চমৎকার। কি যে ভালো লাগলো। এই যে আপনি বরিশালে আপনার জীবনানন্দকে স্মরণ করা। এ জন্যই আপনি সবার থেকে আলাদা। আপনার ব্লগের অপেক্ষায় বসে থাকি। আপনার চোখ দিয়েই ওপার বাংলা কে দেখি।দুই বাংলা তো আসলে রুপে রসে গন্ধে স্পর্শে এক। কাটাতার দিয়ে হয়ত ভৌগলিক বিভাজন হয়েছে মাত্র। নানা জায়গার নতুন খাবার আর আপনার অনবদ্য presentation just awesome.....অনেক অভিনন্দন 💐💐💐💐💐💐💐💐💐💐💐from......kolkata
ভাইজান নমস্কার, বরিশালের রান্না, তার স্বাদ গন্ধ, আহা আহা আহা, I'm Loving It, কিন্তু, ওখানে যে এতো সুন্দর মিষ্টি পাওয়া যায়, সেই বিষয়টা সত্যি আমার জানা ছিল না, খুব ভালো লাগলো, আবারও একসঙ্গে অনেক এতো খাবার দেখে মুগ্ধ হলাম, দিল খুশ হো গয়া অনেক অনেক সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন আপনারা সবাই কলকাতা, ভারতবর্ষ
আপনি যে রেস্তোরাঁ গুলোতে গিয়েছেন, সব গুলোতেই খাবার অভিজ্ঞতা আমার আছে। ছাত্রজীবনে একটা সুন্দর সময় কেটেছে বরিশালে। ভিডিও টা আমাকে খুব নাড়া দিল। স্মৃতিকাতর হয়ে পড়ছি। ধন্যবাদ।
ধন্যবাদ, খুব সুন্দর ভিডিও দেয়ার জন্য, ৯৭,সনে দধিঘরে যেই কাসার বাটিতে খেয়েছি, এখনোও সেই বাটি আছে, আমি ইউকে থাকি, জানি না আর কোনদিন বরিশালে যাইতে পারবো কিনা,ভালো থাকবেন।
Thank you Adnan vai, Barisal er upor video upload korar jonno,I am from Kolkata,amar mamarbari Barisal e,jar jonno every year amar jawa hoy,Dodhi ghor my most favourite place, Every year jawa hoy eikhaney amar, but 2 years ar Bangladesh jaytay pari naa due to corona, but apnar ei video ta tay Barisal kay daykhay mon voray gaylo, love you ♥️ ♥️ Bangladesh, love you Adnan vai...
Borishaler roshogolla has its unique taste with softness and richness that defeats all other sweet's existence. He who had it for once, can never forget the taste.😁
যদি সময় পান পিরোজপুরের কাউখালী উপজেলার নিশিকুন্ডু রসগোল্লা চেখে দেখবেন। জিভে স্বাদ লেগে থাকবে অনেক দিন। আসলে বরিশাল বিভাগের মানুষ ভোজন রসিক তাই যেকোন খাবার খেয়ে মনে রাখা যায় অনেক দিন।
Amar bari kolkata akhon thaki Stockholm e. Amar thakur da o thakuma r kach theke barishal er anek golpo sunechi. Ae barishal sahere i Amar thakuma o thakurda thakten. Amar baba r jonmo barishal e. Khub Valo laglo apnar video ta dekhe
Every time I watch your video from this sterile miserable rainy Island (UK), I sense the richness of the culture of my homeland. Never thought I'd watch food videos, but I've been binging your channel as a way of escapism, particularly during the lockdown period. It got me through some tough times, as I'm sure many of your viewers could also relate, whichever corner of earth they maybe watching from
Darun darun Kolkata theke বরিশালের অভিজ্ঞতা পাচ্ছি শুধু মাত্র আপনার জন্য Khubbbbbbbbbbb ইচ্ছুক বাংলাদেশ আসতে একদিন নিশ্চয়ই যাবো এবং সব জায়গা ঘুরবো❤️❤️❤️❤️ আর সব কিছু খাবো
স্যার, আমি আপনার সকল ভিডিও দেখি। কিন্তু একরকম নিরবতা পালন করে, বলতে পারেন "সাইলেন্ট ভিউয়ার" এটাই হয়তো আমার ১ম কমেন্ট। আমি আপনার ভিডিও গুলো দেখে শুধু ইন্সপায়ার হই। কথা বলার মাধুর্যতা, খাবারের প্রতি পরিতৃপ্ততা আরো অনেক কিছু যা আমাকে ভীষন রকম মুগ্ধ করে। আমি ছোট বেলা থেকে আপনার অভিনীত নাটকও বেশ পছন্দ করি। এই ভিডিওতে কমেন্ট করার আমার মূল উদ্দেশ্য হলো "আমি বরিশালের মেয়ে" আমার নিজ গ্রামের এতো চমৎকার দৃশ্য, দৃষ্টিনন্দন খাবার চেখে দেখার প্রতিটি মূহুর্ত আমার নজর কেরেছে। মিষ্টি আর দধি টার স্বাদ নেওয়ার সৌভাগ্য আমার হয়েছিলো আসা যাওয়ার পথে। অন্যথায়, শশীর মিষ্টিটাও বেশ মজাদার। কিন্তু, তেতুলতলার খাবারের খোঁজ টা আমি আপনার এই ভিডিওর মাধ্যমে জানতে পারি। বরিশালের স্ট্রিট ফুড গুলো বেশ মজার। আপনার জন্য সবসময় দোয়া থাকবে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার ও পুরো টিমের জন্য শুভকামনা। 💚
আদনান ভাই, অনেক অনেক ধন্যবাদ বরিশাল আসার জন্য। আবার আসবেন আশা করি। এখনও বহুত বিখ্যাত খাবার বাকি বরিশালের। একটা সমস্যা হচ্ছে, আপনার ভিডিওগুলোতে ভয়েসের থেকে ব্যাকগ্রাউন্ড সাউন্ড বেশি হয়ে যাচ্ছে। এটা একটু ডিসটার্বিং। একটু খেয়াল রাখবেন। অনেক ধন্যবাদ।
ভাই বাংলাদেশের অনেক হোটেলের খাবার তো খাইছেন এবার বরিশালের বানারিপাড়ার হোটেল কাওছারের ১টা বার খেয়ে দ্যাখেন আসাকরি সব থেকে সুরসাদু খাবার পাবেন ১০০% গ্যারান্টি
Amar purbapurush barishal r ,dekhe ki je valo laglo,saraswati pujo r sokal e doi chire ,muri khawa ro tradition ,khub jawa r icche ekbar bangladesh ebong borishal e❤❤ narir tan borabor anuvabh kori
Adnan bhai, your vlogs are real examples of youtube contents. You are the only one in the country who can present content with food reviewing. The dimension you are bringing in your recent videos will surely take our UA-cam content creating to a next level. Hope other food reviewers will learn something from you. Cheers Boss....
ভিডিও মধ্যে ভালো একটা কোয়ালিটি আসছে।মাঝখানে দেশের ভাইরে যাওয়ার কারনে ভিডিও কোয়ালিটি কন্টেন দুইটাই খারাপ হয়ে গিয়েছিল।কিন্তু এখন আগের থেকে সবকিছু ভালো,উপস্থাপনা, ইডিটিং, সিনোমেটোগ্রাপি সব কিছুই ১০/১০।আাশা করে এমন অব্যাহত থাকলে ভিউ আসবে আগের মতে তাছাড়া ভালো কিছু দেখতে পারবো আমরা।
ভাইয়া খাবার খাওয়ার পর প্রতিটা খাবারের একটা রেটিং যদি ভিডিওতে উল্লেখ করে দিতেন তা হলে মনে হয় ভালো হতো। আপনি সব খাবার খেয়ে ভালো বলেন 😊💜💜ভাইয়া আপনি অনেক পজিটিভ👍
বরিশালের মিষ্টি,থেকে এক সময় পৃথিবী বিখ্যাত ছিল। এখানকার ময়রা এখন ভারতে।আমরা অন্য কোন দই, রসগোল্লা খেয়ে মজা পাই না। *** বানারীপাড়া উপজেলার রসগোল্লা খাবেন একবার--হিল্লোল ভাই।জীবনেও ভুলবেন না।
The background music is sometime overpowering, it should be light and little bit more dim specially when you are talking and giving voice overs. please look after it, lower the pitch of the background music. Your content is top notch . It will become more good if you look after some little issues....Best of luck 🤞🤞
চমৎকার। কি যে ভালো লাগলো। এই যে আপনি বরিশালে আপনার জীবনানন্দকে স্মরণ করা। এ জন্যই আপনি সবার থেকে আলাদা। আপনার ব্লগের অপেক্ষায় বসে থাকি। আপনার চোখ দিয়েই ওপার বাংলা কে দেখি।দুই বাংলা তো আসলে রুপে রসে গন্ধে স্পর্শে এক। কাটাতার দিয়ে হয়ত ভৌগলিক বিভাজন হয়েছে মাত্র। নানা জায়গার নতুন খাবার আর আপনার অনবদ্য presentation just awesome.....অনেক অভিনন্দন 💐💐💐💐💐💐💐💐💐💐💐from......kolkata
ধন্যবাদ আপনাকে
অসাধারণ ❤️❤️ধন্যবাদ বরিশাল কে সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য🙏🙏
ভাইজান নমস্কার, বরিশালের রান্না, তার স্বাদ গন্ধ, আহা আহা আহা, I'm Loving It, কিন্তু, ওখানে যে এতো সুন্দর মিষ্টি পাওয়া যায়, সেই বিষয়টা সত্যি আমার জানা ছিল না, খুব ভালো লাগলো, আবারও একসঙ্গে অনেক এতো খাবার দেখে মুগ্ধ হলাম, দিল খুশ হো গয়া
অনেক অনেক সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন আপনারা সবাই
কলকাতা, ভারতবর্ষ
খুবই ভালো লাগে ।আপনাকে আর নতুন করে কিছুই বলার নেই।আপনি নিজেকে একটা আলাদা উচ্চতায় নিয়ে গেছেন।এটা আর কারোর পক্ষে সম্ভব নয় ছোয়ার।❤❤❤
Thank s for showing Barishal. My native place is in Barishal. But as I am born in India. I have never been there. Thank s once again to show Barishal
অসংখ্য ধন্যবাদ আমাদের বরিশালকে এভাবে ফুটিয়ে তোলার জন্য 💝💝
আয়তে শেল যায়তে শেল তার নাম বরিশেল।
আইতে সাল যাইতে সাল নাম তার বরিশাল
apni barishaler amio kothay thken
@@arindamsarkar1337 murkho
I had heard about Bangladesh from Nana, Nani's mouth...seeing your video, I am feeling that I am also in Bangladesh, thank you from my heart.🙏🙏
ভাই, কলকাতা থেকে
আপনার বরিশাল ট্যুর খুব এনজয় করছি, সবচেয়ে আশ্চর্য হলাম দধিঘর দেখে এই আধুনিক যুগে মানুষ লাইন দিয়ে দই-চিড়ে খাচ্ছে, অবিশ্বাস্য।
আসোলোই আশ্চর্য হওয়ার মতো ব্যাপার,আমি ২৪ বৎসর আগে খেয়েছিলাম তখনও যেমন ছিলো এখনো ঠিকই তেমনি আছে, ধন্যবাদ।
এখানের দই চিড়া অনেক মজা।
Amar valobashar manushtar shathe sesh dodhi ghore kheyesilam,chokhe pani chole rse dodhi ghor ta dekhe,shukhe thakuk valobashar prio manushta,,,
Nice.
Love you boss
ভাই, রসগোল্লা খাওয়ার সময় যেই হাসিটা দিছেন ভাই!!❤️❤️❤️❤️
আপনি যে রেস্তোরাঁ গুলোতে গিয়েছেন, সব গুলোতেই খাবার অভিজ্ঞতা আমার আছে। ছাত্রজীবনে একটা সুন্দর সময় কেটেছে বরিশালে। ভিডিও টা আমাকে খুব নাড়া দিল। স্মৃতিকাতর হয়ে পড়ছি। ধন্যবাদ।
ধন্যবাদ, খুব সুন্দর ভিডিও দেয়ার জন্য, ৯৭,সনে দধিঘরে যেই কাসার বাটিতে খেয়েছি, এখনোও সেই বাটি আছে, আমি ইউকে থাকি, জানি না আর কোনদিন বরিশালে যাইতে পারবো কিনা,ভালো থাকবেন।
Thank you Adnan vai, Barisal er upor video upload korar jonno,I am from Kolkata,amar mamarbari Barisal e,jar jonno every year amar jawa hoy,Dodhi ghor my most favourite place, Every year jawa hoy eikhaney amar, but 2 years ar Bangladesh jaytay pari naa due to corona, but apnar ei video ta tay Barisal kay daykhay mon voray gaylo, love you ♥️ ♥️ Bangladesh, love you Adnan vai...
Borishaler roshogolla has its unique taste with softness and richness that defeats all other sweet's existence. He who had it for once, can never forget the taste.😁
ধন্যবাদ আমাদের বরিশালে আসার জন্য🥰
আর আপনার প্রথম খাওয়া খাবার টা আমাদের ঐতিহ্যবাহী খাবার
ভালো লাগল আপনাকে ও খাবার গুলিকে দেখে। বরিশালে গেলে অবশ্যই হোটেল গুলো তে যাব ইনশাআল্লাহ। Love you Brother.
এজন্যই ঢাকার থেকে বরিশাল বেশি ভালো লাগে... 😍😍😍
অন্যরকম একটা অনুভূতি কাজ করে
Bangladeshi Bhai-der Amar buk Bhora Bhalobasha. From India 💕💚
Sara world e amar sob theke favorite food vlogger Adnan Babu ♥️♥️♥️
Love & Respect from kolkata 🙏🙏🙏
অসংখ্য ধন্যবাদ আমাদের বরিশালকে এভাবে ফুটিয়ে তোলার জন্য 👌
ধন্যবাদ আদনান ফারুক ভাই, বরিশালে ব্লগ করার জন্য। আমরা বরিশালের মানুষ খুবই অতিথিপরায়ণ, তা হয়ত গিয়ে নিশ্চই বুঝেছেন।
ভালো-মন্দ আছে বরিশালের মানুষের মধ্যেও বরিশালের মানুষ আমার চাকরি খাইয়া দিছে
বাহ খুব ভালো লাগলো ভিডিওটি। আমি খুলনার ছেলে তবে আব্বুর চাকরির সুবাদে দীর্ঘদিন বরিশাল ছিলাম🤗
যদি সময় পান পিরোজপুরের কাউখালী উপজেলার নিশিকুন্ডু রসগোল্লা চেখে দেখবেন। জিভে স্বাদ লেগে থাকবে অনেক দিন। আসলে বরিশাল বিভাগের মানুষ ভোজন রসিক তাই যেকোন খাবার খেয়ে মনে রাখা যায় অনেক দিন।
honesty এই মিষ্টি খাবার পর থেকে আমি আর অন্য মিষ্টি খেতে পারি না। স্বাদ টা মুখে লেগে আছে😍 কত বছর আগে খাইছি। ধন্যবাদ আপনাকে।
আমাদের বরিশালকে এতো সুন্দর করে প্রেজেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে❤️❤️
This is the natural food review.thank you very much.make more and more video.i m watching from 'Saudi Arab.'
Please please have English subtitles. Your Vlogs are reaching even higher levels. You should have a global following.
অসাধারণ।আমার দেখা এ় পর্যন্ত ফডু ব্লগদের মধ্যে বেস্ট।
Amar bari kolkata akhon thaki Stockholm e. Amar thakur da o thakuma r kach theke barishal er anek golpo sunechi. Ae barishal sahere i Amar thakuma o thakurda thakten. Amar baba r jonmo barishal e. Khub Valo laglo apnar video ta dekhe
আদনান ভাইকে এতো মিষ্টি খাইতে দেখিনাই। মিষ্টিগুলো সেইরকম ভাল ছিল বুঝা যাচ্ছে।😃
বরিশালের রসগোল্লার টেস্ট আর কোথাও পাই নাই❤️
অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমাদের বরিশালের ঐতিহ্যকে তুলে ধরার জন্য। আশা করি আবার আসবেন।পটুয়াখালীতে আমন্ত্রন রইলো।
তেতুল তলার টংঘর ঠিকানা কি হবে ভাই?
Apnar misty khawar pore khusi face ta dekhei feel korte parchi j misty ta koto ta tasty! 😀
Thank you vai Barisal e tour dewar jnno🙏
Valobasha neben ❤️
আমাদের বরিশালের রসগোল্লা একেবারে দশটাও খাওয়া যায়,বাংলাদেশের বেস্ট
Vay rosogollar dokan ar tikana ta dan please
Your videography was just awesome in last two videos. Well-done, carry on..👌
new intro, nice editing, best cinematography, complete package .onek din por apner channel ar vlog dekha valo laglo, keep it up.......
খুবই ভালো লাগলো, বরিশাল আমার শহর। আপনি, আপনার টিম মেম্বার সবাইকে ধন্যবাদ এতো সুন্দর করে তুলে ধরার জন্য। 💝💝🙏
বরিশালকে সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
চেনা জায়গার অদেখা-অজানা অথচ বিখ্যাত খাবার দেখালেন। নেক্সট টাইম গিয়ে অবশ্যই ট্রাই করব। অনেক ধন্যবাদ আপনাকে। পরবর্তী ভিডিওর অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন।
অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের বরিশাল কে এতো সুন্দর করে তুলে ধরার জন্য।
করোনার জন্য নিজের প্রিয় শহরে অনেকদিন আসতে পারছি না কিন্তু আপনার ভিডিও দেখে এত এত ভালো লাগলো।মনে হচ্ছিল আমি এখন বরিশালে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
গর্ব হয় আমি বরিশাইল্লা🥰🥰🥰🥰আর আদনান ভাই মানুষ টার কথা মিলেমিশে একাকার🥰🥰
I love barishal. দাদা আপনাকে অনেক ধন্যবাদ.এই ভাইরাসের ভিতরে আপনি বরিশালে গেছেন অনেক অনেক ধন্যবাদ.
Every time I watch your video from this sterile miserable rainy Island (UK), I sense the richness of the culture of my homeland.
Never thought I'd watch food videos, but I've been binging your channel as a way of escapism, particularly during the lockdown period. It got me through some tough times, as I'm sure many of your viewers could also relate, whichever corner of earth they maybe watching from
Darun darun
Kolkata theke বরিশালের অভিজ্ঞতা পাচ্ছি
শুধু মাত্র আপনার জন্য
Khubbbbbbbbbbb ইচ্ছুক বাংলাদেশ আসতে
একদিন নিশ্চয়ই যাবো এবং সব জায়গা ঘুরবো❤️❤️❤️❤️ আর সব কিছু খাবো
আদনান ভাইএর ব্লগ মানেই অন্যরকম একটা অনুভূতি,প্রশান্তি।
স্যার,
আমি আপনার সকল ভিডিও দেখি। কিন্তু একরকম নিরবতা পালন করে, বলতে পারেন "সাইলেন্ট ভিউয়ার" এটাই হয়তো আমার ১ম কমেন্ট। আমি আপনার ভিডিও গুলো দেখে শুধু ইন্সপায়ার হই। কথা বলার মাধুর্যতা, খাবারের প্রতি পরিতৃপ্ততা আরো অনেক কিছু যা আমাকে ভীষন রকম মুগ্ধ করে। আমি ছোট বেলা থেকে আপনার অভিনীত নাটকও বেশ পছন্দ করি। এই ভিডিওতে কমেন্ট করার আমার মূল উদ্দেশ্য হলো "আমি বরিশালের মেয়ে" আমার নিজ গ্রামের এতো চমৎকার দৃশ্য, দৃষ্টিনন্দন খাবার চেখে দেখার প্রতিটি মূহুর্ত আমার নজর কেরেছে। মিষ্টি আর দধি টার স্বাদ নেওয়ার সৌভাগ্য আমার হয়েছিলো আসা যাওয়ার পথে। অন্যথায়, শশীর মিষ্টিটাও বেশ মজাদার। কিন্তু, তেতুলতলার খাবারের খোঁজ টা আমি আপনার এই ভিডিওর মাধ্যমে জানতে পারি। বরিশালের স্ট্রিট ফুড গুলো বেশ মজার। আপনার জন্য সবসময় দোয়া থাকবে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার ও পুরো টিমের জন্য শুভকামনা। 💚
love you vai,আমাদের বরিশালের খাবার এত সুন্দর করে তুলে ধরার জন্য ❤️❤️❤️
আদনান ভাই, অনেক অনেক ধন্যবাদ বরিশাল আসার জন্য। আবার আসবেন আশা করি। এখনও বহুত বিখ্যাত খাবার বাকি বরিশালের।
একটা সমস্যা হচ্ছে, আপনার ভিডিওগুলোতে ভয়েসের থেকে ব্যাকগ্রাউন্ড সাউন্ড বেশি হয়ে যাচ্ছে। এটা একটু ডিসটার্বিং। একটু খেয়াল রাখবেন।
অনেক ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া বরিশাল কে এত সুন্দর করে দেখানোর জন্য
Osomvovb shundor. Keep doing... Good long run to ur Channel ❤️
গৌরনদীর দই, মিষ্টি খুবই মজার। আমি অনেক আগে খেয়েছিলাম মনে হয় এখনও মুখে লেগে আছে।
ভাই বাংলাদেশের অনেক হোটেলের খাবার তো খাইছেন এবার বরিশালের বানারিপাড়ার হোটেল কাওছারের ১টা বার খেয়ে দ্যাখেন আসাকরি সব থেকে সুরসাদু খাবার পাবেন ১০০% গ্যারান্টি
Location dan
কত বছর হলো বানারীপাড়া যাইনা। বানারীপাড়া গার্লস স্কুলে আমি পড়েছি...
এই জন্যেই বরিশাল শুধু হোম টাউন নয়,, বরিশাল আমার প্রানের শহর!
Excellent video .... appeared that I am sharing food with you and your team. Thanks for sharing such a nice episode
নিজের জন্ম ভূমির প্রশংসা যখন শুনি তখন খুব গর্ব হয় আই লাভ ইউ বরিশাল বিভাগ আমার প্রান
i love Bangladesh From india 💚❤️ Jay Mohunbagan ✊🏼
🙄
By the way,Mohonbagan not Bangladeshi Foodboll club....!!!🙄
ধন্যবাদ... বরিশাল এর অনেক সুন্দর সুন্দর জিনিস তুলে ধরেছেন
Thank you brother for experiencing our traditional food items from historical shops of barishal and promoting to the world..
মিষ্টান্নের দিক দিয়ে দই মিষ্টি অনেক এগিয়ে আছে বরিশালে !আরো অনেক কিছু করা যেত সেগুলাও চাই!
আসসালামু আলাইকুম, আমাদের বরিশালে আসার জন্য ধন্যবাদ। আবার আসবেন। আমাদের বরিশালের রান্না অনেক মজার। 😊😊
আমি আপনার ফুড ভ্লগিংয়ের অনেক বড় ফ্যান, আমার বাসার পাশের নিতাই এ আসলেন! জানা থাকলে নিশ্চয়ই দেখা করতাম! বরিশালকে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ
আমার মায়ের মুখে বরিশালের গল্প শুনেছি ছোটো বেলায়।আজ মা বেঁচে থাকলে বর্তমানের বরিশালের ছবি দেখাতে পারতাম।
খুব আনন্দ লাগছে৷ আমাদের বরিশাল এর খাবার আপনার কাছে এতো ভালো লাগছে৷৷৷৷ ধন্যবাদ জানাই আপনাকে আমাদের বরিশাল কে এত সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য। 💓💓💓💓💓💓
ওয়াও,আমাদের বরিশাল 😍❤️
😆😆😁😁
Adnan bhai back with a boom...Videography has improved significantly and conceptual contents are being produced... Keep up the quality bhai,take love💙
Amar purbapurush barishal r ,dekhe ki je valo laglo,saraswati pujo r sokal e doi chire ,muri khawa ro tradition ,khub jawa r icche ekbar bangladesh ebong borishal e❤❤ narir tan borabor anuvabh kori
ভিডিও গুলো দেখে খুব ভালো লাগলো।।মাঝে মধ্যে আমাদের মতো সাধারণ জনগনকেও ব্লগে নিয়েন
ধন্যবাদ বরিশালকে এত সুন্দর করে দেখানোর জন্য।
Thanks sir for presenting our Barishal such a nice way..
Video editing and the format -order along with Jibonanondo in your voice was really mesmerizing.....
Adnan bhai, your vlogs are real examples of youtube contents. You are the only one in the country who can present content with food reviewing. The dimension you are bringing in your recent videos will surely take our UA-cam content creating to a next level. Hope other food reviewers will learn something from you. Cheers Boss....
ধন্যবাদ ভাই। সময় পেলে আবার আসবেন। মনের স্বাদ মিটানোর মত আরো আইটেম বাকি রয়ে গেছে।
ভিডিও মধ্যে ভালো একটা কোয়ালিটি আসছে।মাঝখানে দেশের ভাইরে যাওয়ার কারনে ভিডিও কোয়ালিটি কন্টেন দুইটাই খারাপ হয়ে গিয়েছিল।কিন্তু এখন আগের থেকে সবকিছু ভালো,উপস্থাপনা, ইডিটিং, সিনোমেটোগ্রাপি সব কিছুই ১০/১০।আাশা করে এমন অব্যাহত থাকলে ভিউ আসবে আগের মতে তাছাড়া ভালো কিছু দেখতে পারবো আমরা।
এই বছরের শুরুর দিকে বরিশাল গিয়ে ছিলাম
তাদের শহর এর খাবার র কথা ভুলবো না
ইনশাআল্লাহ আবার যাব খেতে
Massive change in your content making style. loved it , vaiya .
Osadharon...misti gulo dekhe amaro lobh lagchilo...
গৌরনদী শচীন ঘোষের মিষ্টান্ন ভান্ডার এর ভিডিও করিয়েন,সাথে আগৈলঝাড়া বাজার এর মিষ্টির দোকান গুলির ভিডিও দিয়েন।
আগৈলঝাড়া না গৈলার মিষ্টি বেশি ভাল
@@marshallhazra7386 হতে পারে,আমরা তো জানি গৌরনদীর দধি ও আগৈলঝাড়ার দধি ভাল।
@@marshallhazra7386 goilar ghosh er misti ar ghee onek valo
@@niazreza487 hmmm
ভাই মিষ্টান্ন ভাণ্ডার গুলার জায়গা গুলো কোথায় কোথায় একটু বলবেন দিয়া করে!!বরিশাল শহরের কোন দিকে?
ভাইয়া পটুয়াখালী র কলাপাড়া আসেন জগবন্ধু মিষ্টি খেতে,খুব টেষ্ট।।
আপনার নিমন্ত্রন রইল ভাইয়া।।
অসাধারণ ভাই। আমাদের বরিশালের বাসির পক্ষ থেকে ভালোবাসা অবিরাম। ❤️❤️❤️
Wait kre thaki video r jnno Ato sundor kre Food Take describe r kau krte prbena Food Vlogging e inspiration apni amr From kolkata ❤️😌
Quality wise very impressive video…keep it up brother 👏
ভাই ধন্যবাদ বরিশালের রান্না আসলেই খুব ই মজা
মাঝে মাঝে ধারা বনর্না,, ভালো ই লাগলো,,, খাবারের ভিডিও তে একটা কাব্যিক ভাব চলে এসেছে,,, ভাবনা টা সুন্দর,, চালিয়ে যান,,,👍
There is no doubt that you are number one food reviewer in Bangladesh.best of luck
খুব চমৎকার ছিল, ইলিশ মাছের ডিম টা ট্রাই করতে পারতেন।
হিল্লোল ভাই আর খালিদ সাইফুল্লার উপস্থাপনা দারুন।বাকি সব চ্যানেল Unsubscribe
Vhai editing level international level 🔥❤
ভাইয়া খাবার খাওয়ার পর প্রতিটা খাবারের একটা রেটিং যদি ভিডিওতে উল্লেখ করে দিতেন তা হলে মনে হয় ভালো হতো। আপনি সব খাবার খেয়ে ভালো বলেন 😊💜💜ভাইয়া আপনি অনেক পজিটিভ👍
নিতাই এর মিষ্টি আমি খেয়েছি। যারা খান নি বুঝতে পারবেন না কত মজা। ঢাকা তে এত ভালো মিষ্টির দোকান আছে কিন্তু এরকম মজার মিষ্টি বানাতে পারেনা
বরিশালকে এভাবে সুন্দর ভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ।
গোপালগঞ্জ জেলার কাশিয়ানি বাজারেও এই ধরেওনের রসোগোল্লা বানানো হয়,,,
কি আর বলবো অসম্ভব সুন্দর,,
আজকের পর্বটি অন্যরকম ছিল , ভাল লাগলো ! 😋😃
বরিশালের মিষ্টি,থেকে এক সময় পৃথিবী বিখ্যাত ছিল। এখানকার ময়রা এখন ভারতে।আমরা অন্য কোন দই, রসগোল্লা খেয়ে মজা পাই না।
*** বানারীপাড়া উপজেলার রসগোল্লা খাবেন একবার--হিল্লোল ভাই।জীবনেও ভুলবেন না।
হিল্লোল ভাই ধন্যবাদ, আমার শশুর বাড়ি কে এভাবে হাইলাইট করার জন্য
ছোট বেলা থেকে নিতাইর মিষ্টি খাচ্ছি এক কথায় অসাধারণ
The background music is sometime overpowering, it should be light and little bit more dim specially when you are talking and giving voice overs. please look after it, lower the pitch of the background music. Your content is top notch . It will become more good if you look after some little issues....Best of luck 🤞🤞
wAs about to say the sAme 🥴
Lots of delicious food, Love from England💕💞💟
আবৃত্তিটা দারুন 😊😊 আর ড্রোনেএর shot গুলো just অসাধারণ, আর খাওয়াদাওয়া ,উপস্থাপনা তো always সেরা 😊😊
Bhai,Thanks to you and your member for review the food😍😍😍😍😍.Take care of your health and your members and your family💜.Stay safe
Video quality is so good....You are developing day by day...