Loke Bole || IPDC আমাদের গান || Shiuly Sarkar

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 775

  • @heronbadshah
    @heronbadshah 2 роки тому +136

    হে বঙ্গ ভান্ডারে তর বিবিদ রতন। আমার সোনার বাংলাদেশ। আমি গর্বিত কারণ আমি একজন বাঙালি। গান শুনে প্রান জুড়িয়ে গেল

    • @labonnomoni9170
      @labonnomoni9170 2 роки тому +2

      শগস

    • @MDIsmail-xm5ob
      @MDIsmail-xm5ob 2 роки тому

      আমি গর্বিত আবার লজ্জিত আমাদের প্রধানমন্ত্রী হাসিনা

    • @apollo8101
      @apollo8101 2 роки тому +5

      বিবিধ, "ধ" হবে , "দ" নয়।

  • @hasibali3788
    @hasibali3788 2 роки тому +451

    কোক স্টুডিও বাংলার ওভারহাইপে এইরকম একটা অসাধারণ প্লাটফর্ম যেন হারিয়ে না যায় সমস্ত বাঙলা সংস্কৃতিপ্রেমিদের এই বিষয়ে সতর্ক থাকা উচিত

    • @neeharmarjan6268
      @neeharmarjan6268 2 роки тому +25

      ভাই একদম ঠিক বলেছেন। আমার তো আরও একধাপ এগিয়ে বলতে ইচ্ছে করে ঐ "ওভারহাইপ্ড" প্রোগ্রামটা করাই উচিৎ হয় নি। বাংলাদেশীরা "স্বকীয়" বিষয়গুলোকে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেয়ার চেষ্টার চেয়ে এখনো পড়ে আছে দু'/একটি প্রতিবেশী দেশের দেখাদেখি কাজ করতে!! এতে যে নিজের দেশকে বিশ্ব মঞ্চে নেয়ার চেয়ে ঐ দেশগুলোর "প্রমোশন" চালানো হয়ে যায় এই ব্যাপারটি কেন তাদের মাথায় ধরে না ঠিক বোঝা যাচ্ছে না।

    • @neeharmarjan6268
      @neeharmarjan6268 2 роки тому +12

      IPDC র এটা, Wind of change এই প্রোগ্রামগুলোই কোক স্টুডিওর স্টাইলে করা প্রোগ্রাম হিসেবে যথেষ্ঠ ছিল। তারপর আর আগ বাড়িয়ে সরাসরি কোক স্টুডিও বাংলা না করলেও চলতো।

    • @savefile9158
      @savefile9158 2 роки тому

      বালের গান... কোক স্টুডিও যদি এটা কখনো কভার দেয় বুঝবা নে কোক স্টুডিওর ক্লাস...

    • @virtualninja3660
      @virtualninja3660 2 роки тому +10

      Gadhar moto kotha bolben na.. coke studio ekta international platform.. India, pak, Africa, Philippines e huge popularity peyeche tader nijossho coke studio .. ar appreciate o peyeche baire theke.. amader gaan, gaan bangla esob shudu desher manush Jon shune

    • @sajandewan4547
      @sajandewan4547 2 роки тому +1

      বিকৃত মানসিকতা। কোক স্টুডিওর জায়গায় ওটা ঠিক আছে। খোঁচা মারার অভ্যাসটা বদলান।

  • @tapasslife6713
    @tapasslife6713 2 роки тому +110

    যেমন গান ঠিক সেরকম উপস্থাপনা। এই জন্যই আমরা বাঙালি বলে গর্ব করি। বাংলার ঐতিহ্য একমাত্র আপনারাই ধরে রাগতে পারবেন। ভারত থেকে অনেক শুভেচ্ছা রইলো।

    • @dr.strange9301
      @dr.strange9301 2 роки тому +3

      দাদা দুই বাংলাই ধরে রেখেছে বলতে গেলে। নিজের জায়গাকে ছোট অন্যের জায়গা কে বড় করলেই আপনি বড় হয়ে যাবেন না।
      আর একটা কথা এপারে থেকেও বাঙালির ঐতিহ্য হয়তো আপনার চোখে পড়ে নি তার মানে ই নয় যে ঐতিহ্য বজায় নেই।

    • @bigboys2971
      @bigboys2971 2 роки тому

  • @sadaydebnath1285
    @sadaydebnath1285 2 роки тому +111

    ...IPDC-এর গান গুলো সত্যিই অসাধারণ...! সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো...
    ... love you Bangladesh from KOLKATA WEST-BENGAL INDIA ❤️❤️❤️...

    • @sima0037
      @sima0037 2 роки тому

      ua-cam.com/video/mwGlOVsSKrM/v-deo.html

  • @sujantoroy8899
    @sujantoroy8899 2 роки тому +19

    অসংখ্য ধন্যবাদ আইপিডিসি। বাংলার লোকগান কে এভাবে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য।

  • @akd7185
    @akd7185 2 роки тому +70

    বাংলার লোকগীতি এর এক আলাদা অনুভূতি, সকল শিল্পীদের অনেক শুভেচ্ছা পঃ বাংলা থেকে আর এমন সব অসাধারণ গান আমাদের উপহার দেবার জন্য ।

  • @ridoyredoan4850
    @ridoyredoan4850 2 роки тому +35

    বাংলাদেশের শিল্পী দের কন্ঠে এমন এমন গান আছে যে গুলো শুললে প্রান জুড়িয়ে যায় তার ভিতরে এই একটি গান,,, আমি গর্বিত কারণ আমি একজন বাঙালি,, আর গানটা শুনে প্রান টা জুড়িয়ে গেছে 🥰

  • @sudipchandra4065
    @sudipchandra4065 2 роки тому +46

    খুব মনোগ্রাহী লোকসঙ্গীত, আমরা এপারেও অপেক্ষা করি কবে নূতন গান শুনবো। হাওড়া, শিবপুর, নবান্ন।

  • @jagmitratumiaajkotoduremuk469
    @jagmitratumiaajkotoduremuk469 2 роки тому +24

    বাংলা গানের সুরের মিষ্টতা আর কোন ভাষার গানের নেই ।
    খুব ভালো লাগল ।

  • @sheikhabdulaziz1617
    @sheikhabdulaziz1617 2 роки тому +48

    বাংলা সংস্কৃতির কত সমৃদ্ধ।লোক সংগীত মন কেড়ে নেয়।

  • @shahed1896
    @shahed1896 2 роки тому +316

    কিসের হিন্দি গান
    কিসের ইংলিশ গান
    আমাদের বাংলা গান মানেই অসাধারণ ❤️🖤
    আমাদের বাংলা গানেই সুখ 🖤❤️

    • @sima0037
      @sima0037 2 роки тому

      ua-cam.com/video/mwGlOVsSKrM/v-deo.html

    • @faridabegum1711
      @faridabegum1711 2 роки тому

      ua-cam.com/video/mwGlOVsSKrM/v-deo.html

    • @sabirsk78601
      @sabirsk78601 Рік тому +3

      Bangla best bhai love ❤ from India

    • @abhijitnath8175
      @abhijitnath8175 Рік тому +1

      এইটা সিলেটি গান্। সিলেটি আর্ বাংলা এখ্ না।

    • @abutahar2195
      @abutahar2195 8 місяців тому

  • @md.mirajmeah655
    @md.mirajmeah655 2 роки тому +25

    শিউলী দিদির অপূর্ব পরিবেশনা এবং বাদ্যযন্ত্রের তাল।। কি বলব!!! IPDC কে অসংখ্য ধন্যবাদ, আশা করি সামনে আরও বেশি বেশি গান উপহার দিবেন।।
    ট্রেইলার দেখে আর তর সয়না, গানটি উপভোগ করার জন্য।।😍😍😍

  • @jaforahmed4858
    @jaforahmed4858 Рік тому +32

    আমাদের সুনামগঞ্জের সনামধন্য ব্যাক্তিত্ব মরমী কবি গীতিকার ও সুরকার হাসানরাজার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা এবং ভালবাসা।

    • @IPDCআমাদেরগান
      @IPDCআমাদেরগান  Рік тому +6

      আশা করি, আমাদের গানের ভিডিও আপনার মনের আড়ালে জায়গা করে নিয়েছে।

    • @shahinmahamud57
      @shahinmahamud57 4 місяці тому

      শ্রদ্ধেয় হাসান রাজার লিখা গান এটা??কি অসাধারন কথা,যুদ্ধে ধাবিত করার মত গানের কথা।

  • @ayonbarua924
    @ayonbarua924 2 роки тому +49

    হোক দেশীয় ব্র‍্যান্ড, অন্তর ছুঁতে পারে এমন গান উপহারের জন্য IPDC ও গানের প্রজেক্ট সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। সবকিছু মিলিয়ে একবাক্যে, দুর্দান্ত!!!

  • @smk778
    @smk778 2 роки тому +39

    করিমগঞ্জ, আসাম থেকে শুনছি ।। কুশিয়ারা নদীর পাড়ে অবস্থিত।। ভারত বাংলা border

  • @chayandas9701
    @chayandas9701 2 роки тому +32

    বাংলা ভাষাটার জন্য বাংলাদেশের অবদানে কুর্নিশ এপার বাংলা থেকে ।💝
    আমার গর্বের মাতৃভাষা 💝💝বাংলা💝💝

    • @sajandewan4547
      @sajandewan4547 2 роки тому

      এগুলো বলতে নেই দাদা। তাহলে ওপারের কিছু বিকৃত মানসিকতার দাদাদের গাত্রদাহ হবে। বলবে তুই বাংলাদেশ চলে যা।

    • @anwarshafee6403
      @anwarshafee6403 2 роки тому +2

      আমরা সবাই মিলেই এই বাংলা। ❤️

    • @kadermonjur
      @kadermonjur 2 роки тому

      খুব কষ্টপাই যখন এপার বাঙলা ওপার বাঙলা বলো। তুমি কি আমাকে তোমার ভাই মনে করো না?

  • @pronabmondal2925
    @pronabmondal2925 2 роки тому +15

    IPDCকে ধন্যবাদ, সুন্দর গান উপহার দেয়ার জন্য। শিল্পীর জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন সবসময়।

  • @chinmaypal8667
    @chinmaypal8667 2 роки тому +49

    আহা, কি অপূর্ব নিবেদন।।। Ipdc -র গান গুলো শোনার জন্য মুখিয়ে থাকি।।

  • @chotan
    @chotan 2 роки тому +21

    জয়তু লোকজ সঙ্গীত!
    সুন্দর পরিবেশনা!

  • @eye-6532
    @eye-6532 2 роки тому +16

    IPDC এর জন্য নিরন্তর শুভকামনা। অনেক অনেক ভালো লাগে আপনাদের পরিবেশনা গুলো।

    • @shakwatsohel2343
      @shakwatsohel2343 2 роки тому +1

      Eye-6 Nice to see you here. Excellent platform to enjoy Bangla music, great singing assist by brilliant musician.

    • @sima0037
      @sima0037 2 роки тому

      ua-cam.com/video/mwGlOVsSKrM/v-deo.html

  • @SritiKotha-qo1yi
    @SritiKotha-qo1yi 3 місяці тому +110

    এই গানটা টিভিতে শুনেছি এখন মোবাইলে শুনলাম 😊 কে কে আমার মতো আছো 😊 ২০২৪ সালে কমেন্ট করলাম

  • @musfikurrahman6343
    @musfikurrahman6343 2 роки тому +3

    অসাধারণ লাগছে। হাছন রাজাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ উনাকে জান্নাত দান করুক। আর। এত সুন্দর মিউজিক আয়োজন করার জন্য পার্থ বড়ুয়া সাহেব কে অসংখ্য ধন্যবাদ।

  • @supriyachakraborty496
    @supriyachakraborty496 2 роки тому +7

    শিউলি সরকারের মরমী কন্ঠ আবার শুনতে পেলাম, আইপিডিসি, ক্রিয়েটো এবং মাননীয় পার্থ বরুয়াকে জানাই অসংখ্য ধন্যবাদ, পরবর্তীতে কালা মিয়া সাহেবের কন্ঠ শোনার প্রতীক্ষা রইলো

  • @dra.k.m.arifulalamevan9764
    @dra.k.m.arifulalamevan9764 2 роки тому +9

    অসম্ভব ভালো লাগলো গানটা শুনে। খুব ভালো লাগলো মন আর পিউ কে দেখে। পিউকে দেখতে আগের চেয়ে আরো সুন্দর লাগছে। আর মন-তো পুরাই ক্রাশ!!!!
    😉😉😉

  • @gautambanerjee4609
    @gautambanerjee4609 2 роки тому +6

    জমজমাট পরিবেশনা। লোকে বলে-র পরে বাঁশির ছোট্ট ব্যবহার খুবই সুন্দর। এই বংশীবাদককে নমস্কার। সকলকে ধন্যবাদ উপভোগ্য এই গানটির জন্য।

  • @mahediashik1564
    @mahediashik1564 2 роки тому +22

    অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো।
    ধন্যবাদ Ipdc আমাদের গান কে এত সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য। আশাকরি আগামীতে বাংলা সংস্কৃতির আরো অনেক ভালো ভালো গান উপহার পাব।।।

  • @mriduldebnath419
    @mriduldebnath419 2 роки тому +4

    IPDC এর সকল শিল্পী বৃন্দ কলাকুশলীদের কে আমার আদাব/ নমস্কার । আপনাদের বিশেষ করে হারিয়ে যাওয়া পুরনো গান গুলো নতুন আঙ্গিকে, পরিবেশন করার জন্য সত্যিই আমি কৃতজ্ঞ । প্রতিটি গান চমত্কার ভাবে উপভোগ করি। শুভকামনা সব্বাইকে । 🙏🙏🙏🙏

  • @rakibulhaque9499
    @rakibulhaque9499 2 роки тому +48

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের একজন ছাত্র হিসেবে বলছি গানটি অাসলেই দারুণ হয়েছে। পরিবেশনা তে ১০ এ ১০।

    • @fagunhauwa8676
      @fagunhauwa8676 2 роки тому

      ঠিক বলছেন

    • @Satisfaction.14
      @Satisfaction.14 2 роки тому +13

      হ্যা আমরা বুঝতে পেরেছি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরেন😅।
      আর গানটা সত্যি সু্ন্দর হয়েছে।

    • @fojlarabbi5937
      @fojlarabbi5937 2 роки тому +1

      🤣🤣🤣

    • @fagunhauwa8676
      @fagunhauwa8676 2 роки тому

      @@Satisfaction.14 গানটা আসলেই ভাল হইছে

    • @fagunhauwa8676
      @fagunhauwa8676 2 роки тому

      @@fojlarabbi5937 আমি এত ভাল গাইতে পারিনা ua-cam.com/video/E4Nb0SsqCck/v-deo.html ua-cam.com/video/L02Z7XR0TbQ/v-deo.html ua-cam.com/video/32xyZjEXmVQ/v-deo.html ua-cam.com/video/f6-uZE4n2VM/v-deo.html

  • @nabiltajwarnabil0305
    @nabiltajwarnabil0305 2 роки тому +16

    দুর্দান্ত কণ্ঠ, শিউলি সরকার।

  • @bidhansarker7850
    @bidhansarker7850 2 роки тому +10

    অপেক্ষার অবসান ঘটিয়ে গানটা শুনে কি যে ভালো লাগতেছে সেটা বলে প্রকাশ করে যাবে না।
    বাংলার গান প্রাণের গান🥰

  • @Islamictv24channel
    @Islamictv24channel 2 роки тому +7

    যুগ যুগ ধরে লোক গান আমাদের মনে আনন্দ দিয়ে আসছে। আর সে গান গুলোকে যদি আরো আধুনিকতার ছোয়া পায় তাহলেতো কোন কথাই নেই। সত্যিই অনেক ভালো লাগলো গানটা আবার শুনে বিশেষ করে শিউলী আপুর কন্ঠে 😍
    সত্যিই আমেজিং
    ধন্যবাদ
    #IPDC আমাদের গানকে🌺❤

    • @sima0037
      @sima0037 2 роки тому

      ua-cam.com/video/mwGlOVsSKrM/v-deo.html

  • @sajibchakraborty3073
    @sajibchakraborty3073 2 роки тому +5

    IPDC এর আরেকটি অনবদ্য পরিবেশনা। ধন্যবাদ❤️

  • @JakirHusain-xc8tx
    @JakirHusain-xc8tx 2 роки тому +5

    অস্থির এরেজমেন্ট, এরকম সাউন্ডের মজা সত্যি আমাকে মুগ্ধ করেছে।

  • @polashrudrapaul5324
    @polashrudrapaul5324 2 роки тому +17

    কারা কারা আমার মতো গানটির অপেক্ষায় ছিলেন (হাসন রাজা সিলেটের গর্ব)।।।।।।।

  • @aklasshossain4197
    @aklasshossain4197 2 роки тому +8

    IPDC কে ধন্যবাদ জানায় আমাদের সুন্দর সুন্দর গান উপহার দেওয়ার জন্য

  • @sajalsaha4682
    @sajalsaha4682 2 роки тому +8

    প্রতিটা লাইনেই মননশীল চিন্তাকে চেতন করে এবং অসামান্য মানুষিক প্রশান্তিদায়ক এই সৃষ্টি!!
    বাংলায় একজন হাসন আছেন,ছিলেন ও থাকবেন ❤❤

  • @KajolKarlish
    @KajolKarlish 6 місяців тому +38

    ২০২৪ সালে আমি একটা কমেন্ট করে গেলাম দেখি এখনো কে কে এ-ই গান শুনেন👍

  • @joysriradhe3172
    @joysriradhe3172 2 роки тому +9

    গানটা শুনে মুগ্ধ হয়ে গেলাম। বাংলা লোকগীতির জয় হোক।।।

  • @Satisfaction.14
    @Satisfaction.14 2 роки тому +6

    আমি IPDC এর নিয়মিত শ্রোতা।অনেকদিন পর গানটা শুনলাম।ছোট বেলায় বাড়িতে সাধুরা আসত ওরা বলত🥰

  • @themusicalfusion13
    @themusicalfusion13 11 місяців тому +2

    খুব ভাল লাগলো ! এই সব গান মন ছুয়ে যায় !

  • @md-sujon-mia-ma-amar-ma2150
    @md-sujon-mia-ma-amar-ma2150 2 роки тому +2

    ১,,,///,,,কবির লেখা যতো কবিতা শিল্পীর আঁকা যতো ছবি তোমার প্রেমের কাছে সব কিছু হারমেনে গেল,,,
    ২,,,///,,,মোদের গর্ব মোদের আ-শা,,,আ-মরি বাংলা ভাষা,,,
    আইপিডিসি,র মধ্যে এর গুনাগুণ খোঁজে পাই,,,
    অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে পুরোনো গান গুলো আমাদের মাঝে নতুন করে উপলব্ধি করে দেওয়ার জন্য,,, বাংলাদেশ প্রবাসী মালয়েশিয়া

  • @joniahmed9368
    @joniahmed9368 День тому

    অসংখ্য ভাল হয়েছে অসাধারণ গান গুলি অনেক ধন্যবাদ ❤❤❤

  • @armanhossain2957
    @armanhossain2957 2 роки тому +9

    হাসন রাজা চৌধুরী 💚
    অন্যলেভেলের সংগীত।

  • @bishwajitantu7076
    @bishwajitantu7076 2 роки тому +7

    বাংলা মিউজিকে পার্থ দাদা, অর্নব দাদা অনেক বড় সম্পদ। উনারা একটার পর একটা অসাধারণ উপহার দিচ্ছে

  • @ansafebrahim8025
    @ansafebrahim8025 2 роки тому +4

    সিলেটি শিউলি আপু।
    সিলেটি হাসন রাজার গান 💗
    আহা...
    পারফেক্ট মেচউড💥

  • @MahmudulViralTopic
    @MahmudulViralTopic Місяць тому +1

    কালেমার দাওয়াত দিয়ে গেলাম একজনও যদি পরে,,,তাতেই আলহামদুলিল্লাহ,,, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা)❤❤❤

  • @eliashossain4558
    @eliashossain4558 2 роки тому +5

    প্রিয় একটক গান।।ধন্যবাদ IPDC কে এত সুন্দর একটা গান উপহার দেয়ার জন্য♥️

  • @musasolaiman3951
    @musasolaiman3951 2 роки тому +3

    I P D C কে ধন্যবাদ এটো সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য ❤️❤️এইসব গান শুনলে মন এমনিতেই ভালো হয়ে যায় 💞💞💞

  • @sohagchawdury3947
    @sohagchawdury3947 2 роки тому +4

    ধন্যবাদ IPDC সবসময় আমাদের সেরাটা উপহার দেয়ার জন্য।

  • @LimonSarkar-c4y
    @LimonSarkar-c4y 2 місяці тому +1

    এ-ই গানটি মর্ম আগে বুঝি নিয়ে।
    বটে এখন বুঝি,আরও অঝোরে আমার অজান্তেই চোখ বেয়ে পানি ঝড়ে। কারণ আমার বাবা নেই, আমাদের ছেড়ে না ফেরা দেশে চলে গেছে

  • @mrinal2844
    @mrinal2844 2 роки тому +2

    👉👉কোক স্টুডিও বাংলার উত্তেজনায় ipdc এর কথা বাঙালি না, আবার ভুলে যেতে চায়👌💚💚👌💚

  • @shahidalam2353
    @shahidalam2353 2 роки тому +4

    আরেও একটা মনে মুগ্ধকর পরিবেশন। ধন্যবাদ IPDC ❤

  • @sanadbarua7150
    @sanadbarua7150 2 роки тому +3

    ধন্যবাদ পার্থ দা এমন সুন্দর গান উপহার দেওয়ার জন্য্

  • @sagorsarker5417
    @sagorsarker5417 2 роки тому +4

    কোনো কথা হবে না just osam...

  • @rsraton143
    @rsraton143 2 роки тому +6

    বাংলা গানের মতো এত সুন্দর কিছুই নাই,, কি গানের কথা মন জুরিয়ে যাই 👌👌🌱❤️

  • @suvodipchakrabarty1311
    @suvodipchakrabarty1311 7 місяців тому +1

    আহা, বড্ড ভালো গলা। অনেক দূর যেতে হবে তোমাকে। থামবে না। খুব সুন্দর হয়েছে ।

  • @subhradas5572
    @subhradas5572 2 роки тому

    এক অসাধারন গান।প্রাণ জুড়িয়ে গেল।যন্ত্রানুসঙ্গ ও কোরাস গানকে সমৃদ্ধ করেছে।

    • @IPDCআমাদেরগান
      @IPDCআমাদেরগান  2 роки тому

      দর্শকদের হৃদয়ে স্থান করে নেওয়াতেই আমাদের স্বার্থকতা। আপনার মতামত আমাদেরকে আরও বেশি উৎসাহিত করবে। ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন।

    • @faridabegum1711
      @faridabegum1711 2 роки тому

      @@IPDCআমাদেরগান ua-cam.com/video/mwGlOVsSKrM/v-deo.html

  • @badshasafa3396
    @badshasafa3396 2 роки тому +2

    অসাধারণ।।। ipdc এর মেকিং অতুলনীয় ❤️🎧❤️

  • @Kranuj6
    @Kranuj6 2 роки тому +5

    গানটির অপেক্ষায় কতক্ষণ.....
    অসাধারণ

  • @tan2956
    @tan2956 2 роки тому +5

    কম্পোজিশন আর গায়কের গাওয়া দুটোই অসাধারণ! ❤️❤️👌👌

  • @Josim-g8i
    @Josim-g8i 10 місяців тому +13

    আমি এই গানটি সকুলের অনুষ্ঠানে দিব।🎉🎉

    • @romevagom
      @romevagom 6 місяців тому +1

      আমিও

  • @MdBadsha-kp8gc
    @MdBadsha-kp8gc 2 місяці тому +1

    অসাধারণ বিউটিফুল একটা গান ❤️❤️❤️2024 সালে এসে আমি হক ভান্ডারী মুসা দরবেশ একটা কমেন্ট করে গেলাম 🇧🇩

  • @hrisikeshbiswas8451
    @hrisikeshbiswas8451 2 роки тому +2

    খুবই সুন্দর,, মনোমুগ্ধকর পরিবেশনা--

  • @janealom1920
    @janealom1920 2 роки тому +2

    আই পি ডি সি এবং সংগীত পরিচালক পার্থ বড়ুয়া কে অসংখ্য ধন্যবাদ ।

  • @Shahriarfaruk90
    @Shahriarfaruk90 2 роки тому +1

    অপূর্ব, অসাধারণ।
    আপনাদের হাত ধরেই ঠিকে থাকুক বাংলার লোকজ সংগীত। ❤️❤️❤️❤️

  • @Sports_Music72
    @Sports_Music72 2 роки тому +5

    এসবই তো আমাদের ঐতিহ্য!
    কলিজা ঠাণ্ডা হয় শুনলেই! অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ সংশিষ্ট সবাইকে!

  • @habiburrahamansardar3215
    @habiburrahamansardar3215 2 роки тому +1

    Ami Kolkata teke,,, IPDC er protek ta onushthan dekhsi r mugdho hoye jassi,,, Apnader kase anurodh roilo,,, Asen amar mukthar,, asen amar barister,,, ganta bananor jonno,,🙏🙏🙏

  • @shahinmahamud57
    @shahinmahamud57 4 місяці тому

    জীবনে বহুবার এই গানটি শুনেছি কিন্তু মনযোগ দিয়ে শুনিনি গানের কথা গুলোযে এত ওজন এত ভারি কখনো কল্পনাও করতে পারিনি।আধামরা মানুষও এই কথাগুলো শুনলে জাগ্রত হয়ে উঠবে।

  • @DeepakRoy-bw4bx
    @DeepakRoy-bw4bx Рік тому +5

    From kharupetia Town, Darrang, Assam, India. Many more thanks to Shuily Sarkar and I.P.D.C. amader Gaan for this fantastic, wanderful and superb songs. Thanks to all musicians. I.P.D.C. means another types of song's and the people's are very deeply enjoyed for this type of songs.😮

  • @mohammadmotaleb
    @mohammadmotaleb 2 роки тому +2

    Notun kichur opekkha thaki,, jokhon video pai dekhte valo lage,,,,, love flute jalal Ahmed,,,, my boss,,,🧡🧡🧡🧡🧡

  • @mdrustwmali9648
    @mdrustwmali9648 2 роки тому +2

    ধন্যবাদ অসাধারণ । আবু ধাবি হইতে দেখছি

  • @uttamroy9403
    @uttamroy9403 2 роки тому +2

    কত সমৃদ্ধ আমাদের সংস্কৃতি অথচ আমরা ফলো করি পাশের দেশের অপসংস্কৃতি। 😥😥

  • @Bd71_Roman
    @Bd71_Roman 2 місяці тому +10

    কে কে ২০২৪ সালের অক্টোবর মাসে শুনতেছো ❤❤

  • @Mdhasan-yo8do
    @Mdhasan-yo8do 2 роки тому +3

    মনে হচ্ছে গান টা যদি শেষ না হতো। যতই শুনছি ততই মুগ্ধ হচ্ছি সত্যি অসাধারণ love you ipdc আমাদের গান 💝💝💝💝

  • @abutahar2195
    @abutahar2195 8 місяців тому +1

    ময়মনসিংহ থেকে শুনলাম গানটা। শুধু বলবো অসাধারণ❤❤❤🎉🎉

    • @priyamdutta9328
      @priyamdutta9328 5 місяців тому

      Amar purbopurush ra mymensingh theke.. Kichu info dite parben..??

  • @md.durantohossain5768
    @md.durantohossain5768 2 роки тому +2

    বাংলা এই ফোক গান গুলা শুনিলে প্রান টা জুরিয়ে যায়৷ আমার মতো কার কার এই গান গুলা ভালো লাগে দেখতে চাই
    আমার বাংলা গানের সাথে অন্যান্য গানের কোন তুলনাই হয় না৷

  • @alauddinkhan6459
    @alauddinkhan6459 11 місяців тому +1

    কনসার্ট শিল্পী গণ ও অপূর্ব।

  • @sar15728
    @sar15728 2 роки тому

    অসাধারণ অসাধারণ অসাধারণ পরিবেশনা। মূল সুর ঠিক রেখে আজকাল এসব গান কমই শোনা যায়। অনেক অনেক ধন্যবাদ

  • @mrahmanmd
    @mrahmanmd 2 роки тому +3

    ও মুর্শিদ ও
    - আমার মন মজাইয়া রে দিন মজাইয়া, মুর্শিদ, নিজের দেশে যাও - গান টি বিউ টির ক ন্ঠে পরিবেশনের জন্যে পার্থের কাছে অনুরােধ রইল

  • @alaminsakib6047
    @alaminsakib6047 2 роки тому +2

    অসাধারণ কম্পোজিশন ♥️♥️♥️
    Love u IPDC🥰

  • @Simantotalukder017
    @Simantotalukder017 2 роки тому +3

    আহ রে? ওওও।
    সব রিমিক্স
    গান। 💔💔💔

  • @jonyahmedtas4609
    @jonyahmedtas4609 3 місяці тому

    মনে রেখো প্রিয়।
    যুগ যুগ ধরে গানটি সেরা ছিলো, সেরা আছে এমনকি সেরাই থাকবে।
    ভালোবাসা অবিরাম

  • @nupurskitchen0101
    @nupurskitchen0101 2 роки тому +3

    Apurbo 🤗anobodhyo ❤❤

  • @anayetfarazi2047
    @anayetfarazi2047 2 роки тому +2

    নিয়মিত শুনি আই পি ডিসির গান। এটায় হলো হৃদয়ের গান।। ধন্যবাদ। 🌿🌺🌺🌺

  • @asifakbar02
    @asifakbar02 2 роки тому +4

    আহা কি সুর অসাধারণ গায়কী
    এটা শুধু আমাদের বাংলাদেশে সম্বব
    IPDC কে অসংখ্য ধন্যবাদ
    বাংলা গানের প্রতি মানুষের ভালোবাসা দেখে আমরা মুন্ধ

  • @nishadninith8351
    @nishadninith8351 2 роки тому +5

    চমৎকার! 🌸

  • @anilaislam909
    @anilaislam909 2 роки тому +1

    আমি আর নতুন করে কি কহিবো।
    এক কথায় অসাধারণ 😍😍😍
    আমার পছন্দের মানুষের গান🥰
    আমারও অনেক পছন্দ ☺️

  • @khanmunsur77997
    @khanmunsur77997 2 роки тому +4

    আহা!!!কি গান শুনলে ভালোই লাগে🤩🤩🤩

  • @swapnosathi6548
    @swapnosathi6548 2 роки тому

    এই চ্যানেলের গান শুনলেই পরান এমনিতেই ভরে যায়। যেমন উপস্থাপনা তেমন গানের ভঙ্গি। সুমধুর গানের জন্যই আমরা বাঙালি।

  • @arunkumarbera6118
    @arunkumarbera6118 2 роки тому +4

    অপূর্ব মন শান্ত হয়ে গেল ।

  • @apurbochandro
    @apurbochandro 2 роки тому +3

    Ipdc r Music gula onk sundor hoy... Tai songs gula feel kora jay vlo kore..
    Take love IPDC 💓💕

  • @robinnath7687
    @robinnath7687 2 роки тому +7

    অনবদ্য 🥰

  • @Mehedi412
    @Mehedi412 2 роки тому +4

    বাহ্ অসাধারণ ❤️

  • @kingsultan1742
    @kingsultan1742 2 роки тому +5

    এককথায় সেরা🥰🥰

  • @mohammadyeasinarfat6812
    @mohammadyeasinarfat6812 2 роки тому +5

    ভালোবাসা অবিরাম।
    আমার একটা প্রিয় গান।

  • @gourabdas7959
    @gourabdas7959 2 роки тому +4

    বাংলা ভাষার মত বাংলা গানেও মধু ঝরে ❤️

  • @mahatos6739
    @mahatos6739 2 роки тому +3

    অসাধারণ ❤️ সত্যিই মনমুগ্ধকর পরিবেশনা❤️

  • @nurkhan9325
    @nurkhan9325 2 роки тому +4

    বাংলাদেশের গাংগুলোই সেরা।

  • @antubarua75
    @antubarua75 2 роки тому +1

    অসাধারণ,, বাংলার ইতিহাস, ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজন সত্যি খুব জরুরি,, কখনো যেন না হারায়❤️❤️

    • @IPDCআমাদেরগান
      @IPDCআমাদেরগান  2 роки тому

      বাংলার ইতিহাস এবং ঐতিহ্য পরবর্তী প্রজন্মের কাছে আরও অনেক বছর ধরে রাখার জন্যই আমাদের এই আয়োজন। আমরা যেন কখনো না হারাই তাই সবসময় আমাদের সাথেই থাকবেন। ❤️

  • @Ranzuvlog
    @Ranzuvlog 2 місяці тому +1

    গানটি আমার অনেক পছন্দের তাই বারবার শুনি❤❤❤