Atashi Mami By Manik Bandopadhyay | Anujoy | Papiya | Dipankar | Mir |

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @rajin.
    @rajin. Місяць тому +195

    মীর দাকে সৃষ্টিকর্তাকে একটা কণ্ঠ দিয়েছেন। এক মধুর কন্ঠ। বাংলা সাহিত্যে অন্যরকম অবদান রাখার জন্য ধন্যবাদ মীর দা।

  • @murarikartik9406
    @murarikartik9406 Місяць тому +126

    কাঁদিয়ে দিলে পাপিয়া দি। 😭
    পুরো ভিডিও জুড়ে 'মনরে কৃষি কাজ জানো না' বাঁশির সুর আহা!! melancholic ❣️❣️
    ধন্যবাদ যিনি এই সুর সাজেস্ট করেছেন। ❣️❣️

    • @SujitShow-s3k
      @SujitShow-s3k Місяць тому +3

      আমারও একই অবস্থা

  • @Naturalshortvideo8866
    @Naturalshortvideo8866 Місяць тому +30

    আমার বলার কিছুই নেই।।। সত্যি লাস্ট পনেরো মিনিট শুনে আমি রীতি মতো কেঁদে ফেললাম।।। স্যালুট মির দা তুমি না থাকলে হয়তো আমরা বাংলা গল্পঃ গুলোর মধ্যে এত সুন্দর ফুটে ওঠা গ্রামের ছোটবেলা ছবিই কানে হেডফোন দিয়ে চোখ বন্ধ করে যে এত সুন্দর অনুভব করা যায় সত্যি তুমি না থাকলে এটা হতনা।।। সত্যি❤❤❤❤

  • @arijeetkumarbasu9061
    @arijeetkumarbasu9061 Місяць тому +85

    গপ্পো মিরের ঠেকের জন্মলগ্নের ভক্ত আমি।। তবুও আজকের গল্পটি আমার জন্য বিশেষ ভাবে প্রিয় হয়ে রইলো।।
    তার বিশেষ কারণ আছে। আমি নিজে একজন বাঁশি শিল্পী। আমার সৌভাগ্য যে বর্তমানে আমি গুরুজী পন্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া জীর শিষ্য।।
    কিন্তু আজ থেকে ১০ বছর আগে আমি যখন প্রথম হাতে খড়ি দি, আমার প্রথম গুরুজী ছিলেন ঠিক যতীন মামার মতোই একজন অমায়িক মানুষ, অনিল বাবু।। আজ তার কথা মনে পড়লো আবারো।। যোগাযোগ আছে এখনো, তবে ঠিক করেছি ওনার সাথে শীঘ্রই আবার সাক্ষাৎ করবো।।
    ধন্যবাদ মীর দা কে আমার পুরোনো স্মৃতি ফিরিয়ে আনার জন্য।। ❤

  • @saswatisengupta7754
    @saswatisengupta7754 Місяць тому +115

    এইমাত্র শেষ করলাম শোনা ১২:৪০ রাত্রি। মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম।অতসী মামীর চরিত্রে পাপিয়া অনবদ্য।চোখ ঝাপসা হয়ে গেল।

    • @pabanagarwala6223
      @pabanagarwala6223 Місяць тому +3

      ঠিক বলেছেন ওনাকেই আমারও শ্রেষ্ঠ মনে হয়।

    • @asifreels
      @asifreels Місяць тому +1

      ​😅😅😊😊😊😊

    • @asifreels
      @asifreels Місяць тому

  • @MANOSHPROTIMMAJUMDER
    @MANOSHPROTIMMAJUMDER Місяць тому +182

    অবাক লাগে অতসী মামী আর পদ্মা ঝি, একজনই অভিনয় করেছে !!

  • @somnaths.m5774
    @somnaths.m5774 Місяць тому +514

    নিস্তব্ধ রাঙা বিকালে,নিবিষ্ট চিত্তে একলা বসে যখন ভাবি,তখন পাখির চোখ থেকে ঠিকরে আসা আলোর মত এক উজ্জল মাধুর্যপূর্ণ সাহিত্য জগতের সন্ধান পাই। যেখানে নৈসর্গিক প্রেম আছে ভরপুর,কুটিল স্বার্থ নেই এতটুকু। অসংখ্য ধন্যবাদ ক্যাপ্টেন।। 🙏🏻❤️

  • @aparnadey1102
    @aparnadey1102 25 днів тому +5

    মানিক বন্দ্যোপাধ্যায়ের এই গল্পটি অপূর্ব লাগলো।'অতসী মামী' না 'বাঁশি' দুটোই নামকরণ করা যায়,দুটো নামই মিলেমিশে একাকার হয়ে গেছে।গল্প পাঠও বেশ স্নিগ্ধ।

  • @soumikroy3084
    @soumikroy3084 Місяць тому +72

    আহা,অতসী মামীর তাঁর স্বামীর প্রতি এমন ভালোবাসা আজকের দিনে অতি বিরল❤

  • @aditichakraborty6114
    @aditichakraborty6114 Місяць тому +9

    Papiya di is a gem...mantei hobe...
    Ei amader sei "পদ্ম ঝি" ?
    Abar sei manush tai " অতসী মামী"❤

  • @SamaniaJannatee
    @SamaniaJannatee Місяць тому +175

    কি শোনালে ক্যাপ্টেন! চোখ থেকে তো অনবরত জল গড়িয়ে পড়ছে🥺

  • @soujanyachakrabortyofficia4732
    @soujanyachakrabortyofficia4732 Місяць тому +13

    বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজে পড়ার সময় বন্ধুদের সাথে বাজি রেখে মানিক বন্দ্যোপাধ্যায় এর সম্ভবত প্রথম লেখা এই গল্পের এত সুন্দর উপস্থাপনা বোধহয় কোনোদিন আর কেউ করতে পারবেনা। এই সৃষ্টি যেমন অমর তেমনি এই অডিওস্টোরির রেশ থেকে যাবে অনেক অনেকদিন। ধন্যবাদ পুরো team কে।❤

  • @pratikroysarkar
    @pratikroysarkar Місяць тому +361

    আশা করি খুব বড় নয় তবুও একটা আবদার যে, বাঁশিতে তোলা এই "মন রে কৃষি কাজ জানো না" গানটা upload করা যাবে? অসম্ভব শান্ত সেটা!🙏🏼❤️🌼

  • @shuvamdas4617
    @shuvamdas4617 Місяць тому +9

    শেষ কেঁদেছিলাম পথের পাঁচালী শুনে, আজও এই গল্পে তার অন্যথা হলো না। অনেক পডক্যাস্ট, অনেক অডিও স্টোরী শুনেছি। কিন্তু মীরদা আর তোমার টিমের কোনো রিপ্লেসমেন্ট নেই আর হবেও না। কখন যে সময় চলে যায় বোঝা যায় না, মনে হয় নিজের চোখের সামনে হচ্ছে সবটা,মনে হয় আমি নিজে এই গল্পের একজন বোবা,জীবন্ত চাক্ষুষ ব্যাক্তি। অনেক ধন্যবাদ তোমাকে ও তোমার টিমকে এরকম গল্প উপহার দেওয়ার জন্য❤❤

  • @amareshsarkar2652
    @amareshsarkar2652 Місяць тому +235

    চোখের বালি উপন্যাসটির মিরদার গলায় সোনার খুব ইচ্ছে আছে❤❤❤❤❤❤

  • @bikrantadhikary9677
    @bikrantadhikary9677 Місяць тому +6

    মামী যখন ট্রেনের কামরায় বসে তাঁর স্বামীর মৃত্যুকালীন কষ্ট মনে করে একই শ্যামা সঙ্গীতের সুরটি তুলেছেন আমি আমার ঘুমন্ত স্ত্রীকে জড়িয়ে ধরে নিজের flute টার দিকে তাকিয়ে অঝরে কেঁদে ফেলেছি, পারলামনা।❤ খুব সুন্দর হয়েছে গল্পটার সমস্ত এডিটিং এবং সাউন্ড ইফেক্টস এর কাজ। Hats off to Sir Manik Bandopadhyay ❤❤❤

  • @Vicky-Mac274
    @Vicky-Mac274 Місяць тому +109

    বাঁশির সুরে ''মনরে কৃষি কাজ জানো না'' শ্যামা সঙ্গীতের শুরুতেই শরীর যেন শিহরণ দিয়ে উঠলো।। এ যেন শুধু সুর নয়, মা আনন্দময়ীর কাছে সমূলে সমর্পণ ❤❤ অসাধারণ অসাধারণ... সুরেও যে মাদকতা ছড়ায় যতীন বাবুর বাঁশি যেন তার প্রত্যক্ষ উদাহরণ 👍🏻 ঠেকের জয় হোক👍🏻🙏

    • @pralaydebnath5942
      @pralaydebnath5942 Місяць тому +4

      গানের প্রথম লাইন টা একটু বলবেন দয়া করে কিছুতেই মনে করতে পারছি না

    • @abhijitnaskar6678
      @abhijitnaskar6678 Місяць тому +1

      Kichu Tai lik te parchi na go chok ta ato vari Hoya gache na!

    • @Vicky-Mac274
      @Vicky-Mac274 Місяць тому

      @@pralaydebnath5942
      এমন মানব জমিন রইলো পতিত
      আবাদ করলে ফলত সোনা..

    • @rumpabiswasray4815
      @rumpabiswasray4815 Місяць тому

      ​@@pralaydebnath5942 মনরে কৃষি কাজ জানে না ❤

    • @Vicky-Mac274
      @Vicky-Mac274 Місяць тому

      ​@@pralaydebnath5942
      কালী নামে দাও রে বেড়া
      ফসলে তছরূপ হবে না.....
      সে যে মুক্তকেশীর শক্ত বেড়া
      তার কাছেতে যম ঘেঁষে না,
      মনরে কৃষিকাজ জানো না.....

  • @lekhanroy180
    @lekhanroy180 Місяць тому +4

    নিজের অজান্তেই দেখি চোখ দিয়ে জল পড়ছে ! কি অসাধারণ এক আবেগে জড়িয়ে গেলাম ক্যাপ্টেন ❤

  • @debasishgoswami8450
    @debasishgoswami8450 Місяць тому +11

    চোখের জল ধরে রাখতে পারলাম না,শেষ পর্যন্ত বুক ফেটে বেরিয়ে আসলো।অসাধারণ মীর দা।

  • @subirroy7327
    @subirroy7327 Місяць тому +6

    অসাধারণ, অসাধারণ, অসাধারণ। এই নাহলে মীর, মনটা ভারাক্রান্ত করে দিয়ে ছাড়লে ভাই। সোনায় বাঁধানো এই গলা নিয়ে দীর্ঘদিন ভালো থেকো, সুস্থ থেকো।

  • @prativabhattacharjee4681
    @prativabhattacharjee4681 Місяць тому +4

    কি অপূর্ব উপস্থাপনা। ওই মহিলা কন্ঠ শুনে যেন গায়ে কাটা দিচ্ছিল। শেষের দিকে কেঁদেছি শুধু। আমি এখনো লিখতে পারছি না। হাত পা কাঁপছে। কি শোনালেন। সবার গলা গুলো এখনো কানে বাজছে। আর এই গল্পের রেশ এখন অনেক দিন অবধি কাটবে না। যদি সম্ভব হয় এরম গল্প আবারও দেবেন। আর এভাবেই শোনাবেন যেনো আমাদের মতো কিছু শ্রোতা আবার গল্পের মধ্যে ডুবে যেতে পারে। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এরম ভাবে গল্প শোনানোর জন্য।

  • @taskinkhan6862
    @taskinkhan6862 Місяць тому +4

    কি শোনালেন দাদা..! এপার বাংলায় বসে যতীন্দ্র চরিত্রকে যেন উপলব্ধি করতে পারছি। পাপিয়া অনবদ্য কন্ঠ দিয়েছেন। আর একটা দীর্ঘশ্বাস আমারও বের হইল "অতসীমামী র এ স্বর্গীয় প্রেমের জন্য" ❤

  • @shubhranilchakraborty1620
    @shubhranilchakraborty1620 Місяць тому +15

    আমি অনেকবার এই গল্পটা পড়েছি, আর ততবার কেঁদেছি এই কারণে যে একটা সংগীতপিয়াসী মানুষের কতটা সুরের প্রতি শ্রদ্ধা থাকলে আর একজন সংগীতসাধকের সুরসাধনার সম্পর্কে কতটা জ্ঞান থাকলে পর , সে এইরকম গল্প লিখতে পারে।

  • @tanudeepapradhan3306
    @tanudeepapradhan3306 29 днів тому +4

    মীর দা ❤ কি করেছেন, গল্পের প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু চোখ ঝাপসা ই থাকলো।
    এ কেবল আপনার পক্ষেই সম্ভব।❤❤

  • @prasenjitsarkar3211
    @prasenjitsarkar3211 Місяць тому +23

    সত্যিই ক্যাপ্টেন 😢😢 তোমার কন্ঠে জাদু আছে। বর্তমান সময়ে মোবাইল ফোনে র ভীড়ে বাংলা সাহিত্য পড়া হয়না। কিন্তু তোমার এই প্রয়াসে সেই ইচ্ছা পূরণ হয়েছে। গল্পের শেষে কখন যে চোখ জলে ভিজে এসেছে বুঝতে পারলাম না 😢😢। তোমার ঠেকে না আসলে বাংলা সাহিত্যের এমন অমর খনি গুলোর সন্ধান পেতাম না। কেন জানি না , তোমার গল্প শোনার পর নিজেকে ধন্য মনে হয় বাংলা ভাষার জন্য ও বাঙালি হিসেবে।। এমন সব অমূল্য সম্পদ না শুনে মারা গেলে এ জীবনকে ধিক্কার। এগিয়ে যাও ক্যাপ্টেন ❤❤ আরো ভালো ভালো বাংলা সাহিত্যের খনি থেকে মনি মুক্তা বের করে আমাদের উপহার দাও ❤❤❤❤

  • @arghyachandra9182
    @arghyachandra9182 Місяць тому +11

    মাথার বালিসটা চোখের জলে ভিজে গেলো 😌😔
    যে মানুষটা বাঁশি বাজিয়েছেন তাকে শত শত কোটি প্রনাম 🙏🏻🙏🏻😌

  • @osimakhatun310
    @osimakhatun310 Місяць тому +35

    awesome awesome বাঁশির সুরে, ভাগ্নে সুরেশ এর মধুর বাঁশি বিবরণ.. excellent কষ্টকর 😢 গপ্পো শুনছি না কাঁদছি বুঝতে পারছি না নিজেই.. ইস এমন জীবন ও লেখকের কলমে জীবন্ত হয়ে ওঠে.. বুঝতেই পারতাম না গপ্পো না শুনলে.. শ্রদ্ধেয় মানিক বন্দ্যোপাধ্যায় কে অনেক শ্রদ্ধা ভালোবাসা ও নমস্কার.. 🙏🌿🙏🌹🌹আর মীর আফসার আলীর এমন কষ্টের অভিনয় গুলো শুনে, কষ্টের হৃদয় তোলপাড় করে উঠে.. 😢😢😢❤ আদর্শ হিন্দু হোটেল এর পর,, আবার এমন হৃদয় মোচড়ানো গপ্পো শুনে কোথায় চলে গেছি কে জানে কোন কান্নার গভীরে...... 😢😢😢🙏😭🙏😭🙏💕💕

  • @ankitadas3481
    @ankitadas3481 Місяць тому +13

    কি দারুন সৃষ্টি মানিক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের।আর মীর স্যার আপনার পরিচালনায় কি জাদু আছে জানিনা, শোনার সময় মনে হচ্ছিল যতীন বাবুর বাড়ির বারান্দায় ভাগ্নের পাশে বসে আমিও শুনছি তার সুমধুর বাশির শব্দ। অতসী মামীর কন্ঠে সেই দুঃখ, যন্ত্রণা কিছুটা যেন শ্রোতা হয়ে অনুভব করলাম। চোখে জল চলে এলো।❤

  • @sakuntaladey8448
    @sakuntaladey8448 Місяць тому +9

    'অতসীমামী' আমার অন‍্যতম প্রিয় ছোটগল্প.... বেশ কয়েকবার এই গল্পটি পড়েছি...আর যখনই পড়েছি, চোখের জল বাধ মানে নি....!
    আজ প্রথমবার কানে শুনে অনুভব করলাম,, এই গল্পের সেই আশ্চর্য গভীরতাকে..... শুনলাম এক অতুলনীয় ভালবাসার কাহিনী, কোনো এক অপার্থিব বাঁশির সুরে যে ভালবাসা চির অক্ষয় হয়ে বেঁচে থাকে....❤️
    'গপ্পো মীরের ঠেক' তার অনবদ্য উপস্থাপনায় আবারও মুগ্ধ করলো....অতসীমামী আর যতীন মামার স্বর্গীয় প্রেমকে তাদের উপস্থাপনায় শাশ্বত করে রাখলো ঘন্টাখানেকের এক নিগূঢ় বন্ধনে...
    "মন রে কৃষিকাজ জানো না"....বাঁশির সুর মন-প্রাণ ভরিয়ে দিয়েছে..... পাপিয়া, অনুজয় আর মীরদা র অভিনয় আশ মিটিয়ে দিয়েছে....
    অকুন্ঠ ভালবাসা...... গপ্পো মীরের ঠেক কে....❤️

  • @SubhadeepGhosh-k2i
    @SubhadeepGhosh-k2i Місяць тому +7

    পুরো গল্প টা জুড়ে কেমন যেনো একটা মোহিত হয়ে রইলাম 😌 বুজতেই পারলাম না গল্প কখন শেষ হয়ে গেলো । অনেক ভালো উপস্থাপনা। ক্যাপ্টেন সহ পুরো গল্প মির ঠেক কে আগামী দিন জন্যে অনেক অনেক শুভেচ্ছা। ❤❤

  • @bpndon1369
    @bpndon1369 Місяць тому +7

    "এত সুন্দর একটি গল্প শুনে রাতটা যেন এক নতুন অভিজ্ঞতা হয়ে গেল। মীর আফসার আলী স্যারের অসাধারণ কণ্ঠ আর চরিত্রের গভীরতা মিশে যেভাবে গল্পটি প্রাণ পেয়ে উঠেছে, তা ভাষায় প্রকাশ করতে পারব না। আজ রাতে আমি যে এই নাটকটা শুনছি, সেটাই যেন এক অনন্য অনুভূতি। মীর আফসার আলী স্যারের প্রতি আমার একান্ত শ্রদ্ধা ও ভালোবাসা রইলো।"

    • @bpndon1369
      @bpndon1369 Місяць тому

      "আজকের নাটকটি সত্যিই অসাধারণ ছিল! রাত জেগে শুনতে শুনতে একেবারে মুগ্ধ হয়ে গেছি। মীর আফসার আলীর অভিনয়, কণ্ঠস্বর এবং গল্পের সাথেও এক অদ্ভুত সম্পর্ক তৈরি হয়েছে। যতবারই তার কণ্ঠ শুনি, মনে হয় যেন পুরো গল্পটা জীবন্ত হয়ে উঠেছে। এই রাতটা আমি কখনো ভুলব না। এমন সুন্দর নাটক আমাদের জীবনকে আরও রঙিন করে তোলে।

  • @parnaghoshrakshit3118
    @parnaghoshrakshit3118 Місяць тому +3

    আজ চোখের সামনে বাংলা সাহিত্যের একটি অমূল্য মণি ঝরে পরলো আমার কানে। এই অপূর্ব অনুভূতির সাক্ষী হতে পারলাম বলে ঠেকের সভ্যদের অনেক ধন্যবাদ।

  • @crickmoseditz
    @crickmoseditz Місяць тому +12

    ছোটো থেকেই শুনে আসছি, এটাই মানিক বাবুর লেখা প্রথম গল্প, গল্পের নামটা শুনে বারবার পড়ার ইচ্ছা হয়েছে, কিন্তু নানা ব্যস্ততায় পড়া হয়ে ওঠেনি, আজ সত্যিই আমি বিস্ময়াবিষ্ট। ধন্য মানিক বন্দ্যোপাধ্যায়, ধন্য ঠেকের উপস্থাপনা, আমি ভাষাহত।

  • @rishibanerjee9986
    @rishibanerjee9986 Місяць тому +5

    "Mon re krishikaj janona ", kimba , " dub de re mon kali bole" - er j music ta ache , sottie chokhe jol chole aseche amr oi music ta sune . Golpo ta to oshadharon lagloi ..❤❤❤❤❤❤dhonnobad eto misti aar osrupurno ekta upostahponar jonno CAPTAIN ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bapidalui9371
    @bapidalui9371 Місяць тому +3

    হয়তো মনের কোনে অনেক দিনের অনেক কান্না জমে ছিল,ঠিক গুছিয়ে বলতে পারলামনা,কি জানি কেন অনেকক্ষণ ধরে কান্না রোধ করতে পারছিনা, অসাধারণ গল্পপাঠ, আবার নতুন একটি গল্পের আশায় থাকলাম, আপনাদের অসংখ্য ধন্যবাদ।

  • @debdityadas3682
    @debdityadas3682 Місяць тому +4

    When I listen to the audio story, I become emotional and cry. This is the third time tears have come to my eyes. The first was when I heard Arturo Gatti's letter in Mir Sir's voice (Chader Pahar), the second was Sherlock Holmes's (Final Problem) letter, and the third time is with this story. Thank you so much captain for providing us with such a voice that connects with our souls.

  • @arpitasinha8459
    @arpitasinha8459 Місяць тому +5

    কি অপূর্ব লেখনি কি অপূর্ব বলার আবেগ ❤ যেমন জাদু ওই বাঁশী তে তেমনি তোমার গলার স্বরে ধন্য তুমি ক্যাপ্টেন।

  • @biswajitdas-rp6dq
    @biswajitdas-rp6dq Місяць тому +2

    মানিক বন্দ্যোপাধ্যায় এর বেশ কিছু গল্প পরেছি। এক একটি just masterpiece. চোখের কোন আর হৃদপিন্ড দুই কম্পিত হয়েছে বারেবার। আর মীর দার এমন অতুলনীয় উপস্থাপনায় যেন গল্পের চরিত্র গুলো জীবিত হয়ে উঠে।

  • @osimakhatun310
    @osimakhatun310 Місяць тому +12

    উহ তো এ তো আরও কষ্ট.. "অতসী মামী"র এমন পরিণতি যতীন মামা ছাড়া.. এ যে হৃদয় বিদারক কঠিন কাহিনী.. বাঁশির সুরে বাঁশির সর্বনাশ.. নাকী বাঁশি'ই ভালোবাসার করুণ ইতিহাস.. এ তো লেখক একমাত্র নিজেই জানেন.. পাপিয়ার শেষ কান্নাটা অপরিহার্য.. 😭 hat's off মীর আফসার আলী.. অনেক অনেক কাঁদালে আজ তুমি আবার.. 😪😪😪🙌🙏🌿🙏🌿🙏🎉🎉

  • @Shaswata2825
    @Shaswata2825 Місяць тому +5

    অসাধারণ..!!💖🥹
    জানিনা এছাড়া আর ঠিক কোন বিশেষণ ব্যবহার করা যায়, বা করা উচিত।
    মন্ত্রমুগ্ধ হয়ে বসেছিলাম এই ৫৬ মিনিট।।😊
    বাক্যহারা হয়ে পড়েছিলাম কয়েক মুহূর্ত।
    চোখ দুটো থেকে অনর্গল ঝরে গেলো একটা বারি ধারা। 🥹♥️
    আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই #গপ্পোমীরের_ঠেক এর পুরো টিমকে,আর অবশ্যই #ক্যাপ্টেন তোমায়। 🙏😇🌻

  • @chiranjitduari7625
    @chiranjitduari7625 Місяць тому +26

    অনেক বড় অপারেশন এর পর সারাদিন বাড়িতে শুয়ে বসে কাটাচ্ছি অনেক অপেক্ষার পর গল্প টা এলো ভাবিনি যে এইভাবে ভেসে যাবো 🥹🥹। আহা মীর দাদা কি শোনালে কি অপূর্ব যে এই অনুভূতি তা হয়তো বলে বোঝাতে পারবো না। খুব ভালো থেকো তুমি আর তোমার টীম আর এই ভাবেই আমাদের গল্প না না গল্প না সুন্দর অনুভূতি উপহার দিয়ো ❤️❤️❤️❤️

    • @03615165
      @03615165 Місяць тому +2

      Get well soon,,,Ki operation hoyeche bhai?

    • @AudiostoryreadingassorbyS.-j4h
      @AudiostoryreadingassorbyS.-j4h Місяць тому

      তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আরো গল্প শুনুন। ভালো থাকুন

  • @kalpanachakrabarty2469
    @kalpanachakrabarty2469 Місяць тому +9

    অসাধারণ! বুকের ভেতর ব্যথা করছে। চোখের জল বাঁধছেনা। কি শোনালে মীরভাই!! অসাধারণ অভিনয় পাপিয়া চক্রবর্ত্তীর। ভাবতেই অবাক লাগে, ইনি একাধারে অতসীমামী, অন্যদিকে পদ্মঝির অভিনয় করেছেন। কতোবড় অভিনয় ক্ষমতা থাকলে তা হয়। অনুজয়বাবুও অসাধারণ অভিনয় করেছেন। আর মীরভায়ের তো তুলনাই হয়না। সশ্রদ্ধ ভালবাসা সবাইকে।❤️❤️🥰🥰

  • @osimakhatun310
    @osimakhatun310 Місяць тому +7

    অনেক আকাঙ্ক্ষিত অপেক্ষার অবসান বাঁশির সুরে.. উফ উফ উফ, শুরুতেই অনুজয় এর উদাসী কন্ঠে আজকের গপ্পো পাঠ শুনে, গপ্পো শোনার আকর্ষণ অনেকাংশে বেড়ে গেলো.. বাঁশি বাদক যতীন বাবু ওরফে মীর আফসার আলী কে, আজ সাবলীল চরিত্রে অভিনয় শুনতে দুর্ধর্ষ অতুলনীয় লাগছে.. 🎉 ওদিকে অতসী মামী ওরফে পাপিয়া চক্রবর্তী কেও শুনে, হৃদয় ছোঁওয়া অনুভূতি জেগে উঠলো.. বুঝতে পারছি আজ শুরু হতেই কষ্টের কষ্টটা শেষ অবধি বহন করে চলতে হবে.. হোক না বইতে, এরকম গপ্পো শোনার মানসিক অবস্থা তৈরী হয়ে যায় আপনিই.. 🎉❤🎉Hat's off মীর আফসার আলী.. 😭😭💕🙏🌹🙏🌹🙏🌿🌿🌿🌿

  • @paromitadas1413
    @paromitadas1413 4 дні тому

    অসম্ভব ভালো। ভাষা নেই ব্যক্ত করার। সবার এত সুন্দর অভিনয়.... মীর দা তুমি অসাধারণ। আর পাপিয়া দি তোমার অভিনয় চোখে জল আনলো

  • @Bhoy_
    @Bhoy_ Місяць тому +5

    গল্পটা শুনছি আর চোখ টা জলে ভরে আসছে , এত গভীর প্রেম ,এত বড় ত্যাগ ,যা মানুষ কে সত্যি ভাবিয়ে তুলবে , এবং যিনি সত্যি বাঁশি বাজিয়েছেন অর্থাৎ সৌমাজতি ঘোস দাদা , খুব সুন্দর বাজিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর সুর দেয়ার জন্য ❤❤

  • @hemontasarkar6275
    @hemontasarkar6275 Місяць тому +2

    হায়রে কি শুনলাম,কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছি,কিছু বলার ভাষা নাই,গল্পটা পড়েও এতো গভীর অনুভূতি হয়নি,অসাধারণ ❤❤

  • @1rajapoddar1
    @1rajapoddar1 Місяць тому +8

    রাত ১১:১৫, গল্পটা শুনে শেষ করলাম। আর একটু মন ভরে কেঁদে নিলাম। ধন্য ধন্য হে মীর দা, তুমি আর তোমার সকল দলের সদস্যদের জানাই প্রণাম। 🙏🏻 মানিক বাবু আকার দিয়েছেন, আর, আপনারা দিলেন প্রাণ। 🙏🏻

  • @arunimagayen8311
    @arunimagayen8311 6 днів тому

    হায় ঈশ্বর! কি অপূর্ব প্রেম! সাহিত্যিকের কি অপূর্ব সৃষ্টি! সেই সৃষ্টির কি অপূর্ব উপস্থাপন। শত শত প্রণাম এত সুন্দর উপহার দেওয়ার জন্য। ধন্য।❤🌸🙏🏻

  • @Rajasaha413scb
    @Rajasaha413scb Місяць тому +16

    মীরদা ও গোধূলির কাছে এই গল্পোগুলোর অনুরোধ রইল :-
    ১.কেরি সাহেবের মুন্সী - প্রমথনাথ বিশী
    ২. পাগলা সাহেবর কবর - শীর্ষেন্দু মুখোপাধ‍্যায়
    ৩. বিকেলের মৃত্যু - শীর্ষেন্দু মুখোপাধ‍্যায়
    ৪. সাদা বিড়াল,কালো বিড়াল - শীর্ষেন্দু মুখোপাধ‍্যায়
    ৫. অধীরাজ সিরিজ - সায়ন্তনী পূততুন্ডু
    ৬. মানবেন্দ্র পালের ভয়ের গল্প
    ৭. সুদীপ্ত-হেরম‍্যান সিরিজ - হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    ৮. পাতাঝরার মরশুমে - স্মরণজিৎ চক্রবর্তী
    ৯. Frankenstein - Mary Shelley
    ১০. Treasure Island - Robert Louis Stevenson
    ১১. Oliver Twist - Charles Dickens
    ১২. Black Beauty - Anna Sewell

  • @subrataadak3217
    @subrataadak3217 Місяць тому +2

    তোমাকে যে কি বলবো মীর দা?
    শেষের দিকে যেমন চোখে জল এসেছিল
    তেমনি তোমার বাঁশির সুরে খুব হেসেছি।
    খুব সুন্দর হয়েছে।
    ভালো থেকো দাদা ❤❤❤❤❤

  • @somnathbanerjee6203
    @somnathbanerjee6203 Місяць тому +5

    অসম্ভব সুন্দর একটা গল্প শুনলাম "" অতসী মামী "" আপনি মীর সাহেব_অসাধারন একজন শিল্পী এবং একজন দক্ষ পরিচালক। আমার প্রনাম নেবেন। অবশ্যই অপেক্ষায় রইলাম আগামী শনিবার এর জন্য । এই গুলোই তো সত্যিই গল্প। ❤ আবার প্রাণ পেলেন শ্রদ্ধেয় মানিক বন্দ্যোপাধ্যায় এর একটা অসামান্য গল্প।

  • @shuvamkhan2000
    @shuvamkhan2000 24 дні тому

    ঝর ঝর করে কাদলাম......অনবদ্য সৃষ্টি মানিক বাবুর এবং আপনাদের গল্পপাঠ কে অন্য উচ্চতায় নিয়ে গেছে আবহসঙ্গীত।।
    অসংখ্য ধন্যবাদ।।

  • @neelbiswas6058
    @neelbiswas6058 Місяць тому +5

    চোখ দিয়ে জল বেরিয়ে এলো🥲🥲 ভালোবাসার মানুষ কে পেয়েও কত অবহেলা করি🥲🥲

  • @himalaydebnath
    @himalaydebnath Місяць тому +7

    পাপিয়া দি মুগ্ধ করে দিলে আর তোমার অনবদ্য অভিনয় চোখে জল এনে দিল 🙏🏼❤🥺

  • @shyamadey9254
    @shyamadey9254 Місяць тому +10

    আমার বাবা ও খুব সুন্দর বাঁশী বাজাতেন। মধ্যে রাতে হঠাৎ হঠাৎ তার বাঁশী র সুরে হৃদয় যেন কাকে খুঁজে বেড়াতো ।আজ কাঁদলাম , ভালো বেসে কাদলাম ❤❤।

  • @smritiroy291
    @smritiroy291 24 дні тому +1

    Uff, কি যে শুনলাম ,এক প্রকৃত প্রেম কাহিনীর সাক্ষী রয়ে গেলাম দুই চোখ ভরা জল নিয়ে ❤❤❤

  • @apukumar3715
    @apukumar3715 Місяць тому +6

    মন রে কৃষি কাজ জানোনা❤️❤️❤️
    শ্যামা সংগীত এর সুরটা বাঁশিতে প্রথমেই শুনে বিমোহিত হয়েছি অনেকটা।❤️❤️

  • @HariDas-cc4ic
    @HariDas-cc4ic Місяць тому +2

    খুব সুন্দর হয়েছে ক্যাপ্টেন, চোখে জল ধরে রাখা গেলো না ,আর বাঁশির সুরের তুলনা হয় না পুরো মন কাদিয়ে দিয়েছে❤️❤️❤️❤️

  • @renukanandy9801
    @renukanandy9801 Місяць тому +5

    আজ দিত্বীয়বার শুনলাম। কি অপূর্ব ,অনবদ্য কাহিনি ।গোটা শরীর মন কি এক অব্যক্ত আবেশে ভরে গেল ।এরকম একটা গল্প শোনানোর জন্য ধন্যবাদ ।

  • @PoulomiMondal-h9h
    @PoulomiMondal-h9h Місяць тому +1

    Office e break e golper last part ta sune badhyo hoye washroom e chole jete holo... sottie asadharon golpo... papiya di asadharon.. tomar gola sune aj chokhe jol alo... hats off captain..

  • @A.Madhusudan_Das
    @A.Madhusudan_Das 20 днів тому +4

    Osadharon last e chokhe jol esegiye6ilo❤❤❤❤

  • @Piyasa..
    @Piyasa.. Місяць тому +2

    পদ্ম ঝি আর এবার অতসী মামী
    একজন ই মানুষ অভিনয় করেছে। অসাধারণ 😊

  • @iladhali5888
    @iladhali5888 Місяць тому +6

    কি শুনলাম! প্রতিটা কথা যেনো বেদনার বাণ মেরে গেলো বুকে🙏
    অসাধারণ উপস্থাপন 🙏❤️

  • @Sampriti-92
    @Sampriti-92 Місяць тому

    কি অসাধারণ উপস্থাপনা। ভাষা হারিয়ে গেছে।পাপিয়াদি,অনুজয় দা আর মীর দা এক কথায় অনবদ্য।চোখের সামনে যেন দেখতে পেলাম পুরোটা।কি অসামান্য করে তুললে গল্পঃ টাকে চোখের জল বাঁধ মানলনা।❤❤❤

  • @arnabganguly7854
    @arnabganguly7854 Місяць тому +4

    Asadharon....monta kemon jeno santo r thanda hoe gelo....ekta nistej valobasa sob kichu ke Shanti dilo..ekta odvut obekto jontrona moy valobasa chorie porlo Sara chorachor jure

  • @j.s.g3526
    @j.s.g3526 Місяць тому

    কি সৃষ্টি করেছো গুরুদেব!!! বাংলার রেডিও মীর নামক যে বিস্ময়কর প্রতিভার জন্ম দিয়েছে বাংলা চিরকাল তাকে মনে রাখবে। আহা কি সৃষ্টি ❤❤

  • @NiveditaShill
    @NiveditaShill Місяць тому +4

    Khub sundor 💙💙💙golpo
    Khub sundor basir sur 🪈
    Chuto bela kokhono dida ba thamar golpo suninai
    Ami nije amar chuto bhai ke amar boiar golpo gulo suniye ghum paratam
    Aaj college student hoiye roz ghumonor agay tumar golpo suni
    Sotti mon ta juriye jai 💚
    Thank you very much 🙏

  • @sudipkumarhait536
    @sudipkumarhait536 Місяць тому +2

    সত্যিই কি অনবদ্য সৃষ্টি! হৃদয় ছুঁয়ে গেল যে! সব শেষে শুধুই দীর্ঘশ্বাস .....🖤🖤🥺

  • @uranchandi1994
    @uranchandi1994 Місяць тому +5

    প্রিয় মানুষ, প্রিয় জিনিস হারানোর যন্ত্রণা সহ্য করা খুবই কঠিন । চোখ ছলছল করছে, অনবদ্য

  • @runaghosh4329
    @runaghosh4329 Місяць тому

    বাকরূদ্ধ!!!বাঁশি শুনে গায়ে কাঁটা দিয়ে উঠলো। সঙ্গে অসাধারণ পরিবেশন। স্যালুট টিম গপ্পো মীরের ঠেক❤❤❤

  • @raniteditor8103
    @raniteditor8103 Місяць тому +4

    এই মন মাতানো পাগলা করা বাঁশির সুরে নিজেকে যেনো এক স্রোতে ভাসিয়ে নিয়ে গেলো 😌😌😌
    অতসী মামীর মতো যদি নারী সমাজ জাগ্রত থাকতো, পৃথিবীটা আরও সুন্দর হয়ে যেত 😢

  • @ManoshMondal-v1s
    @ManoshMondal-v1s Місяць тому

    আমার মন ভরে গেছে। শেষ আবধি না কেদে থাকতে পারলাম। মামীর অভিনয় যেন মনের আত্নাকে কাদিয়ে তুলেছিলো। সত্যি কি দারুণ লেখনী ❤️❤️

  • @kritimoybiswas4440
    @kritimoybiswas4440 Місяць тому +3

    অসম্ভব সুন্দর গল্পটা । কুর্নিশ লেখককে আর আপনাদেরকেও অনেক ধন্যবাদ এত ভালো একটা উপস্থাপনার জন্য.......

  • @nisikantachakroborty6607
    @nisikantachakroborty6607 Місяць тому

    আহা এরকম বাঁশি তে রামপ্রসাদি সুর , আর এরকম একটা গল্প সত্যি চোখে জল এসে গেল 😢😢😢 love you mir da ... আর যে শিল্পী এই বাঁশির সুরের অধিকারী তাঁকে আমার প্রণাম 🙏🙏🙏🙏🥲

  • @pallabisil7680
    @pallabisil7680 Місяць тому +3

    প্রথমে কাবুলি ওয়ালা তারপর পথের পাঁচালি, আবার এই অতসী মামী কোনোদিন ভুলবো না মীরদা কোনোদিন ভুলবো না 😢

  • @biplopchowdhury203
    @biplopchowdhury203 Місяць тому +2

    রীতিমতো চোখের জল ধরে রাখতে পারলাম না মীর ভাই আমি শুনি আপনার সব গল্প আমার খুব ভালো লাগে ❤

  • @avijitmajumder6744
    @avijitmajumder6744 Місяць тому +4

    কি সুন্দর গল্প ,,
    আর পাপিয়া দির অভিনয়,, আহা!!,❤❤

  • @rajanyaraichakrabortyrai2d280
    @rajanyaraichakrabortyrai2d280 Місяць тому

    কি অপূর্ব performance.... atashi mami ar bhagne ..... Mir Da... তুমি জুয়েল দের তুলে এনেছ....প্রতিভাবানেরা সুযোগ পেয়ে ফাটিয়ে অভিনয় করেছে.... hats off.... love love love ❤

  • @ayshaaakhi751
    @ayshaaakhi751 Місяць тому +11

    মনরে কৃষি কাজ জানো না.....। চমৎকার বাঁশি

  • @dipankarpaul5362
    @dipankarpaul5362 Місяць тому

    আবারো একটা অসাধারণ দুর্দান্ত পরিবেশনা। শুনি আর অবাক হই, গল্প টা জীবন্ত হয়ে যায়, চোখের ওপরে সব ভেসে ওঠে।।। সত্যি অসাধারণ মীর দা, পাপিয়া দি ও অনুজয় দা।। ধন্যবাদ টিমের সকলকে।।🙏🙏🙏দীর্ঘজীবী হোক এই যাত্রা।। ❤❤❤

  • @osimakhatun310
    @osimakhatun310 Місяць тому +19

    ভাগ্যিস মীর আফসার আলী গপ্পো মীর এর ঠেক চালু করলেন.. তাই তো গপ্পো শুনে শুনে আমরা শ্রোতারা ও সাহিত্যিক হয়ে গেছি ছোটো খাটো.. বেশ মজার ব্যাপার.. 🎉🎉আর কিছুক্ষণ প্রত্যাশার অপেক্ষা.. 🙏🌿🙏🌹🌹

  • @itzzarnabbera5991
    @itzzarnabbera5991 Місяць тому

    কি অনবদ্য উপস্থাপনা । পাপিয়া দি (ম্যাডাম) অসাধারণ বললেও কম বলা হবে । প্রতিটি মুহূর্ত যেনো জীবন্ত চোখের সামনে ❤️❤️। আমিও কাঁদছি , শুনতে শুনতে। আর ক্যাপ্টেন ❤️

  • @Realsahinur09
    @Realsahinur09 Місяць тому +12

    পল্লিসমাজ গল্পটা কে কে শুনতে চাই 😊 3:05

  • @mucool13
    @mucool13 Місяць тому

    আতশী মামী আর যতীন মামার মত এমন নিবিড় ভালোবাসা আর আজকের জেনারেশন এ নেই । অসম্ভব সুন্দর উপস্থাপনা করেছেন স্যার ❤

  • @artandcraftmind8215
    @artandcraftmind8215 Місяць тому +13

    মীরের ঠেকে বিশেষ অনুরোধ মতি নন্দীর কোনী ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারাণী এই দুটি গল্প চাই এটি আমার অনূরোধ আমি অনেক বার বলেছি হয়তো আমার কমেন্ট চোখে পড়েনি 😢

    • @debadityamajumdar175
      @debadityamajumdar175 Місяць тому +1

      রাধারানি শরৎচন্দ্রের নয় বঙ্কিমচন্দ্রের লেখা।

    • @artandcraftmind8215
      @artandcraftmind8215 Місяць тому

      ওটা ভুলে হয়ে গেছে স্পেলিং মিসটেক 🥲

  • @skbadsha9710
    @skbadsha9710 Місяць тому

    সত্যি বলছি গল্পটা শুনে চোখে পানি চলে এলো।এত সুন্দর একটা গল্প শুনানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।❤❤❤

  • @AbdurRahman-fz4mr
    @AbdurRahman-fz4mr Місяць тому +16

    👊ভাগ্যিস বাঙালি হয়ে জন্মেছিলাম নাহলে হয়তোবা এত সুন্দর গল্প শোনা হতো না😅
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দেবযান, আরণ্যক,
    বিশেষ করে সকল নামকরা উপন্যাস শুনতে চাই 🙏

    • @AudiostoryreadingassorbyS.-j4h
      @AudiostoryreadingassorbyS.-j4h Місяць тому

      ঠিক বলেছেন। বাংলা কথাসাহিত্যের একটা ভিন্ন জাদু আছে

  • @atasikhamaru5990
    @atasikhamaru5990 Місяць тому +1

    আমার নামের সাথে মিল থাকার কারণে এই গল্পটা পড়ার ইচ্ছা ছিল অনেক দিন আগেই , কিন্তু সেটা হয়ে ওঠেনি। অনেক ধন্যবাদ জানাই গপ্পো মীর এর ঠেক এ এই গল্পঃ টা সম্প্রচার এর জন্য। সত্যি এক কথায় অনবদ্য ❤❤❤।

  • @AparnaSarkar-eo8ip
    @AparnaSarkar-eo8ip Місяць тому +6

    Baah!... Oneeeek din por Anujoy da narrate korben❤❤

  • @rupendasdey7704
    @rupendasdey7704 Місяць тому

    গল্প গুলি শোনার সময় সমগ্র চিত্রটি ছবির মতন চোখের সামনে ফুটে ওঠে।
    অসংখ্য ধন্যবাদ জানাই গল্প মীরের ঠেক কে। এইরকম ভাবেই গল্প শোনার মধ্যে দিয়েই প্রাণবন্ত হয়ে উঠুক সমস্ত চরিত্র।

  • @MuhtasiM_MahiM69
    @MuhtasiM_MahiM69 Місяць тому +6

    Mir Vai....
    Ektu Mirchi Thekeo Ghure ashun...🍁

  • @GhoshHazraAditi
    @GhoshHazraAditi Місяць тому

    এই গলায় দলাপাকানো যন্ত্রণাটা বড্ড কাঁদিয়ে দিলো, এইরকম উপস্থাপনা সত্যিই অসম্ভব অসম্ভব আমি ভেবে পাচ্ছি না কিভাবে ব্যক্ত করবো আমার অনুভূতি গুলো । বড্ড পাক খাচ্ছে মনের মধ্যে, প্রণাম আপনাদের।।

  • @Nurnisa707
    @Nurnisa707 Місяць тому +6

    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের "স্বামী " গল্পটা শোনানোর অনুরোধ রইলো🙏। আশা করছি আপনার মুখে এই গল্পটা শুনতে পাবো❤

  • @sreejitasen1886
    @sreejitasen1886 Місяць тому

    Khub khub khub valo legeche... Basir soor r papia di r golaye bola kotha gulo kadia dilo........ Jeno vetor ta dumre much respect jachhhe soor er sathe. Khub valo Mir da... 🪈🪈🪈🪈

  • @arkadutta247
    @arkadutta247 Місяць тому +4

    Choke jol........
    Eto kadao keno....captain ❤

  • @sanjoyganguly1507
    @sanjoyganguly1507 Місяць тому

    কতটা ভালো লাগলো, ভাষায় প্রকাশ করা মুশকিল, তোমার কণ্ঠস্বর আমাকে যেন ঘটনাস্থলে পৌঁছে দেয়, যেন আমার চোখের সামনে ঘটনাটা ঘটছে, অসাধারণ.. অসাধারণ ..অসাধারণ..👌

  • @SnehasishGhosh-el2cy
    @SnehasishGhosh-el2cy Місяць тому +5

    ❤❤❤যত শুনছি তত পদ্ম ঝির পতি। শ্রদ্ধা বারছে। অসাধারণ কন্ঠাভিনয়❤❤❤ 24:19

  • @tanirikaa_
    @tanirikaa_ 26 днів тому

    Chokher jol dhore rakhte parlam na. Mir da tomake anekkk dhonnobad eto sundor bhabhe amader golpo guloke sonanor jonno. Ar kobike koti koti pronam eto sundor ekta golpo lekhar jonno 🙏🏻

  • @shunya2015
    @shunya2015 Місяць тому +28

    রবীন্দ্রনাথের কালজয়ী উপন্যাস ‘গোরা’ শুনতে চাই ! পাঁচটা এপিসোড হোক তাও শুনবো ❤

    • @20gourab
      @20gourab Місяць тому +4

      Radio milan e sono upload kora ache

    • @subhajitmishra007
      @subhajitmishra007 Місяць тому +2

      Radio Milan Audio Story oshadharon kaaj korechhe… give them a go!

  • @ResonatingRagas
    @ResonatingRagas Місяць тому

    কিছু কিছু গল্পের শেষে মনে এমন একটা ভালোলাগা আর ব্যথার অনুভূতি হয়, যে লেখার ভাষা খুঁজে পাই না। মনে গেঁথে গেছে সুর আর গল্প দুটি ই। অসংখ্য ধন্যবাদ।