ভিডিও সম্পর্কে আপনার মতামত ও কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখবার জন্য ও subscribe করবার জন্য ধন্যবাদ। Update ১৭-১১-২০২২ ভিডিওটি দেখবার জন্য ও আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনাদের অনেকে চাকরি কিভাবে পেতে পারেন, কি চাকরি পেতে পারেন সেই বিষয়ে প্রশ্ন করেছেন। আমি অনেকের প্রশ্নের উত্তর দিলেও সময় না পাবার কারণে সবার প্রশ্নের উত্তর দিতে পারছিনা বলে দুঃখিত। অধিকাংশ প্রশ্নই একই ধরনের। আমি খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও দেব যে কিভাবে আপনি অনলাইনে চাকরি খুঁজে তাতে অ্যাপ্লাই করতে পারবেন। কয়েকটা দিন সময় দিন খুব তাড়াতাড়ি এই ভিডিও দেব।
আপনার ভিডিও করার ধরন আমার কাছে খুবই ভালো লাগলো। এতো সুন্দর করে কথা বলতে এবং কাউকেই ছোট না করে। অত্যন্ত বিনয়ী হয়ে ভিডিও করার জন্য স্যালুট জানাই আপনাকে। আপনার ভিডিও করার মাধ্যমে বহু সাধারণ মানুষ উপকৃত হবে বলে আমি মনে করি।
আমি তিনমাস আগে আপনার ব্যাঙ্গালোরে চিকিৎসা ব্যবস্থার ভিডিও টি দেখেছিলাম। আসলে আমি স্পাইনের চিকিৎসা র জন্য কম খরচে ভালো চিকিৎসা কিভাবে পাবো, তার জন্য সার্চ করে আপনার ভিডিও টি দেখেছিলাম। তারপর আজ আবার ব্যাঙ্গালোরে চাকরি কিভাবে পাওয়া যায়, তার ভিডিও টি দেখলাম। সত্যি আপনার সহজ সরল উপস্থাপনা , আমাকে মুগ্ধ করে। এককথায় অসাধারণ। আর্থিক সমস্যার কারণে আমার স্পাইন ট্রিটমেন্ট এর জন্য আমি ব্যাঙ্গালোরে যেতে পারিনি। যদি কোন দিন নিজের চিকিৎসা র জন্য যেতে পারি, আপনার সঙ্গে দেখা করার প্রবল ইচ্ছে থাকলো। ভগবান আপনার মঙ্গল করুন।
আপনার ভিডিও দাদা খুবই ভালো লাগলো আমরা বাংলার মানুষ পুরো অসহায়। এখানে কিছুই নেই আপনার ভিডিও দারা আশা করি অনেকে রাস্তা খুঁজে পাবে আপনি ভালো থাকবেন আরও ভিডিও বানান ধন্যবাদ
Thanks a lot for your support. Usually I don's ask for super thanks but as you have shown your support by your own, its really exciting to me as I can feel my videos are helpful to you and others.
আমি এই কয়দিন আগেই আপনার চ্যানেল subscribe করলাম। বেশ ভাল লাগছে আপনার ভিডিওগুলি। চমৎকার বাচনভঙ্গী। সুন্দর গুছিয়ে কথা বলা। আমার কিছুদিনের ব্যাঙ্গালোর বাসের অভিজ্ঞতার নিরিখে বলতে পারি যে এই ভিডিওতে পরিবেশিত তথ্য সত্যের উপর দাঁড়িয়ে আছে। যেমন, মানিব্যাগ দরকার নেই, মোবাইল নিয়ে বের হলেই কেনাকাটা করার সুযোগ আছে। এমনকি জুতো সারাই করিয়ে মোবাইল দ্বারা টাকা দিয়েছি আমি। চালিয়ে যান, সাথে আছি।
কমেন্টের জন্য ধন্যবাদ। একটা পর্ব করবার ইচ্ছা আছে, টাকা ছাড়া কেনাকাটা নিয়ে। আসলে ছোট ছোট ক্লিপ জোগাড় করতে হয় বিভিন্ন জায়গা থেকে, ফলে সময় লেগে যায়। কয়েক দিনে মোটামুটি সব ধরনের ভিডিও ক্লিপ পেলে তারপর ভিডিও করি।
ধন্যবাদ । কলকাতা বনাম ব্যাঙ্গালোর সামগ্রিক দিক দেখলে এখনও কলকাতা একটু এগিয়ে। শহর দুটির GDP দেখলেই বোঝা যায়। আর infrastructure এর বিচারে বড় শহরের মধ্যে ব্যাঙ্গালোর সবার শেষে। কাজের ইচ্ছা সত্যিই সব চেয়ে বড় ব্যাপার, তবে জায়গাটাও একটা বিষয়। প্রথম পোস্টিং এ 7L খুবই ভাল শুরু, Deloitte ভাল কোম্পানি। আর বসবাসের জন্য যা শুনেছি হায়দ্রাবাদ খুবই ভাল জায়গা।
আমার সন্তানেরা ব্যাঙ্গালোরে অনেক বছর ধরে আইটি সেক্টরে সুপ্রতিষ্ঠিত। আপনার চ্যানেলের প্রতিবেদনগুলো কিছুদিন হলো আগ্রহ সহকারে দেখতে শুরু করেছি এবং পছন্দের তালিকায় রেখেছি। প্রকাশভঙ্গী এবং শব্দচয়ন খুবই আকর্ষণীয়। বাংলার তরুণদের খুবই উপকারী ও প্রয়োজনীয় বিষয় তুলে ধরার জন্য ধন্যবাদ। এছাড়াও, চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলোচনা বাস্তব, সঠিক ও সত্যানুসারী। এরপরে, শহরের বাজারহাট এবং যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে যানজট নিয়ে দেখতে চাই এবং আমার অভিজ্ঞতার সঙ্গে তা মিলিয়ে দেখার ইচ্ছে রইল।
খুব ভালো লাগলো দাদা আপনার এই সহযোগিতা কলকাতায় কিচ্ছু নেই দাদা শুধু রাজনিতি।আমার ছেলেকে ওখানে পাঠিয়েছি ও ট্রিপল ডিপ্লোমাগ্র্যাজুয়েশান করা ছেলে এখানে কিছু না পেয়ে ওখানে পাঠালাম জানিনা দাদা কিছু হবে কিনা।
ভালো লাগছে দাদা আপনার ভিডিও গুলো। আমি নতুন আপনার ভিডিও গুলো দেখা শুরু করলাম। আমিও থাকি বেঙ্গালুরুতে। গ্রাম থেকে অনেকেই আসেন ... কাদের মেয়ে নার্সিং করবে একটু যোগ করেদিতে,,আবার কেউ ডক্টর দেখাতে আসবেন,,আবার কেউ কাজের জন্য ও,, যতটা পারি চেষ্টা করি করে দেওয়ার জন্য, কারন আমার ও কাজ থাকে, আর না ও বলা যায়না, আবার যদি না বলে দি উনাদের আবার রাগ হয়ে যায়। 😁 বেঙ্গালুরুর,,, কয়টা জায়গা বলে দিচ্ছি যেখানে কাজ খুব বেশি পাওয়া যাবে ১. পিনিয়া ২. বিডিদি ৩. হসকটে ৪. ডোডবালা পূর (এটা সিটি থেকে একটু দূরে) ৫. নার্সাপুর (এটাও একটু দূরে,এটা কোলার district) ৬. আতিবেলি ৭.জিগ্নি ৮.অনিকেল ৯.হারোহলি আরো অনেক আছে, এইগুলো হচ্ছে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া , সব রকমের কোম্পানি এই সব এরিয়াতে প্রচুর আছে। যাইহোক ভালো লাগছে ভিডিও গুলো দেখে ভালো থাকবেন।
আপনার একটা ভিডিও আজই দেখতে পেলাম প্রথম আমার ফিডে। তারপর এই ভিডিওটা দেখছি এবং খুবই ভালো লাগছে। এই ধরণের তথ্য সমৃদ্ধ ভিডিও (প্রয়োজনে সিরিজ করে) আরও বানান, যাতে যুবক যুবতীরা উদ্বুদ্ধ হয় ও কাজে ঢুকতে পারে। রাজ্যের বেকারদের জন্য এমন ভিডিও আজ খুব খুব প্রয়োজন!! ধন্যবাদ।
Sir, I have passed B. Tech in the stream ECE from West Bengal affiliated College in the year 2017.I was in search of a job in Government sectors but I could not success till date. Now I wish to join in I.T sectors. Please let me know how to get a job in Bangalore.
প্রথমতঃ আমি খুব খুশি হয়েছি এটা জেনে যে আপনি mainly একজন travel blogger হয়ে চাকুরী লাইন নিয়ে blog করছেন। Amazing. Too good. দ্বিতীয়তঃ আমি ১ বছর ৩ মাস বেঙ্গালুরুতে ছিলাম একটা IT company তে। ২০১৮ সালে রিটায়ার করেছি। সাড়ে চার বছর ধরে কিছু না করে tired হয়ে গেছি। ৬২ বছর বয়সে কি চাকরি পেতে পারি?
কি জানতে চান বলুন, সম্ভব হলে সেই বিষয়ে ভিডিও বানাব। অনেকে হাসপাতালের বিষয়ে জানতে চাইছিলেন ফলে একটা ভিডিওর বিষয়বস্তু সংগ্রহ করছি খুব তাড়াতাড়ি সেই বিষয়ে ভিডিও দেব। ঠিক যেমন এই ভিডিওটা দর্শকের প্রশ্নের ওপর নির্ভর করে বানিয়েছি।
খুব ভালো লাগলো।পশ্চিমবঙ্গবাসীর জন্য আপনি এত চিন্তা ভাবনা করে, গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সে জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই। VFX artist নিয়ে যদি একটা ভিডিও করেন খুব খুশি হব ভাই ,আমার ছেলের জন্য ।ভালো থাকবেন।
মহাশয়, আপনার ভিডিওটি দেখলাম। আপনি খুব সুন্দর বলেছেন, খুব সুন্দর এবং সহজভাবে সমস্ত ব্যাপারটা ব্যাক্ত করেছেন। আপনার এই ভিডিওটি দেখে খুব ভালো লাগলো। আপনাকে অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন, খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন।
খুব সুন্দর দাদা আপনার বলার বাচনভংগি এবং জীবনের বাঁচার ঊপকারী তথ্য রোগের জন্য মানুষ না জানলে সর্ব খোয়ায় ।ঈশ্বর মংগল করুক পার্থনা ।ভাল জায়গায় আছেন ইউ এসএও সব ব্যাংগালোের র লোকআইটির কাজকরে ধন্যবাদ ।
আপনার এই পোস্টটি আমি প্রথম দেখলাম। খুবই সময়োপযোগী ও বাঙালি বেকার যুবকদের উৎসাহ দেবে। এই প্রসঙ্গে আমি আপনার সাহায্য চাই আমার বেকার ছেলের জন্যে। আমার ছেলে MTec,( Integrated) Computer Science Engineering বিষয়ে । ৬৫% নম্বর পেয়ে পাশ করেছে 2018 তে। ও বছর কলেজে MTech ছাত্রদের Campus recruitment না হওয়ার জন্য ওরা ক্ষতিগ্রস্ত হয়। 2019-20 তে Multemedia Graphic design এর উপর Diploma করে Jadavpur University থেকে। করোনার কারনে তিন বছর প্রায় কোনো recruitment হয়নি। এখন বড় কোম্পানি 22-23 এর pass out দের offer করছে। এই অবস্থায় আপনার video দেখে মনে হলো Bangalore গিয়ে এবং থেকে চেষ্টা করলে কেমন হয়। আপনি যদি এই বিষয়ে আলোকপাত করেন তাহলে উপকৃত হই। থাকার জায়গা, বাড়ি ভাড়া, আইটি অফিসগুলোতে কিভাবে যোগাযোগ করবো, কতদিনের জন্য থাকা সঙ্গত হবে ইত্যাদি বিষয়ে আপনি দিশা দিলে কৃতজ্ঞ থাকিবো। নমস্কারান্তে, অমিতাভ কর কলিকাতা ৭০০০৩০ 🙏
এটা ঠিক যে করোনার ফলে ছাত্র ছাত্রীদের খুবিই ক্ষতি হয়েছে। দুই বড় কোম্পানিগুলো সব পরীক্ষায় মনে HS থেকে সব গুলোতে ৭০/৭৫% নম্বর চাইছে। ফলে প্রথমেই বড় কোম্পানিতে চাকরি পাওয়া সমস্যা হতে পারে। যদি ওর VFX বা মাল্টিমিডিয়া নিয়ে কাজের ইচ্ছা থাকে তবে আলাদা বিষয়। নইলে এখনকার latest টেকনোলজির এর ওপরে কোনো কোর্স করে চেষ্টা করলে চাকরি পাবে। প্রথমে ১/২ বছর ভাল কোম্পানি নাও হতে পারে ফলে প্রথমে একটু খাটতে হবে। এর পর ভাল জায়গায় পেয়ে যাবে। আজকাল latest technology যেমন ক্লাউড , dara engineering, data science, mobile app development, ERP এমন সব বিষয়ে ভাল কাজ পাওয়া যায়। ছোট কোম্পানিগুলো মোবাইল অ্যাপ development বা অনেক সময় ক্লাউড এডমিন এর জন্যও লোক নেয়। আবার সরাসরি বড় কোম্পানিতে নাও হলে ভেন্ডর এর মাধ্যমে এখে সুযোগ হয়। কয়েক বছর কাজ করে ওই experience দেখিয়ে ভাল জায়গায় কাজ পাওয়া যায়। আপনার কমেন্ট এডিট করে ফোন নম্বর টা delete করে দিন। ফোন নম্বর সোশ্যাল মিডিয়ায় দেয়া খুবই বিপদজনক।
খুবই সুন্দর উপস্থাপনা, আপনি যে সকল মানুষের জন্য এতটা ভেবেছেন এটা-ই অনভিপ্রেত। আমার খুব ভালো লেগেছে। আমি রুদ্র গুপ্ত, পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় থাকি এবং Shalimar Hatcheries LTD. এ Branch Accountant পদে চাকরি করি। আমি Under Graduate অর্থাৎ (10+2) পাস। ওখানে Under Graduate দের জন্য কি কোনোরকম সুযোগ আছে ? অনুগ্রহ করে একটু জানাবেন।
ভিডিও সম্পর্কে আপনার মতামত ও কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখবার জন্য ও subscribe করবার জন্য ধন্যবাদ।
Update ১৭-১১-২০২২
ভিডিওটি দেখবার জন্য ও আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনাদের অনেকে চাকরি কিভাবে পেতে পারেন, কি চাকরি পেতে পারেন সেই বিষয়ে প্রশ্ন করেছেন। আমি অনেকের প্রশ্নের উত্তর দিলেও সময় না পাবার কারণে সবার প্রশ্নের উত্তর দিতে পারছিনা বলে দুঃখিত। অধিকাংশ প্রশ্নই একই ধরনের। আমি খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও দেব যে কিভাবে আপনি অনলাইনে চাকরি খুঁজে তাতে অ্যাপ্লাই করতে পারবেন। কয়েকটা দিন সময় দিন খুব তাড়াতাড়ি এই ভিডিও দেব।
🙏
@@pratimasadhu506 p
9ó
6 5336566ৃৃঁৄ55ঃ3ৄৄৈৃৄ66বার
Sir online packing job milbe na bangolare
খুব ভাল লাগল ।আপনি নিজে চাকরি করেও অন্যকে সাহায্য করতে চাইছেন এটা দারুণ প্রশংসাযোগ্য।
ধন্যবাদ
Thank u dada
আরবান কোম্পানি টা কি অ্যাপস না ডট কম
সত্যি খুব ভালো লাগলো, বর্তমানে আপনি পশ্চিম বঙ্গের মানুষের জন্যে এতো কিছু ভাবছেন, আজ কাল মানুষ তো খালি নিজের কথা ভাবেন, আপনি ভালো থাকবেন সবসময়
ধন্যবাদ
West Bengal e bartoman chakrir okal mritu cholse
Thik thik
Ami Assistance nursing super chilam retired any jab pabo ki
দাদা আপনার নাম্বার দাও
আপনার উপস্থাপনা ,শব্দচয়ন ও বাচনভঙ্গী খুবই মনোমুগ্ধকর...
আপনার ভিডিও করার ধরন আমার কাছে খুবই ভালো লাগলো। এতো সুন্দর করে কথা বলতে এবং কাউকেই ছোট না করে। অত্যন্ত বিনয়ী হয়ে ভিডিও করার জন্য স্যালুট জানাই আপনাকে। আপনার ভিডিও করার মাধ্যমে বহু সাধারণ মানুষ উপকৃত হবে বলে আমি মনে করি।
মন্তব্যের জন্য ধন্যবাদ
Right, বর্তমান ওয়েস্ট বেঙ্গলের মানুষের যা পরিস্থিতি, এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল মানুষের অনেক হেল্প হবে. ধন্যবাদ
খুব ভালো লাগছে দাদা,আরো কাজের সন্ধান চাই, অনেক ভালো থাকুন 💗
সন্ধান পেলে নিশ্চয় জানাব।
ব্যাঙ্গালোর,মহীশূর তথা পুরো কর্ণাটে "শিক্ষকতার চাকরী" নিয়ে যদি ভিডিও করেন তবে অত্যন্ত উপকৃত হব।।
হঠাৎ এসে পড়ে, দেখে ভালো লাগলো।
আপনার উপস্থাপনা আন্তরিক, প্রাসঙ্গিক ও বাস্তব প্রয়োজন
ভিত্তিক। ধন্যবাদ।
নমস্কার🙏🏽
খুব সুন্দর করে আপনি সমস্ত ব্যখ্যা করলেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।🙏
আপনি একজন মহান ব্যাক্তি, সবার জন্য আপনি যে সমস্ত ভিড়ি করে আমাদের সামনে তুলে ধরছেন অজস্র ধন্যবাদ আপনাকে জানাই
আপনাকে আমার শুভেচ্ছা। বাংলা থেকে চাকরি নেই।আর যে দিকে যাচছে সেখানে আপনি বাংলার জন্য চেষ্টা করছেন। আমি অভিভূত।
আমি তিনমাস আগে আপনার ব্যাঙ্গালোরে চিকিৎসা ব্যবস্থার ভিডিও টি দেখেছিলাম। আসলে আমি স্পাইনের চিকিৎসা র জন্য কম খরচে ভালো চিকিৎসা কিভাবে পাবো, তার জন্য সার্চ করে আপনার ভিডিও টি দেখেছিলাম। তারপর আজ আবার ব্যাঙ্গালোরে চাকরি কিভাবে পাওয়া যায়, তার ভিডিও টি দেখলাম। সত্যি আপনার সহজ সরল উপস্থাপনা , আমাকে মুগ্ধ করে। এককথায় অসাধারণ। আর্থিক সমস্যার কারণে আমার স্পাইন ট্রিটমেন্ট এর জন্য আমি ব্যাঙ্গালোরে যেতে পারিনি। যদি কোন দিন নিজের চিকিৎসা র জন্য যেতে পারি, আপনার সঙ্গে দেখা করার প্রবল ইচ্ছে থাকলো। ভগবান আপনার মঙ্গল করুন।
আপনার ভিডিও দাদা খুবই ভালো লাগলো আমরা বাংলার মানুষ পুরো অসহায়। এখানে কিছুই নেই আপনার ভিডিও দারা আশা করি অনেকে রাস্তা খুঁজে পাবে আপনি ভালো থাকবেন আরও ভিডিও বানান ধন্যবাদ
উপায় কিছু আছে তবে একটু কঠিন। আমার তো মনে হয় ওখানের থেকে ব্যাবসার কিছু সুযোগ আছে, অবশ্যই অনলাইনের দৌলতে
Thanks
Thanks a lot for your support. Usually I don's ask for super thanks but as you have shown your support by your own, its really exciting to me as I can feel my videos are helpful to you and others.
চাকরির রিপ্লেসমেন্ট কম্পানিগুলির লিন্ক দিয়ে দিলে সবার উপকার হবে। আপনার ভিডিওটি খুব ভালো হয়েছে।ধন্যবাদ।
যে ভাবে দেখিয়েছি ওই ভাবে মোবাইল থেকে দেখুন , কিছু পেয়ে যাবেন।
Ami job korta chi plz dada amka help korta parban
_খুব ভালো। সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি🙏_
Khub e karjokori vlog.
Anek subhechhya janai
দাদা আপনি যে বিশ্লেষণ করলেন অসাধারণ আমি হুগলি থেকে বলছি আমি আপনার একজন মনোমুগ্ধকর শ্রোতা হয়ে গেলাম আপনি আরো আরো বড় হন সাফল্যবান এই শুভ কামনাই করি
ধন্যবাদ
ভীষণ সুন্দর করে আপনি বলেছেন, অনেকে উপকৃত হবে🙏💕
জীবিকা নির্বাহের জন্য পথের সন্ধান পরিবেশনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
কমেন্টের জন্য ধন্যবাদ
Ekdom
আমি এই কয়দিন আগেই আপনার চ্যানেল subscribe করলাম। বেশ ভাল লাগছে আপনার ভিডিওগুলি। চমৎকার বাচনভঙ্গী। সুন্দর গুছিয়ে কথা বলা। আমার কিছুদিনের ব্যাঙ্গালোর বাসের অভিজ্ঞতার নিরিখে বলতে পারি যে এই ভিডিওতে পরিবেশিত তথ্য সত্যের উপর দাঁড়িয়ে আছে। যেমন, মানিব্যাগ দরকার নেই, মোবাইল নিয়ে বের হলেই কেনাকাটা করার সুযোগ আছে। এমনকি জুতো সারাই করিয়ে মোবাইল দ্বারা টাকা দিয়েছি আমি। চালিয়ে যান, সাথে আছি।
কমেন্টের জন্য ধন্যবাদ।
একটা পর্ব করবার ইচ্ছা আছে, টাকা ছাড়া কেনাকাটা নিয়ে। আসলে ছোট ছোট ক্লিপ জোগাড় করতে হয় বিভিন্ন জায়গা থেকে, ফলে সময় লেগে যায়। কয়েক দিনে মোটামুটি সব ধরনের ভিডিও ক্লিপ পেলে তারপর ভিডিও করি।
Very descriptive,many thanks,go ahead for unemployed lads of West Bengal.
আপনার ভিডিও গুলোর জন্য পশ্চিমবঙ্গের মানুষের খুব উপকার হয় ধন্যবাদ❤❤❤
ধন্যবাদ।
অনেক ধন্যবাদ দাদা এই ভিডিওটি অনেকর উপকার লাগবে।
Amar meye, Deloitte e chakri kore..
Prathom posting, Hyderabad.
Ekhon, Kolkata.. Approx 700000/- package...
Nijer kajer joggyota, ebong kaj sekhar echche / effort etc eguloi matter kore..
Bengal ke eto choto korar karon neyi..
Amader ekhane bathroom porishkar korte 800/- lage na, for example.. 🙂
But, very informative video..
Khuub shalin, marjito bhasha, sundor uposthapona..
Onek manusher, upokar haowar moto video...
God bless...
ধন্যবাদ । কলকাতা বনাম ব্যাঙ্গালোর সামগ্রিক দিক দেখলে এখনও কলকাতা একটু এগিয়ে। শহর দুটির GDP দেখলেই বোঝা যায়। আর infrastructure এর বিচারে বড় শহরের মধ্যে ব্যাঙ্গালোর সবার শেষে। কাজের ইচ্ছা সত্যিই সব চেয়ে বড় ব্যাপার, তবে জায়গাটাও একটা বিষয়। প্রথম পোস্টিং এ 7L খুবই ভাল শুরু, Deloitte ভাল কোম্পানি। আর বসবাসের জন্য যা শুনেছি হায়দ্রাবাদ খুবই ভাল জায়গা।
আমার সন্তানেরা ব্যাঙ্গালোরে অনেক বছর ধরে আইটি সেক্টরে সুপ্রতিষ্ঠিত। আপনার চ্যানেলের প্রতিবেদনগুলো কিছুদিন হলো আগ্রহ সহকারে দেখতে শুরু করেছি এবং পছন্দের তালিকায় রেখেছি। প্রকাশভঙ্গী এবং শব্দচয়ন খুবই আকর্ষণীয়। বাংলার তরুণদের খুবই উপকারী ও প্রয়োজনীয় বিষয় তুলে ধরার জন্য ধন্যবাদ। এছাড়াও, চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলোচনা বাস্তব, সঠিক ও সত্যানুসারী। এরপরে, শহরের বাজারহাট এবং যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে যানজট নিয়ে দেখতে চাই এবং আমার অভিজ্ঞতার সঙ্গে তা মিলিয়ে দেখার ইচ্ছে রইল।
ধন্যবাদ ।
Thank you.
Ami auto CAD draftsman ki bhabe Job pabo
@@kartikchandradas3913😊😊😊
খুব ভালো লাগলো বা লাগছে আপনার ভিডিও গুলি।
It's a very good service you are rendering for huge unemployed youth of West Bengal. No Job opportunity in West Bengal. Only Dirty Politics.
খুব ভালো লাগলো দাদা আপনার এই সহযোগিতা কলকাতায় কিচ্ছু নেই দাদা শুধু রাজনিতি।আমার ছেলেকে ওখানে পাঠিয়েছি ও ট্রিপল ডিপ্লোমাগ্র্যাজুয়েশান করা ছেলে এখানে কিছু না পেয়ে ওখানে পাঠালাম জানিনা দাদা কিছু হবে কিনা।
চেষ্টা করলে কিছু হয়েই যাবে। এখানে সুযোগ অনেক, চেষ্টা করলে সবার কিছু না কিছু হয়ে যায়।।
Khun.bhalo.legeche
Good information.
Lol l
@@bhromonindia dada apnar sathe direct ki kore Kotha bolte parbo. Khub upokar hoy amar
Dada apner bolar style ta ato sundor bole bojhate parbo na. Asadharan sundor. Satti apnake amar khub bhalo lage gache
ভালো লাগছে দাদা আপনার ভিডিও গুলো।
আমি নতুন আপনার ভিডিও গুলো দেখা শুরু করলাম।
আমিও থাকি বেঙ্গালুরুতে। গ্রাম থেকে অনেকেই আসেন ... কাদের মেয়ে নার্সিং করবে একটু যোগ করেদিতে,,আবার কেউ ডক্টর দেখাতে আসবেন,,আবার কেউ কাজের জন্য ও,,
যতটা পারি চেষ্টা করি করে দেওয়ার জন্য, কারন আমার ও কাজ থাকে, আর না ও বলা যায়না, আবার যদি না বলে দি উনাদের আবার রাগ হয়ে যায়। 😁
বেঙ্গালুরুর,,, কয়টা জায়গা বলে দিচ্ছি যেখানে কাজ খুব বেশি পাওয়া যাবে
১. পিনিয়া
২. বিডিদি
৩. হসকটে
৪. ডোডবালা পূর (এটা সিটি থেকে একটু দূরে)
৫. নার্সাপুর (এটাও একটু দূরে,এটা কোলার
district)
৬. আতিবেলি
৭.জিগ্নি
৮.অনিকেল
৯.হারোহলি
আরো অনেক আছে, এইগুলো হচ্ছে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া , সব রকমের কোম্পানি এই সব এরিয়াতে প্রচুর আছে।
যাইহোক ভালো লাগছে ভিডিও গুলো দেখে
ভালো থাকবেন।
Meyeder jonno kono kaaj ache naki didi.please reply deben🙏🙏nirupay hoye bollam 😢
Meyeder kono kaaj thakle bolun please 🙏🥺
@@pinkisvlogsjurny8985 ache too nischoi
@@pinkisvlogsjurny8985 ki dhoroner kaj khujchen
দাদা আপনার ফোন নাম্বার টা দেবেন আমি বেঙগালোরে কাজে জাচছি যদি কোন অসুবিধা পড়ি আপনার কাছে থেকে হেলপ যেনো পাই
আপনার একটা ভিডিও আজই দেখতে পেলাম প্রথম আমার ফিডে। তারপর এই ভিডিওটা দেখছি এবং খুবই ভালো লাগছে। এই ধরণের তথ্য সমৃদ্ধ ভিডিও (প্রয়োজনে সিরিজ করে) আরও বানান, যাতে যুবক যুবতীরা উদ্বুদ্ধ হয় ও কাজে ঢুকতে পারে। রাজ্যের বেকারদের জন্য এমন ভিডিও আজ খুব খুব প্রয়োজন!! ধন্যবাদ।
ধন্যবাদ। এই জাতীয় ৪ টে ভিডিও আছে এই চ্যানেলে। আর প্ল্যান আছে আরও ভিডিও বানানোর।
দাদা আমি এখন ই সাবক্রাইব করলাম।
আপনার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। 🙏🙏🙏
Sir, I have passed B. Tech in the stream ECE from West Bengal affiliated College in the year 2017.I was in search of a job in Government sectors but I could not success till date. Now I wish to join in I.T sectors. Please let me know how to get a job in Bangalore.
Hi contact Me
Aponar kachh theke Bangalore somporke bivinno bishoye jene khub bhalo laglo.
Amar Diploma electronics . please bolun job kivabe pabo okhane? Sathe amar typing speed 40wpm ache. Please help.
Apnar padokhep khub bhalo,amar khub bhalo lagecha,apna k asonkho dhannyabad.Valo thakben.
খুব হেল্পফুল ইনফরমেশন। ব্যাঙ্গালোর এর বিষয়ে আর ও তথ্য চাই🙏
Very nice 👍👍👍👍👍👍👍
Healthful vedeo anek din pare dekh lam
Your video is very helpful for those who want to build their career.
Thank you
Very exited, my son who a softwire engineer newly goes to Bengaluru for service.
দাদা আমি H. S pass কিন্তু computer bah English জানা আছে আমি কি ওখানে চাকরি পেতে পারি? আমার গ্রাজুয়েট নেই আমি কিছু চাকরি পাবো কিনা plz জানাবেন।
প্রথমতঃ আমি খুব খুশি হয়েছি এটা জেনে যে আপনি mainly একজন travel blogger হয়ে চাকুরী লাইন নিয়ে blog করছেন। Amazing. Too good.
দ্বিতীয়তঃ আমি ১ বছর ৩ মাস বেঙ্গালুরুতে ছিলাম একটা IT company তে। ২০১৮ সালে রিটায়ার করেছি। সাড়ে চার বছর ধরে কিছু না করে tired হয়ে গেছি। ৬২ বছর বয়সে কি চাকরি পেতে পারি?
হয়তো পাবেন তবে নিজের চেনা পরিচিতির মধ্যে থেকে রেফারেন্স এ বেশি সুবিধা হবে।
কলকাতা ও আশেপাশের যারা থাকেন তারা অনেকেই ধূলো থেকে বাঁচতে মাস্ক ব্যবহার করেন। পোলেন থেকে অ্যালার্জী থেকে বাঁচতেও মাস্ক ব্যবহার করা যায়।
হ্যা এটা আমিও করি কিন্তু তার পরও।
আপনার ভালোবাসায় পরে গেলাম sir ,খুব ভালো লাগলো,আপনি খুব বড় মনের মানুষ ।
নতুন নতুন খবর আপডেট দিন আমার ব্যাঙ্গালোরে আমার কাজ করার খুব ইচ্ছা
কি জানতে চান বলুন, সম্ভব হলে সেই বিষয়ে ভিডিও বানাব। অনেকে হাসপাতালের বিষয়ে জানতে চাইছিলেন ফলে একটা ভিডিওর বিষয়বস্তু সংগ্রহ করছি খুব তাড়াতাড়ি সেই বিষয়ে ভিডিও দেব। ঠিক যেমন এই ভিডিওটা দর্শকের প্রশ্নের ওপর নির্ভর করে বানিয়েছি।
Onek Dhonyobad apnake, dada. Ei video to sotti khub upojogi. Bhobisyote eirokom video aro kichu pele khubi upokrito abong khushi hotam.
এই বিষয়ক ভিডিওয়ের জন্য একটা আলদা চ্যানেল রয়েছে আমার। একবার ভিজিট করতে পারেন হয়ত দরকারি তথ্য পাবেন। Mentor চ্যানেলের নাম।
Mentor চ্যানেলে আজকের ভিডিও
ua-cam.com/video/QuicLodiVOw/v-deo.htmlsi=EbQi-522kwvDsZSt
আপনার উপস্থাপনা খুব ভালো,দাদা আমি বি.এ পাস , সঙ্গে বি.এড আছে আমি কি ওখানে পড়ানোর কাজ পেতে পারি? কিভাবে পেতে পারি দয়াকরে জানাবেন
Paben na😂😂
আপনি কি কন্নর ভাষা জানেন
ভাল লাগলো আপনার প্রেজেন্টেশন। খুব সুন্দর। অনেকেরই উপকারে লাগবে।
দাদা খুব সুন্দর লাগলো আপনার ভিডিও টা খুব সুন্দর হয়েছে
Dada khub Sundor information Apnar chennal subscribe korlm like o korlm
ধন্যবাদ
সবচেয়ে ভালো, আজকের জ্বলন্ত সমস্যা নিয়ে আলোচনা করছেন এটাই আপনার অন্যের জন্য ভালো করার মানসিকতা। ক'জন আর ভাবে!
Dada valobasa naben... apnar video gulo khub valo hoi... onek manus onek rokom vabe aii video gulo thake upokitto hoi..
It's really good. It's really worth listening to you .
Thank you 🙏
Ai rokom vedio pabar hope a subscribe korlam
নিশ্চই
খুব ভালো লাগলো।পশ্চিমবঙ্গবাসীর জন্য আপনি এত চিন্তা ভাবনা করে, গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সে জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
VFX artist নিয়ে যদি একটা ভিডিও করেন খুব খুশি হব ভাই ,আমার ছেলের জন্য ।ভালো থাকবেন।
ইচ্ছা আছে একটা ভিডিও করবার। তবে সেটা আমার অন্য চ্যানেলে আপলোড করব। @TechnologyAndCareer চ্যানেলের নাম।
VFX কম্পোজিটিং এর উপর করবেন।
স্যার আপনাকে অনেক ধন্যবাদ, পশ্চিমবাংলার অনেক মানুষের কষ্টের জীবন থেকে.. মুক্তি পাবে, আপনার এই ভিডিওটিতে... থ্যাঙ্ক ইউ স্যার....
ধন্যবাদ।
Apni valo kaj korchen. Asha Kori lok upokrito hobe.
দাদা খুব ভালো লাগলো আমি এরকম একটা অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ।
Welcome
মহাশয়, আপনার ভিডিওটি দেখলাম। আপনি খুব সুন্দর বলেছেন, খুব সুন্দর এবং সহজভাবে সমস্ত ব্যাপারটা ব্যাক্ত করেছেন। আপনার এই ভিডিওটি দেখে খুব ভালো লাগলো। আপনাকে অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন, খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন।
আপনিও ভাল থাকবেন। ধন্যবাদ।
খুব সুন্দর দাদা আপনার বলার বাচনভংগি এবং জীবনের বাঁচার ঊপকারী তথ্য রোগের জন্য মানুষ না জানলে সর্ব খোয়ায় ।ঈশ্বর মংগল করুক পার্থনা ।ভাল জায়গায় আছেন ইউ এসএও সব ব্যাংগালোের র লোকআইটির কাজকরে ধন্যবাদ ।
ধন্যবাদ
আপনি ভিডিওতে যেভাবে বিভিন্ন বিষয়ের উপস্থাপনা করেন তা অনেকের উপকারে আসবে। আপনার অনেক উন্নতি কামনা করি।
Thank you
Ami ei channel er subscriber holam.. videota khub valo laglo
ধন্যবাদ।
দাদা আপনার কথাগুলি খুব Natural. ভাল থাকবেন।
ধন্যবাদ।
Khub sundhor vhabe bujiye dile aapni so thanks
Ami 3 years Bangalore theke Siliguri posting asechi ....ami agge appnar video dekhle appnar sathe obosoi dekha kortam
নিশ্চই আগামীতে কখনো দেখা হবে।
ভিডিওটা খুব ভালো লাগলো।
আমি বসিরহাট থেকে।
Dada apni desher manusher jonyo chinta korchen eta khub bhalo laglo thanks
আপনারা ভিডিও দেখে খুব ভালো লাগলো।
Many thanks for your nice presentation of this video ...keep up the good work.God bless you.
So nice of you
Good Information Sir , Very good for Bachelors ..
স্যার আপনার এই দেখলাম সমস্ত কিছু আমার ভালো লেগেছে ধন্যবাদ জানাই আপনাকে আমিও ভাবছি একবার যাবো ব্যাঙ্গালোর রাখছি। থ্যাংক ইউ
Thank you
Nice description..sufficient information..helpful..
Please Packing Jobs thakle kindly janben
U r very nice person, i think, your talking very nice, u r very helpful person , God bless you
Nice informative helpful video.
Thanks a lot.
আপনার এই পোস্টটি আমি প্রথম দেখলাম। খুবই সময়োপযোগী ও বাঙালি বেকার যুবকদের উৎসাহ দেবে। এই প্রসঙ্গে আমি আপনার সাহায্য চাই আমার বেকার ছেলের জন্যে। আমার ছেলে MTec,( Integrated) Computer Science Engineering বিষয়ে । ৬৫% নম্বর পেয়ে পাশ করেছে 2018 তে। ও বছর কলেজে MTech ছাত্রদের Campus recruitment না হওয়ার জন্য ওরা ক্ষতিগ্রস্ত হয়। 2019-20 তে Multemedia Graphic design এর উপর Diploma করে Jadavpur University থেকে। করোনার কারনে তিন বছর প্রায় কোনো recruitment হয়নি। এখন বড় কোম্পানি 22-23 এর pass out দের offer করছে। এই অবস্থায় আপনার video দেখে মনে হলো Bangalore গিয়ে এবং থেকে চেষ্টা করলে কেমন হয়। আপনি যদি এই বিষয়ে আলোকপাত করেন তাহলে উপকৃত হই। থাকার জায়গা, বাড়ি ভাড়া, আইটি অফিসগুলোতে কিভাবে যোগাযোগ করবো, কতদিনের জন্য থাকা সঙ্গত হবে ইত্যাদি বিষয়ে আপনি দিশা দিলে কৃতজ্ঞ থাকিবো।
নমস্কারান্তে,
অমিতাভ কর
কলিকাতা ৭০০০৩০
🙏
এটা ঠিক যে করোনার ফলে ছাত্র ছাত্রীদের খুবিই ক্ষতি হয়েছে। দুই বড় কোম্পানিগুলো সব পরীক্ষায় মনে HS থেকে সব গুলোতে ৭০/৭৫% নম্বর চাইছে। ফলে প্রথমেই বড় কোম্পানিতে চাকরি পাওয়া সমস্যা হতে পারে।
যদি ওর VFX বা মাল্টিমিডিয়া নিয়ে কাজের ইচ্ছা থাকে তবে আলাদা বিষয়। নইলে এখনকার latest টেকনোলজির এর ওপরে কোনো কোর্স করে চেষ্টা করলে চাকরি পাবে। প্রথমে ১/২ বছর ভাল কোম্পানি নাও হতে পারে ফলে প্রথমে একটু খাটতে হবে। এর পর ভাল জায়গায় পেয়ে যাবে।
আজকাল latest technology যেমন ক্লাউড , dara engineering, data science, mobile app development, ERP এমন সব বিষয়ে ভাল কাজ পাওয়া যায়। ছোট কোম্পানিগুলো মোবাইল অ্যাপ development বা অনেক সময় ক্লাউড এডমিন এর জন্যও লোক নেয়। আবার সরাসরি বড় কোম্পানিতে নাও হলে ভেন্ডর এর মাধ্যমে এখে সুযোগ হয়। কয়েক বছর কাজ করে ওই experience দেখিয়ে ভাল জায়গায় কাজ পাওয়া যায়।
আপনার কমেন্ট এডিট করে ফোন নম্বর টা delete করে দিন। ফোন নম্বর সোশ্যাল মিডিয়ায় দেয়া খুবই বিপদজনক।
অনেক ধন্যবাদ আপনার বিশদ ব্যাখ্যা করে বোঝানোর জন্য।
আপনার চিন্তা ধারা খুব সুন্দর ।
খুব ভাল লাগছে।ভিডিওটা দেখে Bangalore যাৱাৰ সাহশ বাৰল ।।
Dada khob balo legesi apnar video dekhe.
It will help each & everybody who has courage to do something in life
Many thanks
আমিএকজনপুরুযোযকিরেকরবো
Fine
Bhison proyojonio bishai nie alochona.....upokrito holam.
Dada apni khub bhalo bhabe uposthapon kore. Thank you
Ami Graduation BA Bengali hond korechi
kono job er source hobe Janaben
আপনার ভিডিও দেখি। ভালো লাগে বেশ।
ধন্যবাদ।
Khub valo ❤experience
Pelam sir.
খুব ভালো লাগলো দাদা ❤
দাদা খুব ভাল লাগল সাবস্ক্রাইব করলাম আজ
Thank you
ভালো লেগেছে দাদা।নূতন প্রজন্মের উৎসাহ বারবে।আপনার V.D.O তে
Dada aponi darun bujiye bole thaken thnx 🎉
Apnar thaka valo moto kau bujhaini, very informative
Onek sundor katha bolechen dada....oneker onek help hobe.. okhane best english medium school konta hobe janale upokrito hobo
খুবই সুন্দর উপস্থাপনা, আপনি যে সকল মানুষের জন্য এতটা ভেবেছেন এটা-ই অনভিপ্রেত। আমার খুব ভালো লেগেছে।
আমি রুদ্র গুপ্ত, পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় থাকি এবং Shalimar Hatcheries LTD. এ Branch Accountant পদে চাকরি করি। আমি Under Graduate অর্থাৎ (10+2) পাস। ওখানে Under Graduate দের জন্য কি কোনোরকম সুযোগ আছে ?
অনুগ্রহ করে একটু জানাবেন।
ধন্যবাদ
খুবই ভালো এবং উপকারী আপনার ভিডিও
dada darun , khub bhalo laglo,
আজ সন্ধ্যা ৭ টায় একই বিষয়ের ওপর আরেকটি ভিডিও আসবে। আশাকরি ওটাও ভাল লাগবে। আজকেরটা এই ভিডিওয়ের পার্ট ২ বলতে পারেন।
Apnar ei program ta amar khub bhalo legeche aruu erokom video banaben ar post korben
Dada Khub Valo Legese Apnar Vidio.Bangladesh Thake (Uttom Sarkar )
Very fine.I am very glad to know your Video.
Thank you
Very helpful and easy of knowledge about Bangalore.
আমার ইউটিউব লিস্ট এ আপনি সব সময় প্রথম থাকেন,,,,❤
ধন্যবাদ। থাকলেই হবে , প্রথমে বা শেষে যেখানেই হোক।
Sir,,ki bolbo,, কিশলয়,,বা সবুজ পাতা,,পড়েছিলাম,,অনেক সহজ,,তার। থেকে অনেক সহজ আপনার তথ্যভান্ডার,, বলার কন অবকাশ নেই,,আপনি খুব ভালো thakun Sara jeevan,,Amer lekhata bhul hye jachhe,, আপনার কথা গুলো,,tagor,, সিউলি,গন্ধরাজ যুক্ত সুন্দর,, 💛 yellow 🌹 এর মতন,,অথবা মিষ্টান্ন ভান্ডারের,সর্পুরিয়া কাচা গল্লেরও মতোন,, ভিসন সুন্দর নরম,,আমি অনেক ধরনের ভিডিও দেখি,,atho sushtoh sunder khub দুর্লভ,,আমি ভিসন প্রবলেম 👁️ আছি,,সব পরিষ্কার দেখতে পাই না,62yrs, old,,aktu bujhe NBN,,পরবর্তী সময় ভেবে দেখুন যদি। কন্টাক্ট নম্বর আপনি দিয়া আপনি wkly 4hrs knorokom consultation mini office,,jade kore uothe paren,, অনেক সহজ ভাবে অনেক বাঙালি পরিবারের সবার কাছেই,পরিবারের আপন জন,,হতে পারবেন,,onk onek Subeachha saho antarik abhinandan roilo, God bless you,,joi jagatnatn,,
ধন্যবাদ
ধন্যবাদ