Khulna | খুলনার গল্প | কবিগুরুর শ্বশুর বাড়ী | খান জাহান আলীর মাজার ও ষাট গম্বুজ মসজিদ | মাছ বাজার

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 618

  • @krrahul2335
    @krrahul2335 2 роки тому +100

    প্রিয় রণ
    আজকের ভিডিওযদি তুই দেখিস, তবে খুব কষ্ট পাবি। ইশশ! এতদূর এসেও উনি ভিতরে এলেন না! আরেকটু ভিতরে এলেই তো দেখা হয়ে যেতে পারতো দাদাদের সাথে। তোর এখনকার কর্মক্ষেত্র তোর চেয়ে কেউ ভালো ভাবে পরিচয় করাতে পারতো না উপরওয়ালা চাইলে নিশ্চয় আবার উনি যাবেন তোর বিশ্ববিদ্যালয়ে তখন দেখা করিস। আসলে আমরা না একমাস ধরে ওনার সাথে, ওনার চোখে বাংলাদেশ দেখছি আর তোদের সাথে কাটানো আমার এখানকার কর্মজীবনের স্মৃতি মনে পরে যাচ্ছে। কখনো না দেখা বাংলাদেশকে দেখার নিজের চোখে সৌভাগ্য হচ্ছে
    খুলনায় কবিগুরুর শ্বশুরবাড়ির সুন্দর রক্ষনাবেক্ষন দেখে মন ভরে গেল।এছাড়াও খান জাহান আলির মাজার, দীঘির ধলাপাহাড়, কালাপাহাড়ের গল্প, ষাটগম্বুজ মসজিদ, মাছবাজার কত কি! চোখের সামনে একটা একটা করে পর্দা উঠে যাচ্ছে, আর ঢুকে পড়ছি এতদিনের কল্পনায় লালন করা দেশটাকে স্বচক্ষে দেখে কল্পনা ও বাস্তবের মেলবন্ধন ঘটাতে
    একজন শিক্ষক ঠিক যে ভাবে তার ছাত্রদের হাতে ধরে পাঠ পড়ান, উনিও সেভাবেই আমাদের ধরে ধরে আমাদের যে কোন দেশের যে কোন স্থান মাহাত্ম ধরে ধরে ধৈর্য সহকারে পরিচয় করান আর বাস্তব জীবনেও উনি তোরই মত একজন শিক্ষক তাই দেখবি ওনার শিক্ষার মতই ওনার রুচি আর তার সাথে সামঞ্জস্যপূর্ণ ওনার কাজ(ভিডিও)। নিরলস ভাবে প্রতিনিয়ত আমাদের মনের খোরাক জুগিয়ে চলছেন শিবাজী ও পৃথ্বীজিত।
    ভালো থাকিস
    দাদা

    • @explorershibaji
      @explorershibaji  2 роки тому +24

      আপ্লুত!! কি যে আনন্দ পেলাম, আপনার প্রিয় রণ কে লেখা চিঠি আমাদের মনের মণিকোঠায় যত্ন করে বাঁধিয়ে রাখলাম। অভূতপূর্ব এই কমেন্ট দাদা। আমাদের কাজ সার্থক।
      🙏🙏🙏

    • @saubhagyaratnamshrishreyaj667
      @saubhagyaratnamshrishreyaj667 2 роки тому +7

      @@explorershibaji sotti e shibaji babu... Apni nije o jamon charming apnar kaj tao serakam e... Prithwijit babu o sundor songot korchen... Tai uni abar ekjon artist.... Apnar kaj osamanno and very inspiring....

  • @gobindaminiaturekitchen6701
    @gobindaminiaturekitchen6701 2 роки тому +31

    বন্ধু দারুণ লাগছে বাংলাদেশ। খুলনা শহর দেখে মনে হচ্ছিল বেশ আধুনিক শহর। খুব সুন্দর লাগল ভিডিও।

  • @aritraghosh6121
    @aritraghosh6121 2 роки тому +25

    আমার পূর্বপুরুষদের দেশ ছিল বাংলাদেশের খুলনাতে। খুব ভালো লাগলো দেখে আপনার ভিডিওর মাধ্যমে খুলনাকে। ধন্যবাদ শিবাজীদা। অপূর্ব উপস্থাপনা।

    • @rajonghosh5132
      @rajonghosh5132 2 роки тому +2

      কেমন আছো দাদা

    • @walidhossain8271
      @walidhossain8271 5 місяців тому

      এখন কোথায় থাকেন

  • @blue-orchid
    @blue-orchid 2 роки тому +37

    আমি যতটা ভিডিও দেখেছি এর আগে কোন ব্লগার আমার বাংলাদেশকে এতটা সুন্দরভাবে তুলে ধরতে পারিনাই। ভালোবাসা এবং শুভ কামনা করছি আপনার জন্য।

    • @explorershibaji
      @explorershibaji  2 роки тому +7

      ধন্যবাদ জাহাঙ্গীর। তুমি না থাকলে এই ভিডিও সম্ভব হত না।

    • @blue-orchid
      @blue-orchid 2 роки тому +3

      @@explorershibaji 🙏🙏🙏🙏🙏🙏

  • @TanzirRahman
    @TanzirRahman 2 роки тому +10

    শিবাজীদা, তুমি বাংলাদেশে থেকে যাও। আর বাংলাদেশের সুন্দর জায়গা গুলোকে এভাবে তুলে ধরো। এত সুন্দর করে মনে হয় কেউ তুলে ধরতে পেরেছে আগে।

  • @nausaadzaman1805
    @nausaadzaman1805 2 роки тому +37

    বাংলার এ প্রান্তকে এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা 🇧🇩💚

  • @khulnarcooking2754
    @khulnarcooking2754 2 роки тому +18

    খুলনার মেয়ে হয়ে আমি গর্বীত। ধন্যবাদ আপনাকে আমাদের খুলনাকে এত সুন্দর করে তুলে ধরার জন্য।

  • @nirmalenduroy5511
    @nirmalenduroy5511 2 роки тому +27

    দাদা আমি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর থেকে লিখছি আমার মায়ের দিকের পূর্বপুরুষদের বাড়ী ছিল বাগেরহাট জেলায়,আমি খুব ছোটবেলায় দিদিমার কাছে কালাপাহাড় ও ধলাপাহাড়ের গল্প শুনেছিলাম,আমি ২০১৯ সালে প্রথমবারের মতো খুলনায় গিয়েছিলাম,আপনার ভিডিও দেখে সত্যিই আমি খুব আবেগপ্লুত হয়ে গেছি ধন্যবাদ আপনাকে।🌷🌷🌷

    • @badruzzamanriton4627
      @badruzzamanriton4627 4 місяці тому +1

      @@nirmalenduroy5511 , আমার বাড়ি বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদের কাছেই । আপনার শেকড়ের প্রতি টান দেখে খুব ভালো লাগলো ।
      ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ।

    • @nirmalenduroy5511
      @nirmalenduroy5511 4 місяці тому

      @@badruzzamanriton4627 ধন্যবাদ দাদা আপনাকে অনেক অনেক ভালো থাকুন বাংলাদেশের প্রতি আমার ভালোবাসা বরাবর একই রকম ইশ্বরের কাছে এই দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।🌷🌷🌷

  • @chakrabortysushanta
    @chakrabortysushanta 2 роки тому +17

    অনেকদিন থেকে অপেক্ষা করছিলাম । আমার অপেক্ষার অবসান হলো। বাংলাদেশ series সত্যিই অনবদ্য লাগছে। আমার ঠাম্মার বাড়ি খুলনা।দাদু ছিলেন যশোর এর । সত্যি আপনার এই সৃষ্টি দেখে বাংলাদেশ এবার যেতেই হবে।খুব দারুন ।
    অসাধারণ। কুর্নিশ জানাই। ভালো থাকবেন দাদা।

  • @juthikabarua3599
    @juthikabarua3599 2 роки тому +12

    ধন্যবাদ আপনাদের । অনেক দিন পরে আপনার খুলনার ভিডিও দেখলাম । খুব ভালো লাগলো। খুলনা জেলা অনেক পরিস্কার এবং ছিমছাম । রবি ঠাকুরের শশুরবাড়ী খুব সুন্দর ও অপূর্ব লাগলো ।

  • @Vnvcbn
    @Vnvcbn 2 роки тому +108

    রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি খুব সুন্দর করে সংরক্ষণ করেছে বাংলাদেশ সরকার। এইজন্য সরকারকে ধন্যবাদ জানাতেই হয়

    • @nehadeb4802
      @nehadeb4802 2 роки тому +3

      আপনাদের গাড়ীর চালক বা কোন স্থানীয় কোন মানুষের সাথে একটু আলোচনা করে দেখবেন যে খুলনা জেলায় কোঁদলা গ্রাম বলে কিছু আছে কি না ?

    • @mdhossain-ss7ik
      @mdhossain-ss7ik 2 роки тому +4

      @@nehadeb4802 কোদলা গ্রাম যশোর জেলার অভয়নগরের থানার নওয়াপাড়ার পাশ্ববর্তী একটি গ্রাম। যশোর জেলার শেষ সিমান্তে এবং খুলনা জেলারও সীমান্তবর্তী। কোদলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দিয়ে ম্যাপে সার্চ দিলে উপরের লোকেশন গুলো ফলো করলে আশা করি পেয়ে যাবেন।

    • @tzmashrim3726
      @tzmashrim3726 2 роки тому

      AmR bashar pashe🙂😅

    • @foodieguy9502
      @foodieguy9502 Рік тому

      K bollo

    • @সবুজেরসমারোহ-শ৯ত
      @সবুজেরসমারোহ-শ৯ত Рік тому +1

      কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃপুরুষের আবাসভূমিও খুলনা তে.... খুলনা জেলার রূপসা উপজেলার অন্তর্গত ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রামে। রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধরের মধ্যে দ্বীননাথ কুশারীর অষ্টম পুরুষ তারানাথ কুশারী ভৈরব-তীরবর্তী পিঠাভোগ গ্রামে বসতি স্থাপন করেন।।

  • @tanmaybarman9285
    @tanmaybarman9285 2 роки тому +16

    কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি,চারিদিকের সৌন্দর্য আর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনে..আমার পল্লী কবি জীবনানন্দ দাশের ‘আবার আসিব ফিরে’ কবিতাটির কথা মনে পড়ে গেলো..আমার মন বলছে পরের জন্ম যেনো এই রূপসী বাংলায় হয়..অনেক অনেক ভালোবাসা রইলো দাদা..ভালো থাকবেন..❤️💓

    • @tzmashrim3726
      @tzmashrim3726 2 роки тому

      Rabindranath er shoshur Barir pashei Amr basha.... Ami pry oikhane morning walk e jai😅

    • @সবুজেরসমারোহ-শ৯ত
      @সবুজেরসমারোহ-শ৯ত Рік тому +1

      কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃপুরুষের আবাসভূমিও খুলনা তে.... খুলনা জেলার রূপসা উপজেলার অন্তর্গত ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রামে। রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধরের মধ্যে দ্বীননাথ কুশারীর অষ্টম পুরুষ তারানাথ কুশারী ভৈরব-তীরবর্তী পিঠাভোগ গ্রামে বসতি স্থাপন করেন।।

  • @titlybhattacharjee1879
    @titlybhattacharjee1879 2 роки тому +8

    Mon vore galo... Amar maa er jaega khulna bagerhat, dadu didar mukhe sunechi aj ta dekhlam ato sundor kore khub khub valo laglo... ❤️❤️❤️❤️

  • @jakariaahmed3449
    @jakariaahmed3449 2 роки тому +14

    ঐতিহ্য আর ইতিহাসের এ-এক অভূতপূর্ব মেলবন্ধন !
    শিবাজীবাবু আপনি কিন্তু যথার্থই 'আবিষ্কারক' !

  • @nonajol5031
    @nonajol5031 2 роки тому +37

    আমার অভিজ্ঞতায় খুলনা বাংলাদেশের সবচেয়ে সুন্দর শহর।❤️

    • @explorershibaji
      @explorershibaji  2 роки тому +20

      রাজশাহী ও খুব ভালো

    • @parvezkayis8751
      @parvezkayis8751 2 роки тому +1

      @@explorershibaji রাজশাহীতে আসার একটা সময়সূচি করে ফেলুন।

    • @HeartofBangladesh3357
      @HeartofBangladesh3357 2 роки тому +2

      চিটাগাং একবার ঘুরে যাওয়ার অনুরোধ রইলো।এরকম সুন্দর কোন জায়গা এশিয়াতেও নাই।

    • @towfikalmumin4142
      @towfikalmumin4142 2 роки тому +1

      You are wrong, Rajshahi is the best city in Bangladesh.

    • @srafid2000
      @srafid2000 2 роки тому +4

      খুলনাবাসী হয়ে বলছি, রাজশাহী খুলনার চেয়ে ভালো শহর।

  • @sourodipsaha6598
    @sourodipsaha6598 2 роки тому +12

    Explorer Shibaji Channel এর সবচেয়ে সুন্দর playlist হল এই বাংলাদেশ ভ্রমণের series...

  • @montilabanerjee7601
    @montilabanerjee7601 2 роки тому +36

    অপূর্ব লাগলো, আমার বাবা খুলনার মানুষ ছিলেন যদিও দেশভাগের আগেই কলকাতায় চলে এসেছিলেন 1942 তে। 🙏🏻🙏🏻

    • @walidhossain8271
      @walidhossain8271 5 місяців тому

      বেড়াতে আসেন খুলনায়,আমার বাড়ি খুলনাতে

  • @themaskaraltd9235
    @themaskaraltd9235 2 роки тому +8

    খুলনা শহর অনেক সুন্দর আমি সেখানে গিয়েছিলাম সত্যি অসাধারণ পরিবেশ আর আজকে আপনার ব্লগ টা দেখে খুব ভালো লাগলো কবি গুরুর শ্বশুরবাড়ি দেখে আরো বেশি আনন্দিত সত্যি আপনার প্রতিটা ব্লগ দেখার মত অসাধারণ দৃশ্য নিয়ে আপনার ব্লগ গুলো সাজানো হয় সেজন্য আমার সবচেয়ে বেশি ভালো লাগে

    • @সবুজেরসমারোহ-শ৯ত
      @সবুজেরসমারোহ-শ৯ত Рік тому

      কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃপুরুষের আবাসভূমিও খুলনা তে.... খুলনা জেলার রূপসা উপজেলার অন্তর্গত ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রামে। রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধরের মধ্যে দ্বীননাথ কুশারীর অষ্টম পুরুষ তারানাথ কুশারী ভৈরব-তীরবর্তী পিঠাভোগ গ্রামে বসতি স্থাপন করেন।।

  • @shahriarsumon8029
    @shahriarsumon8029 2 роки тому +30

    বাংলা ভাষাভাষী youtuber এর মধ্যে আপনার কাজ অনেক উপরের দিকের। খুব ভালো কাজ করছেন দাদা।ক্লাইম্যাক্স রেখেই যেন প্রতিটা পর্ব শেষ হচ্ছে।
    ভালো থাকবেন।
    মিলান,ইতালি থেকে।

  • @Iti_Chowdhury
    @Iti_Chowdhury 2 роки тому +23

    বাংলাদেশে কি মানুষ জন থাকে না , চারিদিকে শুধু সবুজ আর সবুজ। মন প্রাণ ভরে গেল।❤️❤️❤️❤️

    • @ZihadTarafdar
      @ZihadTarafdar 2 роки тому +5

      ১৬ কোটি মানুষের দেশ! তবে বেশিরভাগই শহরমুখী।

    • @MasudRana-dd6hz
      @MasudRana-dd6hz 2 роки тому +8

      বাংলাদেশের দক্ষিণ আঞ্চল বিশেষ করে ফরিদপুর, বরিশাল -খুলনা অঞ্চল এখনো ততটা শিল্পায়ন হয়নি।
      পদ্মা-মেঘনা নদী দ্বারা ঢাকা-চট্রগ্রাম শহর থেকে বিচ্ছিন্ন এবং পর্যাপ্ত গ্যাস লাইন না থাকায় দক্ষিণ বঙ্গে শিল্পায়নে পিছিয়ে আছে।তাই রাস্তার দুই পাশে ঘন সবুজ,সুন্দর নদী চোখে পরে।
      কিন্তু ঢাকা,গাজিপুর,নারায়ণগঞ্জ,কুমিল্লা,নরসিংদী চট্টগ্রাম, সিলেট,ময়মনসিংহ অঞ্চল অনেক বেশি শিল্প গড়ে উঠেছে।তাই এসব এলাকার জনসংখ্যার চাপ বেশি।ঢাকার আশেপাশে আপনি ঘন সবুজ তেমন একটা খুজে পাবেন না।আছে যানজট,দূষণ,শব্দ,দূষিত নদী,অতিরিক্ত জনসংখ্যা এবং অপরিকল্পিত শহর।
      খুলনাকে বাংলাদেশের তৃতীয় বৃহত্তর শহর বলা হলেও ঢাকার পার্শবর্তী গাজিপুর, নারায়ণগঞ্জ জনসংখ্যায় খুলনার চাইতে বেশি হবে।
      তবে প্রশাসনিক আর ঐতিহ্যের কারনে খুলনা এগিয়ে।

    • @artofartistbd602
      @artofartistbd602 2 роки тому +2

      বাগেরহাটে গাছপালা বেশী,দেশের সবথেকে বেশী বনভূমি ও বাগেরহাটে। গ্রামীন বন ও সব থেকে বেশী বাগেরহাটে।

    • @largerthanlife001
      @largerthanlife001 Рік тому

      Town e thake more than 60%

    • @সবুজেরসমারোহ-শ৯ত
      @সবুজেরসমারোহ-শ৯ত Рік тому +1

      @niladri chowdhury খুলনা হল বাংলাদেশের অন্যতম প্রধান শিল্প নগরী..ও দেশের ২য় বৃহত্তম সমুদ্র বন্দর নগরী,পৃথিবী বিখ্যাত সুন্দরবনের পর্যটন নগরী.............,সেই সাথে বাংলাদেশের ৩য় বৃহত্তম শহর আয়তন ও জনসংখ্যা দুই ক্যাটাগরিতেই..উপরের ওই লোকটা বাড়িয়ে বানিয়ে বলেছে....নারায়নগনজ ও গাজিপুর এর কথা বলেছে সেটা সাধারন জেলা শহর আর খুলনা ওইরকম ১০ টা জেলার বাংলাদেশের ৪ ভাগের ১ ভাগের বিভাগীয় শহর মানে তাদের হেড কোয়ার্টার রাজধানী..উল্লেখিত ওই দুই জেলা শহর ঢাকা মেগাসিটির পাশে অবস্থিত হওয়ায় ওখানে স্বাভাবিকভাবেই মেগাসিটির জনসংখ্যা পড়েছে.....ঢাকা মেগাসিটির জনসংখ্যা গননা করা হয় ওই দুইশহরের জনসংখ্যার সাথেই....বাস্তবে খুলনার কাছে কিছুই না জেলা শহর দুটি .....দেশের প্রধান প্রধান সব শিল্পকলকারখানা খুলনা শহরে অবস্থিত....গার্মেন্টস এর পরে বাংলাদেশের ২য় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী চিংড়ি শিল্প খুলনাতে....যা থেকে বাংলাদেশে প্রতি বছর ১০ থেকে ১২ হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় করে,বাংলাশের প্রধান ও সবচেয়ে বড় জাহাজ নির্মান শিল্প খুলনা শিপ ইয়ার্ড লিমিটেড...এখান থেকে দেশের বাইরেই অনেক জাহাজ রপ্তানী হয়...খুলনা হল শিল্প কলকারখানার শহর....দেশের মোট পাটকলের ৭০% খুলনায় অবস্থিত, রয়েছে হাডবোর্ড মিল,ম্যাচ ফ্যাক্টরি দেশের একমাত্র রাস্টায়াত্ত ক্যাবল(তার) শিল্প কেন্দ্র....... তাও খুলনায়...খুলনাকে বাংলাদেশের শিল্প নগরী হিসেবে ডাকা হয়...এছাড়া বাংলাদেশের ৩য় ধনী শহর অর্থনৈতকভাবে হল খুলনা,,,খুলনার জিডিপি ঢাকা ও চট্টগ্রামের পরেই... ঢাকা ,চট্টগ্রাম ও খুলনার অর্থনৈতিক ভিত্তির উপরেই মুলত বাংলাদেশ দাড়িয়ে আছে

  • @mrheman7222
    @mrheman7222 Рік тому +1

    Onek valo laglo aapnar chokhe amader sonar Bangla ta dekhe

  • @tusharroyroy6358
    @tusharroyroy6358 2 роки тому +2

    খুলনা আমার জন্মভূমি। খুলনাকে অনেক ভালোবাসি। ধন্যবাদ আপনাদের,খুলনাকে নিয়ে ভিডিও তৈরি করার জন্য।

  • @budhadityaroy2718
    @budhadityaroy2718 2 роки тому +5

    Gota Bangladesh series ta e mon chuye jachhe , Durdantto laglo Shibaji da ❤️❤️❤️❤️❤️❤️

  • @saswatiguha9731
    @saswatiguha9731 2 роки тому +1

    ইচ্ছেরা তো সবসময ডানা মেলেই থাকে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়ানোর জন্য.... তবে এও এক অন্যরকম ইচ্ছেপূরণ.... ঐতিহাসিক তথ্য সহ শিবাজীর অসামান্য উপস্থাপনায় বাংলাদেশের এমন সুন্দর মানস ভ্রমণ.... সাথে পৃথ্বীজিতের যোগ্য সঙ্গত... এগিয়ে চলো, জয়ী হও.... পৃথিবীর অনেক মানুষের পথপ্রদর্শক হয়ে, ভ্রমণ পিপাসু মানুষের কাছের, ভালবাসার মানুষ হয়ে, তাদের অপার আনন্দ দিয়ে ❤️

  • @ronybaby2010
    @ronybaby2010 2 роки тому +52

    I am from Bagerhat, living in USA for last 40+ years, I feel like my mother just gave birth to me again in Bagerhat...while watching your presentation...fantastic job Dada! I feel like you're a world class content creator just like the sweets you had

  • @siddharthabose4668
    @siddharthabose4668 2 роки тому +7

    অসাধারান লাগলো আপনার খুলনা ঘোরার ভিডিও। আমার মা খুলনার মেয়ে ছিলেন। দারুণ লাগলো,আপনার জন্য খুলনা শহরটা দেখতে পেলাম তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই🙏🙏

  • @anitaroychowdhury2267
    @anitaroychowdhury2267 2 роки тому +1

    Khub bhalo laglo Rabindranath Thakur r swasur bari.Well maintained.Mach bajar to khub sundor. Bhalo thakben.

  • @supanthapaul4865
    @supanthapaul4865 11 місяців тому

    খুলনা বিভাগ টা অনেক ভালো।। খুলনা আমার কাছে আবেগের নাম।

  • @সবুজেরসমারোহ-শ৯ত

    খুলনা বাংলাদেশের সবচেয়ে সুন্দর..অন্যতম মর্ডান ও বসবাসযোগ্য শহর..ওই শহরের স্ট্রীট ভিউ দেখলে বুঝবেন খুলনা কতটা পরিকল্পিত,সাজানো গোছানো নিট এন্ড ক্লিন সিটি সাথে মর্ডান স্থাপত্যের বিন্যাসযুক্ত শহর

    • @subhranshuganguly2246
      @subhranshuganguly2246 Рік тому

      @user-qd3oi7wd9t- you have driven out the whole Hindu community and u are shameless.

  • @sanjaydhar3829
    @sanjaydhar3829 Рік тому +2

    অসাধারন আপনার উপস্থাপনা। ট্রাভেল ব্লগকে কোন উচ্চতায় আপনি পৌঁছে দিলেন আপনি হয়তো নিজেই জানেন না। 💖💖💖

  • @pallabsaha1894
    @pallabsaha1894 2 роки тому +4

    দাদা প্রথমেই আপনাকে ধন্যবাদ বাংলাদেশে আসার জন্য এবং অবশ্যই এত সুন্দর ভাবে বাংলাদেশ কে প্রেজেন্ট করার জন্য।
    প্রতিটা প্লেইস দেখানোর সাথে সাথে আপনি যে সুন্দরভাবে ইতিহাস বর্ণনা করেন তা আসলেই অনবদ্য।
    আর আপনারা যে পরিমাণের রুচিশীল এবং কথাবার্তা যে পরিমাণের মিষ্টি তাতে যে কেউ ই আপনাদের ভক্ত হয়ে যাবে।
    আবারও বাংলাদেশে আসবেন আশা করি৷

  • @kakolighosh4192
    @kakolighosh4192 2 роки тому +6

    আমার আদরের দাদু ভাই, তোমার bagerhat আমি shibaji ভাই এর দৌলতে দেখে ফেললাম, অনেক ধন্যবাদ আপনাকে shibaji ভাই, pritthijit ভাই

  • @thatswhyiamhere387
    @thatswhyiamhere387 2 роки тому +19

    Gosh those drone shots 😍😍 I might fall in love with বাংলাদেশ 😘

  • @chandrasekharbhadra5265
    @chandrasekharbhadra5265 2 роки тому +10

    ধন্যবাদ আপনাদের, আমার শহর খুলনাকে সুন্দরভাবে তুলে ধরার জন্য, যদিও এই শহরের কোন স্মৃতি নেই আমার। মাত্র কয়েকমাস বযসে মাযের কোলে চডে চলে আসতে হযেছিল কলকাতা শহরে। জানিনা কোনও দিন খুলনা শহরে যেতে পারব কিনা।

  • @ayanmukherjee5999
    @ayanmukherjee5999 2 роки тому +7

    সত্যিই বাংলাদেশ সরকার কে অশেষ ধন্যবাদ জানতেই হবে তার কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের শশুরবাড়িকে এত সুন্দর ভাবে সংরক্ষণ করে রাখার জন্যে ❤️

    • @MasudRana-dd6hz
      @MasudRana-dd6hz 2 роки тому +1

      রবিন্দ্রনাথের কুষ্টিয়া শিলাইদহ এবং সিরাজগঞ্জের পতিসার এ কুটিবাড়ী দুইটি ও খুব সুন্দরভাবে সংরক্ষিত আছে।

  • @RahulRoy-jx4ny
    @RahulRoy-jx4ny 2 роки тому +38

    যদিও আমার বেড়ে ওঠা খুলনায়, আর লেখাপড়া রাজশাহীতে। তবে পরিস্কার আর সৌন্দর্যে সেরা রাজশাহী।

    • @tzmashrim3726
      @tzmashrim3726 2 роки тому

      I am from khulna and dad's living in rajshshi... And I agree with you.

    • @pratapkrsanyal5646
      @pratapkrsanyal5646 2 роки тому

      আমাদের বাড়ি ছিল রাজশাহীতে। বাবার মুখে অনেক শুনেছি। বাবা নেই। একবার যেতে ইচ্ছে করে;। একটু সাহায্য দরকার।

    • @jayantidas590
      @jayantidas590 Рік тому

      Shibaji bhai tomar Khulnar vedio dekhe khub bhalo laglo .Amrao jete chai okhane kibhabe jabo kothay thakbo dekhar jayga ki ache amake ektu jodi poramorso dao tahole bhalo lagbe .
      Tomake o Prithijit bhai ke anek asirbad janai
      Bhalo theko .

    • @oldmemories15
      @oldmemories15 Рік тому

      ​@@pratapkrsanyal5646ki sahahjo

  • @sekharroy7878
    @sekharroy7878 2 роки тому +3

    বাংলার প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে ঐতিহাসিক বিবরণ দারুণ লাগল।

  • @ujjaldasgupta4456
    @ujjaldasgupta4456 2 роки тому +2

    ধন্যবাদ শিবাজী আর পৃথ্বীজিৎ কে এত ভালো ভিডিও দেওয়ার জন্য। বাংলাদেশ ব্লগ ভালো লাগছে।

  • @shellychatterjee2517
    @shellychatterjee2517 Рік тому +1

    বাংলাদেশ খুলনায় থাকি।তাই আপনার ভিডিওটা খুব যত্ন সহকারে দেখলাম। খুলনার সান্ধ বাজারের পাশেই আমার বাড়ি। আগে জানতে পারলে নিশ্চয়ই দেখা করতাম এবং খুব আনন্দ পেতাম। আপনার আপনার দেওয়া প্রত্যেকটি ভিডিও দেখেছি।বরিশাল, ঢাকা, এমনকি চুকনগরে খাসির মাংস খাওয়ার ভিডিওটাও, ঢাকায় ইলিশ মাছের লেজার ভর্তাটা খুবই মজাদার ছিল।

  • @rksakib4527
    @rksakib4527 2 роки тому +1

    চমৎকার উপস্থাপনা ,
    দেখা স্হাপনা গুলো পুনরায় দেখছি ও শুনছি ,খুলনা শহরও বেশ পরিচ্ছন্ন !
    ধন্যবাদ দাদা।

  • @Shri_creation13
    @Shri_creation13 2 роки тому +6

    শিবাজীদাদামণি প্রণাম নেবেন আমার।খুব সুন্দর আপনার প্রতিটি ভিডিও।এত ভালো ভ্রমণ সিরিজ আগে পাইনি।খুঁটিয়ে দেখার মত ভিডিও গুলো,সেভ্ করে রাখার মতনও বটে । প্রসঙ্গত , বলি পৃথিজিৎ দাদামণি আপনার যথার্থ ভ্রমণ সঙ্গী।অনেক ধন্যবাদ।🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @abhishekghoshal6053
    @abhishekghoshal6053 2 роки тому +4

    nodimatrik khulnar asadharon prakritik soundarjyo, apurbo shat gambuj masjid, Rabi Thakurer soshurbaritio darun, apurbo dighiguli

  • @durlovghosh9309
    @durlovghosh9309 2 роки тому +1

    Darun dada, khula amar priti puruser jaiga, thanks sibajida, ei vodio ta presentation er jonno.

  • @sanjuktapalchoudhury7588
    @sanjuktapalchoudhury7588 2 роки тому

    Darun laglo Kobi gurur sasur bari.
    Sob cheye eta bhalo laglo dekhe je ki bhalo bhabe ora songrokkhito kore rekheche sob.
    Satty ei sob jayhay jokhon Pa pore gaye kata diye othe
    R Khulna r food court r khabar dekhe to jibhe jol chole elo Dada😊😊

  • @PuspaMajumder-s8f
    @PuspaMajumder-s8f Рік тому

    Khulna saharta kato sundar sajano gochhano dekhe monta bhore galo. Anek dhanyobad to make.

  • @saenterprise4757
    @saenterprise4757 Рік тому

    Onek Sundor Vabe Khulna K tule dhorechen.. Dhonnobad Apnake... Age janle dekha kortam..

  • @Petefdl
    @Petefdl Рік тому +10

    Glory to Bangladesh! True bengali nation. Thanks to BD govt to maintain this beautifully.

  • @ayanmukherjee5999
    @ayanmukherjee5999 2 роки тому +8

    সত্যিই অপূর্ব শিবাজী স্যার 🙏🙏🙏

  • @soumenbanerjee4460
    @soumenbanerjee4460 2 роки тому +2

    দারুণ উপভোগ করলাম
    খুব সুন্দর as usual.

  • @baninath8600
    @baninath8600 Рік тому

    তোমরা এত সুন্দর করে প্রত্যেক টা জায়গা দেখাচ্ছ তারজন্য অনেক অনেক ধন্যবাদ

  • @chaitalisingha8751
    @chaitalisingha8751 Рік тому +8

    Thank u bondhu !.......today through your eyes we have seen and felt KHULNA....my mother's birthplace. She left after partition . now she is 76yrs. You cant imagine how much we hv cherished this journey with u . I felt as if i m taking her along with me ,...my dream came true virtually. God bless u .

  • @subhadipkanungo2730
    @subhadipkanungo2730 2 роки тому +1

    রবীন্দ্রনাথ ঠাকুরের শশুর বাড়ি দেখে খুবই ভালো লাগলো এবং আরও ভালো লাগলো যে সুন্দর করে সংরক্ষণ করা আছে দেখে। ❤❤

  • @souvikmudli3923
    @souvikmudli3923 Рік тому

    Khub sundar legeche❤❤

  • @chandrimagupta6769
    @chandrimagupta6769 Рік тому

    বেশ সুন্দর উপস্থাপনা, ভালো লাগল👌

  • @ujjol-t6t
    @ujjol-t6t 2 роки тому

    চমৎকার ভিডিও, দারুণ বিবরণ। খুলনা ভ্রমণের ইচ্ছে আগেই ছিল। এখন আর তর সইছে না।

  • @asabuj4363
    @asabuj4363 2 роки тому +2

    ভাই খুব সুন্দর ভিডিও বানিয়েছেন। আমার শহর ঢাকা তারপরও খুলনাকে খুব ভালো লাগে। তিন বছর ছিলাম ওখানে।

  • @shovanhalder6026
    @shovanhalder6026 2 роки тому +6

    খুব সুন্দর উপস্থাপনা 😊
    ভালোবাসা রইলো আপনাদের প্রতি 😊

  • @ranusaha9566
    @ranusaha9566 2 роки тому +2

    দারুণ ... দারুণ ভিডিও । মন ভরে গেলো দেখে । আপনাদের দুই বন্ধুকে অনেক অনেক শুভকামনা জানাই ।

  • @farukbepari5016
    @farukbepari5016 Рік тому

    আপনার ভ্রমণ বিষয়ক তথ্য বহুল ভিডিও গুলো অনেক সুন্দর, ধন্যবাদ আপনাকে প্রিয় ভাই

  • @rukminath1533
    @rukminath1533 2 роки тому

    Asadharon....Shibaji da r Prithiwijit da k asonkhyo dhonyobad janai...

  • @apu_3_2_1Goo
    @apu_3_2_1Goo 2 роки тому +9

    ধন্যবাদ আমার শহরকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।ভালোবাসা নিবেন দাদা❤️Love from Khulna

  • @monojitroy4987
    @monojitroy4987 Рік тому

    Ami apnar sob blog gulo dekhi. Sob guloi bhalo. Kintu Bangladesh video gulo LA JOBAB. Onek ovinondon....

  • @kalpanasinha663
    @kalpanasinha663 2 роки тому +1

    Khub valo laglo khulna.parer vdor jonyo wait korlam.

  • @shahinreza74
    @shahinreza74 2 роки тому +4

    Dhonnobad shibaji Apne khub sundor kore amader Bangladesh k uposthapon korar jonno......

  • @shabuddinshaheen5814
    @shabuddinshaheen5814 2 роки тому +6

    রবিনদ্রনাথ ঠাকুরের পূর্ব পুরুষদের বাড়ি এই খুলনায় ছিল👍❤️

  • @md.biplobhossain7037
    @md.biplobhossain7037 2 роки тому +15

    খুব বেশি না, মাস খানেক আগে আপনার চ্যানেলের সাথে পরিচয়। তারপর থেকে প্রতিটা এপিসোড বিশেষ করে আমাদের বাংলাদেশের পর্বগুলো চাতক পাখির মতো দেখে চলেছি আর মনে হচ্ছে ইশরে! এত দ্রুত কেন শেষ হয়ে যাচ্ছে এপিসোডগুলো😐 সত্যি দাদা নিজ দেশকে যে এত সুন্দরভাবে ভিনদেশীদের চোখে দেখা যায় সেটা আপনার ভিডিও না দেখলে বুঝতাম না।
    প্লিজ দাদা আরো বেশি সময় নিয়ে আবার বাংলাদেশ আসুন আর চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, সিলেটের মতো বাংলাদেশের মূল পর্যটন স্পটগুলোর ভিডিও বানিয়ে আমাদের এবং ভারতবর্ষসহ সমস্ত বিশ্ববাসীকে দেখান।

  • @RSk-rk1mv
    @RSk-rk1mv Рік тому +1

    আহ কত না সুন্দর খুলনা জেলা। আবার আসিব ফিরে কোন একদিন এই খুলনাতে।

  • @mdismilhossaim3461
    @mdismilhossaim3461 Рік тому

    বাহ আপনার ভিডিও গুলা দারুন সুন্দর।

  • @sufiimam3484
    @sufiimam3484 2 роки тому +1

    খুলনার মিষ্টির অনেক সুনাম বহুকাল থেকে, আমি ১৯৭৪ সালে খুলনায় থাকাকালে অনেক খেয়েছি, আব্বা ওখানকার পুলিশ সুপার ছিলেন আমি ছিলাম জেলা স্কুলের ছাত্র, আবার সেই পুরনো স্মৃতি মনে পড়ে গেলো। ধন্যবাদ দাদা।

  • @MrSouravkarmakar
    @MrSouravkarmakar 2 роки тому +1

    খুব সুন্দর 👌👌 বাংলাদেশ দারুন দেখলাম 👍👍

  • @alimamun8567
    @alimamun8567 2 дні тому

    Apnader vlog gula khubi valo, from khulna

  • @subhajitmandal3378
    @subhajitmandal3378 2 роки тому +1

    Darun Laglo Dada... Sather Information sharing ta just level 💕😍

  • @kuhalibhattacharjee3505
    @kuhalibhattacharjee3505 2 роки тому +1

    Apner uposathapna sathe osadharon......eto sundor kore jaigagulo tule dhorechen...

  • @gourmalakar6149
    @gourmalakar6149 2 роки тому +2

    আপনার ভিডিও তো ভিডিও না একটা একটা গল্প। 🌹🌹🌹🌹 অনেক ভালোবাসা

  • @buntyhalder5188
    @buntyhalder5188 2 роки тому +3

    Sotty Dada ashadharon presentation.emon sundor Bengali travel video ami dekhi ni.asadharon .kono katha hobe na.

    • @explorershibaji
      @explorershibaji  2 роки тому +1

      এভাবেই সঙ্গে থেকো Bunty

  • @rumkibhattacharjee8225
    @rumkibhattacharjee8225 2 роки тому +1

    Apurba khulna 👌👌🙏🙏 kono din jete parbo kina jani na khub bhalo laglo dakhe kotto kichu janlm dada anek dhonyobad dujon kei 🙏🙏

  • @priyankapaul4740
    @priyankapaul4740 2 роки тому +2

    Daarun video.. Mon bhore gyalo bishesh kore Mrinalini Debir babar bari ta dekhe. Viswa Bharati gore tolay onar ja obodan seta bhola jaayna. Jodio khub kom lokjon seta niye alochona aajker din e kore thaken. Soto pronaam onake,

  • @mohiuddinahmad1792
    @mohiuddinahmad1792 Рік тому

    চমতকার লাগল ভিডিওটা দাদা।সব সময় তোমার ভিডিওর অপেক্ষায় থাকি।যেভাবে তুমি ইতিহাস তুলে ধরলে সত্যি সেটা মনে রাখবে অনেকেই।

  • @biplabchakraborty1205
    @biplabchakraborty1205 2 роки тому +1

    Osadharon laglo video ta 👍👍👍

  • @AKR994
    @AKR994 2 роки тому +4

    মাছগুলো তো Just দারুন...দাম কিন্তু পশ্চিমবঙ্গের মতোই... আর যেটা না বলেই নয়, রবীন্দ্রনাথ এর বাড়ি দেখতে দেখতে background music টা শুনতে শুনতে হয়ে কাঁটা দিয়ে উঠলো দাদা।

  • @abhisheksinha9375
    @abhisheksinha9375 2 роки тому

    Darun Sundar Dekhlam Khulna ke.........

  • @sheikhmarjan2753
    @sheikhmarjan2753 2 роки тому +1

    আপনাদের উপস্থাপনা অনবদ্য,
    বাংলাদেশকে খুব চমৎকার ভাবে তুলে ধরেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের।

  • @apukarmokar6788
    @apukarmokar6788 2 роки тому +1

    ধন্যবাদ আমার শহরে আসবার জন্য। দেখা হয়ে ভালো লেগেছিল।আবার দেখা হবে ইতিহাস নিয়ে।

  • @avikmajumder7034
    @avikmajumder7034 2 роки тому +5

    আমি পাসপোর্ট রেডি করাতে দেব ভাবছি। পরের বছর বাংলাদেশ বেড়াতে যাব। দারুন লাগল। 👌👌❤️❤️❤️ (From Nimta, kol -49, district - N 24 pgs.)

    • @MasudRana-dd6hz
      @MasudRana-dd6hz 2 роки тому

      আগে যেনে আশবেন।বাংলাদেশের জাতীয় নির্বাচন আগামী বছর।নির্বাচন কে avoid করার চেষ্টা করে আসুন।কারন জাতীয় নির্বচনের সময় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকেনা।

  • @nilufaryasmin700
    @nilufaryasmin700 Рік тому

    দাদা, আমি গতো একসপ্তাহ হচ্ছে আপনাদের ভিডিও গুলো দেখছি। খুবই ভালো লাগছে। কবিগুরুর শ্বশুরবাড়িতে বেড়িয়ে গেলেন কিন্তু ওখান থেকে মাত্র ৩-৩.৫ কিলোমিটার আগে নদী পার হলেই রয়েছে এগারো শিব মন্দির যেটা প্রায় ৪০০ বছরের পুরোনো। অনেক সুন্দর।

  • @dilipkumarbiswas
    @dilipkumarbiswas 2 роки тому +3

    দাদা খুব ভাল লাগলো ৷ শুধু বলবো একটা মিস হলো খুলনা থেকে রবী ঠাকুরের শশুর বাড়ী যাওয়ার পথে দৌলতপুরে BL কলেজ বিশ্ববিদ্যালয় ৷

  • @tamonashsarkar6429
    @tamonashsarkar6429 2 роки тому +25

    আমাদের আদি বাড়ি আজও বাংলাদেশে, মানিকগঞ্জে ।। আমার জ্যাঠা ,কাকা সহ পুরো পরিবার আজও ওখানেই থাকেন ।। যদিও আমার কোনও দিন যাওয়া হয়ে ওঠেনি, যাওয়ার তীব্র ইচ্ছা তো রয়েছে , জানিনা সেই ইচ্ছা কবে পূরণ হবে বা আদৌ হবে কিনা।।
    তবে, আপনাদের এই ভিডিও গুলোর মাধ্যমে এতো সুন্দর ও নিঁখুত ভাবে বাংলাদেশ কে দেখছি আপনাদের চোখে, সত্যিই অভূতপূর্ব লাগছে।। আমার মনের দীর্ঘদিনের সেই অতৃপ্ত আকাঙ্ক্ষা আপনাদের মাধ্যমেই কিছুটা পূরণ করে নিচ্ছি।।
    তবে, দুঃখ আর তীব্র আক্ষেপ হয় এটা ভেবেই যে, শুধুমাত্র কিছু রাজনৈতিক স্বার্থ কায়েম ও উগ্র মৌলবাদের কবলে পড়ে আমাদের এতো সুন্দর "বাংলাকে" কেটে দুভাগ করতে হলো ... 🥺 😢
    "কাঁটাতার বসিয়ে তোরা দেশ তো ভাগ করলি।। কিন্তু, #মা ভাগ করতে পারলি কি ???"

    • @junayedhossain4563
      @junayedhossain4563 2 роки тому +1

      দাদা চলে আসেন,,,,ভালো লাগবে।

    • @golamkibria4943
      @golamkibria4943 2 роки тому

      আমার বাড়ি মানিকগঞ্জ, কোথায় থাকে আপনার জ্যাঠারা, জানাবেন

    • @travelwithsaleh
      @travelwithsaleh 18 днів тому

      উগ্র মৌলবাদ মানে??? দেশভাগ কে করেছিল? আইডিয়া আছে নাকি ঢপ মারলেন? দুই বাংলা এক রাখার জন্য সোহরাওয়ার্দী, ভাষানী, নেতাজি কম চেষ্টা করেন নাই। কিন্তু আপনার দেশের অবাঙালি বল্লভ ভাই প্যাটেলের কথা শুনে দেশ ভাগ করলেন। আবার দোষ দিচ্ছেন আমাদের??? আগে ইতিহাস পড়ুন পরে মন্তব্য করুন।

  • @rajibdutta5937
    @rajibdutta5937 2 роки тому +1

    এত কাছ থেকে ঘুরে গেলেন, আগে জানলে এক বার দেখতে যেতাম,আমার বাড়ি বাগেরহাট। আপনার ভিডিও খুব ভালো লাগে।

  • @oisheekhan6051
    @oisheekhan6051 2 роки тому +5

    শিবাজি ভাই বাংলাদেশকে এভাবে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

  • @salequemohammad9056
    @salequemohammad9056 2 роки тому +1

    এই পর্ব টা খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাদের দুজনকেই।

  • @hasanurrahman5908
    @hasanurrahman5908 2 роки тому +13

    খুব পরিষ্কার শহর মনে হলো।আমি আসাম থেকে।

  • @robiul890ali5
    @robiul890ali5 2 роки тому

    আপনার ভিডিওগুলো যতই দেখি তবে মুগ্ধ হই

  • @mstorin3964
    @mstorin3964 2 роки тому +2

    দাদা অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে খুলনা দেখানোর জন্য
    দাদা কুষ্টিয়া এসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি শিলাইদাহ দেখে যান।

  • @adhirajsaha1705
    @adhirajsaha1705 2 роки тому +2

    অসাধারণ লাগলো দাদা,কোনো কথা হবে না

  • @sanghamitradey8177
    @sanghamitradey8177 2 роки тому +5

    Khub iccha chilo ekbar Bangladesh e jabo. Mone hoy na jaoa hobe. Donyobad apnake karon apnar chokh diye amar o

    • @sanghamitradey8177
      @sanghamitradey8177 2 роки тому

      Dekha hoye gelo B'desh

    • @MasudRana-dd6hz
      @MasudRana-dd6hz 2 роки тому

      @@sanghamitradey8177 এখনো তো সিলেট,চট্টগ্রাম,রাজশাহী, কুমিল্লা,ফরিদপুর ময়মনসিংহ,রংপুর, কুষ্টিয়া বাকি রইলো 🙄🙄🙄
      সুধু ঢাকা,বরিশাল,খুলনা বাংলাদেশ নয়।

  • @ExploreBDworld
    @ExploreBDworld Рік тому

    কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের বাড়ি খুলনার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে। কবিগুরুর পূর্বপুরুষ রামগোপাল কুশারী ছিলেন এই গ্রামের অধিবাসী। তবে কুশারীদের আদি বাড়িটি এখন আর নেই। কয়েক বছর আগে প্রায় ২০০ বছরের প্রাচীন ভবনটি ভেঙে ফেলে সেখানে প্রতিষ্ঠা করা হয়েছে ‘পিঠাভোগ রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালা’।।

  • @MiniatureGarage
    @MiniatureGarage 2 роки тому +1

    শেষ outroটা জাস্ট ফাটাফাটি .... উফফফ 😍😍😍😍

  • @mahfuzulhaq4814
    @mahfuzulhaq4814 Місяць тому

    Amara Bangladeshesa thekeo anek kisu dekhini ja apnar maddhyame dekha holo . Anek dhonnobad apnader.

  • @shamimreza8922
    @shamimreza8922 2 роки тому

    অসাধারণ হয়েছে ধন্যবাদ

  • @ChutysGoldenEye
    @ChutysGoldenEye 2 роки тому +6

    আমি কখনো খুলনায় যাইনি। তবে শুনে আসা স্থানগুলোর কয়েকটা আজ তোমার ভ্লগের মাধ্যমে দেখলাম শিবাজি দাদা । অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাদের দেশে বেড়াতে আসার জন্য । বেশি দেরি না করে আগামী বছরেই চলে এসো , না দেখা স্থান গুলো নিজে দেখো, আমাদেরও দেখার সুযোগ করে দাও ।🙏