আমার আর কারক নিয়ে কন সমস্যা নাই আমি আপনার জন্য পরিক্ষায় কারকে ফুল নাম্বার পেয়েছি।অনেক ধন্যবাদ। আপনার ক্লাস আনেক ভাল সবার চেয়ে বেশি ভালো। তাই তো শুরু আপনার ক্লাসই আমি করি। আর কারো ক্লাস আমি করি না।
আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। 🥰 একটা ভিডিয়ো তৈরি করতে যে কী পরিমাণ কষ্ট হয়, কত বার যে ঘাম মুছি, একটা কথা ভুল বললে তা কতবার যে রিটেক দেই তা শুধু আমি জানি আর উপরওয়ালা জানে। তারপরও দিন শেষে আপনাদের কিছু অনুপ্রেরণামূলক কমেন্ট ঐ সকল কষ্টগুলোকে মুছে দেয়। নিজের অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। 😊 সাথে থাকবার জন্য তাই অশেষ ধন্যবাদ ভাইয়া। আর একটা কথা, বাংলা বিষয়টাকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করাটাই এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে তা আমার একার পক্ষে অনেক কষ্টসাধ্য একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ভিডিয়ো যদি ভালো লাগে, ভিডিয়ো থেকে যদি ন্যূনতম কিছুও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে অবশ্যই ভিডিয়োগুলো শেয়ার করবেন। মূলত, আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💞
স্যার আসসালামু আলাইকুম। কারক আমার জন্য একটা আতংক ছিলো। আমি ইচ্ছে করেই শিখিনি ভয়ে। ভাবছিলাম অনেক কঠিন। কিন্তু আপনার তিনটা ভিডিও দেখে আলহামদুলিল্লাহ আমি শিখে গেছি। ধন্যবাদ স্যার। আল্লাহ আপনার মঙ্গল করুক।❤আমীন।
আমরা ধীরে ধীরে ব্যাকরণের সকল টপিকের উপরই ভিডিয়ো আপলোড করব ইনশাআল্লাহ। আর আপনাদের অনুপ্রেরণা বার্তাই আমাদের কার্যক্রমের মূল চালিকাশক্তি। তাই সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া। আশা করি আমাদের ভিডিয়োগুলো আপনার বাংলা বিষয়ের জ্ঞানকে আরও শাণিত করবে। 🥰❤️ আর একটা কথা, আমি আমার জায়গা থেকে UA-cam Channel টির মাধ্যমে বাংলা বিষয়টিকে আপনাদের কাছে সবচেয়ে সহজ উপায়ে পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু আমার একার পক্ষে চ্যানেলটিকে সর্বস্তরে পৌঁছানো সম্ভব নয়। তাই আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ভিডিয়ো দেখে উপকৃত হলে, ভিডিয়ো থেকে সামান্যতম হলেও কিছু শিখতে পারলে এটা অনুরোধ রইলো বন্ধুদের সাথে চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। মনে রাখবেন, আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। 💕🥰
Nothing to say just amazing class. I have improved my Bengali grammatical parts day by day just for you my lovely teacher. You are the best teacher in my life. I have never ever seen this type of teacher and best way of learning how to learn Bengali easy way. "I love you so much sir and I can't describe it."
আলহামদুলিল্লাহ। আশা করি, পরবর্তীতেও আমার বই ও ক্লাস আপনাদের অনেক সহায়তা করবে। :) আমি শুধু একটু বলব, দোয়া করবেন যেন সুস্থ থাকি। তাহলেই আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যেতে আমার কোনো সমস্যা নেই। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ।
Thank you so much ... Apnar prottek ta class khub khub khub vlo lage Ami sob gulo class korec onk bar kore kori na bujle abr kori ... Bangla grammar khub kothin lagto akhn onk tai easy lage .... Banhlar sob topic er class deyar onurod roily .... Onk dhonnobad sir..
আসসালামু আলাইকুম স্যার। আপনার ভিডিওগুলো মাশা আল্লাহ খুবই সুন্দর। 14 মিনিটের ভিডিওটিতে সম্পূর্ণ বিষয়কে যত সহজ ভাবে তুলে ধরেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি মাত্র 14 মিনিটের কিন্তু এইখানে আছে শিখার অনেক বিষয় এবং আপনার অনেক পরিশ্রম। আপনার সকল ভিডিওর জন্য অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইর
২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই। আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍
Sir your class is too good. U are one of the best bangla teacher as I have seen in my life.I always wait for your new cls because I like your cls and you learned us easily so many many thanks for your helpful cls
ICON plus এ আপনার ক্লাস করেছিলাম, অসাধারণ পড়ান স্যার আপনি! এখন শেষ সময়ে আবার আপনার ভিডিও দেখে নিজেকে ঝালিয়ে নিচ্ছি এবং মাঝে মাঝে ঐ সময়টাতে ফিরে যাচ্ছি 😇
আপনাদের অনুপ্রেরণা বার্তাই আমাদের কার্যক্রমের মূল চালিকাশক্তি। তাই সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া। আশা করি আমাদের ভিডিয়োগুলো আপনার বাংলা বিষয়ের জ্ঞানকে আরও শাণিত করবে। 🥰❤️ আর একটা কথা, আমি আমার জায়গা থেকে UA-cam Channel টির মাধ্যমে বাংলা বিষয়টিকে আপনাদের কাছে সবচেয়ে সহজ উপায়ে পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু আমার একার পক্ষে চ্যানেলটিকে সর্বস্তরে পৌঁছানো সম্ভব নয়। তাই আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ভিডিয়ো দেখে উপকৃত হলে, ভিডিয়ো থেকে সামান্যতম হলেও কিছু শিখতে পারলে এটা অনুরোধ রইলো বন্ধুদের সাথে চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। মনে রাখবেন, আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। 💕🥰
২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই। আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍
একজন রাঁধুনিকে যখন বলবেন যে আজকের রান্নাটা অসাধারণ হয়েছে তখন সে পরের দিন কীভাবে আরও ভালো করা যায় সেটা চিন্তা করে। আমার অবস্থাটা হয়েছে এরকম যে আপনাদের অনুপ্রেরণা যখন পাই তখন শুধু এটা মনে হয় যে কীভাবে আরও ভালো করা যায়? কীভাবে আরও ভালো সেবা দেওয়া যায় আপনাদের? 🥰 আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। আর তাই ভিডিয়োটি যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে বন্ধুদের সাথে ভিডিয়োটি শেয়ার করবেন। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। 💞🥰
Onk Valo class.. thank u so much .apnar ei kaj amader onk upokar kortese..but recently apni video dissen na ...plz taratari video dewa try Korean...plz
ভিডিয়ো দেখায় আপনার স্বার্থ আছে, কারণ ভিডিয়ো থেকে আপনি কিছু শিখতে পারতেছেন। কিন্তু সামান্য সময় ব্যয় করে কমেন্ট করায় আপনার কোনো স্বার্থ নেই। কিন্তু তারপরও সামান্য একটু সময় ব্যয় করে আপনাদের করা ছোট্ট একটা কমেন্ট আমাকে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা দেয়। আর আপনাদের এই অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 💕🥰
ভিডিয়ো যদি দেখে ১০০ লোক, তাহলে লাইক রিএক্ট দেয় ১০-১৫ জনের মতো। আর কমেন্ট করে সর্বোচ্চ ২-৫ জনের মতো, আর আপনি তাদের মধ্যে একজন। যদিও এই কমেন্টের পার্সেন্টেজটা খুবই সামান্য কিন্তু তারপরও কিছু কথা বলি - ১. আমি দেখামাত্রই সব সময় সবার কমেন্টের প্রত্যুত্তর করতে পারি না। কিন্তু চেষ্টা করি যখন ফ্রি হই, তখন সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। সত্যি বলতে আপনাদের অনুপ্রেরণামূলক প্রতিটি কমেন্ট আমাকে নতুন করে কাজ করার শক্তি দেয়। ২. একটা ভিডিয়ো তৈরি করতে যে কি পরিমাণ পরিশ্রম হয় তা কেবল আমি জানি, আমার আল্লাহ জানে আর আপনাদের মধ্যে যদি কেউ এরকম ভিডিয়ো তৈরি করেন তো সে জানেন। ৩. আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই কিছুটা সময় ব্যয় করে আপনাদের করা এই Appreciation গুলোই আমার সকল কষ্ট ও পরিশ্রমের ফসল বলে মনে হয়। ৪. যারা কেবল ভিডিয়ো দেখে, কিন্তু কোনো কমেন্ট করে না তাদের তো কোনো অনুরোধ করতে পারি না। তাই অনুরোধটা আপনাদেরই করছি - বাংলা বিষয়টিকে সবার মাঝে সহজভাবে উপস্থাপন করাটাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। কিন্তু তা আমার একার পক্ষে প্রায় দুঃসাধ্য একটা কাজ। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়ো দেখে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে রিকুয়েস্ট থাকবে বন্ধুদের মাঝেও এই চ্যানেল ও এই চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 💞
একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহায়েত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে। মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না। তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊
ভিডিয়ো যদি দেখে ১০০ লোক, তাহলে লাইক রিএক্ট দেয় ১০-১৫ জনের মতো। আর কমেন্ট করে সর্বোচ্চ ২-৫ জনের মতো, আর আপনি তাদের মধ্যে একজন। যদিও এই কমেন্টের পার্সেন্টেজটা খুবই সামান্য কিন্তু তারপরও কিছু কথা বলি - ১. আমি দেখামাত্রই সব সময় সবার কমেন্টের প্রত্যুত্তর করতে পারি না। কিন্তু চেষ্টা করি যখন ফ্রি হই, তখন সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। সত্যি বলতে আপনাদের অনুপ্রেরণামূলক প্রতিটি কমেন্ট আমাকে নতুন করে কাজ করার শক্তি দেয়। ২. একটা ভিডিয়ো তৈরি করতে যে কি পরিমাণ পরিশ্রম হয় তা কেবল আমি জানি, আমার আল্লাহ জানে আর আপনাদের মধ্যে যদি কেউ এরকম ভিডিয়ো তৈরি করেন তো সে জানেন। ৩. আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই কিছুটা সময় ব্যয় করে আপনাদের করা এই Appreciation গুলোই আমার সকল কষ্ট ও পরিশ্রমের ফসল বলে মনে হয়। ৪. যারা কেবল ভিডিয়ো দেখে, কিন্তু কোনো কমেন্ট করে না তাদের তো কোনো অনুরোধ করতে পারি না। তাই অনুরোধটা আপনাদেরই করছি - বাংলা বিষয়টিকে সবার মাঝে সহজভাবে উপস্থাপন করাটাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। কিন্তু তা আমার একার পক্ষে প্রায় দুঃসাধ্য একটা কাজ। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়ো দেখে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে রিকুয়েস্ট থাকবে বন্ধুদের মাঝেও এই চ্যানেল ও এই চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 💞
ভিডিয়ো যদি দেখে ১০০ লোক, তাহলে লাইক রিএক্ট দেয় ১০-১৫ জনের মতো। আর কমেন্ট করে সর্বোচ্চ ২-৫ জনের মতো, আর আপনি তাদের মধ্যে একজন। যদিও এই কমেন্টের পার্সেন্টেজটা খুবই সামান্য কিন্তু তারপরও কিছু কথা বলি - ১. আমি দেখামাত্রই সব সময় সবার কমেন্টের প্রত্যুত্তর করতে পারি না। কিন্তু চেষ্টা করি যখন ফ্রি হই, তখন সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। সত্যি বলতে আপনাদের অনুপ্রেরণামূলক প্রতিটি কমেন্ট আমাকে নতুন করে কাজ করার শক্তি দেয়। ২. একটা ভিডিয়ো তৈরি করতে যে কি পরিমাণ পরিশ্রম হয় তা কেবল আমি জানি, আমার আল্লাহ জানে আর আপনাদের মধ্যে যদি কেউ এরকম ভিডিয়ো তৈরি করেন তো সে জানেন। ৩. আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই কিছুটা সময় ব্যয় করে আপনাদের করা এই Appreciation গুলোই আমার সকল কষ্ট ও পরিশ্রমের ফসল বলে মনে হয়। ৪. যারা কেবল ভিডিয়ো দেখে, কিন্তু কোনো কমেন্ট করে না তাদের তো কোনো অনুরোধ করতে পারি না। তাই অনুরোধটা আপনাদেরই করছি - বাংলা বিষয়টিকে সবার মাঝে সহজভাবে উপস্থাপন করাটাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। কিন্তু তা আমার একার পক্ষে প্রায় দুঃসাধ্য একটা কাজ। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়ো দেখে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে রিকুয়েস্ট থাকবে বন্ধুদের মাঝেও এই চ্যানেল ও এই চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া। 💞
"দেবতার ধন কে যায় ফিরায়ে লয়ে" - এবাক্যে 'দেবতার' কোন কারকে কোন বিভক্তি? উত্তর: "দেবতার ধন কে যায় ফিরায়ে লয়ে" বাক্যটির অর্থ বুঝলেই এর কারক নির্ণয় করা অনেক সহজ হয়ে যাবে। বাক্যটির দ্বারা বুঝাচ্ছে মসজিদে বা মন্দিরে দান করার উদ্দেশ্যে কোনো ব্যক্তি কিছু টাকা নির্ধারণ করেছেন। সাধারণত দান করার উদ্দেশ্যে নির্ধারিত টাকা আমরা ব্যক্তিগত খাতে খরচ করি না। অর্থাৎ দেবতার জন্য যে সম্পদ নির্ধারণ করা হয় তা কেউ ফিরিয়ে নিয়ে যায় না। এখন প্রশ্ন হচ্ছে এটি কোন কারক? এটি আপনি দুইভাবে নির্ধারণ করতে পারেন। দুইভাবেই এটা সম্প্রদান কারকই হয়। প্রথমটি, নামপদের দ্বারা পরলৌকিক স্বার্থ বুঝালে তা সম্প্রদান আর ইহলৌকিক স্বার্থ বুঝালে তা কর্ম। এই নিয়মে দেবতার জন্য বলতে মসজিদ / মন্দিরে টাকা দেওয়ার কথা বুঝাচ্ছে যা পরলৌকিক স্বার্থ বুঝায়; সুতরাং সম্প্রদান। আর দ্বিতীয়ত কোনো উদ্দেশ্য বুঝালে তা সম্প্রদান আর উদ্দেশ্য সম্পাদনের স্থান বুঝালে তা অধিকরণ। সে হিসেবে দেবতার উদ্দেশ্যে টাকা নির্ধারণ করা হয়েছে বলে তা সম্প্রদান। আশা করি বুঝেছেন। 💞🥰
আমারে তুমি রক্ষা করো - এখানে 'আমারে' কর্ম কারক। লক্ষ করুন, এবাক্যে ক্রিয়া হচ্ছে 'করো' যা সম্পাদন করেছে 'তুমি' পদটি। তার মানে এবাক্যে 'তুমি' কর্তা। আর 'আমাকে' কর্মকারক।
১৫-২০ মিনিটের একটা ভিডিয়ো করতে সময় লাগে প্রায় ১২-১৪ ঘণ্টা। আর ভিডিয়ো আরও বড়ো হলে তো বুঝতেই পারছেন কত সময় লাগে। মাঝে মাঝে কিছু ভিডিয়ো তৈরি করতে ৩/৪ দিন সময় লেগে যায়। স্লাইড তৈরি, অ্যানিমেশন বসানো, স্লাইড অনুসারে ভিডিয়ো রেকর্ড করা, ভিডিয়ো এডিট করা, স্লাইড আর ভিডিয়ো মার্জ করা, ফাইনাল ভিডিয়ো এক্সপোর্ট করা, চ্যানেলে আপলোড দেওয়া, আপলোড দেওয়ার সময় টাইটেল-ডেসক্রিপশন লেখা, ট্যাগ ব্যবহার করা, প্রোমো ভিডিয়ো তৈরি করা, সেটা ফেসবুকে আপলোড দিয়ে মূল ভিডিয়োর কথা আপনাদের জানানো ইত্যাদি ইত্যাদি আরও অনেক কাজ আছে। কিন্তু এই সবকিছুর পরও আপনাদের উপকার হলেই আমার কষ্ট সার্থক। 💕 আর একটা কথা, বাংলা বিষয়টিকে আপনাদের নিকট সহজভাবে উপস্থাপন করাটাই এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে এই কাজ আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। তাই ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়োটি যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💞
২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই। আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍
@@ShawonsBangla ভাইয়া, "স্রোতে নৌকাটি উল্টিয়ে দিল" এখানে 'স্রোতে' শব্দটিকে কি দ্বারা প্রশ্ন করা হবে নাকি কে দ্বারা প্রশ্ন করা হবে সেটা নিয়ে অনেক কনফিউজড। বার বার দেখেও বুঝতে পারছি না। একটু বুঝিয়ে দিলে ভালো হয়।
@@farzanajuthi3220 স্রোতে নৌকাটি উল্টাইয়া দিলো। এখানে ক্রিয়া হচ্ছে উল্টাইয়া দিলো। এখন চিন্তা করেন, এই উল্টাইয়া দেওয়ার কাজটা করেছে কে? স্রোত করেছে। তাই স্রোত কর্তৃকারক হবে। 🥰💕
ভিডিয়ো যদি দেখে ১০০ লোক, তাহলে লাইক রিএক্ট দেয় ১০-১৫ জনের মতো। আর কমেন্ট করে সর্বোচ্চ ২-৫ জনের মতো, আর আপনি তাদের মধ্যে একজন। যদিও এই কমেন্টের পার্সেন্টেজটা খুবই সামান্য কিন্তু তারপরও কিছু কথা বলি - ১. আমি দেখামাত্রই সব সময় সবার কমেন্টের প্রত্যুত্তর করতে পারি না। কিন্তু চেষ্টা করি যখন ফ্রি হই, তখন সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। সত্যি বলতে আপনাদের অনুপ্রেরণামূলক প্রতিটি কমেন্ট আমাকে নতুন করে কাজ করার শক্তি দেয়। ২. একটা ভিডিয়ো তৈরি করতে যে কি পরিমাণ পরিশ্রম হয় তা কেবল আমি জানি, আমার আল্লাহ জানে আর আপনাদের মধ্যে যদি কেউ এরকম ভিডিয়ো তৈরি করেন তো সে জানেন। ৩. আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই কিছুটা সময় ব্যয় করে আপনাদের করা এই Appreciation গুলোই আমার সকল কষ্ট ও পরিশ্রমের ফসল বলে মনে হয়। ৪. যারা কেবল ভিডিয়ো দেখে, কিন্তু কোনো কমেন্ট করে না তাদের তো কোনো অনুরোধ করতে পারি না। তাই অনুরোধটা আপনাদেরই করছি - বাংলা বিষয়টিকে সবার মাঝে সহজভাবে উপস্থাপন করাটাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। কিন্তু তা আমার একার পক্ষে প্রায় দুঃসাধ্য একটা কাজ। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়ো দেখে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে রিকুয়েস্ট থাকবে বন্ধুদের মাঝেও এই চ্যানেল ও এই চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া। 💞
আমি আপনাদের সবার কমেন্টের প্রত্যুত্তর দেওয়ার চেষ্টা করি। কোনো ভালো কমেন্ট আমাদের অনেক অনুপ্রাণিত করে। তাই সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া... আর আশা করি আমাদের ভিডিয়োগুলো আপনার বাংলা বিষয়ের জ্ঞানকে আরও শাণিত করবে। 🥰❤️
২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই। আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍
আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব বাংলা ব্যাকরণকে সহজভাবে উপস্থাপন করে আপনাদের সামনে তুলে ধরার। শুধু প্রয়োজন আপনাদের সাপোর্ট, অনুপ্রেরণা, অপরিসীম ভালোবাসা আর দোয়া। আশা Shawon's Bangla ইউটিউব চ্যানেলের ভিডিয়োগুলো আপনার ব্যাকরণভান্ডারকে আরও সমৃদ্ধ হতে সর্বোচ্চ সহায়তা করবে। তাই আমাদের সাথেই থাকবেন। আর বন্ধুমহলে ভিডিয়োগুলো Share করে চ্যানেলের কার্যক্রম বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা করবেন।
একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহায়েত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে। মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না। তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊
আমার আর কারক নিয়ে কন সমস্যা নাই আমি আপনার জন্য পরিক্ষায় কারকে ফুল নাম্বার পেয়েছি।অনেক ধন্যবাদ। আপনার ক্লাস আনেক ভাল সবার চেয়ে বেশি ভালো। তাই তো শুরু আপনার ক্লাসই আমি করি। আর কারো ক্লাস আমি করি না।
Amar to problem r problem
আপনার সহজবোধ্য উপস্থাপনা, ১৫ মিনিটের একটা ক্লাসেই অনেক কিছু শিখতে পারি। অনেক অনেক ধন্যবাদ স্যার ♥️
আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। 🥰
একটা ভিডিয়ো তৈরি করতে যে কী পরিমাণ কষ্ট হয়, কত বার যে ঘাম মুছি, একটা কথা ভুল বললে তা কতবার যে রিটেক দেই তা শুধু আমি জানি আর উপরওয়ালা জানে।
তারপরও দিন শেষে আপনাদের কিছু অনুপ্রেরণামূলক কমেন্ট ঐ সকল কষ্টগুলোকে মুছে দেয়। নিজের অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। 😊
সাথে থাকবার জন্য তাই অশেষ ধন্যবাদ ভাইয়া। আর একটা কথা, বাংলা বিষয়টাকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করাটাই এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে তা আমার একার পক্ষে অনেক কষ্টসাধ্য একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ভিডিয়ো যদি ভালো লাগে, ভিডিয়ো থেকে যদি ন্যূনতম কিছুও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে অবশ্যই ভিডিয়োগুলো শেয়ার করবেন। মূলত, আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💞
আলহামদুলিল্লাহ, অনেক সহজ ভাবে বুঝতে পেরেছি, স্যারকে অসংখ্য ধন্যবাদ।
স্যার আসসালামু আলাইকুম। কারক আমার জন্য একটা আতংক ছিলো। আমি ইচ্ছে করেই শিখিনি ভয়ে। ভাবছিলাম অনেক কঠিন।
কিন্তু আপনার তিনটা ভিডিও দেখে আলহামদুলিল্লাহ আমি শিখে গেছি। ধন্যবাদ স্যার। আল্লাহ আপনার মঙ্গল করুক।❤আমীন।
আপনার ক্লাসগুলো খুবই ভালো লাগে।এরকম স্যার যে প্রতিষ্ঠানে থাকবেন, ঐ প্রতিষ্ঠানের স্টুডেন্টদের আর প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না বলে মনে করি।
সত্যি কথা হলো সবাই শুধু সহজ উদাহরণ গুলোই বুঝায়। কঠিন উদাহরণগুলোর ধারে কাছে দিয়েও কেউ এগোতে চায় না।
Best teacher in Bangladesh for Bangla ❣️❣️❣️
আমরা ধীরে ধীরে ব্যাকরণের সকল টপিকের উপরই ভিডিয়ো আপলোড করব ইনশাআল্লাহ।
আর আপনাদের অনুপ্রেরণা বার্তাই আমাদের কার্যক্রমের মূল চালিকাশক্তি। তাই সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া।
আশা করি আমাদের ভিডিয়োগুলো আপনার বাংলা বিষয়ের জ্ঞানকে আরও শাণিত করবে। 🥰❤️
আর একটা কথা, আমি আমার জায়গা থেকে UA-cam Channel টির মাধ্যমে বাংলা বিষয়টিকে আপনাদের কাছে সবচেয়ে সহজ উপায়ে পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু আমার একার পক্ষে চ্যানেলটিকে সর্বস্তরে পৌঁছানো সম্ভব নয়। তাই আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।
ভিডিয়ো দেখে উপকৃত হলে, ভিডিয়ো থেকে সামান্যতম হলেও কিছু শিখতে পারলে এটা অনুরোধ রইলো বন্ধুদের সাথে চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। মনে রাখবেন, আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। 💕🥰
ধন্যবাদ ভাইয়া আপনাকে ব্যাকরণের টপিক গুলোর এত সুন্দর ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য।
Nothing to say just amazing class. I have improved my Bengali grammatical parts day by day just for you my lovely teacher. You are the best teacher in my life. I have never ever seen this type of teacher and best way of learning how to learn Bengali easy way.
"I love you so much sir and I can't describe it."
আপনার কথার ভংগিমা এত সুন্দর, যে কোনো বিরক্তিকর বিষয় নিয়ে কথা বললেও শ্রোতার মনোযোগ আকর্ষণ করতে পারবেন। ইনশাআল্লাহ
অসাধারন, ভুলে গিয়েছিলাম এই দুই কারকের পার্থক্য, আবারো ঝালাই করলাম,ধন্যবাদ
সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই। 🥰❤️
আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার।আমিও অনেকবার কর্মকারক নির্ণয় করতে গিয়ে ভুল করেছি।কিন্তু এই ক্লাসটা দেখে ক্লিয়ার হলাম🙂
Man, your way of talking is just incredible.
আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া। 🥰💕
Fantastic. Your presentation is mindblowing.
আলহামদুলিল্লাহ। আশা করি, পরবর্তীতেও আমার বই ও ক্লাস আপনাদের অনেক সহায়তা করবে। :)
আমি শুধু একটু বলব, দোয়া করবেন যেন সুস্থ থাকি। তাহলেই আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যেতে আমার কোনো সমস্যা নেই। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ।
অল্প সময়ে বিস্তারিত,You are a good teacher......
সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাই। 💞🥰
Thank you so much ... Apnar prottek ta class khub khub khub vlo lage Ami sob gulo class korec onk bar kore kori na bujle abr kori ... Bangla grammar khub kothin lagto akhn onk tai easy lage .... Banhlar sob topic er class deyar onurod roily .... Onk dhonnobad sir..
আসসালামু আলাইকুম স্যার। আপনার ভিডিওগুলো মাশা আল্লাহ খুবই সুন্দর। 14 মিনিটের ভিডিওটিতে সম্পূর্ণ বিষয়কে যত সহজ ভাবে তুলে ধরেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি মাত্র 14 মিনিটের কিন্তু এইখানে আছে শিখার অনেক বিষয় এবং আপনার অনেক পরিশ্রম। আপনার সকল ভিডিওর জন্য অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইর
২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই।
আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍
@@ShawonsBangla ইন শা আল্লাহ ভাইয়া আপনি পারবেন।জাযাকাল্লাহু খাইর। we are waiting for your more videos.
Sir your class is too good. U are one of the best bangla teacher as I have seen in my life.I always wait for your new cls because I like your cls and you learned us easily so many many thanks for your helpful cls
আরো examples দিয়ে বুজালে ভালো hobe কোতোগুলি mcq solve করে দিলে আরো অনেক concept clear hoye jabe. Thank you
Hm
hum
Free te eto kisu dawar jonno boshe ase
fine
@@farhanaafrozrisa1954 ০
আপনার সাথে আছি ব্যাকরণের চাকরির জন্যে সব টপিকের এইরকম ভিডিও চাই ভাইয়া।
Alhamdulillah ❤️❤️
class ta osadaron chilo vaiya..
age kokhono kew arokom vabe sikhay ni..
Allah apanke uttom makam dan koruk.AMIN❤️
সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। আমাদের ভিডিয়োগুলো আপনার বাংলা ব্যাকরণের জ্ঞানকে আরো সমৃদ্ধ করবে - এটাই আমাদের প্রত্যাশা। তাই সবসময় সাথেই থাকবেন। 🥰
স্যার আমি ত্রিপুরা থেকে, বলছি স্যার প্রতিটা টপিক শেষ হওয়ার পর বেশ কিছু Example/ MCQ থাকলে ভালো হয়❤
ICON plus এ আপনার ক্লাস করেছিলাম, অসাধারণ পড়ান স্যার আপনি!
এখন শেষ সময়ে আবার আপনার ভিডিও দেখে নিজেকে ঝালিয়ে নিচ্ছি এবং মাঝে মাঝে ঐ সময়টাতে ফিরে যাচ্ছি 😇
আপনাদের অনুপ্রেরণা বার্তাই আমাদের কার্যক্রমের মূল চালিকাশক্তি। তাই সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া।
আশা করি আমাদের ভিডিয়োগুলো আপনার বাংলা বিষয়ের জ্ঞানকে আরও শাণিত করবে। 🥰❤️
আর একটা কথা, আমি আমার জায়গা থেকে UA-cam Channel টির মাধ্যমে বাংলা বিষয়টিকে আপনাদের কাছে সবচেয়ে সহজ উপায়ে পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু আমার একার পক্ষে চ্যানেলটিকে সর্বস্তরে পৌঁছানো সম্ভব নয়। তাই আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।
ভিডিয়ো দেখে উপকৃত হলে, ভিডিয়ো থেকে সামান্যতম হলেও কিছু শিখতে পারলে এটা অনুরোধ রইলো বন্ধুদের সাথে চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। মনে রাখবেন, আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। 💕🥰
Sir, Ami konodin karok porini voye, mukhosto korci. Kintu apnar class dekhe Ami karok porci. Apnake Koti Koti Salam. Apnar boita Ami nite cai..
ভাই আপনার ক্লাসগুলো খুব সহজ, আপনি নিয়মিত ভিডিও দেন তবে সাবস্ক্রাইব বৃদ্ধি পাবে
আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে বুঝেছি
Love from West Bengal sir... Carry on❤️
২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই।
আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍
আসসালামুয়ালাইকুম ভাই। উপাদানের আরো তিনটি ব্যতিক্রমধর্মী নিয়ম দেওয়ার কথা ছিল। দিলে অনেক উপকৃত হতাম।
বোর্ডে কর্তৃকারকের কিছু উদাহরন দিতে বিষয়টিকে বুঝাই দিলে ভালো হতো।
তবে হ্যাঁ, কনসেপ্ট টা মোটামুটি বুঝতে পেরেছি।
ধন্যবাদ।
দয়া করে পর্যায়ক্রমে ক্লাস গুলো দিবেন ভাইয়া।
আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা।
খুব সুন্দর হয়েছে ।
দারুণ হয়েছে ☺️
স্যার আপনার উপস্থাপনা অনেক সুন্দর।
একজন রাঁধুনিকে যখন বলবেন যে আজকের রান্নাটা অসাধারণ হয়েছে তখন সে পরের দিন কীভাবে আরও ভালো করা যায় সেটা চিন্তা করে। আমার অবস্থাটা হয়েছে এরকম যে আপনাদের অনুপ্রেরণা যখন পাই তখন শুধু এটা মনে হয় যে কীভাবে আরও ভালো করা যায়? কীভাবে আরও ভালো সেবা দেওয়া যায় আপনাদের? 🥰
আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। আর তাই ভিডিয়োটি যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে বন্ধুদের সাথে ভিডিয়োটি শেয়ার করবেন। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। 💞🥰
কর্মকর্তৃবাচ্য সম্পর্কে আলোচনা করলে ভালো হতো।
Onk Valo class.. thank u so much .apnar ei kaj amader onk upokar kortese..but recently apni video dissen na ...plz taratari video dewa try Korean...plz
Right; awesome thinker. Thanks vai
সুন্দর বুঝানোর জন্য ধন্যবাদ
আচ্ছালামু আলাইকুম। জ্বি,ভাই খুব সুন্দর হয়েছে।তবে ছালাম টা সবার আগে দিয়ে করলে আরো ভাল হবে ইংশাআল্লাহ।
Khub bhala legeche lecture ta...sir
Just amazing class
Onek valo hoyese
আপনার ক্লাস অনেক ভালো লাগে স্যার কারক নিয়ে ekta Merathon class karan
Akdom clear hoye geche
সিরিয়াল ভাবে দিন, ভিডিও গুলো।। এই রকম ভিডিও আরো চাই।। ধন্যবাদ ভাই
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা
ভিডিয়ো দেখায় আপনার স্বার্থ আছে, কারণ ভিডিয়ো থেকে আপনি কিছু শিখতে পারতেছেন। কিন্তু সামান্য সময় ব্যয় করে কমেন্ট করায় আপনার কোনো স্বার্থ নেই।
কিন্তু তারপরও সামান্য একটু সময় ব্যয় করে আপনাদের করা ছোট্ট একটা কমেন্ট আমাকে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা দেয়। আর আপনাদের এই অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 💕🥰
অসাধারণ ক্লাস ভাইয়া ধন্যবাদ।
many many thank. More videos......
Very helpful vaiya
Oyalaikum us salam dada. ami ruma khatun India theke khub valo lage apner class.
জ্ঞানার্জনে দেশের সীমারেখা যে কোনো বাঁধাই নয়, আপনার কমেন্টই তার প্রমাণ। দোয়া করবেন যেন আপনাদের এই শ্রদ্ধা ও ভালোবাসার জায়গাটা ধরে রাখতে পারি সবসময়। 🥰💞
Great vedio class.
awesome Technique
অসাধারণ sir❤
thanks a lot shawon sir.
কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাই। 🥰❤️
Darun class but ro bekka and example takle kub valo hoito
ভিডিয়ো যদি দেখে ১০০ লোক, তাহলে লাইক রিএক্ট দেয় ১০-১৫ জনের মতো। আর কমেন্ট করে সর্বোচ্চ ২-৫ জনের মতো, আর আপনি তাদের মধ্যে একজন। যদিও এই কমেন্টের পার্সেন্টেজটা খুবই সামান্য কিন্তু তারপরও কিছু কথা বলি -
১. আমি দেখামাত্রই সব সময় সবার কমেন্টের প্রত্যুত্তর করতে পারি না। কিন্তু চেষ্টা করি যখন ফ্রি হই, তখন সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। সত্যি বলতে আপনাদের অনুপ্রেরণামূলক প্রতিটি কমেন্ট আমাকে নতুন করে কাজ করার শক্তি দেয়।
২. একটা ভিডিয়ো তৈরি করতে যে কি পরিমাণ পরিশ্রম হয় তা কেবল আমি জানি, আমার আল্লাহ জানে আর আপনাদের মধ্যে যদি কেউ এরকম ভিডিয়ো তৈরি করেন তো সে জানেন।
৩. আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই কিছুটা সময় ব্যয় করে আপনাদের করা এই Appreciation গুলোই আমার সকল কষ্ট ও পরিশ্রমের ফসল বলে মনে হয়।
৪. যারা কেবল ভিডিয়ো দেখে, কিন্তু কোনো কমেন্ট করে না তাদের তো কোনো অনুরোধ করতে পারি না। তাই অনুরোধটা আপনাদেরই করছি - বাংলা বিষয়টিকে সবার মাঝে সহজভাবে উপস্থাপন করাটাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। কিন্তু তা আমার একার পক্ষে প্রায় দুঃসাধ্য একটা কাজ। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়ো দেখে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে রিকুয়েস্ট থাকবে বন্ধুদের মাঝেও এই চ্যানেল ও এই চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 💞
Ser onek valo ❤️❤️❤️
অসাধারণ ভাইয়া ❤️
"পরীক্ষা এলেই তার চোখে জল ঝরে" এ বাক্যে পরীক্ষা কিভাবে কর্তৃ কারক? 🤔
অনেক ধন্যবাদ ভাই💝
একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহায়েত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে।
মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না।
তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊
Thanks vi, concept clear 😇
অসাধারণ ❤
Really... Awesome
দারুণ 👌👌
Sondor
ভালো লাগলো❣️❣️
ভিডিয়ো যদি দেখে ১০০ লোক, তাহলে লাইক রিএক্ট দেয় ১০-১৫ জনের মতো। আর কমেন্ট করে সর্বোচ্চ ২-৫ জনের মতো, আর আপনি তাদের মধ্যে একজন। যদিও এই কমেন্টের পার্সেন্টেজটা খুবই সামান্য কিন্তু তারপরও কিছু কথা বলি -
১. আমি দেখামাত্রই সব সময় সবার কমেন্টের প্রত্যুত্তর করতে পারি না। কিন্তু চেষ্টা করি যখন ফ্রি হই, তখন সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। সত্যি বলতে আপনাদের অনুপ্রেরণামূলক প্রতিটি কমেন্ট আমাকে নতুন করে কাজ করার শক্তি দেয়।
২. একটা ভিডিয়ো তৈরি করতে যে কি পরিমাণ পরিশ্রম হয় তা কেবল আমি জানি, আমার আল্লাহ জানে আর আপনাদের মধ্যে যদি কেউ এরকম ভিডিয়ো তৈরি করেন তো সে জানেন।
৩. আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই কিছুটা সময় ব্যয় করে আপনাদের করা এই Appreciation গুলোই আমার সকল কষ্ট ও পরিশ্রমের ফসল বলে মনে হয়।
৪. যারা কেবল ভিডিয়ো দেখে, কিন্তু কোনো কমেন্ট করে না তাদের তো কোনো অনুরোধ করতে পারি না। তাই অনুরোধটা আপনাদেরই করছি - বাংলা বিষয়টিকে সবার মাঝে সহজভাবে উপস্থাপন করাটাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। কিন্তু তা আমার একার পক্ষে প্রায় দুঃসাধ্য একটা কাজ। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়ো দেখে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে রিকুয়েস্ট থাকবে বন্ধুদের মাঝেও এই চ্যানেল ও এই চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 💞
onak valo laglo.....tnx
Thank you, brother💗💗💗💗💗
Thank you so much vaiya🥰❤️
ভিডিয়ো যদি দেখে ১০০ লোক, তাহলে লাইক রিএক্ট দেয় ১০-১৫ জনের মতো। আর কমেন্ট করে সর্বোচ্চ ২-৫ জনের মতো, আর আপনি তাদের মধ্যে একজন। যদিও এই কমেন্টের পার্সেন্টেজটা খুবই সামান্য কিন্তু তারপরও কিছু কথা বলি -
১. আমি দেখামাত্রই সব সময় সবার কমেন্টের প্রত্যুত্তর করতে পারি না। কিন্তু চেষ্টা করি যখন ফ্রি হই, তখন সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। সত্যি বলতে আপনাদের অনুপ্রেরণামূলক প্রতিটি কমেন্ট আমাকে নতুন করে কাজ করার শক্তি দেয়।
২. একটা ভিডিয়ো তৈরি করতে যে কি পরিমাণ পরিশ্রম হয় তা কেবল আমি জানি, আমার আল্লাহ জানে আর আপনাদের মধ্যে যদি কেউ এরকম ভিডিয়ো তৈরি করেন তো সে জানেন।
৩. আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই কিছুটা সময় ব্যয় করে আপনাদের করা এই Appreciation গুলোই আমার সকল কষ্ট ও পরিশ্রমের ফসল বলে মনে হয়।
৪. যারা কেবল ভিডিয়ো দেখে, কিন্তু কোনো কমেন্ট করে না তাদের তো কোনো অনুরোধ করতে পারি না। তাই অনুরোধটা আপনাদেরই করছি - বাংলা বিষয়টিকে সবার মাঝে সহজভাবে উপস্থাপন করাটাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। কিন্তু তা আমার একার পক্ষে প্রায় দুঃসাধ্য একটা কাজ। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়ো দেখে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে রিকুয়েস্ট থাকবে বন্ধুদের মাঝেও এই চ্যানেল ও এই চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া। 💞
Sir accounting lovers paid batch theke apnr video dekhtesi
দেবতার ধন কে যায় লয়ে ফিরায়ে লয়ে।
"দেবতার " কোন কারকে কোন বিভক্তি।
আমারে তুমি রক্ষা কর।
"আমারে "কোন কারকে কোন বিভক্তি। একটু বুঝিয়ে দিলে উপকৃত হবো।অগ্রিম ধন্যবাদ ভাইয়া।
"দেবতার ধন কে যায় ফিরায়ে লয়ে" - এবাক্যে 'দেবতার' কোন কারকে কোন বিভক্তি?
উত্তর: "দেবতার ধন কে যায় ফিরায়ে লয়ে" বাক্যটির অর্থ বুঝলেই এর কারক নির্ণয় করা অনেক সহজ হয়ে যাবে। বাক্যটির দ্বারা বুঝাচ্ছে মসজিদে বা মন্দিরে দান করার উদ্দেশ্যে কোনো ব্যক্তি কিছু টাকা নির্ধারণ করেছেন। সাধারণত দান করার উদ্দেশ্যে নির্ধারিত টাকা আমরা ব্যক্তিগত খাতে খরচ করি না। অর্থাৎ দেবতার জন্য যে সম্পদ নির্ধারণ করা হয় তা কেউ ফিরিয়ে নিয়ে যায় না। এখন প্রশ্ন হচ্ছে এটি কোন কারক?
এটি আপনি দুইভাবে নির্ধারণ করতে পারেন। দুইভাবেই এটা সম্প্রদান কারকই হয়।
প্রথমটি, নামপদের দ্বারা পরলৌকিক স্বার্থ বুঝালে তা সম্প্রদান আর ইহলৌকিক স্বার্থ বুঝালে তা কর্ম। এই নিয়মে দেবতার জন্য বলতে মসজিদ / মন্দিরে টাকা দেওয়ার কথা বুঝাচ্ছে যা পরলৌকিক স্বার্থ বুঝায়; সুতরাং সম্প্রদান।
আর দ্বিতীয়ত কোনো উদ্দেশ্য বুঝালে তা সম্প্রদান আর উদ্দেশ্য সম্পাদনের স্থান বুঝালে তা অধিকরণ। সে হিসেবে দেবতার উদ্দেশ্যে টাকা নির্ধারণ করা হয়েছে বলে তা সম্প্রদান।
আশা করি বুঝেছেন। 💞🥰
আমারে তুমি রক্ষা করো - এখানে 'আমারে' কর্ম কারক। লক্ষ করুন, এবাক্যে ক্রিয়া হচ্ছে 'করো' যা সম্পাদন করেছে 'তুমি' পদটি। তার মানে এবাক্যে 'তুমি' কর্তা। আর 'আমাকে' কর্মকারক।
@@ShawonsBangla ধন্যবাদ ভাইয়া ❤️
@@ShawonsBangla ❤️
Love you sir❤️❤️
১৫-২০ মিনিটের একটা ভিডিয়ো করতে সময় লাগে প্রায় ১২-১৪ ঘণ্টা। আর ভিডিয়ো আরও বড়ো হলে তো বুঝতেই পারছেন কত সময় লাগে। মাঝে মাঝে কিছু ভিডিয়ো তৈরি করতে ৩/৪ দিন সময় লেগে যায়।
স্লাইড তৈরি, অ্যানিমেশন বসানো, স্লাইড অনুসারে ভিডিয়ো রেকর্ড করা, ভিডিয়ো এডিট করা, স্লাইড আর ভিডিয়ো মার্জ করা, ফাইনাল ভিডিয়ো এক্সপোর্ট করা, চ্যানেলে আপলোড দেওয়া, আপলোড দেওয়ার সময় টাইটেল-ডেসক্রিপশন লেখা, ট্যাগ ব্যবহার করা, প্রোমো ভিডিয়ো তৈরি করা, সেটা ফেসবুকে আপলোড দিয়ে মূল ভিডিয়োর কথা আপনাদের জানানো ইত্যাদি ইত্যাদি আরও অনেক কাজ আছে। কিন্তু এই সবকিছুর পরও আপনাদের উপকার হলেই আমার কষ্ট সার্থক। 💕
আর একটা কথা, বাংলা বিষয়টিকে আপনাদের নিকট সহজভাবে উপস্থাপন করাটাই এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে এই কাজ আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। তাই ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়োটি যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন।
আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💞
Wow sir ! Alhamdulillah
onek onek valo laglo....🤷♀️🤷♀️🤷♀️🤷♀️
২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই।
আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍
@@ShawonsBangla ভাইয়া, "স্রোতে নৌকাটি উল্টিয়ে দিল" এখানে 'স্রোতে' শব্দটিকে কি দ্বারা প্রশ্ন করা হবে নাকি কে দ্বারা প্রশ্ন করা হবে সেটা নিয়ে অনেক কনফিউজড। বার বার দেখেও বুঝতে পারছি না। একটু বুঝিয়ে দিলে ভালো হয়।
@@farzanajuthi3220 স্রোতে নৌকাটি উল্টাইয়া দিলো। এখানে ক্রিয়া হচ্ছে উল্টাইয়া দিলো। এখন চিন্তা করেন, এই উল্টাইয়া দেওয়ার কাজটা করেছে কে? স্রোত করেছে। তাই স্রোত কর্তৃকারক হবে। 🥰💕
@@ShawonsBangla Thank you vaiya. 🥰
অনেক ধন্যবাদ আপনাকে আমি ট্রাই করতেছি চাকরির জন্য ২৫ টা ভাইভা দিছি ভাই তবু চাকরি হচ্ছে না আপনার কাছ থেকে আমি আরো অনেক জানতে পারলাম আমার জন্য দোয়া করবেন ভাই আল্লাহ আমাকে একটা চাকরি দিলে আপনাকে জানাবো
ভিডিয়ো যদি দেখে ১০০ লোক, তাহলে লাইক রিএক্ট দেয় ১০-১৫ জনের মতো। আর কমেন্ট করে সর্বোচ্চ ২-৫ জনের মতো, আর আপনি তাদের মধ্যে একজন। যদিও এই কমেন্টের পার্সেন্টেজটা খুবই সামান্য কিন্তু তারপরও কিছু কথা বলি -
১. আমি দেখামাত্রই সব সময় সবার কমেন্টের প্রত্যুত্তর করতে পারি না। কিন্তু চেষ্টা করি যখন ফ্রি হই, তখন সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। সত্যি বলতে আপনাদের অনুপ্রেরণামূলক প্রতিটি কমেন্ট আমাকে নতুন করে কাজ করার শক্তি দেয়।
২. একটা ভিডিয়ো তৈরি করতে যে কি পরিমাণ পরিশ্রম হয় তা কেবল আমি জানি, আমার আল্লাহ জানে আর আপনাদের মধ্যে যদি কেউ এরকম ভিডিয়ো তৈরি করেন তো সে জানেন।
৩. আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই কিছুটা সময় ব্যয় করে আপনাদের করা এই Appreciation গুলোই আমার সকল কষ্ট ও পরিশ্রমের ফসল বলে মনে হয়।
৪. যারা কেবল ভিডিয়ো দেখে, কিন্তু কোনো কমেন্ট করে না তাদের তো কোনো অনুরোধ করতে পারি না। তাই অনুরোধটা আপনাদেরই করছি - বাংলা বিষয়টিকে সবার মাঝে সহজভাবে উপস্থাপন করাটাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। কিন্তু তা আমার একার পক্ষে প্রায় দুঃসাধ্য একটা কাজ। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়ো দেখে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে রিকুয়েস্ট থাকবে বন্ধুদের মাঝেও এই চ্যানেল ও এই চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া। 💞
স্যার আরেকটু উদাহরণ দিয়ে বুঝালে অনেক ভাল হত। সব গুলু বিষয় নিয়ে ধারাবাহিক ক্লাস দেন please 🙏🙏🙏🙏🙏
Very informative information
Class ti kub valo chilo
আমি আপনাদের সবার কমেন্টের প্রত্যুত্তর দেওয়ার চেষ্টা করি। কোনো ভালো কমেন্ট আমাদের অনেক অনুপ্রাণিত করে। তাই সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া...
আর আশা করি আমাদের ভিডিয়োগুলো আপনার বাংলা বিষয়ের জ্ঞানকে আরও শাণিত করবে। 🥰❤️
কর্মকারকের আরো উদাহরণ থাকলে ভালো হতো
wow!very nice video.
অসাধারণ💙
২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই।
আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍
অসাধারণ ভাইয়া!
অসাধারণ দাদা
আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব বাংলা ব্যাকরণকে সহজভাবে উপস্থাপন করে আপনাদের সামনে তুলে ধরার। শুধু প্রয়োজন আপনাদের সাপোর্ট, অনুপ্রেরণা, অপরিসীম ভালোবাসা আর দোয়া।
আশা Shawon's Bangla ইউটিউব চ্যানেলের ভিডিয়োগুলো আপনার ব্যাকরণভান্ডারকে আরও সমৃদ্ধ হতে সর্বোচ্চ সহায়তা করবে। তাই আমাদের সাথেই থাকবেন। আর বন্ধুমহলে ভিডিয়োগুলো Share করে চ্যানেলের কার্যক্রম বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা করবেন।
জাজাকাল্লাহ খাইর
Many many thanks boss
Excilent cls🥰
Sir, apnar white board ar size ta koto?
Janale upikrito hotam
জাজাকুমুল্লাহ খাইরান
best as always
ধন্যবাদ ভাইয়া💙
রহিমকে কাজ করতে হবে . এখানে রহিম কোন কারক হবে??
Khubii helpful chilo videota...
Lots of love from India 💌💌
korti karok
স্যার আরু উদাহরন সহ দিলে ভাল হত। প্লিজ, আরেক্টু উদাহরন বেশি করে দিয়েন আর ভিডিও ৩০মিনিটের করে দিয়েন। ধন্যবাদ।
joss vai💝💝💝💔💔❣️❣️
দোয়া করবেন যেন আপনাদের এই শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মানের জায়গাটা ধরে রাখতে পারি সবসময়। 💕🥰
ধন্যবাদ স্যার 😇😇
Outstanding class
চমৎকার
Awesome
Best
Sir Ogradut boiye likha kormo 4 prokar, jodi bujaten. R korti karok er ki vedio ki ache???
Thank you
Thank you so much 🌻🌻
একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহায়েত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে।
মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না।
তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊
Viya karok niya kesu solve question vidio krle vlo hoi
কর্মকারক নিয়ে কয়েকটি উাহারন দিয়ে বুঝালে অনেক উপকার হতো।
কর্মকারক এর উদাহরণ থাকলে ভালো হতো