বাবা-মার বলা তিন কথা যা সন্তানের জন্য ক্ষতিকর | Yahia Amin | LifeSpring

Поділитися
Вставка
  • Опубліковано 15 тра 2021
  • #Parentingmistakes #Childdevelopment #LifeSpring
    বাবা-মার বলা তিন কথা যা সন্তানের জন্য ক্ষতিকর
    শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বাবা মায়ের ভূমিকা অনস্বীকার্য। তবে কোনো কোনো সময় অভিভাবকরা বুঝে বা না বুঝে কিছু ভুল করে থাকেন। কমন কিছু প্যারেন্টিং মিসটেক আছে যেগুলো সব সময় হয়ে থাকে। জানতে দেখুন সাইকলজিস্ট ইয়াহিয়া আমিন এর ভিডিও।
    ০৯৬৩৮ ৫০৫ ৫০৫ | প্রতিদিন সকাল ৯টা - রাত ৯টা
    আমাদের সামাজিক মিডিয়াগুলোর সাথে আপনি সংযুক্ত হতে পারেন-
    Facebook: https: / lifespringinstitute
    Instagram: / lifespringinstitute
    UA-cam: / lifespringlimited
    LinkedIn: / lifespring
    Website: www.lifespringint.com/
    রেগুলার ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন।

КОМЕНТАРІ • 418

  • @user-fl2lo1wb3o
    @user-fl2lo1wb3o 2 роки тому +502

    ক্লাস ১ এই শুরু হয়েছিলো এসব।
    লেখাপড়ায় বাজে ছিলাম
    পরিবারের আচার আচরণ ছিলো আপনার বক্তব্যের সাথে ১০০% সাদৃশ্যপূর্ন
    পরিবারের সবাই, স্কুলের সবাই, এমনকি টিচার রাও আমাকে নিয়ে হাসিঠাট্টা করতো
    স্কুল, নিজের এলাকায় এমনকি নিজের বাড়ির লোকজনও আমাকে (পাগল) বলে ডাকতো।
    কান আমি লেখাপড়া করতে চাইতাম না
    বেত্রাঘাতের ভয়ে স্কুল পালাতাম
    স্কুল পালানোর জন্য আমাকে বাড়িতে নির্যাতন করা হতো
    বেত্রাঘাত থেকে শুরু করে পায়ে দড়ি দিয়ে বেধে উল্টো করে ঝুলিয়ে রাখা পর্যন্ত শাস্তি দেয়া হতো।
    লেখাপড়া শেখার ইচ্ছা একদমই ছিলোনা কারন,
    সবাই বলতো (তুই পারবিনা) আমিও ভাবতাম আমি পারবোনা। পারবোনা তাই ক্লাসে গিয়ে চুপচাপ বসে থাকতাম
    আমার কাজিন প্রচুর মাধাবী, সারা জীবন সবাই তার সাথে আমার তূলনা করে আসছে,
    তার
    সে পরীক্ষায় A+ পেতো আর আমি টেনেটুনে পাশ করতাম।
    তার গায়ের জোর আমার থেকে বেশি ছিলো, তাই তার মা শুধু আমাদের দুইজন কে কুস্তি লড়তে বলতো
    শুরুতেই হার মানলে লজ্জাজনক ব্যপার হবে তাই কুস্তি লড়তাম ও বারবার হেরে যেতাম, তার মা দেখে খুশি হতো
    কাঁচা ছাত্র বলে টিচাররাও আমাকে গুরুত্ব দিতোনা
    আজ আমার ২০ বছর বয়স
    এলাকার ৩ জন সবচাইতে বাজে ছাত্রদের মাঝে আমি একজন।
    জ্ঞান হবার পর থেকে আজ পর্যন্ত কখনো কেও আমার তেমন কোনো প্রসংশা করেনি,
    আমি জানিনা প্রসংসার স্বাদ কেমন।
    এখনো পরিবারের সবাই আমাকে নিয়ে নেগেটিভ ধারনা রাখে
    আমি সব সহ্য করে যাচ্ছি,
    আমার সবচেয়ে বড় ব্যর্থতা হলো
    আমি কাওকেই স্যাটিসফাই করতে পারিনি।
    আমি পরিবারের বড় ছেলে সন্তান
    কিন্তু লেখাপড়ায় খারাপ বলে কেও ভরসা করতে পারতোনা
    প্রায় ৫ বছর আগে হঠাৎ জানতে পারি আমার ছোট ভাই হবে
    বিশ্বাস করিনি
    যখন ছোট ভাই হলো
    মনটা ভেঙে গেল
    সারা জীবন বহু কষ্ট পেয়েছি, কিন্ত এত তীব্র কষ্ট আগে হয়নি
    আমি তখন সম্ভবত ক্লাস ৮ এ পড়তাম
    আমার উপর কতটা অনির্ভরশীলতা থাকলে আমার মা বাবা বিয়ের ২০ বছর পর আরেকটা বাচ্চা নিতে বাধ্য হয় ভেবে মন টা ভেঙে গিয়েছিলো।
    মরে যেতে ইচ্ছে হয়েছিলো
    এ জীবনের কোনো মানে হয়না
    তবে সহ্য করে গেছি
    আমার সাথে ছোটবেলায় যেমনটা ঘটেছে
    আজ আমার ছোট ভাইয়ের সাথে এখন তেমনটাই ঘটছে,
    সে কারো কথা শুনতে চায়না, সবার অবাধ্য, প্রচন্ড জেদি, অলস, শুধু আমার কথা শোনে, আমাকে খুব পছন্দ করে আবার আমাকে প্রচন্ড ভয় পায়।
    অভিমান করতে পারে কিন্তু রেগে যেতে পারেনা
    আমি ৫ বছর বয়সে যেমন ছিলাম, আমার আচার আচরণ যেমন ছিলো, সবকিছুর প্রতিফলন ঘটছে আমার ছোটভাই এর সাথে
    আমার খুব ভয় হয়, আমি তো সবকিছু হস্য করে যাচ্ছি, আমার ছোট ভাইটা সহ্য করতে পারবে তো?
    এখন আমার জীবনের একটাই উদ্দেশ্য,
    যারা এত বছর আমাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে গেছে, (এখনও করে চলেছে)
    তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই (আমার দ্বারাও সম্ভব)
    এই একটা টার্গেট পূরনের জন্য আজও নিজের সাথে যুদ্ধ করছি
    সবাই দোআ করবেন, যেন সফল হই
    কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ

    • @hoichoi4411
      @hoichoi4411 2 роки тому +6

      Vaia same beparta amar shathe o hoyese..but ami nije e nijeke bujhiesi je ami parbo..ami baba ma er akmatro shontan..tao tara amar theke onnoder gurutto dito ar still dae..amar ma er attitude e silo je ami bolod,ami kisu pari na,,, but vagho valo amar smi khub valo kisu friend peyesi..ora amar shara jiboner asset..ami khub valo kisu teacher peyesilam jara amake prochondo ador korten..apni apner nijer akta positive xircle toiri koren..jara apnar valo chae ebong valobashe..nijer soto cai ke shobar theke dure rakhen ar protect koren..keu jodi oke soto kore tahole apni rukhe daraben..ar or jodi kono gun thake ta khuje ber kore bikoshito korar try korben..valo thaken vai..onek doa..ar apni jehetu atodin haal saren nai..tahole bujhe nen je apner boro shokti hosse dhorjo..porashuna valo koren nai to ki joyese...free lancing kore drkhia den..nijeke bishash koren..

    • @deenahauque7946
      @deenahauque7946 2 роки тому +3

      Coincidence Harabenna
      Challenge Onujaiyee Kaaj Korun
      InShaALLAH Aoni Joiyee Hoben

    • @nusaibahaque7892
      @nusaibahaque7892 2 роки тому +22

      শুভকামনা রইল তোমার এবং তোমার মত ছেলে মেয়েদের জন্য। সব বাধা পেরিয়ে একদিন সফল এবং সুন্দর জীবনের অধিকারী হবে। বাবা মায়ের প্রতি কষ্ট নিও না কারণ তারা না বুঝে এমন করছেন।

    • @masturakhondoker8994
      @masturakhondoker8994 2 роки тому +22

      @ব্যর্থ জীবন, ধন্যবাদ তোমাকেও যে, তুমি বলতে পেরেছো এবং এ ধরনের ভিডিও দেখ বলে। বুঝায়ই যাচ্ছে যে, তুমি একজন অনেক পজিটিভ (ইতিবাচক) মনের মানুষ।
      তুমি বদলাতে পারবে, চেষ্টা করে যাও। তবে সমাজের গতানুগতিক ধারায় নয়। যেভাবে তুমি ভালো ও আনন্দে থাকবে, সেভাবেই, সেটুকুই করবে। মানে, নিজের সামর্থের মধ্যে থেকে। সফল হতে হলে আগে তোমার profile নামটা (ব্যর্থ জীবন) বদলাতে হবে!!😀😀
      বাবা মার প্রতি রাগ করোনা ও ভুল বোঝ না। বাবা-মা হওয়ার সাথে সাথে তারাও মানুষ। মানুষ হিসেবে তাদেরও সীমাবদ্ধতা থাকে। আর পরিবার ও সমাজতো রয়েছেই পিতামাতাকে আঘাত করার জন্য। সেই সাথে তাদের গতানুগতিক শিক্ষা এবং সন্তান লালন পালন এর শিক্ষার অর্থাৎ আজকের এই বিষয়টি সম্পর্কে ধারনার অভাব। সব মিলিয়ে সন্তানের উপর চাপ চলেই আসে কোন না কোনভাবে। আমি ও মাঝে মাঝে আমার সন্তানের উপর চাপ সৃষ্টি করি এবং হিউমিলিয়েট মূলক আচরণ করে ফেলি। পরে প্রচন্ড খারাপ লাগে। কেননা, ইচ্ছে বা ঠান্ডা মাথায় এ আচরণ করা হয় না। কোন বাবা-মা'ই এমনটি করতে চায় না। পরিবেশ পরিস্থিতি সবসময় নিয়ন্ত্রণে থাকে না, তাই এমনটি ঘটে থাকে।

    • @mahmudaaktar6747
      @mahmudaaktar6747 2 роки тому +7

      May Allah give you strength. InshaAllah you will achieve your goal . Please try again & again.

  • @jahirulislamkabirkabir9772
    @jahirulislamkabirkabir9772 2 роки тому +93

    স্বামী স্ত্রীর মধ্যে ভাল বন্ধন সন্তানের মানসিক বিকাশে ৩ বেলা পেট ভরে খাওয়ার চাইতে ৮০গুন বেশি কার্যকরী( আমি মনে করি)।

    • @PanDa-oc9nb
      @PanDa-oc9nb 2 роки тому

      Amar ma baper relation onek Valo, 2ta eksathe mile mistreat kore amader, 2joneri Kothar sathe kajer Kno Mila nai, eksathe galmondo kore. Ekjon arekjon k tal dey bokajhoka korte, compare korte, birokto korte.....

    • @afrozaakhter697
      @afrozaakhter697 2 роки тому

      Right

    • @taniamondal961
      @taniamondal961 Рік тому

      💯

    • @naimaakter678
      @naimaakter678 Рік тому

      yes

    • @aishibagchi8806
      @aishibagchi8806 Рік тому +2

      একদম ঠিক কিন্তু এটা খুব অল্প লোকই বুঝে।

  • @arsaani5093
    @arsaani5093 2 роки тому +44

    অনেক সুন্দর করে বললেন স্যার।হয়ত আমরা অনেকেই এধরনের ঘটনার শিকার;নিজের সন্তানের সঙ্গে এমনটা যাতে না করি এটাই কাম্য হওয়া উচিত...

  • @rahemarrannaghorvlogs
    @rahemarrannaghorvlogs 2 роки тому +11

    আসসালামুয়ালাইকুম
    আপনার কথা গুলো শুনে আমার অতীত টা মনে পড়ে গেলো
    পড়ালেখায় ভালো ছিলাম না একদম খারাপ তেমন না ক্লাসে ১,২,৩,হতে পারতাম না ,
    বাবা মা তো অন্যের সাথে তুলনা করতোই
    আর বিয়ের পরেও সেই একই কথা আমি পারবো না আমাকে দিয়ে কিছু হবে না।
    আমি এই কথা গুলো শুনে মানসিক ভাবে অসুস্থ হয়ে গেছি । ২৩ বছর বয়সে অনেক কিছু শুনতে এবং করতে হয়েছে । এখন আমি ও একজন মা আমি আমার ছেলেকে একটা আলাদা জীবন দিতে চাই ,
    এখানে এখন সমস্যা হয়ে দাঁড়ালো টাকা
    তাকে ভালো একটা জীবন দেওয়ার জন্য টাকার অনেক দরকার ।।এই কথা টা আমি এখন প্রতিটা মূহুর্তে বুঝতে পারছি । অনেক কষ্টে সামান্য পড়ালেখা শিখতে পেরেছি , আমি ওচাই আমার সন্তান ভালো কিছু করুক তবে তা জোর করে বা কারো সাথে তুলনা করে না, আমার ছেলেটা একটু বড়ো হলে আমি কিছু একটা করতে চাই ।।
    সবাই আমার আর আমার ছেলের জন্য দোয়া করবেন ।আর হ্যা আবেগের বসে হয়তো অনেক কথাই বলে ফেলেছি ক্ষমার দৃষ্টিতে দেখবেন
    আর স্যার আপনাকে ধন্যবাদ এতো ভালো কন্টেন্ট তৈরি করার জন্য🎉🎉

  • @happyakter1369
    @happyakter1369 2 роки тому +16

    সত্যি যে আমাদের মত কিছু বেখেয়ালি মা বাবার জন্য ছেলে মেয়ে নষ্ট হয়ে যায়, আমি আজ এখন থেকে মা হিসেবে একজন ভালো এবং দায়িত্বশীল মা হয়ে দেখাবো সবাই আমার জন্য একটু দোয়া করবেন

    • @NPA71
      @NPA71 Рік тому

      Best of luck

  • @beyondhope4humanity
    @beyondhope4humanity 2 роки тому +23

    Accurately said!💯💯 If it weren't for my faith in Allah I don't know how I would have developed a positive mindset as today.

  • @lutfaaktar
    @lutfaaktar 2 роки тому +4

    কথাগুলো খুব উপকারী। সব সময় মাথায় রাখার চেষ্টা করব।ধন্যবাদ এত সুন্দর ভাবে বলার জন্য।

  • @sabihasultana4069
    @sabihasultana4069 2 роки тому +3

    একদম ঠিক। আমাদের সময় বাবা মায়েরা এই ধরনের কথাই বলতেন।

  • @mayabinur3467
    @mayabinur3467 2 роки тому +3

    আপনার কথা গুলো খুব মন দিয়ে শুনলাম।আসলে অনেক সময় আমরা সাংসারিক ব্যাপার নিয়ে যখন নিজের উপর পড়ে তখনই সন্তানের উপর রাগ টা ফেলি।তবে আমার ছেলে টার মা আবার বাবা আবার বন্ধু আমি একাই। কারন আমার ভাগ্য টা খারাপ তার সাথে সাথে আমার ছেলে টার ও ভাগ্য খারাপ তার জন্য শুধু তার মা।তবে আমার মা বাবা যা করেছে আমার সন্তানের জন্য আমি মোটৈই সেটা করিনা।কিসে আমি কষ্ট পেয়েছি সেটা মাথায় রেখে আমি আমার সন্তানের প্রতি অনেক খেয়াল রাখি। হয় তো একটা সুখি পরিবার দেখাতে পারিনি তবে একটা রেমিট্যান্স যোদ্ধা মা দেখিয়েছি সন্তান কে।সন্তান কে মানুষের মত মানুষ করার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার সন্তান টা যেনো একদিন মানুষের মত মানুষ হয়।

  • @AbdulMannan-jg3mv
    @AbdulMannan-jg3mv 2 роки тому +7

    কথাগুলো অবশ্যই ভালো।
    কিন্তু, পারিবারিক এবং সামাজিক বাস্তবতা একেবারেই ভিন্ন।

  • @kawsarahmed4711
    @kawsarahmed4711 2 роки тому +8

    আজ ৭ বছর ধরে বাবা -মায়ের অত্যাচার সহ্য করতেছি।

  • @khadijalily3402
    @khadijalily3402 Рік тому +1

    অনেক ধন্যবাদ আপনাকে । এতো সুন্দর করে বললেন একটুও স্কিপ করতে পারলাম না । আর সত্যি বলতে শেষের ২ মিনিট দারুন লেগেছে । আজ বুঝতে পারছি কেনো আব্বুকে এতো পছন্দ করি । আব্বু সবসময় আমার সাথে বন্ধুর মতো মিশতো । আমার প্রিয় আব্বু ❤️

  • @farhajminrima6590
    @farhajminrima6590 Рік тому +1

    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অসাধারণ আলোচনা আল্লাহ তায়ালা আপনাকে উত্তম প্রতিদান দান করুন আমিন

  • @jannatunnyeem2890
    @jannatunnyeem2890 2 роки тому +180

    সারাজীবন যেভাবে নিজেরা ট্রিটেড হয়েছি তার অন্যপ্রান্তে দাঁড়িয়ে নিজের সন্তান কে মানুষ করছি। তার রিজাল্ট ও পাচ্ছি। নিজেকে পরিবতন করেছি শুধু তার জন্য।

    • @user-hj6rt2px7b
      @user-hj6rt2px7b 2 роки тому

      আমিও সেইম

    • @samimhasan4012
      @samimhasan4012 2 роки тому

      অাপনাদের মতো মা জাতির গর্ব!! ❤️❤️❤️

    • @user-hj6rt2px7b
      @user-hj6rt2px7b 2 роки тому +9

      তবে স্রোতের বিপরীতে গিয়ে পথচলা অনেক অনেক কঠিন।

    • @azmirakhter1933
      @azmirakhter1933 2 роки тому +1

      @@user-hj6rt2px7b.

    • @abdulahalmamun9960
      @abdulahalmamun9960 2 роки тому +1

      @@user-hj6rt2px7b !.

  • @habibadina4197
    @habibadina4197 2 роки тому +3

    Choto belay prochur eshob kotha shunechi mayer mukhe but Alhumdulillah kono kharap probhabi pore nai. Frustrations bolte je kono rog ache tokhon jana chilo na. Alhumdulillah

  • @amenahossain3464
    @amenahossain3464 2 роки тому +2

    You’re right, ami apnar shathe ekmot. Ami onek manush ke emoni advice kori kintu tara moteo patta dey na, ora bole ei guli ke na marle manush hobe na. Eita onek onnay. Chele meye der valobasha diye bujhate hoy, mere noy. Amar baba ma amader kokhono marten na, emon ki kokhono karo shathe tulonao korten na. Amader ke onek freedom diyechen. Amar baba sheykaler but lifestyle chilo American der moto. Ekhon ami ek shontaner ma, amar meye 24 years. I hope apnar ei video dekhe kichu ma abong baba ra valo kichu shikhbe abong noje ke poriborton korbe. Oneke kintu attohotta kore porikkhay jodi kharap result kore, karon tara jane baba, ma take onek marbe abong lojja dibe. I feel so sorry for those choldren jara traumatized. Thank you so much for your educational video.

  • @echo.ichigo
    @echo.ichigo 2 роки тому +7

    Jordan Peterson of Bangladesh! Always thankful for your content! May Allah keep you good and well

  • @maimoonrauda4377
    @maimoonrauda4377 Рік тому +1

    ✍️ মাশাল্লাহ জাযাকাল্লাহ খাইরান প্রিয় ভাই এত সুন্দর একটি টপিক নিয়ে এসেছেন 💝

  • @razwayazrin.966
    @razwayazrin.966 2 роки тому +1

    অনেক,অনেক,অনেক ধন্যবাদ আপনাকে। এতো সুন্দর করে সব বুঝিয়ে বলার জন্য।

  • @sultana349
    @sultana349 2 роки тому +1

    Apnar boktobyer prothom kothati r j troma r kotha aapni bollen ta ami 19 bochor boyoshe besh hare hare ter pacchi 😞. Allah shobar hefajot koruk .. inshallah

  • @shafquatmorshed
    @shafquatmorshed 2 роки тому +2

    Just touched my heart... Hope All will learn that not the humiliation but the positive interaction with kids is the the right form of parenting ...

  • @shamimanasrin2286
    @shamimanasrin2286 2 роки тому +5

    অনেক উপকৃত হলাম। ধন্যবাদ।

  • @rubbyatnawaz5994
    @rubbyatnawaz5994 2 роки тому +9

    All these three things happened to me. I have suffered from all the bad effects. In exchange, what I have done, I have done nothing like that to my children. I am not a "successful" person in my life. But I have given "time" to my children. This is a life's experience.

  • @abdulmomin3214
    @abdulmomin3214 2 роки тому +2

    Hundred percent correct sir I have same experience passing my life.thanks sir we gets good advice from you.

  • @runahassan9448
    @runahassan9448 2 роки тому +4

    মাশাল্লাহ 😌😌😌অনেক ধন্যবাদ।

  • @Muhib_recitation
    @Muhib_recitation 2 роки тому +1

    গুরুত্বপূর্ণ আলোচনা।

  • @ShahieenHossain-uj2yc
    @ShahieenHossain-uj2yc 5 місяців тому

    Masha Allah স্যার সব কথা গুলো বাস্তবের সাথে মিলে যায়❤

  • @sayeedafarhana3383
    @sayeedafarhana3383 2 роки тому +1

    Khub Shundor akta topic niye alochona korlen Dhonnobad.

  • @airinsultana9722
    @airinsultana9722 2 роки тому +11

    তৃতীয় কথাটা আমি বলি আমার ছেলেকে। এইটা বলা ঠিক না এইটা আমি জানি।কিন্তু মাঝে মধ্যে বাচ্চারা কথা একদমই শুনতে চায় না।তাই মাথা গরম করে বলে ফেলি। আর বলবো না ইনশাআল্লাহ্।

  • @alludolls
    @alludolls 2 роки тому +2

    খুব ভালো লাগলো শুনে ধন্যবাদ আপনাকে

  • @akhidas1056
    @akhidas1056 2 роки тому +1

    কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ।

  • @chutysahana9117
    @chutysahana9117 2 роки тому +1

    ধন্যবাদ। সমৃদ্ধ হলাম।

  • @maminulislam4514
    @maminulislam4514 2 роки тому +38

    আমার বাবা-মা এই তিনটা কাজের একটা কাজও বাদ দেয়নি ছোটবেলায়। যার খেসারৎ এখনো আমাকে দিতে হচ্ছে।

  • @DinaAhmed-hn1oj
    @DinaAhmed-hn1oj 2 роки тому +3

    thanks for the last advice.

  • @zainabafroza
    @zainabafroza 2 роки тому

    جزاك الله خيراً

  • @kobirhossain-rp2tw
    @kobirhossain-rp2tw 2 роки тому +2

    এক কথায় অসাধারণ।

  • @siamhasan7750
    @siamhasan7750 2 роки тому

    Apnar kotha gulo ekdom amr lifer er satha 100% mile gase...

  • @zannatulferdousmaliha4743
    @zannatulferdousmaliha4743 Рік тому +1

    Thanks a lot for making this kind of video. It is a nice attempt to make parents aware of their mistakes.

  • @sharmin2771
    @sharmin2771 2 роки тому +5

    আমার বাবা, মার এই তিনটি দোষীই রয়েছে আমাদের তিন ভাই বোনকে তিলে তিলে মেরে ফেলছে আমার জীবনটা তো এই ২২ বছরেই শেষ হতে চলেছে আর ওদের জীবন ও শেষ হয়ে যাবে 😭

  • @shamimasume2645
    @shamimasume2645 2 роки тому

    Onk Valo laglo kthagulo.....Ami 1st kothata sune sune Boro hoesi bt amr seleke ei tintr ektao kokhono sunte ba face Korte hoyni Alhamdulillah....Ami nijer jibon theke shikkha nea seleke manus korar chesta korsi

  • @mdyounus1316
    @mdyounus1316 2 роки тому +1

    ভাইয়া আপনার কথায় সত্যি আপনাকে অনেক ধন্যবাদ

  • @shabanaakhter5203
    @shabanaakhter5203 3 роки тому +2

    Kub sundor kotha

  • @tarekrashid5580
    @tarekrashid5580 6 місяців тому

    Thank you for the actionable pointers, esp the last one.

  • @khayrulislam3050
    @khayrulislam3050 2 роки тому +13

    আমার কি আব্বুকে ভিডিও টা দেখানো উচিৎ। তখন হয়তো আমার ঘর ছাড়া হতে হবে। তার থেকে মনে হয় এখনি ভালো আছি।সময় হলে আমি নিজেই চলে যাবো। আমি জানি আম্মুর জন্য আমার কষ্ট হবে। সবশেষে তো নিজেকেই ভালোবাসি।

  • @runasdailykitchenvlog25
    @runasdailykitchenvlog25 2 роки тому +1

    অসাধারন !👏👏👏

  • @user-Ok1200
    @user-Ok1200 2 роки тому +1

    কথা গুলো বাস্তব

  • @ahsanmuzahid6721
    @ahsanmuzahid6721 2 роки тому +55

    আলহামদুলিল্লাহ আমার বাবামায়ের ৩টা দোষের মধ্যে একটা দোষও নেই।
    আল্লাহ অনেক ভালো রেখেছে। জানিনা বাবামায়ের ভালোবাসার প্রতিদান দিতে পারবো কিনা আদৌ।

    • @tasnimauroni9383
      @tasnimauroni9383 2 роки тому +4

      আলহামদুলিল্লাহ, আমার বাবা মা ও😃

    • @mistysarker4098
      @mistysarker4098 2 роки тому +2

      সৌভাগ্যবান

    • @jakiasultana5601
      @jakiasultana5601 2 роки тому

      Allahumma bariklahu.

    • @tohominaakter892
      @tohominaakter892 2 роки тому

      দোয়া করবেন সব সময় তাদের জন্য

    • @md.syfulislammolla240
      @md.syfulislammolla240 2 роки тому +1

      Worth Hearing. I think it’s a must watch clip that should be disseminated to the parents or who are gonna be parents of all walks of the society. Such an effective and wise mentoring.

  • @mahmudaaktarmahmudaaktar2375
    @mahmudaaktarmahmudaaktar2375 2 роки тому

    Thank you 😊

  • @mahmudashandicrafts966
    @mahmudashandicrafts966 2 роки тому +52

    স্যার নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয়,কারন আমরা একেতো অসচ্ছল এর মধ্যে পারি বারিক অত্যচারের কারনে বেশির সময় ডিপপ্রেশনে থাকি।

    • @jahidulislam7474
      @jahidulislam7474 2 роки тому +1

      ডিপ্রেশন যন্ত্রণা দিয়েছিল ২০১৫ থেকে

    • @rajc1382
      @rajc1382 2 роки тому +2

      Bangladesh er sad reality...wish everything gets better in ur life...

  • @ishratjahan9217
    @ishratjahan9217 2 роки тому

    Thanks for sharing.so helpful information 💐

  • @taniaaktar8545
    @taniaaktar8545 2 роки тому +1

    জাজাকাল্লাহ খাইরান

  • @md.ahanafiqbal2549
    @md.ahanafiqbal2549 2 роки тому

    Thanks Sir. For Making This Video 😐

  • @dilrubaakhter2608
    @dilrubaakhter2608 2 роки тому +2

    Mashallah amar bacchader shathe amar shomporko khubi valo, tai tader ekbar bujie bolle tara buje. Soto theke oder positive wayte boro koresi.

  • @shimazakir6307
    @shimazakir6307 2 роки тому +1

    আপনার কথাগুলো অনেক দামি

  • @kidsclassroom8087
    @kidsclassroom8087 2 роки тому

    Apnara amader jobon ta onek sundor cre dichen onek donnobad sir

  • @daisymotionvlog
    @daisymotionvlog 2 роки тому

    onek sundor video right right right

  • @nafisaahmed1002
    @nafisaahmed1002 2 роки тому +10

    This Man is an asset for Bangladesh in the field of psychology, I hope he wasn't so expensive for the overseas clients.
    "Please have a discussion on Covert Narcissistic husband/his abuse , manipulation,gaslighting & how he damages his own children without the children & the outsiders ever realizing it"..

    • @yahiaamin
      @yahiaamin  2 роки тому +5

      Hello. This is Afrin, Page Coordinator of Yahia Amin’s Page. Thanks for your precious comment. We will keep that on our mind.

  • @kavyaray4843
    @kavyaray4843 Рік тому

    Khub khuuub sottyo eta ❤❤❤❤

  • @nazmulhossen35
    @nazmulhossen35 2 роки тому

    অসাধারণ এক কথায়

  • @user-bz3tp3sv2i
    @user-bz3tp3sv2i 4 місяці тому

    খুব ভালো লাগলো।

  • @Love-Runs-Blind
    @Love-Runs-Blind 2 роки тому

    Kothagulo Ekdom thik bolechen Sir

  • @muslimcricketer1126
    @muslimcricketer1126 2 роки тому +3

    I find this video very helpful. Thank you.

  • @mainulislam7918
    @mainulislam7918 Рік тому

    অসাধারণ বলেছেন

  • @user-md6ws7if7u
    @user-md6ws7if7u 8 місяців тому

    Mash Allah.
    Allah apnar nak hayat o nak ellm briddhi kora dek

  • @mdmomo2998
    @mdmomo2998 2 роки тому

    Allah apnar valo korun. Akdom thik bolecen. Ami atar pora pori shikar

  • @user-oe5kr5cq6q
    @user-oe5kr5cq6q Рік тому

    মাশাআল্লাহ আপনার এই পরামর্শ অনেক বাবা-মা অনুসরন করবেন

  • @saajeeb
    @saajeeb Рік тому

    Wonderfully explained, thanks!

  • @mohsinhossen6585
    @mohsinhossen6585 2 роки тому

    Yes thats right.ai gula akdom tik bolcen

  • @chhayamanna1774
    @chhayamanna1774 2 роки тому

    Khub bhalo bhabe bojalen sir

  • @Nipa986
    @Nipa986 2 роки тому +1

    খুবই সত্যি😔

  • @soiyadrana
    @soiyadrana 2 роки тому

    ধন্যবাদ

  • @thebeast8694
    @thebeast8694 2 роки тому +3

    আমার বাবা মাকে এই ভিডিওটা দেখা উচিত!

  • @MoonLight-fb1sw
    @MoonLight-fb1sw 3 місяці тому

    প্রতিটি কথা সত্য😢

  • @jahanurakther5012
    @jahanurakther5012 2 роки тому

    Thank you. apnr suggestions amr besh pochondo hoeche. Er kichu weakness amr o ache. Ami recover krobo insha Allah. Amr chele amr kotha ektu kom mante chay. Tare Jodi Ami porte boli o khelte chay. Baire jete chay. Kivabe Ami amr chele k porar proti Attraction ta create korbo ektu suggestion din please. Bole rakhi Ami ekjon job holder r amr cheler age 8years.

  • @Forhad-sb9sh
    @Forhad-sb9sh 2 роки тому +1

    Nice Sir

  • @jannatmunni6352
    @jannatmunni6352 2 роки тому +1

    Very nice

  • @diptimondol1102
    @diptimondol1102 11 місяців тому

    Very good

  • @rokhsanahaq5048
    @rokhsanahaq5048 2 роки тому

    Absolutely right thanks 😊 Bangladesh 🌹 sokoll bacchaa der jonnoo doa thakloo 🌹❤️🧡

  • @livelifeunfiltered
    @livelifeunfiltered 2 роки тому +2

    Unfortunately, I have faced all three things that discussed. And guess what? I'm 25 now & i'm suffering from anxiety, low confidence, social anxiety, over thinking & many more inner wounds!
    I don’t know how to explain this to people! Still i can't explain this to anyone.
    Whoever watching this video, please don’t do this to your children. May Almighty bless us. :)

  • @dorinalam7132
    @dorinalam7132 2 роки тому

    Ekdom true

  • @user-cl6ft5wh1j
    @user-cl6ft5wh1j 2 роки тому +1

    আমিও করি, এখন বুজলাম এটা ক্ষতিকর, ধন্যবাদ আপনাকে

  • @Rakib_Hassanz
    @Rakib_Hassanz 2 роки тому +1

    video ta oneek beshi valo laglo

  • @rumalislifestyle94
    @rumalislifestyle94 2 роки тому +3

    amer sathe shob ghotsey 17 years porjonto..akhon valo hoe gese tara karob amay bie die tara day shere felse....but ami amr otit kisutei vulte parina

  • @maharinafrosesriti6774
    @maharinafrosesriti6774 2 роки тому +3

    Sir apner kotha gulo onk valo laglo but aigulo already face kore felechi..ai matter gulo niye ami mentally onk besi disturbed...

  • @mahamudrubel87
    @mahamudrubel87 Рік тому

    Nice bolechen!!!👍

  • @farhanabegum6173
    @farhanabegum6173 2 роки тому

    আমিন।

  • @EasyBDVlogs
    @EasyBDVlogs 2 роки тому

    কথা গুলো খুব ভালো লাগলো আমার সাথে এমন অনেক বলে তোমাকে দিয়ে কিছু হবে না শুধু আমার জব হচ্ছে না দেখি কি পড়াশুনা করেছি একটা জব নিতে পারি না জানি না কখন আমার একটা চাকুরি হবে আর মানসিক প্যারা থেকে মুক্তি পাবো। মাঝে মাঝে মনে হয় মরে যায় শুধু বেবি টা মুখের দিকে তাকিয়ে কিছু করতে পারি না। আমার কাছে মনে হয় আমি একদিন সত্যি পাগল হয়ে যাবো । ♥♥♥♥♥

  • @AZ-vo3os
    @AZ-vo3os 2 роки тому +1

    Could you please write down the main points on screen or description box?
    Thanks again.

  • @atpjamilyt1119
    @atpjamilyt1119 2 роки тому +1

    ঠিক কথা

  • @sanjidulhaque1489
    @sanjidulhaque1489 2 роки тому +10

    8:55 Most important thing in any relationship

  • @mdshahadathossen4670
    @mdshahadathossen4670 2 роки тому +1

    I feel this situation in my life 🙂

  • @delhivloggerfatema
    @delhivloggerfatema 2 роки тому

    Nice video

  • @eshadas7332
    @eshadas7332 2 роки тому

    Amr baba shob somoi arokom kotha gulu bole

  • @ahsoikot1418
    @ahsoikot1418 2 роки тому +1

    আসলেই আমি এই সব গুলোর সমুক্ষিন হয়েছি।

  • @aditisahnee
    @aditisahnee 2 роки тому +4

    অনেক কথা লিখতে মন চায়। তবে সব কথা বলা যায় না। শুধু এটুকু বলতে চাই, বাবা মা সবসময় সন্তানের ভালো চান তবে তাদের মুখ থেকে বের হওয়া কথা যে তাদের সন্তানদের উপর কীরকম ভাবে প্রভাব ফেলতে পারে তার সম্পর্কে তাদের ধারণা নেই।
    তাদের কথা বলার ভঙ্গিমা তাদের সন্তানদের যে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলতে পারে তা বোঝার জন্যে এমন আরও জনসচেতনতামূলক উদ্যোগ চাই।
    শৈশব কালের মানসিক চাপ যে কী ভয়ংকর হতে পারে তা ভাষায় প্রকাশ করা যায় না

  • @tahminabegumtahmina1663
    @tahminabegumtahmina1663 2 роки тому

    Nice

  • @tahsinibrahim7854
    @tahsinibrahim7854 2 роки тому +2

    Amar parents alhamdulilah onk valo .

  • @neelabinte282
    @neelabinte282 2 роки тому +1

    Emonta ghoteche amr life a choto thekei esob sunechi & now age amr 30but ami kichu vuli ni osb gethe ache & amr parents k sei level er hate kori ora kichu bolle ami dont care study korchi job korchi but amr full life & now face korchi ekta pain ja amr hubbyr upore baje vabe provab fele😔😔😔

  • @stranger1554
    @stranger1554 2 роки тому +16

    মা -বাবা তাঁদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন আমার জন্য। জানি না বাবা -মাকে কতটা দিতে পারব ফিউচার -এ 🥺😢

  • @farhantalentfab1099
    @farhantalentfab1099 2 роки тому

    👍👍 Ameen 🤲