চাকরির বয়সসীমা ৩৫ বছর নয় কেন? ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

Поділитися
Вставка
  • Опубліковано 7 лип 2019
  • Enjoy and stay connected with us:
    Subscribe to Jamuna Television on
    UA-cam / jamunatvbd
    Like Jamuna Television on
    Facebook
    Follow Jamuna Television on
    Twitter / jamunatv
    For More update visit www.jamuna.tv
    #Jamunatv_youtube #JamunaTV #Jamuna_news

КОМЕНТАРІ • 195

  • @user-ft8ef3mv8x
    @user-ft8ef3mv8x 18 днів тому +29

    আপনি যদি 77বছর বয়সে দেশ চালাতে পারে ন তাহলে আমরা কেন আবেদন করার সুযোগ পাবনা

    • @baal-jano
      @baal-jano 10 днів тому

      Right 👍

    • @robonic4616
      @robonic4616 8 днів тому

      Nijer joggota nai 10 hajar takar chakrir, 30 e bcs na hole 35 eo hobena, esheche prime minister ke criticise korte

  • @nazmussakib3765
    @nazmussakib3765 4 роки тому +20

    সবকিছুতে যদি পশ্চিমা বিশ্বকে অন্ধভাবে অনুসরন করা হয় তাহলে সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কেনো তাদেরকে অনুসরন করা যায় না? বয়স ৩২ করা যেতে পারে যা খুবই যৌক্তিক এবং হাজারো ছাত্রদের প্রাণের দাবি।

  • @user-dj1gz2ej8s
    @user-dj1gz2ej8s 21 день тому +11

    মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা আকুল আবেদন চাকরির বয়স সীমা ৩৫ চাই আমরা অনার্স কমপ্লিট করছি ছয় বছরে ফেল না করে আর মাস্টার্স কমপ্লিট করতে লাগছে চার বছর তাহলে অনার্স মাস্টার্স কমপ্লি ১১ বছর লাগে আমরা চাকরির জন্য কত বছর সময় পাই। মাস্টার্স শেষ হতে না হতে বয়স শেষ হয়ে গেল। 😢😢😢😢😢

  • @SBRASEL2.0
    @SBRASEL2.0 24 дні тому +17

    আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ে খবর নেন, ৩ বছরের কোর্স ৭ বছর লাগে।

  • @tanjirakter2375
    @tanjirakter2375 18 днів тому +18

    ৪বছরে কখনোই অনার্স শেষ হয়না। অনার্স শেষ করতেই ৬+বছর লাগে মাস্টার্স ২ বছর। অথচ সেখানে করোনা আমাদের ২বছর নষ্ট করেছে

  • @abirahsanrazu1583
    @abirahsanrazu1583 14 днів тому +5

    মাননীয় প্রধানমন্ত্রীকে এর আগে একটা অনুষ্ঠানে বলতে শুনেছিলাম- আমাদের দেশে কেনো নতুন কোনো গবেষক, উদ্ভাবক বা সৃষ্টিশীল স্টুডেন্ট উঠে আসছেনা উনি ঠিক বুঝতে পারছেন না। এর পেছনের কারণটা কি উনার আসলেই জানা নাই নাকি উনাকে জানানোর মতো কোনো মানুষ তার আশেপাশে নাই? একটা দেশে গবেষক তৈরী হতে গেলে অনার্স-মাস্টার্স লেভেলের স্টুডেন্টদের পর্যাপ্ত সময় দিতে হয়। কিন্তু বর্তমান বাংলাদেশের ৯৫% স্টুডেন্ট অনার্স সেকেন্ড ইয়ার থেকেই তাদের একাডেমিক পড়াশুনা বাদ দিয়ে জবের প্রিপারেশনে ব্যস্ত হয়ে পড়ে এটা ভেবে যে অনার্স-মাস্টার্স শেষে আমার হাতে আর খুব বেশী সময় থাকবেনা। ইভেন বুয়েট/কুয়েটের মতো নামি-দামি শিক্ষাপ্রতিষ্ঠানেও এখন একই প্রতিযোগিতা শুরু হয়েছে। বুয়েটের একটা প্রথম সারির মেধাবী স্টুডেন্ট যখন তার গবেষণা কার্যক্রম বাদ রেখে অনার্স সেকেন্ড ইয়ার থেকেই বিসিএসের বই গলাঃধকরণ করে প্রথম বিসিএসে এসেই ক্যাডার হয়ে যাচ্ছে, তখন ওই মুষ্টিমেয় স্টুডেন্টদের রেশিও জনগনের সামনে নিয়ে এসে কি অন্যান্য স্টুডেন্টদেরকেউ উৎসাহিত করছেন না গবেষক বা উদ্ভাবক না হতে? আমি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স শেষ করে বের হয়েছি ৭ বছরে। আমার ব্যাচের একটা স্টুডেন্টকেউ দেখি নাই যে মাস্টার্সে এসে রিসার্চ ওয়ার্ক বা থিসিস নিতে। কারণ একটাই থিসিস করতে গিয়ে যেই সময় অপচয়টা হবে সেটা তাদের চাকুরীর সময়টাকে সংকুচিত করে ফেলবে এই ভেবে ১ টা স্টুডেন্টও থিসিস নেয়নি। দেশের ৯৫% শিক্ষা প্রতিষ্ঠানের অনার্স-মাস্টার্সের একাডেমিক শিক্ষাক্রম শুধুমাত্র এই চাকুরীর বয়স সীমার ভয়ে বিকলাঙ্গ হয়ে পড়েছে। সবার পড়ার টেবিলেই অনার্স সেকেন্ড ইয়ার থেকেই একাডেমিক বইয়ের পরিবর্তে সাধারণ জ্ঞানের বইয়ে ভর্তি করা। তাহলে গবেষক, উদ্ভাবক আসবে কিভাবে দেশে। চাকুরীতে আবেদনের বয়সসীমা যদি ৩০ না হয়ে ৩৫ হতো তাহলে শিক্ষার্থীরা সময় নিয়ে তাদের একাডেমিক পড়াশুনা শেষ করে তারপরে নিজেদের পছন্দ অনুযায়ী পেশায় যেতে পারতো। এভাবে অনেক গবেষকও তৈরি হতো। চাকুরীর বয়স ৩০ হওয়াতেই সবাই ৩০ বছর পর্যন্ত অন্য কোনো বেসরকারি জবে না ঢুকে সরকারী চাকুরির পেছনে পড়ে থাকে বয়স শেষ হয়ে যাবার ভয়ে। এই বয়সটা যদি ৩৫ করা হতো তাহলে কখনোই এই লক্ষ লক্ষ মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়ে গুলা বেকার বসে ৩০ বছর পর্যন্ত চাকুরী খুঁজতোনা। হাতে যদি পর্যাপ্ত সময় পেতো তাহলে পার্ট টাইম বা ফুলটাইম অন্য কোনো পেশার পাশাপাশি তারা ধীরেসুস্থে পড়াশোনা করে প্রস্তুতি নিতে পারতো, সাথে একটা এক্সপেরিয়েন্সও গ্যাদার করতে পারতো। চাকুরীর বয়স ৩৫ করাতে যদি বাকি ১৬২ টা দেশ ধ্বংস না হয়ে যেতে পারে, তাহলে বাংলাদেশও কখনোই ধ্বংস হবেনা। এই সিম্পল বিষয়টা কেনো দেশের নীতিনির্ধারকদের মাথায় ঢুকেনা একমাত্র আল্লাহ আর তারাই ভালো জানেন।

    • @robonic4616
      @robonic4616 8 днів тому

      এখনই এভারেজ একজন গ্রেজুয়েট ছাত্র ৪-৫ বছর খরচ করে বিসিএস পাশ করার জন্য, যারা আসলেই যোগ্য আর মেধাবী তারা ২ বছরেই আসলে চাকরি পেয়ে যায় ভাগ্য খুব একটা খারাপ না হলে। ৩০ থেকে ৩৫ করা মানে, কিছু মানুষ ১০ বছর পর্যন্ত চাকরির পিছনে ছুটবে, এতে ২ টা ঘটনা ঘটবে - যাদের আসলে ভাগ্য অনেক খারাপ হয়তো মাঝারি মেধা কিন্তু দুর্ভাগ্য বসত চাকরি হয়নি, তারা হতাশা গ্রস্ত হয়ে আত্মহত্যার মত পথ বেছে নিবে, অন্যদিকে আরেক অযোগ্য দল যারা ভাগ্য গুনে ৭ম অথবা ৮ম বছরে পাশ করবে - এদের মূল লক্ষই থাকবে দুর্নীতি করে নিজের পকেট ফুলানো যেটা ৭-৮ বছরে পারেনি। যারা আমেরিকার এক্সাম্পল দিচ্ছে তারা আহাম্মক ছাড়া কিছুইনা, আমেরিকা তে সরকারি চাকরি কে অনেক ছোট চোখে দেখা হয়, কোনো এম্বিশাস মানুষ আমেরিকা তে সরকারি চাকরি তে যায়না, কারণ প্রাইভেট সেক্টর এর তুলনায় বেতন ভাতা অনেক কম। তাই, সরকার বাধ্য হয়েই এরকম রিলাক্সেশন করে। বাংলাদেশে সরকারি চাকরি যারা করতে চায় - তাদের মধ্যে ৩০-৪০% এর মনে থাকে চুরি করার ধান্দা, ৩৫ করলে শুধু চোরের দল আরো একটু ভারী হবে এই তো। আসল যোগ্যতা থাকলে ১০ বছরে প্রাইভেট সেক্টরে বেতন ১ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পৌঁছে যাবে, যেই সেক্টর এই হউক না কেন।

    • @robonic4616
      @robonic4616 8 днів тому

      stupid logic, 35 korle ekhon jei 4-5 years noshto kortese jeshob mediocore students, oita 10 years korbe. gobeshona korte gele BCS er preparation ke nibe? dumb logic. borong parle 30 theke 27 kora uchit ager moto, tahole jara mediocore low quality student jader main target corruption kora ora agei bad pore onno cinta korbe

  • @swingbd3418
    @swingbd3418 19 днів тому +5

    ১৮ বছর বয়সে HSC কিন্ত Honours শেষ করতে ৭ বছর লাগে NU তে মাস্টার্স শেষ করতে আরও ২ বছর

  • @monisOdyssey
    @monisOdyssey 5 місяців тому +8

    ২৩ বছর পার হয়ে গেলো ডিগ্রি ৩য় বর্ষে পা দিলাম।কথায় আর কাজে মিল নাই

  • @sharminakter-zq2lz
    @sharminakter-zq2lz Рік тому +8

    শুধু প্রাইমারি, হাই স্কুল ও কলেজে বড় বিজ্ঞপ্তি আসে। এ ছাড়া অন‍্য সকল সেক্টরে বিজ্ঞপ্তি আসে খুবই ছোট। প্রধানমন্ত্রী যে হিসাব দিয়েছেন যে অনার্স শেষ করার পরেও ৬-৭ বছর সময় থাকে আমি প্রধানমন্ত্রীকে বলব প্রাইমারি, হাই স্কুল ও কলেজে এই ৬-৭ বছরে কতটি বিজ্ঞপ্তি দিয়ে থাকেন। একটি নিবন্ধন সমপন্ন করতে যদি ৩-৪ বছর সময় লাগে। এরপর গণবিজ্ঞপ্তি। প্রাইমারিতেও ঠিক তদ্রুপ। ২-৩ বছর এমনকি ৪ বছর পরপর যদি বিজ্ঞপ্তি দেওয়া হয় তা হলে ৬-৭ বছরে কতটি বিজ্ঞপ্তি আসে প্রাধানমন্ত্রীর কাছে প্রশ্ন রইল। আসা করি সব দিক বিবেচনা করে আমাদের ৩৫ বাস্তবায়ন করবেন।

  • @royalbengal3432
    @royalbengal3432 9 місяців тому +9

    আমরা চাকরি চাইনি চেয়েছি নিজেদের প্রমান করার সুযোগ। এই বিপুল পরিমান যুবকদের স্বপ্ন শেষ করাটা কতটা যৌক্তিক? বেসরকারি ক্ষেত্রে ৩০ বছর আবেদনের বয়সসীমা শেষ তাহলে বেকার জনগোষ্ঠী কোথায় যাবে?

  • @aminulislam-yu2yp
    @aminulislam-yu2yp 17 днів тому +4

    মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্ববিদ্যালয় গুলো তে যথেষ্ট পরিমাণে সেশন জট বিদ্যমান।

  • @ismailhossain-tq3sl
    @ismailhossain-tq3sl 17 днів тому +5

    আপনি যে হিসাব দিলেন তা মেধাবী ছাত্রদের হিসাব, কারণ যত বয়স জীবন থেকে চলে যাবে ততই জীবনে হতাসা কাজ করবে আর তখন যত সময় চলে যকবে ততই পিছিয়ে যাবে কারন, সময়ের সাথে সাথে জীবনের হতাসা কাজ করতে শুরু করে দেই, আর যারা কম মেধাবী তারা কি চাকুরীর অভাবে তিলে তিলে শেষ হয়ে যাবে, তবে কি যারা মেধাবি না তারা কি একটু সুযোগ দিয়া হবে না কি

  • @user-bc6km2yn2e
    @user-bc6km2yn2e 12 днів тому +2

    রাজনীতি থেকে অবসরের বয়স সীমা কত??

  • @mahfuzrana6222
    @mahfuzrana6222 16 днів тому +2

    কিন্তু করোনায় ত ২ থেকে ৩ বছর লস হয়েছে। তাদের কি হবে

  • @kamrulislam5498
    @kamrulislam5498 3 роки тому +5

    ম্যাডাম, আপনি আমার একজন রোল মডেল এ. কিন্তু কিছু ভাইটাল পয়েন্ট গুলোতে আমি সহমত হতে পারলাম না, কারণ মানব জীবনে ভাগ্য নামেও একটা পরিক্রমা থাকে, কিছু কিছু আশাবাদী সৃজনশীল গুনের ভালো ছাত্ররাও অনেকে এর উর্ধে নয়.

  • @user-rb2jy3oc8p
    @user-rb2jy3oc8p 8 місяців тому +10

    আপনার তো ৭৬ আপনি দয়া করে চলে যান।

  • @farukhossain8526
    @farukhossain8526 9 днів тому +1

    বিশ্বের সব দেশেই ৩৫ বছর ৪০ বছর সরকারি চাকরির বয়স থাকে আর আমাদের বাংলাদেশে ৩০ বছর কেন যুগের সাথে তাল মিলিয়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের নাগরিক কামরাও চলছে চলতে চাই আমরাও চলতে চাই

  • @anowakhossainmridhaanowakh9531
    @anowakhossainmridhaanowakh9531 7 місяців тому +5

    আপনে এত জ্ঞানী হলে আপনার চাকরী হয়নি কেন মেডাম❤

  • @ismilhossain6362
    @ismilhossain6362 4 роки тому +12

    অাপনে পিএসসি কে বলে দিন,, এক বছরের মধ্যে পরীক্ষা ও ফলাফল দিয়ে দিতে।এক বিসিএস সম্পূর্ণ করতে লাগে ২.৫-৩ বছর।

  • @mdmethu5851
    @mdmethu5851 4 роки тому +9

    অযৌক্তিক ব্যাখ্যা জাতি আপনার মুখ থেকে জানতে চায়নি।হায়রে প্রধান-মন্ত্রী।

  • @abdullah-al-omar2123
    @abdullah-al-omar2123 19 днів тому +2

    মাননীয় প্রধানমন্ত্রী আপনি ৮০ বছর বয়সে কেমন করে এনার্জি পান। বেশ তো ঠিকই চালাচ্ছেন।

  • @falgunibaral3976
    @falgunibaral3976 6 днів тому

    প্রাইভেট সেক্টরে কাজ করে অভিজ্ঞতার প্রয়োজন পরে, বিশেষ করে ইন্জিনিয়ারদের। শুধু বই পরে মুখস্থ জ্ঞান নিয়ে সরকারি পাওয়া যায় না। তাই সময়ের প্রয়োজেন, ৩৫ বছর হওয়া টা খুবই গুরুত্বপূর্ণ।

  • @RofikulAli-ne5sy
    @RofikulAli-ne5sy 13 днів тому +1

    আপনার যুক্তি মানিনা

  • @mdrejaulmiamdrejaulmia4553
    @mdrejaulmiamdrejaulmia4553 16 днів тому +1

    আপনি একাই সব বুঝেন জনগণের কথা আপনার কাছে কোন মূল্য নেই।

  • @MELON-tn7gc
    @MELON-tn7gc 19 днів тому +2

    বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গোজামিল!!!!!!!
    এ হিসাব গুলো প্রকৃতির সাথে অসঙ্গতি।।
    দেশের গড় আয়ু কত???

  • @tasnimrimi5663
    @tasnimrimi5663 19 днів тому +2

    ৩৫ ই রাখেন। এইটাই আকুল আবেদন 🙏

  • @MARUF_____
    @MARUF_____ 17 днів тому +1

    23-25 yrs e koyjon participate Kore r 30 yrs e koyjon participate Kore ?

  • @tamannaaktertoha7107
    @tamannaaktertoha7107 17 днів тому +1

    মাননীয় প্রধানমন্ত্রী,
    নিজেই যদি একতরফা সব বলে যান,,,,,
    উত্তরটা নিলেন কার থেকে?
    লাখ লাখ ভুক্তভোগীদের কাছে এগুলোর আসল উত্তর / চিত্র না জেনে,

  • @dulalhossain1472
    @dulalhossain1472 15 днів тому +1

    তাহলে তোরা বুড়ো বয়সে এতো এনার্জি কোথায় পাচ্ছিস। তোরা দেশ চালাস কিভাবে? আর সবাই কি বিসিএস পাশ হবে? যত ফালতু কথা

  • @mohammadshetu7018
    @mohammadshetu7018 11 місяців тому +2

    ৭কলেজের দিকে তাকান
    বাঙলা কলেজ করুন
    চাকরিতে ৩৫ চাই

  • @MUKTERHossain-by6zt
    @MUKTERHossain-by6zt 16 днів тому

    ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বক্তব্য রাখার অনেক সুন্দর পরে আর বক্তব্য

  • @user-le1ww5pw7g
    @user-le1ww5pw7g 16 днів тому +1

    প্রধানমন্ত্রী থাকা যাবে কত বছর পযন্ত??

  • @syedhasan6389
    @syedhasan6389 14 днів тому +1

    আমার ভংয়ের কথা বলতে আসছে

  • @MD.Mokammelhossain-zh2df
    @MD.Mokammelhossain-zh2df 6 днів тому

    মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন দেশমাতৃকার মুক্তির অপেক্ষায় আমি আপনার কাছে একটা বিনয়ের সাথে অনুরোধ করছি বেকারত্ব দূর করতে মানবিক সাহায্য একান্ত প্রয়োজন। আপনার দেয়া তথ্য সঠিক কিন্তু এভাবে মাস্টার্স ডিগ্রি অর্জন করতে পারে না।

  • @nandodulal5855
    @nandodulal5855 13 днів тому

    শিক্ষাব্যবস্থা সেশন জোট মুক্ত করা প্রয়োজন ‌

  • @mdsajjad1486
    @mdsajjad1486 16 днів тому +1

    আপনি ৭৭ বছর বয়সে দেশ‌ চালোনোর এত এনার্জি কোথায় পান

  • @ronno246
    @ronno246 3 дні тому

    আহারে সোনা সেশন জট এর কথা তো কইলা না

  • @MoslehMosleh-dn4fc
    @MoslehMosleh-dn4fc 2 місяці тому

    Thans

  • @user-oh3up4ks5e
    @user-oh3up4ks5e 19 днів тому +1

    সেটা কি আপনার দেখার বিষয়।
    শিখ্যা মৌলিক অধিকার ,তাই আপনাররা আমাদের অধিকার কেড়ে নিবেন কেনো।
    বেশী বয়সে exam দিলে আপনাদের সমস্যা কি্?
    আর করোনারি কথা ত জানেন

  • @MehediHasan-nw2gu
    @MehediHasan-nw2gu 11 днів тому

    আপনার যুগে এগুলি হতো এখন আর হয় না। পড়াশোনা শেষ করতে ২৮-২৯ বছর বয়স হয়ে যায়।

  • @zulkar724
    @zulkar724 День тому

    চলেন, চাকরিতে প্রবাশের বয়সসীমা বাড়ানোর জন্য বড় বড় আন্দোলন শুরু করি।

  • @omorusman2887
    @omorusman2887 Рік тому +4

    চাকরির বয়স ৩৫চাই

  • @mdmozammelrifat
    @mdmozammelrifat 11 днів тому

    মাননীয় এমপি, জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স করতে অধিকাংশ ছেলে মেয়েদের ২৮ বছর পেরিয়ে যায়।

  • @user-zk9fx2mi4w
    @user-zk9fx2mi4w 15 днів тому

    ৩৫ চাই,,, আপনি চিনতা করেন এমে পাশ করে কি করবে আপনি সুযোগ করে দেন আর কত অবহেলা করবেন,,

  • @shibbiralam1032
    @shibbiralam1032 3 дні тому

    কথায় কাজে মিল নেই, আমার মাস্টার্স করতে ২০১৯/২০২০ সেশন শেষ হলো ২০২৩ আগস্টে মাসে। কত বছর হলো

  • @mostsoniafashion206
    @mostsoniafashion206 13 днів тому

    আর সেশন জট কে বলবে?

  • @sarkarshamim2754
    @sarkarshamim2754 11 днів тому

    মন্ত্রী পরিষদে সবগুলা মন্ত্রী ২৫ বছরের নিয়োগ চাই।দেখি কত এনার্জি দিয়া দেশ চালায়

  • @user-ec3iw1jk4b
    @user-ec3iw1jk4b 13 днів тому +1

    35 kora chara movement bondo korbe na .

  • @DONDON-ut9lm
    @DONDON-ut9lm 4 роки тому +3

    এইরকম সিদ্ধান্ত নেয়ায় প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।

  • @user-bp3yf4zq8p
    @user-bp3yf4zq8p 4 роки тому +3

    bcs er result dite 2 years kn lagbe???????

  • @AojoyshamSham
    @AojoyshamSham 14 днів тому

    যারা ডিপ্লোমা করে ওদের চিন্তা করতেছেন না কেন ম্যাডাম এমনিতে 10 বছর চলে যায় অন্য কাজ কাম করতে এক বছরে এডমিশন তো এমনিতেই সময় চলে যায়

  • @abdullahal-amin1464
    @abdullahal-amin1464 4 роки тому +3

    Pora sesh kortei 26,27 bosor lage.family r ghani tante hoy.tarpor ar thake koek mash

  • @modinacomputers9791
    @modinacomputers9791 3 роки тому +1

    ডিগ্রী 2006-2007 শিক্ষাবর্ষের ১ম বর্ষের পরীক্ষা হয়েছিল 2009 সালে এখন হিসাব করেন

  • @user-sm6dx6lw5e
    @user-sm6dx6lw5e 11 днів тому

    আপনার ব্যাখ্যা টা শুনে খুশি হতে পারলাম না।

  • @user-he2kd3dc9q
    @user-he2kd3dc9q 16 днів тому

    আমাদের সময়ে 5 বছর লাগছে।কোরোনায় 2 বছর চোলে গেছে।তাহোলে আপনি ই বলেন আমার সুজোগ কোথায়।জব এর পরিক্ষা দিতেনাদিতে ই শেষ।

  • @fojlerabbiprintingpress6526
    @fojlerabbiprintingpress6526 16 днів тому

    ম্যাডাম এটা একজন শিক্ষার্থীর জীবনের বিষয় এখানে অন্য কিছু মিন করে না তাই বর্তমান সময়ের পেক্ষাপটে আপনি 35 করে তাদেরকে আবেদন করার সুযোগ দিন চাকরি তো পরের বিষয়

  • @saddamhosen7475
    @saddamhosen7475 16 днів тому

    শেখ হাসিনা আপনাকে অনেক ভালো বাসি, আপনি বাবা হারা মা হারা, আমাদের ভালো বাসায় আপনি সব কিছু হারিয়ে ও বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন থাকবেন। কিন্তু আমার বাবা মা সবাই আছে কিন্তু আমি বেকার অধিদপ্তরের সচিব বাবা কৃষি কাজ করে, আপনি বললেন অনার্স মাস্টার্স করতে ২৪ বছর লাগে, আপনার কথা মত অনেক অনার্স মাস্টার্স শেষ হয় না। তাতে তো ২৭ ২৮ পার হয়ে যায়।এতে ক্ষতি গ্রস্ত হয় মধ্যে বিত্ত অসহায় গরীর মেধাবী শিক্ষার্থীরা কারন তাঁরা পারে না ঘুষ দিয়ে চাকরি নিতে, পারে না টাকার অভাবে চাকরির প্রতিযোগিতায় টিকতে, তাই চাকরির বয়স সিমা ৩৫ চাই, জাতির জনক বঙ্গবন্ধু হলে চাকরির বয়স সিমা ৩৫ হবে, জনগণকে কস্ট দিয়ে কেউ জাতির জনক হতে পারে না। চাকরির বয়স সিমা ৩৫ চাই ১ কোটি বার।ইনশাআল্লাহ

  • @KGMTVV
    @KGMTVV 16 днів тому

    আমার বয়স ২৬ মাস্টার্স শেষ হয় নি,
    আর ২৩ বছর বয়স এ শেষ হয় কেমন করে

  • @rsayaan7863
    @rsayaan7863 4 роки тому +4

    পরিক্ষার ফল প্রকাশ নিয়ে জটিলতা, নাটকীয়তা ও ২/৩ বছর পর ফল প্রকাশ এইসব নিয়ে কেউ কোন কথা বললো না,প্রশ্ন ও করলো না!!!

  • @Lifestory580
    @Lifestory580 2 місяці тому

    ❤❤❤
    🙏🙏🙏🙏

  • @ashiqurrahman7972
    @ashiqurrahman7972 4 роки тому +4

    32

  • @anowakhossainmridhaanowakh9531
    @anowakhossainmridhaanowakh9531 7 місяців тому +1

    জনগন আপনাকে দয়া করে চাকরী দিয়েছে মেডাম

  • @MdRasel-lk4sf
    @MdRasel-lk4sf 2 місяці тому +2

    মা,মনি,ভোটের,সময়তো,কই,কেউ,বলেনা,আপনার,বয়স,৫০,ভোট,লাগবেনা

  • @SahrifulIslam-jw2ep
    @SahrifulIslam-jw2ep 2 місяці тому

    ok

  • @baal-jano
    @baal-jano 10 днів тому

    আপনিও আপনার মন্ত্রীরা বুড়া, সরকারি প্রতিষ্ঠানে প্রতিটি কর্মচারী বুড়া, ওদেরকে কেনো চাকরিতে রাখছেন?

  • @emdadhossain3657
    @emdadhossain3657 17 днів тому

    মাননীয় মন্ত্রী যে হিসাব দিচ্ছেন,,সেইটা কাগজে কলমে লেখা,,কিন্ত বাস্তবতায় অনেক অমিল।জাতীয় বিশব্বিদ্যালয় থেকে মাস্টার্স পাস করে বের হয় সেই হিসাব কারো কাজ থেকে নিয়েন।এইনিয়ে একটা গণশুনানি করুন,,,

  • @shanhkarimondal6290
    @shanhkarimondal6290 13 днів тому

    ২৬/২৭ বছরে অনার্স মাস্টার শেষ হয় ২৩ বছরে শেষ হয় না এতে ৩৫ করা যায় চাকরির বয়স

  • @robonic4616
    @robonic4616 8 днів тому

    এখনই এভারেজ একজন গ্রেজুয়েট ছাত্র ৪-৫ বছর খরচ করে বিসিএস পাশ করার জন্য, যারা আসলেই যোগ্য আর মেধাবী তারা ২ বছরেই আসলে চাকরি পেয়ে যায় ভাগ্য খুব একটা খারাপ না হলে। ৩০ থেকে ৩৫ করা মানে, কিছু মানুষ ১০ বছর পর্যন্ত চাকরির পিছনে ছুটবে, এতে ২ টা ঘটনা ঘটবে - যাদের আসলে ভাগ্য অনেক খারাপ হয়তো মাঝারি মেধা কিন্তু দুর্ভাগ্য বসত চাকরি হয়নি, তারা হতাশা গ্রস্ত হয়ে আত্মহত্যার মত পথ বেছে নিবে, অন্যদিকে আরেক অযোগ্য দল যারা ভাগ্য গুনে ৭ম অথবা ৮ম বছরে পাশ করবে - এদের মূল লক্ষই থাকবে দুর্নীতি করে নিজের পকেট ফুলানো যেটা ৭-৮ বছরে পারেনি। যারা আমেরিকার এক্সাম্পল দিচ্ছে তারা আহাম্মক ছাড়া কিছুইনা, আমেরিকা তে সরকারি চাকরি কে অনেক ছোট চোখে দেখা হয়, কোনো এম্বিশাস মানুষ আমেরিকা তে সরকারি চাকরি তে যায়না, কারণ প্রাইভেট সেক্টর এর তুলনায় বেতন ভাতা অনেক কম। তাই, সরকার বাধ্য হয়েই এরকম রিলাক্সেশন করে। বাংলাদেশে সরকারি চাকরি যারা করতে চায় - তাদের মধ্যে ৩০-৪০% এর মনে থাকে চুরি করার ধান্দা, ৩৫ করলে শুধু চোরের দল আরো একটু ভারী হবে এই তো। আসল যোগ্যতা থাকলে ১০ বছরে প্রাইভেট সেক্টরে বেতন ১ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পৌঁছে যাবে, যেই সেক্টর এই হউক না কেন।

  • @meghamitra8964
    @meghamitra8964 13 днів тому +1

    35 chi

  • @shaikhsabbirhossain9446
    @shaikhsabbirhossain9446 4 роки тому

    শিক্ষা+ নতুন কর্মক্ষেত্র সৃষ্টির জন্য বাজেট বরাদ্দ হোচ্ছে না কেন??? শুধু যেখানে_____ সেখানেই কেন ঢালা হোচ্ছে

  • @Jahidhasan-qu2ei
    @Jahidhasan-qu2ei 4 роки тому +2

    কোথায় যুক্তি আছে bt সামনে পিছনে সব বুড়ো মানুষ বসে আছে lll
    বয়স 27 করলেও pblm নাই bt কর্ম করার জায়গা থাকতে হবে যা আপনারা দিতে পারেন নাই

  • @Shakilasharmin-zc4um
    @Shakilasharmin-zc4um 2 місяці тому

    জদি সময় না থাকার কথা বলা হয় তাহলে সবার জনন্য এক চিননা করা উচিত।

  • @abdullah-al-omar2123
    @abdullah-al-omar2123 19 днів тому

    জোর করে ভোট না করলে আন্দোলনকে একবার দেখে দিতাম।প্রত্যেকটা ব্যালট কোথায় পড়তো বুঝতে পারতিস।

  • @user-dh4cc4we3d
    @user-dh4cc4we3d 22 дні тому

    ওকে

  • @jannatakter2740
    @jannatakter2740 19 днів тому +1

    ৩৫ চাই

  • @user-hc2qz3cz2r
    @user-hc2qz3cz2r 16 днів тому

    মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অর্নাস ৪ বছরের কোর্স ৬/৭ বছরে শেষ হয়,

  • @htimam2103
    @htimam2103 17 днів тому

    Estehar e kintu dicilo

  • @osishdevosishdev3022
    @osishdevosishdev3022 24 дні тому

    Dinajpur

  • @MdZunayed-le2fs
    @MdZunayed-le2fs 15 днів тому

    প্রধানমন্ত্রীকে আজ খুব সুন্দর লাগছে।😊

  • @SamimSk-xc1km
    @SamimSk-xc1km 13 днів тому

    মেয়ে মড়লি তে যেমন সংসার শেষ, তেমনি মেয়ে মোড়লে দেশটা শেষ ll
    এর বিয়ে দিয়ে ভাই ইন্ডিয়াতে বউ করে পাঠিয়ে দিয়েন তবে দেশটা ঠিক থাকবে।।।😢😢😢

  • @sazib52
    @sazib52 26 днів тому

    আমাদের করোনার জন্য অনার্স শেষ করতে ২৬ বছর লেগেছে এই তিনটে বছর কে দেবে

  • @saimonhossain8131
    @saimonhossain8131 16 днів тому

    Kota alader 32 ditty problem nai sob problem hossea non kota alader,,

  • @MehediHasan-cj2kw
    @MehediHasan-cj2kw 4 роки тому +1

    ৩০ শ বছর করে দেওয়া হোক

  • @marufhossain640
    @marufhossain640 19 днів тому

    Madam porikkha ki somoi moto hoi

  • @mrshalimaakter3632
    @mrshalimaakter3632 16 днів тому

    কোন ভার্সিটিতে ৪ বছরে অনার্স শেষ হয়?

  • @najimbinjahid
    @najimbinjahid 23 дні тому

    মাননীয় প্রধানমন্ত্রীকে পিএসসি’র চেয়ারম্যান যে ব্যাখ্যা দিয়েছে তা অযৌক্তিক, সবাই তো আর ২৩/২৪ বছরের মধ্যে পড়াশোনা শেষ করতে পারে না, অনেকেরই বিভিন্ন কারনে ২৭/২৮ বছর লেগে যায়, তারা কি করবে তাহলে? তারা কি আবার নতুন করে স্বপ্ন দেখতে পারে না?
    এটা এক প্রকার বৈষম্য, যা কখনো কাম্য নয়

  • @user-sf2jm4ob6t
    @user-sf2jm4ob6t 13 днів тому

    4 bosor a honours hoy na

  • @arminakter8443
    @arminakter8443 14 днів тому

    করোনার জন্য যে ২ বছর লস হইছে সে ২ বছরটা বাড়ান

  • @user-jd7qq2zh2v
    @user-jd7qq2zh2v 11 днів тому

    মাস্টার্স ২০২১ সালের পরিক্ষা ২০২৪ এ অনুষ্ঠিত হয়েছে এতে বুঝে নেন

  • @HappyBarnOwl-wf3rs
    @HappyBarnOwl-wf3rs Місяць тому

    যদি ডিগ্রি করে তাহলে বয়স ৩০ বছর হয়ে যায়। চাকরির পরীক্ষা দেওয়ার জন্য বয়স থাকে না।

  • @joydebchandro616
    @joydebchandro616 16 днів тому

    ধন্যবাদ আপনাকে তবে আমার মনে হয় 40 41 42 43 44 45 46 আপনি এই পরীক্ষার ফলাফলগুলো আমাদেরকে দেন কত পার্সেন্ট সেটা জনসম্মুখে বলেন অথবা আমাদেরকে দেন আমরা দেখি

  • @shyansaha2849
    @shyansaha2849 22 дні тому

    মাননীয় প্রধানমন্ত্রী ২০০৩ - ২০০৪ সেশন এ Honars & Masters শেষ হয়েছে ২০১২ সালে

  • @RahelaElu-gi8on
    @RahelaElu-gi8on 2 місяці тому

    একটা মেয়ে মাস্টার্স শেষ করে বিয়ে করে বাচ্চা মানুষ করতে করতে ৩০ বছর শেষ।এর মাঝ খান দিয়ে চাকুরীর প্রিপারেশন নেয়াটা খুবই ডিফিকাল্ট।

  • @tanhatanha-mh2yu
    @tanhatanha-mh2yu 25 днів тому

    মাননীয় প্রধানমন্ত্রীর দয়া করে চাকরির বয়স ৩৫বছর করে দেন

  • @htimam2103
    @htimam2103 18 днів тому

    Ki bolle!
    PM naki jonogon nia vabenki vaben
    Koto koti taka budget lagbe r jonno
    Amr Mon hoye ei pm bese takte 45 hobe na Pon korce

  • @MDSHAKILMEAH
    @MDSHAKILMEAH 19 днів тому

    জয় বাংলা জয় শেখ হাসিনা এগিয়েচল সারা বাংলা সাতে আছে

  • @labonysarkar5223
    @labonysarkar5223 11 днів тому

    তিনি কি ৩০ বছরের মধ্যে এমপি হইছিলেন

  • @alaminsheikh9130
    @alaminsheikh9130 2 роки тому

    দপ্তরি কাম প্রহরীদের চাকরি জাতীয় করন চাই।

  • @ziarahaman830
    @ziarahaman830 10 годин тому

    Ludicrous 😅

  • @Rokis5982
    @Rokis5982 17 днів тому

    সাংবাদিক ভাইয়ের কাছে অনুরোধ রইল লাইভে আলোচনা করেন ২০১৯ সালে শুরু ২০২৩ সালে শেষ হওয়ার কথা কিন্তু করোনা ভাইরাসের কারনে যে ২০২৫ সালেও তাদের ডিগ্রি শেষ হলো না এদের ভিতর বেশি ভাগ পরিক্ষার্থী বয়সসীমা ২৭-২৮ প্লাস হয়েছে। তাদের চাকরি বয়সসীমা কত থাকবে। আমরা আসলে বুঝিনা প্রতি বছরের পরিক্ষা যদি বছরে শেষ না হয়। তাহলে তো চাকরির বয়স কমে যাবে। এটা সরকারের বুঝা উচিৎ। তাদের জন্য চাকরির বয়সসীমা বাড়িয়ে দেওয়া উচিত