বীজে সর্বনাশ | Investigation 360 Degree | EP 351 | Jamuna TV

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 286

  • @gmmunna5022
    @gmmunna5022 Рік тому +2

    ভাই আমার বাবা একজন প্রত্নতাতিক কৃষক আমার বাবা আগামী মৌসুমে একটা টাকার ধান বীজ সার পায়নি অথচ শুনছি দেখছি যাদের কোন কৃষি জমি নেই তারা বীজ ধান সার সব পায় অনুদানের
    তখন খুব কষ্ট লাগে আমি সা্ক্ষী
    ভাই আপনারা এ সব প্রতিবেদন প্রতিনিয়ত তুলে ধরেন তাহলে কৃষিতে কৃষক আস্তা পাবে

  • @tipstricksbd2280
    @tipstricksbd2280 Рік тому +105

    এটি যদি ঠিকঠাক ভাবে কৃষকদের মাঝে দিতে হয় তাহলে, যখন বিতরণ করা হবে, তার ২/১ দিন পর সেনাবাহিনীর দ্বারা মনিটরিং করতে হবে।এবং প্রতি সিজনে কৃষকদের তালিকা নিতে হবে, যাদের দেওয়া হয়েছে। এবং এই তালিকা অনুযায়ী কৃষকদের বাড়িতে জরিপ চালাতে হবে। তাহলে মনে হয় কিছুটা উন্নতি করা সম্ভব।

    • @mdakkasmiah-c8r
      @mdakkasmiah-c8r Рік тому +2

      Right

    • @MRAGISHERE7049
      @MRAGISHERE7049 Рік тому +1

      Right Niom E Onk Poriborton Korte Hoibe. Niom E Korse Jara Vogkok To Ta Toh Hoibei Mane Churi

    • @rmraihan4853
      @rmraihan4853 Рік тому

      Good think

    • @bangladeshking3057
      @bangladeshking3057 Рік тому +6

      এসব কে করবে বাংলাদেশের সব জাগায় অসুস্থ মানুষ।

    • @mdabdullaharif4081
      @mdabdullaharif4081 Рік тому +5

      আমি ফেনী থেকে আব্দুল্লাহ
      আমি ১১০ শতাংশ জমিতে ধান শাষ করেছি
      সরকারি অনুদান দূরের কথা
      একটা কৃষি অফিসারের পরামর্শ ও পাইনি😢😢😢 আমাদের দেশে কৃষক অবহেলিত

  • @abulkasam6569
    @abulkasam6569 Рік тому +57

    অনিয়ম গুলো এভাবেই তুলে ধরা উচিত, দেশ বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত
    যমুনা টিভিকে ধন্যবাদ❤❤❤

  • @Mridhaofficial320
    @Mridhaofficial320 Рік тому +28

    আমি একজন কৃষকের ছেলে অথচ আমার জানা মতে আমরা কৃষিতে সরকারি ভাবে কোনো সহায়তা পাচ্ছি না।

  • @swecchaislam6276
    @swecchaislam6276 Рік тому +2

    এই রিপোর্টের সংশ্লিষ্ট সবাই যে পরিশ্রম করেছেন আসলে সেটাই দেশপ্রেম🇧🇩❤️

  • @lalmypahar9642
    @lalmypahar9642 Рік тому +1

    যমুনা টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ যে কৃষি দুর্নীতি নিয়ে প্রতিবেদন করার জন্য।

  • @bikez_Tawhid
    @bikez_Tawhid Рік тому +14

    ধন্যবাদ যমুনা টিভিকে সাহসী অনুসন্ধানের জন্য ❤

  • @jamilislam-kq3tt
    @jamilislam-kq3tt Рік тому +1

    360 জামিল আহমেদ গোপালগঞ্জ সদর সার আমার বাবা একজন বির মুক্তিযোদ্ধা এবং অবসরপ্রাপ্ত বিডিআর সৈনিক আমার বাবার দুইটা পক্ষ রয়েছে স্যার আমার বাবা দীর্ঘদিন যাবত অসুস্থ এই অসুস্থতাকে কাজে লাগিয়ে আমার সৎ ভাইয়েরা বাবার মুক্তিযোদ্ধা ভাতা ও বিডিআর পেনশন খাওয়ার লোভে তারা অনেক অনৈতিক কাজ করেছে
    স্যার আরো একটা বিষয় তাদেরকে দেখলে মনে হয় না যে তারা এরকম ধরনের কাজ করতে পারে আর আমি নিজেও এতদিন ধরে এই বিশ্বাস লালন করে আসছি
    স্যার আপনাদের কাছে আমরা সহযোগিতা কামনা করছি

  • @mdalmasudfahim3775
    @mdalmasudfahim3775 Рік тому +2

    কৃষি নিয়ে এইভাবে আরো অনুসন্ধান করলে সাধারণ কৃষক উপকৃত হবে

  • @bilnothervillage
    @bilnothervillage Рік тому +3

    ধন্যবাদ যমুনা টিভিকে এরকম একটি প্রতিবেদন প্রকাশ করার জন্য, আমাদের এখানেও কৃষকরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বীজ ও সার পায়না।

  • @taniaao7131
    @taniaao7131 Рік тому +2

    ধন্যবাদ টিম 360ডিগ্রিকে এমন ১টা প্রতিবেদন করার জন্য।

  • @mdsobujkhan9678
    @mdsobujkhan9678 Рік тому +8

    এই দেশটা পুরাই গেছে😢 সব জায়গায় দুর্নীতি এমন কোন জায়গা নেই যেখানে দুর্নীতির নেই😢😢 দোয়া করি যেন চোরের বাচ্চা এবং দুর্নীতির বাচ্চাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন।

  • @shekhshadi1954
    @shekhshadi1954 Рік тому +13

    বর্তমান সময়ে সরকার নির্ধারিত মূল্যর চেয়ে বেশি দামে সার বিক্রি করছে সরকারের ডিলার। আরেকটা প্রতিবেদন চাই.....

  • @tarekaziz7097
    @tarekaziz7097 Рік тому +1

    জাযাকাল্লাহ খাইরান যমুনা টেলিভিশনের পর্দায়

  • @ArshadArshad-nk8fn
    @ArshadArshad-nk8fn Рік тому +5

    ধন্যবাদ যমুনা টেলিভিশন ও সাংবাদিক গন ❤❤❤

  • @আইডিয়া007
    @আইডিয়া007 Рік тому +2

    আমার মনে হই সাংবাদিকদের সাহসীকতার জন্য রাষ্ট্রীয় ভাবে পুরস্কৃত করা উচিত।

  • @MdHasan-di1jo
    @MdHasan-di1jo 8 місяців тому

    অসংখ্য ধন্যবাদ যমুনা টেলিভিশনকে সত্য যাচাইয়ের জন্য। আশা করি জনগণের পাশে থাকবেন।

  • @jfgnvg5165
    @jfgnvg5165 Рік тому +7

    আমাদের দেশে কিছু দায়িত্ব সেনাবাহিনী কে দেয়া হোক।

  • @mdsalaudinmolla1
    @mdsalaudinmolla1 Рік тому +1

    ধন্যবাদ যমুনা টেলিভিশন এবং সাংবাদিক ভাই কে এবং কৃষক ভয়ই দেখাচ্ছিলেন

  • @cfaazv1367
    @cfaazv1367 Рік тому +2

    Investigation 360 Degree টিমের অনেক অনেক দোয়া ও ভালোবাসা শুভ কামনা করছি....

  • @AhsanHabib-tu2zu
    @AhsanHabib-tu2zu Рік тому +13

    অযোগ্যরা বসে আছে বিভিন্ন কর্মকর্তা সেজে
    যে দেশের পাবলিক টয়লেটে ও দুর্নীতি চলছে সে দেশে আর কি আশা করা যায়

  • @watchtime3459
    @watchtime3459 Рік тому +1

    দীর্ঘদিনের প্রতীক্ষার পর এরকম একটা নিউজ পেলাম।
    এই নিউজের জন্য অনেকদিন অপেক্ষা করেছিলাম❤

    • @zahidvloge1246
      @zahidvloge1246 Рік тому

      তাতেই আর লাভ কি ফলাফল জিরোই থাকবে।

  • @thomasgarcia1364
    @thomasgarcia1364 Рік тому +3

    যমুনা টিভিকে ধন্যবাদ❤

  • @hasansiam1230
    @hasansiam1230 Рік тому +23

    ৯৮ হাজার কুটি টাকা সরকারি ভর্তকি??? কে খাইল এই টাকার ভাগ???সব সরকারের কর্ম কর্তার পকেটে,হরি লোট চলসে সব জায়গাতে,এদের বিচার কে করবে???

    • @iloveubangladesh8539
      @iloveubangladesh8539 Рік тому

      সব টাকা ডলার হয়ে আমেরিকা ইউরোপ বেগম পাড়ায় চলে গেছে

    • @mdemranhossain3447
      @mdemranhossain3447 Рік тому

      joy bangla

  • @azharulhaque8891
    @azharulhaque8891 Рік тому +1

    অসংখ্য ধন্যবাদ জমুনা টেলিভিশন কে

  • @shahadatmember7140
    @shahadatmember7140 Рік тому +3

    ভালো ফসল/ফলন পেতে হলে অবশ্যই উন্নতমানের ভালো বীজ প্রয়োজন, সেজন্য যথাযথ কর্তৃপক্ষের তদারকির এবং কৃষকদের সচেতনতা হওয়া দরকার। ইউনিয়ন উপ সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে কৃষকদের মাঝে বীজ বন্টন ও উদ্বুদ্ধকরণ সভা করা উচিৎ বলে আমি মনে করি;; ধন্যবাদ যমুনা টেলিভিশন কে।

    • @AlaminKhan-dd8hn
      @AlaminKhan-dd8hn Рік тому

      Tinarao takar kacha bikri hoeya jae bae ki bolbo...taka hola gorip manusar hok probably shlidar pokata jae

  • @Mdsohelrana-ip1sr
    @Mdsohelrana-ip1sr Рік тому +1

    ধন্যবাদ যমুনা চ্যানেল কে,শুভ কামনা,ভালবাসা রইল 💝💝💝

  • @SemulMollah-c9q
    @SemulMollah-c9q Рік тому

    ধন্যবাদ অনুসন্ধানী টিমকে।

  • @hojifamonjer893
    @hojifamonjer893 Рік тому +1

    ধন্যবাদ আপনাকে খুব সুন্দর আলোচনা করেছেন।❤❤

  • @piasdas-v7r
    @piasdas-v7r Рік тому +2

    আমরাও জানতাম না যে সরকারি ভাবে প্রণোদনা দেয়... মাত্র জানতে পারলাম। আমাদের এলাকার ও সেম অবস্থা

  • @md.shohagshofiq4949
    @md.shohagshofiq4949 Рік тому

    আপনারা সত‍্য উৎঘাটনে কাজ করেন।আমি মোঃ শফিকুল ইসলাম,চাকুরি করতাম খাদ‍্য অধিদপ্তরে কিন্তু একটা পরিকল্পিত চক্রান্তের স্বীকার হয়ে সাময়িক বরখাস্ত হয়ে বসে আছি।আপনাদের হস্তক্ষেপ কামনা করছি।

    • @user-Manjur99
      @user-Manjur99 Рік тому

      ওনা‌দের মেইলে জানান

  • @m.shohidullahfahim6933
    @m.shohidullahfahim6933 Рік тому

    ধন্যবাদ যমুনা টেলিভিশনকে।

  • @Paracetamol...1xp
    @Paracetamol...1xp Рік тому +1

    সারাদেশে একই অবস্থা, আজ থেকে ১০-১৫ বছর আগে আমাদের একটা কৃষি কার্ড করে দিছিল ১১০০ টাকার মতো দিছিলো, তারপর আর কোন খোজ নাই

  • @FORHAD_VAI_
    @FORHAD_VAI_ Рік тому

    আমাদের গাইবান্ধা❤❤❤❤❤ধন্যবাদ যমুনা টেলিভিশন ❤❤❤❤

  • @bipulhossen28024
    @bipulhossen28024 Рік тому +1

    আপনারা যতই কষ্ট করেন এসব দুর্নীতির হাত থেকে দেশকে রক্ষা করা খুব কষ্ট হয়ে যাবে যারা চেয়ারে বসে তারাই দুর্নীতি করে তারাই ধামাচাপা দেয়

  • @ronyahmed8903
    @ronyahmed8903 Рік тому

    আপনাদের সাথে
    একটা বিষয় শেয়ার করা জরুরি বলে মনে করছি।
    চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্র সৈকতে
    বিভিন্ন বিষয় নিয়ে যদি একটা ভিডিও তৈরি করতেন তাহলে অনেক উপকৃত হতো আমার মতো শত-শত ভুক্তভোগী।
    ভ্রমন পিয়াসী মানুষ জন।
    এখানে নির্দিষ্ট পরিমান জায়গা লাইটিং করা হয়েছে।
    সাগরের পাড় হতে তিন স্তরে,
    দুঃখের বিষয় হলো এখানে কিছু সিন্ডিকেটের জন্য পযর্টকদের ভ্রমণের বেশ বেগ পোহাতে হয়।
    প্রথমত, হলো- সমুদ্র পাড়ে দেয়াল আছে , যেখানে মানুষ জন দাড়িয়ে পড়ন্ত বিকালে সূর্যাস্ত দেখতে পেতো।
    এখন সেই জায়গায় চেয়ার টেবিল দিয়ে বন্ধ করে রাখা হয়েছে, বিভিন্ন ফাস্ট ফুডের দোকানদারেরা।
    ২য় স্তর হলো, মানুষ জন বসে আড্ডা দেয়ার জন্য সুন্দর বাগান তৈরি করা হয়েছিল, তা সব দোকানদারের দখলে।
    ৩য় স্তরে বিশাল চলাচলের রাস্তা সেটাও বিভিন্ন হকারদের দখলে।
    সর্বোপরি বলতে চাই।
    একজন ব্যাক্তি একা গেলে সেখানে খরচ হতো আগে ১৫০-২০০ টাকা, এখন খরচ হয় ৩০০-৫০০ টাকা।
    কেননা।
    এই সকল দোকানের জন্য, মানুষের বসার জায়গা অভাব, তাই বাধ্য হয়ে ওদের বসিয়ে রাখা চেয়ার টেবিল বসতে হয়।
    তার খাবার খেলে পকেট কাটা।
    এখানকার প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়ে গেছে।
    নোংরা পরিবেশ।।
    আপনাদের মাধ্যমে সঠিক তথ্য প্রকাশ পেলে, আশা করি সকল কিছু আবার আগের মতো হবে।
    কোলাহল পূর্ণ পরিবেশে সর্বসাধারণ মানুষ জন অবসর সময়, অতিবাহিত করতে পারবে।।

  • @FORHADAHMED-xu5jy
    @FORHADAHMED-xu5jy Рік тому

    নওগাঁতেও একি অবস্থা আপনাদের নওগাতে সাগতম জানাই,আশেন

  • @IBCFAYSAL
    @IBCFAYSAL Рік тому +4

    কে করবে এদের বিচার! আমি তো আজও দেখি নাই আমাদের এলাকায় কোন বীজ বিতরণ হতে

  • @sujansorkarshanto9759
    @sujansorkarshanto9759 Рік тому +2

    কৃষি অধিদপ্তরের এই সুবিধাগুলো মাঠ পর্যায়ে প্রকৃত কোনো কৃষক পায় না।

  • @MbsagorIslam-ze5vm
    @MbsagorIslam-ze5vm Рік тому +1

    সত্য কথা এটায় যে সাধারণ কৃষক কোন সহযোগিতা পাই না

  • @IbrahimKhandhaka
    @IbrahimKhandhaka Рік тому +6

    এতো ঠিকাদার ও ডিলার কি প্রয়োজন। কৃষি কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টা থাকলে, বাংলাদেশের কৃষকদের বীজ নিয়ে প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই।

  • @suleimanAcademy920
    @suleimanAcademy920 Рік тому

    ভর্তি, রেজিষ্ট্রেশন, ফরম ফিলাপ, বেতন নিয়ে মাধ্যমিক বিদ্যালয় এবং এমপিওভূক্ত বিএম কলেজ গুলাতে চলছে রমরমা ব্যবসা। এই শিক্ষাপ্রতিষ্ঠান গুলাতে একটু নজর দিন।

  • @sultanmahmudsony4138
    @sultanmahmudsony4138 Рік тому

    Thanks for Jamuna tv .❤❤❤❤ 360 Degree.

  • @mdtariqali7306
    @mdtariqali7306 Рік тому +1

    BADC এর বীজ এ সব থেকে বেশি ভেজাল,তাদের বীজ এ অঙ্কুরদম ক্ষমতা কম, আর বগর হয়ে যায় অনেক, জার কারনে ফলন অনেক কম হয়, আর আমাদের এলাকায় BADC এর বীজ বিক্রি হয়, কিন্তু এখন কৃষক এর বিশ্বাস উঠে গেছে।

  • @a.h.m.raihanulkarim5373
    @a.h.m.raihanulkarim5373 Рік тому +1

    JazakAllahu-khairan

  • @MdarifulIslam-ln6ek
    @MdarifulIslam-ln6ek Рік тому +4

    কীটনাশক এর দোকান গুলোতে অভিযান চালানো দরকার, প্রচুর দাম নেয়, পেকেটে যে দাম তাই নেয়,,,,,

  • @saifulislam-yz4hx
    @saifulislam-yz4hx Рік тому

    জামিল আহমেদ গোপালগঞ্জ সদর,
    সার আমার বাবা একজন বির মুক্তিযোদ্ধা এবং অবসরপ্রাপ্ত বিডিআর সৈনিক আমার বাবার দুইটা পক্ষ রয়েছে স্যার আমার বাবা দীর্ঘদিন যাবত অসুস্থ এই অসুস্থতাকে কাজে লাগিয়ে আমার সৎ ভাইয়েরা বাবার মুক্তিযোদ্ধা ভাতা ও বিডিআর পেনশন খাওয়ার লোভে তারা অনেক অনৈতিক কাজ করেছে
    স্যার আরো একটা বিষয় তাদেরকে দেখলে মনে হয় না যে তারা এরকম ধরনের কাজ করতে পারে আর আমি নিজেও এতদিন ধরে এই বিশ্বাস লালন করে আসছি
    স্যার আপনাদের কাছে আমরা সহযোগিতা কামনা করছি

  • @mdbidda7928
    @mdbidda7928 Рік тому

    -- অসংখ্য ধন্যবাদ ৩৬০°

  • @mdmehedihassan7945
    @mdmehedihassan7945 Рік тому

    এরকম আরো প্রতিবেদন চাই

  • @perfect-farming
    @perfect-farming Рік тому

    এর জন্য দায়ী যথাযথ কতৃপহ্মের উদাসীনতা ও সঠিক তত্ত্বাবধায়নের অভাব।

  • @skashik3989
    @skashik3989 Рік тому

    জাতীয় রাজনীতি ও অনিয়ম নিয়ে প্রতিবেদন করার অনুরোধ রইল।

  • @mdmistu3239
    @mdmistu3239 Рік тому

    Osongkkho dhannobad e rakom video upohar deoar janno

  • @malaymazumder4203
    @malaymazumder4203 Рік тому

    Tnx jamuna tv k,,,,jiga moto video decy

  • @Ariflm10
    @Ariflm10 Рік тому +1

    Thanks for good work.jamuna tv

  • @michealbiswas9105
    @michealbiswas9105 Рік тому

    এইটুকু একটা দেশ আমাদের এত যদি দুর্নীতি হয়, আমাদের মত সাধারণ মানুষের কি হবে তাহলে,

  • @SkSujon99k
    @SkSujon99k Рік тому

    কৃষি কাজ করি 10 বছর ধরে কোনদিন এক টাকার কোন জিনিস তো সরকারি তা পেলাম না 😢 দুঃখ এখানে তাহলে কোটি কোটি টাকা কোথায় যায় এক টাকা সরকারি বীজ পাইনি এক টাকা সরকারি সার পাইলে তাহলে যায় কোথায়😢😢😢😢😢

  • @MdSalauddin-fx3lp
    @MdSalauddin-fx3lp Рік тому

    ধন্যবাদ যমুনা টিভি

  • @badfriends321-n7g
    @badfriends321-n7g Рік тому

    এই ২য় পর্ব মধ্যস্থ ব্যবসায়ী দের নিয়ে একটা ভিডিও বানান

  • @asrafuzzaman7538
    @asrafuzzaman7538 Рік тому

    একটা বিষয় জানতে চাই আপনারা কৃষকদের দিয়ে কি বুঝাতে চাইছেন, এই কৃষকদের কে বলিয়েন তো তারা ইউনিয়ন ফিয়াক সেন্টার এ যায় কি না, একজন bs/saao কয় জন কৃষকের কাছে যাবে , কৃষকদের কি উচিত নয় ইউনিয়ন ফিয়াক সেন্টারে যাওয়া ও saao দের কাছে পরামর্শ নেওয়া । আর কৃষকদের উচিত সঠিক ব্যাক্তির কাছ থেকে বীজ ক্রয় করার । আর সস্তা বীজ না ক্রয় করে ভালো বীজ ক্রয় করা উচিত। যাই হোক যমুনা টেলিভিশন কে ধন্যবাদ কৃষকদের নিয়ে প্রতিবেদন করার জন্য। শুভ কামনা রইলো ।

  • @mdtarikhossan9375
    @mdtarikhossan9375 Рік тому

    রাজশাহী বিভাগে নাটোর জেলায় লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন এ আমরা আজ পযন্ত একটা কিছুও পাইনি অন্যদেরও একই অবস্থা কে দেখবে এই সব

  • @sanjoymajumder5341
    @sanjoymajumder5341 Рік тому

    আজ ১০/০৯/২৩ এক মন মিস্টিকুমড়া আজ ৮০০ টাকা করে বিক্রি করলাম ১ মন আবার ৪৩কেজিতে ৩ কেজি পাও নেয় ১ মনে।
    খাজনা শতকরা ৬ টাকা
    মানে আমরা ২০ টাকা কেজি বিক্রি করলেও শেষমেশ ১৫ টাকা থাকে।

  • @MDMoklesurRahman-vt5ez
    @MDMoklesurRahman-vt5ez Рік тому

    Thanks you jumuna tv k.....

  • @Ibrahimpramanik-ws4zc
    @Ibrahimpramanik-ws4zc Рік тому +2

    সরকারের দেওয়া বীজ,, দোকান থেকে সঠিক মূল্যে কিনতে হয়,, কৃষকদের

  • @jotilgolpo
    @jotilgolpo Рік тому

    💯 সঠিক সংবাদ

  • @mrahhunter
    @mrahhunter Рік тому +2

    আমাদের ঝিনাইদহ তে কৃষকরা সরকারি কিছুই পাইনা আবার চাষের বীজের দাম আকাশ ছোয়া😢

  • @AlMamun-uq8op
    @AlMamun-uq8op Рік тому

    ধন্যবাদ আপনাদের

  • @mdmijanurrahman1644
    @mdmijanurrahman1644 Рік тому

    Khoub sundor anustan

  • @jayantamandal2664
    @jayantamandal2664 Рік тому

    কৃষি বিভাগ থেকে দেশে বড় ধরনের অনিয়ম হয়

  • @রাবিয়াভিডিওসবারজন্য

    আল্লাহ রহমত করো আমাদের দেশের মানুষ সবাইকে আমিন

  • @TrueTalk5555
    @TrueTalk5555 Рік тому

    প্লিস রিপোর্ট ভাই সরকারি পনদনা এবং বর্তকি সমন্ধে জানার পরেও সেই টাকা কৃসকরা পায় না । এগুলু রাজনৈতিক ওপরের মহলের লোকগুলো খেয়ে ফেলে, কৃষক শুধু নাম মাত্র ।

  • @nironjonroy3271
    @nironjonroy3271 Рік тому +1

    সারের দাম ৯০০টাকা মেমো কিন্তু সেই সার ১২০০ টাকায় নিতে হয় এটা দেখার কেউ নাই

  • @mdabdussabur9312
    @mdabdussabur9312 Рік тому

    ধন্যবাদ

  • @riyadsalehin6790
    @riyadsalehin6790 Рік тому

    সার ডিলারদের নিয়ে একটি প্রতিবেদন প্রচার করা হোক

  • @KhairulIslam-yp3wh
    @KhairulIslam-yp3wh Рік тому +2

    আমাদের কিশোরগঞ্জের, হোসেন পুর উপজেলায়, যার ১শতাংশ কৃষি জমি নাই, তাঁরাই কিন্তু ষার,বীজ, পাইতেছে।
    আওয়ামী লীগের সাধারণ করমি বলে।

    • @TrueTalk5555
      @TrueTalk5555 Рік тому

      এই অবস্থা দেশের সব জায়গায় । বলে লাভ নেই

  • @wls9037
    @wls9037 Рік тому

    কুষ্টিয়া মিরপুর উপজেলা বহলবাড়িয়া খাড়ারা ব্লক এ এমন দুর্নীতি হয় আজ কয়েক বছর ধরে। কৃষক এর নাম দেওয়া থাকে কিন্তু বীজ পাই না কৃষক আপনারা একটু বিষয়টা দেখেন

  • @ShahidulIslam-k1k6f
    @ShahidulIslam-k1k6f Рік тому +1

    বিজ রোপণের সিজন সেষ হলে আসে সরকারি বিজ, সেই বিজ কখনো মাঠেই যায় না

  • @parvejsikder21
    @parvejsikder21 Рік тому

    dhonnobad

  • @BlueSkyAgriculture
    @BlueSkyAgriculture Рік тому

    খরজ ঠিকই হয়েছে কিন্ত লুটপাট করছেন যারা তাদের নিয়ে একটা প্রতিবেদন চায় বাংলার কৃষক।

  • @civila2ndshiftarman5th16
    @civila2ndshiftarman5th16 Рік тому

    বীজ দিতে হলে সঠিক সময়ে সঠিক মানের বীজ সরবরাহ করতে হবে, যাত কৃষক পর্যায়ে সুফল বয়ে আনে।

  • @akabusylife420
    @akabusylife420 Рік тому

    আমি লাউ বীজ কিনে ঠকেছি
    আমাকে ডিলার বলছিল উচ্চ ফলনশীল, কিন্তু এখন দেখি একখেতে বিভিন্ন ধরনের লাউ। যা বাজারে বিক্রি করা যায় না। সব মিলিয়ে আমার দের লক্ষ টাকা লেস 😢
    ঠাকুরগাঁও থেকে

  • @mdmasudrana1323
    @mdmasudrana1323 Рік тому

    আমাদের এইখানে বীজ পায় যারা কোন জমি করেনা তারাই পেয়ে থাকে। কারণ মেম্বার এর সাথে ভালো সমপরক্য ভালো।

  • @shobujraihan5448
    @shobujraihan5448 Рік тому +1

    কৃষি অধিদপ্তরের লোকজন অফিসে ঘুমায়, মাঠে তো দূরে থাক রাস্তায় ও দেখা যায়না,, আর সরকারি বিজ মনে হয় মামা খালুকে দিয়ে দেই।

  • @YasinAlieee
    @YasinAlieee Рік тому

    Darun ❤

  • @darkking6150
    @darkking6150 Рік тому

    কৃষকের প্রতি বছর লোকসান গুনতে হয় সর্বশেষ জমি বিক্রি করে খাবার খেতে হয় বড় বাড়ি দামী গাড়ি কেবল ব্যবসায়ী নেতা আর আমলাদের দখলে চাষা দিন দিন নিঃশ্ব হয়ে যাচ্ছে।

  • @mdmistu3239
    @mdmistu3239 Рік тому

    Sir seliute apnake kintu amader saidpure bij to badhi haye ace tar sathe aro onek aniom achhe se bisoye video banaben plz

  • @mdhadiuzzaman6990
    @mdhadiuzzaman6990 Рік тому

    আমাদের গ্রামের কমিউনিটি ক্লিনিকে সরকারি ঔষধ নিতে গিলে ১০ টাকা থেকে ৪০ টাকা পরিশধ করে নিতে হয়, আমরা যতদুর জানি সরকারি ঔষধ বিক্রয় করা দন্ডনিয় আপরাধ,যদি একটু তদন্ত করে দেখতেন তাহলে সাধারণ মানুষের জন্য উপকার হবে।

  • @jasimserazul184
    @jasimserazul184 Рік тому

    কুমিল্লা জেলার একটি প্রতিবেদন প্রকাশ করা উচিত

  • @sharjahuae-fq5xu
    @sharjahuae-fq5xu Рік тому

    গত 6মাস আগে আমার 3নঃ মির্জাপুর ইউনিয়ন পরিষদে আমার সামনে সরকারী বীজ পাইছে তার বেশির ভাগ লোক কৃষক না চেয়ারম্যান জিগেসা করলে মেম্বার বলে ওরা কৃষক

  • @TrueTalk5555
    @TrueTalk5555 Рік тому +1

    সিনজেনটা, স্পাহানি, মেটাল ,এসিই এগুলু কোম্পানি ভালো ।

  • @aponahmedridoy3352
    @aponahmedridoy3352 Рік тому

    thank

  • @abulhossinbadhan8955
    @abulhossinbadhan8955 Рік тому

    এই প্রথম জানলাম সরকারী বীজ দেওয়া হয় কোন দিন পাইনাই

  • @rajibahmad1284
    @rajibahmad1284 Рік тому

    জন্ম আমার কৃষকের ঘরে। আজ পর্যন্ত দেখলাম না কোন কৃষি কর্মকর্তা কোন বিষয়ে খোজ খবর নিতে।

  • @MDFahim-hd6hy
    @MDFahim-hd6hy Рік тому

    আজ থেকে 4-5 বছর আগে একবার কৃষকের কিছু অভিযোগ লিখে নিয়ে গেছিল আর কিছু টাকা ক্ষতিপূরণ দিছিল একবারই তারপর আর কোন খবর নাই।-!???

  • @ratanrasel3700
    @ratanrasel3700 Рік тому

    BADC এর বীজ না পেয়ে কোম্পানির বীজ কিনে আমনে লাগাই। ১৫ দিন পর ধান গামর হয়ে যায়। তুলে ফেলে দিয়ে নতুন করে আবার ধান লাগাইছি

  • @abdurrahmanmokaddem9858
    @abdurrahmanmokaddem9858 Рік тому

    Agriculture need to the best culture.

  • @shorifuddin1736
    @shorifuddin1736 Рік тому

    আসসালামুয়ালাইকুম ভাই চাষীদের মাথায় কাঁঠাল ভেঙে,সকলে খায় দেখার কেউ নেই বিএডিসি বলেন কৃষি কর্মকর্তা বলেন, এদের চাকরি করলে জবাব দিতে লাগে না এজন্য এই এই অবস্থা অন্যান্য দেশ হলে বিএডিসি বলেন কৃষি কর্মকর্তা বলেন এক,জনের চাকরি থাকতো না

  • @fardinchowdhuryrakib9328
    @fardinchowdhuryrakib9328 Рік тому

    ভাই আমি আপনাদের নিয়মিত অনুষ্টান দেখি... আমার একটা জমির বিষয়ে যদি আপনারা আমাকে একটু হেল্প করেন ভাইয়া চিরকৃতজ্ঞ থাকবো.আমাদের জমি কাকারা দখল করে নিছে ফিরিয়ে দেয়না

  • @RubelMahmud56
    @RubelMahmud56 Рік тому

    অনিয়ম দেখতে ভালো লাগে

  • @RomanHossen-dd6re
    @RomanHossen-dd6re Рік тому

    সঠিক বিচার চাই

  • @sobujtalukder5986
    @sobujtalukder5986 Рік тому

    সারা বাংলাদেশে একই অবস্থা