How I Maintain My Long Hair | ছেলেদের লম্বা চুল মেইন্টেইন করার ৬টি টিপস

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • চুল একটু বড় করায় আমাকে অনেকে প্রশ্ন করেছেন আমি কিভাবে নিজের চুলের কেয়ার করি । একচুয়ালি আমি ৬ টা স্টেপ পালন করি আর তেমন কিছুই করি না । এগুলো মেইন্টেইন করতে বেশি সময় বা টাকা কিছুই লাগে না। সো চলুন আপ্নাদেরকেও শেয়ার করিঃ
    ১। সবার প্রথম আপনার একটা হেয়ার কাট দিতে হবে আপনার ফেইস শেপ এবং হেয়ার টাইপ মেইন্টেইন করে। আমরা অনেক সময় পছন্দের সেলিব্রেটি দের দেখিয়ে নাপিতকে বলি চুল কাটতে। কিন্তু এক্ষেত্রে আমাদের দেখতে ভালো লাগে না। মূলত আমাদের প্রত্যেকের ফেইশ সেইপ বা হেয়ার টাইপ আলাদা। অনেক ধরনের হেয়ার টাইপ থাক্লেও মূলত ৩ ধরনের হেয়ার টাইপ বিবেচনায় আনলে আপনি সুন্দর হেয়ার কাট দিতে পারবেন। স্ট্রেট লাইক মি, হাল্কা ওয়েভি এন্ড কাড়লি।
    এখন আপনার যদি কাড়লি হেয়ার এবং ওভাল ফেইস শেপ হয় সে ক্ষেত্রে গুগল এ গিয়ে সার্চ করবেন “curly mens hairstyle for oval face shape .” এর পর আপনি খুব সুন্দর ভাবে নিজের কাঙ্কখিত হেয়ার স্টাইল পেয়ে যাবেন।
    ২। চুলে প্রতি নিয়ত সপ্তাহে ১ বার তেল দিতে হবে। এতে করে আপনার চুলে প্রয়োজনীয় মিনারেলস এবং নিউট্রশন পাবে। এক্ষেত্রে আবার সপ্তাহে ম্যাক্সিমাম ২ দিন এর বেশি দেয়াড় দরকার নাই। তাহলে চুল এর স্ক্যাল্প ওয়েলই হয়ে যাবে এবং ইচিনেস হতে পারে।
    ৩। চুলে তেল দেয়ার ৩ ঘণ্টা পর চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন। ওভার নাইট দরকার নাই। শ্যাম্পু যেন কহারম্ফুল ক্যামিক্যাল ফ্রি হয়।
    ৪। শ্যাম্পু ব্যাবহার এর পর অবশ্যই কন্ডিশনার ব্যাবহার করবেন যা আপনার চুলকে ড্রাইনেস এর হাত থেকে বাঁচাবে।
    ৫। চুল মোছার সময় খুব সতর্কতার সাথে ট্যাপ করবেন। খুব বেশি জোরে মুছবেন না। যদি আমার মতো চুল করতে চান তাহলে কখনই না। কারণ ভেজা চুলের গোরা অনেক নরম থাকে।
    ৬। চুলে হেয়ার জেল বা ক্লে এর মতো প্রডাক্ট কম ব্যাবহার করবেন। আর ব্যাবহার করলেও হারম্ফুল ইনগ্রিডিয়েন্টস থাকে এমন প্রডাক্ট ব্যাবহার করবেন না।
    মূলত এই কয়েকটা বিষয়ই আমি মেইন্টেন করি। আর আহামরি কিছু মেইন্টেইন করি না। একটা বিষয় মনে রাখবেন চুল এর অনেক কিছু জেনেটিক্স এর উপর নির্ভর করে। তাই এতো চিন্তিত হওয়ার কিছু নাই। আপনার জেনেটিক্স এ যদি চুল পরা থাকে তাহলে আপনারও পরবে। আপনি কেয়ার করে শুধু ওই প্রসেস টাকে একটু ধীর করতে পারবেন। অর্থাৎ যেটা আপনার ৩০ বছরে হতো কেয়ার কররার ফলে সেটা ৫০ এ গিয়ে হবে। সো উইশ ইউ অল দ্যা ভেরি বেস্ট। আল্লাহ হাফিয।

КОМЕНТАРІ • 12

  • @NAZIMFF778
    @NAZIMFF778 2 місяці тому

    Thank you bhai

  • @Riyadkhan866
    @Riyadkhan866 2 місяці тому

    Thank you so much...!❤😊

  • @MahmudulNoyon
    @MahmudulNoyon 2 місяці тому

    vai Travel vlog niye video baniyen❤

  • @mdabdurroufrohan2931
    @mdabdurroufrohan2931 2 місяці тому

    Bad boy aesthetics niye video make koro bro

  • @TMO10-2
    @TMO10-2 2 місяці тому

    সেম্পু এন্ড তেল নিয়ে ভিডিও চাই

    • @MuntasirMoon
      @MuntasirMoon  2 місяці тому

      আচ্ছা ভাইয়া। আপনি চাইলে I button এ আমার আগের ভিডিও আছে। ওইখান থেকেও দেখতে পারেন

  • @Nishoverse
    @Nishoverse 2 місяці тому

    চুলে কর্ন ফ্লোয়ার ব্যাবহার করলে কি ভলিউম পাওয়া যায়?

    • @MuntasirMoon
      @MuntasirMoon  2 місяці тому

      না আমি কখনো ট্রাই করি নি