এই ভিডিওটি সাধারণ মানুষের অনেক উপকারে আসবে অনেক মানুষ ভারতে চিকিৎসা করাতে যায় কিন্তু তার নিয়ম কানুন কিছুই জানেনা আমি আশা করব এই ভিডিওটা দেখে অনেক মানুষ অনেক কিছু জানতে পারবে এবং অনেক কিছুর ব্যাপারে তার আইডিয়া হবে আপনাকে অনেক ধন্যবাদ এই ধরনের ভিডিও আপলোড করার জন্য আমি একজন বাংলাদেশী মালদ্বীপ প্রবাসী মালদ্বীপ থেকে দেখলাম
আমি এই পর্যন্ত ৩ বার গিয়েছি। প্রথম বার আমার বাবা কে নিয়ে। দ্বিতীয় বার আমার বাবা এবং শ্বশুর এবং শ্বাশুড়ি কে নিয়ে এবং শেষ বার আমার ভাই কে নিয়ে। সবাই সুস্থ আছেন। আমরা সরাসরি দেবীপ্রসাদ সেটির স্যার কে দেখিয়েছি। আমাদের কে উনি এবং ওনার শ্বাশুড়ির কাছ থেকে আর্থিক ভাবে সহায়তা পেয়েছি।
যুবায়ের, ড: দেবী শেঠি খুব ভালো বাংলা বলতে পারেন। উনি বহু বছর কোলকাতার কোঠারী হসপিটালে ছিলেন। আপনার আজকের ভিডিওটি অনেক তথ্যমূলক, বহু মানুষ উপকৃত হবে। আপনার এ চেষ্টা কে সাধুবাদ জানাই।ধন্যবাদ ❤
আপনার করা এই ভিডিও টা, আমার মতো একদিন সবার ই উপকারে আসবে। আজকে আমি সার্চ করেছি আমার আব্বার জন্য একদিন হয়তোবা আমার সন্তান করবে আমার জন্য।।সত্যি অনেক উপকৃত হলাম।
আমি আব্বাস রংপুর, আমার হার্ট ভালব, আর্টারি বদল করেছেন ডাঃ দেবিশেঠির টিমের আটজনচিকিৎসক। তাদের সেবার মান দেখতে বাঙলাদেশের সকল চিকিৎসকেউনার হাসপাতালে যাওয়ার পরামর্শ দিচ্ছি,
সুস্থতার চাবি আপনার কাছেই! ১, খাদ্য গ্রহণ নিয়ন্ত্রণ করেন, লাল মাংশ পরিহার করেন ২, অতিরিক্ত চিন্তা-ভাবন, লোভ ত্যাগ করেন, ৩, আয়েশী জীবন ত্যাগ করে যতটা সম্ভব পরিশ্রম করুন। মহিলাদের এই রোগে আক্রান্তের হার কম কেন? কারন উপরে লেখা!
আমি আমার প্রভুর কাছে ফরিয়াদ করি সম্মানিত ডাক্তার দেবীসেটিকে হায়াত দান করেন সুস্থ রাখেন ভালো রাখেন। উনি একজন খুব ভালো ডাক্তার ও ভালো মনের মানুষের মানুষ। ওনার জন্য মঙ্গল ও শুভকামনা করি।
অদ্ভুত সুন্দর চিকিৎসালয়, অনেক সুন্দর চিকিৎসা পদ্ধতি আর অনেক সুন্দর বাচনিক গুণ সমৃদ্ধ বর্ণনা। আর তেমনি হাই রেজুলেশনের প্রাণবন্ত চিত্রায়ণ। ধন্যবাদ আপনাকে।
আমি ওনার কাছে গিয়েছিলাম ২০১৫ সালে। আমার হয়তো ভাগ্য একটু ভালো ছিল,তাই আমি ওখানে গিয়ে পরের দিন সিরিয়াল পেয়েছিলাম। ডাঃ দেবী শেঠীর কথাগুলো শুনে আমি অনেক সুস্থ হয়ে গিয়েছিলাম। উনি যে কত বড় মাপের এবং মনের ডাঃ তা পরিমাপ করা বড় কঠিন। এই রকম ডাঃ আমাদের দেশে হলো না। এটাই আমার কাছে কষ্ট লাগে। ডাঃ দেবী শেঠী স্যার আপনি যুগ যুগ ধরে বেঁচে থাকুন। আপনার জন্য এই শুভকামনা রইলো।❤❤❤❤❤আর জুবায়ের ভাই তথ্যবহুল ভিডিও উপস্থাপন করার জন্য হৃদয়ের গভীর থেকে আপনার প্রতি রইলো অনেক অনেক ভালোবাসা। আপনার জন্য শুভকামনা রইলো।❤❤❤❤❤❤❤
Many more Congratulations to the God like Heart Specialist, one of the best Doctors of the World, Dr. Ddevi Sethi for his magnani heart Treatment that must be praised!!🎉
নিখুঁত বিশ্লেষণ করেছেন ভাই, আমি 2008 সাল থেকেই ডঃ শেঠীকে চিনি,উনি নমস্য ব্যক্তিত্ব। উনি আমাকে বিভিন্ন ধরনের সাহায্য করেছিলেন। ওনার এবং সমস্ত ডাক্তার বাবুদের অক্লান্ত পরিশ্রমের ফল স্বরূপ দীর্ঘ ছয় মাস চিকিৎসার পর সম্পূর্ণ সুস্থ অবস্থায় আমার ভাই কে বাড়ি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলাম।
@@mamunkhan-pc3bn ডাক্তার শেঠির সঙ্গে ঐ ভাবে কথা বলা যাবে না,আপনার কোন সমস্যা থাকলে ঐ হসপিটালে যেতে হবে ওনার সেক্রেটারির সঙ্গে কথা বলার পর উনি সুযোগ পেলেই আপনাকে ডাক্তার বাবুর সঙ্গে দেখা করাবেন।
অনেক অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া এভাবে খুঁটিনাটি বিষয় গুলো তুলে ধরার জন্য। আপনার এই ভিডিও যে দেখবে সে এই হসপিটালে যেতে দ্বিতীয়বার ভাববে না। ভাই মজুমদার হসপিটালে গাইনী চিকিৎসা দেওয়া হয় কি? হোটেলে এসি রুমের ভাড়া কতো
হোটেল ভাড়া খুবই কম আপু। এখানে প্রচুর প্রাকৃতিক বাতাস রয়েছে। এসি রুমের সংখ্যা তাই খুবই কম। তাছাড়া রোগীকে এসি রুমে রাখলে-তার ঠান্ডা জ্বর হতে পারে। এ কারণে অধিকাংশজন এসি রুম নেয় না। এসি হোটেল আপনি ১০০০ থেকে ১২০০ রুপির মধ্যে পেয়ে যাবেন। নারায়ানা হসপিটালে গাইনির ট্টিটমেন্ট করা হয়। তবে আপনি গুগলে বেস্ট গাইনি ডাক্তার বেঙ্গালুরু লিখে সার্চ দেন। তাহলে হয়তো ওখানকার সবচেয়ে ভালো গাইনি ডাক্তার সম্পর্কে জানতে পারবেন। বেঙ্গালরে মনিপাল নামে আরও একটি ভালো হসপিটাল রয়েছে। সেখানেও খোঁজ নিতে পারেন। তবে বাংলাদেশেও বেশকিছু ভালো ডাক্তার রয়েছে।
ধন্যবাদ, আপনার বর্ণনার স্টাইল খুব সুন্দর এবং এবং খুব তথ্যবহুল ছিল। আমি শুধু একটা জিনিস স্পষ্ট বুঝতে পারলাম না, তা হল - হার্টের রোগী সহ সকল রোগীরই রেজিস্ট্রেশন কি মজুমদার মেডিকেলে করতে হয়? না, হার্টের রোগীদের রেজিস্ট্রেশনটা দেবী শেঠী যে বিল্ডিং এ বসেন সেখানে করতে হয়? বিষয়টা স্পষ্ট করলে বাধিত হব।
জি আপনি ঠিক বলেছেন । আমার ছেলের অপারেশন করতে ইন্দিয়ান রুপিতে প্রায় নয় লাখ রুপি চেয়েছিলো। কিন্তু আমি তাদেরকে বুঝাতে পেরেছি যে আমার সামর্থ্য নেই তাই দেবি শেঠির শ্বাশ্বুরির কাছে গিয়ে টাকার পরিমাণ অনেক কমিয়ে দিয়েছে যা আৃার সামর্থ্যের মধ্যে ছিল 😊😊😊😊
দোয়া করি বাংলাদেশের কোন মানুষ যেন বিদেশে গিয়ে চিকিৎসা নিতে না হয় আল্লাহ সে ব্যবস্থা করে দিন , নিজ দেশের নিজস্ব চিকিৎসক দ্বারা সবাই যেন আরোগ্য লাভ করেন আমিন
আমি আমার স্বামী কে এই হাসপাতালে চিকিৎসা করিয়েছি এতো ভালো না গেলে কেউ বুঝবে না। আমার স্বামী হার্টে পেসমেকার বসিয়েছি। আমরা ২ বার গেছি।আলহামদুলিল্লাহ আমার স্বামী ভালো আছে।
একজন দোয়া চাইছে আল্লাহর কাছে, এদেশে থেকে কেউ যেন চিকিৎসার জন্য ভারত যেতে না হয়। ঐ লোকটাই আগে যাবে। রাত পোহালেই ভারতের ব্লেড না হলে সেভ হয়ে পার না , আবার বড় কথা।
দেবি শেঠি নাম বাংলাদেশের সবাই স্মরণ করে ❤
বাংলাদেশের ডাক্তারদের শিক্ষার অনেক কিছু আছে।
অনেক ধন্যবাদ
ভণ্ড
এই ভিডিওটি সাধারণ মানুষের অনেক উপকারে আসবে অনেক মানুষ ভারতে চিকিৎসা করাতে যায় কিন্তু তার নিয়ম কানুন কিছুই জানেনা আমি আশা করব এই ভিডিওটা দেখে অনেক মানুষ অনেক কিছু জানতে পারবে এবং অনেক কিছুর ব্যাপারে তার আইডিয়া হবে আপনাকে অনেক ধন্যবাদ এই ধরনের ভিডিও আপলোড করার জন্য আমি একজন বাংলাদেশী মালদ্বীপ প্রবাসী মালদ্বীপ থেকে দেখলাম
অনেক ধন্যবাদ
বয়কট ভারত
কত টাকা খরচ বাংলাদেশের হিসাবে
Koto taka Heart surgery cost @@bengaldiscovery
আমি এই পর্যন্ত ৩ বার গিয়েছি।
প্রথম বার আমার বাবা কে নিয়ে।
দ্বিতীয় বার আমার বাবা এবং শ্বশুর এবং শ্বাশুড়ি কে নিয়ে এবং শেষ বার আমার ভাই কে নিয়ে।
সবাই সুস্থ আছেন। আমরা সরাসরি দেবীপ্রসাদ সেটির স্যার কে দেখিয়েছি।
আমাদের কে উনি এবং ওনার শ্বাশুড়ির কাছ থেকে আর্থিক ভাবে সহায়তা পেয়েছি।
আপনার পরিবারের জন্য শুভকামনা ও দোয়া রইল
বাংলাদেশ থেকে কথা বলার জন্য একটা ওয়াটসাপ নম্বর টা দেন
আপনার সাথে যোগাযোগের নাম্বারটা ফাইল উপকার হত
Best electrophysiologist ke acgen? Ekhane gie ki doctor der name bole appointment korate hoi?
আমি কি আপনার সাথে যোগাযোগ করতে পারি? আমি বাবার চিকিৎসা জনিত কিছু তথ্যের প্রয়োজন হতো
যুবায়ের, ড: দেবী শেঠি খুব ভালো বাংলা বলতে পারেন। উনি বহু বছর কোলকাতার কোঠারী হসপিটালে ছিলেন। আপনার আজকের ভিডিওটি অনেক তথ্যমূলক, বহু মানুষ উপকৃত হবে। আপনার এ চেষ্টা কে সাধুবাদ জানাই।ধন্যবাদ ❤
অনেক ধন্যবাদ
BM BIRLA HOSPITAL A CHILEN
Amin
❤
খুবই প্রয়োজনীয় এপিসোড , এটি প্রচুর মানুষের কল্যাণে আসবে।আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।🙏🙏
শেয়ার করে দিন, তাহলে অন্যরাও জানতে পারবে
ডাঃ দেবী শেঠি স্যারকে শতকোটি প্রনাম🙏 সয়ং ভগবান তার মধ্যে বিরাজমান। স্যারের জন্য অনেক অনেক শুভ কামনা অবিরত। 🙏
Thank you
There are many Doctors like Devi Shetthy in India...
ভাই আপনি আর সালাউদ্দীন সুমন ভাই দুজনেই তথ্যবহুল ভিডিও কনটেন্টের জন্য অসাধারণ
অনেক ধন্যবাদ আপনাকে
জুবায়ের ভাহ এমন একটা গুরুত্ব পুর্ণ ভিডিও দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ,আল্লাহ সর্বদা আপনাকে মংল করুন আমীন
আমীন
অনেক ধন্যবাদ আপু
মানবিক ভালো ডাক্তার এবং ভালো মানের হসপিটাল গুরুত্বপূর্ণ তথ্য।
অনেক ধন্যবাদ
অনেক উপকারী প্রতিবেদন, মহান আল্লাহ আপনাকে মানব সেবায় কবুল করুন এবং হ্যায়াতে ত্যাইয়্যেবা দানকরুন, আমিন ছুম্মা আমিন।
অনেক ধন্যবাদ
আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই তথ্য ভিডিও অনেক মানুষের উপকারে আসবে
অনেক ধন্যবাদ
আপনার করা এই ভিডিও টা, আমার মতো একদিন সবার ই উপকারে আসবে। আজকে আমি সার্চ করেছি আমার আব্বার জন্য একদিন হয়তোবা আমার সন্তান করবে আমার জন্য।।সত্যি অনেক উপকৃত হলাম।
অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন। দোয়া রাখবেন
অনেক সুন্দর তথ্য দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আপনার মঙ্গল করুন।
আমীন
এটাই একটা ডাক্তার এর মহত্ত্ব। এমন সুন্দর মনের ডাকতার যদি বাংলাদেশে থাকতো।
সবখানেই থাকা উচিত
বাংলাদেশে আছে মাদ্রাসা ছাপ। মাদ্রাসা থেকে জঙ্গি তোরি হয়
খুব ভালো লাগলো আপনার মঙ্গল কামনা করছি। ওখানে দালাল চক্র নেই। আমাদের পাশের বাড়ির লোক চিকিৎসা নিয়েছেন।
অনেক ধন্যবাদ
দাদা আপনার দেয়া তথ্যের জন্য অসংখ্য ধন্যবাদ। সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন। সকলে উপকৃত হবেন।
অনেক ধন্যবাদ
Bhai, Balaji guest house er what's app no. share korben plz
আমি আব্বাস রংপুর, আমার হার্ট ভালব, আর্টারি বদল করেছেন ডাঃ দেবিশেঠির টিমের আটজনচিকিৎসক। তাদের সেবার মান দেখতে বাঙলাদেশের সকল চিকিৎসকেউনার হাসপাতালে যাওয়ার পরামর্শ দিচ্ছি,
শুভেচ্ছা নেবেন
হাসপাতালের ঠিকানা? বাংলাদেশ থেকে যাওয়ার প্রসেস একটু বলবেন কষ্ট করর?
Aboni Khoob Bhalo Kotha Bole chain Apna ke dhanyvad janai aponar Kotha Bangladeshi lokera Jante paraai upokarita hobe
আব্বাস সাহেব আমি আপনার সাথে কথা বলতে চাই
Apnader deser kichhu manus Bharat birodhi@@bengaldiscovery
সুস্থতার চাবি আপনার কাছেই! ১, খাদ্য গ্রহণ নিয়ন্ত্রণ করেন, লাল মাংশ পরিহার করেন ২, অতিরিক্ত চিন্তা-ভাবন, লোভ ত্যাগ করেন, ৩, আয়েশী জীবন ত্যাগ করে যতটা সম্ভব পরিশ্রম করুন। মহিলাদের এই রোগে আক্রান্তের হার কম কেন? কারন উপরে লেখা!
অনেক ধন্যবাদ আপনাকে
লাল মাংশ পরিহার করেন Avoid mutton and beef at all cost if you wish to have better quality of life. Eat fish and vegetables.
আমি আমার প্রভুর কাছে ফরিয়াদ করি সম্মানিত ডাক্তার দেবীসেটিকে হায়াত দান করেন সুস্থ রাখেন ভালো রাখেন। উনি একজন খুব ভালো ডাক্তার ও ভালো মনের মানুষের মানুষ। ওনার জন্য মঙ্গল ও শুভকামনা করি।
অনেক ধন্যবাদ
অনেক গুরুত্বপূর্ণ বিষয়।
উপস্থাপনা অনেক ভালো ও তথ্যবহুল।
অসংখ্য ধন্যবাদ ❤
শুভেচ্ছা নেবেন
অদ্ভুত সুন্দর চিকিৎসালয়, অনেক সুন্দর চিকিৎসা পদ্ধতি আর অনেক সুন্দর বাচনিক গুণ সমৃদ্ধ বর্ণনা। আর তেমনি হাই রেজুলেশনের প্রাণবন্ত চিত্রায়ণ। ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা আপনাকে
Best electrophysiologist ke achen?
ধন্যবাদ। এই ধরনের গুরুত্বপূর্ণ আরো ভিডিও চাই।
অনেক ধন্যবাদ
খুব গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন,।
ধন্যবাদ আপনাকে ভাইয়া
শুভেচ্ছা নেবেন
অসাধারণ কণ্ঠ,শব্দচয়ন, উপস্থাপণা।
অনেক ধন্যবাদ আপু
ভাই আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। এই ধরণের গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ
আপনারা উপস্থাপনা মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছে
শুভেচ্ছা নেবেন
অনেক দিন অপেক্ষার পরে আবারও আরেকটি নতুন ইতিহাসের ভিডিও পাইলাম ধন্যবাদ ভাই এই সব পুরোনো ইতিহাস গুলো আমাদের মাঝে ভিডিও সহ্ তুলে ধরার জন্য।
অনেক
এটা সত্যি প্রশংসার দাবিদার, কেনো যে আমাদের দেশে এমন মানুষের জন্ম হয় না।
শুভকামনা
আপনার প্রতিটি উপস্থাপনা সত্যিই অসাধারণ!
অনেক ধন্যবাদ
সত্যিই অসাধারণ! আপনাকে অভিনন্দন রইল।
শুভেচ্ছা নেবেন
আমি ওনার কাছে গিয়েছিলাম ২০১৫ সালে। আমার হয়তো ভাগ্য একটু ভালো ছিল,তাই আমি ওখানে গিয়ে পরের দিন সিরিয়াল পেয়েছিলাম। ডাঃ দেবী শেঠীর কথাগুলো শুনে আমি অনেক সুস্থ হয়ে গিয়েছিলাম। উনি যে কত বড় মাপের এবং মনের ডাঃ তা পরিমাপ করা বড় কঠিন। এই রকম ডাঃ আমাদের দেশে হলো না। এটাই আমার কাছে কষ্ট লাগে। ডাঃ দেবী শেঠী স্যার আপনি যুগ যুগ ধরে বেঁচে থাকুন। আপনার জন্য এই শুভকামনা রইলো।❤❤❤❤❤আর জুবায়ের ভাই তথ্যবহুল ভিডিও উপস্থাপন করার জন্য হৃদয়ের গভীর থেকে আপনার প্রতি রইলো অনেক অনেক ভালোবাসা। আপনার জন্য শুভকামনা রইলো।❤❤❤❤❤❤❤
অনেক ধন্যবাদ আপনাকে। আপনিও সুস্থ থাকুন। দোয়া রইল
ভাই আপনার ভিডিওটা অসাধারণ ভিডিও যা কোটি কোটি মানুষের জন্য একটা আপনার একটা দ*** আর থাকবে
ভাই আপনার ফোন নাম্বারটা অবশ্যই দিবেন
আচ্ছা ভাইয়া এখানে কি গ্যাসের চিকিৎসা করানো যাবে
মাশাআল্লাহ, আপনার এই প্রতিবেদনখানি কিংকর্তব্যবিমূঢ় মানুষের জন্য দিক নির্দেশনা হিসেবে কাজ করবে। আল্লাহ আপনার মঙ্গল করুন ❤।
অনেক ধন্যবাদ
মাশা-আল্লাহ, অনেক সুন্দর ভিডিও ধন্যবাদ
শুভেচ্ছা নেবেন
ভিডিও চিত্র খুব সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা হয়েছে। ধন্যবাদ।❤❤❤❤❤❤
শুভেচ্ছা নেবেন
সব থেকে সেরা ভিডিও এটা। অনেক ধন্যবাদ ভাই
শুভেচ্ছা নেবেন
Many more Congratulations to the God like Heart Specialist, one of the best Doctors of the World, Dr. Ddevi Sethi for his magnani heart Treatment that must be praised!!🎉
Thank you so much
ধন্যবাদ অনেক কিছুই জানতে পেরে উপকৃত হইলাম,
অনেক ধন্যবাদ
অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে গুরুত্ব পুর্ন বিষয় গুলো তুলে ধরার জন্য আশির্বাদ রহিল আপনার জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া
শুভেচ্ছা নেবেন
ভাই আমি এক হাসপাতালে সিরিয়ালে দিয়েছি অন্য হাসপাতালে দেখাতে পারব কি?
Outstanding advice. This one very helpful video ❤
thank you
নিখুঁত বিশ্লেষণ করেছেন ভাই, আমি 2008 সাল থেকেই ডঃ শেঠীকে চিনি,উনি নমস্য ব্যক্তিত্ব।
উনি আমাকে বিভিন্ন ধরনের সাহায্য করেছিলেন। ওনার এবং সমস্ত ডাক্তার বাবুদের অক্লান্ত পরিশ্রমের ফল স্বরূপ দীর্ঘ ছয় মাস চিকিৎসার পর সম্পূর্ণ সুস্থ অবস্থায় আমার ভাই কে বাড়ি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলাম।
অনেক অনেক শুভকামনা আপনার জন্য
@@bengaldiscovery ধন্যবাদ ভাই, খুব ভালো থাকুন
ডাঃ এর সাথে কথা বলতে চাই কি ভাবে কথা বলতো
কথা বলবো
@@mamunkhan-pc3bn ডাক্তার শেঠির সঙ্গে ঐ ভাবে কথা বলা যাবে না,আপনার কোন সমস্যা থাকলে ঐ হসপিটালে যেতে হবে ওনার সেক্রেটারির সঙ্গে কথা বলার পর উনি সুযোগ পেলেই আপনাকে ডাক্তার বাবুর সঙ্গে দেখা করাবেন।
এই ভিডিও টাই কত মানুষের উপকার হবে সে কথা বলে শেষ হবে না। ধন্যবাদ 🥰🥰🇧🇩
অনেক ধন্যবাদ
অনেক অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া এভাবে খুঁটিনাটি বিষয় গুলো তুলে ধরার জন্য। আপনার এই ভিডিও যে দেখবে সে এই হসপিটালে যেতে দ্বিতীয়বার ভাববে না। ভাই মজুমদার হসপিটালে গাইনী চিকিৎসা দেওয়া হয় কি? হোটেলে এসি রুমের ভাড়া কতো
হোটেল ভাড়া খুবই কম আপু। এখানে প্রচুর প্রাকৃতিক বাতাস রয়েছে। এসি রুমের সংখ্যা তাই খুবই কম। তাছাড়া রোগীকে এসি রুমে রাখলে-তার ঠান্ডা জ্বর হতে পারে। এ কারণে অধিকাংশজন এসি রুম নেয় না।
এসি হোটেল আপনি ১০০০ থেকে ১২০০ রুপির মধ্যে পেয়ে যাবেন।
নারায়ানা হসপিটালে গাইনির ট্টিটমেন্ট করা হয়। তবে আপনি গুগলে বেস্ট গাইনি ডাক্তার বেঙ্গালুরু লিখে সার্চ দেন। তাহলে হয়তো ওখানকার সবচেয়ে ভালো গাইনি ডাক্তার সম্পর্কে জানতে পারবেন। বেঙ্গালরে মনিপাল নামে আরও একটি ভালো হসপিটাল রয়েছে। সেখানেও খোঁজ নিতে পারেন।
তবে বাংলাদেশেও বেশকিছু ভালো ডাক্তার রয়েছে।
ওঔওঔওঔ❤😅😅😅😅😅@@bengaldiscovery
Good Afternoon Doctor Babu Apnake daser koti koti ponam janai 🙏
অনেক ধন্যবাদ
ভালো মানুষ এখনো পৃথিবীতে আছে। বাংলাদেশের চেয়ে ভা
রত অনেক ভালো।
শুভকামনা
Right 🎉🎉🎉
অনেক অনেক ধন্যবাদ, চমৎকার ভাবে প্রতিটি বিষয়ে বিশদভাবে বর্ননা ও আপনার সুকণ্ঠে সুন্দর ভাবে উপস্থাপনে।❤️🌹
শুভেচ্ছা নেবেন
বাংলাদেশের রক্তচোষা অদক্ষ ডাক্তারদেরকে দেবিশেঠির মত মানবিক ও
আন্তরিক হ ওয়ার পরামর্শ দিন।
অনেক ধন্যবাদ
অনেক তথ্যবহুল আপনার এই ভিডিওটি।❤❤
অনেক ধন্যবাদ
যুবায়ের ভাই আপনাকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ আপনাকে দীর্ঘ নেক হায়াত দান করুন । আমিন।
আমীন
ধন্যবাদ আপনাকে
এমন তত্ত্ব দেওয়ার জন্য
ধন্যবাদ
অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা রইলো ❤
Thank you
Great Human .... I have met you at BM Birla .... You are very close to God
hmm
Thank you so much for your kind information. Excellent your Documentary..
So nice of you
ভাই আপনার ভিডিওটা দেখে অনেক ভালো লাগলো 👍👍👍👍
অনেক ধন্যবাদ
Apnake onek obinondon.❤
শুভেচ্ছা
Apnar uposthapona osadharon sundhor.
Thank you so much
ধন্যবাদ, আপনার বর্ণনার স্টাইল খুব সুন্দর এবং এবং খুব তথ্যবহুল ছিল।
আমি শুধু একটা জিনিস স্পষ্ট বুঝতে পারলাম না, তা হল - হার্টের রোগী সহ সকল রোগীরই রেজিস্ট্রেশন কি মজুমদার মেডিকেলে করতে হয়?
না, হার্টের রোগীদের রেজিস্ট্রেশনটা দেবী শেঠী যে বিল্ডিং এ বসেন সেখানে করতে হয়?
বিষয়টা স্পষ্ট করলে বাধিত হব।
হার্টের রোগীর রেজিষ্ট্রেশন দেবি শেঠি যেখানে বসেন-সেই বিল্ডিংয়ে প্রবেশমুখে একটা টিনশেড ঘর রয়েছে সেখানে করতে হয়।
Khub e sundor akta video korechen bhai.thank you so much....❤❤
অনেক ধন্যবাদ
ভাই অসাধারণ একটি ভিডিও দেখলাম ❤❤❤
অনেক ধন্যবাদ
Indiar doctor der mon manosikta onk vlo.karon ami Kolkatay doctor dekhaici.
এটা বেঙ্গালোর
Good information thanks god bless you
So nice of you
এত সুন্দর একটু ভিডিও প্রচার করার জন্য জুবায়ের ভাইকে ধন্যবাদ
শুভেচ্ছা নেবেন
Khub proyojonio vdo
Thank you
জি আপনি ঠিক বলেছেন । আমার ছেলের অপারেশন করতে ইন্দিয়ান রুপিতে প্রায় নয় লাখ রুপি চেয়েছিলো। কিন্তু আমি তাদেরকে বুঝাতে পেরেছি যে আমার সামর্থ্য নেই তাই দেবি শেঠির শ্বাশ্বুরির কাছে গিয়ে টাকার পরিমাণ অনেক কমিয়ে দিয়েছে যা আৃার সামর্থ্যের মধ্যে ছিল 😊😊😊😊
কত কমাতে পেরেছিলেন?
@@bengaldiscovery চার লাখ টাকা বাংলাদেশের টাকা অনুযায়ী
@@ahadulislam1562ভারত চিক্তসা করে ভারত কে গালি দেস
Apnar vedio ta amder kub inspire korece dada.....vgbn jate ai doctor k bacheye raken ato valo manus uni sunei valo lagce vgbn una k valo rakhuk ....
অনেক ধন্যবাদ আপনাকে
অসাধারণ একটি হাসপাতাল ❤️❤️
ধন্যবাদ
অনন্য তাদের প্রতিষ্ঠান অনন্য ডাক্তার দেবী সেটি আমিও সেখানে চিকিৎসা হয়েছি সত্যিই প্রশংসার দাবি রাখে তারা
অনেক ধন্যবাদ আপনাকে
চমৎকার ভিডিও অনেকের উপকারে আসবে।
Thank you
এটাই হিন্দুত্বের শিক্ষা
শুভকামনা
🙏❤️
@@bengaldiscovery হিন্দু ❤
আমিও বালাজি হোটেলে ছিলাম
দিদি অনেক ভালো
অনেক ধন্যবাদ
অসাধারণ একটা ভিডিও
অনেক ধন্যবাদ আপনাকে
Love you brother for this informative video. God bless you.
Thank you
খুব ভালো লাগলো যদিও আমি ভারত কে পছন্দ করি না কিছু কারণে কিন্তু তাদের চিকিৎসা সেবা খুব ভালো
কেনো ভারত কে আপনার অপসন্দ সে বলুন
Today Indian Doctors are best
সবার জন্য শুভকামনা
খুব সুন্দর কথা গুলো ভাই ধন্যবাদ
শুভকামনা
খুবই ভালো লাগলো ভিডিওটা। অনেক অনেক অনেক বেশি ভালো লাগলো। খুবই informative. আর উপস্থাপনা তো বরাবরের মতোই লাজওয়াব।
অনেক ধন্যবাদ
Masah Allah very important information....from KUWAIT.
Thanks and welcome
11:28
দোয়া করি বাংলাদেশের কোন মানুষ যেন বিদেশে গিয়ে চিকিৎসা নিতে না হয় আল্লাহ সে ব্যবস্থা করে দিন , নিজ দেশের নিজস্ব চিকিৎসক দ্বারা সবাই যেন আরোগ্য লাভ করেন আমিন
আমীন
যেদিন তোমরা হিংসার মানসিকতা বের হতে পারবে এবং ধর্মীয় গোড়ামী থেকে বের হতে পারবে, সেইদিন সম্ভব হবে
বয়কট বয়কট বয়কট ভারতীয় পণ্য বয়কট এবং ভ্রমণ ও চিকিৎসা সহ ভারতের সব কিছু বয়কট করুন।
@@RahadSheikh-k1ckeno?now the price of onion has gone.down
@@RahadSheikh-k1cচিকিৎসা ছাড়া তাহলে মরতে হবে। পাগল সব জায়গায় বয়কট চলে না😂😂। বাংলাদেশে এমন কিছু রোগ আছে যেগুলো কোনো চিকিৎসা নাই😊
অনেক সুন্দর তথ্য দিয়েছেন।।
অনেক ধন্যবাদ
উপকারে আসার মত ভিডিও ❤❤❤
অনেক ধন্যবাদ
Many many thanks for ur informative video
শুভকামনা
Thank you so much 🙏
You're welcome 😊
Devi Shetty has done great job with his innovative heart' surgery for common people at low cost. He is like a Messiah to such people .
Thank you so much
আমি প্রায় ১৩ বছর থেকে নাড়ানা হসপিটালে দেখাই এবং সেবার মান খুব ভালো এবং নিউ বাঙ্গালী গেস্ট হাউস থাকি।
অনেক ধন্যবাদ আপনাকে
ভাই আপনার নাম্বার টা দিন প্লিজ
This is not নাড়ানা হসপিটালে , it is Narayana হসপিটালে, same like your Narayanganj
ভাই আমি এক হাসপাতালে সিরিয়াল দিয়েছি অন্য হাসপাতালে দেখাতে পারব
খুব ভালো লাগলো ভাই। খুব ডিটেইলস
অনেক ধন্যবাদ
God bless you.
অনেক ধন্যবাদ
খুবই ভালো লাগলো
অনেক ধন্যবাদ
ধন্যবাদ।
শুভেচ্ছা নেবেন
ভিডিওটা অনেক তথ্যমূলক ও সুন্দর হয়ছে। ভাই, আপনার Home district কোথায়?
ঢাকায় বসবাস করি
very informative video. Thanks.
শুভকামনা
আসবো একসময় ইনশাআল্লাহ দেখতে।।।।
শুভকামনা আপনার জন্য
লজ্জা থাকলে ভারত আসবি না
Important information
অনেক ধন্যবাদ
Khub sundar bishlation
অনেক ধন্যবাদ
আমি আমার স্বামী কে এই হাসপাতালে চিকিৎসা করিয়েছি এতো ভালো না গেলে কেউ বুঝবে না। আমার স্বামী হার্টে পেসমেকার বসিয়েছি। আমরা ২ বার গেছি।আলহামদুলিল্লাহ আমার স্বামী ভালো আছে।
অনেক ধন্যবাদ আপনাকে।
Pace maker bosate koto khoroch holo?
কত দিন সময় লাগছে ওখানে।
প্রেসমেকার বসাতে কত খরচ হল?
প্রেসমেকার বসাতে কত খরচ হল?
I m Highly grateful abt Dr Sheri He like a God I pray the all mighty God,
Thank you
ধন্যবাদ ভাই কেমন আছেন ভাই। ❤❤
আলহামদুলিল্লাহ ভাই
Dr devi sheti ek insan nahi ek ginda devta hai upar wala unko dher sara aasis kare jay hind sir
অনেক ধন্যবাদ
সুন্দর
Thank you
Kolkata Monipal hospital Asun khub valo
খুব সুন্দর লাগলো
অনেক ধন্যবাদ
ভাই কত বড় উপকার করলেন তা আপনি নিজেও জানেন না।ধন্যবাদ আপনাকে
শুভেচ্ছা নেবেন
হরে কৃষ্ণ জয় নৃসিংহদেব ভগবান কৃপা করুন সকল জীব কে
শুভকামনা
একজন দোয়া চাইছে আল্লাহর কাছে, এদেশে থেকে কেউ যেন চিকিৎসার জন্য ভারত যেতে না হয়। ঐ লোকটাই আগে যাবে। রাত পোহালেই ভারতের ব্লেড না হলে সেভ হয়ে পার না , আবার বড় কথা।
অনেক ধন্যবাদ
Right 🎉🎉🎉❤❤