ছাদের ঘরে গুপ্তধন? Guptodhon-er Sondhane by Sanjib Chattopadhyay

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2023
  • বাড়িতে লুকিয়ে গুপ্তধন… সন্ধানে বড়মামা, মেজোমামা আর ভাগ্নে
    Mirvana presents
    Goppo Mir er Thek Episode 04 - Sanjib Chattopadhyay’s Guptodhon-er Sondhane
    Directed by Mir Afsar Ali
    Adaptation & Content Consultant: Word Doc
    Production, Sound Design and Original Music: Pradyut Chatterjea
    Visual Production & Promotion: A Silhouette Story
    Project Mentor: Anindita Chatterjee
    Social Media Management: ADGtal
    Strategy Consultant: Kay Ten
    Recording Studio: Gramophone Records Studio (Diganta Samana)
    Sound Recordist: Krishnendu Bhattacharjee & Rohan Ali Biswas
    Content Courtesy: Patra Bharati
    Music Label: Mirvana Entertainment Pvt Ltd
    Special Thanks: Dr. Soma Bhattacharjee, Tridib Chatterjee & Esha Chatterjee
    Starring
    Boromama: Dipankar Chakroborty
    Mashi & Mokhhoda: Sree Basu
    Bhagne, Mejomama, Shankar & Purohit: Mir Afsar Ali
  • Розваги

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @arunavakarmakar8147
    @arunavakarmakar8147 Рік тому +2465

    কে কে চায় যে আবার মীরদার কন্ঠে তারানাথ তান্ত্রিকের গল্প ফিরে আসুক....?😍😍🤩🤩

  • @sakilahamed5070
    @sakilahamed5070 Рік тому +406

    গপ্পো মীরের ঠেক না মানসিক প্রশান্তির ঠেক ধরতে পারবেন না। এই ভাবে গল্পের playlist বানানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 🥰🤗

  • @Chaggan_vlogger_X_Bangtan_Boys

    Omg I just love this story hasta hasta pete batha dhore galo🤣🤣😂
    Btw darun Mir da👌

  • @rubidey2618
    @rubidey2618 Рік тому +169

    মীর দা এতদিন তুমি শ্রী হীন ছিলে, এবার শ্রী ফিরছে😜.......
    গল্প ও গল্পপাঠ অসাধারণ👌🏻👏🏻🙌🏻🥰 দারুন enjoy করেছি, ধন্যবাদ সকলকে 🙏🏻

    • @olidebnath9295
      @olidebnath9295 Рік тому

      sotti er dujon na thakle goppo sona jeno asompurno sona amder

    • @debosmitakesh1711
      @debosmitakesh1711 Рік тому

      Amar nam shree ar ami protho thakay chilam palay ni

  • @saikatchowdhury885
    @saikatchowdhury885 Рік тому +36

    Thank you for these stories. Pls বিশ্ব সাহিত্য যেনো টেনে আনবেন না। দেশের দুর্লভ আর অফুরন্ত সাহিত্যর স্বাদ ই নিতে চাই।

    • @shakilmahmudarafat5021
      @shakilmahmudarafat5021 Рік тому +9

      সাহিত্যের দেয়াল তৈরি না করাই ভাল। সব সাহিত্যের স্বাদ নিতে ক্ষতি কি?

    • @rajeshchakraborty1311
      @rajeshchakraborty1311 Рік тому +2

      সাহিত্য দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না মশাই। যদিও দেশের সাহিত্যের স্বাদ আলাদা ❤️। 😊

    • @saikatchowdhury885
      @saikatchowdhury885 Рік тому +1

      @@shakilmahmudarafat5021 না সেটা ঠিক, ঠিক বলেছেন। কিন্তু মন অত যুক্তি , লাভ ক্ষতি বিচার করেনা ! আমাদের অনেকের মন যে গোঁড়ামি করে বিশ্ব সাহিত্য শুনতে চাইনা সেটা নয়, কিন্তু কোথাও না কোথাও আমরা দেশের সাহিত্য বেশি শুনতে পছন্দ করি কারণ আমি অনেক ভেবে দেখেছি । যার একটাই কারণ,
      যে সমাজে, আচার, মানুষ জনের মধ্যে কোনো দিন বড় হয়ে উঠিনি, সেই বিদেশের থেকে, যে সময়, সমাজ একদিন আমাদের ভারতের মাটিতে ঘটেছে, যেটা আমরা মিস করে গেছি, সেটা গল্পের মাধ্যমে জানতে বেশি ভালো লাগে।

    • @Surojit_Mallick17
      @Surojit_Mallick17 8 місяців тому

      একদম ঠিক! পুরোপুরি সহমত, সাহিত্য সভার তর্কে যেতে চাইনা।
      তবে ব্যাক্তিগত ভাবে বিশ্ব সাহিত্য যুরলেই skip করে যেতে হবে। যারা পছন্দ করেন তারা হয়তো তেমন কিছুর জন্য অপেক্ষা করতেই পারেন। যার যেমন ভাবে আশ মেটে। ভুল কোনোটাতেই নেই।
      তবে আমাদের গ্রাম বাংলার ভূতের গল্পে, জীবনের গল্প ছাড়াও আমাদের দেশের সাহিত্য সম্ভার কি কম আছে?

  • @ananyasarkar5927
    @ananyasarkar5927 Рік тому +116

    সঞ্জীব চট্টোপাধ্যায়ের সৃষ্ট বড় মামা, মেজ মামা, কুশি মাসী- এই চরিত্রগুলোর সাথে বেড়ে ওঠা আমার... প্রিয় গল্পপাঠকের গলায় চরিত্রগুলোকে জীবন্ত হয়ে উঠতে দেখে যারপরনাই খুশি। শোনার আগেই লাইক, কমেন্ট করে দিলাম।

  • @priyankadas9286
    @priyankadas9286 Рік тому +58

    কি ভালো কি ভালো। এই ভূত, প্রেত, রহস্যের ভিড়ে এইরকম একটি খোলা মনের গল্প , মনকে খুশিতে ভরিয়ে দেয়। এগিয়ে চলুন মীর দা।

  • @poulomighosh2257
    @poulomighosh2257 11 місяців тому +23

    "মায়ের পা এর প্যাঁচা আর মায়ের হাতের বীণা সরিয়ে দিলে তুমি বুঝতে পারবে কে লক্ষ্মী আর কে সরস্বতী ?" ... উফফ, অপূর্ব ❤❤

    • @indranilbhattacharya6235
      @indranilbhattacharya6235 3 місяці тому

      তোমার চোখ দুটো দেখে প্রেমে পড়ে গেলাম

  • @somnaths.m5774
    @somnaths.m5774 Рік тому +113

    কে কে আমার মত। 13 February. Mir স্যারের voice এ প্রেমের গল্প শোনার অপেক্ষায় আছেন ? 🔥🔥✨🌟⭐💫

  • @tanmoybauri7493
    @tanmoybauri7493 Рік тому +112

    Please do taranath tantrik!
    That is our emotion ❣️🥺

  • @souradeepsarkar5258
    @souradeepsarkar5258 Рік тому +20

    এই গলার আওয়াজ অনেক দিন miss করেছি।। এই মীর দা এর আওয়াজ এর সাথে কেউ টেক্কা দিতে পারবে না। এই কণ্ঠস্বর টার জন্য অনেক অপেক্ষা করা আমার। মীর দা, ১টা আবদার ১বার শার্লক হোমস হয়ে যাক please!🙏 অনেকদিন হলো তোমার আওয়াজের নতুন শার্লক হোমস শোনা হচ্ছে না। Subscriber হয়ে ১টা ছোট্ট আবদার দাদার কাছে❤️🙏

  • @momentcapturebeing644
    @momentcapturebeing644 Рік тому +14

    সত্যি সেই শৈশব টা যদি আবার ফিরে পেতাম, কতইনা ভালো হতো,আহারে জীবন ভারী অদ্ভুত।
    ভগবান যদি বলে
    বর দেওয়ার ছলে
    বলো কি চাও....
    বলিব কর জোরে ভগবান
    ছোটবেলাটা ফিরাইয়ে দাও....😢🙏😍😭

  • @mdakramhossain826
    @mdakramhossain826 Рік тому +86

    সত্যি বলছি মীর দা, কানে হেডফোন লাগিয়ে তোমার কন্ঠে গল্প না শুনলে ঘুম আসে না ❤️

    • @anikulmollick
      @anikulmollick Рік тому

      একই কেস ভাই

    • @yourfriend8840
      @yourfriend8840 Рік тому +3

      আর করিস না একবার ভাব যদি মরে জাস কানে হেডফোন থাকা অবস্থায় কি হবে?

    • @moumitasantra244
      @moumitasantra244 Рік тому

      Eta kintu bhison sotti...

    • @mdakramhossain826
      @mdakramhossain826 Рік тому

      @@yourfriend8840 ভাই মৃত্যুর ভয় আমারও আছে। ইনশাআল্লাহ আর লাগাব না।

    • @Aditya_ChoudharyIND
      @Aditya_ChoudharyIND Рік тому

      Thik onar golpo sunley ghum pai ❤

  • @osimakhatun310
    @osimakhatun310 Рік тому +43

    বাহ্, গুপ্তধনের সন্ধানের মাধ্যমে শৈশবকে এমন সাবলীল ভাষায় মিশিয়ে দিলে মীর.. এ শুধুই তোমার কন্ঠের জাদুতে মাখামাখি সম্ভব.. 🙏👏🙏👏🙏👏✍️✍️✍️✍️✍️💞💞💞💞💞💥💥💥💥💥💥💥💫💫💫💫💫

  • @Sonarjhuri1369
    @Sonarjhuri1369 8 місяців тому +13

    “গুপ্তধন হচ্ছে ক খ গ ঘ, এবং লুপ্তধন হচ্ছে আমাদের শৈশব।” এই পার্টখানা শুনে আমার সেই ছোট বেলায় স্কুলের কথা মনে পড়ে গেল। চেঁচিয়ে চেঁচিয়ে পড়ছি, ক খ গ ঘ। চোখে জল এসে গেল। খুব সুন্দর একটি গল্প। 😢

  • @arghyadipsen2429
    @arghyadipsen2429 Рік тому +34

    কি সুন্দর শেষটা...🥺 একালে এমন নির্মল হাস্যরস সঞ্জীব চট্টোপাধ্যায় ছাড়া আর খুব কম মানুষ সৃষ্টি করতে পারেন।

  • @LaxmanKumar-zj9dk
    @LaxmanKumar-zj9dk Рік тому +45

    গল্প ও যেন জীবন্ত হয় মীর দাদার গলায়। অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর সাহিত্যরস দান করার জন্য।🙏🙏
    #লাভ ইউ মীর দা ❤️

  • @sreetomadey4409
    @sreetomadey4409 Рік тому +182

    When Mir is itself a brand, it doesn’t matter whether it’s Sunday Suspense or Goppo Mir er thek.. (Being a biased fan of Sunday suspense)
    Can’t thank Mir sir enough for coming up with this.. ♥️♥️♥️♥️ love love love..

  • @sancharibhattacharjee2492
    @sancharibhattacharjee2492 Рік тому +3

    শৈশব ফিরে এল। ❤️❤️❤️
    কুসী মাসী সাধক প্রেমিকের যে গান টি বললেন, হতেছে পাগলের... খ্যাপাতে ক্ষেপিতে মিলে... গান টির প্রথম পংক্তি হলো, বড় ধুম লেগেছে হৃদিকমলে/ মজা দেখিছে আমার মন পাগলে ...
    সাধক শ্রী শ্রী প্রেমিক মহারাজ ( মহেন্দ্রনাথ ভট্টাচার্য্য) আমার প্র প্র পিতামহ। লেখক শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায় প্রেমিক রচিত কালী কীর্তনের খুবই বড় ভক্ত। 🙏🙏🙏

  • @mritunjaymanna5906
    @mritunjaymanna5906 Рік тому +30

    মীর - শ্রী 🥰 সেই পুরোনো Sunday suspense feeling ফিরে এসেছে🥰

  • @ExploreTheLifeETL
    @ExploreTheLifeETL Рік тому +33

    মীর দা তুমি ছাড়া গল্প শোনার মজাটাই বৃথা। লাভ ইউ মীর দা ❤️🙏

  • @pronaykundu1842
    @pronaykundu1842 Рік тому +6

    সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা অপূর্ব লাগে। তাও আবার এত সুন্দর শুনতে পেলাম। 😍অতূলনীয়
    " সত্যিই লুপ্তধন হল শৈশব " 🥺 চরম সত্য ...

  • @fahimalsinha7064
    @fahimalsinha7064 11 місяців тому +4

    কি বলবো স্যার,, এত সুন্দর হয়েছে গল্প টা,, ৩৫ বার শুনেছি,, পুরো টিম, অনেক সুন্দর করে তৈরি করেছে,, ডায়লগ টা কিন্তু সেই হয়েছে.. এই যে আমি এখানে বাবা সুধাংশু 😍😊😍

  • @kakoliroy2185
    @kakoliroy2185 7 місяців тому +3

    আর কে আছো যে আমার মতো একা একা হেসে অস্থির হলে। তবে খুব ভালোবাসাময় ভাই বোনের একটা সম্পর্ক ❤ এমন ভালোবাসাময় হয়ে বেচেঁ থাক পৃথিবীর সব ভাই বোনের সম্পর্ক❤️🥰 দুই মামার অসাধারণ অভিনয় সঙ্গে মাসিমা 🙏

  • @chandanbaidyakar6978
    @chandanbaidyakar6978 Рік тому +11

    রসিকতা গুপ্তধনের পরিবেশন অসাধারণ লাগলো, ধন্যবাদ মীর দা। শিক্ষা জগৎ ও মানবকল্যাণে বড় সম্পদ।

  • @rahulchakraborty9862
    @rahulchakraborty9862 Рік тому +9

    ভাল থাকার পাসওয়ার্ড - গপ্পো মীরের ঠেক ❤️

  • @scientistzindahai3901
    @scientistzindahai3901 Рік тому +1

    মামাদের গল্প আরো চাই।মীর বাবু আমার এই অনুরোধটা রাখবেন দয়া করে

  • @shrabanimukherjee5490
    @shrabanimukherjee5490 Рік тому +97

    The story selection is awesome....for a bengali living out of Kolkata, i would have been unaware of such gems, had it not been for you. Thanks a lot mir and team! ❤️

  • @loveyourlifewithsubarna3372
    @loveyourlifewithsubarna3372 Рік тому +5

    তোমাকে শোনার থেকে সুখকর অনুভূতি কিছু নেই গো। চালিয়ে যাও। সুবর্না চন্দননগর থেকে। এমন ঠেকে আড্ডা দিয়েও শান্তি গো

  • @gouravkayal4650
    @gouravkayal4650 Рік тому +6

    দাদা তোমার গলায় আলাদাই এক জাদু আছে বিশ্বাস করো 😊🙌
    তোমার গলায় গল্পপাঠ না শুনলে রাতে ঠিক ভাবে ঘুম ধরতে চায় না আমাদের 😊

  • @jhumur5228
    @jhumur5228 Рік тому +8

    এমন নির্মল আনন্দ অনেকদিন পরে পেলাম।। একটা গল্প শুধুমাত্র পাঠের গুণে কত অন্যরকম হতে পারে, মীর দা আর শ্রী দি প্রতিবার প্রমাণ করে দেন।।

  • @JibonJantana-jf5gd
    @JibonJantana-jf5gd 3 місяці тому +1

    সাহিত্য যে সমাজের দর্পন তা আবারো প্রমাণ হয়ে গেল এই গল্পটিতে । এ ধরনীর বুকে শিক্ষাই যে প্রকৃত গুপ্তধন যার খোঁজের দায়িত্ব সকলের। গপ্পো মীরের ঠেক চলতে থাকুক অনবরত। ধন্যবাদ জানাই গোটা টিমকে।

  • @elinamukherjee957
    @elinamukherjee957 Рік тому +3

    শেষ টা বড্ড সুন্দর।কি যে ভালো লাগলো।ধন্যবাদ মির দা।🙏♥️

  • @santusardar9447
    @santusardar9447 Рік тому +10

    অসাধারণ 👍👍 মীর দা সহ সকলকে ধন্যবাদ এমন সুন্দর করে গল্প পরিবেশনের জন্য।

  • @ami_ar_amra
    @ami_ar_amra 6 місяців тому +1

    মীর এর কণ্ঠে অপূর্ব অমৃতস্বাদ ঝরে সর্বসময়ে । মন ভাল রাখতে অসাধারণ এই প্রতিবেদন।

  • @SamaptiMukherjeeChatterjee
    @SamaptiMukherjeeChatterjee 9 місяців тому +1

    বড় মামা মেজো মামা এবং তারানাথ তান্ত্রিকের গল্প আরো অনেক পেলে আমি সুখী হবো। এটা মীর দাকে বলছি।

  • @apnaratoz
    @apnaratoz Рік тому +6

    জমে জমে যাবে গুপ্তধন জলদস্যু ও চাঁদের পাহাড়ের মত গল্পের কথা শুনলে আনন্দ লিখে বোঝানো যাবে না ধন্যবাদ মীর কাসেম ( মীর দা

    • @kunalnandy
      @kunalnandy Рік тому +1

      কাসেম কবে থেকে হলেন উনি? কারোর নাম বিকৃত করবেন না প্লিজ।

    • @apnaratoz
      @apnaratoz Рік тому

      @@kunalnandy লেখার সময় ভুল হয়েছে

    • @thirdeyeproduction730
      @thirdeyeproduction730 Рік тому +1

      @@kunalnandy e kon din na " mirjafar" baniye dei, sabdhan mir da

  • @Ps-bu6zz
    @Ps-bu6zz Рік тому +6

    দারুণ.
    জ্ঞানের আলো guptodhon, শৈশব লুপ্তধন🌟

  • @subhamitamajumder7065
    @subhamitamajumder7065 Рік тому +1

    Khub shundor golpo ❤️❤️
    Sanjib Chattyopadhay k pronam r
    Mir n team k onek bholabasha

  • @salehahmed8281
    @salehahmed8281 Рік тому +1

    অসাধারণ একটি গল্প। অনেকটা হূমায়ুন আহমেদের গল্পের সাদ পেলাম। এরকম আরো কিছু চাই। ধন্যবাদ মীর

  • @ANightUnderTheBlueSky
    @ANightUnderTheBlueSky Рік тому +9

    শনিবার সকাল থেকেই মনে হয় কী যেনো একটা কাজ বাকী। মীরদার গপ্পের notification যখন আসে, তখন বোঝা যায় এটাই missing ছিলো😃

  • @piyaghosh4210
    @piyaghosh4210 Рік тому +3

    কি যে ভাল লাগল। মেজমামা রূপে মীর দা তুমি অনবদ্য। হেডফোনে শুনতে শুনতে একা একাই হেসে উঠছিলাম। ❤️❤️❤️

  • @kaushikb4359
    @kaushikb4359 Рік тому +1

    Osadharon laglo ei golpo er paath. Choto bela thekei ei series khub pochondo. Kokhonoi bodhoy ei bhabe rendition hoy. Darun.Dipankar babu osadharon.

  • @tiyashadutta4069
    @tiyashadutta4069 Рік тому +1

    Aha ki sonale dada ! Tomar golper theke praner santi, moner aram ! Aroo sonar asay roilam ! ❤🌹

  • @MdMobarakhossain827
    @MdMobarakhossain827 Рік тому +12

    অসাধারন গল্প গো মীর দা। গল্প গুলো কে শুনলে জানো মনে হয় আমরা গল্পের চরিত্রের মধ্যে ঢুকে গল্পের মজা নিচ্ছি। খুব ই সুন্দর ❤️❤️❤️।

  • @sauravsimlai6576
    @sauravsimlai6576 Рік тому +10

    কত দিন পর আবার মীর দার গলায় এইরকম comedy... 😍😍 Just awesome.. 👌! আরও অনেক অনেক কিছু শোনার অপেক্ষায় রইলাম.. 😋

  • @sandipanicraftworld9583
    @sandipanicraftworld9583 Рік тому

    দারুন,অসাধারণ,thanks goppo mirer thek কে

  • @gourabsarker5491
    @gourabsarker5491 Рік тому +2

    যাক, আমার অন্যতম প্রিয় চরিত্র বড়মামা-মেজমামা নিয়ে অতঃপর আসলো অডিও স্টোরি... মীর দা কে অনেক ধন্যবাদ! @Mir Afsar Ali ... 😍

  • @amitbarman8042
    @amitbarman8042 Рік тому +7

    Mir sir আপনাকে অনেক ধন্যবাদ এতো ভালো ভালো গল্প দেওয়ার জন্য।

  • @mesoumi6186
    @mesoumi6186 Рік тому +9

    ছোটবেলার গল্প শোনার অনুভূতিটা আবার ফিরে পেলাম ❤️

  • @sharnalisonali7371
    @sharnalisonali7371 Рік тому +2

    গল্প টা শুনেছি আর একা একাই হেসেছি। দারুন

  • @olidebnath9295
    @olidebnath9295 Рік тому +1

    ki সুন্দর খুব ভালো লাগলো শুনে অবাক হয়ে যাই আমি আপনার এই কণ্ঠ যুগ যুগ ধরে চলে আসা এই গল্প বলা হয়ে থাক আমরন শুনে যেতে চাই

  • @Shuvendu-ws8mz
    @Shuvendu-ws8mz Рік тому +5

    অনেকদিন পর adventure দারুন এক্সাইটিং । কি বলবো মির দা ? প্রচণ্ড খুশি হলাম। আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ মিরদা♥️💐❤️

  • @R.Panchanan.
    @R.Panchanan. Рік тому +61

    “রাতের আকাশে শুকতারা জ্বলে,
    গাঁয়ের শ্মশানে চিতা,
    তোমার আমার ভুঁড়ি বেড়ে চলে
    মাপিতে পারে না ফিতা।।”
    what a line 😂😂😂😂
    from “মামাসমগ্র”,by সঞ্জীব চট্টোপাধ্যায়.....

  • @parthabiswas6714
    @parthabiswas6714 Рік тому +2

    গল্প ও যেন জীবন্ত হয় মীর দাদার গলায়।👍👍👍👍👍

  • @siddharthabanerjee4421
    @siddharthabanerjee4421 Рік тому +1

    মীর দার গলার সঙ্গে অনেক দিন পর শ্রী দির গলা টা শুনে খুবই ভালো লাগলো

  • @jeshmina7233
    @jeshmina7233 Рік тому +5

    উফফ তোমার কণ্ঠ সরে কি যেনো প্রশান্তি 😌❤️🤗

  • @subhajitsarkar9324
    @subhajitsarkar9324 Рік тому +4

    যা আশা করেছিলাম তুমি তার থেকে অনেক বেশি বেশি দিয়েছো ❤️🙏🏻

  • @amritapritambanerjea6843
    @amritapritambanerjea6843 Рік тому +1

    Osadharon golpo........porer golper oppekhai roilam.........🔥🔥🔥

  • @pranabdutta2120
    @pranabdutta2120 Рік тому +1

    ভোরে ঘুমাতে ঘুমাতে শুনছিলাম অপূর্ব গল্প

  • @rinkumajumdar8131
    @rinkumajumdar8131 Рік тому +3

    উফফফফ সেই ছোটবেলা ❤️❤️❤️❤️❤️ সেই বড় মামা, মেজমামা , কুশি মাসী 🥺🥺🥺 ভীষণ প্রিয় মামা সমগ্র ❤️❤️❤️❤️ মামা সমগ্র থেকে আরো গল্প শুনতে চাই

  • @abhi24913
    @abhi24913 Рік тому +4

    Mir ভাই অসাধারণ! এত সুন্দর উপস্থাপনা আর সঙ্গীতের অদ্ভুত আবহ just অন্য level।

  • @realaslam
    @realaslam Рік тому +1

    অসাধারণ লেগেছে গল্প📖

  • @StudentAditi98
    @StudentAditi98 Рік тому +2

    শ্রী..... আহাঃ , সেই পুরনো আনন্দ ফিরে পেলাম

  • @seemanath859
    @seemanath859 Рік тому +4

    মীর'দা, Sunday suspense এ যে শূন্যতা তৈরী করেছিলেন, আপনার গপ্পোর ঠেকে তা পূর্ণমাত্রারও অতিরিক্ত হিসেবে পুষিয়ে দিলেন। আলাদা করে আপনার উপস্থাপনার কথা আর কীই বলবো! তবে এই গপ্পোটিতে বিশেষভাবে ভালো লেগেছে background music দিয়ে আবহ তৈরীটি... খুব ভালো থাকবেন, আপনার চ্যানেলটি তরতরিয়ে এগিয়ে চলুক; piracy র বিরুদ্ধে আপনার লড়াইকে সমর্থন করলাম; আগামী দিনগুলোতে আরো গপ্পো শোনার অপেক্ষায় রইলাম

  • @taruntah744
    @taruntah744 Рік тому +4

    Notification টা পেয়ে পুরো মেজাজটাই আলাদা হয়ে গেলো.... ❤️❤️❤️❤️❤️❤️

  • @sushmitadutta1110
    @sushmitadutta1110 Рік тому +1

    Golpo selection ❤️❤️ dhonnyobaad, chotobela ta ke ebhabe firiye dewar jonyo 😊

  • @skbappa3882
    @skbappa3882 Рік тому +1

    অসাধারণ কোন কথা হবে না

  • @reememukherjee5592
    @reememukherjee5592 Рік тому +5

    Darun! Darun! I am speechless with this story today. Due to studying in a convent school have missed such gems of Bengali literature. Mir da... Story selections on goppo mir er thek are extremely good and you are just fatafati! Bishyo and Bangla sahityo sab rokom sonar jonne toiri hoe roilam. Expectations ta bere geche akhun..! Guilty 😁

  • @arnabdey9952
    @arnabdey9952 Рік тому +4

    Mir...this is not just a name, it's actually real form of Bengali's Love 💕💕💕

  • @bappyraj27
    @bappyraj27 Рік тому +1

    অসাধারণ... অতুলনীয়... ব্যাকগ্রাউন্ডের ধীর লয়ের সুর যেন শান্ত করে দেয় মনকে আরো মন দিয়ে গল্পটা শোনার জন্যে। মনের ক্লান্তি দূর করতে এর থেকে ভাল আর কিছু হয় না!

  • @chandrimaroy3808
    @chandrimaroy3808 Рік тому +2

    মীর বাবু , আপনার কণ্ঠে মেজো মামা চরিত্রটি অসাধারণ লাগলো , ভীষণ উপভোগ করলাম , ভবিষ্যতে আরো শুনতে চাই , thank you for everything

  • @barna-rbornomala6097
    @barna-rbornomala6097 Рік тому +9

    দারুণ লাগল 👌👌👌 এরপরে এই দলের কাছে 'মামা সমগ্র' থেকে 'বড়মামার সাইকেল' গল্পটা শুনতে চাই... এছাড়া এই বইয়ের অন্য কোনো গল্প হলেও আপত্তি নেই... 😊😊

  • @ripondebnath6928
    @ripondebnath6928 Рік тому +3

    শুধু মির দা নয় সবারি অসম্ভব প্রতিভা

  • @feelings2897
    @feelings2897 6 місяців тому

    Onek din por Mir da story bola just speechless ami ekebare hotobombo r halka chokher kone ektu jol...lots of love for one and only The Mir

  • @tanusreede6150
    @tanusreede6150 Рік тому

    Oshadharon! Sei chotobelae pora mama somogro abar mone pore gelo. Khub bhalo laglo... ebhabei jno Cholte thake goppo Mir er thek

  • @rajeshchakraborty1311
    @rajeshchakraborty1311 Рік тому +4

    গোয়েন্দা গল্পঃ চাই মিরদা 😊🧡😊

  • @mistu.das-
    @mistu.das- Рік тому +3

    গল্প শোনা মানে মীর স্যার❤️
    আর" আমাদের শৈশব কেটেছে আপনার সাথে। আর এখন কৈশোর ও কাটবে আপনার গল্প শুনে " #গুপ্তধন💌

  • @GadadharSinghaCSharp
    @GadadharSinghaCSharp Рік тому +1

    Dont have any words to expalain how much I enjoyed this. NOw days most of the contents are black or thriller. In complex life style this story give me a fresh air. choritor gulo r tader kontoswror build korcheen ta noshrikajo. Thank you Mir Da

  • @shampamukherjee5416
    @shampamukherjee5416 Рік тому +1

    যাদের চোখের সমস্যা বই পড়ার অসুবিধা তাদের জন্য খুব ভালো হলো।অসংখ্য ধন্যবাদ।

  • @sayanchowdhury5312
    @sayanchowdhury5312 Рік тому +6

    Mir The Magician of Voice..🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rupshanaskar4674
    @rupshanaskar4674 Рік тому +7

    জ্ঞানের সন্ধান‌ই গুপ্তধনের সন্ধান ❤️

  • @Ravindra0888
    @Ravindra0888 Рік тому +1

    mir da eibhabe tumi aro onek goppo eno 😊😊😊😊 , sunday suspense e tomar voice khub miss korchi 😢😢😢😢😢😢

  • @sharmarajiba
    @sharmarajiba 6 місяців тому

    My Goodness - what a creation. Baap re - pray 50 bochor ager akta golpo - puro mone holo cinema dekhlam . Ki baniyeche Mir da - Guru tumi valo.

  • @Bibhakuley
    @Bibhakuley Рік тому +3

    Mir dar গল্প r sunday suspense এর গল্প মিলে সপ্তাহের দুদিন না হয়ে যদি পুরো সপ্তাহ জুড়ে হতো তাহলে কতো টা না ভালো হতো 🤗 .. kar kar আমার মতো এইরকম চিন্তা vabna করো???😀😀 Like plz ..

  • @gopalsaha8508
    @gopalsaha8508 Рік тому +4

    অপেক্ষায় আছি😍🍂

  • @swatimitra6695
    @swatimitra6695 Рік тому

    Adbhut sundor, je kono choritro k ashadharon bhabe futiye tola mir er pokhye som bhob, atuloniyo. Great, great👌

  • @debanjan1402
    @debanjan1402 Місяць тому

    Aha, erokom du ek piece mama o mashi pele jibon tai onno rokom hoejay. Ei rokom ekta odbhoot golpo upohaar dewar jonno oshonkhyo dhonnobad ❤️

  • @shailayasmin5993
    @shailayasmin5993 Рік тому +4

    অপেক্ষা যেন শেষই হয় না।।।

  • @Panchforon899
    @Panchforon899 Рік тому +3

    দাদা তোমার জেলা মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে বলছি...তোমার এবং তোমার voice এর অনেক বড় ভক্ত আমি❤️ Sunday suspense এ তোমার বলা গল্পঃ শুনতে শুনতে এটা একটা অভ্যেসে দাড়িয়েছিলো...তার পর এই গল্পগুলো শুনে যে কি আনন্দ পাচ্ছি তার কোনো হিসাব নেই 😍🧿

  • @sudippal97
    @sudippal97 Рік тому

    Mon ta akdom khushi hoe gelo erom akta hassho rosh bhora golpo shune❤️ Thank you Mir da and team.

  • @gtanu2
    @gtanu2 Рік тому

    Charidike rahasya romancho r modhhe fresh hawa r moto r e galpo..Sree ke onekdin por shunlam, khub bhalo laglo❤️....Mir er jawab nei❤️❤️

  • @skd4508
    @skd4508 Рік тому +3

    Please don't stop this works.. continue....🙏

  • @R.Omi0220
    @R.Omi0220 Рік тому +3

    I Love You mir da ❤️❤️❤️
    মীর দার কণ্ঠে গপ্পো শুনে মনটা ভরে গেল।।❤️❤️
    আর হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেল।। 💥💥

    • @R.Omi0220
      @R.Omi0220 Рік тому

      @@golpokathakpriyabrata hmm,, of curse,, 🎈

    • @R.Omi0220
      @R.Omi0220 Рік тому

      Apnader golpo golo onek sondor ❤️❤️

  • @miraseal6941
    @miraseal6941 Рік тому

    দারুন দারুন দারুন প্রথমেই আমি শত সহস্র প্রনাম জানাই বিখ্যাত লেখক সঞ্জীব চট্টোপাধ্যায় কে তারপর মীরবাবুর গল্প উপস্থাপনা ও দূর্দান্ত সুন্দর কন্ঠস্বর এটা কার গলা ভাগনে কে গো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই মীরবাবুর ঠেককে ♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌

  • @karabisaharoy850
    @karabisaharoy850 11 місяців тому

    দারুণ গল্প মীর দা। অনেক দিন পর প্রাণ খুলে হাসলাম। Thank you Mir da❤❤❤. তোমার আরো শ্রী বৃদ্ধি হোক।।😊

  • @tariqvlog12
    @tariqvlog12 Рік тому +3

    জান প্রান ভরে গেল সত্যিই। মীর দা❤️❤️❤️

  • @rajkumargore1264
    @rajkumargore1264 Рік тому +15

    Duration 1hr 16mins.. Enjoy

  • @abirchakraborty3787
    @abirchakraborty3787 Рік тому

    Boro mama r vagnar kothobo kothon a khubbb anondo pelam. Darun enjy korlam golpo tate. Thank you goppo mir ar thek ar sokol k, and specaly mir da k. ❣️❣️❣️❣️

  • @minuchatterjee4082
    @minuchatterjee4082 Рік тому

    ওহ্ দারুণ! !যেমন গল্প ,তেমন পাঠ্যাভিনয় !!খুব ভালো লাগলো।❤