আজ রাতের খাবারের জন্য পুটিয়া মাছ রান্না হয়েছিল | সুন্দরবনের সাগরের গল্প | epi 31 । 4k

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 88

  • @muhammadalameen5105
    @muhammadalameen5105 2 роки тому

    Bhi ami Pakistan sa like Kore

    • @backpackersifat
      @backpackersifat  2 роки тому

      মাশাআল্লাহ্‌। thanks vai. keep watching

  • @mirebrahim1112
    @mirebrahim1112 2 роки тому

    ❤️❤️❤️ খুব সুন্দর পরিবেশ।
    সব কিছু মিলিয়ে ভালো লাগার মতন।

  • @apextube4746
    @apextube4746 2 роки тому

    আপনাদের সাথে সাগরে jete chai. Vai

  • @rashelhossen20
    @rashelhossen20 2 роки тому

    ইছকুইট অনেক মিস করি

    • @backpackersifat
      @backpackersifat  2 роки тому

      হাহাহাহাহা। আর হয়নি আমাদের স্কুইড রান্না। আফসোস। ধন্যবাদ 🥰🥰❤️

  • @ShohagUAEvlogs
    @ShohagUAEvlogs 2 роки тому +1

    Sobar jonno doya roilo sobai jeno valo ebong susttho thake...🥰🥰🥰

    • @backpackersifat
      @backpackersifat  2 роки тому

      আমিন। অন্যান্য পর্বগুলো দেখার অনুরোধ রইলো ভাই। ধন্যবাদ 🥰🥰❤️

  • @mdreazulhuda
    @mdreazulhuda 2 роки тому

    You are doing well

  • @SaifAhmed-cl4rq
    @SaifAhmed-cl4rq 2 роки тому

    খুবই ভালো লাগলো, এরকম পরিবেশে সময় কাটানো,খাওয়া, ঘুম
    খুবই রোমাঞ্চকর মনে হয়।যদিও কোনো দিন যাওয়ার সৌভাগ্য হয় নি

    • @backpackersifat
      @backpackersifat  2 роки тому

      যেমন মজার তেমন ঝুঁকির। অন্যান্য পর্বগুলো দেখার অনুরোধ রইলো। ধন্যবাদ

  • @ALENAHSAN
    @ALENAHSAN 2 роки тому +2

    Salam vhi, apnar sathe jete kiki kora lagbe o procedure ki janaben. ❤️

    • @backpackersifat
      @backpackersifat  2 роки тому

      ওয়ালাইকুম সালাম। আমার সাথে যাওয়া সম্ভব হবে বলে মনে হয় না ভাই। এখানে অনেক ঝুঁকি। মালিক পক্ষ আমাকেই নিতে চায়নি প্রথমে। আমার সুন্দরবনের ভিডিও দেখার পর রাজি হয়েছিলো। উত্তাল সাগর, নেভি, কোস্ট গার্ড, মোশন সিকনেস, বৈরি আবহাওয়া ইত্যাদি নানা প্রতিবন্ধকতায় ঘেরা এই সাগর। এক কথায় জীবনের ঝুঁকি নিয়ে সাগরে চলাফেরা মানুষের। মনে কষ্ট নিবেন না। আশা করি বাস্তবতা বুঝবেন। অন্যান্য পর্বগুলো দেখার অনুরোধ রইলো। ধন্যবাদ।

  • @shahintangra7662
    @shahintangra7662 2 роки тому +1

    আফ্রিকা থেকে দেখতাছি ঔ জাহাজে আমার আব্বা থাকে
    মোঃজামাল হোসেন

    • @backpackersifat
      @backpackersifat  2 роки тому

      দারুণ দারুণ। আপনার বাবা (জামাল চাচা) খুবই ভালো মানুষ এবং মজার মানুষ। খুব ভালো সময় কেটেছিল উনার সাথে। অন্যান্য পর্বগুলো দেখার অনুরোধ রইলো ভাই। ধন্যবাদ 🥰🥰❤️

    • @shahintangra7662
      @shahintangra7662 2 роки тому

      ভিডিও গুলো দেখে আমার অনেক ভালো লাগলো।
      এইরকোম ভিডিও ফুটেজ দেয়ার জন্য আপনাকে অসঙ্খো ধন্যবাদ

    • @backpackersifat
      @backpackersifat  2 роки тому

      @@shahintangra7662 🥰🥰❤

  • @BabluSardar-tt8sr
    @BabluSardar-tt8sr 11 місяців тому

    😮

  • @beachbumbengali1282
    @beachbumbengali1282 2 роки тому

    8:19 barracuda. Very fierce. Wish I could caught one some days!

    • @backpackersifat
      @backpackersifat  2 роки тому

      অন্যান্য পর্বগুলো দেখার অনুরোধ রইলো। ধন্যবাদ 🥰🥰❤️

  • @g.mgroupbd9730
    @g.mgroupbd9730 2 роки тому

    ভাই আমি আপনার সাথে যেতে চাই

  • @AlAmin-hs6xe
    @AlAmin-hs6xe 2 роки тому

    ভাই এই একরকম পদ্ধতিতেই মাছ দরা হয়, নাকি আরো কিছু পদ্ধতি আছে,,,

    • @backpackersifat
      @backpackersifat  2 роки тому +1

      এরকম বড় জাহাজগুলোতে এভাবেই ধরা হয়

  • @LifeofBangladesh
    @LifeofBangladesh 2 роки тому

    জাহাজে দারুন মজা হয়। ইলিশ ধরা পড়ে না?

    • @backpackersifat
      @backpackersifat  2 роки тому

      ইলিশের সময় এখনও আসেনি। বর্ষায় ইনশাআল্লাহ্‌ পাওয়া যাবে। 🥰🥰❤️

  • @md.abubakkarsiddique489
    @md.abubakkarsiddique489 2 роки тому

    ভাই আপনাদের সাথে কি যাওয়া যাবে না

    • @backpackersifat
      @backpackersifat  2 роки тому

      খুব কঠিন হবে ভাইয়া। কারন আমি এই জাহাজে মেহমান। তারপরে সাগরের রোলিং, নেভি, কোস্ট গার্ড সব কিছু মিলে অনেক রকমের বাঁধা বিপত্তি আছে। ঝুঁকির মাত্রা অনেক বেশী। অন্যান্য পর্বগুলো দেখার অনুরোধ রইলো। ধন্যবাদ 🥰🥰❤️

  • @MdJihadTalukdar-ml7fb
    @MdJihadTalukdar-ml7fb 3 місяці тому

    আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই নাদের ঠিকানাটা একটু দিয়েন

    • @backpackersifat
      @backpackersifat  3 місяці тому

      ওয়ালাইকুম সালাম ভাই। আমি ঢাকায় থাকি, জাহাজ খুলনার। অন্যান্য পর্বগুলো দেখার অনুরোধ রইল। ধন্যবাদ

  • @sadisk4682
    @sadisk4682 2 роки тому

    Amr kisu janar celo

    • @backpackersifat
      @backpackersifat  2 роки тому

      বলুন

    • @sadisk4682
      @sadisk4682 2 роки тому

      ভাইয়া, আপনি এতদিন যে-ই ভেসেল এ ছি লেন, আমি ও ঐ ভেসেলে ১২দিনের একটা ট্রিপ এ যেতে চাই, কেমনে যাবো, কার সাথে যোগাযোগ করবো, কত টাকা খরচ হতে পারে...... এসব প্রশ্নের উত্তর আমার কাছে নেই। তো,,,,,, দয়া করে যদি এসব তথ্য এবং সহযোগিতা করতেন, বড় উপকৃত হতাম।

    • @backpackersifat
      @backpackersifat  2 роки тому

      @@sadisk4682 খুব কঠিন হবে ভাই। সাগরের রোলিং, নেভি, কোস্ট গার্ড ইত্যাদি মিলে অনেক ঝামেলা এবং ঝুঁকিপূর্ণ। প্রথমে আমাকেই নিতে চায়নি। এক মাস তাদের বুঝাতে পার হয়ে গেছে। আমার সুন্দরবনের ভিডিও দেখার পর তারা বুঝেছে যে আমি পারবো। এরপর রাজি হয়েছে। তারপরেও অনেক কাগজ পত্র, পারমিট ইত্যাদি অনেক ভেজাল। সবকিছুর মুলে পরিচিতি। 🥰🥰❤

  • @abulbashar3424
    @abulbashar3424 2 роки тому

    ভাই জাহাজের বডি কি পুরোটাই কাঠের নাকি নিচের পাট ইস্টিলের.....

    • @backpackersifat
      @backpackersifat  2 роки тому

      কাঠ বডি। অন্যান্য পর্বগুলো দেখার অনুরোধ রইলো ভাই। ধন্যবাদ 🥰🥰❤️

  • @mohamadbellal6232
    @mohamadbellal6232 4 місяці тому

    ভাই আপনার সাথে একটু কথা বলতে চাই

  • @mdyeasinsheikh819
    @mdyeasinsheikh819 2 роки тому

    Vaia. প্লিজ answer দিবেন। বলছি ওই কাকড়া গুলা কি খায় না ???

    • @backpackersifat
      @backpackersifat  2 роки тому

      জি খায়। কিন্তু এতো পরিমানে কাঁকড়া ওঠে যে খাওয়ার জন্য অতিরিক্ত। আর এরা কাঁকড়ার ব্যাবসা করে না তাই কাঁকড়াগুলো ফেলে দেয়। ধন্যবাদ 🥰🥰❤️

  • @amitbhattachariya9357
    @amitbhattachariya9357 2 роки тому

    Please remove your Mask, as the sound is very low.

  • @chittagonghilltractfoodtou7559
    @chittagonghilltractfoodtou7559 2 роки тому

    বাক্সটা কি জন্য লাগে।

    • @backpackersifat
      @backpackersifat  2 роки тому

      কোন বাক্স ভাই? অন্যান্য পর্বগুলো দেখার অনুরোধ রইলো ভাই। ধন্যবাদ 🥰🥰❤️

  • @arefinshajib6308
    @arefinshajib6308 2 роки тому +1

    ভাউ, চার মিনিট ১ সেকেন্ডের সময় হলুদ বড় কিছু একটা জাহাজের পেছন দিয়ে সজোরে চলে গেছে। কি জিনিস সেটা। একটু খেয়াল করলে সবাই বুঝতে পারবেন।

    • @mahdihasan4485
      @mahdihasan4485 2 роки тому

      Shapla mas

    • @backpackersifat
      @backpackersifat  2 роки тому

      খুব মনোযোগের সাথে দেখেছেন। আপনাকে ধন্যবাদ না জানিয়ে পারছিনা। ওটা কিছু না। জালের কাদা ছিল। জাহাজ তখন ঘুরছিল তাই আড়াআড়ি কাদাটা পার হয়েছে বলে ওরকম মনে হয়েছে। অন্যান্য পর্বগুলো দেখার অনুরোধ রইলো ভাই। ধন্যবাদ 🥰🥰❤️

    • @backpackersifat
      @backpackersifat  2 роки тому

      খুব মনোযোগের সাথে দেখেছেন। আপনাকে ধন্যবাদ না জানিয়ে পারছিনা। অন্যান্য পর্বগুলো দেখার অনুরোধ রইলো ভাই। ধন্যবাদ 🥰🥰❤️

  • @hossaina5450
    @hossaina5450 Рік тому

    ভাই এই জাহাজ এর দাম কত টাকা হবে

    • @backpackersifat
      @backpackersifat  Рік тому

      ভাই যতটুকু শুনেছিলাম এগুলো থাইল্যান্ড থেকে টেন্ডারের মাধ্যমে কিনে আনা হয়। ২ থেকে ৪ কোটির মধ্যে পাওয়া সম্ভব। জাহাজের কন্ডিশনের উপর দাম নির্ভর করে বেশীরভাগ ক্ষেত্রে।

  • @azaharhossain4783
    @azaharhossain4783 2 роки тому +1

    অপরিকল্পিত মাছ আহরণের ফলে এরকম অসংখ্য জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে।সরকারের উচিৎ এসব জেলেদের প্রশিক্ষণের ব্যবস্থা করা।এছাড়াও এসব প্রাচীন পদ্ধতি পরিহার করে মতুন পন্থা অবলম্বন করে মাছ শিকার করা।

    • @backpackersifat
      @backpackersifat  2 роки тому

      সহমত। অন্যান্য পর্বগুলো দেখার অনুরোধ রইলো। ধন্যবাদ 🥰🥰❤️

  • @احمدالمنصوري-م5ن
    @احمدالمنصوري-م5ن 2 роки тому

    অক্টোপস ফেলে দেয় কেন এটা খুব জনপ্রিয় খাবার সাগরের সবকিছু খাওয়াতে হালাল

    • @backpackersifat
      @backpackersifat  2 роки тому

      জি হালাল। কিন্তু যে অক্টোপাসগুলো ফেলে দিতে দেখেছেন সেগুলো বাচ্চা। এই কারনে ফেলে দেয়া হয়। বড় হলে রাখা হত। অন্যান্য পর্বগুলো দেখার অনুরোধ রইলো ভাই। ধন্যবাদ 🥰🥰❤️

  • @rubelhosain8474
    @rubelhosain8474 2 роки тому

    Vai kakra gulo ki kora

    • @backpackersifat
      @backpackersifat  2 роки тому

      ফেলে দেয় ভাই। এরা কাঁকড়ার ব্যাবসা করে না তাই। অন্যান্য পর্বগুলো দেখার অনুরোধ রইলো ভাই। ধন্যবাদ 🥰🥰❤️

  • @mystory6694
    @mystory6694 2 роки тому

    Bhai tumra roja rakho

    • @backpackersifat
      @backpackersifat  2 роки тому

      সবাই না রাখলেও বেশীরভাগ মানুষ রোজা রাখে। অন্যান্য পর্বগুলো দেখার অনুরোধ রইলো ভাই। ধন্যবাদ 🥰🥰❤️

  • @deloarhossain7109
    @deloarhossain7109 2 роки тому +2

    মোট কয়দিন থাকা হলো ভাইয়া আর কতোদিন থাকবেন। ১ম কমেন্ট দাতা ❤️

    • @backpackersifat
      @backpackersifat  2 роки тому

      মোট ১১ দিন ছিলাম। নেমে এসেছি জাহাজ থেকে ভাইয়া। ধন্যবাদ 🥰🥰❤️

    • @deloarhossain7109
      @deloarhossain7109 2 роки тому

      @@backpackersifat ওহহহ। আলহামদুলিল্লাহ ভালো থাকবেন।

    • @deloarhossain7109
      @deloarhossain7109 2 роки тому

      @@backpackersifat ওহহহ। আলহামদুলিল্লাহ ভালো থাকবেন।

  • @mong17811
    @mong17811 9 місяців тому

    সমুদ্রের কচ্ছপ একটি বিপন্ন প্রাণী এই নিয়ে আপানাদের সচেতন হওয়া উচিত। আপনাদের এই মরমরতা কোন ভাবেই মেনে নেওয়া যাই না এর বিচার অবশ্যই হওয়া দরকার 👍👍

    • @backpackersifat
      @backpackersifat  9 місяців тому

      সঠিক বলেছেন। সেই সাথে অন্যান্য পর্বগুলো দেখার অনুরোধ রইলো। আশাকরি উত্তর পাবেন। ধন্যবাদ

  • @dewanrezwanulhaque606
    @dewanrezwanulhaque606 2 роки тому

    Video krar jnno jeleder kto tk paid krte hoi ?

    • @backpackersifat
      @backpackersifat  2 роки тому

      টাকা দিয়ে সব কিছু হয় না ভাই। অন্যান্য পর্বগুলো দেখার অনুরোধ রইলো। ধন্যবাদ 🥰🥰❤️

  • @Bhairav11111
    @Bhairav11111 2 роки тому

    আমি মাছ শিকারে যেতে চাই,কারও যদি পরিচিত মাঝি থাকে প্লিজ ঠিকানা আর ফোন নাম্বার প্লিজ।

  • @hamimhasnat3950
    @hamimhasnat3950 2 роки тому

    Octopus sell hoina??

  • @xtreme613
    @xtreme613 2 роки тому

    Turtle emnei bilupto pray prani egulare abar dhore dhore mare😭

    • @backpackersifat
      @backpackersifat  2 роки тому

      দৃশ্যগুলো খুবই কষ্টদায়ক। তবে কেও ইচ্ছাকৃত মারে না। আর জাল টানলে এরকম দুর্ঘটনা ঘতবেই। কিছু করার নেই। অন্যান্য পর্বগুলো দেখার অনুরোধ রইলো। ধন্যবাদ 🥰🥰❤️

  • @world-ox1if
    @world-ox1if 2 роки тому

    কাঁকড়া গুলি ফেলে দেয় কেন ভাই এগুলো বিক্রি করা যায়

    • @backpackersifat
      @backpackersifat  2 роки тому

      এরা কাঁকড়ার ব্যাবসা করে না তাই ফেলে দেয়। অন্যান্য পর্বগুলো দেখার অনুরোধ রইলো। ধন্যবাদ

  • @javidmohd4906
    @javidmohd4906 2 роки тому

    কাঁকড়া ত সবাই খায়,কিন্তু উনারা ফেলে দিচ্ছে কেন

    • @backpackersifat
      @backpackersifat  2 роки тому

      এতো কাঁকড়া খেয়ে শেষ করা সম্ভব না। আর উনারা কাঁকড়ার ব্যাবসা করে না তাই ফেলে দিচ্ছে। অন্যান্য পর্বগুলো দেখার অনুরোধ রইলো। ধন্যবাদ 🥰🥰❤️

  • @sohebmamun9061
    @sohebmamun9061 2 роки тому

    যা মাছ পায় তার চাইতে বেশি মাছ নষ্ট করে

    • @backpackersifat
      @backpackersifat  2 роки тому

      এরকমটা আপনি মনে করেন। অন্যান্য পর্বগুলো দেখার অনুরোধ রইলো ভাই। ধন্যবাদ 🥰🥰❤️

    • @sohebmamun9061
      @sohebmamun9061 2 роки тому

      @@backpackersifat সব পর্বই দেখেছি

  • @HighSkyBro
    @HighSkyBro 2 роки тому

    2:41 এতো তাপের মধ্যে উম্মুক্ত স্থানে গ্যাস সিলিন্ডার রাখা টা কি ঠিক?তাপের কারণে সিলিন্ডার বিষ্ফোরণ খুবই স্বাভাবিক একটি ঘটনা।সাবধানতা অবলম্বন করা উচিত।

    • @backpackersifat
      @backpackersifat  2 роки тому

      আপনাকে ধন্যবাদ না জানিয়ে পারছি না। কারন আপনি খুব মনোযোগের সাথে ভিডিও দেখেছেন বুঝা যাচ্ছে। সিলিন্ডার ওখানে রাখা হয়েছে নিরাপত্তার জন্য। কারন বাইরে যেমন রোদের তাপ আছে সত্য তেমনি প্রচণ্ড বাতাস আছে। কিন্তু নিচে রাখার মত অত ভালো জায়গা নেই। রান্নাঘরের সাথে ইঞ্জিনরুম। বিশ্বাস করবেন কিনা জানিনা নিচে কোন কিছু রান্না করার আগেই ইঞ্জিনরুমের তাপে অর্ধেক সিদ্ধ হয়ে যায়। এতো পরিমানে তাপ। মুল কারন ইঞ্জিন। অন্যান্য পর্বগুলো দেখার অনুরোধ রইলো। ধন্যবাদ 🥰🥰❤️