তুমি এই দুই দিন স্ত্রী পুত্রের সাথে কোয়ালিটি টাইম কাটালে, খুব সুন্দর এবং খুব ভালো লাগলো.. আর ম্যাডাম তো অনবদ্য ❤ ওনার মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি..একেবারে মন ছুঁয়ে গেছে..এই জেনারেশনের হয়েও এতো স্নিগ্ধ, ভাবা যায় না..আমি এবারে ব্লগ নিয়ে কোনো কথাই বলবো না..শুধু বলবো, তোমরা সব সময় এই ভাবে দু ' জন দু ' জনের জন্য হয়েই থেকো ❤ ভালো থেকো 😊
অসাধারণ। ম্যাডাম আমাদের মতো দর্শকের সব মনের কথা বলে দিয়েছেন। উনি খুব ভালো anchor। মনে হয় TWK বাংলার শ্রেষ্ঠ ব্লগ হবার পেছনে উনার অনেক অবদান আছে। এইভাবে আরো ফ্যামিলি ব্লগ দেখতে চাই। তোমাদের ইন্টারভিউ সেশন টা খুব বাস্তব কথা। ধন্যবাদ বাংলার পর্যটন কে প্রোমোটে করার জন্য। বাঙালিকে দেশের শ্রেষ্ঠ blogger হিসাবে দেখতে। chai
এই ব্লগটি আবারও মন ছুঁয়ে গেল। পাহাড়, ঝর্না, প্রকৃতি এবং সাথে তোমাদের কেমিস্ট্রি। এক কথায় wow... আরও যেটা ভালো লাগলো সেটা হল তোমাদের সম্পর্কের প্রতি দৃষ্টিভঙ্গি। আর দিদির মত আমিও একমত যে বিদেশী সাজানো গোছানো শহরের ভিডিও আমারও ভালো লাগেনি। আমি সত্যিই অপেক্ষায় ছিলাম কবে আবার আমাদের রাজ্য, দেশের বিভিন্ন চেনা অচেনা জায়গার ব্লগ আসবে... সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
আজকে আমি সারা ভিডিও জুড়ে শুধু ম্যাডামের কথাগুলো মুগ্ধ হয়ে শুনেছি। কি সুন্দর চিন্তা ভাবনা ওনার। প্রত্যেক মহিলার যদি এই রকম চিন্তা ধারনা থাকতো তাহলে সব পরিবারগুলো খুব সুখের হতো। আপনি ভীষন ভাগ্যবান যে এইরকম একজন বন্ধু সহধর্মিনী পেয়েছেন। ম্যাডামকে আমার অনেক শ্রদ্ধা। আপনারা খুব সুখে থাকবেন। প্রভাত রায় কলকাতা।
সত্যি। এটা আমার দেখা কৌশিকদার সেরা ভিডিও, Pure Natural, short trip with A beautiful family. আজ থেকে আমারও ইচ্ছা রইলো এই জায়গায় একবার হলেও পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার। আর আমিও দিদির সাথে সহমত যে আজ এই ২০২৪ এ এসেও আমাদের কিছু কিছু বিষয়ে একটা লাইন টানা খুবই দরকার।
এ ইউটিউবারের কোন তুলনা হয় না, এ যে এক এবং অদ্বিতীয়, একই ভিডিও অনেকেই দেখিয়েছে, এ মানুষ টি সবার থেকে আলাদা, এতো অনুভূতি খুঁজে পাই, বলে বোঝাতে পারবো না, ভালো থেকো সুস্থ থেকো, নিজে ভালো থেকে সবাই কে ভালো রাখার চেষ্টা করো ❤❤❤❤
বৌদির শিক্ষামূলক কথাবার্তা গুলো খুব ভালো লাগলো আজকে❤ তার চিন্তাভাবনা আজকালকার মেয়েদের প্রত্যেকের এমনটা হওয়া উচিত❤ আর ওই ১৫ বছর আগের নস্টালজিক ছবি অসাধারণ ❤️খুব ভালো লাগলো আজকের ব্লগ❤ Best
dada ami ai video ta tmr upload korar onek din por dekhlam..... but tmdr ai video ta onek life er lesson dilo.... amr mon er manush k ekhono khje paini...... jedin amr jibon songi k khuje pabo r life er future niye discussion hobe tokhon tmdr ai video ta take dekhabo...... j ami life e kichu sikkha ai 2to manush er thekeo peyechi..... thanks to you and boudi
সুস্মিতার কথাগুলো খুব ভাল লাগল। আমাদের দেশের পাহাড় ঝর্নার তো তুলনা নেই। পরিবার নিয়ে এই বর্ষায় সময় কাটানো দারুন উপভোগ করলাম। ভাল থেকো খুব। এমন ব্লগ আবারও আসুক ফিরে।
আজকের পর্ব দারুণ লাগলো। পলের জন্য ❤। আর তোমার কথা মতো 'পলের মা' র জন্য অনেক অনেক ভালোবাসা। এতো সুন্দর কথা আর নিজের বক্তব্য এতো সুন্দর করে মেলে ধরার জন্য অনেক ❤। ভাল থেকো ভাই।
এই ভিডিও টায় আপনার Mrs যে কথাগুলো বলেছে একটা সম্পর্ক নিয়ে, ওই কথাগুলো কে 100 শতাংশ সমর্থন করছি, আসলে জীবনের ডেফিনিশন কি, সম্পর্কের ডেফিনিশন কি, খুব সুন্দর ভাবে বলেছেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।
তুমি আমার প্রিয় ট্রাভেল ভ্লগার,... এবং বৌদি একদম ঠিক বলেছেন দেশি ভিডিও বেশি ভালো লাগে বিদেশে মজা পায় না, তোমার সেই ট্রেন journey নিয়ে বর্ণনা এতো details মাঝে মাঝে স্টেশনে নেমে সেই স্থান নিয়ে কিছু কথা বলা আর তোমার সেরা কবিতার লাইন এগুলো খুব মিস করি... অনেক ভালোবাসা নিও ❤️
আজ অনেকদিন পর হাতে একটু সময় পেলাম।তাই ব্যাক টু ব্যাক কৌশিকের সাথে। মন ভালো হয়ে যাচ্ছে ভিডিও দেখে। সাথে আমার সত্তরোর্ধ মাও দেখছে। আমার খুব প্রিয় দার্জিলিং মেলের সফরের ভিডিও চাই। যদিও রাতের ট্রেন তেমন কিছু দেখা যাবে না সকালটুকু ছাড়া তবুও অপেক্ষায় রইলাম।ভালো থেকো 🙏❤️
এই এপিসোডটা জন্য খুব অপেক্ষা করছিলাম অবশেষে প্রতীক্ষার অবসান হলো. রবীন্দ্র সংগীতটা পারফেক্ট জায়গায় ব্যবহৃত হয়েছে. খুব সুন্দর ভিডিও .খুব খুব ভালো থেকো.
ম্যাডাম এর কথায় এক দম সহমত,,,, আমার ১২ বছরের ছেলে তোমার আমার থেকেও বড়ো ফ্যান,, আমার থেকে ওই বেশি তোমার ব্লগ দেখে,,, আমার ছেলে ও ডন বোস্কো ক্লাস সেভেন এ পরে,,, তাই আমার মনে হয় তার জন্য বিদেশী ব্লগ গুলো সব টা ঠিক নয়,,, কিছু মনে করো না ভাই আমি দেখতে ও দিই নি ওকে,,, তোমার কথা বলার ধরণ আমার খুব ভালো লাগে বিশেষ করে ছন্দ মিলিয়ে কথা বলা টা,,, এই ব্লগ টা ফাটাফাটি 💕💕💕💕💕💕💕
বোনের কথা পূরো সমর্থন করছি। অতদুর যেতেও পারবো না, টাকা ও অতো নেই। তুমি গেছো তাই দেখছিলাম। বিদেশে যেতে হলে নেপাল ও কৈলাস মানস সরোবর একবার দেখিয়ে দিও দয়া করে।
কৌশিক দা'র ভিডিও ইউটিউবে আমি ৮০% দেখি বাকি টা অন্য ভিডিও দেখি। কৌশিক দা কে অসংখ্য ধন্যবাদ বাড়িতে বসেই উপভোগ করি দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের সব কিছু❤❤❤
কৌশিক দা, তোমার ভিডিও আমার ফ্যামিলির প্রত্যেক এর খুব খুব ভালো লাগে আমরা একসাথে হোক বা যার যখন সময় হয় আমরা দেখি। এটা আমার নিজের প্রথম কমেন্ট সত্যি তোমার এই ভিডিও টা আমার খুব সুন্দর লেগেছে এর একটা কারন হলো আমিও আমার ফ্যামিলির সাথে নিয়ে ঘুরতে ভালবাসি আর আমি মনে করি আমাদের সকল মুহূর্ত গুলো সেটা ভালো বা খারাপ যাই হোক সেটা পরিবারের সকল কে নিয়ে যদি কাটানো যায় সেটার মতো বেস্ট satisfaction আর হয় না।😊 আর দ্বিতীয় কারণ হলো বউ দিদির কথা গুলো চিন্তা ভাবনা গুলো অনেক positive বিশেষ করে আমার অন্য দেশের জায়গাটা কতটা সুন্দর সেটার থেকে আমার নিজের দেশের জায়গা গুলো বেশি ভালো লাগে আমি নিজে গ্রামের মানুষ তাই মনে হয় প্রকৃতির অপার সৌ্দর্য ও বিশুদ্ধতা যদি এখনো কিছু বেঁচে থাকে সেটা হলো আমাদের পাহাড়েই আছে আর সেজন্যই আমার পাহাড় এত বেশি ভালো লাগে সমুদ্র এর থেকে। আর বেশি কিছু বলব না খুব খুব ভালো হয়েছে দাদা এই ভিডিও টা ভালো থেকো তোমরা খুব সুখে থেকো দাদা ।।
Koushik tomar wife ekdom thik boleche nijer mati chere onno kothao jete sotti valo lage na..tomar bou ti khub valo besh normal..tomra valo theko..n tomar sob Vedio dekhar jonno ami onek wait kore thaki..❤
কৌশিক দা বৌদিভাই এর সাথে কিন্তু এইবিষয়ে আমি একমত। বিদেশের ব্লগ ভালো লাগে না বলবো না কিন্তু তোমার ট্রেন ব্লগ আর আমাদের দেশের যে কোনো জায়গার ব্লগ গুলো বেশি পছন্দের। বৌদিভাই কিন্তু তোমার দর্শকদের মধ্যে একটা বৃহৎ অংশের মানুষের মনের কথা টা আজ এই ভিডিও তে বললো ❤️
এই হয়, দলের সদস্যরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে থাকলে দলনায়ক কে হাজার ক্লান্তির মাঝেও নিদ্রাহীন বিরামহীন কত মুহুর্ত কাটাতে হয়। 5 ই আগস্ট কি জন্য স্পেশাল সেটা না হয় অব্যক্তই থাক শুধু তার জন্য অনেক কিছু আমরাও উপহার পেলাম ধরে নিয়ে অনেক শুভেচ্ছা ও ভালবাসা রইলো। তোমাদের সঙ্গে আমরাও এই অপরূপ প্রকৃতির মাঝে হারিয়ে গেছিলাম। অসাধারণ, অনন্য কি বলবো ! নিস্তব্ধতা যে এত মুখর হয় তা বলে বোঝানো যাবে না। খুব ভালো লাগলো।❤❤❤❤❤
খুব সুন্দর লাগলো। বর্ষায় পাহাড়ি নদীর রূপ অসামান্য, আর প্রাকৃতিক সৌন্দর্য্য তো এত অপরূপ বলার অপেক্ষায় রাখে না। সর্বোপরি তোমার সহধর্মিনীর কথা গুলি শুনে ভীষণই ভালো লাগলো,খুব ভালো চিন্তা ভাবনা, জীবনে চলার পথে একটা সীমারেখা থাকলে জীবন সত্যিই সুন্দর হয়ে উঠে। ভালো থেকো ভাই সপরিবারে।
ম্যাডাম খুব সুন্দর ভাবে লাইফ লাইন সম্বন্ধে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষনীয় বিষয় গুলো আলোচনা করে শিক্ষা দিলেন। পারস্পরিক সম্পর্ক ভালোবাসা শ্রদ্ধা নিয়ে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। প্রত্যেকটা কথা খুব যুক্তিপূর্ণ মনে হলো অনেক শুভেচ্ছা রইল খুব ভালো থেকো তোমরা।
দাদা আমি আজকে ভিডিও দেখছি ।। এরকম ই ভিডিও খুব দেখতে পছন্দ করি।। যেটা আমাদের মত সাধারণ মানুষ ভবিষ্যতে যাবার পরিকল্পনায় সহায়তা করতে পারে।। তাই বৌদি একদম ঠিকই বলেছে ।। পুরো সহমত ওনার সাথে।। বিদেশ বিদেশের জায়গায়।। আর নিজের দেশ তার সৌন্দর্য মাধূর্য ই আলাদা।।
Love you 2 Dada....আজ গল্পে বলা যেতেই পারে, যেখানে বৌদি পল ও দাদার স্নেহের ভালোবাসায় আবদ্ধ প্রকৃতিই অপরূপ সৌন্দর্য রূপ ভরা বর্ষার মরশুমে ফুটিয়ে তুলেছে, তা সত্যিই এক আলাদা মাত্রায় পৌঁছে দিয়েছে আমাদের সকল দর্শক দের....দাদা বর্ষায় পাহাড় যে এত ভালো সাজতে পারে সত্যিই তুমি না দেখালে ও তার অসাধারণ ভাষার বর্ণনা যদি আমাদের কে না জানাতে, তাহলে আমরা জানতেই পারতাম না....দাদা আমার কাছে সারাজীবন ধরে এক আলাদা জায়গা করে থাকবে....আমাদের দাদা কৌশিক দা খুব খুব ভালো....ভালো আমাদের সবার প্রিয় বৌদি ও পল,যা এই পর্বে একটা আলাদা level তৈরী করেছে.....দাদা তুমি ভালো থেকো আর আমাদের কে এই ভাবে সুন্দর সুন্দর মুহূর্ত গুলি ফুটিয়ে তুল প্লিজ.... অসাধারণ লাগলো আজ এই পর্ব....পুরো ফাটাফাটি দাদা...কোনো কথা হবে না....হবে শুধু আমার দাদার গল্প....❤❤❤
boudi r chinta dharona osadharon. Khub bhalo laglo. Respect is the cornerstone of every relationship. And its never too late to become a teacher. If you really wish for it then age is just a number
Excellent.. অনেক দিন ধরেই তোমার blog দেখি। কিন্তু এই blog টা দারুণ লাগলো! এই ধরনের family blog আর এই রকম দেশীয় স্নিগ্ধ জায়গা, মাঝে মধ্যে করলে মন শরীর সব ভালো হয়ে যায়। বর্তমান সময়ে এই ভাল লাগাটা খুব জরুরী। 👍👌❤🙏
চমৎকার । বাংলাদেশের চট্টগ্রাম থেকে দারুণ উপভোগ করেছি। বৌদি স্মার্ট, সুশিক্ষিতা এবং অত্যান্ত ভালো মনের মেয়ে। স্বামী, স্ত্রী বা জীবন সম্পর্কে তাঁর চিন্তা ভাবনা শুনে খুব ভালো লাগলো। প্রতিটি ঘরে এমন আদর্শ স্ত্রী থাকলে দাম্পত্য জীবন সুন্দর ও সুখের হতে বাধ্য। আপনাদের জন্য শুভকামনা রইলো।
বর্ষা - পাহাড় - ইলিশ - ঝর্না - দাম্পত্য কলহ - ট্রেন - আর কি চাই তোমাদের?? কেমন লাগলো এই পর্ব সবার ফিডব্যাক চাই
অসাধারণ দাদা 😊
Darun legeche darun barsa kale pahar aro sabuj aro sundar eto valo lage je ki bolbo davai❤❤
বর্ষার দুপুরে তোমার ভিডিও একদম জমে ক্ষীর অপূর্ব অপূর্ব❤❤।
Koushik da tumi guru sera ❤️❤️ love you dada ...akdin dakha korar khub echa roilo ....konodin Nadia Santipur aso dada ❤️❤️
Darun dada
তুমি এই দুই দিন স্ত্রী পুত্রের সাথে কোয়ালিটি টাইম কাটালে, খুব সুন্দর এবং খুব ভালো লাগলো.. আর ম্যাডাম তো অনবদ্য ❤ ওনার মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি..একেবারে মন ছুঁয়ে গেছে..এই জেনারেশনের হয়েও এতো স্নিগ্ধ, ভাবা যায় না..আমি এবারে ব্লগ নিয়ে কোনো কথাই বলবো না..শুধু বলবো, তোমরা সব সময় এই ভাবে দু ' জন দু ' জনের জন্য হয়েই থেকো ❤ ভালো থেকো 😊
বিদেশ সম্পর্কে ম্যামের ইনোসেন্ট কমেন্ট আর দেশপ্রেম ব্লগটিকে সেরার সেরা করে তুলেছে ।
আমি বহরমপুর থেকে দেখছি দাদা ভালো থেকো সুস্থ থেকো।।।
অসাধারণ। ম্যাডাম আমাদের মতো দর্শকের সব মনের কথা বলে দিয়েছেন। উনি খুব ভালো anchor। মনে হয় TWK বাংলার শ্রেষ্ঠ ব্লগ হবার পেছনে উনার অনেক অবদান আছে। এইভাবে আরো ফ্যামিলি ব্লগ দেখতে চাই। তোমাদের ইন্টারভিউ সেশন টা খুব বাস্তব কথা। ধন্যবাদ বাংলার পর্যটন কে প্রোমোটে করার জন্য। বাঙালিকে দেশের শ্রেষ্ঠ blogger হিসাবে দেখতে। chai
Koushik da and boudi জমে পুরো খীর ।। 😊🙏💓💓💚।। এইরকম একটা ব্লগ হলে আর কিছুই দরকার নেই 😊🙏🙏💓❣️
akdom thik
বাঃ, খুব সুন্দর, খুব লাকী তুমি কৌশিক, এত ভালো বুদ্ধিমতি বৌমা আর আমাদের সথে আলাপ করানোর জন্য❤ অনেক ভালো বাসা আর আশীর্বাদ সবার জন্য
কৌশিক তুমি সত্যি ভাগ্যবান কারণ এত সুন্দর অর্ধাঙ্গিনী পাওয়া সচরাচর মুস্কিল।আমি তো ওর ফ্যান হয়ে গেলাম। তোমাকে আমি এই প্রথম কমেন্ট করলাম ।
আপনার যতগুলি ভিডিও দেখেছি, এই ভিডিও তার মধ্যে সবচেয়ে বেস্ট। প্রাকৃতিক সৌন্দর্য্যের পাশাপাশি আপনাদের দুজনকে অপূর্ব লাগল। ভিডিও দারুণ উপভোগ করলাম 👌👌👍👍
কৌশিক তোমার মিসেস এর প্রতিটি কথা আমার মন ছুয়ে গেল। একদম প্রতিটি কথা perfect বলেছে।
এই ব্লগটি আবারও মন ছুঁয়ে গেল। পাহাড়, ঝর্না, প্রকৃতি এবং সাথে তোমাদের কেমিস্ট্রি। এক কথায় wow...
আরও যেটা ভালো লাগলো সেটা হল তোমাদের সম্পর্কের প্রতি দৃষ্টিভঙ্গি। আর দিদির মত আমিও একমত যে বিদেশী সাজানো গোছানো শহরের ভিডিও আমারও ভালো লাগেনি। আমি সত্যিই অপেক্ষায় ছিলাম কবে আবার আমাদের রাজ্য, দেশের বিভিন্ন চেনা অচেনা জায়গার ব্লগ আসবে...
সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
আজকে আমি সারা ভিডিও জুড়ে শুধু ম্যাডামের কথাগুলো মুগ্ধ হয়ে শুনেছি। কি সুন্দর চিন্তা ভাবনা ওনার। প্রত্যেক মহিলার যদি এই রকম চিন্তা ধারনা থাকতো তাহলে সব পরিবারগুলো খুব সুখের হতো। আপনি ভীষন ভাগ্যবান যে এইরকম একজন বন্ধু সহধর্মিনী পেয়েছেন। ম্যাডামকে আমার অনেক শ্রদ্ধা। আপনারা খুব সুখে থাকবেন। প্রভাত রায় কলকাতা।
Thanks for liking
বৌদি সত্যি গ্রেট❤❤
খুব ভালো লাগলো।দুজন মিলে সুন্দর জীবন কাটিয়ে এগিয়ে চলুন।।আনন্দে কাটুক সারা জীবন এই আশির্বাদ রইলো।
Trailor দেখেই ফিদা হয়ে গেলাম. তোমাদের একসাথে দেখে খুব ভালো lagche. সুস্মিতার দেওয়া description awsome. দারুন দারুন ❤
সত্যি।
এটা আমার দেখা কৌশিকদার সেরা ভিডিও,
Pure Natural, short trip with A beautiful family.
আজ থেকে আমারও ইচ্ছা রইলো এই জায়গায় একবার হলেও পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার।
আর আমিও দিদির সাথে সহমত যে আজ এই ২০২৪ এ এসেও আমাদের কিছু কিছু বিষয়ে একটা লাইন টানা খুবই দরকার।
সত্যি বলতে বাইরের দেশের ভিডিও অতটাও মন কারেনি কিন্তু আমাদের দেশের এই সৌন্দর্য তোমার এই ভিডিওতে সত্যি খুব খুব ভালো লাগলো।। ❤❤❤❤❤
ভাই তুমি কোন দেশের মানুষ
ভাই তুমি কোন দেশের মানুষ
@@Cigkgig tomar kon desher mone hoi ??
আপনার চোখে বর্ষার পাহাড় পুরো অন্যরকম লাগলো। বৌদির উপস্থাপনা ও বাবুর ছোট ছোট বৃষ্টিভেজা দুষ্টুমি, পাহাড়ি অনাঘ্রাতা প্রকৃতি মন ছুঁয়ে গেল।
এ ইউটিউবারের কোন তুলনা হয় না, এ যে এক এবং অদ্বিতীয়, একই ভিডিও অনেকেই দেখিয়েছে, এ মানুষ টি সবার থেকে আলাদা, এতো অনুভূতি খুঁজে পাই, বলে বোঝাতে পারবো না, ভালো থেকো সুস্থ থেকো, নিজে ভালো থেকে সবাই কে ভালো রাখার চেষ্টা করো ❤❤❤❤
তোমার সহধর্মিনী খুবই সহজ সরল, কথা বলার ধরন খুব ভাল। আলাদা নকল ব্যাপার নেই, রাফ্ কথা বার্তা বলে না। বেশ ভালো লাগল।
পশ্চিমবঙ্গের সবার প্রিয় ইউটিউবার কৌশিকদা ❤
Akdham 👍👍👍👍👍
ঠিক বলেছ দাদা
উফফ! কি দেখালে দাদা❤🎉... 6 ইঞ্চি স্ক্রিন দিয়েই আজ পাহাড় ভ্রমণ হয়ে গেল...❤😊
কৌশিক ভালো জীবন সঙ্গী পিয়েছো। ও কিন্তু সব ভালো কথা বলেছে।তোমরা ভালো থেকো সুস্থ থেকো।❤️❤️❤️
অপূর্ব ভিডিও,,,,,,সবটা নিয়ে,,দৃশ্য,,,,কৌশিক,,,,বউ,,,ছেলে,,,,,আর অনবদ্য জীবন সম্পর্কে দৃষ্টি ভঙ্গি ।
ফ্যামিলি নিয়ে ব্লগ দারুণ উপভোগ করলাম তোমার মিসেস সময়োপযোগী যে বার্তা দিলো তাতে নিশ্চয়ই সমাজের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। এই
খুব সুন্দর একটা পারিবারিক ভিডিও দেখলাম অনেকদিন পর..❤
আপনার বিদেশ ভ্রমণের থেকেও এই টুরটা মন ছুয়ে গেল 🙏
Madam er valuable comments 100% right, ignore korar not reageding out tour. Vebe dekhben kousich da ❤
ঠিক এই রকম Vlog টাই চাইছিলাম😌
কী শান্তি Just imagine😌
বৌদির শিক্ষামূলক কথাবার্তা গুলো খুব ভালো লাগলো আজকে❤ তার চিন্তাভাবনা আজকালকার মেয়েদের প্রত্যেকের এমনটা হওয়া উচিত❤ আর ওই ১৫ বছর আগের নস্টালজিক ছবি অসাধারণ ❤️খুব ভালো লাগলো আজকের ব্লগ❤ Best
dada ami ai video ta tmr upload korar onek din por dekhlam..... but tmdr ai video ta onek life er lesson dilo.... amr mon er manush k ekhono khje paini...... jedin amr jibon songi k khuje pabo r life er future niye discussion hobe tokhon tmdr ai video ta take dekhabo...... j ami life e kichu sikkha ai 2to manush er thekeo peyechi.....
thanks to you and boudi
পাহাড় একটা ইমোশন আমার কাছে ❤🙏
দারুন জায়গা। বিশেষ করে যারা প্রকৃতিপ্রেমী তাদের জন্য স্বর্গ। তোমার এবং তোমার পুরো পরিবারের জন্য ভালোবাসা রইলো।
Aj ai video te handsome Koushik Da + smart Boudi blogger
= Perfect combination ❤
সুস্মিতার কথাগুলো খুব ভাল লাগল। আমাদের দেশের পাহাড় ঝর্নার তো তুলনা নেই। পরিবার নিয়ে এই বর্ষায় সময় কাটানো দারুন উপভোগ করলাম। ভাল থেকো খুব। এমন ব্লগ আবারও আসুক ফিরে।
আজকের পর্ব দারুণ লাগলো। পলের জন্য ❤। আর তোমার কথা মতো 'পলের মা' র জন্য অনেক অনেক ভালোবাসা। এতো সুন্দর কথা আর নিজের বক্তব্য এতো সুন্দর করে মেলে ধরার জন্য অনেক ❤। ভাল থেকো ভাই।
এই ভিডিও টায় আপনার Mrs যে কথাগুলো বলেছে একটা সম্পর্ক নিয়ে, ওই কথাগুলো কে 100 শতাংশ সমর্থন করছি, আসলে জীবনের ডেফিনিশন কি, সম্পর্কের ডেফিনিশন কি, খুব সুন্দর ভাবে বলেছেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।
তুমি আমার প্রিয় ট্রাভেল ভ্লগার,... এবং বৌদি একদম ঠিক বলেছেন দেশি ভিডিও বেশি ভালো লাগে বিদেশে মজা পায় না, তোমার সেই ট্রেন journey নিয়ে বর্ণনা এতো details মাঝে মাঝে স্টেশনে নেমে সেই স্থান নিয়ে কিছু কথা বলা আর তোমার সেরা কবিতার লাইন এগুলো খুব মিস করি... অনেক ভালোবাসা নিও ❤️
দারুন দারুন।এই বর্ষায় পাহাড় একটা আলাদা অনুভুতি।❤❤
পাহাড় ঝরনা, সবই দুরস্ত দাদার প্রত্যেকটা ভিডিওই আমার কাছে বিরাট ভালো লাগে। আমার বেস্ট দাদা ❤❤❤
কৌশিক da সবার থেকে আলাদা....... উনি সেরা.....এই vlog just ফাটাফাটি
দুরন্ত লাগলো তোমার এই ফ্যামিলি ট্রাভেল ভ্লগ। খুব পরিনত তোমার বেটার হাফ, কোন কোন সময় তোমার থেকেও বেশি বলে মনে হল❤ ভালো থেকো তোমরা সবাই ।
আজ অনেকদিন পর হাতে একটু সময় পেলাম।তাই ব্যাক টু ব্যাক কৌশিকের সাথে। মন ভালো হয়ে যাচ্ছে ভিডিও দেখে। সাথে আমার সত্তরোর্ধ মাও দেখছে। আমার খুব প্রিয় দার্জিলিং মেলের সফরের
ভিডিও চাই। যদিও রাতের ট্রেন তেমন কিছু দেখা যাবে না সকালটুকু ছাড়া তবুও অপেক্ষায় রইলাম।ভালো থেকো 🙏❤️
ভালোবাসা অবিরাম দাদা, অন্তরটা শিতল হয়ে গেলো।।
💖💖
সিটং অসাধারণ লাগলো। খুব খুব ভালো লাগলো। বর্ষায় পাহাড়ের সৌন্দর্য অসম্ভব সুন্দর।
দাদা খুব ভালো লাগলো তোমাদের দুজোনকে একসাথে দেখে ❤️🥰❤️
এই এপিসোডটা জন্য খুব অপেক্ষা করছিলাম অবশেষে প্রতীক্ষার অবসান হলো. রবীন্দ্র সংগীতটা পারফেক্ট জায়গায় ব্যবহৃত হয়েছে. খুব সুন্দর ভিডিও .খুব খুব ভালো থেকো.
Ki kore bolbo valobasi ei ganta popular lar hoar 75 % krititto tomar dada darun laglo ❤
তোমার ভিডিও তো সবসময় ভালোবেসে দেখি।আজ যাকে দেখে তোমার ভিডিও টা আবারও ভালোবাসলাম তোমার ওয়াইফ।জাস্ট তোমার ওয়াইফের কথা গুলো শুনে অসাধারণ লাগলো।একদম আমার মুখের কথা গুলো বলে ফেলল কতো সাবলীল ভাবে ❤❤❤❤❤
ম্যাডাম এর কথায় এক দম সহমত,,,, আমার ১২ বছরের ছেলে তোমার আমার থেকেও বড়ো ফ্যান,, আমার থেকে ওই বেশি তোমার ব্লগ দেখে,,, আমার ছেলে ও ডন বোস্কো ক্লাস সেভেন এ পরে,,, তাই আমার মনে হয় তার জন্য বিদেশী ব্লগ গুলো সব টা ঠিক নয়,,, কিছু মনে করো না ভাই আমি দেখতে ও দিই নি ওকে,,, তোমার কথা বলার ধরণ আমার খুব ভালো লাগে বিশেষ করে ছন্দ মিলিয়ে কথা বলা টা,,, এই ব্লগ টা ফাটাফাটি 💕💕💕💕💕💕💕
@@pabrishaghosh195 না না আপনাদের মতামত নিয়েই তো পথ চলা
আমার দেখা আপনার ভিডিও গুলোর মধ্যে এই ভিডিও টি সবার চাইতে আলাদা। এই কৃত্রিমতার যুগে অকৃত্রিম জীবনের গল্পের গল্প। ❤
কৌশিক দাদার আমি ফ্যান আর কৌশিক দাদা রেল ফ্যান❤
এতো ভালো বলেছে এটা আমার মনের কথা।এটাই হলো বাড়ির শিক্ষা সবাই কে একটু মানিয়ে নিতে হয় ।খুব খুব ভাল লাগল
এবার দুপুরে খেতে খেতে দাদার ভিডিও দেখবো 🥰,,পুরো জমে যাবে ❤️❤️
তোমাদের ভিডিওটা দেখে মনে হচ্ছে একবার বর্ষায় ঘুরে আসি।কি ভালো লাগছে।শুভেচ্ছা নিরন্তর🧡
এত সুন্দর করে নিজের দেশের বর্ণনা আর ভালোবাসা দিলে, সত্যি খুব ভালো লাগলো।
বোনের কথা পূরো সমর্থন করছি। অতদুর যেতেও পারবো না, টাকা ও অতো নেই। তুমি গেছো তাই দেখছিলাম। বিদেশে যেতে হলে নেপাল ও কৈলাস মানস সরোবর একবার দেখিয়ে দিও দয়া করে।
দাদা যদি কখনো মানস সরোবর যাও তাহলে ড্রোন ওড়ানোর অনুমতি নিয়ে যেও।ড্রোন শট মারাত্মক আসবে
সত্যি,কৌশিক মাঝে মাঝে এইরকম ব্লগ অতুলনীয়।👍
মন খারাপ থাকলে কৌশিক দাদার ভিডিও দেখলে সত্যিই মন ভালো হয়ে যায় ❤
বৃষ্টিস্নাত সিটং, পলের ছটপটানি, আর তোমার ইন্টারভিউ সব মিলেমিশে এক অসাধারণ ভিডিও, অনন্য,
Darun vlog baniyecho.......khub bhalo laglo❤😊
কৌশিক দা'র ভিডিও ইউটিউবে আমি ৮০% দেখি বাকি টা অন্য ভিডিও দেখি।
কৌশিক দা কে অসংখ্য ধন্যবাদ বাড়িতে বসেই উপভোগ করি দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের সব কিছু❤❤❤
Madam er point of view sotti khub sundor sob mayeder onar moto howa uchit
কৌশিক দা, তোমার ভিডিও আমার ফ্যামিলির প্রত্যেক এর খুব খুব ভালো লাগে আমরা একসাথে হোক বা যার যখন সময় হয় আমরা দেখি। এটা আমার নিজের প্রথম কমেন্ট সত্যি তোমার এই ভিডিও টা আমার খুব সুন্দর লেগেছে এর একটা কারন হলো আমিও আমার ফ্যামিলির সাথে নিয়ে ঘুরতে ভালবাসি আর আমি মনে করি আমাদের সকল মুহূর্ত গুলো সেটা ভালো বা খারাপ যাই হোক সেটা পরিবারের সকল কে নিয়ে যদি কাটানো যায় সেটার মতো বেস্ট satisfaction আর হয় না।😊 আর দ্বিতীয় কারণ হলো বউ দিদির কথা গুলো চিন্তা ভাবনা গুলো অনেক positive বিশেষ করে আমার অন্য দেশের জায়গাটা কতটা সুন্দর সেটার থেকে আমার নিজের দেশের জায়গা গুলো বেশি ভালো লাগে আমি নিজে গ্রামের মানুষ তাই মনে হয় প্রকৃতির অপার সৌ্দর্য ও বিশুদ্ধতা যদি এখনো কিছু বেঁচে থাকে সেটা হলো আমাদের পাহাড়েই আছে আর সেজন্যই আমার পাহাড় এত বেশি ভালো লাগে সমুদ্র এর থেকে। আর বেশি কিছু বলব না খুব খুব ভালো হয়েছে দাদা এই ভিডিও টা ভালো থেকো তোমরা খুব সুখে থেকো দাদা ।।
Bhalo Theko
Koushik tomar wife ekdom thik boleche nijer mati chere onno kothao jete sotti valo lage na..tomar bou ti khub valo besh normal..tomra valo theko..n tomar sob Vedio dekhar jonno ami onek wait kore thaki..❤
দারুণ কথা গুলো
অসাধারণ opinion
"সব কিছুর line থাকা দরকার " এটা দারুণ ❤❤❤❤
কৌশিক দা বৌদিভাই এর সাথে কিন্তু এইবিষয়ে আমি একমত। বিদেশের ব্লগ ভালো লাগে না বলবো না কিন্তু তোমার ট্রেন ব্লগ আর আমাদের দেশের যে কোনো জায়গার ব্লগ গুলো বেশি পছন্দের।
বৌদিভাই কিন্তু তোমার দর্শকদের মধ্যে একটা বৃহৎ অংশের মানুষের মনের কথা টা আজ এই ভিডিও তে বললো ❤️
দারুন উপভোগ করলাম সিটং এর বর্ষা । তোমাদের জীবন দর্শন থেকে অনেক শেখার আছে। সকলে ভালো থেকো।❤️❤️❤️
খুব ভালো লাগলো আপনার ভিডিওটা দাদা
@@PrabirSingha-w6l 47 minutes er video 1 minutes upload ar moddhe dekhlen kivabe 😂
আমরা জানুয়ারিতে সিটাং দার্জিলিং যাব তোমার ভিডিও দেখে বেশ ভালো লাগলো তোমার সব ভিডিও দেখি
দারুণ দাদা
Jhantipahari theaka bolche
কৌশিক দা জিন্দাবাদ ❤️❤️❤️❤️
অসাধারণ vlog... মন ছুঁয়ে গেলো❤
এই হয়, দলের সদস্যরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে থাকলে দলনায়ক কে হাজার ক্লান্তির মাঝেও নিদ্রাহীন বিরামহীন কত মুহুর্ত কাটাতে হয়। 5 ই আগস্ট কি জন্য স্পেশাল সেটা না হয় অব্যক্তই থাক শুধু তার জন্য অনেক কিছু আমরাও উপহার পেলাম ধরে নিয়ে অনেক শুভেচ্ছা ও ভালবাসা রইলো। তোমাদের সঙ্গে আমরাও এই অপরূপ প্রকৃতির মাঝে হারিয়ে গেছিলাম। অসাধারণ, অনন্য কি বলবো ! নিস্তব্ধতা যে এত মুখর হয় তা বলে বোঝানো যাবে না। খুব ভালো লাগলো।❤❤❤❤❤
@@rahulraychaudhuri6905 অনেক ধন্যবাদ ❤️
কৌশিক বাবু এতো সিনেমা দেখছি মনে হচ্ছে, খুব ভালো সঙ্গে দারুণ কিছু কথা অনেকেরই দাম্পত্য জীবনে কাজে লাগবে।
আমার তো ঠাণ্ডা লাগে পাহাড়ে গেলে..........😂
উষ্ণ কিভাবে হওয়া যায় কৌশিক দা ???কেউ জানলে প্লিজ বলবে❤
Single হলে One ডিস্ক ডাউন করে নিয়ে যেতে হবে.. 😂
Dada tumi aiikhana
খুব সুন্দর লাগলো। বর্ষায় পাহাড়ি নদীর রূপ অসামান্য, আর প্রাকৃতিক সৌন্দর্য্য তো এত অপরূপ বলার অপেক্ষায় রাখে না।
সর্বোপরি তোমার সহধর্মিনীর কথা গুলি শুনে ভীষণই ভালো লাগলো,খুব ভালো চিন্তা ভাবনা, জীবনে চলার পথে একটা সীমারেখা থাকলে জীবন সত্যিই সুন্দর হয়ে উঠে।
ভালো থেকো ভাই সপরিবারে।
Boudi kintu 5:30 mit kotha gulo sathe ami ak mot
তোমাদের দুজনের এই ব্লগটা অসাধারণ হয়েছে।যেমন তুমি ঠিক তেমনই তোমার মিসেস, তার কথাগুলো একদম মন ছুয়ে গেলো।
সত্যি আজকের ব্লগ টা একটু অন্য রখম ছিলো,
খুব ভালো লাগলো ❤
ম্যাডাম খুব সুন্দর ভাবে লাইফ লাইন সম্বন্ধে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষনীয় বিষয় গুলো আলোচনা করে শিক্ষা দিলেন। পারস্পরিক সম্পর্ক ভালোবাসা শ্রদ্ধা নিয়ে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। প্রত্যেকটা কথা খুব যুক্তিপূর্ণ মনে হলো অনেক শুভেচ্ছা রইল খুব ভালো থেকো তোমরা।
দাদা, কথায় বোঝানো যাবে না সেটা.... আজকালের দুনিয়ায় এমন একটা গল্পঃ.... শুধু অসাধারণ
তোমার দুজন আর তোমার রাজকুমার দেখে মূদ্ধ হয়ে গেলাম ভালো থেকো এভাবেই ❤
পাইন ফরেস্ট টা অনবদ্য দেখতে লেগেছে দাদা,, তুমিই পারবে কৌশিক দা । সেরা সেরা। Love You ♥️♥️♥️♥️♥️
কিছু বলো দাদা তোমার মেসেজ টা আমি স্ক্রিনশট করে drive এ রাখবো ।
দারুন একটা পর্ব এনজয় করলাম । তোমাদের একসাথে দেখে খুব ভালো লাগলো । খুব ভালো থেকো তোমরা । বর্ষায় প্রকৃতির এই রূপ সত্যি ই অসাধারণ ।
দাদা আমি আজকে ভিডিও দেখছি ।। এরকম ই ভিডিও খুব দেখতে পছন্দ করি।। যেটা আমাদের মত সাধারণ মানুষ ভবিষ্যতে যাবার পরিকল্পনায় সহায়তা করতে পারে।। তাই বৌদি একদম ঠিকই বলেছে ।। পুরো সহমত ওনার সাথে।। বিদেশ বিদেশের জায়গায়।। আর নিজের দেশ তার সৌন্দর্য মাধূর্য ই আলাদা।।
Love you 2 Dada....আজ গল্পে বলা যেতেই পারে, যেখানে বৌদি পল ও দাদার স্নেহের ভালোবাসায় আবদ্ধ প্রকৃতিই অপরূপ সৌন্দর্য রূপ ভরা বর্ষার মরশুমে ফুটিয়ে তুলেছে, তা সত্যিই এক আলাদা মাত্রায় পৌঁছে দিয়েছে আমাদের সকল দর্শক দের....দাদা বর্ষায় পাহাড় যে এত ভালো সাজতে পারে সত্যিই তুমি না দেখালে ও তার অসাধারণ ভাষার বর্ণনা যদি আমাদের কে না জানাতে, তাহলে আমরা জানতেই পারতাম না....দাদা আমার কাছে সারাজীবন ধরে এক আলাদা জায়গা করে থাকবে....আমাদের দাদা কৌশিক দা খুব খুব ভালো....ভালো আমাদের সবার প্রিয় বৌদি ও পল,যা এই পর্বে একটা আলাদা level তৈরী করেছে.....দাদা তুমি ভালো থেকো আর আমাদের কে এই ভাবে সুন্দর সুন্দর মুহূর্ত গুলি ফুটিয়ে তুল প্লিজ.... অসাধারণ লাগলো আজ এই পর্ব....পুরো ফাটাফাটি দাদা...কোনো কথা হবে না....হবে শুধু আমার দাদার গল্প....❤❤❤
অসাধারণ 💗 ম্যাডাম সাথে থাকলে কৌশিকের ভিডিওতে গ্ল্যামার বেড়ে যায় 😊 আমার দেখা সেরা ব্লগ ❤ ম্যাডামের কথাগুলো মুগ্ধ হয়ে শুনলাম ❤
Junior এর একটা বিশেষ আচরণ দেখে আমার খুব ভালো লাগলো ❤❤❤
Khub valo Katha bolechhe Mrs pal ❤
দাদা তোমার মতো দিদিভাই ও ভীষণ ভালো বক্তা..কথাগুলো আমার মনের কথাগুলো যেনো শুনছি 😊😊
বর্ষায় উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গের পাহাড় খুব ভালো লাগলো দাদা। ❤❤❤❤
দাদা দার্জিলিং মেল এবং ব্রহ্মপুত্র মেল -- দুটি মেল -এর ভিডিও চাই। 😊❤
সত্যিই ব্লগ টি আমার মনের মতো হয়েছে❤
Khub, khubiiii valo laglo...ank din bad sundor blog dekhlm...taropor with family....beautiful nature..apurbooo
boudi r chinta dharona osadharon. Khub bhalo laglo. Respect is the cornerstone of every relationship. And its never too late to become a teacher. If you really wish for it then age is just a number
And ei vlog ta simply amazing chilo. Monsoon a pahad eto sundor lage prothom bar dekhlam. Cheers kaushik daa 🎉
Excellent.. অনেক দিন ধরেই তোমার blog দেখি। কিন্তু এই blog টা দারুণ লাগলো! এই ধরনের family blog আর এই রকম দেশীয় স্নিগ্ধ জায়গা, মাঝে মধ্যে করলে মন শরীর সব ভালো হয়ে যায়। বর্তমান সময়ে এই ভাল লাগাটা খুব জরুরী।
👍👌❤🙏
জঙ্গলটা খুব সুন্দর লেগেছে দারুন ভিউজ
বোনের কথা খুব ভালো লাগলো নিজের দেশের সৌন্দর্য নাগালের মধ্যে যখন খুশি যেতে পারি ❤❤
দুর্দান্ত লাগলো। এত সুন্দর পাহাড়ী পরিবেশ .... মন ভরে গেল
দারুণ দারুণ । সত্যিই অনবদ্য অপূর্ব ❤❤❤❤ দারুণ
কৌশিকের স্ত্রীর কথা আমার খুব ভালো লাগলো , তোমরা এইভাবেই থাকো , খুব ভালো থাকো , পলকেও ভীষণ ই ভালো লাগে আমার ❤❤❤❤
খুব ভালো লাগলো সিটং বৃষ্টি র মধ্যে দেখতে, সবাই কি নিয়ে গেছো আর খুব এনজয় করেছো, তাই আমার ও ভালো লেগেছে 🎉
চমৎকার । বাংলাদেশের চট্টগ্রাম থেকে দারুণ উপভোগ করেছি। বৌদি স্মার্ট, সুশিক্ষিতা এবং অত্যান্ত ভালো মনের মেয়ে। স্বামী, স্ত্রী বা জীবন সম্পর্কে তাঁর চিন্তা ভাবনা শুনে খুব ভালো লাগলো। প্রতিটি ঘরে এমন আদর্শ স্ত্রী থাকলে দাম্পত্য জীবন সুন্দর ও সুখের হতে বাধ্য। আপনাদের জন্য শুভকামনা রইলো।
ধন্যবাদ স্যার
অসাধারণ পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য আর বর্ষাতে তা আরো ভালো প্রস্ফুটিত হলো খুব ভালো লাগলো দাদা এভাবেই আমাদের মনকে জয় কর❤