এটা শুধু গল্প নয়। এই গল্প টা আজ শেখালো উৎসর্গ করা। প্রিয় মানুষের স্বপ্ন নিজের করা। দুটো মানুষের সম্পর্ক হয়তো আরো বেশ কিছুদিন থেকে যাবে। হয়তো সারাজীবন। ঋণ রইলো অনেক সায়াক দা।
রাত এখন ঠিক ৩:০০ বাজে,, আমি কানে হেডফোন লাগিয়ে গল্পটি শুনছি,,বাইরে হালকা বৃষ্টি হচ্ছে,, মাঝে মাঝে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে,, অনুভূতিটা ঠিক প্রকাশ করার মতোন না,, শুধু বলব অসাধারণ অসাধারণ অসাধারণ ❤️❤️ take love from Bangladesh sayak aman,,
আমি MHS এর সেই শ্রোতাদের মধ্যে একজন যে horror গল্পের থেকেও সায়কদার গলায় lovestory শোনার অপেক্ষায় থাকি 😌 সায়াকদার voice টা গল্পকে আরো magical করে তোলে 😌❤
অপূর্ব, অসাধারণ, মানে কি বলবো!!! যেমন গল্পটা সেরকমই পাঠ, সেরকম ব্যাকগ্রাউন্ড মিউজক, সব মিলিয়ে একটা আবহাওয়াই গল্পের মতো তৈরি হয়ে যায়। মনটাই ভালো হয়ে যায়। মাঝে মাঝে মনে হয় সত্যিই যদি গল্পের মত এরকম মানুষ পাশে পেতাম বা নিজেই যদি গল্পের মত একটা মানুষ হতে পারতাম!!! কে জানে!!!! যাই হোক আবার একটা নতুন গল্পের অপেক্ষায় রইলাম। অনেক অনেক ভালোবাসা রইলো গোটা টীমটার জন্য।❤️❤️❤️
এই গল্প টা আগেই শুনেছি Spotify তে....... ভীষণ মিষ্টি একটা গল্প.......... আর একটা কথা ছিল, আবদার বলতে পারো...... Spotify তে প্রত্যেক শনিবার যে দুটো করে পুরোনো গল্প দেওয়া হয়, এই শনিবার "সে" আর "বিরোহিণী" গল্প টা দিও প্লিজ....... এই দুটো গল্পের সাথে বেশ কিছু পুরোনো স্মৃতি জড়িয়ে আছে.... একই গল্প বারংবার শুনে কি একইরকম ফিল করা যায় , যায় না..... কিন্তু এই দুটো গল্প প্রত্যেক বার আমায় ভাবায়.... "সে" গল্প টা যতবার শুনেছি ততবারই চোখের কোণে জল এসেছে.... যদি তুমি আমার এই কমেন্ট টা পড়ে থাকো, প্লিজজজজজজজজজজজজজজ রিকোয়েস্ট টা রেখো..... 🥀
ওয়ার্কিং স্পেস ভাড়া নিয়ে কাজ করি, আজ একটু কাজের চাপ হালকা থাকায় নাটকটা শুনলাম, নাটকটা শোনার পরে মনে মনে হলো থাক অভাব ক্ষতি নেই, এখনো এই শহরে প্রাণ আছে, ভালোবাসা আছে এটা নিয়েই বেঁচে থাকব... আপনার গলার একটা জাদু আছে কোনোভাবেই মন সংযোগ সরানো যায় না, আরো অনেক গল্প সোনার অপেক্ষায় বসে রইলাম
সায়ক দাদা ভাই😎 আপনি কী সত্যি এই জগতের একজন কী 😜😜😜😜😜😜 আপনার গল্প পড়ে আমি এক নতুন জগতে প্রবেশ করি কী করে জানি না আপনি একটা ডাইমেনশন বুঝলেন দাদা ভাই আপনি যখন গল্প শোনান তত খন যেন অন্য স্থানে অবস্থিত আমি। আর একটা জগতে 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 ,,, আমি শুধু আমার মনের কথা বললাম। আমি সত্যিই আপনার লেখা গল্পের পাগল 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁 ভক্ত 😊
Bro (Sayak Aman), you've something very nostalgic in your voice. Not found to be awestruck when firstly, your written story then the entire of Sayak Aman in flesh and blood got to do voice over in Radio Mirchi's Studio, the pioneer in Bengali Audio Story, to say. But, the striking part in this observation is that, during my entire period of listening to Audio stories, may be Bengali, Hindi or English, for the last 7 yrs this channel is one of the rarest which never pleas for subscription. Cuz the content and presentation are the fuel to propel in the race to be the best. Sir, keep up your good work Boss. My subscription is nearly as old as the channel but really find disheartening that the channel is miles away from million subscribers. Please don't judge the book by it's cover - a request to all the listeners.
গত কয়েকদিন ধরেই পরীক্ষা নিয়ে আমি বিধস্ত ছিলাম 😅🖤🥀 তারপর এই গল্পটা চোখে পড়তেই গল্পটা শুনলাম 😇❤ সত্যিই দূর্দান্ত 😇❤ এইরকম love story হতে পারে আমি ভাবতেও পারিনি 😅 তবে হ্যাঁ! গল্পের cover photo te লেখকের নাম মানে সায়ক দার নাম দেখেই বুঝে ছিলাম দূর্দান্ত হবে গল্পটা 😇❤ যতটা ভেবেছিলাম তার থেকেও অসাধারণ হয়েছে 😌❤ মন ছুঁয়ে গেল 😇❤✨ বিশেষত লাস্টের দিকের ওই লাইন টা - " কবে যে তোর আমার স্বপ্ন গুলো অদল বদল হয়ে এক হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি " উফফফ সত্যিই অন্যতম সেরা গল্প ছিল 😌❤✨
ভাই সায়ক, কতদিন ধরে তোমার একটা রোমান্টিক গল্পের অপেক্ষায় ছিলাম। তোমার গল্পগুলো অনবদ্য। তার থেকেও বেশি আকর্ষণীয় তোমার পাঠ। যেন মনে হয় চরিত্রের সামনেই বসে আছি। তোমার বলা প্রতিটা শব্দ এক অসম্ভব সুন্দর ভালোলাগায় মনকে দোলা দিয়ে যায়। নতুন করে প্রেমে পড়তে মন চায়। প্রতিবার তোমার করা প্রতিটা চরিত্রের প্রেমে পড়ে যাই। পর্ন শবরীর শাপ এ ক্লাইম্যাক্স এ তোমার সংলাপ চোখে জল এনে দিয়েছে, আবেগপ্রবন করে দিয়েছে। তুমি ভাই অসাধারণ। আরও বড় হও। আশীর্বাদ ও ভালোবাসা নিও।
কিছু কিছু সৌন্দর্যের মধ্যে চটক থাকে না বরং সে সব মুখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে,বুকের ভেতর রৌদ্র তপ্ত মেঠো পথে হাঁটতে হাটতে ,ছায়া তে জিরিয়ে নেয়ার মত শান্তি নামে । 💝💝
এক একটা গল্প শুনি আর ভাষা হারিয়ে যায় ..দিন দিন মন খারাপ মন ভালো সব কিছুর সঙ্গী হয়ে উঠেছে এই গল্প গুলো..গল্প গুলো যেন সবকিছু থেকে দূরে কোনো এক অজানা সুন্দর পরিবেশে নিয়ে চলে যায় ..হারিয়ে যেতে ইচ্ছে করে,,,,লেখক বাবু আপনি অনেক দূর এগিয়ে যান ..মন থেকে কামনা করি..আর আপনাকে ধন্যবাদ এই সুন্দর গল্পগুলো আমাদের উপহার দেওয়ার জন্য
আবার একটা "রোম্যান্সের বিস্ফোরণ "❤🔥!!! মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়ার জন্য শুধুমাত্র সায়কদার নামটুকুই যথেষ্ট💘💘💘। আমার মত কারা কারা সায়কদা ও MHS-এর অন্ধ ভক্ত (Blind Fan)????
Kotodin j erom golper jono wait korchilam se r ki bolbo ......jemon golpo bola.. temni golpo lekha dutoi jano bhogoban du hat bhore diache .... sob golpo suni tomr ...tomar onk boro fan ami ❤️❤️❤️
এই ৬১ বছর বয়সে এসেও তোমার লেখা মন ছুঁয়ে গেল। শুনতে শুনতে মাঝে বেশ কয়েকবার দু'চোখ ঝাপসা হয়ে এসেছিল...... আমি যেন কখন আমার ফেলে আসা সেই তরুণ বয়সে ফিরে গিয়েছিলাম ..... আশির্বাদ রইলো। অনেক বড় হও।
কী আর বলবো নতুন করে , দাদা তো এইরকমই ❤️ , তবুও বলতে হয়, কী যে অসাধারণ লাগলো গল্প টা!!! ❤️, তোমার লেখা আলাদা জগৎ । বাকি কন্ঠ দাতা/দাত্রী দেরও অনেক ভালোবাসা এত সুন্দর উপস্থাপনাগুলোয় সাথে থেকে সেগুলোকে আরও সুন্দর করতে থাকার জন্য ।
চোখের জলে মুখে ম্লান হাসি রেখে কতো কিছুর কল্পনাতীত স্বপ্নের রাজ্যে ভেসে গেলাম আর মনে হলো ভালোবাসা সত্যিই এতো সুন্দর হলে কতো ভালোই না হতো কিন্তুু হয়তো হয় না বা কারো কারো জীবনে হয় তবু্ও স্বপ্ন দেখা ছাড়তে নেই আরো নতুন নতুন গল্প শোনার আশায় রইলাম , ধন্যবাদ মনভালো করে দেওয়ার জন্যে...❤😊
অসাধারণ অনবদ্য সুন্দর লিখেছেন 😀 গল্পটা যখন শুনছিলাম তখন মনে হচ্ছিল যেন কোনো স্বপ্নের রূপকথার জগতে রয়েছি । কিন্তু স্বপ্নের ঘোর কাটিয়ে উঠতে না উঠতেই হঠাৎই গল্প শেষ হয়ে গেল । এটা ঠিক হলো না 😣😦আরো বেশী করে চললে ভালো হতো । কিন্তু সব ভালোর আয়ু অল্পই হয় 😭 😭 আচ্ছা যদি এতো সুন্দর মিষ্টি গল্পের নায়কের মতো বাস্তব জগতেও থাকতো তো কতই না ভালো হতো 😊😊 অপূর্ব সুন্দর গল্পের সাথে অপূর্ব সুন্দর পরিবেশনা 👌👌👌💕এরকম গল্প আরো চাই যা শোনার পরও অন্তরে আজীবন গেঁথে থাকে এমন কেমন 😄😄
সায়কদা তুমি অন্য পর্যায়ের গুণী মানুষ। আমি ধন্য তোমার একজন গুণমুগ্ধ ভক্ত রূপে আমিও খানিকক্ষণের জন্য হলেও ঐ পর্যায় পর্যন্ত পৌঁছাতে পারি। পর্ণশবরীর শাপে তোমার সেই আইকনিক সংলাপগুলি ও একদম শেষে ভাদুড়ী মশাইয়ের সাথে পল্লবের কথোপকথন, সত্যিই অসাধারণ ও অতুলনীয়।
Aj prothom bar comment korlam...nijer hat k r samlate parlam na....soni bar math exam...youtube ta khultei aj prothom ei chokhe porlo 'tumi thote nio khorkuto'....akta bhison excitement kaj korlo...exam er tension fele rekhe start korlam golpo ta .....mon chuye galo....bhasay bojhte parchina...er age sob golpo gulo sunechi...kokhono comment korbo bhabini.. but aj r nijeke atkate parlam na....rekhe gelam nijer kichu kotha ...tumi thote nio khorkutor comment box e....khub bhalo legeche... R o eirokom golpo sunte chai...opekkhay roilam...☺
@sayak 22 . Sayak dadabhai happy ending holo...... But golper besi mone lage jokhon golpotar ses hoi na.... Ba sad ending.... Rat 3 tar por golpotate jamon kore chhilan dabhai ,,, daily vhore ghum thake utha age oi golpo tai mathai ase ☺☺☺☺ ... Sriti te dag kata gachha dadabhai.... Just sad ending gulo na mone dag kate...... Ja sorone ajibon thakbe "shey " Golper moto 🥰
আপনার গলার স্বর, গল্প বলার ভঙ্গি, উচ্চারণ সবটা এতো সুন্দর এতোটাই নিখুঁত যে দিন দিন প্রেমে পড়ে যাচ্ছি 🥰🥰🥰🥰 আর এতোটাই গভীর প্রেম যে অন্য কারো গল্প বলার ভঙ্গি পছন্দ হয় না😇😇😇😇 ভালো থাকবেন আরো গল্প শোনার অপেক্ষায় রইলাম ❤
সায়ক দা তুমি কিভাবে এত সুন্দর গল্প লেখো?মনে এতটাই সুন্দর ভাষায় বোঝাতে পারবোনা।।। মানে অনেকেই হয় মনে ছোঁয়া রেখে যায় গল্পে তবে তুমিও এক কপিই আছো।।হাজার খুঁজলেও আর একটা পাওয়া যাবে না। গল্পটা এতটাই ভাল লেগেছে যে অফিসে কাজ করার মাঝখানে যখন আমি ক্লান্ত হয়ে পড়েছি তখন এই গল্পটার কথা মনে করেই আবার যেন মনের মধ্যে ইনস্পিরেশন পাচ্ছি আর মনে হচ্ছে ব্যর্থতা অনেকের জন্য সফলতা সবার জন্য নয় তবে একদিন না একদিন সফলতা আমারও আসবে।।
অনেক দিন বাদে সায়ক দার গল্প শুনলাম। শুধু গল্পের শেষে আপনার নামটাই যথেষ্ট। গল্প মন ছুয়ে যাবে গ্যারান্টি। অসাধারণ। আমি হাজার বছর ধরে লিখে চলুন আর আমার মতো অসংখ্য শ্রোতার মন ভালো করে চলুন।
তোমার গল্প গুলো ...... তোমার গল্প গুলো সত্যিই এক জাদুর কাঠি হয়ে উঠেছে সায়ক দা। এই জাগতিক মহাজাগতিক প্রসঙ্গ পেরিয়ে তোমার লেখা গুলো যেন চরম হতাশার দিনটাকেও স্নিগ্ধতায় প্রশস্তিতে ভরা রাত বানিয়ে দেয়। সায়ক দা ইচ্ছা আছে তোমার সাথে সামনাসামনি কথা বলার ...... আসলে তোমার গল্পের মতো আমারও এক প্রিয় মানুষটির স্বপ্নটা আমার হয়ে উঠেছে।
সায়ক আমান নাম টাই যথেষ্ট❤️ প্রতিটা কাহিনী মন ছুঁয়ে যাওয়ার মত, এই গল্পটা সেরকম ,শুধু কেঁদেছি শুনতে শুনতে , আর জীবনের সাথে বড্ড মিল পেয়েছি , উল্টো দিকের মানুষটা আমার জীবনের স্বপ্ন পূরণ করার জন্য কত কি করে চলেছে আজও😌📌 একসাথে পূরন করছি কত কি স্বার্থত্যাগ করে , কিন্তু দুজন দুজনের পাশে সর্বদা থেকে গেছে ,আছি আর থাকবো🥰
এই গল্পটা❤️ এই গল্পটা আমার বড্ড কাছের হয়ে থাকবে... একমাত্র এটা এমন একটা গল্প, যে গল্পের নায়িকার সাথে আমি নিজের এত্ত মিল পেয়েছি। শুনতে শুনতে রীতিমতো ভাবছিলাম, সায়কদা কী আমাকে দেখে লিখলো?🤭 পলি❤️ পলির মতন আমিও স্বপ্ন দেখি, ওর আর আমার স্বপ্নটাও এক। তবে, কখনো কখনো ভয় হয় খুব। আমার তো আর প্রহর নেই, তখন একবার করে এই গল্পটা শুনে নেবো। ওই মনের মধ্যে আগুনটা জ্বালানোর জন্য...😌❤️✨ আর একটা ধন্যবাদ সায়কদার প্রাপ্য, এই গল্পটা উপহার দেওয়ার জন্য 🥺❤️
গল্পটা সত্যিই অসাধারণ। গল্পের শেষ টা শুনে চোখে জল চলে এলো। অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটা গল্প আমাদের উপহার দেওয়ার জন্য। আরও এরকম গল্পের অপেক্ষায় রইলাম 💖
সায়াক দা তোমার লেখায় একটা অন্যরকম জাদু আছে। মনে হয় যেন আমাদেরই প্রতিদিনের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোকে আবার নতুন করে খুঁজে পাচ্ছি । অসংখ্য ধন্যবাদ তোমাকে এত সুন্দর ঘটনারুপী গল্পগুলো উপহার দেওয়ার জন্য । ❤ ভালো থেকো 🍁
সায়ক দা তো আস্তে আস্তে বাঙালির আবেগ হয়ে উঠছে ❤️
Akdom thik bolechhen ❤️
তোমার মতো
Akdom😌❤️
🤭
চোখের জলটা শেষে আর ধরে রাখার মতো ক্ষমতা হলো না।।ঠোঁটে অজান্তেই একটা হাসি খেলে গিয়ে চোখে জল চলে এলো😌💖
গল্পটা সায়ক আমানের লেখা তো এখানে আর কোনো কথাই হবে না, লেখকের নামটাই যথেষ্ট 😌❤️❤️❤️
গল্পটি spotify তে শুনেছি। বিশ্বাস করেন, এর মতো আর গল্প হয় না।
মনের কথাটা বলে দিলেন ❤
@@mohammadrubayat564 Amar to Spotify download kora nai tai opekkha kora chara r kono upay nai 🙂
Apni golpo lekhar idea pan kibhabe
অপূর্ব সুন্দর 💞💞💕❤💕💕💕💐👋👋👏👍
এ গল্পের তো মুভি বানানো উচিৎ🙂 শেষে ঝড়ের বাতাসে দৌড়ে যাওয়ার কল্পানাটা যেন খুবই মনোমুগ্ধকর ছিলো।
এটা শুধু গল্প নয়। এই গল্প টা আজ শেখালো উৎসর্গ করা। প্রিয় মানুষের স্বপ্ন নিজের করা। দুটো মানুষের সম্পর্ক হয়তো আরো বেশ কিছুদিন থেকে যাবে। হয়তো সারাজীবন। ঋণ রইলো অনেক সায়াক দা।
🥰
গল্পের নামের উপর শুধুমাত্র " সায়ক আমান" লেখা টা খুজে বেরানো আমি..... তার উপর প্রেমের গল্প.... কোনো কথা হবে না বস.... আজ দুপুর জমে ক্ষীর ❤️❤️
রাত এখন ঠিক ৩:০০ বাজে,, আমি কানে হেডফোন লাগিয়ে গল্পটি শুনছি,,বাইরে হালকা বৃষ্টি হচ্ছে,, মাঝে মাঝে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে,, অনুভূতিটা ঠিক প্রকাশ করার মতোন না,,
শুধু বলব অসাধারণ অসাধারণ অসাধারণ ❤️❤️
take love from Bangladesh sayak aman,,
আমি MHS এর সেই শ্রোতাদের মধ্যে একজন যে horror গল্পের থেকেও সায়কদার গলায় lovestory শোনার অপেক্ষায় থাকি 😌 সায়াকদার voice টা গল্পকে আরো magical করে তোলে 😌❤
Exactly 💯 same pinch here😅
Same pinch 💯
Sotte 😌😌😌 akdom thik
Akdom thik.... 😌
@@jayeetasarkar8722 eto chimti kato na meytar kosto hobe 🤭
ইতিমধ্যে Spotify তে শোনা হয়ে গেছে । এত সুন্দর গল্পটা যে সবার ভালো লাগতে বাধ্য ❤️
তাই নাকি বন্ধু 😊
Golpo ti kotokhon er ektu bolte parben?
Spotify channel tar naam ki? Ami link a giye dhukte parsina.
@@susamamondal8422 midnight horror station
সায়কদার কাজ দেখলে এটাই মনে হয় বাড়বাড় " সময়কে সময় দিলে, সময় শেষ হলে, সময়ের ফল নিজে থেকেই হতে উঠে আসে" 🤭🥰😌
অপূর্ব, অসাধারণ, মানে কি বলবো!!! যেমন গল্পটা সেরকমই পাঠ, সেরকম ব্যাকগ্রাউন্ড মিউজক, সব মিলিয়ে একটা আবহাওয়াই গল্পের মতো তৈরি হয়ে যায়। মনটাই ভালো হয়ে যায়। মাঝে মাঝে মনে হয় সত্যিই যদি গল্পের মত এরকম মানুষ পাশে পেতাম বা নিজেই যদি গল্পের মত একটা মানুষ হতে পারতাম!!! কে জানে!!!!
যাই হোক আবার একটা নতুন গল্পের অপেক্ষায় রইলাম। অনেক অনেক ভালোবাসা রইলো গোটা টীমটার জন্য।❤️❤️❤️
নিজের অজান্তেই শেষে চোক টা ভিজে গিয়েছিল। খুব সুন্দর, সায়ক দা ভালোবাসা রইলো 💌
এই গল্প টা আগেই শুনেছি Spotify তে....... ভীষণ মিষ্টি একটা গল্প..........
আর একটা কথা ছিল, আবদার বলতে পারো...... Spotify তে প্রত্যেক শনিবার যে দুটো করে পুরোনো গল্প দেওয়া হয়, এই শনিবার "সে" আর "বিরোহিণী" গল্প টা দিও প্লিজ....... এই দুটো গল্পের সাথে বেশ কিছু পুরোনো স্মৃতি জড়িয়ে আছে....
একই গল্প বারংবার শুনে কি একইরকম ফিল করা যায় , যায় না..... কিন্তু এই দুটো গল্প প্রত্যেক বার আমায় ভাবায়.... "সে" গল্প টা যতবার শুনেছি ততবারই চোখের কোণে জল এসেছে.... যদি তুমি আমার এই কমেন্ট টা পড়ে থাকো, প্লিজজজজজজজজজজজজজজ রিকোয়েস্ট টা রেখো..... 🥀
ধন্যবাদ, চেষ্টা করব।
@@sayak2286 💙
Apa amio apnar sathe soho mot """ Shey golpo is my heart beat 🥰🥰🥰😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
"সে" এটা একটা মাস্টারপিস❤
@Rimpita apa thik bolachhan
ইসস সায়কদা ফেমাস হবার আগে যদি ওনার কাজ শুনতাম...before Sunday Suspense 🥺🥺🥺 Kudos Sayak Da 🥰 full inspiration...he inspire me a lot
ওয়ার্কিং স্পেস ভাড়া নিয়ে কাজ করি, আজ একটু কাজের চাপ হালকা থাকায় নাটকটা শুনলাম, নাটকটা শোনার পরে মনে মনে হলো থাক অভাব ক্ষতি নেই, এখনো এই শহরে প্রাণ আছে, ভালোবাসা আছে এটা নিয়েই বেঁচে থাকব... আপনার গলার একটা জাদু আছে কোনোভাবেই মন সংযোগ সরানো যায় না, আরো অনেক গল্প সোনার অপেক্ষায় বসে রইলাম
সায়ক দাদা ভাই😎 আপনি কী সত্যি এই জগতের একজন কী 😜😜😜😜😜😜
আপনার গল্প পড়ে আমি এক নতুন জগতে প্রবেশ করি কী করে জানি না
আপনি একটা ডাইমেনশন বুঝলেন দাদা ভাই আপনি যখন গল্প শোনান তত খন যেন অন্য স্থানে অবস্থিত আমি। আর একটা জগতে 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 ,,, আমি শুধু আমার মনের কথা বললাম। আমি সত্যিই আপনার লেখা গল্পের পাগল 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ভক্ত 😊
I love sayak brother's voice 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Ki opourbo sundor glpo ta... avbei sbar swpno gulo sotti hok.... ❤❤
কি মিষ্টি একটা গল্প।প্রজন্মের পর প্রজন্মে প্রেম গুলো এভাবেই বেঁচে থাকুক আমাদের চারপাশে। একটা মিষ্টি অনুভূতি
অনেক ভালো লাগলো।❤️❤️❤️
Bro (Sayak Aman), you've something very nostalgic in your voice. Not found to be awestruck when firstly, your written story then the entire of Sayak Aman in flesh and blood got to do voice over in Radio Mirchi's Studio, the pioneer in Bengali Audio Story, to say. But, the striking part in this observation is that, during my entire period of listening to Audio stories, may be Bengali, Hindi or English, for the last 7 yrs this channel is one of the rarest which never pleas for subscription. Cuz the content and presentation are the fuel to propel in the race to be the best.
Sir, keep up your good work Boss. My subscription is nearly as old as the channel but really find disheartening that the channel is miles away from million subscribers. Please don't judge the book by it's cover - a request to all the listeners.
গত কয়েকদিন ধরেই পরীক্ষা নিয়ে আমি বিধস্ত ছিলাম 😅🖤🥀
তারপর এই গল্পটা চোখে পড়তেই গল্পটা শুনলাম 😇❤
সত্যিই দূর্দান্ত 😇❤
এইরকম love story হতে পারে আমি ভাবতেও পারিনি 😅
তবে হ্যাঁ! গল্পের cover photo te লেখকের নাম মানে সায়ক দার নাম দেখেই বুঝে ছিলাম দূর্দান্ত হবে গল্পটা 😇❤
যতটা ভেবেছিলাম তার থেকেও অসাধারণ হয়েছে 😌❤
মন ছুঁয়ে গেল 😇❤✨
বিশেষত লাস্টের দিকের ওই লাইন টা -
" কবে যে তোর আমার স্বপ্ন গুলো অদল বদল হয়ে এক হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি "
উফফফ সত্যিই অন্যতম সেরা গল্প ছিল 😌❤✨
একদিন এই মানুষটা সব্বাইকে ছাপিয়ে যাবে । অগণিত শ্রোতা ও পাঠকের স্বপ্ন কখনো বিফলে যায়না....
ভাই সায়ক, কতদিন ধরে তোমার একটা রোমান্টিক গল্পের অপেক্ষায় ছিলাম। তোমার গল্পগুলো অনবদ্য। তার থেকেও বেশি আকর্ষণীয় তোমার পাঠ। যেন মনে হয় চরিত্রের সামনেই বসে আছি। তোমার বলা প্রতিটা শব্দ এক অসম্ভব সুন্দর ভালোলাগায় মনকে দোলা দিয়ে যায়। নতুন করে প্রেমে পড়তে মন চায়। প্রতিবার তোমার করা প্রতিটা চরিত্রের প্রেমে পড়ে যাই।
পর্ন শবরীর শাপ এ ক্লাইম্যাক্স এ তোমার সংলাপ চোখে জল এনে দিয়েছে, আবেগপ্রবন করে দিয়েছে। তুমি ভাই অসাধারণ। আরও বড় হও। আশীর্বাদ ও ভালোবাসা নিও।
সায়ক আমান দার ভুতের গল্পের থেকে এইসব জীবনমুখী গল্প আমার অসম্ভব ভালো লাগে। গল্পটা মনের অনেক ছোটো ছোটো অনুভূতি গুলোকে সত্যিই হয়তো দোলা দিয়ে গেলে মনে হয়। এরকম আরও গল্পের অপেক্ষায় রইলাম.….❤
Ooooo dada kii diccho..🔥🔥
Ato taratari tomar lekha story abar uffffff kii vaggo goo amader..🤗🤗
Thank you thank you soooooo much puro MHS Team k..😍❤️
হু ঠিক কই ছেন🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
আজ আমার মনটা সত্যিই খুব খারাপ ছিল।😢 তারপর ইউটিউব এর গল্পটা শোনার পর এখন মনটা সত্যিই খুব ভালো হয়ে গেছে।😊😊 আর হ্যাঁ গল্পটা খুব সুন্দর হয়েছে।😊😊
সায়ক+রোমান্টিক স্টোরি বস কোন কথা হবে না 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🥰🥰❤️❤️❤️❤️❤️
লেখকের নাম পরে লাইক করে দিয়েছি 😊জানি গল্পঃ শুনে মন ভরে যাবে নিশ্চই 😊❤
স্রোতের উজান স্রোত , স্রোতভাটিয়াল
স্রোতে ভাসে খড়কুটো...🍁🍂
সায়ক আমানের গল্প গুলো খুব সুন্দর...❤️
❤
Darun bolechhen. 👌👌👌👍👍👍
কিছু কিছু সৌন্দর্যের মধ্যে চটক থাকে না বরং সে সব মুখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে,বুকের ভেতর রৌদ্র তপ্ত মেঠো পথে হাঁটতে হাটতে ,ছায়া তে জিরিয়ে নেয়ার মত শান্তি নামে । 💝💝
এক একটা গল্প শুনি আর ভাষা হারিয়ে যায় ..দিন দিন মন খারাপ মন ভালো সব কিছুর সঙ্গী হয়ে উঠেছে এই গল্প গুলো..গল্প গুলো যেন সবকিছু থেকে দূরে কোনো এক অজানা সুন্দর পরিবেশে নিয়ে চলে যায় ..হারিয়ে যেতে ইচ্ছে করে,,,,লেখক বাবু আপনি অনেক দূর এগিয়ে যান ..মন থেকে কামনা করি..আর আপনাকে ধন্যবাদ এই সুন্দর গল্পগুলো আমাদের উপহার দেওয়ার জন্য
কি সুন্দর একটা স্বপ্ন ও ভালোবাসার গল্প , সিনেমার মতো চোখের সামনে ভেসে উঠছিল সবকিছু 😌💘
এক অস্বাভাবিক শান্তি আছে গল্পটাতে ❣️😌
ঠিক বলেছেন।
পর পর সায়কদার লেখা😳😳😭😍.... সায়কদাকে বোধহয় কেউ কিডন্যাপ-ফিডন্যাপ করছে🤣🤣🤣
হ্যাঁ থ্রেট দিয়ে লেখাচ্ছে 🤭
যাদের গল্প শোনানোর জন্য ঠাকুমা বা দিদুন নেই, তাদের জন্য মিডনাইট হরর স্টেশন আছে,আর আজকের গল্প সায়ক আমন এর মানে তো কোনো কথাই নেই
Mone hoccche khorkuto serial theke chapa??😃💔...jokes a part, asha korchii valoii hobe, opekkhaye roilam koto din por abar sayak dar lekhaye!!😌❤❤❤
ওই যে কথাগুলো "আমরা সারাজীবন ধরে শুধু খইতেই থাকি , সময় আমাদের ক্ষয় ছাড়া আর কিচ্ছু শেখায় না।"
অসাধারণ লাগলো গল্পটা ❤
Asadharon valobasa aii rkm o hoy aneker kacha abr anaker kacha valobasa onno rakom...kintu aii rkm valobasar sottie anubhuti ta akdm onno rkm... jagulo konodin kono vasay prokash kora jayna...khub sundor laglo..♥️♥️♥️
অসাধারণ গল্প। শিহরণ জাগিয়ে তুলেছিল প্রতি মুহূর্তে!❤
আবার একটা "রোম্যান্সের বিস্ফোরণ "❤🔥!!! মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়ার জন্য শুধুমাত্র সায়কদার নামটুকুই যথেষ্ট💘💘💘। আমার মত কারা কারা সায়কদা ও MHS-এর অন্ধ ভক্ত (Blind Fan)????
গল্পের মধ্যে সাসপেন্স না থাকলে মধুর হয়না যেটা শেষে পাওয়া যায় ...... সেটা ভালবাসা হক বা গল্প 💜
এখানকার সব গল্পই অসাধারণ 😌😌😌 আর এটা তো সায়ক আমানের লেখা তাহলে তো আর কথাই নেই। ❤❤❤❤
আশ্চর্য ভালো একটা গল্পঃ শুনলাম আজ ❤️❤️❤️, team mid night horror station জিন্দাবাদ ☺️☺️☺️☺️
Sayak Da inspiration 🥰🥰🥺🥺🥺 khub mon choya golpo
সায়ক আমান এর সব গল্পঃ গুলোও কেমন যেনো আমার জীবনের সাথে রিলেটেড.... সরি, আমার জীবন বলা ভুল হয়তো আমাদের সবার জীবন এর সাথেই রিলেটেড ❤️❤️❤️❤️।
Kotodin j erom golper jono wait korchilam se r ki bolbo ......jemon golpo bola.. temni golpo lekha dutoi jano bhogoban du hat bhore diache .... sob golpo suni tomr ...tomar onk boro fan ami ❤️❤️❤️
এই ৬১ বছর বয়সে এসেও তোমার লেখা মন ছুঁয়ে গেল। শুনতে শুনতে মাঝে বেশ কয়েকবার দু'চোখ ঝাপসা হয়ে এসেছিল......
আমি যেন কখন আমার ফেলে আসা সেই তরুণ বয়সে ফিরে গিয়েছিলাম .....
আশির্বাদ রইলো।
অনেক বড় হও।
Sotyi...... Sayaker lakhay ekta onyo rokomer swad..... mon bhorano..... !! Moner khoob kachhe ese pouchhay..... bhalo thakben bhai..... sustho thakun...... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
কী আর বলবো নতুন করে , দাদা তো এইরকমই ❤️ , তবুও বলতে হয়, কী যে অসাধারণ লাগলো গল্প টা!!! ❤️, তোমার লেখা আলাদা জগৎ । বাকি কন্ঠ দাতা/দাত্রী দেরও অনেক ভালোবাসা এত সুন্দর উপস্থাপনাগুলোয় সাথে থেকে সেগুলোকে আরও সুন্দর করতে থাকার জন্য ।
চোখের জলে মুখে ম্লান হাসি রেখে কতো কিছুর কল্পনাতীত স্বপ্নের রাজ্যে ভেসে গেলাম আর মনে হলো ভালোবাসা সত্যিই এতো সুন্দর হলে কতো ভালোই না হতো কিন্তুু হয়তো হয় না বা কারো কারো জীবনে হয় তবু্ও স্বপ্ন দেখা ছাড়তে নেই আরো নতুন নতুন গল্প শোনার আশায় রইলাম , ধন্যবাদ মনভালো করে দেওয়ার জন্যে...❤😊
Asadharon golpota akta onno jogote niye Jai ....
10:03 🤣🤣🤣🤣🤣🤣
Jai hok golpota sera hoyeche dada❤
Erokom golpo aro chai❤❤❤❤
আমার কাছেও আছে একজন ভূতের রাজা❤️❤️❤️
গল্পটা দারুন ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Sayak da already sun6i Spotify te......ki 6ilo dada eta??😭❤️
Amder sopno gulo o j tumi odol bodol kore nile🔥❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🔥❤️🔥❤️🔥❤️❤️🔥❤️🔥
সবার প্রেমের গল্পটা এমন হলেও পারতো। Atlist পরিবার তো আর বাঁধা হয়ে দাঁড়ায় নি। 😊
অসাধারণ অনবদ্য সুন্দর লিখেছেন 😀 গল্পটা যখন শুনছিলাম তখন মনে হচ্ছিল যেন কোনো স্বপ্নের রূপকথার জগতে রয়েছি । কিন্তু স্বপ্নের ঘোর কাটিয়ে উঠতে না উঠতেই হঠাৎই গল্প শেষ হয়ে গেল । এটা ঠিক হলো না 😣😦আরো বেশী করে চললে ভালো হতো । কিন্তু সব ভালোর আয়ু অল্পই হয় 😭 😭 আচ্ছা যদি এতো সুন্দর মিষ্টি গল্পের নায়কের মতো বাস্তব জগতেও থাকতো তো কতই না ভালো হতো 😊😊 অপূর্ব সুন্দর গল্পের সাথে অপূর্ব সুন্দর পরিবেশনা 👌👌👌💕এরকম গল্প আরো চাই যা শোনার পরও অন্তরে আজীবন গেঁথে থাকে এমন কেমন 😄😄
সায়কদা তুমি অন্য পর্যায়ের গুণী মানুষ। আমি ধন্য তোমার একজন গুণমুগ্ধ ভক্ত রূপে আমিও খানিকক্ষণের জন্য হলেও ঐ পর্যায় পর্যন্ত পৌঁছাতে পারি। পর্ণশবরীর শাপে তোমার সেই আইকনিক সংলাপগুলি ও একদম শেষে ভাদুড়ী মশাইয়ের সাথে পল্লবের কথোপকথন, সত্যিই অসাধারণ ও অতুলনীয়।
Aj prothom bar comment korlam...nijer hat k r samlate parlam na....soni bar math exam...youtube ta khultei aj prothom ei chokhe porlo 'tumi thote nio khorkuto'....akta bhison excitement kaj korlo...exam er tension fele rekhe start korlam golpo ta .....mon chuye galo....bhasay bojhte parchina...er age sob golpo gulo sunechi...kokhono comment korbo bhabini.. but aj r nijeke atkate parlam na....rekhe gelam nijer kichu kotha ...tumi thote nio khorkutor comment box e....khub bhalo legeche... R o eirokom golpo sunte chai...opekkhay roilam...☺
Sotti.!...Puro mon chuye gelo ...!...R ekta bisesh karon a golpo ta amar personal favorite gulor Modhe ekta hoye thakbe...Thank you Sayak Aman ...Sir
এতো সুন্দর করে কিভাবে মানুষ পারে বলতে বা লিখতে??
এক কথায় অসাধারণ 🤗❤️
আমি অনেক বড় ভক্ত আপনার সায়ক দা
বাংলাদেশ থেকে 🇧🇩🇧🇩
ভালোবাসা অবিরাম সবসময় 🥀🥀
খুব সুন্দর লাগল তোমার লেখা গল্পটা❤ অনেক ধন্যবাদ সায়ক দা এটা লেখার জন্য 🙏🏻
আপনার গলায় যে কি মুগ্ধতা আছে জানা নেই আমার, তবে এই কন্ঠ শোনার জন্য আবারো জন্ম নেয়া যায় অনিশ্চয়তার শহরে বার বার.... 😌💗😌
দাদা গল্পটা আগেই শুনেছি, শুধু এটুকুই বলতে পারি গল্পের শেষটায় চোখে জল চলে এসেছিল..🌼❤️✨
ধন্যবাদ।
@sayak 22 . Sayak dadabhai happy ending holo......
But golper besi mone lage jokhon golpotar ses hoi na.... Ba sad ending.... Rat 3 tar por golpotate jamon kore chhilan dabhai ,,, daily vhore ghum thake utha age oi golpo tai mathai ase ☺☺☺☺ ... Sriti te dag kata gachha dadabhai.... Just sad ending gulo na mone dag kate...... Ja sorone ajibon thakbe "shey " Golper moto 🥰
অসাধারণ। সায়ক আমানের লেখা মানেই অনবদ্য। আর সায়ক আমানের কন্ঠে সেই গল্পটা একটা অন্য অনুভূতি সৃষ্টি করে।❤️❤️
Ato sundar anuvuti... Just asadharon. Kono vasha nei ato sundar akta galpo upohar deoar jonno sayak aman
Golpo ta abar sunbo ❣️
Jehetu sayak da r lekha premer goppo ki na😁😁❤️🥀
আপনার গলার স্বর, গল্প বলার ভঙ্গি, উচ্চারণ সবটা এতো সুন্দর এতোটাই নিখুঁত যে দিন দিন প্রেমে পড়ে যাচ্ছি 🥰🥰🥰🥰
আর এতোটাই গভীর প্রেম যে অন্য কারো গল্প বলার ভঙ্গি পছন্দ হয় না😇😇😇😇
ভালো থাকবেন আরো গল্প শোনার অপেক্ষায় রইলাম ❤
সায়ক দা তুমি কিভাবে এত সুন্দর গল্প লেখো?মনে এতটাই সুন্দর ভাষায় বোঝাতে পারবোনা।।।
মানে অনেকেই হয় মনে ছোঁয়া রেখে যায় গল্পে তবে তুমিও এক কপিই আছো।।হাজার খুঁজলেও আর একটা পাওয়া যাবে না।
গল্পটা এতটাই ভাল লেগেছে যে অফিসে কাজ করার মাঝখানে যখন আমি ক্লান্ত হয়ে পড়েছি তখন এই গল্পটার কথা মনে করেই আবার যেন মনের মধ্যে ইনস্পিরেশন পাচ্ছি আর মনে হচ্ছে ব্যর্থতা অনেকের জন্য সফলতা সবার জন্য নয় তবে একদিন না একদিন সফলতা আমারও আসবে।।
সুন্দরতম কন্ঠ এর সাথে সুন্দর একটি গল্প ধন্যবাদ সায়াক আমান এত্ত সুন্দর কিছু উপহার দেয়ার জন্য ❤️❤️❤️
কিছু বলার নেই....
one of your best story❤️
Voyer cheye jano premer golper apekkhay beshi thaki ami..❤❤ darun..
অনেক দিন বাদে সায়ক দার গল্প শুনলাম। শুধু গল্পের শেষে আপনার নামটাই যথেষ্ট। গল্প মন ছুয়ে যাবে গ্যারান্টি। অসাধারণ। আমি হাজার বছর ধরে লিখে চলুন আর আমার মতো অসংখ্য শ্রোতার মন ভালো করে চলুন।
Aj prothom sunlam...chokhe jol chole elo..eto sundor golpo..jemn amiee golper nayok..😭💓💓💓
Osomvob sundor ekta golpo 😌😌....chokhe jol esee gelo
উফ সেরা,,,❣️❣️❣️❣️❣️❤️
বলার ভাষা খুঁজে পাচ্ছি না🙃
অসাধারণ অসম্ভব সুন্দর গল্প এবং পরিবেশনা তার থেকেও ভালো কারণ গল্প যতই ভালো হোকনা কেন তাকে ফুটিয়ে তোলার দায়িত্ব পরিবেশকই।
এক অনন্য অনুভূতি, খড়কুটোর মতো স্বপ্ন নিয়ে বাঁচা আমি বা আমাদের খুঁজে পাওয়া. ভালো থেকো লেখক, ভালোবাসায় থেকো। ❤
Akdom
kiuchuinaa abar onek kichu ei golpe royeche............. janina sheshe keno chokhe elo..... darun darun darun go......
গল্পের থেকে বেশি ভালো লেগেছে Background music যেটা বেশিরভাগ জুড়ে রয়েছে। এককথায় অসাধারণ, অনবদ্য।
তোমার গল্প গুলো ...... তোমার গল্প গুলো সত্যিই এক জাদুর কাঠি হয়ে উঠেছে সায়ক দা। এই জাগতিক মহাজাগতিক প্রসঙ্গ পেরিয়ে তোমার লেখা গুলো যেন চরম হতাশার দিনটাকেও স্নিগ্ধতায় প্রশস্তিতে ভরা রাত বানিয়ে দেয়। সায়ক দা ইচ্ছা আছে তোমার সাথে সামনাসামনি কথা বলার ...... আসলে তোমার গল্পের মতো আমারও এক প্রিয় মানুষটির স্বপ্নটা আমার হয়ে উঠেছে।
kichu bolar nei, shotti e oshadaron 🙃🙃
ai bishes golper jonnoi to wait kore thaki.... asadharon laglo...
Dada tumi sera r sera nijer sob golpo diye mon joy kore nao chaliye jao😎😎
সায়ক আমান নাম টাই যথেষ্ট❤️
প্রতিটা কাহিনী মন ছুঁয়ে যাওয়ার মত, এই গল্পটা সেরকম ,শুধু কেঁদেছি শুনতে শুনতে , আর জীবনের সাথে বড্ড মিল পেয়েছি , উল্টো দিকের মানুষটা আমার জীবনের স্বপ্ন পূরণ করার জন্য কত কি করে চলেছে আজও😌📌 একসাথে পূরন করছি কত কি স্বার্থত্যাগ করে , কিন্তু দুজন দুজনের পাশে সর্বদা থেকে গেছে ,আছি আর থাকবো🥰
Golpo ta sune nijer college jiboner kotha mone pore gelo. Ashadharon golpo👌
Khub sundor mon chuuya galo khub valo laglo.a rokom golpaar assai roye lam
সত্যি অনেক দিন এধরনে গল্প শুনে খুব ভালো লাগলো। আর গল্পটা ও খুবই ভালো লাগলো। 👌👍❤
R kono kotha hobe na.....Sayak dar lekha manei 🖤
সত্যি ! সায়ক দার গল্প যেন সব মন খারাপ দূর করে দেই ,ঠিক একটা magic এর মতো করে। Thank you সায়কদা এত সুন্দর সুন্দর গল্প লিখে পরে শোনানোর জন্য ।😇❤️
উফফ...কি মিষ্টি গল্প❤️❤️❤️
Amar kache sayak da mane thriller ar romance ❤❤❤❤🙂🙂🙂
অসাধারণ অনবদ্য উফ কিছু বলার নেই আর । সেরা ছিল গল্পটা সেরা । 😌😌😌😌😌😌😌😌 ❤️❤️❤️❤️❤️❤️
এই গল্পটা❤️ এই গল্পটা আমার বড্ড কাছের হয়ে থাকবে...
একমাত্র এটা এমন একটা গল্প, যে গল্পের নায়িকার সাথে আমি নিজের এত্ত মিল পেয়েছি। শুনতে শুনতে রীতিমতো ভাবছিলাম, সায়কদা কী আমাকে দেখে লিখলো?🤭
পলি❤️
পলির মতন আমিও স্বপ্ন দেখি, ওর আর আমার স্বপ্নটাও এক। তবে, কখনো কখনো ভয় হয় খুব। আমার তো আর প্রহর নেই, তখন একবার করে এই গল্পটা শুনে নেবো। ওই মনের মধ্যে আগুনটা জ্বালানোর জন্য...😌❤️✨
আর একটা ধন্যবাদ সায়কদার প্রাপ্য, এই গল্পটা উপহার দেওয়ার জন্য 🥺❤️
শুভেচ্ছা।
Sayak da tumi ki আর্জেন্টিনার সাপোর্টার💙
ফুটবল সপর্কিত লাইন গুলো আমাকে খুব e আকৃষ্ট করলো❤️
বিশেষ গল্পটি সত্যিই খুব বিশেষ। দারুন লাগলো। এরকম বিশেষ মাঝে মাঝে হতেই তো পারে
গল্পটা সত্যিই অসাধারণ। গল্পের শেষ টা শুনে চোখে জল চলে এলো। অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটা গল্প আমাদের উপহার দেওয়ার জন্য। আরও এরকম গল্পের অপেক্ষায় রইলাম 💖
সায়ক দা .... এই ভাবেই মানুষ কে মানুষ এর পাশে থাকার, স্বপ্ন পূরণ করার , সাহস দিয়ে যাও...
আবারো শুনলাম😌🎧 মন ভরে না❤️❤️
Osadharon. Kichu bolar bhasha nei. Ojhore chokh die jol porchhe. Onobodyo.
সায়াক দা তোমার লেখায় একটা অন্যরকম জাদু আছে। মনে হয় যেন আমাদেরই প্রতিদিনের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোকে আবার নতুন করে খুঁজে পাচ্ছি । অসংখ্য ধন্যবাদ তোমাকে এত সুন্দর ঘটনারুপী গল্পগুলো উপহার দেওয়ার জন্য । ❤
ভালো থেকো 🍁
সত্যিই অসাধারণ,চোখ থেকে কখন জল ঠোঁট ভিজিয়েছে বুঝতেই পারিনি!!!!!
Sotti bolte sera lekha r sera channel o .খুব অপেক্ষায় থাকি ।।একটু তারাতারি গল্প আসলে খুব উপকৃত হই❤️