Darpachurna By Sarat Chandra Chattopadhyay | Anujoy, Godhuli, Mir |

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • Mirvana presents
    Goppo Mir er Thek Episode 94 - Sarat Chandra Chattopadhyay's ‘Darpachurna'
    Directed by - Mir Afsar Ali
    Content Head: Godhuli Sharma
    Music Direction, Sound Design: Pradyut Chatterjea
    Assistant Sound Designer: Aagniva Deb
    Publicity Design & Motion Graphics - Join The Dots
    Key Mentor: Anindita Chatterjee
    Strategy Consultant: Kay Ten
    Digital Media Intern: Souvik Jana
    Executive Producer: Saurav Bhattacharya
    Recording Studio: Studio Mirvana
    Sound Recordist: Debojit Sengupta & Aagniva Deb
    Music Label: Mirvana Entertainment Pvt Ltd
    Business Head (Mirvana Entertainment Pvt Ltd): Dr. Soma Bhattacharjee
    Starring
    Naren- Anujoy Chattopadhyay
    Bimala, Kamala & Jhi - Papiya Rai Chakraborty
    Ballabh - Rounak Chakraborty
    Indumati - Godhuli Sharma
    Chorus - Rounak Chakraborty, Souvik Jana & Mir Afsar Ali
    Gaganbabu, Doctor, Bhola & Narrator - Mir Afsar Ali
  • Розваги

КОМЕНТАРІ • 365

  • @BhajGobindamHindi
    @BhajGobindamHindi День тому +193

    অন্য কোথাও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের "দেবযান"-এর বারোটা বাজানোর আগে, এখানেই "দেবযান" গপ্পোটা শুনতে চাই ।

  • @BarnaleeBhattacharya
    @BarnaleeBhattacharya День тому +44

    অপূর্ব। এই নারী স্বাধীনতা র যুগে ও এই উপন্যাস যে কতখানি শিক্ষণীয় ও যথোপযুক্ত তা বলার নয়। আগে পড়া, ছায়াছবিটতে দেখা তবুও এই ঠেকে শোনা যেন নতুন করে উপলব্ধি করতে সাহায্য করল।

  • @indranilsaha3373
    @indranilsaha3373 День тому +60

    শরৎকালের মরশুমে শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প + বিজয়া দশমীর রাত = আজকের গপ্পো পুরো জমজমাট ❤❤❤

  • @shilpadas2089
    @shilpadas2089 День тому +31

    'ভালোবাসা বনাম অভিমান' নাকি 'ভালোবাসার অভিমান' নাকি 'অভিমানের ভালোবাসা' অনেক সময় সমীকরণ এত জটিল হয়ে যায় যে সে জট আর ছড়ানো যায় না, সে জট ছাড়ে এক মাত্র শুদ্ধ চোখের জলে, আত্মসমর্পণে।।
    ভীষন জীবন্ত উপস্থাপনা💚

    • @tukaikoushik6837
      @tukaikoushik6837 День тому

      Darun bolechen

    • @bilkismolla29
      @bilkismolla29 День тому

      আমি ও একমত

    • @saratmondal2000
      @saratmondal2000 19 годин тому

      Ekdom! chemistry er vasai eke "HYDROLYSIS" . Ekdom sotti je ete onek complex compound substance bhenege jai..

    • @kumarsanu980
      @kumarsanu980 2 години тому

      Ekdom thik

  • @somnaths.m5774
    @somnaths.m5774 День тому +78

    বেঁচে থাকতে,বাংলা সাহিত্যকে এত নিকট থেকে স্পর্শ করতে পারতাম কিনা আমি সংশয়যুক্ত।। বর্তমানে সাহিত্য প্রেম ভালবাসার স্বর্ণশেখরে অবস্থানরত।। বলতে বাধা নেই সাহিত্য ছাড়া জগতটা অগোছালো এবং খাপছাড়া।। ধন্যবাদ ক্যাপ্টেন।।🙏🏻❤️

    • @osimakhatun310
      @osimakhatun310 День тому +2

      এ বাবা এখন তো বেঁচেই আছো..❤

    • @losergamer2434
      @losergamer2434 13 годин тому

      ❤❤❤❤❤❤

  • @SundarBanerjee-q3r
    @SundarBanerjee-q3r 18 годин тому +7

    নারীর চরিত্র, অতি বিচিত্র, চাইলে সে সব পারে।
    শুধু ভালোবাসা ডোরে, বাঁধো যদি তারে, কভু সে এড়াতে নারে।
    মীর দা, তোমার ও তোমার ঠেকের প্রত্যেক genius দের "শুভ বিজয়া", সাথে আজকের স্পেশাল❤

  • @manojkumarmondal9642
    @manojkumarmondal9642 День тому +19

    উফ, যতদিন যাচ্ছে আমি পাপিয়া দির অনুরাগী হয়ে পড়ছি। পদ্ম ঝিয়ের পর বিমলা। What a transformation!!! দুর্দান্ত।

  • @PapiyaMistry55
    @PapiyaMistry55 17 годин тому +8

    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এত সুন্দর একটি কাহিনী থেকে আমি বঞ্চিত ছিলাম, সত্যি খুব সুন্দর❤। না চাইতেই পেয়ে যাওয়া ভালোবাসার অহংকার আজকের যুগের সাথে বেশ মিলে গেছে।

  • @MoumitaDas-zm8ys
    @MoumitaDas-zm8ys День тому +17

    কি অসাধারণ গল্প!! লেখকের অনেক উপন্যাস, গল্পই ঠেকে এসে শুনেছি। দাম্পত্য জীবনের কি যে এক অসাধারণ দিকের বর্ণনা পেলাম এখানে, তার ভাষায় প্রকাশ করার নয়। কি সহজ ভঙ্গিতে লেখক চরিত্র সৃষ্টিতে তাঁর দক্ষতার পরিচয় দিলেন! আর প্রত্যেকের অভিনয়ের প্রশংসা এখন যথেষ্ট ভাবে প্রকাশ করা কষ্টকর। মহিলা চরিত্র তো বটেই সাথে অনুজয় দার অভিনয়ও অসামান্য। আর মীরদাকে প্রথমেই ধন্যবাদ এই গল্পটা শোনানোর জন্য। খুব বাস্তবোপযোগী একটি পরিবেশনা যা তোমার কন্ঠের যাদুতে এক অনন্য মাত্রা পেয়েছে।

  • @disha_artgallery
    @disha_artgallery День тому +13

    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ই হয়তো একমাত্র ব্যক্তি যিনি নারী চরিত্রকে এভাবে ফুটিয়ে তুলতে পারেন, বুঝতে পারে তার হৃদয়কে ✨

  • @Rajasaha413scb
    @Rajasaha413scb День тому +18

    মীরদা ও গোধূলির কাছে এই গল্পোগুলোর অনুরোধ রইল :-
    ১.কেরি সাহেবের মুন্সী - প্রমথনাথ বিশী
    ২. পাগলা সাহেবর কবর - শীর্ষেন্দু মুখোপাধ‍্যায়
    ৩. বিকেলের মৃত্যু - শীর্ষেন্দু মুখোপাধ‍্যায়
    ৪. সাদা বিড়াল,কালো বিড়াল - শীর্ষেন্দু মুখোপাধ‍্যায়
    ৫. অধীরাজ সিরিজ - সায়ন্তনী পূততুন্ডু
    ৬. মানবেন্দ্র পালের ভয়ের গল্প
    ৭. সুদীপ্ত-হেরম‍্যান সিরিজ - হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    ৮. পাতাঝরার মরশুমে - স্মরণজিৎ চক্রবর্তী
    ৯. Frankenstein - Mary Shelley
    ১০. Treasure Island - Robert Louis Stevenson
    ১১. Oliver Twist - Charles Dickens
    ১২. Black Beauty - Anna Sewell

  • @Bibhakuley
    @Bibhakuley День тому +13

    অপেক্ষায় রইলাম 😊
    মন খারাপের এটাই তো সঙ্গী 💙 বড্ড ভালোবেসে ফেলেছি গল্প কে 😊😊❤️

  • @uttam4948
    @uttam4948 2 години тому +1

    আমরা অধীর আগ্রহে মীর দা থেকে "পন্ডিতমশাই" এর জন্য অপেক্ষা করছি❤

  • @juisraboni
    @juisraboni 21 годину тому +3

    অসাধারণ লাগল। গল্পটা শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না। অতি বড় প্রেমও মানুষ হারায় অহংকারের জন্য। সত্যি বড় সত্যি।

  • @guddybhat
    @guddybhat 15 годин тому +2

    অনেকদিন পরে গোধূলি আবার সেই পুরোনো চেনা কন্ঠশিল্পীর রূপে, কী যে মুগ্ধ হলাম। চোখ ভিজিয়ে দিল দুইজন মহিলা কন্ঠশিল্পী 🙏🙏💓💐

  • @bhandari2192
    @bhandari2192 День тому +59

    Duration 1:11:22😊❤
    শুভ বিজয়া সকলকে ❤
    বড়দের প্রণাম ছোটদেরকে ভালোবাসা জানাই 🤩🙏🥰

    • @thekinguniverse3206
      @thekinguniverse3206 День тому +3

      Mir da romantic vuter golpo chaii

    • @amitcreationcr7
      @amitcreationcr7 22 години тому

      Duration Ta Bojho Ki Vabe?

    • @PReM-rj4qc
      @PReM-rj4qc 17 годин тому

      @@bhandari2192 R same age er jnno kichu naa ?? Dakun ekdin ese ullash boli 😅

    • @bhandari2192
      @bhandari2192 17 годин тому

      @@PReM-rj4qc bhujlam na kichu ki bolchen

    • @PReM-rj4qc
      @PReM-rj4qc 16 годин тому

      @@bhandari2192 Boroder pronam r chotoder bhalobasha bollen. Ekbar o apnar somo boyoshider jnno kichu bollen naa. Kaajta ki thik holo.

  • @Rajibbulla
    @Rajibbulla 16 годин тому +2

    সাহিত্যে যেন সংসার এর রোমাঞ্চর অনুভূতি দিলো ।
    গোধূলি দিদি তোমার tone টা এতটাই চমৎকার ছিল , যে সত্যিই খুব রাগ হচ্ছিল। কিন্তু শেষে এসে দর্পচূর্ণ হয়ে গেলো ।
    ভাল লেগেছে আমার খুব ভাল লেগেছে ।❤❤❤

  • @SuprioDas-i1c
    @SuprioDas-i1c День тому +3

    শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই ঠেকের সব বাচিক শিল্পীদের । পাপিয়াদিকে সশ্রদ্ধ প্রণাম ও কুর্নিশ । আহা ,কি রূপান্তর । ভালো থাকবেন দিদি ।

  • @sanjuktaroy14
    @sanjuktaroy14 18 годин тому +3

    Papiya ki kore! Thik ki kore boloto? You turn out to be completely different with each and every character!!! ❤ Ami saradin shudhu tomakei shune jete pari.

  • @AbdurRahman-fz4mr
    @AbdurRahman-fz4mr День тому +9

    🔻গপ্পো মিরের ঠেকে অপরাজেয় কথাসাহিত্যিকের উপন্যাস
    মানেই এক অন্যরকম মোহ 🤩
    দেবযান
    আরণ্যক
    অর্থাৎ শরৎচন্দ্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এদের সেরা সেরা উপন্যাস গুলো এই চ্যানেল থেকে শুনতে চাই 🙏🙏
    বাংলাদেশ থেকে শুনছি 🚫

  • @examyear1263
    @examyear1263 17 годин тому +1

    ধন্যবাদ "গপ্পো মীরের ঠেক" আমাদের কাছে সাহিত্যের এই অমূল্য রত্ন গুলোকে আবার নতুন করে তুলে আনার জন্য ❤

  • @electicalssolution8106
    @electicalssolution8106 День тому +2

    নোনা জল গল্পটা শুনতে চাই....
    মীর দা না থাকলে বাংলাসাহিত্যের গুরুত্বপুর্ন অংশ গুলো শুধু বই বন্দী হয়েই থাকতো। আমরা অনেক বাঙালি সাহিত্য চর্চা একরকম সিকে তুলে দিয়েছি। মীর দা প্রচেষ্টায় আমরা আবার তাঁর নিকট হচ্ছি... অসখঙ্ক ধন্যবাদ মীর দা এবং তাঁর পুরো টিম কে।।। উপস্থাপক এবং উপস্থাপনা কে কুর্নিশ জানাই 🎉🎉🎉🎉🎉🎉
    পদ্ম ঝি এর ভূমিকায় অভিনয় করা ব্যক্তিকে বিশেষ ভাবে ধন্যবাদ। চরিত্র কে মনের মণিকোঠায় ফুটিয়ে তোলার জন্যে এত টা নিজকে সম্পূর্ণ নিংড়ে ঢেলে দেওয়ার জন্যে।।। ❤❤❤

  • @pn6779
    @pn6779 14 годин тому

    কি অসম্ভব সুন্দর লেখা, কি মন মুগ্ধকর অভিনয়,
    আজ এতোদিন পর শরৎচন্দ্রের গল্প গুলো গপ্পো মীরের ঠেকে শুনে মনে হচ্ছে, গল্প গুলো যেনো গপ্পো মীরের ঠেকের জন্যই সৃষ্টি করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়....
    প্রতি টা পরিবেশনা এতো অসম্ভব সুন্দর যে তার প্রশংসা ভাষায় প্রকাশ করার মতো না...
    অনেক অনেক ভালোবাসা রইলো মীরদা এবং তার টিমের জন্য... ❤❤❤

  • @mrk6436
    @mrk6436 5 годин тому

    Amon akta golpo theke anar jonno onek dhonnobad . Mon chua ga6a . Aro chai ...

  • @wasimkadirmondal5882
    @wasimkadirmondal5882 31 хвилина тому

    অনবদ্য....অনেক দিন পর গল্প শুনে আগের মত অনুভূতি পাচ্ছি।

  • @mamunsworld1994
    @mamunsworld1994 День тому +26

    মানিক বন্দোপাধ্যায়ের "পদ্মা নদীর মাঝি" শুনতে চাই।

    • @najimali-jg2sv
      @najimali-jg2sv День тому +1

      আসবেই কেন ব্লক বাস্টার গল্পের মধ্যে ছিল তো

    • @subhampaul9987
      @subhampaul9987 День тому +1

      Ota asbe eksomoy. Karon 24 ta blockbuster er modhye ota ache.

    • @samarespradhan9984
      @samarespradhan9984 20 годин тому +1

      Ami o bahubar anurodh korechhi.

  • @sanjibbera7854
    @sanjibbera7854 День тому +3

    সাহিত্যকে সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার যে সংকল্প আপনারা করেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ 🎉 শুভ বিজয়ার শুভেচ্ছা গ্ৰহন করবেন সবাই

    • @Golpermayajal841
      @Golpermayajal841 13 годин тому

      কেন যে গল্পগুলোর উপর copyright লেগে থাকে!যদি কেউ নিজের ভালোলাগাতেও করতে চায়,অনেক অসুবিধে।

  • @sknakibakther
    @sknakibakther 4 години тому +1

    Khub valo hyeche❤

  • @sakuntaladey8448
    @sakuntaladey8448 23 години тому +1

    খুব ভালো লাগলো দর্পচূর্ন...👌👌❤
    অনুজয় চট্টোপাধ্যায়, গোধূলী শর্মা ও পাপিয়া রাই চক্রবর্তী র অভিনয় অনবদ্য...👌👌👌
    আর গল্পের কথক কে আর নতুন করে কি বলবো....ছোটবেলায় ঠাকুমার মুখে মুগ্ধ হয়ে গল্প শুনতাম, আর এখন ক‍্যাপ্টেন মীর দার মুখে অভিভূত হয়ে গল্প শুনি....😊😊👌👌❤

  • @osimakhatun310
    @osimakhatun310 День тому +2

    শুভ নবমীর এবং অন্তরে লুকিয়ে রাখা মন খারাপের শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ও আশীর্বাদ.. 🙏 💥 🙏 মীর আফসার আলী এবং গপ্পো মীর এর ঠেক এর পরিবার এর জন্য.. এখন রাত নটার অপেক্ষায় রইলাম "দর্পচূর্ণ" কে শোনার.. শ্রদ্ধেয় 🙏শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 🙏 এর গল্প মানেই হৃদয়ের মধ্যে ওঠা পড়ার আবেগ.. তাই গপ্পো খানি শুনতে হবে আজ মনের বিবেক দিয়ে.. এ পাশে ও পাশে দুর্নীতির গর্ব কেমন ভাবে চূর্ণ হয় সেটাই জানার শোনার.. thank you মীর আফসার আলী.. ❤🙏❤️🙏❤️🌿🌿

  • @kalpitamahajan8642
    @kalpitamahajan8642 День тому +3

    মীরদা এবং টিমের পরিবেশনে প্রত্যেকটা চরিত্র পুরো জীবন্ত হয়ে ওঠে। ❤❤

  • @krishnalaha2692
    @krishnalaha2692 20 годин тому +1

    Oww কি asadharan upthapana ar avinay mir anujoy godhuli papiya bolar apekha rakhe na khub khub khub valo laglo sokolke shuv bijoyar প্রীতি suvechy avinandan ও ❤❤❤❤❤❤আরো golper apekhey thaklam

  • @crazysourav3853
    @crazysourav3853 День тому +1

    বেঁচে থাকতে,বাংলা সাহিত্যকে এত নিকট থেকে স্পর্শ করতে পারতাম কিনা আমি সংশয়যুক্ত।। বর্তমানে সাহিত্য প্রেম ভালবাসার স্বর্ণশেখরে অবস্থানরত।। বলতে বাধা নেই সাহিত্য ছাড়া জগতটা অগোছালো এবং খাপছাড়া।। ধন্যবাদ ক্যাপ্টেন।।️

  • @nandinikarmakar7002
    @nandinikarmakar7002 День тому +2

    গপ্প মীরের ঠেক যেন পরশ পাথর যা ছোঁয় তাই সোনা হয়ে যায়। ভালো থেকো গপ্প মীরের ঠেক ❤️❤️❤️

  • @md3567
    @md3567 20 годин тому

    Ki sundor heart touching golpo, ki asadharon presentation ❤ Eto bochor aage o jeta sotti akhuno tai! Respecting another human is at the genesis of love. Khub bhalo laglo. Subho Bijoya to the goppo Mir er thek family and all listeners here ❤

  • @SumanaRoychowdhury-ij2ny
    @SumanaRoychowdhury-ij2ny День тому +1

    দারুণ লাগলো গোধূলি যে ইন্দুমতি চরিত্রটা অসাধারণ ফুটিয়ে তুলেছে প্রত্যেকের অভিনয় অসাধারণ শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই

  • @koyelmahanty599
    @koyelmahanty599 13 годин тому

    খুব সুন্দর উপস্থাপনা।। ইন্দুমতীর দর্প চূর্ণ হ ওয়ার কাহিনী টি শুনে দারুন লাগলো।❤

  • @sampadpramanik09
    @sampadpramanik09 10 годин тому

    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প শুনলে মন যে পরিমাণ তৃপ্তি পাই , তা অন্য কোনো গল্পে মেলে না।❤❤

  • @shambhunathpal774
    @shambhunathpal774 День тому +3

    ওহ কি শোনালে গো ধন্য এরপর,শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের " চন্দ্রনাথ " শুনতে চাই,আপনারাই পারবেন এটাকে ভালোভাবে উপস্থাপন করতে।বিশেষ করে বিশ্বম্ভর ও তার দাদুর যে পার্ট টা সেটা ঠেক থেকে শুনতে চাই ❤❤❤।

  • @amiyachatterjee7215
    @amiyachatterjee7215 День тому +2

    অনুজয়দার চরিত্রটা বেশ আকর্ষণীয় লাগল শুনে ❤️, গোধুলীদিও আজ অন্য অবতারে ধরা দিলেন 😊😊, অসাধারণ লেগেছে 🔥

  • @osimakhatun310
    @osimakhatun310 День тому +1

    পোষ্ট ডিজাইন টা অভূতপূর্ব সুন্দর আকর্ষনীয়.. 🙏 চলে এসেছি মীর আফসার আলী,, গপ্পো মীর এর ঠেক এ.. প্রথম শুরুতেই ইন্দুমতি-র "সোনা পেতল" নিয়ে মুখ ঝামটা টা বেশ গভীর.. যাই হোক, এখন শুনি আজকের গপ্পো খানা.. আজ গোধূলি-র উত্তেজিত দাপটে অভিনয় চমৎকার.. 🎉 👏🌿👏❤️❤️🔥🔥আর বিমলা ওরফে পাপিয়া-র নমনীয় অভিনয় দৃষ্টান্ত.. এই হল 'পাপিয়া চক্রবর্তী' র চরিত্র.. ❤🙏❤️ এক নামের দুই মেরু.. সম-পরিমাণ এর অধিকারী গোধূলি র চরিত্র খানা ও.. awesome 👍 মীর আফসার আলীর পরিচালনা.. 🤗 🤗 💚 কিন্তু আজ নরেন্দ্র ওরফে অনুজয় এর চরিত্র ও অভিনয় excellent👌 অনবদ্য.. uffffff again awesome 👍 🙏 🎉 🙏

  • @crazysourav3853
    @crazysourav3853 День тому +1

    আমাদের কাছে মীর দা হলেন অনুপ্রেরণা, তার কন্ঠ যখন সানডে সাসপেন্ড এ শুনতাম তখন থেকেই ইচ্ছা যেতো গল্প শোনানোর️
    অনেক অনেক ভালোবাসা মীরদা এবং গপ্পো মির এর ঠেক কে !

  • @lipikasarkar3879
    @lipikasarkar3879 2 години тому +1

    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'দত্তা ' গল্প শুনতে চাই মীর এর কন্ঠে

  • @ChandanaBiswas-r6c
    @ChandanaBiswas-r6c День тому +1

    Always I thankful to you because you are the narrator of most story. Thank you Mir sir. ❤❤

  • @babaisen354
    @babaisen354 16 годин тому

    Sotti golper uposthapna atotai nijer chokher jol chole eseche❤

  • @sizutahir7889
    @sizutahir7889 День тому +1

    দারুন হয়েছে। আসলে সুখি সংসার সেটাই যেখানে দুঃখ ভাগাভাগি হয়।

  • @souminimukherjee
    @souminimukherjee 15 годин тому

    আজ শুনলাম .. অপূর্ব লাগলো as usual...

  • @mousumisaha543
    @mousumisaha543 День тому +11

    Saratchandra Chattopadhyay's story is ❤❤❤❤

  • @subhodipchowdhury5056
    @subhodipchowdhury5056 20 годин тому +1

    দিন দিন পাপিয়া দির অনুরাগী ভক্ত হয়ে পড়ছি।
    শুধুমাত্র কণ্ঠের মাধ্যমে কাউকে কাঁদিয়ে ফেলা,দুঃখটা মন অবধি পৌঁছে দেওয়া,এটা বোধ হয় মির আর দীপ এর পর মহিলা কন্ঠস্বর এ প্রথম।

  • @Rajasaha413scb
    @Rajasaha413scb День тому +4

    বিজয়া দশমীর রাতে মনটা প্রতিবারই খারাপ হয়ে যায় কিন্ত এইবারে গপ্পোমীরের ঠেকের গপ্পো অবশ‍্যই কিছুটা উপশমের কাজ করবে ❤❤❤❤❤❤
    সাগ্রহে অপেক্ষা করছি 😊😊😊

  • @Judge00007
    @Judge00007 День тому +12

    Duration : 1:11:00 ,দাদা,অধিরাজ চাই❤

  • @puja12681
    @puja12681 15 годин тому

    সবাই যা খুশি বলুক না কেনো,, দিন শেষে পুরুষ মানুষের ভালোবাসার কাছে সব কিছুই অত্যন্ত ক্ষীন। পর্যাপ্ত টাকা পয়সা আর একটা সুন্দর পরিবার ( আমার কাছে স্বর্গ)❤

  • @shoumorishdebnath9766
    @shoumorishdebnath9766 17 годин тому

    Ki opurbo apnader bachon vongi❤mone hoche choritro gulo chokher samne dekhte pelam❤❤

  • @ranajitbiswas9492
    @ranajitbiswas9492 22 години тому +1

    সানডে সাসপেন্স থেকে মীর সরে আসায় শ্রোতাদের কাছে একটা সুবিধা হয়েছে। শ্রোতারা ভালো কোয়ালিটির দুই জায়গা থেকে অনেক গল্প শোনার সুবিধাটা পাচ্ছে।

  • @dipanjandas2208
    @dipanjandas2208 День тому

    অসাধারণ। একই রকম সাধের একটি উপন্যাস "চিতাবহ্নিমান " এর অর্জি রাখলাম team goppo mir er thek। শুভ বিজয়া।

  • @jinatrahaman5207
    @jinatrahaman5207 9 годин тому

    খুব ভালো লাগলো। অসাধারণ উপস্থাপনা।

  • @NowrinTariq
    @NowrinTariq День тому

    এই মুহূর্তে রাত 12.34 শুনতে শুরু করলাম। ❤️❤️ এটাই মীর দার প্রতি ভালোবাসা। ❤️❤️

  • @triptimajumder7670
    @triptimajumder7670 13 годин тому

    অপূর্ব এক সিনেমা দেখছি যেন। এই সিনেমাটিতে একটি অতিরিক্ত চরিত্র আছে। যা সাহিত‍্যস্রষ্টা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের " দর্পচূর্ণ " তে নেই। Narrator মীর। মীর প্রত‍্যেকবারের মতো এবরের " দর্পচূর্ণ " মালাখানিও দক্ষহাতে গাঁথতে সক্ষম হয়েছে।

  • @crazysourav3853
    @crazysourav3853 День тому +1

    বিজয়ার বিষাদ বেশিক্ষণ থাকবে না কারণ আমাদের মীরদা সেটা হতে দেবে না , ধন্যবাদ বলব না কারণ সব ক্ষেত্রে ধন্যবাদ বলা চলে না। অনেক দিন ধরে চাইছিলাম যাতে এই গপ্পোটা শুনতে পাই, finally the wait is over now
    সক্কল ঠেক বন্ধুদের জানাই শুভ বিজয়া

  • @Realsahinur09
    @Realsahinur09 День тому +25

    তেলেনাপোতা আবিষ্কার গল্পটা কে কে শুনতে চাই মির দার কন্ঠে তারা লাইক করো❤

  • @BappuJana-m9f
    @BappuJana-m9f День тому +1

    Kokhon hobe khub bhalo lagche thank you mrichi ❤❤

  • @priyodarshini_banerjee
    @priyodarshini_banerjee 6 годин тому

    “শ্রদ্ধা ছাড়া ভালবাসা থাকে না” ❤️💯

  • @roni9275
    @roni9275 День тому

    Thnx thnx thnx......ei golpo ta korar jonno onek din theke bolchilam...
    Ebar Boikunther will r Biprodas tao chai

  • @kumarsanu980
    @kumarsanu980 2 години тому

    Chokh je jole vore gelo dada

  • @somanandi1668
    @somanandi1668 День тому

    খুব সুন্দর উপস্থাপনা ❤। অসাধারণ ❤। পুরো একশোতে একশো 💯💯👌👍😊

  • @gopper-addakhana
    @gopper-addakhana День тому

    আমাদের কাছে মীর দা হলেন অনুপ্রেরণা, তার কন্ঠ যখন সানডে সাসপেন্স এ শুনতাম তখন থেকেই ইচ্ছা যেতো গল্প শোনানোর☺️
    অনেক অনেক ভালোবাসা মীরদা এবং গপ্পো মির এর ঠেক কে !

  • @sumonmazi3635
    @sumonmazi3635 10 годин тому

    অসাধারণ লাগলো 💞💞💞💞💞

  • @Shree-n5h
    @Shree-n5h День тому +6

    গপ্পো মিরের ঠেকে রাধারানী আর ইন্দুবালা ভাতের হোটেল শুনতে চাই।

  • @m_ithunvoe
    @m_ithunvoe 18 годин тому

    অনেকদিন পর এত সুন্দর একটা গল্প শুনলাম 🫶

  • @abhijitsarkar4068
    @abhijitsarkar4068 День тому +4

    @mirafsarali sir Pisach series tao please continue korben❤❤🥺🥺.....'pisacher raat' apnar narration ei shunte chai mir da🥺...

    • @Shikkhito-Chhotolok
      @Shikkhito-Chhotolok День тому +2

      পিশাচ প্রহর ১,২,৩ আগে আসা উচিত কারণ পিশাচ সমগ্র তে তুমি পিশাচের পর ওটাই আছে।

    • @abhijitsarkar4068
      @abhijitsarkar4068 День тому

      @@Shikkhito-Chhotolok ekdm...

  • @BipulM-vm2jx
    @BipulM-vm2jx 12 годин тому

    শরৎচন্দ্র মানেই আলাদা একটা ইমেজ।

  • @shoaibahmed4282
    @shoaibahmed4282 3 години тому

    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়- বাংলা সাহিত্যে এক অপরাজেয় নাম।

  • @জামানসরদার
    @জামানসরদার 21 годину тому

    সত্যিই সাহিত্য ছাড়া জীবন টা যেমন অগোছালো,, তেমনি এই ঠেক ছাড়া আমরা গল্পঃ পেমী রা অন্ধ ..... ❤😅😊

  • @manojkumarmondal9642
    @manojkumarmondal9642 День тому

    কতবার পড়েছি। কি যে ভাল লাগে এই গল্পটি। গল্পটি শুনে আরও ভাল লাগল।

  • @somabiswas4799
    @somabiswas4799 День тому

    Onek din por Mir da r narration chada onno character play khub bhalo laglo.

  • @papaikoley3004
    @papaikoley3004 21 годину тому

    Mir da, prem er golpo sonanor jonno onek dhonyobad..
    Prem j ki ei Rong berong reels er net duniyar majhe seta hariye jacche...
    Ami detective golper fan..but tmr kache prem er golpo jokhn suni,
    Bujhina ki request korbo tomake..
    Detective naki prem er golpo❤

  • @anjanbanerjee7284
    @anjanbanerjee7284 День тому

    আহা কি শুনিলাম, শেষ হ‌ইয়াও যেন বলে মন মানতে চাহিতে চাই ছিল না।

  • @Tuliguha711
    @Tuliguha711 19 годин тому

    খুব খুব খুব খুব ভালো লেগেছে।
    ❤গপ্পো মীরের ঠেক❤

  • @crazysourav3853
    @crazysourav3853 День тому

    অপেক্ষায় রইলাম
    মন খারাপের এটাই তো সঙ্গী বড্ড ভালোবেসে ফেলেছি গল্প কে ️

  • @Syoutube24
    @Syoutube24 15 годин тому

    Marattok sundor golpota❤

  • @sagardutta5240
    @sagardutta5240 18 годин тому

    Khub sundor bolleo kom hoye jabe ❤

  • @chiragbhowmick4838
    @chiragbhowmick4838 16 годин тому

    Osadharon uposthapona 🙏🙏

  • @somnathdey2300
    @somnathdey2300 День тому

    বাংলা উপন্যাস খুব একটা পড়া হয় নি মিরদার ঠকে শুনতে খুব খুব ভালো লাগে বাংলা গুল্পো গুলো যেনো তোমাদের কন্ঠে জীবন্ত ও সূমধুর ,শুভ বিজয়ার প্রণাম ও ভালবাসা শুভকামনা রইলো

  • @SantuRupa
    @SantuRupa День тому

    খুবই সুন্দর এবং অনেক শিক্ষনীয় গল্প।।

  • @madhusudan8128
    @madhusudan8128 6 годин тому

    অসাধারণ ❤❤

  • @pampadutta6489
    @pampadutta6489 День тому

    অপুর্ব উপস্থাপনা ।মোহিত হয়ে গেছিলাম ❤

  • @ritustory11
    @ritustory11 11 годин тому

    খুব সুন্দর ❤❤

  • @MouSaha-zk7cr
    @MouSaha-zk7cr День тому +2

    Waiting eagerly for another Blockbuster 🎉

  • @DebasishDiger-s6x
    @DebasishDiger-s6x 13 годин тому

    😢😢😢😢 khub sundor ❤❤❤❤❤

  • @sudiprajbanshiii
    @sudiprajbanshiii 21 годину тому

    দারুন লাগলো মিরদা
    দু বার কেঁদে ফেললাম শুনতে শুনতে তারমানে হয়তো অনুভূতি গুলো ভালই ফিল করলাম 😄

  • @barkatahmed3147
    @barkatahmed3147 День тому

    কি সুন্দর পোষ্টার। Outstanding ❤️

  • @onneshaoshin2747
    @onneshaoshin2747 День тому

    কি অসাধারণ লেখা.....আহা....কি দারুন পরিবেশনা

  • @Sidd2698
    @Sidd2698 День тому

    Osadharon hoyeche ajker golpo ❤️❤️

  • @goutamray7988
    @goutamray7988 15 годин тому +1

    অপূর্ব, প্রত্যেক বাঙালি মহিলার শোনা দরকার এখনকার যুগে. ❤

  • @souravmondal4172
    @souravmondal4172 20 годин тому

    গল্পের শেষ টা আর একটু হলে শেষের শেষ টা শুনতাম।।হয়তো দুজনের মিলন হলো কিংবা আগের মতোই!!!!!!

  • @Souvik09030
    @Souvik09030 19 годин тому

    সত্যি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সময়ের থেকে অনেক বেশি এগিয়ে ছিলেন।

  • @sourojeet24
    @sourojeet24 19 годин тому

    দুর্দান্ত লাগল গপ্পো টা❤️❤️❤️

  • @m2dutta
    @m2dutta 2 години тому

    এই সব গল্প গুলো যেন এক এক টা শিক্ষা।।।

  • @moumitadey3405
    @moumitadey3405 10 годин тому

    Kauriburir debir mandir story R moton kichu golpo dewa hok 😊😊khub valo lagachilo story ta

  • @Nerdygirl006
    @Nerdygirl006 12 годин тому

    Osadharon