কেন হবে না, আমাদের দেশের যাদেরই কিছু টাকা হয় তারাই সাথে সাথে দেশের বাইরে নিয়ে যায় আর ইদানিং তো ড্রাইভার, পিয়নরাও ৩\৬ শত কোটি টাকার মালিক হয় এবং যার প্রায় সবটুকুই দেশের বাইরে ইনভেস্ট করেছে।
ভাই নবভরনেজ শহরে আমি 2020 এ তিন মাস থেকেছি... আপনার ভিডিও দেখে অতীতে ফিরে গেলাম.... শহরটি অনেক গোছানো, এই শহর নিয়ে অনেক স্মৃতি আমাদের ..... ভিডিওতে দেখানো সকল জায়গায় আমার যাওয়ার সুযোগ হয়েছে.... Alhamdulliah
আপনার জন্য দু'আ ও অফুরন্ত ভালবাসা রইল প্রিয়, হালাল হারাম দেখে শুনে খাওয়ার জন্য জাজাকাল্লাহ খইরন। সেই সাথে পরকালের সামান তৈরিতে আমাদের সময় দেওয়া উচিত। ❤
ওয়ালাইকুম আসসালাম ভিডিওটা দেখে খুবই ভালো লাগলো এগিয়ে যান দেশে এবং দেশের বাইরে যত ইউটিউব বার আছে আমরা সবাই সবাইকে বন্ধু ভেবে দেখব এবং পাশে থাকবো তাহলে তো আমরা সবাই পারব আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু
আসসালামু আলাইকুম ভাইয়া.. স্টুডেন্ট ভিসায় রাশিয়া যেতে প্রথম থেকে কি কি স্টেপ ফলো করতে হয়..? রাশিয়া যাওয়া পর্যন্ত মোট কত টাকা খরচ হয়...? কোথায় কত টাকা লাগে..? রাশিয়ান ভাষা কি বাংলাদেশ থেকে শেখা যায়..? এগুলো সম্পর্কে একটা ভিডিও চাই আশা করি বানাবেন...❤❤
@@GuyWithABackpackআমি ভারতীয় তবুও অনেক খবর রাখি বাংলাদেশী অধিক ট্যাক্স আর ডলার সংকট india ও অনেক সস্তা তবে রাশিয়া আমার প্রিয় অনবদ্য আর রাশিয়া আমদানি নির্ভর হলেও ট্যাক্স কম আর টা ছাড়া ওদের ডলার সংকট না ওদের প্রচুর পরিমানে রিজার্ভ আছে আর রপ্তানি নির্ভরশীল দেশ ওটা
১ রুবল ১.১৫ টাকা ধরে বেশিরভাগ জিনিসই বাংলাদেশের থেকে সস্তাই মনে হচ্ছে। সানফ্লাওয়ার অয়েলের দাম শুনে তো আরো অবাক। বাংলাদেশের মতোই দাম অনেক কিছুর, আবার কোনোটার কম অনেক। বাংলাদেশের থেকে দাম বেশি খুবই কম জিনিসেরই দেখলাম। অথচ আমাদের ইনকাম ডিফারেন্স টা😢
🙏🙏যেই দেশেই যান সেই দেশের কত টাকা এবং বাংলাদেশের কত টাকা তা উল্লেখ করলে টাকার পরিমাণ বুঝতে সুবিধা হবে। আশা করি পরবর্তী সব ভিডিওতে অবশ্যই টাকা উল্লেখ করবেন🙏🙏
জিনিষ পত্রের দাম দেখলেই তো আপনার আইডিয়া এসে যায় টাকার দামের ব্যাপারে। যেই দেশের জিনিস পত্র বাংলাদেশের মত সেম দাম সেই দেশের টাকার দাম আমাদের চেয়ে সামান্য কম বেশি হবে আরো সহজ ভাবে বুঝিয়ে বলি বাংলাদেশের ১ টাকা দক্ষিণ কোরিয়াতে ১০ টাকার সমান। এখন আপনি যদি দক্ষিণ কোরিয়াতে জান তাহলে ১ কেজি আপেল দক্ষিণ কোরিয়াতে ২ হাজার ইউন দিয়ে কিনতে হবে যা বাংলাদেশের টাকায় ২০০ টাকা। তেমনি আমেরিকার ১ টাকা বাংলাদেশে ১১৮ টাকার সমান। এখন আমেরিকাতে আপনি এক কেজি আপেল কিনতে গেলে ২ থেকে ৪ ডলারের মধ্যেই পেয়ে যাবেন । কিন্ত আপনি যদি ইরানে জান সেখানা কিন্ত ১ কেজি আপেল ১ লাখ রিয়াল দিয়ে কিনতে হবে । কারন বাংলাদেশের ১ টাকা ইরানে ৪৫০ টাকার সমান । আরো সহজ ভাবে বলে দেই কোন দেশে কোয়াটার কোকাকোলার কেমন দাম ১ ।বাংলাদেশে ১ টি কোয়াটার কোকাকোলা ২৫ টাকা । ২। দক্ষিণ কোরিয়াতে ১ টি কোয়াটার কোকাকোলা ৩০০ ইউন । ৩ । আমেরিকাতে ১ টি কোয়াটার কোকাকোলা ০.২০ সেন । পয়সাকে সেন বলা হয় । সহজ ভাবে ২০ পয়সা ডলার । ৪ । ইরানে ১ টি কোয়াটার কোকাকোলা ১০ হাজার ইরানি রিয়াল ।
ভাই আমার একটা বিষয় জানা খুব জরুরি। রাশিয়ার ক্যান্টমেন্টে পরিস্কারক করমি হিসাবে আমাকে নিতে চাই। যাওয়া কি ঠিক হবে। যুদ্ধেল কোন সমস্যা হবে কি। আমাকে নিয়ে আবার তো যুদ্ধ করা বে না। এটা নিয়ে ভাবছি। খুব দরকার ভাই দয়া করে আমাকে সঠিক একটা তথ্য দিয়েন। উপকার হবে ভাই
রাশিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ড, জার্মানি, USA, ইংল্যান্ড,সুইডেন,ফিনল্যান্ড, নরওয়ে, বাংলাদেশের ভিডিও দেখে বুঝলাম, ভারত সব থেকে ভালো দেশ, যেখানে জিনিসের দাম সব থেকে কম ও ভালো গুণগতমানের।
It is nice to see Russian's bazar having very reasonable priced having moderately good income. Are there scope for jobs there. Appreciate if you trouble to give me an advising reply.
It depends on education, skills and experience, but there are opportunities available I think. Also, there are plenty of foreign students graduating each year are getting jobs and enjoying life. Although, I recommend researching further for specific job position, brother.
রাশিয়ায় বাংলাদেশ থেকে কর্মী যাচ্ছে। অসুবিধা বলতে ভাষাগত অসুবিধা। ওখানে যে খুব দ্রুত শিখতে হবে ভাষাটা। ওখানে কাজের কোন অভাব নাই। খাবার-দাবার খুব সস্তা। প্রতিদিন 10 ঘন্টা কাজ করলে 1 লাখ টাকা থেকে 1 লাখ 20 হাজার টাকা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। খাবার খরচ বাংলাদেশি টাকায় 10 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। থাকার খরচ আরো দশ হাজার। রাশিয়ানরা মানুষ বেশ ভালো। বন্ধু বৎসল।
দাম গড়ে অনেকটা আমাদের দেশের মতোই। কিন্তু ওদের গড় ইনকাম আমাদের তুলনায় কয়েকগুন বেশী,সে হিসেবে দাম কমই বলা যায়।
আসলেই। ইনকামের সাথে খরচের রেশিও বিবেচনা করলেই বুঝা যায়।
কেন হবে না, আমাদের দেশের যাদেরই কিছু টাকা হয় তারাই সাথে সাথে দেশের বাইরে নিয়ে যায় আর ইদানিং তো ড্রাইভার, পিয়নরাও ৩\৬ শত কোটি টাকার মালিক হয় এবং যার প্রায় সবটুকুই দেশের বাইরে ইনভেস্ট করেছে।
রাশিয়ার মানুষ না খাইয়া মরবো কয়দিন পর । স্যাঙ্কশন খাইয়া ল্যাঙরা হয়ে গেছে অর্থনীতি । যুবকরা বেকার ঘুরে আর নয়তো যুদ্ধে গিয়া মরে
শুধু লবনের দাম টাই কম ইন্ডিয়ার থেকে। কিন্তু বাকি সব জিনিসের দাম ইন্ডিয়ার থেকে দিগুন বেশী।
আপনার বুঝতে হবে ১০০ টা বাংলাদেশ এর সমান রাশিয়া কিন্তু জনসংখ্যা বাংলাদেশের সমান
ভাই নবভরনেজ
শহরে আমি 2020 এ তিন মাস থেকেছি...
আপনার ভিডিও দেখে অতীতে ফিরে গেলাম....
শহরটি অনেক গোছানো,
এই শহর নিয়ে অনেক স্মৃতি আমাদের .....
ভিডিওতে দেখানো সকল জায়গায় আমার যাওয়ার সুযোগ হয়েছে....
Alhamdulliah
@@faiazmuhammad-s1g অনেক ধন্যবাদ ভাই। শুনে খুব ভালো লাগলো 💕
নভোভরোনেজের কোন এলাকায় ছিলেন?
@@GuyWithABackpack
Orchid hotel
Akon apni kotai
মাশাআল্লাহ খুবই সাজানো গোছানো শহর । দেখে খুব আনন্দিত হলাম। 😊 শহরটি ও দোকানপাট পরিবেশ দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। জাজাকাল্লাহ খাইরান। ❤❤ 🇷🇺🇷🇺🇧🇩🇧🇩
ধন্যবাদ ভাই। দোয়া রাখবেন 😊
2021 এর তুলনায় দাম বেশ ভালোই বেড়েছে।তখন বেশির ভাগ সময় পিয়াতোরোস্কায় বাজার করতাম।এই স্থানকে ঘিরে অনেকভালো স্মৃতি এখনো জীবন্ত হয়ে আছে মনে।
বাহ! খুব ভালো লাগলো জেনে৷ স্মৃতির পাতায় ছাপা থাকুক সেসব! 💕
ভাই কোন এজেন্সি থেকে গেছেন তাদের নাম্বার দেওয়া যাবে
আপনি এই ভাবে না বলে বাংলাদেশ টাকায় একজনের কতো খরচ পরবে সেই টা বলেন
আপনার জন্য দু'আ ও অফুরন্ত ভালবাসা রইল প্রিয়,
হালাল হারাম দেখে শুনে খাওয়ার জন্য জাজাকাল্লাহ খইরন।
সেই সাথে পরকালের সামান তৈরিতে আমাদের সময় দেওয়া উচিত। ❤
জাজাকাল্লাহ খাইরান ভাই। অনেক ধন্যবাদ। দোয়া রাখবেন 💕
Thank you for this, I'm sure you enjoying Russia 👏. It's very cheap compared to UK shop. Hussain UK 🇧🇩🇨🇳🇮🇷🇷🇺🇵🇰
My pleasure! 😊
Good to know that!
Yes, I am pretty enjoying the vibe, foods, everything here... Thanks brother!
আপনাকে অপশন দিলে (একই জব সহ), কোন দেশে যাবেন ? রাশিয়া না ইউ কে ?
আমি রাশিয়া আছি আলহামদুলিল্লাহ খুব ভালো জায়গা দারুন লাগলো ভিডিও টা
Thank you ☺️
Go ahead bro.
Best of luck
Thanks a lot bhai 💕
দাম প্রায় আমাদের দেশের মতোই
কিন্তু রাশিয়াতে মানে অনেক ভালো 😊
জ্বী। ভেজাল নেই আরকি 🙃
ওয়ালাইকুম আসসালাম ভিডিওটা দেখে খুবই ভালো লাগলো এগিয়ে যান দেশে এবং দেশের বাইরে যত ইউটিউব বার আছে আমরা সবাই সবাইকে বন্ধু ভেবে দেখব এবং পাশে থাকবো তাহলে তো আমরা সবাই পারব আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু
ওয়ালাইকুম আসসালাম। অনেক ধন্যবাদ আপনাকে। শুভকামনা থাকলো আপনার জন্য 💕
khub valo laglo.. emon video aro diben vai
ধন্যবাদ ভাই 💕
ভাই স্বপ্ন আছে রাশিয়া যাওয়ার, আল্লাহ রহমতে যেতে পারি দোয়া কইরেন
Fi amanillah, brother.
আসার জন্য একটা বেবস্থা করে দেন না।
Excellent, in a single word, keep doing on the wonder work
Thank you so much brother 💕
ভাল মানে খুবি ভাল লেগেছে
অনেক ধন্যবাদ আপনাকে।সাবস্ক্রাইব করে পাশে থাকবেন
Nice video. thanks for your effort ❤
@@EnThuSiasT111 Thank you! It means a lot! 💕
ধন্যবাদ শুভেচ্ছা ও অভিনন্দন ভাই কে।
ধন্যবাদ 🥰
রাশিয়ান ভাই ভালো লাগলো ভিডিও টা 🧡
অনেক ধন্যবাদ আপু 💕
সাবস্ক্রাইব করে রাখতে পারেন ☺️
নাদিয়া তুমি কলকাতা আসো অনেক সস্তা আমার বাড়ি থাকবে আমি বাবলু কলকাতা থেকে বলছি
@@babluchakraborty7061 🧡
@@nadiasvlog8338 কবে আসছো বলো? আমি বাবলু কলকাতা থেকে বলছি
@@nadiasvlog8338 আমি বাংলাদেশ যাবো তোমার জন্য কি নিয়ে যাবো বলো?
দাম তো অনেকটা আমাদের দেশের মতোই। মাসিক ইনকাম আর খরচ কত এটা নিয়ে একটা ভিডিও বানান
জ্বী। ইনশাআল্লাহ সামনে চেষ্টা করবো একটা ভিডিও বানাতে।
আমাদের চেয়ে বেশি মূল্য।
আমাদের মধ্যে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখে অনেক ভালো লাগলো।
ওয়েল্কাম ভাই। আপনাকেও অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করে রেখেন চ্যানেলটাকে প্লিজ 💕
🎉🎉 bondhu 🎉🎉
বন্ধুউউ। চাইনিজ ভিডিও দাও
সুন্দর লাগলো
ধন্যবাদ ভাই 💕
Very nice. ❤ From dhaka, Bangladesh.
Thanks a lot! 😊
Take love also 💕
❤❤❤❤❤❤❤❤ Russia
আলহামদুলিল্লাহ 🥰আর ১ সপ্তাহ আছে রাশিয়া, I am Comming🥰
InshaAllah.. Best wishes brother!
Vaijan kon agency madhome jassen plz plz bolen
ধন্যবাদ ভাই আপনার এত সুন্দর ভিডিও দেওয়ার জন্য
ওয়েলকাম ভাই। 💕
Good Presentation Brother ❤️
Thank you so much brother! 💕
বাংলাদেশের চেয়েও অনেক কমদামে বাহ বাহ
হ্যাঁ! বেশ অনেক কিছুরই দাম এখানে কম আমাদের দেশের সাথে তূলনা করলে।
অসাধারণ ভিডিও নতুন সদস্য হলাম ভাইয়া
Onek onek thanks 💕
আপনার vlog টা দেখলাম খুবই ভালো লাগলো
Thank you so much 💕
subscribe kore diyen pls 😊
vaiya apnr voice ta onk sundor😎✌️✌️
Thanks bhai 💕
Lovely ❤❤❤ Vai
Thank you so much 💕
onk sondor video
Thanks bhai
আসসালামু আলাইকুম ভাইয়া.. স্টুডেন্ট ভিসায় রাশিয়া যেতে প্রথম থেকে কি কি স্টেপ ফলো করতে হয়..? রাশিয়া যাওয়া পর্যন্ত মোট কত টাকা খরচ হয়...? কোথায় কত টাকা লাগে..? রাশিয়ান ভাষা কি বাংলাদেশ থেকে শেখা যায়..? এগুলো সম্পর্কে একটা ভিডিও চাই আশা করি বানাবেন...❤❤
ওয়ালাইকুম আসসালাম ভাই। ইনশাআল্লাহ চেষ্টা করবো অবশ্যই 💕
Valu. Legese.😊.
অনেক ধন্যবাদ 💕
অসাধারণ
ধন্যবাদ 🥰
ভাই দেখা হবে রাশিয়া ❤️
inshaAllah... kono ekdin bro..
@@GuyWithABackpackরাশিয়া তে কি youtube চলে ভাই
ভাইজান ভিডিওটা সুন্দর হইছে কিন্তু আরো ভালো হইতো যদি বাংলা টাকা কত হয় একবারে বলে দিতেন
বাংলা টাকায় এতগুলো প্রাইস বলে দিতে গেলে অনেক বড় হয়ে যেতো ভিডিও ভাই। কনভার্সন রেট বলে দিছি ভিডিওতে একটু কষ্ট করে কনভার্ট করে নেন প্লিজ 💕
১ রুবলে ১ টাকা ২০-৩০ পয়সার আশেপাশে পাওয়া যায়
Beautiful Love 💕💕💕 you thanks Bangladesh
Thank you so much! ❤️
Heavenly food, so cheap ❤
আসলেই ভাই..
দাম তো আমাদের মতই, তার পরেও বার বার বলছেন মাত্র। দয়া করে বেতন কিরকম, বাড়ি ভাড়া সহ পুরো একটা ধারণা দিলে বুঝতে পারতাম এতো মাত্র মাত্র বলার কারণ।
আসলে ইনকাম বিবেচনায় খরচের রেশিও তুলনা করলে "মাত্র"-ই বলা যায়। চেষ্টা করবো সামনের কোনো ভিডিওতে বেতন, বাড়ি ভাড়া এসব তুলে ধরতে।
@@GuyWithABackpackwaiting..
vaiya job facilities and earning + tution fees ki dewa jai kina ayta niye akta video dorkar please and living cost niyeo
I will try bhai... And living cost er grocery niye to ekta idea pelen ei video te... Arekta video dibo inshaAllah grocery niye aro idea paben
@@GuyWithABackpack tution fees + job ayta niye ,,, nije ki fees dewa jai kina amon
অনেক ধন্যবাদ ভাইয়া
Welcome brother 💕
ভাই জামা-কাপরের দাম নিয়ে একটা ভিডিও চাই 🙏
ইনশাআল্লাহ ভাই। চেষ্টা করবো।
দাম প্রায় আমাদের মতই কিছু ক্ষেত্রে আমাদের দেশের তাইতেও কম। অথচ ওদের মাসিক আয় ২০ হাজার ডলার আর আমাদের আড়াই হাজার ডলার।
Per capita income 7k er moto, amader 2.5k er moto..
@@GuyWithABackpackরাশিয়া এখন ১৪০০০$ এর উচ্চ ইনকাম এর দেশ এখন
কিছু পন্য আছে আমাদের চেয়ে দাম কম। এভারেজ আমাদের দেশের মতো দাম।
Ha bhai..
আসতেছি ওস্তাদ
শুভকামনা রইল
আমি ভারতের থেকে দেখছি খুব ভালো লাগলো
অনেক ধন্যবাদ দাদা 💕
সাবস্ক্রাইব করে দিলাম ব্রো
Thanks a lot bhai 🙏☺️
সুপার সপের দাম হিসেব করলে আমাদের দেশের চেয়ে দাম কম।
Onek kichur daam e ekhane kom
Useful video
Thanks a lot brother! 💕
Very good job 👏
Love from Chittagong, Bangladesh 🇧🇩 ❤
Thank you so much brother 💕
চমৎকার
অনেক ধন্যবাদ ভাই 💕
@@GuyWithABackpack স্বাগতম ভাই
ভাই আসতেছি ইনশাআল্লাহ। দেখা হবে।
শুভকামনা রইল ভাই 💕
Vaiya Russia work permit visa niye akta video chai.??? Please vaiya janaben ❤❤❤
ওয়ার্ক পারমিট নিয়ে তো আমার আইডিয়া নেই ভাই। ভালো মতো জেনে একটা ভিডিও বানানো যায় কিনা দেখি, চেষ্টা করবো।
Famous Perfume variations ar price niye ekti video deben, pl
I will try bhai 😊
TAKE LOVE
💕
Very Nice ❤
Many many thanks 🤗💕
রাশিয়া অনেক বড় দেশ, মানুষের তুলনায় অনেক বেশি খাদ্য শস্য উৎপাদন হয়!এইজন্য রাশিয়াতে কখনও খাবারের সমস্যা হবে না অথবা দাম বাড়বে না!!
কিন্তু প্রায় ৬/৭ মাস বরফের নিচে জমিজমা আটকে থাকে এখানে, চাষবাস হয় না কোনো। অনেক জিনিসই আমদানি নির্ভর। তারপরও দাম খুব একটা বাড়ে না। অদ্ভুত!
@@GuyWithABackpackআমি ভারতীয় তবুও অনেক খবর রাখি বাংলাদেশী অধিক ট্যাক্স আর ডলার সংকট india ও অনেক সস্তা তবে রাশিয়া আমার প্রিয় অনবদ্য আর রাশিয়া আমদানি নির্ভর হলেও ট্যাক্স কম আর টা ছাড়া ওদের ডলার সংকট না ওদের প্রচুর পরিমানে রিজার্ভ আছে আর রপ্তানি নির্ভরশীল দেশ ওটা
১ রুবল ১.১৫ টাকা ধরে বেশিরভাগ জিনিসই বাংলাদেশের থেকে সস্তাই মনে হচ্ছে। সানফ্লাওয়ার অয়েলের দাম শুনে তো আরো অবাক। বাংলাদেশের মতোই দাম অনেক কিছুর, আবার কোনোটার কম অনেক। বাংলাদেশের থেকে দাম বেশি খুবই কম জিনিসেরই দেখলাম।
অথচ আমাদের ইনকাম ডিফারেন্স টা😢
জ্বী ভাই। বেশিরভাগই দাম কম বা সমান।
ভাইয়া আমি রাশিয়ার জন্য কাগজ জমা দিয়েছি দোয়া করবেন যেনো ধ্রত যেতে পারি। আর রাশিয়াতে খাওয়া খরচ মাসে কয় হাজার টাকা লাগে।
শুভকামনা আর দোয়া থাকলো ভাই। শহর ভেদে ৮-১০ এ ভালোভাবে হয়ে যায়।
@GuyWithABackpack ভাই মাশরুম পেকেজিং কাজে যাচ্ছি যদি এই বিষয়ে কিছু তথ্য দিতেন উপকার হতো ধন্যবাদ ভাই।
আসসালামু আলাইকুম।
রাশিয়া ভিসা রেশিও কেমন বাংলাদেশের জন্য।
ড্রাইভিং রেস্টুরেন্ট দর্জি ক্লিনার ওয়ার্ক পারমিট ভিসা হয় কি।
এই কাজ গুলো তে সেলারি কত হব।
এবং প্রসেসিং সময় কতদিন এবং টোটাল খরচ কত পরবে।
তথ্য শেয়ার করুন।
ধন্যবাদ।
ভাই অত্যাধুনিক সুপার মার্কেটের একটি ভিডিও দিয়েন।
ইনশাআল্লাহ ভাই। চেষ্টা করবো।
❤❤❤
💕💕
স্বপ্নের দেশ রাশিয়া
beautiful country indeed!
ডিসেম্বরে রাশিয়া ভ্লাদিভসটকে যাবো ইনশাআল্লাহ
InshaAllah.. Have a safe trip over there brother 💕
Fresh food এতো কম দাম
জ্বী, তুলনামূলক কমই বলা যায়।
ভিউ মিলিয়ন হিট করবে বলে দিলাম
ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই। সাবস্ক্রাইব করে রেখেন 💕
cegrt ar dokan ki nai vai? naki ai super shop gulatei pawa jay?
@@blackdevil5008 Supershop eo pawa jaay... Alada shop o ache
রাম রাম। হরে কৃষ্ণ
🙄🙄
🙏🙏যেই দেশেই যান সেই দেশের কত টাকা এবং বাংলাদেশের কত টাকা তা উল্লেখ করলে টাকার পরিমাণ বুঝতে সুবিধা হবে। আশা করি পরবর্তী সব ভিডিওতে অবশ্যই টাকা উল্লেখ করবেন🙏🙏
বলেছি তো ভাই। খেয়াল করেন নি হয়তো।
2:25 এখানে দেখেন।
জিনিষ পত্রের দাম দেখলেই তো আপনার আইডিয়া এসে যায় টাকার দামের ব্যাপারে। যেই দেশের জিনিস পত্র বাংলাদেশের মত সেম দাম সেই দেশের টাকার দাম আমাদের চেয়ে সামান্য কম বেশি হবে আরো সহজ ভাবে বুঝিয়ে বলি
বাংলাদেশের ১ টাকা দক্ষিণ কোরিয়াতে ১০ টাকার সমান। এখন আপনি যদি দক্ষিণ কোরিয়াতে জান তাহলে ১ কেজি আপেল দক্ষিণ কোরিয়াতে ২ হাজার ইউন দিয়ে কিনতে হবে যা বাংলাদেশের টাকায় ২০০ টাকা।
তেমনি আমেরিকার ১ টাকা বাংলাদেশে ১১৮ টাকার সমান। এখন আমেরিকাতে আপনি এক কেজি আপেল কিনতে গেলে ২ থেকে ৪ ডলারের মধ্যেই পেয়ে যাবেন । কিন্ত আপনি যদি ইরানে জান সেখানা কিন্ত ১ কেজি আপেল ১ লাখ রিয়াল দিয়ে কিনতে হবে । কারন বাংলাদেশের ১ টাকা ইরানে ৪৫০ টাকার সমান । আরো সহজ ভাবে বলে দেই কোন দেশে কোয়াটার কোকাকোলার কেমন দাম
১ ।বাংলাদেশে ১ টি কোয়াটার কোকাকোলা ২৫ টাকা ।
২। দক্ষিণ কোরিয়াতে ১ টি কোয়াটার কোকাকোলা ৩০০ ইউন ।
৩ । আমেরিকাতে ১ টি কোয়াটার কোকাকোলা ০.২০ সেন । পয়সাকে সেন বলা হয় । সহজ ভাবে ২০ পয়সা ডলার ।
৪ । ইরানে ১ টি কোয়াটার কোকাকোলা ১০ হাজার ইরানি রিয়াল ।
খুব সংক্ষিপ্ত সময়ের ভিতর আসতেছি
ইনশাআল্লাহ।
সবাই দোয়া করবেন।
ফি আমানিল্লাহ। শুভকামনা রইল
ভাই আমার একটা বিষয় জানা খুব জরুরি। রাশিয়ার ক্যান্টমেন্টে পরিস্কারক করমি হিসাবে আমাকে নিতে চাই। যাওয়া কি ঠিক হবে। যুদ্ধেল কোন সমস্যা হবে কি। আমাকে নিয়ে আবার তো যুদ্ধ করা বে না। এটা নিয়ে ভাবছি। খুব দরকার ভাই দয়া করে আমাকে সঠিক একটা তথ্য দিয়েন। উপকার হবে ভাই
Wow
💕💕
i think" Russian" ++BD prices বলে দিলে ভালো হতো
2:25 এখানে বাংলা টাকায় কত সেটা বলে দিয়েছি, কনভার্সন রেট। সবগুলোয় বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যেতো ভাই।
আমি রাশিয়ার আসতে চাই।
চলে আসেন ভাই
কোন সিজনে বরফ পড়ে, এবং কতদিন থাকে..?
নভেম্বর থেকেই শুরু হয়ে যায় আর মার্চ পর্যন্ত থাকে। এপ্রিলের প্রথম দিকেও কিছুটা পড়ে।
Army camp cleaner kemon hobe vai plz akto rply diyen
আইডিয়া নেই ভাই এই ব্যাপারে
❤
🥰
বাংলাদেশ তুলনায় দাম অনেক অনেক কম।
Haa bhai
I was in voronezh
Good to hear that brother.. Did you enjoy the stay over there?
ভাই ওয়ার্ক ভিসায় রাসিয়ায় নিয়ে বাংলাদেশিদের যুদ্ধে পাঠায় কথাটা কতোটা সত্য?
রাশিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ড, জার্মানি, USA, ইংল্যান্ড,সুইডেন,ফিনল্যান্ড, নরওয়ে, বাংলাদেশের ভিডিও দেখে বুঝলাম, ভারত সব থেকে ভালো দেশ, যেখানে জিনিসের দাম সব থেকে কম ও ভালো গুণগতমানের।
দাম কম হলে তো ভালোই লাকি আপনারা 💕
@@GuyWithABackpack সেটা বলতে পারেন,
চিকেন বিফ price ta niyaa video diyen vhai
ইনশাআল্লাহ চেষ্টা করবো ভাই
বর্তমানে 1 Russian ruble সমান 1.1601 taka
Haa bhai..
It is nice to see Russian's bazar having very reasonable priced having moderately good income. Are there scope for jobs there. Appreciate if you trouble to give me an advising reply.
It depends on education, skills and experience, but there are opportunities available I think.
Also, there are plenty of foreign students graduating each year are getting jobs and enjoying life. Although, I recommend researching further for specific job position, brother.
ওখানে মিনিমাম ওয়েজ কত ঘণ্টা প্রতি ? বাংলাদেশের দামের সাথে তুলনা করা যায় না ।
একেক কাজে একেক রকম
ভয়াবহ সস্তা😊
হ্যাঁ, তেমনই বলা যায়
Suprovat... Rajshahi
সুপ্রভাত
Russiar Rostov on don city thekha dekteci😊
ভালো লাগলো জেনে ভাই 💕
ভাই রাশিয়াতে কি অবোধ্য হয়ে থেকে কাজ করা যায় কি না জানাবেন। থাকা যায় কিনা জানায়েন
অবৈধ ব্যাপারে জানা নেই ভাই।
পেয়াজ রসুনের দাম অনেক কম
জ্বী, অনেকটাই কম।
Similar price like Bangladesh
Haa bhai...
ভাই। রাশিয়া কাজের ভিসায় গেলে কতো টাকা খরচ হবে।
Agency kemon tk ney amar jana nei vai
ভাইজান রাশিয়াতে কি বাংলাদেশ থেকে কর্মী যাচ্ছে? এখন রাশিয়ায় গেলে কি কি সমস্যা হচ্ছে একটু যদি বলতেন।
রাশিয়ায় বাংলাদেশ থেকে কর্মী যাচ্ছে। অসুবিধা বলতে ভাষাগত অসুবিধা। ওখানে যে খুব দ্রুত শিখতে হবে ভাষাটা। ওখানে কাজের কোন অভাব নাই। খাবার-দাবার খুব সস্তা। প্রতিদিন 10 ঘন্টা কাজ করলে 1 লাখ টাকা থেকে 1 লাখ 20 হাজার টাকা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। খাবার খরচ বাংলাদেশি টাকায় 10 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। থাকার খরচ আরো দশ হাজার। রাশিয়ানরা মানুষ বেশ ভালো। বন্ধু বৎসল।
কর্মী তো যাচ্ছেই ভাই। সমস্যা বলতে ভাষার সমস্যাই বেশি।
@@tawfiqripon2074ভাই আপনি কি রাশিয়াতে আসেন
একজন আত্নীয় বলেছে রাশিয়ার তিনদিন থেকে চারদিন টেনিং করতে হবে । টেনিংরে পাশ করলে একথেকে দুই মাসের মধ্যে ভিসা দেবে। কতটুকু সত্য বলবেন।
এ বিষয়ে জানা নেই ভাই
রাশিয়া কৃষি কাজ কি বাহিরে করতে হয় নাকি ঘরের বেতর করতে হয় |
বাহিরে
ভাইজান আমি রাশিয়াতে যেতে চাই আমাকে একটা পরামর্শ দেন প্লিজ
ভাই ট্যুরিস্ট ভিসায় ঘুরতে আসতে পারেন, স্টাডি ভিসায় পড়তে আসতে পারেন। ওয়ার্ক ভিসা এখন দিচ্ছে কিনা নট সিউর আমি।
আসসালামু আলাইকুম ভাইজান রাশিয়াতে কি ওয়ার্ক পারমিটে লোক যাচ্ছে জানাবেন প্লিজ
শুনেছি অনেকেই যাচ্ছে৷ ওয়ার্ক পারমিট নিয়ে আমার এখনো তেমন আইডিয়া হয়নি ভাই। সামনে এ ব্যাপারে জেনে টেনে ভিডিও দিবো ইনশাআল্লাহ।
@@GuyWithABackpack লোক যাচ্ছে কিনা এই বিষয়ে একটা ভিডিও বানাবেন ভাইয়া। অনেক উপকৃত হব
@@WahidHasan-y7d দেখি ভাই৷ ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ 2025 যাবো 🥰
InshaAllah brother