আপু, আপনার ঔষধ বিষয়ে বিস্তারিত বুঝিয়ে বলাটাই অসাধারণ। কবুতরের বর্তমানের আবহাওয়ার উপর নির্ভর করে বিশেষ করে গরম ঠান্ডা শ্বাসকষ্টের আমাশয় রানীক্ষেত বিষয়ে বিস্তারিত ভাবে ঔষধের বিবরণ তুলে ধরেন আমাদের উপকার হবে ধন্যবাদ আপনাকে ❤❤❤
আলহামদুলিল্লাহ। আমার ২০০ নম্বর ভিডিওটা দেখেন। আশা করি ইনশাল্লাহ। এছাড়াও এই বিষয়ে আমার আরো কয়েকটা ভিডিও দেয়া আছে আলহামদুলিল্লাহ। অনেক দোয়া ও ভালোবাসা
আচ্ছালামুয়ালাইকুম, মুরগির রোগ পরিচিতি, মাইক্রোস্কপিক চিত্র, সনাক্ত করার উপায় এবং প্রতিকার সম্পর্কে ভিড়িও কোন আই ডি তে পাওয়া যায় তা জানানোর জন্য অনুরোধ করছি।
আপু তুমি অনেক গুছিয়ে কথা বলো আর তোমার বুঝানোর ধরনটা অন্য রকম আমি তোমার ভিডিও গুলো দেখি, আল্লাহ তোমার সহায় হোক তুমি যেন এভাবেই আমাদের পাশে থাক, অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো আর আমার জন্য দোয়া করো আমিই ছোট একটা খামারি
মাশা-আল্লাহ! অনেক সুন্দর আলোচনা। আপু আমারতো ভয় হচ্ছে যখন আপনার খামার আরো বড় হয়ে যাবে বা আপনার ব্যস্ততা বেড়ে যাবে তখন এতো সুন্দর করে আমাদেরকে কি বুঝিয়ে বলতে পারবেন। আল্লাহতায়ালা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আমিন।
আলহামদুলিল্লাহ..... আল্লাহ পাক আপনার কথা কবুল করেন। আমিন...... যতই ব্যাস্ত হই, ভিডিও দেবো ইনশাআল্লাহ। আপনারা তো আমার পরিবার। পরিবার কে ছেড়ে কোথায় যাবো!
আসসালামু আলাইকুম প্রিয় আপু আমার কিছু চোট মুরগির বাচ্চা ৭০/ ৮০ টা হবে কিছু বড সাইজের ৩০ টা কি ভাবে ব্যবহার করতে পারি পিলিজ বলেন পিলিজ আপনার জন্য আপনার পরিবারের সবাই জন্য আমার অন্তর থেকে দোয়া ও শুভকামনা থাকবেন সব সময় জাযাকাল্লাহ খাইরান
আপনার পানির উৎস যদি বিশুদ্ধ না হয়, সেক্ষেত্রে আপনি রেগুলার এটা ব্যবহার করবেন। আর আপনি যদি মুরগিকে গভীর নলকূপ অথবা ফিল্টারের পানি দেন, সেক্ষেত্রে এটা রেগুলার দেওয়ার দরকার নেই, শুধুমাত্র যখন পেটে সংক্রমণ হবে, তখন দেবেন অনেক ধন্যবাদ ভাই
ওয়ালাইকুম আসসালাম। প্রতিদিন দেবার দরকার নেই। পানির পিএইচ কেন প্রতিদিন দেওয়ার দরকার নাই --- এই বিষয়ে ঈদের পরে ভিডিও দেবো ইনশাল্লাহ। সপ্তাহে একদিন বা দুইদিন দিলেই যথেষ্ট। খামারে বিশুদ্ধ খাবার পানি দেবেন
ওয়ালাইকুম আসসালাম। পানির পি এইচ আর স্যালাইন একসাথে দেয়া গেলেও, আপনি আলাদা করেই দেন। স্যালাইন মুরগির খাবারের সাথে মিশে দেয়া যাবে না এটা শুধুমাত্র পানিতেই দিতে হবে
ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। কিছু ভিটামিন ফিডের সাথে মেশানো যায়। অর্থাৎ পানির সাথে না মিশিয়ে ফিডের সাথে মিশিয়ে দেওয়া যায়, --- সেগুলোই ফিড সাপ্লিমেন্ট
প্রনাম দিদি🙏🙏আপনার এই ভিডিও টা আমার খুব উপকারে লেগেছে।একটা প্রশ্ন ছিলো। আমি কি এই পানি কবুতরের জন্য ব্যাবহার করতে পারি। দয়া করে উত্তর জানাবেন।ঈশ্বর আপনার মঙ্গল করুন 🙏🙏🙏।আর সাবস্ক্রাইব করে দিলাম।
আমার একটা পোস্টমর্টেমের ভিডিও দেয়া আছে। সেখানে ডাক্তারের ফোন নাম্বার দেওয়া আছে। উনি বাংলাদেশ প্রাণিসম্পদের ডাক্তার। আপনি চাইলে উনার কাছে নিতে পারেন ট্রেনিং
পিএইচ পানিতে থাকা ব্যাকটেরিয়া লেভেল কমায় দেয়। আর টক্সিন বাইন্ডার খাবারে মধ্যে কোন ছত্রাক থাকলে তা নষ্ট করে দেয়। অর্থাৎ টক্সিন বাইন্ডার হচ্ছে ছত্রাক নাশক
আচ্ছা আপু ঔষধের পরিমান ২ মিলি ১লিটার পানিতে মিশিয়ে প্রতিদিন প্রয়োগ করলে কোন সমস্যা হবে কি,, ??? দয়া করে জানাবেন। সৃষ্টিকর্তা আপনাকে দীর্ঘজীবী করুন। শুভ কামনা ও ভালোবাসা রইলো ❤❤❤
Assalamualaikum wa rahmatullahi wa barkatuhu wa magfiratu.Apu murgir khaber panir pH range from 6 to 6•8 .Amer mone hoi sothik bhabe pH dite gele Ph meter baboher kore panir sothik Matra baboher Kara uchit.sobjager panio joler pH kintu 7 noi....Apu amer dharonata janalam vul hole khamar chokhe dekben.May almighty Allah bless you and your family members and your chicks with the best wishes and happiness.plz pray for me and my family members and my hens.Ameen....
ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহ। এটা করা গেলে খুবই ভালো হয়। খুবই জরুরি একটি তথ্য। দেখি কোন একটা ভিডিও তে এই ব্যাপারে আমি বলবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। মহান আল্লাহ পাক আপনার ও আপনার পরিবারকে হেফাজত করুন
ওয়ালাইকুম আসসালাম। খনিজ পদার্থ সমৃদ্ধ যে ওষুধগুলো অর্থাৎ জিংক ক্যালসিয়াম ইত্যাদি এবং বিভিন্ন গ্রুপের এন্টিবায়োটিক পি এইচ এর সাথে না মেশানোই উত্তম। পানির পি এইচ আপনি সবসময় আলাদা করে দেবেন।
সালামুআলাইকুম আমি রোমানা ইসলাম সোনারগাঁ নারায়ণগঞ্জ আমার বাড়ী আমার ২ টা লেয়ার ১২ দেশি মুরগি ডিম পারতাছে অনেকগুলা বাচ্চা আছে বাচ্চাগুলো অসুস্থ ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে খুব অসুবিধে আছি কি করবো আপু আমি আপনার একজন সাবস্ক্রাইবার আমরা সব ভিডিও ফলো করি আমি সব একাই সামলাই।
@@jowarfarming আসসালামুয়ালাইকুম আপু অনেক অনেক ধন্যবাদ আমার কমেন্টটা পড়ার জন্য। মুরগির বাচ্চা উঠছে আজ থেকে ১২ বা ১৫ দিন বাচ্চাগুলো ঝিম ধরে থাকে পায়খানা লাল। আর খুব কম খায়।
ওয়ালাইকুম আসসালাম।আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনিভালো আছেন।ভাই লিভার টনিক কিন্তু একটা ভিটামিন। যখন আপনি মুরগিকে লিভার টনিক দেবেন তখন এর সাথে আর অন্য কোন ভিটামিন না দেওয়া ভালো, না হলে পেটের সমস্যা হতে পারে। পি এইচ, এন্টিবায়োটিক, লিভার টনিক একই পানিতে দেয়া যাবে ইনশাল্লাহ
আপু আমার কাছে একটি মেডিসিন আছে তাতে লেখা আছে লিভার,কিডনি ফাংশন। এখন কি আমার আলাদাভাবে লিভার টনিক ও কিডনি টনিক ব্যবহার করতে হবে? নাকি এটাই দুটোর কাজ করবে?
আপু আসসালামু আলাইকুম। আমি ১০ টা মুরগি দিয়ে ১টি ছোট খামার শুরু করতে চাচ্ছি। আপনি সবার কমেন্টের রিপ্লাই করেন। তাই আমার কমেন্ট এর রিপ্লাই দিলেও আমি খুব সুবিধা পাব। আপনি আমাকে সহায়তা করবেন তো???
ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে শুনে যে আপনি খামার শুরু করতে যাচ্ছেন। শুরু করে দেন। শুরু করলেই দেখবেন বরকত শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। অবশ্যই ১০০ বার সাহায্য করবো। অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপু আমার ২০০ মুরগির বাচ্চা আছে আজ ১২ দিন বয়স মুভির বাচ্চা গুলো গ্যার গ্যার গ্যারেকের শব্দ হয় কোন ওষুধটা দিলে ভালো হয় আমাকে তো বললে উপকৃত হতাম প্লিজ আমার কমেন্ট একটু উত্তর দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ আপনার মঙ্গল করুক
ওয়ালাইকুম আসসালামু ওয়া রহমতুল্লাহ। আমার ১১৮ নাম্বার ভিডিও তে বলা আছে এই ব্যাপার এ। আপনি সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের এন্টিবায়োটিক দেন সাথে ব্রোঙ্কোভেট দেন প্লিজ। ঔষধ এর গায়ে ডোজ দেয়া আছে
ভাই এভাবে ধরে তো আসলে খাওয়ানো খুব কঠিন ব্যাপার। আপনি মুরগিগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় আটকে রাখবেন যখন ওষুধ মেশানো পানি খাওয়াবেন। ওরা নিজেরাই পানি খাবে ইনশাল্লাহ।
Alhamdulillah video ta khub. ......E....... sundor hoice.
আলহামদুলিল্লাহ......
অনেক অনেক দোয়া ও ভালোবাসা
আপু, আপনার ঔষধ বিষয়ে বিস্তারিত বুঝিয়ে বলাটাই অসাধারণ। কবুতরের বর্তমানের আবহাওয়ার উপর নির্ভর করে বিশেষ করে গরম ঠান্ডা শ্বাসকষ্টের আমাশয় রানীক্ষেত বিষয়ে বিস্তারিত ভাবে ঔষধের বিবরণ তুলে ধরেন আমাদের উপকার হবে ধন্যবাদ আপনাকে ❤❤❤
আলহামদুলিল্লাহ।
আমার ২০০ নম্বর ভিডিওটা দেখেন। আশা করি ইনশাল্লাহ। এছাড়াও এই বিষয়ে আমার আরো কয়েকটা ভিডিও দেয়া আছে আলহামদুলিল্লাহ।
অনেক দোয়া ও ভালোবাসা
আচ্ছালামুয়ালাইকুম,
মুরগির রোগ পরিচিতি, মাইক্রোস্কপিক চিত্র, সনাক্ত করার উপায় এবং প্রতিকার সম্পর্কে ভিড়িও কোন আই ডি তে পাওয়া যায় তা জানানোর জন্য অনুরোধ করছি।
রানী ক্ষেত্রে রোগী ঔষধ বলুন
অনেক অনেক ধন্যবাদ আপু,আমি নতুন ক্ষুদ্র খামারি ভিডিও টি দেখে অনেক কিছু বুঝতে পারছি ও শিখতে পারছি,সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইলো ❤❤❤
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা
অসাধারণ তথ্যপূর্ণ উপস্থাপন অসাধারণ!
আলহামদুলিল্লাহ...
অনেক দোয়া ও ধন্যবাদ
মাসাআল্লাহ অনেক সুন্দর কথা সুন্দর ভাবে বুঝতে পারলাম
আলহামদুলিল্লাহ
আপু তুমি অনেক গুছিয়ে কথা বলো আর তোমার বুঝানোর ধরনটা অন্য রকম আমি তোমার ভিডিও গুলো দেখি, আল্লাহ তোমার সহায় হোক তুমি যেন এভাবেই আমাদের পাশে থাক, অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো আর আমার জন্য দোয়া করো আমিই ছোট একটা খামারি
আলহামদুলিল্লাহ.....
দোয়া কোরো।
সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। অনেক অনেক দোয়া ও ভালোবাসা
মাশা-আল্লাহ
আলহামদুলিল্লাহ
ভিডিও দেখে অনেক উপকৃত হলাম।
❤️❤️❤️
আপনার বিশ্লেষণ গুলা খুব সুন্দর হয়ছে।।ধন্যবাদ
আলহামদুলিল্লাহ।
অনেক অনেক দোয়া ও ধন্যবাদ
Apu ,your discussion is so nice and qualityful also understandable.Allah bless you.
May Allah bless You.....
মাশাল্লাহ ❤
❤️❤️❤️
আপনার কথা খুব ভালো করে বুজতে পারছি।।।
আলহামদুলিল্লাহ ❤️
মাশাল্লাহ, খুবই ভালো লেগেছে আপু...
আলহামদুলিল্লাহ.....
আমাদের জন্য দোয়া করবেন ভাই।
মহান আল্লাহ পাক আপনার উপর রহমত বর্ষন করুন
অনেক সুন্দর হয়ছে আপু আমি জানতাম এই ঔষধ টা এতো কাজ আমি ব্যাবহার কোরবো
আলহামদুলিল্লাহ ❤️
আপু অনেক ভালো লাগলো কথা গুলো
অনেক ধন্যবাদ
আল্লাহ তায়ালা যেন আপনাকেে নেক হায়াত দান করেন
আমিন।
মহান আল্লাহ পাক আপনার সকল নেক আশা পূরণ করুণ
সকল কোম্পানির কিডনি টনিক নিয়ে ভিডিও দিবেন প্লিজ।। আপনার এসব ভিডিওতে আমরা অনেক উপকৃত হই 🥰
ইনশাআল্লাহ.....
অনেক ধন্যবাদ
হেমিক,,অসূদ,,িনয়ম,,জেনে,,খূব,,ভাল,,লাগল
আলহামদুলিল্লাহ
nice very very nice
❤️❤️❤️
মাশাল্লাহ
আলহামদুলিল্লাহ
মাশা-আল্লাহ! অনেক সুন্দর আলোচনা।
আপু আমারতো ভয় হচ্ছে যখন আপনার খামার আরো বড় হয়ে যাবে বা আপনার ব্যস্ততা বেড়ে যাবে তখন এতো সুন্দর করে আমাদেরকে কি বুঝিয়ে বলতে পারবেন।
আল্লাহতায়ালা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আমিন।
আলহামদুলিল্লাহ.....
আল্লাহ পাক আপনার কথা কবুল করেন।
আমিন......
যতই ব্যাস্ত হই, ভিডিও দেবো ইনশাআল্লাহ।
আপনারা তো আমার পরিবার। পরিবার কে ছেড়ে কোথায় যাবো!
@@jowarfarming আলহামদুলিল্লাহ। আল্লাহতালা কবুল করেন। আমিন।
@@jowarfarming
আসসালামুয়ালাইকুম
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দান করুক
আমিন আমিন আমিন
মাশাআল্লাহ
আলহামদুলিল্লাহ
আমিন
আমিন
দিদি তোমার ভিডিও গুলো অনেক ভালো লাগে।। কারণ তুমি ভিডিও গুলো ভেঙে গুছিয়ে বলো যা আমাদের বুঝতে খুব সহজ হয় 🇮🇳❤️❤️
অনেক অনেক দোয়া ও ভালোবাসা।
দোয়া কোরো। আল্লাহ পাক তোমার সহায় হোন
@@jowarfarming ❤️❤️🤗🤗
Very good
❤️❤️❤️
Good presention
Alhamdulillah
Thanx a lot
Mashallah lnformative video
আলহামদুলিল্লাহ
অনেক ধন্যবাদ
আসসালামু আলাইকুম প্রিয় আপু আমার কিছু চোট মুরগির বাচ্চা ৭০/ ৮০ টা হবে কিছু বড সাইজের ৩০ টা কি ভাবে ব্যবহার করতে পারি পিলিজ বলেন পিলিজ আপনার জন্য আপনার পরিবারের সবাই জন্য আমার অন্তর থেকে দোয়া ও শুভকামনা থাকবেন সব সময় জাযাকাল্লাহ খাইরান
ধন্যবাদ
❤️❤️❤️
Nice video
অনেক অনেক দোয়া ও ভালোবাসা ❤️❤️❤️
আপনার বুঝানোর ভাষা অসাধারণ! যতগুলো ভিডিও দেখেছি তারমধ্য অন্যতম। আপু পানির পি এইচ ঠিক রাখতে এটা কি নিয়মিত ব্যবহার করা যাবে? জানাবেন দয়া করে।
আপনার পানির উৎস যদি বিশুদ্ধ না হয়, সেক্ষেত্রে আপনি রেগুলার এটা ব্যবহার করবেন। আর আপনি যদি মুরগিকে গভীর নলকূপ অথবা ফিল্টারের পানি দেন, সেক্ষেত্রে এটা রেগুলার দেওয়ার দরকার নেই, শুধুমাত্র যখন পেটে সংক্রমণ হবে, তখন দেবেন
অনেক ধন্যবাদ ভাই
Many Thanks❤!!
❤️❤️❤️
Thanks
Alhamdulillah
একটা ১০০ মিলি ফেমিকো পিএইচ খোলার পর কতদিন ব্যবহার করা যাবে
আসসালামুয়ালাইকুম আপু
ওয়ালাইকুম আসসালামু ওয়া রহমতুল্লাহ
ভাই ডিমপাড়া কোয়েল পাখিকে দিতে হবে? কিছু কারন বলেন।
আসসালামু আলাইকুম আপু। আমি আপনার ভিডিও দেখে হেমিকো পি এইচ আনছি এখন প্রতি দিন দেবো
ওয়ালাইকুম আসসালাম।
প্রতিদিন দেবার দরকার নেই। পানির পিএইচ কেন প্রতিদিন দেওয়ার দরকার নাই --- এই বিষয়ে ঈদের পরে ভিডিও দেবো ইনশাল্লাহ।
সপ্তাহে একদিন বা দুইদিন দিলেই যথেষ্ট।
খামারে বিশুদ্ধ খাবার পানি দেবেন
কোন ভিটামিন-এর সাথে একত্রে দেয়া যাবে
আসসালামু আলাইকুম, আপু সেলাইন আর পি এইচ কি এক সাথে দেওয়া যাবে আর হে আরেটা প্রশ্ন হলো সেলাইনের পানি কি খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারবো?
ওয়ালাইকুম আসসালাম।
পানির পি এইচ আর স্যালাইন একসাথে দেয়া গেলেও, আপনি আলাদা করেই দেন।
স্যালাইন মুরগির খাবারের সাথে মিশে দেয়া যাবে না এটা শুধুমাত্র পানিতেই দিতে হবে
@@jowarfarming বলছিলাম সেলাইন পানির সাথে মিশিয়ে তারপর সেই পানি কি খাবারের সাথে মিশিয়ে মুরগী খাওয়াতে পারবো?
আসসালামুয়ালাইকুম আপু, অসাধারণ ভিডিও। আল্লাহ সুবহানাহু তাআলা আপনার ভালো করুন।ফিড সাপ্লিমেন্ট কি আপু জানাবেন প্লিজ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহ।
আলহামদুলিল্লাহ।
কিছু ভিটামিন ফিডের সাথে মেশানো যায়। অর্থাৎ পানির সাথে না মিশিয়ে ফিডের সাথে মিশিয়ে দেওয়া যায়, --- সেগুলোই ফিড সাপ্লিমেন্ট
@@jowarfarming জাঝাকাল্লাহ
incepta selko ph
উপাদানঃ এসিটিক এসিড,ফরমিক এসিড, বাফার,কপার
Alhamdulillah ❤️❤️❤️❤️❤️❤️❤️
প্রনাম দিদি🙏🙏আপনার এই ভিডিও টা আমার খুব উপকারে লেগেছে।একটা প্রশ্ন ছিলো। আমি কি এই পানি কবুতরের জন্য ব্যাবহার করতে পারি। দয়া করে উত্তর জানাবেন।ঈশ্বর আপনার মঙ্গল করুন 🙏🙏🙏।আর সাবস্ক্রাইব করে দিলাম।
আসসালামু আলাইকুম। এই পানি শুধুমাত্র কবুতর কেন, হাঁস, টার্কি, কোয়েল সহ সব ধরনের পাখিকে খাওয়ানো যাবে
আপু রক্ত আমাশয় কোচ শেষ করে কি লাইসোভিট দিবো নাকি হেমোকোপিয়েচ দিবো?
পি এইচ এবং লাইসোভিট একসাথে দেন
❤❤❤❤
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@@jowarfarming এই ঔষধটা সবুজ, চুনা বা অসুস্থ কবুতররে খাওয়ালে নাকি সমস্যা আরো বেড়ে যায়
আপু ঔষধ টি কি রাতে ব্যবহার করব নাকি দিনে ব্যবহার করব, দিনে কি সকালে দিতে হবে,,
যেকোনো সময় দিতে পারবেন
ম্যাম
খামার এবং ওষুধ ব্যাবস্থাপনার উপর কোন ট্রেনিং এর ব্যাবস্থা আছে
আমার একটা পোস্টমর্টেমের ভিডিও দেয়া আছে। সেখানে ডাক্তারের ফোন নাম্বার দেওয়া আছে। উনি বাংলাদেশ প্রাণিসম্পদের ডাক্তার। আপনি চাইলে উনার কাছে নিতে পারেন ট্রেনিং
Ph er Sathe ki onno onno osod misiye khawano Jabe apo?
অ্যান্টিবায়োটিক, খনিজ পদার্থ সম্পন্ন কোন ওষুধ পি এইচ এর সাথে না মেশানোই উত্তম
আপু, আমি কি Hemico pH খেতে পারবো? তাহলে আমার কি এরকম হালকা স্বাস্থ্য হবে?
😄
নিতান্তই যদি খেতে চান, মানুষের Ph খান।
প্রতিদিন কাচা হলুদ, কালো জিরা খান----- ভেতর এর সব ব্যাকটেরিয়া বের হয় যাবে ইনশাআল্লাহ।
হালকা হয়ে যাবেন 🤩❤️
আপু একটু বলেন ph r toxin binder কোনটার কি কাজ
পিএইচ পানিতে থাকা ব্যাকটেরিয়া লেভেল কমায় দেয়।
আর টক্সিন বাইন্ডার খাবারে মধ্যে কোন ছত্রাক থাকলে তা নষ্ট করে দেয়। অর্থাৎ টক্সিন বাইন্ডার হচ্ছে ছত্রাক নাশক
আচ্ছা আপু ঔষধের পরিমান ২ মিলি ১লিটার পানিতে মিশিয়ে প্রতিদিন প্রয়োগ করলে কোন সমস্যা হবে কি,, ??? দয়া করে জানাবেন। সৃষ্টিকর্তা আপনাকে দীর্ঘজীবী করুন।
শুভ কামনা ও ভালোবাসা রইলো ❤❤❤
আমিন।
ব্রয়লার এডাল্ট মুরগির ক্ষেত্রে এই ডোজ দিতে পারেন। দেশি মুরগির জন্য ১ লিটার পানিতে ১.৫ মিলি ঔষধ দিলেই হবে
আমার মুরগির বাচ্চা গুলো ঠান্ডা লাগছে কি ওষুধ খাওয়ালে ভালো হবে যদি বলে দিতেন
এই বিষয় নিয়ে অনেক কথা হয়েছে ভাই। আমার বেশ কয়েকটা ভিডিও আছে দেখবেন প্লিজ
Apu osustho prani k ki ph dawya jabe,,,,salmonelar somossa thakle
পানির পিএইচ দিলে মুরগির সুস্থ থাকে। তবে এন্টিবায়োটিক মেশানো পানিতে পানির পিএইচ ব্যবহার না করাই উত্তম
Antiobaiotik er shate ki combaind kore use kora jay
যায়, --- কিন্তু পানির পিএইচ টা আলাদা করে দিলে ভালো হয়।
Assalamualaikum wa rahmatullahi wa barkatuhu wa magfiratu.Apu murgir khaber panir pH range from 6 to 6•8 .Amer mone hoi sothik bhabe pH dite gele Ph meter baboher kore panir sothik Matra baboher Kara uchit.sobjager panio joler pH kintu 7 noi....Apu amer dharonata janalam vul hole khamar chokhe dekben.May almighty Allah bless you and your family members and your chicks with the best wishes and happiness.plz pray for me and my family members and my hens.Ameen....
ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহ।
এটা করা গেলে খুবই ভালো হয়। খুবই জরুরি একটি তথ্য। দেখি কোন একটা ভিডিও তে এই ব্যাপারে আমি বলবো ইনশাআল্লাহ।
অনেক ধন্যবাদ। মহান আল্লাহ পাক আপনার ও আপনার পরিবারকে হেফাজত করুন
বাচ্চা কি ভাবে বুডিং করা লাগবে।একটা বিডি ও বানাবেন। এক দিনের বাচ্চা থেকে। ধন্যবাদ আপা
দেবো ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করতে হবে।
অবশ্যই দেবো। অনেক অনেক ধন্যবাদ
Apa assalamualaikum....hamico PH ar liver tonic ki aki jinis???
ওয়ালাইকুম আসসালাম.....
না ভাই আলাদা
আসসালামু আলাইকুম আপু। হেমিকো পিএইচ আর লিভারটনিক কি একসাথে দেওয়া যাবে?
ওয়ালাইকুম আসসালাম।
দেয়া যাবে
pH r toxin binder ki ak e
দুটো আলাদা
আপু,যেদিন ভ্যাক্সিন (গামবোরো/পক্সভেক্সিন/রাণীক্ষেত)করা হয় সেদিনও কি Ph ব্যবহার করা যাবে?
না দেওয়াটাই ভালো
আসসালামু আলাইকুম
আপু পি এইচ অন্য কোনো ঔষধের সাথে দেওয়া যাবে? যেমন লিভার টনিক, স্যালাইন, লাইসোভিট এসবের সাথে দেওয়া যাবে?
ওয়ালাইকুম আসসালাম।
খনিজ পদার্থ সমৃদ্ধ যে ওষুধগুলো অর্থাৎ জিংক ক্যালসিয়াম ইত্যাদি এবং বিভিন্ন গ্রুপের এন্টিবায়োটিক পি এইচ এর সাথে না মেশানোই উত্তম।
পানির পি এইচ আপনি সবসময় আলাদা করে দেবেন।
আপু অনেক খামারি ph এর পরিবর্তে vinegar ব্যবহার করেন,,,তারা বলেন দুই টার কাজ নাকি এক,,,, আপনি যদি এই বিষয়ে জানাতেন
ভিনিগার নিয়ে আমার একটা ভিডিও দেয়া আছে। সেখানে আমি কি তথ্য দিয়েছি দেখে নেবেন প্লিজ
হেমিকো পিএইচ আর ভাইটাল এমাইনো ২ টা একসাথে দেওয়া যাবে
দেন
ভিটামিন এবং জিংক এর সাথে দেওয়া যাবে
যাবে
আসালামু আলাইকুম আপু কেমন আছেন? আপু ভ্যাকসিন করার পর লাইসোভিট আর লিভার টনিক একসাথে কি খাওয়ানো যাবে
জ্বি দেয়া যাবে।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহ
ভ্যাকসিন করার কই দিন পর থেকে দেব লিভার টনিক
ভ্যাকসিন দেবার আগের দিন থেকে শুরু করবেন এবং ভ্যাকসিন দেবার পর আরো দুইদিন দেবেন
আপু আমি নতুন খামারি কালার বার্ড দিয়ে শুরু করবো, আপনার সাহায্য খুব দরকার, কিভাবে আপনাকে পাবো???
আমার ফোন নাম্বার - 01572014489
শ্রদ্ধেয় আপু, Hemico pH কোন্ বয়সে মুরগীকে দিতে হবে? বাচ্চা মুরগী মানে, ৭ দিন, ১০ দিন বা ২০ দিন বয়সের মুরগীকে দেয়া যাবে?
আসসালামু আলাইকুম।
ভাই..... যে কোন বয়সে দেয়া যাবে ইনশাআল্লাহ
ম্যাম হেমিকো পিএইচ খাওয়ালে কি পায়খানা সবুজ রঙের হয়?
না ভাইয়া
আপু আমি জানতে চাই
Hameco Ph আর Rena ph
এই ২টি ঔষধ কি ভিন্ন ভিন্ন কাজ করে না একই কাজ করে
একই কজ করে
আপু আমার মুরগির রক্ত আমাশা,ডিপ্ল ভেট খায়ানোর পরে এখন পি এইচ খাওয়াচ্চি সাথে সাথে আমাশার ঔষধ দিতে পারবো, একটু জানাবেন
ভাই, আমার৷ ১৭০ নাম্বার ভিডিও তে একজন ডাক্তারের ফোন নাম্বার দেয়া আছে। উনাকে ফোন দিতে পারেন। আমার রেফারেন্স দেন। ইনশআল্লাহ উপকার পাবেন
murgir growth er medicin koto dine dibo
ব্রুডিং থেকেই দেয়া শুরু করতে পারেন
মুরগির প্রতিটা মেডিসিন নিয়ে ভিডিও দেন।
সব মেডিসিন নিয়ে ভিডিও দিতে পারব কিনা জানিনা, তবে গুরুত্বপূর্ণ মেডিসিন গুলো নিয়ে ভিডিও দেবো ইনশাল্লাহ
মুরগিকে ভাতের সাথে এই ওষুধ খাওয়ানো যাবে?
না ভাই। এটা পানিতে মিশিয়ে দিতে হবে
পাখির ক্যালসিয়াম কোর্স করানোর পর Hameco-pH দেওয়া যাবে?
জ্বি দেয়া যাবে
এর জায়গায় ভিনেগার দিলে কাজ হবে?
অবশ্যই কাজ হবে ইনশাআল্লাহ। আমার ২১০ নাম্বার ভিডিওটা দেখবেন প্লিজ।
আপু এন্টিবায়োটিকের সাথে কি ph একসাথে দিতে পারবো নাকি দিয়া যাবে না বললে অনেক উপকার হতো ধন্যবাদ আপু।
দেয়া যাবে ভাই
@@jowarfarming অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।
একটা ১০০মিলি হেমিকে পি এইচ কত দিন ব্যাবহার করা যায়
সালামুআলাইকুম আমি রোমানা ইসলাম সোনারগাঁ নারায়ণগঞ্জ আমার বাড়ী আমার ২ টা লেয়ার ১২ দেশি মুরগি ডিম পারতাছে
অনেকগুলা বাচ্চা আছে বাচ্চাগুলো অসুস্থ ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে খুব অসুবিধে আছি কি করবো আপু আমি আপনার একজন সাবস্ক্রাইবার আমরা সব ভিডিও ফলো করি আমি সব একাই সামলাই।
ওয়ালাইকুম আসসালাম। বাচ্চা মুরগির মল কেমন করছে তা একটু জানান প্লিজ। আর ঠান্ডা লেগেছে কিনা সেটাও জানাবেন প্লিজ। তারপর হয়তো বলা যেতে পারে।
@@jowarfarming আসসালামুয়ালাইকুম আপু অনেক অনেক ধন্যবাদ আমার কমেন্টটা পড়ার জন্য। মুরগির বাচ্চা উঠছে আজ থেকে ১২ বা ১৫ দিন বাচ্চাগুলো ঝিম ধরে থাকে পায়খানা লাল। আর খুব কম খায়।
এটা কি তিতির মুরগিকে খাওয়ানো যাবে ?
যাবে
Apu PH are two plus aksate khaban jave
দেয়া যাবে ইনশাআল্লাহ
Didi amr deshi murgir khabar hozom hosse na ki korbo
লিভার টনিকের কোর্স করেন। মুরগিকে ফার্স্ট যাইম, পানির পিএইচ, টক্সিন বাইন্ডার, জিংকের কোর্স করেন। আল্লাহ ভরসা
হেমিকো পি এইচ এটা একটা পানির পিএস ১ গ্রাম ১ লিটার পানির সাথে দিতে হয় আর এটা সারাদিনে একবার ব্যবহার করলে সবচাইতে বেশি ভালো হয় মুরগির জন্য
একদম ঠিক।
অনেক ধন্যবাদ ❤️
@@jowarfarming thank you apo
৩দিনের কোর্স করনো যাবে
Apu murgir kabar nia jdi kisu bala
আমার ১৪৯ এবং ১৫৩ নাম্বার ভিডিও দেখবেন প্লিজ
পি এইচ কি প্রতিদিন মানে ৩৬৫ দিন দেয়া যাবে?
পানির সোর্স দূষিত হলে দেবেন।
আসসালামু আলাইকুম আপু কেমন আছেন?
আপু ph,লিভার টনিক,ভিটামিন এন্টিবায়টিক কি এক পানিতে দেওয়া যাবে?
ওয়ালাইকুম আসসালাম।আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনিভালো আছেন।ভাই লিভার টনিক কিন্তু একটা ভিটামিন। যখন আপনি মুরগিকে লিভার টনিক দেবেন তখন এর সাথে আর অন্য কোন ভিটামিন না দেওয়া ভালো, না হলে পেটের সমস্যা হতে পারে। পি এইচ, এন্টিবায়োটিক, লিভার টনিক একই পানিতে দেয়া যাবে ইনশাল্লাহ
@@jowarfarming আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।
জাজাকাল্লাহ।।।।।।।
আপু লিভার টনিক ভিটামিন কিন্তূ পি এইচ কি ভিটামিন নয় বুঝিয়ে দিবেন প্লিজ
amr Quail pakhi ke koto ml dibo?? boyosh 80/90 days?
মুরগি এবং কোয়েলের পরিমাপ একই
আসসালামুয়ালাইকুম।
যেকোনো ঔষধ মুখ খোলার পর কতদিন ভালো থাকে?
দেড় থেকে দুই মাসের মধ্যে ব্যবহার করে ফেলা উচিত। তবে সংরক্ষণ ব্যবস্থা খুব ভালো হলে তিন মাস পর্যন্ত ব্যবহার করা যেতে পারে।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহ
আপু আমার কাছে একটি মেডিসিন আছে তাতে লেখা আছে লিভার,কিডনি ফাংশন। এখন কি আমার আলাদাভাবে লিভার টনিক ও কিডনি টনিক ব্যবহার করতে হবে? নাকি এটাই দুটোর কাজ করবে?
ভাই.... দুইটার কাজ করবে।
অনেক ধন্যবাদ
আপু তাহলেতো আলাদা করে লিভার টনিক ও কিডনি টনিক দেয়ার দরকার নেই
Hameco ph তো এন্টিবায়োটিক না...? তাই না...?
না ভাই,
এন্টিবায়োটিক নয়
পি এইস খাওয়ালে মুরগির ওজন কমে যায় কি।
কোনভাবেই না
আপু আসসালামু আলাইকুম। আমি ১০ টা মুরগি দিয়ে ১টি ছোট খামার শুরু করতে চাচ্ছি। আপনি সবার কমেন্টের রিপ্লাই করেন। তাই আমার কমেন্ট এর রিপ্লাই দিলেও আমি খুব সুবিধা পাব। আপনি আমাকে সহায়তা করবেন তো???
ওয়ালাইকুম আসসালাম।
আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে শুনে যে আপনি খামার শুরু করতে যাচ্ছেন। শুরু করে দেন। শুরু করলেই দেখবেন বরকত শুরু হয়েছে আলহামদুলিল্লাহ।
অবশ্যই ১০০ বার সাহায্য করবো।
অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা
@@jowarfarming আলহামদুলিল্লাহ ❤️❤️
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপু আমার ২০০ মুরগির বাচ্চা আছে আজ ১২ দিন বয়স মুভির বাচ্চা গুলো গ্যার গ্যার গ্যারেকের শব্দ হয় কোন ওষুধটা দিলে ভালো হয় আমাকে তো বললে উপকৃত হতাম প্লিজ আমার কমেন্ট একটু উত্তর দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ আপনার মঙ্গল করুক
ওয়ালাইকুম আসসালামু ওয়া রহমতুল্লাহ। আমার ১১৮ নাম্বার ভিডিও তে বলা আছে এই ব্যাপার এ। আপনি সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের এন্টিবায়োটিক দেন সাথে ব্রোঙ্কোভেট দেন প্লিজ। ঔষধ এর গায়ে ডোজ দেয়া আছে
বয়লার মুরগিকে কত দিন পর থেকে পি এইচ দিলে ভালো হবে
বোন আমি মুরগি ছাইড়া পালি তার জন্য পিএইচ মিশানো রাইখা খাওয়ানো সম্ভব না।বিধায় আমি এখন পিএইচ মিশানো পানি কত ml পানি সরাসরি খাওয়াবো
ভাই এভাবে ধরে তো আসলে খাওয়ানো খুব কঠিন ব্যাপার। আপনি মুরগিগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় আটকে রাখবেন যখন ওষুধ মেশানো পানি খাওয়াবেন। ওরা নিজেরাই পানি খাবে ইনশাল্লাহ।
আল্লাহ আপনার নেক হায়াত দান করুক @@jowarfarming
❤
❤️❤️❤️
apu Rena-ph দিলে কি হবে?
জ্বি হবে ইনশাআল্লাহ ❤️❤️❤️
আপু আসসালামু,আমি খাচায় ২ টা ফাউমি পালি , আলহামদুলিল্লাহ ডিমে আসছে , কিন্তু প্রায় দেখি ড্রপিং পাতলা ,এটা কি স্বাভাবিক বা করণীয় কি ?
ওয়ালাইকুম আসসালাম।
আপনি নিওমাইসিন সালফেট গ্রুপের এন্টিবায়োটিক দিতে পারেন। পায়খানা একটু খারাপ হলেচিন্তা করবেন না। খামারে বায়ো সিকিউরিটি বাড়ায় দেবেন খামারে বায়ো সিকিউরিটি বাড়ায় দেবেন। আর সপ্তাহে একদিন পানিতে পি এইচ মেশাবেন
আপু আমার মুরগী গুলো গা ফুলিয়ে রাখে।কি ঔষুধ খাওয়াবো
এই বিষয় নিয়ে আমার একটা ভিডিও দেয়া আছে। ভিডিওতে বিস্তারিত আলোচনা করা আছে এবং চিকিৎসা দেওয়া আছে। একটু দেখে নেবেন প্লিজ
Apu ami akjon notun kamari amar jonno dowa korban.
আল্লাহ ভরসা...
মহান আল্লাহ তা'লা আপনার সহায় হোন
আপু আমার মুগির সুস্থ ।বয়স ১থেকে১.৫মাস । মাসে কয়বার দিব। পর পর ৭দিন দিব
প্রতি সপ্তাহে দুইদিন দেবেন।
১মাস বয়সের মুরগিকে খাওয়ানো যায় কিনা
অবশ্যই খাওয়া যাবে
ph এর আন্য আর এক বেলা ক্যালসিয়াম ভিটামিন দেওয়া যাবে?
যাবে ভাই
@@jowarfarming thanks
আপু আমার মুরগীকে হেমিকো পি এইচ দিচ্ছি তার পাশাপাশি এন্টিবায়োটিক দিচ্ছি এভাবে দেয়া ঠিক হবে কি?
দেয়া যাবে ইনশাআল্লাহ। তবে ক্লোরিন মেশানো পানিতে এন্টিবায়োটিক দিবেন না