১৫ বছর আগে বাংলা দেশে গিয়েছিলাম । তোমার অসাধারণ ভ্লগ দেখে অবাক হয়ে গেলাম । বাংলা দেশের চিত্র পুরো পাল্টে গেছে । রাস্তাঘাট , বাড়িঘর , পরিবহনের এতো উন্নতি অন্য কোনো দেশ করতে পেরেছে কিনা সন্দেহ আছে । একে আধুনিকতম দেশ বলা যায় । আমার দেখা ঢাকা , কক্স বাজার চিনতেই পারিনি ।
Actually বাংলাদেশের অবকাঠামো খাতে বর্তমানে Under-construction এ আছে বলা যায়।প্রায় সকল রাস্তাঘাট মহাসড়ক এর কাজ চলছে। অথবা কাজ শুরু হওয়ার অপেক্ষায় আছে। আরও ১০ বছর পরে হয়তো ব্যাপক পরিবর্তন দেখা যাবে। কোভিড ১৯,বিশ্ব অর্থনৈতিক মন্দা,ইউক্রেন-রাশিয়া যদ্ধু বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা দুর্বল করে দিয়েছে। এখন আবার নতুন করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরেক টা ধাক্কা 😐 ২০২৪ সালে জাতীয় নির্বচনে শেখ হাসিনা ক্ষমতায় আসলে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে।😊🙏
I am a Bangladeshi and I have been living in the USA for the last 25 years. I always have a time constraints when I visit my country, and cannot visit all these places. Things are being changed a lot in Bangladesh over the last 25 years and whatever I see in the videos, it seems new to me ! I am now seeing my country through your eyes, through your videos and feeling nostalgic. Thank you for visiting my Bangladesh and showing me all these places that are close to my heart. Thank you and best wishes.
আজকের পর্বটি দুর্দান্ত ছিল তার সাথে আবারও সেই ড্রোন শুট দেখেও মনটা ভালো হয়ে গেলো 😍...কৌশিক দা জিন্দাবাদ 😊...অনেক অনেক ভালোবাসা থাকলো প্রাণপ্রিয় দাদা ❤❤
অপূর্ব লাগলো তোমার এই লঞ্চ জার্নি । লঞ্চটা ভিতরটা কত সুন্দর সাজানো গোছানো আর ব্যবস্থাপনা কত উন্নত দেখে খুব ভালো লাগলো। বাংলাদেশ যে এতো সুন্দর আর উন্নত জায়গা আর বাংলাদেশের মানুষের কথাবার্তা ,ব্যবহার কত ভালো তুমি না গেলে জানতে পারতাম না। ভালো থেকো ভাই। আর তুমি কি বাড়িতে এসেছ?
সুন্দর ছিল এই পরিপূর্ণ লঞ্চযাত্রা, তারই সঙ্গে "চেনা“ পাখির চোখে দেখা বুড়িগঙ্গা নদীর সেই অপূর্ব দৃশ্য, আর তার সঙ্গে লঞ্চ লজের মতো ....সব মিলিয়ে Just like a WOW ❤
ই লঞ্চ যাত্রা টা দারুন শুনেছি ভিডিও ও দেখেছি দারুন বিলাসবহুল ও বটে। বাংলাদেশ এর একটা আলাদা ইমোশন আছে আসলে আমরা ছোট বেলা থেকেই শুনে আসছি দাদু দিদার মুখে ওখান ই বড়ো হওয়া দেশভাগ নানান কথা তাই মনে হয় একদম নিজের জায়গা হয়তো দেশটা ভাগ্ হয়ে গেছে। যে হাসপাতাল টা দেখালে ওখানে আমার বন্ধুর ভাই ডাক্তার প্লাস্টিক সার্জান 🙏 দারুন ব্লগ আরো ডিটেলস দেখতে চাই বরিশাল নিয়ে নেক্সট বার দেখিও 👍👍👍 ভালো থেকো সুস্থ থেকো আরো ভালো ভালো ভিডিও দেখিও।
Ekhon re theke o arro brro ar vhalo launch ache Bangladesh e ..Notun launch gular moddhe ship chye adunik launch hocche Suburban 16 , Parabat 18 etc. Sunderban 16 Is presently the largest launch in bangladesh.
খুব ভালো লাগছিল ভিডিওটা দেখতে। জাহাজটি দেখতে খুব ভালো লাগছিল কি সুন্দর কি সুন্দর দেখতে। সুন্দর ভিডিও দেখানোর জন্য কৌশিকদা কে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন
What a fascinating journey.. Launch ta ki darun go.. loved to watch the interiors of the launch. Video sesh hoye gelo but mon ekhono bhorlo na. Besh koyak baar video ta dekhlam then comment korchi.. comment kore abaro video ta dekhbo. Mon theke bolchi, Bangladesh tour has really touched my heart.. khub priyo hoye geche bolte paro. Bangladesh series 2.0 to obosshoi chai.. ki je marattok bhalo lagche, bole bojhate parchi na. Well done dear.. keep it up❤❤
বাংলাদেশে অনেক ইন্ডিয়ান ভ্লগারই ভ্লগ করেছে। তবে আপনারটাই সবচেয়ে সেরা ❤️ অনেক ইনফরমেটিভ ভিডিও। Love from BD 🌻🌻 আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। এরপরের বার এলে আমার বিশ্ববিদ্যালয়ে আসবেন, ঘুরে দেখাবো।
অনেক দিন থেকে অনেক shorts দেখেছি একটা ফুল ভিডিও দেখার অনেক দিন থেকে ইচ্ছা ছিল সেই ইচ্ছা টা আজ তুমি পূরণ করলে খুব ভালো লাগলো অপূর্ব ছিল ভিডিও টা দারুন এক্সপেরিয়েন্স❤❤❤
কৌশিক ভাই, আপনার চ্যানেল-এর ব্লগগুলি আমি খুব আনন্দ সহকারে দেখি । আপনার বাংলাদেশের ব্লগগুলি দেখতে খুব ভালো লাগছে । অন্যান্য জায়গার ভিডিও-ও দেখেছি । তবে এই প্রথম লিখছি । বাংলাদেশ-এ আমার মায়ের জন্ম হয়েছিল স্বাধীনতার আগে । আজ তিনি নেই । তাই বাংলাদেশ কে আমার একরকম মামার বাড়ি মনে হয় । আপনি প্রতিটি জায়গা ঘুরে যেভাবে দেখাচ্ছেন, মনে হচ্ছে এখনই চলে যাই । ভবিষ্যতে যদি কখনও বাংলাদেশ যাওয়ার সুযোগ আসে, তো ইচ্ছে আছে একটু হাতে সময় নিয়ে ব্লগটি দেখে নোট করে নিয়ে যাব যাতে বেড়ানো টা পরিপূর্ণ হয় । আপনি ভালো থাকুন ।এইভাবেই আমাদের দেশ বিদেশের বিভিন্ন জায়গার সাথে পরিচয় করিয়ে চলুন । ধন্যবাদ সহ ।
অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ,,কৌশিক দা,, সকল শুভাকাঙ্ক্ষী ও ভারতীয় দর্শকদের আমাদের বাংলাদেশের পক্ষ থেকে প্রাণডালা ভালোবাসা ও শ্রদ্বা রইলো❤🇧🇩🇧🇩🙏🇮🇳🇮🇳❤
মানামী দেখে নস্টালজিক হয়ে গেলাম। বছর দুয়েক আগে মানামীতে করে বরিশাল যাই আর সেখান থেকে কুয়াকাটা। ওয়ান অফ দ্যা বেস্ট ট্যুর ছিলো আর মানামীর কথা কি বলবো!!! লাক্সারি আর পারফেক্ট একটা জার্নির দুর্দান্ত কম্বিনেশন। কৌশিক দা কে ধন্যবাদ সেই স্মৃতি মনে করিয়ে দেবার জন্য।, ❤
উফফফ,,,,, ছাব্বিশ মিনিট কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না ! মোবাইল ফোনেও যে লঞ্চ ভ্রমণ করা যায়, সেটা আজ feel করলাম ! দীর্ঘ যাত্রার পর আমিও যেন লঞ্চ থেকে নামলাম । দারুণ experience ! কিন্তু আপনার ঘড়িটা কোথায় গেল ? ওটাও তো আপনার সাথে সাথে আমাদেরও বেশ প্রিয় হয়ে উঠেছিল ! কতবার ওটাতে আপনার সঙ্গে time দেখেছি,,,,,,,
কৌশিক তুমি একটা খুব খুব মিষ্টি ছেলে। তুমি প্রতি টি কথা এত সুন্দর ভাবে তুলে ধরো যে তার কোন তুলনা হয় না। সত্যিই অসাধারণ। তোমার মা বাবার জীবন ধন্য তোমার মত ছেলে জন্ম দেবার জন্য।❤❤❤❤
কৌশিক , রাতে মনামী লঞ্চে বরিশাল যাওয়ার এক অনবদ্য অনুভূতি , তোমার এই প্রতিবেদনে পেলাম। একটা কথা না বললেই নয় , তাহলো , কোরাল মাছ নিয়ে, আমাদের এই বাংলায় যাকে ভেটকি মাছ বলে , সেই একই মাছ , বাংলাদেশে কোরাল মাছ বলে। এমনিতেই ইলিশ মাছ ভালোবাসে না, এমন বাঙালী খুঁজে পাওয়া দুষ্কর। সেই মাছের স্বাদ বুড়িগঙ্গায় ভেসে যেতে যেতে যেতে খেলে , এক অন্য মাত্রা হয়। যেমনটা হতো , মনিহারি ঘাট সকরিগলি দিয়ে গঙ্গা পেরোনোর সময় , ফারাক্কা ব্রিজ হবার অনেক আগে। তবে বালির চরার ওপর , খাবারের দোকানে , সেই ইলিশ মাছ খেতে হতো। খুব ভালো লাগলো এই প্রতিবেদন। ধন্যবাদ।
দাদা অনেক কষ্ট করে আমাদের জন্য ভিডিও তৈরী করেছেন, খুবই ভালো লাগলো। আগামিতে কিন্তুু বাংলাদেশের মানুষের প্রিয় জেলা রাঙামাটি ভ্রমনের জন্য অনুরোধ রইলো 🙏🙏🙏🇧🇩
Dada Ami nije akjon Marine Engineer , Aj tomer Vlog ar sob tai ii ship related amer study material 😄..ar Dada ship r Main engine a camera allow thake na , safety first .. Ai sob golo khub Interesting dada ... Jodio merchant vessel golo alada ai golo r thake
@@TravelWithKoushikha dada amder Man B&W Engine ata mainly use hoi akhon sob ship a .. dada Apni na tumi bolbe ami tomer khub boro fan ... By the way ami O murshidabad r chale . Love you Koushik da❤️
@@TravelWithKoushikএই লঞ্চ গুলো অনেক দ্রুত চলতে পারে। তবে শীতকালে নদীর নাব্যতা কম,ডুবোচর, ছোট নৌজান,বালুবাহী বাল্কহেড জাহাজের জন্য বেশি গতি তোলা ঝুঁকিপূর্ণ। তাছাড়া তাদের টার্গেট থাকে যাত্রীদের ভোরে পৌঁছে দেওয়া।দ্রুত গতিতে চালালে মাঝরাতে বরিশাল পৌঁছে যাবে 😅🤣 তখন এরোরাতে যাত্রীরা গন্তব্য যেতে পারবে না 😊
@@anishbiswas8698দাদা আমি শুনেছি বাংলাদেশের লঞ্চ বা অভ্যন্তরীন নৌজান গুলো মূলত চট্টগ্রামের সীতাকুণ্ডে যে জাহাজ ভাঙ্গা শিল্প আছে সেখান থেকে বিদেশি বড় জাহাজের জেনারেটর গুলো ব্যবহার করা হয়। জাপানি ডাইহাৎসু ইঞ্জিন বেশি ব্যবহার হয়।বাংলাদেশের নদীপথে প্রায় হাজারের ওপরে কোস্টার ভ্যাসেল চলে।সেগুলো কি ইঞ্চিন ব্যবহার করে জানিনা। তবে বাংলাদেশের ৯০% বাংলাদেশেই তৈরি হয়।😊
প্রানের বরিশাল দাদা বাংলাদেশি ইদানীং ইন্ডিয়া গেলে আপনাদের লোকেরা কত অপমান করে কিন্তু ইন্ডিয়ার লোকেরা আসলে আমরা কিন্তু কিছু বলি না সন্মান দেখাই এটাই আমাদের জাতীয় ঐতিহ্য
@@TravelWithKoushik তা ঠিক আছে কিন্তু তারা যেভাবে হেও করছে তাতে আমাদের প্রতিটা মানুষ অন্তরে গিয়ে লেগেছে জাই হোক আপনি আসছে দেখুন ঘুরে আমাদের সোনার বাংলাকে আর আমার বাড়ীও বরিশালে বরিশালের লোক কিন্তু আপ্যায়নের কমতি রাখেনা, কুয়াকাটা ঘুরতে ভুলবেননা দাদা
বুড়িগঙ্গার ওপর সার সার লঞ্চ দেখে মনে হচ্ছিল পিয়ানোর রিড আর তার সঙ্গে সুন্দর সুর টাও মিলে গিয়েছিল। বরিশাল ফেলে আসা এক কোলিগ এর মুখে শুনেছিলাম, "আইতে শাল যাইতে শাল তার নাম বরিশাল। " ব্যাখ্যা ছিল শাল -অর্থাৎ শালতি করে পারাপার মানে বরিশাল যেতে গেলে নদী পেরোতেই হয় । তোমার ব্লগে ব্যাপার টা পরিস্কার হোলো। খুউব ভালো লাগছে !! পরের পর্বের অপেক্ষায় রইলাম। 👍👍
এক সময় ঢাকা থেকে বরিশাল যেতে সড়ক পথে অন্তত ১০;১১ বার ফেরি পারাপার হতে হতো। এখন সড়ক পথে ৩.০০/৩.৩০ ঘন্টায় পৌঁছানো যায়।তবে অনেক গুলো বড় বড় ব্রিজ পারহতে হয়।😊
ডোন ফিরে পেয়ে দাদার মুখে হাসি দেখে খুব ভালো লাগলো। তার ডোনের ভিউ টা সত্যিই অসাধারণ অসাধারণ লেগেছে। দেখে মনেই হচ্ছে না এটা বাংলাদেশ নাকি সুইজারল্যান্ড।এর জন্য বাংলাদেশ কে সোনার বাংলা বলা হয়। দাদা তুমি ভালো থেকো আর এরকম ভাবেই সুন্দর সুন্দর ভিডিও বানাতে থেকো।
অবাক করা বিষয় হলো এই লঞ্চটি সম্পূর্ণ বাংলাদেশে তৈরি। জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশ অনেক দ্রুত উন্নতি করেই যাচ্ছে। বাংলাদেশের ছোট লঞ্চ যেমন গ্রিন লাইনের লঞ্চ গুলো বিদেশ থেকে আমদানি করা হয় কিন্তু এই বড় লঞ্চ গুলো বাংলাদেশে তৈরি হয়। এটির নির্মাণ খরচ কোম্পানি দাবি করে ৬৫ কোটি টাকা।
Thank you Koushik da ato sundor sundor video deoyar jonno . Ai video r fole onek knowledge earn oo hoy r tar sathe guidelines oo paoya hoye jay keep it up. I am always support you ❤❤
*দাদা বাংলাদেশ চট্টগ্রাম থাকে শত শতবার বাস জার্নি করেছি কারণ আমি বাস লাভাল।কিন্তু জীবনেও একবারও লঞ্চ ভ্রমণ করিনি আর ট্রেনে একবার ভ্রমণ করেছিলাম কিন্তু youtube এ লঞ্চ ও ট্রেনের ভ্রমণ গুলো দেখতে অসাধারণ লাগে। আর এই ট্রেন আর লঞ্চের ভিডিও গুলোর মধ্যে সত্যি বলছি দাদা আজ পর্যন্ত আমার ইউটিউবে দেখার সবচাইতে সেরা লঞ্চ ভ্রমণের ভিডিও তোমারটা যদিও বাংলাদেশে অনেক লঞ্চ ইউটিউবার আছে তাদের ভিডিও দেখেছি যাই হোক।তুমি তো আর তোমার নিউ দের ভালোবাসো না সেটা আর বলে লাভ কি* দাদা ❤বাংলাদেশ থেকে
Uff ki view' ❤,amar to রাতের জার্নি তাই ভালো লাগছে,যদিও দিনের টা দেখি নাই,,দেখলেও আমার রাতটাই ভালো লাগছে,। টাইটানিক এর e felling আসবে ❤❤❤❤খালি jack er বদলে EH 💙
2024 এ বাংলাদেশ 2.0 হবে নাকি মামা?
হউক, তবে ময়মনসিংহ আসতে হবে।
হোক
খুবই সুন্দর লাগছে ঢাকা সদরঘাট লঞ্চ 😊😂
Hum dada ,2024 abar Bangladesh a dekte chay , ❤ coochbehar
দাদা আপনার যে চা পছন্দ তা বোঝা যাচ্ছে ❤
১৫ বছর আগে বাংলা দেশে গিয়েছিলাম । তোমার অসাধারণ ভ্লগ দেখে অবাক হয়ে গেলাম । বাংলা দেশের চিত্র পুরো পাল্টে গেছে । রাস্তাঘাট , বাড়িঘর , পরিবহনের এতো উন্নতি অন্য কোনো দেশ করতে পেরেছে কিনা সন্দেহ আছে । একে আধুনিকতম দেশ বলা যায় । আমার দেখা ঢাকা , কক্স বাজার চিনতেই পারিনি ।
❤
Actually বাংলাদেশের অবকাঠামো খাতে বর্তমানে Under-construction এ আছে বলা যায়।প্রায় সকল রাস্তাঘাট মহাসড়ক এর কাজ চলছে। অথবা কাজ শুরু হওয়ার অপেক্ষায় আছে।
আরও ১০ বছর পরে হয়তো ব্যাপক পরিবর্তন দেখা যাবে।
কোভিড ১৯,বিশ্ব অর্থনৈতিক মন্দা,ইউক্রেন-রাশিয়া যদ্ধু বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা দুর্বল করে দিয়েছে।
এখন আবার নতুন করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরেক টা ধাক্কা 😐
২০২৪ সালে জাতীয় নির্বচনে শেখ হাসিনা ক্ষমতায় আসলে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে।😊🙏
১৫ বছর আগে এসে ছিলেন
এখন আবার এসে ঘুরে যাবেন
আমিও কোলকাতা গিয়েছিলাম ডিসেম্বরে। আসা করি ২ দেশের সম্পর্ক আরো গভীর হোক। ২ দেশেই ঘুরে দেখার মত অনেক জিনিস আছে।
- এতটা সুন্দর করে বাংলাদেশ কে রিপ্রেজেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা, দোয়া করি সুস্থ থেকো এবং আগামীতে ৫ দিনের সুন্দরবন টূর দিয়ে দেখতে পারো ❤
I am a Bangladeshi and I have been living in the USA for the last 25 years. I always have a time constraints when I visit my country, and cannot visit all these places. Things are being changed a lot in Bangladesh over the last 25 years and whatever I see in the videos, it seems new to me ! I am now seeing my country through your eyes, through your videos and feeling nostalgic. Thank you for visiting my Bangladesh and showing me all these places that are close to my heart. Thank you and best wishes.
Really awesome !
আজকের পর্বটি দুর্দান্ত ছিল তার সাথে আবারও সেই ড্রোন শুট দেখেও মনটা ভালো হয়ে গেলো 😍...কৌশিক দা জিন্দাবাদ 😊...অনেক অনেক ভালোবাসা থাকলো প্রাণপ্রিয় দাদা ❤❤
দাদা বরিশাল থেকে বলতেছি।।। আপনার জন্য অনেক ভালোবাসা। দোয়া করি আল্লাহ আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক।
অপূর্ব লাগলো তোমার এই লঞ্চ জার্নি । লঞ্চটা ভিতরটা কত সুন্দর সাজানো গোছানো আর ব্যবস্থাপনা কত উন্নত দেখে খুব ভালো লাগলো। বাংলাদেশ যে এতো সুন্দর আর উন্নত জায়গা আর বাংলাদেশের মানুষের কথাবার্তা ,ব্যবহার কত ভালো তুমি না গেলে জানতে পারতাম না। ভালো থেকো ভাই। আর তুমি কি বাড়িতে এসেছ?
13 তারিখ ফিরেছি
@@madhumitamukherjee1433 ha tomrato shudhu Gali deo Bangladeshi der! Onek ohongkar Tomader !
সুন্দর ছিল এই পরিপূর্ণ লঞ্চযাত্রা, তারই সঙ্গে "চেনা“ পাখির চোখে দেখা বুড়িগঙ্গা নদীর সেই অপূর্ব দৃশ্য, আর তার সঙ্গে লঞ্চ লজের মতো ....সব মিলিয়ে Just like a WOW ❤
ই লঞ্চ যাত্রা টা দারুন শুনেছি ভিডিও ও দেখেছি দারুন বিলাসবহুল ও বটে। বাংলাদেশ এর একটা আলাদা ইমোশন আছে আসলে আমরা ছোট বেলা থেকেই শুনে আসছি দাদু দিদার মুখে ওখান ই বড়ো হওয়া দেশভাগ নানান কথা তাই মনে হয় একদম নিজের জায়গা হয়তো দেশটা ভাগ্ হয়ে গেছে। যে হাসপাতাল টা দেখালে ওখানে আমার বন্ধুর ভাই ডাক্তার প্লাস্টিক সার্জান 🙏 দারুন ব্লগ আরো ডিটেলস দেখতে চাই বরিশাল নিয়ে নেক্সট বার দেখিও 👍👍👍 ভালো থেকো সুস্থ থেকো আরো ভালো ভালো ভিডিও দেখিও।
বর্ষাকালে তখন আসল অ্যাডভেঞ্চার
Ekhon re theke o arro brro ar vhalo launch ache Bangladesh e ..Notun launch gular moddhe ship chye adunik launch hocche Suburban 16 , Parabat 18 etc. Sunderban 16 Is presently the largest launch in bangladesh.
প্রিন্স আওলাদ ১০ সবচেয়ে বড়💗 অনেক সুন্দর ভাইয়া
নিঝুম দ্বীপে ভ্রমণের আমন্ত্রণ।হরিণ আর বন্য সৌন্দর্য দেখবার জন্য
ওটাও Cover করব পরেরবার
বাংলাদেশের ঐতিহ্য লঞ্চ। ধন্যবাদ লঞ্চে ভ্রমণ করার জন্য
কোনদিনতো যেতে পারবো না।আগে বাংলাদেশের নাটকে অপূর্ব ও তিসাকে ঢাকা থেকে বরিসাল যেতে দেখেছি।। আজ কৌশিক ভাই এর দৌলতে আবার দেখতে পেলাম ।🙏🙏🙏
আমি ইনভাইট করলাম চলে আসেন।
@@plyingBird 🙏🙏🙏অবশ্যই যাবার চেষ্টা করবো।
দাওয়াত দিলাম চলে আসেন।
"Dekha Hobe ki" Natok e deksen
খুব ভালো লাগছিল ভিডিওটা দেখতে। জাহাজটি দেখতে খুব ভালো লাগছিল কি সুন্দর কি সুন্দর দেখতে। সুন্দর ভিডিও দেখানোর জন্য কৌশিকদা কে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন
বাংলাদেশে এসে আমাদের ঐতিহ্য তুলেধরার জন্য ধন্যবাদ। আবার আসলে আমার বাসায় বেড়াবেন। ঢাকায়।
বাঙালির কলম্বাস হলেন কৌশিক দাদা
❤️❤️
Humm❤❤
❤️❤️
We can't denay it.
পূর্বপুরুষের জেলা ছিল। ❤️❤️❤️❤️ First comment 😀
First reply tomake
পাবনা
@@somnathmondal195 jjiiijiijjiijiiji Iijijijjiumijimijjijilijjikiiijjlijijlikllmi km ik I liiilppjij
খুলনা
কোন দু:খে নিজের দেশ ছেড়ে ভিন দেশে গেলেন দাদা!!
ওয়াও অসাধারণ লঞ্চ গুলা
বরিশালের ঘাটে এই লঞ্চে আমি উঠে ছিলাম কিন্তু কোথাও যাওয়া হয়নি। সত্যিই খুব সুন্দর সাজানো গোছানো লঞ্চ গুলো।
What a fascinating journey.. Launch ta ki darun go.. loved to watch the interiors of the launch. Video sesh hoye gelo but mon ekhono bhorlo na. Besh koyak baar video ta dekhlam then comment korchi.. comment kore abaro video ta dekhbo. Mon theke bolchi, Bangladesh tour has really touched my heart.. khub priyo hoye geche bolte paro. Bangladesh series 2.0 to obosshoi chai.. ki je marattok bhalo lagche, bole bojhate parchi na. Well done dear.. keep it up❤❤
এরপর সেই লেভেল এর ট্রেন Vlog আসবে
Welcome to Bangladesh. Best wishes from Bangladesh.
অসাধারণ । ঢাকা --বরিশাল লঞ্চ ব্লগ তো অনেকে করেছে । কিন্তু কৌশিকদার মতো ভালো কেউ করতে পারে নি ।❤
Ekdom❤
আমাদের বরিশালকে এতটা নান্দনিকভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বরিশাল থেকে ভালোবাসা। 🤍
Amar sosur mosai er adi bari borishal... Akhno ache oi bari... Oi khane amader onek relatives thake..
বুড়িগঙ্গার পাড়ে জগন্নাথ ভার্সিটিতে পড়াশোনার জন্য সদরঘাট লঞ্চ টার্মিনাল এখন খুব আপন হয়ে গেছে।
ধন্যবাদ দাদা।
❤
@@rakibbiswas7524 কোন বিভাগ আপনি জগন্নাথের?
সত্যিই অসাধারণ একটা জায়গা দারুণ দারুণ লাগলো আমার কাছে। আমার একটা কাকু এখনো বাংলাদেশে আছেন।❤❤
কোনো জেলায়?
আমি বরিশালের মেয়ে তাই এটা দেখে খুব ভালো লাগলো দাদা...I love Barisal
কী দৃশ্য দেখালে দাদা❤❤❤ অসাধারণ, অপূর্ব
আমাদের বরিশালের লঞ্চ গুলো জাহাজের মতোনই প্রায়। ধন্যবাদ, দাদা এই ভ্লগের জন্য।
এটা অনবদ্য তোমার হেব্বি চাপ যাচ্ছে দাদা চোখে মুখে স্পষ্ট সেটা, সুস্থ থেকো আমাদের বিশ্বজয়ী দাদা❤❤❤❤
বাংলাদেশে অনেক ইন্ডিয়ান ভ্লগারই ভ্লগ করেছে। তবে আপনারটাই সবচেয়ে সেরা ❤️ অনেক ইনফরমেটিভ ভিডিও।
Love from BD 🌻🌻
আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। এরপরের বার এলে আমার বিশ্ববিদ্যালয়ে আসবেন, ঘুরে দেখাবো।
থ্যাঙ্কস আমি অনেকটা সময় আপনাদের জহরুল হক হল এ কাটিয়েছি নেক্সট টাইম দেখা হবে
এখনো এতো লোক লঞ্চে যাত্রা করে🤔🤔🤔
লঞ্চের জন্য এটি একটি ইতিবাচক দিক
আমরা চাই এই ঐতিহ্য টিকে থাকুক🥰🥰🇧🇩🇧🇩
অনেক দিন থেকে অনেক shorts দেখেছি একটা ফুল ভিডিও দেখার অনেক দিন থেকে ইচ্ছা ছিল সেই ইচ্ছা টা আজ তুমি পূরণ করলে খুব ভালো লাগলো অপূর্ব ছিল ভিডিও টা দারুন এক্সপেরিয়েন্স❤❤❤
Bangladesh er video গুলো খুব সুন্দর ❤❤❤❤
Ajker video ta khub sundar chhilo❤❤sotti bangladesh er ei sob jayga khub sundar❤️❤️❤️
বাংলাদেশের অন্যতম লঞ্চ ব্লগার হলো নয়ন মজুমদার পারলে তার সাথে যোগাযোগ করে নিও ভালো লাগবে। 🇮🇳
কৌশিক ভাই,
আপনার চ্যানেল-এর ব্লগগুলি আমি খুব আনন্দ সহকারে দেখি ।
আপনার বাংলাদেশের ব্লগগুলি দেখতে খুব ভালো লাগছে । অন্যান্য জায়গার ভিডিও-ও দেখেছি । তবে এই প্রথম লিখছি ।
বাংলাদেশ-এ আমার মায়ের জন্ম হয়েছিল স্বাধীনতার আগে । আজ তিনি নেই । তাই বাংলাদেশ কে আমার একরকম মামার বাড়ি মনে হয় ।
আপনি প্রতিটি জায়গা ঘুরে যেভাবে দেখাচ্ছেন, মনে হচ্ছে এখনই চলে যাই ।
ভবিষ্যতে যদি কখনও বাংলাদেশ যাওয়ার সুযোগ আসে, তো ইচ্ছে আছে একটু হাতে সময় নিয়ে ব্লগটি দেখে নোট করে নিয়ে যাব যাতে বেড়ানো টা পরিপূর্ণ হয় ।
আপনি ভালো থাকুন ।এইভাবেই আমাদের দেশ বিদেশের বিভিন্ন জায়গার সাথে পরিচয় করিয়ে চলুন ।
ধন্যবাদ সহ ।
আমি হেল্প করে দেবো
আপনাকে আমার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই । ভালো থাকবেন ।
অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ,,কৌশিক দা,, সকল শুভাকাঙ্ক্ষী ও ভারতীয় দর্শকদের আমাদের বাংলাদেশের পক্ষ থেকে প্রাণডালা ভালোবাসা ও শ্রদ্বা রইলো❤🇧🇩🇧🇩🙏🇮🇳🇮🇳❤
কমেন্টে না করে পারলাম না দাদা সত্যি মুগ্ধ করার মতো ভিডিও ❤❤
থ্যাঙ্কস Dear
ভাষায় প্রকাশ না করার মতো পর্ব❤❤
মানামী দেখে নস্টালজিক হয়ে গেলাম। বছর দুয়েক আগে মানামীতে করে বরিশাল যাই আর সেখান থেকে কুয়াকাটা। ওয়ান অফ দ্যা বেস্ট ট্যুর ছিলো আর মানামীর কথা কি বলবো!!!
লাক্সারি আর পারফেক্ট একটা জার্নির দুর্দান্ত কম্বিনেশন। কৌশিক দা কে ধন্যবাদ সেই স্মৃতি মনে করিয়ে দেবার জন্য।, ❤
উফফফ,,,,, ছাব্বিশ মিনিট কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না ! মোবাইল ফোনেও যে লঞ্চ ভ্রমণ করা যায়, সেটা আজ feel করলাম ! দীর্ঘ যাত্রার পর আমিও যেন লঞ্চ থেকে নামলাম । দারুণ experience ! কিন্তু আপনার ঘড়িটা কোথায় গেল ? ওটাও তো আপনার সাথে সাথে আমাদেরও বেশ প্রিয় হয়ে উঠেছিল ! কতবার ওটাতে আপনার সঙ্গে time দেখেছি,,,,,,,
ওটা আর নেই... সময় পাল্টেছে সেও হারিয়েছে
@@TravelWithKoushik 😥😥😥😥
গোটা বাংলাদেশ সফরে এটা ছিল মোক্ষম টুইস্ট।দারুন দারুন লাগল।বুড়িগঙ্গা রেস্টুরেন্ট থেকে নদীর শোভা অপূর্ব লাগল।এই পর্ব টা দেখে মন ভরে গেল।
কৌশিক তুমি একটা খুব খুব মিষ্টি ছেলে। তুমি প্রতি টি কথা এত সুন্দর ভাবে তুলে ধরো যে তার কোন তুলনা হয় না। সত্যিই অসাধারণ। তোমার মা বাবার জীবন ধন্য তোমার মত ছেলে জন্ম দেবার জন্য।❤❤❤❤
কোউশিক দা আমি জানতাম ই না বাংলা দেশ এত সুন্দর একটা জাই গা ।মন মুগ্ধ হয়ে গেছে।
প্রিন্স আওলাদ ১০,শুভরাজ ৯ জাহাজে ভ্রমন করবেন বিলাসবহুল কারে বলে তা দেখবেন
ঢাকা থেকে বরিশাল লঞ্চের ভিডিও এর আগে শিবাজী দার চ্যানেলে দেখেছিলাম। আর আজ তোমার চ্যানেলে দেখছি উঃ ২৪ পরগণার বেলঘরিয়া থেকে। ❤❤❤❤
🇧🇩♥️
বরিশাল থেকে দেখছি 💕🇧🇩
ভিডিওটি অসাধারণ লাগলো
Aha apnr video ta dekhe nostalgic hoye jaccilam mjkhaner jei tone ta dilen osthir
এক্সপ্লোরার শিবাজী র লঞ্চে ঢাকা বরিশাল ভ্রমণ টা র মত যেন সুন্দর ব্লগ উপভোগ্য হয় কৌশিক দা 🎉❤
শিবাজি দাদারা ভিডিও গুলো খুব চিন্তা ভাবনা করে ভিডিও করে।
কৌশিক , রাতে মনামী লঞ্চে বরিশাল যাওয়ার এক অনবদ্য অনুভূতি , তোমার এই প্রতিবেদনে পেলাম।
একটা কথা না বললেই নয় , তাহলো , কোরাল মাছ নিয়ে, আমাদের এই বাংলায় যাকে ভেটকি মাছ বলে , সেই একই মাছ , বাংলাদেশে কোরাল মাছ বলে।
এমনিতেই ইলিশ মাছ ভালোবাসে না, এমন বাঙালী খুঁজে পাওয়া দুষ্কর।
সেই মাছের স্বাদ বুড়িগঙ্গায় ভেসে যেতে যেতে যেতে খেলে , এক অন্য মাত্রা হয়।
যেমনটা হতো , মনিহারি ঘাট সকরিগলি দিয়ে গঙ্গা পেরোনোর সময় , ফারাক্কা ব্রিজ হবার অনেক আগে। তবে বালির চরার ওপর , খাবারের দোকানে , সেই ইলিশ মাছ খেতে হতো।
খুব ভালো লাগলো এই প্রতিবেদন।
ধন্যবাদ।
ভেটকি মাছ কোনদিন খেতাম না কিন্তু কোরাল যে ভেটকি ওটা এবার জানলাম
আমি কখনো বাংলাদেশকে বিদেশ বলে ভাবতেই পারি না। কেন জানি না একে আমাদের একটা অংশ মনে হয়।
আজ দার্জিলিং এ তোমার সাথে দেখা হলো রোপওয়ের সামনে, এবার দার্জিলিং ভ্রমণ দেখবো
ঠিকই
Spirit and dedication reach people from where to "where " u r the best example..again wish 1M for TWK ❤
অসাধারণ কৌশিক, ড্রোন সটের তুলনা হয় না।
দাদা অনেক কষ্ট করে আমাদের জন্য ভিডিও তৈরী করেছেন, খুবই ভালো লাগলো। আগামিতে কিন্তুু বাংলাদেশের মানুষের প্রিয় জেলা রাঙামাটি ভ্রমনের জন্য অনুরোধ রইলো 🙏🙏🙏🇧🇩
Bangladeshi r India sange friendship chai?
There is very much doubt about this friendship.😮😮😮
আপনার এই সব ভিডিও দেখে আমি ঘুরতে যেতে খুব উৎসুক।
আমন্ত্রণ রইলো,,,,,
Dada Ami nije akjon Marine Engineer , Aj tomer Vlog ar sob tai ii ship related amer study material 😄..ar Dada ship r Main engine a camera allow thake na , safety first ..
Ai sob golo khub Interesting dada ...
Jodio merchant vessel golo alada ai golo r thake
আপনাদের Ship তো অনেক অত্যাধুনিক.. আরো বেশি স্পিড যে যেতে পারে.. এর তো স্পিড 20-25
@@TravelWithKoushikha dada amder Man B&W Engine ata mainly use hoi akhon sob ship a ..
dada Apni na tumi bolbe ami tomer khub boro fan ...
By the way ami O murshidabad r chale .
Love you Koushik da❤️
@@TravelWithKoushikএই লঞ্চ গুলো অনেক দ্রুত চলতে পারে।
তবে শীতকালে নদীর নাব্যতা কম,ডুবোচর, ছোট নৌজান,বালুবাহী বাল্কহেড জাহাজের জন্য বেশি গতি তোলা ঝুঁকিপূর্ণ।
তাছাড়া তাদের টার্গেট থাকে যাত্রীদের ভোরে পৌঁছে দেওয়া।দ্রুত গতিতে চালালে মাঝরাতে বরিশাল পৌঁছে যাবে 😅🤣
তখন এরোরাতে যাত্রীরা গন্তব্য যেতে পারবে না 😊
@@anishbiswas8698দাদা আমি শুনেছি বাংলাদেশের লঞ্চ বা অভ্যন্তরীন নৌজান গুলো মূলত চট্টগ্রামের সীতাকুণ্ডে যে জাহাজ ভাঙ্গা শিল্প আছে সেখান থেকে বিদেশি বড় জাহাজের জেনারেটর গুলো ব্যবহার করা হয়।
জাপানি ডাইহাৎসু ইঞ্জিন বেশি ব্যবহার হয়।বাংলাদেশের নদীপথে প্রায় হাজারের ওপরে কোস্টার ভ্যাসেল চলে।সেগুলো কি ইঞ্চিন ব্যবহার করে জানিনা।
তবে বাংলাদেশের ৯০% বাংলাদেশেই তৈরি হয়।😊
দাদা আপনার সবকটি ভিডিও ই আমার ভালো লাগে, আশাকরছি আবারও বাংলাদেশে আসবেন।❤
মোগো বরিশাল ❤
আজকের ব্লাগের আলাদা একটা আনন্দ দেখলাম কৌশিকদার মুখে। মনে হয় ড্রোন টা ফিরে পাওয়ায় জন্য পরিপূর্ণ পেয়েছে কৌশিক দা❤
23:41 The launch journey from Dhaka to Barisal
26:57 Luxurious launch journey from Dhaka to Barisal
রেস্টুরেন্ট কই গেল
@@TravelWithKoushik aktu miss hoya gacha , sorry
মানামী লঞ্চ এর সার্ভিস এক কথায় অসাধারণ
প্রানের বরিশাল
দাদা বাংলাদেশি ইদানীং ইন্ডিয়া গেলে আপনাদের লোকেরা কত অপমান করে কিন্তু ইন্ডিয়ার লোকেরা আসলে আমরা কিন্তু কিছু বলি না সন্মান দেখাই এটাই আমাদের জাতীয় ঐতিহ্য
বাংলাদেশি দেখলে _"মুরগির মত ছিঁড়ে ফেলা হবে"_ -- এই মর্মে স্ট্যান্ডিং হুমকি দিয়ে রাখা হয়েছে!!!
আমার মনে হয় কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা কে কেন্দ্র করে একটা দেশ এর নাগরিক কে বিচার করা উচিত নয়
@@TravelWithKoushik তা ঠিক আছে কিন্তু তারা যেভাবে হেও করছে তাতে আমাদের প্রতিটা মানুষ অন্তরে গিয়ে লেগেছে
জাই হোক আপনি আসছে দেখুন ঘুরে আমাদের সোনার বাংলাকে
আর আমার বাড়ীও বরিশালে বরিশালের লোক কিন্তু আপ্যায়নের কমতি রাখেনা, কুয়াকাটা ঘুরতে ভুলবেননা দাদা
@@Shorttakevideo123Ogulo baje lok
দাদা, তোমাকে ধন্যবাদ।
অসাধারণ হয়েছে পর্বটা।
আজ পর্ব টা ফাটাফাটি ছিলো, সাথে বাজ পাখির সেই অসাধারণ শর্ট, বাংলাদেশের গল্পের সব পর্ব গুলোই দারুণ তার মধ্যে এই পর্বটা অনবদ্য লাগল ।। 💗
Khub valo korei Launch observed korechen
বুড়িগঙ্গার ওপর সার সার লঞ্চ দেখে মনে হচ্ছিল পিয়ানোর রিড আর তার সঙ্গে সুন্দর সুর টাও মিলে গিয়েছিল। বরিশাল ফেলে আসা এক কোলিগ এর মুখে শুনেছিলাম, "আইতে শাল যাইতে শাল তার নাম বরিশাল। " ব্যাখ্যা ছিল শাল -অর্থাৎ শালতি করে পারাপার মানে বরিশাল যেতে গেলে নদী পেরোতেই হয় । তোমার ব্লগে ব্যাপার টা পরিস্কার হোলো। খুউব ভালো লাগছে !! পরের পর্বের অপেক্ষায় রইলাম। 👍👍
পদ্মা সেতু হওয়ার পর লঞ্চ এর গুরুত্ব কমে গিয়েছে
@@TravelWithKoushik ও ,আচ্ছা 👌
এক সময় ঢাকা থেকে বরিশাল যেতে সড়ক পথে অন্তত ১০;১১ বার ফেরি পারাপার হতে হতো।
এখন সড়ক পথে ৩.০০/৩.৩০ ঘন্টায় পৌঁছানো যায়।তবে অনেক গুলো বড় বড় ব্রিজ পারহতে হয়।😊
Khub valo laglo aponar video ta dekhe....
Khubi Shundor ekti Vlog.
রাতের খাবার আর এই ভ্লগ আহ্হ্হ আর কী লাগে?
ডোন ফিরে পেয়ে দাদার মুখে হাসি দেখে খুব ভালো লাগলো। তার ডোনের ভিউ টা সত্যিই অসাধারণ অসাধারণ লেগেছে। দেখে মনেই হচ্ছে না এটা বাংলাদেশ নাকি সুইজারল্যান্ড।এর জন্য বাংলাদেশ কে সোনার বাংলা বলা হয়। দাদা তুমি ভালো থেকো আর এরকম ভাবেই সুন্দর সুন্দর ভিডিও বানাতে থেকো।
দাদার ভিডিও গুলো অসাধারন ..,বাংলাদেশী vlogger রাও এত ভালো করে দেখায় না । তার সাথে দারুন একটা drone view ....
অবাক করা বিষয় হলো এই লঞ্চটি সম্পূর্ণ বাংলাদেশে তৈরি। জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশ অনেক দ্রুত উন্নতি করেই যাচ্ছে। বাংলাদেশের ছোট লঞ্চ যেমন গ্রিন লাইনের লঞ্চ গুলো বিদেশ থেকে আমদানি করা হয় কিন্তু এই বড় লঞ্চ গুলো বাংলাদেশে তৈরি হয়। এটির নির্মাণ খরচ কোম্পানি দাবি করে ৬৫ কোটি টাকা।
এত্তো সুন্দর দেখলাম এই সফর তার সঙ্গে তোমার দেওয়া নানা তথ্য. খুবই ভালো লাগলো
দাদা আমার বাড়ি চাঁদপুর। আমিও লঞ্চে ভ্রমণ করি।
ভাবছি ভারতে যাওয়ার সুযোগ যদি পাই তাহলে লঞ্চেই ইন্ডিয়া যাব।
আপনাকে আনেক ধন্যবাদ এত সুন্দর একটা ব্লক করার জন্য ❤❤ Love you ভাইয়া
Thank you Koushik da ato sundor sundor video deoyar jonno . Ai video r fole onek knowledge earn oo hoy r tar sathe guidelines oo paoya hoye jay keep it up. I am always support you ❤❤
Satti khub sundor lagche....kono din hoito jete to parbo na kintu dekhe mann pgl hoe gelo.... very very nice 👍👍👍
যাওয়া একদম সহজ ১৫হাজার টাকা হলে ঘুড়ে আসা যায়।
Vary good work...ধন্যবাদ ভাই,তোমার ব্লগ অসাধারন,,
আইতে শাল যাইতে শাল ।।
তার নাম হইলো বরিশাল 😊👍❤
আমার ঠাকুমা কইতো ।।
ঈশ এটা আগে জানলে Vlog এ বলতে পারতাম
আইতে শাল
যাইতে শাল
মোগো বারী বরিশাল।
এটা বলে দাদা,
বাংলাদেশকে ঘুরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবেই এগিয়ে যাবে বাংলাদেশ ইনশাআল্লাহ।
তোমার কথাগুলো বেশ ভালই লাগে দাদা...আমাদের ময়মনসিংহে আসার দাওয়াত রইলো👍👍
দারুন এনজয় করলাম 👍
ড্রোন থেকে নেওয়া ছবি খুব ভালো লাগলো 👍
Thanks for showing the beautiful side of Bangladesh. These launches are completely manufactured in Bangladesh.
*দাদা বাংলাদেশ চট্টগ্রাম থাকে শত শতবার বাস জার্নি করেছি কারণ আমি বাস লাভাল।কিন্তু জীবনেও একবারও লঞ্চ ভ্রমণ করিনি আর ট্রেনে একবার ভ্রমণ করেছিলাম কিন্তু youtube এ লঞ্চ ও ট্রেনের ভ্রমণ গুলো দেখতে অসাধারণ লাগে। আর এই ট্রেন আর লঞ্চের ভিডিও গুলোর মধ্যে সত্যি বলছি দাদা আজ পর্যন্ত আমার ইউটিউবে দেখার সবচাইতে সেরা লঞ্চ ভ্রমণের ভিডিও তোমারটা যদিও বাংলাদেশে অনেক লঞ্চ ইউটিউবার আছে তাদের ভিডিও দেখেছি যাই হোক।তুমি তো আর তোমার নিউ দের ভালোবাসো না সেটা আর বলে লাভ কি* দাদা ❤বাংলাদেশ থেকে
Launch ta just superb ❤❤❤❤.....ajker episode pirjonto Bangladesh series just superb legeche 👌👌👌
বাংলাদেশের এই লঞ্চের Vlogs টা খুবই সুন্দর লেগেছে ❤❤
Bangladesh dekhar nazariya bodle dile❤kii sundor
dada sob thaly luxurious lunch holo Adventure-10
সত্যি তোমার চোখে বাংলাদেশ কি নতুনভাবে আবিষ্কার করলাম ,খুব ভালো লাগলো তোমার Vlog ভালো েকো সুস্থ থেকো ❤ লাভ ফ্রম ওয়েস্ট বেঙ্গল❤
মনে হচ্ছে তোমার সঙ্গেই ঘুরে নিলাম।একবার জীবনে নিশ্চই আসবো।আমার বাবার মাতৃভূমি ঢাকা।।🙏
Dada,,আমি নিয়মিত আপনার ভিডিও দেখি।।আমি রাজশাহীর ছেলে।।এই ভিডিও থেকে শুনলাম আপনি আসবেন।আপনার সাথে দেখা করার ইচ্ছা❤️🙂
Uff ki view' ❤,amar to রাতের জার্নি তাই ভালো লাগছে,যদিও দিনের টা দেখি নাই,,দেখলেও আমার রাতটাই ভালো লাগছে,। টাইটানিক এর e felling আসবে ❤❤❤❤খালি jack er বদলে EH 💙
তখন Vlog এর বদলে আশিক বানায় আপনে 2 হয়ে যাবে😂😂
@@TravelWithKoushik 😂😂😂😂 হায় রে খালি দুষ্টুমি😂তোমার হবে দাড়াও,,,
দিদি চলে আসেন বাংলাদেশে ঘুরতে❤
মানামী লঞ্চ টা বরিশালের সেরা গতির লঞ্চ। ❤❤❤
ধন্যবাদ আপনাকে দাদা বাংলাদেশকে এত সুন্দর ভাবে তুলে ধরার জন্য ,। সাতক্ষীরা জেলা আসার জন্য আমন্ত্রণ রইল যাওয়ার সময় ভোমরা বর্ডার দিয়ে যাবেন
লঞ্চ গুলো সত্যিই খুব সুন্দর মামা
খুব সুন্দর! বাংলাদেশ থেকে আবারও শুভেচ্ছা।
ভাইজান আপনাকে ধন্যবাদ ❤🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
কৌশিক দা, পর্বটা অসাধারণ হয়েছে ❤️❤️❤️
Bhalo Laglo. Launch journey to khub Exciting. Ami moja nichilam. Amar jodi somoy hay ami o jabo.
Daad dron view ta dakha khub valoo lagloo atodin por video ta sampurnoo holaa khub valoo laglooo❤❤❤❤