নিজেদের জাল বাঁচাবো নাকি ওদের জাল বাঁচাবো | সুন্দরবনের সাগরের গল্প | epi 16 । 4k
Вставка
- Опубліковано 27 лис 2024
- এই পর্বে আপনারা দেখবেন সাগরে একটি মাছের ট্রলারের জাল আমাদের জাহাজের ট্রোল বোর্ডের সাথে পেচিয়ে ছিঁড়ে যায়। ওরা সাগরে ডোবা জাল দিয়েছিল। ওদের বেশ কিছু ভুল ছিল। যেমন ওরা যেখানে জাল দিয়েছিল সেই জায়গা মত ফ্ল্যাগ দেয়নি, এরপর যেখানে জাল দিয়েছিল সেখানে ওরা অবস্থান করেনি। যার কারনে বুঝে ওঠা কঠিন যে কোথায় জাল আছে আর কোথায় নেই। দ্বিতীয় সমস্যা ছিল ওরা যেখানে জাল দিয়েছিল ঠিক পাশেই প্রায় ১ হাজার ফিটেরও বেশী গভীর খাল রয়েছে। কোনভাবে যদি আমাদের জাল ঐ খালে পড়ে তাহলে আর আমাদের জাল টেনে উঠানো আর সম্ভব না। এমনকি জাহাজ ক্ষতিগ্রস্থ হবার সম্ভাবনা থেকে যায়। যারফলে এমন একটি পরিস্থিতি দাঁড়িয়েছে যে ওদের জাল পাশ কাটিয়ে যেতে হলে আমাদের জাল শেষ। যাইহোক পড়ে লিটন ভাই, জাহাঙ্গীর ভাই অনেক কৌশলের সাথে জাহাজ কাটিয়ে ট্রোল বোর্ড তুলে ওদের জাল ছাড়িয়ে সেখান থেকে বেড়িয়ে আসে। এরপর অনে দূরে গিয়ে আমরা আবার জাল সম্পূর্ণ পর্বটি দেখার অনুরোধ রইলো। আশা করি ভালো লাগবে। সবার প্রতি রইলো অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
----------------------------------------------------------------------------
My social media link -
facebook - /backpackersifat
instagram - /backpackersifat
------------------------------------------------------
#সুন্দরবনের_সাগরের_গল্প #সাগরে_জেলেদের_মাছ_ধরা #গভীর_সাগরে_মাছ_ধরা
অনেক সুন্দর লাগছে আপনাকে অনেক ধন্যবাদ কলিজার ভাই
আপনার ভিডিও দেখতে ভালো লাগে।বাঘের গল্প দিয়েন।
এই ধরনের প্রতিকূলতার মধ্যেও জীবন চলমান,❣️❣️❣️
এটাই জীবন ভাই। ঘরে বসে আমরা অনেক কিছুই দেখিনা, বুঝি না। শুধু এটা লাগবে আর ওটা লাগবে। চাহিদার শেষ নেই। ❤
@@backpackersifatআল্লাহ এই জীবন যুদ্ধাদের নেক হায়াত ও সমৃদ্ধি দান করুন
@@mdmehedihasanshantos আমিন ❤
Last kichu din dhore apnar blog dekchi. Ami addicted hoea jachi. Murubbi ta k khub valo lage amr. Amr salam deben unke.
Love from India
অন্যান্য পর্বগুলো দেখার অনুরোধ রইলো। ধন্যবাদ।
@@backpackersifat nischoi bhaijaan
আমিও কি জেতে পারি ভাইয়া সাগরে আমার না দিনের ইচ্ছে ভাইয়া আপনার সাথে কথা বলতে জাই কি বাবে বলবো
যে কোন ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসুক লিংক দেয়া আছে। নক দিয়েন। অন্যান্য পর্ব এবং সিরিজগুলো দেখার অনুরোধ রইলো। ধন্যবাদ।
ভাইয়া আপনারা জলদস্যুদের খপ্পরে কোন সময় পড়েছেন.?
এরা কখনও পড়েনি।
কি অবস্থা ভাই
আলহামদুলিল্লাহ্। আপনার কি অবস্থা ভাই? ❤
@@backpackersifat same to you💝
ওরা সাগরে এসে কত দিন থাকে? ঐ দুইটি কি এক সাথে!
৭ থেকে ৮ দিন। না ওরা আলাদা। বড় জাহাজটাই হল চট্টগ্রামের জাহাজ। ❤
ভাই বাংলাদেশের সামুদ্রিক মাছ কোথায় রপ্তানি করা হয়।
বিভিন্ন দেশে রপ্তানি হয় ভাই। যার লবিং যে দেশের সাথে থাকে আর কি। অন্যান্য পর্বগুলো দেখার অনুরোধ রইলো। ধন্যবাদ।
নতুন ভিডিও পাই না কেন,,,?
জঙ্গল, সাগর দুটোই বন্ধ। তাই ঐদিকে যাওয়া হচ্ছেনা। অন্য কোন দিকে যাওয়ার পরিকল্পনা করছি। খুব শীঘ্রই ইনশাআল্লাহ্ পাবেন।
@@backpackersifat নতুন ভিডিও আচ্ছে না ভাই,এখন ত জজ্ঞল,সগর খোলা।
@@AlAmin-hs6xe শীঘ্রই আসবে ইন শা আল্লাহ্। আজ ১ মাস পর নেটওয়ার্কে আসলাম।
@@backpackersifat ধন্যবাদ ভাই, অপেক্ষায় আছি।
Amader India Tay coto naukay oaylis acy ,tomadar nai kano???
বুঝিনি দাদা আপনার কথা। আরেকবার বলবেন দয়া করে। অন্যান্য পর্বগুলো দেখার অনুরোধ রইলো ভাই। ধন্যবাদ।
এত বড় সাগর তারপরও জায়গা হয় না
মানুষতো! যত পায় তত চায়। তবে এই জেলেরা প্রচুর জায়গা নিয়ে জাল দেয়। যার কারনে চলা ফেরায় সমস্যা হয়। সাগরে কিছু নির্দিষ্ট জায়গা আছে যেখানে বড় মাছ বা বেশী মাছ সব সময় পাওয়া যায়। ঐ জায়গায় সবার মাছ ধরার ইচ্ছে থাকে। ফলে কাছাকাছি জায়গায় সবাই চেষ্টা করে জাল দেয়ার আর তখনই ঝামেলা হয়। অন্যান্য পর্বগুলো দেখার অনুরোধ রইলো। ধন্যবাদ
That man doing job with them or just making videos or he shows up people he’s owned that’s working 🤔
just making videos
Ai Episode ta valo lage nai mas koi
হাহাহাহা। 🤣😂 সব পর্বে মাছ দেখতে হবে? 😁আসছে সামনের পরবেই আবার আসছে। ❤
Ki baler 📸 dakha jay na