সালাতের নামে শিরক পার্ট ৩
Вставка
- Опубліковано 31 гру 2024
- সালাতের নামে শিরক পার্ট ২ঃ • সালাতের নামে শিরক পার্...
সালাতের নামে শিরক, সালাতের নিয়ম, সালাতের ফরজসমুহ, সালাতের বিশেষ দোয়া, নামাযের বিশেষ দোয়া, নামাযের সঠিক পদ্ধতি, সালাতের সহিহ পদ্ধতি, নুরানি পদ্ধতিতে নামায শিক্ষা, নামাযের ফজিলত, নামাযে মনোযোগ নিয়ে আসার উপায়
রোজা সম্পর্কে একটা ভিডিও বানান।
ভাই আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর আলোচনার জন্য।
❤ সালামুন আলাইকুম ❤
সালামুন আলাইকা।
সালামুন-অর্থ-শান্তিবর্ষিত হোক
আলাইকা-আপনাদের বা আপনার, তোমারদের বা তোমার উপর
❤সালামুন আলাইকুম ❤
@@tajelsondo7202❤ সালামুন আলাইকুম ❤
❤সুন্দর উপস্থাপনা, এগিয়ে যান।
যাজাকাল্লাহ💞
❤সালামুন আলাইকুম ❤
সৎকর্ম এবং মানবধর্ম হচ্ছে একমাত্র মুক্তির পথ । সর্বশ্রেষ্ঠ এবাদত হলো মানুষের কল্যাণের জন্য কাজ করা।
🤣
@@দাঁতেরযত্ন-ধ৯ত uni ja bolesen Quran e ase .Quran ke niye upohas korlen? apni ki muslim?
মোল্লাদের থেকে সতর্ক থাকবেন সত্য প্রকাশ করেছেন ধন্যবাদ জানাই ❤❤❤
❤সালামুন আলাইকুম ❤
আল্লাহ আপনার দ্বারা সকল লোকদের কুরআন বুঝার তৌফিক দান করুন।
❤ সালামুন আলাইকুম ❤
❤❤❤❤❤
ভাই জান আপনি সবই ঠিক বলছেন আলহামদুলিল্লাহ কিন্ত যদি এক বাপের বেটা হন তাহলে আপনি প্রমাণ করেন ,আমাদের নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ওয়াক্তের নামাজ পড়তেন ?
ভাই আমি কি দাবি করেছি নবী করিম ওয়াক্ত ধরে নামায পড়তেন? যেটা আমি দাবি করিনি সেটা আমি কেন প্রমান করতে যাব 😂😂 বরং আপনি প্রমান করেন নবী কত ওয়াক্ত নামায পড়েছেন এবং কত রাকাত নামায পড়েছেন। আমি দেখি কি দলিল আছে আপনার কাছে।
Good news
The most saddest part is, there are believers who said, “Obey Allah, Obey Rasul”: but only follow the Rasul instead of Obeying Allah SAT.
আমরা অনেক আছি। যারা আমাদের সমন্ধে ভ্রান্ত ধারনা পোষন করেন তারাই ভ্রান্ত কিন্তু তারা জানে না।
❤সালামুন আলাইকুম ❤
কোরানের একটা আয়াত আছে এই মুহূর্তে আমার মনে পড়ছেনা তবে সে আয়াতে আল্লাহ বলেছেন শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে ! তাই যদি এই আয়াত নিয়ে আলোচনা করলে খুব উপকৃত হবো আমরা সবাই যারা কোরআন অনুযায়ী চলার চেষ্টা করছি।
লাইল শব্দের অর্থ রাত নয়।
সূরা আল ইমরানের (17 )নম্বর আয়াত,,
@@LightRevealed তাহলে বলে দেন "লাইল" শব্দের অর্থ?
@@Jadid12340 ধন্যবাদ
লাইল শব্দের আরবি হচ্ছে জুলমাত,,
আমাদের দয়ার নবীর সালাত হচ্ছে দায়েমুন অর্থাৎ ধ্যান।
সম্পুর্ন একমত হতে পারলাম না।
@@LightRevealed সালাত অর্থ যোগাযোগও স্মরণ করা। মালিকের ধ্যান আপনি সবসময় করতে পারেন কাজে-কর্মে উঠা বসা এই জন্যই কোরআনের ভিতরে আছে দায়েমী সালাত।
@@MdAzizul-kw5tz হুম। এই ব্যাপারে একমত। কিন্তু কুরানের সবগুলো আয়াতে দায়েমুন সালাত অর্থ মিলে না। এই জন্যই বলেছি আংশিক একমত। পুরোপুরি একমত না। দায়েমুন সালাত সালাতের ১০০℅ কভার করে না। আরও এক ধরনের সালাত আছে। যেটা হলো বান্দার সাথে বান্দার সালাত। ইয়াতিমদের সাথে ভাল আচরণ করা, নিসা, আইমানুকুম দের সাথে ভাল আচরণ করা, ইত্যাদি ইত্যাদি অর্থাৎ মানুষের সাথে মানুষের সু-সম্পর্ক রাখাও কুরানের অনেক আয়াতের সালাতের উদ্যেশ্য। যাইহোক। সালাত অর্থ সম্পর্ক বা কানেকশন এটা ঠিক আছে। আমি যা কিছু বলছি বা বলেছি সবকিছু আমার ব্যক্তিগত কথা, সুতরাং গ্রহণ করতেই হবে এমন কোনও বিষয় না, তবে গ্রহণ করতে চাইলে আগে চিন্তা ভাবনা এবং যাচাই বাছাই করে করবেন, ধন্যবাদ।
@@LightRevealed আমি অর্থাৎ আমি না এই চরিত্রটা কে ফুটিয়ে তোলার নামি বাকিটা আপনি বুঝে নিয়েন। সত্য জেনেও সংসারের মোহময় পড়ে আছি
@Md Abdul __
দায়িমুন শব্দের বিপরীত শব্দ শাহুন।
১০৭:৫ এর বিপরীত আয়াত ৭০:২৩।
শাহুন = উদাসীন, অমনোযোগী ইত্যাদি।
দায়িমুন ?
আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর কথাই বলতাছি
🤣
❤সালামুন আলাইকুম ❤
অসাধারণ,,, ❤
❤সালামুন আলাইকুম ❤
রোজা নিয়ে ভিডি বানান
Read sura Rum ayat 16-17
Fazar, magrib mentioned.
আপনি রাইট ভাই
বলুনঃ আল্লাহ বলে আহবান কর কিংবা রহমান বলে, যে নামেই আহবান কর না কেন, সব সুন্দর নাম তাঁরই। আপনি নিজের নামায আদায়কালে স্বর উচ্চগ্রাসে নিয়ে গিয়ে পড়বেন না এবং নিঃশব্দেও পড়বেন না। এতদুভয়ের মধ্যমপন্থা অবলম্বন করুন।
সূরা বনী ইসরাঈল আয়াত 110
তার মতে সালাত না থাকলে
Salaat bolte bujaitece procolito namaj.5 oaakto
Vaia, sura nisa 101,102,103 ayate sosorire solat kayem korar kotha allah bolechen, ei bisoy apnr kase jante chai
কোরআনের পূর্ণাঙ্গ রূপ এখানে তুলে ধরেন আমরা যা জানি তার খন্ডন না করে।
Right ❤❤❤❤❤
ভাইজান, এই পাঁচ ওয়াক্ত নামাজ কখন কিভাবে ইসলামে প্রবেশ করলো এই সম্পর্কে একটি ভিডিও আশা করছি। ধন্যবাদ।
আমার একটা আয়াত মনে পড়ছে, যখন ই সময় পাবে,সালাতে পাবন্দী করো, বিশ্লেষণ করুন প্লিজ
Dear Vai
Yours opinion for following of Al Kuran is really dynamic and realistically. Thanks. Please continue efforts.
সালামুন আলাইকুম
❤ vv good lason.
Namaj kevabe porbo?
কি ভাবে সঠিক ইবাদত করার উপায় কি 😢😢😢😢 আপনি একটি ভিডিও বানান পিলিস
পঞ্চাশ ওয়াক্ত নামাজ। সব শেষে করোনার নামাজ।
@@sarowerhossain3665 😂 ৫০ ওয়াক্তের আগে তো বোরাকের পিঠে চড়ে মহাকাশ ভ্রমনও হয়েছে...
@@honeybee7e ভাই আপনি কি স্টুপিড? মিরাজের ঘটনার নামে আলেমদের বানানো মিথ্যা কথা চোখে আংগুল দিয়ে দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে। কুরানের কোথায় বলা আছে ভাই? যে নবীজী মিরাজের মাধ্যমে আকাশ ভ্রমন করেছেন? সিদ্রাতুল মুনতাহায় ভ্রমন করেছেন? বলেন তো কোন সুরার কত নাম্বার আয়াতে আছে এইটা?
@@honeybee7e নাজমের এই আয়াত দিয়ে মিরাজের রাতে সিদরাতুল মুনতাহা ভ্রমনের কথা বলা হয়েছে? হাস্যকর। আপনার জ্ঞান দেখে অবাক হলাম। প্রথমত, আপনি পার্ট ২ না দেখেই লাফালাফি করছেন, যেখানে স্পষ্ট দেখিয়েছি নাজমের এই আয়াত কেন মিরাজের ভ্রমনের সাথে সম্পর্কহীন। আপনাদের এই লাফালাফির জন্য বার বার এক এক করে কমেন্টে একই কথা বলতে হয় যা খুবি বিরক্তিকর ভাই।
টেন্স বা ক্রিয়ার কাল বোঝেন?
নাজমের এই আয়াতে কি বলা হয়েছে?
"নিশ্চয় সে তাকে আরেকবার দেখেছিলো।"
এই বাক্যে কে কাকে দেখেছিল?
যদি ধরেও নি মুহাম্মদ জিবরীল কে দেখেছিলো। তারপরেও 'দেখেছিলো' অর্থ কী? ভবিষ্যতে দেখেবে? নাকি অতিতে দেখেছিলো?
ভাই এবার একটু নিজেই পড়াশোনা করে বলেন তো নাজমের এই আয়াত নব্যুয়তের কত তম বছরে নাজিল হয়েছিলো? আর মিরাজের ভ্রমন নব্যুয়তের কত তম বছরে হয়েছিলো?
পড়াশোনা করে বের করেন তাহলেই সত্যটা টকটকে হয়ে যাবে।
সুরা নাজমের এই আয়াতে বর্নিত ঘটনা ঘটেছিলো এই আয়াত নাজিলের আগেই, স্পষ্ট পাস্ট টেন্সে আয়াত নাজিল হয়েছে এটাই তার প্রমান। অর্থাৎ নব্যুয়তের ৫ম বছরের আগেই ঘটেছে এই ঘটনা। আর আপনি বলছেন এটা মিরাজের ঘটনা? পাগল নাকি আপনি? মিরাজ কবে হয়েছে ভাই? নবুয়তের ১১ তম বছরে।
এর পরেও আপনি মিথ্যাচারের প্রোমোট করবেন? 😂
@@honeybee7e ভাই আপনাকে না জানার জন্য স্টুপিড বলিনাই। আপনি একটা সিরিজ ভিডিওতে রিয়াক্ট করছেন অথচ সিরিয়ালি দেখছেন না৷ এতে আপনিই বিভ্রান্ত হবেন। আমারও পেরেশানি বাড়বে। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে মাফ করবেন। প্রতিদিন মানুষের এরকম বোকামির কারণে রিপ্লাই দিতে দিতে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আসলে আমিও আপনার মতই সাধারণ মানুষ। মহান কোনও নবী না। তাই ইমোশন কন্ট্রল করতে আমারও কষ্ট হয়৷
@@honeybee7e আরেকটা কথা, আল্লাহর আকার আছে নাকি নাই এটা নিয়ে ভবিষ্যতে আপনার মনে প্রশ্ন জাগতে পারে। এটা নিয়েও অনেকের কমেন্টে আমি রিপ্লাই করেছি সেগুলো দেখলেই উত্তর পেয়ে যাবেন। এছাড়াও এই চ্যানেলেই একটা পোষ্ট আছে 'আল্লাহর আকার আছে!" এই হেডলাইন দিয়ে। সেটাও পড়ে দেখতে পারেন। তারপর তাতেও স্যাটিসফাইড না হলে তারপর প্রশ্ন কইরেন।
Assalamualaikum.vai jan apni bujhatey chaichen amra j 5 wakto Namaj pori sheita thik noy taina? Tahole shothikta ki ? Please bolben.
আপনাকে ধন্যবাদ
এই পরিচিত নামাজ কবে শুরু হয়েছে
সুরা ১১:১১৪ দেখুন নামাজের ওয়াক্ত পাবেন।
ভাইয়া এখানে দুই ওয়াক্ত কথা বলা হয়েছে আপনি ভালো করে পড়েন তাহলে বুঝতে পারবেন।[১১:১১৪] হুদ
وَأَقِمِ الصَّلاةَ طَرَفَيِ النَّهارِ وَزُلَفًا مِنَ اللَّيلِ إِنَّ الحَسَناتِ يُذهِبنَ السَّيِّئَاتِ ذلِكَ ذِكرى لِلذّاكِرينَ
বায়ান ফাউন্ডেশন:
আর তুমি সালাত কায়েম কর দিবসের দু’প্রান্তে এবং রাতের প্রথম অংশে*। নিশ্চয়ই ভালকাজ মন্দকাজকে মিটিয়ে দেয়। এটি উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ।
*
@@MdSobahankhan-t9w দুই প্রান্তে ফজর আর মাগরিব এবং রাতের প্রথমে এশা।
@@monirzaman1875 ভাই এখানে ফজর কোন জায়গায় বলছে আর মাগরিব কোন জায়গায় বলছে আপনার মন মত ব্যাখ্যা করলে তো হবে না ভাই
@@MdSobahankhan-t9w আপনার তো দিনের শুরু এবং শেষ ব্যাপারে কোন ধারনাই নাই।
ওকে ধন্যবাদ ভাই আর দ্বীন সম্পর্কে আর তর্ক করতে চাই না ভালো থাকবেন
Vai,namaj akta ovvas e porinoto hoyechilo,akhn namaj bad Dewa jacce kintu onk kosto lagce ..ibadot kunta sothik taratari bolben... dhonnobad.kivabe namaj porbo.. detail alochona korben plz...
@Jtohfaye ভাই এই কষ্টের কথা কাউকে বলা উচিত না। এটা আল্লাহর জন্য বরাদ্দ রাখেন। আমিও এই স্টেজ পার করেই আসছি আমি জানি কেমন লাগে। কিন্তু দিন শেষে কুরানের আয়াত এবং আয়ত থেকে আল্লাহ যা উপলব্ধি দান করেন তা ডিংগিয়ে কোনও কিছু করার সাহস আমার নাই।
Nijek sudhu Allah r odhom Banda hisebe , Allah r Kase protiniyoto sahajjo chacci,sudhu sothik Janar jonno ...baki tuk Allah vorsa...❤@@LightRevealed
Allah SWT says establish salat in day’s both end or 3 wakt (including night). Even if the salat doesn’t mean physical salat, still how do we correlate this situation in Norway to establish non physical salat. Or do we misunderstand the ayat? Still I am confused.
Definitely we misunderstood. Otherwise how would you explain this ayat in Norway, Siberia, Iceland and the places where morning and evening can hardly be defined in some seasons?
@@LightRevealedapni ki Norway muslimder namaj porar jonno recommend koren?
@@DGMMkt apni bolen Norway te Muslim ra kokhon fojor porbe? Namaz to Position of the Sun er upor dependent. Hadis gulote namazer Wakt jevabe describe kora ache ta completely Sun dependent. Now tell me, how would you determine proper Wakt in Norway?
salamun alaik. bhaijaner sathe jogajog kora sjabe in any way
@@জানিকোরআনথেকে৬২৩৭ lightrevealed24@gmail.com
যতই উপদেশ দিন ১৩০০ বছর ধরে হয়ে আসছে।
অনুগ্রহ করে জানাবেন যে, তাহলে প্রচলিত ৫ ওয়াক্ত সালাতের সুচনা কিভাবে, কবে থেকে হল? একটি ভিডিও বানাতে পারেন এ সম্পর্কে
🤪
আপনার কথায় মনে হচ্ছে আপনি শুধু আল্লাহ্কেই মানেন। আমাদের নবীকে মানেন না।
হ্যা ভাই। আমি শুধু আল্লাহকেই মানি। নবীকে মানি না৷ আমি নিজেই তো নবী। কুরান সরাসরি আমার উপর নাজিল হইসে। কুরান মানলে শুধু আল্লাহ কেই মানা হয় নবীকে মানা হয় না। আর যে কুরানের পাশাপাশি বুখারী মুসলিমের গ্রন্থ মানবে, সে কুরান মানার মাধ্যমে আল্লাহ কে মানলো, এবং বুখারী মুসলিম মানার মাধ্যমে নবীকে মানলো।
ছালা-মুন 'আলাইকুম' ভাই
❤❤❤❤
❤ বেশক সত্য কথা
ভাই আপনি কোন সালাম দিলেন সালামুন ওয়ালাইকুম এর অর্থ কি দয়া করে বলবেন
ভাই তাহলে ফিজিক্যাল সালাত কখন কিভাবে এই সালাত পাসোক্ত নামাজ ইসলামে আসলো এই বিষয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও চাই। প্লীজ প্লীজ প্লীজ
@@AsifReaction1 ফিজিক্যাল সালাত রাসুলের আগে থেকেই ছিলো, এখনও আছে। রাসুল ফিজিক্যাল সালাতের সমর্থন করেন নি। কারণ ফিজিক্যাল সালাত কুরান সম্মত নয়। যা কুরান সম্মত নয় রাসুল তা কোনদিনও মানেন নি এবং প্রচার প্রসারও করেন নি। বরং যারা মুনাফেক, ইসলামের বিকৃতকারী, তারাই রাসুলের মৃত্যুর পর হাদিসের নাম দিয়ে ইসলামের মধ্যে ফিজিক্যাল নামাযের (সুর্য এবং পাথর পুজার) প্রচলন শুরু করেছে। রাসুলের জীবদ্দশায় রাসুলের কাছের সাহাবী যেমন আবু বকর ওমর, ওসমান, আলী এদের কারর সাহস হয়নি হাদিস রচনা করার বা হাদিসের নামে ইসলামের মধ্যে ফিজিক্যাল রিচুয়াল ঢুকিয়ে দেওয়ার। এই জন্য ফিজিক্যাল নামাযের কোনও স্পষ্ট রাকাত সংখ্যা এবং বর্ননা, বিশেষ করে ফরজ নামাযের রাকাত সংখ্যা এবং বর্ননা হাদিসে পাওয়া যায় না। রাসুলের সবথেকে সিনিয়র সাহাবীদের কেউই ফিজিক্যাল সালাতের কোনও হাদিস বর্ননা করেন নি। হাদিস গ্রন্থ গুলো পড়েন তাহলেই পরিষ্কার বুঝতে পারবেন। নফল সুন্নাতে ভর্তি কিন্তু ফরজ নামাযের কোনও বর্ননা নাই, রাকাত নাই। প্রধান প্রধান কোনও সাহাবীর বর্নিত হাদিস নাই। হাদিস পড়লেই বুঝতে পারবেন হাদিসের নামে রাসুলের কথা কাজ লিখা আছে নাকি বানোয়াট অবান্তর কিচ্ছা কাহিনি এবং অবান্তর কাজ কর্মের বর্ননা আছে।
সালামুআলাইকুম। ভাই রোজার ক্ষেত্রে কি হবে?
@@ferdousi6779 সেইম। যে বিধান সার্বজনীন নয়, সে বিধান আল্লাহর পক্ষ থেকে নয়। রোযার আয়াতের ভিডিও সামনে আসবে ইনশাআল্লাহ।
হাদীস ছাড়া কোরআন শরীয়ত হিসেবে পরিপূর্ণ ও যথেষ্ট, এমন এজটা ভিডিও বানান, তাহলে তারা বুঝতে
আল কোরআন ৫=৪৪+৪৫+৪৬+৪৭
There is a Verse in the Holy Quran for which Entire Humans, Jinns and Entire Creations have been made. For understanding, applying that verse through Meta Physical Spiritual Practices to Humans Lives, Salat has been introduced.. If the entire Jin and Humans Nations joined together, made 14 Seas amount of water into ink and make all earths trees as pens yet explanations of that verse will not be exhausted. What that verse be?
যার মুখের বানি কোরান তানার কথা ভবেন
Boro vai...namaj nai bujlam.taile Quran a salat kayem kamne korbo and ibadaat ar systems gula ki jodi apni clearly janaten taile upokar hoito.
@@rokeyawahid551 salat kamne kayem korben seta niye porjay krome video asbe. Namaz/ salat nai seta to ami bolinai. Ami bolechi namazer name manush ja korche seta kuraner salat na.
Quran salat kayem korte bolecen.r ki vabe porbe seta rasul shikka diyecen..a tai holo namaj..quran hed line bujte hobe...qurane jodi sob bujiye deoya hoto .ta hole Quran aro Boro hoto..masush ta matay na niye gadar pite nito..
ভাই আমি শুধু কোরআনের অনুসরণ করি কিন্তু কোরআন ভিত্তিক যার কথা বলছে আবারও মতভেদ দেখতে পারলাম,,, কোরআন থেকে একজন বলছেন আল্লাহ সকাল সন্ধ্যা তার প্রশংশা করতে বলেছেন,,অনেক আয়াতে,,কোরআন ভিত্তিক তারা সকালে আর সন্ধ্যাতে দাড়িয়ে আল্লাহর কাছে কোরআন থেকে দোয়া পাঠ করছেন,,,,, কিন্তু আপনার দলিল আলোচনা অনুযায়ী আনুষ্ঠানিক কোনো সলাতই নেই,,,,তাহলে কেমন হলো বিষয় টা,,,,,
আপনার কাছে যেটা যৌক্তিক মনে হবে আপনি সেটাই গ্রহণ করবেন। কুরান অনুযায়ী যারা চলবে তারা সবাই যে একমত হবে এমনটা তো আল্লাহ কোথাও বলেন নি বা ওয়াদা করেন নি। বরং পৃথিবীতে অধিকাংশ মানুষই পথভ্রষ্ট এবং মুশরিক হবে এটা আল্লাহ বলেছেন ৬:১১৬, ১২:১০৩-১০৬। তাই সঠিক তথ্য পাবেন খুবই অল্প মানুষের কাছে। আমি গ্যারান্টি দিতে পারছি না আমিই সঠিক। আপনাকে আল্লাহ মগজ দিয়েছে, আপনি যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিবেন। ধন্যবাদ।
দাদা আমি বলতে চাইছি তিন নম্বর সূরা আল-আলা আলি ইমরানের 96 নম্বর আয়াতে কাবাঘরকে স্মরণ করতে হবে
প্রথমত, কুরানে কোনও ঘরকে স্মরণ করতে বলা হয়নি। বাইত শব্দের অর্থ ঘর হলেও, কুরানের কনটেক্সটে 'ঘর' অর্থ করলে ভুল ব্যাখ্যা হবে, যেমন 'মুখ' শব্দের ভুল ব্যাখ্যা করে সবাই পশ্চিম দিকে মুখ করে থাকে। এই ভিডিওর আগের পর্ব পুরাটা দেখলে জানতে পারবেন, মাঝখানে এক জায়গায় 'মুখ' শব্দের ভুল ব্যাখ্যার ব্যাপারটা প্রমান করেছি। এবার আসি 'মক্কা' শব্দ টা নিয়ে। কুরানে কোথাও 'মক্কা' শব্দটা নাই। আরবিতে যেটা আছে সেটা হলো 'বাক্কা' । বাক্কা আর মক্কা এক নয়। কুরানে এরকম আরও অনেক শব্দ আছে যেগুলো দেখে মানুষের কাছে প্রথমেই ফিজিক্যাল এন্টিটির কথা মনে হবে, যথাযত চিন্তা গবেষনা না করলে এগুলোর আসল মর্ম কেউ বুঝবে না। চিন্তা গবেষনা না করে বর্তমান সমাজের আলেমদের ফতোয়া মেনে নিয়ে আপনি চাইলে দ্বীন পালন করতে পারেন তাতে পৃথিবী উলটে যাবে না। কিন্তু তাদের ব্যাখ্যা মেনে নিলে আমি যে অসঙ্গতি গুলো তুলে ধরলাম সেগুলার ব্যাখ্যা দিবেন কিভাবে? তাদের ব্যাখ্যা তো কুরানের মূলনীতির বিরুদ্ধে চলে যায়, এক জায়গায় মিলে তো আরেক জায়গায় মিলে না। যাইহোক, যার যার স্বাধীনতা আছে দ্বীন পালনে। প্রত্যেকের বিবেক বুদ্ধি আছে , এবং প্রত্যেকের বিচার তার ক্যাপাসিটির উপর ভিত্তি করেই হবে। ধন্যবাদ কষ্ট করে সাথে থাকার জন্য।
পীর ধরা নিয়া কিছু বলেন?
ভাই নামাজের কথার সাঁথে আমি আপনার সাথেই একদম একমত। কিন্তু ইয়া আইয়ু হাল্লাজিনা আমানো আকিমুস সালাত বলা হইসে। কিন্তু ইয়া আইয়ু হাল্লাজিনা মোমিনু আকিমুস সালাত কোথায় বলা হইসে আপনি একটু দেখান।আমার প্রশ্ন হইলো আপনি আমানু আর মোমিন এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা যদি একটু বলতেন। আপনি নিজেই তো orhto বুঝেন নাই।
@@asheesyed5791 আপনি কি মনোযোগ সহকারে কথা শোনেন? আমি কখন বললাম মুমিনের উপর নামায ফরজ? বলেছি প্রচলিত ইসলাম ধর্ম অনুযায়ী এটা বলা হয় যে প্রত্যেক মুমিনের উপর নামায ফরজ।
আমানু আর মুমিনের মধ্যে পার্থ্যক আছে কি না তা এখনও আমি আলোচনা করি নি। আপনি যদি বুঝে থাকেন আমানু আর মুমিন আলাদা তা আপনার জন্য অবশ্যই ভাল, কিন্তু সাধারণ মানুষ আমানু আর মুমিন এর পার্থ্যক্য বুঝবে না। এমন অনেক অনেক টার্ম আছে যা তারা বুঝবে না। এখন আপনার কথা মত আমি যদি প্রথম ভিডিও থেকেই প্রত্যেকটা টার্মের সঠিক অনুবাদ বা সঠিক ইন্টারপ্রিটেশন বলি তাহলে সেই আলোচনা হাজারে ১-২ জন ছাড়া কেউ বুঝবে না। নিয়ম হচ্ছে ধীরে ধীরে এক দিক থেকে আগানোর।
আপনি যদি আমার থেকে উত্তম ভাবে আলোচনা করতে পারেন আপনাকে স্বাগত জানাই। আশাকরি আপনি আমানু আর মুমিন এর মধ্যে পার্থ্যক বুঝিয়ে একটা ভিডিও করবেন। আমাকে কমেন্টে 'আপনি এটা বুঝেন না ওটা বুঝেন না" এগুলো বলে জাতির কোনোও কল্যান হবে না। আমি সেভাবেই আলোচনা করব যেভাবে স্টেজে স্টেজে আমি বুঝেছি। কেউ শুরুতেই সবকিছু বুঝে ফেলে না। ধন্যবাদ।
@@LightRevealed apni toh Gaus kutub awlia under Choto Koren .... Under Chara nobi Chara amra toh jantami na Mohan Allah asen ... Othocho khaja baba 98 lacs non Muslim k muslin kore gesen jara ajke koran onubad korse.... Apni toh tader vul dhorte paren na .. jara Mohan Allah jonno nijer jibon utshorgo kore dise apni tader k bolsen business korese unara...Shinar gyan alada jinish....prem alada jinish ugula bujhen tarpor kotha bolen....soto soto awlia ashce jara amader Allah rasuler kotha Mone koriye diyesen.... Na hoi apni ar ami shudhu Facebook niyei pore thaktam.... Tara awlia molla na... Milaye felben na.... Ruh r nofs ki janun.... Jaheri ki bateni janun...amra ki aka hote peresi?? Louv ohongkar kamona hingsha , poro ninda khai khai Amar Amar ... Agula amra borjon Korte pari nai othocho kamel pir awlia unara agula borjon kore ashce .... Ki bolen agula oto soja ... Ami ki honure... Othocho taka taka Chara Amar Kono chinta nai awliar vul dhori.... How cute u are? How sweet .. oma ore baba... Khaise amare
ওহ আচ্ছা এখন বুঝেছি। আপনিও খাজা বাবার হাত ধরে পুলসিরাত পার হওয়া পাবলিক। আল্লাহ কে জানতে আপনার গুরু লাগে। দু:খিত আপনার ঈমান আমার ঈমানের সম্পুর্ন পরিপন্থি। আপনার সাথে আমি একমত নই।
@LightRevealed bhai Quran er akta ayat a bola hoise amra tomar nikotei asi.... Bole nai ami tomar nikotei asi... Amra ar ami konta aktu janen arbi ta taile apni bujhben.... Bhai ato taratari dhoirjo chere Dile hobe.... Othocho Allah bolechen uni dhoirjoshilder Sathe thaken
সালামুন আলাইকুম ভাই। সৌদি আরব মক্কা এরা কত ওয়াক্ত পড়ে?
ওরাই তো ইসলামটাকে খাইসে। প্রতিবছর সৌদিআরব কত মুনাফা করে এই ধর্ম বিক্রি করে আপনার কোনও আইডিয়া আছে? সৌদিআরবের প্রিন্স কি কুরানের বিধান অনুযায়ী প্রিন্স হয়েছে নাকি তারা পরিবারতন্ত্র চালাচ্ছে যা এক ধরনের ফ্যাসিস্ট/ স্বৈরতন্ত্র? সৌদিআরবের ঈমাম রা কি কুরান ব্যাখ্যা করে শুধু মাত্র কুরান থেকে মেথডলজি নিয়ে? নাকি নবী মারা যাবার পর মুনাফেকদের বানানো হাদিসের ভিত্তিতে কুরান ব্যাখ্যা করে?
Apni je kutha guli bolsen taha amar sikkha guru 51 years ago janiasen r amar daiamoy rob oi sottir govire daia kore abichol rakhsen. Sukria amar rob er dorbarey. Comment deben waiting for your comment
ছালামুন আলাই কুম এর অর্থ বলুন
রাসুল সাঃএর সময় কাবা শরীফ ছিল। এখনও আছে। রাসুল সাঃ কাবা শরীফে যে ক-ওয়াক্ত নামাজ পড়তেন, এখনও সেই পদ্ধতিতে , সেই ক ওয়াক্ত নামাজ আদায় পদ্ধতি আছে।
হাদিস? দেখান একটা হাদিস। নাহলে আপনার মত এখন যদি একদল লোক এসে যদি দাবি করে ষাট গম্বুজ মসজিদ রাসুলের জামানায় বানানো হয়েছে এবং এখানে রাসুল এসে প্রতিদিন ফজরে ৩ রাকাত ফরজ নামায আদায় করে তারপর আকাশের দিকে তাকিয়ে ২ বার আয়াতুল কুরসি পড়তেন। তাই এভাবেই আমাদেরকে ফজরের ফরজ সালাত আদায় করতে হবে। তখন তাকে ভুল প্রমান করবেন কি দিয়ে?
তুমি মিয়া এত কোর আন রিসার্চ কর হাদিস রিসার্চ করতে পারো না?@@LightRevealed
I eggry with you
angry with me? or Agree with me?
নামাজ যদি নাই থাকে তাহলে ওযু কিসের জন্য করতে বলছে??
কুরানে ওযু শব্দটাই নাই। কুরানে কোথাও হাত পা ধুতে বলেনি। এগুলো সুরা মায়িদার 6 নাম্বার আয়াতের অপব্যাখ্যা। সময় হলে এই আয়াতে আল্লাহ কি করতে বলেছেন সেটা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ।
আপনার কাছে আমার প্রশ্নঃ মানুষের কি এতই আকাল পড়েছে যে আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে আসমান থেকে সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল করে হাত পা ধোয়ানো শিখাতে হবে?
একটা বিড়ালও জানে কোথায় পায়খানা করতে হয়। পায়খানা করে কিভাবে সুন্দর করে সেটা ঢেকে দিতে হয়। আর মানুষ জানে না কিভাবে হাত পা ধুতে হয়? এটা শেখানোর জন্য আল্লাহ কে আসমান থেকে আয়াত নাজিল করতে হবে?
হে মুমিনগণ! তোমাদের দাসদাসীরা এবং তোমাদের মধ্যে যারা প্রাপ্ত বয়স্ক হয়নি তারা যেন তিন সময়ে তোমাদের কাছে অনুমতি গ্রহণ করে, ফজরের নামাযের পূর্বে, দুপুরে যখন তোমরা বস্ত্র খুলে রাখ এবং এশার নামাযের পর। এই তিন সময় তোমাদের দেহ খোলার সময়। এ সময়ের পর তোমাদের ও তাদের জন্যে কোন দোষ নেই। তোমাদের একে অপরের কাছে তো যাতায়াত করতেই হয়, এমনি ভাবে আল্লাহ তোমাদের কাছে সুস্পষ্ট আয়াতসমূহ বিবৃত করেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
يٰۤاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡا لِيَسۡتَـٔۡـذِنۡكُمُ الَّذِيۡنَ مَلَكَتۡ اَيۡمَانُكُمۡ وَالَّذِيۡنَ لَمۡ يَـبۡلُغُوا الۡحُـلُمَ مِنۡكُمۡ ثَلٰثَ مَرّٰتٍؕ مِّنۡ قَبۡلِ صَلٰوةِ الۡفَجۡرِ وَحِيۡنَ تَضَعُوۡنَ ثِيَابَكُمۡ مِّنَ الظَّهِيۡرَةِ وَمِنۡۢ بَعۡدِ صَلٰوةِ الۡعِشَآءِؕ ثَلٰثُ عَوۡرٰتٍ لَّـكُمۡؕ لَـيۡسَ عَلَيۡكُمۡ وَلَا عَلَيۡهِمۡ جُنَاحٌۢ بَعۡدَهُنَّؕ طَوّٰفُوۡنَ عَلَيۡكُمۡ بَعۡضُكُمۡ عَلٰى بَعۡضٍؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمُ الۡاٰيٰتِؕ وَاللّٰهُ عَلِيۡمٌ حَكِيۡمٌ
النُّوْر 24:58
web.analyzequran.com/explorer/24:58
@@LightRevealedহা হা হা😂
## ভাই ,, নামাজ না পড়লে কি গুনাহ হয় ???
কোন নামায?
@@LightRevealed ভাই ,, রুকু সিজদাকারী প্রচলিত নামাজ না পড়লে কি গুনাহ হবে ??? .... আল্লাহ কোরআনে স্বলাত কায়েম করতে বলেছেন ,, স্বলাত কায়েম আসলে কী ??? ..... প্লিজ... উত্তর দিও ভাই ।
@@ataurrahamanshaikh2632 এই উত্তর আমার থেকে আল্লাহ ভাল দিতে পারবেন। আল্লাহ কি মরে গেছে ভাই? নাকি আপনার সাথে কথা বলছে সবসময়? বাকারা ১৮৬ দেখেন। আল্লাহ আপনার সাথে কথা বলতে চাচ্ছেন। আল্লাহ কে জিজ্ঞাসা করেন। সাধনা করেন, পেয়ে যাবেন।
আর যদি সালাতের ব্যাপারে আমার উপলব্ধি কি তা জানতে চান, তাহলে বলব আপনি অলরেডি একজন মুসল্লি। প্রচলিত নিয়মে নামায পড়েন কিংবা না পড়েন, পৃথিবীর কেউই বেনামাজী নয়। দ্রুত এই ব্যাপারে একটা ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ।
@@LightRevealed প্লিজ ভাই ,, স্বলাত কায়েমের ব্যাপারে একটি তাড়াতাড়ি ভিডিও দিবেন ভাই,,, Thanks ...
দিন প্রতিষ্ঠার ব্যাপারে আপনি কি বলেন ভাই
Apnake 2nd porbe comment diasilam apni reapply den ny, karon ta ki, apni je real truthful kotha bolsen taha amar nafs 51 years ago oi kothy anusaron kore. Amar rob amar nafs a ruhu rupey dekha dai. Nafs r ruhu 2ti nikotborti abosthane thakey kintu hridoye prem vokti nirikh borjokh tasabbor na thakle allahok ruhu rupe dekha durho. Ami apnar purber vidio ta bolesilam apni right o ekjon sadhok, apnar ai jonjale na jorano valo apni ek nirikh a nistaban thakun tahole apni aro kamiabi o safol hoben. Asha kori reply deben. Valo thakun hridoyer dekha hoyee asey thakbey
@@alinoor4195 ধন্যবাদ। আপনি যা বলছেন তা ঠিকি বলেছেন। আল্লাহ রুহ নফস যেমন মেটাফিজিক্যাল, তেমন এই সম্পর্কিত ইবাদত গুলোও মেটাফিজিক্যাল। ঈশ্বরের কাজ নয় মানুষকে ওহি নাজিল করে পৃথিবীতে কীভাবে উঠতে হয় বসতে হয় খেতে হয় টইলেট করতে হয় সেক্স করতে হয় তা শেখানো। বরং ঈশ্বর মানুষকে তার নফস রুহ এর মাধ্যমে শেখাবেন কীভাবে ফিজিক্যাল দুনিয়া থেকে অনন্তকালের সত্য দুনিয়ায় ট্রাভেল করতে হয়। কীভাবে সম্পর্ক স্থাপন করতে হয় শরীরের সাথে অন্তরের, নফসের সাথে সৃষ্টিকর্তার। কুরানের বিষয় বস্তুও ঠিক এইটাই। কিন্তু মানুষ কুরানকে বিকৃত করে দৈহিক আমলের গ্রন্থ বানিয়ে ফেলেছে।
Salam ditei parennh
@@MotivatorQueen00278 😂 ঠিকাছে। সঠিক ভাবে সালাম দিয়ে জান্নাতে চলে যান। সেখানে আপনার জন্য কলাগাছ, আংগুর ফল, শরাব, মধু আর হুর অপেক্ষা করছে। আমি জানি না আমি পাব না, আপনার তো সমস্যা হওয়ার কথা নয়।
আমাদের নবি নিজে নামাজ পরেছেন।আমরা কেনো নবিজি কে অনুসরণ করবো না।উনার আদেশ উপদেশ পালন করবোনা.?
@@ruhelahmed2384 প্রমান? আপনি নিজের চোখে দেখেছেন নবীজি কে নামায পড়তে?
@@LightRevealed আপনার মা কি সত্যিই আপনাকে জন্ম দিয়েছেন, তা কি আপনি নিজের চোখে দেখেছেন?
@@md.atiqurrahman3210 হুম। উম্মী শব্দটা নিয়ে রিসার্চ করুন। কুরান থেকে। কেন কুরান উম্মীদের মধ্যে নাজিল করা হলো এই প্রশ্নের উত্তর খুজুন।
@@md.atiqurrahman3210গাধার মতো উধাহরন 😂😂 তার মা তাকে জন্ম দিছে এটা তো সে দেখছে। সবাই দেখছে প্রমান আছে।
ভাই এই ভাই টাকে ডাক্তার জাকির নায়েকের কাছে পাঠাতে হবে তাহলে উনার মাথায় শয়তানি বুদ্ধি চলছে তা দুর হবে আশা করি এই লোক মুসলিমদের ইমান নষ্ট করতে চায়
ভাই আপনি সুন্দর এক গবেষক কিন্তু আমানুর জন্য নামাজ মুমিনের জন্য নামাজ নয় আমানু আর মুমিনের পার্থক্য আছে ভাই এটা বুঝিয়ে বলেন
এটা এই ভিডিওর টপিক ছিলো না। আস্তে ধীরে বলা হবে ইনশাআল্লাহ।
প্রচলিত সালাতের ব্যপারে বলার সময় প্রচলিত ভাষাতেই বলার চেষ্টা করেছি। আমি জানি আমানু আর মুমিনের মধ্যে কিছু পার্থ্যক্য আছে। ধন্যবাদ আপনার মতামতের জন্য। সতর্ক এবং সচেতন থেকে কুরান নিয়ে চিন্তা করতে থাকেন, আমাদের সবাইকেই সত্য প্রতিষ্ঠায় কাজ করতে হবে। আমি একা কিছুই না।
Tahola salater.bapara tomer dharona ki
সালাত আৰবী শব্দ ।নামাজ পাৰ্সী শব্দ ।
হ্যা ভাই৷ আপনি না বললে জানতেই পারতাম না।
Anek sotto asey ja comment a likha jai na. Jemon betha dekha jai na
হে ভাই, আপনি নাউজুবিল্লাহ শব্দের পরিবর্তে মাযাআল্লাহ বলা উত্তম।
জ্বী। আপনার পরামর্শ ভাল লেগেছে। আলহামদুলিল্লাহ।
@@LightRevealed আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ।
সালাত অর্থ নামাজ হয় কীভাবে
@@mdmosharaf4438 এই প্রশ্ন টা কি আপনি যে মসজিদে নামায পড়েন তাকেও করেছেন? তারা কি উত্তর দিয়েছে?
সালাত আরবি শব্দ আর নামাজ ফারসি শব্দ, that's it
সালাত অর্থ নামাজ না, যেমন রাইছ অর্থ ভাত না, কারো কাছে রাইছ অর্থ নাছি, কারো কাছে রাইছ অর্থ গোহান, কারো কাছে রাইছ অর্থ চাল, কারো কাছে রাইছ অর্থ ভাত, কারো কাছে রাইছ অর্থ পিকা,
@@md.atiqurrahman2987যথেষ্ট বলেছেন,,
দাদা আপনি বললেন নরওয়ে সূর্য ওঠে না এবং উঠে থাকে ঠিক আছে মেনে নিলাম হ্যাঁ আমারও দেখছি নরওয়ে সূর্য ওঠে 6 মাস দিন 6 মাস রাত হয় তারা সালাত করবে কি করে রোজা করবে কি করে দিয়েছে তিন নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে ওই
@@SKMosaddek-dv8dl আপনার কমেন্ট সম্পুর্ন আসেনি। কি বলতে চাইছেন সম্পুর্ন বলেন।
???
এই আয়াতে কী বলা হয়েছে সালাতের সময় বা নিয়ম নিয়? আপনি কী বুঝলেন?
@SKmusaddek
আল ইমরান ৯৬। এই আয়াতটা আরবী পড়েন, এখানে বাক্কার কথা আছে।
বাক্কা আর মক্কা এক না।
@@Onik0909
ঠিক আছে, বাক্কা আর মক্কা এক না,, (বাক্কার অর্থ হচ্ছে মানুষের ভীড় হওয়া)
Assalamualaikum hobe salamun- alaikum bolechen keno
দুই ভাবেই সালাম দেওয়া যায়। কুরানে দুই ভাবেই সালাম এসেছে। কোনটা কেই ভুল বলার সুযোগ নাই।
তাহলে ভাই নবিজি এবং সাহাবী রা কিভাবে ইবাদত করতেন তাই নিয়ে বলবেন পিলিয
আপনি বলেন আমি একটু শিখি। একটা হাদিস দেখান যেখান থেকে নবী কিভাবে নামায পড়েছেন, বিশেষ করে ফরজ নামায গুলো কত রাকাত পড়েছেন তা উল্যেখ আছে।
নবী কত বালতি পানি দিয়ে গোসল করেছেন, কিভাবে পানি খেয়েছেন, কীভাবে হেগেছেন মুতেছেন সবকিছু পুংখানু পুংখ্যভাবে হাদিসে উল্যেখ আছে। এমনকি সুন্নাত এবং নফল নামাযের রাকাত এবং বর্ননা অসংখ্য হাদিসে উল্যেখ আছে। তাহেল প্রধান ফরজ ইবাদত ফরজ সালাতের বর্ননাও নিশ্চয় আরও ভাল ভাবে উল্যেখ থাকার কথা তাই না? যদি বিস্তারিত উল্যেখ নাও থাকে অন্তত কত রাকাত করে ফরজ নামায গুলো পড়েছেন তা হাদিসে উল্যেখ থাকা উচিৎ। তাই আপনাকে বলছি ভাই, সিহাহ সিত্তাহ থেকে আমাকে একটা হাদিস দেখান এই ব্যাপারে যে ফরজ নামায গুলো কত রাকাত পড়ব? যদি দেখাতে না পারেন তাহলে বাকিটা জ্ঞানীরা বুঝে যাবে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। কে প্রমানের উপর প্রতিষ্ঠিত আর কে বাপ দাদাদের বানোয়াট মনগড়া ধর্মের উপর প্রতিষ্ঠিত।
@LightRevealed ভাই কোরআনকে সত্য প্রমাণ করতে কোরানি যথেষ্ট আমি এটা মনেপ্রাণে বিশ্বাস করি? আর আমি এটাও বিশ্বাস করি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম কোরআনের যে ব্যাখ্যা বা তাফসীর করে গেছেন সেই তাফসীর এই পৃথিবীতে নাই আর যদি থেকেও থাকে তা অন্য ধর্মের মুনাফিক বা কাফেরদের হাতে চলে গেছে? বর্তমান কোরআনের যে তাফসীর আছে তা নিয়ে আমার অনেক মতভেদ আছে আর হাদিসের বিষয় তো আরো বেশি আছে? আমি শুধু আপনার কাছে জানতে চাই আপনি যেহেতু সত্য পথের উপরে আছেন বাংলা প্রমাণ করবেন যে আমরা কিভাবে কি করব
তাহলে সালাত কি? সালাতের ইবাদত কিভাবে করতে হবে? সোজা কথায় উত্তর দিবেন দোয়া করে।
@@md.anisurrahmananis4493 সোজা কথায় এক নাগাড়ে সব জ্ঞান মানুষের উপর নাজিলও হয় না কারণ মানুষ বোঝে স্টেজে স্টেজে।
যে কোনও প্রশ্ন আমাকে করার আগে নিজেকে করেন, তারপর আল্লাহ কে করেন। জ্ঞান আল্লাহর পক্ষ থেকেই নাজিল হয়, সমস্ত জ্ঞানের মালিক তিনিই। আমি নই।
আপাতত আমি সালাত কি নয় সেটা ব্যাখ্যা করেছি, তথ্য প্রমান যুক্তি সংগত হলে গ্রহণ করে ভ্রান্ত সালাত বাদ দেন, তারপর সঠিক সালাতের সন্ধানে আল্লাহর সাহায্য চান।
আগের ভিডিও দেখতে পারেন যেখানে স্পষ্ট বলেছি এখনই আপনাদের সঠিক সময় হয়নি সঠিক টা কি সেটা জানার বা বোঝার। ১ম ধাপ হলো ভুল টা বাদ দেওয়া, ২য় ধাপ হলো সঠিক টা খোজ করা। আশাকরি আগের ভিডিও দেখেছেন পুরাটা।
সালাদ হলো, শশা, টমেটো, পিঁয়াজ, মরিচ, লবণ, কেটে নিয়ে সরষের তেল দিয়ে মেখে দিনে একবার, দুইবার, সর্বোচ্চ পাঁচবার খাওয়া। সালাদ খেলে পেটে গ্যাস হবেনা, পায়খানা ক্লিয়ার হবে । শরীর সুস্থ থাকবে। এই জন্য আল্লাহ বলেছেন তোমরা সালাদ কায়েম কর। এর মানে হল তোমরা সবাই নিয়মিত সালাদ খাও । নিয়মিত সালাদ খেলেই কায়েম হয়ে গেল। এছাড়া আরো অনেক কিছু দিয়ে সালাদ বানিয়ে খাওয়া যায়। আল্লাহ কোরানে ৮২/৮২ বার সালাদের কথা বলেছেন। কেন বলেছেন তাহা তো বুঝতে হবে। শরীর সুস্থ রাখার জন্য সালাদ কায়েম বা খেতে বলেছেন। এই সহজ কথাটা বুঝতে মানুষের এত ঘোর প্যাঁচ লাগে কেন বুঝিনা।
আপনার এত জ্ঞান বাংলাদেশ বা সারা বিশ্বের কজন আলেমদের সাথে পরামর্শ করেছেন?মানুষকে ধোকায় না ফেলে নিজেকে আগে পরিশুদ্ধ করেন,,মনে রাখবেন পৃথিবীতে এসেছেন আপনার মনগড়া যুক্তি আপনি দিলেই হবে না,, আগে আপনার শিক্ষক এর কাছে গিয়ে আলোচনা করবেন কোনটা সঠিক কোনটা বেঠিক।
তোমার মিথ্যা কথা মানি না।
আমিও মানতে বলিনি। কেউ মানতে বলেনি। ভাল থাকবেন।
Rafiqul brother, may be you follow man made religion that’s why you don’t follow quranic messages. Remember at last judgement day everything will be clear. Thanks
ভাই,আপনার নাম কি?
আসসালামুয়ালাইকুম, নাম প্রকাশ করতে পারছি না, পারিবারিক জটিলতা তৈরি হতে পারে।
আপনার কন্ঠ টা রেজওয়ান ভাইয়ের মত লাগে।তবে আপনার বলার ভংগী সুন্দর।
@@aklimaakter7242 ধন্যবাদ সুন্দর বিশেষনের জন্য!
Ok patially convinces but what about prophet sm ? uni ki 5/3 wakto salat poren nai ? tapore chander lok salat porbe kemne tar hekma use korbe ami hoile andaj moto ekta interval er por por salat portam ,,, cause rasul sm o mukim obostay ar sofor obostay vinno vabe salat porsen oikhan theke vibek khataiya salat porbo vibek khataite to allah bolsen e quran e .... allah to boja chapaiya den na so ozar thakle to kisui kora lagena eto penik howar kisu to nai bhai .. time asar pore time use korben time jokhon silona tokhon andaj korai time ... ar koran sobar jonnoi ekoi bidhan disse ke bolse apnake ?? sunen quran doctor der satheo kotha bole engineer der satheo kotha bole riksha chalok er satheo NASAr bigganir satheo kotha bole apni ki bolte chassen sobai sob ayat eki rokom bujte chaileo possible ? na bhai , so apni ja bujen setai apanke allah bolte chaisen ja bujen nai ta allah apnake bilteo chan nai tai apnar dhormo.... apni ja bujsen seta palon korben ar prochar korban Quran as it is .... jajakallah
@@SMMohammadAli no. He did not.
@LightRevealed interesting 🤔 itihas to temontai bole ... farz korsen kina janina but salat je porsen seta to itihas bole ... let us know the truth about what prophet did
Tai naki? Itihas theke namazer bornona paowa jai? Ekta hadiser reference dite parben jekhane nobi koto rakat foroj namaz porechen ta ullekh ache?
Nofol sunnat namazer rakat, bornona sobi ache. But foroj namazer rakat ebong bornona kothau khuje pele dekhan. Wait korlam.
আপনি অনুগ্রহ করে আপনার নিজস্ব যুক্তি ও মতামত না দিয়ে কোরআনের আয়াত দিয়ে আয়াতের বর্ণনা দিয়ে বলুন। আপনি তো ভাই ওয়াজওয়ালাদের মতো মনগড়া কথা শুরু করলেন?
"সালাতুল ফজর এবং সালাতুল এশা এবং সালতুল জুমুয়া"- এই সংক্রান্ত আয়াতগুলো নিয়ে বলুন, কোরআনের আয়াতসহ।
"সালাতে মুসাল্লিন, সালাতে দায়েমুন এবং সালাতে হাফেজুন" কোরআনের আয়াত। বলুন ভাই কোরআনের আয়াত দিয়ে আপনি কি বুঝতে পেরেছেন?
কোরআন জানার কোন বিকল্প নাই। এবং আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন যেন আমরা কোরআন নিয়ে চিন্তাভাবনা গবেষণা করি। আর তা না করলে আমাদের হৃদয় হবে তালা দিয়ে বন্ধ রাখার মতো।
কাজেই আমরা কথা বলবো, কথা শুনবো এবং চিন্তা করবো কোরআন নিয়ে।
সালামুন আলাইকুম।
এখানে যারা আপনার কথা কে সমর্থন করছে তারা সবাই নামাজ পড়তে চাই না তাই তারা চাই যে এমন কিছু করে ।নামাজ না পড়া।
Ha ar jara namaz porche tara bhabche porbo or beimani korbo namaz porle sob maf
Jannat er ayat gulo chek koro
ভাই আপনি সবা করে
সবার সামনে এসে বুলেন
ইয়ুটুবে বলে লাভ নেই
আপনি কোরান নিয়ে এসে
সবার সামনে বলেন
কার লাভ হলো আর হলো না তা দেখার দায়িত্ব আমার না ভাই। আমি ব্যবসায়ী না, যে আমাকে মানুষ জড়ো করে ওয়াজ মাহফিল করতে হবে। ইউটিউবে থাকলো, যার ভাল লাগবে গ্রহণ করবে যার ভাল লাগবে না সে উপেক্ষা করে চলে যাবে। এত ঠেকা পড়েনাই আমার, যে মানুষ কে আমার কথা জোর করে মাইকে শুনাতে যাব। প্রত্যেকের স্বাধীনতা আছে আমাকে এভয়েড করার।
ভাই সালামুন আলাইকা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো কি ভাবে ধন্যবাদ
@@LightRevealedএতো গুপনীয়তা কেন ভাই।
ভাই, আমি ভারতের আসাম থেকে তথা করিমগঞ্জ জেলা থেকে অনুসরণ করছি। আপনার অবস্থান জানাবেন।
@@পরিত্যক্তকোরান জন্মগত ভাবে আমি একজন বাংলাদেশী, এতটুকুই বলতে পারি।
ভাই আপনাদের কুপনোর জন্য ধর্মান্ধ রা খুঁজছে সাবধানে থাকবেন। অনেকে আপনাদের খুজছেন😢😢😢😢😢
@@Importexportbd আল্লাহর উপর কারও কর্তৃত্ব নাই।
quran ee dui dhoroner salat asee akta torahr 3 wakto arekta quran eer jeta holo quran pora abong bujha allahr madhome akhon problem ta hoilo ai jinish ta quran eer lok ra bolena bolte chaina kintu aita shotto nobi ken extra aro dui wakto porto aitar karon shee torat eer shesh nobi aijonno aita sara ar kono karon akhono khuje painai kintu pura akta history kee erase koree notun quranic nobi bananor kono proyojon nai shee ja korse korse akhon manusher jante hobe jee shee torat eer shesh nobi silo shee ashole quran eer nobi kokhonoi silona abong tar history takee khub bhalo moto corrupted korsee aijonno aita khubi kothin akta kaj sothik hadis ber kora manee just real history ta jana tarpor ashi kabar bishoy ai jinish ta akdom obishasho jee keno amra kaba ta dekhi aita kono bhabei quran eer shathe ami milaite parinai jetai hok tobe chesta kori shotto janar jototuk jana jai aitai.
Asohal bobda
?
নবী কি নামাজ পড়তেন না?
@@bangladesh-o1m পড়তেন? কোনও প্রমান আছে?
@LightRevealed ভাই আপনার সাথে কি টেলিগ্রাম বা whatsapp এ যোগাযোগ করা যাবে?
@@bangladesh-o1m ইমেইল করেন: lightrevealed24@gmail.com
4:102-103 আয়াতের একটা লাইন
" অতঃপর সিজদাহ করা হলে তারা যেন তোমাদের পিছনে অবস্থান করে"
এটা physical নামাজ কে নির্দেশ করে না?
ফিজিক্যাল সালাতের কোনও ভ্যালিডিটি আল্লাহ দেন নি, Explained well in the previous video if you have watched that.
৪:১০২-১০৩ ফিজিক্যাল নামায নির্দেশ করে? সিজদা করা বলতে প্রচলিত নামাযের সিজদা? মানে মাথা মাটিতে ঠেকিয়ে সিজদা? কুরানের কোথায় পেলেন সিজদা মানে মাথা মাটিতে ঠেকাতে হবে? আল্লাহ কোন আয়াতে বলেছেন সিজদা করার অর্থ মাথা মাটিতে ঠেকানো?
Also, if you are confused about 'Sajdah' in the Quran, watch this: ua-cam.com/video/GOuGgtpPBkA/v-deo.htmlsi=DIwhAJ1FsYOMaTG1 , Al-Moses explained it very well with clear evidence.
@@LightRevealed এরকম কোরআন আছে? যেটার ট্রান্সলেশন অবিকৃত নয়?
@@ItsLeo-r5j জ্বী আছে। আল্লাহ তা সংরক্ষন করে রেখেছেন আপনার অন্তরে। কোনটা ঠিক কোনটা ভুল সেটা নির্ধারন করার ক্ষমতা আল্লাহ আপনাকে দেন নি? দিয়েছেন তো নাকি? তো যে ক্ষমতা দিয়ে আপনি ঠিক ভুল নির্নয় করছেন সেটাই তো আল ফুরকান। ধরেণ আপনি আমার কথা শুনলেন, এবং পাশাপাশি আরও অনেক আলেমের কথা শুনলেন। এবার দিনশেষে যে কোনও একটা আলেমের আলোচোনাকেই তো গ্রহণ করছেন আপনি। সবাই নিজ নিজ যুক্তি প্রমান দিচ্ছে, কেউ কারও থেকে কম না। কিন্তু আপনি তো সবার টা গ্রহণ করছেন না। নির্দিষ্ট একটা গ্রহণ করছেন। তো কি আপনাকে সেই নির্দিষ্ট একটা গ্রহণ করতে ভুমিকা রাখলো? আল ফুরকান। এটা সবার মধ্যেই আল্লাহ নাজিল করে রেখেছেন অলরেডি। ধন্যবাদ।
আপনার কি পাগলে পাইছে।
আমাদের নবী সা: কি করেছে সেটা নিয়ে একবার ও বলেন নি।
কোন হাদিস এর রেফারেন্স আনেন কি।
কুরআন এর ব্যাক্ষা হাদিস দিয়ে করতে হবে নয়তো আপনার মতো বিভ্রান্ত হতে হবে নিজে বিভ্রান্ত হচ্ছেন অন্যদের ও বিভ্রান্ত করছেন।অল্পবিদ্যা ভয়ংকরই।
Tumhara mentality kharab hai yah sab video banana band kar do
Aap ko kaise malum? Kya aap khuda hein? Mere dil mein kya hein aap ko kaise pata chala?
Read Quran meticulously .salath is details in Quran. Read Quran 24 ayath 41
??
বেশি পন্ডিত।
আপনি বলেন আমি একটু শিখি। একটা হাদিস দেখান যেখান থেকে নবী কিভাবে নামায পড়েছেন, বিশেষ করে ফরজ নামায গুলো কত রাকাত পড়েছেন তা উল্যেখ আছে।
নবী কত বালতি পানি দিয়ে গোসল করেছেন, কিভাবে পানি খেয়েছেন, কীভাবে হেগেছেন মুতেছেন সবকিছু পুংখানু পুংখ্যভাবে হাদিসে উল্যেখ আছে। এমনকি সুন্নাত এবং নফল নামাযের রাকাত এবং বর্ননা অসংখ্য হাদিসে উল্যেখ আছে। তাহেল প্রধান ফরজ ইবাদত ফরজ সালাতের বর্ননাও নিশ্চয় আরও ভাল ভাবে উল্যেখ থাকার কথা তাই না? যদি বিস্তারিত উল্যেখ নাও থাকে অন্তত কত রাকাত করে ফরজ নামায গুলো পড়েছেন তা হাদিসে উল্যেখ থাকা উচিৎ। তাই আপনাকে বলছি ভাই, সিহাহ সিত্তাহ থেকে আমাকে একটা হাদিস দেখান এই ব্যাপারে যে ফরজ নামায গুলো কত রাকাত পড়ব? যদি দেখাতে না পারেন তাহলে বাকিটা জ্ঞানীরা বুঝে যাবে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। কে প্রমানের উপর প্রতিষ্ঠিত আর কে বাপ দাদাদের বানোয়াট মনগড়া ধর্মের উপর প্রতিষ্ঠিত।
Apni conclude koren nai, nije confused, apnar moto amrao confused. So let go. Lakum dinukum
@@DGMMkt apnar jonno proyojon '10 minute e namaz Shikkha' 😂 jemon manush course kore 7 dine English Spoken.
ভাই আমি ইবলিশ এর সাথে দেখা করতে চাই। প্লিজ ভাই একটু ব্যবস্থা করে দেন... উনি তো আপনার জাতিগত পিতা হন, আপনার কথা শুনবে...
আরও বেশী বেশী সুর্য এবং পাথর পুজা করেন দেখা মিলে যাবে খুব দ্রুত।
তুই দাজ্জালের লোক
ঠিকাছে। আমাকে উপেক্ষা করে চলুন যাতে সঠিক পথে চলতে পারেন। ধন্যবাদ।
Gali dewa muslimer kaj noy. Read Quran
আপনারে (হুজুর) খায়ছে। হুজুর দাস
ঠিকই বলেছে আল্লাহ মেরাজের মত আসল বেপার ডিটেইল এ বললেন না কেন
এটা কাদিয়ানি মতবাদ।
মানুষ জ্ঞানী হয়ে ও গোমরাহী হবে তার চুড়ান্ত প্রমাণ আপনি -
আপনি নামাজ নিয়ে কেন পরে আছেন আমাদের বুঝতে সমস্যা নেই - আরে ভাই দুইচারটা আয়াত অর্থ সহ বলতে পারলেই কৌরানিক ব্যাখ্যা হয়ে যায় না।
ভাই তুমি ফেঁসে গেছ।শুধু মাত্র টাকা ইনকাম করার জন্য যা নয় তা বলে যাচ্ছো।তুমি কি করবে না।ভালো করে কোরআন অনুধাবন করো
তাই নাকি? আসেন হুজুর একটু শিখিয়ে পড়িয়ে দিয়ে যান।