নব শালবন বিহার, ময়নামতি, কুমিল্লা।
Вставка
- Опубліковано 20 гру 2024
- কুমিল্লার কোটবাড়ি এলাকার নব শালবন বিহার ( Nobo Shalbon Bihar)। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার বৌদ্ধ উপাসকদের জন্য অন্যতম শ্রদ্ধেয় মন্দির। প্রায় আড়াই একর জায়গার উপর ১৯৯৫ সালের ৮ সেপ্টেম্বর নব শালবন বিহার ও বাংলাদেশ বুদ্ধিস্ট কালচারাল একাডেমী প্রতিষ্ঠা করা হয়। এই বিহার সাধারণত শ্রদ্ধেয় অনুসারীদের কাছে ‘শান্তি বিহার’ হিসাবে পরিচিত। ২০১৪ সালে থাইল্যান্ডের বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশনের উপহার হিসেবে পাওয়া ধাতব পদার্থে তৈরি প্রায় ৬ টন ওজনের ৩০ ফুট উচ্চতার বৌদ্ধ মূর্তি স্থাপন করা হয় বিহারে।
নব শালবন বিহারে প্রবেশ করলে প্রথমেই সোনালি রঙের বিশাল বৌদ্ধ মূর্তিটি দেখা যায়। চমৎকার শৈল্পিক কারুকার্যখচিত এ স্থাপনাটি কোন বিদেশি স্থাপনার চেয়ে কম নয়। যখন রোদের আলোক রশ্মি এর উপর আছড়ে পড়ে তখন একে দেখতে আরো চমৎকার লাগে। মূর্তির পাশে রাজকীয় ভাবে নিরাপত্তা দেয়ার ভঙ্গিতে স্থাপিত আছে গর্জন রত একই রঙের দু টি সিংহ। সিংহ। এছাড়া চারপাশে দাড়িয়ে আছে ৩ টি বড় ও ১ টি ছোট্ট সোনালী মোটক। মন্দিরের পাশাপাশি এখানে আরো রয়েছে মেডিটেশন সেন্টার, শালবন বিহার স্কুল, এতিমখানা, লাইব্রেরী, জাদুঘর, সেমিনার ও হোস্টেল কক্ষ।
#নতুন_শালবন_বিহার
#নব_শালবন_বিহার
#ময়নামতি
#কুমিল্লা
#nobo_shalbon_bihar