তুরস্কের সুপার মার্কেটে পণ্যের মূল্য! সত্যিই অবিশ্বাস্য! - Sorwar Alam

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 245

  • @sheikhfaridahmed2942
    @sheikhfaridahmed2942 3 роки тому +27

    অত্যন্ত ভালো লেগেছে।
    তুরস্কে চিকিৎসার অবস্থা, পদ্ধতি ও মান সম্পর্কে একটা ভিডিও করার অনুরোধ করছি।।

  • @peacefullifetv5065
    @peacefullifetv5065 3 роки тому +66

    আমার হৃদয়ের সব আবেগ অনুভুতি চেতনা কেন জানি তুরস্ক আর তার জনগের জন্য সব সময় আপ্লুত হয়! আল্লাহ হেফাজত করুন গোটা পৃথিবীকে।

    • @shumanaakhtar9788
      @shumanaakhtar9788 3 роки тому +1

      Me too feel the same way

    • @sfareza
      @sfareza 3 роки тому +1

      একই অনুভূতি আমারও।

    • @Pearlsategyhhhhnn
      @Pearlsategyhhhhnn 3 роки тому

      আহারে......!

    • @peacefullifetv5065
      @peacefullifetv5065 3 роки тому

      @@Pearlsategyhhhhnn
      Jan fitta jay??? Kalija jale?

    • @Pearlsategyhhhhnn
      @Pearlsategyhhhhnn 3 роки тому

      এই আবেগ দেইখ্খা অনেক বিনোদন পাইলাম 😁😁😁

  • @Unknownworld-z
    @Unknownworld-z 3 роки тому +58

    তুরস্কের এই দাম যদি আগুন হয় তাহলে বাংলাদেশের মূল্য তো আগ্নেয়গিরি।

  • @ridwanurrahman8945
    @ridwanurrahman8945 3 роки тому +39

    তুর্কী মধ্যবিত্ত মানুষ বাঙালী মধ্যবিত্ত মানুষের চেয়ে প্রায় দ্বিগুণ কমায়। কিন্তু জিনিষ পত্রের দাম আমাদের সমান। অনেক জাগায় কম , আর অল্প কিছু জাগায় বেশি। তার পরেও এইরকম নাভিশ্বাস হলে আমাদের দেশে থাকলে কি করতো??

    • @largerthanlife001
      @largerthanlife001 3 роки тому +1

      Oder standard ar amader standard ak na

    • @shahinurrahman9576
      @shahinurrahman9576 3 роки тому +1

      মরে যেত ভাই,,,,

    • @mohammadislam2263
      @mohammadislam2263 3 роки тому

      We will not say anything because Daughter of bongobondhu is in power. Joy Bangla.

    • @abcd9283
      @abcd9283 2 роки тому

      joy bangla

    • @almasudrajib2913
      @almasudrajib2913 2 роки тому

      Their products is almost 100 pure and ours funny 🤣🤣

  • @muhammed5395
    @muhammed5395 3 роки тому +6

    ভাই আপনার শব্দ এবং মিউজিক চয়ন খুবই ভালো এবং মান সম্মত। অনেক ভালো থাকবেন।

  • @megastorei
    @megastorei 3 роки тому +5

    অনেক তথ্যবহুল ভিডিও । আল্লাহ তায়ালা আপনাকে আরো সাহায্য করুন ।
    আমরা কাতারে ভারতীয় সুপার শপের মধ্যে তাদের অনিচ্ছা সত্ত্বেও তুরস্কের কিছু ফুড রাখে যা দাম ও মানে অন্যান্য সব দেশের প্রোডাক্ট থেকে শ্রেষ্ঠ। মার্কেটে ঢুকে তুরস্কের কৃষির জন্য দোয়া করি । এরদোয়ান সাহেব কে বলতে চাই আপনি পুরা দেখতে পাচ্ছেন না যে আপনার দেশের প্রোডাক্টের চাহিদা অনেক বেশি কিন্তু সে হিসাবে তুরস্কের প্রোডাক্ট আমরা অনেক কম পাই । কাতারে তুরস্কের নিজস্ব অর্থায়নে একটা বড় সুপার শপ খুবই দরকার । অধিকাংশ মার্কেট ইন্ডিয়ান তারা তুরস্কের পন্য লুকিয়ে রাখে আমি খোঁজে খোঁজে বের করি ।
    বাংলাদেশের সবজি কাতারে পাই কেজি প্রায় ৩০০ টাকা মুল্যে । আর বাংলাদেশে দুর্নীতির কারনে দ্রব্যমুল্য যেভাবে লাফিয়ে বাড়ছে বিদেশে কষ্টের পয়সা যা পাঠাই হয় না ।।
    আল্লাহ আল্লাহ আল্লাহ তোমাকে বলি
    আমাদের দেশ কে চোর ডাকাত দুর্নীতি বাজ আমলা সরকার মুক্ত করে দেশের মানুষ কে মুক্ত করে দাও ।।।
    বাংলাদেশে যদি দুর্নীতি না থাকত বিশ্বে বাংলাদেশের পন্য সবচে কম দামে পাওয়া যেত ।।
    বাংলাদেশে দুর্নীতির চেয়ে ও ভয়াবহ জিনিস হচ্ছে মিথ্যা তথ্য আর মিথ্যাচার

  • @zakiasultanaaa
    @zakiasultanaaa 3 роки тому +25

    বাংলাদেশে ১০০০ টাকায় এতসব বাজার করা কোনোভাবেই সম্ভব না । এ নিয়ে আমাদের সরকারের কোনো সমস্যাও নাই , মারা পরবো আমরা সাধারনরা ।
    কিন্তু তুরস্কে ও সব কিছুর মূল্য এখন বেশি মনে হচ্ছে ।এ রকম দৈনন্দিন জীবনের আরোও ভিডিও দিবেন ভাই। অনেক কিছু জানা যায়। অনেক ধন্যবাদ আপনাকে ।

  • @megastorei
    @megastorei 3 роки тому +5

    কাতারে আমরা তুরস্কের ডিম ফ্রুটস , দুগ্ধজাত দ্রব্য আর কিছু শিশু চকোলেট ও খাদ্য কম মুল্যে পাই । আবুধাবিতে কম মুল্যে তুরস্কের ইলেকট্রনিক পন্য পেয়েছি যা চাইনিজ থেকেও দামে মানে অনেক ভালো ছিল

  • @sabbirrahaman8061
    @sabbirrahaman8061 3 роки тому +12

    আপনি এবং আপনি, আসলেই আপনি অসাধারন। আপনার ভিডিওর অপেক্ষায় থাকি সবসময়।

  • @MdRana-vo1xv
    @MdRana-vo1xv 3 роки тому +15

    ভাই তুরস্কের টিভি সিরিজ গুলো বাংলাদেশে অনেক জনপ্রিয়, দিরিলিস আরতুগ্রুল, কুরুলুস ওসমান আরো অনেক,,,এই সব সিরিজে যারা অভিনয় করেছেন তারা কি যানেন বাংলাদেশে তাদের অনেক ভক্ত আছে।।।

  • @sfareza
    @sfareza 3 роки тому +4

    তুরস্কে গড় আয় অনুপাতে দাম বাংলাদেশের তুলনায় বেশ কম মনে হচ্ছে।

  • @a.jalilb8768
    @a.jalilb8768 3 роки тому +6

    বাংলাদেশের তুলনায় অনেক দাম কম।

  • @AkbarAli-cb6ic
    @AkbarAli-cb6ic 3 роки тому +9

    বাংলাদেশের চেয়ে সস্তা। বাংলাদেশে ওদের দোকানগুলোর একটা করে শাখা খোলার অনুরোধ রইল।

    • @asadsikder1143
      @asadsikder1143 3 роки тому

      মোটেও বাংলাদেশের চেয়ে সস্তা নয়। ভিডিওতে উনি যা কিছু দেখালো তার ৯০ ভাগই তুরস্কে উৎপাদিত হয়। তারপরও ওনার ভিডিও দেখে বুঝতে পারলাম দাম আকাশচুম্বী। উনি যখন ভিডিও বানিয়েছে তখনকার চেয়ে ভিডিও পরবর্তী এসবের দাম দ্বিগুণ হয়েছে প্রায়। গবেট বাঙালিরা না বুঝে দেশের বদনাম করতে খুব আনন্দ পায়। আমার বলতে দ্বিধা নেই, কিছু দেশপ্রেম হীন বাঙালি ব্যবসায়ী অনৈতিক ভাবে ভোগ্যপণ্যের দাম বাড়িয়ে জনগনকে ভোগান্তিতে ফেলে। আবার এমন অনেক পণ্য আছে যা বাংলাদেশে উৎপাদিত হয় না। বাহির হইতে আমদানি করতে হয়। যেমন, সকল ধরনের ভোজ্য তেল, গম, জালানি তেল, বছর শেষে পেয়াজ, আম-কাঠাল বাদে সব ধরনের ফল। ফলে দামের তারতম্য হতে পারে। তুরস্ক একটা বিশাল দেশ। কিন্তু লোকসংখ্যা বাংলাদেশের তিন ভাগের একভাগ। ছোট্ট বাংলাদেশে পঙ্গপালের মতো মানুষ বিয়াচ্ছে। এদেরকে নিয়ন্ত্রণ করা সরকার তো দুরের কথা স্বয়ং আল্লাহও হিমসিম খেয়ে যাবার মতো অবস্থা। না এরা পাঁচ ওয়াক্ত সালাত পড়ে না কোনো কথা শোনে। এতো বড়ো বেয়াদব ইবলিস জাতি বিশ্বে আর কোথাও নেই। তারপরও সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এদের শৃঙ্খলার মধ্যে রাখতে। বাকিটা আল্লাহ ভরসা।

  • @mdjahidulislam-nq5qq
    @mdjahidulislam-nq5qq 3 роки тому +7

    আলহামদুলিল্লাহ্। স‍্যার আপনার মাধ্যমে আমার পছন্দের দেশ তুরস্কের বাজারমূল্য সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আপনার প্রত‍্যেকটা ভিডিও খুবই তথ‍্যবহুল ও চমৎকার উপস্হাপনা। দোয়া ও শুভকামনা রইলো।

  • @worldtour1A
    @worldtour1A 3 роки тому +6

    খুব সুন্দর হয়েছে, মনে হচ্ছে ঢাকার চেয়ে একটু সস্তা ওখানে। অনেক ধন্যবাদ ভাই। অনেক কিছু শেখা হলো।

  • @hasanchowdhury13
    @hasanchowdhury13 3 роки тому +4

    বাংলাদেশের থেকে তুলনামূলক অনেক কম তুরস্কের খাবারের দাম,,,,!!
    🇧🇩🇧🇩♥️♥️🇹🇷🇹🇷🇹🇷

  • @salmansakib300
    @salmansakib300 3 роки тому +8

    বাংলাদেশের তুলনায় কম আছে

  • @peacefullifetv5065
    @peacefullifetv5065 3 роки тому +7

    আমরা নাকি সিংগাপুর কানাডা আমেরিকার আগে আছি। তবে আর মেড ইন তুরস্ক দেখে লাভ কি?

  • @mahfujurrahman7582
    @mahfujurrahman7582 3 роки тому +8

    উন্নত দেশ হিসেবে জিনিসপত্রের দাম অনেক অনেক কম।

  • @Emon4084
    @Emon4084 3 роки тому +10

    তুরস্কের সুপার সপ আর আমাদের বাজারের পন্যের দাম প্রায় কাছাকাছি।

  • @atifaslamnayeem9212
    @atifaslamnayeem9212 3 роки тому +2

    বাংলাদেশের থেকে সবকিছুর দাম‌ই কম
    তার উপর তুরস্কের মাথাপিছু আয় এনেক বেশি। আল্লাহ তাআলা কবে যে এই নরক বাংলাদেশ থেকে অন্য দেশে নিয়ে যাবে।
    আল্লাহ মেহেরবানী করে এই নরক বাংলাদেশ থেকে আমাকে নিয়ে যাও বিদেশে। আমীন।

  • @sheikharianbipu77
    @sheikharianbipu77 3 роки тому +1

    তুরস্কের ব্যাপারে প্রতিবেদন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 🌹

  • @masumarahmanmasumarahman1960
    @masumarahmanmasumarahman1960 3 роки тому +2

    খুব উপকারী ভিডিও।🥰🥰🥰

  • @mohiuddinsarkar8731
    @mohiuddinsarkar8731 3 роки тому +2

    চমৎকার লাগছিলো মার্কেট ঘুরে যখন আপনি আমাদেরকে দেখাচ্ছিলেন।

  • @anglemarine-f6j
    @anglemarine-f6j 3 роки тому +2

    জিনিসপত্রের দাম এতো বেড়ে যাওয়ার পরও প্রায় সবকিছুর দামই বাংলাদেশের তুলনায় কম।অথচ বাংলাদেশের সরকার উন্নয়নের ধুয়া তুলে

  • @mdjabed960
    @mdjabed960 3 роки тому +2

    Vaia protidin akta kore video chai. Love frome Soudi arob ❤️❤️❤️❤️

  • @MdJabed-uy9dr
    @MdJabed-uy9dr 3 роки тому

    খুব ভালো লাগল।

  • @bangladeshinewzealandvlogg3688
    @bangladeshinewzealandvlogg3688 3 роки тому +1

    এই প্রথম আপনার ভিডিও দেখলাম। ভালো লাগলো।

  • @MdRakib-co2lg
    @MdRakib-co2lg 3 роки тому +4

    এসব বাজারে অামি অনেক ঘুরেছি অনেক সময় সুন্দর বাজার মিলে তুরস্কে

  • @MohammadAli-gb4zi
    @MohammadAli-gb4zi 3 роки тому +12

    চমৎকার ভাইয়া,,,ধন্যবাদ ভাইয়া এতো কষ্ট করে ভিডিও বানানোর জন্য,,,দোয়া ও ভালোবাসা অবিরাম❤️

  • @md.zakariazakaria9597
    @md.zakariazakaria9597 3 роки тому +1

    অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দেখলাম বাংলাদেশের থেকেও অনেক কম দাম তুরুস্কের দ্রব্য সামগ্রীর।

  • @josephabraham7691
    @josephabraham7691 3 роки тому +7

    Much cheaper than our Bangladesh. Please do more videos on Turkish food markets and grocery chains. We should invite more Turkish brands to BD.

  • @md.shahinsikdermasud4601
    @md.shahinsikdermasud4601 Рік тому +1

    I lobe Turkey 🇹🇷

  • @abuabdullah1465
    @abuabdullah1465 3 роки тому +1

    আপনাকে এখন পুরাই যুবক যুবক লাগছে।মাশা আল্লাহু

    • @SorwarAlam
      @SorwarAlam  3 роки тому +1

      আপনি কি আগে আমাকে বুড়ো মনে করতেন নাকি??

    • @abuabdullah1465
      @abuabdullah1465 2 роки тому

      না,তবে যখন আপনার ভিডিও রুমে দেখি যখন কেমন জেনো একটু ------লাগে😇😇😆

  • @algalib7667
    @algalib7667 3 роки тому +1

    khub valo hoeche

  • @anwarmamun2020
    @anwarmamun2020 3 роки тому +3

    দাম যাই হোক না কেন, নিঃসন্দেহে তুরস্কের বিভিন্ন জিনিসের মধ্যে ততটা ভেজাল নেই যতটা আপনি বাংলাদেশে পাবেন।

  • @rafifahiya985
    @rafifahiya985 3 роки тому

    ভাল লাগল

  • @zahidullah8520
    @zahidullah8520 3 роки тому +3

    খুবই ভালো লাগলো ধন্যবাদ

  • @momtazali2261
    @momtazali2261 Рік тому

    সুন্দর লাগল ভাই

  • @marfathabibli
    @marfathabibli 2 роки тому

    onek valo lage apner vlig gulo sia,,thank u sir

  • @imam.manjur
    @imam.manjur 3 роки тому

    বিশ্ব রাজনীতির বিশ্লেষণ দিবেন নিয়মিত ভালো লাগে

  • @ইসলামিকমিডিয়া-ঠ৫ন

    অসাধারণ

  • @musharrofshuhan6437
    @musharrofshuhan6437 6 місяців тому

    অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পথ বেরিয়ে আসছে এই বক্তব্যে,, আমরা যদি শিক্ষিত ও সচেতন না হই ধ্বংস অনিবার্য,, কারণ অন্যতায় এর জন্য আমরাই মার খাব❤

  • @khaledhossain7166
    @khaledhossain7166 3 роки тому +2

    সকল পন্যের মূল্য আমাদের চেয়ে কম।
    আমাদের খুচরা বিক্রেতারা ৫০% - ১০০% মুনাফা না করলে আমরাও একটু স্বস্তি পেতাম।

  • @sattarulgazi3714
    @sattarulgazi3714 3 роки тому +4

    Sir, আমি পঃবঃ এর উঃ 24 পরগানা থেকে আপনার ভিডিও দেখি।

  • @mahbubulhaque3874
    @mahbubulhaque3874 3 роки тому +1

    অনেক ভালো একটি তথ্যমূলক

  • @Musiclover-rn8mn
    @Musiclover-rn8mn 3 роки тому +4

    আমাদের থেকে অনেক কম

  • @megastorei
    @megastorei 3 роки тому +2

    কোন দেশ যদি নিজস্ব দেশে উৎপাদন বাড়ায় তাহলে নিত্য পন্যের দাম কখনো জনগনের কেনার ক্ষমতার বাইরে যাবে না

  • @atmbanglasmartchannel5761
    @atmbanglasmartchannel5761 3 роки тому +3

    এরদোয়ান তুরস্ক এর প্রতি আমাদের বাংলাদেশের মানুষের যে ভালোবাসা রহছে " দয়া করে উসকানি মুলক কোনো নিউজ বানাবেন না। এর আগেও কিছু উসকানি মুলক ভাডিও করেছেন কিছু লেখি না"।

  • @foisalabbas2793
    @foisalabbas2793 2 роки тому +2

    আপনাদের ওখানে মার্কেট গুলা অনেক neat and clean কিন্তু সব জিনিসের দাম বেশি মনে হলো, তবে ফ্রেশ, carifour আমাদের এখানেও আছে, ধন্যবাদ আপনাকে ভাই

  • @mohammedabulhasan6960
    @mohammedabulhasan6960 3 роки тому

    মাশা-আল্লাহ,,, অসাধারণ ভিডিও,, সারোয়ার ভাই আপনার ভিডিওর অপেক্ষায় থাকি,,,

  • @sarfaraazmahadi8443
    @sarfaraazmahadi8443 3 роки тому

    Take love Sarwar Vai" ta❤️❤️

  • @somoysharfaraz9932
    @somoysharfaraz9932 2 роки тому +1

    চিন্তা করছি দেশ ছেরে পালিয়ে তুরস্ক চলে যাব... বাংলাদেশে সব জিনিসের দাম বেশি but আয় কম

  • @saddamhossain366
    @saddamhossain366 3 роки тому +3

    বাংলাদেশে এগুলোর দাম আর বেশি

  • @md.abuyousuf5960
    @md.abuyousuf5960 3 роки тому

    ধন্যবাদ প্রিয় সারোয়ার ভাই

  • @mdshafik2791
    @mdshafik2791 3 роки тому +1

    অনেক পরে আবার আপনাকে দেখলাম

  • @mdabdulmazid3943
    @mdabdulmazid3943 2 роки тому

    Onek sundor video.
    Thanku vai.
    Aro onek kicu dekhte chai.

  • @MdKalam-wb2fq
    @MdKalam-wb2fq 2 роки тому

    Vai apnake donnobad

  • @sheikhalshakil8561
    @sheikhalshakil8561 3 роки тому +1

    আপনি ভিডিও বানাতে অনেক শ্রম দেন,,ধন্যবাদ ভাইয়া আমাদের জন্য এতো কষ্ট করে ভিডিও বানানোর জন্য।

  • @seeyou7328
    @seeyou7328 3 роки тому +1

    খুবই ভালো লাগছে ভাই

  • @rajibhasan7656
    @rajibhasan7656 3 роки тому +1

    মাঝে মাঝে আউট ডোর ভিডিও খুব ভালো লাগে

  • @movewithrabi2591
    @movewithrabi2591 3 роки тому +3

    মাথাপিছু আয় অনুযায়ী বাংলাদেশের চাইতে অনেক সস্তা মনে হচ্ছে এত মূল্যস্ফিতির পরও

  • @MaryamGhazi312
    @MaryamGhazi312 3 роки тому

    Wow...

  • @ambiaafrose5114
    @ambiaafrose5114 2 роки тому

    আমি প্রচন্ড ভালবাসী তুরস্ক। আমাদের ইচ্ছা ওখানে সেটেল্ড হ‌ওয়া। আমার হাজব্যান্ড অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। আমরা কি ভাবে ওখানে সেটেল্ড হতে পারি? বিস্তারিত জানাবেন প্লিজ।

  • @shahinazbegum4403
    @shahinazbegum4403 2 роки тому

    Very nice.

  • @প্রিন্সসালমান-জ১ব

    ভাইজান তুর্কি আসতে চাই।

  • @AB-yw5wd
    @AB-yw5wd 3 роки тому +1

    সৌদি আরবের নাগরিকত্ব নিয়ে একটা আলোচনা চাই........... ***💖

  • @sultanmeskander7430
    @sultanmeskander7430 3 роки тому +1

    charming

  • @md.mahbuburrahman8680
    @md.mahbuburrahman8680 3 роки тому

    আরও অনেক অনেক ভিডিও চাই।

  • @emranulhaq4481
    @emranulhaq4481 3 роки тому

    Quite Informative

  • @kamalhussin4607
    @kamalhussin4607 11 днів тому

    Vary nice

  • @nimekhanjhunee7437
    @nimekhanjhunee7437 6 місяців тому

    Baiy sallam

  • @professionallyelectricaltr8420
    @professionallyelectricaltr8420 3 роки тому +3

    ক্যারেফোর এটা তুরকির প্রতিষ্ঠানের আজ প্রথম জানলাম। আমাদের বাহারাইনে অনেকগুলো ক্যারিফোর মার্কেট রয়েছে। বাজারের পণ্যের দাম দেখে মনে হল যে তুর্কির সাথে আর বাহরাইনের সাথে তেমন পার্থক্য নেই।

    • @SorwarAlam
      @SorwarAlam  3 роки тому

      এটা তুর্কির না।

  • @Saidur79
    @Saidur79 3 роки тому

    সত্যিসত্যিই অসাধারণ

  • @yeasirmr5329
    @yeasirmr5329 3 роки тому

    Thanks

  • @md.shahinsikdermasud4601
    @md.shahinsikdermasud4601 Рік тому +1

    I lobe 🇵🇰

  • @abdurrahmantarafder1254
    @abdurrahmantarafder1254 3 роки тому

    আসসালামু আয়লাইকুম. তুরস্কে বিভিন্ন শহরে বাসাবাড়ির দরদাম এবং বাড়িভাড়া বিষয়ে একটা ভিডিও করার অনুরোধ করছি.

  • @m.morshedpayel4570
    @m.morshedpayel4570 3 роки тому

    প্রায় সমান মূল্য বাংলাদেশের

  • @fashionexpart1992
    @fashionexpart1992 3 роки тому +4

    আপনার দীর্ঘায়ু কামনা করছি,লালবাগ থেকে

  • @fahim198
    @fahim198 3 роки тому

    شكرا

  • @kamrulislamniloy4006
    @kamrulislamniloy4006 2 роки тому

    এত সস্তা 😯😯😯

  • @shahinpondit148
    @shahinpondit148 3 роки тому +3

    100 লিরায় তিন মাস পূর্বেও আমার সপ্তাহ খুবই ভালোভাবে চলে যেত, আর এখন 100 লিরা নিয়ে মার্কেটে ঢুকতে ভয় করে

  • @kamrujjaman2800
    @kamrujjaman2800 3 роки тому

    জিনিসের দাম বাড়ার পরেও ত বাংলাদেশের চেয়ে কম তাহলে যখন দাম কম ছিল তখন ত বাংলাদেশের তুলনায় অনেক কম দাম ছিল

  • @ZZ-Zboys
    @ZZ-Zboys 3 роки тому +2

    বাংলাদেশেই বরং দাম কম

    • @nafisraihan6954
      @nafisraihan6954 3 роки тому +1

      আপনি মনে হয় বাংলাদেশ এ থাকেন না তাই এরকম ফালতু comment করলেন।

  • @yakubali1234
    @yakubali1234 2 роки тому

    ভৈজ্যতেলের দাম আমাদের দেশের তুলনায় খুব বেশি, ফ্রুট বাদে তুরস্কের সব পণ্যের দাম আমাদের দেশের প্রায় বেশি এবং কাছাকাছি।

  • @mahfujurrahman7582
    @mahfujurrahman7582 3 роки тому

    তুরস্কের বাজার ব্যবস্থা অনেক ভালো।

  • @hafezabdullah
    @hafezabdullah 3 роки тому +1

    ক্যারিফোর মারকেটের মালিক ফ্রান্সের,এটি ফ্রান্সের কম্পানি।

  • @kaosarmahmud1911
    @kaosarmahmud1911 3 роки тому +1

    আমাদের চেয়ে অনেক কম

  • @mostofamahmud5313
    @mostofamahmud5313 3 роки тому

    আসসালামু আলাইকুম ভাই আপনার সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও দিবেন প্লিজ

  • @mannanassam5249
    @mannanassam5249 3 роки тому +1

    Bhai🌹❤ apne turkey🇹🇷 te ki kaj koren❤ please❤🌹🙏

  • @nooralam7412
    @nooralam7412 3 роки тому

    Good

  • @muhammadshadat3711
    @muhammadshadat3711 3 роки тому

    ভাই,
    আসসালামু আলাইকুম।

  • @orfakhan4664
    @orfakhan4664 2 роки тому

    UncleUncle বাংলাদেশের সম্পর্কে তুর্কিূদের মতামত বা ধারণা জানতে চায়।plz plz plz plzplz জানাবেন😍

  • @SkImranHossain-uu5fw
    @SkImranHossain-uu5fw 2 місяці тому

    Dhonnobad apnak .apnar maddhome Turkish DER vibinno jinis er dam jante parlam .Jodi o 2 bosor agher video.

  • @Iamnone-y3t
    @Iamnone-y3t 3 роки тому

    তাহলেত বাংলাদেশের মত দাম

  • @abdullahhawlader4227
    @abdullahhawlader4227 7 місяців тому

    ❤❤❤❤❤

  • @mirzaghalib9900
    @mirzaghalib9900 3 роки тому +5

    ভাইয়া, তুর্কিতে রেস্টুরেন্টে কি তেল দিয়ে রান্না করা হয় বেশি

  • @munnabai5958
    @munnabai5958 3 роки тому

    দাম এত বেশি না সৌদি আরবের মতো বা কম আছে

  • @zafrulhaq2160
    @zafrulhaq2160 3 роки тому

    ভাইয়া প্লিজ,
    ইস্তাম্বুল এর কেক মার্কেট আর বেকিং মার্কেট টা একটু দেখান।

    • @shakilsakaka1825
      @shakilsakaka1825 2 роки тому

      ভাই তুকি হটেলের কাজের ভিসায় গেলে বাংলা কত টাকা সেলারি পরতে পরে?

  • @zafrulhaq2160
    @zafrulhaq2160 3 роки тому

    ইস্তাম্বুলের এপার্টমেন্ট এর দাম কতো?