হাদিসের সালাত বনাম আমাদের নামাজ || নবীজি (সঃ) এবং সাহাবীদের নামাজ || পর্ব ১

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • সজল রোশন এর সকল বইয়ের অর্ডার লিংক-
    দূরবীন অনলাইন বুকশপ
    📲 09643007007 📲 0177 3366266
    www.durbiin.co...
    রকমারি
    www.rokomari.c...
    বইফেরী 📲 09638112112
    boiferry.com/a...
    মেরিট ফেয়ার প্রকাশন
    0191 774 89 47
    কোলকাতা
    Platinum, Near College street market, Kolkata,
    Phone no. +918017183544
    এছাড়া নিকটস্থ বুকশপে খোঁজ করুন|
    Sajal Roshan is a keynote speaker on social media strategy, digital marketing & Direct sales trainer, author and consultant for global organizations. He is the Founder and lead consultant of Sajal Roshan Inc. a New York-based Digital Marketing agency, specializing in search engine and social PPC.
    As the lead Digital Marketing Strategist for Sajal Roshan Inc, Sajal has led online marketing programs in Web Design, Web Development, Search Engine Optimization, Pay per Click Advertising, Online Marketing Campaigns, Social Media Marketing Strategy and Online PR for B2B professional services companies.
    Sajal has over 18years of Marketing experience, has trained hundreds of thousands of salespeople, and helped corporations such as JetBlue, Samuel Adams, Brooklyn Brewery, Heineken, Treadwell Park, and others use the web to drive online visibility and generate leads. He has started, developed and sold a social network before social networking was a widespread term.
    He has always been on a full - commission income and understands the sales dynamic in a wide variety of sales models - B2B, B2C, online and in the home. He customizes high-energy, engaging, interactive sessions that go far beyond traditional one - way keynotes where the audience sits and listens.
    Follow Sajal Roshan
    Facebook Page / sajalroshaninc
    Facebook Profile / sajal.roshan
    Follow me on Instagram / sajalroshan
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.

КОМЕНТАРІ • 445

  • @poremolsarkar8517
    @poremolsarkar8517 Рік тому +324

    আমি হিন্দু হয়েও সজল ভাইয়ের প্রত্যেকটা ভিডিও দেখি এবং কোরআন মেনে কর্ম করার চেষ্টা করি কারণ কোরআন সকলের জন্য কর্মের শিক্ষা এখানে কোন জাতির উল্লেখ্য নেই

    • @shundorprithibi9840
      @shundorprithibi9840 Рік тому

      বর্তমান মুসলমান নামের মুশরিক দেখে ইসলামের মান ঠিক করবেননা। আসল ইসলাম ও মুসলমানের বৈশিষ্ট্য কোরআনে আছে।

    • @user-gv2uy2is1v
      @user-gv2uy2is1v Рік тому +4

      ❤❤

    • @npcnatore6967
      @npcnatore6967 Рік тому +6

      আপনাকে কুরআনের অনুসরণ করতে হবে। ইনশাআল্লাহ সেটা বুঝতে পেরেছেন।তাই সুরা আল ইমরান এর ৮৪ ও ৮৫ নং আয়াতের অনুসরণে আহবান জানাই।

    • @SaifulAlamMdKabir
      @SaifulAlamMdKabir Рік тому +20

      আপনার পোষ্ট পড়ে ভালো লাগলো। ইসলাম জানতে হলে আপনার আসে পাশের মুসলিমদের নয়, কুরআন এর অর্থসহ পড়ুন আর আমার নবীজিকে দেখুন। তথাকথিত মোল্লা, ওয়াজিদের কথা শুনলে ভুল পথে চলে যাবেন। পবিত্র কুরআন একমাত্র হেদায়েতের মাধ্যম।

    • @Yusuf-ic8jq
      @Yusuf-ic8jq Рік тому +3

      ভাই এত বুঝলেন, ইসলাম কবুল করে জান্নাতে যাবার ব্যাবস্থা করে ফেলুন।

  • @mdnazrul7509
    @mdnazrul7509 Рік тому +53

    আপনার সত্য‌ আলোচনা আমাদের নিকট পোঁছে দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ । আল্লাহর রহমত আপনার উপর ।

  • @BengalAgro.
    @BengalAgro. Рік тому +59

    অসাধারণ ভাবে একটা উদাহরণ দিয়েছেন যা বাংলাদেশের এখন পর্যন্ত কোনো আলেম বা ব্যাক্তি দেয়নি আলহামদুলিল্লাহ!

    • @ARKhan990
      @ARKhan990 Рік тому

      ​@@BengalAgro.কিভাবে?

    • @aryanalif.8288
      @aryanalif.8288 Рік тому

      ​@@BengalAgro.তোর কথাটা আবুল-বক্বর বিন আল-খিঞ্জিরের মত।

  • @mdrubelhasan7354
    @mdrubelhasan7354 Рік тому +14

    অসাধারণ আলোচনা ভাইয়া আমি আপনার সব ভিডিও গুলো দেখি। আলোচনা শুনে বুঝে বুঝে কুরআন পড়া শুরু করেছি আলহামদুলিল্লাহ। আপনার কোনো কথা তো ফেলানোর মত না ভাইয়া,,,,,,,,,,

  • @mdpatan9849
    @mdpatan9849 Рік тому +32

    আপনাকে আমার সালাম।আপনি অনেক খুটিনাটি বিষয় নিয়ে আলোচনা করেন তা আমাদের অজানা ছিল, আপনি খুবই বিচক্ষণ ও জ্ঞানী।

  • @afrojaalam9880
    @afrojaalam9880 Рік тому +20

    সালাম ভাইজান, আপনার কথাগুলো যখন শুনি মনে হয় যেন, ইসলামের সেই স্বর্নযুগে বসেই শুনেতেছি, এত সহজ ও বাস্তব ব‍্যাখ‍্যা যে, আমার মত গাধাও খুব সহজে বুঝতে পারি! কিন্তু অত্যন্ত দুখজনক বিষয় হচ্ছে সাধারণ মানুষ আপনার কথায় তেমন প্রভাবিত হয় না, কারণ মানুষ রেপিটেশনে বিশ্বাসী, সমাজে বারবার যা ঘটতে দেখে তাই সে সত‍্য বলে মেনে নেয়। হোক সেটা মিথ্যা এমনকি জানাশুনা মিথ্যাকেও সত‍্য হিসেবে মেনে নেয় শুধুমাত্র অন‍্যেরা মেনে নিয়েছে তাই!!!

  • @MdKhan-oz5fr
    @MdKhan-oz5fr Рік тому +56

    তিনি ভদ্র এবং জ্ঞানী ব্যক্তি❤️

  • @SaifulAlamMdKabir
    @SaifulAlamMdKabir Рік тому +10

    আসসালামু আলাইকুম ভাইজান। আপনার বইটি পড়েছি, সাধারণ ভাষায় যুক্তিসহ অসাধারণ উপস্থাপনা। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন।

  • @srreal4113
    @srreal4113 Рік тому +7

    মাশাল্লাহ, ভাই ইসলামটা চোখের সামনে ভাসছে আমার 🥹🥹🥺🥺। আমি এতোদিন আমাদের নামে মুসলিম ভাইদের দেখে ভাবতাম, এসব কী, ধর্ম নিয়ে অনেক প্রশ্ন নিয়ে চিন্তায় থাকতাম।
    সুবহানাল্লাহ, আল্লাহ আপনাকে আরো সমৃসমৃদ্ধ করুক।💝💝

  • @MOHAMMAD_JALAL_UDDIN_RUMI
    @MOHAMMAD_JALAL_UDDIN_RUMI Рік тому +20

    ধন্যবাদ প্রিয় সজল ভাই আবারো নিয়মিত ভিডিও দেয়ার জন্য। আপনার প্রতিটি ভিডিও রেফারেন্স ভিত্তিক এবং দুর্দান্ত

  • @jasminjeni5431
    @jasminjeni5431 Рік тому +7

    আপনার এই দুটি বই-ই পড়ার খুব ইচ্ছে আমার, আপনার প্রতিটা ভিডিও অনেক বার দেখছি তবু মনে হয় আর একবার শুনি যদি কোন কথা মিস হয়ে যায়🥰🥰🥰

  • @akalam1622
    @akalam1622 Рік тому +11

    সজল ভাই আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা কারণ আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন। এখন দেখছি এবং শুনছি বড় বড় মুফতি ও শায়খুল হাদীস রাও আপনার দেখানো পথেই হাটা শুরু করেছেন। ধন্যবাদ ভাই সজল ধন্যবাদ। আমি অপেক্ষায় আছি আপনি বাংলাদেশ কোন সময় আসলে আপনার দর্শন রাভের। আমার এই আশা টুকু আপনি এই অজ পাড়াগাঁয়ের অধম বান্দা কে জানার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আমি মৃত্যুর আগ পর্যন্ত অপেক্ষায় রইলাম।

  • @shakilbroz7877
    @shakilbroz7877 Рік тому +33

    ধন্যবাদ সজল ভাই এতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য।
    আপনার আলোচনা থেকে প্রতিনিয়ত আমি জ্ঞান আহরন করে থাকি।
    আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক।

    • @misbahchowdury4609
      @misbahchowdury4609 Рік тому

      @TRUTH SEEKER 100% right about Haphazard Mullah.✌✌✌✌✌✌

    • @thinkingoo125
      @thinkingoo125 3 місяці тому

      কোরান (৩৩:৫০) : হে নবী (সা.)! আমি তোমার জন্য বৈধ করেছি তোমার স্ত্রীগণকে যাদের মোহরানা তুমি প্রদান করেছ; আর বৈধ করেছি আল্লাহ ফায় (বিনা যুদ্ধে লব্ধ) হিসেবে তোমাকে যা দান করেছেন তার মধ্য হতে যারা তোমার মালিকানাধীন হয়েছে তাদেরকে, আর তোমার চাচার কন্যা ও ফুফুর কন্যাকে, তোমার মামার কন্যা ও তোমার খালার কন্যাকে যারা তোমার সঙ্গে হিজরাত করেছে। আর কোন মু’মিন নারী যদি নবীর নিকট নিজেকে নিবেদন করে আর নবী যদি তাকে বিয়ে করতে চায় সেও বৈধ, এটা মু’মিনদের বাদ দিয়ে বিশেষভাবে তোমার জন্য যাতে তোমার কোন অসুবিধে না হয়। মু’মিনগণের জন্য তাদের স্ত্রী ও দাসীদের ব্যাপারে যা নির্ধারিত করেছি আমার তা জানা আছে। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।
      কোরান(৭০:৩০) : তাদের স্ত্রী অথবা অধিকারভুক্ত দাসীদের ক্ষেত্র ব্যতীত; এতে তারা নিন্দনীয় হবে না। [১] [১] অর্থাৎ, মানুষের যৌন-ক্ষুধা নিবৃত্তির জন্য দুটি বৈধ মাধ্যম রেখেছেন। একটি হল স্ত্রী। আর দ্বিতীয়টি হল অধিকারভুক্ত ( যুদ্ধবন্দিনী অথবা ক্রীত )দাসী। বর্তমানে এই অধিকারভুক্ত দাসীর ব্যাপারটা ইসলামের নির্দেশিত কৌশল অনুসারে প্রায় শেষই হয়ে গেছে। তবে আইনগতভাবে এই প্রথাকে একেবারে এই জন্য উচ্ছেদ করা হয়নি যে, ভবিষ্যতে যদি এই ধরনের অবস্থার সৃষ্টি হয়, তাহলে অধিকারভুক্ত দাসী দ্বারা উপকৃত হওয়া যেতে পারে। মোট কথা ঈমানদারদের এটাও একটি গুণ যে, তাঁরা যৌন-ক্ষুধা নিবৃত্তির জন্য ( উক্ত দুই মাধ্যম ছাড়া ) কোন অবৈধ মাধ্যম অবলম্বন করে না।
      এই দুটো ব্যাখ্যা আপনি পড়ুন ও চিন্তা করুন. সন্দেহ থাকলে বাড়িতে কোরান থাকলে সেটা নিয়ে নিজে পড়ুন. আপনি নিশ্চই কখনও চাইবেন না আপনার স্বামী আপনাকে ছাড়া অন্য কোনো নারীর সাথে যৌন সম্পর্ক করুক. এটা উচিত নয় মনে হয় কারণ এতে সামাজিক মূল্যবোধ নষ্ট হয়. আমরা বনের পশু নয়, আমরা মানুষ,আমাদের নিজস্ব বোধবুদ্ধি আছে ,তাই আমরা নিজেদের সংযমে রাখতে পারি. কিন্তু যদি কোনো ধর্মগ্রন্থে এইরূপ কথা লেখা থাকে সেটা কি গ্রহণযোগ্য??? অনেকে বলবে এইসব সেই যুগের জন্যে ছিল এখন নেই. তবুও বলি - যেই যুগ হোক না কেনো। ধর্মগ্রন্থ তো সর্বদা এমন বিধান দেয় যা মানুষের উন্নতি করে ও সুস্থ ভাবে বাঁচতে শেখায়. ধর্মগ্রন্থ সর্বদা সকল মানুষ এর হয়ে কথা বলে ,কোনো নির্দিষ্ট জাতি বা সমপ্রদায়ের হয়ে নয়. এটা কি আপনি বুঝতে পারছেন ?? আমরা জানি যাহা স্বামীর তাহা স্ত্রীর. তাহলে ভোগ করার জন্যে স্ত্রী কি মূল্য দিতে হবে কেনো ?? যে মূল্য আমার কাছে আছে সেগুলোর ওপর অধিকার তো স্ত্রী এরও আছে. আপনি ভেবে দেখুন কোনো নারী কে ভোগ করার পর তাকে সেই মূল্য দিলে সেই নারীর পরিচয় কি হয়!!!! এইসব কি সামাজিক মূল্যবোধ এর বিরোধী নয়??? আপনি যদি সুস্থ মস্তিষ্কে ভেবে থাকেন ও নিজে বই খুলে পড়েন ও পড়াশুনো করেন তাহলে অবশ্যই আপনিও বুঝতে পারবেন এই প্রত্যাশা রাখি. শুভকামনা রইলো.

  • @Ahsanhabiboo7
    @Ahsanhabiboo7 Рік тому +22

    অসাধারণ আলোচনা,, ভালোবাসা থাকলো স্যার❤️

  • @razaved
    @razaved Рік тому +7

    আসসালামু আলাইকুম,
    সজল ভাই, আপনি আমাদের পথ প্রদর্শক, আল্লাহ সুবাহ নাওয়া তায়ালা আপনাকে নেক হায়াত, স্বুস্হতা দান করুন, আমিন।

    • @user-ok7mr1jm8b
      @user-ok7mr1jm8b 7 місяців тому

      কথা হবে সালাম আপনার পতি সান্তি বসিতোহক সালামে বাংলা অথ্ সহ বলাম সটিক কি না দেখেন

  • @ashrafalibabumirashrafalib8710

    সজল স‍্যার কে কোটি কোটি ধন্যবাদ
    সত্যিই অসাধারণ ধর্মিয় গবেষক।
    আমি উনাকে বতর্মান যামানার সর্বোচ্চ
    আলেমদের একজন বলে মনেকরি। ধন্যবাদ।

    • @AdvocateSRSumon
      @AdvocateSRSumon Рік тому

      কিন্তু এতে এক শ্রেণির চুল্কানি খাওজানি শুরু হয়ে যাবে,তারা বলবে, আপনার মাথায় টুপি নেই,ইসলামি লেবাস নেই, মুখে দাড়ি নেই, মাদরাসায় পড়েন নি।

  • @ALINAUSHAD_01
    @ALINAUSHAD_01 Рік тому +26

    আসসালামু আলাইকুম সজল ভাই।।"আমরা যারা নিরবিচ্ছিন্ন ভাবে আপনার ভিডিও পাওয়ার আশায় চাতক পাখির মতো চেয়ে থাকি,,, এবং এই মনুষ্য জীবনে আপনার ভিডিও দেখে পরকালের সত্যিকার পাথেয় সংগ্রহে অবিরাম অনুসরণ করে যাওয়ার চেষ্টা করে চলেছি,, তাদের পক্ষথেকে বিচার দিন পর্যন্ত আপনার জন্য আল্লাহর রহমত বর্ষিত হোক"।। ধন্যবাদ।।

    • @asslamtalukdar3249
      @asslamtalukdar3249 Рік тому +1

      ফারসিতে-নামাজ।
      বাংলায়- {প্রার্থনা}
      সুরা, আরাফ আয়াত 205
      সুরা, মারিয়াম আয়াত 59
      সকাল-সন্ধ্যায় প্রার্থনার কারণ?
      আল্লাহর অশেষ রহমত ও কৃপায়, আমরা জীবন লাভ করি,
      যেমন: আমরা ঘুম যাই ঘুমের মধ্যে অনেক কিছু হইতে পারতো- কিন্তু আমরা সুস্থ।
      ঘুম থেকে উঠে পবিত্রতা ঘোষণা করবো কার? আল্লাহর।
      আল্লাহর অশেষ কৃপায় ও রহমতে সারাদিন সুস্থ আছি ভালো আছি- সন্ধ্যায় পবিত্রতা ঘোষণা করবো কার, ধন্যবাদ দিব কাকে? একমাত্র আল্লাহর।
      ফারসি ভাষায়- সঠিক নামাজ। বাংলা প্রার্থনা।
      আরবি ভাষায় - সঠিক সালাত। বাংলা প্রার্থনা।
      বাংলা ভাষায়- সঠিক প্রার্থনা। বাংলা প্রার্থনা।
      সব ভাষার শব্দ, আমার স্বজাতি ভাষায় মৌলিক অর্থ প্রার্থনা। তাই আমাকে প্রার্থনা হিসেবেই গণ্য করা হইবে। প্রতিষ্ঠা প্রার্থনা।
      ফারসিতে বলা হয়-নামাজ।
      বাংলাতে বলা হয়- প্রাথনা।
      বিস্তারিত সুরা মুমিন আয়াত নং 55

  • @mayajaalbd2
    @mayajaalbd2 Рік тому +16

    ধন্যবাদ ভাই, আপনার ভিডিও দেখে অনুপ্রানিত হয়ে কুরআন পরে সঠিক পথের দিশা পেয়েছি। আল্লাহ আপনার মঙ্গল করুন।

  • @desirousit3852
    @desirousit3852 Рік тому +7

    ভাইয়া, চোখে পানি চলে আসলো। আপনি এতদিন কোথায় ছিলেন বলুনতো! আপনার কোন ধারনা নাই আপনি আমাকে কিভাবে মুক্তির সাধ দিচ্ছেন। কোন শত প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছেন। কেমন যেন বুকটা খুব হালকা লাগছে ভাইজান। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

    • @thinkingoo125
      @thinkingoo125 3 місяці тому

      কোরান (৩৩:৫০) : হে নবী (সা.)! আমি তোমার জন্য বৈধ করেছি তোমার স্ত্রীগণকে যাদের মোহরানা তুমি প্রদান করেছ; আর বৈধ করেছি আল্লাহ ফায় (বিনা যুদ্ধে লব্ধ) হিসেবে তোমাকে যা দান করেছেন তার মধ্য হতে যারা তোমার মালিকানাধীন হয়েছে তাদেরকে, আর তোমার চাচার কন্যা ও ফুফুর কন্যাকে, তোমার মামার কন্যা ও তোমার খালার কন্যাকে যারা তোমার সঙ্গে হিজরাত করেছে। আর কোন মু’মিন নারী যদি নবীর নিকট নিজেকে নিবেদন করে আর নবী যদি তাকে বিয়ে করতে চায় সেও বৈধ, এটা মু’মিনদের বাদ দিয়ে বিশেষভাবে তোমার জন্য যাতে তোমার কোন অসুবিধে না হয়। মু’মিনগণের জন্য তাদের স্ত্রী ও দাসীদের ব্যাপারে যা নির্ধারিত করেছি আমার তা জানা আছে। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।
      কোরান(৭০:৩০) : তাদের স্ত্রী অথবা অধিকারভুক্ত দাসীদের ক্ষেত্র ব্যতীত; এতে তারা নিন্দনীয় হবে না। [১] [১] অর্থাৎ, মানুষের যৌন-ক্ষুধা নিবৃত্তির জন্য দুটি বৈধ মাধ্যম রেখেছেন। একটি হল স্ত্রী। আর দ্বিতীয়টি হল অধিকারভুক্ত ( যুদ্ধবন্দিনী অথবা ক্রীত )দাসী। বর্তমানে এই অধিকারভুক্ত দাসীর ব্যাপারটা ইসলামের নির্দেশিত কৌশল অনুসারে প্রায় শেষই হয়ে গেছে। তবে আইনগতভাবে এই প্রথাকে একেবারে এই জন্য উচ্ছেদ করা হয়নি যে, ভবিষ্যতে যদি এই ধরনের অবস্থার সৃষ্টি হয়, তাহলে অধিকারভুক্ত দাসী দ্বারা উপকৃত হওয়া যেতে পারে। মোট কথা ঈমানদারদের এটাও একটি গুণ যে, তাঁরা যৌন-ক্ষুধা নিবৃত্তির জন্য ( উক্ত দুই মাধ্যম ছাড়া ) কোন অবৈধ মাধ্যম অবলম্বন করে না।
      এই দুটো ব্যাখ্যা আপনি পড়ুন ও চিন্তা করুন. সন্দেহ থাকলে বাড়িতে কোরান থাকলে সেটা নিয়ে নিজে পড়ুন. আপনি নিশ্চই কখনও চাইবেন না আপনার স্বামী আপনাকে ছাড়া অন্য কোনো নারীর সাথে যৌন সম্পর্ক করুক. এটা উচিত নয় মনে হয় কারণ এতে সামাজিক মূল্যবোধ নষ্ট হয়. আমরা বনের পশু নয়, আমরা মানুষ,আমাদের নিজস্ব বোধবুদ্ধি আছে ,তাই আমরা নিজেদের সংযমে রাখতে পারি. কিন্তু যদি কোনো ধর্মগ্রন্থে এইরূপ কথা লেখা থাকে সেটা কি গ্রহণযোগ্য??? অনেকে বলবে এইসব সেই যুগের জন্যে ছিল এখন নেই. তবুও বলি - যেই যুগ হোক না কেনো। ধর্মগ্রন্থ তো সর্বদা এমন বিধান দেয় যা মানুষের উন্নতি করে ও সুস্থ ভাবে বাঁচতে শেখায়. ধর্মগ্রন্থ সর্বদা সকল মানুষ এর হয়ে কথা বলে ,কোনো নির্দিষ্ট জাতি বা সমপ্রদায়ের হয়ে নয়. এটা কি আপনি বুঝতে পারছেন ?? আমরা জানি যাহা স্বামীর তাহা স্ত্রীর. তাহলে ভোগ করার জন্যে স্ত্রী কি মূল্য দিতে হবে কেনো ?? যে মূল্য আমার কাছে আছে সেগুলোর ওপর অধিকার তো স্ত্রী এরও আছে. আপনি ভেবে দেখুন কোনো নারী কে ভোগ করার পর তাকে সেই মূল্য দিলে সেই নারীর পরিচয় কি হয়!!!! এইসব কি সামাজিক মূল্যবোধ এর বিরোধী নয়??? আপনি যদি সুস্থ মস্তিষ্কে ভেবে থাকেন ও নিজে বই খুলে পড়েন ও পড়াশুনো করেন তাহলে অবশ্যই আপনিও বুঝতে পারবেন এই প্রত্যাশা রাখি. শুভকামনা রইলো.

  • @MahmudulHasan-mo7lk
    @MahmudulHasan-mo7lk Рік тому +3

    সত্যি আপনার তুলনা হয় না। আমাদের ইসলাম এতো সুন্দর আগে জানতাম না।

  • @mdsaddamhossain5494
    @mdsaddamhossain5494 Рік тому +1

    আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না এই ভেবে যে সজল ভাইয়ের মত একজন মানুষের সাথে আল্লাহ আমাকে পরিচয় করিয়েছেন। সজল ভাই আমাকে পার্সোনালি চিনেন না কিন্তু আমি ভাইকে কিছুটা পার্সোনালি ভাবে চিনি। উনি একজন মার্কেটিং এক্সপার্ট ভালো ট্রেইনার ও লেকচারার। তারপড়ে ও উনি যে ভাবে ইসলামের সৌন্দর্য সাধারণ মুসলিমদের মাঝে তুলে ধরেছেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শেষ করা যাবেনা। কোরআনের সরল সৌন্দর্য সারা বিশ্ববাসীর কাছে তিনি তুলে ধরেছেন।
    এরথেকেই বুঝা জাই
    আল্লাহ তার ইসলাম কে কার মাধ্যমে প্রতিষ্ঠ করাবেন একমাত্র আল্লাহ ভালো যানেন।
    ❤️❤️আলহামদুলিল্লাহ সজল ভাই আল্লাহ আপনার এলেম ও সুস্থতা সহ সকল কিছু তে বারাকাত দান করুন।🤲🤲 আমিন

  • @TariqulIslam-ch6yk
    @TariqulIslam-ch6yk Рік тому +35

    আহঃ কি জিবন্ত, কি শাশত্ব, কি পবিত্র, ইসলাম কে নতুন করে জানতেছি প্রতি নিয়ত

  • @mamunabdul2309
    @mamunabdul2309 Рік тому +11

    সালামুন আলাইকুম, এ পর্যন্ত সম্পূর্ণ সহমত। পরের পর্বের জন্য অপেক্ষায় থাকব।

  • @samim05694
    @samim05694 Рік тому +17

    বর্তমানে মুসলিম বিশ্ব এই সহজ সরল পথ ছেড়ে প্রতিষ্ঠানিক ইসলামে বিশ্বাসী। 💚💚💚🇮🇳🇮🇳🇮🇳

  • @khanmonoara2599
    @khanmonoara2599 Рік тому +2

    সহজ রোশন ভাই।
    আপনার কথা গুলো শুনতে ভালো লাগে, সত্য ও সুন্দর করে কুরআনের কথা বলেন যাতে শতভাগ যুক্তি আছে।
    আল্লাহ পাক আপনার নেক হায়াত দান করুন আমিন।

  • @afrojaalam9880
    @afrojaalam9880 Рік тому +5

    সাধারণ মানুষকে কিভাবে খুব দ্রুত আপনার সত্য এবং সহজ কথাগুলো দ্বারা প্রভাবিত করা যায়? যাতে তাদের গোড়ামী থেকে বের হয়ে, লোক দেখানো অঙ্গভঙ্গি, পোশাকি রীতি-রেওয়াজ সর্বস্ব ধর্মীয় চেতনা বাদ দিয়ে সত্যিকার ইবাদত করতে পারে।

  • @user-mq3gx3kr2u
    @user-mq3gx3kr2u Рік тому +2

    সালাতের বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্য সালাত বিষয়ে আলোচনার এবিডিও জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। শুকরিয়া ভাই সাহেব।

  • @yadulbd1165
    @yadulbd1165 Рік тому +7

    আমি গতরাত ৩ টা পর্যন্ত আপনার বই পড়লাম ১ নাম্বার টা
    বাংলা অর্থসহ ফোর কালার কোরআন এবং আপনার দুইটি বই কিনেছি

    • @shundorprithibi9840
      @shundorprithibi9840 Рік тому

      ইসলামিক ফাউণ্ডেশন প্রকাশিত কোরআন কিনুন।

    • @asslamtalukdar3249
      @asslamtalukdar3249 Рік тому

      ফারসিতে-নামাজ।
      বাংলায়- {প্রার্থনা}
      সুরা, আরাফ আয়াত 205
      সুরা, মারিয়াম আয়াত 59
      সকাল-সন্ধ্যায় প্রার্থনার কারণ?
      আল্লাহর অশেষ রহমত ও কৃপায়, আমরা জীবন লাভ করি,
      যেমন: আমরা ঘুম যাই ঘুমের মধ্যে অনেক কিছু হইতে পারতো- কিন্তু আমরা সুস্থ।
      ঘুম থেকে উঠে পবিত্রতা ঘোষণা করবো কার? আল্লাহর।
      আল্লাহর অশেষ কৃপায় ও রহমতে সারাদিন সুস্থ আছি ভালো আছি- সন্ধ্যায় পবিত্রতা ঘোষণা করবো কার, ধন্যবাদ দিব কাকে? একমাত্র আল্লাহর।
      ফারসি ভাষায়- সঠিক নামাজ। বাংলা প্রার্থনা।
      আরবি ভাষায় - সঠিক সালাত। বাংলা প্রার্থনা।
      বাংলা ভাষায়- সঠিক প্রার্থনা। বাংলা প্রার্থনা।
      সব ভাষার শব্দ, আমার স্বজাতি ভাষায় মৌলিক অর্থ প্রার্থনা। তাই আমাকে প্রার্থনা হিসেবেই গণ্য করা হইবে। প্রতিষ্ঠা প্রার্থনা।
      ফারসিতে বলা হয়-নামাজ।
      বাংলাতে বলা হয়- প্রাথনা।
      বিস্তারিত সুরা মুমিন আয়াত নং 55

  • @quamaruzzamanchowdhury286
    @quamaruzzamanchowdhury286 Рік тому +1

    আসলামুআলাইকুম,
    আপনার ভিডিও গুলো দেখে প্রকৃত ইসলাম ধর্ম সম্পর্কে ধ্যান ধারণা পাচ্ছি।
    মোল্লাদের হাদিস বর্ননা মসজিদে মসজিদে শুনতে শুনতে মুসলমানদের মাথা শেষ।
    এখন মুমিন মুসলমানগণ পবিত্র কুরআন পড়ে আল্লাহর পথ খুঁজে পাচ্ছে।
    আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুন।
    আমিন।

  • @sharifsorkar4592
    @sharifsorkar4592 Рік тому +11

    আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হউক

  • @feelthistime
    @feelthistime Рік тому +4

    আপনার ভিডিওর জন্য অপেক্ষায় থাকি
    সঠিক তথ্য টা আমাদের জানিয়ে যাচ্ছেন
    ধন্যবাদ সজল ভাই আল্লাহ এই ভাবেই আপনাকে তৌফিক দিক সবার মাঝে সঠিক টা পউছে যাক

  • @emonmobilechannel9143
    @emonmobilechannel9143 Рік тому +3

    কিছু জন শায়েক এক কথা বলছে আর অন্য বিষয়ে চলে যাচ্ছে। এটাই তো ভালো।এক আলেম এর কাছে প্রশ্ন করলাম। কুরআনেও তো নিজেই সম্পূর্ণ তাহলে কেনো মানবো হাদিস, সে উওরে বললো যে শুধু কোরআন মানবে সে ফিতনা ছড়াবে খুব সুন্দর। তাইনা। একজন আলেম হয়ে এরোকম উওর কেমন ভাবে নিবেন আপনি। ধন্যবাদ সজল ভাই আমাদের চোখ খুলে দেওয়ার জন্যে..

  • @moviecutvideo4835
    @moviecutvideo4835 Рік тому +11

    ১ কথায়, আপনার সকল ভিডিঅ অসাধাৰণ ।

  • @mrssufia1962
    @mrssufia1962 Рік тому +2

    সালামুন আলাইকুম সজল স্যার। আপনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে কুরআন নিয়ে গবেষণা করার জন্য।

  • @mdkhairulislam4410
    @mdkhairulislam4410 Рік тому +4

    সালামুন আলাইকুম, ভাইজান আপনার উপর আল্লাহর রহমত ও শান্তি নাজিল হোক। আপনার দীর্ঘজীবী কামনা করি

  • @syedjobaidulalam1150
    @syedjobaidulalam1150 Рік тому

    সজল রোশান ভাই,আমি একজন প্রকৃতিক চিন্তাবিদ।চার বৎসর বয়স থেকেই ইন্দ্রিয় সমূহের সর্বোচ্চ ব্যবহার করে বস্তুবাদি চিন্তা করতে গিয়ে, চলমান দেশ ও বিশ্বের সামগ্রিক ব্যবস্থাপনার যাবতিয় ত্রুটি ও অজ্ঞতা সমূহ আমার কাছে সুস্পষ্ট হতে থাকে।এবং সৃষ্টির যাবতিয় বিষয় ও সৃষ্ঠির উৎপত্তির রহস্য উদঘাটনের চেষ্টাকালে মহান আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহে ২৪ বৎসর বয়সে সম্পুর্ন বিজ্ঞান ভিত্তিক ভাবে আল্লাহ এবং আল্লাহর কিতাবের নির্দেশনা সমূহের বেশ কিছু সত্যতা সুস্পষ্ট বুঝতে সক্ষম হয়ে মহান আল্লাহর নিকট নিজেকে সমর্পন করে ইসলাম গ্রহন করেছি।সেই থেকেই প্রতিজ্ঞ্যাবদ্দ হয়েছিলামযে,মহান আল্লাহপাক পবিত্র কুরআনে যাহাকিছু বলেছেন, সবকিছুই সম্পুর্ন বিজ্ঞান ভিত্তিক ভাবে প্রমান করার চেষ্টা করে যাব।সেই চেষ্টার ফলশ্রুতিতে ৬০ বৎসর বয়সে এসে *সিম্পল এন্ড কম্প্লিট সাইন্স* নামক একটি বই লিখার চেষ্টা করে যাচ্ছি।যাহার মাধ্যমে চলমান বিশ্বের সর্বোচ্চ বিজ্ঞানকে চেলেন্জ করে বিশ্বব্যাপি আল-কুরআন তথা ইসলামের ধর্মের যাবতিয় সত্যতা প্রতিষ্টা করা যাবে ইনশাআল্লাহ। আল-কুরআনের তথ্যের ভিত্তিতে বিজ্ঞান ভিত্তিক ভাবে সৃষ্টির যাবতিয় ও সুত্র সমূহ আমার বিভিন্ন ফোল্ডারে বিক্ষিপ্ত ভাবে লিপিবদ্ব রয়েছে,যেই সকল তথ্য ও সুত্র সমূহকে এখন সারিবদ্দভাবে সাজিয়ে *সিম্পল এন্ড কম্প্লিট সাইন্স* একটি বই পরবর্তি প্রজন্ম তথা বিশ্ব বাসীকে উপহার দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।কিন্তু আমি বিশেষ কোন ডিগ্রী ধারী ব্যক্তি নই বিধায়,বিষয়টা আমার একার জন্য কষ্ট সাধ্য হচ্ছে।কারন আমি বাল্যকাল তেকেই প্রচলিত শিক্ষা ব্যবস্তার বিরোধিতা করে আসছিলাম।তাই আপনাদের মত সহযোগি পেলে হয়ত *সিম্পল এন্ড কম্প্লিট সাইন্স* নামক বইটি দ্রুততম সময়ে সুসম্পন্ন করা যেত।আমার কন্টাক নাং ও হুয়াট্স এপ ঃ-01632850140

  • @earnesteffort8115
    @earnesteffort8115 Рік тому +1

    আসসালামু আলাইকুম,
    মহান আল্লাহ যেন আপনার নিয়ত অনুসারে যোগ্য প্রতিদান দেন।
    আসুন! আমরা রাসূলুল্লাহর (সা) সময় থেকে চলে আসা নির্দেশনা অনুসরণ করে পবিত্র কোরআনে উল্লেখিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি। নিয়মিত পবিত্র কোরআন পাঠ ও অনুধাবন করার চেষ্টা করি এবং সেই অনুসারে সকল ভ্রান্তি ছেড়ে সৎকর্ম করার জন্য সচেষ্ট হই।

  • @dr.makhan5693
    @dr.makhan5693 Рік тому +9

    অসাধারণ ওয়াজ।

  • @hearttouching7092
    @hearttouching7092 Рік тому +3

    আপনার মুখের প্রত্যেকটা কথা ডায়মন্ডের চেয়ে মূল্যবান

  • @mrm-0764
    @mrm-0764 Рік тому +4

    Very intellectual presentation. Yes in Quran Allah sys many times that "Establish Salat" so that people can read the Quran every day in their prayer and remember Allah SWT. We can see today so many strict opinion on "Salat". We generally perform 5 times Salat as per Saudi Clerics thought us probably only few hundred years ago. There is no evidence how many Rakat or at what time Rasul SW use to perform. Its all based on different parts of opinion from various clerics of present Saudi Arabia once called Hejaz. Since the 5 times prayer is estabished by clerics based on different opinion of Hadith we do follow that. But exact rules or way to perform Salat is different in every Majhab.

  • @shahjamal9151
    @shahjamal9151 Рік тому +2

    অপেক্ষায় ছিলাম অনেক দিন, ধন্যবাদ
    পরবর্তী ভিডিওর জন্যও অপেক্ষায় রইলাম।

  • @shammitanjina2215
    @shammitanjina2215 3 місяці тому

    এক একটা ভিডিও যে কত বার দেখেছি হিসাব নেইরে ভাই জাজাকাল্লাহ খাইরান আপনার জন্য দোয়া করি

  • @gazipurcentralhospital775
    @gazipurcentralhospital775 Рік тому +2

    আসসালামু আলাইকুম। সজল ভাই আপনার ধারাবাহিক ভিডিওগুলি আমি নিয়মিত দেখি, দেখে আমি খুব অনুপ্রাণিত হয়েছি আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন আমীন।

  • @mirfurqanjoji327
    @mirfurqanjoji327 Рік тому +5

    আলহামদুলিল্লাহ !❤
    সজল ভাই আসসালামুয়ালাইকুম।
    আপনার জ্ঞানগর্ভ আলোচনা শুনে অনেক নতুন ও সত্য সম্পর্কে জানতে পারলাম।
    আপনাকে এই মুসলিম বিশ্বে খুব প্রয়োজন ভাই।
    শুভকামনা রইলো আপনার জন্য আল্লাহ আপনার জ্ঞান আরো বাড়িয়ে দিন যেন আপনার মাধ্যমে আমরা মুসলিমরা সত্য সঠিক জ্ঞান লাভ করতে পারি।

  • @kamaluddin5287
    @kamaluddin5287 Рік тому

    আপনার আলোচনা গুলি খুবই যুক্তিপূর্ন,যা আমি নিয়মিতভাবে শুনার চেষ্টা করি,এবং সহমত পোষন করি।আপনার আলোচনা অনুযায়ী আমরা প্রতিদিন যে নিয়মে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সেগুলো সম্পর্কে কোরআনেতো নাই এমনকি হাদীসেও নাই।যে সাহাবীগন হুজুর(সঃ) এর খুবই ঘনিষ্ট ছিলেন তারাও নামাজের কোন নিয়মের কথা কোথাও বলেননি।এখানেই আপনার কাছে আমার জানার বিষয় হলো পৃথিবীতে প্রায় ২০০কোটি মুসলমান বিভিন্ন দেশে বসবাস করেন,সকলেই কিছু ব্যতিক্রম ছাড়া একই নিয়মে সুরা ফাতেহা সহ কোরআনের অন্য আয়াত দ্বারা নামাজ পড়েন এবং একই ভাবে রুকু সেজদা,সালাম ফিরানো সহ বিভিন্ন রোকনের মাধ্যমে নামাজ শেষ করেন।আমার প্রশ্ন এ অভিন্ন নিয়ম গুলো সকল দেশের মুসলমানরা কিভাবে জানলেন, আমরা যখন হজ্বে যাই,সেখানে প্রায় ২৫থেকে ৩০ লক্ষ মানুষ একত্রিত হয়,হাত বাধা্ঁর ব্যতিক্রম ছাড়া সকলকে একই নিয়মে নামাজ পড়তে আমি নিজ চোখে দেখেছি, এ নিয়ম গুলো কিভাব আসলো জানালে কৃতজ্ঞ থাকবো।আমি আপনার সাথে কোন বিতর্কের জন্য এ প্রশ্নটি করিনি,সে যোগ্যতাও আমার নেই,শুধুমাত্র বিষয়টি বুঝার জন্যই কথা গুলো বললাম।

  • @mdabutalebhosen7587
    @mdabutalebhosen7587 Рік тому +2

    ইসলামের এই মহান সেবাধানে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুন দীর্ঘকাল আমাদের সঠিক নির্দেশনা দেওয়ার জন্য ঠিক একজন সত্যিকারের ইমামের ভূমিকা অবতীর্ণ হওয়ার জন্য আল্লাহর কাছে আপনার জন্য প্রার্থনা করি। আল্লাহ আপনার এই অবদান যেন কবুল করেন। আমিন।

  • @mdtulutalukdar2551
    @mdtulutalukdar2551 7 місяців тому +1

    আচ্ছালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু । জনাব , জুমার নামাজ ও কসর নামাজ সম্পর্কিত ভিডিও দিলে আরো জানতে ও বুঝতে সক্ষম হবো , ইন শা আল্লাহ ।

  • @alim.lasker5549
    @alim.lasker5549 Рік тому +8

    আপনারই সাথে থাকবো স্যার সঠিক জানার জন্য

  • @ashrafhossain1704
    @ashrafhossain1704 Рік тому +1

    আপনার মতে, সালাত এ দাঁড়িয়ে অর্থসহ কুরআন তেলাওয়াত শুনলাম, তারপর কি করবো? রুকুতে যাবো, সিজদায় যাবো, নাকি তেলাওয়াত শুনেই ফিরে আসবো?
    কীভাবে সালাত আদায় করবো ?

    • @shaficul
      @shaficul Рік тому

      আপনি স্কুল এ গেলে শুধু শুনে চলে আসেন না ভাই সাথে খাতায় নোট করেন, hw করেন তারপর পড়াটা শিখে পরের দিন স্কুল এ আবার শুনতে আসেন। প্রত্যেকটা জিনিসের কিছু নিয়ম আছে। তিলাওয়াত শুনে আল্লাহর বরত্ব বুঝতে পেরে তার সামনে অবনত হন। তো বাকিগুলো ও একটা নিয়মের মধ্যেই পরে দেখে মূল কোরআন তিলাওয়াত শুনার পর আনুষঙ্গিক নিয়ম গুলো পালন করবেন।

  • @funnyseriousbigbang2149
    @funnyseriousbigbang2149 Рік тому +3

    ভাই মাশাআল্লাহ।
    আপনার জন্যে আজকে বুজতে পারলাম নামাজের উদ্দেশ্য।

  • @md.shafiullahkhan7896
    @md.shafiullahkhan7896 2 місяці тому

    Speaking of truth is divine.Quran is divine.To support Quran is divine obligation.

  • @surajkiran5658
    @surajkiran5658 Рік тому +1

    আপনার দেওয়া তথ্য যুক্তি বোঝার ক্ষমতা,কেবল প্রকৃত শিক্ষিত মানুষদের ই আছে ।

  • @babubani8935
    @babubani8935 Рік тому +2

    সজল ভাই এগিয়ে চলুন আমরা আছি আপনার সাথে ইনশাআল্লাহ

  • @saddamfrombd
    @saddamfrombd Рік тому +3

    আল্লাহ আপনাকে নিখুঁত এবং সরল সহজ বাকশক্তি দান করুক।

  • @riyadhbinkhair2529
    @riyadhbinkhair2529 Рік тому +5

    Salam brother.
    Thanks for helping people to learn reality.
    Some people try to think and understand what is reality.
    But majority people are ignorant.
    They will not come to the right way. They only birkin out of boarder.
    Thanks and welcome.
    We waiting for next....

  • @abdulgofurmridha2013
    @abdulgofurmridha2013 Рік тому +3

    সজল ভাই এখন বাংলাদেশের অনেক আলেমরা ই দেখচ্ছি আপনার যুক্তি কিছু কিছু মানতে বা বুঝতে শুরু করেছে আমার মনে হয় কিছুদিনের মধ্যে আলেমরায় দুই ভাগে বিভক্ত হবে। যদিও এক মত হওয়া সন্বব নয়।

  • @shamsulalambhuiyan4678
    @shamsulalambhuiyan4678 Рік тому +1

    I am an avid follower of your channel, I like the content of the videos and the way the explanation is made. pls keep it up.God bless you, thank you

  • @mohammaduddin2018
    @mohammaduddin2018 6 місяців тому

    Nice 🎉🎉🎉🎉
    Nice discussion 🎉🎉🎉
    Nice explanation 🎉🎉🎉
    Thank you 🎉🎉🎉

  • @mohammadnazmulhasan5717
    @mohammadnazmulhasan5717 4 місяці тому

    আল্লাহ আপনাকে অধিকতর গবেষণা ও আলোচনার সামর্থ্য দান করুন।

  • @arbajnetwork6725
    @arbajnetwork6725 Рік тому +2

    মহান আল্লাহর ইবাদত বা প্রার্থনা নিয়ে, প্রিয় সজল রোশনের জ্ঞানগর্ভ আলোচনার সারসংক্ষেপ হচ্ছে অঙ্গভঙ্গির প্রচলিত নামাজ কোরআনের কোথাও নেই।

  • @moonchand2526
    @moonchand2526 11 місяців тому

    আপনার প্রাঞ্জল ভাষায় বক্তব্য মনোমুগ্ধকর। আমরা অনেক নতুন বিষয় জানতে পারছি যেটা আমাদের আলেম সমাজ এসব নিয়ে কোন কথা বলে না বা জানেও না।

  • @sumonhossen7138
    @sumonhossen7138 Рік тому

    ভাই সবসময়ই আপনার মহামূল্যবান এইসব আলোচনার ভিডিও চাই - আপনার ভিডিওর মাধ্যমে যদি কেউ সঠিক'টা বুজে 🙏

  • @mohammaduddin2018
    @mohammaduddin2018 6 місяців тому

    Nice explanation
    Nice lecture
    🎉🎉🎉🎉🎉🎉
    Thanks Sajal bhai

  • @Ahsanhabiboo7
    @Ahsanhabiboo7 Рік тому +8

    সালাম স্যার❤️❤️

  • @skatabulislam8283
    @skatabulislam8283 Рік тому

    অপূর্ব আমি ভারত থেকে। আমি আপনার নিয়মিত দর্শক

  • @shafatsaleheen3488
    @shafatsaleheen3488 Рік тому +1

    আপনার আলোচনায় ভালো মানুষ হওয়ার অনুপ্রেরণা পাই।

  • @mdkowsaralam7068
    @mdkowsaralam7068 Рік тому +4

    ইহুদিদের নিয়ে একটি আলোচনা করলে উপকৃত হতাম। সবাই ইহুদিদের শত্রু বলে। কিন্তু অতীতের অপরাধের জন্য বর্তমান প্রজন্ম কেন ফল ভোগ করবে? এসব নিয়ে মনে অনেক প্রশ্ন জাগে। আশাকরি আলোচনা করবেন।

    • @sahedkhan9651
      @sahedkhan9651 Рік тому

      আমার ও একই প্রশ্ন

  • @joshuchowdhury1089
    @joshuchowdhury1089 Рік тому

    মহান আল্লাহ তায়ালা আমাদের সরল পথে চলার নির্দেশনা দিয়েছেন। অথচ আমাদের বিরাট অংশ বাকা পথে চলছে। দ্রুত এরা সঠিক পথে ফিরে আসুক। আপনার -আমাদের চাওয়া মহান আল্লাহ তায়ালা কবুল করুন।

  • @engr.md.tofazzalhossain7617

    ভাল লাগলো,
    নামাজ যে সব কাজের ভিত্তি -- তা সুন্দর ব্যাখ্যার মাধ্যমে ফুটে উঠেছে

  • @saikalfayed1746
    @saikalfayed1746 Рік тому +4

    ভাই আপনার বই গুলো অনেক ভালো ।

  • @thefolkguy
    @thefolkguy Рік тому +1

    এই ভিডিওর জন্য প্রতিনিয়ত অপেক্ষায় থাকি।

  • @PRDBangladesh
    @PRDBangladesh Рік тому +1

    আবার নিয়মিত ভিডিও ছাড়ার জন্য সজল ভাইকে ধন্যবাদ

  • @nusabaamazingbeautifulvide6575

    I m very Impressed to watch your videos. May Allah bless you ‼️ & best of luck 🤞🤞🤞😇😇

  • @habibhossain0017
    @habibhossain0017 Рік тому +3

    Thank you❤️❤️❤️

  • @heromahmud8395
    @heromahmud8395 Рік тому +1

    Great job, Excellent.

  • @plato1699
    @plato1699 Рік тому +3

    আপনার কথা বলতে বলতে মাঝের কিছু সিঙ্গেল সিঙ্গেল কথাগুলো এতই ডিপ যে দশ সেকেন্ড ব্যাক করে পুনরায় শুনতে হয়। 💙
    পুরো ভিডিওটা ১৬ মিনিট অথচ আমার শুনতে লেগেছে ৩০ মিনিটের বেশি। সময় গেছে আপনার কথা স্টপ করে ভাবতে ভাবতে। স্টপ করে ভাবতে থাকি আবার স্টার্ট করি।
    আফসোস আমাদের বেশিরভাগের বোধের ভিতর এই প্রজ্ঞাটা মিসিং।

  • @aklapothik3636
    @aklapothik3636 16 днів тому

    আসসালামু আলাইকুম,
    আমি আপনার রিলিজিয়াস মাইন্ডসেটের বেশ কিছু ভিডিও দেখেছি। ভালো লেগেছে। আমি কুরআনের সালাত বনাম আমাদের নামাজ এবং হাদিসের সালাত বনাম আমাদের নামাজ পর্বগুলো দেখলাম। দয়া করে কি জানাবেন বর্তমানে যে নিয়মে নামাজ পড়া হয় এই নিয়মটা প্রথম কিভাবে প্রতিষ্ঠিত হয়? কে তাহলে ৫ ওয়াক্ত নামাজ প্রচলন করেন?
    নবীজির মেরাজে গিয়ে নামাজ আনার যে গল্প প্রচলিত আছে তা কতটুকু বিশ্বাসযোগ্য। কারণ আমার জানা মতে কুরআনে সরাসরি মেরাজের কথা উল্লেখ নেই।

  • @nooraalamsikder3247
    @nooraalamsikder3247 Рік тому +1

    অসাধারণ আলোচনা

  • @abdurrouf1980
    @abdurrouf1980 Рік тому +1

    হাদিস সংগৃহীত ও সংকলিত হয়েছে নবী মোহাম্মদ (সা.) এর মৃত্যুর প্রায় ৩৩০ বছর পর। যদি হাদিস ছাড়া নামাজ পড়া সম্ভব না-ই হয়, তাহলে এই অন্তর্বর্তীকালীন সময়ে মুসলিমরা আনুষ্ঠানিক নামাজ পড়তেন কিভাবে?

  • @Comilla_sani
    @Comilla_sani 7 місяців тому

    আসসালামুয়ালাইকুম আমি আপনার সব ভিডিও দেখি ও আপনার সকল বক্তব্য যুক্তি সংগত ও শিক্ষানীয় আমি ইউটিউব থেকে কয়েকটি ভিডিও দেখলাম যে ২৪ ঘন্টা দায়েমি সালাত পালন করতে এবং কোরআনে উল্লেখ আছে কিন্তু ৫ ওয়াক্ত নামাজ কথা উল্লেখ নায় বর্তমান মোল্লারা সবাই এই দায়েমি সালাত কথা কখনো বলে না তাই আপনার কাছে একটা অনুরোধ করছি যে দায়েমি সালাত নিয়ে একটি ভিডিও বানান

  • @mdmusharrafhussain4980
    @mdmusharrafhussain4980 Рік тому

    পৃথিবীর হাজার হাজার আলেমের ১২ টা বাজতে আপনার একটা ভিডিও ই যথেষ্ট,,,,

  • @shohan220
    @shohan220 Рік тому

    সালামুনআলাইকুম।
    সজল ভাই অসংখ্য ধন্যবাদ সালাত নিয়ে সুন্দর বিশ্লেষণের জন্য।

  • @mahafuzurrahman1514
    @mahafuzurrahman1514 Рік тому +1

    ভালোবাসার আরেক নাম সজল রোশন ভাই

  • @মুক্তির_চেতনা

    দ্যাখেন আপনাকে গ্রহণ করতে পারছিনা।
    আপনি এমন একজন মাওলানা সাথে নিয়ে আলোচনা করুন, যাকে বাংলাদেশের সবাই চিনে

  • @tamimanusrat
    @tamimanusrat Рік тому +2

    onekdin wait korchilam....

  • @hafejabdullah6482
    @hafejabdullah6482 Рік тому +1

    ইনশাআল্লাহ কোরআন ও হাদীস উভয়টাই মানবো,🙂

  • @user-wu4cs3ow5y
    @user-wu4cs3ow5y 4 місяці тому

    অসাধারণ আলোচনার জন্য ধন্যবাদ

  • @nooraalamsikder3247
    @nooraalamsikder3247 Рік тому +1

    আপনার কাছে আমার প্রশ্নঃ পৃথিবীতে এখন কোরআন প্রতিষ্ঠা হবে কিভাবে? এখন পৃথিবীর কোথাও তো কোরআন প্রতিষ্ঠা নেই।

    • @AdvocateSRSumon
      @AdvocateSRSumon Рік тому

      আগে মুসলমানদের দলে দলে বিভক্ত বন্ধ করতে হবে। এই সেই অমুক তমুক ইত্যাদি। এখন মসজিদ আলাদা হয়ে যাচ্ছে। শিয়া মসজিদ সুন্নি মসজিদ ইত্যাদি। তাবলিগ দুই ভাগে ভাগ হল।

  • @bozlulkarim5079
    @bozlulkarim5079 3 місяці тому

    মানুষ মারা গেলে তার আত্মা চলে যাবে ইল্লিন বা সিজ-জিনে। প্রশ্ন হচ্ছে হাশর পর্যন্ত ইল্লিনের সুখ এবং সিজ জিনের কষ্ট সম্পর্কে একটু বলবেন।

  • @emranhussaindhaka
    @emranhussaindhaka Рік тому

    সজল ভাই এখন বাংলাদেশের অনেক আলেমরা ই দেখচ্ছি আপনার যুক্তি কিছু কিছু মানতে বা বুঝতে শুরু করেছে আমার মনে হয় কিছুদিনের মধ্যে আলেমরায় দুই ভাগে বিভক্ত হবে। যদিও এক মত হওয়া সন্বব নয়।- আমি আপনার কথা ছড়িয়ে দিচ্ছি- মানুষের জন্য তারা যেন আল্লাহ্‌র পথে- আলোর পথে আস্রে পারে

  • @ultapaltarajniti
    @ultapaltarajniti Рік тому

    অনেক ধন্যবাদ, অনেক দিন পর আপনার ভিডিও পেয়েছি , অপেক্ষায় থাকি কখন আপনি ভিডিও আপলোড করবেন, আশা করবো আরো বেশি বেশি আপনার ভিডিও পাবো

  • @noimulislam41
    @noimulislam41 Рік тому +3

    অসংখ্য ধন্যবাদ ❤️

  • @shiplushorif
    @shiplushorif Рік тому

    পৃথিবী থেকে নবীর চলে যাওয়ার পরে , খেলাফায়ে রাশেদার সময়ের ‍ও অনেক পরে হাদিস সংরক্ষন শুরু হয়, 200 বছর পরে ... তাতে আবু-বকর এর হাদিস, ওমর এর হাদিস আসবে কেমন করে ? প্রশ্নের উত্তর টা দিলে আপনাকে বিশ্বস করতে সুবিধা হতো !! ধন্যবাদ

  • @heromahmud8395
    @heromahmud8395 Рік тому

    এগিয়ে যান, ফরাসী বিপ্লব সমাগত, ধর্মের ব্যাবসায়ীরাও এবার সঠিক রাস্তা খুজে পাবে।ভাল থাকবেন,শুভকামনা নিরন্তর।

  • @user-ox3yg7io4w
    @user-ox3yg7io4w 8 місяців тому

    অসাধারণ আলোচনা ভাইয়া

  • @mhroyel9987
    @mhroyel9987 Рік тому +3

    রাসূলের পুরো জীবন টাই কুরআনের প্রতিচ্ছবি।

  • @yousufhosen3581
    @yousufhosen3581 Рік тому +1

    অনেক ভালোবাসা...!

  • @md.rafiqulislam5968
    @md.rafiqulislam5968 Рік тому +2

    আলহামদুলিল্লাহ্

  • @abdulkhaleque2398
    @abdulkhaleque2398 Рік тому

    সাবাস সজল রোশান খাঁটি মুসলমান Bravo! Shojol Sajal Roshan Pure Musolman.

  • @listensesstudio7809
    @listensesstudio7809 Рік тому

    আপনার ভিডিওএর অপেক্ষায় থাকি চাতকের মত। অন্য রকম তৃপ্তি এনে দেয় আপনার আলোচনা।