Subscriber হারানোর ভয়ে মিথ্যে বলতে পারবো না | Bangladesh | Muslims

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 458

  • @Radhakrishna14369
    @Radhakrishna14369 8 місяців тому +40

    যেখানে সংখ্যায় কম থাকে সেখানে সেকুলারের নাটক আর যখন বেশি হয় তখন ইসলামিক জিহাদের নাটক এই জন্য পৃথিবীতে 57 টা ইসলামিক কান্ট্রিতে একটাতে গণতন্ত্র নেই সেক্যুলারিজম নেই এটাই ইতিহাস বর্তমান ভবিষ্যৎ আর বাকিটা আপনাদের নাটক

  • @sankargopaldutta3236
    @sankargopaldutta3236 7 місяців тому +7

    আমি বাংলাদেশ বিরোধী নই (বংশ পরম্পরায় পঃবঙ্গ বাসি হওয়া সত্ত্বেও) কিন্ত মনেকরি বাংলাদেশিরা যতনা বাঙালি তারচেয়ে অনেক বেশি মুসলমান

  • @samsungsam7670
    @samsungsam7670 8 місяців тому +11

    আমার ও বাংলাদেশ যাওয়ার ইচ্ছা আছে। আমাদের পূর্বপুরুষদের ভিটে ছিল বাংলাদেশে। ❤❤❤🙏

    • @imtiazali8769
      @imtiazali8769 8 місяців тому

      আমার পিতা তথা দাদা ( পিতার আব্বার দেশের বাড়ী ছিল, রানাঘাটের আঁইসতলা গ্রামে। রানাঘাটের পাল চৌধুরী স্কুল থেকে আমার আব্বা মেট্রিকুলেশন পাস করেছিলেন। সেটা সম্ভবত, ১৯৩৭ সালের দিকে। তারপর কাচনাপাড়া রেলওয়ে কারখানায় চাকুরিতে নিযুক্ত হন। পরবর্তী তে, ১৯৪৭ সালের পর অপশন দিয়ে সৈয়দপুর রেলওয়ে কারখানায় নিযুক্ত হন। আর পুরো পরিবার নিয়ে চলে আসতে হয় পুর্ব পাকিস্তানে তথা আজকের বাঙলাদেশে। আর এটা অবশ্যই সমসাময়িক রাজনৈতিক কারনেই ঘটেছিল এবং এর জন্য কোন পক্ষ দায়ি, তা নিয়ে কিন্তু ভিন্ন ভিন্ন মত রয়েছে। সে কথা বলতে গেলেও বলা যায় না। আমি এ ব্যাপারে অনেক বই পুস্তক পড়েছি। এ বিষয়টি জানতে। তবে আপনি যে বললেন বাঙলাদেশে হিন্দু দের অত্যাচার বেশি হয়। এবং পশ্চিম বাংলায় তুলনামুলকভাবে মুসলমানদের কম অত্যাচার হয়! এটা একটি বিতর্কিত বিষয়। তবে আমি তো দেখি আমাদের দেশের হিন্দুরা ভালোই আছে।

  • @Kowser_Faroque
    @Kowser_Faroque 8 місяців тому +6

    ধন্যবাদ , ভিডিওটা ভালো লাগলো।কলকাতায় আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে। আমি দিল্লি মুম্বাই বা চেন্নাই গেলে দেশে ফেরার সময় তাদের সাথে দেখা করার জন্য কলকাতায় দুয়েকদিন থামতেই হয়। আমাদের হৃদয়ে সবার জন্য শুভকামনা ও ভালোবাসা রয়েছে কিন্তু আপনাদের প্রনববাবু রাষ্ট্রপতি থাকা অবস্থায় হতে আজ অবধি ভারত সরকার নিজেদের সুবিধার জন্য আমাদের দেশে একটি স্বৈরাচারী শাসন চাপিয়ে দিয়েছে সতেরো বছর ধরে। ভারতের আপামরসাধারণের সাথে কোন রাগ নাই, কখনো কখনো অভিমান হতে পারে কিন্তু ভারতের রাজনৈতিক নেতৃত্ব তাদের আচরনের কারনে আমাদেরকে বিক্ষোভ্ধ করে তুলেছে।
    আপনাকে চট্টগ্রামে স্বাগতম জানাই। আমার অতিথি হয়ে আসবেন, কয়েকদিন ঘুরে বেড়াবো।

    • @Rkrkmkj99
      @Rkrkmkj99 8 місяців тому

      Bnp sorkarer amole hinduder sathe ki hoyechilo tokhon apnara ki vumika niyechilen

    • @amlansarkar1960
      @amlansarkar1960 6 місяців тому

      আপনার ধারণা ভুল এবং এই ভুল ধারণা আপনাদের সরকার বিরোধী নেতারা তৈরী করেছে। কোন দেশের রাজনীতিতে বিশেষ করে সেই দেশ যদি আর্থিক ভাবে মজবুত হয় তাদের দেশের সরকার তৈরী সম্পূর্ণ তাদের জনগণের হাতে থাকে, বিদেশি কোনো রাষ্ট্রের পক্ষে এখানে প্রবেশ করে এর নিয়ন্ত্রণ করা অসম্ভব। হতে পারে বিদেশি শক্তি চাইবে তাদের পছন্দের দল ক্ষমতায় আসুক।।যেমন বাংলাদেশের আওয়ামী লীগ ক্ষমতায় আসুক চীন এবং ভারত দুটো দেশ চেয়েছে কিন্তু তারা ক্ষমতায় বসিয়েছে? সত্যি বাংলাদেশের সাধারণ মানুষ কতটা কম ভাবনা চিন্তা করে এটা তার জলন্ত উদাহরণ। নমষ্কার নেবেন।

  • @robiulawal5333
    @robiulawal5333 8 місяців тому +27

    যাদের মাঝে হিংসা বিদ্বেষ নাই আমরা সেই সমস্ত বাঙ্গালীদের ও ভারতীয়দের সম্মান করি । বাংলাদেশ থেকে ।

    • @rajachowdhury230
      @rajachowdhury230 8 місяців тому

      Hingsa thakar jonne compitetor hoa dorkar vai....Bangladesh to india te theke Kom kore 100 years pichiye aachhe...seta ki bujhte parchhi na....naki hujur tomader marha nosto kore diachhe...? 0:04

    • @SleepyBinaryCode-wy8ul
      @SleepyBinaryCode-wy8ul 8 місяців тому

      আমিও আমারও হিংসা বিদ্বেষ নেই,কিন্তু আমার ধর্ম বলে কাফেররা নিকৃষ্ট। আহা বড়ই আচানক নয়কি এই রং বদলানো গিরগিটি গুলো।

  • @Shalishuka369
    @Shalishuka369 6 місяців тому +2

    খুব তাড়াতাড়ি এমন সময় আসছে..যেদিন বলতে হবে আমার root পশ্চিমবঙ্গে ছিল...আবার উদ্বাস্তু হওয়ার সময় যে আসছে...সেটা এখন বেশ ভালই বোঝা যাচ্ছে...

  • @MRTREPLEGAMING
    @MRTREPLEGAMING 8 місяців тому +1

    নিশ্চয়ই আসমান ও জমিন সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনে নিদর্শন রয়েছে বোধসম্পন্ন লোকদের জন্য।- সুরা আলে ইমরান

  • @LinaM-np6fg
    @LinaM-np6fg 8 місяців тому +3

    কুণালদা আপনার প্রতিটি video অত্যন্ত শিক্ষনীয়।

  • @drghosh793
    @drghosh793 8 місяців тому +76

    বাংলাদেশ নিয়ে আদিখ্যেতা ছাড়ুন। নিজেকে পুরোপুরি পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসী ভাবতে শুরু করুন

    • @ajoypandit5034
      @ajoypandit5034 8 місяців тому +4

      হঠাৎ একি কান্ড,

    • @DipakKumar-lo5vl
      @DipakKumar-lo5vl 8 місяців тому +4

      কথাটা ঠিক বলেছ।

    • @SheikhShipu-m8v
      @SheikhShipu-m8v 8 місяців тому +4

      ব্রিটিশ রা ভাগাভাগি করে গেছে বর্ডার। আর তুমি গোটা জাত কে ভাগ করে ফেলছো।ভূমি ভাগ হয়েছে বটে,জাত কি আর ভাগ করা সম্ভব!!!??? জাত ও ভাগ করা সম্ভব যদি তুমি ব্রিটিশ হয়ে যাও।

    • @TRT-bangla
      @TRT-bangla 8 місяців тому

      পশ্চিম বঙ্গের মানুষের মধ্যে বাংলাদেশের প্রতি প্রানের টান থাকবে আর বাংলাদেশের মানুষের মধ্যে পশ্চিমবঙ্গের প্রতি প্রানের টান থাকবে এটা বাস্তবতা ।আপনি না মানলে ও এটাই সত্যি ।আমরা বাংগালী ।আমরা বাংলায় কথা বলি।

    • @theseeker7938
      @theseeker7938 8 місяців тому +4

      ​@@SheikhShipu-m8vআমরা ভারতীয় বাঙালী এটাই আমাদের পরিচয়। আমাদের আর আপনাদের কালচার আলাদা।

  • @DayaBairage
    @DayaBairage 8 місяців тому +8

    মানবতার কথা বলেছেন শুনে খুশী হলাম। কিন্তু কতজন মানুষ মানবতার কথা বুঝতে পারে। এখানেই সমস্যা। ❤❤❤

    • @AbulMonsur-v2c
      @AbulMonsur-v2c 8 місяців тому

      মানবতার উপর কোনো নির্ভরযোগ্য বই আছে?

  • @malasaha1011
    @malasaha1011 8 місяців тому +11

    কিছু বলার বা লেখার মত কথা খুঁজে পেলাম না । খুব সুন্দর বিশ্লেষণ 👍।

  • @saptarshiadhikary3736
    @saptarshiadhikary3736 7 місяців тому +1

    15:03 তার মানে বাংলাদেশে ভালোবাসা নেই, শয়তান রয়েছে, রাক্ষস রয়েছে। তাই তো...?? জেনে খুব খুশি হলাম

  • @tapankumarmisra8337
    @tapankumarmisra8337 8 місяців тому +18

    ভাই, আপনার আলোচনাটি খুব মনোযোগ দিয়ে শুনলাম। আপনি আপনার সাধ্যমত খুব সুন্দর ভাবে মৈত্রী ও মানবতার বাণী তুলে ধরেছেন। আমরা সাধারণ মানুষ। অহিংসা ও শান্তি তে প্রকৃত মানুষ হিসেবে ধর্ম, রাজনীতি, বর্ণ দূরে সরিয়ে রেখে সহাবস্থানে বিশ্বাসী। কিন্তু এটা তো আপনি মানবেন যে এই মানসিকতা কখনও এক তরফা হতে পারে না। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের ভূমিকা অনস্বীকার্য। অথচ সেই বাংলাদেশ থেকে হিন্দুদের কেন বাধ্য করা হয় তাদের ভিটেমাটি ছাড়তে? আপনার পরিবার ও এই ভয়াবহ অবস্থার শিকার। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যদি উদ্যোগ না নিতেন বাঙালী হিন্দুদের জন্য পশ্চিম বঙ্গ কে ভারতের সাথে রাখার তাহলে আজ আমাদের(প্রসঙ্গত আমি এই বাঙলার) এবং আপনাদের মত লাখো লাখো বিতাড়িত বাঙালি দের আজ কি দূর্দশা হত? আজ ও কেন বাঙলা দেশী হিন্দু রা পশ্চিম বঙ্গে চলে আসছেন? তাই আপনারা এবং অনেকেই যখন দুই বাংলার কথা বলেন সেগুলো শুনতে ভালো লাগলেও বাস্তব কিন্তু অন্য কথা বলে এবং আপনাদের এই আলোচনা গুলো মনে হয় যেন আদিখ্যেতা ছাড়া আর কিছুই নয়।

    • @sabitapal7458
      @sabitapal7458 8 місяців тому

      Shikhha babosthai pare oparer beshir vag loker manosikota k poriborton korte.....

    • @khairulminar155
      @khairulminar155 8 місяців тому

      বাংলাদেশে কেউ কখনও হিন্দুদের নির্যাতন করে না একমাত্র নির্যাতন করে এই হাসিনা সরকার ভোট ব্যাংকের জন্য আর হিন্দুরা যুদ্ধের সময় ভয়ে ভারত চলে গিয়েছিল তাছাড়া কোন হিন্দু বাংলাদেশকে মনে প্রাণে লালন করে না তারা সবসময়ই ভারতকেই লালন করে থাকে তাই তো বাংলাদেশের হিন্দুরা থাকে বাংলাদেশে কিন্তু সম্পত্তি করে ভারতে এখানে কার দোষ?

    • @surerdharay1627
      @surerdharay1627 8 місяців тому +1

      ওরা তাড়া খেয়ে,সহায় সম্পদ,সম্মান সম্ভম খুইয়ে দেশান্তরি হয়ে বামধারী সেজে বসেছেন তো? কী লুকোচ্ছেন?

  • @ajoypandit5034
    @ajoypandit5034 8 місяців тому +1

    সত্যি কথা বলে খুবই ভালো লাগলো। ধন্যবাদ❤❤❤

  • @debarshiroy9274
    @debarshiroy9274 8 місяців тому +29

    জয় বাংলা, জয় ভারতবর্ষ। আর বাংলাদেশেরও ভালো হোক।

    • @shakilakhatun1058
      @shakilakhatun1058 8 місяців тому +1

      সবার উপরেমানুষসত‌্যম

    • @smarifahmed1761
      @smarifahmed1761 8 місяців тому

      আলহামদুলিল্লাহ ভালো লাগলো আপনার কথা শুনে 👏👏👍👍🇧🇩🤲

    • @Radhakrishna14369
      @Radhakrishna14369 8 місяців тому +1

      বাংলাদেশ বলতে কি শুধু মুসলমানেরই ভালো হবে হিন্দুদের না কারণ সেটা তো একটা ইসলামিক দেশ যেখানে হিন্দুরা কাফের হয় তাদের কোন অধিকার থাকে না মানুষ হিসাবে।

    • @Radhakrishna14369
      @Radhakrishna14369 8 місяців тому +4

      আপনার নিচে কমেন্ট করেছে দেখুন বাংলাদেশ থেকে সেক্যুলার কমিউনিস্ট ভাই সেটাও ধর্মীয় কমেন্ট

    • @Radhakrishna14369
      @Radhakrishna14369 8 місяців тому

      সংখ্যায় কম থাকলে সেক্যুলার হয়ে যায় আর সঙ্গে বেশি হয়ে হলে ইসলামিক জিহাদী হয়ে যায় এটাই সত্য তখন ইসলামিক দেশ বানাতে হবে সেকুলার দেশ না তাই জন্য পৃথিবীতে স্বাধীনতা দেশ একটাতেও সেকুলার না সবকটা ইসলামিক পুরোটাই নাটক হাস্যকর আর কিছুই না বুঝেও না বোঝার ভান করা লোক পৃথিবীর জন্য বিপদজনক

  • @MRTREPLEGAMING
    @MRTREPLEGAMING 8 місяців тому +1

    لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ (ﷺ)
    La ilaha illallahu muhammadur rasulullah
    (sallallahu alaihi oasallam)
    Meaning: Allah is one and there is no god. Prophet Muhammad (PBUH) is the Messenger of Allah
    لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ (ﷺ)
    লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
    অর্থ : আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই এবং মুহাম্মদ (সাঃ) আল্লাহর রাসূল।

  • @razKapur-u8m
    @razKapur-u8m 6 місяців тому

    অসাধারণ ডেলিভারি ভাই, দাওয়াত থাকলো আসেন ভাই।

  • @dipenduchakraborty6091
    @dipenduchakraborty6091 7 місяців тому

    মুসলিম যেখানে সংখ্যালঘু সেখানে সেক্যুলারিজম নিয়ে লাফালাফি করছে, আর যেখানে সংখ্যাগুরু সেখানে ইসলামিক কান্ট্রি.....

  • @sumana285
    @sumana285 7 місяців тому

    ❤️💐👍WOW WONDERFUL TALK SAME TALK MY G MOM WAS SAY TO HOW MISS BANGLADESHI OLD TIME PEOPLE BORN BROUGHTAP THEAR 👍💐

  • @prodipmollick6610
    @prodipmollick6610 6 місяців тому

    খুব ভালো লাগলো দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
    আমি একজন বাংলাদেশী

  • @miahmannan5235
    @miahmannan5235 8 місяців тому

    Excellent, Highly appreciated.I salute you for your great views

  • @sujaysengupta505
    @sujaysengupta505 8 місяців тому +33

    চোর না শোনে ধর্মের কাহিনী। আপনি হঠাৎ এত তেল marchen কেন। আর এত সাফাই dicchen কেন বুঝলাম না।

  • @maksudurrahmanmohan605
    @maksudurrahmanmohan605 6 місяців тому

    কথা বলবার নয়, কাজ করে দেখানোর সময় এসে গেছে।দেয়ালে পিঠ ঠেকে গেলে বিড়ালও বাঘ বনে যায়।আমরা (বাঙ্গালার) নড়বড়ে মুসলমান, রক্তের বিনিময়ে স্বাধীনতা ছিনিয়ে আনতে জানি।ঢাকার ভাষা ভালই রপ্ত করেছেন নাটক দেখে ও ঠাকুম্মার মনের গহীন কোন হতে। আমাদের আল্লাপাকে খুশি করতে বেশি খরচ করতে হয়না, শুধু এটুকুই পার্থক্য দেখি,জানেনতো! মানুষকে, বেশি বোঝাতে হয় কি!

  • @samarhare3779
    @samarhare3779 6 місяців тому

    পৃথিবীর সকল মানুষের মানবিকতা থাকা চাই,
    মানবিকতা ছাড়া কোনো দেশেই শান্তি নাই।
    অমানবিক কার্যকলাপের জন্য সঠিক শাস্তি চাই,
    তবেই পৃথিবীতে বাঁচার আনন্দ পাই।

  • @sudeepabiswas487
    @sudeepabiswas487 8 місяців тому +3

    খুব সুন্দর ভাবে বোঝালেন। আমিও বাঙাল।

    • @ajoypandit5034
      @ajoypandit5034 8 місяців тому

      আমিও কিন্তু বাঙাল !! আপনি কোন জেলার বাঙাল একটু বললে ভালো হতো ! আমিতো পাবনা জেলার!

  • @sukumarmondal8307
    @sukumarmondal8307 8 місяців тому +34

    দাদা আপনি বললেন যে আপনার ঠাকুমা কেন বাংলাদেশে থেকে ভারতে চলেএলেন বললেন না কেন কিছু লুকোনোর চেষ্টা করলেনা তো?

    • @rakhalseal5744
      @rakhalseal5744 8 місяців тому +3

      Lajja dhacktay .

    • @surerdharay1627
      @surerdharay1627 8 місяців тому +2

      আহাহা,বিভাজনের উর্ধে 23:28 আপনার পূর্ব পুরুষেরা বুঝতে শিখেনি, তাই না?

    • @babukhan1227
      @babukhan1227 8 місяців тому

      এখান থেকেও অনেক মুসলিম বর্তমান বাংলাদেশে উদ্বাস্তু হয়ে দেশান্তরিত হয়েছিল,

    • @kazirajib9170
      @kazirajib9170 8 місяців тому

      দেশ ভাগের সময় ভোটে পূর্ব বঙ্গের মুসলিম প্রতিনিধিদের সমর্থন ছিলো দেশ ভাগের বিপক্ষে আর পশ্চিম বঙ্গের হিন্দু প্রতিনিধিদের পূর্ণ সমর্থন ছিলো দেশ ভাগের পক্ষে। শরৎ বস, শ্যামা প্রসাদ, রাজেন্দ্র প্রসাদ, বল্লভভাই প্যাটেলের দেশ ভাগের পক্ষে কঠোর অবস্থানের কথা ভুলে না যাই।
      সবাই জেনে নিবেন দেশ ভাগ কাদের কারনে হয়েছে।
      আর কোন দেশের মালিকানা কখনও ধর্মের ভিত্তিতে হয়না। ভারত হিন্দুর দেশ না। ভারত শংকর জাতিগোষ্ঠীর ভূমি। অস্ট্রিক, দ্রাবিড়, মঙ্গল, অনার্য, বহিরাগত আর্য, মঙ্গল, নৃগোষ্ঠী সব মিলিয়ে ভারত ভুৃমি।

  • @somrajchakraborty7297
    @somrajchakraborty7297 8 місяців тому

    কুনাল দা তোমার গলায় ভয়েস অসাধারণ 🥰🥰👌👌বাংলাদেশ বাঙালি কাছে আবেগ আর ভালোবাসা ❤❤ অসাধারণ 👌👌

  • @surerdharay1627
    @surerdharay1627 8 місяців тому +3

    সন্দেশখালির কথা বলুন মমতাজের,সেখ সাজাহানদের কথা, বলুন। এটিও মানুষের, মনুষত্বের বিষয়।

    • @sksajjad345
      @sksajjad345 8 місяців тому +1

      গুজরাটের কসাই মোদী কে নিয়ে একটু কথা বলুন 👆👆👆

    • @TapanDebnath-fp9rl
      @TapanDebnath-fp9rl 8 місяців тому +1

      ​@@sksajjad345bangladash ar Hindu nirjatan niya aktu bolun

    • @himangsuroy2900
      @himangsuroy2900 8 місяців тому

      @@sksajjad345 aktu mugol der niya bolun, ki rokom ottachar korce mugol ra.

  • @biswanathdhar1428
    @biswanathdhar1428 8 місяців тому

    Thank you DADA for your good conversation. And logical conversation.

  • @Hitchiking_in_Europe
    @Hitchiking_in_Europe 8 місяців тому +2

    Well, valiant effort to appease the Islamic subscribers. At the time of Independence East Pakistan/Bangladesh had a Hindu population of 17%, now it is 7%. India had 11% Muslims and now 27%. So, these statistics tell the story of which country has preserved its minorities well.

  • @md.saifurrahman1796
    @md.saifurrahman1796 8 місяців тому

    অসাধারণ বিশ্লেষণ। খুব ভালো লাগলো।

  • @tapasibose5538
    @tapasibose5538 8 місяців тому +4

    মানবিকতাপূর্ণ সুন্দর বিশ্লেষণ

  • @sangeetaduttabanik.
    @sangeetaduttabanik. 8 місяців тому +3

    Tomar Kotha Gulo Ekdom Thik...100% Sthik...💞💞💞🇮🇳🇧🇩🇮🇳🇧🇩...Prokito Manush Howatai Asol Bepar...Setai Sorbo Prothom...Sob Theke Besi Proyojon...Setai Besi Dorkar...Jeta Desh,Dhormo,Bhasha Eisober Urdhye...Kintu Manusher Modhye Setai Ekhonkar Somoye Dariye Bolchi...Porimane Khub Kom...!!...Manusher Modhye Moiyetri Bandhoneri Vison Vison Proyojon...!!
    Kunalda Tomrao Borishaler...Amrao Borishaler...Tomar Purbo Purush Bangladesher...Amar Purbo Purush o Bangla Desher...Amar Maa der Purbo Purusher Desho Bangla Desher...Tbe Amar,Baba,Maa Tader Jonmo o Eikhane...Amader Jonmo o Eikhane...😊😊😊
    1 Ghanta Pore Dekhechi...48 Numbar's Like 👍 Korechi...😊😊😊

  • @humayunkabir636
    @humayunkabir636 8 місяців тому +3

    কুনাল বাবু আপনার মধ্যে দেশ প্রেম যদি এতো জাগ্রত হয় তবে নেহেরুর ভারত ভাগ এবং শামা প্রসাদ মুখ্যাজির বাংলা ভাগ কে ভুলে গিয়ে 47 আগে যে বাংলা ছিল সেটা ফিরে পাওয়া যায় কিনা দেখেন।আপনাকে একটা কথা বলি আমরা বাংলাদেশের মানুষ আমাদের মধ্যে সার্থপরতার সংখ্যা কম উদার মনের মানুষই বেশী এর প্রমান হলো বাংলাদেশ সাধীন হওয়ার পরে এদেশ থেকে অনেক সনাতনী ধর্মের লোক পশ্চিম বাংলায় চলে গিয়েছে অভাবের জন্য কোন অত্যাচারের জন্য নয় সাধীনতার সময় আমি 15 বছরের বালক দুর্ভিক্ষের কারনে খাইতে না পেয়ে ঘাসের বীজ সিদ্ধ করে খেয়েছি কিন্তু দেশ ছে ড়ে কোথাও যাই নাই
    তখন একথাও ভাবিনাই দুই বাংলা এক হয়ে গেলে ভাল খেতে পারব কিন্ত এখন ভাবি কারন যারা নিজেদের স্বার্থের চিন্তা করে এদেশ থেকে পাড়ি দিয়ে পশ্চিম বাংলায় গিয়েছে সেই পশ্চিম বাংলা থেকে আমাদের অবস্থা আমরা চেষ্টার দারা ভাল করতে পেরেছি ।এখন এক না হলে আমাদের কোন অসুবিধা নেই তথাপি আপনাদের অনেক আবেগের ভিডিও দেখে মনে হয় এইটাইতো ভালো যদি একই ভাষার মানুষ আমরা একসংগে থাকতে পারি।

    • @mrkarim128
      @mrkarim128 8 місяців тому

      আগে তাদেরকে ভারত থেকে বের হয়ে আসতে বলেন তারপর আমরা ব্রিহত বাংলাদেশ গড়ব.

    • @rakhimukerji7937
      @rakhimukerji7937 7 місяців тому

      Thd people who became homeless have emotion.But plenty of water has gone through Ganges and we are separate countries.zNow.

    • @playwithSaptak09
      @playwithSaptak09 7 місяців тому

      ভুল বাঙলাদেশের মানুষ হিন্দুদের উপর প্রতিনিয়ত অত্যাচার করে

  • @malotimajumder7477
    @malotimajumder7477 8 місяців тому +1

    D, maiumdar, (১) আমি পূর্ব পাকিস্তান থেকে বাং
    লা,দেশ স্বাধীন হওয়ার (৯)মাস আগে পাক সেনার
    অত্যাচার থেকে বাঁচতে এক সন্ধ্যায় আমরা (৫)জ
    ন, ভারতের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, সারা রাত পাহাড়ের ভিতরে হেঁটে

  • @ronymajumder8256
    @ronymajumder8256 8 місяців тому +1

    @Kunal Da tomar kotha tomar kaj amake vison onupranito kore , khub Valo lage, jani na kara tomai Islam birodhi vabe , Amar mote tomar moto ekjon jenuine jutipurno niropekkho manush paoya khub kothin , Ami tomar proti video dekhi , tomar personality khub khub valo lage dada , Tumi ekjon really sob dhormer somman kora ekjon balanced Manus, Actually aro valo kore bolte gale bolte hoi je Netaji vokto hoi se kokhono konodino kono dhormer boundary moddhe thakte pare na, Netaji amader chirokal hridoy jure thakben, Ar ekjon Netaji premi hoye bolte pari tomar jukti purno kotha khub sundor lage , valo lage, eivabei egiye jao dada ....Netaji tomar sathe thakben, Netaji premider kokhono konodino dhormo jati diye bedhe rakha jai na...Jai Hind...Long live Netaji..

    • @VoiceofKunal
      @VoiceofKunal  8 місяців тому +2

      খুব ভালো থেকো। ❤️

  • @sonof-science8568
    @sonof-science8568 8 місяців тому

    : Fabulous mate. Right you're. Our language, culture and the rute is the same. Humanity is the main and only virtue. Stay safe.

  • @zafarchowdhury4603
    @zafarchowdhury4603 8 місяців тому

    অসাধারন, ধন্যবাদ |

  • @ranjupurkaystha2646
    @ranjupurkaystha2646 8 місяців тому +9

    কেন তোমার পূর্বপুরুষ পূর্ব পাকিস্তান থেকে পালিয়ে গেছে সেটা তো বলনি

  • @abpmcumphcacctpanbarishc6105
    @abpmcumphcacctpanbarishc6105 8 місяців тому +1

    Dada Bangladesh er wazi Anytulla tarpor madani era kemon waz kore ektu sunben

  • @TahminaIslam-bd4zd
    @TahminaIslam-bd4zd 8 місяців тому +1

    Thanks for your explanation. Man who are in power, most of person are not good, not think for poor person, try to take advantage by conflict.

  • @rupaparuialltime
    @rupaparuialltime 8 місяців тому +3

    কুনাল খুব ভালো বলেছো। মনটা ভরে গেল।❤❤❤❤

  • @pradipbanerjee9474
    @pradipbanerjee9474 8 місяців тому

    Incredibly well-spoken and logical.

  • @jamalUddin-p5o8c
    @jamalUddin-p5o8c 8 місяців тому

    বাংলাদেশে প্রথম আমার বাড়িতেই আসবেন, অনেক অনেক ভালোবাসা দিবো, আড্ডা, খাওয়া, ঘুরাঘুরি সব করবো আপনাকে নিয়ে। ভালো থাকুন সব সময়।

  • @thakurmanimandal8384
    @thakurmanimandal8384 8 місяців тому

    Apnake thanks apnar uchha chintar janny but Jara hinsh plan kore dharmer bhay dakhie unity kre charay Tara unchanged thake

  • @mallikamandal8848
    @mallikamandal8848 8 місяців тому +1

    খুব সুন্দর আলোচনা!

  • @Ramimg9
    @Ramimg9 8 місяців тому +1

    বাংলাদেশে এসে ঘুরে যান অপরূপ সুন্দর দেশ

  • @parimaldas591
    @parimaldas591 8 місяців тому +1

    ভালো থাকুন বাংলাদেশের মানুষ ও পশ্চিম বাংলার মানুষ সিএএ কোনো বাধা হবে না।

  • @madhuchhandachatterjee8661
    @madhuchhandachatterjee8661 8 місяців тому +1

    খুব সুন্দর বিশ্লেষণ করেছেন ভাই ❤❤

  • @jyotijamesgomes
    @jyotijamesgomes 8 місяців тому

    আপনি বলেছেন মান ও হুশ❤, কথাটা একেবারেই 100 ভাগ সত্য❤। যার মান ও হুশ আছে সেই তো মানুষ❤। ধর্ম ও রাজনীতি কে ব্যবহার করে যারা নিজেদের ফয়দা হাসিল করে? ওটা তো ওদের কাছে ব্যবসা? যারা এগুলোর বাইরে, অর্থাৎ সাধারণ খেটে খাওয়া সরল গরিব মানুষ❤, তারা কখনো লুটপাট ধ্বংস অন্যের ক্ষতি করতে পারে না?

  • @somadutta2731
    @somadutta2731 8 місяців тому +7

    শুভ সন্ধ্যা আপনাকে🙌🤞👍
    আপনার কি মনে আছে?
    নাহ্ তখন আপনি জন্মগ্রহণ করেন নি।
    বাড়িতে যখন প্রথম টিভি আসে
    1980
    টিভির অ্যানটেনার সাথে আরেকটা অ্যান্টেনা নিতে হতো। সাইজ এ ছোটো।
    "বাংলাদেশের অ্যান্টেনা" নাম ছিল।
    যখন কোলকাতা দূর দর্শন বলে কিছু ছিলনা।
    দিল্লীর program দ্যাখানো হতো।
    এক ঘন্টা কি আধ ঘন্টা বাংলা অনুষ্ঠান খবর হতো কোলকাতার।
    তখন ঐ বাংলাদেশের
    অনুষ্ঠান দেখতাম বেশির ভাগ
    সময়।
    ওদের ঘড়ির সময় আমাদের থেকে আধ ঘন্টা এগিয়ে।
    খুব সম্ভবতঃ চার ঘন্টা অন্তর অন্তর খবর হতো।
    ভালো ভালো পুরণো দিনের ইংরাজী সিনেমা
    এখন যে মন "সিরিয়াল ময়"
    হয়ে গেছে টিভি
    সেরকম ওখানে দেখতাম
    বছরের পর বছর চলত।
    আমার মা দের সময়ের ইংরাজী সিনেমা দ্যাখার সৌভাগ্য হয়েছিল।
    আজ থেকে কত বছর আগে।
    এই প্রতিবেশি দেশ কে
    তাদের মানুষজন কে ভালবেসে
    ফেলেছি।
    আজ ও দেখি বাংলাদেশ খবর।
    শষ্য শ্যামলা বাংলাদেশ🌹

  • @behushbangali
    @behushbangali 8 місяців тому +1

    Of late Allahabad high court has banned madrasha education in UP. Kindly have your say on this and muslim killing for slaughtering cows. Thank you.

  • @fatayelmahmud6231
    @fatayelmahmud6231 8 місяців тому

    আপনি বিরোধী হন সমস্যা নাই তবে তাকে জেনে তার অসাড়তা সবার সামনে প্রকাশ করুন,,,, আল্লাহ পাক আপনাকে হেদায়েত দিক

  • @SampaDas-e8p
    @SampaDas-e8p 8 місяців тому +2

    Tomar kotha gula khub valo lagglo

  • @Shabnam-q9t
    @Shabnam-q9t 8 місяців тому +1

    আমি মুসলিম। তারপরও আমি দেশভাগ সমর্থন করি না। দেশভাগের কারণে সাতচল্লিশ সালে তেমন লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে তেমনি একাত্তরে।এই দেশ ভাগ বাংলাদেশীদের দিয়েছে শুধুই বন্চনা। কুনাল আপনাকে ধন্যবাদ। আরো একটি কথা -- ধর্ম নিয়ে বাড়াবাড়ি এবং অসহিষ্ণুতা কে আমি ঘিরনা করি।

  • @adwaitvedant3297
    @adwaitvedant3297 8 місяців тому +15

    *Asad noor আর asif mohiuddin এর চ্যানেল শুনুন pseudo secular হিন্দু বাঙালি* ।

    • @VoiceofKunal
      @VoiceofKunal  8 місяців тому +3

      Eishob shobdo bolben na. Ami ekjon Indian and a human being. Ei porichoi dite parle deben.

    • @Naziyakhan06081
      @Naziyakhan06081 8 місяців тому +1

      Hindu or Muslim-- it is absolutely irrelevant in respect of being or becoming a secular human being.

    • @Deep_blue49
      @Deep_blue49 8 місяців тому

      আসাদ নূর ও আসিফ মহিউদ্দীন শুধুমাত্র একজন নাস্তিক নয় , তারা চরম ইসলামবিদ্বেষী, তার জন্য তাদের চ্যানেল গুলো কোড করা হচ্ছে।
      বলে রাখা ভালো ইসলামিক স্কলার ব্রাদার রাহুল হোসেন ঐসব নাস্তিক দের যুক্তি দিয়ে পরাজিত করেছেন।

    • @Deep_blue49
      @Deep_blue49 8 місяців тому +1

      ওয়াও কি এমন লিখলাম, যে আমার কমেন্ট রিমুভ করা হল

    • @Deep_blue49
      @Deep_blue49 8 місяців тому +1

      খুব দুঃখজনক ব্যাপার, কমেন্ট রিমুভ করা হল , খারাপ কিছু না লেখা সত্ত্বেও

  • @virtualdomestic3057
    @virtualdomestic3057 8 місяців тому +2

    আমাদের যাদের পূর্বপুরুষরা ভারত থেকে বিতাড়িত হয়ে ১৯৪৭ সালে বাংলাদেশে (পূর্ব পাকিস্তান) চলে এসেছিলো আমাদেরও কষ্ট হয় পূর্বপুরুষদের অতীতের কথা ভাবলে। কিন্তু সেটা জরুরী নয় বরং এটা জরুরী যে আগামী দিনে আরেকবার যেনো ৪৭ ফিরে না আসে। কিন্তু আজকের ভারত আবারো ৪৭ কে ফিরিয়ে আনতে তৎপর। জনগণের মধ্যে একটি অংশ অপরাধী আছে থাকবে। এটা চিরতরে নিভিয়ে দেয়া যাবে না। যাদের কারণে ভারতে বা বাংলাদেশে মাঝে মাঝেই সাম্প্রদায়িক হিংসা ছড়ায়। রাষ্ট্রের কাজ এসব অপরাধীদের দমন করা। কিন্তু রাষ্ট্র, সরকার, প্রশাসন যখন সংখ্যালঘু নিপীড়নের প্রধান সহায়ক এবং উস্কানীদাতা হয় তখন আমাদের ভয় হয় আরেকবার দুয়ারে ৪৭ কড়া নাড়ছে নাতো?
    আমার বাংলাদেশ সাম্প্রদায়িক শক্তিকে রুখে দিতে প্রস্তুত। ভারত প্রস্তুততো?

  • @BadalSarder-b7e
    @BadalSarder-b7e 8 місяців тому

    কিছু কিছু মানুষ দুই রাষ্ট্রে আছে , যারা স্বার্থপর, তাদের মনে মানবতা খুব কম,

  • @ratanbakshi1133
    @ratanbakshi1133 8 місяців тому

    মাতৃ ভুমি ছেরে যওয়া খুবই কষ্টকর😢

  • @aminsharif1746
    @aminsharif1746 8 місяців тому

    Appriciate your emotional feelings.

  • @eakramulkabir6938
    @eakramulkabir6938 8 місяців тому

    Welcome in our home country Bangladesh

  • @samsadali3846
    @samsadali3846 8 місяців тому

    Very good education bhaijan. Bharot West Bengal amar matribhumi. Bangladesh amar janer bangla West Bengal amar praner bangla.

  • @smarifahmed1761
    @smarifahmed1761 8 місяців тому

    সব কিছুরই শিকরের টান রয়েছে।। আমি এটা বুঝতে পারি দাদা, আমি বাংলাদেশের রাজশাহী থেকে বলছি।একবার শিকরের টানে বাংলাদেশে আসুন দাদা ভাইয়া মনের খোরাক পাবেন,আর এটাই চিরন্তন সত্য 🇧🇩👍🤝

  • @SaifulIslam-zd6fg
    @SaifulIslam-zd6fg 6 місяців тому

    দাদা, সব কথার সাথে একমত না হলেও আপনার ৮০% কথার সাথে একমত।

  • @razKapur-u8m
    @razKapur-u8m 6 місяців тому

    সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

  • @sharmilabhattacharya6258
    @sharmilabhattacharya6258 8 місяців тому +3

    ওটাও তো আমাদের দেশ ছিলো, মা দিদিমার মুখে শুনেছি কতো কথা, ভাই তোমার সাথে আমি সহমত ❤

  • @habibarrahaman3559
    @habibarrahaman3559 8 місяців тому

    Dada. Amra Manus ,amader sobar uchit Manus hoye bacha ,manuser pase thaka ,sobar age Manus sotto, tar onek pore dhormo

  • @msrs3514
    @msrs3514 8 місяців тому

    দাদা আসুন, আমরা ভাষার ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মান করি, "ইউনাইটেড বাংলাদেশ " নামে। যার এরিয়া হবে পশ্চিমবংগ, আসাম, ত্রিপুরা, রাখাইন এবং বাংলাদেশ। এই সুবিশাল অঞ্চল নিয়ে অখন্ড বাংলা অর্থাৎ " ইউনাইটেড বাংলাদেশ " গঠন করি।

  • @jyotijamesgomes
    @jyotijamesgomes 8 місяців тому

    কুনাল ভাই❤, you are absolutely 100% correct❤, 🌹 your generation from barisal❤, my favourite politician bangabandhu Sheikh mujibur Rahman❤& Netaji Subhash❤.

  • @eakramulkabir6938
    @eakramulkabir6938 8 місяців тому

    Dada go ahead valo laglo khub

  • @totalelectronics7501
    @totalelectronics7501 8 місяців тому +2

    আমাদের বাড়িও বরিশালে ছিল।

  • @sujatabarman8940
    @sujatabarman8940 8 місяців тому +2

    সত্যিই যেখানে ছোটো থেকে বেড়ে উঠি, সেখানকার মাঠ, ঘাট, নদী, নালা, রাস্তা ঘাট, বাড়ি ঘর, সর্বোপরি সেখানকার লোক জন কে ভুলে যাওয়া খুবই কঠিন, এগুলি দেশ, কাল, রাজনীতি, জাতি সবার উর্ধে
    এগুলি থেকে দূরে থাকা খুবই কঠিন, কোচ বিহার থেকে,

  • @silvergolden2349
    @silvergolden2349 8 місяців тому

    খুব সুন্দর দাদা ইমোশনাল হয়ে গেলাম

  • @mahanandabiswas2487
    @mahanandabiswas2487 8 місяців тому +1

    আমার মতে আপনি নৈতিকভাবে মুসলমান বিরোধী, তবে মানুষ বিরোধী নন্। একজন খাঁটি বা গোঁড়া ধর্মমতী ব্যাক্তি মানবতাবাদী হতে পারে না। তিনি অবশ্যই মৌলবাদী। আপনাকে ধন্যবাদ।

  • @pradipkumarmandal7625
    @pradipkumarmandal7625 8 місяців тому

    খুবই ভালো লাগলো দাদা আপনার কথা শুনে আপনি বাংলাদেশে আসেন আমার সাথে যোগাযোগ করবেন

  • @bipulroy9865
    @bipulroy9865 8 місяців тому

    Thanks, we are unfortunate

  • @MdSafikul-e5o
    @MdSafikul-e5o 8 місяців тому +2

    Asadharon Alochona, Thanks Apnake,

  • @KosturiBanerjee-si2pf
    @KosturiBanerjee-si2pf 8 місяців тому +1

    একদম ঠিক কথা।

  • @amitbiswas128
    @amitbiswas128 8 місяців тому +1

    Your thought and analysis are fantastic.

  • @manabendraroy3127
    @manabendraroy3127 8 місяців тому +11

    অশিক্ষিতদের বুঝিয়া উঠতে পারবেন। ভালো থাকুন কুণাল। প্রতিদিন ভিডিও দিন খুব অপেক্ষায় থাকি

    • @VoiceofKunal
      @VoiceofKunal  8 місяців тому +2

      আপনি আমার অন্য একটি চ্যানেল আছে সেটা দেখুন। I AM BOSE

    • @manabendraroy3127
      @manabendraroy3127 8 місяців тому

      @@VoiceofKunal অনেক আগে থেকে দেখি আপনার চ্যানেল দেখেই আমি নেতাজী সম্পর্কে সবচেয়ে প্রথম জানি তারপর চন্দ্রচূড় ঘোষ অনুজ ধর 🙏🙏🙏🙏🙏🙏🙏। আপনি ভালো এবং সুস্থ থাকুন নেতাজীর বাস্তব আরো তুলে ধরুন। এবং নতুন প্রজন্মকে শেখান দেশপ্রেম কি ভাবে করে গেছেন এই মহামানব ♥️

    • @manabendraroy3127
      @manabendraroy3127 8 місяців тому

      একটাই আক্ষেপ আপনি kunals dairy te ki kaj korechen seta Amar soubhaggo hoi. Journey of Kunal setao dekhi. Anandi Ebong apnake asadharon lage Amar. Amar apon joneder bar bar boli share kori apnar channel gulo dekhar jonno tarao Netaji sommondhey jene abak.

    • @tanbhirsheikh3085
      @tanbhirsheikh3085 8 місяців тому

      ভাই অশিক্ষিত বলার আগে একটু স্টাডি করুন। বাংলাদেশ থেকে ভারতের শিক্ষার হার অনেক অংশে কম। আর পশ্চিমবঙ্গ তো আরো বেশি কম

  • @sajalbiswas944
    @sajalbiswas944 8 місяців тому

    বাংলাদেশ অধিকাংশ সূচকে ভারতের থেকে এগিয়ে। যেমন- মাথাপিছু আয়, গড় আয়ু, মাতৃমৃত্যু হার ইত্যাদি। তবে বিশ্লেষণ বেশ ভালো।

  • @DhreetiRanjanBasu-j1e
    @DhreetiRanjanBasu-j1e 8 місяців тому +1

    Dada , Chole asen Amara achi .Kdin amader shathe katiye jan valo lagbe

  • @rayonilbanik4471
    @rayonilbanik4471 6 місяців тому

    Kub valo laglo dada.... ❤❤❤

  • @saptarshiadhikary3736
    @saptarshiadhikary3736 7 місяців тому

    17:11 আপনার বলার টপিক ছিল communal tension নিয়ে, এখানে "দুর্ভিক্ষ", "সমস্যা" জাতীয় topic নিয়ে আসছেন কেনো...??

  • @skangkit1819
    @skangkit1819 8 місяців тому

    Dada caa all page gulo bangla kore sabai k bojhan apnar Katha khub valo laglo but bangalider egiye jete hole aro vabte hobe ❤

  • @IqbalBhuiyan-k4y
    @IqbalBhuiyan-k4y 8 місяців тому

    Which Hindu Which Muslim does not matter, Kolkata and Bangladesh we are Bangali together, hate to samprodaikita and ugrubad, hate B.J.P and RSS. Love and respect to Rahul Gandhi had Momota benerjee Didi. We love Kolkata

  • @mdabdulgafur6969
    @mdabdulgafur6969 8 місяців тому +1

    Now India is playing with weak Bangladesh. They want to opopoy Bangladesh.

  • @kamaluddinahmed1719
    @kamaluddinahmed1719 8 місяців тому

    আপনি এক জায়গায় বলেছেন দেশভাগের জন্য মানুষের রায় নেওয়া হয়নি। না নেওয়া হয়েছিলো কিন্তু সেটা ছিল প্রহসন মাত্র। এর জন্য আপনাকে অনুরোধ করব শ্রদ্ধেয় সাহিত্যিক নকুল মল্লিক মহাশয়ের "দেশ ও বাংল ভাগের জন্য দায়ী আসলে কারা" এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন।
    ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল।

  • @englishlearningwithmousumi4410
    @englishlearningwithmousumi4410 8 місяців тому +4

    আপনার পূর্ব পুরুষরা কেনো পূর্ব পাকিস্তান থেকে চলে এসেছিলো সেটা একটুclear করুন।

  • @পবিত্রবার্তা-ত৯ঢ

    সহমত কুণাল দা

  • @ShyamalChakraborty-qj4we
    @ShyamalChakraborty-qj4we 8 місяців тому +1

    প্রধানমন্ত্রী কে হবেন জিন্নাহ্ নাকি নেহেরু এই নিয়েই মনে হয় বিভাজন।

  • @aminsharif1746
    @aminsharif1746 8 місяців тому

    Your thinking is so broad. If your prime minister Modiji inherit your idea then then no matter Hindu &Muslim differenctiation.

    • @Socheespeak
      @Socheespeak 8 місяців тому

      আমরা মুসলমানদের সাথে থাকতে চাই না। যারা পাকিস্তান চেয়েছিল তারা পাকিস্তানে যাক না!বাঙালদের সাথে এই মুস্কিল । লাথি খেযেও পা চাটতে ছাড়ে না।মানবতা মানবতা খেলা অনেক হল। এবার কট্টর হিন্দু হন।

  • @amalkumarroy6148
    @amalkumarroy6148 8 місяців тому

    Immediately Bangladesh conversion to a state of Bharat. We want Akhanda Bharat.

  • @bipulroy9865
    @bipulroy9865 8 місяців тому

    Right,

  • @ronymajumder8256
    @ronymajumder8256 8 місяців тому +1

    Bangladesh er natok specially Mosaraf Karim, Chanchal Chowdhury, Apurbo niso eder moto ovineta der natok amader vison anondito kore , atleast amader sondha bela theke star jalsa ,Zee Bangla te je sob Vater dhong gulo hoi , seigulo theke Bangladesh er natok onek onek besi jonopriyo ... Ekjon bangali hisabi Bangladesh er manush der ami respect kori

  • @banshiruidas8364
    @banshiruidas8364 8 місяців тому

    Dada sotto aro jante chai apni valo thakun Ami pase achi ❤❤❤❤

  • @belayetahmad1057
    @belayetahmad1057 8 місяців тому

    সুভাগ্যশক্তি বলেছেন যে তোমার ধর্মের বিচার হবে না তোমার বিচার হবে কর্মের আমাদের কর্ম ভালো করতে হবে সৃষ্টিকে ভালবাসতে হলে মানব জাতিকে ভালবাসতেন ভালবাসতে হবে বিভাজন নয় শান্তি সমৃতি ভালোবাসা মায়া মমতা আর হিন্দু তোমাকে কি বলছে সত্যম শিবম সুন্দর এটি কি বাসা কি হলো বুঝতে পারেন আমার সাথে কথা বইলেন তাহলে বুঝায় দিবো সপ্তম শিবম সুন্দরম হিন্দুদের প্রথম কাব্য যেমন আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ বলি

  • @BaburliGharami-tq7dq
    @BaburliGharami-tq7dq 8 місяців тому

    Hai bhai jaan apna video aata khoob bhalo Lage se Amar Amar Bari Nadiya Toyota thana

  • @clapmultimedia2205
    @clapmultimedia2205 8 місяців тому

    দাদা তুমি খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসো.!আমরা অনেক কিছু শেয়ার করার চেষ্টা করবো.!

  • @nkbhattacharya7359
    @nkbhattacharya7359 8 місяців тому

    Aaj Bangladesh,Pakistaner kach theke kshama prarthana aasha kore(71 e barbar attyacharerjonyo),kintu eai Bangladesh 1 kotir beshi hinduder sei desh theke utkhat korechhe,tar jonyo ke kshama cheyechhe???dharma,shanti, sanskriti esob niye onek sundor sundor katha bola jai,kintu manusher aabeger dam ke deye???