Jatayat | যাতায়াত | Helal Hafiz | হেলাল হাফিজ | Recitation - Apu Dewanjee | Bangla Kobita Abritti |

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024
  • Jatayat | যাতায়াত
    Helal Hafiz | হেলাল হাফিজ
    Recited By- Apu Dewanjee | অপু দেওয়ানজী
    'যাতায়াত'
    কেউ জানে না আমার কেন এমন হলো।
    কেন আমার দিন কাটে না রাত কাটে না
    রাত কাটে তো ভোর দেখি না
    কেন আমার হাতের মাঝে হাত থাকে না; কেউ জানেনা।
    নষ্ট রাখীর কষ্ট নিয়ে অতোটা পথ একলা এলাম
    পেছন থেকে কেউ বলেনি করুণ পথিক
    দুপুর রোদে গাছের নিচে একটু বসে জিরিয়ে নিও,
    কেউ বলেনি ভালো থেকো। সুখেই থেকো!
    যুগল চোখে জলের ভাষায়, আসার সময় কেউ বলেনি
    মাথার কসম আবার এসো।
    জন্মাবধি ভেতরে এক রঙিন পাখি কেঁদেই গেলো
    শুনলো না কেউ ধ্রুপদী ডাক,
    চৈত্রাগুণে জ্বলে গেলো আমার বুকের গেরস্থালি
    বললো না কেউ; তরুণ তাপস, এই নে চারু শীতল কলস ।
    লন্ডভন্ড হয়ে গেলাম তবু এলাম ।
    ক্যাঙ্গারু তার শাবক নিয়ে যেমন করে বিপদ পেরোয়
    আমিও ঠিক তেমনি করে সভ্যতা আর শুভ্রতাকে বুকে নিয়েই
    দুঃসময়ে এতোটা পথ একলা এলাম শুশ্রূষাহীন।
    কেউ ডাকেনি তবু এলাম,
    বলতে এলাম-
    ভালোবাসি!
    #premer_kobita
    #প্রেমের_কবিতা
    #biroher_kobita
    #বাংলা_কবিতা_আবৃত্তি
    #koster_kobita
    #ভালোবাসার_কবিতা
    #bangla_kobita_abritti
    #Helal_hafiz
    #হেলাল_হাফিজ
    #হেলাল_হাফিজের_কবিতা
    #অপু_দেওয়ানজী
    #Apu_Dewanjee
    #Extract_of_the_poetry
    #kobi_helal_hafiz
    #jatayath
    #Jatayat
    #যাতায়াত_কবিতা

КОМЕНТАРІ •