অসাধারণ এক বাবা এবং বাংলাদেশের সবচাইতে সফল ব্যবসায়ীর সাথে লাঞ্চ। Lunch with Rich & Famous.

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 2,8 тис.

  • @sharminrahman4679
    @sharminrahman4679 2 роки тому +552

    সত্যি এরকম ফ্যামেলী এখন আর পাওয়া যায় না। পরিবারের সকল সদস্য কতো ভদ্র বিনয়ী ধার্মিক ,ছোট বড় সবার ব্যাবহার অত্যন্ত ভালো।এই পরিবারটি আসলে সবার অনুকরণীয়। খুব ভালো লাগলো আজকের ভিডিও টি দেখে। আমি বলবো সবার দেখা উচিৎ এ ভিডিও টি।😊

    • @AdventureTube21
      @AdventureTube21  2 роки тому +7

      Thank you dear

    • @hemayetthakur8267
      @hemayetthakur8267 2 роки тому +5

      Assalamualikum. This is True. They are unparalleled. Thanks
      Rizvi from Niagara Falls

    • @mashudur
      @mashudur 2 роки тому +1

      May Allah bless them and you. Thanks for your work.Next time visit us Phoenix, Arirona.

    • @muhammadhabiburrahman9609
      @muhammadhabiburrahman9609 2 роки тому +3

      @@skalam889 উনারা নারায়ণগঞ্জের মুল বাসিন্দা

    • @romanrc7349
      @romanrc7349 2 роки тому +1

      @@muhammadhabiburrahman9609 নারায়ণগঞ্জ কোন মহল্লায়

  • @almonsur7831
    @almonsur7831 2 роки тому +119

    মাশা'আল্লাহ আমার তো দেখে বিশ্বাসই হচ্ছে না । দেশের একজন শীর্ষ সফল ব্যবসায়ী ও ধনাঢ্য ব্যক্তির পরিবার এত সুশৃংখল সাজানো গোছানো ধার্মিক জীবন যাপন করে জীবনের প্রথম দেখলাম । যারা সামান্য পয়সার মালিক হয়ে নিজেকে খুব অহংকার বোধ করে তাদের একবার হলেও এই ভিডিওটা দেখা উচিত । অনেক অনেক দোয়া শুভকামনা পিএইচপি গ্রুপের জন্য ।

    • @AdventureTube21
      @AdventureTube21  2 роки тому +3

      Thank you dear

    • @ahmedulkabirrumel8741
      @ahmedulkabirrumel8741 2 роки тому +3

      কথাগুলো আমার ছিল কিন্তু আপনি আগেই তা বলে দিলেন

  • @afsanalifestyle7866
    @afsanalifestyle7866 2 роки тому +164

    একটা ফেমেলির কতটা আন্তরিকতা ভাবতেই অভাগ লাগে ,সোহেল ভাইয়ের ফেমেলির পতি দোয়া রইল ,আর বাবা ছেলের চেহেরা কত মিল ,কত সুন্দর কথা বলা,মন খুলে এই রকম ফেমেলির কাছ দেকে অনেক শিখার আমাদের ,দোয়া রইল

  • @redwing.
    @redwing. 2 роки тому +7

    বলার ভাষা হারিয়ে ফেলেছি।শুধু এই টুক বলবো বিত্তবান হলে এমন হওয়া উচিৎ যাদের মাধ্যমে সবার কল্যাণ হয়।

  • @islammohammadshuvo1061
    @islammohammadshuvo1061 2 роки тому +42

    আমি অবাক হচ্ছি আল্লাহ তায়ালা ফারুক ভাই কে কতটা মর্যাদা দান করেছেন, যে PHP এর মতো পরিবার উনাকে এত সমাদর করছে৷ আল্লাহ সবাইকে এই ভাবে কবুল করুন।

  • @israilmunshi2049
    @israilmunshi2049 2 роки тому +117

    সুফি সাহেবের বক্তব্য অত্যান্ত শিক্ষনীয়। এ ধরনের পরিবার আজকাল দেখা কঠিন ব্যাপার।
    ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।

    • @AdventureTube21
      @AdventureTube21  2 роки тому +3

      My pleasure dear. Thank you

    • @kohinoorakther4453
      @kohinoorakther4453 2 роки тому +1

      টিক বলেছেন,

    • @সপ্নমানুষ
      @সপ্নমানুষ 2 роки тому +1

      এলাকার লোকদের অনেক ভালবাসেন
      অসহায়দের ও অনেক সাহায্য করেন

  • @kamalmitra6703
    @kamalmitra6703 2 роки тому +72

    আমি একজন ভারতীয়।কিন্তু আসলে আমি বর্তমান বাংলাদেশের ফরিদপুর এর মানুষ।গত ৭০বৎসর যাবত নানারকম ভাবে শিক্ষা নিয়ে চলেছি।কিন্তু শিখতে পারিনি কিছুই। আজ এই অনুষ্ঠানে শিখলাম অনেক। still I am collecting the pables by the sea shore of knowledge.
    Many many thanks.

    • @AdventureTube21
      @AdventureTube21  2 роки тому +2

      It is my pleasure dear. Thank you

    • @NRFP
      @NRFP 2 роки тому

      আপনি দেশ খেকে চলে গেছেন কেন?

    • @mithunyou
      @mithunyou 2 роки тому +1

      Dada.... Please visit Bangladesh whenever your time permits.

  • @taskinahmed2200
    @taskinahmed2200 2 роки тому +197

    সুপি সাহেবের মত ভালো মানুষ ঘরে ঘরে দরকার খোদা তাকে নেক হায়াত দান করো আমিন

  • @user-dorim2011
    @user-dorim2011 2 роки тому +3

    আন্কেল এর কথা একশত ভাগ সত্যি। খুবই ভালো লাগছে। ইচ্ছে করছে আপনার সাথে দশ মিনিট সময় ব্যয় করতে।

  • @alponachakma4258
    @alponachakma4258 2 роки тому +14

    বিত্তবান অথচ কি বিনয়ী ! ঈশ্বর তাই ওনাদেরকে দুইহাত ভরে দিয়েছেন। আমার সালাম ও শ্রদ্ধা পরিবারের বয়স্ক সম্মানিত মুরুব্বির প্রতি। ওনার কথাগুলি খুব শিক্ষনীয়, এই বয়সেও তাঁর কাছ থেকে অনেককিছু শেখার আছে। পরিশেষে বলবো, চমৎকার এই ভিডিওটি শেয়ার করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।

  • @tanvirchowdhury2725
    @tanvirchowdhury2725 2 роки тому +48

    সুফি মিজান সাহেব আর তার পরিবার যে কতোটা আন্তরিক সেটা আর বলার অপেক্ষা রাখে না। দেশের একজন শীর্ষ ধনী কতো অমায়িকভাবে কথা বলেন। অতিথিকে নিজ হাতে পাতে দই বেড়ে দিচ্ছেন।

  • @mizanrahman818
    @mizanrahman818 2 роки тому +78

    সুফি আন্কেল এর উপদেশ গুলো সত্যিই অসাধারণ,উনি কতো অমায়িক,অসম্ভব সুন্দর একটা ফ্যামিলি।

    • @AdventureTube21
      @AdventureTube21  2 роки тому +2

      Alhamdulillah

    • @mahburrahman2004
      @mahburrahman2004 2 роки тому

      যত শুনছি ততোই জাগ্রত হচ্ছি।আপনার দির্ঘায়ু কামনা করছি।

  • @BdHealthEntertainment
    @BdHealthEntertainment 2 роки тому +187

    পরিবারের বন্ধন দেখে আমি আশ্চর্য সবাই কত বিনয়ী , যোগ্য মানুষের যোগ্য বাড়িতে দাওয়াত আলহামদুলিল্লাহ সবাই ভাল থাকুন।

  • @redwansharafat5563
    @redwansharafat5563 2 роки тому +5

    আমি একটা মানুষের সবকথা গুলো মন দিয়ে শুনলাম,,,,,,, আলহাজ্ব সূফী মিজানুর রহমান।
    মহান আল্লাহ উত্তম হায়াত দান করুন।

  • @iamkaziashfaq
    @iamkaziashfaq 2 роки тому +1

    মানুষ বড় হয় তার অর্থ বিত্ত বৈভব এ নয় তার ব্যবহার ব্যাক্তিত্ব ও ঙ্গানে, যার সব বৈশিষ্টই আছে এই ভদ্রলোক জনাব সুফি সাহেবের মধ্যে। সত্যি এমন মানুষকে দৃষ্টান্ত বানানো উচিৎ নতুন প্রজন্ম এর কাছে। আপনাকে ধন্যবাদ উনার মত মানুষের কিছু মূল্যবান কথা শোনার ব্যসস্হা করে দেবার জন্য। আমাদের মত নতুন উদ্যোক্তাদের জন্য উনার কথা গুলি খুবই গুরুত্বপূর্ণ। ভালোবাসা ও শুভকামনা আপনার ও এই পরিবার ও এই মহত মানুষটির প্রতি।

  • @armanahammedriaz5544
    @armanahammedriaz5544 2 роки тому +37

    সুফি মোহাম্মদ মিজানুর রহমান সত্যিই একজন ভালো মনের মানুষ, উনার সমাজের প্রতি দায়বদ্ধতা, ধর্মের প্রতি আনুগত্য, দানশীল মনভাব অতুলনীয়। উনার মত মানুষ আজ বর্তমান সমাজে খুব কমই দেখা যায় 🙂

  • @fatemasultana8184
    @fatemasultana8184 2 роки тому +92

    ভাইয়া আপনাকে অনেক ধ্যন্যবাদ আজকে শুধু একজন বড় সফল ব্যবসায়ী না একজন বড় মাপের ভালো মানুষকে পরিচয় করিয়ে দেবার জন্য

  • @Bngtig3r
    @Bngtig3r 2 роки тому +140

    ইউটিউবার তো যে কেউ হতে পারে কিন্তু এই রকম সম্মান কেউ পাই না..great achievement

  • @mohammednoor_24
    @mohammednoor_24 2 роки тому +1

    সত্যি আপনি অনেক ভাগ্যবান এমন একজন মানুষের সাথে দেখা করতে পেরেছেন ওনি হচ্ছেন একজন অত্যন্ত ভালো মানুষ এবং পরহেজগার টেকনাফে আমার গ্ৰামে ওনার বিশাল বড়ো একটা প্রজেক্ট রয়েছে ঐখান থেকে আমার পরিচয়।দোয়া করি আল্লাহ যেন ওনার লম্বা হায়াত দান করে।

  • @arrashid8531
    @arrashid8531 2 роки тому +3

    সামাজিক, মানবিক, উদার, বিশ্বাসী, নিরহংকারী, উদ্যম এই সবকিছুর পরিপূর্ণ উদাহরণ সুফী মিজানুর রহমান...তিনি যেমন অসাধারণ অনন্য উনার পরিবারের সবাই ও তাই,,আল্লাহ সবাইকে ভাল রাখুক,সুন্দর রাখুক,সুস্থ রাখুক। ধন্যবাদ এই অনন্য পরিবারটিকে...ধন্যবাদ ফারুখ ভাইকে।

  • @hellobonkola
    @hellobonkola 2 роки тому +42

    PHP গ্রুপের সম্মানিত চেয়ারম্যান স্যার এর গান শুনে মনটা ঠান্ডা হয়ে গেল।
    মন অহংকারে দিন কাটালি মানুষ হবি কেমন করে,
    ফারুক ভাইকে স্পেশাল ধন্যবাদ

  • @mizanhowlader5358
    @mizanhowlader5358 2 роки тому +28

    অনেক কিছু শিখলাম পিএইচপি ফ্যামিলির ব্লগ গুলি দেখে,ফারুক ভাই আমার মনে হয় না কোন ইউটিউবার এত বড় সম্মান অর্জন করতে পারে ধন্যবাদ পিএইচপি ফ্যামিলি।

  • @beautifulmoment111
    @beautifulmoment111 2 роки тому +15

    এতো বড় শিল্পপতি,,,, এতো সুন্দর ব্যবহার ও আথিতেয়তা,,,,,, সাথে সাথে পারিবারিক Attitude অসাধারণ।
    খুবই ভালো লাগলো
    বরিশাল থেকে। ও হিলভিউ চট্টগ্রাম থেকে।
    ধন্যবাদ

  • @md.khademulislam6319
    @md.khademulislam6319 2 роки тому +3

    ভাবতেই পারিনি PHP এর কর্ণধার একজন এতো আল্লাহভীরু লোক ! শিক্ষিত মার্জিত ও ধার্মিক ব্যক্তি। এতো সুন্দর করে যুবমানষের উদ্দেশে যে বক্তব্য রাখলেন তা অসাধারণ। এতবড় একটি শিল্প প্রতিষ্ঠানের মালিক হয়েও মাটির এতো কাছাকাছি, ভাবাই দুস্কর। আল্লাহ্পাক উনাদের সকলের হায়াৎ বাড়িয়ে দিন এবং আরো কামিয়াবি দান করুন।

  • @muhammadabdulkader909
    @muhammadabdulkader909 2 роки тому +1

    PHP পরিবারের প্রতি সমবেদনা। আল্লাহ সুফী সাহেব ও তাঁর পরিবারবর্গ এবং পরিবারটির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের জীবনে নেক- হায়াতে তৈয়্যাবা দান করুন। আমি তাঁদের কথা লোকমূখে অনেক শুনেছি।কাছ থেকে নাদেখলে ও সোশ্যাল মিডিয়ায় দেখছি। যত দেখি ততো সারপ্রাইজড আরো অনুপ্রাণিত হচ্ছি ওনাদের প্রতি। আল্লাহ পিএইচপি পরিবারটিকে দীর্ঘজীবী করে রাখুক। কারণ লাখ-মানুষের রিজিক আল্লাহ সোবহানাহু তা'আলা ওনাদের উপর করে দিয়েছেন। দোয়া ও শুভকামনা রইল।

  • @LifeofBangladesh
    @LifeofBangladesh 2 роки тому +18

    দারুন একটি ভিডিও দেখতে শুরু করলাম।
    যত শীত খেজুরের রশ ততো মিষ্টি।
    নিজে ভালো কিছু করার জন্য বর্তমানে পারিবারিক সহযোগীতা পাওয়া অনেক কঠিন।
    তিনি অনেক মেধাবী মানুষ। আমাদের দেশের জন্য অনেক বড় পাওয়া।
    এমন সম্মান পাওয়া অনেক অনেক সৌভাগ্যের!

  • @inmydream4980
    @inmydream4980 2 роки тому +18

    সেলুট সেলুট সেলুট 🤲 অসাধারণ ।।
    আমি ও এক জন ব্যবসায়ী , তবে তাদের মতো এতো বড় নই।।।।
    এই মানুষ গুলি কে খুব কাছ থেকে চিনি ।।
    অসম্ভব ভালো মানুষ তারা ।।।।
    এতো সুন্দর একটা পরিবার ।।।।।
    ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ এই Episode টি করার জন্য ।।।।

  • @maidulmallick007
    @maidulmallick007 2 роки тому +38

    কলকাতা থেকে।
    অসাধারণ এক মনিষীর অসাধারণ কথা শুনলাম। 🙏

  • @mostakimkhan4810
    @mostakimkhan4810 2 роки тому +18

    বিনয়ী, পরিশ্রমী ব্যাক্তি কখনো বিফলে যায়না। এই ব্যাক্তির কথা শুনে শ্রদ্ধাই মাথা নত হয়ে যায়।। অসাধারণ।।।।

  • @duttamoshaibipul
    @duttamoshaibipul 2 роки тому +8

    Very beautiful family.
    সুফি সাহেব অত্যন্ত জ্ঞানী, শিক্ষিত, মার্জিত এবং ভদ্র মানুষ যেটা তার কথায় বুঝা যায়।

  • @atiqulhaque9620
    @atiqulhaque9620 2 роки тому +47

    শুধু টাকা থাকলেই বড় হওয়া যায় না, আসল বড় হইতে হইলে সুন্দর মন লাগে। সোহেল ভাই এর পরিবারের কাছ থেকে অনেক কিছু শিখার আছে, আর আংকেল ত অসাধারন মানুয। আল্লাহ এই পরিবারের মংগল দান করুন। আমিন।

  • @ahsanrahman7999
    @ahsanrahman7999 2 роки тому +99

    Php familly আপনাকে যে সম্মানটা দিলো সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়,এতো বিওবান একটি পরিবার অথচ কতো অসাধারন প্রতিটি মানুষ,মুগ্ধ হলাম আংকেল ❤️❤️

  • @bdmorshedCox
    @bdmorshedCox 2 роки тому +27

    মাশাআল্লাহ, এত সুন্দর ভদ্র পরিবার , প্রতিটি কথায় আল্লাহর শুকরিয়া,এবং ধার্মিক বাংলাদেশে আর আছে কিনা আল্লাহ ভাল জানেন , যেমন বাবার তেমন সন্তান , আল্লাহ এই পরিবারের সকল সদস্য বৃন্দ এবং সম্মানিত অতিথি ফারুক ভাইয়ের নেক হায়াত দান করুন আমিন্

  • @ruhulruhul6352
    @ruhulruhul6352 2 роки тому +7

    বৃদ্ধ লোকটির কথায় আলাদা রকমের জাদু আছে। সব মিলিয়ে অসাধারণ ভিডিও,,, 🌿🥀❤️🌹

  • @ashiqahsan2098
    @ashiqahsan2098 2 роки тому +14

    আমি বাংলাদেশের প্রতিষ্ঠিত কোন ব্যবসায়ী দেখিনি সুফি সাহেবের মতো। এতো বড় কম্পানি ও এতো টাকার মালিক হওয়া সত্বেও খুবই সাধারন উনি এবং উনার পরিবার। এতো টাকা এবং এতো বড় পরিবার নিয়ে সুন্দর জীবন যাপন এটা কোটিতে মনে হয়না একটা আছে। বাংলাদেশের বেশির ভাগ টাকা ওয়ালা পরিবারই অশান্তিতে আছে। সেখানে তারা খুবই ব্যতিক্রম। আল্লাহ্ সকল পরিবারকে এমন সুখ শান্তি দিয়ে জীবনটা ভোরে দিক। আমিন।

  • @sikhadas8300
    @sikhadas8300 2 роки тому +39

    ঐতিহাসিক মুহূর্ত, সেই কাপ আর এই রস। সোহেল ভাই এর আন্তরিক গিফট্, মনে হচ্ছে স্বর্গ থেকে অমৃত সুধা পাঠিয়েছেন। সোহেল ভাই ও তার পরিবারকে অনেক ধন্যবাদ 🙏 ভিডিও এখন ও পুরো দেখিনি....

    • @AdventureTube21
      @AdventureTube21  2 роки тому +1

      ধন্যবাদ ভাই 💕🥰

    • @sikhadas8300
      @sikhadas8300 2 роки тому +6

      @@AdventureTube21 সুফি মিজান সাহেব কে কোটি কোটি প্রণাম। দেবতুল্য মানুষ। এতো গুন একটি মানুষের মাঝে দেখা যায় না। পরিবারের প্রতিটা সদস্য এতো সম্মান দিতে জানেন, এই ভিডিও না দেখলে জানতে পারতাম না। আপনি অনেক ভাগ্যবান তাদের ভালোবাসা পেয়েছেন, আমরা ও খুশী। সুফি মিজান সাহেব এর কথা ও ব্যবহার, তার শিক্ষা, তার চিন্তা আমরা তো ছোটো বেলা এমন কথা শুনে বড়ো হয়েছি। তবে আসল জীবনে মিলাতে পারিনি। তিনি যে গান গাইলেন সে ও তো সেই ছোটো বেলার স্মৃতি। উনার মতো চিন্তা ধারার মানুষের আজ অভাব। তাই মারামারি হানাহানি। আবার ও প্রণাম জানায় উনাকে 🙏🙏🙏 আণ্টি ও ভাবী দের প্রণাম, সবাই কে ধন্যবাদ আর আপনাকে ও। এতো সুন্দর পরিবারকে দেখতে, জানতে পেলাম 🙏

  • @manzoorashraf7371
    @manzoorashraf7371 2 роки тому +50

    Mashallah, PHP owner and his family are super humble Muslim family. May Allah reward them with ample barakat.
    A relative of mine met the father in Makkah and he was super impressed by his character and I was looking forward to seeing him in your video.. Alhamdulillah..very impressive family.

  • @riansourcing
    @riansourcing 2 роки тому +18

    আসসালামু আলাইকুম,
    ফারুক ভাই , অনেক ধন্যবাদ পিএইচ পি গ্রুপ এর চেয়ারম্যান সাহেব এর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, আসলেই ওনার কথাগুলি অনেক ভাল কাজের দিক নিদর্শনা দেয়। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক এবং পরিবারের সবাই খুবই ভাল মানুষ। আরিফ

  • @lastking8177
    @lastking8177 2 роки тому +1

    শফি সাহেবের বক্তব্য টা আমি অনেক মনোযোগ দিয়ে শুনছিলাম!! আশা করছি ভবিষ্যতে আমার অনেক কাজে দিবে ওনার বক্তব্য গুলি!! অনেক বড় ইন্সপারেশন হিসেবে কাজ করবে!! উনি আমার চিন্তা ধারায় অনেকটা পরিবর্তন করে দিয়েছেন তার বক্তব্যের মাধ্যমে !! ইনশাল্লাহ একদিন তৌফিক হলে উনার সাথে দেখা করব !! আল্লাহ ওনার নেক হায়াত দান করুন!

  • @তথ্যজানা
    @তথ্যজানা 2 роки тому +6

    বাহ!!উনি অনেক জ্ঞানী মানুষ ভালো মানুষ আল্লাহ তায়লা উনাকে আরো অনেক বেশি হায়াত দান করুক যাতে দিনের খেদমত করতে পারেন মানবজাতীর কল‍্যান করতে পারে।

  • @ajijurrahman2515
    @ajijurrahman2515 2 роки тому +12

    @
    Adventure Tube21 অনেক অনেক অভিনন্দন ফারুক ভাই! ইউটিউবার হিসেবে আপনি একজন সত্যিকারের সফল ব্যক্তি। শুধু পর্যাপ্ত সাবস্ক্রাইবার আর ভিউয়ার থাকলেই সফল বলা যায়না। কয় জন এমন ইউটিউবার আছেন যে এভাবে মানুষের কাছে আপ্যায়িত ও সম্মানিত হতে পারেন আমার জানা নেই। এই সম্মান, এই ভালবাসা আল্লাহ প্রদত্ত। আল্লাহ আপনাকে আরও সম্মানিত ও সফল করুন এই দুনিয়াতে এবং পরকালে।

  • @xchangeyt7255
    @xchangeyt7255 2 роки тому +17

    ফারুক ভাই ধন্যবাদ, এইরকম মানুষদের আমাদের সাধারন মানুষদের সাথে বিনা নাটকীয়তায় উপস্থাপন করার জন্য।এবং এমন ব্লগ আমরা আরো আশা করছি আপনার কাছ থেকে

  • @gopabagchi573
    @gopabagchi573 2 роки тому +33

    আমাদের থেকে যারা বয়সে বড়ো তাদের কাছে এই রকম উপদেশ পাওয়াটা সৌভাগ্যের ব্যাপার ,আজকের ভিডিও দেখে অনেক কিছু জানলাম ধন্যবাদ জানাই সকলকে 🙏🙏🙏

  • @raihanz4063
    @raihanz4063 2 роки тому +2

    One of the most successful industrialist in Bangladesh Alhaj sufi mizanur Rohman nirohonkari binoe dharmik akjon manush mohan Allahopak onaka nak haiath Dan korun

  • @mahbubkhan3273
    @mahbubkhan3273 2 роки тому +2

    আমি আপনার চ্যানেলের একজন সাবস্ক্রাইবার, আজ আমার জন্মস্থান চট্টগ্রামের একজন দেশ বরেণ্য ধনাঢ্য শিক্ষিত ধার্মিক ব্যক্তির সাথে আপনার মিট আপটি আমার বড়ই ভাল লাগল, থ্যনক্স এ লট।

  • @idebduttagomes
    @idebduttagomes 2 роки тому +4

    অনেক অনেক ধন্যবাদ ফারুক স্যার, আজ ভিডিওটা দেখে দেখে আর আল হাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেবের কথা শুনে বারে বারে ইমোশনাল হয়ে পড়ছিলাম , অনেক অনেক সালাম ওনাকে, আমার মনের অনেক কথাই উনি বলে দিলেন। আমি PHP Family' র সবাইকে আমার শুভেচ্ছা আর ধন্যবাদ জানাই । আজ অনেক কিছু জানলাম অনেক কিছু শিখলাম, আমি বিস্বাস করি যা শিখলাম জীবন তা কাজে লাগেতে পারবো। আবারো ধন্যবাদ জানাই সবাইকে। ভালো থাকবেন সবাই ।

    • @AdventureTube21
      @AdventureTube21  2 роки тому +2

      My pleasure dear. Glad to hear that you have enjoyed it.

  • @krishnaganguly3907
    @krishnaganguly3907 2 роки тому +13

    ফারুক ভাই, আমি কলকাতা থেকে আপনার একজন ভক্ত বলতে পারেন এবং আমি ৬২+, আজ যে ভিডিও টা দেখলাম এক কথায় অসাধারণ। ওখানে গিয়ে সম্মান জানাতে পারবো না তাই আপনার মাধ্যমে শ্রধ্যেয় মিজানুর সাহেবকে প্রনাম জানাই। ওনার অনুভব আমাকে মুগ্ধ করলো। আরও কয়েক বছর আগে যদি ওনার এই দেখা পেতাম অনেক সমৃদ্ধ হতে পারতাম। আপনার মারফত ওনার সুসথ শরীর ও দীর্ঘ জীবন কামনা করি এবং পরিবারের সকলের সুস্থ সুখী জীবন কামনা করি। আপনি ভালো থাকবেন।

    • @AdventureTube21
      @AdventureTube21  2 роки тому

      Thank you dear. Appreciate your kind words & continuing support. 🥰

  • @parvezvlog2843
    @parvezvlog2843 2 роки тому +39

    মাশাআল্লাহ ❤️ আলহামদুলিল্লাহ,, আমাদের চট্রগ্রামের সফল ব্যবসায়ীর পরিবার দেখে অনেক ভালো লাগলো,, মাশাআল্লাহ অনেক সুন্দর পরিবার।

  • @প্রবাসবন্ধু-ষ১ঢ

    এরাই এ দেশের সত‍্যিকারের ধনী মানুষ। নিরহঙ্কারী এদের জীবন স্বর্গীয় আনন্দ ময় হোক।

  • @falgunidattaroy8805
    @falgunidattaroy8805 2 роки тому +1

    একটি অসাধারণ বিনীত , ভদ্র ও মার্জিত পরিবার দেখলাম...
    পরিবারের বয়জেষ্ঠ মানুষটিকে জানাই অন্তরের ভালোবাসা ও প্রণাম...
    তাঁর gyan ও বাগ্মীতা আমাকে আকৃষ্ট করেছে...তাঁর জ্ঞান ও বাগ্মীতা আমাকে আকৃষ্ট করেছে...
    আমি ভারতবর্ষের paschim বঙ্গেআমি ভারতবর্ষের পশ্চিম বঙ্গে থাকি...ইচ্ছে করে ওই জ্ঞানী মানুষটিকে সামনে থেকে দেখতে ও কথা শুনতে...অনেক ধন্যবাদ থাকি...

  • @zahedahammed1800
    @zahedahammed1800 2 роки тому +35

    মাশা আল্লাহ জনাব সুফি সাহেবের কথা গুলো অনেক অনেক প্রেরনাদায়ক❤️

  • @anarituber9827
    @anarituber9827 2 роки тому +8

    অজস্র শ্রদ্ধা ও সম্মান রইল আপনার প্রতি। উনার কথা শুনলে আর কোন মোটিভেশনাল ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। অনেক মূল্যবান শিক্ষা আজকে পেলাম।

  • @shahahmedsohel4393
    @shahahmedsohel4393 2 роки тому +8

    আমি মুগ্ধ। বিমোহিত পি এইচ পি পরিবারের প্রত্যেকটি মানুষকে দেখে।
    হে মহান আল্লাহ্, আপনি আংকেলকে আরো সুস্হতার সহিত নেক হায়াত দান করূন।ভাইয়া, ভাবী,বাচ্চাদের সহ প্রত্যেককে আপনি আপনার রহমতের চাদর দিয়ে আবৃত করে রাখুন।
    আল্লাহ্ মানুষ এতো ভাল হয়.....!!
    আমার জানা ছিলনা।
    মাবুদ আপনি এই ভাল ভাল মানুষ গুলাকে দীর্ঘ সময়কাল ধরে আপনার নেক কাজগুলা করে ঈমানের সাথে আপনার রহমতের কোলে যাবার তৌফিক দান করূন।
    আমিন।সুম্মা আমিন।

  • @ZainalAbidin-qu4zt
    @ZainalAbidin-qu4zt 2 роки тому +1

    এরকম একটা ফ্যামিলি এরকম হতে পারে সত্যি অসাধারণ, খুব ভাল লাগলো, আসলে বড় বড় মানুষ এরকমি হওয়া উচিত।

  • @shaiksarwar8246
    @shaiksarwar8246 2 роки тому +1

    অসাধারণ একটা মুহূর্ত কাটিয়েছেন PhP গ্রুপের প্রাণ পুরুষ সুফি মিজানুর রহমান সাহেব এর সাথে,

  • @sheikhsakib2942
    @sheikhsakib2942 2 роки тому +25

    I don't know why my tears came out after listening to Sufi Mohammed Mizanur Rahman speech. A great man ❤

    • @AdventureTube21
      @AdventureTube21  2 роки тому +2

      Alhamdulillah

    • @wittywords6636
      @wittywords6636 2 роки тому +1

      I had the same experience. The love he has for others is very touching.

  • @kazianwar2149
    @kazianwar2149 2 роки тому +4

    সত্যি বলতে কি ফারুক ভাই ব্লগ করতে গিয়ে আপনার জীবনে সবথেকে বড় পাওয়া হল পিএইচপি গ্রুপের সাথে বন্ধুত্ব। ভাবা যায় কতখানি আন্তরিকতা না থাকলে বাংলাদেশের একজন সেরা ধনী পিএইচপি গ্রুপের প্রধান শুধু আপনার সাথে লাঞ্চ করবার জন্য সুদূর ঢাকা থেকে আপনার সাথে মিলিত হলো। এটা একটা বড় পাওয়া। এটা শুধু আপনাকেই সম্মানিত করলো না সাথে সাথে আমরাও খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

  • @mostafacreations
    @mostafacreations 2 роки тому +7

    এই ব্লগটা আপনার জীবনের শ্রেষ্ঠ ব্লগ, আপনি একজন মহাপুরুষের সান্নিধ্য লাভ করেছেন। উনি একজন সিদ্ধপুরুষ। এইরকম অমায়িক পরিবার কি আপনি কখনো দেখা পেয়েছেন? আপনার মাধ্যমে আমরাও উনার মহা মূল্যবান কথাগুলো শুনতে পারলাম। উনি সুফি ঘরানার একজন সিংহ পুরুষ।

    • @mostafawadudshakil4929
      @mostafawadudshakil4929 2 роки тому

      সুফি ঘরনায় কি পরপুরুষের সামনে স্ত্রী, পুত্রবধুরা বেপর্দা অবস্থায় আসতে পারে?

    • @mostafacreations
      @mostafacreations 2 роки тому

      সুফি ঘরানার লোক এরা কখনো মৌলবাদী নয়। মাইন্ড ইট

    • @mostafawadudshakil4929
      @mostafawadudshakil4929 2 роки тому

      @@mostafacreations প্রশ্ন অনুযায়ী উত্তর না আসলেও যা বলেছেন সত্যই বলেছেন। আমরাও বলি তথাকথিত রেজভী ধারার সুফিরা ইসলামের মূলধারার সাথে সম্পৃক্ত নয়, অর্থাৎ এরা মৌলবাদী নয়। রেজভী ধারার সুফিরা যে ইসলাম লালন করে তাকে তসলিমা নাসরিন সহ সকল ইসলাম বিদ্বেষীরা সমর্থন জানায়।

    • @AdventureTube21
      @AdventureTube21  2 роки тому

      Thank you

    • @কাল্পনিকজীবন-ধ৯ড
      @কাল্পনিকজীবন-ধ৯ড 2 роки тому

      @@mostafawadudshakil4929 আপ‌নি ভুল ও মিথ্যা বল‌ছেন । সূ‌ফিবাদই ইসলামী মূলধারার সা‌থে গভীরভা‌বে সংযুক্ত। সূ‌ফিবাদই হল অ‌রি‌জিনাল ইসলাম । বর্তমা‌নে কওমী জঙ্গী‌দের‌ যে মৌলবাদী জঙ্গী ইসলামী ধারা চল‌ছে উপমহা‌দে‌শে সেটা মূল ইসলাম নয়। এরা খা‌রে‌জি প্রকৃত ইসলাম থে‌কে । আমা‌দের নবী হযরত মোহাম্মদ সাঃ সূ‌ফিবা‌দি উদারমনা ই ছি‌লেন । বর্তমা‌নের খা‌রে‌জি কওমী জঙ্গী মৌ‌লবা‌দি ইসলামী জঙ্গী‌দের মতন কট্রর তি‌নি ছি‌লেন না ।

  • @paritoshsarma6331
    @paritoshsarma6331 2 роки тому +5

    আমি চট্টগ্রামের অধিবাসী। সালাম । উনার বক্তৃতা অসাধারন ও আমি বিস্মৃত! জীবনে চলার পথে পাথেয়। আলোকিত পরিবার।

  • @rakibhasanshuvo7735
    @rakibhasanshuvo7735 2 роки тому +5

    মাশাআল্লাহ। সুফী সাহেবের কথা, তাহার আপ্যায়ন, পরিবারের এতোটা বন্ধন দেখে সত্যিই মনটা ভরে গেলো। হাজারো ভালোবাসা ও দোয়া রইলো সকলের জন্য। ❤️

  • @view-gy7tp
    @view-gy7tp 2 роки тому +4

    এই কমেন্টসের মাধ্যমে আমি, ধন্যবাদ জানাচ্ছি পিএইচপি পরিবারের সকল সদস্যকে ফারুক ভাইকে এত সম্মান করার জন্য l Specially, Thanks to পারভেজ ভাই সোহেল ভাই এবং সুফি সাহেব, সাথে সোহেল ভাইয়ের ছেলেকে ও অনেক অনেক ধন্যবাদ

  • @ranabiswash
    @ranabiswash 2 роки тому +4

    অসম্ভব সুন্দর এবং বড় মনের মানুষ সুফি মিজান সাহেব। চট্টগ্রামের সর্বস্তরের মানুষের সন্মানীত একজন ব্যক্তি।

  • @mohammadiftakheruddin2643
    @mohammadiftakheruddin2643 2 роки тому +14

    Assalamualaikum
    Salute to PHP father
    This is the greatest speech and advice.
    Believe me, I got everything (my whole life experience) in his speeches
    Thanking you

  • @hussainarab3111
    @hussainarab3111 2 роки тому +1

    সুফি আলহাজ,মিজানুর রহমান সাহেব,একজন ধার্মিক মানুষ জানতাম,কিন্তু তিনি এতটা,বিনয়ী তা,জানতাম,না,স্যারকে,আমার,অনেক অনেক সালাম,জানাচ্ছি

  • @salmaakter9104
    @salmaakter9104 Рік тому +8

    শিল্পপতি কলেজের সবাই অহংকারী হয় তা না এদের থেকে শেখার অনেক কিছু আছে এত নমনীয় এত ভদ্র আল্লাহ তাদের দুনিয়ার সম্পদ আরো আরো বাড়িয়ে দিন আমিন❤

  • @mashooqhassanskdrtv7925
    @mashooqhassanskdrtv7925 2 роки тому +11

    স্যালুট সূফী সাহেবকে খুব মুল্যবান সম্পদ কথা গুলো বলার জন্য ধন্যবাদ

  • @srn0521
    @srn0521 2 роки тому +23

    This part specially respected Alhaz Mijanur Rahaman of today is very valuable and there are many lessons to be learned and I have learned a lot and again from the bottom of my heart thank you brother Farooq.(Tripura)

  • @minhazulhaque1099
    @minhazulhaque1099 2 роки тому +26

    সুপি সাহেবের মত ভালো মানুষ ঘরে ঘরে দরকার তার কথা গুলো অনেক অনেক প্রেরনাদায়ক,খোদা তাকে নেক হায়াত দান করো আমিন ...

  • @fahimsojib1511
    @fahimsojib1511 2 роки тому

    বাস্তব অভিজ্ঞতা থেকে সত্যি বলছি PHP এর যেসব পন্য ব্যবহার করেছি তাতে উপলব্ধি আগেই করেছি অন্যান্য
    প্রতিদ্বন্দ্বী কোম্পানির পন্য থেকে অনেক ভালো। সেজন্য PHP কোম্পানির প্রতি সুপ্ত শ্রদ্ধা ও ভালোবাসা ছিলো। তখন এগ্রুপের ওনারের সম্পর্কে জানা ছিলো না।কিন্তু এ ভিডিও দেখে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। এত বড় মাপের মানুষের এরকম সৌজন্যতা দেখে মুগ্ধ হলাম। আল্লাহ ওনাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছে।দোয়া করি আরো ভালো রাখুক।আমিন।

  • @jantejanate4903
    @jantejanate4903 2 роки тому +1

    এই মিজান সাহেব সম্পর্কে পড়েছি। বিনয়ী অার সততার এক অনন্য উদাহরণ তিনি।

  • @naziatabassum5099
    @naziatabassum5099 2 роки тому +5

    কি সুন্দর পরিবার... মাশাআল্লাহ! অনেক দোয়া ওনাদের জন্যে আর আংকেল আপনাকে কি বলবো! আপনার সব ব্লগই অসাধারণ!

  • @rashedsarwar2543
    @rashedsarwar2543 2 роки тому +15

    Personally had the opportunity to meet this gentleman Mr. Sufi Mizanur Rahman at my office back in Dhaka 2005/06. Really a very Humble person.

    • @AdventureTube21
      @AdventureTube21  2 роки тому

      Yes indeed. Thank you dear

    • @rashedsarwar2543
      @rashedsarwar2543 2 роки тому

      I am a biggest fan of yours Farook bhai. Such hospitality, respect and unconditional love that this admirable family has rendered to you is in one word amazing. Every member of this family really loves you and your work. May Allah shower His blessings upon them. Ameen.

  • @najmulhasanbiswassetu4409
    @najmulhasanbiswassetu4409 2 роки тому +5

    অসাধারণ এক ব্যক্তিত্ব! আজ সকালে উনার কথা শুনে মনে যেন এক অনাবিল প্রশান্তি পেলাম। শুভ কামনা উনার প্রতি।

  • @4rfathossain
    @4rfathossain Рік тому +1

    সুফি মিজানুর রহমান সাহেব অসাধারণ একজন ব্যক্তিত্ব। জ্ঞানে গুনে ভরপুর একজন মানুষ। উনার কথা মন্ত্রমুগ্ধ এর মত শুনি। আল্লাহ তা'য়ালা সাহেবের সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াত দান করুক।

  • @Politemamun
    @Politemamun 2 роки тому +1

    মেহমানদের এই ভাবে সেবা যত্ন করার কথা প্রিয়নবী বলে গিয়েছেন। আর আল্লাহ বীরু পরিবারটি তা অক্ষরে অক্ষরে পালন করেছেন।

  • @mashooqhassanskdrtv7925
    @mashooqhassanskdrtv7925 2 роки тому +27

    তবে এখানে কথা আছে চট্টগ্রাম অঞ্চলের আশে পাশের পানি যেহেতু নুনা এই জন্য খেজুরের রস এত বেশী মিষ্টি খুব সুন্দর হয়েছে ধন্যবাদ

  • @drtsahasaha9867
    @drtsahasaha9867 2 роки тому +26

    This family not only successful in business and not only financially established rather they are equally good human being ,kind hearted and humble and rich in religious knowledge..You are lucky and privileged for meeting them and this great man he deserve all my respect and I just astonished while listing his beautiful lines what a knowledgeable and great human being he is .

  • @TheZahirulhoque
    @TheZahirulhoque 2 роки тому +4

    যিনি সম্মান দিতে জানেন, তিনি সম্মান পান। তার বড় উদাহরণ আপনার এই ভিডিও টা। জাজাকাল্লাহ খাইরান।

  • @md.alamgirhossen4080
    @md.alamgirhossen4080 2 роки тому +2

    অনেক বড় মনে মানুষ প্রথম দেখলাম অনেক খুশি হলাম

  • @IslamicSky19
    @IslamicSky19 2 роки тому +1

    উনার কথা অনেক শুনেছি। কিন্তু আজকে তার পরিবারের ভিডিও দেখে উপলব্ধি হলো, যা শুনেছি, উনি এবং তার পরিবার তার চেয়েও মহৎ মনের অধিকারী। সুন্দর, পরিপাটি, গোছানো ধার্মিক পরিবার। আল্লাহ তাঁর মঙ্গল করুন।

  • @baperytusher4618
    @baperytusher4618 2 роки тому +10

    চাচার কথা শুনে আমার চোখের পানি চলে আসছে চাচার কন্ঠ অনেক ভালো 😥😥

  • @familyentertainmenttravel7273
    @familyentertainmenttravel7273 2 роки тому +4

    আজকাল এত ভদ্রতা এত নম্রতা দেখাই যায়না, অসাধারণ সুন্দর ব্যবহার পরিবারের সকলের।
    আর আপনার জন্যও শুভকামনা সবসময়।

  • @maysharahman3377
    @maysharahman3377 2 роки тому +8

    আমার হৃদয়টা ভরে গেলো😊মানুষ এতো বিনয়ী,ভদ্র,নম্র হয়ে সবাই যদি ওনাদের মতো হতো,প্রতিটি রমজানে ওনাদের কোরআনের আলো পোগ্রাম দেখি আর ভাবি আমাদের সমান ব্যবস্থা যদি সুন্দর হতো তাহলে প্রতিটা মুসলিম ঘরের বাচ্চারা আর্দশবান হতো।

  • @a.kmzulquernain9038
    @a.kmzulquernain9038 2 роки тому +1

    সুফী মিজানুর রহমান সাহেবকে যত বার দেখি ,মনে হয় বাংলাদেশে ,আমাদের মুরুব্বি বলে কেউ একজন আছেন, উনি (সুফী মিজানুর রহমান) সুস্থ থাকবেন, আমাদের কে, তথা বাংলাদেশকে নির্দেশনা দিবেন,এই কামনা করছি আল্লাহর দরবারে , আর সম্ভব হলে উনার কাছে গিয়ে নিজের জন্য দুআ চাইবো ,

  • @AliAhmad-xs8rh
    @AliAhmad-xs8rh 2 роки тому

    আমার দেখা একটা শ্রেষ্ঠ এপিসোড।
    সুফি মিজান সাহেবের মত চমৎকার মানুষের জীবন প্রবাহের কীয়দাংশ শেয়ার করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
    মহান আল্লাহ আপনার মঙ্গল করুন।

  • @sharifulsabur4960
    @sharifulsabur4960 2 роки тому +7

    এত ধনাঢ্য ব্যবসায়ী হওয়া সত্ত্বেও তার পরিবারের সদস্যরা কতটা পরিশ্রমী আজও🤗🤗🤗ভিডিওটি না দেখলে অনেক কিছুই মিস করতাম!!!

  • @rashidsuman3647
    @rashidsuman3647 2 роки тому +14

    Living legend of our country! His valuable speech is always inspiration for others.

  • @ashfaqchoidhury4869
    @ashfaqchoidhury4869 2 роки тому +11

    A powerful message, philosophy and life style.
    Wish PHP and all its members a huge thank you. Very inspiring !

  • @mouagro3685
    @mouagro3685 2 роки тому +2

    সোহেল ভাই, আলহাম্দুলিল্লাহ্ আপনি অনেক ভাগ্যবান কারণ আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত বাবা আপনার সাথে আছে আপনার পাশে আছে। দোয়া করি আল্লাহ্ অনাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুক। পৃথিবীর সকল সম্পদের চেয়ে বেশি মুল্যবান সম্পদ হল বাবা, জাকে আমি হারিয়ে ফেলেছি। গত ২৫শে জানুয়ারি২০২২ আমার বাবা আলহাজ নূরুল ইসলাম আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাকে ছেড়ে চলে গেছেন। এই ব্লগ টি দেখে আমি কান্না থামাতে পারছিলামনা কারণ আমার বাবা ও দেখতে আপনার বাবার মত একই রকম পোশাক পরতেন কথা বলার ধরণ ও একই, চিন্তা চেতনার ও অনেক অনেক মিল। আমার বাবা ও একজন সৎ ব্যাবসায়ী ছিলেন এবং সেও একদম শূণ্য থেকে শুরু করেছিলেন, আজ আব্বু আমাদের জন্য অনেক কিছু রেখে চলে গেছেন। সব কিছু থেকেও আজ আমি শূণ্য, সব কিছু ফঁাকা। আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া রইল। ব্লগ টি দেখে আপনার বাবার সাথে দেখা করার খুব ইচ্ছা হচ্ছে, আল্লাহ্ চাইলে দেখা হবে ইনশাল্লাহ।

  • @arijitghosh827
    @arijitghosh827 2 роки тому +1

    "Bhalo manush naa hole bhalo silpi hoa jaina"-- kothata promanito sotto. Ekjon Painter jmon silpi, ekjon Actor baa ekjon Dancer baa ekjon Sportsman jmon silpi temni ekjon businessman seo silpi. Asadharon ek pita asadharon ek silpi.

  • @subratabose2960
    @subratabose2960 2 роки тому +16

    Great person with great thoughts.we need this kind of person everywhere for better life.long live.

  • @mahinferdush4203
    @mahinferdush4203 2 роки тому +9

    Shufi Mezanur Rahman is the great man. He is a successful businessman,very intelligent&knowledgeable person. may Allah bless him and his family members.PSP family is the best family.Thank you so much brother for sharing a wonderful vlog.👌👌

    • @AdventureTube21
      @AdventureTube21  2 роки тому

      It is my pleasure dear. Thank you

    • @mahinferdush4203
      @mahinferdush4203 2 роки тому

      @@AdventureTube21 you're most welcome brother. Waiting you're next wonderful vlogs. Take care of your self.

  • @mrlingcon932
    @mrlingcon932 2 роки тому +4

    সূফী সাহেব অনেক ভালো একজন মানুষ, আল্লাহ তার ও তার ফ্যামেলীর সবার নেক হায়াত দান করুক

  • @kmahmed8838
    @kmahmed8838 2 роки тому +1

    বাংলাদেশের লিজেন্ড ব্যাবসায়ি সুফি মিজানুর রহমান।উনার মোটিভেশনাল কথাগুলোর তুলনা হয়না। আল্লাহ উনাকে দীর্ঘদিন পর্যন্ত আমাদের মধ্যে বাচিয়ে রাখুক।

  • @musharrofshuhan6437
    @musharrofshuhan6437 9 місяців тому +1

    কি বলব ভাষা খুজে পাচ্ছি না এই ভিডিওটি আমাদের সবার জন্য একটা শিক্ষা হয়ে থাকবে,,অনেক অনেক ধন্যবাদ ফারুক সাহেবকে,,, আপনি নিজেও অনেক ভালো মানুষ আর ভালো একটা ভিডিও তুলে ধরেছেন

  • @NursingClassroom
    @NursingClassroom 2 роки тому +2

    আল্লাহ পাক মিজান স্যারকে অনেকদিন বেচে থাকার তৌফিক দান করুন। উনাকে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে স্পিচ দেয়ার জন্য দাওয়াত দেয়া উচিত। এরকম মানুষ আমাদের দেশের জন্য অনেক দরকার। স্যারের কাছে একটা অনুরোধ একটি নার্সিং বিশ্ববিদ্যালয় যেন প্রতিষ্ঠা করেন। মানুষের জীবনের শুরু এবং শেষ সময় যারা পাশে থেকে সেবা করেন তাদের উচ্চশিক্ষা যেন এই দেশে হয়। পিএইচপি এরকম একটি চমৎকার উদ্দ্যোগ নিতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটি ভ্লগ বানানো জন্য।

  • @hzjunaid25
    @hzjunaid25 2 роки тому +4

    আল্লাহ তায়ালার দয়ায় আমরা সবাই বেচে আছি এবং রিজিক পাচ্ছি এটা বিশ্বাস করতে হবে,আলহামদুলিল্লাহ সুপি আংকেল এমন ব্যক্তি যার ভিতরে প্রেমের অভাব নাই।💞💞💞

  • @amarami6008
    @amarami6008 2 роки тому +18

    Great people and great family bonding. So many things to learn from them. May Allah long live to Mr Sufi uncle.

  • @SohelTaj-qv6nu
    @SohelTaj-qv6nu 5 місяців тому +1

    মিজানুর রহমান স্যার আমাদের এলাকার কাঞ্চন পৌরসভার উনার জন্য উনার ফ্যামিলির জন্য দোয়া রইল

  • @NurulIslam-mq7kf
    @NurulIslam-mq7kf 2 роки тому

    অসাধারন সুফি সাহেব, তাঁর আদর্শে তৈরী অসাধারন তাঁর পরিবার!! এই প্রথম দেখলাম এতো বিত্তবান হয়েও এতো সুগঠনমূলক এবং আদর্শিক পরিবার।
    মন থেকে দোওয়া করি সুফি সাহেবের সুস্বাস্থ্য, দ্বীর্ঘায়ু এবং আরও সমৃদ্ধিশালী পরিবার। চেষ্টা করবো ব্যক্তি জীবনে তাঁদের আদর্শ সাধ্যমতো লালন-পালন করতে আর ইচ্ছে হচ্ছে যদি কখনো সুফি সাহেবের পাঁ ছুঁয়ে একবার ছালাম করে আসতে পারতাম! সুফি সাহেব সত্যিকারের আদর্শ, সত্যকারের নায়ক!!