হোম স্টে এর খরচ এর জন্য ওদের ফোন করুন। কবে যাবেন, কতজন যাবেন, কতদিন থাকবেন তার উপর রেট নির্ভরশীল। ফোন নাম্বার ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে। গাড়ির খরচের জন্য PK কে ফোন করুন। এই অঞ্চলে ফোন এর টাওয়ার ঠিক থাকে না, ফোন এ না পেলে মেসেজ করুন, ওনারা রিপ্লাই দেবেন। ধন্যবাদ।
Pk driver কে একদম বুকিং করবেন না.. শেষ মুহূর্তে আমাদের কে অন্য ড্রাইভার দিয়েছিল o ভুটান চলে গিয়েছিল অন্য tourist niye ,,,, j driver diyechilo se amader ja harrasment diyechilo bhabteo parben na,,, last e onno driver amra booking করেছিলাম,,,,tai pk is never ever
এই ভিডিও টা তে তুমি যে কোন লেভেলের কাজ করেছো তুমি নিজেও জানো না । বাংলায় এরকম খুব কমই ইউটিউবার আছে যারা 26 মিনিট ধরে একটানা মানুষকে এভাবে এক জায়গায় বসিয়ে রাখতে পারে । এত ইনফরমেশন, এত ভ্যারাইটি আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের এত সুন্দর ব্যবহার আমার ভাষায় প্রকাশের বাইরে । রবীন্দ্রনাথের সেই ছোটগল্পের কথাতেই বলি - ভিডিও শেষে মনে হল "যেন শেষ হয়েও হইল না শেষ "।।
শিবাজিদা, দুর্দান্ত জায়গা নির্বাচন, দারুন এডিটিং এবং ক্যামেরা ফাটাফাটি!তবে এই ভিডিওর extra point হল মংপুতে শিশিরদার গলায় রবীন্দ্রসঙ্গীত!এক আবাঙালীর গলায় ওই গান শুনে গায়ে কাঁটা দিয়ে উঠল!অসাধারণ!এরকম দু একটা গান থাকলে ভিডিওটি সমৃদ্ধ হয়ে ওঠে!👌
দারুন লাগলো মনের জানালা খুলে আপনার সাথে শিটং ঘুরতে। সব থেকে যেটা বেশীকরে মনকে নাড়া দিলো সেটা হলো আপনি যে নিজে সকলের সাথে মিশে অন্যদের সকলের সামনে তুলে ধরেছেন। 👍 আরও ভালো লাগলো রবীন্দ্র সংগীতটি ! কি দারুন গাইলো, কি দরদ ওনার গানে, ওনাকে আমার প্রণাম । ভালোবাসা রইল ড্রাইভার প্রকাশ, অর্পণ, সিলসিলা ও অন্যদের জন্য। Thank You...
সক্কাল সক্কাল দারুন উপহার । ধন্যবাদ ভাই । হ্যাটস্ অফ টু শিশিরদা । এতো আন্তরিকতা ও আবেগ মিশিয়ে গান টি গাইলেন , অনবদ্য 👌। পঞ্চপোখরি হোমস্টের ট্যারিফ জানালেন না যে
দারুন লাগলো আপনার ভিডিও ।অসাধারণ আপনার ভিডিও গ্রাফি এবং আরও অসাধারণ আপনার বাচনভঙ্গি ।অনবদ্য সিটং আর অবশ্যই আপনার গান ।ও হ্যাঁ কৌশিক আমাদের জেলার ছেলে।দুজনের জন্যই শুভেচ্ছা রইল
আগেও বলেছি, এখনো ও বলছি, হয়তো এর পরেও বলবো অসাধারণ, অসাধারণ, অসাধারণ। এতো সুন্দর ভাবে ,সহজ ভাবে ,অল্প সময়ে আমি কোনো You tuber কে বলতে দেখিনি। সেই কারনে Shibaji Da you are great. ভালো থাকবেন। Thanks Shibaji Da.
একদম নতুন একটা জায়গা ।এই প্রথম দেখলাম ।অপূর্ব সুন্দর। মংপুর মৈত্রী দেবীর বাড়িতে শিশির দার গলায় রবীন্দ্রনাথের গান শুনে গায়ে কাঁটা দেয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ । এই ভাবেই এগিয়ে যান আপনি । আমাদের মতো ভ্রমণ পিপাসু বাঙালী রা আপনার সাথে আছে ।🙏
ভিডিও টা দেখতে দেখতে আমি কোথায় যেন একটা হাড়িয়ে গেছিলাম । অসাধারণ ভাবে আমাকে ঘুড়িয়ে নিয়ে এলেন আপনি। তারসাথে মন মুগ্ধকর background music . এক কথা অনবদ্য।
আমার বয়স 66, তোমার থেকে অনেক বড়ো তাই তুমি সম্মোধন করলাম। আমি বেড়াতে খুব ভালোবাসি কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেটা সম্ভব হচ্ছেনা কিন্তু তোমার ভ্রমণ উপস্থাপনা গুলো সেই চাহিদা অনেকটাই মিটাতে সক্ষম বলে আমার মনে হচ্ছে। কিছু detail information পেলে ভালো হতো। যেমন - 1. কলকাতা থেকে direct Sittong যাওয়ার উপায়, 2. কোন time টা best, 3. Home stayর খরচ approximate,4. Side tour র গাড়ি ভাড়া ইত্যাদি।
বলার দরকার নেই, অদ্ভুত উপস্থাপনা, দারুণ এনজয় করলাম পুরো দার্জিলিং সফর। গাছ পাকা কমলা লেবু দেখে জিভে জল এসে গেল ।শিশিরদার গলায় রবীন্দ্র সঙ্গীত একটা আলাদা মাত্রা যোগ করে দিলো, কবিগুরুর প্রতি অন্তরের টান অনুভব করলাম ভদ্রলোকের গলায়, ধন্যবাদ।
👌👌👌Superb! Shibaji signature style- Visual delight, necessary information, fluid speaking style, and a genuine effort to keep the presentation natural.....highly commendable! About the place- What a find! Thanks so much Shibaji for mining this precious travel gem for us! Can’t wait to visit!
Simply extra ordinary. Excellent voice and description. Best part of the video is Rabindra Sangeet by Shisirda at Rabindra Bhavan , Mongpo. Moreover you appreciated other UA-camr also. Thanks Mr Shibaji.
After your recommendation we came here....but our experience is really horrible....no dout the view from the room which is very very dirty full of flies, is very beautiful..rest all is pathetic.... service, quality of food and cleanliness is horrible....we have been your ardent fan... following all your videos,and really like and enjoy them watching...but your review of this place wasn't ok... It's my humble request to give your viewers honest review...
আপনার এই ভিডিওটি দেখে গত সপ্তাহে দুদিনের জন্য সিটং থেকে বেড়িয়ে এলাম। যদিও পাঁচপোখরি হোমস্টে তে থাকার কিংবা পিকের গাড়িতে চড়ার সৌভাগ্য আমাদের হয়নি, কিন্তু তাতে আমাদের বেড়ানোর আনন্দ কিছুমাত্র লাঘব হয়নি। জায়গাটা সত্যিই অসাধারণ। আমরা হ্যাংখিম হোমস্টে তে ছিলাম এবং ড্রাইভার স্যামুয়েলের গাড়িতে চড়ে হইহই করে ঘুরে বেড়িয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Arekti daruun mon bhalo kora video. Specially liked Gurudeb er bari including the guide's rabindra sangeet, liked PK, the homestay that u stayed and their way of saying good bye.... Thank you for such wonderful videos.
হোম স্টে এর খরচ এর জন্য ওদের ফোন করুন। কবে যাবেন, কতজন যাবেন, কতদিন থাকবেন তার উপর রেট নির্ভরশীল। ফোন নাম্বার ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে। গাড়ির খরচের জন্য PK কে ফোন করুন। এই অঞ্চলে ফোন এর টাওয়ার ঠিক থাকে না, ফোন এ না পেলে মেসেজ করুন, ওনারা রিপ্লাই দেবেন। ধন্যবাদ।
Dada siliguri ar hillcart road a kono cheap and safe hotel ar akta sondhan dite paren?? Sittong jaoar age ak ratri siliguri te stay korte chai!!
plz dada Mob no. ta din
amra jabo 7th November'2021
home stay ki kore booking korbo.plz help dada
Bhai ei home stay ta puro chitting baj. Bole 1800/- per head
Pk driver কে একদম বুকিং করবেন না.. শেষ মুহূর্তে আমাদের কে অন্য ড্রাইভার দিয়েছিল o ভুটান চলে গিয়েছিল অন্য tourist niye ,,,, j driver diyechilo se amader ja harrasment diyechilo bhabteo parben na,,, last e onno driver amra booking করেছিলাম,,,,tai pk is never ever
আহা মন টা ভরে গেল " দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে " গায়ককে প্রনাম।
এই ভিডিও টা তে তুমি যে কোন লেভেলের কাজ করেছো তুমি নিজেও জানো না । বাংলায় এরকম খুব কমই ইউটিউবার আছে যারা 26 মিনিট ধরে একটানা মানুষকে এভাবে এক জায়গায় বসিয়ে রাখতে পারে । এত ইনফরমেশন, এত ভ্যারাইটি আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের এত সুন্দর ব্যবহার আমার ভাষায় প্রকাশের বাইরে । রবীন্দ্রনাথের সেই ছোটগল্পের কথাতেই বলি - ভিডিও শেষে মনে হল "যেন শেষ হয়েও হইল না শেষ "।।
Dotti thik bolechen Dada bhai
Really a crisp presentation, thanks Shibaji
সত্যি 🙏🙏
@@AnindyasTravelogue আপনি খোলা মনে সকলের প্রশংসা করতে পারেন কাকু, এটা আপনার মহৎ গুণ।
দারুন। খুব ভালো লাগল। যখন ওনার গলায় রবীন্দ্রসঙ্গীত শুনছিলাম তখনকার রোমাঞ্চ ভাষায় প্রকাশ করা যায় না
শিবাজিদা, দুর্দান্ত জায়গা নির্বাচন, দারুন এডিটিং এবং ক্যামেরা ফাটাফাটি!তবে এই ভিডিওর extra point হল মংপুতে শিশিরদার গলায় রবীন্দ্রসঙ্গীত!এক আবাঙালীর গলায় ওই গান শুনে গায়ে কাঁটা দিয়ে উঠল!অসাধারণ!এরকম দু একটা গান থাকলে ভিডিওটি সমৃদ্ধ হয়ে ওঠে!👌
ধন্যবাদ দাদা। বার বার বলেও আমি ক্লান্ত হবনা যে আপনি সেরার সেরা। এত ভালো বর্ণনা আর পরিবেশনা তুলনাহীন।🙏🏻🙏🏻
Ali ভাই ঠিক আমার কথাটাই লিখেছেন।
ধন্যবাদ
Khub valo laglo. Onek notun notun information pelam, specially PK.
Content-wise I felt this is one of the best episodes.
সেরা সেরা।কিচ্ছু বলার নেই।অপূর্ব পাহাড়ি সৌন্দর্য আর তার বর্ণনা ।সাথে খাওয়া দাওয়া ।দার্জিলিং জমে ক্ষীর শিবাজী দা।
দারুন লাগলো মনের জানালা খুলে আপনার সাথে শিটং ঘুরতে। সব থেকে যেটা বেশীকরে মনকে নাড়া দিলো সেটা হলো আপনি যে নিজে সকলের সাথে মিশে অন্যদের সকলের সামনে তুলে ধরেছেন। 👍 আরও ভালো লাগলো রবীন্দ্র সংগীতটি ! কি দারুন গাইলো, কি দরদ ওনার গানে, ওনাকে আমার প্রণাম । ভালোবাসা রইল ড্রাইভার প্রকাশ, অর্পণ, সিলসিলা ও অন্যদের জন্য। Thank You...
খুবই সুন্দর ভিডিও চিত্র দেখতে কার না ভাল লাগে, এই অসাধারণ দৃশ্য দেখে আমার মন অত্যন্ত খুশি এবং আকর্ষণীয় আপ্লুত হয়ে পড়েছি।
সক্কাল সক্কাল দারুন উপহার । ধন্যবাদ ভাই ।
হ্যাটস্ অফ টু শিশিরদা । এতো আন্তরিকতা ও আবেগ মিশিয়ে গান টি গাইলেন , অনবদ্য 👌।
পঞ্চপোখরি হোমস্টের ট্যারিফ জানালেন না যে
খুবই সুন্দর লাগলো ভিডিও টি.
Wonderful place. Very beautiful video.
Nice creation. Great work sir. Thank you.
অনন্যসাধারণ উপস্থাপনা৷ সেরার সেরা। যতবারই বলি দুর্দান্ত কম হবে৷ তুলনাহীন।
দারুন লাগলো আপনার ভিডিও ।অসাধারণ আপনার ভিডিও গ্রাফি এবং আরও অসাধারণ আপনার বাচনভঙ্গি ।অনবদ্য সিটং আর অবশ্যই আপনার গান ।ও হ্যাঁ কৌশিক আমাদের জেলার ছেলে।দুজনের জন্যই শুভেচ্ছা রইল
আবার ও বলছি বার বার বলবো... ভালোলাগা ও ভালোবাসা মানেই ❤️শিবাজী দা ❤️ সবাই দাদার পাশে থাকুন.
আগেও বলেছি, এখনো ও বলছি, হয়তো এর পরেও বলবো অসাধারণ, অসাধারণ, অসাধারণ। এতো সুন্দর ভাবে ,সহজ ভাবে ,অল্প সময়ে আমি কোনো You tuber কে বলতে দেখিনি। সেই কারনে Shibaji Da you are great. ভালো থাকবেন। Thanks Shibaji Da.
দাদা যে লেবেল এ আপনি আপনার vlog কে গুলো নিয়ে যাচ্ছেন সবার ধরা ছোঁয়া র বাইরে!! You deserve 1m subscribers immediately!!
😊
একদম নতুন একটা জায়গা ।এই প্রথম দেখলাম ।অপূর্ব সুন্দর। মংপুর মৈত্রী দেবীর বাড়িতে শিশির দার গলায় রবীন্দ্রনাথের গান শুনে গায়ে কাঁটা দেয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ । এই ভাবেই এগিয়ে যান আপনি । আমাদের মতো ভ্রমণ পিপাসু বাঙালী রা আপনার সাথে আছে ।🙏
ভিডিও টা দেখতে দেখতে আমি কোথায় যেন একটা হাড়িয়ে গেছিলাম । অসাধারণ ভাবে আমাকে ঘুড়িয়ে নিয়ে এলেন আপনি। তারসাথে মন মুগ্ধকর background music . এক কথা অনবদ্য।
ধন্যবাদ
আমার বয়স 66, তোমার থেকে অনেক বড়ো তাই তুমি সম্মোধন করলাম। আমি বেড়াতে খুব ভালোবাসি কিন্তু
বর্তমান পরিস্থিতিতে যেটা সম্ভব হচ্ছেনা কিন্তু তোমার ভ্রমণ উপস্থাপনা গুলো সেই চাহিদা অনেকটাই মিটাতে
সক্ষম বলে আমার মনে হচ্ছে।
কিছু detail information পেলে ভালো হতো।
যেমন - 1. কলকাতা থেকে direct Sittong যাওয়ার উপায়, 2. কোন time টা best, 3. Home stayর খরচ approximate,4. Side tour র গাড়ি ভাড়া ইত্যাদি।
বলার দরকার নেই, অদ্ভুত উপস্থাপনা, দারুণ এনজয় করলাম পুরো দার্জিলিং সফর। গাছ পাকা কমলা লেবু দেখে জিভে জল এসে গেল ।শিশিরদার গলায় রবীন্দ্র সঙ্গীত একটা আলাদা মাত্রা যোগ করে দিলো, কবিগুরুর প্রতি অন্তরের টান অনুভব করলাম ভদ্রলোকের গলায়, ধন্যবাদ।
দারুন হয়েছে, এত ভালো লাগে তাই skip করতে ইচ্ছে করে না
এটা সেরা videography, আগেও দেখেছি নিজেরই দরকারে আরেকবার দেখলাম ।অসাধারন
অসাধারণ লাগলো শিবাজী দা❤️ দার্জিলিং পর্বে এই episode টা সবচেয়ে রোমাঞ্চকর।আপনি দাদা মহান মানুষ💐❤️🙏
জাস্ট অসাধারণ। দার্জিলিং এর এই ভিডিও টা সবথেকে বেশি ভালো লেগেছে। সেই আগের শিবাজী দাদাভাই কে যেন ফিরে পেলাম। দারুন লাগলো। খুব খুব এনজয় করেছি। 👍
অসাধারণ দাদা। আপনাকে পেলে জড়িয়ে ধরে ধন্যবাদ দিতাম। অসাধারণ অসাধারণ অসাধারণ।
দারুন। এক নতুন প্রকৃতির সন্ধান দিলেন। খুব সুন্দর। উপভোগ করলাম।
শিবাজি বাবু, আপনার ব্লগ দেখে মনে হয়, আমি নিজে ঘুরে এলাম,দারুন লাগে।
NIce tour
Pk driver where from get
এই ভ্লগটা মিস করে গিয়েছিলাম। দারুণ লাগলো।এটি আপনার ফেভারিট জায়গা সঙ্গত কারনেই।
এই ভিডিও তেও আটটা dislike! তাদের চাহিদাটা কি? সত্যিই অসাধারণ উপস্থাপনা।
কিছু লোকের কোষ্ঠ-কাঠিন্য থাকে , ভুলে যাবেন না 😕
Tourist department needs. to circulate your video in other popular visual media like tele vision to reveal the incredible north bengal
🤭🤭🤭🤭🤭🤭🤭
অতুলনীয় , অবিস্মরনীয় পরিবেশনা । আমার দেখা সেরা youtuber .
দেখতে দেখতে কখন সিটং এ পৌঁছে গিয়েছিলাম। ভিডিও শেষ হতেই চমক ভাঙলো। মন ভরে গেছে।🙏
Akdom thik bolechen.. Same here
অনেক অনেক ধন্যবাদ!😊
দারুণ সুন্দর ভিডিওটি। দারুণ হোমস্টে।দারুণ প্রকাশ সুব্বা। দারুণ ভিউ পয়েন্ট ।সব মিলিযে
দারুণ সুন্দর অনুভূতি। ধন্যবাদ।
হয়তো কোনদিন যেতে পারব না ৷কিন্তু আপনার ভিডিওর মাধ্যমে মনে হয় যেন ওখানেই ছিলাম ৷আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য ধন্যবাদ দাদা ৷❤️❤️❤️
Ato Valo laglo vdota explain korar bhasa hariyechhi.Kabigurur smritibijorito Mongpo & sisirbabur konthe Robindrasangeet puro vdotake ak natun matra diyechhe. Thank u Shibajida for entire description.
👌👌👌Superb! Shibaji signature style- Visual delight, necessary information, fluid speaking style, and a genuine effort to keep the presentation natural.....highly commendable! About the place- What a find! Thanks so much Shibaji for mining this precious travel gem for us! Can’t wait to visit!
হোমষ্টের লোকেশন এবং আপ্যায়ন,খাওয়া দাওয়া সব মিলিয়ে এককথায় অসাধারণ।
দাদা অসাধারণ। প্রতি বারের মতো মন টা ভরে গেল। homestay র রেট টা কতো একটু বলবেন? Next video র অপেক্ষায় রইলাম।
আপনার ব্লগ দেখার জন্য মুখিয়ে থাকি। ধন্যবাদ এইভাবে দার্জিলিং কে আমাদের সামনে তুলেধরার জন্য। ভালো থাকবেন
Just next level presentation
Awesome carry on
Onekdin por khub valo akta video dekhlam..apurbo 👍
তোমার ভিডিওতে একটা প্রাণ আছে যেটা অনেকটা ছোট বেলা betal r কমিকস পড়ার মতো
Apurba video sobuj e sobuj _Ki darun lepcha falls satti sundar💕💕
Simply extra ordinary. Excellent voice and description. Best part of the video is Rabindra Sangeet by Shisirda at Rabindra Bhavan , Mongpo. Moreover you appreciated other UA-camr also. Thanks Mr Shibaji.
Most welcome!! 😊
Stay tuned.
খুব ভালো লাগলো আপনার এই ভিডিওটি। এত সুন্দর ভাবে সব কিছু গুছিয়ে বর্ননা দিলেন যে মুগ্ধ হয়ে দেখছিলাম।
Shibaji da, Your presentation is just Awesome. And I love the way you promote the other UA-camr.
Thank You So Much.🙏
❤❤❤❤
Asadharon ekta video.. 1sec er janno o miss kora gelo na.. purota bose dekhlam..
My favorite part is from 3:39 to 4:23. The way you build up the moment leading to the 108 degree view of gorgeous kanchenjunga, is very cinematic!
Thank you and that is my favourite too!! 😍
Khuje pelam na Kanchenjunga k oi time frame a ei video te.
দাদা দারুণ লাগছে আপনার ভিডিও গুলো , আমি সময় পেলেই দেখি , বারবার দেখি । পুরনো হয়না, আমার কাছে । অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই জায়গা গুলো ঘুরিয়ে দেখাতে । ভালো থাকবেন ।
Please tell me the charges of sightseeing
মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম । অসাধারণ পোস্ট
মনটা ভরে গেল।দাদা homestay র ভাড়া কতো?
ওদের একটু ফোন করে নিন, কতজন যাবেন কোন সময় যাবেন , কতদিন থাকবেন এইসব কিছুর উপর নির্ভরশীল।
আপনার সব কটি ভিডিওই অসাধারণ।
অন্য ব্লগার দের থেকে একটু বেশীই পাই।
আজকের তারও একটু বেশী পেলাম, শিশির বাবুর গান।
অসাধারণ অসাধারণ। দারুন enjoy করলাম। কিন্তু homestay র ভাড়া কত জানতে পারলাম না। শিলিগুড়ি থেকে সিটঙ এর গাড়িভাড়া কত ?
Home stay at vhara koto
হমস্টে র ভাড়া কত ???
Thank you dada PK er sondhan Dewar Jonno... Avid bird watchers er khub subidhe hobe.... Dhonnobad.... Apnar protekkta episode khub hi oshadharon aar informative.... 🙏
Apner joto video dekhechi, tar modhe eta best. Banglai ato bhalo kaj dekhle khub bhalo lage. Thank you.
After your recommendation we came here....but our experience is really horrible....no dout the view from the room which is very very dirty full of flies, is very beautiful..rest all is pathetic.... service, quality of food and cleanliness is horrible....we have been your ardent fan... following all your videos,and really like and enjoy them watching...but your review of this place wasn't ok... It's my humble request to give your viewers honest review...
Per day per person koto niachilo?
Khb valo laglo.sply oi Rabindra Sangeet ti 👌👌
সেরা সেরা ! ! ! ভীষণ ভাল লাগে আপনার ভ্রামনিক কর্মকাণ্ডের রস আস্বাদন করতে । অপেক্ষাতে রইলাম পরের ভালো লাগার পরশ পেতে ।
Amazing content! Khub bhalo laglo dekhe.
ওহ্, আগে কেন এমন টি কেউই দেখান নাই?এখন আমি হাঁটতে পারি না। শুধু মুগ্ধ হয়ে দেখি explorer Shibaji কে।
Nice video. Complete information and high standard.
Boraborer moto asadharon asadharon ebong asadharon....mon vore galo..👍👍👍👍👍❤❤❤❤❤❤
অসাধারণ লাগল! দারুণ information!! এরকম travel vlog আরো চাই
Nirbhul sundor porichonno ekta video..thank u so much
Dada ♥️
দারুন হয়েছে স্যার। 👌। খুবই interesting।
অসাধারণ লাগলো দাদা, আপনার Sittong এর vdo টা. অপূর্ব আপনার পরিবেশনা, tar সাথে যেমন সুন্দর ছবি তেমনই বর্ণনা. Thank you so much.
ওহ্ ...অসাধারণ, অনবদ্য ভ্রমণের সুধা আস্বাদন করানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
একটা ঝকঝকে তকতকে সুন্দর ভ্রমণের ভিডিও।দারুন উপভোগ করলাম।
সত্যিই অসাধারণ। এত সুন্দর উপস্থাপনা আগে কোনো দিন দেখিনি। অর এত তথ্য আপনি পান কি করে।
😊
সত্যি কথায় বলতে আপনি খুব অপূর্ব ভিডিও আমাদের সামনে তুলে ধরেন দারুন স্যার দারুন❤️
Darun. Very informative, and enjoyed lot. Thank you so much.
আপনার এই ভিডিওটি দেখে গত সপ্তাহে দুদিনের জন্য সিটং থেকে বেড়িয়ে এলাম। যদিও পাঁচপোখরি হোমস্টে তে থাকার কিংবা পিকের গাড়িতে চড়ার সৌভাগ্য আমাদের হয়নি, কিন্তু তাতে আমাদের বেড়ানোর আনন্দ কিছুমাত্র লাঘব হয়নি। জায়গাটা সত্যিই অসাধারণ। আমরা হ্যাংখিম হোমস্টে তে ছিলাম এবং ড্রাইভার স্যামুয়েলের গাড়িতে চড়ে হইহই করে ঘুরে বেড়িয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Excellent 👌👌 👌 . Asadharon . khub valo laglo
Well video, well side is you taking life style of sittong, love nature '
Darun video ami samner mashe jabo sittong khub excited 😃
Shibaji da darun sob information apnar theke peye thaki,shitong jawar icche roilo,apni khub valo thakben
Khub bhalo ekta guide pelam,thanks
tnks khub sundor laglo specialy robi thakur er gan ta.
One of my favorite UA-camr.. With clear content.
সিটং মন ভরে যাওয়ার মত জায়গা। খুব ভালো হয়েছে আপনার সিটং ব্লগ ভিডিওটি। এরকম ভিডিও দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। 👍👍👍
দারুন লাগলো, বেশ ভালো কিছু জায়গার সন্ধান পাওয়া গেল। ধন্যবাদ আপনাকে।
অসাধারণ একটি প্রতিবেদন দেখলাম।।খুব আনন্দ হচ্ছে।👌👌👌👌
দার্জিলিং ভ্রমণের এই পর্বের ভিডিওটি দেখলাম দাদা। প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত দৃশ্য খুব ভালো লাগলো। ধন্যবাদ দাদা।
Dada sotti khub khub valo laglo.... Oshadharon presentation...
রবীন্দ্র সংগীত শুনে ভীষণ ভাল লাগল
Ki sundor jaiga,mon ta bhore glo
খুব সুন্দর photography, অসাধারন কাজ।
Thankyou shivaji daa👌👌👌 অসাধারণ উপস্থাপনা
খুব ভালো লাগলোl জাস্ট দারুন
Darun laaglo... Onek kichu jante parlam
অসাধারন। যতবার দেখি ততবারই মুগ্ধ হই
Darun darun Darun. Sabcheye darun laglo lanka peye apnar expeession ta ke.
Arekti daruun mon bhalo kora video. Specially liked Gurudeb er bari including the guide's rabindra sangeet, liked PK, the homestay that u stayed and their way of saying good bye.... Thank you for such wonderful videos.
আহা...... হ্দয় ছঁুয়ে গেল.... প্রশান্তি এনে দেয় আপনার পরিবেশনা।
দাদা তোমার থেকে আমি ভিষণ ভাবে অনুপ্রাণিত। অসাধারণ সব ভিডিও ও বাচন ভঙ্গি।
আমিও তোমার মতোই বিভিন্ন জায়গা এক্সপ্লোর করতে শুরু করেছি।
আশীর্বাদ দিও
Lockdown er ghore bodho dinguli apner video theke mukto duniyar Aswad pachche.many many thanks.👍👍❤️
সত্যি দাদা অসাধারণ মন মুগ্ধকর এতো দারুন ভিডিও খুব কম দেখেছি 👌👌❤️❤️❤️
ধন্যবাদ
Excellent খুব ভালো হয়েছে
Asadharon laglo ...r o akta group tour.Apnar plan programme sob kichu akdom compact.Khub bhalo laglo Sitong.Bhalo thakben.
অপূর্ব দাদা ভাষা য় প্রকাশ করতে পারবো না। great দাদা ।