সম্প্রতি বাংলাদেশে প্রিন্ট ভার্সনে এবং আমেরিকা থেকে অনলাইনে (Amazon) প্রকাশিত ইংরেজি শিক্ষার ব্যতিক্রমধর্মী বই Step-by-Step English Conversations Practice "Common Closed & WH Questions in Practice" শিরোনামে বইটি ইতিমধ্যেই দেশে বিদেশের অসংখ্য শিক্ষার্থীর মন জয় করতে সক্ষম হয়েছে। বাংলাদেশে বইটি পেতে নীচের সঠিক ফোন নাম্বার এবং বিস্তারিত ঠিকানা সহ প্রি-অর্ডার ফর্মটি পূরণের মাধ্যমে আপনার কপি নিশ্চিত করুন। আমাদের প্রতিনিধি শীঘ্রই আপনাদের সাথে যোগাযোগ করবে। লিঙ্কটি নীচে দেয়া হলঃ goo.gl/forms/fzrlKFK1fLWsw5wc2 অথবা আমাদের প্রতিনিধির সাথে এ নাম্বারে ০১৯১১ ৭৯২ ৩৮৯ কল দিয়ে বইটি সংগ্রহ করে নিন। অপরদিকে, যারা ভারত, জাপান, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চীন, মেক্সিকো, ব্রাজিল ও ইয়োরোপের বিভিন্ন দেশে অবস্থান করছেন এবং বইটি সংগ্রহ করতে আগ্রহী, তারা নীচের নির্দেশাবলী অনুসরণ করে অনলাইনে বইটি ক্রয় করতে পারেনঃ প্রথমতঃ, eBook টি Online এ পড়তে নীচের লিঙ্কটি কপি করে মোবাইলে/ট্যাবলেটে বা কম্পিউটারে এ Kindle App টি ডাউনলোড করুনঃ www.amazon.com/kindle-dbs/fd/kcp Kindle App টি ডাউনলোড করার উপর ভিডিও ক্লিপঃ ua-cam.com/video/tM96U6msrCQ/v-deo.html তারপর ১. অনলাইনে গিয়ে আপনি যেঁ দেশে অবস্থান করছেন সে দেশের অ্যামেজন লিঙ্কটি টাইপ করুন। উদাহরণস্বরূপ, আপনি ভারতে থাকলে Amazon.in টাইপ করে নীচের দ্বিতীয় স্টেপে দেয়া নির্দেশাবলী অনুসরণ করুন। আপনাদের সুবিদার্ধে বিভিন্ন দেশের (Marketplace) সাইটের লিঙ্কগুলো এখানে তুলে ধরা হল। ভারতঃ Amazon.in ইংল্যান্ড, আয়ারল্যান্ডঃ Amazon.co.uk অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডঃ Amazon.com.au জাপানঃ Amazon.co.jp চীনঃ Amazon.cn আমেরিকাঃ Amazon.com কানাডাঃ Amazon.ca ইতালি, ভ্যাটিকান সিটি, স্যান মেরিনো, সুইজারল্যান্ডঃ Amazon.it ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড, লুক্সেমবার্গঃ Amazon.fr জার্মানি, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, লুক্সেমবার্গঃ Amazon.de স্পেন, এন্ডরাঃ Amazon.es মেক্সিকোঃ Amazon.com.mx ব্রাজিলঃ Amazon.com.br ২. তারপর পেইজের সর্ব উপরে সার্চ বক্সে "Arif Khadem" অথবা "Common Closed & WH Questions in Practice" টাইপ করুন। ৩. বইয়ের কাভার পেজ বা টাইটেল লিঙ্ক "Common Closed & WH Questions in Practice" এর উপর ক্লিক করুন। ৪. আপনি সরাসরি ক্রয়ের সেকশনে চলে যাবেন। সেখানে পেজের সর্ব ডানে "Buy now with 1-Click" লিঙ্কে ক্লিক করুন। এ অপশনটি কিছু কিছু দেশের ক্ষেত্রে পেজের মাঝখানেও আসতে পারে। ৫. আপনাকে অন্য পেজে Create your Amazon account ক্লিক করতে বলবে। অর্থাৎ Amazon এ আপনি আপনার অ্যাকাউন্ট খুলবেন। যেভাবে একটি ইমেল অ্যাকাউন্ট খুলে থাকেন। যদি অ্যাকাউন্ট থাকে তাহলে শুধু লগ-ইন করবেন। ৬. আপনাকে "How would you like to pay?" অর্থাৎ আপনি কীভাবে পে করতে চান? জিজ্ঞাসা করা হবে। আপনি সেখানে "Add a credit or debit card" এ ক্লিক করে কার্ড ডিটেলস দিবেন এবং আপনার ক্রয় সম্পন্ন করবেন। আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক: ua-cam.com/users/Arifcom ফেসবুক পেজঃ facebook.com/c.arifcom ইংলিশ Conversation Practice গ্রুপঃ facebook.com/groups/149113205763168/ ফেসবুক অ্যাকাউন্টঃ facebook.com/arif.khadem.125
Apnar moto teacher er khubi ovab ay somaje....... Deily apnar video gula dekhi... garments a chotto akta job kori, tarporeo deily somoy kore niye apnar akta na akta video dekhi... jotobar dekhi totobar isse kore coment korar.......
স্যার আপনার মত এত সহজ করে যদি স্কুলের টিচাররা বুঝাত তাহলে বাংলাদেশিরা ইংলিশে কাঁচা থাকতোনা অনেক এগিয়ে যেত আপনার জন্য দোয়া করি স্যার আল্লাহ যেন আপনাকে অনেক দিন বাচিয়ে রাখে এবং আমাদের এরকম ভিডিও দেখার সুযোগ দেন আমিন।।।।
আপনার সুন্দর মতামত এবং আমাকে নিয়ে এত উচ্চাকাঙ্ক্ষী মনোভাব পোষণের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মত কিছু সিরিয়াস এবং আগ্রহী শিক্ষার্থীদের অনুরোধে সাড়া দিয়ে এবং তাদের কথা চিন্তা করেই আমি কিছু ব্যতিক্রমধর্মী বইয়ের কাজে হাত দিয়েছি। আশা করছি কয়েক সপ্তাহের মধ্যেই প্রথম বইটি অনলাইনে প্রকাশ করব। এ বইগুলো ভাল করে অনুসরণ করলে অতি অল্প সময়েই কথাবার্তায় অনেক দ্রুততা আসবে। কনভার্সেশনে আপনার আস্থাও দ্রুত বেড়ে যাবে। এ ভাষায় নিজের প্রতি অনেক আস্থা বেড়ে যাবে। চ্যানেলের সাথে থাকলেই জেনে যাবেন কীভাবে বইটি সংগ্রহ করতে হবে এবং সহজেই পড়তে পারবেন। নিয়মিত দেখতে থাকুন এবং ক্লিপগুলো ফেসবুকে শেয়ার করে বন্ধুদের সাহায্য করুন। আপনার ম্যাসেজের জন্য আবারও অনেক ধন্যবাদ।
শুনে খুশী হলাম যেঁ আপনি উপকৃত হচ্ছেন। দেখতে থাকুন এবং ক্লিপগুলো ফেসবুকে শেয়ার করে বন্ধুদের সাহায্য করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন এবং অন্যদের করতে উৎসাহিত করুন। ধন্যবাদ।
Sir apnake anek dhannbad. Apnar class er ami new student. Amar khub bhalo lage apnar class. Ami sob class gulo dekhte chai. Khub sahoj bhabe bojhan aponi. You are a great teacher....
আপনার চ্যানেলটি আমাকে সাহায্য করছে৷ আমি নতুন সাবস্ক্রাইবার আপনার৷ খুব বেশি ভালো লাগছে আপনার চ্যানেলটি৷ ভিডিও দেয়া বন্ধ করবেন না যতবড়ই হোক আমারা দেখবো৷।। 😍
স্যার আমি ইংরেজি ভালোভাবে শিখার জন্য কতো যে স্যারের কাছে পড়েছি কতো টাকা নষ্ট করেছি তা নিজেও জানি না কোথাও শিখতে পারি নাই তেমন। কিন্তু আপনি এতো অসাধারণ ভাবে শিখান আমার বিশ্বাস আপনার সকল ভিডিও নিয়মিত শিখলে আমি অনেক ভালো একটি অবস্থান করতে সক্ষম হবো ইংরেজিতে। অজস্র ধন্যবাদ স্যার আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকব। ইংরেজি আমার দেখা সেরা শিক্ষক আপনি। এখন ইংরেজি একমাত্র আপনার নিকটই শিখছি।
Sir,ami aponer epesot gulo UA-cam continu daka thaki,ami onek kisu siktaci ja somosa gulo amake ajaboto English sikta badha hoto, sa gulo aponer class Kore siktaci.ami bangladash, thanku sir
Respected sir, you are earnestly entreated with folded hands to fill in the blank with appropriate preposition-Bangladesh stormed into the quarter finals ----(in/of) the World Cup, defeating Srilanka.
আমি শুনে খুশী হলাম যেঁ আপনি আমার ক্লাস বুঝতে পারছেন এবং অনেক কিছু শিখতে পারছেন। ভাল ফলাফল পেতে পূর্বের এবং পরবর্তী ক্লিপগুলোও ধারাবাহিকভাবে ধৈর্য ধরে দেখুন। এ গুরুত্বপূর্ণ ক্লাসটি সকলের সাথে বিভিন্ন মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন এবং অন্যদের করতে উৎসাহিত করুন। আপনার ম্যাসেজের জন্য অনেক ধন্যবাদ।
আপনার গঠনমূলক সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি শুনে খুশী হলাম যেঁ আপনি আমার ক্লাস বুঝতে পারছেন এবং অনেক কিছু শিখতে পারছেন। আপনার প্রিয় ক্লিপগুলো ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন এবং অন্যদের করতে উৎসাহিত করুন। আবারো অনেক ধন্যবাদ।
আপনার অসম্ভব সুন্দর ও উৎসাহব্যঞ্জক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার প্রিয় ক্লিপগুলো ফেসবুকে শেয়ার করে বন্ধুদের উপকার করতে ভুলবেন না। Sydney English School এবং Arif Education সহ আমাদের সবগুলো চ্যানেলই নিয়মিত দেখুন এবং সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের করতে উৎসাহিত করুন। সেগুলোও ভাল লাগবে। অনেক ধন্যবাদ।
স্যার আমি অনেক ব্যস্ত থাকি রাত ১০ টায় আসি কাজ থেকে তার পরে রান্না করি তার পরে খেয়ে রাত ১২ টা বাজে বিয়ে বিএস এস পড়ি সকাল ৫.৩০ উঠে কাজে জেতে হয় পাশা পাশি আপনার কেলাস ও করি নিয়মিত রাত ১ টা বাজে আপনার কেলাস শেষ হয়। তারপরেও আপনি যেহেতু আদেশ করেছেন চেষ্টা করবো। কারন আপনি আমার শিক্ষক .
আপনার অসম্ভব সুন্দর ও মহা মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি শুনে খুশী হলাম যেঁ আপনি আমার ক্লাস বুঝতে পারছেন। আপনার প্রিয় ক্লিপগুলো ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন এবং অন্যদের করতে উৎসাহিত করুন। আবারো অনেক ধন্যবাদ।
আমি আপনার ক্লাস করার আগেই প্রথমে একটা লাইক ও কমেন্ট লিখি। তবে ক্লাস দেখেই হয়তো সবাই লিখে কিন্তু আমি মনে করি আপনার প্রতিটা ক্লাস অবশ্যই একেকটা সিড়ি ঠিক ইংরেজি শিক্ষার উচ্চ পর্যায়ে পৌছানোর জন্য । নুতন বছরের শুরুতে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন আপনাকে শত বছর আয়ু দান করেন ।স্যার, প্রণাম রইলো ।
আপনার সুন্দর ম্যাসেজের জন্য অনেক ধন্যবাদ। ভাল ফলাফল পেতে পূর্বের এবং পরবর্তী ক্লিপগুলোও ধারাবাহিকভাবে ধৈর্য ধরে দেখুন। দৈনন্দিন জীবনে ইংরেজি ভাষা/English for Daily Life পর্ব ১ থেকে প্রতিটি পর্ব ধারাবাহিকভাবে মনোযোগ দিয়ে দেখতে থাকুন এবং ক্লিপগুলো ফেসবুকে শেয়ার করে বন্ধুদের সাহায্য করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন এবং অন্যদের করতে উৎসাহিত করুন।
Great to hear it. Please keep watching and helping your friends by sharing on Facebook. Personally tell all your friends about this channel and ask them to subscribe it.
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে সম্প্রতি "Sydney English School" নামে আমরা আরও একটি চ্যানেল শুরু করেছি। সেখানে ইতিমধ্যেই ছোট ছোট বেশ কিছু মজার মজার পর্ব প্রচারিত হয়েছে এবং হচ্ছে। আশা করছি চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে এর সাথে থাকবেন এবং নিজের প্রয়োজনে নিয়মিত ভিডিও দেখে যাবেন। Arif.com এবং নতুন চ্যানেলটির কথা সবাইকে ব্যক্তিগত ভাবে বলবেন। চ্যানেলে প্রবেশ করতে নীচের লিঙ্কটি অনুসরণ করুনঃ ua-cam.com/channels/Rk6zt_ZzeJlqOM_bQR7srA.html
Dear Arafat and Asif, It's my pleasure. Please do not forget to share it on Facebook to help friends. Also subscribe the channel if you didn't do so. Thanks.
thank you sir khub valo laglo,, #khana khete bule gele o# apnar video dekhte buli na, shob somoy opekkahi thaki,kokhon new video uplod korben.........🌹🌹🌹
আপনার অসম্ভব সুন্দর ও মহা মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি শুনে খুশী হলাম যেঁ আপনি আমার ক্লাসের অপেক্ষায় থাকেন। নিয়মিত দেখে যান এবং ক্লিপগুলো ফেসবুকে শেয়ার করে বন্ধুদের সাহায্য করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বন্ধুদের উৎসাহিত করুন। ধন্যবাদ।
Happy to know that you liked it. Sharing is caring. So help your friends by sharing this important clip on Facebook. Also subscribe all our channels if you didn't do so (Arif.com, Sydney English School and Arif Education). Thanks a lot.
সম্প্রতি বাংলাদেশে প্রিন্ট ভার্সনে এবং আমেরিকা থেকে অনলাইনে (Amazon) প্রকাশিত ইংরেজি শিক্ষার ব্যতিক্রমধর্মী বই Step-by-Step English Conversations Practice "Common Closed & WH Questions in Practice" শিরোনামে বইটি ইতিমধ্যেই দেশে বিদেশের অসংখ্য শিক্ষার্থীর মন জয় করতে সক্ষম হয়েছে।
বাংলাদেশে বইটি পেতে নীচের সঠিক ফোন নাম্বার এবং বিস্তারিত ঠিকানা সহ প্রি-অর্ডার ফর্মটি পূরণের মাধ্যমে আপনার কপি নিশ্চিত করুন। আমাদের প্রতিনিধি শীঘ্রই আপনাদের সাথে যোগাযোগ করবে। লিঙ্কটি নীচে দেয়া হলঃ
goo.gl/forms/fzrlKFK1fLWsw5wc2
অথবা আমাদের প্রতিনিধির সাথে এ নাম্বারে ০১৯১১ ৭৯২ ৩৮৯ কল দিয়ে বইটি সংগ্রহ করে নিন।
অপরদিকে, যারা ভারত, জাপান, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চীন, মেক্সিকো, ব্রাজিল ও ইয়োরোপের বিভিন্ন দেশে অবস্থান করছেন এবং বইটি সংগ্রহ করতে আগ্রহী, তারা নীচের নির্দেশাবলী অনুসরণ করে অনলাইনে বইটি ক্রয় করতে পারেনঃ
প্রথমতঃ, eBook টি Online এ পড়তে নীচের লিঙ্কটি কপি করে মোবাইলে/ট্যাবলেটে বা কম্পিউটারে এ Kindle App টি ডাউনলোড করুনঃ
www.amazon.com/kindle-dbs/fd/kcp
Kindle App টি ডাউনলোড করার উপর ভিডিও ক্লিপঃ
ua-cam.com/video/tM96U6msrCQ/v-deo.html
তারপর
১. অনলাইনে গিয়ে আপনি যেঁ দেশে অবস্থান করছেন সে দেশের অ্যামেজন লিঙ্কটি টাইপ করুন। উদাহরণস্বরূপ, আপনি ভারতে থাকলে Amazon.in টাইপ করে নীচের দ্বিতীয় স্টেপে দেয়া নির্দেশাবলী অনুসরণ করুন। আপনাদের সুবিদার্ধে বিভিন্ন দেশের (Marketplace) সাইটের লিঙ্কগুলো এখানে তুলে ধরা হল।
ভারতঃ Amazon.in
ইংল্যান্ড, আয়ারল্যান্ডঃ Amazon.co.uk
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডঃ Amazon.com.au
জাপানঃ Amazon.co.jp
চীনঃ Amazon.cn
আমেরিকাঃ Amazon.com
কানাডাঃ Amazon.ca
ইতালি, ভ্যাটিকান সিটি, স্যান মেরিনো, সুইজারল্যান্ডঃ Amazon.it
ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড, লুক্সেমবার্গঃ Amazon.fr
জার্মানি, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, লুক্সেমবার্গঃ Amazon.de
স্পেন, এন্ডরাঃ Amazon.es
মেক্সিকোঃ Amazon.com.mx
ব্রাজিলঃ Amazon.com.br
২. তারপর পেইজের সর্ব উপরে সার্চ বক্সে "Arif Khadem" অথবা "Common Closed & WH Questions in Practice" টাইপ করুন।
৩. বইয়ের কাভার পেজ বা টাইটেল লিঙ্ক "Common Closed & WH Questions in Practice" এর উপর ক্লিক করুন।
৪. আপনি সরাসরি ক্রয়ের সেকশনে চলে যাবেন। সেখানে পেজের সর্ব ডানে "Buy now with 1-Click" লিঙ্কে ক্লিক করুন। এ অপশনটি কিছু কিছু দেশের ক্ষেত্রে পেজের মাঝখানেও আসতে পারে।
৫. আপনাকে অন্য পেজে Create your Amazon account ক্লিক করতে বলবে। অর্থাৎ Amazon এ আপনি আপনার অ্যাকাউন্ট খুলবেন। যেভাবে একটি ইমেল অ্যাকাউন্ট খুলে থাকেন। যদি অ্যাকাউন্ট থাকে তাহলে শুধু লগ-ইন করবেন।
৬. আপনাকে "How would you like to pay?" অর্থাৎ আপনি কীভাবে পে করতে চান? জিজ্ঞাসা করা হবে। আপনি সেখানে "Add a credit or debit card" এ ক্লিক করে কার্ড ডিটেলস দিবেন এবং আপনার ক্রয় সম্পন্ন করবেন।
আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক: ua-cam.com/users/Arifcom
ফেসবুক পেজঃ facebook.com/c.arifcom
ইংলিশ Conversation Practice গ্রুপঃ
facebook.com/groups/149113205763168/
ফেসবুক অ্যাকাউন্টঃ facebook.com/arif.khadem.125
Sir eta khub valo vabe bujhiyechen but ero kichu bebohar dile valo hoto.
Thank you sir.
Please go to the Playlists and look up other episodes of Prepositions. Thanks for watching. Hope share it on Facebook.
U. r the.. Best...Teacher....
Apnar moto teacher er khubi ovab ay somaje....... Deily apnar video gula dekhi... garments a chotto akta job kori, tarporeo deily somoy kore niye apnar akta na akta video dekhi... jotobar dekhi totobar isse kore coment korar.......
A promising teacher.
😀😀🙂
আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করতেছেন,,,
ধন্যবাদ
আপনার এই ক্লাসটা দেখে আমার অত্যন্ত ভালো লেগেছে।
স্যার আপনার ক্লাস গুলো আমাকে জিরো থেকে হিরোর পথে নি যাচ্ছে। খুব সহজেই আমি বুঝতে পারি আপনার কথা এবং ক্লাস। দোয়া রইলো আপনার জন্য স্যার।
Father's means Father or father is. Which one is correct
@@amlajain2894 This is my father's cow. What will be its meaning????
Apnar videos guli sotti khub help full
You are a great teacher,,,,,,,,,,,,,,,thank you sir.........
স্যার আপনার মত এত সহজ করে যদি স্কুলের টিচাররা বুঝাত তাহলে বাংলাদেশিরা ইংলিশে কাঁচা থাকতোনা অনেক এগিয়ে যেত আপনার জন্য দোয়া করি স্যার আল্লাহ যেন আপনাকে অনেক দিন বাচিয়ে রাখে এবং আমাদের এরকম ভিডিও দেখার সুযোগ দেন আমিন।।।।
আপনার সুন্দর মতামত এবং আমাকে নিয়ে এত উচ্চাকাঙ্ক্ষী মনোভাব পোষণের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মত কিছু সিরিয়াস এবং আগ্রহী শিক্ষার্থীদের অনুরোধে সাড়া দিয়ে এবং তাদের কথা চিন্তা করেই আমি কিছু ব্যতিক্রমধর্মী বইয়ের কাজে হাত দিয়েছি। আশা করছি কয়েক সপ্তাহের মধ্যেই প্রথম বইটি অনলাইনে প্রকাশ করব। এ বইগুলো ভাল করে অনুসরণ করলে অতি অল্প সময়েই কথাবার্তায় অনেক দ্রুততা আসবে। কনভার্সেশনে আপনার আস্থাও দ্রুত বেড়ে যাবে। এ ভাষায় নিজের প্রতি অনেক আস্থা বেড়ে যাবে। চ্যানেলের সাথে থাকলেই জেনে যাবেন কীভাবে বইটি সংগ্রহ করতে হবে এবং সহজেই পড়তে পারবেন। নিয়মিত দেখতে থাকুন এবং ক্লিপগুলো ফেসবুকে শেয়ার করে বন্ধুদের সাহায্য করুন। আপনার ম্যাসেজের জন্য আবারও অনেক ধন্যবাদ।
I like you sir....
আমি আমিরিকা থেকে ভালো লাগল আপনার ভিডিও তাই Subscrib করে দিলাম
Excellent Class Sir
really sir aponar video golo dekhe onek kichu jante parlam,, aponak noek onek dhonnobad
Thanks md kiron. Please share this important clip on Facebook and encourage your friends to subscribe the channel.
aj frist apnrr class korlm sir onk valo lagllo
আপনার সহায়তা পেয়ে আমি খুবই উপকৃত হলাম । ভবিষ্যতেও থাকব।
শুনে খুশী হলাম যেঁ আপনি উপকৃত হচ্ছেন। দেখতে থাকুন এবং ক্লিপগুলো ফেসবুকে শেয়ার করে বন্ধুদের সাহায্য করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন এবং অন্যদের করতে উৎসাহিত করুন। ধন্যবাদ।
খুব সুন্দর বুঝিয়েছেন ।অসংখ্য ধন্যবাদ
Sir, I love you but I will be can't say its couse.
Sir apnake
anek dhannbad. Apnar class er ami new student. Amar khub bhalo lage apnar class. Ami sob class gulo dekhte chai. Khub sahoj bhabe bojhan aponi. You are a great teacher....
I like ur English teaching...
Thank you...
আপনার চ্যানেলটি আমাকে সাহায্য করছে৷ আমি নতুন সাবস্ক্রাইবার আপনার৷ খুব বেশি ভালো লাগছে আপনার চ্যানেলটি৷ ভিডিও দেয়া বন্ধ করবেন না যতবড়ই হোক আমারা দেখবো৷।। 😍
Excellent episode.
Many many thanks.your inglis Grammer teachings for tecenik.haw mace prat.relis.
Assalamualikum sir...... Onek onek suvokamona roilo...... love u soooo much..... sundor hok apnar o apnar poribare sokoler jibon, Doa kori....... amader jonno ato kichu korar jonno.....Thnx deye choto korbo na.....
Very helpul sir... Love you..
Good Teacher
অনেক সুন্দর ভাবে বুঝিয়েছেন।
আমি সাইদ ওমান থেকে বলছি। আমি আপনার সব ভিডিও দেখি। আমি চেষ্টা করি সব সময় ইংরেজি ব্যবহার করতে। আপনার ভিডিও থেকে আমার অনেক উপকার হয়েছে। ধন্যবাদ ভাই।
অনেক সুন্দর স্যার,,, অামি খুব সহজে বুঝতে পারলাম 😍😍😍
Good job brother. Best of luck
স্যার আমি ইংরেজি ভালোভাবে শিখার জন্য কতো যে স্যারের কাছে পড়েছি কতো টাকা নষ্ট করেছি তা নিজেও জানি না কোথাও শিখতে পারি নাই তেমন।
কিন্তু আপনি এতো অসাধারণ ভাবে শিখান আমার বিশ্বাস আপনার সকল ভিডিও নিয়মিত শিখলে আমি অনেক ভালো একটি অবস্থান করতে সক্ষম হবো ইংরেজিতে।
অজস্র ধন্যবাদ স্যার আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকব। ইংরেজি আমার দেখা সেরা শিক্ষক আপনি। এখন ইংরেজি একমাত্র আপনার নিকটই শিখছি।
Sir,ami aponer epesot gulo UA-cam continu daka thaki,ami onek kisu siktaci ja somosa gulo amake ajaboto English sikta badha hoto, sa gulo aponer class Kore siktaci.ami bangladash, thanku sir
i get properly, in fact your class was incredible.
স্যার খুব সুন্দর ভাবে বুঝেন আপনি আমাদের
Thanks sir for you good information 😍🔝
Respected sir, you are earnestly entreated with folded hands to fill in the blank with appropriate preposition-Bangladesh stormed into the quarter finals ----(in/of) the World Cup, defeating Srilanka.
Thank you so much sir.👍👍👍
Thanks sir .you have used good technique at the episode.
Alhamdulillah great sir
Glad to hear all this.
Please share this great episode. Cheers.
Excellent
আমি ইংরেজীতে খুবই দুর্বল ছাত্র। অামি এই প্রথম আপনার ক্লাসটি করলাম। আমার ক্লাসটি খুব ভাল লেগেছে।
আমি শুনে খুশী হলাম যেঁ আপনি আমার ক্লাস বুঝতে পারছেন এবং অনেক কিছু শিখতে পারছেন। ভাল ফলাফল পেতে পূর্বের এবং পরবর্তী ক্লিপগুলোও ধারাবাহিকভাবে ধৈর্য ধরে দেখুন। এ গুরুত্বপূর্ণ ক্লাসটি সকলের সাথে বিভিন্ন মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন এবং অন্যদের করতে উৎসাহিত করুন। আপনার ম্যাসেজের জন্য অনেক ধন্যবাদ।
❤❤❤❤❤❤
thanks a lot of for you.
আপনার ইংলিশ পড়ার ধরনটাই আলাদা। আমি আপনার প্রতিটি ভিডিও দেখি। বাদ দেই না। নিজে শিখি অন্যকে শিখাই।
ধন্যবাদ স্যার আপনাকে।
Sir onk valo lagche
Tnx A lot sir
Great vedio🎉
আসসালামু আলাইকুম স্যার, এতো ভালোভাবে যুক্তি দিয়ে বোঝানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ,আগামী টিউটোরিয়ালগুলো এমনই সুন্দর করে উপস্থাপন করুন, শুভকামনা আপনার জন্য।
আপনার গঠনমূলক সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি শুনে খুশী হলাম যেঁ আপনি আমার ক্লাস বুঝতে পারছেন এবং অনেক কিছু শিখতে পারছেন। আপনার প্রিয় ক্লিপগুলো ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন এবং অন্যদের করতে উৎসাহিত করুন। আবারো অনেক ধন্যবাদ।
ভালো লাগলো স্যার ২০২০ এ এসে দেখতেছি। সাবসক্রাইব করলাম।
ভাই আপনার ক্লাস গুলি অনেক অনেক ভাললাগে।
অনেক ধন্যবাদ আপনাকে।
Thank you very much Arif Ishlam.
Please share this important clip on Facebook and encourage your friends to subscribe the channel.
স্যার of টা পানির মতোন সহজ করে দিলিন thank you so mush
আপনার অসম্ভব সুন্দর ও উৎসাহব্যঞ্জক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার প্রিয় ক্লিপগুলো ফেসবুকে শেয়ার করে বন্ধুদের উপকার করতে ভুলবেন না। Sydney English School এবং Arif Education সহ আমাদের সবগুলো চ্যানেলই নিয়মিত দেখুন এবং সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের করতে উৎসাহিত করুন। সেগুলোও ভাল লাগবে। অনেক ধন্যবাদ।
স্যার আমি অনেক ব্যস্ত থাকি রাত ১০ টায় আসি কাজ থেকে তার পরে রান্না করি তার পরে খেয়ে রাত ১২ টা বাজে বিয়ে বিএস এস পড়ি সকাল ৫.৩০ উঠে কাজে জেতে হয় পাশা পাশি আপনার কেলাস ও করি নিয়মিত রাত ১ টা বাজে আপনার কেলাস শেষ হয়। তারপরেও আপনি যেহেতু আদেশ করেছেন চেষ্টা করবো। কারন আপনি আমার শিক্ষক
.
Alhamdulillah _best class
Many thank Dear brother/sir
Sir clause and phrase niye aalochona korle valo hoi. Apnar video gulo amr khub valo lage
Amazing sir you are real hero.
Your every classes inspire me. I know many things from your class. 👍👍👍👌👌
Khub valo...
Pretty good, I am from India .
খুব সুন্দর ভাবে বুঝালেন স্যার ❤️❤️❤️❤️
Thank you so much sir.
You’re always welcome. Please share this important clip on Facebook and encourage your friends to subscribe the channel.
Really great tutorial
Thank you very much Riyadh. Please share this important clip on Facebook and encourage your friends to subscribe the channel.
খুব সুন্দর স্যার বুঝিয়েছেন৷
আপনার অসম্ভব সুন্দর ও মহা মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি শুনে খুশী হলাম যেঁ আপনি আমার ক্লাস বুঝতে পারছেন। আপনার প্রিয় ক্লিপগুলো ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন এবং অন্যদের করতে উৎসাহিত করুন। আবারো অনেক ধন্যবাদ।
আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন,?
ভালো লাগলো
এতো সহজ নিয়ম আমার জীবনেও দেখিনি দেখলে আমি ইংরেজীতে স্মার্ট থাকতাম
Extraordinary episode.
Excellent class
Please share all your favourite clips on Facebook to help friends. Also subscribe all our channels. Thanks.
Thanks.....a...Lot....
আমি আপনার ক্লাস করার আগেই প্রথমে একটা লাইক ও কমেন্ট লিখি। তবে ক্লাস দেখেই হয়তো সবাই লিখে কিন্তু আমি মনে করি আপনার প্রতিটা ক্লাস অবশ্যই একেকটা সিড়ি ঠিক ইংরেজি শিক্ষার উচ্চ পর্যায়ে পৌছানোর জন্য । নুতন বছরের শুরুতে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন আপনাকে শত বছর আয়ু দান করেন ।স্যার, প্রণাম রইলো ।
আপনার ম্যাসেজও আমার সবসময়ই খুব ভাল লাগে। আপনি ভাল থাকবেন। ধন্যবাদ।
Sir , thanks.
Ami o same kaj ta kori .sir tho Amarder bipoder bondo.allah apnk sob somoy balo rakhuk dowa kori.
More use of the preposition 'of' ...You just discuss one type example...thank you sir for your learning class
Thank you all. Please do not forget to share this important clip on Facebook and encourage your friends to subscribe the channel. Cheers.
Fantastic explanation
আপনার সুন্দর ম্যাসেজের জন্য অনেক ধন্যবাদ। ভাল ফলাফল পেতে পূর্বের এবং পরবর্তী ক্লিপগুলোও ধারাবাহিকভাবে ধৈর্য ধরে দেখুন। দৈনন্দিন জীবনে ইংরেজি ভাষা/English for Daily Life পর্ব ১ থেকে প্রতিটি পর্ব ধারাবাহিকভাবে মনোযোগ দিয়ে দেখতে থাকুন এবং ক্লিপগুলো ফেসবুকে শেয়ার করে বন্ধুদের সাহায্য করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন এবং অন্যদের করতে উৎসাহিত করুন।
Very good class
Pleased to hear it. Sharing is caring. So help your friends by sharing this important clip on Facebook. Thanks.
Also subscribe our new Channel Sydney English School:
ua-cam.com/channels/Rk6zt_ZzeJlqOM_bQR7srA.html
ধন্যবাদ
It was recorded in 2018. I was not aware of your channel. But now, after watching your lessons, these seem tremendously useful for me.
Excellent...this is very helpful to us ..improving my English better than before
Nice , its very clear and helpful us,Please proceed another preposition
Tnx sir it is good video of UA-cam
I'm glad to hear all this. Please do not forget to share it on Facebook to help friends. Also subscribe the channel if you didn't do so. Thanks.
so great teaching method
Great to hear it. Cheers.
It was a great lesson Sir. Thank you very march.
Thanks Fateha. Please don’t forget to share this important clip on Facebook and encourage your friends to subscribe the channel.
Nice teaching
Thank you sir, we're with you
You're always welcome. Please share this important clip on Facebook to help friends and encourage others to subscribe the channel. Thanks a lot.
You can also get more help from my book coming soon. So you can pre-order it now. Thanks a lot.
onek sundor
Thanks,sir.Also thanks for your valuable episode.
I'm always happy to hear from you. Cheers.
thanks for video
We are proud of you
Great to hear all this. Please do not forget to share this important clip on Facebook to help friends and subscribe all our channels. Thanks.
Thank u so much....I was waiting for your preposition tutorial.
Thank you very much Liton Ahmed.
Please do not forget to share this important clip on Facebook and encourage your friends to subscribe the channel.
Outstanding Class Sir❤️❤️❤️
Very good lesson thank you sir
Great to hear it.
Please keep watching and helping your friends by sharing on Facebook. Personally tell all your friends about this channel and ask them to subscribe it.
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে সম্প্রতি "Sydney English School" নামে আমরা আরও একটি চ্যানেল শুরু করেছি। সেখানে ইতিমধ্যেই ছোট ছোট বেশ কিছু মজার মজার পর্ব প্রচারিত হয়েছে এবং হচ্ছে। আশা করছি চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে এর সাথে থাকবেন এবং নিজের প্রয়োজনে নিয়মিত ভিডিও দেখে যাবেন। Arif.com এবং নতুন চ্যানেলটির কথা সবাইকে ব্যক্তিগত ভাবে বলবেন। চ্যানেলে প্রবেশ করতে নীচের লিঙ্কটি অনুসরণ করুনঃ
ua-cam.com/channels/Rk6zt_ZzeJlqOM_bQR7srA.html
Respective sir ,I am studying wbcs from India ,so your videos are more valuable for us ...may GOD bless you ....
A lot of tnx sir for this video
অনেক অনেক ধন্যবাদ
Excellent.. Sir
Thank u sir.we all love you.
Love you guys too. Please do not forget to share it on Facebook to help friends. Cheers.
Fantastic lesson
Great class
Thanks for this kind information.
It's my pleasure. Please do not forget to share this important clip on Facebook to help friends and encourage others to subscribe the channel. Thanks.
thank you sir thank you so much
You’re always welcome. Please share this important clip on Facebook and encourage your friends to subscribe the channel.
You are most welcome sir
Thank you so much sir...🥰🥰🥰🥰
Thank you so much.I am so happy because your class is awesome.I am waiting for next video.
Khub sundor apnar lecture
Dear Arafat and Asif,
It's my pleasure. Please do not forget to share it on Facebook to help friends. Also subscribe the channel if you didn't do so. Thanks.
Mashallaha..!
thank you sir khub valo laglo,,
#khana khete bule gele o#
apnar video dekhte buli na,
shob somoy opekkahi thaki,kokhon new video uplod korben.........🌹🌹🌹
আপনার অসম্ভব সুন্দর ও মহা মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি শুনে খুশী হলাম যেঁ আপনি আমার ক্লাসের অপেক্ষায় থাকেন। নিয়মিত দেখে যান এবং ক্লিপগুলো ফেসবুকে শেয়ার করে বন্ধুদের সাহায্য করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বন্ধুদের উৎসাহিত করুন। ধন্যবাদ।
if we had a teacher as like you,...........
Happy to know that you liked it. Sharing is caring. So help your friends by sharing this important clip on Facebook. Also subscribe all our channels if you didn't do so (Arif.com, Sydney English School and Arif Education). Thanks a lot.
I love you sir
Actually sir your every classes is very fine......