আমার বাড়ি পলশী তে '' মীরমদন মারা যাবার পর লাশ টিকে রাতে অন্ধকারে মুর্দাবাদ নিয়ে যাওয়া হচ্ছিলো রেজিনগর (ভর) সকল হওয়ায় ঐখানে কবর দেয়া হয়েছে ''" আমার খুবই পছন্দের 2 জন মানুষ 1 নেতাজী 2 মীরমদন '''আর নবাব সিরাজ ভাই তো আছেই''""""
বীরদের কখনো ধর্ম দিয়ে আলাদা করা যায়না। সেদিন যারা স্বদেশের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছিলো তাদের প্রতি হাজারো সালাম। সৃষ্টিকর্তা তাদের জান্নাত দান করুক। ❤
চমৎকার মানস বাবু, অদ্ভুত আপনার উপস্থাপনা। আরও একটা না জানা ইতিহাস। দিল্লি /আগরা এগুলো যদি "maintain" করা যায়, তাহলে পশ্চিমবঙ্গে ইতিহাস এত অবহেলিত কেন, দেখলে চোখে জল আসে, এনাদের এই পরিণতি, কিছু বলার নেই, ধন্যবাদ।
শ্রদ্ধা জানাই শহীদ বীর মীর মদনের প্রতি,, মীর জাফরের মত ইংরেজের গাধা নবাব হওয়ার চাইতে মীর মদনের আত্মদান গর্বের তা আর বলার অপেক্ষা রাখেনা,, এই বীর যুগের পর যুগ অমর হয়ে থাকবে দুই বাংলার মানুষের হৃদয়ে....অনেক অনেক শ্রদ্ধা আবারো এপার বাংলা থেকে.....
খুবই ভাল এবং প্রকৃত সত্য কাহিনীটি অর্থাৎ ইতিহাসটি আপনি ভিডিওর মাধ্যমে প্রবচন সহ দর্শন করালেন তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। প্রণাম জানাই বাংলার মহান বীর সেনাপতি শহীদ মীর মদনের পুণ্য সমাধিস্থলে। প্রণাম। প্রণাম। প্রণাম।
বাংলাদেশ থেকে দেখছি।।।। আজ বাংলার দাপট কমে গেছে দেখে কষ্ট লাগে আমার।।। আজ বাঙালিরা একে অপরকে বিভিন্ন ভাষায় কটুক্তি করে।। যেমনঃ কাংলু একটা ভাষা।। আমার মনে হয়ঃ এই সকল নিন্দাসূচক বাক্য গুলা, বাঙালি বিরোধী পক্ষ আমাদের মাঝে ঢুকাই দিছে,,,।। আর আমরা না বুঝে নিজের জাতিদেরই ছোট করছি।।। *মীর মদন * এর মতো ব্যাক্তি বাংলায় আবার দরকার।।।
ভালোবাসার একজন মানুস ... সত্যি কথা আমি প্রায় এই কাহিণি গুলা দেখি এবং দেখার মাঝে মাঝে আমার চোখ দিয়ে পানি চলে আসে।এরা আসলে তখন কত কষ্ট করেছিল কিন্তু শেষ রক্ষা হয়নি... আল্লাহ যেন এই দেশপ্রেমিকদের জান্নাত নসীব করুক...।
অসাধারণ সুন্দর ভিডিও। নতুন করে কিছু বলার ভাষা নেই দাদা আপনাকে। আপনার ভিডিও দেখলে সত্যিই ইতিহাসের স্মৃতি বিজড়িত মুহূর্ত গুলো যেন ফিরে পাই। এগিয়ে যান দাদা খুব ভালো থাকবেন 🕉🙏🌷
বাংলার এমন বীরদের বীরত্বের ইতিহাস শুনলে গর্বে বুকটা ভরে যাই, মনে হয় বাংলার এই বীরদের রক্ত শরীরের শিরা উপশিরায় প্রবাহিত হচ্ছে। সত্যিই এমন জাতীয় বীরদের জন্য আমরা গর্বিত। দোয়া করি মহান আল্লাহ যেন বাংলার এমন বীরদের জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন
chhagol gulo Mir madan er saathe somane somane lorai korechhilo ekjon hindu tar naam mohan lal- seo kono somman paye ni....sob bepare islam r musalman na korle hoy na????
@@arijit6790 mohon lal she muslim der hoye juddho koreche ei ta o mathay rakte hobe bro.... R raja krishno chondra chilo Shiraz er bipokkhe r Engreg der pokkhe..
আমি বাংলাদেশ থেকে বলছি। মানস দাদা নবাব সিরাজ উদ্দ দৌলা এবং পলাশীর যুদ্ধ নিয়ে আপনার ভিডিও গুলো যখন দেখি তখন চোখে পানি ধরে রাখা কঠিন হয়ে যায়।সেদিন যদি নবাব বিজয়ী হতেন তাহলে বাংলা আজ কত সমৃদ্ধ থাকত যায়ই হোক ভাল থাকুন ধন্যবাদ।
Brilliant video ,, এটা সেই ইতিহাস যা বুকের উপর আবারও প্রতিরুধের নেশা জাগয়ে দেয়। কিন্তু ইতিহাসকে তো আর বদলানো যাবে না ! বাঙ্গালী জাতীর বুকে মীরমদনেরা চিরদিন অমর থাকবেন, জয় বাংলা 11 Manas Bangla
এই অমূল্য ভিডিওটির জন্য আমরা "মানস বালা" এর কাছে যার পর নাই কৃতজ্ঞ। পলাশীর যুদ্ধে মীর জাফরের নিদারুণ বিশ্বাস ঘাতকতার পরিণতি স্বরূপ নবাব সিরাজউদ্দৌলা শোচনীয় পরাজয়ের কথা আমরা জানি। আমরা জানি নবাবের এ চরম বিপর্যয়কে প্রতিহত করার জন্য মীর মদন আত্মাহুতি দিয়েছিলেন, মীর মদনকে আত্মাহুতি দিতে হয়েছিলো। মনে বড় দুঃখ হয় যখন দেখি এমন বিরল দেশপ্রেমিক ব্যক্তিটির অন্তিম আবাস স্থলটি এ ভাবে সীমাহীন অবহেলায় পড়ে আছে। যদি নবাব সিরাজ মীর মদনকে ৫০% সৈন্যের দায়িত্ব দিয়ে দিতেন তা হলে ভারত বর্ষের মানুষ দুইশত বৎসরের গোলামীর অবমাননায় জর্জরিত হতোনা। নবাব সিরাজের বোকমীর মাশুল দিলেন এ মহান বীর। কিন্তু স্বাধীন দেশে আমরা কেন এই মহান বীরের যথাযথ মূল্যায়ন করছিনা ? হে মহান বীর, ওহে প্রাতঃস্মরণীয় মোদের প্রাণের ব্যাথা নয় সহনীয়। যখনি স্মরণ করি রণক্ষে্ত্রে তুমি রক্ষিছো প্রাণপণে বাংলার এ ভূমি গভীর শ্রদ্ধায় হিয়া বিগলিত হয় তুমারে জড়াই বক্ষে জেনো সুনিশ্চয়। ভলোবেসে ছিলে বন্ধু বাংলার মনুষে প্রাণ দিয়েছিলে এই মহান আবেশে। তুমার এ আত্মাহুতি যায়নি বিফল অমর অনন্ত তুমি ত্যাগের ফসল। কুচক্রি মীর্জাফর বেঈমান বাতিল তুমি বীর যুধিষ্ঠির জ্ঞানগর্ভ শীল।
হাজারও সালাম মীর মদন কে ওপারে ভালো থাকুক।
মীর মদন তার নবাবের সাথে বেইমানি করেন নি। হাজার সালাম এ বীরের প্রতি। মহান আল্লাহ উনাকে বেহেশত নসীব করুন আমিন।
আমিন।
Boro badona daayak
Amin
Ameen
Islamist are betrayer since birth
বাংলাদেশ থেকে বলছি দাদা । হাজার হাজার শ্রদ্ধা জানাই বাংলার অকুতোভয় বীর সেনানায়ক কে । ভালো থাকবেন ওপারে 😍😍
সত্যি সিরাজ উদ্দৌলার ইতিহাস গুলো শুনলে চুখ থেকে অঝরে পানি চলে আসে😭😭😭
মীর মদন আর মহল্লাল এই দুই সেনাপতির প্রতি হজার সালাম।
বীরেরা কখনো মরে না!
হাজার সালাম ১৭৫৭ সালে পলাশীর আম্র কাননে শহীদ সকল বীর সেনাদের প্রতি!
সমপিতাদিদি আপনাদের ভিডিও য়ত দেখছি ততই চোখের জল ধরে রাখতে পারছি না।বাংলা দেশ।পৃথিবী য়ত দিন থাকবে সিরাজও ততদিন বেছে থাকবেন। তাদের আমারছালাম রইলো।
আপনি যে বাংলার ইতিহাসকে কতটা শক্তিশালী করছেন সেটা আমাদের পরবর্তী প্রজন্ম বলে বেড়াবে। নির্ভেজাল বিশ্লেষণ।
The great freedom fighter Mirmadan will never be forgotten by his countrymen
দাদা ইতিহাস দেখলে আপনার মুখ থেকে শুনলে চোখে জল চলে আসে, আপনি আছেন বলেই আমরা ব্যস্ততার মধ্যেও ইতিহাসকে আপনার মাধ্যমে উপভোগ করতে পারি ধন্যবাদ আপনাকে।
হাজার সালাম মীর মদন তোমায়, শেষ রক্ত দিয়ে লড়েছো বাংলার স্বাধীনতার জন্য।
কখন যেন চোখে পানি চলে আসলো..... জাতি কখনও তোমাদের ভুলবে না ❤️❤️❤️
আমার বাড়ি পলশী তে ''
মীরমদন মারা যাবার পর লাশ টিকে রাতে অন্ধকারে মুর্দাবাদ নিয়ে যাওয়া হচ্ছিলো রেজিনগর (ভর) সকল হওয়ায় ঐখানে কবর দেয়া হয়েছে ''"
আমার খুবই পছন্দের 2 জন মানুষ 1 নেতাজী 2 মীরমদন '''আর নবাব সিরাজ ভাই তো আছেই''""""
আপনাকে স্যালুট জানাই 01785999556
Shala gandhir কারণে নেতাজী কে চোলে যেতে হলো। এর ভারত ভাগ হলো
❤️❤️❤️👍
আল্লাহ সকল শহিদকে জান্নাতুল ফেরদৌস দান করুন
আপনাকে ধন্যবাদ, তবে সম্ভব হলে মির মদন এর বিস্তারিত বলুন।
আমিন।
Ameen. Allah to boleichen, sahid ra behest a jaben
I salute to great Hero Mir Madan
শান্তিতে ঘুমাও ! বাঙলার হে মহান, অকুতোভয় সন্তান।
মীর মদনের জন্য শুভকামনা রইলো
Sir.... Amar chokhe pani ashe gelo..... . . salam, sallust our shenapoti MEER MODON.....
সাহসী এই বীর সেনানীর প্রতি রইলো লক্ষ কোটি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি,
আল্লাহ মরহুমকে শহীদের অন্তর্ভুক্ত করুক,
জান্নাতুল ফেরদৌস নসীব করুক।
সালাম জানাই বাংলার শ্রেষ্ঠ এ বীরকে। শান্তিতে ঘুমাও মীর মদন।😓😓
বীরদের কখনো ধর্ম দিয়ে আলাদা করা যায়না।
সেদিন যারা স্বদেশের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছিলো তাদের প্রতি হাজারো সালাম।
সৃষ্টিকর্তা তাদের জান্নাত দান করুক। ❤
মীর মদনের সমাধির উপর একটি তথ্যবহুল ও আবেগময় ভিডিও, খুবই ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে ।
দাদা আপনাকে ধন্যবাদ জানাই দারুণ লাগলো আপনার ভিডিও আমার সব দেখা আছে ভিডিও টাও সত্যি
মীর মদন ও মোহনলাল উভয়ের স্থান উভয় বাংলার মানুষের অন্তর স্থল। চিরদিন চিরঅম্লান।
সাথে বাহাদুর আলী এবং নৌবা সিং হাজারা
চোওক এর কোনা পানি চলে আসল সালাম বাংলা অকুতু ভয় বীর সেনানি মীর মদন কে আল্লহ উনা কে জানাত দান করো
ওনার ঈমান ছিল না
তর ঈমান আছে তুই লইয়া বইয়া তাক সালা মীর জাফর এর বাচচা
@@md.nahidzahid4008 ঈমান ছিল কি ছিলনা আল্লাহ ভাল যানে
তবে তিনি ছিলেন সৎ একজন দেশ প্রেমিক।।
চমৎকার মানস বাবু, অদ্ভুত আপনার উপস্থাপনা। আরও একটা না জানা ইতিহাস। দিল্লি /আগরা এগুলো যদি "maintain" করা যায়, তাহলে পশ্চিমবঙ্গে ইতিহাস এত অবহেলিত কেন, দেখলে চোখে জল আসে, এনাদের এই পরিণতি, কিছু বলার নেই, ধন্যবাদ।
শ্রদ্ধা জানাই শহীদ বীর মীর মদনের প্রতি,,
মীর জাফরের মত ইংরেজের গাধা নবাব হওয়ার চাইতে মীর মদনের আত্মদান গর্বের তা আর বলার অপেক্ষা রাখেনা,, এই বীর যুগের পর যুগ অমর হয়ে থাকবে দুই বাংলার মানুষের হৃদয়ে....অনেক অনেক শ্রদ্ধা আবারো এপার বাংলা থেকে.....
হে মহান বীর, আপনাকে আমরা স্যালুট করছি।
সালাম সালাম হাজার সালাম জনাচ্ছি আমরা আপনাকে।
আপনি পরাজিত নহেন।
আপনি বিজয়ী, আপনি জয়ী।
সততায় সমুন্নত সাহসে সুস্থির,
শৌর্যে পরম পুষ্ট বাংলার বীর,
বীরত্বের পরাকাষ্ঠা বাংলার ধন,
মহাবীর যুধিষ্টির হে মীর মদন।
তব পদে আমাদের হাজার সালাম,
পরম কৃতজ্ঞতায় এই জনালাম।
ঘুমাও হে প্রভু, তুমি ক্লান্ত অনেক,
মোদেরে দিয়ে গেছো বুদ্ধি বিবেক,
সে মহা দান তব রেখেছি হৃদয়ে,
তব বীরত্ব গাথা আছে পাথেয় হয়ে।
মোরা চলি তব পথে নাই কোন ভয়,
মোদেরে দিয়ে গেছো সব সঞ্চয়।
তব বলে বলীয়ান হে মীর মদন,
ভারত রত্ন তুমি বীরত্বের সদন।
হাজার সালাম এই অকুতোভয় বীর সেনানী মীর মদনকে।
বীর সেনাপতি কে আমার হাজার সালাম
বাংলার হিরো, Unsung Hero !! এদের আত্মত্যাগ আজীবন আমাদের অনুপ্রাণিত করবে। ধন্যবাদ। বাংলাদেশ থেকে ❤❤
তোমায় হাজার কোটি সালাম বীর সেনাপ্রধান মীর মদন তুমি হচ্ছ ইতিহাস তুমি আমাদের বাংগালী জাতীর গর্ব ( জিল্লুর রহমান) বাংলাদেশ
Apnar kotha bolar style ta onek sundor. Dhonnobad
Asadharan apner vedio guli Khub valo. 👏👏👏👏💓💓💓💓
খুবই ভাল এবং প্রকৃত সত্য কাহিনীটি অর্থাৎ ইতিহাসটি আপনি ভিডিওর মাধ্যমে প্রবচন সহ দর্শন করালেন তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। প্রণাম জানাই বাংলার মহান বীর সেনাপতি শহীদ মীর মদনের পুণ্য সমাধিস্থলে। প্রণাম। প্রণাম। প্রণাম।
খুব ভাল লেগেছে। আপনার ধারা বর্ণনা শুনে মনেহয় যেন এইত কদিন আগের ঘটনা। আপনাকে ধন্যবাদ।
Mir modon tomay vulbo na kono deen
সত্যি ভালো লাগে আপনার এই ইতিহাসের পাতা গুলো ধন্যবাদ আপনাকে
মীর মদনকে শ্রদ্ধা জানাই
বাংলাদেশ থেকে দেখছি।।।।
আজ বাংলার দাপট কমে গেছে দেখে কষ্ট লাগে আমার।।।
আজ বাঙালিরা একে অপরকে বিভিন্ন ভাষায় কটুক্তি করে।।
যেমনঃ কাংলু একটা ভাষা।।
আমার মনে হয়ঃ এই সকল নিন্দাসূচক বাক্য গুলা, বাঙালি বিরোধী পক্ষ আমাদের মাঝে ঢুকাই দিছে,,,।।
আর আমরা না বুঝে নিজের জাতিদেরই ছোট করছি।।।
*মীর মদন * এর মতো ব্যাক্তি বাংলায় আবার দরকার।।।
আপনার ভিডিও গুলো খুবই চমৎকার। প্রায় সবগুলো ভিডিও আমার দেখা। বিশেষ করে নবাব আমলের ভারতবর্ষের ইতিহাস গুলো
মীর মদনের প্রতি ভালোবাসা ও
বিনম্র শ্রদ্ধা,
বাংলাদেশ থেকে ❤❤💚💚💓💓💓
কিছু সেরকম বলার নেই । এটুকুই বলতে পারি যে এখন আমার অন্যতম কাজ হলো আপনার ভিডিও গুলোর জন্য অপেক্ষা করা । চালিয়ে যান মানসবাবু ।
অনেক ভালো,যারা দেশে জন্য যুদ্ধ করেছেন,তাদের সমাদি যেন চিরস্সতাই শান্তি ময় হয়,(আমিন).
বীর কখন ও মরে না । যতদিন বাংলা বেচে থাকবে ততদিন মীর মদন তাদের মনের মনিকোঠায় রয়ে যাবে। হাজার সালাম এ বীরের প্রতি।
চোখে পানি চলে আসল, বাংলার বীর মিরমদন সাহেবকে আল্লাহতায়ালা জাননাতবাসী করুন । ধন্যবাদ দাদা আপনার সুন্দর ভিডিও পরিবেশন করার জন্য
আমি গ্রীস প্রবাসী বাংলাদেশের নাগরিক।
আজকে আসল তথ্য জানতে পারলাম..
ধন্যবাদ আপনাকে
পলি মালাকা
ভালোবাসার একজন মানুস ... সত্যি কথা আমি প্রায় এই কাহিণি গুলা দেখি এবং দেখার মাঝে মাঝে আমার চোখ দিয়ে পানি চলে আসে।এরা আসলে তখন কত কষ্ট করেছিল কিন্তু শেষ রক্ষা হয়নি... আল্লাহ যেন এই দেশপ্রেমিকদের জান্নাত নসীব করুক...।
এমন একটি অইতিহাসিক ঘটনার ভিডিও আপনার সৌজন্যে দেখতে পেয়ে অনেক খুশি হলাম। আপনাকে ধন্যবাদ।
তোমাদের কোন মৃত্যু নাই।তোমরা বেচে থাকবে বাংলার মানুষের হৃদয়ে। তোমরা বীর দেশপ্রেমিক।
অসাধারণ সুন্দর ভিডিও। নতুন করে কিছু বলার ভাষা নেই দাদা আপনাকে। আপনার ভিডিও দেখলে সত্যিই ইতিহাসের স্মৃতি বিজড়িত মুহূর্ত গুলো যেন ফিরে পাই। এগিয়ে যান দাদা খুব ভালো থাকবেন 🕉🙏🌷
♦অসাধারন - মানস'দা। আপনার প্রতি কৃতজ্ঞতা।।
I am a Bangladeshi.Betrayer will never be forgiven by Allah.All respect those who laid down their live for Bengal.
আপনার প্রতিটি ভিডিওই যেন সুবে বাংলার লুকিয়ে রাখা ইতিহাসকে খুঁড়ে তুলে আনা। খুব ভালো লাগল মানস দা।
দাদা কষ্ট করে ভিডিও বানানোর জন্য ধন্যবাদ
মীর মদনকে শ্রদ্ধা জানাই
👍👍
বাংলার এমন বীরদের বীরত্বের ইতিহাস শুনলে গর্বে বুকটা ভরে যাই, মনে হয় বাংলার এই বীরদের রক্ত শরীরের শিরা উপশিরায় প্রবাহিত হচ্ছে। সত্যিই এমন জাতীয় বীরদের জন্য আমরা গর্বিত। দোয়া করি মহান আল্লাহ যেন বাংলার এমন বীরদের জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন
ভাইজান আপনাকে অনেক ধন্যবাদ। বাংলাদেশ থেকে।
Khub valo laaglo dada ....osadharon uposthapona
Murshidabad somporke aro onek tothyo janar ashay thakbo, thank you for sharing valuable video.
খুব ভালো লাগে মানস বাংলার জন্য কবে পড়ে ছিলাম সব। ইতিহাসের পাতায়, সংসার সামলাতে সামলাতে সব ভুলে গেছি।ফোনের দৌলতে চোখে ে
দেখতে পাছি।ধন্যবাদ মানস বাংলা।
কবর যেমনই হোক,,শহিদেরা কখনো মরে না,,শান্তিতে জান্নাতি ঘুম দিচ্ছেন বাংলার গর্ব। আল্লাহ ওনাকে জান্নাতে নাসিব করুক।
এই কাজ টা ঠিক করে নাই, এতো বড় একজন যোদ্ধা, তাকে সম্মান দেওয়া দরকার ছিলো, ভারতের মন্ত্রী দের,।
দেবেনা কারন মীর মদন মুসলিম
Bharot sorkar muslimdar somman korena..goo
chhagol gulo Mir madan er saathe somane somane lorai korechhilo ekjon hindu tar naam mohan lal- seo kono somman paye ni....sob bepare islam r musalman na korle hoy na????
ভারত সরকার কখনো তা করবেনা, তবে পঃবংগ সরকারের এগিয়ে আসা উচিৎ।
@@arijit6790 mohon lal she muslim der hoye juddho koreche ei ta o mathay rakte hobe bro....
R raja krishno chondra chilo Shiraz er bipokkhe r Engreg der pokkhe..
সালাম জানাই বীর সেনানায়ক কে।
আমার সশ্রদ্ধ কুর্ণিশ।
এই তথ্য দেয়ার আর ওনার কবর স্থল দেখানোর জন্য আপনাদের ধন্যবাদ।
খুব ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে
আমি ইতিহাসকে ভালোবাসি।
কষ্ট লাগে এসব ইতিহাস সামনে আসলে, মনের অজান্তেই চোখে পানি চলে আসে।
খুবই সুন্দর লাগলো দাদা এরকম ভিডিও আরো বানান
আমি বাংলাদেশ থেকে বলছি। মানস দাদা নবাব সিরাজ উদ্দ দৌলা এবং পলাশীর যুদ্ধ নিয়ে আপনার ভিডিও গুলো যখন দেখি তখন চোখে পানি ধরে রাখা কঠিন হয়ে যায়।সেদিন যদি নবাব বিজয়ী হতেন তাহলে বাংলা আজ কত সমৃদ্ধ থাকত যায়ই হোক ভাল থাকুন ধন্যবাদ।
আপনার এই ইতিহাস খোঁজার প্রয়াসে সত্যি মুগ্ধ ...এভাবেই আরো video এর অপেক্ষায়
আল্লাহ উনাকে জান্নাত দান করুক, আমিন ❤
অজানা তথ্য জানলাম ! অসংখ্য ধন্যবাদ ! আরো অজানা তথ্য এর অপেক্ষায় থাকলাম ?
Darun. Apnar jonno bangalar itihas jante parchi.pathya boite esob kichui nei.thnks dada. Love you.
Brilliant video ,, এটা সেই ইতিহাস যা বুকের উপর আবারও প্রতিরুধের নেশা জাগয়ে দেয়। কিন্তু ইতিহাসকে তো আর বদলানো যাবে না ! বাঙ্গালী জাতীর বুকে মীরমদনেরা চিরদিন অমর থাকবেন, জয় বাংলা
11
Manas Bangla
Onek valo legece... Thank you
Khub sundor hoyeche sir apnar video ti.
Khub valo laglo Manas Babu...apnar video gulo khub sundor...anek ki6u Jana jay... thank you...
খুব ভালো লেগেছে।ভালো লাগে অাপনার এই চেষ্টাকে।অাবদার ছিলো পলাশীর অাম বাগানটা দেখানোর ব্যবস্থা করার জন্য
মীর মদনের প্রতি হাজারো সালাম, বাংলাদেশ থেকে।
Very good video presentation. Salute to Mir Modan. Thank you.
এই অমূল্য ভিডিওটির জন্য আমরা "মানস বালা" এর কাছে যার পর নাই কৃতজ্ঞ। পলাশীর যুদ্ধে মীর জাফরের নিদারুণ বিশ্বাস ঘাতকতার পরিণতি স্বরূপ নবাব সিরাজউদ্দৌলা শোচনীয় পরাজয়ের কথা আমরা জানি। আমরা জানি নবাবের এ চরম বিপর্যয়কে প্রতিহত করার জন্য মীর মদন আত্মাহুতি দিয়েছিলেন, মীর মদনকে আত্মাহুতি দিতে হয়েছিলো। মনে বড় দুঃখ হয় যখন দেখি এমন বিরল দেশপ্রেমিক ব্যক্তিটির অন্তিম আবাস স্থলটি এ ভাবে সীমাহীন অবহেলায় পড়ে আছে। যদি নবাব সিরাজ মীর মদনকে ৫০% সৈন্যের দায়িত্ব দিয়ে দিতেন তা হলে ভারত বর্ষের মানুষ দুইশত বৎসরের গোলামীর অবমাননায় জর্জরিত হতোনা। নবাব সিরাজের বোকমীর মাশুল দিলেন এ মহান বীর। কিন্তু স্বাধীন দেশে আমরা কেন এই মহান বীরের যথাযথ মূল্যায়ন করছিনা ?
হে মহান বীর, ওহে প্রাতঃস্মরণীয়
মোদের প্রাণের ব্যাথা নয় সহনীয়।
যখনি স্মরণ করি রণক্ষে্ত্রে তুমি
রক্ষিছো প্রাণপণে বাংলার এ ভূমি
গভীর শ্রদ্ধায় হিয়া বিগলিত হয়
তুমারে জড়াই বক্ষে জেনো সুনিশ্চয়।
ভলোবেসে ছিলে বন্ধু বাংলার মনুষে
প্রাণ দিয়েছিলে এই মহান আবেশে।
তুমার এ আত্মাহুতি যায়নি বিফল
অমর অনন্ত তুমি ত্যাগের ফসল।
কুচক্রি মীর্জাফর বেঈমান বাতিল
তুমি বীর যুধিষ্ঠির জ্ঞানগর্ভ শীল।
ভালো লেগেছে, অবিভক্ত বাংলার ইতিহাস।
Khub bhalo legeche. Make more videos like this.
ধন্যবাদ । সুন্দর একটি ইতিহাস দেখানোর জন্য।
খুবই হৃদয়বিদারক কাহিনী, তবে আপনার ভিডিও অনেক ভালো হয়েছে।
ভালো লেগেছে মানস দা!
ভিডিও টি খুব ভালো লাগলো ধন্যবাদ অাপনাকে ৷
খুব সুন্দর উপস্থাপনা।
Bir senapoti mirmadan ke janai onek onek.....sroddha o pronam.amader banglar gorbito onar moton bir joddha peye..........
দাদা আপনি মানুষটা খুব ভালো। নবাব সিরাজুদ্দৌলার জন্য আমাদের মন কাঁদে।
খুব ভালো লাগল।।।মানস দা।।।।
আপনি দারুণ কাজ করছেন ।।।আমরা হয়তো কোন দিন এই জায়গায় গেলে আপনার এই ভিডিও গাইড করবে
khub valo video dada;apnar konthotao chomtkar...
Khub sundor...
History ka re established kora amadar daor jyono
খুবই ভালো করে ভিডিও ও অডিও পরিবেশন করা হয়েছে,
ভালো লাগলো
Mir Jafarer Bainanir Jonno Banglar Onek Khoti Hoyche .Mir Modon K Allah Bahesto Dan Karun Amin..
Another excellent presentation on another Indian Patriot, an Indian Hero, Mir Madan. Thank you.
দাদা, আপনাকে প্রকৃত ইতিহাসের কথা বলার জন্য জানি না কি বলে কৃতজ্ঞতা জানাব...আর বর্তমান লুৎফুন্নেসার জন্য হাজার সালাম।
ভীষণ ভালো লাগছে
খুব বেশী ভাল। ধন্যবাদ আপনাকে।
আপনি ,এই যেসব অজানা ইতিহাস তুলে ধরছেন আমাদের কাছে তার জন্য (আপনাকে )অসংখ্য ধন্যবাদ##, ।খুব ভালো লাগে আপনার ভিডিও গুলো।
Banglar mohan sontan, oi duniyai porom santi te achen. Khub details a bolen vai apni. Khub valo laglo. Onek dhonnobaad
Many many thanks to you from Bangladesh. Very helpful and historical information.
Apnar oupostapona shotti oshadaron...
খুব ভালো ভিডিও।
Very nice job. Wish to see similar video on several magnificent old buildings at different places in Kolkata.
আপনার অনেক কষ্টের মাধ্যমে পলাশীর অনেক অজানা ইতিহাস জানতে পেরে ভাল লাগল।
আল্লাহ্ জান্নাত দান করুন।আমিন
দাদা দেখে খুব কষ্ট পেলাম
আপনাকে ধন্যবাদ।
বাংলাদেশ থেকে।।