NID আর কত গলদ? | Investigation 360 Degree | EP 308
Вставка
- Опубліковано 7 лют 2025
- ফনীভূষণ মণ্ডলের নিবন্ধন ফরমে ছয়, ছয়টি অসঙ্গতি থাকার পরও এনআইডি কার্ডটি বেরিয়ে যায়। বেচা-কেনা হয়ে যায়, কয়েক একর জমি। প্রশ্ন হলো জাতীয় পরিচয় পত্রের মতো এত গুরুত্বপূর্ন বিষয়টিতে কেন এত গলদ দেখা যাচ্ছে ?
Enjoy and stay connected with us:
Subscribe to Jamuna Television on
UA-cam / jamunatvbd
Like Jamuna Television on
Facebook
Follow Jamuna Television on
Twitter / jamunatv
For More update visit www.jamuna.tv
#JamunaTV #Jamuna_Television #360 Degree
ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে পোহাতে হয় নানা ভোগান্তি | সাথে সড়কে পুলিশি নানা হায়রানী | অনুগ্রহ পুর্বক এটা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করুন | ধন্যবাদ
কেমন ভোগান্তি পোহাইসেন?
@@mohiuddinthepir6982 বিআরটিএতে এক সময় যেয়ে দেখেন ভোগান্তি কারে কয়
Didn't get the license three years ago yet.
pir baba kon dashi
হুম আমিও চাই। আপনার কথায় এক মত।
ধন্যবাদ জানায় যমুনা টেলিভিশনের ৩৬০ টিম কে.. এতো বড় একটা ক্রাইম কে তুলে দরার জন্য 👍👍
Investigation 360 Degree এর সবাইকে চিতলমারীবাসীর পক্ষে থেকে ধন্যবাদ জানাই।সাথে সাথে এইসব ভূমিদস্যুদের শাস্তির দাবি করছি।
টাকা দিয়ে বাংলাদেশে অনেক কিছু করা সম্ভব, পৃথিবীর অন্য দেশে সম্ভব না, ধন্যবাদ যমুনা টেলিভিশন কে।
ধন্যবাদ যমুনা টেলিভিশন কে এক পর্বে এই পুরো প্রতিবেদন টি প্রচার করার জন্য, এবং এটি প্রচারের পর সংশ্লিষ্ট কতৃপক্ষ কি ভুমিকা পালন করলো, ও ভুক্তভোগী পরিবার গুলোর অবস্থা হলো সেটাও জানতে চাই,,
❤wz❤q😂q❤❤q❤😂😂😂😂😂❤❤q❤❤❤q❤❤❤❤qq❤q😂qq❤qqqqq😂qq😂qqqqq😂qqqqq❤1❤❤❤q❤😂qq😂qqqq😂qq11q❤😂❤❤😂1❤❤😂😂❤❤
ধন্যবাদ যমুনা টেলিভিশন কে এই সত্য তুলে ধরার জন্য।
আপনারা সবর্দা হুশিয়ার থাকবেন, ভালো থাকুক, আপনাদের পরিজন!
আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, অথচ তার কোন স্বীকৃতি নেই, স্বাধীন হওয়ার পর তিনি পুলিশে চাকরি করতেন, পারিবারিক ইস্যুতে চাকরি দিয়েছন অনেক আগে।
আমি তার হতভাগা সন্তান।
সত্য ঘটনা তুলে ধরা জন্য 360 ডিগ্রী কে অনেক অনেক ধন্যবাদ
কিছু লিখতেও ভয় হয় কারন এমন একটা সময় যে চোরকে চোর বলাটাও মহা পাপ।
স্যালুট জানাই Investigation 360 Degree টিমকে । আপনারই বাংলার নিরাপত্তারক্ষী ।
ইউটিউবে নোটিফিকেশন দেখা মাত্রই চলে এলাম এত ভালো লাগে যমুনার এই অনুষ্ঠান।
ধন্যবাদ যমুনা টিভির ইনভিষ্টিগেশন 306 ডিগ্রীর টিমকে
ধন্যবাদ যমুনা টিভির ইনভিষ্টিগেশন 360 ডিগ্রীর টিমকে । তবে কথা কিন্তু একটাই ভালো থাকবেন ভালো রাখবেন
অসংখ্য ধন্যবাদ জানাই যমুনা টিম কে এত সুন্দর সত্য ঘটনা জনগণের সামনে তুলে ধরেছেন অসংখ্য ধন্যবাদ জানাই
Brother of Bangladesh, everything is possible, thanks to Jamuna Television
ধন্যবাদ যমুনা ৩৬০°কে।এভাবেই সত্যকে সামনে নিয়ে আসুন নির্ভিক ভাবে।
চিতলমারীর সবার পক্ষ থেকে আপনাদের জন্য শুভ কামনা ৷
যমুনা টিভিকে ধন্যবাদ এইরকম একটা তথ্য তুলে ধরার জন্য।
অসংখ্য ধন্যবাদ যমুনা টিভিকে,সত্য তুলে ধরার জন্য।
সেই সাথে প্রশাসন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করে উপযুক্ত পদক্ষেপ নেওয়া সময়ের দাবী।দুর্নীতি তে ভরে গেছে দেশ🙂
আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা সবাই কে পবিত্র কুরআন এর সম্পুর্ন সুরা গুলো শুনতে দাওয়াত রইলো
আসসালামুয়ালাইকুম বাস্তব এবং সত্য তুলে ধরার জন্য যমুনা টিভি 360 ডিগ্রী সকল সাংবাদিক ভাইদের জানাই অনেক অনেক ধন্যবাদ
ধন্যবাদ যমুনা টেলিভিশনকে সত্য সামনে আনার জন্য। এই পর্ব প্রকাশিত হওয়ার পর প্রশাসন কি ভুমিকা নিল জানতে চাই।
প্রশাসন গুম
যতদিন ঘুষ ছাড়া ছাড়া চাকরির নিয়োগ বন্ধ না হবে,ততদিন দুর্নীতি বন্ধ হবে না।
শিশুদের জন্ম সনদ এর জন্য বাবা মায়ের NID থাকার পরেও কেনো বাবা মায়ের জন্ম সনদ লাগবে এই নিয়ে একটা প্রতিবেদন করুন প্লিজ
তাও আবার অনলাইন করাটা, এইটা একটা সুদনামি মনে হয়তাছে, আইডি কার্ডতো জন্ম সনদের সব আছে
এনআইডিতে ভুল সংসোধনের জন্য গেলে মানুষের কাছ থেকে হাতিয়ে নেয় হাজার হাজার টাকা,টাকা না দিলে মাসে পর মাস এমন কি বছর পেরিয়ে গেলেও সংসোধনি পরিচয় পত্র পাওয়া যায়না।এটা আমার সন্দ্বীপ উপজেলায় না শুধু সারা বাংলাদেশে একি অবস্থসা,এটা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করার আবেদন রহিল🙏🙏
ধন্যবাদ যমুনা টেলিভিশনকে এই ধরনের তথ্য প্রচার করার জন্য।
আই লাভ ইউ যমুনা টিভি অনেক ভালো একটি অনুষ্ঠান ভাই খুব ভালো লাগলো দেশের জন্য কাজ করতেছেন আলহামদুলিল্লাহ আপনারা সব সময় ভালো থাকেন
এই প্রতিবেদনে এন আইডি কার্ডের গড়মিল প্রকাশ পেলেও কিন্তু জমির প্রকৃত মালিক যে ঐ ফনিভূণ না তা কিন্তু প্রকাশ পায়নি। প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেটা মুখে বলছে ওটা তাদের জমি কিন্তু এখানে তাদের জমির স্বপক্ষে কোন পৈত্রিক বা ক্রয় করার দলিল প্রমান হিসাবে দেখানো হয়নি। উক্ত জমি তো হিন্দুদের ছিল তবে এখন যারা এ জমির মালিকানা দাবি করছে তারা কি আসল মালিকের থেকে ঐ জমি নিয়েছে? নিয়ে থাকলে কিভাবে নিয়েছে? ক্রয় করে নাকি জালিয়াতি করে? নাকি মিথ্যা দাবি করছে? খতিয়ে দেখা দরকার।আরো দেখা দরকার জমির প্রকৃত মালিক হিন্দু থেকে কিভাবে মুসলমানদের হলো। (ধন্যবাদ যমুনা টিভিকে)
বাংলাদেশের হিন্দু ধর্মের অনুসারী আছে ৭ % মাত্র । কিন্তু তাদের মধ্যে সরকারি চাকরি করে বাংলাদেশের মধ্যে ৫০ % হিন্দু ।
😁😁😁
Muslimra lekha pora kore naa gadhar dol khali mobile niye timepass kore tai😁
poralekha kor murker baccha
হিন্দুদের কৌটায় পেয়েছে
পড়াশোনা না করলে চিন্তা চেতনা এমন হবে?হিন্দুরা শিক্ষিত। হাত দিয়ে ঠেলে হয় না যুক্তি দিতে হয়?
অনেক ক্ষেত্রেই ওরা ইচ্ছা করেই ভূল করে থাকে, কেননা যত ভূল এই অবৈধ সরকারের কর্মকর্তাদের তত কামাই।
যে দেশের নাগরিকদের, সঠিক কাগজপত্র থাকার পরেও যে পরিমাণ ভোগান্তিতে পড়তে হয় তা ভাষায় প্রকাশ করা যায় না। আর সেখানেই যাদের কাগজপত্র ঠিক নেই অস্তিত্বহীন তাদের সকল কিছু হয়ে যায় শুধু টাকার বিনিময় সহজ পন্থায়। সে দেশে আইনের কথা বলাটা হাস্যকর এবং পীড়াদায়ক
সময় টিভির কাছে আমার অনুরোধ, আমার ঠিক এমন একটি ভূয়া কেস আছে। যেখানে একটি মুক্তিযোদ্ধা পরিবার হয়রানীর হচ্ছে। এ ব্যাপারে আপনাদের সহযোগীতা কামনা করতেছি
জমি রেকর্ড ভুমি অফিসার অফিসে বসেই করে।
যা আমরা জানতেও পারি না।
আর এতেই হয় হাজারো ভুল।
যা সংশোধন করাতে করতে হয় মামলা,
আর গুনতে হয় হাজার হাজার টাকা।
স্যার আপনাদের নিকট আকুল আবেদন।
ভুলভাল ভুমি রেকর্ড ও ভুক্তভোগী নিয়ে একটা রিপোর্ট করেন।
ঠিক বলেছেন
ধন্যবাদ জানায় যমুনা টেলিভিশনের ৩৬০ টিমকে ।
ধন্যবাদ জানাই যমুনা টিভিকে এবং সঠিক বিচার দাবী করি।
৬ মাস ধরে স্থায়ী ঠিকানা সংশোধন এর ঘুরতেছি। ( ভুলে present ঠিকানা টা, permanent এর জায়গায় বসানো হয়েছে, সবই ঠিক আছে, শুধু গ্রামের নাম টা পরিবর্তন হবে, গ্রাম একই উপজেলা অন্তর্ভুক্ত ইউনিয়ন এ, সমস্ত কাগজ পত্র জমা দিয়েছি, তারা যা যা চেয়েছে)
অনলাইনে এই আবেদন প্রক্রিয়া না থাকায়, হেড অফিসের কাস্টমার কেয়ার এর পরামর্শ মোতাবেক লিখিত আবেদন করেও কোনো আপডেট হয় নায় এখনো।
ধন্যবাদ জানায় যমুনা টেলিভিশনের ৩৬০ টিম কে.. এতো বড় একটা ক্রাইম কে তুলে দরার জন্য
সাবাস আপনাদের কে ।সত্যি আপনারা মহৎ।
ইউনিয়ন পরিষদের অনলাইন জন্মসনদের ভোগান্তি নিয়ে একটি প্রতিবেদন চাই, তাও আবার ব্রাক্ষণবাড়ীয়া সদরের ১১ নং সুলতানপুর ইউনিয়ন পরিষদ নিয়ে।
প্রিয় চ্যানেল যমুনা টেলিভিশনের সকল কার্যক্রমে আমি সন্তুষ্ট... সকল কলাকুশলীদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি.... 💝💝💝💝
আমার জন্ম খুলনায়। জাতীয় পরিচয় পত্র খুলনাতে করা, প্রায় ০৮ বছর ধরে আমি বাগেরহাটে ব্যবসা ও বসবাস করছি, আমি ভোটার আইডি কার্ডের ভোটার এলাকা পরিবর্তন করতে গেলে নির্বাচন কর্মকর্তা জানান যেহেতু আমার পরিবারের কোন জাতীয় পরিচয়পত্র বাগেরহাটের নয় এবং আমাদের নামে কোন জমি নেই তাই আমি ভোটার এলাকা পরিবর্তন করতে পারবো না। আমি ট্রেড লাইসেন্স দেখাতে চাইলে তিনি বলেন বাগেরহাট জমি কিনতে হবে, তারপর আমার ভোটার এলাকা পরিবর্তন হবে। নির্বাচন কর্মকর্তাতে বললাম আমার জাতীয় পরিচয় পত্রের জন্য আমার স্ত্রীর জাতীয় পরিচয় পত্র করা হচ্ছেনা। তিনি তখন বলেন আমার শশুর বাড়ীর ঠিকানায় আমার স্ত্রীরজাতীয় পরিচয় পত্র করতে হবে। আমি বললাম কি কারনে আমার স্ত্রীর জাতীয় পরিচয় পত্র শশুরবাড়ীতে করব, কারন আমার স্ত্রী আমার সাথে থাকে। তিনি বললেন বেশী বুঝেন আপনার কাজ হবেনা। অপেক্ষায় আছি আল্লাহ কবে আমাকে জমি কেনার তৌফিক দিবেন। তবে আমার জাতীয় পরিচয় পত্রের ভোটার এলাকা পরিবর্তন হবে। খুবই সমস্যায় আছি কারন ভোটার এলাকায় বসবাস না করলে জঙ্গলে বসবাস করার মত বসবাস করতে হয়।
অনেক দিন পর ভিডিও পেলাম ধন্যবাদ যমুনা টিভি কে
ধন্যবাদ এভাবে সত্যোতা তুলে ধরার জন্য…
ধন্যবাদ যমুনা টেলিভিশন কে, আমার পাসপোর্ট এর সাথে এনআইডি তাদের কিছুই মিল নেই, নিজের নাম, বাবার নাম ও আমার বয়স, আমি যখন এনআইডি কার্ড করছিলাম তখন বুঝতাম না এটি এতো কাজে লাগবে।এখন আমি কিভাবে ঠিক করবো।
আমি নিজেই NID বানাতে গিয়ে অনেক হয়রানির শিকার😞এখন চিন্তা করেছি আর কার্ড ই বানাবো না,একই কাগজ একদিন বলে ঠিক আসে আরেকদিন বলে ঠিক নাই,এইভাবে হয়রানি করে
ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনের বক্তব্য টা খুবই দুঃখজনক, তিনি সরাসরি বলে দিলেন 'টাকাদিয়ে এদেশে অনেক কিছুই করা সম্ভব " তাহলে কী উনি ঘুষ দিয়ে নির্বাচন কমিশনার হয়েছিলেন? দুর্ভাগ্য এই জাতির,। আল্লাহ আমাদের কে হেফাজত করুন আমীন, ধন্যবাদ ৩৬০ডিগ্রী।
আমি ভোটার হয়েছিলাম ২০১৮ সাথে। আমার মত আমাদের এলাকায় আরো কিছু মানুষ আছে যাদের ও একই আবস্থা। সমস্যা হলো আমাদের আঙ্গুলের চাপ মিলে না। আমরা কোন ভাবেই একটা সিম কিনতে পারছি না। জেলা নির্বাচন অফিসে গেলাম। তার বলে আগারগাঁও যেতে। আগারগাঁও বললো জেলায় জান। জেলায় এসেও কোন সমাধান পেলাম না।
আমার বয়স কিছু দিন হলো ১৮ বছর আইডি কার্ড এর কাগজ দিতে গিয়ে দেখি যে আচরণ মনে হচ্ছে তার সম্পত্তির ভাগ নিতে আসছি৷
আমাদের গ্রামে আছে .... যে কোনো প্রকার দলিল দেখাতে পারে না ... কিন্তু দখল করে আছে.... জমিন , বাড়ি দখল করে নিয়েছে
আমার অভিযোগ ব্রাক্ষণবাড়িয়া পাসপোর্ট দালাল সম্পর্ক কিছু একটা করেন, ব্রাক্ষণবাড়িয়া পুলিশ সুপার কার্যলের পূর্ব পাশে চা এর দোকানের পাসপোর্ট দালাল থাকে, এমনকি কাউওতলী বিভিন্ন জায়গার অভাব নেই। আমি মোট ২২,০০০ টাকা দিছি। আর সরকারি ঘরে ৩,৬০০ টাকা জমা দিছে, মনে হয় দিছিল,বাকি সব দালাল নিছে। পরে পাসপোর্ট পাইনি আমি,কারণ টাকা দিতে দেরি করছি। আমি পরে সদর থানা জিটি করে পাসপোর্ট পাইছি। আর একটা অভিযোগ ব্রাক্ষণবাড়িয়া সদর মাছিহাতা ইউনিয়ন পরিষদ এ জন্মনিবন্ধন করতে প্রচুর টাকা লাগে,কিন্ত কেন এর সুনির্দিষ্ট কোন তথ্য নেই।
Great jamuna television...❤️❤️❤️
ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই বিরক্তিকর লাগছে, ভবিষ্যতে এদিকে খেয়াল রাখার অনুরোধ করছি, এতো মিউজিক দেওয়ার কি আছে!
Well done 360, wonderful work.
Those thieves must face criminal prosciution every one of them.
শেষ টা দেখার অপেক্ষায়....
জাতি জানতে চায় মুল হোতা কারা🤔🤔
একমত ভাই
thanks for clear investigation #JamunaTV
আমি প্রবাসী আমি দেশে আসছি ২ফ্রেবরুয়ারি ২০২২ আমার পাসপোর্টের মেয়াদ শেষ। এরপর যখন পাসপোর্ট রেনু করতে যায়।তখন বলে NIDকার্ড লাগবে।এরপর চলে এসে সব কাগজ পত্র নিয়ে নির্বচন কমিশনে জমা দিই। এখন প্রয় দেড় মাসেরও বেশি এখনো অপেক্ষায় আছে। আরো নাকি দুই মাস সময় লাগবে। তাহলে আমার ত আর বিদেশ যেতে হবে না।
ধন্যবাদ প্রিয় যমুনা টেলিভিশন
ধন্যবাদ এমন একটা প্রতিবেদন করার জন্য
অপেক্ষায় ছিলাম
জড়িত থাকা সকলের কঠিনতম শাস্তি দিতে হবে যাতে অন্য কেউ করার আগে ১০০ বার ভাবে।
ভাই পতিবেদন হল কিন্তু জারা এই কাজটা করলো জাদের জমি দখল হল তদের কি হবে তারা কি ন্যায় বিচার পাবে না।
Favorite program 360 degree....
দিলিপ হাওলাদার এই বেক্তি আমাদের গ্রামের ,সে বরগুনা নির্বাচন অফিসে চাকরি করে ,কিন্ত সে বরগুনা থেকে প্রতি সপ্তাহে বাড়ি আসে সরকারি গাড়ি নিয়ে ,বাড়ি এসে গাড়ি দিয়ে দেয় পরের হাতে ,যেমন চায় সে গাড়ি চালায় সরকারের তেল এই ভাবে অপচয় কারার কোন নিয়ম আছে কিনা আমি জানি না,যমুনা টিভির কাছে আমার নিবেদন এই দিলিপ হাওলাদারের সম্পর্কে আরও খোজ খবর নেওয়া হোক ,
360 ডিগ্রী টিম কে ধন্যবাদ
বাংলাদেশে ভারতীয় নাগরিকের অস্তিত্ব, বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে চাকরি রত ভারতীয় নাগরিক, বিভিন্ন পুলিশ বিভাগে ভারতীয় নাগরিকের চাকরিরত, ভা নাগরিকের বাংলাদেশ এনআইডি কার্ড, জন্ম সনদ নিয়ে পাসপোর্ট করে অতীতে বিদেশ থেকে এসে জাতীয় এনআইডি কার্ড তৈরি করা, বিষয়ে তথ্য বাংলাদেশের RAB বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, এবং বাংলাদেশের সেনাবাহিনী কে জানানো উচিত বলে আমি মনে করি।
ধন্যবাদ টিম ৩৬০° কে অনেক পরিশ্রম করার ফল,শেষ মেষ প্রমাণ বের হল
ফ্রিন্গারপ্রিন্ট ম্যাচ নিয়ে অনেক কষ্টে আছি ভাই,একটা প্রতিবেদন করলে হইতো বেচে যেতাম আমার কাছে সব কিছু প্রমাণ ও আছে?
Love you all ❤️❤️❤️ my Favourite Channel Crime 💓
চিতলমারীর এই ফনি কে আমি চিনি, কিন্তু তার আনুমানিক বয়স 40/50 এর মধ্যে হবে🙏
আসল কাহিনী কি ভাই আপনি জানেন নাকি
দয়া করে NID সংসোধন এ-র ভোগান্তির কারণ কি এর জন্য একটা পতিেবন করুন
সহমত
Thanks Investigators team
ধন্যবাদ 360কে
আমি যমুনা টেলিভিশন এর ৩৬০ ডিগ্রি এর নিয়মিত দেখি থাকি। আমি ১ বছরের বেশি সময় হব আমি আমার এনআইডি কাড সংশোধন করার জন্য অনলাইনে আবেদন করেছি এমন কি উপজেলা নিবাচন অফিসে গিয়েও বলেছি যে স্যার আমার আবেদন টা তো এখনো তো পেন্ডিং পড়ে আচ্ছে এটা কিভাবে সমাধান করবো তিনি বলেছে সঠিক কাগজ পএ নিয়ে তাদের অফিসে আসতে আমি নিয়ে গেলাম তারপরও ৩ মাস হয় এখনো ভুল সংশোধন করা হয়নি। এখন আমি তো সাধারণ মানুষ আমি কি করতে পারি বার বার গিয়ে ও কোন কাজ হচ্ছে না। এখন আমি এটা মনে করতে পারি যে আমার কাজটা করলেও তারা সরকার এর কাছ থেকে বেতন পাবে না করলেও তারা সরকার এর কাছ থেকে বেতন পাবে তাতে তাদের কি যায় বা আসে।
পাসপোর্ট অফিসে যে অনিয়ম হচ্ছে তা নিয়ে পরিবেদন করার জন্য অনুরোধ করছি!
কী বলবো ভাই আমাদের পাঁচ ভাই দুভাইয়ের এনআইডি কার্ডরে মায়ের নাম ঠিক আছে কিন্তু তিন ভাইয়ের এনআইডি কার্ডের মায়ের নাম ভুল দিছে।
কে কে ইনভেস্টিগেশন ৩৬০° এর জন্য অপেক্ষায় থাকেন।
Iam waiting for 360 episode
Ami
অবশেষে বাংলাদেশে একটা তদন্ত মন্ত্রণালয় দরকার 🤣🤣🤣🤣🤣
😂😂😂😂😂
সে ইন্ডিয়ান নাগরিক হতে পারে। কথিত ডিজিটাল বাংলাদেশে সবই সম্ভব।
ধন্যবাদ যমুনা টেভি
আমার মায়ের এনআইডি কার্ডের স্থায়ী ঠিকানায় উপজেলা দেওয়া হয়নাই।
এখন আমার প্রশ্ন তথ্য হালনাগাদের সময় সব-ই ঠিক দিছিলাম কিন্তু ভুল হলো কিভাবে.?
আপনাদের এই ঋণ এই পরিবার গুলা কোনদিন শোধ করতে পারবেনা ধন্যবাদ আপনাদের
অনেক ধন্যবাদ
অপেক্ষায় ছিলাম।
আপনাদের প্রতিবেদন অনেক ভালো লাগে ।
আমি এই অনুষ্ঠান খুব পছন্দ করি,, এবং প্রতিনিয়ত দেখি
Wonderful job
Apurba bhai, you are awesome bro
প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করতে দিছি অনেক আগে।।
কিন্তু ড্রপ টেস্ট এর জন্য আটকাই আছি।।
কারণ: ড্রপ টেস্ট এর নাকি মেশিনই নাই
কুষ্টিয়া বি আর টি এ কার্যালয়ে।।।
এদেরকে দায়িত্ব থেকে বহিষ্কার করে জেলে ভর্তি করা উচিত
বাংলাদেশে এনআইডি করা যত সহজ সংশোধন করা ততটাই কঠিন! এইসব কাগজ পত্রের জন্য কতশত ঝামেলা পোহাতে হয়!
ঠিকই বলেছেন আমি নরমাল নামের ভুল সংশোধন করার জন্য তিন বছরের মত সময় লেগেছিল। যেটা মাত্র এক মাসের মধ্যে হওয়ার কথা।
অসাধারন ইনভেস্টিগেশন
আমার 20 বছর হয়চে .....
আমি একদিন জন্ম নিবন্ধন করতে গেছিলাম বাট জত্ত ঝামেলা 🤭🤭... টাই করিও নাই
কিন্তু টাকা 800 দিলেই 3 দিন এ করে দেই 🤣🤣
কোন অফিসে গিয়ে করিয়েছেন, ইউনিয়ন পরিষদে নাকি অন্য কোন কার্যালয়ে
@@abuhuraira7474 পাবনা পৌরসভাতে গেছিলাম....
@@abuhuraira7474 আর তারা টাকা চাইনা এদিক দিয়ে তারা সৎ মানুষ 🤣
টাকা দিয়ে আসলে করে দেই গুরতে হয়না আর কি....!
@@my.life00333 হুম ভাই টাকা দিলেই সব ঠান্ডা টাকা না দিলে গরম
@@abuhuraira7474 thanks for reply 😘
জয় বাংলা 🤭
nid তে গলদ না থাকলে ওরা টাকা কামাবে কি করে,টাকা দিলে ৭দিনে হয় ভুল সংশোধন, না দিলে ৭ বছরেও না
কোন টাকা ছাড়া ২ মাসে সংশোধন করেছি
ধন্যবাদ। সুন্দর রিপোর্ট করার জন্য।
টিম ৩৬০° দারুন কর্ম দক্ষতার পরিচয় দিয়ে সত্য উন্মোচন করেছে। ইসির উচিত এনআইডি কার্ডধারীর বর্তমান ছবি সহ কার্ডটি আপডেট করা(অনেকের নাম/পিতার/মাতার নাম ভুল এমনকি জন্ম তারিখ ও সালও ভুল আছে।)
আমাদের চত্তগ্রামেও এই ধরনের কাজ হয়েছে, প্রেয়ায় ৮৪ গণ্ডা বা ১৬৮ শতক , এটার অবস্থান বসুন্ধরা আবাসিক এলাকা চট্টগ্রাম, ৪নং রোড, জামে মসজিদের সামনে
Amar family'r sathe amon hocce.... Amar dadar palito sele nijer(palito sele) NID te dadar name use kore akhon jomir vag chacce..akhon sei palito sele dada k nijer baba bole dabi kore jomir vag chay....hoyrani kortese onek....
protikar karo ki jana ase ?
উপযুক্ত কাগজ ও প্রমান থাকার পরও পিতার সঠিক নাম সংশোধন করে নিতে পারলাম না। তারা আমাদের দাম ই দিলো না। এই হলো আমাদের ভোগান্তির বাংলাদেশ।
popoopppppqpqyp11615151013101007qqqqqpqpqpwpqywtupupytqqqpeqqeqypqppepqpqpqqutytqqytyppttppyptqwyqpqqpqqwwpquypytwqqqwqqwwoypqwpqeqpqetqqqwqeeewqpopopo
পাসপোর্টের ভোগান্তি নিয়ে ভিডিও চাই 🙏🙏🙏🙏🙏
গেলাম একদিন ড্রাইভইং লাইসেন্স করতে যাওয়ার b r t এর ২০০ হাত বা কিছু আগে পুলিশ ভাই ধরলেন আমি বললাম স্যার লাইসেন্স করতে আসছি জরিপানা করলো ৪ হাজার কষ্ট পেলাম অনেক এখন আশো চাও লাইসেন্স 😐
জদি, জাদের বিটেমাটি ছারা, করা হয়েছে, তারা জমি ফিরে পায়, তবে জমুনা টিবির সকোলের জন্য, দোয়া করবো।
এই প্রতিবেদনে এন আইডি কার্ডের গড়মিল প্রকাশ পেলেও কিন্তু জমির প্রকৃত মালিক যে ঐ ফনিভূণ না তা কিন্তু প্রকাশ পায়নি। প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেটা মুখে বলছে ওটা তাদের জমি কিন্তু এখানে তাদের জমির স্বপক্ষে কোন পৈত্রিক বা ক্রয় করার দলিল প্রমান হিসাবে দেখানো হয়নি। উক্ত জমি তো হিন্দুদের ছিল তবে এখন যারা এ জমির মালিকানা দাবি করছে তারা কি আসল মালিকের থেকে ঐ জমি নিয়েছে? নিয়ে থাকলে কিভাবে নিয়েছে? ক্রয় করে নাকি জালিয়াতি করে? নাকি মিথ্যা দাবি করছে? খতিয়ে দেখা দরকার।আরো দেখা দরকার জমির প্রকৃত মালিক হিন্দু থেকে কিভাবে মুসলমানদের হলো। (ধন্যবাদ যমুনা টিভিকে) কেঁচো খুজতেই সাপ বাহির হবে ইনশাআল্লাহ্
আমাদের চিতলমারী তে এমন একটা ইনভেস্টিগেশন হইছে সত্যি খুব ভালো লাগছে খবর টা জেনে।
কেঁচো খুজতেই সাপ