স্যার আমার দাদা মারাজাবার পরে আমার বাবা চাচার নামে কোনো বন্ঠন নামা দলিল হয়নাই কিন্তু বাবা চাচা জমি বিক্রি করছে আমরাও বিক্রি করেছি আমার বাবার একটা দলিল দিয়েছে আর সেটি একটি চুক্তি আছে ছেরেদিবে এখন দিতেছেনা ওরা রেকর্ড করেনাই আজ ৩০ বছর দরে ভোগ দখল করে আসছে তাদের ছাইন আছে চুক্তিতে তারা মারা গেছে দুজন বেছেআছে তিন জন তারা ছারতে চায়না এখন কি করনিও একটু জদি ছাজেসন দেন তাহলে আমি উপকৃত হবো৷৷ আর একটা জমি সমিতির উপরে দিয়েছেন সেটাও সমিতিনেই ২০ বছর তাদের নামে রেকর্ড নেই দখলে নেই দলিল হয়েছে সবাপতি বরাবর কারো নামেনা আমার বাবা তো মারাগেছে এই জমিটা কি আমরা পেতে পারি
স্যার আপনার কথাগুলো অত্যন্ত সুন্দর অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের রেজিষ্ট্রি বন্টননামা দলিলে হাল দাগ ঠিক আছে কিন্তু সাবেক দাগ ভুল হয়েছে যার কারনে নামজারিতে সমস্যা হচ্ছে । এখন করণীয় কি
দাগ নাম্বার ভোল ১৮ বছর পর খারিজ করতে গিয়ে জানতে পারি। জেদ্দা থেকে দেখছি ধন্যবাদ । এখন একটু চিন্তায় আছি জার কাছ থেকে জমিটা কিনছি সে তেমন সোবিদার মানুষ না
স্যার, জমি বিক্রেতার এস এ রেকর্ড জমির পরিমাণ ২৫ শতক, কিন্তু আর এস রেকর্ড জমির পরিমাণ ১৬ শতক, এবং জমি ক্রেতা এস এ রেকর্ড ও আর এস রেকর্ড অনুযায়ী ২০ শতক দলিল হয়েছে, সেক্ষেত্রে নামজারীতে কোনো সমস্যা আছে কি?
sir ami akta boro somossai aci jodi ektu poramosso diten tahole valo hoto amar akta jomi karij korte gecilam kinto bumi ofce teke boltece dolil a naki index number vul ace sokari jorip cara naki hobe na ar ai jomita ami 40 bocor age kroy korcilam akon ki korte pari plz advice !
Sir ,vamar khorida doliler baya doliler topsil holo rs dag moto,kintu amar munsi,likhok rs dag Milaia bs dag ta vhul bosayache sir ,ekhon datao intiqaal korechen,tahar warih gon achen, sir suraha ki vhabe hote pare?
Jahara gorib mamla chalata him shim kheta hoy kono karona shotik vaba mamlar shothik kargo krom pori chalona korta parchena tader bishoya ki korar asa janta parbo ki sir
স্যার আপনার কাছে আমার একটি প্রশ্ন আমাদের একটি জমি টোটাল ৪ শতক এখানে আমার চাচা শ্বশুরের বাবা অর্থাৎ আমার দাদা শশুর ২ শতক দলিল দিয়ে গিয়েছে আমার চাচা শ্বশুরকে এবং ওনার জমিতে চোহদ্দি নির্দিষ্ট করে নাই তার মানে সম্পূর্ণ জমির মধ্যেই দুই শতক লিখে দিয়েছেন এবং আমার আপন দাদা শশুর তার ছেলেকে অর্থাৎ আমার শ্বশুরকে পরবর্তী কয়েক বছর পর ওনার 2 শতক জায়গা হতেই চৌহদ্দি নির্দিষ্ট করে দলিল দিয়ে গেছেন এখন কোন দলিলটা গ্রহণযোগ্য হবে?
আসসালামু আলাইকুম। আমার আম্মারা ৬ ভাই ৪বোন। আমার মাকে বাদ দিয়ে বাকী ৯জন সব জায়গা ভাগ বাটোয়ারা করে নিয়েছে। কিছু জায়গায় আমার মায়ের নামে বিএস আছে। এখন আমার করনিয় কি জানালে উপকৃত হতাম।
আমার একটি দলিলে ৭টি দাগের মধ্যে ২/৩টি দাগ নং ভুল। দাতার কোন ওয়ারিসান নাই। কিনতু ঐ খতিয়ানে অন্য দাগে দাতার জমি আছে। করনীকের ভুলে র কারনে এহেন ভুল হয়েছে? দাতা বেচে নাই। হলপ নামায় সব কিছু ঠিক আছে। দাতার পৈতৃক সমপওি । দয়া করে মতামত দিবেন।
"স্যার আমি গাজীপুর থেকে বলছি আমি জমি সংক্রান্ত বিষয়ে একজন ভুক্তভোগী আমি সবসময় আপনার ভিডিও গুলো দেখি আমি সরাসরি আপনার সাথে দেখা করতে চাই অথবা ফোনে কথা বলতে চাই প্লিজ আপনার নাম্বারটা দিবেন আল্লাহ আপনার মঙ্গল করুক" আমিন
স্যার আমাদের দলিলে দাগ নাম্বার ভুল দলিল ১৯৭৬ সালের, কিভাবে সংশোধন করতে পারি,, দাতা গ্রহিতা উভয়ে মৃত, দাতার ওয়ারিশ এ ক্ষেত্রে আপত্তি নেই কিন্তু তিনি সংশোধন করেও দিবেন না।। কি করতে পারি
@@STOPTORTUREBD স্যার বর্তমান দলিলে দলিল নাম্বার ২৩৭৫ হওয়ার কথা ৯৩৭৫।এই দলিলের দাতা বিক্রি করে নাই জমি,,,, গ্রহিতা রা বলে বিক্রি করছ আবার দলিল ও দেখাই ভলিয়ম এও আছে,,,গ্রহিতার বায়া দলিল নাম্বার ভুল
দাগ নাম্ভার ঠিক আছে। কিন্তু চৌহদ্দি উল্লেখ করে নাই। ২৭ বছর পুর্বে জমি কিনেছি, তখম এগুলো কিছুই বুঝতাম না। আপনাদের ভিডিও দেখে কিছুটা বুঝেছি। আমার প্রশ্ন চৌহদদি কি পদক্ষেপ নিলে ঠিক করা যাবে ?
স্যার আমি একজনের নিকট, থেকে জমি খরিদ করেছি,, উনি নিয়েছেন উনার মায়ের কাছ থেকে,, এতে এস, এ দাগ ঠিক আছে,, কিন্তু আর /এস দাগ ভুল হয়েছে,, এখানে বলে রাখছি যে,, আমার দাতা উনার নামে,, নাম জারি করেছেন,, তাতে দাগ নাম্বার ঠিক আছে,, আর আমি সঠিক নিয়মে আমার নামে,, নাম জারি করিয়েছি,, এই আমার করনীয় কি ?
বিনিময় দলিল নাই কেস নং আছে ডিড অব সেটেলমেন্ট দলিল আছে। এস রেকর্ড আছে বি আর এস আছে। গেজেট সরকারে ১ খতিয়ানে গাছে। মালিকানা পাব । লোয়ার কোর্ট আমার কাগজ জাল
স্যার আমার বাড়ি ঘর আছে, ঔজায়গাটি আমার দাদার কাছ থেকে পাওয়া এবং এক চাচার কাজ থেকে দুই শতক জমি দশ বছর আগে কয় করি, আমার আরেক চাচা দাদার ভাই থেকে খরিদ করে ৯শতক, আমার বাবা তার আরেক চাচা কাছ ৯ শতক দলিল করে, এবং আমার বাবা নামজারী করেন,আমার প্রশ্ন হলো সে চাচা দলিলে চৌহদ্দি আমার বাড়ি ঘরে উপর দিয়েছে, এবং বলছে আমার ঘর ভেঙ্গে জায়গা দেওয়ার জন্য, আমি কি করতে পারি,এবং এ দাগে মোট জমি ৪৫ শতক, দাদারা পাচ ভাই, চাচার জায়গা থাকার সত্য আমার বাড়ি ঘরে জায়গা চাই,,পরামশ পেলে উপকৃত হতাম,,
দেশের বাহির থেকে যারা যোগাযোগ করতে চায় তারা তাহলে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে কারণ ডাইরেক্ট ফোন তো দেওয়া যায় না ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিতে হয় এ বিষয়ে যদি বলে দিতেন তাহলে উপকৃত হতাম
স্যার আমারও জামিনে বা দলিলে দাগ নাম্বার ভুল এসেছে।ঐ যায়গা ১৯৩৪/সালে খরিদকৃত। আমি বন্টকনামায় মালিক হই ১৯৮২ সালে।আমাদের চৌহুদ্দি ঠিক আছে। বৃক্রী কৃত লোক ও মৃত আমার পিতা ও মৃত।
ধন্যবাদ আপনাকে আল্লাহ আপনার নেক হায়াত দান করুন আসসালামু আলাইকুম । আমার বাবার ৬৯ কিনা বাড়ী তিনির চাচা বিক্রি করে ছিলো এই বাড়ীতে বাবা পাকা বাড়ী তৈরি করে এখন পর্যন্ত আমরা বসবাস করিতেছি জাগার চৌহদ্দি ঠিক আছে দাগ ভুল দিয়েছে বাবা লন্ডন প্রবাসী মামার হাতে খরিদ করেন মামা লেখা পড়া যানেন না । এদিকে কোনো খেয়াল ও করেন না । তবে হলফ নামায় লিখা আছে যে এই জাগায় তার বা তার কোন উত্তর সুরির দাবি থাকিবেনা বাবা ২০০৮ য়ে মারা যান বাবা মরার পর বিক্রি দারের ছেলেরা বাড়ীতে তাদের জাগা আছে বলে মাথা মাথী করে ও গ্রামের দুর্নীতি বাজ দের নিয়ে ঘুরা ফিরা করে তখন আমার ভাইয়েরা দলিল বের করে আপন বোন ও বোনের সামী মহরীরর থাকায় তাদের কাছে দলিলটি সংশোধনের জন্য দেয় লন্ডন থেকে দুই ভাই তারার ফটো এবং টাকা দিয়ে বলে বাড়ী টি মৃত বাবার নামে যদি রিজেস্টারী হয় না তবে আমরা দুই ভাই য়ের নামে রিজেস্টারী করে নিও এই সুবাদে বোনের সামী মহরীর ও বোনের দুই পুত্র মিলে দলিলটি ২০১৬ সালে বোনের নামে রিজেস্টারী করে দলিল নাম জারী করে নেয় এবং দলিলটি বোনের কাছে রেখে দেয় ২০২০ সালে জানা জানি হলে ভাইরা আমাকে ঐ বোনের নামে মামলা দিতে বলে ঐ বোনটি বাবার বাসায় সিলেটে থাকতো আমি সামী কে ছেড়ে আমার বাচ্ছা গুলা নিয়ে বাবার গ্রামের ঐ বাড়ীতে থাকতাম ২০১১ সালে ঐ বোনটি আমার প্রতিবেশি হিংসুটে দুর্নীতি বাজ দের নিয়ে গুপনে সলা পরামর্শ করে আমাকে সপরিবারে এক কাপড়ে ভিটা উচ্চেদ করে দেয় ও আমাকে প্রানে মারার চেষ্টা করে আমি অনেক কস্টে মানবেতর জীবন কাটিয়েছি সেই সময় ঐ বোন সকল দুর্নীতি বাজ দের নিয়ে বাবার জমি পাঁচ থেকে ছয় কিয়ার বিক্রি করে আর যখন জালিয়াতি দলিল করার কথা ২০২০ সালে ভাইরা শুনে আমাকে বাড়ীতে আনে তখন কিন্তু ঐ বোনের সামী সন্তান ছাড়া আমার প্রতিবেশি শত্রু চাচাইন চাচাতো ভাইয়াইন আল্লাহর বিচারে সবাই কবরে চলে যায় আমি ঐ বোনকে বললাম বাড়ী জালিয়াতির কেইছে জেল কাটবে ভালোয় ভালোয় বাড়ীটি ফিরিয়ে দেও তখন বোনটি বলছিল আমাকে মামলা দিওনা আমি বাড়ীটি আমার ইচ্ছায় করি নাই আমার সামী মহরীর আর আমার পুত্রদের পরামর্শে করেছি তবে আমি এখন কারো কথা শুনবে না বাড়ীটি ফিরিয়ে দিবো তখন বাসায় তার পুত্রদের সাথে তার বিবাদ শুরু হয় আর ২০২১ সালে করোনা ভাইরাসে ঐ বোনটি মারা যায় তখন তার ছেলেরা ও সামী মিলে আমার বাবার বাসায় ঐ বোনের যে পাওনা ছিলো তাও তারা মামাদের কাছ থেকে নিয়ে নেয় ও বাসা থেকে চলে যায় পরে আমাদের গ্রামের সকল মাতবর দালাল নিয়ে দাবি করে বাড়ীটি তারার কিনা আমার বাবা নাকি অবৈধ দখলে ঐ বাড়ীতে থাকতেন এখন গ্রামের মাতবররা আমাকে জুর পুর্বক চায় বাড়ী থেকে তুলে দিয়ে ওদেরকে ঢুকায়ে বাড়ীটা তারা বাড়ীটি কিনে নিতে আর মাতবররা বলে আমার বাবাকে তারা চিনে না ঐ বাড়ীর মালিক জালিয়াতি দলিলিলের উত্তর সুরিরা এমন কি আমাকে বলে এই দলিল জাল বলতাম না তারার দলিল ঠিক আমার বাবার পুরানো ৫৫ এর উর্ধের দলিল বের করে দেখাইলাম তবুও মাতবররা বলে তোমার বাবার দলিলে দাগে ভুল এই দলিলে দাগ সঠিক আর মাতবররা বলে আমি কৌটে কেইছ দিতাম না তারার গ্রামের মান ইজ্জত যাবে আর ঐ সকল মাতবররা আমাকে আমার বোন দ্বারা সপরিবারে এক কাপড়ে ভিটা উচ্চেদ করিয়া দিয়া আমার বাবার জমি গুলা লুটের মালের মতন বেচা কিনা করে নিয়েছে ৫০ বছর আগের কিনা জমি এসে রেকটে তার বাতিজির নাম রয়েছে এই জমি গুলা ঐ ভাতিজির কাছ থেকে নুটিস দিয়ে রিজেস্টারী করে নিজের নামে করে নিয়েছে আমার আপন চাচাতো ভাই এভাবে চাচাতো ভাইটি আমার বাবার আরো অনেক জমি নিয়েছে আপনি আমাকে আপনার নাম্বারটি লিখে দিবেন আমি এই বিষয় নিয়ে কি করবো এক উকিলের কাছে দলিল গুলা দিয়ে ছিলাম সে ঝুলায়ে রেখেছে আপনার সাথে আমি সরা সরি ফনে কথা বলতে চাই এই আমার নাম্বার ০১৭২৬৪৯৯৯১৯ আমার নাম কবি শাহিনা জালালি পিয়ারা
স্যার,, সালাম নিবেন। আমার একটি জমির দলিলে দাগ নঃ ভুল আছে।অর্থাৎ জমিটি প্রথমে আমার শুশুরের ছিল।আমার শশুর ( মৃত) আমার শাশুড়িকে লিখে দেয়।কয়েক বছর পার আমার শাশুড়ি তাহার মেয়েকে হেবা নামা নিয়মে লিখে দেয়।আবার তার মেয়ে অর্থাৎ আমার স্তীর সেই জমি আমার কাছে বিক্রি করে।এখন কথা হলো= আমার শাশুড়িকে যখন জমি লিখে দেয়ে তখন দাগ নাঃ ছিল না।কিনতু আমার শাশুড়ি যখন তার মেয়েকে লিখে দেয় তখন জমির দাগ নাঃ দেয় ৪১ কিনতু তার পরে আমার স্তী যখন আমার কাছে বিক্রি করে তখন জমির দাগ নাঃ দেয় ৪৩। এখন বর্তমানে ৪৩ দাগের মালিক বলতেছে আপনি যার কাছ থেকে জমি ক্রয় করেছেন তার দাগ নাঃ ৪১ সুতরাং এই জমির মালিক আমি হবো না।এখানে বলে রাখি আমার শাশুড়ির জমির বর্তমান দাগ নাঃ ৪৩। স্যার এই অবস্থায় আমি করিব।এখন যদি আমার শাশুড়ি তার মেয়েকে পুনরায় সঠিক দাগ নাঃ দিয়ে সংশোধন করে দেয় তাহালে আমার জমির মালিকানা কি টিকবে? আমি আবার বলছি ১ম আমার শাশুড়ি জমির দাগ ছিল ৪৩ ২য় আমার স্ত্রীর জমির দাগ নাঃ ৪১ ৩য় আমার জমির দাগ নাঃ ৪৩ এই অবস্থায় আমার কি হ বে।
স্যার আমার জমির চৌহদ্দি ভুল হয়েছে কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি সাব রেজিস্ট্রার সাহেব ঠিক করে দিতে চাচ্ছেন না প্রচুর টাকা চাচ্ছেন এবং আরও বললেন নুতন দলিল করার জন্য যেখানে আমার ৪ লাখ টাকা লাগতেছে। এত টাকা দিয়ে দলিল করা আমার জন্য অনেক কষ্টের। এখন আমি কি করবো দয়া করে জানালে উপকৃত হব।
স্যার,,,,আসছালামু আলাইকুম। স্যার আপনার সুস্বাস্থ্যে কামনা করছি। স্যার চৌহুদ্দি নিয়ে আমার অন্য রকম একটা প্রশ্ন : সিএস/এস এ রেকর্ড অনুযায়ী আছাব শেখ সাবেক ২৮১৩ দাগে ২১ শতাংশ ভূমির মালিক, উক্ত আছাব শেখ বিগত ১৯৬৬ সন তারিখে ২১ কাত ১১ শতাংশ ভূমি বিল্লাল মিয়া ও নুরুল ইসলাম দুই জনের নিকট বিক্রয় করেন, উক্ত দুইজন ব্যক্তি বিগত ১৯৮২ সন তারিখে আলী আকবরের নিকট ১১ শতাংশের স্থলে ২১ শতাংশ ভূমি বিক্রয় করেন। পরবর্তীতে উক্ত আলী আকবর ২১ শতাংশ ভূমির সাবেক খতিয়ানে ২০০২ সনে নামজারী করেন এবং সর্বশেষ আরএস রেকর্ড লিপিবদ্ধ করেন। পরবর্তীতে সিএস/এস এ মালিকের ২১ শতাংশ ভূমির মধ্যে বিক্রিত ১১ শতাংশ ভূমি বাদে ১০ শতাং ভূমি অন্যত্র বিক্রয় করেন। পরবতীতে রেকর্ডীয় মালিক রেকর্ড মোতাবেক অন্যত্র আংশিক ভূমি বিক্রয় করেন এবং উক্ত দলিলে সিএস রেকর্ডের মালিকের বিক্রয় গ্রহীতার দখল আছে মর্মে দালিলিক ভাবে চৌহুদ্দিতে স্বীকার করেন,। বর্তমানে রেকডীয় মালিক রেকর্ড মোতাবেক ২১ পুরুটার দাবী করছে, বিধায় ১০ শতাংশের মালিক রেকর্ডের মালিকের বিরুদ্ধে মাঠরেকর্ড সংশোধন করার জন্য মামলা করেন। রেকডীয় মালিক লাভবান হওয়ার জন্য ১০ শতাংশ মালিকের নাম চৌহুদ্দিতে দেয়া নাম কর্তন করার জন্য তাহার বিক্রিত গ্রহীতার দলিলে উত্তরে পাশে হাসান স্থলে দাতা নিজ লিখে দলিল সংশোধন করার মামলা করেছে। ইহাতে রেকর্ড সংশোধনীয় বাদী কি ঐ মামলায় অর্ন্তভূক্ত হতে পারবে যাহা ঐ দলিলটির নাম সংশোধন করতে না পারে। সংশোধন করলে আমি রেকর্ডীয় বাদীর ক্ষতি হইবে, নতুবা আমি বলতে পারবো না যে, রেকডীয় মালিক নিজেই আমাকে অন্য একটি দলিলের চৌহুদ্দিতে মালিকানা স্বীকার করেছেন, আমি যাহাতে এমন কথা না বলতে পারি, আমার বিবাদী, বাদী হয়ে তাহাদের বিক্রিত জমির ক্রেতাকে বিবাদী বানিয়ে যোগসাজসে একতরফা ভাবে দলিলের চেৌহুদ্দি সংশোধন করার চেষ্টা করছে। আমি একজন উকিলের সাথে পরামর্শ করেছি, তিনি বলেন যেহেতু সংশোধন মামলার বাদী কিংবা বিবাদী আপনি নন, যেহেতু জজ সাহেব আপনার দরখাস্ত গ্রহন করবেন না, আমি চাচ্ছি যেহেতু একই দাগের রেকর্ড সংশোধন মামলা চলমান আছে সেহেতু একই দাগের সংশোধন মামলা বন্ধ রাখার চেষ্টা করছি, কি করে সম্ভব, দয়া করে জানাবেন, বা কোন আইনের ধারায় দরখাস্ত করা হলে জজ সাহেব গ্রহণ করবেন। ধন্যবাদ
CS SA দুই খতিয়ানে আমার দাদার নাম এখন অন্যের দখলে আছে আমার দাদা বর্গা দিয়েছিল আমরা ওই জমি সহজ পদ্ধতিতে কিভাবে পাব জমি এর পরিমান সাড়ে 27 এ কর ওই সম্পত্তি দাদার পূর্বপুরুষের আমার দাদা ওই সময় সাব রেজিস্ট্রার ছিলেন
As salamoalikum, my father take one land 1981,but right now we see your land CS + sa ,right but RS dag right now map not other place, cs+sa total land (3.50) akorn, (350) sotanso,my father owner (1,10 akor) 110 sotanso,it's ok,and right now sume body have to the (rs ) raked, same your poison, under the rs rekod th
আমার দলিল আমার হাতে আমার জমি ক্রয় কেন করল আমি জানি না অনেক দিন দলিল করে দিয়েছি বলে ছাবরেজেস্টার অফিসে নকল আছে কি করি মুল দলিল নামবার সন তারিখ ভুল সন তারিখ ভুল বায়া দলিল সন ভুল৷ জমি নিল চার দাগে দলিলে লেখা পাচ দাগ তাই আমি কি৷ করি৷
সার আমার বাবা আমাদের দুই ভায়ের হেবা ঘোসনা দলিল করে দেয়। কিন্ত চৌহদ্দি ভুল হয়। তাই আমি আমার বাবা আথাত দাতা দারা পুবের দলিল নামবার উল্লেখ করে ভুল সংসদ দলিলকরি কিন্তু ভাই চলাচলে রাসতা দিতেছে না
Sir assalamualikum, Ami jantea chai Jodi khotiyan a 4 ti dag thake akti dag theake jomi kroy korle Jodi oi dag a jomi na thake tahole onno dag a jomi paoya jabe
খান রেজাউল স্যারকে ধন্যবাদ
আপনাকেও অসংখ্য ধন্যবাদ
আসসালামু আলাইকুম স্যার আপনার ভিডিওর কথাগুলো আমার এতো ভালো লাগলো যে মনে হলো আপনি একজন সত ও নীতিবান লোক আল্লাহ আপনার মঙ্গল করুন
😊😊😊
স্যার আপনার সুস্বাস্থ্যে কামনা করছি। আপনার পরামর্শ আমার খুবই ভালো লাগছে।
স্যার আপনার কথাগুলো অত্যন্ত সুন্দর অসংখ্য ধন্যবাদ আপনাকে
Apna mobile number
স্যার আপনাকে ধন্যবাদ
ভাল পরামর্শ বন্ধু
জাযাকা আল্লাহ খায়ের
অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে
m.ua-cam.com/channels/KwpUBYStA4vVtgBP0p-Xlg.html
কোন ধরনের ভিডিও করলে ভাল হয় জানাবেন। আমাদের নতুন চ্যানেলের লিংক সাবস্ক্রাইব করবেন। অনুরোধ রইলো।
Sir ociotnama ki data batil korte parben?janale onk upokkrito hotam
চৌহদ্দি বড় সমস্যা না কিন্তু দাগের সমস্যা হচ্ছে বড়
মাশা-আল্লাহ,, জাজাকাল্লাহ খাইরান,,,,
স্যার আমার দাদা মারাজাবার পরে আমার বাবা চাচার নামে কোনো বন্ঠন নামা দলিল হয়নাই কিন্তু বাবা চাচা জমি বিক্রি করছে আমরাও বিক্রি করেছি আমার বাবার একটা দলিল দিয়েছে আর সেটি একটি চুক্তি আছে ছেরেদিবে এখন দিতেছেনা ওরা রেকর্ড করেনাই আজ ৩০ বছর দরে ভোগ দখল করে আসছে তাদের ছাইন আছে চুক্তিতে তারা মারা গেছে দুজন বেছেআছে তিন জন তারা ছারতে চায়না এখন কি করনিও একটু জদি ছাজেসন দেন তাহলে আমি উপকৃত হবো৷৷
আর একটা জমি সমিতির উপরে দিয়েছেন সেটাও সমিতিনেই ২০ বছর তাদের নামে রেকর্ড নেই দখলে নেই দলিল হয়েছে সবাপতি বরাবর কারো নামেনা আমার বাবা তো মারাগেছে এই জমিটা কি আমরা পেতে পারি
sir i am azam khan from dinajpur thanks for your information
স্যার আপনার কথাগুলো অত্যন্ত সুন্দর অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের রেজিষ্ট্রি বন্টননামা দলিলে হাল দাগ ঠিক আছে কিন্তু সাবেক দাগ ভুল হয়েছে যার কারনে নামজারিতে সমস্যা হচ্ছে । এখন করণীয় কি
জমিন ১ দাগে, চৌহদ্দি অন্য দাগে তাহলে মালিক হবেন দাগে না কি চৌহদ্দি তে
ধন্যবাদ স্যার।।।আমি আপনার ভিডিও রেগুলার দেখতাছি।।।।।
দাগ নাম্বার ভোল ১৮ বছর পর খারিজ করতে গিয়ে জানতে পারি। জেদ্দা থেকে দেখছি ধন্যবাদ । এখন একটু চিন্তায় আছি জার কাছ থেকে জমিটা কিনছি সে তেমন সোবিদার মানুষ না
আসসালামু আলাইকুম নামজারি কতো সালে চালু হয়েছে জানাবেন প্লিজ।
স্যার, জমি বিক্রেতার এস এ রেকর্ড জমির পরিমাণ ২৫ শতক, কিন্তু আর এস রেকর্ড জমির পরিমাণ ১৬ শতক, এবং জমি ক্রেতা এস এ রেকর্ড ও আর এস রেকর্ড অনুযায়ী ২০ শতক দলিল হয়েছে, সেক্ষেত্রে নামজারীতে কোনো সমস্যা আছে কি?
sir ami akta boro somossai aci jodi ektu poramosso diten tahole valo hoto amar akta jomi karij korte gecilam kinto bumi ofce teke boltece dolil a naki index number vul ace sokari jorip cara naki hobe na ar ai jomita ami 40 bocor age kroy korcilam akon ki korte pari plz advice !
Sir ,vamar khorida doliler baya doliler topsil holo rs dag moto,kintu amar munsi,likhok rs dag Milaia bs dag ta vhul bosayache sir ,ekhon datao intiqaal korechen,tahar warih gon achen, sir suraha ki vhabe hote pare?
স্যার আমার মা পাগল কিন্তু আমার নানার বাড়িতে মায়ের ওয়ারিশ আছে। সেই ওয়ারিশিয়ান জমি বিক্রি করে দিলে সন্ত্বানরা লিখে দিলে চলবে?
Jahara gorib mamla chalata him shim kheta hoy kono karona shotik vaba mamlar shothik kargo krom pori chalona korta parchena tader bishoya ki korar asa janta parbo ki sir
স্যার আপনার কাছে আমার একটি প্রশ্ন আমাদের একটি জমি টোটাল ৪ শতক এখানে আমার চাচা শ্বশুরের বাবা অর্থাৎ আমার দাদা শশুর ২ শতক দলিল দিয়ে গিয়েছে আমার চাচা শ্বশুরকে এবং ওনার জমিতে চোহদ্দি নির্দিষ্ট করে নাই তার মানে সম্পূর্ণ জমির মধ্যেই দুই শতক লিখে দিয়েছেন এবং আমার আপন দাদা শশুর তার ছেলেকে অর্থাৎ আমার শ্বশুরকে পরবর্তী কয়েক বছর পর ওনার 2 শতক জায়গা হতেই চৌহদ্দি নির্দিষ্ট করে দলিল দিয়ে গেছেন এখন কোন দলিলটা গ্রহণযোগ্য হবে?
১০০০,,ছালাম,,নিবেন,,ভোলা,,থেকে,,🇧🇩♥️
স্যার কোন কোন কারনে দলিল টীকে না,, এই নিয়ে একটা ভিডিও দিলে খুবই উপক্রিত হব
আগামি কাল সন্ধ্যায় দেখবেন আপনার নাম দিয়ে ভিডিও আপলোড করবো।
m.ua-cam.com/channels/KwpUBYStA4vVtgBP0p-Xlg.html
নতুন লিংক সাবস্ক্রাইব করবেন।
আসসালামু আলাইকুম। আমার আম্মারা ৬ ভাই ৪বোন। আমার মাকে বাদ দিয়ে বাকী ৯জন সব জায়গা ভাগ বাটোয়ারা করে নিয়েছে। কিছু জায়গায় আমার মায়ের নামে বিএস আছে। এখন আমার করনিয় কি জানালে উপকৃত হতাম।
স্যার, আসসালামুয়ালাইকুম। আমাদের দাগ নং পাঁশবতির কাছে আর ওদের দাগ নং আমাদের কাছে এখন দাগ নং ঠিক করতে কত টাকা খরচ হবে দয়া করে একটু বলেন।
সঠিক
আমার একটি দলিলে ৭টি দাগের মধ্যে ২/৩টি দাগ নং ভুল। দাতার কোন ওয়ারিসান নাই। কিনতু ঐ খতিয়ানে অন্য দাগে দাতার জমি আছে। করনীকের ভুলে র কারনে এহেন ভুল হয়েছে? দাতা বেচে নাই। হলপ নামায় সব কিছু ঠিক আছে। দাতার পৈতৃক সমপওি । দয়া করে মতামত দিবেন।
সাফ কাওলা দলিলে চৌহদ্দি ভুল হয়েছে, করণীয় সম্পর্কে জানতে চাই।
জমির বিবরণে হবে ক্রয় সূত্রে,, লেখা হয়েছে পৈত্রিক সূত্রে অনুগ্রহ করে সমাধান দেন।
"স্যার আমি গাজীপুর থেকে বলছি আমি জমি সংক্রান্ত বিষয়ে একজন ভুক্তভোগী আমি সবসময় আপনার ভিডিও গুলো দেখি আমি সরাসরি আপনার সাথে দেখা করতে চাই অথবা ফোনে কথা বলতে চাই প্লিজ আপনার নাম্বারটা দিবেন আল্লাহ আপনার মঙ্গল করুক" আমিন
মাসাআল্লাহ
Apnar swathe contact korbo number ta dewa jabe?
স্যার আমাদের দলিলে দাগ নাম্বার ভুল দলিল ১৯৭৬ সালের, কিভাবে সংশোধন করতে পারি,, দাতা গ্রহিতা উভয়ে মৃত, দাতার ওয়ারিশ এ ক্ষেত্রে আপত্তি নেই কিন্তু তিনি সংশোধন করেও দিবেন না।। কি করতে পারি
আসসালামু আলাইকুম
স্যার আমার একটি জমি তে
চৌবরদি ঠিক আছে কিন্তু
ধাগ ভুল এখন কি করতে পারি
জমির দাগ ভুল কিন্তু চৌহদ্দি ঠিক আছে তাহলে কি জমি মামলা করে পেতে পারি?
নতুন আইনে দাগ ভুল হলে দলিল বাতিল হয়ে যাবে
নতুন আইনে দাগ ও চৌহদ্দি ভুল জমি দখলে ৩০ বছর দলিল বাতিল কি
আমি চৌহদ্দি, দাগ সব কিছু ঠিক ভাবে দিয়েছি, কিন্তু আমার পাধের লোকের সাথে বদল করা যাবে কি না সাইট
এডঃ সাহেব আমার সালাম নিবেন। আমার দলিল দাতার দলিলে দাগ নাম্বার ভুল সেই ভুল আমার দলিলেও এসেছে এখন আমি কিভাবে ঠিক করবো জানালে উপকৃত হবো।
পোড়া বালামের দলিল কি ক্যানসেল করা যায় যদি গৃহীত নাদাবী মুক্তিপত্র দিয়ে থাকে
দলিলে খতিয়ান নাম্বার ভুল।
এই দলিল থেকে আরো দুইটা দলিল করা হয়েছে। এই দলিল গুলো কি ঠিকবে? দয়া করো জানাবেন।
আসসালামু আলাইকুম একই জায়গায় দুইজন চৌহদ্দি দিলে,কারটা সঠিক আগেরটা না পরেরটা? দয়া করে উত্তর দিবেন।
জনাব,আমার একটি দলিলে খতিয়ান, দাগ নাম্বার সঠিক আছে তবে চৌহদীতে দাগ নম্বর ভুল আমার এখন কি করা উচিত। জনাব ধন্যবাদ
'৮৫/৮৬ তে চৌহদ্দি ও বন্টন ছিলো কিনা দয়া করে জানাবেন।
ছিলো
স্যার বায়া দলিল নাম্বার ভুল হইছে এখন দলিল কি টিকবে নাকি,,,?
বর্তমান দলিলে কি আছে জানাবেন
@@STOPTORTUREBD স্যার বর্তমান দলিলে দলিল নাম্বার ২৩৭৫ হওয়ার কথা ৯৩৭৫।এই দলিলের দাতা বিক্রি করে নাই জমি,,,, গ্রহিতা রা বলে বিক্রি করছ আবার দলিল ও দেখাই ভলিয়ম এও আছে,,,গ্রহিতার বায়া দলিল নাম্বার ভুল
@@mdrubelrana7472 ভাই এটা আমার সমসা এখন কি করনিয় ভাই
দাগ নাম্ভার ঠিক আছে। কিন্তু চৌহদ্দি উল্লেখ করে নাই। ২৭ বছর পুর্বে জমি কিনেছি, তখম এগুলো কিছুই বুঝতাম না। আপনাদের ভিডিও দেখে কিছুটা বুঝেছি। আমার প্রশ্ন চৌহদদি কি পদক্ষেপ নিলে ঠিক করা যাবে ?
স্যার আমি একজনের নিকট, থেকে জমি খরিদ করেছি,, উনি নিয়েছেন উনার মায়ের কাছ থেকে,, এতে এস, এ দাগ ঠিক আছে,, কিন্তু আর /এস দাগ ভুল হয়েছে,, এখানে বলে রাখছি যে,, আমার দাতা উনার নামে,, নাম জারি করেছেন,, তাতে দাগ নাম্বার ঠিক আছে,, আর আমি সঠিক নিয়মে আমার নামে,, নাম জারি করিয়েছি,, এই আমার করনীয় কি ?
বিনিময় দলিল নাই কেস নং আছে ডিড অব সেটেলমেন্ট দলিল আছে। এস রেকর্ড আছে বি আর এস আছে। গেজেট সরকারে ১ খতিয়ানে গাছে। মালিকানা পাব । লোয়ার কোর্ট আমার কাগজ জাল
স্যার আমার বাড়ি ঘর আছে, ঔজায়গাটি আমার দাদার কাছ থেকে পাওয়া এবং এক চাচার কাজ থেকে দুই শতক জমি দশ বছর আগে কয় করি, আমার আরেক চাচা দাদার ভাই থেকে খরিদ করে ৯শতক, আমার বাবা তার আরেক চাচা কাছ ৯ শতক দলিল করে, এবং আমার বাবা নামজারী করেন,আমার প্রশ্ন হলো সে চাচা দলিলে চৌহদ্দি আমার বাড়ি ঘরে উপর দিয়েছে, এবং বলছে আমার ঘর ভেঙ্গে জায়গা দেওয়ার জন্য, আমি কি করতে পারি,এবং এ দাগে মোট জমি ৪৫ শতক, দাদারা পাচ ভাই, চাচার জায়গা থাকার সত্য আমার বাড়ি ঘরে জায়গা চাই,,পরামশ পেলে উপকৃত হতাম,,
দেশের বাহির থেকে যারা যোগাযোগ করতে চায় তারা তাহলে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে কারণ ডাইরেক্ট ফোন তো দেওয়া যায় না ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিতে হয় এ বিষয়ে যদি বলে দিতেন তাহলে উপকৃত হতাম
স্যার আমার চৌহদ্দি ঠিক আছে কিন্তু দাগ ২২জায়গায় ২৩আসছে কি করতে পারি প্লিজ জানালে আমার মতো সবাই উপকৃত হবে।
Hello vai
@@yeasinahmed854 জি বলুন,,,
স্যার আমারও জামিনে বা দলিলে দাগ নাম্বার ভুল এসেছে।ঐ যায়গা ১৯৩৪/সালে খরিদকৃত। আমি বন্টকনামায় মালিক হই ১৯৮২ সালে।আমাদের চৌহুদ্দি ঠিক আছে। বৃক্রী কৃত লোক ও মৃত আমার পিতা ও মৃত।
স্যার আমার চৌহদ্দি ঠিক আছে কিন্তু দাগ 398 er জায়গায় 397 আসছে কি করতে পারি প্লিজ জানালে আমার মতো সবাই উপকৃত হবে।
Dag no voler karone aj 8/10 BTSOR JABOT MAMLA CHOLTESE KIKORI BOLONTO .
ধন্যবাদ আপনাকে আল্লাহ আপনার নেক হায়াত দান করুন
আসসালামু আলাইকুম ।
আমার বাবার ৬৯ কিনা বাড়ী তিনির চাচা বিক্রি করে ছিলো এই বাড়ীতে বাবা পাকা বাড়ী তৈরি করে এখন পর্যন্ত আমরা বসবাস করিতেছি
জাগার চৌহদ্দি ঠিক আছে দাগ ভুল দিয়েছে বাবা লন্ডন প্রবাসী মামার হাতে খরিদ করেন মামা লেখা পড়া যানেন না । এদিকে কোনো খেয়াল ও করেন না । তবে হলফ নামায় লিখা আছে যে এই জাগায় তার বা তার কোন উত্তর সুরির দাবি থাকিবেনা বাবা ২০০৮ য়ে মারা যান বাবা মরার পর বিক্রি দারের ছেলেরা বাড়ীতে তাদের জাগা আছে বলে মাথা মাথী করে ও গ্রামের দুর্নীতি বাজ দের নিয়ে ঘুরা ফিরা করে তখন আমার ভাইয়েরা দলিল বের করে আপন বোন ও বোনের সামী মহরীরর থাকায় তাদের কাছে দলিলটি সংশোধনের জন্য দেয় লন্ডন থেকে দুই ভাই তারার ফটো এবং টাকা দিয়ে বলে বাড়ী টি মৃত বাবার নামে যদি রিজেস্টারী হয় না তবে আমরা দুই ভাই য়ের নামে রিজেস্টারী করে নিও এই সুবাদে বোনের সামী মহরীর ও বোনের দুই পুত্র মিলে দলিলটি ২০১৬ সালে বোনের নামে রিজেস্টারী করে দলিল নাম জারী করে নেয় এবং দলিলটি বোনের কাছে রেখে দেয়
২০২০ সালে জানা জানি হলে ভাইরা আমাকে ঐ বোনের নামে মামলা দিতে বলে
ঐ বোনটি বাবার বাসায় সিলেটে থাকতো
আমি সামী কে ছেড়ে আমার বাচ্ছা গুলা নিয়ে বাবার গ্রামের ঐ বাড়ীতে থাকতাম
২০১১ সালে ঐ বোনটি আমার প্রতিবেশি হিংসুটে দুর্নীতি বাজ দের নিয়ে গুপনে সলা পরামর্শ করে আমাকে সপরিবারে এক কাপড়ে ভিটা উচ্চেদ করে দেয় ও আমাকে প্রানে মারার চেষ্টা করে
আমি অনেক কস্টে মানবেতর জীবন কাটিয়েছি
সেই সময় ঐ বোন সকল দুর্নীতি বাজ দের নিয়ে বাবার জমি পাঁচ থেকে ছয় কিয়ার বিক্রি করে
আর যখন জালিয়াতি দলিল করার কথা ২০২০ সালে ভাইরা শুনে আমাকে বাড়ীতে আনে তখন কিন্তু ঐ বোনের সামী সন্তান ছাড়া আমার প্রতিবেশি শত্রু চাচাইন চাচাতো ভাইয়াইন আল্লাহর বিচারে সবাই কবরে চলে যায়
আমি ঐ বোনকে বললাম বাড়ী জালিয়াতির কেইছে জেল কাটবে ভালোয় ভালোয় বাড়ীটি ফিরিয়ে দেও
তখন বোনটি বলছিল আমাকে মামলা দিওনা আমি বাড়ীটি আমার ইচ্ছায় করি নাই আমার সামী মহরীর আর আমার পুত্রদের পরামর্শে করেছি তবে আমি এখন কারো কথা শুনবে না বাড়ীটি ফিরিয়ে দিবো
তখন বাসায় তার পুত্রদের সাথে তার বিবাদ শুরু হয় আর ২০২১ সালে করোনা ভাইরাসে ঐ বোনটি মারা যায়
তখন তার ছেলেরা ও সামী মিলে আমার বাবার বাসায় ঐ বোনের যে পাওনা ছিলো তাও তারা মামাদের কাছ থেকে নিয়ে নেয় ও বাসা থেকে চলে যায়
পরে আমাদের গ্রামের সকল মাতবর দালাল নিয়ে দাবি করে বাড়ীটি তারার কিনা আমার বাবা নাকি অবৈধ দখলে ঐ বাড়ীতে থাকতেন
এখন গ্রামের মাতবররা আমাকে জুর পুর্বক চায় বাড়ী থেকে তুলে দিয়ে ওদেরকে ঢুকায়ে বাড়ীটা তারা বাড়ীটি কিনে নিতে
আর মাতবররা বলে আমার বাবাকে তারা চিনে না ঐ বাড়ীর মালিক জালিয়াতি দলিলিলের উত্তর সুরিরা
এমন কি আমাকে বলে এই দলিল জাল বলতাম না তারার দলিল ঠিক আমার বাবার পুরানো ৫৫ এর উর্ধের দলিল বের করে দেখাইলাম তবুও মাতবররা বলে তোমার বাবার দলিলে দাগে ভুল এই দলিলে দাগ সঠিক আর মাতবররা বলে আমি কৌটে কেইছ দিতাম না তারার গ্রামের মান ইজ্জত যাবে
আর ঐ সকল মাতবররা আমাকে আমার বোন দ্বারা সপরিবারে এক কাপড়ে ভিটা উচ্চেদ করিয়া দিয়া আমার বাবার জমি গুলা লুটের মালের মতন বেচা কিনা করে নিয়েছে ৫০ বছর আগের কিনা জমি এসে রেকটে তার বাতিজির নাম রয়েছে এই জমি গুলা ঐ ভাতিজির কাছ থেকে নুটিস দিয়ে রিজেস্টারী করে নিজের নামে করে নিয়েছে আমার আপন চাচাতো ভাই এভাবে চাচাতো ভাইটি আমার বাবার আরো অনেক জমি নিয়েছে আপনি আমাকে আপনার নাম্বারটি লিখে দিবেন আমি এই বিষয় নিয়ে কি করবো এক উকিলের কাছে দলিল গুলা দিয়ে ছিলাম সে ঝুলায়ে রেখেছে আপনার সাথে আমি সরা সরি ফনে কথা বলতে চাই এই আমার নাম্বার ০১৭২৬৪৯৯৯১৯
আমার নাম কবি শাহিনা জালালি পিয়ারা
❤️❤️❤️❤️
m.ua-cam.com/channels/KwpUBYStA4vVtgBP0p-Xlg.html
দয়া করে সাব্সক্রাইব করবেন। নতুন লিংক
এ ধরনের মামলা কত সময়ের মধ্যে রায় ঘোষণা করা হয়।
স্যার,, সালাম নিবেন।
আমার একটি জমির দলিলে দাগ নঃ ভুল আছে।অর্থাৎ জমিটি প্রথমে আমার শুশুরের ছিল।আমার শশুর ( মৃত) আমার শাশুড়িকে লিখে দেয়।কয়েক বছর পার আমার শাশুড়ি তাহার মেয়েকে হেবা নামা নিয়মে লিখে দেয়।আবার তার মেয়ে অর্থাৎ আমার স্তীর সেই জমি আমার কাছে বিক্রি করে।এখন কথা হলো= আমার শাশুড়িকে যখন জমি লিখে দেয়ে তখন দাগ নাঃ ছিল না।কিনতু আমার শাশুড়ি যখন তার মেয়েকে লিখে দেয় তখন জমির দাগ নাঃ দেয় ৪১ কিনতু তার পরে আমার স্তী যখন আমার কাছে বিক্রি করে তখন জমির দাগ নাঃ দেয় ৪৩। এখন বর্তমানে ৪৩ দাগের মালিক বলতেছে আপনি যার কাছ থেকে জমি ক্রয় করেছেন তার দাগ নাঃ ৪১ সুতরাং এই জমির মালিক আমি হবো না।এখানে বলে রাখি আমার শাশুড়ির জমির বর্তমান দাগ নাঃ ৪৩। স্যার এই অবস্থায় আমি করিব।এখন যদি আমার শাশুড়ি তার মেয়েকে পুনরায় সঠিক দাগ নাঃ দিয়ে সংশোধন করে দেয় তাহালে আমার জমির মালিকানা কি টিকবে?
আমি আবার বলছি
১ম আমার শাশুড়ি জমির দাগ ছিল ৪৩
২য় আমার স্ত্রীর জমির দাগ নাঃ ৪১
৩য় আমার জমির দাগ নাঃ ৪৩
এই অবস্থায় আমার কি হ বে।
স্যার
আমার জমির চৌহদ্দি ভুল হয়েছে কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি সাব রেজিস্ট্রার সাহেব ঠিক করে দিতে চাচ্ছেন না প্রচুর টাকা চাচ্ছেন এবং আরও বললেন নুতন দলিল করার জন্য যেখানে আমার ৪ লাখ টাকা লাগতেছে। এত টাকা দিয়ে দলিল করা আমার জন্য অনেক কষ্টের। এখন আমি কি করবো দয়া করে জানালে উপকৃত হব।
অল্প কথায় শেষ করতে হবে , এমবি নাই
স্যার,,,,আসছালামু আলাইকুম। স্যার আপনার সুস্বাস্থ্যে কামনা করছি। স্যার চৌহুদ্দি নিয়ে আমার অন্য রকম একটা প্রশ্ন : সিএস/এস এ রেকর্ড অনুযায়ী আছাব শেখ সাবেক ২৮১৩ দাগে ২১ শতাংশ ভূমির মালিক, উক্ত আছাব শেখ বিগত ১৯৬৬ সন তারিখে ২১ কাত ১১ শতাংশ ভূমি বিল্লাল মিয়া ও নুরুল ইসলাম দুই জনের নিকট বিক্রয় করেন, উক্ত দুইজন ব্যক্তি বিগত ১৯৮২ সন তারিখে আলী আকবরের নিকট ১১ শতাংশের স্থলে ২১ শতাংশ ভূমি বিক্রয় করেন। পরবর্তীতে উক্ত আলী আকবর ২১ শতাংশ ভূমির সাবেক খতিয়ানে ২০০২ সনে নামজারী করেন এবং সর্বশেষ আরএস রেকর্ড লিপিবদ্ধ করেন। পরবর্তীতে সিএস/এস এ মালিকের ২১ শতাংশ ভূমির মধ্যে বিক্রিত ১১ শতাংশ ভূমি বাদে ১০ শতাং ভূমি অন্যত্র বিক্রয় করেন। পরবতীতে রেকর্ডীয় মালিক রেকর্ড মোতাবেক অন্যত্র আংশিক ভূমি বিক্রয় করেন এবং উক্ত দলিলে সিএস রেকর্ডের মালিকের বিক্রয় গ্রহীতার দখল আছে মর্মে দালিলিক ভাবে চৌহুদ্দিতে স্বীকার করেন,। বর্তমানে রেকডীয় মালিক রেকর্ড মোতাবেক ২১ পুরুটার দাবী করছে, বিধায় ১০ শতাংশের মালিক রেকর্ডের মালিকের বিরুদ্ধে মাঠরেকর্ড সংশোধন করার জন্য মামলা করেন। রেকডীয় মালিক লাভবান হওয়ার জন্য ১০ শতাংশ মালিকের নাম চৌহুদ্দিতে দেয়া নাম কর্তন করার জন্য তাহার বিক্রিত গ্রহীতার দলিলে উত্তরে পাশে হাসান স্থলে দাতা নিজ লিখে দলিল সংশোধন করার মামলা করেছে। ইহাতে রেকর্ড সংশোধনীয় বাদী কি ঐ মামলায় অর্ন্তভূক্ত হতে পারবে যাহা ঐ দলিলটির নাম সংশোধন করতে না পারে। সংশোধন করলে আমি রেকর্ডীয় বাদীর ক্ষতি হইবে, নতুবা আমি বলতে পারবো না যে, রেকডীয় মালিক নিজেই আমাকে অন্য একটি দলিলের চৌহুদ্দিতে মালিকানা স্বীকার করেছেন, আমি যাহাতে এমন কথা না বলতে পারি, আমার বিবাদী, বাদী হয়ে তাহাদের বিক্রিত জমির ক্রেতাকে বিবাদী বানিয়ে যোগসাজসে একতরফা ভাবে দলিলের চেৌহুদ্দি সংশোধন করার চেষ্টা করছে। আমি একজন উকিলের সাথে পরামর্শ করেছি, তিনি বলেন যেহেতু সংশোধন মামলার বাদী কিংবা বিবাদী আপনি নন, যেহেতু জজ সাহেব আপনার দরখাস্ত গ্রহন করবেন না, আমি চাচ্ছি যেহেতু একই দাগের রেকর্ড সংশোধন মামলা চলমান আছে সেহেতু একই দাগের সংশোধন মামলা বন্ধ রাখার চেষ্টা করছি, কি করে সম্ভব, দয়া করে জানাবেন, বা কোন আইনের ধারায় দরখাস্ত করা হলে জজ সাহেব গ্রহণ করবেন। ধন্যবাদ
Dolel. 2ta.1ta.vol.2ta.sotek
Dolel2ta. 1.vole.2sotek.karta.tekba
সার আমার দলিল দখল রেকর্ড চউকরদি সব ঠিক। খালি c s দাগ নাই। তবে পারটা দাগ আসে। এতে করে আমার কোন সমসসা হবে কি? ভবিষ্যতে
CS SA দুই খতিয়ানে আমার দাদার নাম এখন অন্যের দখলে আছে আমার দাদা বর্গা দিয়েছিল আমরা ওই জমি সহজ পদ্ধতিতে কিভাবে পাব জমি এর পরিমান সাড়ে 27 এ কর ওই সম্পত্তি দাদার পূর্বপুরুষের আমার দাদা ওই সময় সাব রেজিস্ট্রার ছিলেন
Ok
Datar register no. 5050 gahitar deed a register no put up 5454 ki habe
একটা দলিল পেতে বার বছর লাগে
স্যার আমার দলিলের খতিয়ান দুইশত দাগ নং 74ঐখতিয়ানে অন্য কোন দাগ নেই আমার দলিলে পরেছে 75দাগ করনিয় কি
সাবস্ক্রাইব করুন
m.ua-cam.com/channels/KwpUBYStA4vVtgBP0p-Xlg.html
আপনার নাম দিয়ে ভিডিও করেছি দেখবে আজকে সন্ধ্য ৭.০০ টায়। লিংক টি সাবস্ক্রাইব করবেন।
আসসালামুওলাইকুম স্যার আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমার কিছু কথা জানার ছিল । যদি দয়া করে আপনি আপনার ফোন নামবার টা দিতেন?
হডগডীিাজশজ🎉
Sir apni j topic nie
কি?
ছার,আপনার মোবাইল নাং দিন দায়করে
স্যার দয়া করে আপনার মোবাইল নং দিন
As salamoalikum, my father take one land 1981,but right now we see your land CS + sa ,right but RS dag right now map not other place, cs+sa total land (3.50) akorn, (350) sotanso,my father owner (1,10 akor) 110 sotanso,it's ok,and right now sume body have to the (rs ) raked, same your poison, under the rs rekod th
Sir apni thakun. Kamona kori allhar kache
Bhalo thakun
আমার দলিল আমার হাতে আমার জমি ক্রয় কেন করল আমি জানি না অনেক দিন দলিল করে দিয়েছি বলে ছাবরেজেস্টার অফিসে নকল আছে কি করি মুল দলিল নামবার সন তারিখ ভুল সন তারিখ ভুল বায়া দলিল সন ভুল৷ জমি নিল চার দাগে দলিলে লেখা পাচ দাগ তাই আমি কি৷ করি৷
আপনার ফোন নাম্বারটা খুবই দরকার ছিল
নামবারটা দেন
সার পথমে ছরি বলেনিলাম সার আপনি কি বেরেসটা
না আমি এল এল বি একটি মানবাধিকারের সংগঠনের চেয়ারম্যান। সাবেক সেনা কর্মতর্তা
@@STOPTORTUREBD ❤️❤️❤️
সার আমার বাবা আমাদের দুই ভায়ের হেবা ঘোসনা দলিল করে দেয়। কিন্ত চৌহদ্দি ভুল হয়। তাই আমি আমার বাবা আথাত দাতা দারা পুবের দলিল নামবার উল্লেখ করে ভুল সংসদ দলিলকরি কিন্তু ভাই চলাচলে রাসতা দিতেছে না
সার আমার ছোটভাই আমাকে ১দাগে ৩ডিং এরজায়গায় ১/২ ডিং রেজিঃ করে দিয়েছে এখন ৩ডিং দলিলে সংযুক্ত করা যাবে কিনা জানাবেন।
Sory
Sir assalamualikum, Ami jantea chai Jodi khotiyan a 4 ti dag thake akti dag theake jomi kroy korle Jodi oi dag a jomi na thake tahole onno dag a jomi paoya jabe
বাটপার
মোবাইল নাম্বারটি কত
০১৭৮২৯৯৮৮৩৩
m.ua-cam.com/channels/KwpUBYStA4vVtgBP0p-Xlg.html
আমার আরেকটি নতুন চ্যানেল দয়া করে সাবস্ক্রাইব করবেন।
mobile number