দাগের মধ্যে আর এস খতিয়ানের অংশ ৭ নং কলামের ব্যখ্যা
Вставка
- Опубліковано 14 гру 2024
- দাগের মধ্যে আর এস খতিয়ানের অংশ ৭ নং কলামের ব্যখ্যা, দাগের জমি অন্য খতিয়ানে, খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার কৌশল এই বিডিও তে সঠিকভাবে শিখতে পারবেন। খতিয়ানের হিস্যা বন্টন করার নিয়ম জানতে পারবেন। খতিয়ান থেকে নিজের জমি নিজেই বের করা শিখতে পারবেন। বি এস, আর এস , সি এস খতিয়ানের ওয়ারিমদের জমির পরিমান বের করন জানতে পারবেন।
#khatian #খতিয়ানের_হিস্যা #safi_online_school #RS_khatian
❤
thanks
আমার একটি আর এস পর্চার হিস্যা করে দিতে পারবেন
খতিয়ানের কপি দেখান
চট্রগ্রামের আর এস খতিয়ানে হিস্যা কম কিন্তু মন্তব্যতে জায়গা বেশি।এখন কোনটা অনুয়ায়ী মালিক হবে?
মন্তব্যে বিস্তারিত কি লেখা আছে সেটা জানা দরকার। রেকর্ডের সময় কোন এক বা একাধিক দাগের জমি ছেড়ে সুবিধাজনক দাগে জমির পরিমান কম বা বেশি নিয়ে সেটেলম্যান্ট অফিসে আন্ডার টেকেন দিয়েও এমনটা হতে পারে। তবে প্রকুত অর্থে হিস্যা অনুযায়ী জমির মালিক হয়।
@@safionlineschool মন্তব্যের স্থানে শুধু নাম লিখা আছে।যাদের নামে হিস্যা আছে তাদের কারোই সম্পত্তি হিস্যার সাথে মিল নাই।আবার ওই খতিয়ানে কিছু মানুষের নাম আছে যাদের আবার মন্তব্য কলামে নামই নাই।মন্তব্য কলাম অনুযায়ী আবার বি এস রেকর্ডও হয়ে যায়।
@@tanzilhasan2743 সিএস খতিয়ানকে উৎস হিসেবে ধরে হিসাব করে ওয়ারিশ অনুযায়ী বা ক্রয় সূত্রে হলে জমির পরিমান এর হিস্যা যেটা হবে সে লক্ষ্যে মিমাংশা করার চেস্টা করা যায় কি না দেখতে পারেন।