একটা ভিডিয়ো তৈরি করতে কী পরিমাণ কষ্ট হয় তা বলে বুঝানো যাবে না। সাউন্ড কোয়ালিটি পরিষ্কার রাখার জন্য রুমের ফ্যান অফ রেখে ভিডিয়ো রেকর্ড করা, ফ্যান অফ থাকার জন্য শত শতবার ঘাম মুছা, একটা লাইন দুবার বলে ফেললে তা আবার প্রথম থেকে ভিডিয়ো করা, ভিডিয়ো শেষে কম্পিউটারে বসে পুরো ভিডিয়ো এডিট করা, ইউটিউব আপলোডের নির্দেশ মেনে ভিডিয়ো আপলোড করা - সব মিলিয়ে একটা ভিডিয়ো করতে আমার ৫/৬ ঘণ্টার মতো সময় লাগে। আর তাই এত সময় ব্যয় করে তৈরি করা ভিডিয়োতে যখন আপনাদের মতো কিছু মানুষের অনুপ্রেরণা বার্তা পাই তখন ঐ কষ্ট ভুলে যাই। 😊 আশা করি সব সময় আমাদের সাথেই থাকবেন। আমাদের ভিডিয়োগুলো আপনার বাংলা বিষয়ের জ্ঞান ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করবে। 🥰
@@ShawonsBangla In Shah ALLAH. You will be A Famous UA-camr Also. We will pray. Actually I find your sound quality very rich. It's much more louder and clearer than other UA-camrs. Sir I only depend on your posts on Facebook and videos on UA-cam to learn Bangla Grammar. You're Great (Boss Teacher).
আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব বাংলা ব্যাকরণকে সহজভাবে উপস্থাপন করে আপনাদের সামনে তুলে ধরার। শুধু প্রয়োজন আপনাদের সাপোর্ট, অনুপ্রেরণা, অপরিসীম ভালোবাসা আর দোয়া। আশা Shawon's Bangla ইউটিউব চ্যানেলের ভিডিয়োগুলো আপনার ব্যাকরণভান্ডারকে আরও সমৃদ্ধ হতে সর্বোচ্চ সহায়তা করবে। তাই আমাদের সাথেই থাকবেন। আর বন্ধুমহলে ভিডিয়োগুলো Share করে চ্যানেলের কার্যক্রম বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা করবেন।
আসলে এত অল্প সময়ে এতটা অগ্রসর হতে পারব এটা কল্পনা করিনি। আর আমার উপর আপনাদের আস্থার জায়গাটা যে এত দ্রুত বৃদ্ধি পাবে এটাও আমার ধারণার বাইরে ছিল। এখন যেটা হয়েছে - সবাই যার যার মতো করে ভিডিয়ো আপলোড করার অনুরোধ করছে। কেউ বলে সমাস নিয়ে করতে, কেউ বলে কারক, কেউ বলে সন্ধি, কেউ পদ প্রকরণ, কেউ বিরচন অংশ। মোট কথা, যার যে টপিকে ঝামেলা সে সেই টপিকের উপর ভিডিয়ো আপলোড করার অনুরোধ করে। এখন আমি পড়েছি বিপাকে। কোন দিকে যাব, কারটা শুনব। একারণে আমি সব টপিকেরই গুরুত্বপূর্ণ ও দ্বিধান্বিত বিষয়গুলোর উপর ভিডিয়ো আপলোড করার চেষ্টা করি। তবে এত সবকিছুর পরও এটা ভেবে মনে শান্তি পাই যে চ্যানেলটা থেকে কিছুটা হলেও আপনারা উপকৃত হচ্ছেন। আর আপনাদের নিকট ছোট্ট একটা অনুরোধ করছি - আপনারা চ্যানেলের ভিডিয়োগুলো দেখে যদি সামান্য কিছুও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। কারণ বাংলা বিষয়টিকে সকলের নিকট সহজভাবে উপস্থাপন করাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে তা আমার একার পক্ষে অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 💕🥰
আমার মূল উদ্দেশ্য আসলে বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্য, মানে পুরো বাংলা বিষয়টাকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করা। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা করার চেষ্টা করি। কিন্তু আমার একার পক্ষে আসলে সবার নিকট এই তথ্যগুলো পৌঁছানো সম্ভব না। তাই সকলের নিকট ছোট্ট একটা অনুরোধ রইলো ভিডিয়োটা দেখার পর যদি মনে হয় যে এই ভিডিয়ো ক্লাস থেকে আপনি সামান্য কিছু হলেও শিখতে পেরেছেন তাহলে নিজের জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করে সকলের নিকট তথ্যগুলো পৌঁছে দিবেন। 🥰 আসলে একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহায়েত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে। মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না। তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊
আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব বাংলা ব্যাকরণকে সহজভাবে উপস্থাপন করে আপনাদের সামনে তুলে ধরার। শুধু প্রয়োজন আপনাদের সাপোর্ট, অনুপ্রেরণা, অপরিসীম ভালোবাসা আর দোয়া। আশা Shawon's Bangla ইউটিউব চ্যানেলের ভিডিয়োগুলো আপনার ব্যাকরণভান্ডারকে আরও সমৃদ্ধ হতে সর্বোচ্চ সহায়তা করবে। তাই আমাদের সাথেই থাকবেন। আর বন্ধুমহলে ভিডিয়োগুলো Share করে চ্যানেলের কার্যক্রম বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা করবেন।
আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। 🥰 একটা ভিডিয়ো তৈরি করতে যে কী পরিমাণ কষ্ট হয়, কত বার যে ঘাম মুছি, একটা কথা ভুল বললে তা কতবার যে রিটেক দেই তা শুধু আমি জানি আর উপরওয়ালা জানে। তারপরও দিন শেষে আপনাদের কিছু অনুপ্রেরণামূলক কমেন্ট ঐ সকল কষ্টগুলোকে মুছে দেয়। নিজের অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। 😊 সাথে থাকবার জন্য তাই অশেষ ধন্যবাদ ভাইয়া। আর একটা কথা, বাংলা বিষয়টাকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করাটাই এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে তা আমার একার পক্ষে অনেক কষ্টসাধ্য একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ভিডিয়ো যদি ভালো লাগে, ভিডিয়ো থেকে যদি ন্যূনতম কিছুও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে অবশ্যই ভিডিয়োগুলো শেয়ার করবেন। মূলত, আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💞
আসসালামু আলাইকুম স্যার, স্যার যদি আপনি সকল কারকের একসাথে অনেক গুলো বাস্তব অনুশীলন করান বা ১০০/২০০ উদাহরণ এর তালিকা তৈরি করে দেন, তাহলে আমরা সর্বোচ্চ উপকৃত হবো❤️, স্যার, অনুগ্রহ করে একটা ব্যবস্থা নিন।
আমরা ইনশাল্লাহ ব্যাকরণের সবগুলো বিষয়ের উপরই আস্তে আস্তে সকল ভিডিয়ো আপলোড করব। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব বাংলা ব্যাকরণকে সহজভাবে উপস্থাপন করে আপনাদের সামনে তুলে ধরার। শুধু প্রয়োজন আপনাদের সাপোর্ট, অনুপ্রেরণা, অপরিসীম ভালোবাসা আর দোয়া। আশা Shawon's Bangla ইউটিউব চ্যানেলের ভিডিয়োগুলো আপনার ব্যাকরণভান্ডারকে আরও সমৃদ্ধ হতে সর্বোচ্চ সহায়তা করবে। তাই আমাদের সাথেই থাকবেন। আর বন্ধুমহলে ভিডিয়োগুলো Share করে চ্যানেলের কার্যক্রম বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা করবেন।
আসলে খুব ব্যস্ত আছি এখন ভাই। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের নিয়ে। এখনও আপনাকে কমেন্টটা করতেছি বাসে বসে বসে। বগুড়া যাচ্ছি, কাল সারাদিন ক্লাস। সপ্তাহের ৭ দিনই বাংলাদেশের কোথাও না কোথাও ক্লাস থাকে। তাই ভিডিয়ো বনানোর সময় পাই না ভাই। আপনার কাছে যদি আমার কোনো বই ধ্রুব বা অন্বেষণ থাকে তো সেখানে বিস্তারিত আলোচনা পাবেন এই ব্যাপারে।
দোয়া করবেন যেন আপনাদের এই ভালোবাসার জায়গাটা ধরে রাখতে পারি সবসময়। 🥰💕 আর আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য বাংলা বিষয়টিকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করা। তাই ক্লাসগুলো থেকে যদি ন্যূনতম উপকৃত হয়ে থাকেন তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইলো। 🥰
আলহামদুলিল্লাহ। আশা করি, পরবর্তীতেও আমার বই ও ক্লাস আপনাদের অনেক সহায়তা করবে। :) আমি শুধু একটু বলব, দোয়া করবেন যেন সুস্থ থাকি। তাহলেই আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যেতে আমার কোনো সমস্যা নেই। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ।
@@ShawonsBangla ভাইয়া আপনি যখন ক্লাসরুম ইউটিউব চ্যানেলে ক্লাস নিতেন আমি তখন থেকেই আপনার ভিডিও দেখি। আপনার পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। সব সময় দোয়া করি যেন আপনি সুস্থ থাকেন। ❤️
আসলে এত অল্প সময়ে এতটা অগ্রসর হতে পারব এটা কল্পনা করিনি। আর আমার উপর আপনাদের আস্থার জায়গাটা যে এত দ্রুত বৃদ্ধি পাবে এটাও আমার ধারণার বাইরে ছিল। এখন যেটা হয়েছে - সবাই যার যার মতো করে ভিডিয়ো আপলোড করার অনুরোধ করছে। কেউ বলে সমাস নিয়ে করতে, কেউ বলে কারক, কেউ বলে সন্ধি, কেউ পদ প্রকরণ, কেউ বিরচন অংশ। মোট কথা, যার যে টপিকে ঝামেলা সে সেই টপিকের উপর ভিডিয়ো আপলোড করার অনুরোধ করে। এখন আমি পড়েছি বিপাকে। কোন দিকে যাব, কারটা শুনব। একারণে আমি সব টপিকেরই গুরুত্বপূর্ণ ও দ্বিধান্বিত বিষয়গুলোর উপর ভিডিয়ো আপলোড করার চেষ্টা করি। তবে এত সবকিছুর পরও এটা ভেবে মনে শান্তি পাই যে চ্যানেলটা থেকে কিছুটা হলেও আপনারা উপকৃত হচ্ছেন। আর আপনাদের নিকট ছোট্ট একটা অনুরোধ করছি - আপনারা চ্যানেলের ভিডিয়োগুলো দেখে যদি সামান্য কিছুও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। কারণ বাংলা বিষয়টিকে সকলের নিকট সহজভাবে উপস্থাপন করাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে তা আমার একার পক্ষে অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 💕🥰
আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব বাংলা ব্যাকরণকে সহজভাবে উপস্থাপন করে আপনাদের সামনে তুলে ধরার। শুধু প্রয়োজন আপনাদের সাপোর্ট, অনুপ্রেরণা, অপরিসীম ভালোবাসা আর দোয়া। আশা Shawon's Bangla ইউটিউব চ্যানেলের ভিডিয়োগুলো আপনার ব্যাকরণভান্ডারকে আরও সমৃদ্ধ হতে সর্বোচ্চ সহায়তা করবে। তাই আমাদের সাথেই থাকবেন। আর বন্ধুমহলে ভিডিয়োগুলো Share করে চ্যানেলের কার্যক্রম বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা করবেন।
একটা ভিডিয়ো তৈরি করতে কী পরিমাণ কষ্ট হয় তা বলে বুঝানো যাবে না। সাউন্ড কোয়ালিটি পরিষ্কার রাখার জন্য রুমের ফ্যান অফ রেখে ভিডিয়ো রেকর্ড করা, ফ্যান অফ থাকার জন্য শত শতবার ঘাম মুছা, একটা লাইন দুবার বলে ফেললে তা আবার প্রথম থেকে ভিডিয়ো করা, ভিডিয়ো শেষে কম্পিউটারে বসে পুরো ভিডিয়ো এডিট করা, ইউটিউব আপলোডের নির্দেশ মেনে ভিডিয়ো আপলোড করা - সব মিলিয়ে একটা ভিডিয়ো করতে আমার ৫/৬ ঘণ্টার মতো সময় লাগে। আর তাই এত সময় ব্যয় করে তৈরি করা ভিডিয়োতে যখন আপনার মতো কিছু লোকের অনুপ্রেরণা বার্তা পাই তখন ঐ কষ্ট ভুলে যাই। 😊 আশা করি সব সময় আমাদের সাথেই থাকবেন। আমাদের ভিডিয়োগুলো আপনার বাংলা বিষয়ের জ্ঞান ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করবে। 🥰
গতকাল রাতে প্রকৃতি ও প্রত্যয় নিয়ে একটি ভিডিয়ো আপলোড করেছি। না টেনে পুরোটা দেখে ফেলুন। আশা করি প্রকৃতি ও প্রত্যয় সম্পর্কিত অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশা আল্লাহ। 💕🥰
দোয়া করবেন যেন আপনাদের এই ভালোবাসার জায়গাটা ধরে রাখতে পারি সবসময়। 🥰💕 আর আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য বাংলা বিষয়টিকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করা। তাই ক্লাসগুলো থেকে যদি ন্যূনতম উপকৃত হয়ে থাকেন তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইলো। 🥰
আসলে খুব ব্যস্ত আছি এখন ভাই। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের নিয়ে। এখনও আপনাকে কমেন্টটা করতেছি বাসে বসে বসে। বগুড়া যাচ্ছি, কাল সারাদিন ক্লাস। সপ্তাহের ৭ দিনই বাংলাদেশের কোথাও না কোথাও ক্লাস থাকে। তাই ভিডিয়ো বনানোর সময় পাই না ভাই। আপনার কাছে যদি আমার কোনো বই ধ্রুব বা অন্বেষণ থাকে তো সেখানে বিস্তারিত আলোচনা পাবেন এই ব্যাপারে।
আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব বাংলা ব্যাকরণকে সহজভাবে উপস্থাপন করে আপনাদের সামনে তুলে ধরার। শুধু প্রয়োজন আপনাদের সাপোর্ট, অনুপ্রেরণা, অপরিসীম ভালোবাসা আর দোয়া। আশা Shawon's Bangla ইউটিউব চ্যানেলের ভিডিয়োগুলো আপনার ব্যাকরণভান্ডারকে আরও সমৃদ্ধ হতে সর্বোচ্চ সহায়তা করবে। তাই আমাদের সাথেই থাকবেন। আর বন্ধুমহলে ভিডিয়োগুলো Share করে চ্যানেলের কার্যক্রম বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা করবেন।
আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব বাংলা ব্যাকরণকে সহজভাবে উপস্থাপন করে আপনাদের সামনে তুলে ধরার। শুধু প্রয়োজন আপনাদের সাপোর্ট, অনুপ্রেরণা, অপরিসীম ভালোবাসা আর দোয়া। আশা Shawon's Bangla ইউটিউব চ্যানেলের ভিডিয়োগুলো আপনার ব্যাকরণভান্ডারকে আরও সমৃদ্ধ হতে সর্বোচ্চ সহায়তা করবে। তাই আমাদের সাথেই থাকবেন। আর বন্ধুমহলে ভিডিয়োগুলো Share করে চ্যানেলের কার্যক্রম বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা করবেন।
২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই। আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍
আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব বাংলা ব্যাকরণকে সহজভাবে উপস্থাপন করে আপনাদের সামনে তুলে ধরার। শুধু প্রয়োজন আপনাদের সাপোর্ট, অনুপ্রেরণা, অপরিসীম ভালোবাসা আর দোয়া। আশা Shawon's Bangla ইউটিউব চ্যানেলের ভিডিয়োগুলো আপনার ব্যাকরণভান্ডারকে আরও সমৃদ্ধ হতে সর্বোচ্চ সহায়তা করবে। তাই আমাদের সাথেই থাকবেন। আর বন্ধুমহলে ভিডিয়োগুলো Share করে চ্যানেলের কার্যক্রম বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা করবেন।
১৫-২০ মিনিটের একটা ভিডিয়ো করতে সময় লাগে প্রায় ১২-১৪ ঘণ্টা। আর ভিডিয়ো আরও বড়ো হলে তো বুঝতেই পারছেন কত সময় লাগে। মাঝে মাঝে কিছু ভিডিয়ো তৈরি করতে ৩/৪ দিন সময় লেগে যায়। স্লাইড তৈরি, অ্যানিমেশন বসানো, স্লাইড অনুসারে ভিডিয়ো রেকর্ড করা, ভিডিয়ো এডিট করা, স্লাইড আর ভিডিয়ো মার্জ করা, ফাইনাল ভিডিয়ো এক্সপোর্ট করা, চ্যানেলে আপলোড দেওয়া, আপলোড দেওয়ার সময় টাইটেল-ডেসক্রিপশন লেখা, ট্যাগ ব্যবহার করা, প্রোমো ভিডিয়ো তৈরি করা, সেটা ফেসবুকে আপলোড দিয়ে মূল ভিডিয়োর কথা আপনাদের জানানো ইত্যাদি ইত্যাদি আরও অনেক কাজ আছে। কিন্তু এই সবকিছুর পরও আপনাদের উপকার হলেই আমার কষ্ট সার্থক। 💕 আর একটা কথা, বাংলা বিষয়টিকে আপনাদের নিকট সহজভাবে উপস্থাপন করাটাই এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে এই কাজ আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। তাই ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়োটি যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💞
আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব বাংলা ব্যাকরণকে সহজভাবে উপস্থাপন করে আপনাদের সামনে তুলে ধরার। শুধু প্রয়োজন আপনাদের সাপোর্ট, অনুপ্রেরণা, অপরিসীম ভালোবাসা আর দোয়া। আশা Shawon's Bangla ইউটিউব চ্যানেলের ভিডিয়োগুলো আপনার ব্যাকরণভান্ডারকে আরও সমৃদ্ধ হতে সর্বোচ্চ সহায়তা করবে। তাই আমাদের সাথেই থাকবেন। আর বন্ধুমহলে ভিডিয়োগুলো Share করে চ্যানেলের কার্যক্রম বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা করবেন।
আসলে খুব ব্যস্ত আছি এখন ভাই। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের নিয়ে। এখনও আপনাকে কমেন্টটা করতেছি বাসে বসে বসে। বগুড়া যাচ্ছি, কাল সারাদিন ক্লাস। সপ্তাহের ৭ দিনই বাংলাদেশের কোথাও না কোথাও ক্লাস থাকে। তাই ভিডিয়ো বনানোর সময় পাই না ভাই। আপনার কাছে যদি আমার কোনো বই ধ্রুব বা অন্বেষণ থাকে তো সেখানে বিস্তারিত আলোচনা পাবেন এই ব্যাপারে।
দোয়া করবেন যেন আপনাদের এই ভালোবাসার জায়গাটা ধরে রাখতে পারি সবসময়। 🥰💕 আর আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য বাংলা বিষয়টিকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করা। তাই ক্লাসগুলো থেকে যদি ন্যূনতম উপকৃত হয়ে থাকেন তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইলো। 🥰
আপনাদের সকলের ভালোবাসায় আমি সিক্ত। আপনাদের অনুপ্রেরণামূলক মন্তব্যগুলো থেকে আমি প্রতিনিয়ত নতুন উদ্যমে কাজ করার শক্তি পাই। ধন্যবাদ সাথে থাকবার জন্য। 💕🥰 আর একটা বিষয়, বাংলাকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করাটাই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। তবে এই কাজটি আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়োটি যদি ভালো লেগে থাকে বা ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 💕🥰💞
আসলে খুব ব্যস্ত আছি এখন ভাই। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের নিয়ে। এখনও আপনাকে কমেন্টটা করতেছি বাসে বসে বসে। বগুড়া যাচ্ছি, কাল সারাদিন ক্লাস। সপ্তাহের ৭ দিনই বাংলাদেশের কোথাও না কোথাও ক্লাস থাকে। তাই ভিডিয়ো বনানোর সময় পাই না ভাই। আপনার কাছে যদি আমার কোনো বই ধ্রুব বা অন্বেষণ থাকে তো সেখানে বিস্তারিত আলোচনা পাবেন এই ব্যাপারে।
আমরা ইনশাল্লাহ ব্যাকরণের সবগুলো বিষয়ের উপরই আস্তে আস্তে সকল ভিডিয়ো আপলোড করব। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব বাংলা ব্যাকরণকে সহজভাবে উপস্থাপন করে আপনাদের সামনে তুলে ধরার। শুধু প্রয়োজন আপনাদের সাপোর্ট, অনুপ্রেরণা, অপরিসীম ভালোবাসা আর দোয়া। আশা Shawon's Bangla ইউটিউব চ্যানেলের ভিডিয়োগুলো আপনার ব্যাকরণভান্ডারকে আরও সমৃদ্ধ হতে সর্বোচ্চ সহায়তা করবে। তাই আমাদের সাথেই থাকবেন। আর বন্ধুমহলে ভিডিয়োগুলো Share করে চ্যানেলের কার্যক্রম বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা করবেন।
স্যার, আপনার আলোচনা খুবই সুন্দর এবং মনোগ্রাহী।ভীষণ ভালোলাগে। কিন্তু আজকের এই আলোচনায় একটা দ্বন্দ্ব থেকেই গেলো। আপনি আলোচনার শেষে বললেন স্যামসুঙের ক্যামেরা কর্ম কারক। এখন প্রশ্ন জাগে যদি এটা কর্ম কারক হয় তাহলে এই বাক্যের কর্তা কে? কর্তা না থাকলে ( উহ্য থাকতেই পারে )কী কোনও ক্রিয়া সম্পাদন হতে পারে? কর্তাহীন বাক্য কীভাবে হবে?( ভাব বাচ্যে কর্তা অনুপস্থিত থাকতে পারে/ উহ্য থাকতে পারে কিন্তু আলোচ্য বাক্যটি তো কোনোভাবেই ভাববাচ্যের নেই ) ঠিক এই জায়গাটি একটু ভেবে দেখার অনুরোধ রইলো। অনুগ্রহ করে একটু আলোচনা করবেন। আমার সশ্রদ্ধ ভালোবাসা রইলো
আপনার বোঝানো নিয়ে কোন কথা হবে না। অসাধারণ টেকনিক।
সত্যিই আপনার ক্লাস অসাধারণ!💚
স্যার, আপনার বোঝানোর টেকনিক অসাধারণ। অনেক কিছু শিখতে পারলাম।
ALHAMDULILLAH! Best of All. Didn't See anyone teaching like you.
একটা ভিডিয়ো তৈরি করতে কী পরিমাণ কষ্ট হয় তা বলে বুঝানো যাবে না। সাউন্ড কোয়ালিটি পরিষ্কার রাখার জন্য রুমের ফ্যান অফ রেখে ভিডিয়ো রেকর্ড করা, ফ্যান অফ থাকার জন্য শত শতবার ঘাম মুছা, একটা লাইন দুবার বলে ফেললে তা আবার প্রথম থেকে ভিডিয়ো করা, ভিডিয়ো শেষে কম্পিউটারে বসে পুরো ভিডিয়ো এডিট করা, ইউটিউব আপলোডের নির্দেশ মেনে ভিডিয়ো আপলোড করা - সব মিলিয়ে একটা ভিডিয়ো করতে আমার ৫/৬ ঘণ্টার মতো সময় লাগে।
আর তাই এত সময় ব্যয় করে তৈরি করা ভিডিয়োতে যখন আপনাদের মতো কিছু মানুষের অনুপ্রেরণা বার্তা পাই তখন ঐ কষ্ট ভুলে যাই। 😊
আশা করি সব সময় আমাদের সাথেই থাকবেন। আমাদের ভিডিয়োগুলো আপনার বাংলা বিষয়ের জ্ঞান ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করবে। 🥰
@@ShawonsBangla In Shah ALLAH. You will be A Famous UA-camr Also. We will pray. Actually I find your sound quality very rich. It's much more louder and clearer than other UA-camrs. Sir I only depend on your posts on Facebook and videos on UA-cam to learn Bangla Grammar. You're Great (Boss Teacher).
Thanks for your precious comment. ❤️🥰
অনেক অনেক ধন্যবাদ ভাইয়ের সুন্দর লেকচারের জন্য
স্যার আপনাকে অত্যন্ত ধন্যবাদ,, আমাদের জন্য প্রতিনিয়ত কষ্ট করে ক্লাস আপডেট দেওয়ার জন্য,,, আমাদের বন্ধু মহলের সকলেই আপনার ক্লাস অত্যন্ত প্রিয়,,,
আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব বাংলা ব্যাকরণকে সহজভাবে উপস্থাপন করে আপনাদের সামনে তুলে ধরার। শুধু প্রয়োজন আপনাদের সাপোর্ট, অনুপ্রেরণা, অপরিসীম ভালোবাসা আর দোয়া।
আশা Shawon's Bangla ইউটিউব চ্যানেলের ভিডিয়োগুলো আপনার ব্যাকরণভান্ডারকে আরও সমৃদ্ধ হতে সর্বোচ্চ সহায়তা করবে। তাই আমাদের সাথেই থাকবেন। আর বন্ধুমহলে ভিডিয়োগুলো Share করে চ্যানেলের কার্যক্রম বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা করবেন।
ভাইয়া আপনার বোঝানো অনেক সহজ। আমি খুব ভালোভাবে আত্মস্থ করতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া 🥰🥰
Thank you sir, respect from India
india teo egula porte hoy?
@@abirHshanto ha kno
এত সুন্দর সহজে কারক শেখা যায় জানতাম না। আমি আপ্লুত ভাইয়া,অসংখ্য ধন্যবাদ💞
আসলে এত অল্প সময়ে এতটা অগ্রসর হতে পারব এটা কল্পনা করিনি। আর আমার উপর আপনাদের আস্থার জায়গাটা যে এত দ্রুত বৃদ্ধি পাবে এটাও আমার ধারণার বাইরে ছিল।
এখন যেটা হয়েছে - সবাই যার যার মতো করে ভিডিয়ো আপলোড করার অনুরোধ করছে। কেউ বলে সমাস নিয়ে করতে, কেউ বলে কারক, কেউ বলে সন্ধি, কেউ পদ প্রকরণ, কেউ বিরচন অংশ। মোট কথা, যার যে টপিকে ঝামেলা সে সেই টপিকের উপর ভিডিয়ো আপলোড করার অনুরোধ করে।
এখন আমি পড়েছি বিপাকে। কোন দিকে যাব, কারটা শুনব। একারণে আমি সব টপিকেরই গুরুত্বপূর্ণ ও দ্বিধান্বিত বিষয়গুলোর উপর ভিডিয়ো আপলোড করার চেষ্টা করি।
তবে এত সবকিছুর পরও এটা ভেবে মনে শান্তি পাই যে চ্যানেলটা থেকে কিছুটা হলেও আপনারা উপকৃত হচ্ছেন। আর আপনাদের নিকট ছোট্ট একটা অনুরোধ করছি - আপনারা চ্যানেলের ভিডিয়োগুলো দেখে যদি সামান্য কিছুও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। কারণ বাংলা বিষয়টিকে সকলের নিকট সহজভাবে উপস্থাপন করাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে তা আমার একার পক্ষে অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।
আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 💕🥰
@@ShawonsBangla সাথে আছি💞
Sir you are absolutely legend...your way of teaching is really wonderful..🙏🙏
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
চমৎকার ক্লাস, ধন্যবাদ স্যার।
স্যার আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে।
Best 🎉
my favourite Bangla teacher❤️
আজ পর্যন্ত আমি কাউকে শেয়ার দিইনি কিন্তু আপনার ক্লাস শেয়ার না দিয়ে পারলাম না। ধন্যবাদ সার,,,,
আমার মূল উদ্দেশ্য আসলে বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্য, মানে পুরো বাংলা বিষয়টাকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করা। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা করার চেষ্টা করি। কিন্তু আমার একার পক্ষে আসলে সবার নিকট এই তথ্যগুলো পৌঁছানো সম্ভব না। তাই সকলের নিকট ছোট্ট একটা অনুরোধ রইলো ভিডিয়োটা দেখার পর যদি মনে হয় যে এই ভিডিয়ো ক্লাস থেকে আপনি সামান্য কিছু হলেও শিখতে পেরেছেন তাহলে নিজের জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করে সকলের নিকট তথ্যগুলো পৌঁছে দিবেন। 🥰
আসলে একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহায়েত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে।
মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না।
তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊
Sir taholy baki 3 ta niom delan na kano ,, vodio 2 years choltisy
Many many thanks for you.
From India.
আলহামদুলিল্লাহ অনেক ভালো ক্লাশ।
আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব বাংলা ব্যাকরণকে সহজভাবে উপস্থাপন করে আপনাদের সামনে তুলে ধরার। শুধু প্রয়োজন আপনাদের সাপোর্ট, অনুপ্রেরণা, অপরিসীম ভালোবাসা আর দোয়া।
আশা Shawon's Bangla ইউটিউব চ্যানেলের ভিডিয়োগুলো আপনার ব্যাকরণভান্ডারকে আরও সমৃদ্ধ হতে সর্বোচ্চ সহায়তা করবে। তাই আমাদের সাথেই থাকবেন। আর বন্ধুমহলে ভিডিয়োগুলো Share করে চ্যানেলের কার্যক্রম বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা করবেন।
Du exam samne..next 3 rules plz🥺🥺❤️❤️
Apnr class gula khub e valo lage💜
আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। 🥰
একটা ভিডিয়ো তৈরি করতে যে কী পরিমাণ কষ্ট হয়, কত বার যে ঘাম মুছি, একটা কথা ভুল বললে তা কতবার যে রিটেক দেই তা শুধু আমি জানি আর উপরওয়ালা জানে।
তারপরও দিন শেষে আপনাদের কিছু অনুপ্রেরণামূলক কমেন্ট ঐ সকল কষ্টগুলোকে মুছে দেয়। নিজের অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। 😊
সাথে থাকবার জন্য তাই অশেষ ধন্যবাদ ভাইয়া। আর একটা কথা, বাংলা বিষয়টাকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করাটাই এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে তা আমার একার পক্ষে অনেক কষ্টসাধ্য একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ভিডিয়ো যদি ভালো লাগে, ভিডিয়ো থেকে যদি ন্যূনতম কিছুও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে অবশ্যই ভিডিয়োগুলো শেয়ার করবেন। মূলত, আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💞
Awesome class 💕💕💞✌ zajakallahu khairan ✌
আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 🥰💕
Sir ami apnar suto 💕😶✌
ভাইয়া, কয়েকদিন পর এডমিশন।
আপনি যদি ফ্রি সময় পান, কাইন্ডলি আরো ৩ টি ব্যতিক্রমী নিয়ম গুলার ভিডিয়ো দিলে ভালো হতো।
May Allah bless you...
ছোট ভাই আমি একজন সহকারী প্রধান শিক্ষক।। কিন্তু তোমার ক্লাস প্রায়ই দেখি এবং পর্যবেক্ষণ করি।। খুবই ভালো উপস্থাপন এবং চমৎকার শিক্ষনীয়।।
ভাইয়া আপনার খুব সুন্দর ক্লাস করেন।
স্যার যেন সব সময় ভালো থাকেন
আসসালামু আলাইকুম স্যার,
স্যার যদি আপনি সকল কারকের একসাথে অনেক গুলো বাস্তব অনুশীলন করান বা ১০০/২০০ উদাহরণ এর তালিকা তৈরি করে দেন, তাহলে আমরা সর্বোচ্চ উপকৃত হবো❤️,
স্যার, অনুগ্রহ করে একটা ব্যবস্থা নিন।
শুকরিয়া❤️❤️
সব গুলো টপিকের ক্লাস চাই ভাইয়া💕💕💕
আমরা ইনশাল্লাহ ব্যাকরণের সবগুলো বিষয়ের উপরই আস্তে আস্তে সকল ভিডিয়ো আপলোড করব। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব বাংলা ব্যাকরণকে সহজভাবে উপস্থাপন করে আপনাদের সামনে তুলে ধরার। শুধু প্রয়োজন আপনাদের সাপোর্ট, অনুপ্রেরণা, অপরিসীম ভালোবাসা আর দোয়া।
আশা Shawon's Bangla ইউটিউব চ্যানেলের ভিডিয়োগুলো আপনার ব্যাকরণভান্ডারকে আরও সমৃদ্ধ হতে সর্বোচ্চ সহায়তা করবে। তাই আমাদের সাথেই থাকবেন। আর বন্ধুমহলে ভিডিয়োগুলো Share করে চ্যানেলের কার্যক্রম বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা করবেন।
ভাইয়া অপদানের আরও তিনটি ব্যাতিক্রম নিয়ম এর ভিডিও এর জন্যে অপেক্ষা করে আছি। plz plz plz ভিডিও টি আপলোড দিয়েন।
আসলে খুব ব্যস্ত আছি এখন ভাই। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের নিয়ে। এখনও আপনাকে কমেন্টটা করতেছি বাসে বসে বসে। বগুড়া যাচ্ছি, কাল সারাদিন ক্লাস। সপ্তাহের ৭ দিনই বাংলাদেশের কোথাও না কোথাও ক্লাস থাকে। তাই ভিডিয়ো বনানোর সময় পাই না ভাই।
আপনার কাছে যদি আমার কোনো বই ধ্রুব বা অন্বেষণ থাকে তো সেখানে বিস্তারিত আলোচনা পাবেন এই ব্যাপারে।
অসাধারণ ভাই❤️❤️❤️❤️❤️
দোয়া করবেন যেন আপনাদের এই ভালোবাসার জায়গাটা ধরে রাখতে পারি সবসময়। 🥰💕
আর আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য বাংলা বিষয়টিকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করা। তাই ক্লাসগুলো থেকে যদি ন্যূনতম উপকৃত হয়ে থাকেন তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইলো। 🥰
ভাইয়া আপনার ক্লাস আমার কাছে খুব ভালো লাগে।🥰
আলহামদুলিল্লাহ। আশা করি, পরবর্তীতেও আমার বই ও ক্লাস আপনাদের অনেক সহায়তা করবে। :)
আমি শুধু একটু বলব, দোয়া করবেন যেন সুস্থ থাকি। তাহলেই আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যেতে আমার কোনো সমস্যা নেই। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ।
@@ShawonsBangla ভাইয়া আপনি যখন ক্লাসরুম ইউটিউব চ্যানেলে ক্লাস নিতেন আমি তখন থেকেই আপনার ভিডিও দেখি।
আপনার পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।
সব সময় দোয়া করি যেন আপনি সুস্থ থাকেন। ❤️
সাবস্ক্রাইব ২০ হাজার হয়ে গেছে 🥰
Congratulations Vaia♥️
খুব দ্রুতই আমরা ১ লক্ষ সাবস্ক্রাইবারের পরিবার হবো ইনশাআল্লাহ ♥️
আসলে এত অল্প সময়ে এতটা অগ্রসর হতে পারব এটা কল্পনা করিনি। আর আমার উপর আপনাদের আস্থার জায়গাটা যে এত দ্রুত বৃদ্ধি পাবে এটাও আমার ধারণার বাইরে ছিল।
এখন যেটা হয়েছে - সবাই যার যার মতো করে ভিডিয়ো আপলোড করার অনুরোধ করছে। কেউ বলে সমাস নিয়ে করতে, কেউ বলে কারক, কেউ বলে সন্ধি, কেউ পদ প্রকরণ, কেউ বিরচন অংশ। মোট কথা, যার যে টপিকে ঝামেলা সে সেই টপিকের উপর ভিডিয়ো আপলোড করার অনুরোধ করে।
এখন আমি পড়েছি বিপাকে। কোন দিকে যাব, কারটা শুনব। একারণে আমি সব টপিকেরই গুরুত্বপূর্ণ ও দ্বিধান্বিত বিষয়গুলোর উপর ভিডিয়ো আপলোড করার চেষ্টা করি।
তবে এত সবকিছুর পরও এটা ভেবে মনে শান্তি পাই যে চ্যানেলটা থেকে কিছুটা হলেও আপনারা উপকৃত হচ্ছেন। আর আপনাদের নিকট ছোট্ট একটা অনুরোধ করছি - আপনারা চ্যানেলের ভিডিয়োগুলো দেখে যদি সামান্য কিছুও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। কারণ বাংলা বিষয়টিকে সকলের নিকট সহজভাবে উপস্থাপন করাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে তা আমার একার পক্ষে অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।
আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 💕🥰
Vaia উপসর্গ নিয়ে jvaba qstn solution ar vedio dcilan,,,savaba sob topic dla vlo hoy
সহমত
স্যারের হাসিটা অতুলনীয়
Joss sir💖
অসাধারণ স্যার
Thanks ভাইয়া
আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব বাংলা ব্যাকরণকে সহজভাবে উপস্থাপন করে আপনাদের সামনে তুলে ধরার। শুধু প্রয়োজন আপনাদের সাপোর্ট, অনুপ্রেরণা, অপরিসীম ভালোবাসা আর দোয়া।
আশা Shawon's Bangla ইউটিউব চ্যানেলের ভিডিয়োগুলো আপনার ব্যাকরণভান্ডারকে আরও সমৃদ্ধ হতে সর্বোচ্চ সহায়তা করবে। তাই আমাদের সাথেই থাকবেন। আর বন্ধুমহলে ভিডিয়োগুলো Share করে চ্যানেলের কার্যক্রম বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা করবেন।
ইনশাআল্লাহ ভাইয়া
অসাধারণ 👏
মাশাল্লাহ❤️❤️
একটা ভিডিয়ো তৈরি করতে কী পরিমাণ কষ্ট হয় তা বলে বুঝানো যাবে না। সাউন্ড কোয়ালিটি পরিষ্কার রাখার জন্য রুমের ফ্যান অফ রেখে ভিডিয়ো রেকর্ড করা, ফ্যান অফ থাকার জন্য শত শতবার ঘাম মুছা, একটা লাইন দুবার বলে ফেললে তা আবার প্রথম থেকে ভিডিয়ো করা, ভিডিয়ো শেষে কম্পিউটারে বসে পুরো ভিডিয়ো এডিট করা, ইউটিউব আপলোডের নির্দেশ মেনে ভিডিয়ো আপলোড করা - সব মিলিয়ে একটা ভিডিয়ো করতে আমার ৫/৬ ঘণ্টার মতো সময় লাগে।
আর তাই এত সময় ব্যয় করে তৈরি করা ভিডিয়োতে যখন আপনার মতো কিছু লোকের অনুপ্রেরণা বার্তা পাই তখন ঐ কষ্ট ভুলে যাই। 😊
আশা করি সব সময় আমাদের সাথেই থাকবেন। আমাদের ভিডিয়োগুলো আপনার বাংলা বিষয়ের জ্ঞান ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করবে। 🥰
@@ShawonsBangla “নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি ”---সূরা ইনশিরাহ আয়াত ৬।।।জাযাকাল্লাহু খাইর ভাইয়া। 🙂🙂
Super 😍😍
10:12 Vaiya apni eikhane jei example dilen sheta te to kria nei tahole opadan karok nirnoy korlen kivabe???
Osadaron
Bhaiya you are the best
স্যার কর্তৃ, কর্ম ,করণ এগুলো উপর একটা ভিডিও দেন কিভাবে করব
প্রকৃতি ও প্রত্যয় নিয়ে ভিডিও বানান স্যার... প্লিজ 👏
গতকাল রাতে প্রকৃতি ও প্রত্যয় নিয়ে একটি ভিডিয়ো আপলোড করেছি। না টেনে পুরোটা দেখে ফেলুন। আশা করি প্রকৃতি ও প্রত্যয় সম্পর্কিত অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশা আল্লাহ। 💕🥰
Awesome class ❤️❤️
দোয়া করবেন যেন আপনাদের এই ভালোবাসার জায়গাটা ধরে রাখতে পারি সবসময়। 🥰💕
আর আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য বাংলা বিষয়টিকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করা। তাই ক্লাসগুলো থেকে যদি ন্যূনতম উপকৃত হয়ে থাকেন তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইলো। 🥰
আরো উদাহরণ দিলে খুবই উপকার হয়।
ভাই আপনি যে ভিডিও আপলোড দেন আপনার সাবস্ক্রাইবার অনেক বাড়বে, হয়ত একটু সময় লাগবে,,, আপনি এগিয়ে যাবেন,,,
অসাধারন
ভাইয়া অনুগ্রহ করে অপাদানের ব্যাতিক্রম আরো ৩টি টেকনিক এর এর কথা বলছেন যে অই গুলোর ভিডিও আপলোড করবেন 💌ধন্যবাদ 💌
আসলে খুব ব্যস্ত আছি এখন ভাই। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের নিয়ে। এখনও আপনাকে কমেন্টটা করতেছি বাসে বসে বসে। বগুড়া যাচ্ছি, কাল সারাদিন ক্লাস। সপ্তাহের ৭ দিনই বাংলাদেশের কোথাও না কোথাও ক্লাস থাকে। তাই ভিডিয়ো বনানোর সময় পাই না ভাই।
আপনার কাছে যদি আমার কোনো বই ধ্রুব বা অন্বেষণ থাকে তো সেখানে বিস্তারিত আলোচনা পাবেন এই ব্যাপারে।
Wow❤️❤️❤️
আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব বাংলা ব্যাকরণকে সহজভাবে উপস্থাপন করে আপনাদের সামনে তুলে ধরার। শুধু প্রয়োজন আপনাদের সাপোর্ট, অনুপ্রেরণা, অপরিসীম ভালোবাসা আর দোয়া।
আশা Shawon's Bangla ইউটিউব চ্যানেলের ভিডিয়োগুলো আপনার ব্যাকরণভান্ডারকে আরও সমৃদ্ধ হতে সর্বোচ্চ সহায়তা করবে। তাই আমাদের সাথেই থাকবেন। আর বন্ধুমহলে ভিডিয়োগুলো Share করে চ্যানেলের কার্যক্রম বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা করবেন।
ধন্যবাদ স্যার। ।
আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব বাংলা ব্যাকরণকে সহজভাবে উপস্থাপন করে আপনাদের সামনে তুলে ধরার। শুধু প্রয়োজন আপনাদের সাপোর্ট, অনুপ্রেরণা, অপরিসীম ভালোবাসা আর দোয়া।
আশা Shawon's Bangla ইউটিউব চ্যানেলের ভিডিয়োগুলো আপনার ব্যাকরণভান্ডারকে আরও সমৃদ্ধ হতে সর্বোচ্চ সহায়তা করবে। তাই আমাদের সাথেই থাকবেন। আর বন্ধুমহলে ভিডিয়োগুলো Share করে চ্যানেলের কার্যক্রম বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা করবেন।
Vison Valo laglo sir
vaiya baki tinta technique alocona koren please...
Thank you so much Sir
২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই।
আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍
Great Video
আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব বাংলা ব্যাকরণকে সহজভাবে উপস্থাপন করে আপনাদের সামনে তুলে ধরার। শুধু প্রয়োজন আপনাদের সাপোর্ট, অনুপ্রেরণা, অপরিসীম ভালোবাসা আর দোয়া।
আশা Shawon's Bangla ইউটিউব চ্যানেলের ভিডিয়োগুলো আপনার ব্যাকরণভান্ডারকে আরও সমৃদ্ধ হতে সর্বোচ্চ সহায়তা করবে। তাই আমাদের সাথেই থাকবেন। আর বন্ধুমহলে ভিডিয়োগুলো Share করে চ্যানেলের কার্যক্রম বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা করবেন।
শুকরিয়া ভাই।
চমৎকার লেকচার
ভাইয়া আরো উদাহরণ দিলে ভালো হতো বুঝতে আরো সহজ হতো আমাদের
অসাধারণ
Thanks a lot sir🥰🥰
১৫-২০ মিনিটের একটা ভিডিয়ো করতে সময় লাগে প্রায় ১২-১৪ ঘণ্টা। আর ভিডিয়ো আরও বড়ো হলে তো বুঝতেই পারছেন কত সময় লাগে। মাঝে মাঝে কিছু ভিডিয়ো তৈরি করতে ৩/৪ দিন সময় লেগে যায়।
স্লাইড তৈরি, অ্যানিমেশন বসানো, স্লাইড অনুসারে ভিডিয়ো রেকর্ড করা, ভিডিয়ো এডিট করা, স্লাইড আর ভিডিয়ো মার্জ করা, ফাইনাল ভিডিয়ো এক্সপোর্ট করা, চ্যানেলে আপলোড দেওয়া, আপলোড দেওয়ার সময় টাইটেল-ডেসক্রিপশন লেখা, ট্যাগ ব্যবহার করা, প্রোমো ভিডিয়ো তৈরি করা, সেটা ফেসবুকে আপলোড দিয়ে মূল ভিডিয়োর কথা আপনাদের জানানো ইত্যাদি ইত্যাদি আরও অনেক কাজ আছে। কিন্তু এই সবকিছুর পরও আপনাদের উপকার হলেই আমার কষ্ট সার্থক। 💕
আর একটা কথা, বাংলা বিষয়টিকে আপনাদের নিকট সহজভাবে উপস্থাপন করাটাই এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে এই কাজ আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। তাই ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়োটি যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন।
আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💞
Best❤
সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 💕🥰
স্যার অধিকরন কারকের আর কিছু ব্যাতিক্রম নিয়ে আলোচনা করার কথা ছিল
Masallah
Banglar boss😍
আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব বাংলা ব্যাকরণকে সহজভাবে উপস্থাপন করে আপনাদের সামনে তুলে ধরার। শুধু প্রয়োজন আপনাদের সাপোর্ট, অনুপ্রেরণা, অপরিসীম ভালোবাসা আর দোয়া।
আশা Shawon's Bangla ইউটিউব চ্যানেলের ভিডিয়োগুলো আপনার ব্যাকরণভান্ডারকে আরও সমৃদ্ধ হতে সর্বোচ্চ সহায়তা করবে। তাই আমাদের সাথেই থাকবেন। আর বন্ধুমহলে ভিডিয়োগুলো Share করে চ্যানেলের কার্যক্রম বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা করবেন।
@@ShawonsBangla Apnar ai videos dekhe ami anek kichui shikhechi, vaiya.
অসাধারণ সার
দারুণ
Thank you so much
ভাই বাকি তিনটি নিয়ম দিলে উপকৃত হবো 😍
আসলে খুব ব্যস্ত আছি এখন ভাই। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের নিয়ে। এখনও আপনাকে কমেন্টটা করতেছি বাসে বসে বসে। বগুড়া যাচ্ছি, কাল সারাদিন ক্লাস। সপ্তাহের ৭ দিনই বাংলাদেশের কোথাও না কোথাও ক্লাস থাকে। তাই ভিডিয়ো বনানোর সময় পাই না ভাই।
আপনার কাছে যদি আমার কোনো বই ধ্রুব বা অন্বেষণ থাকে তো সেখানে বিস্তারিত আলোচনা পাবেন এই ব্যাপারে।
❤❤❤❤❤❤❤
👌👌👌
আপনাকে ভালো লাগছে ❤️
দোয়া করবেন যেন আপনাদের এই ভালোবাসার জায়গাটা ধরে রাখতে পারি সবসময়। 🥰💕
আর আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য বাংলা বিষয়টিকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করা। তাই ক্লাসগুলো থেকে যদি ন্যূনতম উপকৃত হয়ে থাকেন তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইলো। 🥰
@@ShawonsBangla হাসি মাখা মুখ যখন ক্লাস করান তখন মনে হয় না কোন কিছু শিখছি মনে হয় আড্ডায় আছি ❤️ এগিয়ে যাবেন ইনশাল্লাহ
চমৎকার
স্যার এখনো অধিকরণ কারকের কিছু ব্যাতিক্রম নিয়ম নিয়ে আলোচনা করেন নি। যেটা আগের Videoতে বলেছিলেন।
wish u started uploading videos in 2020
vaiya take love
Thanks vaiya
আপনাদের সকলের ভালোবাসায় আমি সিক্ত। আপনাদের অনুপ্রেরণামূলক মন্তব্যগুলো থেকে আমি প্রতিনিয়ত নতুন উদ্যমে কাজ করার শক্তি পাই। ধন্যবাদ সাথে থাকবার জন্য। 💕🥰
আর একটা বিষয়, বাংলাকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করাটাই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। তবে এই কাজটি আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়োটি যদি ভালো লেগে থাকে বা ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 💕🥰💞
Baki 3ta rule dile vlo hoi Sir 😊
Baki 3 ta niomer video ta delo na kano ??
nice❤
Nice 👍
স্যার অাপনার তুলনা অাপনি নিজেই।অাল্লাহ অাপনার মংগল করুক।
বাকি ৩ টা ভিডিয়ো কবে দিবেন স্যার?
আসলে খুব ব্যস্ত আছি এখন ভাই। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের নিয়ে। এখনও আপনাকে কমেন্টটা করতেছি বাসে বসে বসে। বগুড়া যাচ্ছি, কাল সারাদিন ক্লাস। সপ্তাহের ৭ দিনই বাংলাদেশের কোথাও না কোথাও ক্লাস থাকে। তাই ভিডিয়ো বনানোর সময় পাই না ভাই।
আপনার কাছে যদি আমার কোনো বই ধ্রুব বা অন্বেষণ থাকে তো সেখানে বিস্তারিত আলোচনা পাবেন এই ব্যাপারে।
best
Sir will you cover all topics of bengali grammar?
আমরা ইনশাল্লাহ ব্যাকরণের সবগুলো বিষয়ের উপরই আস্তে আস্তে সকল ভিডিয়ো আপলোড করব। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব বাংলা ব্যাকরণকে সহজভাবে উপস্থাপন করে আপনাদের সামনে তুলে ধরার। শুধু প্রয়োজন আপনাদের সাপোর্ট, অনুপ্রেরণা, অপরিসীম ভালোবাসা আর দোয়া।
আশা Shawon's Bangla ইউটিউব চ্যানেলের ভিডিয়োগুলো আপনার ব্যাকরণভান্ডারকে আরও সমৃদ্ধ হতে সর্বোচ্চ সহায়তা করবে। তাই আমাদের সাথেই থাকবেন। আর বন্ধুমহলে ভিডিয়োগুলো Share করে চ্যানেলের কার্যক্রম বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা করবেন।
অপাদানের শেষ পর্ব কবে দেওয়া হবে?
Vai karon karoker aro video daw please 🙏🙏🙏
সমস্ত কারক গুলো নিয়ে ভিডিও করলে ভালো হয়
Moshar voy e ami moshari tanai.
Isn't 'moshari' here koron karok?
ভাইজান বাচ্যের একটা ক্লাস চায়।
ধন্যবাদ
Thanks sir
স্যার, আপনার আলোচনা খুবই সুন্দর এবং মনোগ্রাহী।ভীষণ ভালোলাগে।
কিন্তু আজকের এই আলোচনায় একটা দ্বন্দ্ব থেকেই গেলো। আপনি আলোচনার শেষে বললেন স্যামসুঙের ক্যামেরা কর্ম কারক। এখন প্রশ্ন জাগে যদি এটা কর্ম কারক হয় তাহলে এই বাক্যের কর্তা কে? কর্তা না থাকলে ( উহ্য থাকতেই পারে )কী কোনও ক্রিয়া সম্পাদন হতে পারে? কর্তাহীন বাক্য কীভাবে হবে?( ভাব বাচ্যে কর্তা অনুপস্থিত থাকতে পারে/ উহ্য থাকতে পারে কিন্তু আলোচ্য বাক্যটি তো কোনোভাবেই ভাববাচ্যের নেই )
ঠিক এই জায়গাটি একটু ভেবে দেখার অনুরোধ রইলো। অনুগ্রহ করে একটু আলোচনা করবেন।
আমার সশ্রদ্ধ ভালোবাসা রইলো
আপনার সঙ্গে সহমত
ভাই অপাদানের আরো ৩টি নিয়ম দেন প্লিজ ভাই
স্যার, আপনার লেখচার গুলির কি pdf file আছে?
Bhai অন্বেষণ boi ta ki akhon uttara te pawa jabe?
না ভাই, অন্বেষণ বই প্রকাশিত হলে গ্রুপে ও চ্যানেলে আমি জানিয়ে দিব। ❤️🥰
নতুন ভিডিও আসছে না কেনো
"মায়ের চেয়ে মাসির দরদ বেশি" বাক্যে "মায়ের" কারকটি অপদান হবে। তাইতো ভাইয়া?
জি ভাই। 😊
Sir ,baki 3 ta niyom koi pabo
প্রত্যয় ও দ্বিরক্তি এই দুইটার ক্লাশ চাই।
ইতোমধ্যে গতকাল রাতেই প্রত্যয়ের একটি ভিডিয়ো আপলোড করেছি। সেটা দেখে ফেলুন। আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশা আল্লাহ। 💕
স্যার এই ভিডিওর শেষে আপনি বললেন ব্যাতিক্রমী আরও তিনটি নিয়ম আছে কিন্তুু
ভিডিও টি এখনও দেননি প্লিজ দেন
Again call thanks a lot