কালের যাত্রার ধ্বনি শুনিতে ‍কি পাও || Kaler Zatrar Dhwoni Sunite Ki Pao

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • কালের যাত্রার ধ্বনি শুনিতে ‍কি পাও_বিদায়_শেষের কবিতা-রবীন্দ্রনাথ ঠাকুর।
    আবৃত্তি- সৌমিত্র চট্টোপাধ্যায়।
    কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও।
    তারি রথ নিত্যই উধাও
    জাগাইছে অন্তরীক্ষে হৃদয়স্পন্দন,
    চক্রে-পিষ্ট আঁধারের বক্ষ-ফাটা তারার ক্রন্দন।
    ওগো বন্ধু, সেই ধাবমান কাল
    জড়ায়ে ধরিল মোরে ফেলি তার জাল -
    তুলে নিল দ্রুতরথে
    দুঃসাহসী ভ্রমণের পথে
    তোমা হতে বহুদূরে।
    মনে হয় অজস্র মৃত্যুরে
    পার হয়ে আসিলাম
    আজি নবপ্রভাতের শিখরচূড়ায়,
    রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায়
    আমার পুরানো নাম।
    ফিরিবার পথ নাহি ;
    দূর হতে যদি দেখ চাহি
    পারিবে না চিনিতে আমায়।
    হে বন্ধু, বিদায়।
    কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে,
    বসন্তবাতাসে
    অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস,
    ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ,
    সেইক্ষণে খুঁজে দেখো, কিছু মোর পিছে রহিল সে
    তোমার প্রাণের প্রান্তে ; বিস্মৃতপ্রদোষে
    হয়তো দিবে সে জ্যোতি,
    হয়তো ধরিবে কভু নামহারা-স্বপ্নের মুরতি।
    তবু সে তো স্বপ্ন নয়,
    সব চেয়ে সত্য মোর, সেই মৃত্যুঞ্জয়,
    সে আমার প্রেম।
    তারে আমি রাখিয়া এলেম
    অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশে।
    পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে
    কালের যাত্রায়।
    হে বন্ধু, বিদায়।
    তোমার হয় নি কোনো ক্ষতি
    মর্তের মৃত্তিকা মোর, তাই দিয়ে অমৃত-মুরতি
    যদি সৃষ্টি করে থাক, তাহারি আরতি
    হোক তব সন্ধ্যাবেলা।
    পূজার সে খেলা
    ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লানস্পর্শ লেগে ;
    তৃষার্ত আবেগবেগে
    ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে।
    তোমার মানসভোজে সযত্নে সাজালে
    যে ভাবরসের পাত্র বাণীর তৃষায়,
    তার সাথে দিব না মিশায়ে
    যা মোর ধূলির ধন, যা মোর চক্ষের জলে ভিজে।
    আজও তুমি নিজে
    হয়তো বা করিবে রচন
    মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন।
    ভার তার না রহিবে, না রহিবে দায়।
    হে বন্ধু, বিদায়।
    মোর লাগি করিয়ো না শোক,
    আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক।
    মোর পাত্র রিক্ত হয় নাই,
    শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই।
    উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে
    সেই ধন্য করিবে আমাকে।
    শুক্লপক্ষ হতে আনি
    রজনীগন্ধার বৃন্তখানি
    যে পারে সাজাতে
    অর্ঘ্যথালা কৃষ্ণপক্ষ-রাতে,
    যে আমারে দেখিবারে পায়
    অসীম ক্ষমায়
    ভালোমন্দ মিলায়ে সকলি,
    এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি।
    তোমারে যা দিয়েছিনু, তার
    পেয়েছ নিঃশেষ অধিকার।
    হেথা মোর তিলে তিলে দান,
    করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান
    হৃদয়-অঞ্জলি হতে মম।
    ওগো তুমি নিরুপম,
    হে ঐশ্বর্যবান,
    তোমারে যা দিয়েছিনু সে তোমারি দান ;
    গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়।
    হে বন্ধু, বিদায়।

КОМЕНТАРІ • 68

  • @amitmandal9122
    @amitmandal9122 14 днів тому

    যতবার শুনি বাকরুদ্ধ হয়ে যাই। কোন ভাষা নেই প্রশংসার ।❤❤❤

  • @pradipsarker1734
    @pradipsarker1734 16 днів тому

    এতো সুন্দর আবৃত্তি

  • @AmirulIslam-fw8du
    @AmirulIslam-fw8du 12 днів тому

    অসাধারন, অসাধারন, বাকরুদ্ধ হয়ে যাই

  • @sheikhhridoy1535
    @sheikhhridoy1535 Рік тому +15

    কমেন্ট করে রেখে গেলাম ২০২৩
    ১০ বছর পরে আমাদের ছোট রা দেখবে আমাদের কত প্রিয় ছিলে তুমি সৌমিত্র 💔

    • @-ey8vb
      @-ey8vb 4 місяці тому

      ১০ × ১০ বছর পরেও সমান আবেদনময়
      হয়ে থাকবে 👌👏🙏

  • @-ey8vb
    @-ey8vb 4 місяці тому +2

    সৌমিত্র চট্টোপাধ্যায় আমাদের চিরকালীন
    অপু, অমিত রায়, ফেলুদা। তাঁর কণ্ঠে এই
    আবৃত্তি অনবদ্য👌👌 👏

  • @urbtechtravel8208
    @urbtechtravel8208 3 місяці тому +4

    ঝরা বকুলেরা কান্না
    ব্যথিবে আকাশ

  • @haichowdhury242
    @haichowdhury242 Рік тому +10

    আহা, কি আবেগ নিয়ে বারবার 'বিদায়' শব্দটা উচ্চারণ করছেন! মনটা ভরে গেল।

  • @anjanakar9067
    @anjanakar9067 2 місяці тому +1

    Apurbo joto bar suni🙏🙏🙏

  • @SankarMondal-vb5dg
    @SankarMondal-vb5dg 5 днів тому

    অসাধারণ

  • @ninasaha9589
    @ninasaha9589 Рік тому +5

    আহা,বাক্যহারা হয়ে থাকি স্বপ্নের রাজকুমার এর কন্ঠ শুনলে।

  • @hridayAh6322
    @hridayAh6322 11 місяців тому +3

    আহ! মন শান্ত হয়ে গেল

  • @dnchatterjee334
    @dnchatterjee334 9 місяців тому +3

    Rabindranath Thakur created and Soumitra Chattopadhyay made it an epic upto our lives!

  • @tithibachhar1567
    @tithibachhar1567 Рік тому +5

    সেই ছোট্ট বেলা থেকে শুনছি,,,,,, তখন বুঝতাম না, তবুও শুনতাম। অসম্ভব ভালো লাগতো।
    আজও শুনি,,,,, এখন বুঝি। এখনো অসম্ভব প্রিয়।।।।।

  • @selimkhan6370
    @selimkhan6370 2 роки тому +3

    অসাধারন ! অসাধারন ! শুধুই অসাধারন !

  • @debasishbanerjee9127
    @debasishbanerjee9127 3 місяці тому +1

    Oshadharon shundor

  • @artshop4320
    @artshop4320 5 місяців тому +1

    AHAA kI OSHADHARON!

  • @subhajitdas1298
    @subhajitdas1298 3 місяці тому +1

    চোখের জল আটকাতে পারলাম না 😢

  • @flippancytv1702
    @flippancytv1702 Місяць тому

    আহা৷ ❤❤❤

  • @amitmandal9122
    @amitmandal9122 3 місяці тому +1

    বাকরুদ্ধ হয়ে যাই যতবার শুনি

  • @somnathbanerjee2534
    @somnathbanerjee2534 3 місяці тому

    জীবন মরন সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছো দাঁড়িয়ে
    সৃষ্টি দিয়ে সষ্ট্রা কে অন্তরের বিনম্র শ্রদ্ধা অঞ্জলি।

    • @-ey8vb
      @-ey8vb 3 місяці тому

      ...মরণের'। স্রষ্টা

    • @-ey8vb
      @-ey8vb 2 місяці тому

      স্রষ্টাকে

  • @KobitarMela-
    @KobitarMela- 2 місяці тому +1

    রাজকীয় আবৃত্তি ❤❤❤❤❤

  • @afrojabegum8720
    @afrojabegum8720 10 місяців тому +1

    কত বার যে শুনেছি তার হিসেব নেই শুধু সৌমিত্য বাবুর কনঠেই ,অনতর ছুয়ে যায়

    • @-ey8vb
      @-ey8vb 4 місяці тому

      সৌমিত্র বাবুর কণ্ঠ অন্তর ছুয়ে যায় √√

  • @MadhuchhandaDasOfficial
    @MadhuchhandaDasOfficial 2 роки тому +2

    বিনম্র শ্রদ্ধা 🙏

  • @anirbanchakraborty7451
    @anirbanchakraborty7451 2 місяці тому

    কালের রথের সারথি আমাকে করে দাও।।। মহাকালের অলঙ্ঘ্য নির্দেশের ব্যতিক্রম হয়ে আবার তোমাকে ফিরিয়ে আনি।।
    তোমাকে ভোলা যে সম্ভব নয়।।

  • @ArmanAbtahi
    @ArmanAbtahi 2 роки тому +3

    প্রিয় সৌমিত্র, বিদায়।

  • @ChannelUjan
    @ChannelUjan 2 роки тому +2

    বাহ্ চমৎকার কবিতা ও আবৃত্তি

    • @chinnopotro
      @chinnopotro  2 роки тому +1

      ❤️❤️

    • @bashontibala4596
      @bashontibala4596 2 роки тому

      আহারে হ্নদয় ছুঁয়ে যায় ❤️❤️

  • @somnathbanerjee2534
    @somnathbanerjee2534 Місяць тому

    🙏🙏🙏

  • @kanubrahmachari7644
    @kanubrahmachari7644 3 роки тому +8

    এরকম মানুষ আর কোনো দিন ফিরে আসবেন না 🙏🙏🙏

    • @chinnopotro
      @chinnopotro  3 роки тому +1

      ঠিকই বলেছেন

    • @-ey8vb
      @-ey8vb 4 місяці тому

      কোনও মানুষ ই ফিরে আসেন না।
      প্রতিভাবানরা তাঁদের কীর্তি রেখে যান 👌🙏

  • @ruhulamin-kh4mp
    @ruhulamin-kh4mp Рік тому +3

    বিদায় অপু।

  • @gopalkrishnadasdas5442
    @gopalkrishnadasdas5442 2 роки тому +3

    Excelant

    • @-ey8vb
      @-ey8vb 3 місяці тому

      Excellent √√

  • @sarmisthadas401
    @sarmisthadas401 3 місяці тому +1

    Excellent 🎉

    • @-ey8vb
      @-ey8vb 3 місяці тому

      Excellent = অনবদ্য, অপূর্ব। বিষয় : রবীন্দ্র কবিতা।

  • @smarajitbanerjee2546
    @smarajitbanerjee2546 11 місяців тому +1

    বড়ো ভালো লাগে

  • @d.k.sengupta9612
    @d.k.sengupta9612 Рік тому +2

    Simply extraordinary. I am overwhelmed. Only 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @-ey8vb
      @-ey8vb 3 місяці тому

      বাংলায় মন্তব্য করলে বিষয়ের সঙ্গে সাযুজ্যপূর্ণ হতো।

  • @snigdhabiswas3492
    @snigdhabiswas3492 10 місяців тому +2

  • @flippancytv1702
    @flippancytv1702 Місяць тому

    এই ব্যাক গ্রাউন্ড মিউজিক টা কি ভাব্র পাব?

  • @melodiousworld1471
    @melodiousworld1471 Рік тому +3

    ♥️♥️♥️♥️

  • @somnathbanerjee2534
    @somnathbanerjee2534 2 роки тому +2

    বিনম্র শ্রদ্ধা অঞ্জলি শিল্পী

  • @mdjobayer2249
    @mdjobayer2249 4 місяці тому +1

    বড় একা লাগে

  • @subhrasarkar1680
    @subhrasarkar1680 2 роки тому +3

    🙏🙏🙏🙏🙏🙏

  • @mithunbasak1034
    @mithunbasak1034 2 роки тому +3

    👌👌👌👌👌

  • @sfb.85
    @sfb.85 4 місяці тому

    zaman kabir allways love to hear song.

  • @somnathbanerjee2534
    @somnathbanerjee2534 Рік тому +2

    বিনম্র শ্রদ্ধা অঞ্জলি শিল্পী কে

    • @-ey8vb
      @-ey8vb 3 місяці тому

      শ্রদ্ধাঞ্জলি

  • @user-dj1zt2rr3z
    @user-dj1zt2rr3z 4 місяці тому

    কারো গান ভালো লাগা কি অপরাধ আমি জানিনা এটা কি অপরাধ

  • @-ey8vb
    @-ey8vb 4 місяці тому

    যারা ইঙরেজিতে মন্তব্য করেছেন তাদের বলার, বাংলায় মন্তব্য করলে বিষয়ের সঙ্গে সাযুজ্যপূর্ণ হতো

    • @julfikaralijewel3626
      @julfikaralijewel3626 3 місяці тому

      বানান ঠিক করেন আগে

    • @-ey8vb
      @-ey8vb 3 місяці тому

      @@julfikaralijewel3626 অনুস্বার সন্ধান করে পাই না বলে ইঙরেজিতে বানানে 'ঙ' দিতে বাধ্য হই। এটা অবশ্যই ভুল। কিন্তু অনিচ্ছাকৃত।
      কিন্তু বাংলা বিষয়ে বাংলায় মন্তব্য না করা, বিশেষত: বাঙালিদের, ক্ষমার অযোগ্য 👎👎

    • @-ey8vb
      @-ey8vb 3 місяці тому +1

      @@julfikaralijewel3626 আমি অনুস্বার সন্ধান করে পাই নি বলে 'ইঙরেজিতে' বানানে
      'ঙ' লিখেছি। সেটা অবশ্যই ভুল। তবে অনিচ্ছাকৃত।
      কিন্তু রবীন্দ্র কবিতা বা বাংলা বিষয়ে বাংলায় মন্তব্য না করা, অন্তত: বাঙালি হলে, অক্ষমনীয়
      অপরাধ 👎👎

  • @somnathbanerjee2534
    @somnathbanerjee2534 3 місяці тому +1

    বিনম্র শ্রদ্ধা অঞ্জলি শিল্পী কে

    • @-ey8vb
      @-ey8vb 3 місяці тому

      শ্রদ্ধাঞ্জলি