাড়াই সম্ভব।যাস্ট অসাধারণ।❤❤

  • @sriparnachatterjee7948
    @sriparnachatterjee7948 9 місяців тому +1

    অসম্ভব সুন্দর একটি গল্প ও তার উপস্থাপনা।।।ভালো ও খারাপ এর যুদ্ধ।।ভালো র জয়।।কিন্তু ভালো ও শেষ হয়ে গেল। 😢

  • @kushaldasgupta2004
    @kushaldasgupta2004 9 місяців тому +1

    গল্প যেমন‌ই হ'ক, ক্যাপ্টেন তোমার অভিনয়ের ফ্যান থাকব সারাজীবন। "দ্য ব্ল্যাক ক্যাট" ,"guptadhan"," fall of the house of usher", "captain tomson er guptadhan" etc golpe tomar abhinay shunechi, aj abar ekta eternally memorable acting shunlm❤ asadharan sir, a s a d h a r a n❤

  • @rijusaha1813
    @rijusaha1813 9 місяців тому +2

    " কিছু পেতে গেলে, কিছু ছারতে হয় " উক্তিটির অন্যতম বাস্তব প্রমাণ মীরের 'sunday suspense ' ছেড়ে দেওয়ার মাধ্যমে। নইলে সাহিত্যের মাধ্যমে কল্প বিজ্ঞানের সহচার্যে এত ভয়ঙ্কর রকমের আত্মউপলব্ধির সুযোগ হয়তো ঘটতো না। Thank you Mr. Mir Afsir Ali ❤️✨

  • @sohinisahana
    @sohinisahana 9 місяців тому +6

    You are one of the best voice artists of all time throughout the world....🙏🙏🙏🙏

  • @GARMENTDESIGEN
    @GARMENTDESIGEN 9 місяців тому +1

    মীর দাকে অসংখ্য ধন্যবাদ জীবনের একটা সেরা গল্প উপহার দেওয়ার জন্য।

  • @justfollowwhatyourheartsays
    @justfollowwhatyourheartsays 9 місяців тому +7

    Erpor ekta 'Historical Fiction' hoye gele boro valo hoy ❤... Bangla Classic 😌

  • @aboltabol5540
    @aboltabol5540 7 місяців тому

    ভালোবাসা অবিরাম, অনুপ্রাণিত গল্প শুনে। গল্প পড়ার সময় চোখের সামনে দৃশ্য ভেসে ওঠে, আপনি সেই দৃশ্য ধরে আমাদের সামনে উপস্থাপন করছেন। ধন্যবাদ।

  • @somnaths.m5774
    @somnaths.m5774 9 місяців тому +25

    " বেতাল" চতুর্থ পর্ব কিংবা "শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের "ঐতিহাসিক কাহিনী " কালের মন্দিরা" মীর স্যার আপনার কণ্ঠে শুনতে চাই। 💜💙💥☺️

  • @somitkumardas6441
    @somitkumardas6441 9 місяців тому +2

    মীরদা সবই ঠিক আছে তোমার চ্যানেলের গল্প বা গল্প বলার স্রোত, তুমি এবং তোমার Team সুন্দর উপস্থাপনা করছ বা করে চলেছো, এতে কোনো দ্বিমত নেই। কিন্তু কোথায় যেন একটা শুন্যতার অনুভব করছি বা শুন্যতা থেকে যাচ্ছে। কিছু মনে কোরো না মীরদা, তুমি এবং দীপদা যখন Sunday Suspense করতে তখন যেকোনো ধরনের গল্পোই একটা পরিপূর্ণতার আমরা ছোঁয়া পেতাম। মনে হতোনা যে আমরা কোনো গল্পের শ্রুতিপাঠ শুনছি। গল্প গুলো জীবন্ত হয়ে উঠতো। সত্যি কথা বলতে এখন সেটারই খুব অভাব বোধ করছি। আমরা সবাই জানি যে আমাদের দৈনন্দিন জীবনে বিদেশি জিনিসের ব্যবহার না করে থাকতে পারবনা, কিন্তু সপ্তাহের শেষে যদি গল্পটা দেশীয় হয় তাহলে আরো জমে যায়, বিশেষ করে আমরা যারা বাঙালি আছি 😊😊। অনেক শুভকামনা রইল মীরদা এবং মীরদার Team এর জন্য।

  • @mousumibose1555
    @mousumibose1555 9 місяців тому +1

    যথারীতি mir magic..... হা হা হা...... কি আনন্দ যে হয় বলে বোঝানো সম্ভব নয়. Mir মানেই অবিশ্বাশ্য এক magic...... অসাধারণ অসাধারণ অসাধারণ...
    .. 👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤👏👏👏👏👏👏🙏🙏🙏🙏

  • @shaktimondal9038
    @shaktimondal9038 9 місяців тому +1

    অপূর্ব উপস্থাপনা। লাইফ টাইম এক্সপিরিয়েন্স।

  • @rajeshnath3085
    @rajeshnath3085 9 місяців тому +2

    এই ধরনের গল্পঃ present করা খুবই কঠিন এটা শুধু মাত্র মীর দা বলেই সম্ভব অসাধারণ দক্ষতা 🙏🙏🙏

  • @aparajitachakrabortypearl4911
    @aparajitachakrabortypearl4911 9 місяців тому +26

    I am literally getting goosebumps...🤯😨🤩💝💖❤💚⭐🌟 Love you dear Captain 🙏🙇‍♀️🙏

    • @realmir
      @realmir  9 місяців тому +13

      Glad you like it Aparajita.

    • @dipalidas56
      @dipalidas56 9 місяців тому

      @@realmir ডঃ নীহার রঞ্জন গুপ্ত রচিত ক্রিটিক্যাল ক্যারেকটর 'কালোভ্রমর' আপনার কণ্ঠে শুনতে চাই ।

  • @user-ck1iz5vx3l
    @user-ck1iz5vx3l 9 місяців тому +2

    মীর নিজেকেই ছাপিয়ে গেলেন।অকুন্ঠ শ্রদ্ধা ও শুভেচ্ছা 💐💐

  • @apukumar3715
    @apukumar3715 6 місяців тому

    সারাদিন ভয়ানক একটা ব্যস্ততম দিন শেষে এই মধ্যে রাতে ঢাকা থেকে রাজশাহী ( বাংলাদেশ) যেতে হচ্ছে। সারাদিন এর অক্লান্ত পরিশ্রম পরে বাসে উঠে জানালায় বসে ড. জ্যাকিল এন্ড মি. হাউড এর গল্প শুনতেছি।গাড়ি চলতেছে তার গতিতে।পথ, ঘাট,রাস্তা অট্টালিকা পেরিয়ে ছুটেছে।আমি দুচোখ বন্ধ করে শুনতেছি গল্প। ভীষণ ইমাজিনারি একটা গল্প। ধন্যবাদ মীর দা ধন্যবাদ পুরো গপ্প মীরের ঠেক 🖤🖤🖤

  • @srabonichowdhury3943
    @srabonichowdhury3943 9 місяців тому +1

    Onek dhonnobad Mir da nd tomar thek k। Ei haar heem Kora onubhuti toiri korar jonno।❤️❤️❤️❤️ Love you ❤️❤️❤️

  • @sabyasachidutta4171
    @sabyasachidutta4171 Місяць тому

    ❤️ আবার নতুন -- করে শুনছি !
    Perfect performance, nice presentation সব মিলিয়ে মুগ্ধ হলো মন........!
    আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সকল কে......👌❤️🙏..

  • @joyofkids5485
    @joyofkids5485 9 місяців тому +3

    আমি নিয়মিত এই চ্যানেল এর গপ্পো শুনি, আমি ক্লাস 7 এ পড়ি বর্তমানে। আমি গল্প পড়তে ও ভীষন ভালোবাসি, গপ্পের বই এর জন্য আছে আনন্দমেলা, শুকতারা এবং বিভিন্ন সমগ্র। আর যে অডিও গল্প শোনার একমাত্র ঠিকানা, আমার প্রিয় এই ঠেক ❤❤❤
    তবে বর্তমানে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চাপে, গল্প শোনা থেকে বিরত আছি....😊😊😊

  • @MartinaSahaMitra
    @MartinaSahaMitra 9 місяців тому +1

    অসাধারণ একটি উপস্থাপনা। মীর দা তোমার অভিনয় নিয়ে কোনো কথা হবে না। hat's off u❤

  • @dser2736
    @dser2736 9 місяців тому +18

    This is epic. Well done Mir and your Team ❤

  • @suparnabanik8207
    @suparnabanik8207 9 місяців тому +1

    প্রকৃতির নিয়মের ব্যতিক্রম সর্বদাই ভয়ংকর

  • @bidyut-bitansarkar6558
    @bidyut-bitansarkar6558 6 місяців тому

    কি অসাধারণ উপস্থাপনা। টাইম সিগনেচার। মীর, সুদীপ বাবু, ভয়েস মডিউলেসন লা জবাব। বাকিরাও ফাটিয়ে দিয়েছে।

  • @SanjoyBera-vp7dm
    @SanjoyBera-vp7dm 9 місяців тому +2

    আপনার কন্ঠস্বর প্রতিমুহুর্তে কানে অনুররন সৃষ্টি করে।

  • @sayanmukherjee1871
    @sayanmukherjee1871 9 місяців тому

    আপনাকে কত আর তারিফ করবো মীর স্যার.. সমস্ত প্রশংসা, সমস্ত বিশেষণ আপনার কাছে তুচ্ছ! আপনি যে কি বিশাল মাপের একজন শিল্পী তা আপনি আবার প্রমান করলেন.. সহস্র বার প্রনাম নেবেন স্যার, আপনি এক এবং অদ্বিতীয় ❤️

  • @anindyabhattacharya2903
    @anindyabhattacharya2903 9 місяців тому +1

    Oshadharon..........captain ebar 'Frankenstein' hoye jak.....

  • @SutapaTamili-bb3cw
    @SutapaTamili-bb3cw 9 місяців тому +1

    একটার পর একটা অসাধারণ গল্প পাচ্ছি, অনেক ভালোবাসা তোমাকে ও তোমার টিমকে❤🥰🥰🥰

  • @rafiulislam1120
    @rafiulislam1120 8 місяців тому

    mir এর presentation এর কোন তুলনা হয় না।the best presentation ever

  • @soniabanerjee55
    @soniabanerjee55 9 місяців тому +1

    বেশ বেশ লাগছে বাইরে বৃষ্টি আর ভিতরে speakers এহ গপ্পো মিরের ঠেক।।❤😊

  • @shubhashishmukherjee-xo6bh
    @shubhashishmukherjee-xo6bh 9 місяців тому +2

    মির দা বিনম্র শ্রদ্ধা ও প্রণাম নিয়ো👏 দাদা অলিভার টুইস্ট, রবিনসন ক্রুস, আর আরব্য রজনীর সিনন্দাবাদ শুনতে চাই প্লিজ

  • @gargeebarman199
    @gargeebarman199 7 місяців тому

    অবিশ্বাস্য ঘটনা শুনলাম গায়ে কাঁটা দিচ্ছিল। অসাধারণ ...❤

  • @47.souradipdas6
    @47.souradipdas6 9 місяців тому +9

    mir sir please kono foreign writer er military based ba war based novel anun ...for example - A Farewell To Arms , War and Peace by Leo Tolstoy , Beneath a Scarlet Sky by Mark T. Sullivan , All Quiet on the Western Front by Eric Maria Remarque ,The Enemy by Lee Child , Four Blind Mice by James Patterson ,Debt of Honor by Tom Clancy , Once an Eagle by Anton Myrer , Sharpe's Tiger by Bernard Cornwell ,The General's Daughter by Nelson DeMille , Seven Pillars of Wisdom by T.E. Lawrence , The Cold Storm by John Etterlee , Water in Darkness by Daniel Buckman , The Bullet Hunter by Stephen Hunter....

  • @LinaSaha-rx7vc
    @LinaSaha-rx7vc 9 місяців тому +1

    মীর স্যার ,আপনার গল্প পাঠ আমার সবথেকে প্রিয় বরাবরই। কিন্তু আজ যা শুনলাম তা অনবদ্য। যেমন সুন্দর গল্প তেমন সুন্দর গল্পপাঠ। অনেক শুভকামনা রইলো আপনাদের সকলের জন্য।❤

  • @Xuklucuufcl7
    @Xuklucuufcl7 9 місяців тому +2

    This is masterclassss... !!! O my God !! Mir mind blowing

  • @reememukherjee5592
    @reememukherjee5592 9 місяців тому

    Just incredible! Mir da...bhasha phuriye geche tomai complement dite dite....but still you are a gem. You are an incredible story teller....tomar golpo pora moner ak konai kothai chaap phele rakhe. Anujoy darun narration...amar apnar kanthe golpo sunte khub bhalo lage ..somak, sudip sir....nijo nijo characters gulo k bhishun sundor phutiye tuleche!! This was a masterpiece of goppo Mir er thek er....best wishes to continue this beautiful journey ❤❤🎉

  • @arpabanerjee2826
    @arpabanerjee2826 9 місяців тому +2

    অসাধারণ লাগলো।
    এরপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের "রাজসিংহ" শোনার ইচ্ছে রইলো।

  • @unak111
    @unak111 9 місяців тому +10

    মহাভারত উপন্যাস টি সোনাও মীর দা❤❤❤

    • @math3844
      @math3844 9 місяців тому

      Mohakabyo

    • @unak111
      @unak111 9 місяців тому

      Dhanyawad bad Bhai ❤️ ato loker modhey tumi vul ta bujhte pere riply kore6o er jonno asonkho dhanyawad

    • @unak111
      @unak111 9 місяців тому

      Tumi o aktu request kro na Bhai Mahabharat mahakabyo ti sunday suspense sonate

  • @gautamchatterjee4319
    @gautamchatterjee4319 9 місяців тому

    কি অসামান্য উপস্থাপনা! সেই ছোটো বেলার পড়া গল্প আবার নতুন আঙ্গিকে শুনলাম, মুগ্ধ হলাম

  • @BhajGobindamHindi
    @BhajGobindamHindi 9 місяців тому +5

    সময় সীমা 01:29:50

  • @user-dg8hl2gn3o
    @user-dg8hl2gn3o 9 місяців тому

    মীর দা আপনার কোনো তুলনা বা বিকল্প নেই। কারণ সেটা আপনি নিজেই।। আমি অভিভূত।। হোয়াট এ পারফরমেন্স ❤❤ অনবদ্দ 🌼

  • @UniversalLuv444
    @UniversalLuv444 2 місяці тому

    Leaving A Time Stamp For Myself 36:20 Where Henry Jekyll Starts His Story. As The Story Progresses, And Hyde's Chilling Voice Takes Over. The Double Personality Psychotic Self Talk Gets Intense And We Get To Understand Why We Call Mir Da A Genius ❤ The Real Madness Started From Where Hyde Took Over For 1st Time 51:52 💀🔥

  • @shirinakhter4464
    @shirinakhter4464 9 місяців тому

    Kurnis tomai Mir Afsar Ali..daito choritre osadharon ovinoi-er jonne...I am speechless

  • @bijanchatterjee3712
    @bijanchatterjee3712 9 місяців тому +2

    মীর সাহেব আপনি অসাধারন।❤🎉

  • @avijitroy8327
    @avijitroy8327 4 місяці тому

    মীর দা You are just amazing.অভিনয় কাকে বলে যদি এখনকার টলিউডের তোতলা গুলো যদি শিখতে পারতো,তবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এই অবস্থা হতনা।

  • @jhilikkarmakar2373
    @jhilikkarmakar2373 9 місяців тому

    Mir da,,,tomar voice j ki jadu jane,,seta bole bojhate parbo na...ami puro speechless!!)! Oshadharon narration....kudus to everyone😊😊😊😊😊

  • @praggaparamitaray1592
    @praggaparamitaray1592 9 місяців тому +3

    What an amazing and a thrilling story. Thank you sir for this popular novella.

  • @sangeetaofficial7487
    @sangeetaofficial7487 9 місяців тому +2

    একজনে ছবি আঁকে এক মনে ও মন একজনে বসে বসে রং মাখে ও মন... আবার সেই ছবি খান নষ্ট করে কোন জনা কোন জনা...
    তোমার ঘরে বসত করে কয়জনা মন জানোনা.....😊

  • @sayaksc3590
    @sayaksc3590 9 місяців тому +1

    Baah Daroon Darooon 👌❤️ Osaadharon Part 2 🔥jome gachhe puro 🔥 Uff Mir Da tmar konthho mon bhorey galo 😍 Outstanding Voice ❤ Chaliye jao Captain..Keep it up ❤️❤️❤️

  • @madhumitabosedeb7506
    @madhumitabosedeb7506 9 місяців тому +1

    Oshadharon voice over mir er e ek onno level er acting ja r keo parbe na duto opposite ch eksathe phutiye tola hats off