КОМЕНТАРІ •

  • @DWKhaledMuhiuddinJanteChay
    @DWKhaledMuhiuddinJanteChay 2 місяці тому +147

    প্রিয় দর্শক, তিনবারের বেশি বিসিএস পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেয়া উচিত নয় বলে মনে করেন সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান৷ বিষয়টি আপনি কীভাবে দেখছেন?

    • @tufayelahamed9391
      @tufayelahamed9391 2 місяці тому +48

      বয়স ৩৫ করা হোক। বিসিএস, প্রশাসনের ক্ষেত্রে ৩০ ফিক্সড থাকুক, অন্যান্য চাকরির ক্ষেত্রে ৩৫।

    • @ibrahimkhalil2961
      @ibrahimkhalil2961 2 місяці тому +8

      ৩০ ই যথেষ্ট, একমত

    • @sumaiyatripty2044
      @sumaiyatripty2044 2 місяці тому

      বিসিএস একটা চাকরি। নজরুল স্যার হয়তো ভুলে গেছেন।এটা কোন ভার্সিটির ভর্তি পরীক্ষা না।নজরুল স্যার চোখা হচ্ছে এন্ট্রপি বাড়ে। উনি নিডো খেলে আমরাও মায়ের দুধ খেয়েছি।উনি নিজেকে বয়স বাড়লেও অথর্ব ভাবেন না।অথচ অন্যদের বয়স বাড়লে অথর্ব ভাবছেন।উনার চিকিৎসা দরকার।উনার সন্তানরা কোথায় পড়াশোনা করছে জানতে ইচ্ছা করছে।

    • @typewritter2069
      @typewritter2069 2 місяці тому +21

      ইন্ডিয়া এর মত করে দিক।৩৬ পর্যন্ত বয়সের সময়সীমা।সর্বোচ্চ ৬ বার wbcs/ips এ বসতে পারবে।যে বার প্রিপারেশন ভাল থাকবে সেই বারগুলাতে এক্সামে বসবে।।।।✌️✌️

    • @rayhanislam9713
      @rayhanislam9713 2 місяці тому +8

      সচেতন ভাবে দ্বিমত পোষণ করছি

  • @mahedihasan1567
    @mahedihasan1567 2 місяці тому +253

    সাবেক শিক্ষা সচিবের কথার বলার ধরন, যুক্তি ও উদাহরণ দেওয়া এসব দেখে মনে হয় কেন দেশের এই অবস্থা! ওনার মত কিছু সার্টিফিকেটধারী পাঠার জন্য দেশের এই করুন অবস্থা!

    • @chetona7143
      @chetona7143 2 місяці тому

      ওনাদের আমলে ডেকে ডেকে চাকরি দেয়া হতো।উনি তো আর হাল আমলের গরম ডিমের তাপ অনুভব করেন নিয়ে;তাই বেকারদের নিয়ে ফান করেন।

    • @morethan5284
      @morethan5284 2 місяці тому +3

      ট্রাফিকের উদাহরণটায় সেই মজা পাইছি 😂😂😂
      উল্লুক কোথাকার
      কথায় কথায় শুধু পুলিশ প্রশাসন
      সেখানে গায়ের শক্তি প্রাধান্য পাবে সেখানে বয়স ২৫ ই যথেষ্ট। কিন্তু যেখানে মেধা যাচাইয়ের মাধ্যমে নিয়োগ হয় সেখানে ৩৫ হোক

    • @tamzidahmed2352
      @tamzidahmed2352 2 місяці тому +1

      নজরুল ইসলাম খানের ব্যাপক যোগ্যতার নমুনা- ua-cam.com/video/2-VQogJhdCU/v-deo.html

    • @sarkarmuhammod
      @sarkarmuhammod 2 місяці тому

      ঠিক ভাই

    • @mstsharminakterripa2657
      @mstsharminakterripa2657 2 місяці тому

      এই বলে শিক্ষা সচিবের, কথার ছিরি, ফালতু লোক, এইবার বোঝা যাচ্ছে এসব চামচা মার্কা লোকের জন্যই এই বিষয়টা ঝুলে আছে।

  • @mustafakamal327
    @mustafakamal327 2 місяці тому +145

    মাসুদ কামাল স্যারকে ধন্যবাদ খুব সুন্দর ভাবে ৩৫ পক্ষে যুক্তি উপস্থাপন করার জন্য।

    • @nurzannat8766
      @nurzannat8766 Місяць тому

      ALLAH sir ke nek hayat dan korun amin🤲🤲🤲

  • @rdrik6614
    @rdrik6614 Місяць тому +17

    মাসুদ কামাল স্যার আপনি আমাদের যুব সমাজের একজন প্রতিনিধি হিসেবে আমাদের কথা গুলো তুলে ধরার জন্য ধন্যবাদ

  • @intheshadeofdeshimusiccult6058
    @intheshadeofdeshimusiccult6058 2 місяці тому +38

    আমি Ph.D ও Post Doc করার পর ৪০ বছর বয়সে আমেরিকার ফেডারেল গভারমেন্ট এ চাকুরিতে (বাংলাদেশের বি. সি. এস টাইপ) ঢুকেছিলাম এবং গত ১০-১১ বছর ধরে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছি। বাংলাদেশ হলে এটা সম্ভব হত না। আমিরকায় গভারমেন্ট চাকুরিতে ঢোকার কোন বয়স সীমা নেই। এই সিস্টেমে উপযুক্ত ও অভিজ্ঞ লোকরা যে কোন বয়সে সরকারী চাকুরিতে ঢুকতে পারে যেটা অসাধারন। বাংলাদেশে সরকারী চাকুরিতে ঢোকার বয়সসীমা তুলে নেয়া উচিত। বিশ্ববিদ্যালয়ে ভর্তির বয়স সীমাও তুলে নেয়া উচিত।

    • @riponmediapoints3774
      @riponmediapoints3774 Місяць тому

      সঠিক কথা

    • @zakia2372
      @zakia2372 Місяць тому +3

      ভাই আপনার এই কমেন্ট এর কথা আজকে মাসুদ কামাল স্যার তার ইউটিউব চ্যানেল 'কথা' তে বলল।অনেক ধন্যবাদ ভাই❤

    • @intheshadeofdeshimusiccult6058
      @intheshadeofdeshimusiccult6058 Місяць тому

      @@zakia2372 Thanks! Could you please send me link of the ‘Talk’ of Dr. Masud Kamal

    • @intheshadeofdeshimusiccult6058
      @intheshadeofdeshimusiccult6058 Місяць тому

      @@zakia2372 Thanks for letting me know! I am glad that it drew his attention. Special thanks to Dr. Masud Kamal.

    • @asmm.hassan
      @asmm.hassan Місяць тому

      কোথায় ইন্দিরা গান্ধী কোথায় কলার কান্দি

  • @MahadiHasan-lw1hk
    @MahadiHasan-lw1hk 2 місяці тому +74

    উনি অবসরের পর উদ্যোক্তা হয়েছেন। অথচ উনি সাধারণ ছাত্র-ছাত্রীদের উদ্যোক্তা হওয়াকে স্বাভাবিক মনে করছেন যা এ দেশের প্রেক্ষাপটে প্রায় অসম্ভব।

    • @Satyagazipur8191
      @Satyagazipur8191 2 місяці тому +7

      বড় পদে যাওয়ার পর পিছনের কথা ভূলে যায়। এরা জ্ঞান পাপী।

    • @bengachi2212
      @bengachi2212 2 місяці тому

      জ্ঞান পাপী হওয়ার মত জ্ঞান ওর আছে? কথা শুনে জ্ঞানী মনে হল? বই পড়া আর বই থেকে জ্ঞান নেওয়া এক জিনিস নয়।​@@Satyagazipur8191

  • @hasanbinkamal6246
    @hasanbinkamal6246 2 місяці тому +143

    সাবেক সচিবের কথা খুবই ইলোজিকাল । উনি কিসের সাথে কি তুলনা করতেছেন উনি নিজেই বুঝতেছেন না। তার কথা বার্তা খুবই হাস্যকর ।ফুল অফ বুলশিট।

    • @ainulhaque9701
      @ainulhaque9701 2 місяці тому +1

      বয়োবৃদ্ধ মানুষ লাগামছাড়া কথা বলতেই পারে

    • @tamzidahmed2352
      @tamzidahmed2352 2 місяці тому

      নজরুল ইসলাম খানের ব্যাপক যোগ্যতার নমুনা- ua-cam.com/video/2-VQogJhdCU/v-deo.html

    • @TheKauddin
      @TheKauddin 2 місяці тому +1

      And he became a Secretary! What was his education?

    • @amrunhaqe8269
      @amrunhaqe8269 2 місяці тому +1

      কেন এবার করোনার কারণে ৩৬ মাস সময় দেওয়া হল সেখানে অনেক লোক সরকারি চাকরি পেয়েছে অথাৎ ৩২ করলে ঠিক আছে।যেখানে জুডিশিয়াল সার্ভিস নেওযা হয়৩২,মুক্তিযোদ্ধাদের সন্তান ৩২ সাধারন চাকরী প্রত্যাশীদের বেলা নয় কেন।

    • @nayeem6414
      @nayeem6414 2 місяці тому

      Agree

  • @anuchakma3916
    @anuchakma3916 Місяць тому +8

    হায়রে অভিমানী সচিব...!!! কামাল স্যারকে অনেক ধন্যবাদ, সত্যিকারের সমাজ গবেষক, খুব বাস্তববাদী মানুষ।

  • @_RatuL_
    @_RatuL_ 2 місяці тому +16

    সচিব পর্যায়েও এমন নিম্ন রুচির মানুষজন আছে।এরকম বিকৃত মানসিকতার মানুষ সচিব ছিলো..!!!

  • @samimaakter3224
    @samimaakter3224 2 місяці тому +93

    আমার জীবনে যদি কোন ভাল এবং পারফেক্ট কাজ করে থাকি সেটা হচ্ছে ৩৫ বছরের পর....খালেদ মহিউদ্দিন।
    এটা একটু বেশি সুন্দর ❤

  • @imranhossen5468
    @imranhossen5468 2 місяці тому +39

    এতো গুরুত্বপূর্ণ মানুষ কিভাবে এতো অযোক্তিক কথা বলে মাথায় আসে না। উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ। ৩৫ এখন সময়ের দাবি।

  • @joykhan39735
    @joykhan39735 2 місяці тому +20

    কামাল স্যার কে ধন্যবাদ আমাদের মনের কথা গুলো বলার জন্য।
    আর আমাদের সাবেক সচিব স্যারকে ধন্যবাদ তাঁর মূর্খতার প্রমাণ দেওয়ার জন্য,, আমাদের শিক্ষা ব্যবস্থা কেনো এমন খারাপ অবস্থা, তার কারণ এমন শিক্ষা সচিব নিয়োগ দেওয়ার জন্য।

  • @swapnilraaj2262
    @swapnilraaj2262 2 місяці тому +50

    একটা দেশের সাবেক সচিব এতটা অসুস্থ বিকৃত মানসিকতার কি ভাবে হতে পারে? উনার সুস্থতা কামনা করি।

  • @MohammedRasel-oc5gj
    @MohammedRasel-oc5gj 2 місяці тому +68

    জনাব কামাল সাহেবকে অনেক অনেক ধন্যবাদ। যুব সমাজের পক্ষে ৩৫ এর হয়ে লড়ার জন্য...

  • @naeem088-g7r
    @naeem088-g7r 2 місяці тому +143

    এমন একজন সাইকোপ্যাথ ছিল শিক্ষা সচিব,, এই দেশের শিক্ষার এমন দুর্দশাগ্রস্থ অবস্থা

    • @fuadsmakingcreation3868
      @fuadsmakingcreation3868 2 місяці тому +2

      Right 100%........

    • @tamzidahmed2352
      @tamzidahmed2352 2 місяці тому +2

      নজরুল ইসলাম খানের ব্যাপক যোগ্যতার নমুনা- ua-cam.com/video/2-VQogJhdCU/v-deo.html

    • @md.abdurrob2317
      @md.abdurrob2317 2 місяці тому

      সচিব আসলেই সাইকো

    • @md.abdurrob2317
      @md.abdurrob2317 2 місяці тому

      এসব অতিবৃদ্ধ সচিব এর কথা আর পাগলের কথা এক বয়স হয়েছে এসব অচল মাল এর কথা শুনে লাভ নেই।

    • @mukto_house
      @mukto_house 2 місяці тому +1

      vai asholei. ki bisri tar jukti.

  • @ashrafulhoque9868
    @ashrafulhoque9868 2 місяці тому +9

    ধন্যবাদ মাসুদ কামাল স্যার,আপনার দীর্ঘায়ু কামনা করি।।আশা করি এভাবে সাধারণ মানুষের হয়ে বলে যাবেন আজীবন।

  • @abdullahnurussalamkhan9219
    @abdullahnurussalamkhan9219 2 місяці тому +4

    অনেকদিন পর একটা এপিসোড পেলাম, দেখতে দেখতে অধৈর্য হয়ে গেলাম। Hats off to Khaled Mohiuddin for keeping patience while Mr. N.I talks.

  • @shaimasultan4357
    @shaimasultan4357 2 місяці тому +84

    এন আই খান এমন টারশিয়ারি লেভেলের রিজনিং ক্যাপাসিটি নিয়ে কিভাবে টিকে আছে!!! আশ্চর্য হয়ে গেলাম উনার প্রত্যেকটা কথা বুলশিট!

    • @tanvirahmed-hj1gt
      @tanvirahmed-hj1gt 2 місяці тому

      মানষিক বিকারগ্রস্ত হলে যা হয় আর কি।

    • @tamzidahmed2352
      @tamzidahmed2352 2 місяці тому +1

      নজরুল ইসলাম খানের ব্যাপক যোগ্যতার নমুনা- ua-cam.com/video/2-VQogJhdCU/v-deo.html

  • @user-fp8vb3tv1o
    @user-fp8vb3tv1o 2 місяці тому +36

    জনাব মাসুদ কামাল স্যারের প্রতি বিনম্র শ্রদ্ধা রইলো❤

  • @sohel_molla
    @sohel_molla 2 місяці тому +6

    খালিদ মহিউদ্দিন ভাইকে.......ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

    • @robonic4616
      @robonic4616 Місяць тому

      এখনই এভারেজ একজন গ্রেজুয়েট ছাত্র ৪-৫ বছর খরচ করে বিসিএস পাশ করার জন্য, যারা আসলেই যোগ্য আর মেধাবী তারা ২ বছরেই আসলে চাকরি পেয়ে যায় ভাগ্য খুব একটা খারাপ না হলে। ৩০ থেকে ৩৫ করা মানে, কিছু মানুষ ১০ বছর পর্যন্ত চাকরির পিছনে ছুটবে, এতে ২ টা ঘটনা ঘটবে - যাদের আসলে ভাগ্য অনেক খারাপ হয়তো মাঝারি মেধা কিন্তু দুর্ভাগ্য বসত চাকরি হয়নি, তারা হতাশা গ্রস্ত হয়ে আত্মহত্যার মত পথ বেছে নিবে, অন্যদিকে আরেক অযোগ্য দল যারা ভাগ্য গুনে ৭ম অথবা ৮ম বছরে পাশ করবে - এদের মূল লক্ষই থাকবে দুর্নীতি করে নিজের পকেট ফুলানো যেটা ৭-৮ বছরে পারেনি। যারা আমেরিকার এক্সাম্পল দিচ্ছে তারা আহাম্মক ছাড়া কিছুইনা, আমেরিকা তে সরকারি চাকরি কে অনেক ছোট চোখে দেখা হয়, কোনো এম্বিশাস মানুষ আমেরিকা তে সরকারি চাকরি তে যায়না, কারণ প্রাইভেট সেক্টর এর তুলনায় বেতন ভাতা অনেক কম। তাই, সরকার বাধ্য হয়েই এরকম রিলাক্সেশন করে। বাংলাদেশে সরকারি চাকরি যারা করতে চায় - তাদের মধ্যে ৩০-৪০% এর মনে থাকে চুরি করার ধান্দা, ৩৫ করলে শুধু চোরের দল আরো একটু ভারী হবে এই তো। আসল যোগ্যতা থাকলে ১০ বছরে প্রাইভেট সেক্টরে বেতন ১ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পৌঁছে যাবে, যেই সেক্টর এই হউক না কেন।

  • @mehedeehassan5705
    @mehedeehassan5705 2 місяці тому +36

    Mr. Khan কে আগে অনেক যোগ্য ও ভালো কর্মকর্তা মনে করতাম। আজ বুঝলাম, তিনি নিম্ন মন-মানসিকতার মানুষ।

    • @user-bo1gl8os7e
      @user-bo1gl8os7e 2 місяці тому +1

      রাজনৈতিক ছায়ায় সচিব হইছে

  • @souravkumerghosh2665
    @souravkumerghosh2665 2 місяці тому +49

    শিক্ষা সচিব কখন যে কি বলতিছেন,, তার কথাগুলো অনেকটা পাগলের প্রলাপের মত,,,, অযৌক্তিক সব উদাহরণ দিচ্ছে।।।। তার কথাবার্তায় আমার সন্দেহ হচ্ছে, তিনি কিভাবে শিক্ষা সচিব হয়েছেন।।।।। একজন শিক্ষিত মানুষ, একজন শিক্ষা সচিবের সাথে তার কথাবার্তা যায় না।।।।।

    • @fuadsmakingcreation3868
      @fuadsmakingcreation3868 2 місяці тому +1

      Right o je kivabe hoiche etai chintar bisoy nischit nokol kore pas korchilo tai eirokom abul tabul bokteche.........

    • @tamzidahmed2352
      @tamzidahmed2352 2 місяці тому

      নজরুল ইসলাম খানের ব্যাপক যোগ্যতার নমুনা- ua-cam.com/video/2-VQogJhdCU/v-deo.html

    • @Shoel.md.28
      @Shoel.md.28 2 місяці тому

      উনার উদাহরণ সব বানোয়াট.. Medical science এ এটা নাই যে ২৫ এর পর Cell atrophy হয়ে মানুষের কর্মদক্ষতা কমে যায়,,🤣🤣🤣

    • @binitaraniroy8387
      @binitaraniroy8387 Місяць тому

      Kake dilam hajar pat Bangladesh

  • @accountingworldbd4092
    @accountingworldbd4092 2 місяці тому +4

    মাসুদ কামাল ভাই কথা বলার সময় আপনার ডিস্টার্ব করছেন কেন। ভাইয়ের কথাগুলো অসাধারণ লাগছে। যা কথা শুনতে মন চায় তার টাই শুনতে পারি না। এটাই বাংলাদেশ🥲😭🤣

  • @user-ll7cs3te2f
    @user-ll7cs3te2f 2 місяці тому +2

    সরকারি চাকুরিজীবীদের বর্তমান বেতন কাঠামো নিয়ে একটি টকশো করার অনুরোধ রইল প্রিয় DW Team.বিশেষ করে ১১-২০ গ্রেডভুক্ত সৎভাবে জীবনযাপন করা সরকারি কর্মচারীদের অধিকাংশ মানবেতর জীবন যাপন করছে।

  • @JobLearning
    @JobLearning 2 місяці тому +39

    মি. এন আই খানের খোড়া যুক্তি।
    মি. কামাল স্যারের কথার যুক্তি আছে।
    চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ চাই।
    ধন্যবাদ DW

  • @zeehadkhan3948
    @zeehadkhan3948 2 місяці тому +18

    @মাসুদ কামাল সার আপনাকে আমি অপছন্দ করতাম,ভাবতাম আপনি বায়েসড কিন্তু আজকে আপনি প্রোমানিত যে আপনি গন মানুষের সাংবাদিক❤ আর কারো কাছে না হলেও আমার কাছে আপনি প্রোমানিত, আপনি হাজার তরুন,তরুনির রিদয় ভালোবাসার জায়গা করে নিয়েছেন❤। আমার সালাম নিবেন ❤ আমি আপনার সুস্বাস্থ্যের এবং দীর্ঘ আয়ুর কামনা করছি আই লাভ উ সার ❤
    সাথে সাথে আল্লাহ যেন সকল নজরুল ইসলাম খান দের মন থেকে হিংসা, বিদেস মুছে দেয় এবং হেদায়েত দেয়। আল্লাহ সবাইকে সঠিক সিদ্ধান্ত নেয়ার স্বচ্ছতা দান করো আমীন

  • @mostafizurrahman7839
    @mostafizurrahman7839 2 місяці тому +3

    সাবেক শিক্ষা মন্ত্রী একজন সরকারী খাস চামচা। এদের জন্যই আমারা শিক্ষার্থীরা বিপদের সম্মুখীন হচ্ছি। শিক্ষা মন্ত্রী আমাদের আবেগ নিয়ে ফান করছে।

  • @biplabroy7589
    @biplabroy7589 2 місяці тому +4

    জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করতে আমার ৬ বছর লেগেছে। আমি রেগুলার স্টুডেন্ট ছিলাম। কোন গ্যাপ ছিলনা।

  • @moshainkhan8417
    @moshainkhan8417 2 місяці тому +54

    ওনার মত অযোগ্য লোক কিভাবে এত গুরুত্বপূর্ণ পদে ছিল ওনার চিন্তা ভাবনা কোন লেভেল এর, আমরা এক হতভাগা জাতি।
    তবে সব শেষ একটা কথা ৩৫ চাই।

    • @ainulhaque9701
      @ainulhaque9701 2 місяці тому +1

      তার মেয়ে কিভাবে ২২ বছরে অর্নাস পাশ করে

  • @ikhtiarahmed6959
    @ikhtiarahmed6959 2 місяці тому +19

    এরকম গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনার পুর্বে যথেষ্ট বুদ্ধিদিপ্তিক প্রানি নিয়ে আসা প্রোয়োজন ছিলো। এসব হ জ ব র ল যুক্তি পেশ করা মানুষের সাথে মেজাজ ধরে রেখে শেষ পর্যন্ত কথা কিভাবে বললেন জনাব মাসুদ কামাল এটা ভেবে অবাক হই

  • @TanvirAhmedSiddiqui
    @TanvirAhmedSiddiqui 2 місяці тому +1

    এত গুরুত্বপূর্ণ একটি আলোচনায় আপনাদের বক্তব্য শুনে আমি আশাহত। আলোচনায় কোন পক্ষেই মূল যুক্তি গুলো উঠে আসে নাই। আমি সত্যিই হতাশ!

    • @muhammednazrulhussain8747
      @muhammednazrulhussain8747 2 місяці тому

      মুল যুক্তিগুলো কি আপনি একটু বলেন।আমরা জানতে চাই।

  • @shahalam7043
    @shahalam7043 2 місяці тому +4

    বিসিএস বা অনন্য ফাষ্ট ক্লাস জবের জন্য ৩২।
    2nd class বা অনন্য জবের ক্ষেত্রে ৩৫ ।
    I think it will be effective

  • @nijhumswapno8370
    @nijhumswapno8370 2 місяці тому +303

    একজন বিকৃত মস্তিষ্কের মানুষ এতদিন রাস্ট্রের এতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকে কিভাবে,,?

  • @Mahamud-Ul-Hasan
    @Mahamud-Ul-Hasan 2 місяці тому +54

    মা-বাবা, ২৬-২৭ বছর ধরে রক্ত পানি করা টাকায় সন্তানকে গ্রাজুয়েট বানায়।😭
    সার্টিফিকেটের মেয়াদ থাকবে কেন?
    সন্মানিত অতিথি গণ দয়াকরে আমার এ প্রশ্নের উত্তর দিবেন।

  • @mdrubel-vf9kw
    @mdrubel-vf9kw 14 днів тому

    জন্মের পরে কোন টকশো শুনে আমি এত বিরক্ত হইনি 😢৩০ বছর ৩৫ বছর বাদ দিলাম ওনার কথা বলার ধরন ওনার চিন্তাশক্তি দেখে আমি বিস্মিত 😢উনি নাকি আবার সচিব ছিলেন! কি অদ্ভুত! কিভাবে হলেন উনি সচিব? 😢

  • @sabiswas3850
    @sabiswas3850 2 місяці тому +4

    মাসুদ কামাল স্যারের কথাগুলি অনেক ভালো লাগলো

  • @mdjakaria00001
    @mdjakaria00001 2 місяці тому +33

    জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাস্টার্স কোর্স করতে ০৮ বছর সময় লাগছে। এই নজরুল সাহেবদের কারণে দেশ আজ রসাতলে। আর মাসুদ কামাল স্যারকে ধন্যবাদ, তিনি সঠিক যুক্তি দিয়েছেন ৩৫ করার পক্ষে

    • @MdRubel-ro8vg
      @MdRubel-ro8vg 2 місяці тому

      বয়স ৩৫ করলেও যারা চাকুরি পাবে এখনও তারাই পাচ্ছে । কারণ চাকুরির সংখ্যা তো বারবে না।

    • @87611
      @87611 Місяць тому

      ভাই সার্থকেন্দ্রিক ভাবে এই বিষয় টাকে দেখবেন না, একটু গভীরে থেকে পর্যালোচনা করতে শিখুন

    • @imatikur007
      @imatikur007 Місяць тому

      @@MdRubel-ro8vg but akta scope to pete pare pabar

  • @foyjunluna64
    @foyjunluna64 2 місяці тому +167

    জনাব মাসুদ কামাল সাহেবের কথায় যথেষ্ট লজিক আছে।❤

    • @mdalmamun4468
      @mdalmamun4468 2 місяці тому +2

      হুম ঠিক তাই

    • @selim668
      @selim668 2 місяці тому +1

      যুক্তি নাই

    • @saddamhossain-iw5ft
      @saddamhossain-iw5ft 2 місяці тому

      এ দেশে প্রধানমন্ত্রী যেটা বলেন সেটাই হয়। সচিব সাহেব সরাসরি বলেন প্রধানমন্ত্রী বলেছে ৩৫ হবে না তাই হবে না। আর আপনি প্রধানমন্ত্রী কে অন্ধভাবে অনুসরণ করেন তাই আপনার দৃষ্টিতে ও ৩৫ হবে না।

    • @ezio8240
      @ezio8240 2 місяці тому

      Vodai

  • @DrSNQ
    @DrSNQ 2 місяці тому +3

    #BDGovtJobAge35 সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ চাই!

  • @dra.k.m.arifulalamevan9764
    @dra.k.m.arifulalamevan9764 2 місяці тому +1

    এই সাবেক আমলার কথা শুনে উপলব্ধি করলাম যে, কেন ৫৩ বছরেও দেশটা কাঙ্খিত জায়গায় যেতে পারে নাই। এই ধরণের মানুষরা দেশের আমলাতন্ত্রের নেতৃত্ব দেয়ায় আমাদের দেশ প্রায় সকল ইন্ডিকেটরে ক্রমাগত পিছিয়ে যাচ্ছে।

  • @Usertube41
    @Usertube41 2 місяці тому +2

    'আমাদের ইয়াং জেনারেশন সবকিছু পারে' মাসুদ কামাল ভাইয়ের এই কথাটা অসাধারণ।তার মতো সবাই ভাবলে দেশ অন্যরকম হতো।

  • @raisulripon1072
    @raisulripon1072 2 місяці тому +88

    অযৌক্তিক ও অযাচিত যুক্তি দিয়ে সাবেক সচিব সাহেব তার যোগ্যতা বুঝিয়েছেন।

    • @Fardinislm-trfd
      @Fardinislm-trfd 2 місяці тому +5

      Halai drinks kore asce!! Nije k onk boro vabey!! Onar attitude deklei mne hoi onar mathai prblm ace.

  • @ummayatia443
    @ummayatia443 2 місяці тому +35

    বয়স বৃদ্ধি হলে নারী চাকুরী প্রার্থীরা বেশি উপকৃত হবে। আমাদের দেশের প্রেক্ষাপটে মেয়েদের একটা বড় অংশের বিয়ে হয়ে যায় ২৫/২৬ বছর বয়সের মধ্যেই । বিয়ের পর সংসার গুছিয়ে উঠতেই ২৯/৩০ বছর বয়স হয়ে যায়। এমন পরিস্থিতিতে যেসকল মেধাবী মেয়েরা জবের জন্য চেষ্টা করতে চায় তারা সময়ের অভাবে ব্যর্থ হয়। আবার নির্মম হলেও সত্যি যে বর্তমানে বিবাহ বিচ্ছেদের পরিমান বেড়ে গেছে। সেক্ষেত্রে স্বামীর মৃত্যুর পর বা বিবাহ বিচ্ছেদের পর শিক্ষিত নারীরা যদি নিজের পায়ে দাড়াতে চায়, তারা জবের বাজারে প্রবেশ করতে পারে না কেবল বয়সের জটিলতার কারনে।

  • @muslimshoriahtv
    @muslimshoriahtv 22 дні тому +1

    মহিউদ্দিন ভাই বলেছেন যদি এতই যোগ্যতা থাকে বেসরকারি সেক্টরে কেন যোগদান করে না? আমি এই কথার সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি। কারণ বেশিরভাগ প্রাইভেট সেক্টরে চাকরির জন্য সর্বোচ্চ বয়স ৩০ বছর চেয়ে থাকে। বেসরকারি সেক্টরে চাকরির বয়স কেন সরকারির মত হবে???

  • @mdrafi-lz9zd
    @mdrafi-lz9zd 2 місяці тому +40

    মাসুদ কামাল আংকলকে ধন্যবাদ
    যুব সমাজের মনের কথা তুলে ধরার জন্য।

  • @mdalmamun4468
    @mdalmamun4468 2 місяці тому +40

    ওনার মেয়ে ২২ বছরে পাস করছে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে।ওনার মেয়েকে জাতীয় বিশ্ববিদ্যালয় পড়াইছে উনি। যেকোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে তো ২২ বছরেই পাস করা যায়।আর জাতীয় বিশ্ববিদ্যালয় তো ২৮ বছরেও পাস করতে পারে না। এটা উনি কি বলবে। আমিতো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ২৮ বছরে আমি মাস্টার্স কমপ্লিট করছি। আমি সময় পাইছি দুই বছর।

    • @shimumirda2209
      @shimumirda2209 2 місяці тому +1

      ভাই করোনা কালীন যে দুই বছর সময় নিয়ে গিয়েছে সেই সময়টা পর্যন্ত ফিরিয়ে দিচ্ছে না।আমরা তো ৩০ বছর ও পাচ্ছিনা।

    • @YoutubChannel2491
      @YoutubChannel2491 2 місяці тому

      সকল বিধান বাতিল করো অহীর বিধান কায়েম করো। আমি এমন যোগ্য সরকার চাই যে, ২৫ হতে ৩০ বছর বয়সের মধ্যে সকল বেকার তরুণ তরুণীদের চাকরির ব্যবস্থা করবে। এইটা আমার সরকারের উপর ফরয। # বর্তমানে যাদের বয়স ৩০ বেশি অথচ বেকার রয়েছে, তাদের চাকরির ব্যবস্থা করতে হবে বাধ্যতামূলক। ৩৫,৪০ করে কি হবে ? এতো বছর ধরে খরচ দেবে কে ? একটি চাকরির মাধ্যম দিতে পারবেনা এ কেমন সরকার ? ৩০,৩৫ বছর অনেকে বাচেওনা !!!

    • @abirislam2879
      @abirislam2879 Місяць тому

      Public e tiken nai
      Apnar berthotha

  • @muslimshoriahtv
    @muslimshoriahtv 22 дні тому +1

    উদ্যোক্তা হওয়ার জন্য মিনিমাম একটা আর্থিক সাপোর্টের প্রয়োজন। এই আর্থিক সাপোর্ট কয়জন ছাত্র-ছাত্রী গেদার করতে পারবে?

  • @muslimshoriahtv
    @muslimshoriahtv 22 дні тому +1

    সেশন জটের কারণে মাস্টার্স কমপ্লিট করতে করতে কমপক্ষে ২৭ বছর লেগে যায়। আমাদের যে কারিকুলাম এবং চাকরির পড়াশোনা সম্পূর্ণ আলাদা। তাই পড়াশোনার সাথে চাকরির প্রিপারেশন একেবারেই ভিন্ন।

  • @hadimijan50
    @hadimijan50 2 місяці тому +144

    চাকরিতে আবেদনের বয়সসীমা অবশ্যই বাড়ানো উচিত।

    • @MdYasin-wf2oo
      @MdYasin-wf2oo 2 місяці тому +4

      এই লোক সচিব হয়েছিল কীভাবে??

  • @mdmehedulislam2592
    @mdmehedulislam2592 2 місяці тому +36

    দালালি করার যেহেতু কোনো বয়সসীমা নাই, এটা নিয়েই নজরুল সাহেবরা খুশি!! চাকরির বয়স গোল্লায় যাক!!

  • @najimbinjahid
    @najimbinjahid 2 місяці тому +1

    কামাল স্যার আসলেই অনেক জ্ঞানী একজন ব্যাক্তি এবং সুন্দর মনমানুসিকতার মানুষ

  • @aeyubali-rv7wj
    @aeyubali-rv7wj 2 місяці тому +1

    সরকারি চাকরি তে প্রবেশের বয়স অবশ্যই বাড়ানো উচিত। সাবেক শিক্ষা সচিব স্যারের যুক্তি গুলো ইলজিক্যাল,,

  • @md.moinulislam3058
    @md.moinulislam3058 2 місяці тому +14

    একজন শিক্ষাসচিব তার বক্তব্য এবং উদাহরণ শুনে আমি পুরাটাই হতাশ। একটা পক্ষপাত এবং নিজের মতামতকে জনমত বলে চালিয়ে দেওয়ার মত বক্তব্য। বর্তমান প্রেক্ষাপটে বয়স সীমা বাড়িয়ে এখন সময়ের দাবী। সো, কমপক্ষে ৩৫ এটা যৌক্তিক।

  • @Mahamud-Ul-Hasan
    @Mahamud-Ul-Hasan 2 місяці тому +91

    একজন সচিবের মাথায় এত বাজে লজিক আসে কোথায় থেকে? তার কাছ থেকে এ দেশ কি পেয়েছে তা বুঝা হয়ে গেছে... উনি নাকি আবার শিক্ষা সচিব ছিলেন। শিক্ষার ১২ টা বাজানোর জন্য এসব আমলারাই দায়ী
    পুরা কমনসেন্স লেস পারসন

    • @hasanbinkamal6246
      @hasanbinkamal6246 2 місяці тому +5

      ভাই,আমি ও একই কথা চিন্তা করতেছি,সে কিভাবে শিক্ষা সচিব ছিল।

    • @MdKutubuddin-ev7bh
      @MdKutubuddin-ev7bh 2 місяці тому

      Medha r mollaon nai taka jar chakri tar ata keno bplsen na.

    • @HJOHNY
      @HJOHNY 2 місяці тому

      উনি বকিনির কি যুক্তি দিলেন, আর মোদির কি যুক্তি দিলেন!!!! মানুষিক বিকৃত লোক।

    • @saddamhossain-iw5ft
      @saddamhossain-iw5ft 2 місяці тому

      এ দেশে প্রধানমন্ত্রী যেটা বলেন সেটাই হয়। সচিব সাহেব সরাসরি বলেন প্রধানমন্ত্রী বলেছে ৩৫ হবে না তাই হবে না। আর আপনি প্রধানমন্ত্রী কে অন্ধভাবে অনুসরণ করেন তাই আপনার দৃষ্টিতে ও ৩৫ হবে না।

  • @user-pp4fi6lb6z
    @user-pp4fi6lb6z 2 місяці тому +2

    ধন্যবাদ খালেদ মহিউদ্দীন ভাইকে💜

  • @absabs329
    @absabs329 2 місяці тому +1

    Masuda Kamal sir K onk dhonnobad...and onk valobasa roilo tar Jonno...

  • @gazialamin2381
    @gazialamin2381 2 місяці тому +10

    এখানে আলোচনায় করোনার বাস্তবতা, একদিনে ১৪-১৫ টি পরীক্ষা নেওয়ার বিষয় এবং অবাস্তব ব্যাকডেট ফর্মূলার কথাগুলো আসা উচিত ছিলো। জনাব এন আই খানের বয়স হয়েছে। ওনাকে একজন অযৌক্তিক যুক্তির কারখানা মনে হয়েছে। ধন্যবাদ। বয়স বৃদ্ধি হওয়ার পথটি মসৃন হোক।

  • @mdalmamun4468
    @mdalmamun4468 2 місяці тому +73

    ওনার মাথায় কিচ্ছু নাই। আমি নিজে তিনবার ভাইবা দিছি। ১৫ থেকে ২০ বারের মত এমসিকিউ পরীক্ষা দিছি। ৮ থেকে ১০ বার রিটার্ন পরীক্ষা দিছি। উনি কিভাবে বলেন যে উনি দুইবার পরীক্ষা দিলেই চাকরি হয়ে যায়। বয়সের সাথে সাথে উনার মাথার সবকিছু চলে গেছে।

    • @vipe4_1971
      @vipe4_1971 2 місяці тому

      তোমার চাকরি হইছে শেষ পর্যন্ত?

    • @anikkhan402
      @anikkhan402 2 місяці тому

      ​@@vipe4_1971হবেই তো, সে তো রিটার্ন পরীক্ষা দিয়েছে 😂

    • @shalimhossain112
      @shalimhossain112 2 місяці тому

      ১৭ টা ভাইবা দিয়ে হল না

    • @MdMiraz-gm3rp
      @MdMiraz-gm3rp 2 місяці тому

      Mriminister 73 why???😂

    • @Shoel.md.28
      @Shoel.md.28 2 місяці тому

      উনার কথা শুনে বলছে হচ্চে RIP medical science..কত বছরে Atrophy of cell হয় এটা উনি জানেন না,মানুষের কর্মদক্ষতা ২৫ এর পর কমে এটা উনার ধারণা,,ধারনা দিয়ে মেডিকেল সাইন্স চলেনা হুদাই উনি উপনিবেশবাদ চিন্তা মাধায় ধরে রাখছেন

  • @towficabegum700
    @towficabegum700 2 місяці тому +1

    মহিউদ্দিন ভাইয়ার " না না আর বলবো না ফান করেছেন "এটা সেরা ছিলো

  • @MizanMizan-py9zp
    @MizanMizan-py9zp 7 днів тому

    মাসুদ কামাল ভাই,, অসংখ্য মোবারকবাদ

  • @dotnetsystems
    @dotnetsystems 2 місяці тому +23

    সাবেক শিক্ষা সচিবকে জরুরী ভিত্তিতে সাইকোথেরাপি দেওয়া দরকার।

  • @fawadahmedkhan865
    @fawadahmedkhan865 2 місяці тому +47

    মানসিক রোগি সচিব সাহেবকে পাবনা পাঠানোর অনুরোধ করছি

  • @mirazulislam4845
    @mirazulislam4845 2 місяці тому +2

    সচিব মহোদয়ের সাথে আমি একমত ❤❤❤

  • @md.mizanhossenbiplop7251
    @md.mizanhossenbiplop7251 Місяць тому +1

    আমরা যারা তাহলে এসএসসি এরপর থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি চার বছর ধরে প্লাস এডমিশন এক বছর প্লাস বিএসসি চার বছর ধরে করতেছি। আমাদের বয়সটা কোথায় থাকতেছে আমাদের বিসিএস জন্য আমরা কতটুকু সময় পাচ্ছে আর চাকরির জন্য কতটুকু সময় পাচ্ছি।

  • @selahahmed4724
    @selahahmed4724 2 місяці тому +20

    মাসুদ কামাল ভাই আপনি সঠিকভাবে আমাদের কথা গুলি তুলে ধরেছেন

  • @skywaytravels3767
    @skywaytravels3767 2 місяці тому +4

    এন আই খান কে যদি জ্ঞানী বলা হয়, তাহলে এরকম জ্ঞানী আমি হতে চাই না

    • @Shoel.md.28
      @Shoel.md.28 2 місяці тому

      জ্ঞান পাপী মনে হচ্ছে 25 বছর পর cell atrophy হয়,কর্মদক্ষতা কমে যায় RIP Medical Science😂😂

  • @muslimshoriahtv
    @muslimshoriahtv 22 дні тому +1

    আমার প্রশ্ন, সরকারি চাকরির বয়স ২৩ থেকে ধাপে ধাপে কেন ৩০ পর্যন্ত আনা হলো? সেখানে যদি কোন যুক্তি থাকে তাহলে ৩৫ এর ক্ষেত্রে যুক্তি কেন খোরা হয়ে গেল?

  • @withkaisar
    @withkaisar 2 місяці тому +140

    মি. এন আই খানকে আগে অনেক যোগ্য ও ভালো কর্মকর্তা মনে করতাম। আজ বুঝলাম, তিনি নিম্ন মন-মানসিকতার মানুষ। 🤮

    • @sifatmubin2289
      @sifatmubin2289 2 місяці тому

      বেগমপাড়ায় নিজের পোলাপাইনদের ভবিষ্যৎ নিশ্চিত করে ফেলছে। মানুষের পোলাপান বাচুক মরুক thats not there issue.

    • @AL-AMINRAJU-wj5sg
      @AL-AMINRAJU-wj5sg 2 місяці тому +2

      Joy Bangla-r lok

    • @mohammadnasir5667
      @mohammadnasir5667 2 місяці тому

      ও তো দালাল ভারতের এখন আরো নতুন পদ চায় ওর মন মানসিক অবস্থা খারাপ। এখন সুশীল সমাজ রা কই

    • @ainulhaque9701
      @ainulhaque9701 2 місяці тому +4

      বয়োবৃদ্ধরা কিভাবে ভালো হয়?তার মেয়ে যে ২২ বছরে অর্নাস পাশ করেছে বললো হয়তো কোন দুর্নীতি করেছে

    • @jakeeasultana8173
      @jakeeasultana8173 2 місяці тому +2

      Totally agree 😂

  • @Learn.Teach1992
    @Learn.Teach1992 2 місяці тому +17

    কামাল স‍্যার।
    True Love.
    স‍্যার এর প্রতি ভালোবাসা বেরে গেল।
    অসংখ্য ধন্যবাদ স‍্যার।

  • @JkPrinters-lt8jq
    @JkPrinters-lt8jq Місяць тому

    খালেদ মহিউদ্দিন স্যার কে অনেক ধন্যবাদ সচিব মহোদয় এমন করে প্রশ্ন করা জন্য

  • @oporna2044
    @oporna2044 2 місяці тому +1

    আমি নিজে সরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। ৮ বছর লেগেছে মাস্টার্স শেষ হয়েছে রেগুলার।

  • @mustafakamal327
    @mustafakamal327 2 місяці тому +39

    করোনা,সেশনজট এবং আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় অবিলম্বে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করা হউক।

  • @IbnulSunny
    @IbnulSunny 2 місяці тому +12

    এন আই খান স্যার হচ্ছেন এরশাদ আমলের অটোপাশ বিসিএস ক্যাডার। উনার নিয়োগে শুধু mcq ছিল এবং উনি শিক্ষাসচিব হবার পর বাংলাদেশে শিক্ষাব্যবস্থায় প্রশ্ন আউট ব্যাপকভাবে প্রসার লাভ করে। উনাদের আমলা সিন্ডিকেট অনেক স্ট্রং, অনেক অনেস্ট আমলা উনাদের এই সিন্ডিকেটের কাছে এখনো জিম্মি।

    • @ShakilKhan-bs8eo
      @ShakilKhan-bs8eo 2 місяці тому +1

      Education quality is worst now …these type of secretary already damaged whole education system

  • @MahmudulHassan1979
    @MahmudulHassan1979 Місяць тому

    বাংলাদেশ থেকে পাড়াশুনা করে বর্তমানে আমি ৪৫ বয়সে এসে UK 🇬🇧 তে সরকারী চাকুরি শুরু করলাম। আমি চিনি একজন ৪৫ এ এসে USA 🇺🇸 তে foreign service শুরু করেছে। প্রতিযোগীতা সবার জন্য উন্মুক্ত করা হউক।ধন্যবাদ।

  • @potheprantorebd
    @potheprantorebd Місяць тому

    সচিব সাহেবের চিন্তাভাবনা কথাবার্তা এদেশের বাস্তবতা ভিত্তিক নয় বলেই আমার মনে হয়েছে।

  • @md.abdussalam935
    @md.abdussalam935 2 місяці тому +20

    "১০ দিনের কাজ দেখে আমি বিস্মিত। "ধন্যবাদ, কামাল ভাই

  • @sharifsarder9062
    @sharifsarder9062 2 місяці тому +39

    বিশ্বের অনেক দেশেই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর থেকে ৪৭ বছরের বেশি রয়েছে। অথচ বাংলাদেশে বয়স ত্রিশের কোঠা পেরুলে আর সরকারি চাকরির জন্য আবেদন করা যায় না। ৩৫ চাই🙏

  • @X-Media010
    @X-Media010 2 місяці тому +1

    আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে(রিগুলার) অনার্স শেষ করি ২০১৮ সালে আর মাস্টার্স শেষ করে বের হই ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বরে!!!! এবার হিসাব করেন কত বছর লেগেছে! আবার ডিসেম্বর থেকে করোনা শুরু হয়ে ২০২১ সালের আগস্ট মাসে শেষ হয়,এই ২ বছর সকল চাকরির পরীক্ষা বন্ধ ছিলো ।এখন আমার জীবন থেকে যে ৪ টা বছর( অনার্সে ২ বছর + করোনায় ২ বছর) চলে গেল এটা আমায় কে দেবে?? এ পর্যন্ত ১০ টির বেশি ভাইভা দিছি তবুও জব হয় নাই!২০২৩ সালের সেপ্টেম্বরে বয়সও শেষ হয়ে গেছে।আমার বাবা জীবিত নেই,ঘরে অসুস্থ মা,স্ত্রী, সন্তান আছে!! আমার এখন কি করা উচিত খালেদ ভাই বলবেন দয়া করে।এর দায় কে নেবে।এখন বিসিএস ছাড়া অন্য কোন সেক্টরে চাচা মামা খালু ছাড়া জব হয় না।তবুও কি বয়স বাড়ানো উচিত না???

    • @user-ld2zh8vw8k
      @user-ld2zh8vw8k 23 дні тому

      ভাই আমাদের দেখার কেউ নাই?

  • @abdulmumin5867
    @abdulmumin5867 2 місяці тому

    মাসুদ ভাইয়ের সাথে আমি সম্পূর্ণ একমত আমাদের খান সাহেবের কথাগুলি সারথপরের মত উনি চাকরি পেয়ে গিয়েছিলেন উনার সুযোগ মত কাই উনার পরবর্তীদের জন্য উনার কোন দায় নেই !

  • @mdsahalihossain6194
    @mdsahalihossain6194 2 місяці тому +18

    একজন সচিব আর একজন সাংবাদিক জ্ঞানের অনেক পার্থক্য।

    • @YoutubChannel2491
      @YoutubChannel2491 2 місяці тому

      সকল বিধান বাতিল করো অহীর বিধান কায়েম করো। আমি এমন যোগ্য সরকার চাই যে, ২৫ হতে ৩০ বছর বয়সের মধ্যে সকল বেকার তরুণ তরুণীদের চাকরির ব্যবস্থা করবে। এইটা আমার সরকারের উপর ফরয। # বর্তমানে যাদের বয়স ৩০ বেশি অথচ বেকার রয়েছে, তাদের চাকরির ব্যবস্থা করতে হবে বাধ্যতামূলক। ৩৫,৪০ করে কি হবে ? এতো বছর ধরে খরচ দেবে কে ? একটি চাকরির মাধ্যম দিতে পারবেনা এ কেমন সরকার ? ৩০,৩৫ বছর অনেকে বাচেওনা !!!

  • @tuhin4415
    @tuhin4415 2 місяці тому +6

    অসাধারণ আলোচনা হয়েছে আজকে অনেক দিন পর,,,,মাসুদ কামাল এর কন্ঠে এভাবেই সর্বদা জনগনের কথা শুনতে চাই,,,অবিরাম ভালোবাসা তার প্রতি ও খালেদ ভাইয়ের প্রতি,,❤

  • @mahmudhassan-bl9xi
    @mahmudhassan-bl9xi 2 місяці тому +1

    করোনার মধ্যে যাদের বয়স ২৬/২৭ ছিল ,এরা করোনার কারণে ২ বছর হারাইছে। করোনার মধ্যে দেয়া বয়সে ছাড় এদের কোন উপকারে আসেনি। এদের আবেদন করার সুযোগ দেন। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী টিউশন প্রোভাইড করে পড়াশোনার খরচ চালায়। অনেক ক্ষেত্রে পরিবারকে সাপোর্ট দেয়। এখন আমাদের দেশে একজন শিক্ষার্থী অনার্স এ ভর্তি হয়ে আগে চাকরির পড়াশোনা করে। কারণ সময় কম।একাডেমিক পড়াশোনা করে শুধুমাত্র সার্টিফিকেট অর্জন করার জন্য। শিক্ষার্থীরা নিজ নিজ একাডেমিক সেক্টরে দক্ষতা অর্জনের পরিবর্তে, চাকরির পড়াশোনা করে সময় পার করে।সেশনজট এবং করোনা মিলে অনেক সময় চলে গেছে। এসব ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের আবেদন করার সুযোগ দেন।

  • @ferdousbappy364
    @ferdousbappy364 2 місяці тому +1

    সাবেক শিক্ষা সচিব আপনি একজন সাইকোপ্যাথ।

  • @user-ju9ps7fb8c
    @user-ju9ps7fb8c 2 місяці тому +8

    জনাব মাসুদ কামাল ভাইকে অসংখ্য ধন্যবাদ। একদম প্রাণবন্ত কিছু বিষয় আলোচনা করেছেন।

  • @milonhalder9488
    @milonhalder9488 2 місяці тому +10

    অসংখ্য ধন্যবাদ মাসুদ কামাল সাহেব ও খালেদ মহীউদ্দীন সাহেবকে

  • @mdnazibullah5280
    @mdnazibullah5280 Місяць тому

    One of the best talkshow!!!
    Speaker and anchor combo superb❤❤❤

  • @Mahamudulvlog
    @Mahamudulvlog 2 місяці тому +1

    শিক্ষা সচিবের জন্য আজ দেশের শিক্ষার এই দশা।

  • @MoinulislamNishat
    @MoinulislamNishat 2 місяці тому +11

    একজন সাবেক সচিবের সেন্স অব হিউমার আমাকে ভাবাচ্ছে। এক পর্যায়ের লোক কিভাবে এতো ইলজিক্যাল হয়। ধন্যবাদ ভাই সঞ্চালক খালেদ মহিউদ্দিন ও মাসুদ কামাল স্যার।

    • @YoutubChannel2491
      @YoutubChannel2491 2 місяці тому

      সকল বিধান বাতিল করো অহীর বিধান কায়েম করো। আমি এমন যোগ্য সরকার চাই যে, ২৫ হতে ৩০ বছর বয়সের মধ্যে সকল বেকার তরুণ তরুণীদের চাকরির ব্যবস্থা করবে। এইটা আমার সরকারের উপর ফরয। # বর্তমানে যাদের বয়স ৩০ বেশি অথচ বেকার রয়েছে, তাদের চাকরির ব্যবস্থা করতে হবে বাধ্যতামূলক। ৩৫,৪০ করে কি হবে ? এতো বছর ধরে খরচ দেবে কে ? একটি চাকরির মাধ্যম দিতে পারবেনা এ কেমন সরকার ? ৩০,৩৫ বছর অনেকে বাচেওনা !!!

  • @mehadehassan1606
    @mehadehassan1606 2 місяці тому +28

    বিশ্বের ১৬২+ দেশে চাকরিতে আবেদন বয়স সিমা ৩৫ এর উপরে। শুধু বাংলাদেশ বাদে, আমরা বাংলাদেশে ৩৫ চাই।।

  • @ritsoonudheraatia9337
    @ritsoonudheraatia9337 2 місяці тому +1

    Firstly, There is hardly any guy in Bangladesh whose family can afford running after BCS without any personal source of income. Most BCS-chasers finance their BCS-journey by tuition/small jobs. So it is baseless to think that a guy will remain unemployed upto 35 years for chasing BCS.
    Secondly, it is totally stupid that, a citizen has the right to enter into the service of the Republic only upto 30th year of his life. It is unjust, illogical and must come up with a change.
    Thirdly, the Honour's and Master’s certificate we achieve investing valuable 26-28 years of our life along with so much money (literally suppressing our parents), is basically useless after the 30th year of our life-time. So we have only 2/3 years to utilise these papers. That's so gross and unjust(again).
    Fourthly, in Bangladesh, now a days, it is not easy to start a career even a tiny one anymore. Try employing one graduate with a minimum monthly salary of 7000 BDT. (You can start with me_ graduated from a public University with no job for a year since graduation)
    So let us know, why shouldn’t we expect

  • @mehedihasan-cg9ik
    @mehedihasan-cg9ik 2 місяці тому

    কামাল সাহেবকে ধন্যবাদ

  • @HobbeNJRF143
    @HobbeNJRF143 2 місяці тому +17

    চাকরি প্রবেশের বয়সসীমা অবশ্যই বাড়ানো দরকার ও প্রয়োজন।

  • @mijanurrahman2165
    @mijanurrahman2165 2 місяці тому +11

    ধন্যবাদ মাসুদ কামাল ভাই ।আপনার আলোচনা অনেক সুন্দর হয়েছে ।❤❤❤❤❤

  • @amanulhoque90
    @amanulhoque90 2 місяці тому +1

    আমি যখন অনার্স পাশ করি তখন আমার বয়স হয়ে গেছে ২৭ বছর+। তখন পরিবারের অভাব অনটনে টানাপোড়েন। কি করব ভেবে না পেয়ে এনজিও তে ডুকে পড়ি। এনজিও তে কাজের এত চাপ, সরকারি চাকরিতে পরীক্ষা দেওয়ার জন্য একটুও পড়তে পারি নাই। তখন হঠাৎ চলে আসল করোনা। এর পর আর সুযোগ হয় নি।

  • @NowrinFarid
    @NowrinFarid Місяць тому

    Kamal Sir ke osshonko dhonnobad ..sob bishoi guchiye bolar jonno..

  • @abdurrahim8269
    @abdurrahim8269 2 місяці тому +11

    জীবনে প্রথম বার অতিথি নির্বাচনে ভুল দেখলাম। আমি মেডিকেল এসিস্ট্যান্ট থেকে ডিপ্লোমা করেছি আমাদের ১২ বছর নিয়োগ নাই আমরা পাশ করার পর কোন নিয়োগ‌ই পাই নাই। অনেক এর বয়স কোন নিয়োগ হ‌ওয়ার আগেই বয়স শেষ হয়ে গেছে।আর চাকরি মানেই শুধু বিসিএস না । একজন বেকার যুবক‌ই জানে কেন সে চাকরির জন্য ছোটে। এগুলো উনাদের মত এসি তে বসে ঠান্ডা জুস খাওয়া আমলা বেকার যুবকের কষ্ট বুঝবে না।

  • @sumaiyatripty2044
    @sumaiyatripty2044 2 місяці тому +22

    ssc 16 বছর বয়সে
    diploma 20 বছর বয়সে
    Bsc 25 বছর বয়সে
    Msc 28. বছর বয়সে
    কোন গ্যাপ নাই
    চাকরির পরীক্ষা কবে দিব?

    • @mazharislam5944
      @mazharislam5944 2 місяці тому

      Apni BSC korle diploma keno korben age?

  • @DrSNQ
    @DrSNQ 2 місяці тому +1

    উদ্দোক্তা হতে হলে যে টাকা দরকার তা বেশিরভাগ স্টুডেন্টের নাই আর তাছাড়া যদিও অনেক কষ্ট করে লোন নিয়ে ব্যবসা শুরু করলে তাতে আবার ঝুঁকি থাকে ৮০% তাই সরকারি চাকরি দরকার।
    আর সরকারি না করলে সুন্দরী ব‌উ জোটে না।

  • @EarningStation.
    @EarningStation. 2 місяці тому +1

    খান সাহেবের নিম্নমানের যুক্তি উপস্থাপন আর নিম্নরুচির মানুষ মনে হলো।

    • @YoutubChannel2491
      @YoutubChannel2491 2 місяці тому

      সকল বিধান বাতিল করো অহীর বিধান কায়েম করো। আমি এমন যোগ্য সরকার চাই যে, ২৫ হতে ৩০ বছর বয়সের মধ্যে সকল বেকার তরুণ তরুণীদের চাকরির ব্যবস্থা করবে। এইটা আমার সরকারের উপর ফরয। # বর্তমানে যাদের বয়স ৩০ বেশি অথচ বেকার রয়েছে, তাদের চাকরির ব্যবস্থা করতে হবে বাধ্যতামূলক। ৩৫,৪০ করে কি হবে ? এতো বছর ধরে খরচ দেবে কে ? একটি চাকরির মাধ্যম দিতে পারবেনা এ কেমন সরকার ? ৩০,৩৫ বছর অনেকে বাচেওনা !!!

  • @Rana-110
    @Rana-110 2 місяці тому +11

    ৩০ বছরের মধ্যেই সরকারি চাকরি পেতে হবে এই মানুষিক চাপের কারণে চাকরি প্রার্থীরা, কোন কিছু না করে শুধু পড়াতেই থাকে।যদি বয়সের চাপ না থাকতো তাহলে প্রয়োজনে ৫বছর বিদেশ করে এসে চাকরি খুঁজতাম। কিন্তু এই বয়সের চাপ থাকার সেটাও করতে পারে না চাকরি প্রার্থীরা।